বাবলুদার সাথে Yelbong Canyon Adventure Part 2 | Camping & Trekking | Offbeat Dooars

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Год назад +74

    আমাদের বাংলায় এইরকম একটা জায়গা কে সবার সামনে তুলে ধরার জন্য বাবলুদা, আপনি ও পৃথ্বিজিতদাকে অসংখ্য ধন্যবাদ। রবার্টস কেভ এর কাছে সত্যিই বাচ্চা। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @tanmoykheto8754
    @tanmoykheto8754 Год назад +2

    Khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub sundor laglo dada ....

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Год назад +3

    ভয়ংকর সুন্দরের মুখে দাঁড়িয়ে শিবাজীদা আপনি গাইলেন "দাঁড়িয়ে আছো তুমি আমার..." পৃথ্বীদা আর আপনার অসাধারণ রসালাপ তো আছেই; অসাধারণ ভিডিও! অজস্র ধন্যবাদ বাবলুদাকে এমন একটি দুর্গম সুন্দর জায়গার হদিস দেওয়ার জন্য!

  • @maladasgupta2247
    @maladasgupta2247 Год назад +10

    বা বা ! একেবারে চাঁদের পাহাড় অভিযান! দুর্দান্ত লাগলো । বেশ গা ছম ছম অভিজ্ঞতা.... দারুণ দারুণ real adventure !!! 👍👍👍

  • @arindamchatterjee980
    @arindamchatterjee980 Год назад +36

    এটা সত্যি বলতেই হবে যে এই ভিডিও টা আউটস্ট্যান্ডিং কারণ এই রকম ট্রেকিং করতে করতে ফটোগ্রাফি করা just next to impossible. Shibaji da, Prithi da & Bablu da hat's off to all of you... Great performance...

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Год назад

      অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে❤️

  • @satwikpoddar1863
    @satwikpoddar1863 Год назад +3

    30 second er reel er jugey 40min er travelogue dekhachho. Ei shahosh tar jonne kudos. Innumerable time you have proved that content is the real King!!! Joy Guru. Chaliye jao!!

  • @saikatkghose8501
    @saikatkghose8501 Год назад +19

    দাদা ইয়েলবং 2nd পর্ব এত তাই ভালো যে যা দেখার জন্য যেন এক যুগ অপেক্ষা করলাম।। অনেক ধন্যবাদ আপনাদের 3 জন কেই।।।🙏🙏🙏

  • @subhramukhopadhyay9629
    @subhramukhopadhyay9629 Год назад +1

    আপনার সেরা ভিডিও এই টা।অসাধারণ অসাধারণ অসাধারণ ।ভীষণ ভালো লেগেছে আমাদের পরিবারের সবার । আমরা রোজ রাতে খেতে বসে আপনার ভিডিও দেখি।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад +5

    রিভার ক্যানিয়ন ট্রেকিং এর অসামান্য অভিজ্ঞতা অর্জন করলাম য়েলবং এর দুর্ধর্ষ এডভেঞ্চার এ । দেরাদুনের গুচ্ছু পানি দেখে আমাদের অভুতপুর্ব আনন্দ হয়েছিল - কিন্তু আজকের এই প্রতিবেদন দেখে সেই আনন্দ অনেক মাত্রা বৃদ্ধি পেলো। আজকের এই যাত্রা অনেক বেশী শক্ত বলে মনে হচ্ছিল । জল ঠেলে যাওয়ার সময় বাবলুদা কে অনেকটা চাঁদের পাহাড় এর আলভারেজ এর মতন লাগছিল । শিবাজীবাবু নিজেও শংকর এর কথা উল্লেখ করলেন। এত নয়নাভিরাম দৃশ্য এক অসাধারণ মাদকতা এনে দিলো ।
    আজকের অসামান্য প্রতিবেদন দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতার লাইন মনে এলো -
    এখন আমি একটা পাহাড় কিনতে চাই।
    সেই পাহাড়ের পায়ের
    কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ
    কঠিন পাহাড়।
    একেবারে চূড়ায়, মাথার
    খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী,
    চরাচরে তীব্র নির্জনতা।
    অসামান্য লাগলো আজকের এই প্রতিবেদন।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Год назад +3

      আহা কি লেখেন আপনি,নীচের লাইন দুটো আপনার জন্য,
      "বেরিয়ে পড় সব ছেড়ে,বুকজোড়া ভবঘুরে,
      চরাচর খাম পাঠায় নীল মেঘের..
      এভাবেও ফিরে যাওয়া যায়,এভাবেও ছুঁয়ে দেখা যায়.....পুরোনো সময়,হারানো সময়"
      আমার নতুন গানের লাইন।

    • @tathagatadasgupta
      @tathagatadasgupta Год назад

      @@PrithwijitOMonerManus অসাধারণ। কবে শুনব?

  • @sankhasen3954
    @sankhasen3954 Год назад +2

    পুরো শঙ্করের adventure. Hats Off to You শিবাজীদা। এইভাবে কি করে যে video করলেন, সে একমাত্র আপনিই জানেন। আর অসংখ্য ধন্যবাদ বাবলুদাকে।

  • @21seFebruary
    @21seFebruary Год назад +5

    Amezing, আদিম প্রাকৃতিক সৌন্দর্য, আপনাদের মানে RUclips Travel Vloger দের সৌজন্যে নিজের দেশটাকে যে রকম দেখছি তাতে একটা কথাই মনে হচ্ছে "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি "

  • @dipanwitamukherjee1548
    @dipanwitamukherjee1548 Год назад +1

    Darun enjoy korlam.apnader energy level fitness level dekhar moto.keep going

  • @mithusaha9177
    @mithusaha9177 Год назад +4

    বাবলু দা ওই 5% দেখেই ভাষা হারিয়ে ফেলেছি গেলে পুরো পাগল হয়ে যাবো।

  • @aninditabhattacharyya6154
    @aninditabhattacharyya6154 Год назад +1

    এই নাহলে ভ্রমণ, trekking, সেরার সেরা ব্লগ। প্রসঙ্গত গত নভেম্বরে বাবলুদার ওখানে তিনদিন ছিলাম, আবার যাব।

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Год назад +4

    আনন্দ ভাগ না করলে উপলব্ধি সম্পূর্ণ হয়না..রিভার ক্যনিয়নের অ্যাডভেঞ্চার দেখে রোমাঞ্চিত হলাম..খুব সুন্দর লাগলো..সকলে ভালো থাকুন

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 Год назад

    darun darun darun darun darun..........ar kichu bolar nei......shibaji da, pritwijit da, bablu da ar oi chotto guide chele take thanks......

  • @arpitagoswami253
    @arpitagoswami253 Год назад +4

    অপূর্ব! অসাধারণ!
    রুদ্ধশ্বাসে দেখলাম ইয়েলবং ক্যানিয়ন অ্যাডভেঞ্চার। বারবার শুধু মনে হচ্ছে এমন একটা জায়গা আমাদেরই রাজ্যে আছে!
    আর আপনাদের ক্ষুদে গাইডটির কথা না বললেই নয়। যে বয়সে বাঙালী মায়েরা সন্তানদের আঁচলের আড়ালে রাখেন সেই বয়সে এই ছেলেটি আপনাদের দুঃসাহসিক অভিযানে নিয়ে চলেছে।
    এই ভ্লগ দেখার পরে আপনাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দ্বিগুণ না হলে আশাহত হব। শুভেচ্ছা অফুরান। 🍁

  • @joyjagannathxerox8740
    @joyjagannathxerox8740 Год назад +1

    বাকরুদ্দ,বলার কোনো ভাষা নেই। শিবাজী ও প্রীতিজিৎ এর পক্ষে এটা সম্ভ। বাবুদা অসাধারন।
    বিদেশীদের কাছে এর প্রচার পেলে ট্যুরিজম এর নতুন দিক খুলেজাবে।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Год назад +1

      অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে❤️

  • @chiranjibdasgupta6837
    @chiranjibdasgupta6837 Год назад +4

    No comments শুধুই অবাক হয়ে দেখলাম।
    মনে হলো পাণ্ডবরা এই ভাবেই স্বর্গ এ গিয়েছিলো।
    একটা অনবদ্য এপিসোড।
    Thank u, Priththijit and Bablu da,

  • @sanchitamukhrjee2208
    @sanchitamukhrjee2208 Год назад

    Ashadharon laglo bhai! Jeno mone holo ami achi aapnader sathe. darurrun Darrruuun 👏👏👏👏👏👍👍👍👍👌👌👌

  • @Sree.12
    @Sree.12 Год назад +3

    বাংলার bear grylls..🤩🤩👍🏻👍🏻👍🏻

  • @sudiptasarkar5780
    @sudiptasarkar5780 Год назад +1

    Osadharon! Gaye kanta deoar moto... Just awesome👍👍

  • @subhankarguharoy4164
    @subhankarguharoy4164 Год назад +3

    প্রথমেই বলি এই ভিডিওটা দেখার পর সবার প্রথম ধন্যবাদ বাবলুদা কে আমাদের নর্থ বেঙ্গলে এরকম একটা সুন্দর জায়গা তুলে ধরার জন্য। আমি নিজে জলপাইগুড়ির ছেলে কিন্তু ঠিক আমাদের আশেপাশে এত সুন্দর জায়গা রয়েছে তা আপনার না থাকলে জানতেই পারতাম না।
    আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক আপনার সবগুলো ভিডিও প্রায় দেখে থাকি আমার দেখা সবচাইতে সেরা ট্রাভেল ব্লগ এটি সত্তিকারের এই রাস্তায় হাতে ক্যামেরা নিয়ে ব্লগিং করা মুখের কথা নয়। আসলে বাবলুদা খুব বুদ্ধিমান মানুষ এই ভিডিওটা আপনি যতই স্পন্সর বলুন না কেন একমাত্র বাবলুদা জানতেন এই রাস্তায় ব্লগিং করার ক্ষমতা এই মুহূর্তে একমাত্র শিবাজীর রয়েছে। এবং আপনাদের মাধ্যমে এই জায়গার কথা গোটা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ আপনাদের এবং তার সাথে আমি মনে করি আপনারা যেভাবে উত্তরবঙ্গ সহ সমস্ত পশ্চিমবাংলার পর্যটন কেন্দ্র গুলিকে এতো সুন্দর ভাবে তুলে ধরেছেন তবে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করা উচিত আবারো অনেক ধন্যবাদ ভাল থাকবেন এবং এই ধরনের আরও ব্লক তৈরি করে যান🙏❤

  • @tanushribangal7471
    @tanushribangal7471 Год назад +1

    তোমাদের কথা এতো হাঁসি পায়, জীবন আগিয়ে যায় অনেকটা, ভালো থেকো দুজনে, বাবলু দা। ❤❤❤❤❤❤

  • @subratadas6654
    @subratadas6654 Год назад +7

    উফ্ফ, অসাধারণ একটা ট্রেকিং, একটা unexplored জায়গা, তাও আবার আমাদের বাংলার Dooars এ। দুর্দান্ত 👌 এই জন্যই EXPLORER SHIBAAJI সত্যি সত্যিই আমাদের বাংলার Untouchable RUclipsr ♥️ আপনাদের সব্বাইকে অনেক অনেক ভালবাসা। 🙏❣❣

  • @pratimnandi1811
    @pratimnandi1811 Год назад

    Hats off to Bablu da....ar apnader dujon keo.....jothesto durgom path....

  • @arkavk18
    @arkavk18 Год назад +3

    Shibaji dar channel e man vs wild er episode dekhlam mone hochhe... Ek kothay darun loved it... 💚

  • @hirakgoswami6642
    @hirakgoswami6642 Год назад +1

    বাংলায় এমন রোমহর্ষক ব্লগ আগে কখনো হয় নি, এমন এ্যাডভেঞ্চারাস বাংলা ব্লগ এই প্রথম দেখলাম। হ্যাটস অফ শিবাজীদা, পৃথ্বীজিৎদা, এবং অবশ্যই বাবলু দা। ❤🙏

  • @abhinavbhowmick6971
    @abhinavbhowmick6971 Год назад +5

    Strong recommendation to Babloo Da to officially arrange such treks lead by him, so that we all can participate. This trek was super awesome and i wish to do this soon. Everything was so perfect in your this trek video except the shoes 😄which is a very important gear for treks in the mountains.

  • @soumenburman3697
    @soumenburman3697 Год назад +1

    Darun Dada, Kono Kotha Hoba Na. Just FATAFATI.

  • @avijitdutta1622
    @avijitdutta1622 Год назад +4

    24:14 ছোট্ট তামাং Chimney Rock climbing স্টাইল এ এগোলো দাদা, আপনাদের ভিডিও প্রথম পর্বের মতনই আকর্ষণীয়। প্রথম পর্বের বেশ কয়েকটি ডায়ালগ / বার্তা সত্যিই সকলের কাছে পৌঁছানো জরুরি। খুব ভালো লাগছে শিবাজিদা - পৃথ্বীদা। বাবলুদার সাথে যোগাযোগ করার আগ্রহ বেড়ে গেলো।

  • @escapewithtina
    @escapewithtina Год назад +1

    Eto kache eto shundor adventure trip dekhe khub bhalo laglo....thanks for the information

  • @rahulray9323
    @rahulray9323 Год назад +3

    Agulo ato din Discovery channel e te dekhtam. Tumi prothom Explorer, to experience and show us your journey for us only. CONGRATULATIONS EXPLORER SHIBAJI TEAM.

  • @Amarpaglami7
    @Amarpaglami7 Год назад +1

    অসাধারন একটা অভিযান,দূদান্ত লাগলো।

  • @livac4962
    @livac4962 Год назад +3

    This is an exceptionally good and informative video. However, this is not the only place you can hike in Dooars. Along the entire river bed there are home stays etc, (very few though) and they helps with food and guides for these hikes. These were there for years and even more challenging ones are there too. Thanks for bringing these place to attention. These hikes might not be for everyone but this video will make many people consider taking such trips, especially people not from North Bengal and unaware of these destinations.

  • @beautismtaniya4240
    @beautismtaniya4240 Год назад

    Adventure etakei bole.....just wow... Fatafati

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Год назад +4

    এই দুর্বিষহ অভিযান একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব বস্। Hats off to yours and obviously Bablu da.. ❤️❤️❤️ from Nimta, kol -49.

  • @suvajitsaha1073
    @suvajitsaha1073 Год назад

    Daruun..Daruun...Daruun.. Ek osamanno treck.. Dooars je eto kichu sajie rekheche seta sottie sobar samne asa uchit. dooars bolte loke sudu gondar, hati r jayantir river bed bojhe, seta je kotota bhul ta promanito. onk onk dhonnobad erom sundor ekta video present korar jonno..r particularly griho bodi, daibodhota bondi bangali k beria porar utsaho deaor jonno.

  • @EverydayEnglishTipswithAmit
    @EverydayEnglishTipswithAmit Год назад +3

    Everest Base Camp ⛺️ is one of my dream trekking destinations. You both should plan one such trip. And if possible, take few trekking lovers from WB along with you.
    This trek is not too long but the terrain is uneven with difficult and narrow climbs. Some areas were also slippery which could be a risk for some people.
    Kudos to you and Prithvi da for doing this trek.
    Let’s discover more such hidden gems in Dooars and North Bengal.

  • @sajalroy4757
    @sajalroy4757 Год назад +1

    অনেক দিন পর একটা মনের মতো কন্টেন্ট দেখলাম। পুরো জমে গেছে

  • @swaruproy3904
    @swaruproy3904 Год назад +21

    Brother... You should at least give English subtitles to this episode if not the entire series... It's wonderful to get such inspiration which I feel should be shared with our foreigner friends 😊🙏

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Год назад +6

      অনেক ধন্যবাদ আপনার ফীডব্যাক এর জন্য, আমরা চেষ্টা করবো।

  • @biswajitpaul1709
    @biswajitpaul1709 Год назад +1

    দাদা, এক কথায় দারুন এডভেঞ্চার👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 দ্বিতীয় কোনো কথায় হবে না

  • @subrataghosh8170
    @subrataghosh8170 Год назад +9

    Shibajida.... Outstanding performance. A superb details of tracking & your sense of humour in thresold moment makes you unique. The Bengali spirit to conquer in a different way. Bravo... Keep on going. Oh. Yes. Prithyijit da r biye ta khub taratari hobe. Sudhu somoyey apekhya... We all are waiting for that precious moments. Thank you

    • @susmitabanerjee5320
      @susmitabanerjee5320 Год назад

      Darun darun.protiti muhurte mone hocchilo apnara pore na jan.apurbo experience.dhonnobad eto sundor jaiga ache seta amader dakhanor jonno.amra hoyto jete parbona.kintu ghurte bhalobashi bole somoy ta mone holo ami jeno apnader sathe ghurchi.khub bhalo.tabe juto kintu thik poren ni.ete apnader khati hote parto.khub bhalo thakun ar amader emon kichu natun upohar din.

  • @alwayshappy2344
    @alwayshappy2344 Год назад

    Amr dekha RUclips er most adventurous video..... darun laglo Dada.... awasome

  • @sudiptapalchowdhury2828
    @sudiptapalchowdhury2828 Год назад +3

    A real treasure unearthed…thanks to both of you and Bablu da for opening new getaways!

  • @swastiksarkar4637
    @swastiksarkar4637 Год назад

    সত্যিই আপনি বাস্তবের শংকর। এই video টা যতটা আমাদের জন্য করেছেন তার থেকে বেশি নিজেদের জন্য করেছেন।, সেটা আপনার মুখের পরিতৃপ্তি বলে দিচ্ছে। পরের বার গেলে দুজনে দুটি gopro headmount করে নিয়ে যাবেন।

  • @subhamoyghosh6778
    @subhamoyghosh6778 Год назад +4

    Excellent Adventure Expedition which was so unknown to many of us. Thanks for sharing and 3 Cheers for Babloo da.
    Lots of love from Mumbai 🤗

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 Год назад +1

    এই ভিডিও টা দেখে আমি স্তম্ভিত। রোমাঞ্চকর
    এক অভিজ্ঞতা। অশেষ ধন্যবাদ।

  • @kaushikdatta827
    @kaushikdatta827 Год назад +3

    Thanks to both of u to give us the opportunity to see this amazing adventure route...beautiful nature and landscape...✌

  • @moumitachattopadhyay8422
    @moumitachattopadhyay8422 Год назад +1

    ভয়ঙ্কর সুন্দর, দারুন লাগল

  • @positiveoxomiya2962
    @positiveoxomiya2962 Год назад +7

    Shibaji and Pritthojit, Arnab from USA (Aurangabad and Khardaha Arnab) :). Awesome adventure. Loved it. I had the chance last summer after meeting you guys to stopover in the country of Georgia and briefly explore the Martvili Canyon in western Georgia. This Dooars Canyon is deeper, lusher and significantly more challenging. I loved how you are exhorting the stay-at-home Bangalis of Kolkata to leave their comfort zone and explore the amazing country that they live in. And, your commitment to leaving nothing behind is exemplary. Love you guys. Continue your beautiful adventures. Hope to see you this summer.

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Год назад +1

      Hii Arnab,glad to hear you,how are you doing? Thanks for your comment,stay blessed 🤘

    • @positiveoxomiya2962
      @positiveoxomiya2962 Год назад +1

      Dear Prithwijit, ekdom bhalo aachhi, Bhogobaner kripa diye. Aami July mashe Kolkata aashbo. Jodi tomra thakbe, dekha korar nichhoi cheshta korba. You stay blessed too, my friend. Arnab.

  • @sougatabose7481
    @sougatabose7481 Год назад

    Durdanto vlog kono kotha hobe na different flavour, different ambience just woooow

  • @jayantachatterjee6682
    @jayantachatterjee6682 Год назад +3

    My appreciation to you both,for reaching such a amazing hight that you all are getting sponsorship as a bengali feels proud.

  • @sarojbose6015
    @sarojbose6015 Год назад +1

    অসাধারণ অবর্ণনীয় আপনাদের তিন জনকেই প্রণাম খুব ভালো থাকবেন

  • @vivekchakraborty8302
    @vivekchakraborty8302 Год назад +4

    অপেক্ষা করছিলাম কখন 2nd পার্ট আসবে..

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Год назад +1

    Asadharon Shibajida....ai trek ta akdom anno rokom.Ghore bose dekha hoye galo.My salute to you oi path a camera niye ki asadharon vedio korechen Apnara bhalo thakben.

  • @nipurafsan5786
    @nipurafsan5786 Год назад +3

    Plz Do a Nepal tour....!and amazing Video....!

  • @parthaganguly1239
    @parthaganguly1239 Год назад +1

    খুব সুন্দর ও রোমহর্ষক tracking এটা । খুবই ভালো লাগল । ধন্যবাদ শিবাজী ও পৃথ্বীজিত ভাই ।

  • @justanotherperson2576
    @justanotherperson2576 Год назад +3

    আপনাদের যে ট্রেকিং, ক্যাম্পিং এর নেশা চড়ছে সেটা আগেই আন্দাজ করেছিলাম। একবার শুরু হলে এ নাকি আর থামানো যায় না। হোক! হোক, এভারেস্ট বেস ক্যাম্প।

  • @manasidey3146
    @manasidey3146 Год назад +1

    সত্যিই কোনও উপমা ই যথেষ্ট নয় এই ভিডিও র জন্য। কি ভাবে প্রশংসা করলে ঠিক হবে বুঝতে পারছি না।অপূর্ব, অপূর্ব। ভাবা যায় না ঘরের এত কাছে এইরকম একটা রোমহর্ষক অথচ রোমান্টিক জায়গা আছে। ওই কঠিন যাত্রাপথে র ভিডিও করা কতটা কষ্ট সাধ্য ছিল অনুভব করতে পারছি।দারুণ লাগল। অনেক অভিনন্দন এইরকম ভিডিও উপহার দেয়ার জন্য। আর সঙ্গে পৃথ্বীজিৎ এর টক ঝাল মিষ্টি অনুসঙ্গ।আপনারা এগিয়ে যান।

  • @sujaytarafder5515
    @sujaytarafder5515 Год назад +2

    অসাধারণ ,ভ্রমণ এর শীর্ষ চূড়ায় উঠুক শিবাজী

  • @dibborana
    @dibborana Год назад

    Aapnie paren sudhu aapnie paren Shibaji Da, hats off. Bangali hisebe jonmo sarthok. Osesh Dhonnyobad aapnake erom ekta video upohaar dewar jonnyo.

  • @mousumibanerjee5225
    @mousumibanerjee5225 Год назад +2

    অনবদ্য অনবদ্য অনবদ্য
    এছাড়া কোনও ভাষা নেই.........👌👌👌👌👌👌

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 Год назад

    কোন বিশেষণই যথেষ্ট নয়। স্যালুট আপনাদের।

  • @milyroychoudhury8566
    @milyroychoudhury8566 Год назад +1

    Darun adventure chilo tomader 👍👍 khub bhalo laglo dekhte

  • @debanjanpramanik8667
    @debanjanpramanik8667 Год назад

    অসাধারণ একটা জায়গার অসাধারণ একটা ভিডিও দেখলাম, ভাবতে পারিনি কেউ এতো অসাধারণ একটা ভিডিও এরকম একটা adventurous trek এর দিতে পারবে । আপনাদের 3 জন কে জানাই অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বাবলু দা কে এরকম একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এরকম আরো ভিডিও এর জন্য অপেক্ষায় থাকলাম।

  • @syedmosharof7685
    @syedmosharof7685 Год назад +2

    তোমাদের জন্য তো প্রার্থনা করি। এবার বাবলু দাদা জন্য প্রার্থনা, এমন সুন্দর জায়গায় নিয়ে জাবার জন্য। বেঁচে থাকো সুস্থ ও সবল ভবে এই আমার প্রার্থনা বাবলু দার জন্য...

  • @koustuv2007
    @koustuv2007 Год назад

    DARUN SUNDAR.ETO SUNDAR TREKING ROUT ACHE JANA GELO..AR PRITTHI DAR PATALIR MOTO PATHOR LETEST ADITION

  • @sanjibdutta8161
    @sanjibdutta8161 Год назад +1

    দুর্ধর্ষ, আপনার ভিডিও গুলোর মধ্যে অন্যতম সেরা ভিডিও দেখলাম আজ। আপনাকে, পৃথ্বীদাকে ও বাবলুদা কে অশেষ ধন্যবাদ এমন একটা ভিডিও দেখানোর জন্য। ভালো থাকবেন।

  • @ritachaki5777
    @ritachaki5777 Год назад

    দারুন লাগলো এই ভিডিও টা। আমার বাড়ি শিলিগুড়িতে এত কাছে কিন্তু এই জায়গায় সম্পর্ককে জানতাম না। খুব সুন্দর লাগলো।

  • @subaldas5151
    @subaldas5151 Год назад

    Uff!! Durdanto. Du chokh Judie gelo. Joy shivaji maharaj er joy. Joy prithwi and Bablu maharaj er joy. Aro adventure hok ei kamona roilo.

  • @amitghosh5170
    @amitghosh5170 Год назад

    তোমার এই টিপস গুলো দিয়ে প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষের খুব উপকার হয়| এর প্রত্যেকটা জায়গা ,ভীষণ সুন্দর । আর বেশ কিছু নতুন তথ্য জানতে পারলাম।

  • @tanmoybandyopadhyay4804
    @tanmoybandyopadhyay4804 Год назад +1

    Just awesome!!!!!!!!!!!!!!! Really a next level video. !

  • @sudipmanna4359
    @sudipmanna4359 Год назад

    সবাইকেই প্রচুর ধন্যবাদ এই জিনিস তুলে ধরার জন্য। অসাধারণ অসাধারণ.... আর বাবলু দা কে স্যালুট।

  • @subhashismajumdar3868
    @subhashismajumdar3868 Год назад +1

    দুর্দান্ত ও রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। প্রবল ইচ্ছা শক্তি থাকলে তবেই এই ভ্রমন সম্ভব। অসাধারণ একটি ভিডিও দেখলাম। আর খুনশুটিগুলো দেখবার মাধুর্যতাকে আনন্দে ভরিয়ে দিল ।

  • @meghlab2978
    @meghlab2978 Год назад +1

    এই ধরনের অনেক ট্রেইল আছে । কিন্তু খুঁজে বের হয়নি।। সাহসী ট্রাভেলার শিবাজী, পৃথিজিত দা ও বাবলুদার জন্যই এত সুন্দর , সাস রুদ্ধ
    এডভেঞ্চার ব্লগ দেখতে পেলাম। জয় শিবাজী ও তার সাথীরা। দীর্ঘজীবী হন।
    অসাধারণ, অসাধারণ।☺️☺️👌👌👌

  • @indianbeautyguide
    @indianbeautyguide Год назад

    Video tar 2nd part er apekkhai chilam bhishon sundor hoiche dakhe mone hochhilo......live dakhchi..... Just fatafati....... Hoiche....... 3jner juti ta to asadharon

  • @shelleydasgupta8554
    @shelleydasgupta8554 Год назад

    Tantan uttejana.. vayankar sundar.. .. eto kache thekeo aj janlam.. Abar bolbo U are the best👍

  • @subrataghosh8170
    @subrataghosh8170 Год назад +2

    Hats off to Bablu, the great...who has excavated the world of Duars ... Kotota valo lagle pore tobe emon Sundar upasthoponar jonyo tini aponake beche niyechen. Ami janina erokom vlog vobisyate r keu korte parbe .... Aponake chara.

  • @sarmisthapal7558
    @sarmisthapal7558 Год назад +1

    Darun darun enjoy korlam👍👍👍👍👍
    Osadharon sundor 👍👍👍👍

  • @shreyasarkar4174
    @shreyasarkar4174 Год назад

    Bablu da nd apner puro team k anek thanks eirakam trekking vd dekhanar janta, darun laglo

  • @manik5319
    @manik5319 Год назад

    Amar dekha sera adventure video by team sibaji sir...mind blowing..... definitely jabo ei jaigay dada..... just onno level..

  • @krishnojitmunshi6964
    @krishnojitmunshi6964 Год назад

    Durdanto.. Thank u , Amader Songe nie joar jonno thankyou

  • @kaulkbandyopdhyay3008
    @kaulkbandyopdhyay3008 Год назад +1

    পুরো আফ্রিকা এর মত ফিলিংস আসছে।। ভিডিও টা দেখে খুব ভালো লাগলো।। চালিয়ে যান শিবাজী দা এবং পৃথিজিত দাদা।।

  • @chanchalmukherjee5500
    @chanchalmukherjee5500 Год назад +1

    দাদা যেটুকু বলব সেটাই মনে হবে কম বলছি...... এককথায় চমৎকার, অসাধারণ.... আরও অনেক কিছু।

  • @riteshnayak5527
    @riteshnayak5527 Год назад +1

    দাদা দারুণ ,অসাধারণ জায়গা 💯💯💯👍💞

  • @abhilashkumar1009
    @abhilashkumar1009 Год назад +1

    Shibaji dar Sundar voice ar prithvi dar comidy ar bablu dar experience vlog take darun Sundar baniyeche

  • @journeywithanindya
    @journeywithanindya Год назад +2

    খুব ভালো লাগলো , তোমার শরীরটা যে কতটা ফিট এখনও সেটা কিন্তু একটা বিরাট বড় প্রমাণ পাওয়া গেল, দারুণ অভিজ্ঞতা সত্যিই খুব ভালো এত সুন্দর জায়গা বিদেশ কেও হার মানাবে।🙂💕

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Год назад +1

    অসাধারণ দাদারা ট্রেক করতে করতে যে ভিডিওতে সব দেখাচ্ছেন তুলনাহীন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের🙏🙏🙏

  • @Prasanta_Nandi
    @Prasanta_Nandi Год назад +2

    এক কথায় অসাধারণ, Excellent adventure trip.

  • @souravgupta2846
    @souravgupta2846 Год назад +1

    অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী আমরাও রইলাম

  • @তারামাশিল্পালয়

    অসাধারণ ভিডিও দাদা কোনও কথা হবেনা।

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Год назад

    Voyonkor sundar, excellent exploration,

  • @anuvaganguly7407
    @anuvaganguly7407 Год назад +1

    অসাধারণ অনবদ্য। আপনাদের মাধ্যমে অজানাকে জানলাম। 🙏🙏

  • @joinforce8205
    @joinforce8205 Год назад +1

    Protome janai Congratulations and Dhonnobad ei trek ta tule dhorara jonno. Apnake deekhe amar na kemon Yelbong jete iche korche. Durgom jaiga gulo without filter puro sotti ta tule dhoreche ar kotota durgom setao bujhiyechen. Kintu tao apnake dekhe khub inspire hochi...mone hoche ami o parbo...pari ki na pari age chesta kore dekhte khub iche korche. Dhonnobad apnake amader modhye pran shoktir sonchar korara jonno.

  • @prantikbhandari1411
    @prantikbhandari1411 Год назад +1

    Sob theke sera 😍😍😍 darun laglo

  • @babulaldas8614
    @babulaldas8614 Год назад +1

    অসাধারণ। এই ভিডিও টা দেখে চোখ ও মন তৃপ্ত হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাদের।

  • @umasankardas489
    @umasankardas489 Год назад

    সবচেয়ে ভালো লাগে আপনাদের দুজনের খুনসুটি গুলো। পুরো প্রানবন্ত একটা ভিডিও। দারুন লগালো এই অ্যাডভেঞ্চার এপিসোড দুটো। ভালো থাকবেন আপনারা।🙏

  • @somnathlayek8918
    @somnathlayek8918 Год назад

    অসাধারণ দাদা।।এ যেন ভ্রমণের এক অন্য অভিজ্ঞতা।। বাবলু দা কিন্তু বেশ ফিট😊

  • @patralikadeb5000
    @patralikadeb5000 Год назад +1

    অসাধারণ,দুর্ধর্ষ অভিজ্ঞতা।দারুন হয়েছে ভিডিওটা।👍👍❤️❤️