Air India Flight LondonTo Mumbai | লন্ডন থেকে বাড়ি ফিরলাম | UK Concluding Part

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024
  • Experience in Air India direct flight from Heathrow to Mumbai.
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explore... (Preferable)
    Facebook: bit.ly/explorer...
    Facebook group: bit.ly/bhromon...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicso...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

Комментарии • 855

  • @Pratikkrdey
    @Pratikkrdey Месяц назад +9

    এক মনোমুগ্ধকর ভ্রমণ কাহিনীর একটা মাত্র কমা দেওয়া হলো আজকে।
    আমরা আবার ও দেখতে চাই এমন লন্ডন সিরিজ পৃথীজিৎ দা সহযোগে। তোমার ভালো থেকো সুস্থ থেকে। দেখা হবে শীঘ্রই

    • @subhobristi
      @subhobristi Месяц назад

      Namaskar..
      Ami Explorer Shibaji Sir er video dekhe khub e inspired.
      Niyomito dorshok.
      To besh kichidin holo ami chesta korchi kichu vlogs toiri korar. Apnader moto jara bhromon kahini dekhte o sunte pochondo koren, tader response/comment jodi petam, khub bhalo hoto. Tai Mone holo ei platform e akta comment er madhyomei apnader request ta janai. Er karon kintu nijer channel ke promote kora noi.
      Ami sottie apnader response pete icchuk.. Tai nijer channel er akta chotto video link o dilam. Dekhe apnader response pele khub bhalo lagbe.
      @Shibaji Sir asakori apnio kichu mone korbenna.. ❤
      ruclips.net/video/gUyXGgwEq6c/видео.htmlsi=jHq9iLherpueRWxV
      Looking forward to your response, inspiration and comments that can help me better my content.

  • @uddipannag4511
    @uddipannag4511 Месяц назад +7

    ধন্যবাদ শিবাজী বাবু.. নতুন ভাবে ইংল্যান্ডের প্রেমে পড়া গেলো আপনার ভিডিওর মাধ্যমে..তার সাথে যোগ হলো উইসলিস্টের আর একটি পাতা আপনার বদান্যতায়..ভালো থাকবেন পৃথিবী ঘুরবেন

  • @taranginiroy251
    @taranginiroy251 Месяц назад +8

    আপনি সত্যিই অসাধারণ মানুষ নিজেও দেখছেন আমাদের ও দেখাচ্ছেন কত সুন্দর দেশের ভিডিও গুলো ।

  • @ashimaroy8342
    @ashimaroy8342 Месяц назад +4

    আপনার লন্ডন সিরিজ মন্ত্র মুগ্ধ হয়ে দেখলাম।সাথে অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম।আপনার সাথে আমিও prthwijit কে মিস করেছি।সুস্থ থাকুন আনন্দে থাকুন।

  • @biswanathdas3953
    @biswanathdas3953 Месяц назад +6

    সত্যি অদ্ভুত অলৌকিক কান্ড দাদা আপনার পাশের সিটটা অনেক বার পৃথ্বীজিত দার জন্য ফাকা ছিল। ❤

  • @PapriBose-c9k
    @PapriBose-c9k Месяц назад +14

    প্রতিটি এপিসোড ভালোবেসে দেখেছি ,কোনদিন হয়তো যাওয়া হয়ে উঠবে না কিন্তু যেভাবে ঘুরলাম কতকিছু অজানা কে জানলাম,জিওগ্রাফির ছাত্রী ছিলাম দ্রাঘিমাংশ অক্ষাংশ গ্রিনিচ লাইন দেখা ,এককথায় অনবদ্য অভিজ্ঞতা।

  • @parthaghosh3617
    @parthaghosh3617 Месяц назад +3

    শিবাজী দা।। এই প্রথম তোমার কোনো ভিডিও দেখলাম যেটা দেখে আমার উপলব্ধি হলো - এই ভিডিও টা বানানোর তোমার একটুও. ইচ্চ্ছা ছিল না। বা শরীর আর দিচ্ছিলো না, এককে বারে না করলেই নয় তাই আমার মনে হলো ।
    লন্ডন সিরিজ ভালোই ইনজয় করলাম। হোপফুললী স্পিতি সিরিজ দেখবো এবার।। অনেক ধন্যবাদ দাদা ভালো থেকো তোমরা

  • @dipankarbhowmik4811
    @dipankarbhowmik4811 Месяц назад +2

    অপূর্ব,পুরো ট্যুর টাই দেখলাম, খুব ভালো লেগেছে, আপনার পরের ঘোরার অপেক্ষায় থাকলাম, তবে এবার পৃথ্বী বাবু কে চাই সঙ্গে

  • @kalikumarchatterjee7333
    @kalikumarchatterjee7333 Месяц назад +5

    পুরো সিরিজটাই উপভোগ্য ছিল। অবশ্যই পৃথিজিত দাকে মিস করেছি।

  • @iffat3547
    @iffat3547 Месяц назад +6

    অসাধারণ একটা সিরিজ ছিল শীবাজি দা। লাইফের খুবই খারাপ একটা সময় পার করছি, এর মধ্যে একটা শান্তির পরশের মত কাজ করেছে আপনার এই পুরো সিরিজ। অনেক ধন্যবাদ! এরপর কোন দেশে ভ্রমণ করবেন জানাবেন! ❤🇧🇩

  • @prosenjitchatterjee1452
    @prosenjitchatterjee1452 Месяц назад +3

    দারুণ লাগল। আবার দেখবো শুরু থেকেই। আর একবার যাবেন পৃথ্বী বাবুকে নিয়ে। আমি একবার লন্ডন যেতে চাই। আমার স্বপ্ন। আপনার এই যাত্রা আমার পাথেয় হবে। ভালো থাকবেন।

  • @SreetamaPaulChoudhury
    @SreetamaPaulChoudhury Месяц назад +20

    আপনার লন্ডন ভ্রমণ ভিডিওটা দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে আপনার যে ভিডিওটা তুলেছেন, সেটা অসাধারণ। আমিও একবার সেখানে যেতে চাই। আপনি কি বলতে পারেন সেখানে যাওয়ার সেরা সময় কখন?

  • @jayantabasak9478
    @jayantabasak9478 День назад

    খুব ভালো একটা সিরিজ উপস্থাপনা করলেন। মনে হল যেন আপনার সঙ্গে আমিও সেখানে ছিলাম। প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দারুণ উপভোগ্য হয়েছে। আর হ্যাঁ, আনকাট ভিডিওটায় কিন্তু অনেক অনেক খোলামেলা ভাবে আপনাকে পাওয়া গেল। উপরি পাওনা, বিদেশের আপনার সমস্ত প্রবাসী বন্ধুরাও আপনার সফরকে আরো প্রাণবন্ত করে তুলেছে। তাদের সবাইকে ভালবাসা জানাই। তবে গোটা ট্যুর জুড়ে আপনার পাশের ওই ফাঁকা সিটগুলো সত্যিই এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে। পৃথ্বীজিতদাকে ভীষণ মিস করলাম। পরিশেষে বলি, লন্ডন এর থেকেও আমি স্কটল্যান্ড এর প্রাকৃতিক সৌন্দর্যকে বেশি করে উপভোগ করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। দুজনকেই অনেক ভালবাসা।

  • @tapashghosh7459
    @tapashghosh7459 Месяц назад +3

    অনেক গুলো এপিসোড লণ্ডন স্কটল্যান্ড নিয়ে দেখলাম ও এনজয় করলাম। বাদ গেল আয়ারল্যান্ড আর পৃতথিজিৎ।
    চালিয়ে যান ভালই লাগছে। ❤

  • @sanjibmanna963
    @sanjibmanna963 Месяц назад +2

    London এর সব VDO গুলো দেখতেই হলো কোনটা বাদ দিতে পারলাম না | অসাধারণ ! ভালো থাকবেন |👍

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Месяц назад +2

    শিবাজীর অসাধারণ UK সফরের সিরিজটি নিঃসন্দেহে এক বিশেষ অভিজ্ঞতা। প্রতিটি ভিডিওতেই শিবাজীর অনন্য স্টাইল, গল্প বলার দক্ষতা এবং ব্রিটেনের নানা প্রান্তে বিচিত্র অভিজ্ঞতা ফুটে উঠেছে। তাঁর ভ্রমণচিত্রে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে, যা দর্শকদের নতুনভাবে ব্রিটেনকে জানার সুযোগ দেয়। বিভিন্ন দর্শনীয় স্থান, খাবার, এবং ব্রিটিশ জীবনযাত্রার অনন্য দিকগুলো তুলে ধরার মধ্য দিয়ে শিবাজী একটি অপরূপ চিত্র তুলে ধরেছেন যা চোখে এক আলাদা মুগ্ধতা এনে দেয়।
    এই অসাধারণ সফরের সবচেয়ে বড় অনুপস্থিতি ছিল পৃথ্বী। পৃথ্বী শিবাজীর বহু ভ্লগের এক অবিচ্ছেদ্য অংশ, এবং তার এই সফরে না থাকাটা ফাঁকা রেখে গিয়েছে। তবুও, শিবাজী একাই তার গল্প এবং অভিজ্ঞতা দিয়ে দর্শকদের বিমোহিত করেছেন, যা এই ট্রিপের অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। আর আমি মনে মনে কল্পনা করে নিয়েছিলাম যে পৃথ্বী সাথেই আছেন l একটি পর্বের কমেন্টে আমি পৃথ্বী ও শিবাজীর কিছু কাল্পনিক সংলাপ দিয়েছিলাম l
    পরের ট্রিপ থেকে আবার পৃথ্বী কে পাওয়া যাবে ...সেই অপেক্ষায় রইলাম l
    অজস্র ধন্যবাদ এই সম্পূর্ণ সিরিজের জন্য l

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena Месяц назад +1

    আমিও একই কথা বলি , ,শুরু থেকে শেষ পুরো সিরিজটাই দারুন,অনবদ্য ।বাড়ী ফেরার আনন্দ আলাদা। তোমার সাথে লন্ডন দেখা হলো । অশেষ ধন্যবাদ। সুস্থ থাকো। ভালো থেকো। পরিবারের সাথে আনন্দে থেকো।

  • @pamelabose8557
    @pamelabose8557 Месяц назад +3

    নিজে আদোও যেতে পারবো কি না জানি না। কিন্তু তোমার চোখ দিয়ে যা যা দেখলাম স্মরণীয় হয়ে থাকবে। রিপিট করে দেখতে হবে আগের এপিসোড গুলো আবারও। কখনো যদি তোমার সাথে দেখা হয় ভালো হবে।😊❤❤

  • @mayukhmajumder8289
    @mayukhmajumder8289 Месяц назад +33

    12:48 এ আদর্শ গৌরবকে দেখলাম! দারুন তো! ❤

    • @ShuvamDutta
      @ShuvamDutta Месяц назад

      Shetai

    • @Yourssayani27
      @Yourssayani27 Месяц назад

      @@mayukhmajumder8289 amio dekhlam.. jokhn uni 1st class cross korchilen

    • @riddhibiswas9300
      @riddhibiswas9300 Месяц назад

      একদম ই তাই লাগল

    • @Born20Entertain
      @Born20Entertain Месяц назад

      Exactly

    • @neur7376
      @neur7376 Месяц назад

      Ha unie chilen, business class e erokom onek jonke dekhte para ta shavabhik

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 Месяц назад +1

    পুরো সিরিজ অনবদ্য।বাড়ী ফেরার আনন্দ আলাদা। তোমার সাথে লন্ডন দেখা হলো । অশেষ ধন্যবাদ। সুস্থ থাকো। ভালো থেকো। পরিবারের সাথে আনন্দে থেকো।all the best.

  • @sarbaribanerjee3495
    @sarbaribanerjee3495 Месяц назад +1

    ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন এটাই বড় শান্তি। আপনার ভিডিও তো সব সময় ই অসাধারণ। ভালো থাকবেন।

  • @SoumiDutta9263
    @SoumiDutta9263 Месяц назад +2

    আপনার লন্ডন ভ্রমণের ভিডিও গুলো মন্ত্র মুগ্ধ হয়ে দেখেছি।খুব ভাল লেগেছে।যেভাবে আপনার সাথে লন্ডন ঘুরলাম,অনেক নতুন তথ্য জানতে পেরে সমৃদ্ধ হলাম।শিবাজী দা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏🏻

    • @subhobristi
      @subhobristi Месяц назад

      Namaskar..
      Ami Explorer Shibaji Sir er video dekhe khub e inspired.
      Niyomito dorshok.
      To besh kichidin holo ami chesta korchi kichu vlogs toiri korar. Apnader moto jara bhromon kahini dekhte o sunte pochondo koren, tader response/comment jodi petam, khub bhalo hoto. Tai Mone holo ei platform e akta comment er madhyomei apnader request ta janai. Er karon kintu nijer channel ke promote kora noi.
      Ami sottie apnader response pete icchuk.. Tai nijer channel er akta chotto video link o dilam. Dekhe apnader response pele khub bhalo lagbe.
      @Shibaji Sir asakori apnio kichu mone korbenna.. ❤
      ruclips.net/video/gUyXGgwEq6c/видео.htmlsi=jHq9iLherpueRWxV
      Looking forward to your response, inspiration and comments that can help me better my content.

  • @alponachakma4258
    @alponachakma4258 Месяц назад

    প্রতিটা পর্বই খুব ভালো লেগেছে, তথ্য সমৃদ্ধ, তাই আপনার লন্ডন ভ্রমণ দেখার সাথে সাথে অনেক কিছু জানতেও পেরেছি । তবে হ্যাঁ, পৃত্থী বাবু থাকলে হয়তো এই ভ্রমণটা অন্য মাত্রা পেতো, এতে কোন সন্দেহ নেই, কারণ ওনার রসবোধ অসাধারণ ! যাইহোক, ভালো থাকুন, আপনাদের ব্লগটার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।

  • @KunalGhosh-y7d
    @KunalGhosh-y7d Месяц назад +2

    Darun laglo. 30 bochor agea kajer surte London a giachilam. Etow bochor pore purono jaga gulo notun kore dekte pay vishon bhalo laglo. Thank you for that.

  • @banighosh9288
    @banighosh9288 Месяц назад +3

    লন্ডন দেখলাম তোমার চোখে। অসাধারণ। আর বিমান যাত্রা অভূতপূর্ব। Explorer shibaji সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক নিজস্ব ঢঙে। খুব ভালো থেকো। ❤❤❤❤❤❤

  • @sankarneogy2423
    @sankarneogy2423 Месяц назад +2

    আপনার চোখে লন্ডন দেখলাম, অপূর্ব, অসাধারণ

  • @dipqacharyya2404
    @dipqacharyya2404 Месяц назад +2

    Ai series ta osadharon chilo. Swapno theke vastav ea firlam mone hocche. Thank youu dada amar dream destination ato sundor kore share korar jonno ❤.

  • @sarbaribasu1597
    @sarbaribasu1597 Месяц назад +2

    পুরো লন্ডন সিরিজ দুর্দান্ত, অসাধারণ, দারুন উপভোগ o এনজয় করলাম । আগামী সুন্দর সুন্দর ব্লগের জন্য অপেক্ষা করে আছি। পৃথিজিত বাবু কে এবার নিশ্চয় দেখতে পাবো আপনার সাথে । খুব ভালো থাকবেন আপনারা।

    • @subhobristi
      @subhobristi Месяц назад

      Namaskar..
      Ami Explorer Shibaji Sir er video dekhe khub e inspired.
      Niyomito dorshok.
      To besh kichidin holo ami chesta korchi kichu vlogs toiri korar. Apnader moto jara bhromon kahini dekhte o sunte pochondo koren, tader response/comment jodi petam, khub bhalo hoto. Tai Mone holo ei platform e akta comment er madhyomei apnader request ta janai. Er karon kintu nijer channel ke promote kora noi.
      Ami sottie apnader response pete icchuk.. Tai nijer channel er akta chotto video link o dilam. Dekhe apnader response pele khub bhalo lagbe.
      @Shibaji Sir asakori apnio kichu mone korbenna.. ❤
      ruclips.net/video/gUyXGgwEq6c/видео.htmlsi=jHq9iLherpueRWxV
      Looking forward to your response, inspiration and comments that can help me better my content.

  • @aniruddhadasgupta678
    @aniruddhadasgupta678 Месяц назад +2

    Akta exciting web series er motoi upovog korlam apnar puro journey ta .. Apni r Prithijit Da akdom bumrah r Shami r combination, ei series tai akjon missing thaklo , next tour guloi hopefully abar dujon mile amader montromugdho korben .. Valo thakben

  • @pradipmajumdar8783
    @pradipmajumdar8783 Месяц назад +1

    পুরো UK series বড় পর্দায় দেখলাম, অনবদ্য লাগলো । অসাধারন ও সাবলিল সব ভিডিও ।

  • @spc3461
    @spc3461 Месяц назад +3

    শিবাজি দা, লন্ডন থেকে মুম্বাই পর্যন্ত তোমার Air India ফ্লাইটের এই ভিডিওটি দারুণ হয়েছে! তোমার ভ্রমণ ডায়েরির প্রতিটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ফিরে আসার অনুভূতিগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছো। ভবিষ্যতে আরও নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষায় রইলাম!

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 Месяц назад +2

    খুব ভালো লাগলো লণ্ডন সিরিজ। আপনাদের সব ভ্রমণই ভালো লাগে। আমাদেরকে গ্রীস, ফ্রান্স, পর্তুগাল দেখিয়ে দিন তাহলে খুব খুশী হবো। ❤❤

  • @alfredshyamalsarkar3285
    @alfredshyamalsarkar3285 Месяц назад +1

    ভীষন ভীষণ ভালো লাগলো। নতুন অনেক কিছু জানতে পারলাম। কেবল আপনার বন্ধুকে অনেক মিশ করলাম। শিবাজী দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।❤

  • @rumkipaul1321
    @rumkipaul1321 Месяц назад +1

    এই সিরিজের সব কটা পর্বই দেখলাম। ভাল লাগলো। তবে পৃথ্বিজিৎ দার অভাব ভীষণ ভাবে অনুভব করলাম।

  • @Shreegurusmorone.
    @Shreegurusmorone. Месяц назад +1

    আপনার সাথে ভ্রমণ করলে, সব খুঁটি নাটি তথ্য শেয়ার করে আমাদের সকলের সামনে তুলে ধরেন, এতে অনেক অজানা অচেনা তথ্য আমরা জানতে পারি।আপনার বাচন ভঙ্গি খুবই মন মুগ্ধকর। আপনার ভয়েস দুর্দান্ত। যদিও এই বিশ্লেষন একদম শুরুর দিন থেকেই করে আসছি।God bless you ❤❤❤

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Месяц назад +1

    দারুণ ভিডিও। ঘরে ফেরার আনন্দই আলাদা। পিছনে ঘুরে তাকালে ভীষণ নস্টালজিক লাগে। লন্ডন ট্যুরটা ভীষণ উপভোগ্য হয়েছে।

  • @_An_Indian
    @_An_Indian Месяц назад +3

    শিবাজী বাবু, আপনার লন্ডন যাত্রার সবকটা ভিডিও দেখে খুব ভালো লাগল। সব থেকে আনন্দ দিয়েছে ঐ Cromwell Road আর Gloucester Road এর ক্রসিং টা, Gloucester Road Tube station আর Tesco আউটলেট দেখতে পেয়ে। আমাদের কাছে এই জায়গা গুলো বড় ভাল লাগার জায়গা। টিউব স্টেশন টা কে বা দিকে রেখে Gloucester Road ধরে ক্রসিং থেকে একটু এগোলে ডান দিকে Little India নামে একটা রেস্তোরাঁ আছে, ওখানে দারুন ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। পরের বার অবশ্যই ট্রাই করবেন। অনেক ধন্যবাদ আর আপনাকে কুর্নিশ জানাই প্রচুর পড়াশোনা করে ভিডিও গুলো বানানোর জন্য

  • @satyabrataghosh8420
    @satyabrataghosh8420 Месяц назад +1

    পুরো সিরিজটা ভীষণ সুন্দরভাবে উপভোগ করলাম। খুব ভালো লাগলো যদিও বড্ড কস্টলি 😄😄তবুও ভালো লাগলো পৃথিবাবুর অভাব বেশ কষ্ট দিচ্ছিলো ভালো থাকবেন 🙏🙏🙏🙏

  • @ArpanDutta
    @ArpanDutta Месяц назад +1

    রাত ২ : ৪২
    পৃথ্বিদা কে নিয়ে তোমার আর সুন্দর ভিডিওগুলোর অপেক্ষায় রইলাম 🎉
    সামনের টা হোক না আমাজন জঙ্গলে ❤

  • @rashidasultana7982
    @rashidasultana7982 Месяц назад

    UK সিরিজের জন্য অনেক ধন্যবাদ। আপনার চোখ দিয়ে অনেক কিছু দেখে, শিখলাম,জানতে পারলাম অজানা গল্প, অচেনা মানুষ, বন্ধু সবমিলিয়ে দারুণ উপভোগ করলাম। এভাবেই জীবনকে উপভোগ করুন এবং আমরা ও উপভোগ করতে পারছি। 😊😊

  • @aparnaanniegomes7492
    @aparnaanniegomes7492 Месяц назад +1

    শিবাজি, তোমার লন্ডন ভ্লগের প্রতিটা পার্ট পুরো মাত্রায় উপভোগ করেছি। অনেক কিছু শিখলাম । জানলাম। ❤

  • @moumitachakraborty5752
    @moumitachakraborty5752 Месяц назад +1

    দুর্দান্ত একটা সিরিজ শেষ হলো 💯 দারুন উপভোগ করলাম UK series ❤️ জানি ইউরোপ এর দেশ গুলোতে যাওয়া একটু কঠিন তবুও আবেদন রইলো গ্রীস, ইটালী ঘুরে আসার। আর এশিয়ার মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া। অপেক্ষায় রইলাম পরবর্তী সিরিজের। আবারো ধন্যবাদ স্যার 🙏🙌

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 Месяц назад +1

    Asadharon ekta series dekhlam dada.ha abossoi amra Prithwijit da k miss korechhi.But darun laglo London series... Presentation e boro dada...apni tate no 1.Protita jayga just asadharon legeche 😊😊😊...

  • @JAGANNATHKUNDU-m9z
    @JAGANNATHKUNDU-m9z Месяц назад +1

    আপনার লন্ডন সিরিজের প্রতিটা পর্ব খুব সুন্দর হয়েছে আর প্রতিটা পর্ব এত নিখুঁত করে দেখানো হয়েছে তা বলে বোঝানো যায়না অপেক্ষায় রইলাম পরবর্তী কোন ডেস্টিনেশন এর জন্য❤❤❤

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 Месяц назад +1

    UK সিরিজের সব ভ্লগ গুলো দেখলাম , ভালো লাগলো তবে ভালই খরচ , এবার পরবর্তী ভ্রমণের অপেক্ষায় রইলাম , ভালো থাকুন সুস্থ থাকুন , ধন্যবাদ ।

  • @aninditabiswas250
    @aninditabiswas250 Месяц назад +2

    অনবদ্য, অসাধারণ লাগল এই সিরিজ। এবার হিমাচলের অপেক্ষা ।😊

  • @snigdhaganguly173
    @snigdhaganguly173 Месяц назад

    খুব ভালো লাগলো পুরো UK series! এতো detailed information!! খুব ভালো থাকবেন,আর একবার পৃথিজিত বাবুকে নিয়ে আসতে হবে!

  • @anirbannandy4399
    @anirbannandy4399 Месяц назад +3

    Ami recently London gechilaam for tourism in September for 7 days , 2nd time in two year. Shohor taay ekta alada byapar ache. praan ache. Amio St Kings Cross/St. Pancreas station er kache chilaam during my recent visit. Oi station ei DDLJ r ekta song er shooting hoyechilo and Harry potter movie 9 3/4 station tao ache. Plus pasher boto red brick color hotel tate o Harry potter er first part er ekta schene shoot hoyechilo. Apnaar video gulo dekhe nostalgic lagche. Cotlswolds trip , London tube shob, mone pore jachche. Ebar mone hochche 10 years er visa ta kore abar jaabo jokhon ichche hobe :). Shudhu ektai byapar, unlike US, okhane marattok Pick pocket/ mobile snatching hoy , specially in Oxford Street e. Last eyar amar wife er phone got pick pocket and tar shathe or London er shob kota pic was gone. :(. Apart from that, London has become a very close city to my heart. Khub bhalo thakun, and aro explore korun prithibi taake. If you ever plan to US East coast ( New York/ Boston), do let me know will be glad to assist with you to the best of my ability.

  • @triptighosh5470
    @triptighosh5470 Месяц назад +1

    বিলেত ভ্রমণ শেষ। একটা অসাধারণ সিরিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য ব্লগ বানানোর জন্য। ভালো থাকবেন। শুভ রাত্রি।

  • @INDRAJITRoyRoy-f1j
    @INDRAJITRoyRoy-f1j Месяц назад +1

    লন্ডন খুব এক্সপেনসিপ যাক ভালো ভাবে ফিরে এসেছেন এটিই অনেক ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা করছি

  • @ujjalrahaman6299
    @ujjalrahaman6299 Месяц назад +1

    আপনাদের জন্য আমরা বাড়িতে বসে অনেক দেশ দেখতে পাচ্ছি, এটাই অনেক বড়ো পাওয়া 🌹🌹🌹 সবসময় আপনাদের পাশে থাকবো, সামনে ডিসেম্বর এ Siikim যাচ্ছি 8 Members

  • @sajaldas3797
    @sajaldas3797 Месяц назад +1

    sotti osadharon laglo.... protita episodes deklam, khub e darun lagalo, eto sundor vabe details e eta sudhu apni e paren, Thank you for this beautiful episodes.

  • @sandipmaitra6466
    @sandipmaitra6466 Месяц назад +2

    সামগ্রিকভাবে পুরো ইংল্যান্ড টুরটা খুবই উপভোগ্য লাগলো।

  • @sohamojha3381
    @sohamojha3381 Месяц назад +2

    Dada darun sundor hoyeche from kolkata, darun representation ar Abhik da keo osssonkho dhonnobad tomar channel aro egiye jabe do maintain this quality ar ha
    Next country moddhe switzerland ar alps aurora borealis dekhar iccha roilo
    Ebong thank you for this mesmerizing london series

  • @kanishkasen8858
    @kanishkasen8858 Месяц назад +4

    শিবাজীদা, আপনি আর পৃথ্বীজিৎদা এবার ফ্রান্সে যান। কারণ সেখানে প্রচুর Monuments. তাই আমরা ফ্রান্স দেখতে চাই।

  • @85426411
    @85426411 Месяц назад

    যদিও অনেক পরে এই ভিডিও দেখছি তবুও অভিক কে আপনাকে এবং পৃত্থিজিত বাবুকে জানাই শুভ বিজয়ার প্রিতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️❤️

  • @joyroychowdhury3236
    @joyroychowdhury3236 Месяц назад +1

    London series darun laaglo...Tomar chokh diye London dekhlam....Janina konodin jete parbo kina......
    khub e excited ami karon Aprecot Festival 2025 join korchi....Team C......dekha habe tomar saathe

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 Месяц назад +2

    আজ পৃথী বাবুর আসা উচিত ছিল আপনাকে দমদম থেকে নিয়ে যাবার জন্য। অবস্য মন খুব খারাপ লন্ডনে যেতে পারে নি,পৃথী বাবুর সাথে আমাদের ও মন খুব খারাপ ছিল লন্ডনে যেতে পারে নি। এই সিরিজে উনি ছিলেন না।কি আর করা যাবে,এর পরবর্তী সময়ে যাবেন আবার দুজনে। ভালো থাকবেন। খুব ভালো লাগলো দেখতে আজকের ব্লগ।

  • @sayaksc3590
    @sayaksc3590 Месяц назад +1

    Baah besh Bhalo laglo Vlog ta 👌👌❤️ UK series just Osaadharon legechhe ❤ Sei kobe gechhilam sei jaygay gulo dekhe sei memories gulo mone pore galo ar jekhan gulo jawa hoyni segulo o tmar chokh diyei upobhog korlam ebong Oneek kichhu janlam..Air India te kore Journey durdanto 👌 NXT series dekhar opekkhay thaklam..❤️❤️❤️

  • @abirhasan121
    @abirhasan121 Месяц назад +2

    Uk series বেশ ভালো লেগেছে দাদা ।
    টিভি ,ইন্টারনেটে এসব জায়গা আগে দেখলেও একজন vlogger এর দৃষ্টিকোণ থেকে দেখার অন্য রকম একটা ব্যাপার থাকে । আর এটা ইউরোপিয়ান/ওয়েস্টার্ন কোন দেশে আপনার প্রথম ভ্রমণ ছিলো তাই পুরো সিরিজে একটা নতুন দেশ, নতুন কালচার এক্সপ্লোরের একটা ফিল পেয়েছি । আপনার চ্যানেল এর নাম এর সার্থক।
    বাংলাদেশ থেকে শুভকামনা অনেক ।

  • @anindachanda2080
    @anindachanda2080 Месяц назад +1

    Darun darun laglo Shibaji Da 15 ta episode j ki vavey sesh holo,bojhai gelo na,tabey etao anando j abar natun kono video r apekhay thakbo r Prithwijit Da k pabo,r comment niye dukho korbenna Dada karon sub rakom manush niye e amader family,ny way, Miss u Prithwijit Da, Pronaam neben Shibaji Da o Prithwijit Dadara.❤🙏

  • @personaluse-g4n
    @personaluse-g4n Месяц назад +1

    সিরিজটা দারুন উপভোগ করলাম, অনেক দিন মনে থাকবে দাদা। ভালোবাসা ফ্রম বাংলাদেশ

  • @sandipdas5815
    @sandipdas5815 Месяц назад +1

    পৃত্থিজিতদাকে খুব মিস করলাম। পরের ভিডিও তে নিশ্চয়ই দেখতে পাব । খুব ভাল থাকবেন।

  • @swarupdutta4564
    @swarupdutta4564 Месяц назад +1

    It was absolutely wonderful series Shibaji Da ❤ kichu pechonpokko lok ache jara negetive commnt korbei ar gyan debe , apni egiye jan , apnar pashe achi 😊

  • @monibiswas2030
    @monibiswas2030 Месяц назад +1

    Puro series ta aasadharan chelo ..khub khub enjoy korechi vlog gulo sudhu prithwijit da avab ta feel kore chi ...

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 Месяц назад +1

    Uk র ভ্রমণ খুব সুন্দর দেখলাম। আপনার সঙ্গীকে এই সিরিজে মিস করলাম। ধন্যবাদ

  • @parthasingharoy1968
    @parthasingharoy1968 Месяц назад +1

    Ashadharon trip description ar apnar Sathe puro tour ghure beralam. Awesome. Next kichu bhalo post er apekhya te Thaklam. Welcome back India

    • @subhobristi
      @subhobristi Месяц назад

      Namaskar..
      Ami Explorer Shibaji Sir er video dekhe khub e inspired.
      Niyomito dorshok.
      To besh kichidin holo ami chesta korchi kichu vlogs toiri korar. Apnader moto jara bhromon kahini dekhte o sunte pochondo koren, tader response/comment jodi petam, khub bhalo hoto. Tai Mone holo ei platform e akta comment er madhyomei apnader request ta janai. Er karon kintu nijer channel ke promote kora noi.
      Ami sottie apnader response pete icchuk.. Tai nijer channel er akta chotto video link o dilam. Dekhe apnader response pele khub bhalo lagbe.
      @Shibaji Sir asakori apnio kichu mone korbenna.. ❤
      ruclips.net/video/gUyXGgwEq6c/видео.htmlsi=jHq9iLherpueRWxV
      Looking forward to your response, inspiration and comments that can help me better my content.

  • @abheekdas7595
    @abheekdas7595 Месяц назад +1

    Darun ek trip er sakkhi roilam. Vobishyot e aro vlo trip dkhbo ei ashai roilam. So far the best series ever.

  • @tapashmondal4369
    @tapashmondal4369 Месяц назад +1

    London খুব ভালো লেগেছে। ধন্যবাদ। এবার সুইজারল্যান্ড দেখতে চাই।

  • @palashckt3447
    @palashckt3447 Месяц назад +1

    সবকটা পর্ব দেখলাম। অসাধারণ লাগলো। অনেক কিছু জানতেও পারলাম

  • @avijitghosh4741
    @avijitghosh4741 Месяц назад +1

    দারুণ এক সিরিজের সাক্ষী হলাম,ধন্যবাদ দাদা ❤

  • @parthaganguly1239
    @parthaganguly1239 Месяц назад +1

    শিবাজী ভাই আপনার দৌলতে আমার ইংল্যান্ড ও স্কটল্যান্ড ভ্রমন হল (virtually) । খুব ভালো লাগল । এবার জাপান ও চীন করুন ।

  • @sankalpasengupta1174
    @sankalpasengupta1174 Месяц назад +1

    প্রতি টি পর্ব ই অসাধারণ। তবে বিশেষ ভাবে রোমাঞ্চিত হলাম গ্রীনিচে ।

  • @monikamukherjee1722
    @monikamukherjee1722 Месяц назад +1

    খুব ভালো ছিল প্রত্যেকটা পর্ব।ব্রিটিশ রা এথিকেট অবশ্যই কিন্তু দেখেছো নিশ্চয়ই আমাদের সিকিম বলো বা সেভেন সিস্টার্স সেখানকার মানুষ রাও কিন্তু নিয়ম ভাঙ্গে না।কিছু মানুষ না মানুষ নয় তারা তাদের এত জ্বলে,কমেন্ট গুলো পড়ে হাসি পায়।খুবই নিম্ন রুচির যাঁরা তারা করো ভালো দেখতে পারে না।যাক গে শুধু আমার খুব খারাপ লাগছে পৃথ্বী যেতে পারেনি বলে।তোমার সু ছাত্র অভিক ওর busy শিডিউল এর মধ্যেও সময় করে তোমাকে সাথ দিয়েছে এটাই হলো আমাদের বাঙালিদের একটা গর্ব করার বিষয়।এবার হিমাচল এর ওফবিট গুলো দেখার অপেক্ষায়।ভালো থেকো সর্বদা

  • @vst18
    @vst18 Месяц назад +2

    আপনার Uk travel vlog series দেখে ঘরে বসেই মানস ভ্রমণ হলো। আশা করছি অদূর ভবিষ্যতে এরপরে travel vlog Newyork times squre (USA) নিয়ে হবে।

  • @kalyanibanerjee1948
    @kalyanibanerjee1948 Месяц назад

    বাইরে থেকে ফিরে কলকাতায় এসে সত্যি ই মনটা প্রশান্তিতে ভরে যায়। বুক ভরে নিশ্বাস নিয়ে মনে হয়, চারপাশের সবাই আমার আপনজন। মাটির টান বড় অদ্ভুত অনুভূতি। ❤️❤️

  • @sutapasinha531
    @sutapasinha531 Месяц назад +1

    Apurbo laglo dada.
    Apnar sathe amrao gure elam London....mone hochhe.khub valo laglo.khub vlo thakben.👏👏

  • @sanjaysen9514
    @sanjaysen9514 13 дней назад

    Bhishon bhalo laglo puro UK trip ta... Apni bastob ta ke boleychen...oneker i pochondo na o hotey parey....costly ta ke costly boley apni sothik boleychen.... apnar museum na dekhar reason amii fully support kori... otun trip er asha te thaklam... Bon voyage

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 Месяц назад

    Valoi laglo London series... Prithijit babu ke khub miss korechi... Welcome home ❤

  • @abhijitbanerjee8125
    @abhijitbanerjee8125 Месяц назад

    পুরো লন্ডন সিরিজটা খুব ভালো লাগলো। লন্ডন দেখা হয়ে গেল খুব ভালো লাগছে। ধন্যবাদ ভালো থাকবেন।

  • @sandipdas5815
    @sandipdas5815 Месяц назад +1

    দারুণ, দারুণ লাগল। আমি চাই আপনারা Switzerland বেড়াতে যান।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Месяц назад +1

    Sob bhalo jar sesh bhalo.Plane theke akash khub bhalo lagchilo.Porer tour r jonno wait korchi.Bhalo thakben Shibajida .Pl take rest couple of days

  • @KousikLahiri-uu6qe
    @KousikLahiri-uu6qe Месяц назад +2

    @Shivaji, You have made an wonderful open-minded video and the voice over is awesome. Keep going

  • @Rsuranjana
    @Rsuranjana Месяц назад

    পুরো সিরিজটা দেখলাম.. ভালো লাগলেও পৃথিজীৎ কে মিস করলাম.. কিন্তু খুব সুন্দর লাগলো..

  • @soumitrabisw
    @soumitrabisw Месяц назад +1

    সিরিজের সব কটা এপিসোড ভালো লেগেছে, এডিনবার্গ ত অনবদ্য, ভালো থাকবেন।

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 Месяц назад +14

    অসামান্য এক ভ্রমণের সাথী ছিলাম। খুব ছোটবেলা থেকেই একটা আলতো দূর্বলতা ছিল UK-র প্রতি। এত নিপুণ এবং নিটোল এক পরিভ্রমণের সঙ্গে ছিলাম - আমি তৃপ্ত।
    একটা অসম্ভব সুন্দর পরিণতি টানলেন --বহুদিন মনে থাকবে।

  • @sudip980
    @sudip980 Месяц назад

    দারুণ লেগেছে শিবাজি দা,তবে পৃত্থিজিৎ দাকে মিস করেছি ভিষণ রকম।

  • @abhijitgupta4640
    @abhijitgupta4640 Месяц назад +1

    দারুন লাগলো। মনে হচ্ছে আমি ও যেন tour করে কলকাতায় ফিরে এলাম

  • @rahulray9323
    @rahulray9323 Месяц назад

    Khub bhalo laglo UK series. Fabulous sob spot. Expensive chilo obossoi. But amar khub e bhalo legeche each n every blogs. Hmm, Priththi da ke osombhob miss korechi. Amon ki return flight eu. Paser jaiga tao faka chilo, but sekhane bosar manush tai chilo na. Jata UK r system.
    Anyway,ses bhalo jar, sob bhalo tar. Plus amra asha hoto hoi na kono din. Sob somoy positive mind niyei choli. Otoeb, abar kono notun er ashay, ajke akhanei ses korchi. ❤❤❤🎉🎉🎉.

  • @hasibiswas621
    @hasibiswas621 Месяц назад

    প্রতিটা এপিসোড মুগ্ধ হয়ে দেখেছি আবার দেখবো অসাধারণ বললে কমবলা হবে।এবার কিছু দিন বিশ্রাম তারপর পৃথ্বীজিৎ কে নিয়ে পথ চলা।তোমার বন্ধু কে না দেখতে পেয়ে খুব হতাশ হয়ে ছিলাম।
    👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @SubhasisGhatak-n4k
    @SubhasisGhatak-n4k Месяц назад

    Ashadharon uposthapona, ami apnar shob reels e dekhi, welcome back. Valo thakun

  • @mustafizali9504
    @mustafizali9504 Месяц назад +3

    আমার দেশের অস্থির সময় নি:শেষের অপেক্ষায়,
    আপনাদের প্রাথনা কামনা করি,
    আপনাদের সুস্থতা মংগল কামনায়
    ঢাকা বাংলাদেশ থেকে

  • @chandrasen9744
    @chandrasen9744 Месяц назад

    খুবই ভালো লাগলো আপনার এই ভিডিও দেখে, লন্ডনে যেতে সহায়তা করবে আপনার এই ভিডিও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @kantajana2878
    @kantajana2878 Месяц назад +1

    Total journey টা অসাধারণ লাগলো,অসংখ্য ধন্যবাদ

  • @Tech._.Gadgets
    @Tech._.Gadgets Месяц назад

    Darun legeche dada London series mone holo ami o sathe chilam puro journey te kobe hoito jete parbo na badi Bose aapnar sathe puro London ghure bedalam thanku dada eto sundor vdo gulo upohar dewar jonno

  • @suparnadas4842
    @suparnadas4842 Месяц назад +1

    Darun laglo puro Uk series ta, Switzerland er tour hole khub valo hoi

  • @prosenjitdey2750
    @prosenjitdey2750 Месяц назад +1

    Dada ektai word just awesome darun ektai dukkho prithi da ei tour e miss korlam ❤❤❤❤

  • @premanandabiswas8127
    @premanandabiswas8127 Месяц назад

    খুব সুন্দর ঘরে ফেরার আনন্দটাই আলাদা পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম।

  • @anutoshmajumder357
    @anutoshmajumder357 Месяц назад +1

    😂Thanks a lot.I enjoyed throughly video of your London trip. It was so nice as if l have made a London trip.Your delivery of words one after another is so nice to hear.Among the Vlogers, to me , you are the best.I missed Prittijeet like you.Expecting more videoes.

  • @alpanapaul8210
    @alpanapaul8210 Месяц назад +1

    London series ta khoob enjoy korlam. Jabar shomoy apnar mon kharap chilo kintu pherar shomoy apnar mon khoob utsahito