জয় ভোলে বাবা।❤ যা যা দেখিয়ে ছেন অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। শুধু ভোলে বাবার দর্শন মনে মনে। ধন্যবাদ ইউটিউব কে। ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ যারা এই রাস্তা তৈরি করেছে ভান্ডারা দিচ্ছে আরো অন্যদেরকে। সুস্থ থাকুন ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম। জয় বাবা অমরনাথ। হরো পার্বতী।।❤
Ei rastay tana camera niye otha aar amader jonne bhalo footage tola, unbelievable tenacity, hats off! Shibaji Da, Prithwijit Da and apnader companion, tinjonkei kurnish!
অসাধারণ ল্যান্ডস্কেপ, দারুন সব সিনারি তুলে ধরেছেন, আপনাদের করা এতদিন এর ব্লগগুলোর মধ্যে হয়তো এটাই প্রাকৃতিক সৌন্দর্য্যর দিক দিয়ে সেরা, অপরূপ, এগিয়ে যান পঞ্চাশ বছরের ইয়ং ব্রিগেড শিবাজী স্যার ও পৃথ্বিজিত স্যার
ভীষন ভীষন ভালো লাগলো। 1987 r স্মৃতি পরতে পরতে খুলে যাচ্ছে । এত কষ্ট করে তুলে চলেছেন vedio। যে খানে really একটা ভারী ক্যামেরা নিয়ে চলতে কষ্ট হয় সেখানে আপনি সমানে vedio করে চলেছেন । Hats off you দাদা জয় অমরনাথ জি
অভূতপূর্ব ছিল আজকের ব্লগ টা। মুগ্ধ হয়ে দেখছিলাম সপরিবারে আপনার ব্লগ টা। বেশ কয়েক বছর ধরে আপনার চ্যানেলের বিভিন্ন ট্রাভেল সিরিজ দেখছি। এই সিরিজ টা বেস্ট বলতেই হচ্ছে। এরকম একটা রোমাঞ্চকর ট্রিপ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যাদ।
Amarnath yatra r sob episode i khub khub enjoy korchi ......mon ta akta অবর্ণনীয় আনন্দে ভরে যাচ্ছে , গুহা দেখে নিজের অজান্তেই গায়ে কাঁটা দিচ্ছিল.......
দুর্দান্ত অভিজ্ঞতা হলো , সত্যই আপনারা ভাগ্যবান খুব সুন্দর ভাবে অমরনাথ দর্শন করলেন ,পথের ক্লান্তি সার্থক হলো , আপনাদের সঙ্গে আমরাও পথের ক্লান্তি অনুভব না করলেও পথের শোভা দেখে মুগ্ধ হলাম , ভোলানাথের দর্শন না হলেও গুহা মুখের দর্শন তো পেয়েছি ,জয় ভোলানাথ , ভালো থাকুন সুস্থ থাকুন , ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
অসাধারণ স্থান মাহাত্ম । এত ভাল দৃশ্য উপভোগ করার জন্য বারবার যাওয়া যাবে এই দেবালয়ের পথে । প্রতি মুহূর্ত আনন্দে মন ভরে যায় । এ ছাড়া পথের বিবরণ কিছু গুরুত্ব তথ্য অসামান্য । তীব্র চড়াই উপেক্ষা করে " নিজেকে দুমড়ে মুছড়ে" দর্শন লাভ এক পরম পাওয়া । শিবাজীর ধারাভাষ্য প্রতিদিনই পরম আকর্ষণীয় কিন্তু আজকের এই প্রতিবেদনের ধারাভাষ্য সো কিছু কে চাপিয়ে গিয়েছে । এই ত্রয়ী দের "অনির্বচনীয় আনন্দ ও সারাজীবনের সঞ্চয়" আমরাও ভাগ করে নিলাম । এত পরিশমের অসামান্য সাফল্য তুলে রাখব স্মৃতির মণিকোঠায় ।
আন্তরিক ধন্যবাদ এতো সুন্দর ভাবে ভিডিওর মাধ্যমে আমাদের মতো ভ্রমণ পিপাষু মানুষদের অমরনাথ দর্শন করানোর জন্য.....চড়াই উৎরাই ভরা পাহাড়ি রাস্তায় চলতে চলতে ভিডিওগ্রাফি করার জন্য আলাদা মনোবল না থাকলে এই ভ্রমণের সাক্ষী হতে পারতাম না....পরের পর্বের অপেক্ষায় রইলাম....ভালো থাকবেন❤
দুর্দান্ত লাগলো।এ অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কেদারনাথ ভ্রমণ মনে পড়ছিল বার বার।তবে,এ আরো কঠিন পথ।জয় বাবা ভোলানাথ 🙏 সকলের মঙ্গল কর 🙏 আপনারা খুব ভালো থাকবেন। অসম্ভব পরিশ্রম করে আমাদের সমৃদ্ধ করে চলেছেন আপনারা। সাবধানে থাকবেন সুস্থ থাকবেন। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য।
ওম নমঃ শিবায়🙏 শিবাজীবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা দেখালেন তা আর ভাষায় প্রকাশ করতে পারা যায় না। প্রকৃতি মা কে জানাই প্রণাম। এই প্রাকৃতিক সৌন্দর্য ভোলার নয়। আর তার সাথে পথের ক্লান্তি ভোলানোর জন্য পর্যাপ্ত পরিমাণে রাজকিয় খাওয়া দাওয়া। ভাবা যায়!!!!কত উঁচু তে গরমাগরম নানান ধরনের নিরামিষ খাওয়া। এটা দেখতে দেখতে ভাবছিলাম স্বামী বিবেকানন্দ যখন এই রাস্তায় এসেছেন অমরনাথ দর্শনে তখন রাস্তাঘাট কি দূর্গম ছিল। আর খওয়া নাওয়ার জায়গাও ছিল না। সেই রাস্তায় আপনারাও হেঁটে গেলেন। ধন্য আপনাদের জীবন। শুনেছি " তীর্থের দেবতা ডাক না দিলে তীর্থ করা যায় না। সকলে খুব ভালো থাকবেন। ❤🙏
অসাধারণ একটা ভিডিও দেখতে পেলাম। মন প্রাণ আনন্দে ভরে গেল। অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের ভালো থাকুন আর নতুন নতুন ভিডিও উপহার দিন। 💐💐💐💐🙏🙏🙏হর হর মহাদেব।
অসংখ্য ধন্যবাদ শিবাজীবাবু।আমার বয়স ৭১ বছর।আর কোনদিন হয়ত আমার ও আমার পরিবারের অমরনাথ যাত্রা হবে কি না জানিনা।আপনাদের ব্লগে বাবার দর্শন করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন সুস্থ থাকবেন।🙏🙏🙏জয় বাবা ভোলেনাথ🙏🙏🙏🙏
অসাধারণ ভিডিও, শিবাজি দা! অমরনাথ গুহায় যাত্রা সত্যিই মুগ্ধকর। আপনার বিস্তারিত অন্বেষণ এবং বালতাল হয়ে শেষ পায়ের নির্মল দৃশ্যগুলি অবিশ্বাস্যভাবে অনুপ্রেরণাদায়ক। আমাদের সাথে এই আধ্যাত্মিক অ্যাডভেঞ্চার শেয়ার করার জন্য ধন্যবাদ!
অসংখ্য ধন্যবাদ আপনাকে শিবাজী বাবু। আমার বয়স ৬৫ বছর, আর কোনদিন অমরনাথ যাত্রা আমার সম্ভব নয়, আর হেলিকপ্টার যোগে পবিত্র গুহায় যাওয়ার ইচ্ছাও নেই। কিন্ত আপনার ব্লগে আমাকে বাবার দর্শন করিয়ে দিলেন ❤🙏🙏 ভালো থাকুন ভাই, সুস্থ থাকুন।
আমরা ২০১৬ তে অমরনাথ যাত্রা করেছিলাম। দেরীতে গিয়েছিলাম। তাই বাবাকে খুব ছোট অবস্থায় দেখি। আপনার এই সূন্দর advice তখন কারো কাছে পাইনি।আজ পেয়েও যেতে পারছিনা কারন বয়স হল ৬৭ বছর। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
Bholey Babar Kripaye aapnader jonno Amarnath Darshan holo. Trekking kortey kortey continuous amader explain kora, not a easy task, my Gratitude to you all🙏. Amazing experience, have no words to Express. Langar is out of the world, Bholeynath er kripa shobaer opor. Har har Mahadev 🙏
❤❤❤❤ অনেক দিন ধরে ই আপনাদের ব্লগ দেখছি খুব সম্ভবত সেই লকডাউনের সময় থেকে ই, অনেক সুন্দর পোস্ট শেয়ার করেছেন, কাশ্মীর, নৈনিতালের অসাধারণ সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন কিন্তু আজকে যা দেখালেন সেটা অভূতপূর্ব,আগেও কয়েকজনের অমরনাথ এর ব্লগ দেখেছি কিন্তু এত উপভোগ্য মনে হয় নি, বিভিন্ন সমস্যায় এই জীবনে আর সশরীরে অমরনাথ দর্শন সম্ভবপর নয় কিন্তু তার জন্য আর আফসোস নেই,জয় বাবা অমরনাথ। আপনাদের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
দাদা, আপনার videography এর LEVEL টাই আলাদা। আমি তো অমরনাথ গিয়েছিলাম, আমি জানি WHAT IS WHAT. আমার কাছে তো পুরো রাস্তাটাই খুব কঠিন লেগেছিল । তবে একটা কথা ঠিক পথের শোভা অতুলনীয়, পুরো স্বর্গীয়। আর আপনার EDITING টা তো জমে ক্ষীর, কোনো কথা হবে না। ভালো থাকবেন দাদা।
Ami last 4 year dhore apnader proti ta blog dekhi.. Amar mone hoy Amarnath jatra one of your best. Apnader chokh diye puro journey ta upobhog korlam. Apnake ebong Prithi da k anek anek subecha apnara ato protikulotar modheyo ato sundor ekta presentation amader upohar dilen. Har Har Mahadeb
খুব খুব ভালো লাগলো অমরনাথ এর পথের সৌন্দর্য। কিন্তু একটাই আফসোস রয়ে গেলো এ জন্মে তোমার হাত দিয়ে বরফানি বাবা কে দর্শন করা হোলো না। তোমরা আমার পথপ্রদশর্ক।পৃথিবীর নানা দেশ দেখলাম তোমার মাধ্যমে ভাই শিবাজী। তাই ঘরে বসেই মনে মনে শ্রী শ্রী অমরনাথ জীকে. প্রনাম জানাই ।তোমাদের এই যাত্রা নিয়ে খুব ই উত্তেজনা য় ছিলাম। যাক্ তোমরা যে নির্বিঘ্নে দর্শন করেছো... এইজন্য তোমাদের হাজার স্যালুট জানাই। ভালো থেকো ভাই রা আমার। বম্ বম্ ভোলে।🙏🙏🙏🙏🙏🙏🙏
খুব খুব ভালো লাগলো,এই অমরনাথ যাত্রার পথের অপূর্ব সৌর্ন্দয। আপনারা হাসি মুখে অপরিসীম কষ্ট সহ্য করে,সুদীর্ঘ,দুর্গম গিরি অঞ্চলের পথ পার করে অবশেষে যে পবিত্র গুহা এ পৌঁছলেন সেটা আপনাদের অদম্য ইচ্ছা,মনোবল তো বটেই কিন্তু স্বয়ং দেবাদিদেব আপনাদের সহায় ছিলেন। কিন্তু একটাই আফসোস,আপনাদের সঙ্গে বরফানি বাবার দর্শন এর সৌভাগ্য হলোনা। যাক আপনারা খুব ভালো আর সুস্থ থাকুন।🙏
অসাধারন, অপূর্ব, অতুলনীয় এর পর বলতে পারছি না, সত্য এই সৌন্দর্য বর্ণনা করা যায় না, আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ আমন ভালো vedio পরিবেশনা করার জন্য।
🙏 আপনাদের এত সুন্দর ভাবে অমরনাথ দর্শন করানোর জন্য, যা দেখলাম ওই ভেবেই এখনও শিহরিত হচ্ছি। অপরূপ সৌন্দর্য দেখে অনাবিল আনন্দ উপভোগ করলাম। শিবাজী দা আপনার কণ্ঠে "হে মোর চিত্ত" অসাধারণ লাগল। আমি হয়তো কোনদিন অমরনাথ যেতে পারব না, তাই মন খারাপ হলে আপনার এই ভিডিও দেখে মন ভালো করে নেব। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। অনেক কষ্ট করে, অনেক প্রতিকুল পরিস্থিতির মধ্যে আপনারা আমাদের জন্য ভিডিও করেন তবে বলতে পারি সে কষ্ট স্বার্থক।
শিবাজি ও পৃথ্বীজিত খুব ভালো লাগল আপনাদের প্রতিবেদন । আর ও ভালো লাগল শিবাজীর সদা হাসিমুখে ভ্রমণ বিশ্লষণ । দুর্দান্ত ভাই দুর্দান্ত লাগল অমরনাথের যাত্রার প্রতি পর্ব ।ধন্যবাদ আপনাদের ।
অপূর্ব দৃশ্য দেখলাম। কি দেখালেন। কত কষ্ট করে camera নিয়ে ছবি তুলেছেন। অনেক ভালবাসা আপনাকে । আমার তো আর যাওয়া হবে না । আপনার মধ্য দিয়েই ইচ্ছে গুলো পুরন হচ্ছে। আমার বয়স 74 আর যেতে পারব না।
জয় ভোলে বাবা।❤ যা যা দেখিয়ে ছেন অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। শুধু ভোলে বাবার দর্শন মনে মনে। ধন্যবাদ ইউটিউব কে। ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ যারা এই রাস্তা তৈরি করেছে ভান্ডারা দিচ্ছে আরো অন্যদেরকে। সুস্থ থাকুন ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম। জয় বাবা অমরনাথ। হরো পার্বতী।।❤
অসাধারণ লাগলো। এত সুন্দর অমরনাথ দর্শন করলাম এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏 ভালো থাকবেন ❤
কিছু বলার ভাষা নেই শুধু চোখে জলই ভরে আসছিল বারবার, এখনো তাই ,কি দৃশ্য দেখালেন চোখ মন দুটোই ভরে গেল,আপনাদের মাধ্যমে ভোলেনাথ কে শতকোটি প্রণাম , আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদেরকে তীর্থস্থান ভ্রমণ দেখাবেন, হর হর মহাদেব,🌷🙏🙏🙏
Ei rastay tana camera niye otha aar amader jonne bhalo footage tola, unbelievable tenacity, hats off!
Shibaji Da, Prithwijit Da and apnader companion, tinjonkei kurnish!
অসাধারণ ল্যান্ডস্কেপ, দারুন সব সিনারি তুলে ধরেছেন, আপনাদের করা এতদিন এর ব্লগগুলোর মধ্যে হয়তো এটাই প্রাকৃতিক সৌন্দর্য্যর দিক দিয়ে সেরা, অপরূপ, এগিয়ে যান পঞ্চাশ বছরের ইয়ং ব্রিগেড শিবাজী স্যার ও পৃথ্বিজিত স্যার
অনবদ্য। দুর্দান্ত। অপূর্ব।
বিদেশে বসে এতো ভালো ভাবে অমরনাথ ঘুরলাম।
ধন্যবাদ। 🙏🏻🙏🏻
ভীষন ভীষন ভালো লাগলো।
1987 r স্মৃতি পরতে পরতে খুলে যাচ্ছে ।
এত কষ্ট করে তুলে চলেছেন vedio।
যে খানে really একটা ভারী ক্যামেরা নিয়ে
চলতে কষ্ট হয় সেখানে আপনি সমানে vedio করে চলেছেন ।
Hats off you দাদা
জয় অমরনাথ জি
Thanks a lot.God bless you
কোনো দিন ভাবিনি এত সুন্দর ভাবে অমর নাথ যাত্রাপথ দেখতে পাবো।🎉🎉🎉
অসাধারণ দৃশ্য শিবাজী দা ❤️❤️❤️
হর হর মহাদেব 🕉️🔱❤️🙏🙏
জয় বাবা অমরনাথ 🕉️🔱🙏❤️
অপূর্ব সুন্দর ❤️
আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এরকম একটি অসাধারণ দর্শন উপহার দেওয়ার জন্য 🙏
অভূতপূর্ব ছিল আজকের ব্লগ টা। মুগ্ধ হয়ে দেখছিলাম সপরিবারে আপনার ব্লগ টা। বেশ কয়েক বছর ধরে আপনার চ্যানেলের বিভিন্ন ট্রাভেল সিরিজ দেখছি। এই সিরিজ টা বেস্ট বলতেই হচ্ছে। এরকম একটা রোমাঞ্চকর ট্রিপ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যাদ।
Amarnath yatra r sob episode i khub khub enjoy korchi ......mon ta akta অবর্ণনীয় আনন্দে ভরে যাচ্ছে , গুহা দেখে নিজের অজান্তেই গায়ে কাঁটা দিচ্ছিল.......
দুর্দান্ত অভিজ্ঞতা হলো , সত্যই আপনারা ভাগ্যবান খুব সুন্দর ভাবে অমরনাথ দর্শন করলেন ,পথের ক্লান্তি সার্থক হলো , আপনাদের সঙ্গে আমরাও পথের ক্লান্তি অনুভব না করলেও পথের শোভা দেখে মুগ্ধ হলাম , ভোলানাথের দর্শন না হলেও গুহা মুখের দর্শন তো পেয়েছি ,জয় ভোলানাথ , ভালো থাকুন সুস্থ থাকুন , ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
Bhole Babar ichchai apnader Amarnath darshan sampurna holo Shibaji Da. Apnader jiban sarthak. Jai Barfani baba.
অসাধারণ স্থান মাহাত্ম । এত ভাল দৃশ্য উপভোগ করার জন্য বারবার যাওয়া যাবে এই দেবালয়ের পথে । প্রতি মুহূর্ত আনন্দে মন ভরে যায় । এ ছাড়া পথের বিবরণ কিছু গুরুত্ব তথ্য অসামান্য । তীব্র চড়াই উপেক্ষা করে " নিজেকে দুমড়ে মুছড়ে" দর্শন লাভ এক পরম পাওয়া । শিবাজীর ধারাভাষ্য প্রতিদিনই পরম আকর্ষণীয় কিন্তু আজকের এই প্রতিবেদনের ধারাভাষ্য সো কিছু কে চাপিয়ে গিয়েছে । এই ত্রয়ী দের "অনির্বচনীয় আনন্দ ও সারাজীবনের সঞ্চয়" আমরাও ভাগ করে নিলাম । এত পরিশমের অসামান্য সাফল্য তুলে রাখব স্মৃতির মণিকোঠায় ।
আপনাদের মাধ্যমে অমরনাথ যাত্রা করে খুব ভাল লাগল, আমারও যেতে খুব ইচ্ছে করছে, "জয় ভোলে"
মন ভরে গেলো... ওঁ নমঃ শিবায় 🙏🙏🙏
আন্তরিক ধন্যবাদ এতো সুন্দর ভাবে ভিডিওর মাধ্যমে আমাদের মতো ভ্রমণ পিপাষু মানুষদের অমরনাথ দর্শন করানোর জন্য.....চড়াই উৎরাই ভরা পাহাড়ি রাস্তায় চলতে চলতে ভিডিওগ্রাফি করার জন্য আলাদা মনোবল না থাকলে এই ভ্রমণের সাক্ষী হতে পারতাম না....পরের পর্বের অপেক্ষায় রইলাম....ভালো থাকবেন❤
দুর্দান্ত লাগলো।এ অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কেদারনাথ ভ্রমণ মনে পড়ছিল বার বার।তবে,এ আরো কঠিন পথ।জয় বাবা ভোলানাথ 🙏 সকলের মঙ্গল কর 🙏 আপনারা খুব ভালো থাকবেন। অসম্ভব পরিশ্রম করে আমাদের সমৃদ্ধ করে চলেছেন আপনারা। সাবধানে থাকবেন সুস্থ থাকবেন। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য।
এমন মানস দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ শিবাজিদা। হর হর মহাদেব 🙏🙏
ওম নমঃ শিবায়🙏
শিবাজীবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা দেখালেন তা আর ভাষায় প্রকাশ করতে পারা যায় না। প্রকৃতি মা কে জানাই প্রণাম। এই প্রাকৃতিক সৌন্দর্য ভোলার নয়। আর তার সাথে পথের ক্লান্তি ভোলানোর জন্য পর্যাপ্ত পরিমাণে রাজকিয় খাওয়া দাওয়া। ভাবা যায়!!!!কত উঁচু তে গরমাগরম নানান ধরনের নিরামিষ খাওয়া।
এটা দেখতে দেখতে ভাবছিলাম স্বামী বিবেকানন্দ যখন এই রাস্তায় এসেছেন অমরনাথ দর্শনে তখন রাস্তাঘাট কি দূর্গম ছিল। আর খওয়া নাওয়ার জায়গাও ছিল না। সেই রাস্তায় আপনারাও হেঁটে গেলেন। ধন্য আপনাদের জীবন।
শুনেছি " তীর্থের দেবতা ডাক না দিলে তীর্থ করা যায় না।
সকলে খুব ভালো থাকবেন। ❤🙏
ভারী সুন্দর লাগলো আপনাদের ভিডিও টি। দুর্দান্ত
শিবাজী তুমি যা দেখাচ্ছো সারা জীবন মনে থাকবে অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো আর ও ভিডিও করে আমাদের পূণ্য করাও মন ভরে যায় দেখতে
Har har Mahadev 🙏♥️🔱 খুব ভালো লাগলো ❤❤
সত্যি অভাবনীয় নৈস্বর্গিক মনোরম দৃশ্য ,আপনাদের সাথে অমরনাথ ধাম যাত্রায় সংযুক্ত হয়ে খুব ভালো লাগল।ভালো ও সুস্থ থাকবেন ।💐
অসাধারণ একটা ভিডিও দেখতে পেলাম। মন প্রাণ আনন্দে ভরে গেল। অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের ভালো থাকুন আর নতুন নতুন ভিডিও উপহার দিন। 💐💐💐💐🙏🙏🙏হর হর মহাদেব।
অসংখ্য ধন্যবাদ শিবাজীবাবু।আমার বয়স ৭১ বছর।আর কোনদিন হয়ত আমার ও আমার পরিবারের অমরনাথ যাত্রা হবে কি না জানিনা।আপনাদের ব্লগে বাবার দর্শন করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন সুস্থ থাকবেন।🙏🙏🙏জয় বাবা ভোলেনাথ🙏🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ কাকু
তোমার ভিডিওর মাধ্যমে এই অপূর্ব দৃশ্য দেখার সুযোগ পেলাম
খুব যাওয়ার ইচ্ছা রইল জানিনা বাবা কবে ডাকবে
অসাধারন দৃশ্য । আপনাদের চোখ দিয়ে অমরনাথ দর্শন করলাম । আপনারা ভালো থাকবেন । খুব ভালো লাগলো ।জয় বাবা ভোলানাথ ।🙏🙏🙏
দাদা, পঞ্চ কেদারনাথ এবং অমরনাথ ভ্রমণ কি একসাথে করা সম্ভব? Tour plan ta kamon habe?
অসাধারণ ভিডিও, শিবাজি দা! অমরনাথ গুহায় যাত্রা সত্যিই মুগ্ধকর। আপনার বিস্তারিত অন্বেষণ এবং বালতাল হয়ে শেষ পায়ের নির্মল দৃশ্যগুলি অবিশ্বাস্যভাবে অনুপ্রেরণাদায়ক। আমাদের সাথে এই আধ্যাত্মিক অ্যাডভেঞ্চার শেয়ার করার জন্য ধন্যবাদ!
লাইক দিয়ে ভিডিওটা দেখলাম দাদা অসাধারণ লাগলো দাদা আপনার ভিডিও সত্যি অসাধারণ 👍👍
বয়সে র কিছু লিমিট আছে কিনা আমি জানিনা। থাকলে সেটা কত?
সত্যিই অসাধারণ শিবাজী দা ওহ পৃথিজ্বিত দা ❤❤❤
অসাধারণ! অনবদ্য!! আর কিছুই বলার নেই .. !!! 👌👍❤🙏👌👍❤🙏👌👍❤🙏
পথের সৌন্দয্য অসাধারণ মন কে খুব শান্তি এনে দেয়।আর এত সুন্দর খাবার নিয়ে হাজির ভান্ডারার সেবায়িতদের আন্তরিক অভিনন্দন ও কুর্নিশ জানাই।অমরনাথ যারতীরা এত সুন্দর সুন্দর খাবার খেয়ে নূতন উদ্যমে আবার পথ চলা শুরু করে।পথশোভা দুচোখ ভরিয়ে দিল।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চোখ দিয়েই আমরা অমরনাথ দর্শন করছি ও ওম নমঃ শিবায় ও
অসংখ্য ধন্যবাদ আপনাকে শিবাজী বাবু। আমার বয়স ৬৫ বছর, আর কোনদিন অমরনাথ যাত্রা আমার সম্ভব নয়, আর হেলিকপ্টার যোগে পবিত্র গুহায় যাওয়ার ইচ্ছাও নেই। কিন্ত আপনার ব্লগে আমাকে বাবার দর্শন করিয়ে দিলেন ❤🙏🙏 ভালো থাকুন ভাই, সুস্থ থাকুন।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পথশ্রমে র ক্লান্তি দূর করে দেয়। ভারী সুন্দর লাগলো আপনাদের ভিডিও টি। দুর্দান্ত 👍
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য
অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য
যার প্রেমে না পরে থাকাই যায় না
সেই জন্যই কমেন্ট এর মাধ্যমে ব্যক্ত করে, মনের খিদে মেটানোর সাহস দেখালাম।
Khub valo laglo tomader vlog
আমরা ২০১৬ তে অমরনাথ যাত্রা করেছিলাম। দেরীতে গিয়েছিলাম। তাই বাবাকে খুব ছোট অবস্থায় দেখি। আপনার এই সূন্দর advice তখন কারো কাছে পাইনি।আজ পেয়েও যেতে পারছিনা কারন বয়স হল ৬৭ বছর। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
Bholey Babar Kripaye aapnader jonno Amarnath Darshan holo. Trekking kortey kortey continuous amader explain kora, not a easy task, my Gratitude to you all🙏.
Amazing experience, have no words to Express.
Langar is out of the world, Bholeynath er kripa shobaer opor.
Har har Mahadev 🙏
অসংখ্য ধন্যবাদ।ঈশ্বর দর্শণ করালেন।যে পরিশ্রম করে চলেছেন আমাদের দর্শন করানোর জন্য তার জন্য ধন্যবাদ।সুস্থ থাকুন।মহাদেবের চরণে সেবা লাগে।
Osadharon ..apnar chokh diai sob upolobdhi korlam❤
অপূর্ব দৃশ্য, আপনাদের।চোখ দিয়ে বাবাকে দর্শন করলাম, অসংখ্য ধন্যবাদ
❤❤❤❤ অনেক দিন ধরে ই আপনাদের ব্লগ দেখছি খুব সম্ভবত সেই লকডাউনের সময় থেকে ই, অনেক সুন্দর পোস্ট শেয়ার করেছেন, কাশ্মীর, নৈনিতালের অসাধারণ সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন কিন্তু আজকে যা দেখালেন সেটা অভূতপূর্ব,আগেও কয়েকজনের অমরনাথ এর ব্লগ দেখেছি কিন্তু এত উপভোগ্য মনে হয় নি, বিভিন্ন সমস্যায় এই জীবনে আর সশরীরে অমরনাথ দর্শন সম্ভবপর নয় কিন্তু তার জন্য আর আফসোস নেই,জয় বাবা অমরনাথ। আপনাদের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
দাদা, আপনার videography এর LEVEL টাই আলাদা। আমি তো অমরনাথ গিয়েছিলাম, আমি জানি WHAT IS WHAT. আমার কাছে তো পুরো রাস্তাটাই খুব কঠিন লেগেছিল । তবে একটা কথা ঠিক পথের শোভা অতুলনীয়, পুরো স্বর্গীয়। আর আপনার EDITING টা তো জমে ক্ষীর, কোনো কথা হবে না। ভালো থাকবেন দাদা।
@@adventureavenueofpankaj dada ay yr gicila ki?
Ami last 4 year dhore apnader proti ta blog dekhi.. Amar mone hoy Amarnath jatra one of your best. Apnader chokh diye puro journey ta upobhog korlam. Apnake ebong Prithi da k anek anek subecha apnara ato protikulotar modheyo ato sundor ekta presentation amader upohar dilen.
Har Har Mahadeb
খুব খুব ভালো লাগলো অমরনাথ এর পথের সৌন্দর্য। কিন্তু একটাই আফসোস রয়ে গেলো এ জন্মে তোমার হাত দিয়ে বরফানি বাবা কে দর্শন করা হোলো না। তোমরা আমার পথপ্রদশর্ক।পৃথিবীর নানা দেশ দেখলাম তোমার মাধ্যমে ভাই শিবাজী। তাই ঘরে বসেই মনে মনে শ্রী শ্রী অমরনাথ জীকে. প্রনাম জানাই ।তোমাদের এই যাত্রা নিয়ে খুব ই উত্তেজনা য় ছিলাম। যাক্ তোমরা যে নির্বিঘ্নে দর্শন করেছো... এইজন্য তোমাদের হাজার স্যালুট জানাই। ভালো থেকো ভাই রা আমার।
বম্ বম্ ভোলে।🙏🙏🙏🙏🙏🙏🙏
খুব খুব ভালো লাগলো,এই অমরনাথ যাত্রার পথের অপূর্ব সৌর্ন্দয। আপনারা হাসি মুখে অপরিসীম কষ্ট সহ্য করে,সুদীর্ঘ,দুর্গম গিরি অঞ্চলের পথ পার করে অবশেষে যে পবিত্র গুহা এ পৌঁছলেন সেটা আপনাদের অদম্য ইচ্ছা,মনোবল তো বটেই কিন্তু স্বয়ং দেবাদিদেব আপনাদের সহায় ছিলেন। কিন্তু একটাই আফসোস,আপনাদের সঙ্গে বরফানি বাবার দর্শন এর সৌভাগ্য হলোনা। যাক আপনারা খুব ভালো আর সুস্থ থাকুন।🙏
অসাধারন, অপূর্ব, অতুলনীয় এর পর বলতে পারছি না, সত্য এই সৌন্দর্য বর্ণনা করা যায় না, আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ আমন ভালো vedio পরিবেশনা করার জন্য।
অপূ্র্ব দৃশ্য ভীষণ মনমুগ্ধকর এই দুই বন্ধু সবসময় আমার খুব ই পছন্দের ভ্রমন শুভ হোক মধুর কন্ঠস্বর ভালো থাকুন❤👍🙏
অসাধারণ লাগল শিবাজী দা।
মন ভরে গেল অমরনাথ জির দর্শন করে❤❤
জয় শিব শম্ভ 🙏🙏
হর হর মহাদেব 🔱🌙
জয় ভোলে🙏🔱♥️
ওঁম নমঃ শিবায় 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ দৃশ্য সমৃদ্ধ অমরনাথ যাত্রা উপভোগ করলাম।পঞ্চতরনীর সৌনদর্য অপূর্ব।
মন আজ কানায় কানায় পূর্ণ,এক অনাবিল আনন্দে। সত্যিই অনবদ্য। অসংখ্য মানুষের মহামিলনের পূণ্যভূমি অমরনাথ ধাম । আপনি ঠিকই বলেছেন।
খুব ভালো লাগলো ধন্যবাদ। ওঁম নমঃ শিবায়
হর হর মহাদেব 🙏🌸 ঠাকুর সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো তুমি। অসাধারণ একটা ভিডিও দেখছি শিবাজী দা তোমার অপূর্ব পরিবেশনা এবং এতো সুন্দর দৃশ্য মন প্রাণ জুরিয়ে দিচ্ছে। তুমি ভীষণ পরিশ্রমী ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আর তোমার পরিবার সকলে সুস্থ থাকো ভালো থাকো। বাংলার এই শংকর যেন পরে ষাট বছর এর পুরুষের সংগা যেন পাল্টে দেয়। 😊❤🌷🌸🙏
আপনার অন্যতম শ্রেষ্ঠ ব্লগ ❤️❤️ এতো ভালো লাগলো ভাষায় প্রকাশ করা যাবে না ❤️❤️ অপূর্ব। সমৃদ্ধ হলাম।ভালো থাকবেন।
🙏 আপনাদের এত সুন্দর ভাবে অমরনাথ দর্শন করানোর জন্য, যা দেখলাম ওই ভেবেই এখনও শিহরিত হচ্ছি। অপরূপ সৌন্দর্য দেখে অনাবিল আনন্দ উপভোগ করলাম। শিবাজী দা আপনার কণ্ঠে "হে মোর চিত্ত" অসাধারণ লাগল। আমি হয়তো কোনদিন অমরনাথ যেতে পারব না, তাই মন খারাপ হলে আপনার এই ভিডিও দেখে মন ভালো করে নেব। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। অনেক কষ্ট করে, অনেক প্রতিকুল পরিস্থিতির মধ্যে আপনারা আমাদের জন্য ভিডিও করেন তবে বলতে পারি সে কষ্ট স্বার্থক।
অসাধারণ লাগলো আপনার ভিডিও টি। কোনো দিন যেতে পারবো কিনা জানিনা কিন্তু আপনার ভিডিও তে অমরনাথ দর্শন করে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসাধারণ।জয় শিব শম্ভু।
Excellent💯
অসাধারণ লাগলো। অপেক্ষায় ছিলাম, আপনাদের চোখ দিয়ে আমাদের ও দর্শন হল🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Jay Amader Sakoler Param Aradhya Peeta Gurudev -Maharaj-Amarnath Babar Jay🌫️🏞️🌁🛕🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔❤️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️🪔🪔🪔❤️🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হচ্চে যা কমেন্ট এর মাধ্যমে প্রকাশ করতে পারছিনা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ❤❤❤
Opekkhay Chilam.....Just Playlist Search Korlam.... Starting Tai Onoboddo ❤.....Puro Dekhe Abaro Janacchi 😊❤👌🤟
দারুন একটা experience হোলো! 👍✌️ Har har Mahadev 🙏🙏
21:00 থেকে শুরু হয়েছিল জীবনের শ্রেষ্ঠ মুহূর্তে ভরা সময়।❤❤❤ হর হর মহাদেব❤❤
শিবাজী বাবুর ভিডিও নিয়ে কোনো কথা হবে না। সত্যিই অসাধারণ।
অসাধারণ দৃশ্য দাদা ভাই দেখে মুগ্ধ হয়ে গেলাম জয় ভোলেনাথ 🙏ভালো থাকবেন
❤❤
অসাধারন মুগ্ধ হয়ে গেলাম. আপনাদের সাথে আমিও amar nath যাত্রা করলাম. Jay bhole🙏
অভূতপূর্ব !!!
🔱🙏🕉️ ওম নম শিবায় 🕉️🙏🔱
Apnadr oshankha dhannyabad, apnadr madhame amaro amarnath.darshan hoie galo r natun kono gontaber ashai roilam
জীবনের শ্রেষ্ঠতম ব্লগ টা ভোলে বাবা তোমাকে দিয়ে করিয়ে নিলো।।❤❤❤
দারুণ দারুণ লাগল এই অমরনাথ সিরিজ। অসংখ্য ধন্যবাদ দাদা ..খুব ভাল থাকবেন আপনারা আর এই ভাবেই আমাদের আনন্দ দেবেন।
0:24 পূণ্য সঞ্চয়ের আশায় কিংবা লাভ-লোকশানের কথা না ভেবে কর্মই তো শ্রেষ্ঠ পুণ্য - নিষ্কাম কর্ম। প্রকৃত কর্মযোগীরা এভাবেই ভাবে। প্রণাম 🙏
অসাধারণ মনটা জুড়িয়ে গেলো👍
Har Har Mahadev❤
কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি ঘরে বসে সেই অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে 🎉🎉❤❤
Aapnader sathe darun ghurlam. Mon bhalo hoye galo. Khub jaabar iche aache.
আমিনুর রহমান/পূর্বমেদিনীপুর/CONTAI/অপুব দেখলাম/জীবনে যাওয়া প্রায় অসম্ভব,তবে এই ভিডিও দেখে দুধের সাথ ঘলে মেটানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে শিবাজী বাবু। ভালো থাকুন ভাই, সুস্থ থাকুন।
এত কষ্টের পরেও হাসিমুখ,ভাবাই যায় না।জানি কোনোদিন সশরীরে উপস্থিত হতে পারবো না, কিন্তু আমার মানস ভ্রমণ হয়ে গেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ উপস্থাপনা আপনার, সাথে মোহময় কন্ঠ। ❤❤🙏🏻🙏🏻👍👍
Many many thanks. Tomader Karone Amarnath Darshan korte parlam❤God bless you all
দারুণ লাগল ।দু্জনেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ও ভালো ভালো জায়গার দর্শন করাবেন ।
Asadharan monomugdhyakar Amarnath Yatra tomar chokhe diye dekhlam Amarnath Joy volanath er Joy🙏🙏🙏
Darun laglo video...aapnar chokh diye dekhlam Bhole Baba ke.. thank u sooooo much
OM NAMAH SHIVAY... 🙏
শিবাজি ও পৃথ্বীজিত খুব ভালো লাগল আপনাদের প্রতিবেদন । আর ও ভালো লাগল শিবাজীর সদা হাসিমুখে ভ্রমণ বিশ্লষণ । দুর্দান্ত ভাই দুর্দান্ত লাগল অমরনাথের যাত্রার প্রতি পর্ব ।ধন্যবাদ আপনাদের ।
অসাধারণ, ভীষণ ভালো লাগলো অমরনাথ যাত্রা, অনেক তথ্যপূর্ণ ভিডিও পেলাম, অনেক ধন্যবাদ দাদা 🙏
অসাধারণ একটা ভ্রমন, মনোমুগ্ধকর 🙏🙏🙏, একটা কথা বলি, কোন নিরিহ প্রানী কে কষ্ট দিয়ে তার কৃপা লাভ পাওয়া যায় না . 🙏🙏Joy Bhole 🙏🙏
আসাধারন ভিডিও .শিবাজিদা ও পৃথ্বিরাজ দা দুজনে ভালো থাকুন সুস্থ থাকুন .এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা যেন দেখতে পাই.মন মুগ্ধকরা ভিডিও .ভীষন ভীষন ভালো লাগলো..❤👌👌👌
অসাধারণ, অতুলনীয় এই উপস্থাপন। কত কষ্টের এই ফসল। কি বলে যে ধন্যবাদ দিই। চোখের জলে আপনাদের চরণ স্পর্শ করে সার্বিক উন্নতি কামনা করি।
মন জুড়িয়ে গেল।ধন্যবাদ আপনাদের।
আমারও খুব সুন্দর দর্শন হল ধন্যবাদ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি রাস্তার সব কস্ট ধুয়ে যায় ভোলেবাবার দর্শনে ভাল থাকবেন
জয় অমরনাথ বাবা ❤ এই যাত্রা চিরস্মরণীয় থাকবে । মনের অদম্য ইচ্ছাই হলো ভোলে বাবার বরদান, আশীর্বাদ তাতে যেকোনো দুর্গম রাস্তা পার করা সম্ভব।
Apner chokhe aj amarnath dorshon korlam...mon pran vore gelo.... dada apni valo thakben susto thakben....ar amader aro natun natun jayga ghure dhekhaben...
Many thanks to both of you, apnader Sathe Keno Amador o dobson hoe gelo❤❤❤❤
আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 আপনার জন্যে ভ্রমণ করতে পারলাম ❤thank you so much 🙏
অসম্ভব সুন্দর লাগলো video টা। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, হলুদ রঙের ফুলের সমারোহ পাহাড়ের মাঝে অপূর্ব দৃশ্য অমর নাথ যাত্রা পথে।মন ভরে গেল। ভোলে বাবার কৃপায় পূর্ণতা লাভ করলেন।
Khub valo লাগলো...আমাদের সব কিছু তেই Rabindranath Thakur...
অপূর্ব দৃশ্য দেখলাম। কি দেখালেন। কত কষ্ট করে camera নিয়ে ছবি তুলেছেন। অনেক ভালবাসা আপনাকে । আমার তো আর যাওয়া হবে না । আপনার মধ্য দিয়েই ইচ্ছে গুলো পুরন হচ্ছে। আমার বয়স 74 আর যেতে পারব না।
অসাধারণ দৃশ্য মন ভৱে গেল❤
Darun laglo. Ami puro trip ta follow korchi. Oshadharon and hats off to you.
অসাধারণ অপূর্ব দৃশ্য, ভালো থাকুন সবসময় ❤❤
Shib ji ki joy❤❤joy volay
অভূতপূর্ব! অসাধারণ দৃশ্যাবলি মুগ্ধ চোখে দেখলাম। লাঠি ছাড়া ওই দুর্গম পথে ভিডিও করে সবাই কে উপহার দেওয়া এক কথায় অনবদ্য! জয় ভোলে!
জয় বরফানী বাবা; ধন্যবাদ আপনাদের , এত সুন্দর যাত্রাপথ আমাদের দর্শন করানোর জন্য। মন চাইছে এখুনি চলে যাই বাবার দর্শনের উদ্দেশে।
অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম, জয় ভোলেনাথ ভালো থাকবেন l