জীবনে কোনোদিনই নীল নদের বুকে নৌকা বা ক্রুজে ভ্রমণ করা হবে না। কিন্তু আপনারাই সঙ্গে করে সেই সব জায়গায় ভ্রমণ করিয়ে আনলেন। ধন্যবাদ দেবো না, বরং শুভেচ্ছা জানাবো, আর প্রার্থনা করবো আপনারা সুস্থ সবল শরীরে আরও অনেক দেশ ভ্রমণ করুন, আমাদের সঙ্গে নিয়ে। 👌👌
নীলনদে পালতোলা নৌকায় নৌকাবিহারের অংশটি ছিল দুর্দান্ত। এছাড়াও মাঝি এবং পৃথ্বীজিৎ বাবুর লোকগানের যুগলবন্দিও মনোমুগ্ধকর। প্রত্যেকটি পর্ব থেকেই মিশরের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে জানছি এবং সমৃদ্ধ হচ্ছি।
আমি একজন একাশি বছর পার করা মানুষ। এবছর অক্টোবরের শেষ ভাগে কোলকাতার একটি দলের সদস্য হিসেবে মিশর ঘুরে এলাম। নীল নদের এই জাহাজগুলো সত্যি অসামান্য। ভিতরে রাজপ্রাসাদের চেয়ে কোন অংশে কম নয়।
Prithibi hariye galo moru saharay.. mishorer nil nod akashe milay.....ganti amake nilnode niye chole galo..asadharon😊😊😊😊❤❤❤apnader chokh diye amra prithibi ke darshon kore cholechhi... thank you
অসাধারণ! বাংলায় এমন কন্টেন্ট পরিবেশন করার মতো দক্ষ ভ্লগার খুব কম। আপনাদের দৌলতে সেই অভাব আজ পূরণ হচ্ছে। ভবিষ্যতে দুনিয়ার আরো অনেক দেশভ্রমণের কাহিনী আপনাদের ভ্লগে দেখার ইচ্ছে রইলো।
বাঙালির ভ্রমণ সাহিত্য এক ক্লাসিক, ভ্রমণ সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল ভ্রমণের ডিটেলিং ও লেখক এর পর্যবেক্ষণ,বর্তমান যুগে আপনি আপনার ভ্রমণ ভিডিওর মাধ্যমে এক নতুন ধারা র সৃষ্টি করেছেন, এরকম আরো ভিডিও দেখতে চাই এক্সপ্লোরার শিবাজীর কাছ থেকে....
নমস্কার দাদা, আমি বাংলাদেশ থেকে লিখছি। বেশ কিছুদিন ধরেই আমি আপনার ভিডিও গুলো দেখছি। চমৎকার কাজ করছেন আপনি এবং আপনার বন্ধুরা। এখন দেখছি মিশরের ভিডিওগুলো। সত্যিই মনে হচ্ছে আমি নিজেই বুঝি বেড়াতে গেছি। আপনাকে এবং আপনার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আমার পক্ষ থেকে। 😊
দাদাদের পৃথিবীর বিভিন্ন দেশের টুরের মাধ্যমে আমাদেরকে পাঠানো ভিডিও ফুটেজ মনের খোরাক এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। কিন্ত মনের ও শারীরিক কোন অসুস্থতার আলামত পাইনি। ধন্যবাদ জানাই আমার আগামী দিনের অপেক্ষায়। ধন্যবাদ। ❤🎉
ওপরের খোলা আকাশ নীল, মানুষের নয়নযুগল নীল, জলের রং নীল, তোমাদের পোশাকে নীল... দেখতে দেখতে রুপমের বিখ্যাত গানে মনের ভিতরটা গুণগুনিয়ে উঠলো....... "নীল রঙ ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিল, মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়? আজ নীল রং এ মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বে-নীল ভেজাল ভেসে বেড়ায়....." অপূর্ব লাগছে এই ক্রুজ পর্বের সবকিছুই। মাঝে মাঝে টাইটানিকের ভিতরের চোখ ধাঁধানো সৌন্দর্যের কথাও মনে পড়ে যাচ্ছে।
আজ নীলনদের মাঝে পৃত্থিজিৎদার গান শুনে মন সত্যিই জুড়িয়ে গেলো। গিজা পিরামিড এর পর্বটি দেখতে দেখতে মনে হচ্ছিলো এই পিরামিড আর মরুভূমির মাঝে পৃত্থিদার একটা গান থাকলে মন্দ হতো না।
অসাধারণ পর্ব দাদা। এক টানা দেখে ফেললাম। যারা একটা সুযোগ পেয়ে আপনাদের নিয়ে কূটকচালী করছেন এই পর্ব এবং এর আগের পর্বটি (ট্রেনযাত্রা) তদের মুখে একটি করে নিঃশব্দ থাপ্পড়। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
খুব সুন্দর দাদা। এর আগে তোমাদের মহা রাষ্ট্র টুর দেখে ঘুরে এসেছি । এটা কবে পারব জানিনা । কিন্তু ইচ্ছে টা জেগে রইল। অসংখ্য ধন্নবাদ এত সুন্দর ভিডিও র জন্ন।
Explorer Shibaji ar Pritthwijeet , অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা 😊 মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখলাম ,আর ,'নীল নদ'এ নৌকা বিহার তো পুরো যেন, 'জীবন্ত জলছবি ' !!!😊😊
Felucca, shikara, gondola in Venice all are charming! But no match for the mighty Nile…, Mark Anthony and Cleopatra’s favourite romantic activity…. You guys gave us tremendous joy too!
দাদা আপনাদের ব্লগ আগে দেখি নি কোনো দিন কিন্ত এই এজিপ্ট সিরিজ টা পুরোটাই দেখছি। এত সুন্দর জায়গা সেটা নিয়ে তো কিছুই বলার নেই। আর আপনার দুজনের জুটি পুরো সোলে সিনিমার জয় বিরু👬। নীল নদের ওপরে নৌকায় ঘোরা আর সঙ্গে পৃথ্বী দার গান টা জাস্ট ফাটাফাটি। অনেক অনেক ভালোবাসা রইলো দাদা❤️❤️❤️। আমি ও আজ থেকে আপনাদের একজন ছোট্ট ফ্যান🙏🙏🙏
পৃথিবীর বৃহত্তম নদীতে নৌকাবিহার সত্যিই এক অনবদ্য অভিজ্ঞতা । Cruise টা সত্যিই এক ভাসমান রাজপ্রাসাদ। তবে Chargeable Wifi আর জলের বোতলের বিস্তর দাম এই দুই বিষয় মোটেই ভাল লাগলো না । তবে পৃথিবীর প্রাচীন তম সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য গুলোকে আপনাদের মাধ্যমে দেখার সুযোগ পেয়ে সত্যিই খুব ভাল লাগছে।
Thank you for the money you are spending and the pain you are taking to make these awesome tour videos.I will also thank Prithijit for his wonderful song.All the best to both of you.
শিবাজীদা ভারতের বাইরে যাওয়া খবর পেয়ে মনটা একটু খারাপ হয়েছিল যে ভারতের অনেক কিছু ছেড়ে ভারতের বাইরে চলে গেলেন। কিন্তু মেনে নিতে হলোই দারুন দেখাচ্ছেন। খুবই ভালো এই ব্লগটা।দারুন।এই বেলঘরিয়াবাসির অভিনন্দন আপনাদের।
Seeing these sights is like a dream come true for me. School geography had introduced me to ASWAN DAM. Now I can at least say that I've seen live visuals of these places. Thank you Shibajida and Prithwijitda once again.
The interior of the Cruise made me remind of Titanic, where Sole of Jack embraced Rose and danced. Lovely I must say. It is like I am dreaming a heaven. Thanks Shibaji sir and Prithijeet sir. You people made us a tour that I atlesat cannot afford in my lifetime. Thank u both once again. Lots of love and respect from B Basak, Durganagar, Kolkata.
Khub khub bhalo laglo.Kono din to jete parbo na.Ghore bosei apner jonno Aswan dekha hoye galo.Khub bhalo laglo boat a Prithwijeetda r gan r enjoyment.Bhalo thakben.
This was amazing video..absolutely outstanding breathtaking and as usual Prithwijit stole the show... showstopper champion singer n travel enthusiast👍 👌 ❤️
Jothariti ekta durdanto episode dekhlam. Debi icis r temple ta bes unique. Golpo tao bes sundor laglo Shibaji da. R ekta katha na bollei noi seta holo Prithwijit da r starting performance gaan nil node noukar opor. Darun darun Shibaji da Prithwijit da. Porar boi r baireo je history te onek kichu janar ache seta apnder ei blog na dekhle jantei partam na. Abar Next part r janya wait korbo. Ebar vabchi ei series puro complete hoe gele khub faka faka lagbe. Kobe abar thik eirokom durdanto series apni amader dekhaben. Okk valo thakben apnara.
Nile is not only longest individual river in the world it is connector of black Africa and middle east it's starts from Victoria lake I think one day you complete entire journey and transform yourself adventures
অতিব সুন্দর, নীল নদ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে।এমন দৃশ্য কোনো দিন পয়সা খরচ করে যেতে তো পারবই না, আবার কল্পনাও করিনি কোনো দিন। মিশরে ভ্রমণ করানোর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলকে আনন্দ দিতে থাকুন।
Kudos Shibaji - from your subscriber in USA. I had been to the same places in 2019 - I am reliving memories but your presentation is just awesome. Looking forward to the rest of the series. Kudos to Prithwijit as well.
Wow, what an incredible journey on the luxurious Cruze! Exploring the stunning River Nile has always been a dream of mine, and your video just brought that dream to life. The breathtaking views, the elegant ambiance, and the serene waters make this experience truly unforgettable. Thank you, Explorer Shivaji, for taking us on this virtual adventure and allowing us to witness the magic of the Nile from the comfort of our screens. Keep up the fantastic work, and I can't wait to see where your next exploration takes us!
কত বিচিত্র এই পৃথিবী। কত রকমের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ। তা সত্বেও মানুষের আত্মার সম্পর্ক অদ্ভুতভাবে মিলন ঘটে। পৃথ্বীজিৎদার তালে তালে গান মন মাতিয়ে দিলো। সুর,তাল কোনো দেশ মানে না। অপূর্ব আয়োজন। দূর্ধর্ষ ভিডিও। খুব ভালো লাগলো।
I am enjoying this series very much ❤ I have seen many vlogs of foreigners travelling to Egypt and other countries but your vlogs are on another level 👌 Hoping to see Greece, Italy, Turkey and UK through your vlogs 😊
Video dekhta dekhta comment korlam......gaan ta khub bhalo laglo.....prithi da tomar gaan ektu besi chai video te.......jeno mone hochhe tomader sathe ami achi......hyto jini ei gaan likhechen tini khub khusi hoto ei video dekha.....
অসাধারণ লেগেছে নীল আকাশের নিচে নীল জলে ভেসে যাওয়া পর্ব। সেই স্বচ্ছ নীল জলে পাড়ের স্থাপত্যের ছায়া।মুগ্ধ হয়ে দেখছিলাম।অনবদ্য ক্রুজ চালকের গান,।সুর যেন জলের ছন্দে মিশেছে।যার ভাষা বোঝার প্রয়োজন হয়নি। মন্দির টির স্তম্ভের চিত্র অপূর্ব।সত্যি আপনার চোখ দিয়ে দেখছি পৃথিবীর রূপ।অন্য কোথাও যেতে হয়না।🙏🙏
নীল নদের জল হাতে, অসাধারণ অনুভূতি, মনে হচ্ছে যেন আমি ও জলে হাত দিয়েছি । সেই নীল নদ,মিশর। একটা অদ্ভুত অনুভুতি। আপনি আপনার আগের ভিডিও গুলোর মত সুন্দর করে সাজিয়ে দেখান।আমারা সবাই মনের আনন্দে নীলনদে ভ্রমণ করি আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
এতো সুন্দর ক্রুজে তোমাদের সাথে থাকা,এত ভালো খাবার খাওয়া,নীল নদে নৌকা বিহার,সর্বোপরি পৃথিজিথ এর গান মন। কেরে নিয়েছে।এই জীবনে নিজের চোখে হয়তো সম্ভব নয় কিন্তু তোমাদের চোখে এই ভ্রমণ চিরস্বরণীও হয়ে থাকবে।
পৃথ্বীজিৎ দার গান শুনে হামাদা মাঝি ভায়ের ও মনে হয় গান গাইতে ইচ্ছে করলো আর আপনারা যোগ্য সঙ্গত করেছেন বিশেষ করে পৃথ্বীজিৎ দা এছাড়া বাকি ভিডিও টা সম্মন্ধে এক কথায় সারছি, একদম ফাটাফাটি ।
দাদা আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে শিবাজীদা ভিডিও কবে আসবে অবশেষে পেয়েই গেলাম। মোবাইল চার্জ দেওয়া ছিল হঠাৎ কারেন্ট চলে গেল ফোনের নেটওয়ার্ক খুলতেই দেখলাম explore sebaji ভিডিও। সমস্ত গরম কেটে গেল তোমাদের ভিডিও দেখে।আর নীল নদের মতো জায়গায় explore sebaji দার তাহলে কোন কথা হবে অসাধারণ লেগেছে ভিডিও দারুন দেখে মনটা আনন্দে ভরে গেল ধন্যবাদ দাদা এরকম ভিডিও উপহার দেয়ার জন্য।
আরে আমার ত মনে হচ্ছিল সেই টাইটানিক এর জাহাজের কথা। ভিষন ভালো লাগলো। আমরা লন্ডন থেকে ফ্রান্সে গেছিলাম ইঙ্গলিস চ্যানেল উপর দিয়ে খুব সুন্দর করুসে করে তোমরাও নিশ্চয় ই যাবে। সব মনে পড়ে গেল। তবে তোমাদের মতন এত সুন্দর ভাবে কেউ ইজিপ্ট দেখায় নি। অপূর্ব সুন্দর লাগছে। আমি ত বার বার দেখছি সিরিজ টা। খুব ভালো থেকো ❤❤।
যথারীতি ভীষণ আকর্ষণীয়। সবচেয়ে বড়ো কথা, এক অসাধারণ Systematic পথে ভিডিওগুলো এমনভাবে নির্মাণ করেন আপনারা, তাতে একটা এর মধ্যে সবসময় একটা চলমানতা বজায় থাকে। মনে হয়না, কোনও মুহূর্ত একটুও থেমে যাচ্ছে। অপূর্ব বৈচিত্র্যময় এই সফর। প্রাচীন ইতিহাস বারেবারেই উঠে আসছে সামনে। তার পাশেই আবার অতি আধুনিকতায় মোড়া বিলাশবহুল ক্রুজ। পুরনো-নতুনের এই সহাবস্থানের ফলে, সফরটি এক অন্য মাত্রায় অভিনব হয়ে উঠেছে বলা যায়। Explorer Shibaji এভাবেই এগিয়ে চলুক মুক্তবাতাসের মতো।
এখানকার আকাশ নীল, মানুষের চোখ নীল, জলের রং নীল। কেমন লাগছে এই সিরিজ? জানাবেন!! পরের পর্ব আসবে বৃহস্পতিবার রাত ৮ টায়।
স্যার অপেক্ষায় রইলাম ❤️😘
খুবই সুন্দর লাগছে দাদা।
আর তোর আর পৃথ্বীজিৎ এর সার্ট নীল। যাকে বলে মেন ইন ব্লু। কেমন লাগছে??? MUMTAZ... (Excellent in Egyptian Arabic) 💝💝💝
Apnar sathe sotti amra o ghurchi mone hochche
oshadoron❣❣❣
জীবনে কোনোদিনই নীল নদের বুকে নৌকা বা ক্রুজে ভ্রমণ করা হবে না। কিন্তু আপনারাই সঙ্গে করে সেই সব জায়গায় ভ্রমণ করিয়ে আনলেন। ধন্যবাদ দেবো না, বরং শুভেচ্ছা জানাবো, আর প্রার্থনা করবো আপনারা সুস্থ সবল শরীরে আরও অনেক দেশ ভ্রমণ করুন, আমাদের সঙ্গে নিয়ে। 👌👌
আপনার নীল নদের ভিডিও দেখে মন ভরে গেল
মনে হল আমি ও যেন নীলনদের উপর ভেসে আছি। অপূর্ব সুন্দর দৃশ্য।
22:29 chhotobelay je noder golpo itihas r bhugol boitei porechi sei noder jol chhuye dekhar aladai anuvuti .... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️
সশরীরে তো যাওয়া সম্ভব না।তবে আপনার এই ভিডিও তার থেকে কম কিছু নয়।
সত্যি মনে হয় যেন নিজের ঘুরছি!😊
Sibaji দা কে বলুন একটা গ্রুপ ট্যুর করতে তাহলেই সম্ভব হবে
@@simadhara819 সমস্যা তো ওইটাই।
বিলাসবহুল।।।।
কেন সম্ভব নয় ?? পরিশ্রম করুন, অর্থ উপার্জন করুন , জীবন কে উপভোগ করুন...
Really.you are correct.
আমি কখোনও তো যেতে পারবো না।অসাধারণ।হরেকৃষ্ণ।
তথাকথিত পশ্চিমের দেশ নয়, প্রাচীন ইতিহাসের ধারাবাহক এইরকম মধ্যপ্রাচ্যের সিরিজ আরো দেখতে চাই দাদা। ভীষন ভাবে উপভোগ করছি প্রতিটা পর্ব। ধন্যবাদ।
নীলনদে পালতোলা নৌকায় নৌকাবিহারের অংশটি ছিল দুর্দান্ত। এছাড়াও মাঝি এবং পৃথ্বীজিৎ বাবুর লোকগানের যুগলবন্দিও মনোমুগ্ধকর। প্রত্যেকটি পর্ব থেকেই মিশরের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে জানছি এবং সমৃদ্ধ হচ্ছি।
আমি একজন একাশি বছর পার করা মানুষ। এবছর অক্টোবরের শেষ ভাগে কোলকাতার একটি দলের সদস্য হিসেবে মিশর ঘুরে এলাম। নীল নদের এই জাহাজগুলো সত্যি অসামান্য। ভিতরে রাজপ্রাসাদের চেয়ে কোন অংশে কম নয়।
দারুন একটি জায়গা, সুন্দর উপস্থাপনা সাথে পৃথ্বিজিত দার গান সব মিলিয়ে অসাধারণ। ভালো থাকবেন শিবাজী দা পৃথ্বিজিত দা।
কত কিছু যে জানতে পারছি, দেখতে পাচ্ছি |অভিভূত হয়ে যাচ্ছি। সুন্দর খুবি সুন্দর।
অতুলনীয় কোনো ভাষা নেই, explain করার, পৃথিজিত কাকু র গান টাও অসাধারণ ছিল
Prithibi hariye galo moru saharay.. mishorer nil nod akashe milay.....ganti amake nilnode niye chole galo..asadharon😊😊😊😊❤❤❤apnader chokh diye amra prithibi ke darshon kore cholechhi... thank you
দুর্দান্ত, আপনাদের সাথে আমরাও সমৃদ্ধ হোচ্ছি।নীলনদ,ইজিপশিয়ান লোকোগীতি,পৃথ্বীজিত্ এর গান সব মিলেমিশে একাকার হোয়ে গেছে।যাএা চলুক👍
নীলনদ ইতিহাসে পড়েছি । সত্যিই জলটা নীল । উপরোয়ালা আপনাদের আমাদের জন্য ই তৈরী করেছেন। বাহ্ চমৎকার পোগ্রাম হচ্ছে। আপনারা ভালো থাকবেন।
নীল নদ সত্যিই একদম নীল এটা জানা ছিলো না, আপনাদের সৌজন্যে ঘরে বসে নীল নদ দেখা হয়ে গ্যালো অসাধারণ
Sobar i gorar ichhe thake onek karone hoye othe na kintu apnader jonne onkei sei ichee puron korche apnader video dekhe ..
Thanks both of you
উপরে নীল আকাশ.... নিচে নীল নদ.. মাঝে তোমরা আর পি্থীজিৎ দার গান ওফ্ জমে গেছে,আহা কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য.... অতুলনীয় 👍👏❤️🇮🇳❤️🙂
অসাধারণ! বাংলায় এমন কন্টেন্ট পরিবেশন করার মতো দক্ষ ভ্লগার খুব কম। আপনাদের দৌলতে সেই অভাব আজ পূরণ হচ্ছে। ভবিষ্যতে দুনিয়ার আরো অনেক দেশভ্রমণের কাহিনী আপনাদের ভ্লগে দেখার ইচ্ছে রইলো।
“Mishorer nil nod akashe milay” gaan ta bodhoy ei cruise a boshe e lekha hoyechilo.. ashadharon❤❤
সব পর্বগুলোই দেখি মনোযোগ সহকারে.. তুষার মাহমুদ বাংলাদেশ
বাঙালির ভ্রমণ সাহিত্য এক ক্লাসিক, ভ্রমণ সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল ভ্রমণের ডিটেলিং ও লেখক এর পর্যবেক্ষণ,বর্তমান যুগে আপনি আপনার ভ্রমণ ভিডিওর মাধ্যমে এক নতুন ধারা র সৃষ্টি করেছেন, এরকম আরো ভিডিও দেখতে চাই এক্সপ্লোরার শিবাজীর কাছ থেকে....
আপনার কন্ঠ ও কথার ভক্ত হয়ে গেলাম প্রিয় শিবাজী দা। ঘুরাঘুরি চলুক অবিরাম...ভাল থাকুন।
আপনারা আছেন বলেই সারাদিনের ব্যস্ততার মধ্যে কিছু সময় ভালো কাটে ,যেখানে থাকবেন ভালো থাকবেন ❤🇧🇩
নমস্কার দাদা, আমি বাংলাদেশ থেকে লিখছি। বেশ কিছুদিন ধরেই আমি আপনার ভিডিও গুলো দেখছি। চমৎকার কাজ করছেন আপনি এবং আপনার বন্ধুরা। এখন দেখছি মিশরের ভিডিওগুলো। সত্যিই মনে হচ্ছে আমি নিজেই বুঝি বেড়াতে গেছি। আপনাকে এবং আপনার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আমার পক্ষ থেকে। 😊
So proud of you, being a Bengali someone has made the effort to do a Bengali vlog in Egypt. বাংলায় লিখলাম না for a global understanding.
দাদাদের পৃথিবীর বিভিন্ন দেশের টুরের মাধ্যমে আমাদেরকে পাঠানো ভিডিও ফুটেজ মনের খোরাক এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। কিন্ত মনের ও শারীরিক কোন অসুস্থতার আলামত পাইনি। ধন্যবাদ জানাই আমার আগামী দিনের অপেক্ষায়। ধন্যবাদ। ❤🎉
সত্যি!!একদম সিনেমার মতোই সুন্দর ।জল আর আকাশ মিলেমিশে সেই নীল।
ওপরের খোলা আকাশ নীল, মানুষের নয়নযুগল নীল, জলের রং নীল, তোমাদের পোশাকে নীল... দেখতে দেখতে রুপমের বিখ্যাত গানে মনের ভিতরটা গুণগুনিয়ে উঠলো.......
"নীল রঙ ছিল ভীষণ প্রিয়,
তাই সব কিছু নীলিয়ে দিল,
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়?
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল,
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়....."
অপূর্ব লাগছে এই ক্রুজ পর্বের সবকিছুই। মাঝে মাঝে টাইটানিকের ভিতরের চোখ ধাঁধানো সৌন্দর্যের কথাও মনে পড়ে যাচ্ছে।
আজ নীলনদের মাঝে পৃত্থিজিৎদার গান শুনে মন সত্যিই জুড়িয়ে গেলো। গিজা পিরামিড এর পর্বটি দেখতে দেখতে মনে হচ্ছিলো এই পিরামিড আর মরুভূমির মাঝে পৃত্থিদার একটা গান থাকলে মন্দ হতো না।
Osadharon
সবাই অবাক হতে পারে না , আর মুগ্ধ হতে পারে না । আপনার দারুণভাবে অবাক হচ্ছেন মুগ্ধ হচ্ছেন এবং সেটার প্রকাশ কত সুন্দর ভাবে করছেন এটাই ভালো লাগছে
Titanic er moto feel asche, serokom i luxurious ar siri tao oi rokom. Prithwijit dar ei gaan tai miss korchilam, darun darun.
অসাধারণ পর্ব দাদা। এক টানা দেখে ফেললাম। যারা একটা সুযোগ পেয়ে আপনাদের নিয়ে কূটকচালী করছেন এই পর্ব এবং এর আগের পর্বটি (ট্রেনযাত্রা) তদের মুখে একটি করে নিঃশব্দ থাপ্পড়। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
খুব সুন্দর দাদা। এর আগে তোমাদের মহা রাষ্ট্র টুর দেখে ঘুরে এসেছি । এটা কবে পারব জানিনা । কিন্তু ইচ্ছে টা জেগে রইল। অসংখ্য ধন্নবাদ এত সুন্দর ভিডিও র জন্ন।
Explorer Shibaji ar Pritthwijeet , অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা 😊 মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখলাম ,আর ,'নীল নদ'এ নৌকা বিহার তো পুরো যেন, 'জীবন্ত জলছবি ' !!!😊😊
নীল নদের বুকে আপনাদের নৌকো বিহার আপনারা দারুন উপভোগ করলেন সেই সংগে আমিও সেই বিখ্যাত নীলনদের বুকে আমিও সশরীরে না থেকেও নীল নদে ভেসে বেড়ালাম অসাধারণ লাগল।আর কুজটা সত্যি অসাধারণ ।পৃথবিজিৎ বাবুর নাচ ও গান অবশ্য লাগলো ।দারুন ভাবে এনজেয় করুন।সুস্থ থাকবেন ভালোথাকবেন।ধন্যবাদ ।
কখনই মনে হয়নি ছিলাম না আপনাদের সাথে ভ্রমণে! ডুবে রইলাম ভেসে বেড়ালাম আপনাদের সঙ্গে নীল নদের বুকে! ❤❤
ভীষণ সুন্দর।❤
পৃথ্বীজিৎ দার "পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় "অসাধারণ।
আপনাদের ট্রাভেলগ নিয়মিত দেখি। খুব ভালো লাগে ❤️ভালো থাকবেন দুজনেই 🥰
দেবী আইসিসের মন্দিরটা খুব সুন্দর। ক্রূজে জমজমাট খাওয়া দাওয়া 😋। ভালো থাকবেন দাদারা ❤️🙏
মিশর নামটা শুনলেই ইতিহাস বইয়ের পাতার লেখা গুলো চোখের সামনে ভেসে ওঠে । জীবনে কোনো দিন যাওয়া সাধ্যের মধ্যে হবে না ।খুব ভালো লেগেছে ভিডিও গুলো 👍
Felucca, shikara, gondola in Venice all are charming! But no match for the mighty Nile…, Mark Anthony and Cleopatra’s favourite romantic activity…. You guys gave us tremendous joy too!
Ashadharon dada!! As usual, apnar vlog dekha mane oi jaigar somporke puro information peye jauya…
এতো সুন্দর করে আমাদের ক্রুজে করে নীল নদ ঘোরালেন মন ভরে গেলো। আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন আর এইভাবেই আমাদের নতুন নতুন জায়গা ভ্রমণ করান।
দাদা আপনাদের ব্লগ আগে দেখি নি কোনো দিন কিন্ত এই এজিপ্ট সিরিজ টা পুরোটাই দেখছি। এত সুন্দর জায়গা সেটা নিয়ে তো কিছুই বলার নেই। আর আপনার দুজনের জুটি পুরো সোলে সিনিমার জয় বিরু👬। নীল নদের ওপরে নৌকায় ঘোরা আর সঙ্গে পৃথ্বী দার গান টা জাস্ট ফাটাফাটি। অনেক অনেক ভালোবাসা রইলো দাদা❤️❤️❤️। আমি ও আজ থেকে আপনাদের একজন ছোট্ট ফ্যান🙏🙏🙏
এভাবেই সঙ্গে থেকো। ভালো থেকো।
পৃথিবীর বৃহত্তম নদীতে নৌকাবিহার সত্যিই এক অনবদ্য অভিজ্ঞতা । Cruise টা সত্যিই এক ভাসমান রাজপ্রাসাদ। তবে Chargeable Wifi আর জলের বোতলের বিস্তর দাম এই দুই বিষয় মোটেই ভাল লাগলো না । তবে পৃথিবীর প্রাচীন তম সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য গুলোকে আপনাদের মাধ্যমে দেখার সুযোগ পেয়ে সত্যিই খুব ভাল লাগছে।
Ager lekhata thik thak likhte para gelo ki na bujhe othbar agei post hoye gelo. Etogulo comments er modhye khujeo pelam na. Jodi kono vul barta pouche jay doya kore marjona korben.
Apnader ei asadharon vromon brittanto mon voriye dichhe anek suvechha ❤🙏👍
Thank you for the money you are spending and the pain you are taking to make these awesome tour videos.I will also thank Prithijit for his wonderful song.All the best to both of you.
নীল নদের নীল জল, ওপরে নীল আকাশ, ফুরফুর করে বয়ে যাচ্ছে তোমাদের পাল তোলা নৌকা ( ), মাঝি ভাই এর সাথে গলা মিলিয়ে গাওয়া স্থানীয় লোকগীত, সঙ্গে নাচ। আহা, অপুর্ব আনন্দ পেলাম তোমাদেরকে দেখে।❤❤❤
সত্যি দাদা! অসাধারণ লাগছে। গত দুইদিন থেকে আমি খুঁজছি, নতুন পর্ব কখন আসবে, ঠিক 4 মিনিট আগে এল এবং আমি এখন দেখছি
Asadharon vromon brittanto ebong majhir gaan...❤👍👆🤗🤗
নতুন পর্ব আসার অপেক্ষায় ছিলাম। খুব ভালো লাগলো ❤❤
Dada apnader Mishor episodes darun enjoy korchi. Jeebone konodin jete parbo kina janina. Apnader chokh diye dekhchi ar mukdho hoye jachi. Asonkhyo asonkhyo dhonnobad apnaderke etto sundor experience debar jonno.🙏
শিবাজীদা ভারতের বাইরে যাওয়া খবর পেয়ে মনটা একটু খারাপ হয়েছিল যে ভারতের অনেক কিছু ছেড়ে ভারতের বাইরে চলে গেলেন। কিন্তু মেনে নিতে হলোই দারুন দেখাচ্ছেন। খুবই ভালো এই ব্লগটা।দারুন।এই বেলঘরিয়াবাসির অভিনন্দন আপনাদের।
অপুর্ব, পৃত্থীজিত দার তো
কোনো কথা হবে না।
"মিশরের নীল নদ আকাশে মেলাই "❤❤
Seeing these sights is like a dream come true for me. School geography had introduced me to ASWAN DAM. Now I can at least say that I've seen live visuals of these places. Thank you Shibajida and Prithwijitda once again.
Shibajibabu aapnar full sleeve t-shirt worn during High Dam and Philae Temple tour is too good / fabulous.
The interior of the Cruise made me remind of Titanic, where Sole of Jack embraced Rose and danced. Lovely I must say. It is like I am dreaming a heaven.
Thanks Shibaji sir and Prithijeet sir. You people made us a tour that I atlesat cannot afford in my lifetime. Thank u both once again. Lots of love and respect from B Basak, Durganagar, Kolkata.
Khub khub bhalo laglo.Kono din to jete parbo na.Ghore bosei apner jonno Aswan dekha hoye galo.Khub bhalo laglo boat a Prithwijeetda r gan r enjoyment.Bhalo thakben.
This was amazing video..absolutely outstanding breathtaking and as usual Prithwijit stole the show... showstopper champion singer n travel enthusiast👍 👌 ❤️
Jothariti ekta durdanto episode dekhlam. Debi icis r temple ta bes unique. Golpo tao bes sundor laglo Shibaji da. R ekta katha na bollei noi seta holo Prithwijit da r starting performance gaan nil node noukar opor. Darun darun Shibaji da Prithwijit da. Porar boi r baireo je history te onek kichu janar ache seta apnder ei blog na dekhle jantei partam na. Abar Next part r janya wait korbo. Ebar vabchi ei series puro complete hoe gele khub faka faka lagbe. Kobe abar thik eirokom durdanto series apni amader dekhaben. Okk valo thakben apnara.
You both r so lucky It's such an incredible journey No words is enough to describe..Its like a dream .❤
মিশরীয় ভাটিয়ালি সুরের ডুয়েট, অসাধারণ
আমাদের মাঝি মাল্লাদের গানের সঙ্গে মিল আছে
One of my favorite Vloggers of India. It feels so nice to see world in my own mother tongue . Best of luck, Million miles to travel.
কোনদিন তো যেতে পারব না। আপনাদের ভিডিও এর মাধ্যমে যতটা সম্ভব হ্য় চেটেপুটে খাই। আপনার প্রেজেন্টেশান খুব সুন্দর। দুধ না পাই ঘোল তো পাচ্ছি।
Nile is not only longest individual river in the world it is connector of black Africa and middle east it's starts from Victoria lake I think one day you complete entire journey and transform yourself adventures
খুব সুন্দর লাগছে। তবে এই ভিডিও Prithijit বাবুর নাচ ও গান খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ।
Unparalleled presentation & content. No words of appreciation could be adequate, as far as your sincere efforts & hard work are concerned.
অতিব সুন্দর, নীল নদ
দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে।এমন দৃশ্য কোনো দিন পয়সা খরচ করে যেতে তো পারবই না, আবার কল্পনাও করিনি কোনো দিন। মিশরে ভ্রমণ করানোর জন্য
আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলকে আনন্দ দিতে থাকুন।
Kudos Shibaji - from your subscriber in USA. I had been to the same places in 2019 - I am reliving memories but your presentation is just awesome. Looking forward to the rest of the series. Kudos to Prithwijit as well.
পিরামিড, আলেকজানড্রিয়া, নীলনদ, দুবাই, থাইলেন্ড, কামরুক কামাক্খা সহ বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানগুলি উপস্থাপনের জন্য অনেক অনেক শুভকামনা।
Wow, what an incredible journey on the luxurious Cruze! Exploring the stunning River Nile has always been a dream of mine, and your video just brought that dream to life. The breathtaking views, the elegant ambiance, and the serene waters make this experience truly unforgettable. Thank you, Explorer Shivaji, for taking us on this virtual adventure and allowing us to witness the magic of the Nile from the comfort of our screens. Keep up the fantastic work, and I can't wait to see where your next exploration takes us!
kiii osadharon English er বাঁধন...
@@nabaneetsharma4089p😅❤❤❤
@@deepayanpaul8680 😂
কত বিচিত্র এই পৃথিবী। কত রকমের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ। তা সত্বেও মানুষের আত্মার সম্পর্ক অদ্ভুতভাবে মিলন ঘটে। পৃথ্বীজিৎদার তালে তালে গান মন মাতিয়ে দিলো। সুর,তাল কোনো দেশ মানে না। অপূর্ব আয়োজন। দূর্ধর্ষ ভিডিও। খুব ভালো লাগলো।
I am enjoying this series very much ❤ I have seen many vlogs of foreigners travelling to Egypt and other countries but your vlogs are on another level 👌 Hoping to see Greece, Italy, Turkey and UK through your vlogs 😊
👌😊❤️❤️ অসাধারণ ব্লগ শেয়ার করলেন
শিবাজী পৃথ্বিজিৎ জিন্দাবাদ
আমার তো পুরো টাইটানিক জাহাজটার কথা মনে পড়ে গেল। শুধু রোজ কে খুব মিস করলাম। যদিও জ্যাক কে খুঁজে পেয়েছি।।অপূর্ব।
অসাধারণ!! ফেরাউন এর সাথে (মাঝি) নাচ গান ভাল লেগেছে
Video dekhta dekhta comment korlam......gaan ta khub bhalo laglo.....prithi da tomar gaan ektu besi chai video te.......jeno mone hochhe tomader sathe ami achi......hyto jini ei gaan likhechen tini khub khusi hoto ei video dekha.....
অসাধারণ লেগেছে নীল আকাশের নিচে নীল জলে ভেসে যাওয়া পর্ব। সেই স্বচ্ছ নীল জলে পাড়ের স্থাপত্যের ছায়া।মুগ্ধ হয়ে দেখছিলাম।অনবদ্য ক্রুজ চালকের গান,।সুর যেন জলের ছন্দে মিশেছে।যার ভাষা বোঝার প্রয়োজন হয়নি। মন্দির টির স্তম্ভের চিত্র অপূর্ব।সত্যি আপনার চোখ দিয়ে দেখছি পৃথিবীর রূপ।অন্য কোথাও যেতে হয়না।🙏🙏
Dada ami 2016 te egypt gechilum.. but tomader video dekhe egypt k r o valo lagche.. ami dubai te thaki , tomader dubai video gulo o khub valo legeche
Asadharon video. Ami just hatbak. Apnara asambhob k sambhob kore dilen amather jonya. 👌👏👏👏
. আমি মিশর ঘুরে এসেছি, কিন্তু নিজের চোখে দেখা জিনিস, এত সুন্দর উপস্থাপনা য় দেখতে আরো ভালো লাগছে
নীল নদের জল হাতে, অসাধারণ অনুভূতি, মনে হচ্ছে যেন আমি ও জলে হাত দিয়েছি । সেই নীল নদ,মিশর। একটা অদ্ভুত অনুভুতি। আপনি আপনার আগের ভিডিও গুলোর মত সুন্দর করে সাজিয়ে দেখান।আমারা সবাই মনের আনন্দে নীলনদে ভ্রমণ করি আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনাদের ভ্রমণ পরিক্রমার সাথে সাথে পৃথথিজৎ এর গান অনবদ্য রূপ দিয়েছে। খুব সুন্দর।
Nile nodir upore Prithvi Jeet er gaan, darooon darooon enjoy korchhi ❤❤
এতো সুন্দর ক্রুজে তোমাদের সাথে থাকা,এত ভালো খাবার খাওয়া,নীল নদে নৌকা বিহার,সর্বোপরি পৃথিজিথ এর গান মন। কেরে নিয়েছে।এই জীবনে নিজের চোখে হয়তো সম্ভব নয় কিন্তু তোমাদের চোখে এই ভ্রমণ চিরস্বরণীও হয়ে থাকবে।
আপনাদের মতো সুশিক্ষিত মননের নিবেদনগুলো যেন ইতিহাসের এক অমূল্য দলিল।❤
পৃথ্বীজিৎ দার গান শুনে হামাদা মাঝি ভায়ের ও মনে হয় গান গাইতে ইচ্ছে করলো আর আপনারা যোগ্য সঙ্গত করেছেন বিশেষ করে পৃথ্বীজিৎ দা এছাড়া বাকি ভিডিও টা সম্মন্ধে এক কথায় সারছি, একদম ফাটাফাটি ।
Tnx অনেক information পেলাম ,ইন্সায়াল্লাহ আমি যাব পরিবার নিয়ে , আপনার সব কিছু আমি দেখি আলহামদুলিল্লাহ ,দোয়া করি আপনার জন্ন্যে ,
আপনারা চাক্ষুষ দেখছেন,বলছেন, আর আমরা আপনাদের মাধ্যমে ভীষন ভীষণ ভাবে উপভোগ করছি,দেখছি খুব ভাল লাগছে।ধন্যবাদ।
পৃথ্বিজিত দাদার গান টা অপূর্ব হয়েছে। তিনবার শুনলাম। আপনাদের সূস্থতা কামনা করছি।
Happy journey both of you dada
And prithijit da tmr gola ta darun. Gan ta sotti khub valo laglo.
ব্যাপক লাগল, কোন কথা হবে না ভাই। হিংসা করছিনা,তবে আমার জীবনের স্বপ্ন ছিল যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে সেই স্বপ্ন অনেকটাই পূরণ হল। ধন্যবাদ জানাই।
দাদা আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে শিবাজীদা ভিডিও কবে আসবে অবশেষে পেয়েই গেলাম। মোবাইল চার্জ দেওয়া ছিল হঠাৎ কারেন্ট চলে গেল ফোনের নেটওয়ার্ক খুলতেই দেখলাম explore sebaji ভিডিও। সমস্ত গরম কেটে গেল তোমাদের ভিডিও দেখে।আর নীল নদের মতো জায়গায় explore sebaji দার তাহলে কোন কথা হবে অসাধারণ লেগেছে ভিডিও দারুন দেখে মনটা আনন্দে ভরে গেল ধন্যবাদ দাদা এরকম ভিডিও উপহার দেয়ার জন্য।
পৃথ্বীজিৎ দা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনার সবগুলো ভিডিও দেখি। নীলনদে পালতোলা নৌকায় নৌকাবিহারের
মহা আনন্দ , ভালো লাগলো।
আরে আমার ত মনে হচ্ছিল সেই টাইটানিক এর জাহাজের কথা। ভিষন ভালো লাগলো। আমরা লন্ডন থেকে ফ্রান্সে গেছিলাম ইঙ্গলিস চ্যানেল উপর দিয়ে খুব সুন্দর করুসে করে তোমরাও নিশ্চয় ই যাবে। সব মনে পড়ে গেল। তবে তোমাদের মতন এত সুন্দর ভাবে কেউ ইজিপ্ট দেখায় নি। অপূর্ব সুন্দর লাগছে। আমি ত বার বার দেখছি সিরিজ টা। খুব ভালো থেকো ❤❤।
দারুণ অসাধারণ আপনারা ভাগ্যবান।ভালো থাকুন।নীলনদে নৌকাবিহার আর চায়ে চুমুক।সবই চমৎকার 👌👌❤️❤️
যথারীতি ভীষণ আকর্ষণীয়। সবচেয়ে বড়ো কথা, এক অসাধারণ Systematic পথে ভিডিওগুলো এমনভাবে নির্মাণ করেন আপনারা, তাতে একটা এর মধ্যে সবসময় একটা চলমানতা বজায় থাকে। মনে হয়না, কোনও মুহূর্ত একটুও থেমে যাচ্ছে। অপূর্ব বৈচিত্র্যময় এই সফর। প্রাচীন ইতিহাস বারেবারেই উঠে আসছে সামনে। তার পাশেই আবার অতি আধুনিকতায় মোড়া বিলাশবহুল ক্রুজ। পুরনো-নতুনের এই সহাবস্থানের ফলে, সফরটি এক অন্য মাত্রায় অভিনব হয়ে উঠেছে বলা যায়। Explorer Shibaji এভাবেই এগিয়ে চলুক মুক্তবাতাসের মতো।
আপনাদের ভিডিও গুলো দেখলে মনে হয় -- আপনাদের সাথেই ঘুরে বেড়াচ্ছি।। সব কিছুই জীবন্ত হয়ে চোখের সামনে উঠে আসে ❤
অপেক্ষার অবসান হলো ...
নতুন রহস্য রোমাঞ্চ সিরিজ শুরু হলো ...
শিবাজী পৃথ্বিজিৎ সুপার ডুপার হিট ...
নীল নদের ওপর নৌকা বিহার.... দারুন লাগলো.... আপনাদের সাথে আমিও ফিল করলাম.... এও এক স্বর্গীয় অনুভূতি 💙