এমন বিলেত যাত্রায় পৃথ্বীবাবুর না থাকাটা ভীষণ কষ্টের! উনি থাকলে লন্ডন ব্রিজে দাঁড়িয়ে দু-এক খানা মজার বাক্য বলে দিতেন আর আমি সেই শুনে মিনিট তিনেক হাসির রেশ ধরে রাখতাম! যাহোক, পরের কোন দেশ যাত্রায় পৃথ্বীজিৎ নিশ্চয়ই থাকবেন!
যে ভিডিও র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেটা অবশেষে দেখলাম, প্রাথমিক অনুভূতি খুব ভালো তার পরেই মনে হল শার্লক হোমসের দেশে ওয়াটসন ছাড়া শার্লক হোমস? পৃথ্বীজিৎ দা কে খুব খুব মিস করছি, লন্ডনের প্রথম ঝলক দেখে মনে হল রাতের কোলকাতা। লন্ডনের প্রতি আমার একটা অদ্ভুত ভালোলাগা আছে কারনটা আমার অজানা। পরের ভিডিও র অপেক্ষায় থাকলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন দেখানোর জন্য।
Missing Prithwijit... my son lives in Sheffield...We were very worried when he left India for the first time. We relived our son's experience through you. Valo thaken Bhai.
সত্যিই পৃথ্বীজিৎদাকে অনেক মিস্ করছি। আপনাদের একসঙ্গে দেখে এতটাই অভ্যস্ত। কেমন যেন ফাঁকা ফাঁকা। আপনারও তো নিশ্চয়ই একই অবস্থা। কি আর করা। এটা একটা অন্য রকম অভিজ্ঞতা।
অনেক দিন অপেক্ষা করছিলাম আপনার লন্ডন ভ্রমনের ভিডিও দেখব বলে, এতোদিন পর অপেক্ষার অবসান হলো❤❤❤❤শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই আপনাকে❤️❤️❤️❤️পৃত্থিজিত বাবুর জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ❤️❤️❤️❤️
Few important tips: 1.Please buy a Lebara SIM card ( you can get it in any small news paper shop . Lebara SIM card is best for calling India. 2. You can buy an oyster card for daily commuting in London. It works for Tube/London bus. খরচ অনেক কম পড়বে individual ticket কাটার থেকে। 3. Please try Dishoom if you are missing Indian food . There is one near to where you're staying just behind Kings cross station. Baki pore bolchi.. welcome to UK and all the best
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি অসাধারণ লাগে। কোনোদিন আমি কমেন্ট করি না আজকে না করে পারলাম না পৃথ্বিজিত দার জন্য । সত্যি পৃথ্বী জিৎ দা না থাকার জন্য ভিডিও টা দেখলাম কিন্তু কোথায় যেনো একটা অসম্পূর্ণতা মনে হলো ভিডিওতে আর আপনার পাশের ফাঁকা সিট টা দেখে খুব খারাপ লাগছিল। ভালো থাকবেন ❤❤❤
তৃতীয় বার কমেন্ট বক্স এ এলাম।আপনার সম্পূর্ণ UK ট্যুর খুব ভালো কাটুক বা নিশ্চই কেটেছে এই আসা রাখি।আগামী দিনের জন্য ও অনেক শুভেচ্ছা।ভালো থাকবেন,শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন জানাই।আপনার চোখে আজ নিজের অনেক অধরা স্বপ্ন কে বাস্তবায়িত হতে দেখে খুব ভালো লাগছে।
প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❤❤❤❤❤ সব পুজো কাটিয়ে এখন একটু নিশ্চিন্তে বসে দেখা শুরু করলাম, ল্যাপটপে। একদম প্রথম পর্ব থেকে। ভ্রমণের পুরো আনন্দ টা শুষে নেওয়ার জন্য। আমার ফোনে subscribe করা আছে। সত্যিই পৃথ্বিজিৎ দা কে এবারে আমিও খুউব মিস্ করছি প্রতিটা ভিডিও তে। তিনি তো আপনার সাথেই, এর আগেও দুবাই ভ্রমণ করে এসেছেন তবে এই সমস্যা টা কেনো এবারেই হলো। থাইল্যান্ড, আফ্রিকা, বিভিন্ন বড়ো country ঘুরে এসেছেন , শুধু এবারেই এরকম টা হতে হলো।very much bad 😢😢😢. যাইহোক আমি খুউব exited পুরো trip টা ভ্রমণ করার জন্য, আপনার সাথে, আপনার চোঁখ দিয়ে।thank you ❤❤❤
After a long wait, Finally... The Starting is immaculate.. as expected... You looked a bit tired but confident... Definitely, Missing Prithwijit was evident... (Next trip make to New Zealand).. and venture on a self driven Car trip... No need to waste money travelling by Executive class, just for vedio recording 😂... Better still you show us some more countries... Yes, with Prithwijit of course.... Thanx 🎉 the Prelude is Good.... Follow up will be, I am sure, better... 👌♥️🌹
অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর। এমন কোনো ভিডিও নেই আপনাদের যে আমি দেখিনি। অসম্ভব সুন্দর আপনাদের ভিডিও গুলো। অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য। আমি মুন।বাংলাদেশের নওগাঁ জেলা থেকে।
খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন অপেক্ষা করে ছিলাম। ভীষণ মিস করছিলাম। তবে এই সিঙ্গেল ট্যুরে কিরকম যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক আগামী ভিডিও গুলো আশা করছি খুব এনজয় করবো ❤❤❤❤❤
পৃথ্বিজিৎদার অনুপস্থিতি আপনার মতো আমাদের মনেও খারাপ লাগা থাকছে … তবুও এগিয়ে যেতে হয় সময়ের সঙ্গে লন্ডনের দিকে …. চমৎকার ভিডিও দাদাভাই … একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের জন্য❤
Most awaited 1 in this season !!! Really missing Prithwijit uncle . তবে শিবাজী uncle একটা সত্য confess করতে চাই এই ভিডিও তে + (upcoming সিরিজ এ নিশ্চয়ই) আপনাকে অনেক বেশি glamorous লাগছে , দারুন লাগলো ভিডিওটা !!! ❤ From নৈহাটি , কলকাতা !!!
I have seen so many tour vlogs before, but, I have to admit this is by far the best one. Mone hcchilo jano nije forst time UK jacchi. Khub bhalo laglo dekhe. 💛💛💛
ভিডিও টা দেখার আগে একটা ধন্নবাদ জানাই শিবাজী দা ও পৃথিজিৎ দা কে। কারণ আমি 4.10.2024তারিখ এ হিমগিরি এক্সপ্রেস ধরে জম্মু গিয়েছিলাম আপনার দেখা ভিডিও দেখে 139 নাম্বার এ ফোন করে কাজ হয়েছে। এর জন্য থাঙ্কস। শুভ বিজয়া।
শুভ বিজয়া .....আপনাদের প্রত্যেকটি ভিডিও আমি ও আমার হাসব্যান্ড দুজনে বসে টিভি তে দেখি । দুজনকে এক সাথে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি .....দুজনের হাসি ঠাট্টায় মজায় ভিডিও সত্যি অনবদ্য ....যাক কি আর করা যাবে ? পৃথিজিৎ দা খুব মিস করছি
5:42 ai bpr gulo khuub ee informative.. khuub vlo laglo ai jayga ta j puro ta bole dilen.. khub vlo hobe ai series ta hopefully.. r pithwi sir k khuub miss korbo.. valo thakun..😊🎉
Shibaji: I live in Canada 20 mins from the famous Niagara Falls and 45 mins from Toronto. I have been here for almost 25 years. My in-laws are here with us and my father in law who is from Kolkata regularly watches your series and eventually we all got hooked into it, or rather say glued into it. The way you present and listening to a Bengali describing his candid experiences with so much excitement really touches us somewhere. You and Prithijit without your knowledge has become part of our family and imagination. Your vlogs have become a constant company to our weekend morning breakfast or evening sitdowns with my wife. Thanks for doing these vlogs and giving us joy from your travels. Canada ashle nishchoi janaben. Krishnendu
সত্যি প্রতিব্জিত দা ছাড়া আপনি কি ভাবে গেলেন । ভিডিওটা দেখে মনে হচ্ছে কি যেন নেই সব সুন্নসুন্ন লাগছে । একা একা ঘুরতে ভালো লাগে না মানে ঘোর আ টা উপভোগ করা যায়না বা মনঃপুত হয়না সব ফাঁকা ফাঁকা মনে হয় যাক আপনি পৌঁছে গাছেন শুধু আপনার অভিজ্ঞতা এবং মনের জোরে । ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা রইলাম।
আমি একটু দেরি করে এই সিরিজ টা দেখা শুরু করলাম। আপনার প্রতিটি কথা শুনলে বোঝা যাচ্ছে পৃথ্বিজিৎদা কে ছাড়া বেশ অসম্পূর্ণ লাগছে আপনাকে। পরের বার নিশ্চই আবার গুপি বাঘাকে এক সাথে দেখতে পাবো। 😊
Via Dubai to London, great. Felt happy as I am in Dubai at present. Could feel , you are missing Prithwijit sir badly. Very natural. Both of yours dosti , simplicity and down to earth nature is admirable. God bless. Enjoy your trip.
মন অত্যন্ত ভারাক্রান্ত হলো পৃত্বিজিৎ যেতে না পারায়। বুঝতে পারছি আপনার কতটা খারাপ লেগেছে। আমিও সদ্য ইউরোপে থেকে ফিরেছি। কলকাতা থেকে দুবাই,তারপর paris। আপনার vlog টা তাই বেশ nostalgic। বাকি পর্ব গুলি দেখার অপেক্ষায় রইলাম।
শুভ বিজয়া, আনকাট লন্ডনে ছবি অবশ্যই আমাদের কাছে সুসংবাদ। ভিডিও সম্পর্কে কিছু ই বলার নেই যেমনটি সুন্দর হয় সেই রকম সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শুভ রাত্রি।
London ও বিলেতের অন্যান্য শহরকে একেবারে আমাদের ড্রয়ইং রুমে এনে হাজির করার জন্য অনেক ধন্যবাদ, পৃথিজিৎ বাবুর অনুপস্থিতি একটা আফসোস রেখে দিয়েছে, কিন্তু আপনার uncut ভিডিও তার সঙ্গে আপনার ধারাবিবরণী এক কথায় অনবদ্য। অনুরোধ রইলো যদি ভেবে দেখেন সুইজারল্যান্ড সমেত ইউরোপ ভ্রমণ করবার । ভালো থাকবেন ।
শুভ বিজয়া তোমাদের দুজনকেই। অনেক ভালো থেকো । আর পৃথ্বীজিৎ দা কে খুব miss করছি। তবে দারুন একটা অনুভুতি হচ্ছে। আবার বলছি পৃথ্বিজিৎ দার অভাব বোধ করছি। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Apnar sangey Prithiwijit dekhtey obhostow tai besh khali khali lagchey jodi ami jantam from message j uni jachenna … but overall excited to see your journey.. ❤
Very happy to see you visiting London, it is a great achivement, missing Prithi very much , you are incomplete without Prithi, wish you more success in future
একদমই তাই।উনি একাই একশো ছিলেন। আছেন আর থাকবেন ও। আপনার সাথে সহমত। এতো ভালো বাচনভঙ্গি আর উপস্থাপন করার দক্ষতা তিনি একাই জয় করবেন খুব স্বাভাবিক। ওনার ভিডিও তে উনি তো শুরু থেকে একাই কথা বলতেন। তখন তো prithwijit কথা বলতেন না। তাই এই ট্যুর এ এক্সপ্লোরার শিবাজী কে একদম একা কিভাবে ঘুরছে দেখার জন্যে লোকজন আরো উৎসাহী হবেন আর ভিডিও বেশি করে পৌঁছে যাবে লোকজনের কাছে।
আপনার ভিডিও আজকে প্রথমবার দেখলাম, channel subscribe করলাম। খুব ভালো লাগলো আপনার ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডের জন্যও ভিডিও ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছিল না। ভিডিও দেখে মনে হচ্ছিল যেন আমি নিজেই travel করছি আমার জন্মস্থান Kolkata থেকে London। আমি এই ভিডিওটি California, USA থেকে দেখছি। আপনি এবং আপনার friend-কে San Francisco আসার নিমন্ত্রণ রইল। আপনার voice আর narration অসাধারণ। Thanks again for uploading such a wonderful video! 😊
Dada savings account e ato taka dekhano must noi apni property or fixed deposits dekhate paren but only 4 Lacs total asset dekhale Visa na Dewar chance high..main bapar holo joto besi India te asset dekhate parben toto besi chance visa hoar....and one more correction ota sponsorship letter noi invitation letter Hobe .. sponsor keu korle utility bill dile hoina sponsor er bank e sufficient amount show Korte Hoi with pay slips.. invitation letter is different sekhane ekta letter to invite somebody and passport brp card dile hoe jabe
Darun darun laglo episode ta London er.Surprise episode ta darun laglo Shibaji Da.Dadara boltey parlam na karon Prithwijit Da ei tour skip korechen.khub bhalo thakun,anek subhokamona o bhalobasha Shibaji Da. Prithwijit Da pronaam neben ❤🙏
Sotti Prithwijit Da Chara Explorer Shibaji incomplete! Amader sobar eyes set hoye geche eto din.. But at the same time icha na thakleo je Solo Trip ta complete korle and sobar pokhe hotat UK jaowa possible noy, tai virtually drawing room ba mobile e atleast icha moto somay enjoy krte parchi amra sobai 💙😌
First episode daaaruuuun enjoy korlam 👌 London r rastar first look tar moddhe ekta adventure, thriller bhab lukiye ache, apnar r prithijit dar Dubai pouchanor por road cross kore homestay te joar anubhuti mone koriye dei Next episode r apekkhai roilam ❤
এটাই আমরা, একটু অবাক, একটু নড়বড়ে, কিন্তু একশো শতাংশ কনফিডেন্ট। পৃথ্বিজীতের না আসাটা দূর্ভাগ্যজনক। কিন্তু এটা তোকে আরেকটা ওপরের লেভেলে নিয়ে যাবে। আর গলার আওয়াজ টা ডন ডিটোর মতোই উচ্চস্তরের হয়ে যাচ্ছে। এই ভিডিওতে শিবাজী স্যার নয়, সেলিব্রেটি নয়, এ একদম আমি আমরা, যাকে ছোঁয়া যায়। অনেক অনেক ভালোবাসা রইলো।
Apurba sundar ar o akta episode. Anek information pelam. Khub bhalo laglo. Prithijit da r abhab anubhab karchi. Apner jatra r subhokamona kari. Explorer shibaji r jannya roilo akrash subhecha. Bhalo thakben dada.
পৃথিজিৎ দাকে ভিসা না দেওয়াটা বড়ো অন্যায়।UK নাগরিকদেরও ছোট্ট অজুহাতে ভিসা বাতিল করে দেওয়া উচিৎ।যাই হোক পৃথিজিৎ দাকে খুব খুব মিস করছি।আপনিও খুব খুব ভালো থাকবেন।
খুব সুন্দর লাগছে আপনার ভিডিও গুলো। পরপর দেখে যাচ্ছি। আমরাও গেছিলাম লন্ডন সহ ইউরোপ অবশ্যই গ্রুপ ট্যুর এ। তবে আপনার এই trip টি খুব enjoy করছি, মনে হচ্ছে আমরাও ট্রাভেল করছি।
Areey Baah Amazing Vlog 👌❤️ besh bhalo laglo ❤️ Etar opekkhay chhilam..Prithwijit da ke miss korlam bhisoon 😢 2015 te UK gechhilam dada r kachhe seta Mone pore galo..London er sei Rasta ar Lal Bus..❤️❤️ chaliye jao..keep it up ❤️❤️❤️❤️
Loved watching the uncut version of UK trip part 1. Looking forward to seeing more such videos of this trip. Missing Prithwijit.Hope he was there too to experience the travel.
Prithwijit Babur jonno khub kharap lagchey. Apnader khunsuti ta ei puro series e miss korbo. Ami bohubar UK gechi ebong protibar nijei Visa koriyechi. Amar obhigyota etai bole je Pritthijit babu'r Visa application reject howar ek matro karon uni "unmarried". Single adult der niye keno jani na oder khub bhoy ! Khubi boka boka byapar, but ki ar kora jabe.
অসাধারণ ! আপনি যে এত তাড়াতাড়ি লন্ডন পাড়ি দেবেন ভাবতেই পারিনি । খুব ভালো করে কভার করুন আর আমাদের পরিতৃপ্ত করুন। ভালো থাকবেন । পৃথ্বীজিত ছাড়া আপনাকে একটু অসহায় লাগছে বলে মনে হলো, আর এটাই স্বাভাবিক। আমি হলে তো এই ট্যুর ক্যান্সেল করতাম। আপনার অনেক মনের জোর তাই পারবেন । সাবধানে থাকবেন।
Darun dekhlam onek kichu information pelam sudhu obhab roilo Prithwijit dar. “Pritwijida, we miss you lot” we miss your excellent comments, come soon. Waiting for next video dada.❤
Great start to the UK series! Really excited for the next parts. One suggestion-when talking about immigration, if travelers choose airports other than Heathrow, like London Gatwick, Luton, or Stansted, the experience can be smoother and sometimes cheaper. These smaller airports often have quicker immigration processes and lower flight fares from India.
I showed your video to my dad..He remembers flying to London by Air India in 1955 to London for the first time when he went for studies..He flew in a Lockheed Constellation and the flight took the route..Calcutta-Safdarjung (Delhi)-Karachi-Baghdad-Cairo-Rome-Zurich-London..the flight time was more than 24 hours and the flight stopped in various destinations for refuelling,crew changes etc..when he returned in 1961 after his studies the modern Boeing 707 jets were already in service and the journey he said was far more comfortable with lesser stops..today times have changed..and once Air India inducts the modern A359 in a few years we can travel from Calcutta to London non stop
*সত্যিই তোর সীটে কেউ বসে নি* কথা মনে করিয়ে দেয় বন্ধুত্বের সম্পর্ককে... খুবই ভালো লাগলো, মিস করছি আমরাও।
পৃথ্বীজিৎ তোর সিটে কেউ বসেনি😢😢 কথাটা চোখে যেন জল এনে দিল আপনাদের বন্ধুত্ব অটুট থাক🎉❤❤❤❤
বাঘা ছাড়া গুপি যেমন বেমানান, পৃথ্বীজিত দা ছাড়া শিবাজী দার ভ্রমণ অভিজ্ঞতা, ব্লগ কিছুটা হলেও অসম্পূর্ণ । ধন্যবাদ আপনাকে
@@biswanathdas3953 tik
পৃথিজিৎ কি মারা গেছে
@@Tahsinislam-o3nআরে না না পৃথ্যিজিৎ দা single মানুষ বলে ওনাকে ভিসা দেয়নি uk থেকে
@@Tahsinislam-o3n পৃথিজিৎ দার ভিসা বাতিল হয়ে গেছে, তাই উনি যেতে পারেননি এই ট্রিপে
@@Tahsinislam-o3n 😂😂😂
এমন বিলেত যাত্রায় পৃথ্বীবাবুর না থাকাটা ভীষণ কষ্টের! উনি থাকলে লন্ডন ব্রিজে দাঁড়িয়ে দু-এক খানা মজার বাক্য বলে দিতেন আর আমি সেই শুনে মিনিট তিনেক হাসির রেশ ধরে রাখতাম! যাহোক, পরের কোন দেশ যাত্রায় পৃথ্বীজিৎ নিশ্চয়ই থাকবেন!
যে ভিডিও র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেটা অবশেষে দেখলাম, প্রাথমিক অনুভূতি খুব ভালো তার পরেই মনে হল শার্লক হোমসের দেশে ওয়াটসন ছাড়া শার্লক হোমস? পৃথ্বীজিৎ দা কে খুব খুব মিস করছি, লন্ডনের প্রথম ঝলক দেখে মনে হল রাতের কোলকাতা। লন্ডনের প্রতি আমার একটা অদ্ভুত ভালোলাগা আছে কারনটা আমার অজানা। পরের ভিডিও র অপেক্ষায় থাকলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন দেখানোর জন্য।
পৃথিষিত দা কে খুব মিস করছি, এতো সুন্দর জায়গায় ওনার বক্তব্য গুলো মিস করবো, এরপর কোনো ট্রিপে ওনাকে না নিয়ে যাবেনা, ভালো থাকুন 🙏
Missing Prithwijit... my son lives in Sheffield...We were very worried when he left India for the first time. We relived our son's experience through you. Valo thaken Bhai.
সত্যিই পৃথ্বীজিৎদাকে অনেক মিস্ করছি। আপনাদের একসঙ্গে দেখে এতটাই অভ্যস্ত। কেমন যেন ফাঁকা ফাঁকা। আপনারও তো নিশ্চয়ই একই অবস্থা। কি আর করা। এটা একটা অন্য রকম অভিজ্ঞতা।
উত্তেজনা, উত্তেজনা, ভরপুর উত্তেজনা। পুরো thrilling অনুভব করছি। পৃথিজিৎ দার না থাকাটা একটা অপূরণীয় লোকসান হলো। Better luck Next Time😊❤
পৃথ্বী জিৎ দা নেই একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু ভিডিওটা দেখে অসাধারণ লাগল খুবই ভালো লাগলো❤❤❤❤❤❤❤
অনেক দিন অপেক্ষা করছিলাম আপনার লন্ডন ভ্রমনের ভিডিও দেখব বলে, এতোদিন পর অপেক্ষার অবসান হলো❤❤❤❤শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই আপনাকে❤️❤️❤️❤️পৃত্থিজিত বাবুর জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ❤️❤️❤️❤️
Few important tips:
1.Please buy a Lebara SIM card ( you can get it in any small news paper shop . Lebara SIM card is best for calling India.
2. You can buy an oyster card for daily commuting in London. It works for Tube/London bus. খরচ অনেক কম পড়বে individual ticket কাটার থেকে।
3. Please try Dishoom if you are missing Indian food . There is one near to where you're staying just behind Kings cross station.
Baki pore bolchi.. welcome to UK and all the best
He is already back to India
@@iamraj4270 How can I booking a Hostel
এত সুন্দর ভিডিওটা হয়েছে মনটা ভরে গেলো কিন্তু পৃথ্বীজিৎ দা কে অনেক মিস করলাম।
অধীর আগ্রহে অপেক্ষা করি তোমাদের দুজনকে একসাথে ভিডিও তে দেখি মনটা ভোরে যায় খুব খারাপ লাগছে যাই হোক তোমার যাত্রা শুভ হোক। ভালো থেকো সুস্থ থেকো এই আশীর্বাদ করি।
প্রথম পর্ব টি খুব ভালো লাগলো, পৃথ্বিজিত কে মিস করছি। আগামী পর্বের অপেক্ষায় থাকলাম।
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি অসাধারণ লাগে। কোনোদিন আমি কমেন্ট করি না আজকে না করে পারলাম না পৃথ্বিজিত দার জন্য । সত্যি পৃথ্বী জিৎ দা না থাকার জন্য ভিডিও টা দেখলাম কিন্তু কোথায় যেনো একটা অসম্পূর্ণতা মনে হলো ভিডিওতে আর আপনার পাশের ফাঁকা সিট টা দেখে খুব খারাপ লাগছিল। ভালো থাকবেন ❤❤❤
দাদা এই সিরিজ টা সত্যি কেমন যেন একটা শূন্যতা ফিল করতেছি, পৃথ্বিজিত দা কে ছাড়া । ভালো ভাবে সিরিজটা শেষ করেন এই শুভ কামনাই রইলো।😍😍😍
দারুন লাগলো এই জার্নি । পৃত্থিজিৎ দা কে খুব মিস করছি । এত বড়ো জার্নি তে একা মানেই বোকা বোকা । অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য 👍👍😊
তৃতীয় বার কমেন্ট বক্স এ এলাম।আপনার সম্পূর্ণ UK ট্যুর খুব ভালো কাটুক বা নিশ্চই কেটেছে এই আসা রাখি।আগামী দিনের জন্য ও অনেক শুভেচ্ছা।ভালো থাকবেন,শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন জানাই।আপনার চোখে আজ নিজের অনেক অধরা স্বপ্ন কে বাস্তবায়িত হতে দেখে খুব ভালো লাগছে।
এই সিরিজের আমি ২য় দর্শক। গত বছর আমার ছেলে ৭ দিনের ট্যুরে গিয়েছিল। ওর কাছ থেকে শুনেছিলাম, আপনার ভিডিওতে দেখলাম।
প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❤❤❤❤❤ সব পুজো কাটিয়ে এখন একটু নিশ্চিন্তে বসে দেখা শুরু করলাম, ল্যাপটপে। একদম প্রথম পর্ব থেকে। ভ্রমণের পুরো আনন্দ টা শুষে নেওয়ার জন্য। আমার ফোনে subscribe করা আছে। সত্যিই পৃথ্বিজিৎ দা কে এবারে আমিও খুউব মিস্ করছি প্রতিটা ভিডিও তে। তিনি তো আপনার সাথেই, এর আগেও দুবাই ভ্রমণ করে এসেছেন তবে এই সমস্যা টা কেনো এবারেই হলো। থাইল্যান্ড, আফ্রিকা, বিভিন্ন বড়ো country ঘুরে এসেছেন , শুধু এবারেই এরকম টা হতে হলো।very much bad 😢😢😢. যাইহোক আমি খুউব exited পুরো trip টা ভ্রমণ করার জন্য, আপনার সাথে, আপনার চোঁখ দিয়ে।thank you ❤❤❤
Prithwijit Da k sottie miss korlam, r seta aapnar choke mukheo prokash pacchilo... Darun video dekhar opekhhay roilam...
আপনার মতো মানুষের কাছে এটা কোন কিছুই না আপনি এত জানেন খুব ভালো। ❤
শ্রীমান পৃথ্বীজিৎকে আমি ও খুব মিস্ করছি। পৃথ্বীজিৎ ছাড়া কোনো ট্যুর হতে পারে ভাবতেই পারছি না।
After a long wait, Finally... The Starting is immaculate.. as expected... You looked a bit tired but confident... Definitely, Missing Prithwijit was evident... (Next trip make to New Zealand).. and venture on a self driven Car trip...
No need to waste money travelling by Executive class, just for vedio recording 😂... Better still you show us some more countries...
Yes, with Prithwijit of course.... Thanx 🎉 the Prelude is
Good.... Follow up will be, I am sure, better... 👌♥️🌹
অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর। এমন কোনো ভিডিও নেই আপনাদের যে আমি দেখিনি। অসম্ভব সুন্দর আপনাদের ভিডিও গুলো। অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য। আমি মুন।বাংলাদেশের নওগাঁ জেলা থেকে।
খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন অপেক্ষা করে ছিলাম। ভীষণ মিস করছিলাম। তবে এই সিঙ্গেল ট্যুরে কিরকম যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক আগামী ভিডিও গুলো আশা করছি খুব এনজয় করবো ❤❤❤❤❤
বেশ কয়েক মাস আগে আপনাদের অনুরোধ করেছিলাম বিলেত দেখতে চাই বলে,আপনারা আজ সেই অনুরোধ রেখেছেন,তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পৃথ্বিজিৎদার অনুপস্থিতি আপনার মতো আমাদের মনেও খারাপ লাগা থাকছে … তবুও এগিয়ে যেতে হয় সময়ের সঙ্গে লন্ডনের দিকে ….
চমৎকার ভিডিও দাদাভাই … একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের জন্য❤
পৃথ্বীবাবু ছাড়া মেজাজটাই বিগড়ে গেল। তবে আপনার ভিডিওগুলো নেশার মত তাই দেখতেই হচ্ছে। 😊
Most awaited 1 in this season !!!
Really missing Prithwijit uncle .
তবে শিবাজী uncle একটা সত্য confess করতে চাই এই ভিডিও তে + (upcoming সিরিজ এ নিশ্চয়ই) আপনাকে অনেক বেশি glamorous লাগছে , দারুন লাগলো ভিডিওটা !!!
❤ From নৈহাটি , কলকাতা !!!
দাদা যাই বলো না কেন পৃথ্বীজিৎদা থাকলে কিন্তু একটা আলাদাই মজা লাগে 😢😊😊😊❤❤
পরের বার কিন্তু দুজনে একসাথে যেও😊😊
I have seen so many tour vlogs before, but, I have to admit this is by far the best one. Mone hcchilo jano nije forst time UK jacchi. Khub bhalo laglo dekhe. 💛💛💛
ভিডিও টা দেখার আগে একটা ধন্নবাদ জানাই শিবাজী দা ও পৃথিজিৎ দা কে। কারণ আমি 4.10.2024তারিখ এ হিমগিরি এক্সপ্রেস ধরে জম্মু গিয়েছিলাম আপনার দেখা ভিডিও দেখে 139 নাম্বার এ ফোন করে কাজ হয়েছে। এর জন্য থাঙ্কস। শুভ বিজয়া।
শুভ বিজয়া .....আপনাদের প্রত্যেকটি ভিডিও আমি ও আমার হাসব্যান্ড দুজনে বসে টিভি তে দেখি । দুজনকে এক সাথে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি .....দুজনের হাসি ঠাট্টায় মজায় ভিডিও সত্যি অনবদ্য ....যাক কি আর করা যাবে ? পৃথিজিৎ দা খুব মিস করছি
5:42 ai bpr gulo khuub ee informative.. khuub vlo laglo ai jayga ta j puro ta bole dilen.. khub vlo hobe ai series ta hopefully.. r pithwi sir k khuub miss korbo.. valo thakun..😊🎉
Shibaji: I live in Canada 20 mins from the famous Niagara Falls and 45 mins from Toronto. I have been here for almost 25 years. My in-laws are here with us and my father in law who is from Kolkata regularly watches your series and eventually we all got hooked into it, or rather say glued into it. The way you present and listening to a Bengali describing his candid experiences with so much excitement really touches us somewhere. You and Prithijit without your knowledge has become part of our family and imagination. Your vlogs have become a constant company to our weekend morning breakfast or evening sitdowns with my wife. Thanks for doing these vlogs and giving us joy from your travels. Canada ashle nishchoi janaben. Krishnendu
সত্যি প্রতিব্জিত দা ছাড়া আপনি কি ভাবে গেলেন । ভিডিওটা দেখে মনে হচ্ছে কি যেন নেই সব সুন্নসুন্ন লাগছে । একা একা ঘুরতে ভালো লাগে না মানে ঘোর আ টা উপভোগ করা যায়না বা মনঃপুত হয়না সব ফাঁকা ফাঁকা মনে হয় যাক আপনি পৌঁছে গাছেন শুধু আপনার অভিজ্ঞতা এবং মনের জোরে । ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা রইলাম।
Sibajida kintu Kolkata terminal e bosei Prithwijitdar na jete parar karonta bolechhen. Mone hoy apni miss kore gechhen.😮
আমি একটু দেরি করে এই সিরিজ টা দেখা শুরু করলাম। আপনার প্রতিটি কথা শুনলে বোঝা যাচ্ছে পৃথ্বিজিৎদা কে ছাড়া বেশ অসম্পূর্ণ লাগছে আপনাকে। পরের বার নিশ্চই আবার গুপি বাঘাকে এক সাথে দেখতে পাবো। 😊
প্রথমে ভিডিও দেখতে শুরু করলাম যখন দেখলাম পৃথিজীৎ ফোন করলেন এবং এই টুরে নেই তখন মনটা ভীষণ খারাপ লাগলো কিন্তু তা সত্বেও ভিডিও শেষ পর্যন্ত দেখব।
Via Dubai to London, great. Felt happy as I am in Dubai at present.
Could feel , you are missing Prithwijit sir badly. Very natural.
Both of yours dosti , simplicity and down to earth nature is admirable.
God bless.
Enjoy your trip.
মন অত্যন্ত ভারাক্রান্ত হলো পৃত্বিজিৎ যেতে না পারায়। বুঝতে পারছি আপনার কতটা খারাপ লেগেছে। আমিও সদ্য ইউরোপে থেকে ফিরেছি। কলকাতা থেকে দুবাই,তারপর paris। আপনার vlog টা তাই বেশ nostalgic। বাকি পর্ব গুলি দেখার অপেক্ষায় রইলাম।
Khub sundor laglo apnar 1st episode.Next r opekhhay roilam.Eka holey darun laglo.
শুভ বিজয়া,
আনকাট লন্ডনে ছবি অবশ্যই আমাদের কাছে সুসংবাদ। ভিডিও সম্পর্কে কিছু ই বলার নেই যেমনটি সুন্দর হয় সেই রকম সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শুভ রাত্রি।
London ও বিলেতের অন্যান্য শহরকে একেবারে আমাদের ড্রয়ইং রুমে এনে হাজির করার জন্য অনেক ধন্যবাদ, পৃথিজিৎ বাবুর অনুপস্থিতি একটা আফসোস রেখে দিয়েছে, কিন্তু আপনার uncut ভিডিও তার সঙ্গে আপনার ধারাবিবরণী এক কথায় অনবদ্য। অনুরোধ রইলো যদি ভেবে দেখেন সুইজারল্যান্ড সমেত ইউরোপ ভ্রমণ করবার । ভালো থাকবেন ।
আপনি একজন বুদ্ধিমান আদর্শ ব্লগার। যা বানান তাই আনন্দের সঙ্গে গ্রহণযোগ্য। তবে পৃথ্বীজীৎ বাবুর অভাব খুব বোঝা যাচ্ছে।
শুভ বিজয়া তোমাদের দুজনকেই। অনেক ভালো থেকো । আর পৃথ্বীজিৎ দা কে খুব miss করছি। তবে দারুন একটা অনুভুতি হচ্ছে। আবার বলছি পৃথ্বিজিৎ দার অভাব বোধ করছি। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Just fatafati..but prithijit da k miss korlam.....njoy
অসাধারণ ভাই আপনাকে ধন্যবাদ, 🇧🇩🇧🇩❤️❤️❤️🇨🇮👍
🇮🇪এটা ভারতের পতাকা না ভাই 🤦🏻 এটা ভারতের পতাকা 🇮🇳🙏🏻❤️
দাদীর দেশে যাওয়ার জন্য ধন্যবাদ। দাদা অসাধারণ বিমান A380 এয়ারবাস।আমিও চড়েছি এই বিমানে। আপনার ভ্রমণ সফল হোক দোয়া রইলো।।🤲🤲🤲
Visa পাওয়া খুব মুস্কিল, Shenegen, US, Australia, New Zealand এর। কিছুটা সহজ জাপান, কোরিয়ার ভিসা পাওয়া। পয়সা থাকলেও যাওয়া কঠিন হয়।
Video র শেষটুকু সত্যিই অন্যরকম লাগলো , কিছুটা হলেও অসম্পূর্ণ।
জয় শিবাজি। খুব সুন্দর। বাংলাদেশ থেকে
অসাধারণ লাগলো দাদা। খুব ভালো 👌👌
পরের ভিডিও অপেক্ষা করছি।
পৃথ্বীরাজ দা কে খুব মিস করছি 👍👍💯🥹
Apnar sangey Prithiwijit dekhtey obhostow tai besh khali khali lagchey jodi ami jantam from message j uni jachenna … but overall excited to see your journey.. ❤
Very happy to see you visiting London, it is a great achivement, missing Prithi very much , you are incomplete without Prithi, wish you more success in future
তোমার এই লন্ডনের ভিডিওর জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম।😊😊😊😊😊😊 কারণ তোমার ব্লগের কোন বর্ণনা হবে না এতটাই অপূর্ব তুমি সৃষ্টি করেছ। খুব ভালো থেকো দাদা
দীর্ঘদিন অপেক্ষার অবসান হলো।সত্যি এ ইউকে এর ভ্রমণের
প্রতিটি ভিডিও গুলো তে পৃথি দাকে মিস করবো। কিন্তু আপনি একাই একশো। এক কথায় দারুণ উপভোগ করলাম। 😊
একদমই তাই।উনি একাই একশো ছিলেন। আছেন আর থাকবেন ও। আপনার সাথে সহমত। এতো ভালো বাচনভঙ্গি আর উপস্থাপন করার দক্ষতা তিনি একাই জয় করবেন খুব স্বাভাবিক। ওনার ভিডিও তে উনি তো শুরু থেকে একাই কথা বলতেন। তখন তো prithwijit কথা বলতেন না। তাই এই ট্যুর এ এক্সপ্লোরার শিবাজী কে একদম একা কিভাবে ঘুরছে দেখার জন্যে লোকজন আরো উৎসাহী হবেন আর ভিডিও বেশি করে পৌঁছে যাবে লোকজনের কাছে।
আপনার ভিডিও আজকে প্রথমবার দেখলাম, channel subscribe করলাম। খুব ভালো লাগলো আপনার ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডের জন্যও ভিডিও ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছিল না। ভিডিও দেখে মনে হচ্ছিল যেন আমি নিজেই travel করছি আমার জন্মস্থান Kolkata থেকে London। আমি এই ভিডিওটি California, USA থেকে দেখছি। আপনি এবং আপনার friend-কে San Francisco আসার নিমন্ত্রণ রইল। আপনার voice আর narration অসাধারণ। Thanks again for uploading such a wonderful video! 😊
Dada savings account e ato taka dekhano must noi apni property or fixed deposits dekhate paren but only 4 Lacs total asset dekhale Visa na Dewar chance high..main bapar holo joto besi India te asset dekhate parben toto besi chance visa hoar....and one more correction ota sponsorship letter noi invitation letter Hobe .. sponsor keu korle utility bill dile hoina sponsor er bank e sufficient amount show Korte Hoi with pay slips.. invitation letter is different sekhane ekta letter to invite somebody and passport brp card dile hoe jabe
Darun darun laglo episode ta London er.Surprise episode ta darun laglo Shibaji Da.Dadara boltey parlam na karon Prithwijit Da ei tour skip korechen.khub bhalo thakun,anek subhokamona o bhalobasha Shibaji Da.
Prithwijit Da pronaam neben ❤🙏
Exalent laglo, next r জন্য অপেক্ষায় রইলাম l
Khuub valo laaglo dekhey! 👌🏻👌🏻 Kintu amaader 'Prithwijit dada' key miss korchhi je!🥲
যতই বল, we are missing Prithwi.তোমাকে একা কখনও আমি দেখিনি। তবে আজকে তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। পৃথ্বীকে ছাড়া একা বলেই হয়তো। ঠিক আছে আজ গুড নাইট।❤
শুভ বিজয়ার প্রনাম জানাই। ভিডিও টা খুবই ভালো লাগল। পরের পর্ব গুলির অপেক্ষাতে রইলাম। পৃত্থিজিত বাবু নেই এবার তাই একটু অন্যরকম লাগছে। যাই হোক সুস্থ থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ। 🙏🙏
কি অসাধারণ ভ্রমণ! বিশ্বের সবচেয়ে বড়ো যাত্রীবাহী বিমানে কলকাতা থেকে লন্ডন যাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। সবসময় যেমন দারুণ ভিডিও, শিবাজি দা!
K eta
সুন্দর একটা ভিডিও সিরিজ সত্যি পৃথ্বী দা কে খুব মিস করছি 🤘🤘
পৃথ্বীজিৎ দা না থাকায় অবশ্যই কেমন যেন ফাঁকা লাগছে। তবুও আপনি যখন প্রথমবার ইউরোপ তথা ব্রিটিশদের দেশে গেছেন তখন একটু ভালো ভাবেই ঘুরে আসুন। 😊
এই পর্বটা দেখতে দেখতে আমাদের 2013-র ইউরোপ ভ্রমণের অনেক অভিজ্ঞতার কথা মনে পড়ল। অনেকটাই শিবাজীর অভিজ্ঞতার সঙ্গে মিলে যাচ্ছে। ভাল লাগল।
Sotti Prithwijit Da Chara Explorer Shibaji incomplete! Amader sobar eyes set hoye geche eto din..
But at the same time icha na thakleo je Solo Trip ta complete korle and sobar pokhe hotat UK jaowa possible noy, tai virtually drawing room ba mobile e atleast icha moto somay enjoy krte parchi amra sobai 💙😌
First episode daaaruuuun enjoy korlam 👌
London r rastar first look tar moddhe ekta adventure, thriller bhab lukiye ache, apnar r prithijit dar Dubai pouchanor por road cross kore homestay te joar anubhuti mone koriye dei
Next episode r apekkhai roilam ❤
এটাই আমরা, একটু অবাক, একটু নড়বড়ে, কিন্তু একশো শতাংশ কনফিডেন্ট। পৃথ্বিজীতের না আসাটা দূর্ভাগ্যজনক। কিন্তু এটা তোকে আরেকটা ওপরের লেভেলে নিয়ে যাবে।
আর গলার আওয়াজ টা ডন ডিটোর মতোই উচ্চস্তরের হয়ে যাচ্ছে। এই ভিডিওতে শিবাজী স্যার নয়, সেলিব্রেটি নয়, এ একদম আমি আমরা, যাকে ছোঁয়া যায়।
অনেক অনেক ভালোবাসা রইলো।
Apurba sundar ar o akta episode. Anek information pelam. Khub bhalo laglo. Prithijit da r abhab anubhab karchi. Apner jatra r subhokamona kari. Explorer shibaji r jannya roilo akrash subhecha. Bhalo thakben dada.
পৃথিজিৎ দাকে ভিসা না দেওয়াটা বড়ো অন্যায়।UK নাগরিকদেরও ছোট্ট অজুহাতে ভিসা বাতিল করে দেওয়া উচিৎ।যাই হোক পৃথিজিৎ দাকে খুব খুব মিস করছি।আপনিও খুব খুব ভালো থাকবেন।
uk নাগরিকদের ভিসা নেয়ার কোন প্রয়োজন হয় না।
মন্তব্য করার আগে কোন বিষয় মন্তব্য করছেন সেটা বুঝে করুন। সামাজিক মাধ্যমে নিজেকে হাসির পাত্র বানানোর মানে হয়না।
@@KamrulIslam-pg4gi Uni bharotey jara acen ghurte uk thekey tader khetre bojhate cheyechen.
খুব সুন্দর লাগছে আপনার ভিডিও গুলো। পরপর দেখে যাচ্ছি। আমরাও গেছিলাম লন্ডন সহ ইউরোপ অবশ্যই গ্রুপ ট্যুর এ। তবে আপনার এই trip টি খুব enjoy করছি, মনে হচ্ছে আমরাও ট্রাভেল করছি।
পৃথ্বীজিৎ দা ছাড়া এই ট্রিপটা যেন আনেকটা ফাঁকা ফাঁকা লাগছে।😢😢😢
Areey Baah Amazing Vlog 👌❤️ besh bhalo laglo ❤️ Etar opekkhay chhilam..Prithwijit da ke miss korlam bhisoon 😢 2015 te UK gechhilam dada r kachhe seta Mone pore galo..London er sei Rasta ar Lal Bus..❤️❤️ chaliye jao..keep it up ❤️❤️❤️❤️
পৃথ্বীজিত দা ছাড়া নুন ছাড়া তরকারির মতো।
পৃথ্বীজিতদা না থাকলে দুজনের রসিকতাপূর্ণ আলোচনাগুলো জমে না। তা ছারা একা একা ভালোও লাগে না। 👍👍🇧🇩
গুপী আছে, বাঘা নেই..... বিদেশ বিভূইতে একটু বেমানান লাগে তোমাদের দুই জনকে ছাড়া @Explorershibaji
Nostalgic. অনেক ভালো লাগলো। পরের ভিডিও টি তাড়াতাড়ি দাও দাদা।
0:30 we want prithwijit
ঠিকই আছে সবই বুঝলাম ভীষণ দুঃখ লাগছে অবশ্যই তবে এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের কাছে ❤
খুব খারাপ লাগছে শিবাজী দা ।পিথথিজিৎ দা তোমার সাথে নেই বলে ভালো লাগছে না ।শোলে মুভির জয় আর বিরু।বিরু নেই ।লন্ডন সফর তোমার ভালো হোক।
Loved watching the uncut version of UK trip part 1. Looking forward to seeing more such videos of this trip.
Missing Prithwijit.Hope he was there too to experience the travel.
Prithwijit Babur jonno khub kharap lagchey. Apnader khunsuti ta ei puro series e miss korbo. Ami bohubar UK gechi ebong protibar nijei Visa koriyechi. Amar obhigyota etai bole je Pritthijit babu'r Visa application reject howar ek matro karon uni "unmarried". Single adult der niye keno jani na oder khub bhoy ! Khubi boka boka byapar, but ki ar kora jabe.
অসাধারণ ! আপনি যে এত তাড়াতাড়ি লন্ডন পাড়ি দেবেন ভাবতেই পারিনি । খুব ভালো করে কভার করুন আর আমাদের পরিতৃপ্ত করুন। ভালো থাকবেন । পৃথ্বীজিত ছাড়া আপনাকে একটু অসহায় লাগছে বলে মনে হলো, আর এটাই স্বাভাবিক। আমি হলে তো এই ট্যুর ক্যান্সেল করতাম। আপনার অনেক মনের জোর তাই পারবেন । সাবধানে থাকবেন।
Darun dekhlam onek kichu information pelam sudhu obhab roilo Prithwijit dar. “Pritwijida, we miss you lot” we miss your excellent comments, come soon. Waiting for next video dada.❤
Yur really down to earth get the point why friends love ❤️ you
আমি প্রথম বার আপনার ভিডিও দেখছি দারুন লাগছে ধন্যবাদ আপনাকে🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊❤❤❤❤❤❤
এভাবেই সঙ্গে থাকুন!! ভালো থাকবেন । অনেক অনেক শুভেচ্ছা
Awesome combinations of Shibaji and Pritthijit. unluckily missing prithijitt in this tour is like eating rice without salt. Thanks from BD.
আপনার ব্লগটা ভীষণ ই ভাল লাগল। আপনি একা গেছন তাই আপনার বন্ধুকে খুবই মিস্ করছি। সাবধানে ঘোরাফেরা করবেন। আপনার পরের ব্লগের অপেক্ষায় রইলাম। শারদীয়ার জন্য জানালাম অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন।
অসাধারণ লাগলো। তবে পৃথীকে miss করলাম। অনেক ধন্যবাদ ও অভিনন্দন। তোমার জন্য দেখা হলো। ভালো থেকো। সুস্থ থেকো।
আপনার ব্লগগুলি দেখলে মনে একটা শান্তি পাই❤
Prithwijit da ke khubi miss korchi erokom ekta international trip a ❤❤❤
Great start to the UK series! Really excited for the next parts. One suggestion-when talking about immigration, if travelers choose airports other than Heathrow, like London Gatwick, Luton, or Stansted, the experience can be smoother and sometimes cheaper. These smaller airports often have quicker immigration processes and lower flight fares from India.
I showed your video to my dad..He remembers flying to London by Air India in 1955 to London for the first time when he went for studies..He flew in a Lockheed Constellation and the flight took the route..Calcutta-Safdarjung (Delhi)-Karachi-Baghdad-Cairo-Rome-Zurich-London..the flight time was more than 24 hours and the flight stopped in various destinations for refuelling,crew changes etc..when he returned in 1961 after his studies the modern Boeing 707 jets were already in service and the journey he said was far more comfortable with lesser stops..today times have changed..and once Air India inducts the modern A359 in a few years we can travel from Calcutta to London non stop
আপনার বাবা কে আমাদের নমস্কার জানাবেন।
সত্যি বন্ধুর প্রতি বন্ধুর এই অন্ধ ভালোবাসা আপনার ব্লগ টি দেখে আরো ফুটে উঠল। বেঁচে থাকুক সকল বন্ধুর ভালোবাসা ❤️
ভালোবাসা অবিরাম 🌹🇧🇩
😊❤
পৃথ্বীজিৎ বাবুর অভাব অবশ্যই অনুভূত হবে, কিন্তু যুক্তরাজ্য ভ্রমণ কাহিনী তবুও জমবে! আপনার দৃষ্টিকোণ থেকে লন্ডন তথা গোটা যুক্তরাজ্য দেখার মজাই আলাদা।
অনবদ্য সুন্দর ভিডিও,, ব্ল্যাক সাগরের উপর দিয়ে কেমন লাগলো শিবাজী দা ❤❤❤❤
Khub valo laglo. Amra ghore bose dekhleo ei video er background e anek porishram ache.. Porer video r opekhya e roilam
Miss korlam Prithijit da k. Porer video tar jonno opekhate roilam. ❤❤