অমরনাথ যাত্রা | জানেন কি অমরনাথের পবিত্র গুহার পৌরাণিক আখ্যান? Chandanwari to Seshnag - Day 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 971

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 6 месяцев назад +116

    "নাচে পাগলা ভোলা
    বাজে বম্ বম্ বম্।।
    শিঙ্গা বাজিছে ভোঁ ভোঁ,
    ভম্ ভম্ ভম্।।
    শিরে করিছে গঙ্গা
    কল্ কল্ কল্
    চরণ চাপেতে ধরা
    টল্ টল্ টল্।।
    মৃদঙ্গ ধরে তাল
    তাথম্ তাথম্।।
    নাচে পাগলা ভোলা
    বাজে বম্ বম্ বম্।।"
    মহাদেব এর ডাকে এবারের যাত্রা অমরনাথের পথে - গত তিনদিনের ধাক্কা সামলে মহাযাত্রার শুরু । মহান পুণ্যের সাথে পথের নয়নাভিরাম দৃশ্য এক অতিরিক্ত লাভ । এই পথে যাত্রা করেছেন বহু যাত্রী দীর্ঘদিন ধরে - আজ শিবাজী ও পৃথ্বীজিৎ এর হাত ধরে আমরাও মানস যাত্রা শুরু করলাম। পথের অপূর্ব সুন্দর দৃশ্য ছাড়াও দেখে চলেছি অগণিত মানুষদের - এদের নানা ভাষা নানা মত - গন্তব্য একই ।
    “মানুষ খোঁজে তাকে আমি মানুষের মধ্যে খুঁজি তাকে “ এত ভাল উপমা এর আগে আমি পাইনি । এই প্রসঙ্গে বলি কালকূটের অসামান্য উপাখ্যান "অমৃত কুম্ভের সন্ধানে" গ্রন্থে (এ পরে ছায়া ছবি ও হয় - কালকূটের ভূমিকায় শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনয় করেন) সমরেশ বসু বলেছিলেন -"আমি এই কুম্ভ মেলায় মানুষ দেখতে এসেছি " আজকের এই যাত্রায় ও আমরা অগণিত মানুষদের দেখলেন শিবাজী ও পৃথ্বীজিৎ। মহাদেব দর্শনের পুণ্যের সাথে এত মানুষদের দর্শন পাওয়া এক সৌভাগ্যের ব্যাপার । পথ চলার ক্লান্তি ভুলে চলেছেন এই দুই মহারথী ও সাথে অরিজিৎ । অপূর্ব দৃশ্য চারিদিকে - যে মহাহৃদয় ব্যক্তিরা ভান্ডারার ব্যবস্থা করেছেন তাদের পূর্ণের কোনো সীমা নেই ।
    সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আজকের এই পর চলার পরম আনন্দ আমরা ভাগ করে নিলাম ।
    পরের পর্বের আশায় রইলাম ।

    • @sanjaysen9514
      @sanjaysen9514 6 месяцев назад +2

      Daarun....

    • @sumitavaghosh361
      @sumitavaghosh361 6 месяцев назад

      Darun🙏
      হর হর মহাদেব 🙏

    • @kalpanabar1363
      @kalpanabar1363 6 месяцев назад

      🙏🙏🙏🌷❤️🌷👌

    • @krishnendughosh619
      @krishnendughosh619 6 месяцев назад

      Baapre ektu beshi ee abegprobon hoye gelen na 😂😂😂

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 6 месяцев назад +9

    ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি।দারুণ লাগছে তোমাদের সঙ্গে অমরনাথের পথে যেতে 👍👌👌🙏🏻🙏🏻

  • @debamoyroychoudhury7924
    @debamoyroychoudhury7924 6 месяцев назад +15

    আপনাদের সাথে অনেক জায়গায় গিয়েছি,এবারে অমরনাথ যাত্রা করছি।অসাধারণ অভিজ্ঞতা। আপনাদের ভিডিও তে দেওয়া ১২ বছর ধরে অমরনাথ যাত্রা করা অদম্য প্রতিবন্ধী মানুষটির ছবি Facebook এ দিয়েছি,আলনাদের কথা উল্লেখ করে।

  • @SubhaChatterjee-kx6pz
    @SubhaChatterjee-kx6pz 6 месяцев назад +7

    অসাধারণ একটা ভিডিও. আপনাদের অমরনাথ যাত্রা এই ভিডিও সারাজীবন মনে থাকবে এতো ভালো লাগলো দেখে. হয় তো কখনো যেতে পারবো না কিন্তু আপনার এই ভিডিও সেই আশা পূরণ করে দিয়েছে. এতো সুন্দর দৃশ্য মন ভরিয়ে দিলো

  • @monikamukherjee1722
    @monikamukherjee1722 6 месяцев назад +5

    অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ করেছে আমাকে।আমি এতদিন ভাবতাম অমরনাথ যাত্রা শুধুই ঘোড়ায় সম্ভব।সবাই এনজয় করছে ,খুব কম মানুষ বুঝছেন যে কি পরিমান কষ্টকর ভিডিও করা।কুর্নিশ তোমাদের

  • @pinkimallick7839
    @pinkimallick7839 6 месяцев назад +8

    যেতে তো কোনো দিন পারব না, , আপনার ভিডিওর মাধ্যমে অমরনাথ যাত্রা দেখতে পেরে ভীষণ ভালো লাগছে ❤❤

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 6 месяцев назад +1

    অসাধারণ শিবাজির কমেন্ট্রি যাত্রা করতে করতে এই দুর্গম রাস্তাতেও।তাই আরও বেেশি এমজয় করছি অমরনাথ যাত্রার এতো মূল্যবান ভিডিওটি👌👌🌷🌷

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 6 месяцев назад +7

    যেতে তো কোনদিন পারব না ,আপনার ভিডিও র মাধ্যমে অমরনাথ যাত্রা দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। হর হর মহাদেব। 🙏🙏

    • @sushildutta523
      @sushildutta523 5 месяцев назад

      @@bandanachowdhury9374 কেনো পারবেন না ভগবানের কৃপা থাকলে অবশ্য পারবেন মনের ইচ্ছা টাও বড় জিনিস ভগবানের উপর ভরসা রাখুন একদিন অবশ্যই আপনি ভগবানের দেখা পাবেন এটা আমার বিশ্বাস

  • @MeghpeonerVlog
    @MeghpeonerVlog 6 месяцев назад

    Dada Tomar Boyoshe pouche jeno, ei enthu ei energy ta dhore rakhte pari...🙏❤❤❤ valo thako sustho thako

  • @waandertales
    @waandertales 6 месяцев назад +3

    কি অপূর্ব দৃশ্য অমরনাথ এর যাত্রা পথে | হর হর মহাদেব | আজকের পর্ব দেখে মন সত্যি ভরে গেলো শিবাজী দা |

  • @JAGANNATHKUNDU-m9z
    @JAGANNATHKUNDU-m9z 6 месяцев назад +7

    খুব ভালো লাগলো আজকের এই অমরনাথ যাত্রা তার সাথে এই প্রাকৃতিক পরিবেশ আরো মনো মুগ্ধ করেছে জয় বাবা অমরনাথ ❤❤

  • @jalsagharr
    @jalsagharr 6 месяцев назад +6

    "মানুষ খোঁজে তাকে, আর আমি মানুষের মধ্যে খুঁজি তাকে" খুব সুন্দর কথা টা

  • @niveditaroy2964
    @niveditaroy2964 6 месяцев назад

    Khoob shundor laaglo.
    Seshnag lake surrounded by beautiful mountains against blue sky with patches of white clouds. Was imagining Lord Shiva with Parvati resting on the mountain ranges.
    Kolbalish debanidrar jonno next tour ey thaakbe ashakori. 👍☺️
    Thanks for sharing 🙏

  • @sukladutta8886
    @sukladutta8886 6 месяцев назад +3

    আমি মনে করি গন্তব্যর থেকে পথের সৌন্দর্য্যই বেশি।'পথে চলা সেইতো তোমায় পাওয়া '।আপনাদের কন্ঠে যাত্রাপথের আনন্দগান শুনে মন ভরে উঠেছে। সঙ্গে আছি।

  • @shitaldeyofficial5478
    @shitaldeyofficial5478 6 месяцев назад +2

    দারুন লাগলো। হর হর মহাদেব।বাঁকুড়া থেকে

  • @ShormiDasgupta
    @ShormiDasgupta 6 месяцев назад +3

    খুব সুন্দর। চারদিকের সৌন্দর্য দেখে অভিভূত হলাম। এই যাত্রা তে আপনাদের সাথে থাকতে পেরে ধন্য হলাম। যাত্রা শুভ হোক। হর হর মহাদেব

  • @sangeetadas5332
    @sangeetadas5332 6 месяцев назад

    Eto valo lagchhey apnader Amarnath tour er vdo bole bojhate parbo na 🙏
    Har Har Mahadev 🙏🌹🙏

  • @mousumibanerjee7361
    @mousumibanerjee7361 6 месяцев назад +3

    Ufffffff Asadharon .....pother soundarjyyo...surute oi manush tike amar pronam ...Satti choke jol kintu esechilo😢

  • @subirkumardas100
    @subirkumardas100 6 месяцев назад

    Dada eiita one of the best, Bhagawan ke dekhii nii, apnader sathee dekhaa hole, ami nichooii nichittoo ami bhagawan ke deklam.🙏🙏 apnader onek onek pranam amar

  • @PersoniCosmetic
    @PersoniCosmetic 6 месяцев назад +15

    অপূর্ব অপূর্ব এত ভালোভাবে বুঝিয়ে আপনারা বলেন
    হৃদয় একদম আনন্দিত হয়ে যায়
    জয় বাবা অমরনাথ 🙏🙏

  • @AnjanaBhattacharya-wz1qy
    @AnjanaBhattacharya-wz1qy 6 месяцев назад +1

    অপূর্ব সুন্দর প্রকৃতি তার সাথে দুর্দান্ত ফটোগ্রাফি দারুণ লাগলো

  • @ritabhattacharya8440
    @ritabhattacharya8440 6 месяцев назад +3

    অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে আমাদের Duo

  • @ankitaabiswas
    @ankitaabiswas 6 месяцев назад +1

    Darun darun! Bhishon bhalo laglo vlog ta😍 next vlog er opekkhay roilam

  • @somachatterjee8418
    @somachatterjee8418 6 месяцев назад +11

    একদম দাদা অমরনাথ যাত্রা কালে বহু জিনিস চোখে পড়েছে যা দেখলে মনে উপলব্ধি করে চোখে জল এসে যায় । হ্যা
    ঁ হয়তো কেদারে ও গঙ্গোত্রী ও গোমুখেও দেখা যায় আসলে অমরনাথ তো আর অনেক টা পথ । আর কিছুটা দুর্গম ও বটে । আমার যাত্রা 1983 ও 1987 সেই সময় সত্যিই এথ ভিড় ছিল না । পথ ছিল আরো সুন্দর
    খুব ভালো লাগছে আপনাদের যাত্রা ।
    স্মৃতি গুলো একটু ঝালিয়ে নিচ্ছি ।
    চরইবেথি 🙏🙏🙏

    • @20peegee
      @20peegee 6 месяцев назад +1

      আমার যাত্রা 1984, এই রাস্তায় যাওয়া বালতাল হয়ে ফেরা। অবশ্য তখন ধর্মীয় আবেগের চেয়ে trekking এর আনন্দই বেশি ছিল।এত ভিড় ছিলনা, registration ছিল না তাই রাস্তাও পরিষ্কার ছিল। আবার কষ্ট ও ছিল এত লঙ্গর ছিলনা। স্মৃতি টাকে ঝালিয়ে নিলাম।

  • @sangitasengupta5607
    @sangitasengupta5607 6 месяцев назад +1

    Darun darun dada...khub bhalo laglo

  • @dilippaul2780
    @dilippaul2780 6 месяцев назад +9

    অমরনাথ যাত্রা আগে দেখা হয়নি।আপনারটাই প্রথম দেখবো।

  • @Sonarpura-BSB
    @Sonarpura-BSB 6 месяцев назад +1

    WELL DONE SHIBAJI BABU STAY SAFE ALL THE BEST

  • @artislife8103
    @artislife8103 6 месяцев назад +13

    হর হর মহাদেব 🙏🌸❤️ কত মানুষ কত কষ্ট করে তোমাকে দেখতে যাচ্ছে মহাদেব তুমি সকলের মঙ্গল করো 🌸🙏 শিবাজী দা পৃথিজিৎ দা তোমরা মহা পূর্ণের কাজ করছো ভগবান তোমাদের মঙ্গল করুক😊

  • @abhijtsardar7260
    @abhijtsardar7260 6 месяцев назад +1

    Khub sundor laglo ajke r vedio.. Just fatafati.. dada.. ❤❤😊

  • @spc3461
    @spc3461 6 месяцев назад +44

    অমরনাথের পবিত্র গুহার পৌরাণিক আখ্যান সত্যই মহান! চণ্ডনওয়ারি থেকে সেশনাগের দিন 1-এ যাত্রা শুরু হলে মনে হয় যে আপনি একটি অদ্ভুত অভিজ্ঞতা অংশ নিচ্ছেন। ধরা যাক, আপনি এই পবিত্র স্থানে কি দেখতে পেয়েছেন? আমরা অমরনাথ যাত্রার আরও অংশ দেখতে অপেক্ষা করছি! 🙏🏔️🕉️

  • @kasturigoswami7282
    @kasturigoswami7282 6 месяцев назад

    ভীষণ ভালো লাগল দাদা। তুমি যে আমার আবদার শুনে এক্সট্রা ডাউনলোড ফুটেজ গুলো বাদ দিয়েছ। খুব খুব আনন্দ পেলাম। একদম অপূর্ব লাগছে। পুরো ভিডিও। তোমাদের ভিডিও এই raw flavor টাই মন কাড়ে।

  • @Iamsayantanbasu
    @Iamsayantanbasu 6 месяцев назад +14

    *Har Har Mahadev* 🙏
    EXPLORER SHIBAJI ❤

  • @somamukherjee4489
    @somamukherjee4489 6 месяцев назад

    শিবাজী দা চোখ জুড়িয়ে গেল। অপূর্ব দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।বলার ভাষা নেই।

  • @sujaydasgupta
    @sujaydasgupta 6 месяцев назад +8

    অবশেষে আপনাদের অমরনাথ যাত্রা শুরু হল। হর হর মহাদেব। 😊

  • @sankhadeepdas5851
    @sankhadeepdas5851 6 месяцев назад +1

    Ja dakalen dadara. Ter jonno osonkho osonkho dhonnobad. Next vedio r jonno odhir অপেক্ষায় রইলাম।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 6 месяцев назад +4

    অপার সৌন্দর্যের ভরপুর, তার সাথে অমরনাথ বাবার দর্শন পাবো। সত্যিই আজকের সিরিজ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, খুব ভালো লাগছে দেখতে। ভালো থাকবেন আপনারা, তার সাথে আপনার আর পৃথ্বী বাবুর গল্প, সত্যিই দুর্দান্ত।

  • @sonalibasak2494
    @sonalibasak2494 6 месяцев назад +1

    আপনার জন্য আজ অমরনাথ এইভাবে দেখতে পারছি ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাবা অমরনাথ 🙏🙏🙏🙏🙏

  • @suryavideo1610
    @suryavideo1610 6 месяцев назад +4

    অপূর্ব দৃশ্য,সেরা ভিডিও।।।।

  • @anirbandey5429
    @anirbandey5429 6 месяцев назад

    অতিআগ্রহে অপেক্ষায় রইলাম পরের ভাগের জন্য❤❤❤

  • @AmiBangali92
    @AmiBangali92 6 месяцев назад +4

    Khub shundor ❤❤❤❤❤❤❤

  • @satamitabhattacharjee1283
    @satamitabhattacharjee1283 6 месяцев назад +1

    Darun scenic view..Mon bhore gelo dekhe ..

  • @aniruddha1104
    @aniruddha1104 6 месяцев назад +4

    🔱🙏🕉️ হর হর মহাদেব 🕉️🙏🔱

  • @madhumita_1979
    @madhumita_1979 6 месяцев назад +2

    অসাধারন দৃশ্য এবং অসাধারন উপস্থাপনা ❤

  • @Subhosayantani44
    @Subhosayantani44 6 месяцев назад +3

    জয় বাবা অমরনাথ.......🙏🙏🙏🙏🙏

  • @ManjusreeChakraborty-k7z
    @ManjusreeChakraborty-k7z 6 месяцев назад

    ভাই আপনাদের অমরনাথ যাত্রার সংগী হলাম।মুগ্ধকর নিসর্গ দৃশ্য এবং আপনার যাত্রাপথের বিবরণ মন আনন্দে ভরিয়ে দিল।এই বিবরণ বইতে পড়েছি। আপনি দেখালেন।অনেক কষ্ট করে যাচ্ছেন যাত্রা
    সফল হোক। হর হর মহাদেব জয় অমরনাথ।

  • @PersoniCosmetic
    @PersoniCosmetic 6 месяцев назад +11

    অমরনাথ যাত্রা তে এত সুন্দর দৃশ্য
    দৃশ্য দেখে মনে হয় প্রকৃতিতেই ভগবানের বসবাস
    জয় বাবা বরফানি জয়বাবা অমরনাথ
    ঈশ্বর আপনাদের সবার কল্যাণ করুক আর আপনারা এভাবে ভিডিও আমাদেরকে সব সময় ভালোভাবে দেখান

  • @avinandanful
    @avinandanful 6 месяцев назад +2

    অসাধারণ যাত্রা দেখার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলাম।

  • @somnathpal2109
    @somnathpal2109 6 месяцев назад

    অপূর্ব লাগলো। কষ্ট সার্থক হবেই।

  • @kalyanidas6161
    @kalyanidas6161 6 месяцев назад +2

    Darun next video opekhai roilam

  • @somabanik2373
    @somabanik2373 6 месяцев назад +1

    Darun.. Jay baba Volenath. Apnader sathe amarao ei jatra er songi. Khub valo dada. Apnader sathe ei jatra er Manas songi hoye dhonno

  • @shilachanda7254
    @shilachanda7254 6 месяцев назад

    Hor hor mohadev🙏Amr nath jatra ,darun lagche..apnader theke anek kisu jante o dekhte parchi..khub vlo lagche ..Dada..

  • @arpanmitra1
    @arpanmitra1 6 месяцев назад

    Chomotkar laglo.
    Sotti ei poth guloe ghora der upodrob boro biroktikor. Kedarnath e ei somosyae aami o porechhilam.

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 6 месяцев назад +1

    এমন রাস্তা যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি।দারুণ লাগছে।

  • @aditisamanta1123
    @aditisamanta1123 6 месяцев назад

    Darun laglo. Prokiti je eto sundor ei sob jayga na dekhle bojha jabe na. Apurbo.

  • @AmitGhosh-iz3jy
    @AmitGhosh-iz3jy 6 месяцев назад +2

    Khub sundor lagche.

  • @sanchitamajumder3025
    @sanchitamajumder3025 6 месяцев назад

    অপূর্ব লাগলো দাদা এই অমরনাথ যাত্রা। পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন আপনারা সবাই।

  • @Bong-at-heart
    @Bong-at-heart 6 месяцев назад

    খুব ভাল লাগল আপনাদের যাত্রার শুরুটা পরেরটার অপেক্ষার ভাল থাকবেন জয় ভোলানাথ

  • @ভিনদেশীতারা-ঠ৭ণ
    @ভিনদেশীতারা-ঠ৭ণ 6 месяцев назад

    শিবাজী আপনার ভিডিও গুলো দেখতে দেখতে আমরা শুধু যে একটা travel vlog দেখি তাই নয় , সব কিছুকে ছাপিয়ে একজন অসম্ভব সুন্দর মনের সহজ মানুষকে দেখি যার কাছ থেকে বহু কিছু শেখার আছে , বহু মানবিকতার পাঠও নেবার আছে ! ভাল , খুব ভাল থাকা চাই ভাই ! Always always . অনেক fame আর অনেক টাকার মাঝে আর ৫ জনের মত হারিয়ে যাবেন না please ! এই goodness just goodness like Salvator টাই আপনার highest USP কিন্তু । এটা আগেও বলেছি আবার বললাম !

  • @bannhichatterjee1245
    @bannhichatterjee1245 6 месяцев назад

    খুব ভালো লাগলো আপনার অমরনাথ যাত্রা শুরু টা। জয় ভোলে নাথ 🙏🙏

  • @pallabmondal9454
    @pallabmondal9454 6 месяцев назад +2

    অপূর্ব লাগলো অনেক তথ্য পেলাম

  • @Ru-dd9fp
    @Ru-dd9fp 6 месяцев назад

    Amarnather pobitro kotha khub sundor laglo r puro video ta asadharon .jai bholenath ki 🙏🙏🙏🙏

  • @PurnimaBarma-m5y
    @PurnimaBarma-m5y 6 месяцев назад

    Aoshadharan laglo aomornath darshan. Har har mahadev 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @SantanuGhosh-n8m
    @SantanuGhosh-n8m 6 месяцев назад +2

    Khub valo laglo❤

  • @sandipanchatterjee503
    @sandipanchatterjee503 6 месяцев назад

    খুব সুন্দর যাত্রা। ভোলে পার করেগা ❤❤❤❤

  • @SharmisthaRoy-rq6mt
    @SharmisthaRoy-rq6mt 6 месяцев назад +1

    Apner chokh diye ei apurbo Amarnath yatrapoth amaro dekha hoye jachche Shibaji da. Onek dhonyobad apnader.

  • @paramitamajumder9108
    @paramitamajumder9108 6 месяцев назад

    Janina jawoa hobe kina konodin
    Video r maddhyome dekhte pere darun laglo

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 6 месяцев назад

    আহা কি অপরূপ দৃশ্যের উপভোগ করতে করতে যাচ্ছো তোমরা। আমরাও করছি ঘরে বসে বসেই।❤

  • @sudiptabhattacharya4549
    @sudiptabhattacharya4549 6 месяцев назад +1

    দারুণ দারুণ। এই পথের নৈসর্গিক দৃশ্য উপভোগ করলাম। আগামী পর্বের অপেক্ষায় থাকলাম

  • @Rsuranjana
    @Rsuranjana 6 месяцев назад +1

    জয় ভোলে.. খুব ভালো লাগলো দেখতে..

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 6 месяцев назад +1

    Ki apurba jaiga,kata galpo sunechi,ebar dekhar souvagya holo bhai apnader janny, darun sundar 👌👌👌

  • @subhashdutta3694
    @subhashdutta3694 6 месяцев назад

    Apurbo. Asadharon sab drisya akhon porjonto. Jibane o bhulbo na. ❤👌

  • @amitghosh5170
    @amitghosh5170 6 месяцев назад

    অপূর্ব অনবদ্য সুন্দর ভিডিও পরিবেশনা করছেন শিবাজী দা ❤❤❤

  • @ashokelahiri3854
    @ashokelahiri3854 6 месяцев назад

    অপূর্ব , অসাধারণ। ফটোগ্রাফিও দুর্দান্ত। আমরা বরানগরের সুব্রত পালের সৌজন্যে এই অভিজ্ঞতার শরিক হতে পারলাম। অজস্র ধন্যবাদ।

  • @chandramoulichattopadhay8987
    @chandramoulichattopadhay8987 6 месяцев назад

    অসাধারণ উপস্থাপনা। প্রকৃতি দেখতে দেখতে চোখ ফেরাতে পারছিলাম না। তবে তার সঙ্গে কিছু মুণ্ডহীন গারল ও চোখে পড়ল। আপনাকে ধন্যবাদ এরকম একটা উপস্থাপনার জন্য।

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 6 месяцев назад

    খুব সুন্দর ভিডিও 👍👍👍 পরের পর্বের অপেক্ষায় রইলাম ❤❤

  • @sayaksc3590
    @sayaksc3590 6 месяцев назад

    Baah Daroon daroon 👌❤️❤️ Amazing Vlog 👌 Apuurbo Jatra ❤️ Joy Baba Amarnath 🙏Har har Mahadev 🙏🙏❤️

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 6 месяцев назад

    Khub valo legeche dada ei video ta.Amarnath er pouranik golpo jantam na.ta jene samriddha holam.ki apurbo prakriti ekhane.darun legechhe❤❤❤❤❤❤

  • @satinathgoswami7426
    @satinathgoswami7426 6 месяцев назад

    যেমন অপরূপ দৃশ্য সেইরকম ফটোগ্রাফি। দুর্দান্ত। একদম জমে গেছে। পরের পর্বের আশায় অপেক্ষা করছি।

  • @mukherjeesubhadip
    @mukherjeesubhadip 6 месяцев назад +1

    The lake is truly mesmerizing. Great video.

  • @surajitdhar2415
    @surajitdhar2415 6 месяцев назад +1

    Osadharon laglo Dada, save trekking ❤

  • @Nandita-p1t
    @Nandita-p1t 6 месяцев назад

    Khub valo laglo, porar episode opakha, thank you ❤❤❤❤❤

  • @samarmalik4191
    @samarmalik4191 6 месяцев назад +1

    Fantastic journey ❤ har har Mahadev

  • @pranabadhikari8911
    @pranabadhikari8911 6 месяцев назад +2

    ২০১০ সালে গিয়েছিলাম,সেই দিনগুলোর কথা মনে পড়ছে। যে সেনারা পাহাড় এর ফাঁকেফাঁকে পাহারা দিয়েআমাদের যাত্রাকে নিরাপদ ও সুরক্ষিত রাখেন, তাদের কথাও একটু আশা করেছিলাম।শেষণাগ এর ছবি খুব সুন্দর।

  • @SabitaHalder-sl1es
    @SabitaHalder-sl1es 6 месяцев назад

    আপনাদের অমরনাথ যাত্রার পথে প্রকৃতির অপরুপ সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে যায় । মনে হয় এই প্রকৃতির সৌন্দর্য এর মধ্যেই ঈশ্বর মিলে মিসে আছেন ,সেটা হৃদয় দিয়ে অনুভব করলেই বোঝা যায় । ।ধন্যবাদ জানাই আপনাদের এই ভিডিও টি উপহার দেয়ার জন্য ।

  • @suparnaniyogi4738
    @suparnaniyogi4738 6 месяцев назад +2

    Bah darun .

  • @smitamukherjee5368
    @smitamukherjee5368 6 месяцев назад

    অপূর্ব ! খুব সুন্দর,যাত্রাপথের চারিদিকের নৈসর্গিক সৌন্দর্য। আপনি,পৃথ্বিজিৎ বাবু,আরআপনার অন্য সঙ্গী,পথের অশেষ কষ্ট স্বীকার করে আমাদের যারা কোনোদিন যেতে পারবনা তাদের অমরনাথ যাত্রা দেখার সুযোগ করে দিলেন। আপনাদের বাকি যাত্রা পথ দেবাদিদেব অপার করুণায় নির্বিঘ্নে সম্পন্ন হোক,আর আমরা ওনাকে দর্শন করে এই জন্ম সার্থক করি।ওম নমঃ শিবায়। হর হর মহাদেব 🙏🙏🙏🙏🙏

  • @rashidasultana7982
    @rashidasultana7982 6 месяцев назад +1

    অপূর্ব সুন্দর প্রকৃতি, ঝর্ণা আর আপনার অসাধারণ ধারা বর্ণনা পৌরাণিক কাহিনী চমকপ্রদ অজানা কথা জানতে পারলাম। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। 😊😊😊

  • @subarnabiswas2198
    @subarnabiswas2198 6 месяцев назад

    দারুন সুন্দর লাগলো।❤❤❤❤❤

  • @Sarbottompatra
    @Sarbottompatra 6 месяцев назад

    অমরনাথ কোনোদিন যেতে পারব কি জানিনা,কিন্তু আপনার ভিডিও প্রথম দেখলাম আর প্রথম দেখাতেই মন ভরে গেল😌😊😊, হর হর মহাদেব।
    ❤ from howrah

  • @parthamukherjee7147
    @parthamukherjee7147 6 месяцев назад

    Darun sundar lagche apni khub bhalo explain karchen. Masmerizing........
    Har Har Mahadev 🙏🙏🙏

  • @simachakraborti8985
    @simachakraborti8985 6 месяцев назад

    অসাধারণ যাত্রাপথ। আপনাদের ভিডিও অনেক বছর আগে যাওয়া আমাদের সেই যাত্রাপথের স্মৃতি মনে করিয়ে দিল। শেষনাগের লেকের সৌন্দর্য্যের কোনও তুলনা নেই, ভিডিও দেখে আবার মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে অপূর্ব লাগল 👌👌👌👍👍👍

  • @basundharamishra3509
    @basundharamishra3509 6 месяцев назад +1

    Apurbo apurbo...bhole baba paar karega...ato shundor rasta...ato sundor bornona...osadharon

  • @subratasanyal8191
    @subratasanyal8191 6 месяцев назад

    জয় বাবা অমরনাথ
    দারুন লাগলো, এগিয়ে যাও ❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @runumukherjee4528
    @runumukherjee4528 6 месяцев назад

    এত অপূর্ব ভিডিও আগে দেখি নি।
    অনেক ধন্যবাদ আপনাকে।

  • @sukladey5409
    @sukladey5409 6 месяцев назад +2

    Darun laglo❤❤❤

  • @salilkumarbhattacharjee5379
    @salilkumarbhattacharjee5379 6 месяцев назад

    Apurba scinic beauty.Dhannyabad Shibaji. Tomer through diye Baba Amarnath darshan hobe amar. Jay baba Bholenath. Apekhay railam. Tomra sabai bhalo theko.

  • @moniraman7051
    @moniraman7051 6 месяцев назад

    Enjoyed your Amarnath yatra vlog. We are regular watcher of your travel vlog

  • @jagannathbanerjee5333
    @jagannathbanerjee5333 6 месяцев назад

    অসাধারন লাগলো❤। জয় বাবা অমরনাথ।

  • @JhumaGanguly-e4n
    @JhumaGanguly-e4n 6 месяцев назад

    Porer porber opekhay roilam. Aei porbo mantromugdher moto dekhlam. Jatra subho hok. Joy Bhole

  • @mayageetachakravarty9155
    @mayageetachakravarty9155 6 месяцев назад

    অপূর্ব লাগলো 👌👌🙏🏻🙏🏻🌹🌹