এটা দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব সহ এই সিরিজের যাবতীয় ভিডিও পাবেন নিচের প্লেলিস্ট এর লিঙ্ক এ, এছাড়াও আমাদের ফেসবুক পেজ এর ইনস্টাগ্রাম এ live, আনকাট এবং রিলস দিচ্ছি, সেগুলোও দেখতে পারেন। ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দের সঙ্গে share করতে ভুলবেন না। Mahakumbh 2025 Prayagraj: ruclips.net/p/PL67w8SUgzyzvNPa6ja5hb8ockMjlko55y
সেই শৈশব থেকে মহাকুম্ভ, কুম্ভের শাহী স্নানের কথা শুনে আসছি। কিন্তু তার ব্যাপকতা নিয়ে শুধু সামান্য ধারণা ছিল, এমন মহা- যজ্ঞ সত্যিই ভাবিনি। হয়তো এর অনন্ত রূপ আমি স্বশরীরে উপস্থিত থাকলেও হৃদয়াঙ্গম করতে পারতাম না--আপনার আন্তরিক উপস্থাপনায় যেভাবে ছুঁতে পারছি। স্তব্ধ-বাক আমি! ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে।
খুব সুন্দর উপস্থাপনা শিবাজী দা , একটা খুবই আবেগপ্রবণ জায়গা দিয়ে শুরু করেছেন , ভাবলেও গায়ে কাঁটা দেয় চন্দ্রশেখর আজাদ একটি পিস্তল হাতে একটি অসম লড়াই করেছিলেন সেইদিন এবং তার প্রাণ থাকতে ইংরেজদের হতে পরাজয় নেবেন না তাই শেষ গুলিটা নিজের জন্য রেখেছিলেন। কুম্ভমেলা সত্যিই গঙ্গার তীরে মানবতার মিলন ক্ষেত্র , উচ্চ নীচ, ধনী দরিদ্রের বিভেদ ভুলে সবাই উপস্থিত হয়েছে মোক্ষলাভের প্রত্যাশায়। আর পরিশেষে পৃথ্বীদার গলায় একটি অনবদ্য পরিবেশন যেন শেষ পাতের রসগোল্লা।
দারুন ভালো লেগেছে এই গুলাই তো হাজার হাজার বৎসরের আমার বাংলার সভ্যতা। আমি ব্যক্তিগতভাবে কোন ধর্ম ও তার সমাজ দর্শনকে ছোট করে দেখিনা কারন সব ধর্মের একজনই পথ প্রদর্শক আর উনাকে আমরা একেকজন একেক নামে ডেকে থাকি । তেমনি মানুষের বেলায় ও একেকজন একেক রকমের এবং বিভিন্ন ধর্ম গোত্রের কিন্ত শরীরের শক্তির উৎস রক্তের রং সবার এক । পৃথ্থিজীৎ দাদুর গানটা সেই রকম হয়েছে। আপনাদের জন্য মন ভরে আর্শীবাদ রইলো । সময়ের অভাবে সময় মতো দেখতে পারিনা বলে দুঃখিত তবে সব পর্বই দেখে থাকি । নমঃষ্কার শিবাজী দা ও পৃথ্থী বাবুর করদ কমলে ।
প্রথম দেখাতেই আমি আপনাদের ফ্যান হয়ে গেলাম,আমি বর্ধমান রেড ক্রস ভবন থেকে দেখছি,এতো সুন্দার mythology এবং সোসিওলজি বিশ্লেষণ মন ভরিয়ে দিল।আমার যাওয়ার ইচ্ছা আছে দেখি বাবা যদি ডাকে টা হলে দর্শন হবে।পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।❤❤❤
আমি বিশ্বাস করি 'সবার উপরে মানুষ সত্য। তাহার উপরে নাই' আর 'যত মত তত পথ'। এই মহাকুম্ভের মহামেলায় শিবাজী আর পৃথ্বিজিতের মাধ্যমে ভারতের সেই অকৃত্তিম আত্মাকে চেনার চেষ্টার করছি। খুব ভাল লাগছে। প্রতিটি পর্বই মনে হচ্ছে কালকূটের 'অমৃত কুম্ভের সন্ধানে'-র মতই সংগ্রহে রাখার যোগ্য। শিবাজীর ধারাভাষ্যের অনন্যতা সম্পর্কে নতুন কিছু বলার নেই। শেষ পাতে পৃথ্বিজিতের গান পর্বটার মূল বিষয়কে ফুটিয়ে তুলেছে। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম মূল ভারতকে জানার জন্য।
অপূর্ব অসাধারণ সর্বশ্রেষ্ঠ ভিডিও কিন্তু একটা জিনিস দেখে বা শুনে খুবই মনটা করুনায় ভরে এলো যার কেউ নেই তার খোলা আকাশের নিচে ভগবানের আশ্রয় ওরা বসে আছে দিনরাত ঠান্ডা শীতের মধ্যেও মোক্ষ লাভের জন্য সরকারকে সাধারণ মানুষের জন্য কিছু ব্যবস্থা করা নিশ্চয়ই উচিত ছিল
অনবদ্য!!! আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই! আপনাদের সেজন্যই এত বিশাল মহাকুম্ভ দেখলাম! কিন্ত কোনও দেখতে পেলাম না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজীর প্রতিকৃতি। পক্ষান্তরে এই বাংলার গঙ্গাসাগর মেলা দেখুন - চার হাত অন্তর একজনেরই ছবি !!!
স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ.... আমরা ভারতবর্ষ অন্বেষণ শুরু করলাম আপনাদের সঙ্গে... শিবাজী, পৃথ্বিজিৎ এন্ড টীম এই প্রয়াসের জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন...
অমৃত কুম্ভের সন্ধানে পড়েছিলাম অনেক দিন আগে। তোমাদের সাথে এবার কুম্ভে ঘুরে বেড়াচ্ছি। অনন্যসাধারণ অনুভূতি। কোন আফশোস থাকলনা। তোমরা ভালো থেকো। সুস্থ থেকো। আমাদের নিয়ে পথে চলো।
অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে এসেছেন আপনারা আমাদেরও সমৃদ্ধ করছেন।অদ্ভুত এক অনুভূতি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিশ্বাসের এই মহা যজ্ঞ দেখে। গত দুতিন দিন বেশ রোদ্দুর ছিল, থেকে আবার মেঘলা। আজ সঙ্গম যাচ্ছি দুপুরের সময়, আমার কোয়ার্টার থেকে 6 km, দেখা হলেও হতে পারে। খুব আনন্দ করুন।❤❤
অদ্ভুত উপস্থাপনা এজন্য ধন্যবাদ দিতেই হয়। এমন ভাবে ভিডিও করা হয়েছে; আমিও যেন আপনাদের সাথেই রয়েছি। বাংলাদেশ থেকে দেখছি। আপনারা কুম্ভ মেলা দর্শনে ধন্য আমি ধন্য আপনাদের ভিডিও দেখে।
মিলনমেলার যে স্পন্দন সেই জায়গাগুলো দারুন ভাবে ক্যামেরাবন্দী করছেন। চমৎকার আবহ। একটা অজানা বিষয় আখাড়া ব্যাপারটা কি, সেই টা জেনে সমৃদ্ধ হলাম। একটা স্নান কি ভাবে সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে সেইটা প্রানভরে দেখলাম। স্নান প্রকৃত অর্থে একটা বিশ্বাসের জন্মদিন। এক মিলনমেলা এক অদ্ভুত জীবনদর্শন যা আপনাকে এক উৎসবে সামিল করবে, আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে আর আপনাকে সামনের দিনে বাঁচবার আনন্দ দেবে।।। পুন্য আপনারা অর্জন করছেন এই মেলার প্রাসঙ্গিকতা আমাদের সামনে তুলে ধরে।। আপনাদের চোখে আমরা দেখলাম, সমৃদ্ধ হলাম।।। আপনাদের চলা মানে শুধু চলা নয়, এগিয়ে যাওয়া।। মনে শুভকামনা অফুরান।।।
Second episode ta khub bhalo laglo Shibaji Da o Prithwijit Dadara.ee porey r o chomok aachey,ami sure .khub bhalo thakun Dadara pronaam neben,anek subhokamona o bhalobasha ❤🙏
তোমাদের অনেক শুভেচ্ছা ও 🙏🙏 আমি এই মহা কুম্ভে গেলাম তোমাদের হাত ধরে।। আমাদের ধর্ম তোমাদের হাত ধরে আবারো প্রমাণিত হয়েছে যে টা কতটা শক্তিশালী।। ইহা শুধু মক্ত মানসিকতা প্রতীক ।। তাই ভারত এই বিশ্বের মহামানব মিলন ধাম । দাদা হয়ে যাক সেই গান।। আজ স্বামীজির জন্ম দিনে এই মহান কাজে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও 🙏🙏🙏🙏❤
খুব ইচ্ছে ছিল এই অসাধারণ ব্যাপারটার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকার, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারলাম না। ভীড়, সংক্রামক ব্যাধির ভয় আমার শহুরে শরীর আর মনে। তাই আমার কৃতজ্ঞতা জানালাম আপনাকে 🙏 দুধের স্বাদ ঘোলে মিটলো।
অসাধারণ! মহাকুম্ভ ২০২৫-এর দ্বিতীয় দিনের অভিজ্ঞতা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। সাধুদের আখাড়া আর ভারত সেবাশ্রম সংঘের সুন্দর দৃশ্যপট দেখে মন ভরে গেল। ধন্যবাদ শেয়ার করার জন্য! 🙏😊
প্রথম পর্ব থেকে দেখছি,খুবই ভালো লাগছে। আপনাদের মাধ্যমে ভারত আত্মা কে উপলব্ধি করার আশায় রয়েছি। বারেবারে কালকূটের অমৃত কুম্ভের সন্ধানের কথা মনে পড়ছে, এ এক অনন্ত যাত্রা। যাওয়ার সাহস পাইনা, কিন্তু মনটা ওখানেই চলে গেছে।
সকাল সকাল উঠেই কুম্ভ দর্শন। সবাই কে জানাই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। আসুন আগামী দিনে আমরা ওনার দেখানো পথ অনুসরণ করি আর আবার বাংলা ও বাঙালি কে জগৎ আসনের শ্রেষ্ঠ বানিয়ে তুলে।
অতুলনীয় পৃথিজিৎ দা শিবাজিদা ভীষন ভালো লাগছে । অপূর্ব অসাধারণ দৃশ্য ও সুন্দর গানের সাথে উপস্থাপনা । 1998 আমার কুম্ভ যাত্রার কথা মনে পরে যাচ্ছে অভিনব ভারতবর্ষ । আবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
এটা দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব সহ এই সিরিজের যাবতীয় ভিডিও পাবেন নিচের প্লেলিস্ট এর লিঙ্ক এ, এছাড়াও আমাদের ফেসবুক পেজ এর ইনস্টাগ্রাম এ live, আনকাট এবং রিলস দিচ্ছি, সেগুলোও দেখতে পারেন। ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দের সঙ্গে share করতে ভুলবেন না।
Mahakumbh 2025 Prayagraj: ruclips.net/p/PL67w8SUgzyzvNPa6ja5hb8ockMjlko55y
Once in a lifetime experience Sir. Thank you so much for taking us through this 🙏
অনবদ্য উদ্যোগ.... অসাধারণ উপলব্ধি....
নবনীতা দেব সেন এর একটা
description পড়েছিলাম কুম্ভে সাধু দের সম্পর্কে আজ তোমাদের চোখে দেখছি ও জানছি
Khub khub bhalo lagche apnader jonnoe eta sombhob hochhe j sodpure theke kumbhomela darson korchi. Gupidar gaan mane prithijhit dar kotha bolchi asadaron gaaner gola. Bhalo thakben .🎵🎵🙏🙏🙏🙏
খুব সুন্দর। ভারতবর্ষের জীবন রঙ এই কুম্ভমেলা।
সেই শৈশব থেকে মহাকুম্ভ, কুম্ভের শাহী স্নানের কথা শুনে আসছি। কিন্তু তার ব্যাপকতা নিয়ে শুধু সামান্য ধারণা ছিল, এমন মহা- যজ্ঞ সত্যিই ভাবিনি। হয়তো এর অনন্ত রূপ আমি স্বশরীরে উপস্থিত থাকলেও হৃদয়াঙ্গম করতে পারতাম না--আপনার আন্তরিক উপস্থাপনায় যেভাবে ছুঁতে পারছি। স্তব্ধ-বাক আমি! ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে।
খুব সুন্দর উপস্থাপনা শিবাজী দা , একটা খুবই আবেগপ্রবণ জায়গা দিয়ে শুরু করেছেন , ভাবলেও গায়ে কাঁটা দেয় চন্দ্রশেখর আজাদ একটি পিস্তল হাতে একটি অসম লড়াই করেছিলেন সেইদিন এবং তার প্রাণ থাকতে ইংরেজদের হতে পরাজয় নেবেন না তাই শেষ গুলিটা নিজের জন্য রেখেছিলেন। কুম্ভমেলা সত্যিই গঙ্গার তীরে মানবতার মিলন ক্ষেত্র , উচ্চ নীচ, ধনী দরিদ্রের বিভেদ ভুলে সবাই উপস্থিত হয়েছে মোক্ষলাভের প্রত্যাশায়। আর পরিশেষে পৃথ্বীদার গলায় একটি অনবদ্য পরিবেশন যেন শেষ পাতের রসগোল্লা।
আজ ১২ ই জানুয়ারি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী। সঙ্গে মহা কুম্ভ দর্শন🙏🙏 হে ঠাকুর সবাইকে ভালো রেখো।
খুব মিষ্টি কণ্ঠ
জয় গুরু
চমৎকার গুপী বাঘা।দৈব জুতো অক্ষয় হোক। আমরা,যারা এরকম বিভিন্ন জায়গায় যাবার পক্ষে অসমর্থ, তাদের আনন্দের জায়গা এই সুন্দর ভিডিও গুলো।❤❤
দিনটা যেন ফ্রেশ করেদিল।
নিজেকে ভারত বাসী এবং সনাতনী হিসেবে গর্ব বোধ করি।
হর হর মহাদেব ❤🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
অসাধারণ ভিডিও। দুজনে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।
যেতে পারবো নাকি জানি না তাই আপনার চোখে দেখলাম ❤️❤️
মুগ্ধ হয়ে তোমাদের সাথে পথ চলা। শিবাজীর কথন , পৃথ্বীর গান আর দুজনের খুনসুটির সাথে এই মেলা দেখায় মন ভরে গেছে।
দারুন ভালো লেগেছে এই গুলাই তো হাজার হাজার বৎসরের আমার বাংলার সভ্যতা। আমি ব্যক্তিগতভাবে কোন ধর্ম ও তার সমাজ দর্শনকে ছোট করে দেখিনা কারন সব ধর্মের একজনই পথ প্রদর্শক আর উনাকে আমরা একেকজন একেক নামে ডেকে থাকি । তেমনি মানুষের বেলায় ও একেকজন একেক রকমের এবং বিভিন্ন ধর্ম গোত্রের কিন্ত শরীরের শক্তির উৎস রক্তের রং সবার এক । পৃথ্থিজীৎ দাদুর গানটা সেই রকম হয়েছে। আপনাদের জন্য মন ভরে আর্শীবাদ রইলো । সময়ের অভাবে সময় মতো দেখতে পারিনা বলে দুঃখিত তবে সব পর্বই দেখে থাকি । নমঃষ্কার শিবাজী দা ও পৃথ্থী বাবুর করদ কমলে ।
আপনার আশীর্বাদ পেয়ে ধন্য হলাম। ভালো থাকবেন। নিশ্চই কখনও দেখা হবেই।
আপনার আশীর্বাদ পেয়ে ধন্য হলাম। ভালো থাকবেন। নিশ্চই কখনও দেখা হবেই।
প্রথম দেখাতেই আমি আপনাদের ফ্যান হয়ে গেলাম,আমি বর্ধমান রেড ক্রস ভবন থেকে দেখছি,এতো সুন্দার mythology এবং সোসিওলজি বিশ্লেষণ মন ভরিয়ে দিল।আমার যাওয়ার ইচ্ছা আছে দেখি বাবা যদি ডাকে টা হলে দর্শন হবে।পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।❤❤❤
অসাধারণ এক উপস্থাপনা।মনে হচ্ছে যেন সশরীরে উপস্থিত হয়েছি মহামানবের সাগরতীরে।
দুর্দান্ত উপস্থাপনা
কুম্ভ মেলাকে এভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। আপনাদের চোখে কুম্ভ দেখা। দারুণ, দারুণ লাগলো। 👌👌👌
আমি বিশ্বাস করি 'সবার উপরে মানুষ সত্য। তাহার উপরে নাই' আর 'যত মত তত পথ'। এই মহাকুম্ভের মহামেলায় শিবাজী আর পৃথ্বিজিতের মাধ্যমে ভারতের সেই অকৃত্তিম আত্মাকে চেনার চেষ্টার করছি। খুব ভাল লাগছে। প্রতিটি পর্বই মনে হচ্ছে কালকূটের 'অমৃত কুম্ভের সন্ধানে'-র মতই সংগ্রহে রাখার যোগ্য। শিবাজীর ধারাভাষ্যের অনন্যতা সম্পর্কে নতুন কিছু বলার নেই। শেষ পাতে পৃথ্বিজিতের গান পর্বটার মূল বিষয়কে ফুটিয়ে তুলেছে। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম মূল ভারতকে জানার জন্য।
মহাকুম্ভ 2025 পরিবেশন অসাধারণ ❤
অপূর্ব অসাধারণ সর্বশ্রেষ্ঠ ভিডিও
কিন্তু একটা জিনিস দেখে বা শুনে খুবই মনটা করুনায় ভরে এলো
যার কেউ নেই তার খোলা আকাশের নিচে ভগবানের আশ্রয় ওরা বসে আছে দিনরাত ঠান্ডা শীতের মধ্যেও মোক্ষ লাভের জন্য
সরকারকে সাধারণ মানুষের জন্য কিছু ব্যবস্থা করা নিশ্চয়ই উচিত ছিল
এ এক অপূর্ব অভিজ্ঞতা আর আপনাদের জন্য সেটা সম্ভব হলো পৃথিজীত বাবুর গলায় গান শুনে মোন ভরে গেল অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন।
অসাধারণ অভিজ্ঞতা হলো !! মনে হচ্ছে এইমাত্র আমরা মহাকুম্ভের আঁখড়া গুলো ঘুরে এলাম আপনাদের সঙ্গে !! 🙏🙏🙏
শিবাজী দা দারুন লাগছে মহা কুম্ভের ব্লগ,
প্রথম টা দেখে দ্বিতীয় টার অপেক্ষা, এখন তৃতীয় দিনের জন্য অপেক্ষায় রইলাম
সনাতন ধর্মের সবচেয়ে বড় কথা আত্মার ভেতরে পরমাত্মার অবস্থান, কবি রজনীকান্ত বলেছেন তোমার ই দেওয়া প্রাণে তোমার ই অনুভূতি। খুব ভালো লাগলো। ❤❤
ভালো covering হচ্ছে।
Khub bhalo laglo
অনবদ্য!!! আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই! আপনাদের সেজন্যই এত বিশাল মহাকুম্ভ দেখলাম! কিন্ত কোনও দেখতে পেলাম না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজীর প্রতিকৃতি। পক্ষান্তরে এই বাংলার গঙ্গাসাগর মেলা দেখুন - চার হাত অন্তর একজনেরই ছবি !!!
স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ.... আমরা ভারতবর্ষ অন্বেষণ শুরু করলাম আপনাদের সঙ্গে... শিবাজী, পৃথ্বিজিৎ এন্ড টীম এই প্রয়াসের জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন...
অমৃত কুম্ভের সন্ধানে পড়েছিলাম অনেক দিন আগে। তোমাদের সাথে এবার কুম্ভে ঘুরে বেড়াচ্ছি। অনন্যসাধারণ অনুভূতি। কোন আফশোস থাকলনা। তোমরা ভালো থেকো। সুস্থ থেকো। আমাদের নিয়ে পথে চলো।
অনেক ধন্যবাদ আপনাদের ,এই ভিডিও দেখে মনে ভরে গেল।
অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে এসেছেন আপনারা আমাদেরও সমৃদ্ধ করছেন।অদ্ভুত এক অনুভূতি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিশ্বাসের এই মহা যজ্ঞ দেখে। গত দুতিন দিন বেশ রোদ্দুর ছিল, থেকে আবার মেঘলা। আজ সঙ্গম যাচ্ছি দুপুরের সময়, আমার কোয়ার্টার থেকে 6 km, দেখা হলেও হতে পারে। খুব আনন্দ করুন।❤❤
Khub vlo lagse,,Jodi jethe partam thahole aro bese vlo lagtho
তোমাদের সাথে ঘুরে নিলাম কুম্ভ মেলা ধন্যবাদ
Prithi super . Vishon practical Majhe majhe je comments gulo kore tar jonnoy apekkha kore thaki amra.
Great video. I love all the history you tell in your trips really commendable great job
নিজে না গিয়েও যে এই ভাবে কুম্ভ মেলা দেখতে পারছি এ আমার পরম পাওয়া ,আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
Ae video gulo khub bhalo lagcha. Akta onno rokom vibe. Thanking you and Privithraj for capturing these life moments from Prayag.
ashombhav bhalo 'video'...! monta bhore geche!
খুব ভালো লাগছে আপনাদের ভিডিও।🙏🙏🙏
মহা কুম্ভ মেলা সম্বন্ধে তেমন কিছু জানা ছিল না। কিন্তু এই ভিডিও দেখে মনে ভরে গেল। সঙ্গে পৃথ্বীজিতের গান যোগ্য সঙ্গত।
অসাধারণ লাগছে। মহাকুম্ভ দেখে অভিভূত। পৃথিজিৎ is back Welcome back Prtjijit. দুজনকে একসাথে দেখে খূব খুশি হলাম।
অসাধারণ কন্ঠ❤
welcome to prayagraj Shibaji sir prithwijit sir .Ami aar amar didi apnar chanel ke regular follow kori.khub bhalo lage
Khub bhalo laglo. Sange Prithvi r gaan👌👌👌
অদ্ভুত উপস্থাপনা এজন্য ধন্যবাদ দিতেই হয়। এমন ভাবে ভিডিও করা হয়েছে; আমিও যেন আপনাদের সাথেই রয়েছি। বাংলাদেশ থেকে দেখছি। আপনারা কুম্ভ মেলা দর্শনে ধন্য আমি ধন্য আপনাদের ভিডিও দেখে।
Asadharon muhurto gulo khub bhalo laglo ❤️👌
মিলনমেলার যে স্পন্দন সেই জায়গাগুলো দারুন ভাবে ক্যামেরাবন্দী করছেন। চমৎকার আবহ। একটা অজানা বিষয় আখাড়া ব্যাপারটা কি, সেই টা জেনে সমৃদ্ধ হলাম। একটা স্নান কি ভাবে সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে সেইটা প্রানভরে দেখলাম। স্নান প্রকৃত অর্থে একটা বিশ্বাসের জন্মদিন। এক মিলনমেলা এক অদ্ভুত জীবনদর্শন যা আপনাকে এক উৎসবে সামিল করবে, আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে আর আপনাকে সামনের দিনে বাঁচবার আনন্দ দেবে।।। পুন্য আপনারা অর্জন করছেন এই মেলার প্রাসঙ্গিকতা আমাদের সামনে তুলে ধরে।। আপনাদের চোখে আমরা দেখলাম, সমৃদ্ধ হলাম।।। আপনাদের চলা মানে শুধু চলা নয়, এগিয়ে যাওয়া।। মনে শুভকামনা অফুরান।।।
ঘরে বসে আপনাদের সাহায্যে এইভাবে কুম্ভ দর্শন করতে পারছি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ😊
Second episode ta khub bhalo laglo Shibaji Da o Prithwijit Dadara.ee porey r o chomok aachey,ami sure .khub bhalo thakun Dadara pronaam neben,anek subhokamona o bhalobasha ❤🙏
তোমাদের অনেক শুভেচ্ছা ও 🙏🙏 আমি এই মহা কুম্ভে গেলাম তোমাদের হাত ধরে।। আমাদের ধর্ম তোমাদের হাত ধরে আবারো প্রমাণিত হয়েছে যে টা কতটা শক্তিশালী।। ইহা শুধু মক্ত মানসিকতা প্রতীক ।। তাই ভারত এই বিশ্বের মহামানব মিলন ধাম । দাদা হয়ে যাক সেই গান।। আজ স্বামীজির জন্ম দিনে এই মহান কাজে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও 🙏🙏🙏🙏❤
দারুন মন ছুঁয়ে গেল। খুবই ভালো লাগছে। আপনাদের জন্য এই মহা কুম্ভ মেলা ঘরে বসে ভালো দেখতে পরছি।
Khub darun obhiggota hochhe. Dhonnobad Explorer Shivaji Maharaj.
ফুলে ফলে ভরে উঠুক পৃথি দাদার জীবন।এ শুভ কামনায় একটা ডুব দিবেন দয়া করে ।
কিছু বলার নেই নতুন করে, অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য।
খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে পূর্ণ করি
মহাকুম্ভ মহাস্থানযাত্রায় এই অজানা তথ্যগুলো তোমাদের এই ভ্রমন কাহিনীতে এতোটাই দৃশ্যমান যে মনটা ভরে গেল। ভালো থেকো।
খুব সুন্দর অসাধারণ। জয় জয় শ্রী রাম।🙏🙏🇮🇳🇮🇳
Apnader chokh diye dekhchi.Apurbo.
আপনার ভিডিও নিয়ে কোন কথা বলব না। কিন্তু আজ আপনারা যে কথা গুলো বললেন সেগুলো মন ছুঁয়ে গেল। সত্যি সত্যই অমৃত। 🙏🙏
এমন মহাযজ্ঞ দেখেও যেনো মুক্তি লাভ হবে ❤
খুব সুন্দর এগিয়ে যান 😊😊😊
সেই কবে অমৃত কুম্ভের সন্ধানে পরে ছিলাম,আজ মহাকুম্ভ দেখছি আমাদের প্রিয় শিবাজী দা ও পৃথ্বী জিৎ দার সাথে । ধন্যবাদ ❤❤❤
Khub valo lagchhe. Apnader poribeshonar modhye ekta pranobonto bhab ache. Jeta sotti bhishon bhalo lage. Bhalo thakben apnar o. ---- N. Ghosh
অনেক কিছু জানতে পারছি আপনাদের vlog মাধ্যমে ❤️❤️❤️❤️
ভীষণ ভাল লাগছে এই সিরিজ। ভীষণভাবে উপভোগ করছি। ভাল থাকবেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
শিবাজী দা আপনাদের জন্য মহা কুম্ভ কর্মকাণ্ড ভালো ভাবে দেখতে পাচ্ছি এটা অনেক। ❤
খুব ইচ্ছে ছিল এই অসাধারণ ব্যাপারটার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকার, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারলাম না। ভীড়, সংক্রামক ব্যাধির ভয় আমার শহুরে শরীর আর মনে। তাই আমার কৃতজ্ঞতা জানালাম আপনাকে 🙏 দুধের স্বাদ ঘোলে মিটলো।
Shibaji da khub valo lagchay tomar vedio te darsankorchi
কোনোদিন দেখিনি, আজ দেখলাম। অভূতপূর্ব ❤
এক কথায় আমি obivuto(অভিভূত)অনেক অনেক ধন্যবাদ শিবাজীবাবু,পৃথ্বিজীত্ বাবু।
দাদা, অসাধারণ লাগছে।মনে হচ্ছে আপনাদের সাথে পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে
অসাধারণ! মহাকুম্ভ ২০২৫-এর দ্বিতীয় দিনের অভিজ্ঞতা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। সাধুদের আখাড়া আর ভারত সেবাশ্রম সংঘের সুন্দর দৃশ্যপট দেখে মন ভরে গেল। ধন্যবাদ শেয়ার করার জন্য! 🙏😊
"তাই হেরি তায়( তাঁকে) সকল খানে"।
আমি আরামবাগ থেকে দেখেছি আপনাদের কুম্ভ মেলার vdo খুব ভালো লাগছে।ধন্যবাদ
হর হর মহাদেব 🔱🙏
খুব সুন্দর গান হয়েছে❤❤❤❤
অসাধারণ লাগল। যেমন ফটোগ্রাফি, তেমনই ধারা ভাষ্য এবং গান।
খুব সুন্দর ভিডিও 🙏
দারুণ দারুণ........
Khub sundor mela coverage.
Darun laglo.
Prithwi dar gaan osadharon ❤
খুব ভাল লাগল 🎉🎉🎉
প্রথম পর্ব থেকে দেখছি,খুবই ভালো লাগছে। আপনাদের মাধ্যমে ভারত আত্মা কে উপলব্ধি করার আশায় রয়েছি। বারেবারে কালকূটের অমৃত কুম্ভের সন্ধানের কথা মনে পড়ছে, এ এক অনন্ত যাত্রা। যাওয়ার সাহস পাইনা, কিন্তু মনটা ওখানেই চলে গেছে।
সকাল সকাল উঠেই কুম্ভ দর্শন।
সবাই কে জানাই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। আসুন আগামী দিনে আমরা ওনার দেখানো পথ অনুসরণ করি আর আবার বাংলা ও বাঙালি কে জগৎ আসনের শ্রেষ্ঠ বানিয়ে তুলে।
রবিবারের সকাল টা জমে গেলো হর হর মহাদেব❤🙏🌸🌷
দুর্দান্ত হয়েছে, মন খুশ করে দিলে তোমরা দুজন ❤️❤️
😊❤❤
অনবদ্য ভিডিও। এটা ধারাবাহিক ভাবে বড় করে দিলে খূব ভালো হবে, তানাহলে অনেক কিছুই বাকি থেক যাবে।
পুরো প্রতিবেদন দেখে চমৎকৃত হয়ে গেলাম।আর বেশি কিছু বলতে চাইনা।অনেক কিছু জানতে পারছি।
অসম্ভব ভালো লাগছে এই কুম্ভমেলার ওপর আপনাদের প্রতিবেদন। এডিটিং খুব ভালো।
Amar mato jara jete parlen na tara apnader madhhome ei maha kumbher anando nite perbe etei amader r apnader punno labh 🙏
দারুন সুন্দর খুব সুন্দর ভাবে ঐতিহাসিক দিকটা তুলে ধরলে কুম্ভ মেলা সত্যি মন ছুয়ে গেল❤।
Oshadharon
সুপ্রভাত দাদা🙏🏻 আপনারা খু্ব খুব ভালো থাকবেন ,সুস্থ থাকবেন আর আমাদের এইরকম ভালো ভালো ভিডিও দেবেন। খুব enjoy করি 🙏🏻🙏🏻
May be one of the best representation till date.
অনবদ্য লাগছে । ভীষণই ভালো লাগছে । মন ভরিয়ে দিচ্ছেন । একেবারে উজার করা উপস্থাপনা । আপনার আন্তরিক পরিবেশনা সাথে পৃথ্বীজিত বাবুর উদাত্ত কন্ঠে সংগীত ... ...অসামান্য জীবনবোধের সান্নিধ্যে আপনারা । আমরাও গর্বিত ভারতীয় সংস্কৃতির অন্যতম সেরা মিলন মেলায়.....অমিতাভ, পাপিয়া ও অনির্বাণ ধারা ...উখরা-অন্ডাল থেকে
Shibaji Da prithwijit Da 2 Jon ke onk onk thanks
ভিডিও টা ভীষণই ভালো লাগলো। বাঙ্গালী দের জন্য ভারত সেবা শ্রম এর তথ্য টা সত্যি অনেকের কাজে লাগবে।সর্বোপরি আমার বেস্ট লেগেছে পৃথ্বীর গলার গান টা।
আপনাদের অসংখ্য ধন্যবাদ মহাকুমভের দৃশ্য তুলে ধরার জন্য ।খুব খুব ভালো লাগছে ।
অতুলনীয় পৃথিজিৎ দা শিবাজিদা ভীষন ভালো লাগছে । অপূর্ব অসাধারণ দৃশ্য ও সুন্দর গানের সাথে উপস্থাপনা । 1998 আমার কুম্ভ যাত্রার কথা মনে পরে যাচ্ছে
অভিনব ভারতবর্ষ । আবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
বাংলাদেশ থেকে আপনার সঙ্গে মহাকুম্ভ মেলা দেখি।
🙏❤️🙏
অসাধারণ
বাঃ, খুব ভাল লাগল
স্বামীজির জন্মদিনে মহাকুম্ভের দ্বিতীয় পর্ব দেখলাম আর সাহি স্নানের অপেক্ষায় রইলাম।
আমি চার টি কুম্ভ স্নানে গিয়েছি। কিন্তু বারবার যেতে ইচ্ছে করে।
খুবই ভালো করেছেন
অনেক অনেক শুভেচ্ছা জানাই।
ভালো থাকবেন।
❤
গতকালের ভিডিও দেখেই মন ভীষণভাবে টানছিল , তাই তড়িঘড়ি 26 ফেব্রুয়ারী স্নানের জন্য ট্রেনের টিকট নিয়ে নিলাম ।