Could not control my tears when Shibaji met a lone Bengali lady of 66 years walking up to Kedarnath, for the Mukti of his deceased son’s soul. That was so heart-wrenching, that I could not continue. Shibaji is a true human being. Very kind, compassionate and deeply understanding of others.
I also felt the same , may her sons soul rest in peace , I watched the whole video with a heavy heart and I couldn't grasp the video and informations Shibajida was providing as my mind was diverted
এবার সত্যি সত্যি পরিব্রাজক শিবাজি sir কে দেখলাম.. অপূর্ব প্রকৃতি.. আমাদের অপূর্ণ ইচ্ছা আজ আপনাদের প্রতিটি পদক্ষেপ এর মধ্যে দিয়ে, পূর্ণতা পেল, আমাদের প্রণাম আমাদের সকলের ভীষণ কাছের বন্ধু শিবাজি sir এর মাধ্যমে, শ্রী কেদারনাথ এর চরণে নিবেদন করলাম
কেদারনাথ, বদরীনাথ, গোমুখ, যমুনত্রী, অমরনাথ, বৈষ্ণদেবী, সব আমি অনেক আগে পদব্রজে ঘুরে এসেছি, সত্যি কথা বলতে একটুও দ্বিধা নেই যে তখন প্রাণ খুলে মন দিয়ে দেখেছি তবুও আপনাদের ব্লগ দেখে আমার পুরানো দিনের সেই মন, প্রাণ আবার নতুন করে উজ্জীবিত হোলো। কোনো মন্তব্য করতে চাই না, এখন মনে হয় আবার যদি যেতে পারতাম? অসাধারন আপনাদের প্রতিবেদন । ভালো থাকুন আপনারা।
@@santimoyghosh7616 ভাগ্যবান কিনা জানিনা , দর্শন করেছি মাত্র। আমার বর্তমান বয়স প্রায় চৌষট্টি বছর। আমি এই পুণ্য স্থান দর্শন করেছি প্রায় পঁচিশ বছর বয়সে। ভগবান বা ঈশ্বর আছেন কিনা জানিনা , তবে সেখানে গেলে মনের সকল কু চিন্তাধারা দূর হয়ে যায়। এই পুণ্য দর্শনে যদি সাময়িক এই চিন্তা দূর হয়ে যায় তাতে ক্ষতি কি ? আমার মতো পাপীকে যে তিনি তাঁর স্থান দর্শন করার সুযোগ করে দিয়েছেন এটাই বা কম কিসের।
যদিও এখনও পর্যন্ত আমি যেতে পারিনি, তবে যত বারই এই ধরনের যাত্রাপথ গুলো দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে যেতে হয়। খুবই সুন্দর লাগলো দাদা। ভালো থাকবেন দাদারা ❤️🙏
আপনার যত vlog আছে এই পর্ব টা সেরার সেরা। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে ঈশ্বর না ডাকলে যাওয়া যায়না। সাবধানে সুস্থ শরীরে সমতলে ফিরে আসুন . অতোটা পথ হেঁটে তারপর ভিডিও করা not a matter of joke. খুব কষ্ট করেই ভিডিও টা করেছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।।। জয় কেদারনাথ 🙏
খুব ভালো লাগলো পুরো রাস্তাটা দেখানোর জন্য ।পুরনো স্মৃতি মনে পড়ে গেল।১৯৯৩ এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গিয়েছিলাম পায়ে হেঁটে। তখন রাস্তা ছিল ১৪ কিলোমিটার।আবার ২০২৪ এ মে মাসে যাওয়ার পরিকল্পনা চলছে। এবারও যাব পায়ে হেঁটে। হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা।
জয় বাবা কেদারনাথ আপনার এনার্জি অসাধারণ এই বয়সেও আপনি যে ৯ ঘন্টার টানা হেঁটে যাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার ভিডিওর ব্যাপারে আর কিছু বলার নেই জাস্ট অসাধারণ অনবদ্য 🙏🙏🙏🙏
1985 সালে International youth yearতে double journey single fair সুযোগ নিয়ে kedarnath গিয়েছিলাম। তবে এখন রাস্তার অনেক উন্নতি হয়েছে।তখন রাস্তা আরও সংকীর্ণ ছিল। তখন আমার বয়স 24 বয়স। এই বয়সে এসে ভাবছি কি করে ঐ পথ হেঁটে গিয়েছিলাম। শিবাজীবাবুকে নমস্কার ও ধন্যবাদ জানাই আমার অতীতকে নূতন রূপে পরিবেশন করার জন্য। Hats off you.
শিবাজী দা, আপনার এই কেদারনাথ যাত্রা দেখে একটা জিনিস উপলব্ধি করলাম,,,,জীবনের পথ টাও এই যাত্রার মতোই,,,পেছনে ফেরবার উপায় নেই।শরীর ক্লান্ত হলেও,ভেঙে পড়লেও মনের জোর কে সঙ্গে নিয়েই আমাদের হাটতে হয়,আর সেটা শুধুই সামনের দিকে,,,,শুধু সামনে,,,,,এগিয়ে চলার নাম ই জীবন,,,,,
অসাধারণ একটি ভিডিও।আমি ১৯৯২ সালে মে মাসে গিয়েছিলাম।সেই কেদারনাথ এখন আর নেই। কিন্তু, এখনকার কেদারনাথ একদমই অন্যরকম।তখন পায়ে চলার সরু পথে ঘোড়ার সঙ্গে ডুলির সঙ্গে গা ঘেঁষাঘেষি করে চলা ,কি ভয়ঙ্কর তুষারপাত সহ্য করা,শেষে সন্ধ্যের পর গিয়ে মন্দিরে পৌঁছেছিলাম।গৌরীকুন্ড থেকে বারো ঘন্টা পায়ে হেঁটে গিয়েছি।সে এক অমূল্য সম্পদ আমার জীবনের। আমার এত ভালো লেগেছিল ,মনে হয়েছিল স্বর্গে পৌঁছে গেছি। এখানেই থেকে যাই। আপনার ভিডিও খুব আনন্দ দিলো। আবারো অনেক বার দেখবো আপনার ভিডিও। সঙ্গী হয়ে গেলাম আপনার ভ্রমণপথের। অনেক ধন্যবাদ
অসাধারণ, অভুতপূর্ব এবং অদম্য ইচ্ছা শক্তির উপর দিয়ে আপনি এই মন্দিরে পৌঁছালেন, সঙ্গে আমাদের কেও নিয়ে আসলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জয় কেদারনাথের জয়।ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏,
Thank you Shibaji and Prithvijit for the video. আমি অত্যন্ত ভীতু, সাবধানী নিজের fitness নিয়ে খুব confidence নেই। আমি নিয়মিত পাহাড়ে যাই, পাহাড়ে হাতটিও ভালই। কিন্তু কেদারনাথ কখনো দর্শণ করতে পারব কিনা বুঝতে পারি না। তোমাদের blogar দেখে সাহস পেলাম। হিমালয় তো সবসময় টানে- কিন্তু দুর্গম রাস্তায় বিপদে পরতে চাইনা। আমি তোমাদেরই বয়সী- হিমালয়ের রাস্তায় বেরলে চাঙ্গা হয়ে যাই। ৫০ হতে এখনো এক বছর তারপর কি আর পারব- তোমাদের videoটা দোটানায় ফেলে দিল। আর হ্যাঁ তোমাদের ভাল লাগার একটা বড় কারণ তোমাদের মানবিকতা। মুগ্ধ হয়ে যাই তোমাদের ব্যবহারে। তোমাদের সাথে সাক্ষাতে নিশ্চয় কখনো দেখা হবে। ভাল থেক, ভাল রেখ।
This is "Mother of all blogs ". I think this time we have "EXPLORED SHIBAJI". You have crafted emotion, ecstasy, hardship and what not. This is not only an episode this is FEELING.
আমি সপরিবার এই অসাধারণ সুন্দর কেদারনাথ ভ্রমণ এবং দর্শন করেছিলাম ,কেদারনাথ বিপর্যয়ের আগের বছর 2012.তবে আমরা ঘোড়ায় চড়ে গিয়েছিলাম, তখন এতো ভীর ছিল না,রাস্তা 14kmই ছিল, এর পরবর্তিকালে রাস্তার পরিমাণ বারল সাথে সাথেও বারল অত্যধিক ভ্রমণ পিপাসু এবং পূর্নার্থীদের ভীর,আবার একবার যাবার ইচ্ছা হয় তাই কেদারনাথ সম্পর্কিত সব লেখা এবং ভিডিও আমি দেখি,আজ পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর এবং পূর্ণাঙ্গ এই কেদারনাথ এর যাত্রার ভিডিও দেখলাম।
হর হর মহাদেব।এত পরিশ্রম করে কেদারনাথ মন্দির ও তৎ সংলগ্ন দৃশ্যাবলী দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুর্যাস্ত এর বাসন্তী আলোয় পিছনের বরফাচ্ছাদিত পাহাড়ের রূপে মোহিত হয়ে গেলাম।
কেদারনাথের যাত্রাপথকে এত সুন্দর করে আর কেউ দেখাতে পারেনি। আপনিও এর আগে যেসব পাহাড়ি জায়গায় গেছেন, সেগুলোকে এত এবং এত সুন্দর করে দেখাতে পারেননি। এই ভিডিওটা দেখে মন ভরে গেল। মনে হল যেন নিজেই চলে গেছি।
খুবই ভালো হয়েছে। আমি প্রায় চল্লিশ বছর আগে গেছিলাম। তখন কেদারনাথ এত উন্নত ছিল না। চড়াই উৎরাই তো ছিলই। তখন থাকার জন্য সেবাশ্রমের জায়গা ছিল। অসংখ্য ধন্যবাদ এই পোস্ট করার জন্য। কেদারনাথ কে নতুন ভাবে দেখলাম। ভালো থাকবেন।
বাঃ,খুব সুন্দর প্রতিবেদন।অনেক ধন্যবাদ। আমার বয়স 76 বছর।1977 সালে কেদারনাথ দর্শন করেছিলাম। প্রায় 45 বছর আগের রাস্তা আরও কঠিন ও নির্জন অথচ সৌন্দর্য উপভোগ করার মত ছিল। তখন শোনপ্রয়াগ থেকেই হাঁটা পথ ।অপরিচিত পূণার্থীরাও অন্যদের "জয় কেদার" বলে উৎসাহ দিতেন। আপনার video আমার পুরোন স্মৃতি মনে করিয়ে দিল। কেদারনাথ আপনার মঙ্গল করুন।
What a wonderful video! You described this trip so realistically, I felt like I was travelling with you The georgous scenary, the long winding treks, lot of pilgrims and the vast mountains around created this mysterious journey so interesting to watch that I often rewond back and watch it again. Never thought that sitting twelve thousand miles away here in US I will be able to watch these holy places in such realistic way. Carry on with your noble mission dada. Waiting for the next part.
অপূর্ব হয়েছে ব্লগ টা🙏 মনে হচ্ছিল যেনো আমি নিজেই তোমাদের সাথেই পায়ে হেঁটে যাচ্ছি। যত দিন যাচ্ছে তমার ব্লগ গুলো আরো অনেক পরিপক্ব এবং পূর্ণতা লাভ করছে। কথা বলতে বলতে কেদারনাথ এর ট্রেক করা সহজ কথা নয়। তুমি দারুন physical fitness এর উধাহরন দিলে। এগিয়ে চলো দাদা, explorer Shibaji jindabad, Joy Baba Kedareshwar 🙏
শিবাজী দা, ১৯৯৮ সালে গিয়েছিলাম কেদারনাথ, তখন আমি ১৮,অসাধারণ অভিজ্ঞতা ছিল।আপনার সাথে এই মনস্তাত্ত্বিক ভ্রমণ এ আবার সেই আস্বাদ গ্রহণ করলাম। বাঙালীর ভ্রমণ পথপ্রদর্শক... আপনাকে প্রণাম, ভালো থাকুন।
কীভাবে যে বলি এতো অপূর্ব আপনার পথের সব কিছুই তুলে ধরা, মনে হলো আমি আপনার সাথেই চলছি। সত্যিই আপনি অতুলনীয়। আমার অনেক শুভেচ্ছা রইলো ভাই। খুব ভালো থাকবেন।
শিবাজীদা আপনার ব্লগ খুব ভালো লাগে। আপনার কেদারনাথ যাত্রা দেখলাম। আমিও 2022 এর 10th May বাবা কেদারনাথ দর্শন করে ফিরেছি ।তবে ফাটা থেকে কপ্টারে গিয়েছিলাম। সেটাও এক দারুণ অভিজ্ঞতা। আপনার ভিডিও দেখে নতুন করে যাওয়ার ইচ্ছে জাগছে। ভালো থাকবেন। আরও আরও ভিডিও চাই।
অপূর্ব পর্ব। অনেক ছোটবেলায় গিয়েছিলাম। আবারো একবার ভ্রমণ হয়ে গেলো। তবে এখন অনেক urbanized হয়ে গেছে। যখন গিয়েছিলাম একমাত্র রামবারা চটিতে সামান্য কিছু খাবার পাওয়া যেত। সারা রাস্তায় কোথাও টয়লেট বলে কিছু ছিল না, ছিল না কোনো মেডিক্যাল ইউনিট। ছিল শুধু অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য আর সরল, নিষ্পাপ মানুষেরা।
Thank you Dada for taking us with you to Kedarnath. I feel the blessings of Lord Shiva. Sad to see nature being polluted with plastic, We are to blame for this. People need to act more thoughtfully. The best moment of the blog is when you narrated the incident about money not being paid to the shopkeeper. That elevated the blog to another level. Just loved it. ❤❤❤❤
খুব ভালো লাগলো। উপলব্ধির গভীরতায়,বর্ণনার মুন্সিয়ানায়,হাসিমুখে কঠিন পথচলার অভিজ্ঞতা প্রকাশে শিবাজী অনন্য।আপনি বয়সে আমার থেকে অনেক ছোট। অনেক না দেখা জায়গা আপনার জন্য দেখতে পেরেছি। সেজন্য অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই।
Mesmerizing video indeed!!! It reminds me of our Kedarnath trip in October 2005. My mother and I also reached Kedarnath on foot. The experience is still vivid in our memory. Your video is too good and very informative. Explore more places! Best wishes!!! Jay Kedarnath!!!
দারুন ভাবে উপভোগ করলাম। সুন্দর কভার আপ করেছেন।অদম্য ইচ্ছা ও মনের জোর থাকলে এই ভাবেই জীবনের অনেক সমস্যাই সমাধান করা যায়। সেটা অবশ্যই জীবনের পজিটিভ দিক হতে হবে। এবং সেটাই হবে একটা উজ্জ্বল অনুপ্রেরণা ও জ্বলন্ত উদাহরণ।
What a mesmerizing series this one is becoming, I can literally visualize the trip we made 20 years back. Also, this is the FIRST time I am probably seeing some DroneShots here. Spellbound!!
আপনি কেদার ধাম পৌঁছলেন, লাগলো যেন আমিই হেঁটে পৌছালাম।আপনাকে অনেক প্রণাম।আপনি একটা সুন্দর এবং পবিত্র মন নিয়ে ব্লগ করেছেন সেটা আপনার কথা বার্তা সব শুনে বুঝতে পারা গেল। জয় ভোলেনাথ হর হর মহাদেব
This video will haunt me for a long time because of the 66 year old woman, going for her son's mukti! As Shibaji said, this is what thirth is all about...her resiliance in the face of such grief will give strength to a lot of us! Reminded me of a old movie - moru tirtho hingalaj...
Thank you for sharing this amazing experience with us..Our country is a perfect example of unity in diversity, which always reflects in your videos & Thank U BRO❤❤❤
পথে যত্রতত্র বর্জ্য পদার্থ মনকে ভীষণ ভাবে ব্যথা দিলেও, আপনার অনবদ্য উপস্থাপনা ও প্রকৃতির অকৃত্রিম শোভা সবটার ওপর প্রলেপ লাগিয়ে দিল 😊❤️ খুব আনন্দ, উৎসাহ পেলাম সবসময়ের মতোই 😊❤️😊
আপনার কথন খুব অনায়াস ও সাবলীল। সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় গুলো ও জানিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, awasome খুব কম ব্যবহার করাতে অন্যদের থেকে আলাদা হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইল।
This is perhaps the best vlog I have seen in my entire life. This is just extraordinary. No adjective is enough to describe this video. Salute to your efforts. Hara Hara Mahadeva
আমি হেঁটে দু'বার কেদারনাথ গেছি। প্রথমবার ১৯৮০ তে। কিন্তু রাস্তার যে সৌন্দর্য আমরা পেয়েছি এখন সেটা আর নেই। কিছুই করার নেই, প্রকৃতির হাতেই আমাদের সব কিছু নির্ভর করে। আপনাকে অনেক ধন্যবাদ আমার পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে দিলেন।
Same Day amrao Gechilam Helicopter e 🔱 OM NAMAH SHIVAY 🙏🏻 **Kedarnath Trek er 80% road Ghorar Poti te Green and slippery & Govt. Ropeway kore dicche for all**
অসাধারণ ব্লগ টা দেখলাম। আমি আপনার সব ব্লগ দেখেছি, এই ব্লগ টা বেস্ট ব্লগ। শুধু তাই নয়, এটা কেদারনাথ যাত্রা নিয়ে অন্যতম সেরা ব্লগ । দারুণ উপভোগ করলাম আপনার পুরো সিরিজ টা আমরা পরিবার এর সবাই মিলে। হয়তো কোন দিন যাওয়া হবে না বাট আপনার ব্লগ এর মাধ্যমে কেদারনাথ যাত্রা অভিজ্ঞতা হয় গেলো।
শিবাজী বাবু, অসম্ভব কষ্ট করে এই চড়াই রাস্তায় যেভাবে ভিডিও তুলে পাঠিয়েছেন এজন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। ভাল থাকবেন। পারিবারিক কারনে এ জীবনে হয়ত যাওয়া হবে না তাই আপনার পাঠানো ভিডিও দেখেই মনের আশা মেটালাম।
হিমালয়ের প্রতি অমোঘ আকর্ষণ টা প্রথম জন্মেছিল অনেক ছোটবেলায় দেখা একটা বাংলা ছবি, "বিগলিত করুণা জাহ্নবী যমুনা" দেখে.....সেই আকর্ষণের স্ফুলিঙ্গ কে জ্বলন্ত মশাল-এ রূপান্তরিত করেছে আপনাদের ভিডিও গুলো। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও সাফল্য, ভালো থাকবেন।
আমি মুগ্ধ মুগ্ধ! পরিবারের প্রিয়জনদের কাছ থেকে বহু দিন শুনেছি এই অসামান্য ট্যুর ভ্লগের কথা। কাল খুঁজে সাবস্ক্রাইব করলাম। এত দেরি করলাম কেন-- অনুতাপ হচ্ছে। শরীর সবসময় সঙ্গ না দিলেও ঘুরি-ঘুরতে ভালোবাসি। প্রচুর ভিডিও দেখি, এত অসামান্য কখনো দেখিনি। আবারও মুগ্ধতা জানাই।
একটা সম্পূর্ণ চলচ্চিত্র দেখলাম মনে হলো। অসাধারণ বর্ণনা....আর রসবোধ👌লাদাখ ভ্রমণ দেখার অনুরোধ রাখলাম। পৃথ্বীজিৎদা আর আপনি মানিকজোড়।সুস্থ থাকুন,ভালো থাকুন।
খুব খুব ভালো লাগলো আপনার এই vlog টা। অসাধারন আপনার উপস্থাপনা। আমি বাবা মা র সাথে কেদারনাথ গেছিলাম, তখন আমি অনেক ছোটো। এই তিন মাস হোলো আমার বাবা গত হয়েছেন। বাবার সাথে কাটানো এই trip এর মুহূর্তগুলো খুব মনে পড়ছে। আপনার vlog টা সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে দিল। Thank you দাদা।
তোমাদের বেড়ানোর ইতিবৃত্ত দেখে আমার মন ভরে যায়।হয়তো মনের কোথাও একটু হিংসে ও হয়। না না তারজন্য তোমাদের কোন খারাপ চাই না।আহা যদি নিজে পারতাম।কিন্তু পরিস্থিতি সব সময় সাথ দেয় না। ভগবানের কাছে প্রার্থনা করি পরজন্ম বলে যদি কিছু থাকে যেন ভ্রমণার্থী হয়ে জন্মাই সেই জন্মে। তোমাদের দুহাত তুলে আশীর্বাদ করি আমাদের এইভাবে আনন্দ দিয়ে যাও।আমরা ঘরে বসে ভ্রমণের আনন্দ উপভোগ করি।
One of the best video of Kedarnath I have ever seen...amaro 16th October e paye hete uthechilam Kedarnath e...r 17th raat e paye hete nemechilam....apnar video ta dekhe shei dingulor kotha mone pore galo...shei one time experience...darun laglo apnar video dekhe...prottekta information apni shothik bhabe present korechen...darun darun....ebhabei egiye jan 😊
Ami r amar bandhu 2008 a giyechilam, tokhon biporjoy r age... Akhon abar apnar hat dhore dekhe abar sei purono din gulo r kotha mone pore gelo... Than u sibaji da... One of the most beautiful vlog .... Bolte paren apnar jiboner sera vlog... Eai bhabe i chaliye jan... Sotti khub anondo pelam. Valo thakben dada .
আমার বয়স ৬৮ বছর। ১৯৯৫ তে ১৪ কি মি হেঁটে ই কেদারনাথ গিয়েছিলাম । আপনার এক বছর আগের ভিডিও দেখছি। খুব ভালো লাগছে। মনে হচ্ছে সঙ্গেই যাচ্ছি। এখন রাস্তা অনেক ভালো। তবে, ভিড়, লাইন অনেক অনেক বেশী। অনেক শুভকামনা।😂
Could not control my tears when Shibaji met a lone Bengali lady of 66 years walking up to Kedarnath, for the Mukti of his deceased son’s soul. That was so heart-wrenching, that I could not continue. Shibaji is a true human being. Very kind, compassionate and deeply understanding of others.
Yayy!! I feel same like like
ITunes
I also felt the same , may her sons soul rest in peace , I watched the whole video with a heavy heart and I couldn't grasp the video and informations Shibajida was providing as my mind was diverted
BB j
🥲
এমন একজন বাঙালী ব্লগার পেয়ে আমরা ধন্য.... ধন্যবাদ শিবাজি দা এ অনুভব টুকু দেওয়ার জন্য ❤️
এবার সত্যি সত্যি পরিব্রাজক শিবাজি sir কে দেখলাম.. অপূর্ব প্রকৃতি.. আমাদের অপূর্ণ ইচ্ছা আজ আপনাদের প্রতিটি পদক্ষেপ এর মধ্যে দিয়ে, পূর্ণতা পেল, আমাদের প্রণাম আমাদের সকলের ভীষণ কাছের বন্ধু শিবাজি sir এর মাধ্যমে, শ্রী কেদারনাথ এর চরণে নিবেদন করলাম
কেদারনাথ, বদরীনাথ, গোমুখ, যমুনত্রী, অমরনাথ, বৈষ্ণদেবী, সব আমি অনেক আগে পদব্রজে ঘুরে এসেছি, সত্যি কথা বলতে একটুও দ্বিধা নেই যে তখন প্রাণ খুলে মন দিয়ে দেখেছি তবুও আপনাদের ব্লগ দেখে আমার পুরানো দিনের সেই মন, প্রাণ আবার নতুন করে উজ্জীবিত হোলো। কোনো মন্তব্য করতে চাই না, এখন মনে হয় আবার যদি যেতে পারতাম? অসাধারন আপনাদের প্রতিবেদন । ভালো থাকুন আপনারা।
Apni onek vaggooban dada
@@santimoyghosh7616 ভাগ্যবান কিনা জানিনা , দর্শন করেছি মাত্র। আমার বর্তমান বয়স প্রায় চৌষট্টি বছর। আমি এই পুণ্য স্থান দর্শন করেছি প্রায় পঁচিশ বছর বয়সে। ভগবান বা ঈশ্বর আছেন কিনা জানিনা , তবে সেখানে গেলে মনের সকল কু চিন্তাধারা দূর হয়ে যায়। এই পুণ্য দর্শনে যদি সাময়িক এই চিন্তা দূর হয়ে যায় তাতে ক্ষতি কি ? আমার মতো পাপীকে যে তিনি তাঁর স্থান দর্শন করার সুযোগ করে দিয়েছেন এটাই বা কম কিসের।
তোমাদের যাত্রা দেখে গায়ে কাঁটা দিচ্ছে। জানি না কোন দিন ও যেতে পারব কি না, কিন্তু দারুন সুন্দর এক অন্যরকম অভিজ্ঞতা 🙏
যদিও এখনও পর্যন্ত আমি যেতে পারিনি, তবে যত বারই এই ধরনের যাত্রাপথ গুলো দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে যেতে হয়। খুবই সুন্দর লাগলো দাদা। ভালো থাকবেন দাদারা ❤️🙏
আপনার যত vlog আছে এই পর্ব টা সেরার সেরা। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে ঈশ্বর না ডাকলে যাওয়া যায়না। সাবধানে সুস্থ শরীরে সমতলে ফিরে আসুন . অতোটা পথ হেঁটে তারপর ভিডিও করা not a matter of joke. খুব কষ্ট করেই ভিডিও টা করেছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।।। জয় কেদারনাথ 🙏
😊😊😊
খুব ভালো লাগলো পুরো রাস্তাটা দেখানোর জন্য ।পুরনো স্মৃতি মনে পড়ে গেল।১৯৯৩ এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গিয়েছিলাম পায়ে হেঁটে। তখন রাস্তা ছিল ১৪ কিলোমিটার।আবার ২০২৪ এ মে মাসে যাওয়ার পরিকল্পনা চলছে। এবারও যাব পায়ে হেঁটে। হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা।
Sibaji is one of the world best RUclips blogger...Lots of respect 🙏🙏
জয় বাবা কেদারনাথ আপনার এনার্জি অসাধারণ এই বয়সেও আপনি যে ৯ ঘন্টার টানা হেঁটে যাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার ভিডিওর ব্যাপারে আর কিছু বলার নেই জাস্ট অসাধারণ অনবদ্য 🙏🙏🙏🙏
1985 সালে International youth yearতে double journey single fair সুযোগ নিয়ে kedarnath গিয়েছিলাম। তবে এখন রাস্তার অনেক উন্নতি হয়েছে।তখন রাস্তা আরও সংকীর্ণ ছিল। তখন আমার বয়স 24 বয়স।
এই বয়সে এসে ভাবছি কি করে ঐ পথ হেঁটে গিয়েছিলাম। শিবাজীবাবুকে নমস্কার ও ধন্যবাদ জানাই আমার অতীতকে নূতন রূপে পরিবেশন
করার জন্য। Hats off you.
শিবাজী দা,
আপনার এই কেদারনাথ যাত্রা দেখে একটা জিনিস উপলব্ধি করলাম,,,,জীবনের পথ টাও এই যাত্রার মতোই,,,পেছনে ফেরবার উপায় নেই।শরীর ক্লান্ত হলেও,ভেঙে পড়লেও মনের জোর কে সঙ্গে নিয়েই আমাদের হাটতে হয়,আর সেটা শুধুই সামনের দিকে,,,,শুধু সামনে,,,,,এগিয়ে চলার নাম ই জীবন,,,,,
এই পথ শেষ করে বাবার দর্শন পাওয়া এক পরম তৃপ্তি ,ধন্যবাদ শিবাজী দা ❤️❤️❤️❤️
অসাধারণ একটি ভিডিও।আমি ১৯৯২ সালে মে মাসে গিয়েছিলাম।সেই কেদারনাথ এখন আর নেই। কিন্তু, এখনকার কেদারনাথ একদমই অন্যরকম।তখন পায়ে চলার সরু পথে ঘোড়ার সঙ্গে ডুলির সঙ্গে গা ঘেঁষাঘেষি করে চলা ,কি ভয়ঙ্কর তুষারপাত সহ্য করা,শেষে সন্ধ্যের পর গিয়ে মন্দিরে পৌঁছেছিলাম।গৌরীকুন্ড থেকে বারো ঘন্টা পায়ে হেঁটে গিয়েছি।সে এক অমূল্য সম্পদ আমার জীবনের। আমার এত ভালো লেগেছিল ,মনে হয়েছিল স্বর্গে পৌঁছে গেছি। এখানেই থেকে যাই।
আপনার ভিডিও খুব আনন্দ দিলো। আবারো অনেক বার দেখবো আপনার ভিডিও।
সঙ্গী হয়ে গেলাম আপনার ভ্রমণপথের। অনেক ধন্যবাদ
অসাধারণ, অভুতপূর্ব এবং অদম্য ইচ্ছা শক্তির উপর দিয়ে আপনি এই মন্দিরে পৌঁছালেন, সঙ্গে আমাদের কেও নিয়ে আসলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জয় কেদারনাথের জয়।ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏,
অসাধারণ ! আমার বয়স এখন ৬০ , আপনাদের মত পুরটাই পায়ে হেঁটেই গেছিলাম ১৯৯৩ সালে ।আজ আপনাদের দেখানো কেদারযাত্রা মনে হলো আমিও আপনাদের সাথে আছি ।
Thank you Shibaji and Prithvijit for the video. আমি অত্যন্ত ভীতু, সাবধানী নিজের fitness নিয়ে খুব confidence নেই। আমি নিয়মিত পাহাড়ে যাই, পাহাড়ে হাতটিও ভালই। কিন্তু কেদারনাথ কখনো দর্শণ করতে পারব কিনা বুঝতে পারি না। তোমাদের blogar দেখে সাহস পেলাম। হিমালয় তো সবসময় টানে- কিন্তু দুর্গম রাস্তায় বিপদে পরতে চাইনা।
আমি তোমাদেরই বয়সী- হিমালয়ের রাস্তায় বেরলে চাঙ্গা হয়ে যাই। ৫০ হতে এখনো এক বছর তারপর কি আর পারব- তোমাদের videoটা দোটানায় ফেলে দিল।
আর হ্যাঁ তোমাদের ভাল লাগার একটা বড় কারণ তোমাদের মানবিকতা। মুগ্ধ হয়ে যাই তোমাদের ব্যবহারে। তোমাদের সাথে সাক্ষাতে নিশ্চয় কখনো দেখা হবে। ভাল থেক, ভাল রেখ।
নিশ্চয়ই পারবেন
This is "Mother of all blogs ". I think this time we have "EXPLORED SHIBAJI". You have crafted emotion, ecstasy, hardship and what not. This is not only an episode this is FEELING.
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
আমি চেষ্টা করেছি মাত্র, আপনাদের ভালো লাগছে, এটাই পরম প্রাপ্তি।
এভাবেই সঙ্গে থাকবেন।
এক কথায় অসাধারণ। একুশ বছর আগের কেদার ভ্রমণকে মনে করিয়ে দিলো। এতো সুন্দর করে পথের ছবি আর বর্ণনা মুগ্ধ করলো।
আমি সপরিবার এই অসাধারণ সুন্দর কেদারনাথ ভ্রমণ এবং দর্শন করেছিলাম ,কেদারনাথ বিপর্যয়ের আগের বছর 2012.তবে আমরা ঘোড়ায় চড়ে গিয়েছিলাম, তখন এতো ভীর ছিল না,রাস্তা 14kmই ছিল, এর পরবর্তিকালে রাস্তার পরিমাণ বারল সাথে সাথেও বারল অত্যধিক ভ্রমণ পিপাসু এবং পূর্নার্থীদের ভীর,আবার একবার যাবার ইচ্ছা হয় তাই কেদারনাথ সম্পর্কিত সব লেখা এবং ভিডিও আমি দেখি,আজ পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর এবং পূর্ণাঙ্গ এই কেদারনাথ এর যাত্রার ভিডিও দেখলাম।
হর হর মহাদেব।এত পরিশ্রম করে কেদারনাথ মন্দির ও তৎ সংলগ্ন দৃশ্যাবলী দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুর্যাস্ত এর বাসন্তী আলোয় পিছনের বরফাচ্ছাদিত পাহাড়ের রূপে মোহিত হয়ে গেলাম।
কেদারনাথের যাত্রাপথকে এত সুন্দর করে আর কেউ দেখাতে পারেনি। আপনিও এর আগে যেসব পাহাড়ি জায়গায় গেছেন, সেগুলোকে এত এবং এত সুন্দর করে দেখাতে পারেননি। এই ভিডিওটা দেখে মন ভরে গেল। মনে হল যেন নিজেই চলে গেছি।
কটা সাজানো বাক্য শব্দবন্ধ দিয়ে আজকের এই মহাকাব্যিক পর্বটি কে বর্ণনা করা যায় না তাই নীরব থেকেই একে সম্মান জানাচ্ছি 🙏🏻
উফফফ ভাষা নেই কিছু বলার। শুধুই মুগ্ধ হয়ে দেখলাম। অপূর্ব।
অসামান্য অভিজ্ঞতার নথি। অনেক অনেক ধন্যবাদ শিবাজী কে এবং আর সবাইকে।
খুবই ভালো হয়েছে। আমি প্রায় চল্লিশ বছর আগে গেছিলাম। তখন কেদারনাথ এত উন্নত ছিল না। চড়াই উৎরাই তো ছিলই। তখন থাকার জন্য সেবাশ্রমের জায়গা ছিল। অসংখ্য ধন্যবাদ এই পোস্ট করার জন্য। কেদারনাথ কে নতুন ভাবে দেখলাম। ভালো থাকবেন।
এত সুন্দর vlog, এত সুন্দর বর্ণনা, আপনার ভ্লগের জন্য বসে থাকি। ১৯৯০ সালে গেছিলাম কেদারনাথ। সেই স্মৃতি যেন ভেসে উঠল চোখের সামনে।
সত্যিই অন্য ব্লগ থেকে আপনার টা আলাদা। সাদা সিধে, কিন্তু এই যে, পাহাড়ি মানুষ টি রবীন্দ্রনাথ গাইলেন, চোখে জল এল,। অসাধারণ।
মন কেরে নেয়ার মতো এপিসোড। দুর্দান্ত এপিসোড সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। খুব ভালো লাগলো স্যার ❤💛🙏🙏হর হর মহাদেব ❤💛🙏🙏
বাঃ,খুব সুন্দর প্রতিবেদন।অনেক ধন্যবাদ। আমার বয়স 76 বছর।1977 সালে কেদারনাথ দর্শন করেছিলাম। প্রায় 45 বছর আগের রাস্তা আরও কঠিন ও নির্জন অথচ সৌন্দর্য উপভোগ করার মত ছিল। তখন শোনপ্রয়াগ থেকেই হাঁটা পথ ।অপরিচিত পূণার্থীরাও অন্যদের "জয় কেদার" বলে উৎসাহ দিতেন। আপনার video আমার পুরোন স্মৃতি মনে করিয়ে দিল। কেদারনাথ আপনার মঙ্গল করুন।
What a wonderful video! You described this trip so realistically, I felt like I was travelling with you The georgous scenary, the long winding treks, lot of pilgrims and the vast mountains around created this mysterious journey so interesting to watch that I often rewond back and watch it again. Never thought that sitting twelve thousand miles away here in US I will be able to watch these holy places in such realistic way. Carry on with your noble mission dada. Waiting for the next part.
অপূর্ব হয়েছে ব্লগ টা🙏 মনে হচ্ছিল যেনো আমি নিজেই তোমাদের সাথেই পায়ে হেঁটে যাচ্ছি। যত দিন যাচ্ছে তমার ব্লগ গুলো আরো অনেক পরিপক্ব এবং পূর্ণতা লাভ করছে। কথা বলতে বলতে কেদারনাথ এর ট্রেক করা সহজ কথা নয়। তুমি দারুন physical fitness এর উধাহরন দিলে। এগিয়ে চলো দাদা, explorer Shibaji jindabad, Joy Baba Kedareshwar 🙏
শিবাজী দা, ১৯৯৮ সালে গিয়েছিলাম কেদারনাথ, তখন আমি ১৮,অসাধারণ অভিজ্ঞতা ছিল।আপনার সাথে এই মনস্তাত্ত্বিক ভ্রমণ এ আবার সেই আস্বাদ গ্রহণ করলাম। বাঙালীর ভ্রমণ পথপ্রদর্শক... আপনাকে প্রণাম, ভালো থাকুন।
🙏🙏🙏❤️❤️❤️
২০১৯ এর সেপ্টেম্বরের শেষের দিকে গিয়েছিলাম অবশ্যই হেঁটে। আজ আবার আপনার সঙ্গে হাঁটলাম... পুরোনো স্মৃতি মনে পড়ে গেল... ধন্যবাদ আপনাকে।
ভিডিও টা দেখে মন জুড়ে গেলো শিবাজী স্যার .. জয় কেদারনাথ এর জয় ❤️❤️
জয় কেদারনাথ
কীভাবে যে বলি এতো অপূর্ব আপনার পথের সব কিছুই তুলে ধরা, মনে হলো আমি আপনার সাথেই চলছি। সত্যিই আপনি অতুলনীয়। আমার অনেক শুভেচ্ছা রইলো ভাই। খুব ভালো থাকবেন।
হর হর মহাদেব 🔱🕉️❤️🙏
ওঁম নমঃ শিবায়ঃ 🕉️🔱
জয় শ্রী কেদারনাথ 🕉️🔱❤️🙏
খুব ভালো ❤️😍👌
শিবাজীদা আপনার ব্লগ খুব ভালো লাগে। আপনার কেদারনাথ যাত্রা দেখলাম। আমিও 2022 এর 10th May বাবা কেদারনাথ দর্শন করে ফিরেছি ।তবে ফাটা থেকে কপ্টারে গিয়েছিলাম। সেটাও এক দারুণ অভিজ্ঞতা। আপনার ভিডিও দেখে নতুন করে যাওয়ার ইচ্ছে জাগছে। ভালো থাকবেন। আরও আরও ভিডিও চাই।
ভিডিও টা দেখে মন জুড়ে গেল।।।। হর হর মহাদেব ❤🙏🙏🙏
অপূর্ব পর্ব। অনেক ছোটবেলায় গিয়েছিলাম। আবারো একবার ভ্রমণ হয়ে গেলো। তবে এখন অনেক urbanized হয়ে গেছে। যখন গিয়েছিলাম একমাত্র রামবারা চটিতে সামান্য কিছু খাবার পাওয়া যেত। সারা রাস্তায় কোথাও টয়লেট বলে কিছু ছিল না, ছিল না কোনো মেডিক্যাল ইউনিট। ছিল শুধু অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য আর সরল, নিষ্পাপ মানুষেরা।
Thank you Dada for taking us with you to Kedarnath. I feel the blessings of Lord Shiva. Sad to see nature being polluted with plastic, We are to blame for this. People need to act more thoughtfully. The best moment of the blog is when you narrated the incident about money not being paid to the shopkeeper. That elevated the blog to another level. Just loved it. ❤❤❤❤
Bhai Shibaji Da is the best ami dada ke Gangasagar er vlog theke follow kori
Darun laglo kedarnath jatra,amra 2000e gieachilam
Amra jakhon gieachilam takhon helicopter ride chilo na
কেদার যাত্রা র ওপর যত গুলো ব্লগ দেখেছি, তার মধ্যে আপনার টা আমার এখনো পর্যন্ত সেরা লেগেছে....অনেক শুভেচ্ছা রইল 🙏
I have always felt the journey is more exciting than the destination itself. Was proved again right today.
খুব ভালো লাগলো। উপলব্ধির গভীরতায়,বর্ণনার মুন্সিয়ানায়,হাসিমুখে কঠিন পথচলার অভিজ্ঞতা প্রকাশে শিবাজী অনন্য।আপনি বয়সে আমার থেকে অনেক ছোট। অনেক না দেখা জায়গা আপনার জন্য দেখতে পেরেছি। সেজন্য অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই।
Mesmerizing video indeed!!! It reminds me of our Kedarnath trip in October 2005. My mother and I also reached Kedarnath on foot. The experience is still vivid in our memory. Your video is too good and very informative. Explore more places! Best wishes!!! Jay Kedarnath!!!
দারুন ভাবে উপভোগ করলাম। সুন্দর কভার আপ করেছেন।অদম্য ইচ্ছা ও মনের জোর থাকলে এই ভাবেই জীবনের অনেক সমস্যাই সমাধান করা যায়। সেটা অবশ্যই জীবনের পজিটিভ দিক হতে হবে। এবং সেটাই হবে একটা উজ্জ্বল অনুপ্রেরণা ও জ্বলন্ত উদাহরণ।
What a mesmerizing series this one is becoming, I can literally visualize the trip we made 20 years back. Also, this is the FIRST time I am probably seeing some DroneShots here. Spellbound!!
আপনি কেদার ধাম পৌঁছলেন, লাগলো যেন আমিই হেঁটে পৌছালাম।আপনাকে অনেক প্রণাম।আপনি একটা সুন্দর এবং পবিত্র মন নিয়ে ব্লগ করেছেন সেটা আপনার কথা বার্তা সব শুনে বুঝতে পারা গেল।
জয় ভোলেনাথ হর হর মহাদেব
This vlog is just out of the world. Hats off to you. Thanks for making us part of this beautiful journey. Har Har Mahadev !!!
This video will haunt me for a long time because of the 66 year old woman, going for her son's mukti! As Shibaji said, this is what thirth is all about...her resiliance in the face of such grief will give strength to a lot of us! Reminded me of a old movie - moru tirtho hingalaj...
আপনার শব্দচয়ন অসাধারণ শিবাজী দা।।।।।।কোনো দেখন দারি নয় ,সহস ভাবে কথা গুলো ভীষণ মিষ্টি লাগে।।।।ভালো থাকবেন আপনারা দাদা।।।।।
Thank you for sharing this amazing experience with us..Our country is a perfect example of unity in diversity, which always reflects in your videos & Thank U BRO❤❤❤
পথে যত্রতত্র বর্জ্য পদার্থ মনকে ভীষণ ভাবে ব্যথা দিলেও, আপনার অনবদ্য উপস্থাপনা ও প্রকৃতির অকৃত্রিম শোভা সবটার ওপর প্রলেপ লাগিয়ে দিল 😊❤️ খুব আনন্দ, উৎসাহ পেলাম সবসময়ের মতোই 😊❤️😊
Har Har Mahadev....JOY BABA KEDARNATH 🙏
🕉 Nama SHIBAYA Haro Haro MAHADEB 🍎🍓🥥🥭🍏 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏Fantastic Video. Thanks.
হর হর মহাদেব .🙏🙏.......একদিন যাবোই বাবা ❤️
👍
কেদারনাথ হেঁটে যাওয়ার ইচ্ছাটা আরো বাড়িয়ে দিলেন। অসাধারণ লাগলো ভিডিওটা। 🙏
ধন্যবাদ দাদা ❣️❣️❣️
বাংলাদেশ থেকে বলছি
আপনার কথন খুব অনায়াস ও সাবলীল। সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় গুলো ও জানিয়ে দিয়েছেন।
ও হ্যাঁ, awasome খুব কম ব্যবহার করাতে অন্যদের থেকে আলাদা হয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
This is perhaps the best vlog I have seen in my entire life. This is just extraordinary. No adjective is enough to describe this video. Salute to your efforts. Hara Hara Mahadeva
আপনার সেরা ব্লগ মনে হয় এটাই, ভীষন রকম ভালো লাগছে আপনাদের বাবা কেদারনাথ দর্শন। হর হর মহাদেব 🙏
Har Har Mahadev ❤️
Shibaji Da BOSS 🔥
আপনার ব্লক গুলো যখন দেখি মনে হয় আমি নিজেই ওখানে আছি .কারণ আপনি এত ভালো করে বলেন আর দেখান Thanku Sir
আমি হেঁটে দু'বার কেদারনাথ গেছি। প্রথমবার ১৯৮০ তে। কিন্তু রাস্তার যে সৌন্দর্য আমরা পেয়েছি এখন সেটা আর নেই। কিছুই করার নেই, প্রকৃতির হাতেই আমাদের সব কিছু নির্ভর করে। আপনাকে অনেক ধন্যবাদ আমার পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে দিলেন।
কাজের সূত্রে মাঝে মাঝেই যেতে হয় কেদারনাথ, অনেক respect দাদা, অত ঘোড়ার ওঠা নামা সামলানো ,চড়াই রাস্তা আর ভিডিও করা খুব কঠিন।
ভাল লাগল খুব 🙏
Same Day amrao Gechilam Helicopter e 🔱
OM NAMAH SHIVAY 🙏🏻
**Kedarnath Trek er 80% road Ghorar Poti te Green and slippery & Govt. Ropeway kore dicche for all**
ব্লগটি সুন্দর করেছেন। আজ থেকে ষোল বছর আগে হেঁটে গিয়েছিলাম। অনেক পরিবর্তন দেখলাম। পুরো পথের চিত্র তুলে ধরেছেন।
Joy baba Kadarnath 🙏🙏
Kedarnath er upor onek Vlog dekechi, kintu eto sothik information deoya
ei prothom.
Shibaji Babu, thank u.
শিবাজী দাদা, অসাধারণ ব্লগ কেদারনাথ মন্দিরে যেতে যে পথ প্রদর্শন করেছেন তা অতুলনীয়।
Probably the best vlog I have watched. 🙏❤️. असंख्य धन्यवाद ❤️
অসাধারণ ব্লগ টা দেখলাম। আমি আপনার সব ব্লগ দেখেছি, এই ব্লগ টা বেস্ট ব্লগ। শুধু তাই নয়, এটা কেদারনাথ যাত্রা নিয়ে অন্যতম সেরা ব্লগ । দারুণ উপভোগ করলাম আপনার পুরো সিরিজ টা আমরা পরিবার এর সবাই মিলে। হয়তো কোন দিন যাওয়া হবে না বাট আপনার ব্লগ এর মাধ্যমে কেদারনাথ যাত্রা অভিজ্ঞতা হয় গেলো।
শিবাজী বাবু, অসম্ভব কষ্ট করে এই চড়াই রাস্তায় যেভাবে ভিডিও তুলে পাঠিয়েছেন এজন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। ভাল থাকবেন। পারিবারিক কারনে এ জীবনে হয়ত যাওয়া হবে না তাই আপনার পাঠানো ভিডিও দেখেই মনের আশা মেটালাম।
সত্যিই অপুর্ব লাগলো আপনার journey টা দেখে।।। এতো সুন্দর ভাবে present করছেন আপনি যে দেখতে দেখতে মনে হচ্ছিল আমিই journey করছি।।।
হিমালয়ের প্রতি অমোঘ আকর্ষণ টা প্রথম জন্মেছিল অনেক ছোটবেলায় দেখা একটা বাংলা ছবি, "বিগলিত করুণা জাহ্নবী যমুনা" দেখে.....সেই আকর্ষণের স্ফুলিঙ্গ কে জ্বলন্ত মশাল-এ রূপান্তরিত করেছে আপনাদের ভিডিও গুলো। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও সাফল্য, ভালো থাকবেন।
দাদা এই নিয়ে ৩বার দেখছি যত দেখছি ততই যেন মন মানছেনা, আপনার সব কিছু তথ্য জানানোর জন্য ধন্যবাদ , দাদা আপনি (অসাম ) Best কথা অনেক আছে কিন্তু ভাষা নেই 👍
দুর্দান্ত লাগলো। অপূর্ব উপস্থাপনা ও ভিডিও। আমি 2011 তে গিয়েছিলাম আগের পথে। সেই রোমাঞ্চ আর একবার অনুভব করলাম।
আমি মুগ্ধ মুগ্ধ! পরিবারের প্রিয়জনদের কাছ থেকে বহু দিন শুনেছি এই অসামান্য ট্যুর ভ্লগের কথা। কাল খুঁজে সাবস্ক্রাইব করলাম। এত দেরি করলাম কেন-- অনুতাপ হচ্ছে। শরীর সবসময় সঙ্গ না দিলেও ঘুরি-ঘুরতে ভালোবাসি।
প্রচুর ভিডিও দেখি, এত অসামান্য কখনো দেখিনি। আবারও মুগ্ধতা জানাই।
খুব আনন্দ পেলাম আপনার বার্তা পেয়ে, আপনাদের এই কমেন্ট গুলো উৎসাহ শতগুণে বাড়িয়ে দেয়।
ভালো থাকবেন আর ভালোয় মন্দয় এভাবেই সঙ্গে থাকবেন।
একটা সম্পূর্ণ চলচ্চিত্র দেখলাম মনে হলো। অসাধারণ বর্ণনা....আর রসবোধ👌লাদাখ ভ্রমণ দেখার অনুরোধ রাখলাম। পৃথ্বীজিৎদা আর আপনি মানিকজোড়।সুস্থ থাকুন,ভালো থাকুন।
খুব খুব ভালো লাগলো আপনার এই vlog টা। অসাধারন আপনার উপস্থাপনা। আমি বাবা মা র সাথে কেদারনাথ গেছিলাম, তখন আমি অনেক ছোটো। এই তিন মাস হোলো আমার বাবা গত হয়েছেন। বাবার সাথে কাটানো এই trip এর মুহূর্তগুলো খুব মনে পড়ছে। আপনার vlog টা সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে দিল। Thank you দাদা।
খুব ভালো লাগলো শিবাজী, তোমার চোখ দিয়ে সম্পূর্ণ কেদারনাথ যাত্রা দেখা হয়ে গেলো, জয় ভোলেনাথ..🙏🙏
দাদা নমস্কার বাংলাদেশ থেকে দেখছি,আপনার সুন্দর উপস্হাপনা তার সাথে ধর্মীয় অনেক স্হান দেখতে পাওয়া এক কথায় অসাধারন।
তোমাদের বেড়ানোর ইতিবৃত্ত দেখে আমার মন ভরে যায়।হয়তো মনের কোথাও একটু হিংসে ও হয়। না না তারজন্য তোমাদের কোন খারাপ চাই না।আহা যদি নিজে পারতাম।কিন্তু পরিস্থিতি সব সময় সাথ দেয় না। ভগবানের কাছে প্রার্থনা করি
পরজন্ম বলে যদি কিছু থাকে যেন ভ্রমণার্থী হয়ে জন্মাই সেই জন্মে। তোমাদের দুহাত তুলে আশীর্বাদ করি আমাদের এইভাবে আনন্দ দিয়ে যাও।আমরা ঘরে বসে ভ্রমণের আনন্দ উপভোগ করি।
জীবনে হয়তো কোন দিন কেদারনাথ দর্শন করতে পারবো না কিন্তু আপনার
ভিডিও দেখেই সব পূরণ হয়ে যাবে ভালো থাকবেন ।
মহা সুখ এই আনন্দ যাত্রা...তোমাদের ঈশ্বর মঙ্গল করুক...
Tumi paro na emon kichu bodhoy nei.. Eto shundor ekti video upohar deowar jonno oshonkho dhonnobaad. Onek bhalobasha ar sroddha janalam tomaye Shibaji da🙏❤️. Khub bhalo theko ar erom ero onek upohar amader dite thako❤️
অপূর্ব লাগলো এই পর্ব !!! আর সেই সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করলাম আপনার জন্য !!! কুর্নিশ জানাই আপনাকে শিবাজিদা ❤.......আর মহাদেবের পায়ে সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏 জয় শিব শম্ভু 🙏🙏🙏
One of the best video of Kedarnath I have ever seen...amaro 16th October e paye hete uthechilam Kedarnath e...r 17th raat e paye hete nemechilam....apnar video ta dekhe shei dingulor kotha mone pore galo...shei one time experience...darun laglo apnar video dekhe...prottekta information apni shothik bhabe present korechen...darun darun....ebhabei egiye jan 😊
Apnar jotogulo vlog dekhechi amar kache tar moddhe best hochhe eita.... apni jokhon giye pouchalen amar jeno feelings hochhilo amio apnar songe okhane pouchalam.... Excellent ...
দাদা 👍👍👍🙏🙏🙏
শুধু মনের চোখ দিয়ে দেখে গেলাম ভিডিও টি।।। অসাধারণ অনবদ্য।।। আপনার প্রতি টি ভিডিও গুলি অসাধারণ।।। এত সুন্দর আপনার বাচন ভঙ্গী এক কোথায় অসাধারণ।।
অসাধারণ, খুব সুন্দর, অনুপ্রেরণাদায়ক....এবং ...আর কিছু বলার ভাষা নেই।
অপেক্ষা করে আছি বাকি পর্বগুলোর জন্যে।
ধন্যবাদ এরকম একটা সুন্দর ব্লগের জন্যে।
নমস্কার শিবাজী বাবু 🙏আপনার কেদারনাথ ভিডিও টা দেখে সত্যিই মন জুড়িয়ে গেলো। দূর্দান্ত উপস্থাপনা আপনার। ভোলে বাবা কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন র আমাদের এই রকম র ও নতুন নতুন ভিডিও উপহার দেন।। নমস্কার শিবাজী বাবু ভালো থাকবেন।। 🙏🙏🙏
Mon bhore galo...khub icha ache next year may mashe kedarnath jatra korar...Thank you for the information...
Darun laglo video ta. Kedarnath jawar ichha ta aro badiye dilen. Thank you for lovely sharing. Har Har Mahadev 🕉️🙏🕉️🙏
Ami r amar bandhu 2008 a giyechilam, tokhon biporjoy r age... Akhon abar apnar hat dhore dekhe abar sei purono din gulo r kotha mone pore gelo... Than u sibaji da... One of the most beautiful vlog .... Bolte paren apnar jiboner sera vlog... Eai bhabe i chaliye jan... Sotti khub anondo pelam. Valo thakben dada .
শেষের ঐ স্বর্নমাখা গোধূলির হিমালয়রাজি অসাধারণ। জানি পরের vlog এ আরও দেখব। অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর, জয় শ্রী কেদারনাথ, জয় জয় মহাদেব
আপনারা দুজনে ভাগ্যবান,। তীর্থ দর্শন করছেন যদিও কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের মঙ্গল কামনা করি।
এই প্রথম রাস্তার এতটা অংশ দেখতে পেলাম । রাস্তায় শর্টকাট নিলেও লং
কাট বিবরণ দিয়েছেন । অজস্র ধন্যবাদ।
অনেক ধন্যবাদ শিবাজী দা, এরকম একটা vlog উপহার দেওয়ার জন্য।
আমার বয়স ৬৮ বছর। ১৯৯৫ তে ১৪ কি মি হেঁটে ই কেদারনাথ গিয়েছিলাম । আপনার এক বছর আগের ভিডিও দেখছি। খুব ভালো লাগছে। মনে হচ্ছে সঙ্গেই যাচ্ছি। এখন রাস্তা অনেক ভালো। তবে, ভিড়, লাইন অনেক অনেক বেশী।
অনেক শুভকামনা।😂