হাটের মধ্যে হাটাহাটি বেশ ভাল লাগল। স্থানীয়লোকেদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে সেখানকার সংস্কৃতি সম্বন্ধে একটা সুন্দর ধারণা করে দেয়। এটা না হলে কোন দেশকে ঠিকভাবে জানা যায় না। ধন্যবাদ।
বাংলার হাট আর কেনিয়ার হাট একই রকম, শুধু মানুষ আলাদা, ভাষা আলাদা। আরও দেখলাম ওখানকার মানুষ জন ভীষণ আন্তরিক। আপনাদের জন্যই এদের জীবনযাত্রা দেখার সৌভাগ্য হচ্ছে। অনেক ধন্যবাদ। আরো দেখতে চাই, আরো জানতে চাই।
দেখতে দেখতে কি রকম যেন একটা শিহরন অনুভব করছি! কত হাজার কিমি দূরের একটি হাট, মানুষগুলো কত ভিন্ন, কিন্তু সব্বজিগুলো সব এক! ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি৷ আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা৷❤
হাট দেখতে আমাদের এখানকার মতোই।শুধু মানুষজন আলাদা।খুব ভালো লাগলো ওখানকার মানুষের হাসি মুখ গুলো দেখতে।কি সুন্দর ভাবে নিজেরাই এসে আলাপ জমিয়ে নিচ্ছে।কোথাও কোনো বিরক্তির লেশমাত্র নেই।মনে হয় শিবাজী আর পৃথিজিত এর হাসি মুখ ওদের কেও প্রভাবিত করেছে।1টা কথা আজ স্বীকার না করে পারছি না যে এখন ইউটিউব খুলে সবার আগে তোমাদের ভিডিও সার্চ করি।frnd দের সাথে কথার ফাঁকে তোমাদের আলোচনা চলেই আসে।খুব খুব ভাল থাকো তোমরা ।
বাংলার হাট এর সাথে খুব ই মিল আছে। বেশ পরিস্কার পরিচ্ছন্ন। লোক জন ও বেশ মিশুকে। একদম ঠিক বলেছেন আপনার মতই সবাই হাসিখুশি। ব্লগ টা ছোট হলেও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত্রি।
তোমার এই ভিডিওর জন্য বিদেশ দেখার সুযোগ হয়েছে, তোমার এই পরিশ্রম আর অবদান সার্থক হোক সঙ্গে পৃথ্বীজিত দাও দুর্দান্ত, জুটি হিসেবে সত্যিই তোমরা না থাকলে এত দুর্দান্ত ভিডিও থেকে আমরা বঞ্চিত হয়েই থেকে জেতাম, শিবাজি দা তুমি গুরু সেরা, দিনের পর দিন তোমার প্রতি ভালবাসা শ্রদ্ধা বেড়েই চলেছে, এগিয়ে চলো দাদা পাশে আছি, ভালবাসা অবিরাম, শুভ যাত্রা।
অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া এই দেশ , সমাজ এবং মানুষের সমন্বয় ..... এভাবে দেখতে পাওয়া , জানতে পাওয়া , উপলব্ধি করতে পাওয়া শুধুমাত্র শিবাজী বাবু এবং পৃথ্বীজীৎ বাবুর জন্যই সম্ভব হলো .... বুম্বা চক্রবর্তী বরানগর
অসাধারণ মানুষজন ওনারা , সদা হাস্যোজ্জ্বল মুখে সকলকে স্বাগত জানাচ্ছেন। অদ্ভুত ব্যাপার প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষ আন্তরিকতার সঙ্গে নিজেকে তুলে ধরছে । এরা যেন সেই দেশের মানুষ যাদের মধ্যে কোনো হিংসা বা অহঙ্কার আছে , প্রত্যেকে ভালোবাসায় ভরা। ধন্যবাদ দাদা এত সুন্দর মিষ্টি মানুষের দেশে আমাদেরকে ভ্রমণ করানোর জন্য
এতোদিন অপেক্ষা করানোর পরে, এইটুকু ভিডিও দেখে কি মন ভরে ভাই শিবাজী? আফ্রিকা কে আরও অনেক অনেক দেখতে চাই। তোমরা ছাড়া আর কোনও ভ্রমণ এর চ্যানেল দেখতে ইচ্ছে করে না। তাই অনেক অনেক ইচ্ছা নিয়ে বসে থাকি আমরা। যাইহোক খুব খুব ভালো থেকো তোমরা ।আর ও ভালো ভিডিও র অপেক্ষায় রইলাম। 😊😊😊😊😊
আমার একটা জিজ্ঞাসা ছিল, কেনিয়ার উপর নিরক্ষরেখার অবস্থানের জন্য গরম বেশি হওয়ায় কথা কিন্তু এত তাপমাত্রা কম কেন? পর্ব সুন্দর লাগলো, ভালো থাকবেন দাদারা ❤️🙏
Excellent coverage. ভীষণ ভালো লাগলো। যে কোন জায়গার উপর এরকম Subject খুব ভালো লাগে। কোন জায়গার বিখ্যাত পর্যটনের স্থানগুলো তো সবাই দেখায়। কিন্তু একটা জায়গাকে ভালো করে জানতে হলে তার সাধারণ মানুষজনের জীবনধারণ, তার স্থানীয় বাজার-হাট ইত্যাদিকে জানতে হয়, যেটা আপনার এই video-তে খুব ভালো করে তুলে ধরেছেন আপনি। খুব ভালো লাগলো।
Explorer Shibaji ar Pritthwijeet, খুব ভালো লাগলো আফ্রিকার 'হাট' দেখতে 😊 'হাট' মানেই --কোথায় যেন--'বিবিধের মাঝে '- 'মহান' মিলন-মেলা!!❤❤ খুব ভালো লাগলো আজকের পর্ব 😊😊
Darun lagche East Africa series. Kono jaiga puropuri tokhon e explore kora jai jokhon sei jaigair manusgulor songe mishe Jawa jai jeta apni kore dekhachhen.
Thank you very much for casting the video picture of an African market. It gives us the impression how much yet proverty striken are the people now. We hope as time flows on the situations will improve. Please make more videos.
বকশীগঞ্জে পদ্মা পাড়ের শুক্রবারের হয় হাটের পর কেনিয়ার শনিবারের এই হাট অভূতপূর্ব আনন্দ দিল । সুদূর ভারত থেকে এত ভাল পূর্ব আফ্রিকা ভ্রমন শিবাজী আর প্রিথ্বীজিত এর জন্য ই সম্ভব হল । অনেক শুভেচ্ছা ।
২৩। ৮।২০২৩। সন্ধে ছটা চার মিনিটে। ভারতের চন্দ্রযান চন্দ্রে অবতরণ করলো। আর।২৪/৮/২০২৩/এ সন্ধ্যা ৮ টা ৩০ মিনিটে। আপনাদের আফ্রিকা সিরিজ দেখতে পেলাম। দুটো মিলিয়ে অসাধারণ।
অফ্রিকার সাপ্তাহিক বাজারের অভিজ্ঞতা সত্যিই আদ্ভুত! আপনার সাথে যাওয়ার মাধ্যমে আমরা বিশ্ব ভ্রমণ করি। অসীম সমৃদ্ধি, আমরা এখানে আবার আসতে চাই। 🌍🛒 #অফ্রিকা #সাপ্তাহিকবাজার #ভ্রমণ
The way you all r travelling with total ease and confidence it's as is you r a resident of Kenya 😅 Your instant unassuming adaptability is highly appreciable 🎉..you don't forget the small gestures say "Thank U" I love it...godbless you❤❤❤
Just watched… the way you are getting mingled with the common masses of Africa and projecting their day to day lives, is something worth watchable and exemplary for the budding explorers and the travel enthusiasts/ your subscribers.
আপনারা মাসাইদের ওই লাল চাদর কিনেছেন? ইনস্টা ফলো করে আপনাদের বলে দেওয়া উচিত ছিল। আমার এক দাদা রোয়ান্ডায় থাকতেন, তখন কিনেছিলেন। ভীষণ হালকা, চাদরের মত, কিন্তু দারুণ গরম হয়। যাই হোক, দারুণ লাগছে আফ্রিকা সিরিজ। ছোট থেকে চাঁদের পাহাড় পড়ে বেড়ে ওঠা বাঙালির কাছে আফ্রিকা এক আলাদাই ইমোশন। ভাল থাকুন ❤️❤️❤️❤️
তোমার চ্যানেল দেখতে দেখতে আমাদের খিদে এতটাই বেড়ে গেছে যে এই 16 মিনিটের খাবারে (অর্থাৎ 16 মিনিটের ভিডিও)আমাদের পেট ভরল না 😁 ভালোবাসা রইলো নদীয়ার তাহেরপুর থেকে ♥️
কি যে বলবো দাদা অসাধারণ জয়গা,অসাধারণ মানুষ জন,আর অসাধারণ আপনি এবং আপনার হাসি,যা আমাদের কে ভিশন ভাবে আপনার প্রতি আকৃষ্ট করে। এইসব জায়গা তে কোন দিন যেতে পারবো কিনা যানি না। কিন্তু আপনার নজর দিয়ে তার শাদ টা যেন কিছু টা হলেও পুরন হচ্ছে। নমস্কার নেবেন। ভালো থাকবেন ।😊😊
Khub valo laghlo....Africar hat dekhe....ekdom puro amader ekhankar Gram Banglar Hat ER motoi....Sabji ba Vegitable o prai eki Sabi...chena parichito sabji....Khali okhankar lokejon r Culture Tai alada....Tobe Sokoler khub Welcome korte pachondo Kore dekhe ja bujhlam...
প্রতি দেশের জীবন যাপন অন্য রকম হতেই পারে কিন্তু তরকারি সবজী গুলো আমাদের এখানকার মতো, দেখে ভালো লাগলো, জানতে পারলাম আপনাদের দুজনের জন্যই। ভালো থাকবেন।
হাটের মধ্যে হাটাহাটি বেশ ভাল লাগল। স্থানীয়লোকেদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে সেখানকার সংস্কৃতি সম্বন্ধে একটা সুন্দর ধারণা করে দেয়। এটা না হলে কোন দেশকে ঠিকভাবে জানা যায় না। ধন্যবাদ।
বাংলার হাট আর কেনিয়ার হাট একই রকম, শুধু মানুষ আলাদা, ভাষা আলাদা। আরও দেখলাম ওখানকার মানুষ জন ভীষণ আন্তরিক। আপনাদের জন্যই এদের জীবনযাত্রা দেখার সৌভাগ্য হচ্ছে। অনেক ধন্যবাদ। আরো দেখতে চাই, আরো জানতে চাই।
পুরো বাংলার গ্ৰামের হাট বলে মনে হচ্ছে শুধু মুখ গুলো আলাদা । ধন্যবাদ সমৃদ্ধ হলাম 🎉🎉🎉
ঠিক বলেছেন।
❤
ভাল লাগছে পূর্ব আফ্রিকার মানুষের জীবনযাপন। মানুষজনের মুখের হাসি,আন্তরিক ও উষ্ণ ব্যবহার।
প্রতিটি পর্বের জন্য সাগ্রহে অপেক্ষায় রয়েছি।
দেখতে দেখতে কি রকম যেন একটা শিহরন অনুভব করছি! কত হাজার কিমি দূরের একটি হাট, মানুষগুলো কত ভিন্ন, কিন্তু সব্বজিগুলো সব এক! ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি৷ আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা৷❤
আফ্রিকার হাট দেখলাম খুব ভালো লাগলো। তার সঙ্গে ওখানকার লোকজনের ব্যবহারও খুব সুন্দর। যেতেতো পারবনা তাই তোমার দেওয়া ছবিতেই দেখে খুশি হলাম। ভালো থেকো।
দাদা ইউটিউবের ইতিহাসে আমি মনে হয় কোন ভিডিওর জন্য এত অধীন আগ্রহে অপেক্ষা করিনি। যতটা আপনার আফ্রিকা টূরের প্রতিটা ভিডিওর জন্য করি।
খুব ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ আর আপনাদের সঙ্গীরাও । পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।
আফ্রিকার মানুষজন সম্পর্কে একটু অন্যরকম ধারনা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সম্পূর্ণ উল্টো। মানুষগুলো খুব সহজসরল, মিশুক আর হাসিখুশি।
7878th
মনে হচ্ছিল শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে ঘুরছি শিবাজিদার সঙ্গে....মন মোর শিবাজিদার সঙ্গী....আহা কী ভীষণ ভাল যে লাগল ❤❤❤
হাট দেখতে আমাদের এখানকার মতোই।শুধু মানুষজন আলাদা।খুব ভালো লাগলো ওখানকার মানুষের হাসি মুখ গুলো দেখতে।কি সুন্দর ভাবে নিজেরাই এসে আলাপ জমিয়ে নিচ্ছে।কোথাও কোনো বিরক্তির লেশমাত্র নেই।মনে হয় শিবাজী আর পৃথিজিত এর হাসি মুখ ওদের কেও প্রভাবিত করেছে।1টা কথা আজ স্বীকার না করে পারছি না যে এখন ইউটিউব খুলে সবার আগে তোমাদের ভিডিও সার্চ করি।frnd দের সাথে কথার ফাঁকে তোমাদের আলোচনা চলেই আসে।খুব খুব ভাল থাকো তোমরা ।
কি মজা লাগল ভিডিও টা দেখে, শেষটা অনবদ্য। Enjoying Africa series. Take care of yourself..... Shivaji babu r Prithwijit babu.❤
এই পর্বটা দেখার জন্য অধীর ভাবে অপেক্ষায় ছিলাম। সত্যি আপনাদের সঙ্গে অনেক জায়গায় শারীরিক ক্লান্তি ছাড়াই ঘুরতে পারছি। ধন্যবাদ।
Sotti African people welcoming.Bhalo thakben sokole. Ei series asadharan lagche
বাংলার হাট এর সাথে খুব ই মিল আছে। বেশ পরিস্কার পরিচ্ছন্ন। লোক জন ও বেশ মিশুকে। একদম ঠিক বলেছেন আপনার মতই সবাই হাসিখুশি। ব্লগ টা ছোট হলেও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত্রি।
তোমার এই ভিডিওর জন্য বিদেশ দেখার সুযোগ হয়েছে, তোমার এই পরিশ্রম আর অবদান সার্থক হোক সঙ্গে পৃথ্বীজিত দাও দুর্দান্ত, জুটি হিসেবে সত্যিই তোমরা না থাকলে এত দুর্দান্ত ভিডিও থেকে আমরা বঞ্চিত হয়েই থেকে জেতাম, শিবাজি দা তুমি গুরু সেরা, দিনের পর দিন তোমার প্রতি ভালবাসা শ্রদ্ধা বেড়েই চলেছে, এগিয়ে চলো দাদা পাশে আছি, ভালবাসা অবিরাম, শুভ যাত্রা।
কি colourful হাট বাজার।বাজারের মানুষ জন ও তাই।অসাধারণ লাগল দেখতে। ঘরে বসে আমার মানস ভ্রমন ও দারুণ হচ্ছে ।তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল।
অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া এই দেশ , সমাজ এবং মানুষের সমন্বয় ..... এভাবে দেখতে পাওয়া , জানতে পাওয়া , উপলব্ধি করতে পাওয়া শুধুমাত্র শিবাজী বাবু এবং পৃথ্বীজীৎ বাবুর জন্যই সম্ভব হলো ....
বুম্বা চক্রবর্তী
বরানগর
banly dam bolun
অসাধারণ মানুষজন ওনারা , সদা হাস্যোজ্জ্বল মুখে সকলকে স্বাগত জানাচ্ছেন। অদ্ভুত ব্যাপার প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষ আন্তরিকতার সঙ্গে নিজেকে তুলে ধরছে । এরা যেন সেই দেশের মানুষ যাদের মধ্যে কোনো হিংসা বা অহঙ্কার আছে , প্রত্যেকে ভালোবাসায় ভরা।
ধন্যবাদ দাদা এত সুন্দর মিষ্টি মানুষের দেশে আমাদেরকে ভ্রমণ করানোর জন্য
শিবাজী দা মনে হচ্ছে আপনি ওখানে গিয়ে আরো বেশি মিশুকে হয়ে গেছেন খুব ভালো লাগলো সবার সঙ্গে এই ভাবে মিলে মিসে এক হয়ে যাওয়া
কেনিয়ার হাটের ব্লগটা খুব ভালো লাগলো, পরবর্তী ব্লগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম।
এতোদিন অপেক্ষা করানোর পরে, এইটুকু ভিডিও দেখে কি মন ভরে ভাই শিবাজী? আফ্রিকা কে আরও অনেক অনেক দেখতে চাই। তোমরা ছাড়া আর কোনও ভ্রমণ এর চ্যানেল দেখতে ইচ্ছে করে না।
তাই অনেক অনেক ইচ্ছা নিয়ে বসে থাকি আমরা। যাইহোক খুব খুব ভালো থেকো তোমরা ।আর ও ভালো ভিডিও র অপেক্ষায় রইলাম। 😊😊😊😊😊
ভাল বেশ ভাল উপভোগ্য লাগল, বিশেষ করে স্থানীয়দের আন্তরিকতা ও সদাহাস্য মুখ দেখে খুবই আনন্দিত হলাম।
আফ্রিকা মানেই 99%দরিদ্র
বাংলাদেশের মানুষ কতো সুখে আছে হাতের কাছেই সব কিছু কিনতে পায়ে
আলহামদুলিল্লাহ খুব ভালই লাগল 🙋🙋🙋
কিনিয়ার হাটে কেনাকাটা। আহা, পৃথ্বীজিত দার ভালো লাগতে পারে লাইন টা। ❤❤❤❤ দারুন লাগছে আপনাদের আফ্রিকার ভিডিও।
বাজারটা দেখে তো মনে হচ্ছে আমাদের এখানকার কোনো গ্রামের বাজার, মানুষজন কি ভালো, সহজ, সরল,সবাই হেসে হেসে কথা বলছেন ...এটাই বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি !!
কিছুটা আমাদের হাটের মতো। কিন্তু মানুষ ও ভাষার তফাৎ।আখগুলো খুব সুন্দর। আপনার ভিডিও তে সুদুর আফ্রিকার বাজার ঘরে বসেই দেখতে পেলাম। ধন্যবাদ ভালো থাকবেন।
আমার একটা জিজ্ঞাসা ছিল, কেনিয়ার উপর নিরক্ষরেখার অবস্থানের জন্য গরম বেশি হওয়ায় কথা কিন্তু এত তাপমাত্রা কম কেন? পর্ব সুন্দর লাগলো, ভালো থাকবেন দাদারা ❤️🙏
Karon ekhon northern hemisphere a garom kal cholche, sun ekhon equator er North a tai okhane ekhon sit kaal chol6e.
*Reference Geography class 7
The average height of terrain is 6000ft it is a plateau it is the main cause
অভিনব অভিজ্ঞতা। দারুণ হাট, মানুষজন। বেশ ভালো লাগলো ভিডিওটি।
দারুণ লাগল ভ্লগ৷ দর্শনীয় স্থান ছাড়াও কোনো দেশের জনজীবন সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ😊 ৷
অসাধারণ কালেকশন করেছেন। ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই
আরো নতুন নতুন ভিডিও চাই দাদা।
ওখানে সবাই একটু হলেও ইংরেজি বোঝে, এমন কী হাটেও। শিবাজী দার চোখে আফ্রিকা দেখছি, দারুন লাগছে। Thanks Dada
ওদের ভাষা ইংরেজি
Excellent coverage. ভীষণ ভালো লাগলো। যে কোন জায়গার উপর এরকম Subject খুব ভালো লাগে। কোন জায়গার বিখ্যাত পর্যটনের স্থানগুলো তো সবাই দেখায়। কিন্তু একটা জায়গাকে ভালো করে জানতে হলে তার সাধারণ মানুষজনের জীবনধারণ, তার স্থানীয় বাজার-হাট ইত্যাদিকে জানতে হয়, যেটা আপনার এই video-তে খুব ভালো করে তুলে ধরেছেন আপনি। খুব ভালো লাগলো।
Explorer Shibaji ar Pritthwijeet, খুব ভালো লাগলো আফ্রিকার 'হাট' দেখতে 😊 'হাট' মানেই --কোথায় যেন--'বিবিধের মাঝে '- 'মহান' মিলন-মেলা!!❤❤ খুব ভালো লাগলো আজকের পর্ব 😊😊
কোথায় যেনো,'বিবিধের-মাঝে', মহামিলন মেলা!!😊❤
Shibaji babu Khub sundar hat dekhlam amader desher gramer hater sathe mil ache thank you
Darun lagche East Africa series. Kono jaiga puropuri tokhon e explore kora jai jokhon sei jaigair manusgulor songe mishe Jawa jai jeta apni kore dekhachhen.
মন ভরলো না যে । এতো ছোটো পর্ব। তবে দারুণ। ❤
Ei vabei apni dakhatethakun r amra dekhte thaki thank u IAmFrom WestBengal
এ রকমই দেশ-বিদেশের ভিডিও দেখাবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আরো এগিয়ে চলো❤
Thank you very much for casting the video picture of an African market.
It gives us the impression how much yet proverty striken are the people now.
We hope as time flows on the situations will improve.
Please make more videos.
আমাদের গ্রামের হাটের অনেক মিল রয়েছে ...
.....খুব ভালো লাগল পর্ব টা ❤
খুব ভালো লেগেছে।সদা হাস্য শিবাজি আর পৃথিবজিৎ দা।সবার সাথে আপনি মিশে গেছেন।ভালো থাকবেন সবাই।🙏🙏🙏🙏
শিবাজী দার ফ্যান রা হাজির হও 👍
হাজির শ্রীমান
আমি ও হাজির ❤
Hajir🤚
Here🔥😊
Hajir
অসাধারণ ব্লগ টি, আর হাট টি যেনো বাংলাদেশের গ্রামীণ হাটের প্রতিচ্ছবি।
বেশ, বেশ! কতকটা আমাদের ভারতবর্ষের মতোই শুধুমাত্র মানুষ জন আলাদা 👍❤
Hi friend good morning I miss you
ভিডিওর শেষটা জাস্ট অসাধারণ লাগলো। আর সম্ভব হলে, এই রকম র ফুটেজেই ভিডিও গুলো পরিবেশন করও।
Our Shibaji & Prithwijit Da...The BOSS ❤.. Waiting Eagerly For this Vlog ❤❤❤🎉
সব ই আমাদের এখানকার গ্ৰামের মতো । ভালো লাগলো ভিডিও টা 👍👍
বকশীগঞ্জে পদ্মা পাড়ের শুক্রবারের হয় হাটের পর কেনিয়ার শনিবারের এই হাট অভূতপূর্ব আনন্দ দিল । সুদূর ভারত থেকে এত ভাল পূর্ব আফ্রিকা ভ্রমন শিবাজী আর প্রিথ্বীজিত এর জন্য ই সম্ভব হল । অনেক শুভেচ্ছা ।
😊❤
বকশিগঞ্জ উপজেলা জামালপুর বাংলাদেশ থেকে দেখছি
বাংলাদেশের জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলা থেকে দেখছি
দুর্দান্ত লাগলো। ওরা কতোটা মিশুকে। দেখে ভালো লাগছে। ইচ্ছে আছে সামনের অগাস্টে যাবো। দেখা যাক কি হয়।
২৩। ৮।২০২৩। সন্ধে ছটা চার মিনিটে। ভারতের চন্দ্রযান চন্দ্রে অবতরণ করলো। আর।২৪/৮/২০২৩/এ সন্ধ্যা ৮ টা ৩০ মিনিটে। আপনাদের আফ্রিকা সিরিজ দেখতে পেলাম। দুটো মিলিয়ে অসাধারণ।
দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে। খুব ভাল লাগছে।
মাসাইমারার জঙ্গল দেখার জন্য মন ছটফট করছে।❤❤
Though the country is not very rich the people are quite cheerful and -friendly.
একসময় ছিলো...কিন্তু ইংরেজরা,পর্তুগিজ রা সব লুটে নিয়েছে এইসব সাধারণ মানুষদের থেকে।
খুব ভালো লাগলো, আপনাদের চোখে বিদেশ দেখে। ওখানকার মানুষের socio-cultural life (specifically marriage ceremony) -এর জন্য আকাঙ্খিত থাকলাম।
অফ্রিকার সাপ্তাহিক বাজারের অভিজ্ঞতা সত্যিই আদ্ভুত! আপনার সাথে যাওয়ার মাধ্যমে আমরা বিশ্ব ভ্রমণ করি। অসীম সমৃদ্ধি, আমরা এখানে আবার আসতে চাই। 🌍🛒 #অফ্রিকা #সাপ্তাহিকবাজার #ভ্রমণ
Darun sundor laglo..puro bamgler hat..👍👍
The way you all r travelling with total ease and confidence it's as is you r a resident of Kenya 😅
Your instant unassuming adaptability is highly appreciable 🎉..you don't forget the small gestures say "Thank U"
I love it...godbless you❤❤❤
সবসময়ের জন্য ভালোলাগা আপনার ভিডিও গুলো। আমি আমার বর দুজনের ই অত্যন্ত পছন্দের।
Those African people are very very humble and sweet. ❤❤
দাদা,খুব চমৎকার। এতদুর থেকে তাদের জীবন যাত্রা দেখলাম।অনেক শিক্ষণীয়।ভয় লাগছিলো যখন লাফিয়ে লাফিয়ে নাচছিল।
Just watched… the way you are getting mingled with the common masses of Africa and projecting their day to day lives, is something worth watchable and exemplary for the budding explorers and the travel enthusiasts/ your subscribers.
Darun laglo.. Ki sundor experience... Kintu khub tara tari ses hoye galo ektu boro hole bhalo lagto..
আপনারা মাসাইদের ওই লাল চাদর কিনেছেন? ইনস্টা ফলো করে আপনাদের বলে দেওয়া উচিত ছিল। আমার এক দাদা রোয়ান্ডায় থাকতেন, তখন কিনেছিলেন। ভীষণ হালকা, চাদরের মত, কিন্তু দারুণ গরম হয়। যাই হোক, দারুণ লাগছে আফ্রিকা সিরিজ। ছোট থেকে চাঁদের পাহাড় পড়ে বেড়ে ওঠা বাঙালির কাছে আফ্রিকা এক আলাদাই ইমোশন। ভাল থাকুন ❤️❤️❤️❤️
কিনেছি 😊😊
Akta kore pata khulchen, r valo lagai vore jachhi,❤ thank you dadara khub bhalo thakben,
তোমার চ্যানেল দেখতে দেখতে আমাদের খিদে এতটাই বেড়ে গেছে যে এই 16 মিনিটের খাবারে (অর্থাৎ 16 মিনিটের ভিডিও)আমাদের পেট ভরল না 😁
ভালোবাসা রইলো নদীয়ার তাহেরপুর থেকে ♥️
Darun darun,Kenya amar khub bhalo lagche,ajana desh dekhar practice khub sundar
বাজার গুলো পুরো ভারতের মত, খালি অনেক বেশী পরিষ্কার 😅
বাংলাদেশের মতো লাগছে
কি যে বলবো দাদা অসাধারণ জয়গা,অসাধারণ মানুষ জন,আর অসাধারণ আপনি এবং আপনার হাসি,যা আমাদের কে ভিশন ভাবে আপনার প্রতি আকৃষ্ট করে।
এইসব জায়গা তে কোন দিন যেতে পারবো কিনা যানি না। কিন্তু আপনার নজর দিয়ে তার শাদ টা যেন কিছু টা হলেও পুরন হচ্ছে।
নমস্কার নেবেন।
ভালো থাকবেন ।😊😊
যা দেখালেন দাদা।আপনি বাংলাদেশের সুন্দর বন থেকে সোজা আফ্রিকার কেনিয়া।অসাধারণ দাদা। খুব ভালো লাগজে দাদা।
দারুণ হাট । লোকজন উদারমনা । শব্জিগুলো কিনতে পারতেন । স্পিন্যাচ, মিষ্টি আলু, পাতিলেবু, টমেটো, আভোকাডো দিয়ে স্যালাডের সঙ্গে আফ্রিকার লোকাল জল জমত । তবে বেগুনপোড়া আইডিয়া অভিনব ।
বাংলাদেশ থেকে দেখছি খুব ভালো লাগলো আপনার ভিডিও, তার সাথে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য
শেষে র দৃশ্য গুলি অসাধারণ, যখন ওনারা এসে আপনার সাথে পরিচয় করছে ও ছবি তুলছে। খুব ভালো লাগলো। ❤❤
Ekta content er janno shibaji da koto porisrom kore.....❤
Bindumatro cheblami nei !!
ভীষণ ভালো লাগলো ❤
গ্রাম বাংলার হাটের সাথে অনেকটাই মিল পেলাম 🌿
সঞ্জীব দেবনাথ ( বেহালা - কলকাতা )
অসাধারণ ভিডিও দেখলাম পরের ভিডিও জন্য অপেক্ষায়ে রইলাম।
Shyambazar, Hatibagan bazar দেখেছি, abar Kenia r bazar o dekhlam, oh darun, heavy enjoy korchi.
অসাধারণ ধন্যবাদ এই রকম একটি video উপহার দেওয়ার জন্য
Wah;awesome, we r enjoying a lot with u dada,come home safely
শিবাজী দার কথায় দূর্দান্ত ❤
হাটের দৃশ্য গুলো অসাধারন। অনবদ্য ভিডিও।❤️❤️
আমি বাংলাদেশ থেকে এই প্রথম আপনাদের ভিডিও দেখলাম,, এক কথায় দারুণ।
খুব ভালো ওলাইটকিটকের হাট।সাথে মানুষজনেরাও সদা হাস্য মুখ,মনটা জুড়িয়ে গেলো দেখে 👌👍।
পুরো গ্রামের হাট বলে মনে হচ্ছে। অসাধারণ লাগলো।
Khub valo laghlo....Africar hat dekhe....ekdom puro amader ekhankar Gram Banglar Hat ER motoi....Sabji ba Vegitable o prai eki Sabi...chena parichito sabji....Khali okhankar lokejon r Culture Tai alada....Tobe Sokoler khub Welcome korte pachondo Kore dekhe ja bujhlam...
দারুন দারুন। ❤❤ ওবামা র বাবার দেশ। এত ভালো লাগলো ওদের বাজার কোনদিনই ভাবিনি এরকম ভাবে দেখবো।
খু---উ---ব ভালো লেগেছে আমার,,,,, ধন্যবাদ
Dekhe khub bhalo laglo 💕 jete to parbona.
শাকসবজি সেইম আমাদের দেশের মতোই, আর ওদের মিশুক স্বভাব খুব ভাল লাগল ।
আফ্রিকা মহাদেশের বাজার বা হাট দেখতে ভারী ভালো লাগলো..ভালো থাকুন আর পরের ভিডিও তাড়াতাড়ি দিন
সব্জী বাজার দেখে মন ভরে গেলো । আপনারা ভালো থাকবেন
Its very useful. Going to Kenya next week,hope your video will he helpful. Thanks for sharing
দুর্দান্ত হয়েছে শিবাজী দা , খুব ভালোভাবে ঘুরে আসুন
বেশ বেশ লাগলো। ওখানকার মানুষেরা বেশ ভালো।
সত্যিই এই পৃথিবী বড়ো অদ্ভুত।। অনেক রকম ভূত এই খানে আমরা দেখতে পারবো।। অবশ্যই তোমাদের হাত ধরে।🙏🙏🙏 বাড়ী কবে ফিরবেন
দারুণ লাগলো হাট দেখে ,video ta dekhe valo laglo
আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম অবশেষে অবষান হলো
মানুষগুলোর থেকে আমাদের অনেককিছু শেখার আছে।
Shivaji da ,darun laglo ,what a frame , Kenyan shobji bazaar na Sealdah r boithokkhana bazaar .okhankar manushjon bhison sorol.
দুরন্ত শিবাজী-পৃথ্বীজিৎ দা
❤❤❤
বাংলাদেশের গ্রামের হাটের সাথে অনেক মিল। মানুষগুলোর ব্যাবহার সুন্দর। তারাও আমাদের মত ক্যামেরা দেখলেই মুখ ঢুকিয়ে দিল।