সত্যিই, এই মাছের বাজারটা না দেখলে বিশ্বাসই হতো না যে এতটা পরিষ্কার হতে পারে তাও আবার মাছের বাজার। পরিষ্কার সব্জির বাজার দেখেছি কিন্তু এরকম মাছের বাজার ভাবতেই পারিনি। সত্যি বলতে আমাদের এখানকার মলগুলোর থেকেও যেন বেশি পরিষ্কার লাগলো এই বাজার 😅 আমি এই চ্যানেলের একজন নতুন দর্শক আর বলতেই হচ্ছে যেভাবে দুবাইকে তুলে ধরেছেন আপনি ও পৃথ্বিজিত স্যার ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না😍। আর আপনাদের দুই বন্ধুর যুগলবন্দী যেনো আরো বেশি সুন্দর করে তুলেছে ভিডিওগুলোকে। পাশাপাশি যারা আপনাদের ঘুরিয়ে দেখলেন তারাও দারুন🙌🏼। এই আশা রাখবো আপনাদের হাত ধরে ভ্রমণপ্রিয় বাঙালিরা আরও অনেক অনেক জায়গায় যেনো ঘুরতে যেতে পারে। খুব ভালো থাকবেন।
বৈভব আর প্রাচুর্য একেই বলে মনে হয়।সব কিছুতেই আলাদিনের আশ্চর্য প্রদীপ এর ছোঁয়ায়, পৃথিবীর অন্যান্য দেশের থেকে আলাদা করে রেখেছে। ভালো লাগলো দেখে , নতুন অভিজ্ঞতা ও হলো, ধন্যবাদ আপনাদের।
অসাধারণ। অবাক হয়ে যাচ্ছি এত বড় বাজার, পরিস্কার, পরিচ্ছন্নতা দেখে। কত রকম মাছ, ফল, সবজি ইত্যাদি। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার কল্যাণে কত কি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। ওখানকার মানুষের আতিথেয়তা, বিশেষ করে বাঙালিদের তুলনা হবে না
দুর্দান্ত ভ্লগ। বাংলা ভাষায় এর আগে কখনো কেউ করেনি। দুবাইয়ের প্রতীককে খুব ভালো লাগলো; অসম্ভব আত্মবিশ্বাসী এবং আন্তরিকভাবে স্বতঃস্ফূর্ত। উনি যেভাবে আপনাদের সঙ্গে মিলে মিশে গেছেন, তাতে মনে হচ্ছে.. ভবিষ্যতে উনি যদি কোনও ইউটিউব চ্যানেল খোলেন.. সেটা বেশ ভালই চলবে!
আমিও আপনারই দলে এবং আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। ট্রাভেল ভ্লগের মতো কাজ, বিশেষ করে বিদেশ-বিভূঁইয়ে, স্পেশালিস্ট-দের উপরেই ছেড়ে দেওয়া উচিত। চলুন, এই ভাবেই আমরা সবাই শিবাজীদা এবং পৃথ্বিজিতদার.. দেশ এবং দুনিয়া ঘোরার ভিডিওগুলো উপভোগ করতে থাকি। তবে, যেটুকু না বললেই নয়, আপনার স্ক্রীন প্রেজেন্স যথেষ্ট ভালো। ভালো থাকবেন।
Darun lagche Shibaji da.eto boro market othocho ki poriskar. Fresh sobji. Achha okhane mistir dokan nei? Er porer bar dubai gele oi mosla market r ekta detail video pls korben. Next episode r janya wait korbo. Thank you shibaji da prithwijit da. R protik da ke o thanks. Karon uni o khub valo guide korechen. Bes valo laglo
দাদা আপনারা ভারতীয় হয়ে দুবাই এর ফিস মার্কেটে গিয়ে যেভাবে বাংলাদেশের কুয়াকাটার শুটকি বাজার বা খুলনার সান্ধ্য বাজার এর কথা স্বরণ করলেন দেখে খুবই ভালো লাগলো❤️
আপনি আবার রাজনৈতিক সীমান্ত আর সাংস্কৃতিক সীমান্ত গুলিয়ে ফেলছেন । আপনার মত অনেকেই ভুলটা করে । ভারত আর বাংলাদেশ দুটি আলাদা রাষ্ট্র আলাদা শাসনব্যবস্থা । আর বাঙালী হল একটা সাংস্কৃতিক আর সামাজিক এনটিটি । মাছ বাঙালীর খাদ্যতালিকার একটা প্রধান অঙ্গ । তাই মাছ যেখানে ভাল বাঙালী সেটা ভাল বলবেই ।
অসাধারণ লাগলো water front market আর তার বিলাসবহুল ব্যবস্হা 👌🏽 মাছ অতো প্রিয় নয়, কিন্তু ফল আর সব্জি দেখে জিভে জল চলে এলো 😋 আর perfume গুলো দেখে তো রীতিমতো হাত নিশপিশ করছিলো 😁 প্রতীক ভাইয়ের ভাষা পারদর্শিতাও মুগ্ধ করলো 🙏🏼 সুন্দর ঝাঁ চকচকে পরিবেশে বাজারহাট ভালোই লাগলো 👏🏼 শুধু শিবাজির "hello" শুনলেই আপনা থেকেই কান খাড়া হয়ে যাচ্ছে, কারণ next word অবধারিতভাবে "আপনি বাংলাদেশী?" 😁
উফ্ !! ভাবছিলাম রুই কাতলা কি দুবাইতে জায়গা পেলোনা নাকি😂তারপর দেখে শান্তি পেলাম যে ,বাংলার ঐতিহ্যবাহী মাছটা অবশেষে জায়গা পেলো🤗আরো খুশি হলাম আমার প্রিয় তেলাপিয়া কে দেখে🥰 By The Way, eta ekhono obhdi Dubai Vlog er sera Vlog chilo👌👌👌
Sivaji & Prithijit you are talisman in bengali vlogging community. None can portray a city, place, it's culture, the people better than you. Continue the great job and God bless both of you.
দুবাইয়ের এই মাছের বাজার সত্যিই অসাধারণ পরিষ্কার-পরিচ্ছন্ন আর অসংখ্য সব ভিন্ন ভিন্ন সব নাম না জানা মাছ সত্যিই এই রকম মাছের বাজার দেখে আমাদের শেখা উচিত যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর সবথেকে সেরা লেগেছে সবজি বাজারের থিম টা❤️❤️ সত্যিই এক একটা ভিডিও দেখার সাথে সাথে ইনজয় করছি
Wow, Dubai's fish and curry market looks like a culinary paradise! Thanks for taking us on this virtual journey, Explorer Shivaji. Your videos always leave me craving new adventures and delicious flavors. Can't wait to explore Dubai one day and indulge in these mouthwatering dishes myself. Keep up the amazing work!
Enjoying your trip... darun, Prithijit is 100% correct identifying both the fish.. Silver carp & Maha shol(it's head portion is sharper than Mrigel)...so beautiful market... price also not much, enjoy 👍
Jeta Prithwijit Babu dekhalen Silver Cup bole otai Silver Cup r jetake Mohashol bolchilen ota asole Mrigel mach. Erpor boli Dubai er ei porboti sob theke valo laglo. Adbhut valo Shibajibabur bachonvongi ..ami anek vlog dekhi..eto valo bachonvongi r karo nei eta buk thuke bolte pari. Ami ei porboti ekhon dekhlam tai ekhoni likhlam😊❤.❤❤❤😊😊
13th Like 1st Comment Shibaji Sir ❤ Pisir (Kalpana) (Pratik's Mother) Haater Ranna Sotti Bhalo ❤ Aar Boudibhai (Subha) (Pratik's Wife) er ta Nai Ba Bollam 🤫🤭 Waiting For The Next Video ❤ Thanks!!! 😊
Awestruck by how systematic and clean this place is! Such a treat to watch - thanks a ton dadas :) Also, the way you appreciate and call a spade a spade deserves our love. No bias no prejudice. Jaader jeta bhalo sheta bhalo bolo sheta khubi commendable.
মাছ বাজার না শপিং মল বুঝতে পারছি না।কত রকম মাছ পাওয়া যায়।মাছ বাজার দেখে যাওয়ার ইচ্ছা বেড়ে গেল। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। ভিডিও এককথায় অসাধারণ লেগেছে ফাটাফাটি অসাধারণ।যত ই প্রশংসা করব ততই কম বলা হবে সত্যি অসাধারণ লেগেছে ধন্যবাদ।❤
Fantastic blog... For a Baangali especially...😄 You have rightly said...onek kichoo shekhaar aachey. Poreeshkaar jey thaaka jayna...eta shompoorno baajey kothaa. Small trials are being made. Like in Delhi and Gurgaon Modern Bazaar has introduced similar , but on a very very smaller scale... But yes fish and meat are sold in very clean environments. Delhi government many years back stopped selling of mest in open spaces. Only in enclosed and conditioned shops. Kintu we still have a long way to go. Bengaley priority dewa uchit because most Bengalis are non vegetarian and there are big fish markets. Gariahat ey maach onno jayegaye giye kata tey hoye. But the fish market is literally hell on earth..! Filthy. And yes you are both right about the silver carp. They were wrong . The other fish was ' mirgel '. Mohasholer aansh aaro boro hoye. As you venture more and more abroad....do visit the fish markets of Italy...especially Venice. And of course Japan. Blue sea crabs , enormous lobsters and crabs , octopus and oysters , calamari etc kintu Delhi r INA marketey paoa jaye.....as also in all fish markets of Mumbai , Kerala , Goa , Mangalore.and such seaside cities... However, as you know....we in India still have to know the meaning of cleanliness.
খুব ভালো লাগলো দুবাইয়ের মাছ বাজার দেখে।। বাঙালি ব্লগার হিসেবে এটা সর্বপ্রথম, তোমরা দুজনই প্রথম দেখালে।। সত্যিই awesome।।।❤❤❤❤❤❤❤❤❤❤❤ আর হ্যাঁ যেটা গোল্ডেন রঙের ছিল সেটা গ্লাস কাপ, আর যেটা সিলভার রঙের ছিল সেটা সিলভার কাপ মাছ।।।।। Confusion খতম 👍👍👍👍👍👍👍❤️❤️❤️।।। অপেক্ষায় আছি কায়রোর জন্য
এত বড় মাছের বাজার ফল ও সবজি বাজার আমি আগে দেখিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ভাবা যায় না তাও ঘরে বসে আপনাদেরকে অনেক ধন্যবাদ শিবাজী ভাই আপনি যে মাছের নাম জানতে চাইছিলেন সেটা মনে হয় --মৃগেল
Dada rui r katlar majhe jeta chilo seta glass curp ba geso rui..r silver curp alada chilo ..onk dhonybad apnar vlogging r jonno..e jonme Dubai jete parbo kina thick nei..ty eta dekhei mon tusto kori..khub valo laglo..R Pratick babu k dekhe amr ekjoner mukh mone pore gelo..KKR team r Rinku Singh.. Thank you
Daruuuun laglo dada ato neat nd clean j ki bolbo apni sodepur e kothay thaken ami sodepur e thaki amader onek kichu sekhar ache foreign countries theke mainly neat and clean er bapare
Dada ami apnar sob video dekhi ar khub boro fan but Pakistani log gulo ke dekhe ar oder Sathy kotha bole Khub bhalo laglo eta asha korini amra Indian ra onttoto plz ar bolben na plz Dada 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ খুব সুন্দর দারুন একটা ভিডিও এতে আমাদের বাংলাদেশের বাজার আর দুবাইয়ের বাজার আকাশ পাতাল বেশ কম আসলে এই জিনিসটা হচ্ছে মানুষের চিন্তা পাবনা উপর নির্ভর করে ধন্যবাদ এত বড় একটা সুন্দর ভিডিও করার জন্য
দুবাইয়ের মাছ মার্কেট খুব ভালো লাগলো। স্বচোখে কোনদিন দেখতে পাবো কিনা জানিনা। তবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে দেখানোর জন্য। আর আপনি যেটা জানতে চেয়েছিলে যে মাছটা রুই কাতলা মাছের মাঝখানে ছিল আমার মনে হয় সম্ভবত ওটা মৃগেল মাছ।
একটা সিলভার কাপ যেটা পরে দেখালেন। আর রুই র সঙ্গে যেটি আছে সেটি খুব সম্ভবত মৃগেল । আমি অনেকখানি নিশ্চিত এ বিষয়ে। সোনালী আভার, রুইর সাথে যেটি আছে। যাকে আমরা গ্রামবাংলায় 23:46 এনেক জায়গায় গাংরুই ও বলে থাকি। 24:31
আমার দেখা এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মাছের বাজার । কিন্তু বাংলার পুঁটি, পাঁকাল, তোপসে, কই, মাগুর, শিঙি কিংবা বোগো মাছ দেখতে পারলে আরও খুশি হতাম। তবুও যা দেখিয়েছেন তাতে আপনাকে অনেক ধন্যবাদ শিবাজী দা ।
Fish Market er video apurba Dekhiechen. Awesome. Apnader ai Dubai er video dekhe mone hochhe amrao apnader sathe Dubai te tour er songi. Dubai to jete parbo bole mone hoi na a jibone, tobe eta bolte pari apnar ai vlog dekhe amar Dubai tour ta 75% hoye Galo, Dubai te na jete parat dukhyo aar thak be na.Thank you so much Sibaji da. Anek suvechha aar valobasa sathe Roilo. Ami Prosenjit from Kolkata Entally CIT ROAD. PORER VLOG ER JANYA WAIT KORCHI. CHALO THAKUN AAR TRIP KORE VLOG KORE AMADER DEKHAN. ❤❤❤❤❤❤❤
I suddenly came upon your explorations. Watching you in the different cities in India makes me want to visit places that I have not been to. I have been to Dubai but did not go to the fish market. So commendable the way you present your experiences with simplicity and ease.
ওটা মৃগেল মাছ, যেটা রুই আর কাতলার মাঝখানে। আর নিচে যেটা দেখালেন ওটা সিলভার কার্প। অসাধারণ। এটাতো বাংলাদেশের বাজার দর থেকে কম, ঢাকায় এই মাছ আরো বেশি দাম।
মন প্রান ভরে গেল এই মাছের ও ফলের বাজার দেখে... অনবদ্য অসাধারণ... বাঙালি হয়ে মাছের🐟🦐🦀🐌🦞 বাজারে না ঘুরলে হয়... Just ফাটিয়ে দিয়েছেন শিবাজী দা 👍😀❤️🇮🇳🙏
ওখানে মাছ দুটি সিলভার কারপ্ ও অন্যটি মৃগেল।দারুন দারুন উপভোগ করলাম দুবাই মাছ ও সবজি ফল বাজার।ধন্যবাদ 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👌👌👌
সাদা মাছটা সিলভার কার্ফ মাছ আর উপরের মাঝের মাছটা মৃগেল মাছ।
খুব ভালো লাগলো বাজারটা।
I think you are correct
I think you are correct
Yes, মৃগেল
Akdam thik.
সত্যি অতুলনীয় মনোমুগ্ধকর ও শিক্ষনীয় এক পরিবেশ বান্ধব মাছ বাজার। খুব ভাল লাগল।অনেক অনেক মোবারক বাদ।
সত্যিই, এই মাছের বাজারটা না দেখলে বিশ্বাসই হতো না যে এতটা পরিষ্কার হতে পারে তাও আবার মাছের বাজার। পরিষ্কার সব্জির বাজার দেখেছি কিন্তু এরকম মাছের বাজার ভাবতেই পারিনি। সত্যি বলতে আমাদের এখানকার মলগুলোর থেকেও যেন বেশি পরিষ্কার লাগলো এই বাজার 😅
আমি এই চ্যানেলের একজন নতুন দর্শক আর বলতেই হচ্ছে যেভাবে দুবাইকে তুলে ধরেছেন আপনি ও পৃথ্বিজিত স্যার ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না😍। আর আপনাদের দুই বন্ধুর যুগলবন্দী যেনো আরো বেশি সুন্দর করে তুলেছে ভিডিওগুলোকে। পাশাপাশি যারা আপনাদের ঘুরিয়ে দেখলেন তারাও দারুন🙌🏼।
এই আশা রাখবো আপনাদের হাত ধরে ভ্রমণপ্রিয় বাঙালিরা আরও অনেক অনেক জায়গায় যেনো ঘুরতে যেতে পারে। খুব ভালো থাকবেন।
কি দেখালেন আর কি দেখলাম অপূর্ব, অসাধারণ just ভাবা যায় না।এত পরিষ্কার পরিচ্ছন্ন বাজার যেটা আমরা ভাবতেই পারি না।চোখ জুড়িয়ে গেল।দারুণ দারুণ এপিসোড
বৈভব আর প্রাচুর্য একেই বলে মনে হয়।সব কিছুতেই আলাদিনের আশ্চর্য প্রদীপ এর ছোঁয়ায়, পৃথিবীর অন্যান্য দেশের থেকে আলাদা করে রেখেছে। ভালো লাগলো দেখে , নতুন অভিজ্ঞতা ও হলো, ধন্যবাদ আপনাদের।
দুই কাদলার মাঝে মৃগেল মাছ।
দারুন লাগছে দুবাই। অপূর্ব মাছবাজার। পরিচ্ছন্নতা সত্যিই শিক্ষনীয়। মিশরের অপেক্ষায় রইলাম।
ওটা গ্রাস কার্প।
Neither Grass Carp,nor Mrigel....it is MAHASHIR...river fish...mainly in sub hill region.
আপনাদের মাধ্যমে জীবনের প্রথম দেখলাম দুবাইয়ের মাছের বাজার। আন্তরিক ধন্যবাদ।
darun laglo ai mach market..vabai jayna okhane atokichu pawajay...thank you soo much atokichu amader dekhanor jonno❤
অসাধারণ। অবাক হয়ে যাচ্ছি এত বড় বাজার, পরিস্কার, পরিচ্ছন্নতা দেখে। কত রকম মাছ, ফল, সবজি ইত্যাদি। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার কল্যাণে কত কি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। ওখানকার মানুষের আতিথেয়তা, বিশেষ করে বাঙালিদের তুলনা হবে না
মির গেল মাছ
দুর্দান্ত ভ্লগ।
বাংলা ভাষায় এর আগে কখনো কেউ করেনি। দুবাইয়ের প্রতীককে খুব ভালো লাগলো; অসম্ভব আত্মবিশ্বাসী এবং আন্তরিকভাবে স্বতঃস্ফূর্ত। উনি যেভাবে আপনাদের সঙ্গে মিলে মিশে গেছেন, তাতে মনে হচ্ছে.. ভবিষ্যতে উনি যদি কোনও ইউটিউব চ্যানেল খোলেন.. সেটা বেশ ভালই চলবে!
Anek dhonyobad. Kintu kichu kaaj specialist der uporei chhara uchit. Shibaji da ebong Prithwijit da aaj bangali moddhobirto’r mone jei jaygata korey niyeche, sheta tader dedication, hard work ebong antarikata’r jonyo. Boroncho ami oder bondhu hoye oder video upobhog korei thakte chai. RUclipsr howar moton elem amar nei. Anek dhonyobaad apnake. Dekhte thakben ebong ananda petey thakben.
আমিও আপনারই দলে এবং আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। ট্রাভেল ভ্লগের মতো কাজ, বিশেষ করে বিদেশ-বিভূঁইয়ে, স্পেশালিস্ট-দের উপরেই ছেড়ে দেওয়া উচিত।
চলুন, এই ভাবেই আমরা সবাই শিবাজীদা এবং পৃথ্বিজিতদার.. দেশ এবং দুনিয়া ঘোরার ভিডিওগুলো উপভোগ করতে থাকি।
তবে, যেটুকু না বললেই নয়, আপনার স্ক্রীন প্রেজেন্স যথেষ্ট ভালো।
ভালো থাকবেন।
😊
@@pratiksengupta Thank you dada. ❤
মাছের বাজার এতো পরিষ্কার,পরিছন্ন সত্যি ভাবা যায়না!!!!বিশাল জায়গা জুড়ে মাছের,সবজির,ফলের বাজার দুর্দান্ত।👍👍
Darun lagche Shibaji da.eto boro market othocho ki poriskar. Fresh sobji. Achha okhane mistir dokan nei? Er porer bar dubai gele oi mosla market r ekta detail video pls korben. Next episode r janya wait korbo. Thank you shibaji da prithwijit da. R protik da ke o thanks. Karon uni o khub valo guide korechen. Bes valo laglo
ধন্যবাদ এমন ভিডিও দেয়ার জন্য! মালয়েশিয়া,সিংগাপুুর,
ব্রুনেইয়ের মাছবাজার ১৯৯৫ তে আমি এরকমই দেখেছিলাম!
ক্লাসে যখন স্যার বলতেন ক্লাস টা কে মাছের বাজার করে ফেলেছ, তখন যদি জানতাম এরকম ও মাছের বাজার হতে পারে, স্যার কে বলতাম দুবাই ঘুরে আসুন😁
😁😁😁
বাঙলা ভাষায় দুবাই আগে কেউ দেখিয়েছেন বলে মনে পড়ছে না, অসাধারণ উপহার দিলেন যা মন ছুঁয়ে গেল
দাদা আপনারা ভারতীয় হয়ে দুবাই এর ফিস মার্কেটে গিয়ে যেভাবে বাংলাদেশের কুয়াকাটার শুটকি বাজার বা খুলনার সান্ধ্য বাজার এর কথা স্বরণ করলেন দেখে খুবই ভালো লাগলো❤️
আপনি আবার রাজনৈতিক সীমান্ত আর সাংস্কৃতিক সীমান্ত গুলিয়ে ফেলছেন । আপনার মত অনেকেই ভুলটা করে । ভারত আর বাংলাদেশ দুটি আলাদা রাষ্ট্র আলাদা শাসনব্যবস্থা । আর বাঙালী হল একটা সাংস্কৃতিক আর সামাজিক এনটিটি । মাছ বাঙালীর খাদ্যতালিকার একটা প্রধান অঙ্গ । তাই মাছ যেখানে ভাল বাঙালী সেটা ভাল বলবেই ।
@@lifeboy1978 সরি ভাই এমনেই বললাম।কিছু মনে করবেন না আমার কমেন্টের জন্য দু্ঃখ প্রকাশ করছি
Video ta dekhe khub khub valo laglo dada vai.❤️❤️👍👍😁😁🇮🇳🎉🙏
Ai prothom ato poriskar macher bazar deklam apnader jonno darun laglo
দারুন লাগলো দুবাই এর মাছবাজার এটা মনে হচ্ছে মৃগেল মাছ
অসাধারণ অসাধারণ আজকের ভিডিও খুব ভালো থাকবেন সবসময় 🙏
Ota mrigel মাছ। মিরিগ মাছ
অসাধারণ লাগলো water front market আর তার বিলাসবহুল ব্যবস্হা 👌🏽 মাছ অতো প্রিয় নয়, কিন্তু ফল আর সব্জি দেখে জিভে জল চলে এলো 😋 আর perfume গুলো দেখে তো রীতিমতো হাত নিশপিশ করছিলো 😁 প্রতীক ভাইয়ের ভাষা পারদর্শিতাও মুগ্ধ করলো 🙏🏼 সুন্দর ঝাঁ চকচকে পরিবেশে বাজারহাট ভালোই লাগলো 👏🏼 শুধু শিবাজির "hello" শুনলেই আপনা থেকেই কান খাড়া হয়ে যাচ্ছে, কারণ next word অবধারিতভাবে "আপনি বাংলাদেশী?" 😁
উফ্ !! ভাবছিলাম রুই কাতলা কি দুবাইতে জায়গা পেলোনা নাকি😂তারপর দেখে শান্তি পেলাম যে ,বাংলার ঐতিহ্যবাহী মাছটা অবশেষে জায়গা পেলো🤗আরো খুশি হলাম আমার প্রিয় তেলাপিয়া কে দেখে🥰
By The Way, eta ekhono obhdi Dubai Vlog er sera Vlog chilo👌👌👌
তুমি তেলাপিয়া মাছ ভালো বাসো?
Khub valo laglo Dada video ta,,,apnar jonnoi aj dubai market deklam...koto মাছ
amader west bengal a Mach er bazar ba any Bazar is Emotion.....sophistication roilo dubai A....
Sivaji & Prithijit you are talisman in bengali vlogging community. None can portray a city, place, it's culture, the people better than you. Continue the great job and God bless both of you.
রুই কাতলার মধ্যিখানে গ্লাস কাপ
লাস্টে যেটা দেখাচ্ছিল ওটা সিলভার কাপ
বাঙ্গালীর প্রিয় খাবার নানা রকমের মাছ ভাজা 🦐🦞এবং দুবাইতে এই অনুভূতি অসাধারণ দাদা।❤️🥰😍🤩
দুবাইয়ের এই মাছের বাজার সত্যিই অসাধারণ পরিষ্কার-পরিচ্ছন্ন আর অসংখ্য সব ভিন্ন ভিন্ন সব নাম না জানা মাছ সত্যিই এই রকম মাছের বাজার দেখে আমাদের শেখা উচিত যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর সবথেকে সেরা লেগেছে সবজি বাজারের থিম টা❤️❤️ সত্যিই এক একটা ভিডিও দেখার সাথে সাথে ইনজয় করছি
সত্যিই তাই কোনটা ছেড়ে কোনটা দেখি,দুবাই মাছের বাজার ভিষণ ভালো লেগেছে Just asadharon ব্রুজ খলিফা খুব ভালো লাগলো। দারুণ দারুণ কোন কথা হবেনা। ❤❤❤❤
Khub sundar macher bazar ar vegetable bazar dekhiyachen.
বাঙলা ভাষায় দুবাই আগে কেউ দেখিয়েছেন বলে মনে পড়ছে না, অসাধারণ উপহার দিলেন যা মন ছুঁয়ে গেল
Wow, Dubai's fish and curry market looks like a culinary paradise! Thanks for taking us on this virtual journey, Explorer Shivaji. Your videos always leave me craving new adventures and delicious flavors. Can't wait to explore Dubai one day and indulge in these mouthwatering dishes myself. Keep up the amazing work!
Enjoying your trip... darun, Prithijit is 100% correct identifying both the fish..
Silver carp & Maha shol(it's head portion is sharper than Mrigel)...so beautiful market... price also not much, enjoy 👍
ও ধরে ওর উত্তর
Jeta Prithwijit Babu dekhalen Silver Cup bole otai Silver Cup r jetake Mohashol bolchilen ota asole Mrigel mach.
Erpor boli Dubai er ei porboti sob theke valo laglo. Adbhut valo Shibajibabur bachonvongi ..ami anek vlog dekhi..eto valo bachonvongi r karo nei eta buk thuke bolte pari. Ami ei porboti ekhon dekhlam tai ekhoni likhlam😊❤.❤❤❤😊😊
আপনার অসাধারণ ভিডিও গুলো দেখছি আর দুবাই দেখা হয়ে যাচ্ছে।
13th Like 1st Comment Shibaji Sir ❤
Pisir (Kalpana) (Pratik's Mother) Haater Ranna Sotti Bhalo ❤
Aar Boudibhai (Subha) (Pratik's Wife) er ta Nai Ba Bollam 🤫🤭
Waiting For The Next Video ❤
Thanks!!! 😊
Awestruck by how systematic and clean this place is! Such a treat to watch - thanks a ton dadas :) Also, the way you appreciate and call a spade a spade deserves our love. No bias no prejudice. Jaader jeta bhalo sheta bhalo bolo sheta khubi commendable.
U also very nice Sayani
মাঝের টি গ্রাস কার্প।আর ওটা সিলভার কার্প ই।
Excellent vedio just awesome thank you so much
মাছ বাজার না শপিং মল বুঝতে পারছি না।কত রকম মাছ পাওয়া যায়।মাছ বাজার দেখে যাওয়ার ইচ্ছা বেড়ে গেল। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। ভিডিও এককথায় অসাধারণ লেগেছে ফাটাফাটি অসাধারণ।যত ই প্রশংসা করব ততই কম বলা হবে সত্যি অসাধারণ লেগেছে ধন্যবাদ।❤
Fantastic blog...
For a Baangali especially...😄
You have rightly said...onek kichoo shekhaar aachey.
Poreeshkaar jey thaaka jayna...eta shompoorno baajey kothaa.
Small trials are being made.
Like in Delhi and Gurgaon Modern Bazaar has introduced similar , but on a very very smaller scale...
But yes fish and meat are sold in very clean environments.
Delhi government many years back stopped selling of mest in open spaces.
Only in enclosed and conditioned shops.
Kintu we still have a long way to go.
Bengaley priority dewa uchit because most Bengalis are non vegetarian and there are big fish markets.
Gariahat ey maach onno jayegaye giye kata tey hoye.
But the fish market is literally hell on earth..!
Filthy.
And yes you are both right about the silver carp.
They were wrong .
The other fish was ' mirgel '.
Mohasholer aansh aaro boro hoye.
As you venture more and more abroad....do visit the fish markets of Italy...especially Venice.
And of course Japan.
Blue sea crabs , enormous lobsters and crabs , octopus and oysters , calamari etc kintu Delhi r INA marketey paoa jaye.....as also in all fish markets of Mumbai , Kerala , Goa , Mangalore.and such seaside cities...
However, as you know....we in India still have to know the meaning of cleanliness.
মাছের দাম টা বাংলায় বললে ভালো হতো ডিরহাম বুঝতে পারছি না ধন্যবাদ আপনাকে জয়গুরু নেবেন ভালো থাকবেন
Ota pritwijit da thik bolechen ... Ota silver carc ar ager ta mohasoal chilo. Sivaji da apni kintu mach Kom chenen😅
খুব ভালো লাগছে, এতো মাছ,সত্যি দেখার মতো।খুব সুন্দর ভিডিও।🙏🙏🙏
Just dekhe mon vore gelo really Dil garden garden hoye gelo❤❤❤❤ ki boro boro machh r daam anekta same akkhankar motoi ba kichuta kom e daam
Thank you..amar boro maach er bazar Gariahat..kintu ei bazaar dekhe just stunned hoye gelam.. excellent 👌
খুব খুব খুব ভালো লাগলো 👌 আমার স্বপ্নের দেশ আমেরিকা দেখতে চাই আপনার ভিডিওর মাধ্যমে।
খুব সুন্দর লাগলো দুবাইয়ের মাছ মার্কেট আমি পুরো ফিদা হয়ে গেছি আপনাদের ভিডিও দেখে...
Darun dada mon pran vore gelo fish and vegetable market dekhe
Like diye video dekha suru korlam....❤❤
Darun sundor mach bazar dekhlam. Thank u.
অসাধারণ দাদা। বাঙালি মানেই তো মাছে ভাতে। From Bangladesh.
খুব ভালো লাগলো দুবাইয়ের মাছ বাজার দেখে।। বাঙালি ব্লগার হিসেবে এটা সর্বপ্রথম, তোমরা দুজনই প্রথম দেখালে।। সত্যিই awesome।।।❤❤❤❤❤❤❤❤❤❤❤ আর হ্যাঁ যেটা গোল্ডেন রঙের ছিল সেটা গ্লাস কাপ, আর যেটা সিলভার রঙের ছিল সেটা সিলভার কাপ মাছ।।।।। Confusion খতম 👍👍👍👍👍👍👍❤️❤️❤️।।। অপেক্ষায় আছি কায়রোর জন্য
Dubai series khub enjoy korlam shibaji da.Looking forward to many more.
ato valo laglo vlog ta😇
Love from Bangladesh🇧🇩🇧🇩
Ajker video ta marattok hoyeche❤❤❤❤
বিশেষ করে kabab restaurant er owner er bebohar churanto fatafati onoboddo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Dekhe mon o mejaj mugdho... Ossadharon shibaji da.....
এত বড় মাছের বাজার ফল ও সবজি বাজার আমি আগে দেখিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ভাবা যায় না তাও ঘরে বসে আপনাদেরকে অনেক ধন্যবাদ শিবাজী ভাই আপনি যে মাছের নাম জানতে চাইছিলেন সেটা মনে হয় --মৃগেল
বলার মতো তো অনেক কিছু ছিলো কিন্তু মাছের কথাটা আগে বোলি ওটা হোলো গ্ল্যাসকাপ ,,,love this video,,,❤️❤️❤️
Uhgh sera sera full paradise❤
দারুন ভিডিওগুলো সেটা বলার অপেক্ষা রাখে না। অধীর আগ্রহে অপেক্ষা করছি মিশর সিরিজের।
অসাধারণ আমি সৌদি আরব থেকে।
Shibaji..darun video..darun fish market..Dubai lajabab
One of the best episodes of all the episodes of dubai tour. Thanks 👍👍👍
Dada rui r katlar majhe jeta chilo seta glass curp ba geso rui..r silver curp alada chilo ..onk dhonybad apnar vlogging r jonno..e jonme Dubai jete parbo kina thick nei..ty eta dekhei mon tusto kori..khub valo laglo..R Pratick babu k dekhe amr ekjoner mukh mone pore gelo..KKR team r Rinku Singh.. Thank you
অসাধারণ লাগলো, কেন জানিনা মন খালি ইলিশ মাছ খুঁজছিল। খুব ভালো থাকবেন।
দাদা দেখে মুগদ্ধ হলাম
Daruuuun laglo dada ato neat nd clean j ki bolbo apni sodepur e kothay thaken ami sodepur e thaki amader onek kichu sekhar ache foreign countries theke mainly neat and clean er bapare
Dada ami apnar sob video dekhi ar khub boro fan but Pakistani log gulo ke dekhe ar oder Sathy kotha bole Khub bhalo laglo eta asha korini amra Indian ra onttoto plz ar bolben na plz Dada 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ খুব সুন্দর দারুন একটা ভিডিও এতে আমাদের বাংলাদেশের বাজার আর দুবাইয়ের বাজার আকাশ পাতাল বেশ কম আসলে এই জিনিসটা হচ্ছে মানুষের চিন্তা পাবনা উপর নির্ভর করে ধন্যবাদ এত বড় একটা সুন্দর ভিডিও করার জন্য
খুব ভাল ভিডিও. 31:25 ওটা হল Mangosteen ফল. কিন্তু 20:08 ‘সলমন’ তো মারতে আসবে. Jokes Apart স্যামন্ আমার অন্যতম প্রিয় মাছ.
Ami office er tour e gechi Dubai.but eto kichu dekhar sujog hoy ni. Thanks to you.
Asadharon Dada. Puro awesome.
দারুণ দারুণ ❤
Dubai Fish O Water Front Market Dekhlam darun enjoy korlam. Thanks To Explorer Shibaji O Prithijit.. You 👌😍
এটা দুবাই না বাংলাদেশের কপি।সত্যি অভিভূত হলাম সিবাজি দা।শুভকামনা রইল।বাংলা কলা ও আাছে চমৎকার।
দুবাইয়ের মাছ মার্কেট খুব ভালো লাগলো। স্বচোখে কোনদিন দেখতে পাবো কিনা জানিনা। তবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে দেখানোর জন্য। আর আপনি যেটা জানতে চেয়েছিলে যে মাছটা রুই কাতলা মাছের মাঝখানে ছিল আমার মনে হয় সম্ভবত ওটা মৃগেল মাছ।
দুবাইয়ের মাছ ও সব্জি বাজার খুব সুন্দর । খুব ভালো লাগল ।
দাদা, অসম্ভব সুন্দর ভিডিও করেছেন আপনারা ফিস মার্কেটের। দেখেই বুঝা যাচ্ছে খুব সুস্বাদু হবে রান্না করলে।
Khuub bhalo legechhe maane daruun just, ei 'series' taao tomader dujon er! Satyiii chokh aar mon dutoi, shaanti pelo dada!!👌🏻👌🏻💯
Dekhe bhalo laglo, koto boro market but clean and well maintained. Nice Video
দুর্দান্ত লাগলো দাদা
শেষে দুজনের বার্তা,অনেক মজাদার লাগলো❤
Darun video, khub enjoy Korean.
খুব আনন্দ পেলাম।খুব ইচ্ছা দুবাই যাই।কিন্তু,বড্ড costly.
এরকম মাছ বাজার অনেক দেশেই আছে. কিন্ত মাছ কাটার জায়গাটা অবাক করল. এত মন হচ্ছে হসপিটালের nursing station এত clean গোছান.
রুই আর কাতলার পাশে ওটা মির্গেল মাছ । এর স্বাদ খুব সুন্দর । ওটা সিলভার কাপ ঠিকই বলেছেন ।
সিলভার কাপ ঠিক আর আমার মনে হচ্ছে আর একটা মৃগেল মাছ।
দারুণ লাগছে আপনাদের দুবাই ভ্রমণ
একটা সিলভার কাপ যেটা পরে দেখালেন। আর রুই র সঙ্গে যেটি আছে সেটি খুব সম্ভবত মৃগেল । আমি অনেকখানি নিশ্চিত এ বিষয়ে। সোনালী আভার, রুইর সাথে যেটি আছে। যাকে আমরা গ্রামবাংলায় 23:46 এনেক জায়গায় গাংরুই ও বলে থাকি। 24:31
এই ডুবাইয়ের মাছের বাজারের ভিডিও টা খুব ভালো লাগলো দেখে।মনে হয় আপনার এবং কথায় জাদু আছে।
আমার দেখা এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মাছের বাজার । কিন্তু বাংলার পুঁটি, পাঁকাল, তোপসে, কই, মাগুর, শিঙি কিংবা বোগো মাছ দেখতে পারলে আরও খুশি হতাম। তবুও যা দেখিয়েছেন তাতে আপনাকে অনেক ধন্যবাদ শিবাজী দা ।
খুব ভালো লাগলো শিবাজী দা দুবাই থেকে এসে কেরালা যাওয়ার পোগ্রাম করোনা
Excellent
Rui mrigel katla
I saw from in Bangladesh 🇧🇩
খুব সুন্দর তথ্যসমৃদ্ধ ভিডিও। দেখে মন ভরে গেল
Darun lage apnar sob videos
Ami to apnar video r moddhe thekei sob jaigai travel kore asi
Free of cost 😊
আমি দাদার ভিডিও আজ প্রথম দেখলাম খুব ভালো লাগলো।
Fish Market er video apurba Dekhiechen. Awesome. Apnader ai Dubai er video dekhe mone hochhe amrao apnader sathe Dubai te tour er songi. Dubai to jete parbo bole mone hoi na a jibone, tobe eta bolte pari apnar ai vlog dekhe amar Dubai tour ta 75% hoye Galo, Dubai te na jete parat dukhyo aar thak be na.Thank you so much Sibaji da. Anek suvechha aar valobasa sathe Roilo.
Ami Prosenjit from Kolkata Entally CIT ROAD. PORER VLOG ER JANYA WAIT KORCHI. CHALO THAKUN AAR TRIP KORE VLOG KORE AMADER DEKHAN. ❤❤❤❤❤❤❤
I suddenly came upon your explorations. Watching you in the different cities in India makes me want to visit places that I have not been to. I have been to Dubai but did not go to the fish market. So commendable the way you present your experiences with simplicity and ease.
amra ei maintenance gulo kobe je sikhbo? jai hok, nice and informative vlog....
ওটা মৃগেল মাছ, যেটা রুই আর কাতলার মাঝখানে। আর নিচে যেটা দেখালেন ওটা সিলভার কার্প। অসাধারণ। এটাতো বাংলাদেশের বাজার দর থেকে কম, ঢাকায় এই মাছ আরো বেশি দাম।