আফ্রিকায় রাঁধুনি শিবাজী | রান্না করলাম আফ্রিকার দেশী মুরগি | Explorer Shibaji in Africa

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @explorershibaji
    @explorershibaji  Год назад +336

    Amboseli Park এ সাফারির ভিডিও আসবে এর পরের পর্বে, বৃহস্পতিবার রাত 8 টায়। বৃহস্পতি বার থেকে নিয়মিত পর পর বাকি পর্ব গুলি আসবে। দেশে ফিরছি পরশু মানে 29 আগস্ট ভোর বেলায়। ভালো থাকবেন সকলে।

    • @Explorer_Biswajit
      @Explorer_Biswajit Год назад +6

      অপেক্ষা করে থাকবো দাদা, সুস্থ ও সাবধানে ফিরো,আর আফ্রিকার মাটিতে একটা বাংলার গান হলে ভালো হতো পৃথ্রিজিং দা।।।

    • @arpanpal6166
      @arpanpal6166 Год назад

      Return safely in home and waiting for video on Thursday

    • @dipayandatta7207
      @dipayandatta7207 Год назад +4

      দারুন। কথা জড়িয়ে যাওয়া ব্যাপারটি কিন্তু awsome ছিলো, আমার বন্ধুদের সাথে এর মুহুর্ত গুলো মনে পড়ে গেলো। Next video এর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।❤

    • @sohomcchakraborty2079
      @sohomcchakraborty2079 Год назад

      Ajker video ta awesome chilo😆😆👌👌

    • @BISWADIPDAS-1982
      @BISWADIPDAS-1982 Год назад

      WELCOME HOME 🙏🙏👍

  • @Travelertridip
    @Travelertridip Год назад +3

    আমি আপনার সব ভিডিও দেখি, তবে এই ভিডিও টা আমার কাছে সেরার সেরা হয়ে রয়ে যাবে আজীবন, আনন্দ ফুর্তি, দুস্টুমি আর এই বন্ধুত্বের বন্ধন ❤❤।। এছাড়া জীবন অসম্পূর্ণ।
    তবে পৃথি দার "আলুটা গলে গিয়ে দারুন লাগবে " এই যুক্তি তা আমি সহমত ❤

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Год назад +22

    👍❤️😊 অসাধারণ দৃশ্য খাদক শিবাজী আজ পাচক শিবাজী 😂 দারুণ রান্নার গন্ধ কলকাতার বাতাসে ম ম করছে আহা !!!!! জীবন সার্থক এমন এক্সপ্লোরারের সাথে থেকে সঙ্গের পৃথ্বিজীতের ছোট্ট ফুটনোট অনবদ্য 😂 খুব উপভোগ করলাম

  • @ramasingha2227
    @ramasingha2227 Год назад +11

    Teacher শিবাজী, সাংসারিক শিবাজী, Explorer শিবাজী, সাহিত্যিক শিবাজী,পাচক শিবাজী -আরও অনেক রূপেই expect করছি। ভ্রমণের মাঝে মাঝে এই ধরণের relax বেশ ভালো ।

  • @sukumarpaitandi6017
    @sukumarpaitandi6017 Год назад +22

    দারুণ উপভোগ করলাম। ছাল ছাড়ানো মুরগি ও জড়িয়ে যাওয়া কথা এই পর্বকে এক আলাদা মাত্রা এনে দিয়েছে। Love You All❤

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @sagnik.guha85
    @sagnik.guha85 Год назад +6

    এই ভিডিওটা অন্যরকম মজার। বন্ধুদের সাথে এরকম মনখোলা আড্ডার মজাই আলাদা। তাতে কথা একটু জড়ালে কোনও ক্ষতি নেই। সবারই জড়ায়😁😁
    সোদপুর মোড়ে খুব শীঘ্রই "শিবাজীর হেঁশেল" নামক রেস্তোরার দেখা পাচ্ছি তাহলে😁❤️❤️

  • @sumanchatterjee1750
    @sumanchatterjee1750 Год назад +69

    ExplorerShibaji is a myth breaker . It has broken the stereotype thinking that We bengalis are home sick. One of the rare qualities of Mr. Shibaji is his honesty.
    Wanna meet you one day.
    Explore as much as you can, be healthy and fit. Because if u are physically fit, we will be mentally fit.
    😃

    • @Arghamaz
      @Arghamaz Год назад +6

      It's his profession now and major source of livelihood and passion and when passion becomes profession , then great things bound to happen...how many of us can say with conviction inner conscience that our professional job is actually our passion..buke haat diye khub e kom Jon hobe emon i am sure... 🙏

  • @pradip.adhikari1964
    @pradip.adhikari1964 Год назад +16

    রান্নাতো নয় যেন প্রাক যুদ্ধের প্রস্তুতি। এত সহযোদ্ধা ও যোদ্ধানী থাকলে আমিও রান্নার যুদ্ধ জয় করতে পারতাম ।

  • @vivekanandadas
    @vivekanandadas Год назад +9

    শিবাজী দা , পৃথ্বী জিত দার কথা জড়িয়ে যাওয়া টা , আপনার এই ভিডিও এর স্বাদ কয়েক গুন বাড়িয়ে দিয়েছে, ঠিক আপনার আফ্রিকার চিকেন কারি এর মত 😊

  • @ভিনদেশীতারা-ঠ৭ণ

    শিবাজি আমরা South Florida তে থাকি এবং গত কয়কমাস ধরে আমি ও আমার ছেলে আপনার চ্যানেল গুলো দেখছি ! আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই জানেন। এই দীর্ঘ প্রবাসে আমাদের রোজদিন বেঁচে থাকার আনন্দ কয়কগুন বাড়িয়ে দিয়েছে আপনার এই কাজ আর অসম্ভব সুন্দর সহজ আন্তরিকতা! বেঁচে থাকুক আপনার কাজ আর শতায়ু হোক আপনার extended family !!

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад +4

    এক্সপ্লোরার শিবাজী পৃথ্বিজীৎ এর পাচক শিবাজী হয়ে ওঠার মুলে এদের বহুমুখী প্রীতিভা প্রস্ফুটিত হল আরো একবার। কেনিয়ার বুকে বসে এত অসাধারণ কেনিয়ার দেশি মুরগি রান্না এক অসাধারণ শিল্প কর্মের নিদর্শন দিল । দুর্দান্ত লাগলো এই প্রতিবেদন ।

  • @mohammedshafiqulasgar.8377
    @mohammedshafiqulasgar.8377 Год назад +2

    আমি চট্টগ্রাম থেকে দেখছি! দিকে কাঠি চালের ভাত এবং আফ্রিকান দেশী মুরগীর মাংস! দারুন!! চট্টগ্রাম বেড়াতে আসুন! রাংগামাটির পাহাড়ি মুরগি এবং লেকের মাছ খাওয়াবো!

  • @soumikdutta691
    @soumikdutta691 Год назад +12

    অসাধারণ পাচকের হাতে সুগন্ধী রান্নার স্বাদ, সাথে পৃথীদার রসিকতা অনবদ্য 😊❤

  • @SangitaChakraborty-zr3vq
    @SangitaChakraborty-zr3vq Год назад +2

    সত্যি কথা -----পৃথ্বীজিতদার গান হলে ভালো হয়, সঙ্গে শিবাজী দার ও আফ্রিকার দেশে।

  • @subratamukhopadhyay9642
    @subratamukhopadhyay9642 Год назад +13

    Hi Shivaji: By far this is the best video in your current Africa series, glad to see that Prithijit thoroughly enjoying his life, by the way consumptions of alcoholic beverages not a crime so let’s not be over defensive, have fun & enjoy life, wish all success !

  • @sandipdas5815
    @sandipdas5815 Год назад +2

    এই গুণ টা তো জানতাম না । খুব ভাল। জমে গেছে আফ্রিকা সফর । খুব ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ।

  • @drrajibhomoeo
    @drrajibhomoeo Год назад +16

    বিদেশি মাংস, দেশী পাচক, কোলকাতায় একটা আউট লেট থাকলে স্বাদ পাওয়া যেত!
    ভ্রমণ অসাধারণ হচ্ছে বলার অপেক্ষা রাখে না। ❤

  • @sovonmondal6859
    @sovonmondal6859 Год назад +3

    শিবাজী বাবু আপনি এত সুন্দর কথা বলেন। এবং আপনার এত সুন্দর উপস্থাপন। যা মনকে ছুঁয়ে যায়। পৃথ্বিজিত বাবু এককথায় দুর্দান্ত। উনার গান আমি শুনছি খুব সুন্দর। এক কথায় আপনারা দু জনই গুণী মানুষ। এবং পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ ব্লগার।

  • @souravbiswas1641
    @souravbiswas1641 Год назад +18

    অসাধারণ। ভাবা যায় না। আফ্রিকাতে বাঙালী কায়দায় দেশি মুরগি...ওহ্। Love from Bankura ❤

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @joynag91
    @joynag91 Год назад

    সেরা ছিল এই ভিডিও টা জিও শিবাজী বাবু & পৃথ্বীরাজ বাবু আপনারা অসাধারণ মানুষ ।আর thank you ঘরে বসে কেনিয়া দর্শন করানোর জন্যে ।

  • @arupchakravarty6252
    @arupchakravarty6252 Год назад +14

    রাতে মুরগী র সাথে অদৃশ্য পানীয় র জন্য কি গরম মশলাটা গোলমরিচ হয়ে গেল.....😂😂😂❤❤❤❤❤

  • @ramagupta-uq4ik
    @ramagupta-uq4ik Год назад +1

    অসাধারণ লাগল এই পর্ব। তারপর আবার রন্ধন পদ্ধতি উপভোগ করছিলেন যে ভাবে। তবে আসর জমিয়েছেন পৃথ্বীজিত বাবু। ভালো থাকবেন আপনারা। আমরাও উপভোগ করেছি আপনার এই কর্মকাণ্ড।

  • @nationfirst29
    @nationfirst29 Год назад +13

    আজ শিবাজী দা কে আমরা এক অন্য রূপে দেখলাম। শুধু explorer shibaji নয়, এখন থেকে আমরা তাকে chef shibaji হিসেবেও চিনব।🙏🙏

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @svenljunga-bq1pf
    @svenljunga-bq1pf Год назад +1

    এটাই দেখলাম যে কি ভাবে এতো প্রতিকূলতার মধ্যেও একটা সুন্দর রান্না করলেন। আপনার দ্বারা সব অসম্ভব সম্ভব। অল্পের জন্য নইলে পৃথী অলমোস্ট বলে দিচ্ছিলো 😜😜খুব ভালো লেগেছে আপনাদের সবাইকে।

  • @krrahul2335
    @krrahul2335 Год назад +6

    রান্নাটা শিবাজী সত্যিই কেমন করেছিলেন জানিনা, তবে রন্ধন ভঙ্গিমা টি সত্যিই বড় চমৎকার 😀
    তবে রোববারের উপরিপাওনা এক্সপ্লোরার শিবাজীর ভ্লগ সত্যিই বাঙালির রোববারের খাওয়ার পাতে কষা খাসির মাংস সহযোগে ভরপেট ভোজনের সাথে তুলনীয় 😊

  • @diptajitguha8093
    @diptajitguha8093 Год назад +1

    Apnar bolar dhoron uposthapona sotti khub bhalo lage, Ar sob theke beshi jeta bhalo lage detail information Tate Amar moto onekei onek somriddho hoy...Apnar video er kono episode aj obdhi Miss Kori ni, kono notun series elei chatok pakhir moto opekkhay thaki porer episode Kobe asbe...Apni prithi da dujonei bhalo thakun aaro notun notun deshe ghure beran❤

  • @sumankundu9664
    @sumankundu9664 Год назад +16

    দাদা আফ্রিকান বন্ধুদের দের তো একটু এই চিকেন রান্না করে দিতে পারতেন । আপনারা যেমন আফ্রিকান খাবারের স্বাদ নিচ্ছেন ওরাও বাংলার রান্নার স্বাদ পেত ।

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @sanatanroy8083
    @sanatanroy8083 Год назад +2

    দাদা সত্যি বলছি দেখে‌ লোভ সামলাতে পারলাম না, রবিবার দেখছি ঘরে ও করতে হলো। অসাধারণ এই না বাঙালি, যেখানেই যাই সেখানেই নিজের মতো করে জোগাড় করে আনন্দের ব্যবস্থা করতে কোন অসুবিধা হবে না। দারুন লাগছে আপনাদের ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ❤

  • @saikatroy3318
    @saikatroy3318 Год назад +2

    Chicken curry টা miss করলাম ...
    Prithwijit's one liners are becoming sharp day by day.Just Awesome..Keep rolling ...

  • @rumaballav2688
    @rumaballav2688 Год назад +2

    কি ব্যাপার!! পুরুলিয়া য় জানতাম রান্না জানেন না!! আফ্রিকা র জঙ্গলে দেখছি ,আহা কি আনন্দ.....যাক,দেখে ভালো লাগলো😊👍👍

  • @samirmukherjee4524
    @samirmukherjee4524 Год назад +5

    এত দিন আমরা এক্সপ্লোরার শিবাজীকে শুধুই ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে এক অন্যতম নিদর্শন বলেই জানতাম বা দেখে এসেছি, এই পর্বে আমরা এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম যে রাঁধে সে চুলও বাঁধে। চালিয়ে যান শিবাজী ও পৃথ্বীজিতদা আমরা সবাই আছি ও থাকব আপনাদের সঙ্গে, আপনাদের সাথে ও আপনাদের পাশে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @sayantanpanja1034
    @sayantanpanja1034 Год назад +1

    অসাধারন উপস্থাপনা। আপনার ভিডিও ভালো লাগছে আর পৃথ্বীজিত বাবু কেও দারুন লাগে। সবথেকে বড় কথা , ভিডিও গুলো দেখে মনেই হয়না কোনো ব্লগ দেখছি, খুব ই সুন্দর ভাবে সিম্পল ভাবে একদম raw উপস্থাপনা।

  • @sayanichatterjee199
    @sayanichatterjee199 Год назад +4

    Can't thank you enough for this video. Big thanks! Loved the raw conversation with Prithwijit da on wine vs whiskey marinade :)

  • @rahulbasu1681
    @rahulbasu1681 Год назад

    আহা, অসাধারন। বহুরূপে সুমুখে আমার ছাড়ি কোথা খুঁজিছ ট্রাভেলার, ব্লগার, কুক। দারুন, আমেরিকা থেকেও একটু ঘুরে এলাম শিবাজী স্যার এর কিচেন থেকে।

  • @rubydey683
    @rubydey683 Год назад +9

    এটা খুব মজা দেখতে, শিবাজি দা! বাংলা স্টাইলে কেনিয়ার চিকেন, খুব আদৃশ্য এবং স্বাদেও অসাধারণ! সত্যি আমরা সবাই সেখানে সাথে খাওয়ার মন করছি। ধন্যবাদ আপনার অসাধারণ সেরা রেসিপি শেয়ার করার জন্য!

    • @aparnadas6043
      @aparnadas6043 Год назад

      Thank you sibaji!! For showing this marvellous video

  • @pratikdas2983
    @pratikdas2983 Год назад +1

    Eto sundor video er songe majhe majhe erm katha joriye jawa, gorom masala golmorich hoye jawa esb thakle aaro jome othe... Enjoyed a lot❤❤

  • @dibyenduroy1081
    @dibyenduroy1081 Год назад +4

    Best part aha baccha ra dakhe😂😂😂 love you both of you sir sustho thakun healthy thakun

  • @ramanroy2208
    @ramanroy2208 Год назад

    বাস্তবিকই আপনার রান্না করা মাংস দেখেই বুঝতে পারলাম দারুণ হয়েছে ভারতে বসে আফ্রিকায় মাংস রান্না দারুণ উপভোগ করলাম, মনে হচ্ছে বাড়িতে বসে আমরাও স্বাদ গ্রহণ করছি, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আপনাদের আফ্রিকা ভ্রমণ সুন্দর হউক!

  • @niherchowdhury7775
    @niherchowdhury7775 Год назад +3

    Dada, I don't know what time it is there, but when I'm watching this episode here, it's 10 pm. Even without having dinner.. I felt really hungry after seeing this cooking preparation. Cooking is an art no doubt.
    I don't know what others will say. But I had a lot of fun.
    Oh! Pritthi da. Let him enjoy a little like him. He is very shy. If these are not there, it will not accumulate properly.
    Please give the posts a little sooner. Looking forward to your post.
    Anyway, everyone have more fun and stay healthy.

  • @ranajitchakraborty9858
    @ranajitchakraborty9858 Год назад +1

    আহাঃ কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিব না !😛দেখেই এতো স্বাদ পাচ্ছি,খেলে না জানি কি হতো!
    আর সাথের কৌতুক মেশানো বাক্য-বিনিময় গুলো এক উচ্চ পর্যায়ের প্রেক্ষাপট রচনা করেছে তা বলাই বাহুল্য!
    এক কথায় আমি এক্কেরে কাইত !
    খাওয়া-দাওয়া খুব জমুক আর সাথে চলুক কিছু কিলিমানজারোতে -চুমুক!
    চিয়ার্স 👌👍!

  • @swarupdutta4564
    @swarupdutta4564 Год назад +3

    ওহ আলাদাই । Prithwijit da is the hero of this episode 😂। Really enjoyed a lot ❤

  • @SabitaHalder-sl1es
    @SabitaHalder-sl1es 6 месяцев назад

    আপনাদের টুপি গুলো খুবই ভাল । প্রচন্ড শীত এর জন্য উপযুক্ত । এই ভিডিও টা ও ভীষণ ভাল লাগল ।Thank you so much .

  • @kabitapaulmallick2344
    @kabitapaulmallick2344 Год назад +5

    শিবাজী আর পৃথ্বীরাজ এর মতন বন্ধু খুব কম দেখা যায়

  • @kpmukherjee1993
    @kpmukherjee1993 Год назад +1

    পৃত্থিজিৎ-এর ready wit-এর কোনো তুলনা নেই। আর এতে বোঝা যায় how intelligent he is. We all love him..❤

  • @riyaghosh9521
    @riyaghosh9521 Год назад +8

    অপেক্ষায় ছিলাম, রবিবার সকাল আর আপনার আফ্রিকাতে বসে বাঙালি স্টাইল চিকেন রান্না অসাধারণ লাগলো...
    🥰

  • @santabhattacharya4764
    @santabhattacharya4764 Год назад +1

    আজকের পর্ব টা একদম ভিন্ন মাত্রা র।ভ্রমন পিপাসু বাঙ্গালী বিদেশের মাটিতে বিদেশি চিকেন এর দেশী ঝোল রান্না করছে...এই দৃশ্য অভাবনীয়।তবে রাত্রিবেলা খাবার ইচ্ছা টাকে জাগিয়ে দিল।আজ সবাই এত সুন্দর মুড এ ছিলো যে মন ভরে যাচ্ছিলো। চিকেনের ঝোল টা খুবই ভালো ছিলো।

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад +4

    দুর্দান্ত লাগলো। নিজের হাতে রান্না করে নিজে ও সাথীদের খাওয়ানোর‌ তৃপ্তিই আলাদা। পৃথ্বীজিৎদার টিপ্পনি খুব উপভোগ্য। শিবাজীদার সেফের চাকরিটা পাক্কা। বেশ ভালো লাগলো ভিডিওটি।

  • @mixkart8108
    @mixkart8108 Год назад

    পৃথ্বী দার বক্তব্য মুরগির ছাল বাইরে ফেললে সিংহ আস্তে পারে। এই লজিক টা দুর্দান্ত লাগলো।দারুণ সব মুহূর্ত। এনজয়।

  • @srideepmukherjee6159
    @srideepmukherjee6159 Год назад +8

    Living it out king-size 🎉
    Your spontaneity is your USP, friends 😊

  • @sohagchowdhury1997
    @sohagchowdhury1997 Год назад

    আমি কিন্তু রাত এগারো টা তেই দেখলাম ভিডিও টা।অসম্ভব উপভোগ করলাম। বেশ লোভনীয় রান্না।

  • @Arghamaz
    @Arghamaz Год назад +5

    Needless to say outstanding as always..everytime coming up with new varities and out of box ideas n activities..different from usual vloggers which make you distinctly standout among all 🎉

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @shibasisguha3951
    @shibasisguha3951 Год назад +1

    Zindegi na milengi dobara!!! Ossadharon!! 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻

  • @puchka001
    @puchka001 Год назад +21

    এই রেসিপিটার নাম দেওয়া উচিৎ '(কথা) জড়ানো মুরগি' 😂😅❤

  • @FOODELLER
    @FOODELLER Год назад +1

    মানতে হবে ❤️ এই অভিজ্ঞতা টা সত্যিই খুব ই অনন্য। তবে আজ পৃথ্বীজিৎ দা ফুল সুইং এ আছে 😁😁😁 দারুউউউউউউউউউউউউউউন লাগলো দেখে

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Год назад +4

    আজ রবিবার দিনের বেলায় এইরকম শীবাজিদার তৈরি মুরগির মাংস উফ 😋। পৃথ্বিজিতদার কথা জড়িয়ে যাচ্ছে তা বুঝলাম, কিন্তু পৃথ্বিজিতদার বক্তব্যের মাঝে কাট হয়ে গেল 😂। অসাধারণ লাগলো, ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @sarojbose6015
    @sarojbose6015 Год назад +2

    ❤❤❤ দারুণ লাগলো খুব খুব ভালো লাগলো ব্লগ টা আজ রবিবার সকাল ব্লগ টা দেখছি খিদে আরও বেড়ে গেলো 😊 খুব ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @Xplore_Nature
    @Xplore_Nature Год назад +4

    দাদা আস্ত মুরগী দেখাননি তাই মুরগী না শেয়ালের মাংস বোঝা গেলো না।😂টেস্টি হয়েছে শুনে ভালো লাগলো।

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Год назад +2

    অসাধারণ দেখেই খিদে পেয়ে গেলো তো 👍 আমরাও কোথাও গেলে রান্না করি ইচ্ছে করে খুব মজা হয় একসাথে অনেকে মিলে ❤️❤️ পৃথি দা কথা জড়িয়ে যাচ্ছে কিন্তু 😋😋 এতো ভালো চিকেন এর গন্ধ তো টাই মনে হয় 👌👌

  • @amitmittra95
    @amitmittra95 Год назад +3

    African desi morog and Single Malt .. what a combination 🤩😋

  • @indirachoudhury1981
    @indirachoudhury1981 Год назад +2

    আপনি তো সব দিকেই পারদর্শী, আফ্রিকা তে বাঙালির হাতের মুরগির ঝোল, আমরা সব বাঙালির কি একই অবস্থা হয়, যেখানেই যাই না কেনো বাড়ির রান্না খাওয়ার জন্য মন কেমন করে। দেখেই খেতে ইচ্ছে করছে কিন্তু 👌👌

  • @salmansareng4284
    @salmansareng4284 Год назад +2

    দাদা আপনাদের একে অপরের প্রতি এত ভালোবাসা চিরদিন থেকে যাক,আপনাদের বন্ধুত্ব খুব সুন্দর,
    এই বন্ধুত্ব যেনো চিরদিন এভাবেই থাকে।

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @santanughatak4009
    @santanughatak4009 Год назад +2

    ছোট বেলার বন্ধু বান্ধব নিয়ে চরুইভাতির কথা মনে পরে গেলো । এখন যতোবারই রান্না করি একই রকম স্বাদ হয় কিন্ত তখন প্রতিবারই আলাদা আলাদা স্বাদ হতো ।

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 Год назад +1

    অসাধারণ ভাবা যায় না আফিকাতে বাঙালি কায়দায় দেশি মুরগী ওহ দারুণ

  • @koushikpramanik6598
    @koushikpramanik6598 Год назад

    ঘি দিয়ে আফ্রিকান মুরগির ঝোল সাথে শিবাজী দা ও পৃথ্বিজীত দা।।।।
    আহহহহহ্।।।। জয় বাঙালি।।।।
    চাঁদের পাহাড়ের শঙ্করের সাথে তোমাদের নামটাও জুড়ে গেলো।।।।
    জয় বাঙালি।।।।।

  • @nilanjanbhattacharya8562
    @nilanjanbhattacharya8562 Год назад

    Oshadharon video.....khub bhalo laglo.....SIBAJI DAA.....eirokom rannar sathe PRITHHI dar roshikota...puro jome khir...HHAL CHAL e ALADA

  • @shyamalichakraborty4638
    @shyamalichakraborty4638 Год назад

    অপেক্ষায় আছি দাদা পরের গুলো দেখার জন্যে। চেনা অচেনা সব জাগাতেই আরো আরো বেশি বেশি যান আর আমাদের আপনার চোখ দিয়ে দেখার দৃশ্য ক্ষিদে অবলীলায় মেটান। আর পৃথিজিৎ দাকে আপনার ভমণ সঙ্গী হিসেবে অসাধারণ লাগে দাদা। আপনি গুপী হলে উনি বাঘা। ভালো থাকবেন 🙏🏻🙏🏻🙏🏻রাধে রাধে 🙏🏻🙏🏻🙏🏻

  • @tirthickmukherjee7373
    @tirthickmukherjee7373 Год назад

    অনেক দিন পর দেখছি কিন্তুু দারুন উপভোগ করলাম। After dinner তোমাদের রান্না করা চিকেন কারি দেখে আবারো খিদে পেয়ে গেলো . খুবববববব‌ ভালো লাগছে thank you ❤❤❤❤❤❤

  • @BhaskarDascomp
    @BhaskarDascomp Год назад

    রবিবার দুপুরে বসে আপনার এই পর্ব দেখেছি । বাঙালি আর রবিবারের দুপুর - সাথে chicken curry।
    মজার বিষয় হল - বাড়িতেও আজ chicken । মাঝে রান্নার গন্ধ পেয়ে চমকে উঠেছিলাম - ভাবলাম - kenya থেকে চিকেনের গন্ধ এই অবধি পৌঁছালো কি করে !!!

  • @indranimazumdar161
    @indranimazumdar161 Год назад +1

    Darun. Darun ki. Laky. Tomra Afrikate boshe. Khachho. Tomader. dekhe. Amaro. khub. khete. echhe. korche . Tomader. jonno anek. anek. Suvo. kamona. roilo.

  • @sreejoyemukherjee2051
    @sreejoyemukherjee2051 Год назад +1

    Darun maujadar vlog! Ektu onno rokom and khub entertaining! Prithijit dar pj and commentary just fatafati 😂

  • @somshubhraroy
    @somshubhraroy Год назад

    Best Video ever saw ! Prottek ta travel vlog apnar dekhechi kintu ei vlog er moton moja konotate paini. Sera Sera! ShibajiSir and Prithijit Sir rocks!!

  • @mohonasur8659
    @mohonasur8659 Год назад +1

    Darun laglo apnader video ta..Bondhuder sathe forest er majhe party songe desi murgir jhol bhat..Jome khir puro..Tomra egiye jao shibaji da & pritthijit da..Love from Scotland❤

  • @ritamsarkar7091
    @ritamsarkar7091 Год назад +1

    Sera r Sera tumi nd prthi da...African chiken k desi style e ranna uff aswam.
    Love from Arambagh

  • @ProbalRoychowdhury-m4u
    @ProbalRoychowdhury-m4u Год назад +2

    Excellent.
    Keep it up.
    Apnar o Prtihijiter dosti amar rahe.
    Prithijit er kotha joriye gelao sunte khub bhalo legeche.😂😂

  • @indermukherjee243
    @indermukherjee243 Год назад

    আপনাদের ভিডিও তে একটা বনেদিয়ানা আছে, যেটা আপনাদের ভিডিওকে স্পেশাল বানায়, আপনাদের দুজনের জুটি বেঁধে ভ্রমণ সত্যিই বাঙালিদের একটা নস্টালজিয়া য় নিয়ে যায়, জুটি অনেক ক্ষেত্রেই বাঙালিরা পছন্দ করেন এদিক থেকে ভ্রমণ এর ক্ষেত্রে আপনাদের এই পারসেপশন সত্যি ইউনিক আর আপনাদের দুজনের এই অতুলনীয় বন্ডিং টাও আমরা বেশ উপভোগ করি, দুজনেই অনেক অনেক ভালো থাকবেন

  • @prabirpal6461
    @prabirpal6461 Год назад

    Out of line একটা পর্ব দেখলাম. Outstanding.... 👍

  • @Sourav_Sir1992
    @Sourav_Sir1992 Год назад +1

    Shivaji Da.. Pritthi dar ktha r Shivaji dar Chokh dutoi jorie jacche..Bangla mangso jindabad 😀😀😀🔥..
    Regards from
    Sourav

  • @kpmukherjee1993
    @kpmukherjee1993 Год назад +2

    Glenmorangie single malt মেরে কিছু না পেয়ে রান্না, দুষ্টুমিটা দারুণ উপভোগ করলাম। এমনই রসে বশে থেক ভাই..😅

  • @titosiddique1571
    @titosiddique1571 Год назад

    অসাধারণ লাগলো, প্রতিটি ব্লগ ই সুপার, তবে, শেফ এই পর্ব টি আর ও অসাধারণ, ইয়াম্মি, ইয়াম্মি, দাদা, তুমি ফাটিয়ে দিলে, সব কিছুতেই অল রাউন্ডার তুমি, আর মাংশের সাথে চিকেন কারি......খুবই ই মজাদার খাবার, সবার জন্য শুভ কামনা রইলো, ভালো ভাবে দেশে ফিরে আসো,

  • @soupornorc8182
    @soupornorc8182 Год назад

    Africa r desi murgi diye banglar deshi jhol....sobtheke Sera chilo. Marattok combination. ❤

  • @samimakhtar1268
    @samimakhtar1268 Год назад +1

    Very very good video kenieya tay dasi murgir jhol ar jeera kathi rice.kaniyata west bengal koray dilay Tumi.asadharan shivaji da and prithijit da.bhalo thakbay sustho thakbay.

  • @subhajitbose7774
    @subhajitbose7774 Год назад

    গুরুদেব প্রণাম নিও....পৃথ্বী দা কথা জড়িয়ে গেলে যাক...তুমি চালিয়ে যাও...i love explorer Shibaji

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 Год назад +2

    ও়়ঃ শিবাজি,পৃথ্বীজিৎ,-
    তোমাদের মাংস রান্না দেখে দারুণ লাগছে। শিবাজি, খুশি হলাম জেনে তুমি "আমাগো" ইস্টবেঙ্গলের। 😅

  • @arupchatterjee3119
    @arupchatterjee3119 Год назад +1

    পৃথিজীত কে নতুন করে কিছু বলার নেই।ও তো উচ্ছন্নে গেছে। কিন্তু মাস্টার শিবাজী কি করলো। ঘি দেবার পরে গরম মসলা চাইতে গিয়ে বললো গোলমরিচ দে 😂।
    মরাল ওফ দি স্টোরি কি ?
    ওই সব খেয়ে ভালো মাংস রান্না করা যায়।
    খুব ভালো লেগেছে। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।

  • @jayadasgupta1138
    @jayadasgupta1138 Год назад +2

    আহা! স্বাদে গন্ধে অতুলনীয় আফ্রিকার পরিবেশে তা সবার তৃপ্ত মুখ দেখে বোঝা যাচ্ছে 😀 আর সামান্য হলেও ইর্ষান্বিত হয়ে পরছি এই পরিবেশে পিকনিক করতে দেখে 😁❤❤

  • @sutapasumi440
    @sutapasumi440 Год назад

    আমি মাছের ঝোল ভাত খেতে খেতে দেখলাম এটা। মাঝেমধ্যে জড়িয়ে যাওয়া ভালো,বেশ ভালো।

  • @dream11bengal85
    @dream11bengal85 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Prithijeet da chara তোমার এই channel কিন্তু incomplete 🙌
    Love both of you 😊

  • @amitghosh5170
    @amitghosh5170 Год назад

    মাস্টার ওফ চিপ শিবাজী দা বিদেশে গিয়ে বাংলী মতো চিকেন ঝোল তারপর ঘি আর গরম মশলা দিয়ে রান্না অনবদ্য খাবার পরিবেশন করলেন,, দারুণ শিবাজী দা ❤❤❤❤

    • @bonginncanada
      @bonginncanada Год назад

      ruclips.net/video/3NPwlupDgCM/видео.htmlsi=gvYWE4kO-fIw_XSg

  • @jibonkhan1940
    @jibonkhan1940 Год назад +1

    অবস্থা একটাই জিবে জল। অসাধারণ মুরগির ঝোল ,পুরো জমে গেছে।

  • @8PMIST
    @8PMIST Год назад

    Sunday Dupur a romantic mood a
    Dadader Blog dekhchi ....
    Ki j laag che bujhate parbona ..... ❤️❤️❤️

  • @piyushkantiroy9604
    @piyushkantiroy9604 Год назад +2

    প্রবাসে "পিকনিক" !!!!
    Ex-cellent !!!!
    💐🙏❤🎉👍

  • @milichatterjeeghosh5956
    @milichatterjeeghosh5956 Год назад +1

    Prithwijit Da tumi ekdom thik bolechho, Vancouver e ekhon raat 11:30, Saturday night, dinner kora hoy gyachhe but chicken curry ta dekhe abar khide peye gelo🤣😆 am sure durdanto fatafati khete hoychhe😋😋♥️♥️ amio always chicken er skin ta remove kore tarpor ranna kori! Bhishon enjoy korlam, next vlog er jonne eagerly waiting! Shobai ke Thankyou especially Shibaji Da♥️♥️

  • @susmitabanerjee5320
    @susmitabanerjee5320 Год назад

    এই পর্ব তা দারুন দারুন।একটু দুস্টুমির ছোঁয়া পেলাম। এটা কিন্তু বেশ অন্যরকম লাগলো আপনার অন্য ভিডিও গুলোর থেকে আলাদা।তবে হোক হোক এমন পর্ব।অন্য রকম পর্ব আর অন্য হাতে রান্না দুটোই মাঝে মধ্যে পেলে জাস্ট জমে যায়। 😊😂

  • @mitalibasu8488
    @mitalibasu8488 Год назад

    Bheto Bangali always ek e rokom thakbe se prithibir j kono prante e Jak na keno..r tar boro pronam holo explorer Shibaji Da❤
    Eai j bangaliyana bapar ta sob Kota video te tule dhoren na... just mon chuye Jay..

  • @pinakiroy7018
    @pinakiroy7018 Год назад +1

    Onek din por aktu onno rokom vabe enjoy korlam vdo ta .
    Tobe sotty aj prithi da k aktu amader moto laglo.
    Barate gale ja hoy r ki.😂😂😂 . Darun

  • @MrSouravhalder85
    @MrSouravhalder85 Год назад +1

    Cheers shibaji da and prithi da. Ekhon ghori te rat 11.30, dekhchi apnader video sathe old monk r vat r kolkata bouer toiri kosa murgir mangso. Tai relate korate parlam. Valo thakben sustho thakben.

  • @uditaraychaudhuri5017
    @uditaraychaudhuri5017 Год назад +1

    Shibaji da ranna korte paren jantam na. Dekhe to darun laglo. Ebar Prithwijit da r ranna ekta dekhte chai Africa tei

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Год назад +1

    পরিশ্রমের কোনো বিকল্প নেই.. এতো পরিশ্রম করেছেন রান্না তো ভালো হবেই..জমিয়ে খাওয়া সঙ্গে আড্ডা..❤❤❤❤

  • @explorewithganguly
    @explorewithganguly Год назад

    Prithwijit বাবু কে আমার খুব ভালো লাগে।উনি পুরো আমার কাকুর মত।মজার এবং ভালো

  • @sukantamitra4132
    @sukantamitra4132 Год назад

    Prithyjit babu mone hochhe, 'Kilimanjaro' r purotai mere diachen. Jaihok sob milia akta durdanto enjoyment. Aha Osadharon. Lage raho 'Chatropati'.