Shivaji da, thank you for this video, sply Showing Bablu da. We stayed with Gorumara Nest ,where we felt that No one can even think about bablu da knowledge about Duars. He is just an enclopedia of Duars..
সত্যিই শিবাজী দা আপনি ভাগ্যবান।আপনারই সাথে অদ্ভুত অদ্ভুত সুন্দর মানুষের সাথে আলাপ হয়।আর এইসব জায়গার আবিষ্কার হতে মন প্রাণ সব কিছু হারিয়ে যায় এই প্রকৃতির কোলে।সত্যিই অপরূপ সৌন্দর্য।বলার ভাষা নেই।এতক্ষণ অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম।
বন্য সবুজ,আকাশ নীল আর স্বচ্ছ জল সাথে তোমার বলা কথা সব যেন একে অপরের জন্যই সৃষ্টি।তোমার চোখ দিয়ে এইভাবে প্রকৃতিকে দেখা আমার এই জীবনের বড় প্রাপ্তি।খুব ভাল থেকো আর এভাবেই আমাদের ভাল রেখো।
অচেনা বা অল্পচেনা জায়গাগুলোতে প্রকৃতি এখনো স্বমহিমায় রয়েছে, মানুষের ভীড়ে হই-হট্টগোল আবর্জনা থেকে এখনো মুক্ত রয়েছে। কিছু জায়গা এরকম থাকাই বোধহয় ভালো। অধিকাংশ মানুষ প্রকৃতির মর্ম বোঝেনা, প্রকৃতির ভাষা বোঝেনা, তাই প্রকৃতি তাদের ভালোলাগায় থেকে যায় কিন্তু ভালোবাসতে পারেনা। মানুষ তো সর্বত্রই রয়েছে, সে সবকিছুই দখল করে নিচ্ছে - কিছু অন্ততঃ এমন জায়গা থাকুক যেখানে প্রকৃতি নিজের মতো অবাধে বেঁচে থাকতে পারবে। এটা একান্তই আমার ব্যক্তিগত ভাবনাচিন্তা। খুব ভালো লাগলো ভিডিওটা। নতুন জায়গা, নতুন তথ্য, নতুনভাবে ডুয়ার্সকে দেখা, পৃথ্বিজীৎদা ও তোমার গান, তোমার আবৃত্তি - এই সবকিছুর জন্য অপেক্ষায় থাকলাম দাদা। ভালো থেকো।
Ahh and I almost forgot to mention that your narration and importance on capturing the minute details in your travelogue is second to none !!! Absolutely Stupendous...Thank You !!
Dear Shivaji... The way you delineated the Dooars is splendid. Government should think of making you a brand ambassador for promoting the tourism at Dooars...Being a person from your locality (I am staying close to UDUYAN Sangha Club) feel proud of you dear... With Best Wishes for your future video's.. With Best regards Rajib Basu
Off late have been enjoying most of your posts thoroughly ... wonderful experience ..lucid language,natural expressions, spontaneous and vivid descriptions and many aesthetics are your USP . Keep on enchanting us.Thanks a lot.
আমি এখন থেকে নিজে আর কোন মন্তব্য করবো না শুধুমাত্র অন্যদের মন্তব্য পড়বো কেননা সম্মানিত ফলোয়ার গন এত চমৎকার ভাবে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন যে নতুন কিছু লিখার আর অবশিষ্ট থাকেনা!! আজ শিবাজীর সাথে সাথে ফলোয়ারদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আর নিরন্তর ভালোবাসা। এই বন্ধন দিনে দিনে আরো দৃঢ় হোক।
Excellent presentation. Especially, the sounds of jungle and greenary of the atmosphere was something different. For the time being I was mesmerized and visualised myself being present physically with you in this tour. Keep it up. We will be awaiting similar vlogs from your end in near future ❤️👍
অনেকে বলবে ইউটিউবিং করে টাকা পাওয়া যায় তাই হয়ত এত কিছু করেন, তবে আমি বলব প্রকৃতির যে প্রেম আপনার চোখে মুখে প্রত্যেকটা পর্বে দেখা যায় তা বলার অপেক্ষা রাখে নাহ। আমি এপার (বাংলাদেশ ) থেকে নিয়মিত আপনার প্রত্যেকটি ভিডিও অত্যন্ত মনযোগ সহকারে দেখি, এত সুন্দর করে প্রকৃতিকে উপস্থাপন করতে পারেন যা প্রশংসার দাবীদার। শুভ কামনা দাদা
অপূর্ব লাগলো আপনাদের Dooars ভ্রমণের vdo দেখে. আমরা Dooars দেখেছিলাম Nov মাসে. বর্ষায় Dooars এর অসাধারণ রূপ দেখে মুগ্ধ হলাম আপনাদের vdo র মাধ্যমে. সত্যিই এ এক অদ্ভুত সুন্দর রূপ. খুব ভালো লাগলো আজকের vdo টা দেখে. Excellent.
As usual আপনার ভ্লগ আমরা হা করে দেখলাম।আপনার সাথেই ঘুরলাম, খেলাম,দুঃখ পেলাম আপনার দেখিয়ে দেওয়া গাফিলতি দেখে।দুয়ারে প্রকল্পের আবহে আপনি লাফিয়ে, পড়াশোনা করে,গাড়ির ছাদে উঠে পরবর্তী প্রজন্ম কে উৎসাহিত করুন।আপনার সব efforts এর সাথে আমরা আছি
আপনার ভিডিও গুলো যত দেখি তত মুগ্ধ হয় দাদা... এইভাবে এগিয়ে যান... আপনাদের এই ভিডিও গুলো দেখে আমাদের ও ঘোরার ইচ্ছে বেড়ে যাচ্ছে দিন কে দিন.. এবং জায়গা গুলো সম্পর্কে অনেক টা ওয়াকিবহাল হয়ে যাচ্ছি... মুর্শিদাবাদ থেকে অনেক ভালোবাসা রইল ❤️
আমি বাংলাদেশ থেকে। সমরেশ মজুমদারের চা-শ্রমিকদের জীবনসংগ্রামের এক মর্মস্পর্শী উপন্যাস "উৎসারিত আলো" উপন্যাসটা পড়ার পর মনে হয়েছিল এই এলাকায় যদি একবার ঘুরতে যেতে পারতাম! ডুয়ার্স নিয়ে আপনার এই চমৎকার উপস্থাপনা অনেক উপভোগ করেছি। বাবলু দা ও রাশেদুল দা সম্বন্ধে কথাগুলোও খুব ভালো লেগেছে। মাটির মানুষ! অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা।
লালু আর মোমো দুজন কে কিছু সেকেন্ড র জন্য দেখানোর জন্য ধন্যবাদ.. যদিও মোমো এখন আর নেই পৃথিবী তে... তিনবার গেছি ঐখানে.. বহুবছর পরে পুরোনো অনেক কিছু মনে পড়লো. আপনাদের ধন্যবাদ ❤️
সত্যিই শিবাজী বাবু ...আপনার ভিডিও দেখেই কত অজানা জায়গায় ঘুরে বেড়াই...আপনি প্রকৃতির মাঝে থাকেন আর আমরা আপনার অনবদ্য ভিডিও দেখে মুগ্ধ হয়ে যাই...ভালো থাকুন আপনি।
একটা স্মৃতি কে ঘিরে ধরে মানুষ যে এত সুন্দর ছবি আঁকতে পারে, সেটা আজকে তোমার ভিডিও না দেখলে অজানা থেকে যেত । মনে হলো যেন একটা স্বপ্ন দেখে উঠলাম । মিউজিক, স্ক্রিপ্ট, ভয়েস ওভার সবকিছুর মধ্যেই কেমন যেন একটা অসামান্য স্মিগ্ধতা । ডুয়ার্স কে এত সুন্দর ভাবে উপস্থাপন আর কেউ কখনও কোন চ্যানেলেই করেছে কিনা সন্দেহ । সুন্দর কে যে এত সুন্দর করে দেখানো যায় তা তোমার ভিডিও না দেখলে জানতেই পারতাম না ।
শিবাজীদা, আপনার ভ্লগে শুধু প্রকৃতির সৌন্দর্যের ভিডিও নয় আপনি এমন অনেক ব্রিলিয়েন্ট আইডিয়া বা কথা বলেন যেটা ভাবার বিষয়। খুব এনজয় করলাম এই ভ্লগটাতেও। ধন্যবাদ শিবাজীদা।
I am 50 yrs old...... আমি আপনার দারুন ফ্যান। আপনার সব VDO গুলোই খুব ভালো লাগে। মনে হয় আবার বেড়ানো শুরু করি। কিন্তু আমার জীবন সঙ্গী আমায় ছেড়ে পরলোকগমন করেছেন, তাই আর যেতে মন চায় না।।।।। কিন্তু আপনার VDO দেখলে মন ভীষণ টানে।
অপূর্ব দৃশ্য কাব্য ঝকঝকে বাহুল্য বর্জিত অসাধারণ উপস্থাপনা।বাবলু আমার অত্যন্ত প্রিয় ভাই সম্পূর্ণ ভিডিও টা দারুন ভাবে উপভোগ করলাম। পরিকল্পনা করছি যাওয়ার। ধন্যবাদ শিবাজী জানাচ্ছি শিবাজী চট্টোপাধ্যায়।
আপনার মতন লেন্সে উত্তর বঙ্গ কে কেউ ধরে না, সঙ্গে পাওনা আপনার অসাধারণ ভয়েস ওভার. মন মুগ্ধ হয়ে দেখলাম Video টা. সঙ্গে বাবলু দার মতন ব্যাক্তিত্ব, যারা প্রকৃতি কেও ভালোবাসে আবার মানুষের কথা ও চিন্তা করে, ওনার ভয়েস অতি আকর্ষণীয়, বলতেই হয়.
খুব খুব ভালো একটা উপস্থাপনা। সত্যি কথা প্রচুর Potential আছে এইসব জায়গার। আমি recently Spiti nako tabo র ওপর একটা blog দেখলাম। সেই দুর্গম স্থানগুলোতেও কী সুন্দর homestay বা hotel আছে। দর্শনীয় স্থানগুলো কী সুন্দর করে গুছিয়ে রেখেছে।
Last November e Bablu dar ekhan e gechilam... osadharon experience 😊❤..khub e vlo hospitality...abr jawr iche ache ekhan e....Thank you Shibaji da fr sharing this place😊
আমার কাছে উত্তরবঙ্গ অসাধারণ লাগে, হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আপনার এই Video টা দেখে কি যে অনুভূতি হলো, মন চঞ্চল হয়ে উঠছে দৃশ্য গুলো প্রত্যক্ষ করার জন্য ।
Satti asadharan..... darun videography....hey vagaban kobe je jete parbo ai sob jayga te.... Shibaji da apnake onek dhonyobad video ta dheke mon ta juriye gelo.... keep it up Shibaji da 🤟👌💯🙏
দারুণ nostalgic হয়ে পড়লাম। 1968-1970 থাকতাম চালসা PWD Quarter এ বাবার চাকরির সুবাদে। বহু বহু বছর বাদে 2019 গিয়ে আবার ঘুরে এসেছি। আবার যেতে মন চাইছে আপনার video দেখে। দারুণ, চালিয়ে যান। শুভেচ্ছা রইল। 👌💖
Ar ai video ta dekhar por amar duars jaoar ichha aro akgun bere gelo......tomar moto kore dekhano tai amar kache boro bepar mane amar sob beparta thik nijer moto laglo mane oi baire bondhu patano ghora mane ai dhoroner bepar tao je toor vlogging gulo te hote pare , just osadharon khub onno rokom kichu akta dekhlam....akhon ami addicted tomar channel ar proti..
শিবাজী বাবু এই এপিসোড দেখে আমার পুরনো ভ্রমণ অভিজ্ঞতার কথা মনে পড়ছিল । 2019 সালে আমি এই অঞ্চলে ঘুরতে যাই । কোলাহল বিহীন লালিগুরাসে আমার কয়েকটি ময়ূর দেখবার সৌভাগ্য হয়েছিল । সামথিং, মেটেলি, চালসা, পারেণ,বিন্দু ও জয়ন্তীর স্মৃতি আজও আমায় হন্ট করে ।
Vista Dome এর coach এ আপনাদের দেখতে পেয়ে হঠাৎই চমকে গেলাম... ,Bong Explorer এর vlog এ, but, explorer Shivaji যখন সবাই মিলে দারুন enjoy করি, তার পর, অন্য সব travel vlogger দের ভীষণ ই unimpressive লাগে ..হিন্দি ভাষায় Visa2 explore আর বাংলায় explorer Shivaji ..two superstars..
শিবাজীদা নমষ্কার, এই রকম প্রকৃতির ওপর আরও অনেক ভিডিও তৈরি করুন, খুব সুন্দর খুব ভালো লাগলো, আপনাকে আর বাবলুদাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর শুভেচ্ছা। ভালো থাকবেন।
মনমুগ্ধকর ও প্রাণবিলাস ডুয়ার্স যাত্রা অন্যতম সেরা হয়ে থাকবে শিবাজী'দা। সত্যিই বাবলু'দার মত এমন প্রকৃতিপ্রেমিক, অতিথি পরায়ণ মানুষের সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার!!🙏
Paharer rani Duears .Sobuje sobuj Duars Asadharon photography asadharon uposthapona. Khub bhalo laglo.Apnar vedio r modhye diye je msg ta dilen tar jonno salute to you.Bhalo thakben.
সদ্যোস্নাতা সুন্দরী ডুয়ার্স কে পেয়ে গেলাম এই ভিডিও তে ৷ চারপাশের সবুজ মনপ্রাণ ভরিয়ে দিল ৷ আর চঞ্চলা খরস্রোতা মূর্ত্তি নদীর স্বচ্ছ সৌন্দর্য ... সব মিলিয়ে আমি মুগ্ধ , আবিষ্ট ৷ পরবর্তী ভিডিওর অপেক্ষায় আছি ৷
অসাধারণ দাদা, আমি সামসিং চা বাগানে ৫ বছর কাজ করেছি। মনপ্রাণ জুড়ে থাকা ঐ বাগানটিকে এতো সুন্দরভাবে ক্যামেরা বন্দী করে দেখানোর জন্য ধন্যবাদ। বাবলু মুখার্জী দার সঙ্গে পরিচয়ের অপেক্ষায় থাকলাম। লালিগুরাস থেকে বেরিয়ে যে চার্চ দেখালেন ঠিক তার পেছনে বাগান কর্তৃপক্ষ্যের একটি অসম্ভব সুন্দর ব্রিটিশ স্থাপত্যশইলির হেরিটেজ বাংলো আছে। দুর্ভাগ্য, সেটি দেখতে যাওয়ার উপায় নেই, ব্যক্তিগত মালিকানার হওয়াতে। লালি অর্থাৎ লাল,গুরাস ফুলের নাম,মানে লালিগুরাস।
সকলকে অনুরোধ, ফোন নাম্বার এর জন্য description box দেখুন। এর পরের পর্ব তাড়াতাড়ি দেবার চেষ্টা করছি। ধন্যবাদ!😊
একদম চেষ্টা করুন। 😊😊😊😊
তাড়াতাড়ি পরের পর্ব চাই
বোরেলি মাছের স্বাদটা একটু বলবে প্লিইজ.., অনেক নাম শুনেছি | 🐟👅
Darun darun lagche I am your great fan .
দাদা মাঝে মাঝেই check করি আপনি পরের video publishing এর কোনো msg দিলেন কি না। সত্যি বলতে কি আর তর সইছে না 😄😄
শিবাজী দা আপনার এই vlog এ খালি দুটো রঙ আমি দেখলাম, একটা আকাশের নীল আরেকটা প্রকৃতির সবুজ।খুবই ভালো লাগলো।
আপনি সত্যি একজন ২০/২২ বছর বয়সের যুবকের থেকে কোনো অংশেই কম নন। যেমন মন ছুয়ে যাওয়া ভিডিও, ততটাই দুর্দান্ত আপনার উপস্থাপনা । অসাধারণ ❤️
age is just a number. he proved it.
@@debjitgharami7672 "সবুজ মনে আছি আমরা..যেন সবুজেই আছি থেমে,
বয়স তো একটা সংখ্যা মাত্র..'সাবস্ক্রাইবার' চিরদিনের !"🌿
Satti tai amader state a onak sundor spot acha agolo ka sarkar dakta pay na amara bangali ra ato travel kari .
২৫:৪২ মিনিট ধরে একটা ঘোরে ছিলাম...
এটা তোমার অন্যতম সেরা ভিডিও হয়েছে...👏👏👏👏
এগিয়ে যাও শিবাজী দা..
Shivaji da, thank you for this video, sply Showing Bablu da. We stayed with Gorumara Nest ,where we felt that No one can even think about bablu da knowledge about Duars. He is just an enclopedia of Duars..
এত সুন্দর ভিডিও তার সাথে আপনার এত সুন্দর ভাবে বলা কথা এক কথায় অসাধারণ স্যার ❤️❤️
সত্যিই শিবাজী দা আপনি ভাগ্যবান।আপনারই সাথে অদ্ভুত অদ্ভুত সুন্দর মানুষের সাথে আলাপ হয়।আর এইসব জায়গার আবিষ্কার হতে মন প্রাণ সব কিছু হারিয়ে যায় এই প্রকৃতির কোলে।সত্যিই অপরূপ সৌন্দর্য।বলার ভাষা নেই।এতক্ষণ অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম।
দাদা আপনার এই ধরনের ভিডিওর জন্য আপনাদের এই চ্যানেল এত ভালো লাগে।
এককথায় অসাধারণ অভুতপূর্ব 🙂❤️🇮🇳
জঙ্গলের আওয়াজটা রোমাঞ্চকর অনুভূতি 👍🙏
বন্য সবুজ,আকাশ নীল আর স্বচ্ছ জল সাথে তোমার বলা কথা সব যেন একে অপরের জন্যই সৃষ্টি।তোমার চোখ দিয়ে এইভাবে প্রকৃতিকে দেখা আমার এই জীবনের বড় প্রাপ্তি।খুব ভাল থেকো আর এভাবেই আমাদের ভাল রেখো।
ডুয়ার্স কে নতুন করে চেনানোর জন্য অনেক ধন্যবাদ শিবাজী দা
ডুয়ার্সবাসী হিসেবে গর্বিত ❤️❤️❤️
অচেনা বা অল্পচেনা জায়গাগুলোতে প্রকৃতি এখনো স্বমহিমায় রয়েছে, মানুষের ভীড়ে হই-হট্টগোল আবর্জনা থেকে এখনো মুক্ত রয়েছে। কিছু জায়গা এরকম থাকাই বোধহয় ভালো। অধিকাংশ মানুষ প্রকৃতির মর্ম বোঝেনা, প্রকৃতির ভাষা বোঝেনা, তাই প্রকৃতি তাদের ভালোলাগায় থেকে যায় কিন্তু ভালোবাসতে পারেনা। মানুষ তো সর্বত্রই রয়েছে, সে সবকিছুই দখল করে নিচ্ছে - কিছু অন্ততঃ এমন জায়গা থাকুক যেখানে প্রকৃতি নিজের মতো অবাধে বেঁচে থাকতে পারবে। এটা একান্তই আমার ব্যক্তিগত ভাবনাচিন্তা।
খুব ভালো লাগলো ভিডিওটা। নতুন জায়গা, নতুন তথ্য, নতুনভাবে ডুয়ার্সকে দেখা, পৃথ্বিজীৎদা ও তোমার গান, তোমার আবৃত্তি - এই সবকিছুর জন্য অপেক্ষায় থাকলাম দাদা। ভালো থেকো।
You have become my fav Bengali vlogger. Wonderful presentation, amazing pronunciation, amazing storytelling ♥ lots of love dada
Thank you so much!!😊
এই ভিডিও টি দেখতে দেরী হয়ে গেল ব্যস্ত থাকার জন্য। নীল আকাশ আর সবুজের সমারোহে যে তথ্য সমৃদ্ধ উপস্থাপনা করেছেন, অনন্য সম্পদ হয়ে থাকবে আমার কাছে।
অপূর্ব লাগলো শিবাজীদা। চেনা অচেনা ডুয়ার্সের এই vlog খুব প্রাণবন্ত আর সবুজের সমারোহে ভরপুর। এগিয়ে চলুন দাদা সাথে আছি।
এতটা ডিটেইলস সত্যিই আর কোন চ্যানেলে পাওয়া যাই না।
আপনি অসাধারণ মনের মানুষ,কারণ প্রকৃতি প্রেমীদের মন হয় একেবারে স্বচ্ছ।
ভালোবাসা বাংলাদেশ থেকে।
Ahh and I almost forgot to mention that your narration and importance on capturing the minute details in your travelogue is second to none !!! Absolutely Stupendous...Thank You !!
জঙ্গলে র আওয়াজ শুনে রোমাঞ্চিত ও শিহরিত হলাম বেশ ভয় জাগানো ব্যাপার ছিল। ডুয়ার্স এককথায় অসাধারণ। ডুয়ার্স ঘুরেছি কিন্ত এইসব জায়গায় না জাবার দুঃখ আপনার এই ভিডিও টির দেখার মাধ্যমে আশ মিটিয়ে নিলাম।বোরোলি মাছ অসাধারণ খেতে আশ মিটিয়ে খেয়ে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন ভালো থাকবেন।
Dear Shivaji...
The way you delineated the Dooars is splendid. Government should think of making you a brand ambassador for promoting the tourism at Dooars...Being a person from your locality (I am staying close to UDUYAN Sangha Club) feel proud of you dear...
With Best Wishes for your future video's..
With Best regards
Rajib Basu
ভাষা হারা আমি শিবাজী বাবু, আপনার বিকল্প আপনিই দাদা। ভালো থাকবেন আর আমাদের এই ভাবেই আনন্দ দিয়ে যাবেন।
Off late have been enjoying most of your posts thoroughly ... wonderful experience ..lucid language,natural expressions, spontaneous and vivid descriptions and many aesthetics are your USP . Keep on enchanting us.Thanks a lot.
Thank you so much!! ❤️❤️❤️
Asadharon...asadharon.r apnar poribeshona...ananyo.vishon valo lagchhe.👍👍❤
তোমার খাওয়া দেখে খিদে পেয়ে গেলো 😋 অনেক অনেক নতুন কিছু দেখলে । ধন্যবাদ 👍
আমি এখন থেকে নিজে আর কোন মন্তব্য করবো না শুধুমাত্র অন্যদের মন্তব্য পড়বো কেননা সম্মানিত ফলোয়ার গন এত চমৎকার ভাবে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন যে নতুন কিছু লিখার আর অবশিষ্ট থাকেনা!!
আজ শিবাজীর সাথে সাথে ফলোয়ারদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আর নিরন্তর ভালোবাসা। এই বন্ধন দিনে দিনে আরো দৃঢ় হোক।
Excellent presentation. Especially, the sounds of jungle and greenary of the atmosphere was something different. For the time being I was mesmerized and visualised myself being present physically with you in this tour. Keep it up. We will be awaiting similar vlogs from your end in near future ❤️👍
অনবদ্য৷ নিঃসন্দেহে চ্যানেলের অন্যতম সেরা ভিডিও। প্রিয় ডুয়ার্সকে যতবারই দেখি, যেভাবেই দেখি চোখের পলক পড়ে না....
অনেকে বলবে ইউটিউবিং করে টাকা পাওয়া যায় তাই হয়ত এত কিছু করেন, তবে আমি বলব প্রকৃতির যে প্রেম আপনার চোখে মুখে প্রত্যেকটা পর্বে দেখা যায় তা বলার অপেক্ষা রাখে নাহ।
আমি এপার (বাংলাদেশ ) থেকে নিয়মিত আপনার প্রত্যেকটি ভিডিও অত্যন্ত মনযোগ সহকারে দেখি, এত সুন্দর করে প্রকৃতিকে উপস্থাপন করতে পারেন যা প্রশংসার দাবীদার।
শুভ কামনা দাদা
ধন্যবাদ!!😊
Bablu dar resort e thaklam....osadharon experience ar bablu da .....what a man. Encyclopedia of dooars. Thank you. Apnar video dekhei asa.
অসাধারণ সুন্দর ভিডিও টি দাদা 🙏🙏🙏
(Pranab Traveller's)
@Anubhab Das ruclips.net/video/xHCA2BrMM70/видео.html
@Anubhab Das ruclips.net/video/6cqHBjNm-Bc/видео.html
অপূর্ব লাগলো আপনাদের Dooars ভ্রমণের vdo দেখে. আমরা Dooars দেখেছিলাম Nov মাসে. বর্ষায় Dooars এর অসাধারণ রূপ দেখে মুগ্ধ হলাম আপনাদের vdo র মাধ্যমে. সত্যিই এ এক অদ্ভুত সুন্দর রূপ. খুব ভালো লাগলো আজকের vdo টা দেখে. Excellent.
RUclips-er ekta 'Super-like' button dewa uchit :)
Dadar blg dekhlei mon ta kharap hoy berate jete parchina bole...darun blg dada..valo thakben.👍👍👌👌🙏🙏🙏❤❤❤
As usual আপনার ভ্লগ আমরা হা করে দেখলাম।আপনার সাথেই ঘুরলাম, খেলাম,দুঃখ পেলাম আপনার দেখিয়ে দেওয়া গাফিলতি দেখে।দুয়ারে প্রকল্পের আবহে আপনি লাফিয়ে, পড়াশোনা করে,গাড়ির ছাদে উঠে পরবর্তী প্রজন্ম কে উৎসাহিত করুন।আপনার সব efforts এর সাথে আমরা আছি
অপূর্ব,মনভালো করা সবুজ প্রকৃতি।এর দিকে তাকিয়ে থাকলে চোখেরও আরাম।আর প্রাকৃতিক সৌন্দর্য্য অসাধারণ।ভিডিও টার সব কিছুই খুব ভালো।
দারুন লাগলো। বাবলুদা একজন অসাধারণ মানুষ, এই এলাকা সম্পর্কে অনেক কিছুই জানেন, সবার সাথে দারুনভাবে মিশতে পারেন।
আপনার ভিডিও গুলো যত দেখি তত মুগ্ধ হয় দাদা... এইভাবে এগিয়ে যান... আপনাদের এই ভিডিও গুলো দেখে আমাদের ও ঘোরার ইচ্ছে বেড়ে যাচ্ছে দিন কে দিন.. এবং জায়গা গুলো সম্পর্কে অনেক টা ওয়াকিবহাল হয়ে যাচ্ছি...
মুর্শিদাবাদ থেকে অনেক ভালোবাসা রইল ❤️
আমি বাংলাদেশ থেকে। সমরেশ মজুমদারের চা-শ্রমিকদের জীবনসংগ্রামের এক মর্মস্পর্শী উপন্যাস "উৎসারিত আলো" উপন্যাসটা পড়ার পর মনে হয়েছিল এই এলাকায় যদি একবার ঘুরতে যেতে পারতাম! ডুয়ার্স নিয়ে আপনার এই চমৎকার উপস্থাপনা অনেক উপভোগ করেছি। বাবলু দা ও রাশেদুল দা সম্বন্ধে কথাগুলোও খুব ভালো লেগেছে। মাটির মানুষ! অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা।
এক কথায় অনবদ্য । আমাদের দেশ এতো রত্ন সম্ভারে সমৃদ্ধ ।, শুধু কিছু উদাসি নতা র জন্য,তার উন্মোচন হয়ে উঠছে না ।
Asadharan video..chokh juriye gelo eto sobuj dekhe...dooars sotti apurbo...thanks shibaji da for this lovely video and information
সত্যি ! শিবাজীদা বলবার ভাষা খুঁজে পাচ্ছি না ....সম্পর্ণ অন্য স্বাদের ডুযার্স !!
অসাধারণ..
ফোন থেকে চোখের সামনেই যেন প্রকৃতি কে দেখলাম..
"দুরন্ত" উপস্থাপনা।🙏🏼❤️
লালু আর মোমো দুজন কে কিছু সেকেন্ড র জন্য দেখানোর জন্য ধন্যবাদ.. যদিও মোমো এখন আর নেই পৃথিবী তে... তিনবার গেছি ঐখানে.. বহুবছর পরে পুরোনো অনেক কিছু মনে পড়লো. আপনাদের ধন্যবাদ ❤️
যেমন আবহ সঙ্গীত, তেমনি বাচিক পরিবেশনা তেমনি এডিটিং.. দেখতে দেখতে কেমন যেনো চোখ টা ঝাপসা হয়ে আসছে.. কে জানে কিসের আনন্দে
সত্যিই শিবাজী বাবু ...আপনার ভিডিও দেখেই কত অজানা জায়গায় ঘুরে বেড়াই...আপনি প্রকৃতির মাঝে থাকেন আর আমরা আপনার অনবদ্য ভিডিও দেখে মুগ্ধ হয়ে যাই...ভালো থাকুন আপনি।
অসাধারণ লাগলো। তোমার ছবি, উপস্থাপনা, বর্ণনা, ভাষার প্রয়োগ-এক কথায় অনবদ্য, মন্ত্রমুগ্ধ।
একটা স্মৃতি কে ঘিরে ধরে মানুষ যে এত সুন্দর ছবি আঁকতে পারে, সেটা আজকে তোমার ভিডিও না দেখলে অজানা থেকে যেত । মনে হলো যেন একটা স্বপ্ন দেখে উঠলাম । মিউজিক, স্ক্রিপ্ট, ভয়েস ওভার সবকিছুর মধ্যেই কেমন যেন একটা অসামান্য স্মিগ্ধতা । ডুয়ার্স কে এত সুন্দর ভাবে উপস্থাপন আর কেউ কখনও কোন চ্যানেলেই করেছে কিনা সন্দেহ । সুন্দর কে যে এত সুন্দর করে দেখানো যায় তা তোমার ভিডিও না দেখলে জানতেই পারতাম না ।
😊😊😊❤️❤️❤️🙏🙏🙏
যে blog পুরোনো cinema র মত repeat দেখা যায়।
Apnar somosto vdo ami dekhechi tobe bisesoto etar modhhe ekta alada snigdhota ache ,ekta ghore ache jetar resh onek khon mone theke jay. It's magical ❤️❤️❤️
Osadharon...kaalker opekhate na theke aajkei dekhe fellam sob kaaj chere..darun laglo..mone hoche cholei jai sob kichu fele..chuloi jak kaaj..
Oshadharon laglo..!! Bablu daa manushti daruun..!! aalap korar ichhe roilo.. Gorumara Nest eo thakar ichhe roilo.. 😊❤️👊🏻
ডুয়ার্স ,গরুমারা নেস্ট যাওয়া নিয়ে একটা উত্তেজনা তো আছেই,আপনি সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিলেন শিবাজী দা।
আপনার আর বাবলুদার 2জনেরই অপূর্ব কণ্ঠস্বর।
একজন ডুয়ার্স বাসীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের ডুয়ার্সকে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
শিবাজীদা, আপনার ভ্লগে শুধু প্রকৃতির সৌন্দর্যের ভিডিও নয় আপনি এমন অনেক ব্রিলিয়েন্ট আইডিয়া বা কথা বলেন যেটা ভাবার বিষয়। খুব এনজয় করলাম এই ভ্লগটাতেও। ধন্যবাদ শিবাজীদা।
I am 50 yrs old......
আমি আপনার দারুন ফ্যান। আপনার সব VDO গুলোই খুব ভালো লাগে। মনে হয় আবার বেড়ানো শুরু করি। কিন্তু আমার জীবন সঙ্গী আমায় ছেড়ে পরলোকগমন করেছেন, তাই আর যেতে মন চায় না।।।।। কিন্তু আপনার VDO দেখলে মন ভীষণ টানে।
অসম,অসম লাগলো।।👌👌👌👌👍👍👍👍👍🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
অপূর্ব দৃশ্য কাব্য ঝকঝকে বাহুল্য বর্জিত অসাধারণ উপস্থাপনা।বাবলু আমার অত্যন্ত প্রিয় ভাই সম্পূর্ণ ভিডিও টা দারুন ভাবে উপভোগ করলাম। পরিকল্পনা করছি যাওয়ার। ধন্যবাদ শিবাজী জানাচ্ছি শিবাজী চট্টোপাধ্যায়।
অসাধারণ অনুভূতি।জঙ্গল এর আয়াজ শুনে মনটা ভরেগেলো।❤️❤️🙏🙏
এক কথায় অপূর্ব। চার দিকে শুধু সবুজ আর সবুজ, জলে ভরা কল কল করছে নদী। আহ ভীষণ ভালো ভিডিও। আপনাকে ধন্যবাদ।
চোখ জুড়িয়ে গেল আর মন ভরে গেল।অপূর্ব সুন্দর ভিডিও
এই ভিডিও টা কিন্তু খুব খুব আলাদা and বেটার, কি ব্যাপার একদম ফ্রেশ আর কোয়ালিটি ও অনেক টা বেটার।
osadharon laglo, bhasay prokash kora sombhob noy, prokritir rong, roop, sobdo, udarota, apnar narration, drisyopot sob miliye mono mugdhokor
Aktai kotha mone holo.... Dooars tumi sobuj a sobuj r nilimaaye nil.... Aaahhhaaa... ashadharon 👌🏻🌹... kono kotha hobe na..!!! 👌👌👌👌👌👌👌👌❤❤👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Eto sobuj r Murti nodi dekhe mon chuye galo, waiting for next vlog
এক কথায় অসাধারণ। মুগ্ধ হয়ে দেখলাম dooars এর সৌন্দর্য কে।
বেশ ভালো লাগলো। বাবলু দা আমারও অত্যন্ত প্রিয় এক মানুষ, আর তেমনই প্রিয় তার তৈরি গরুমারা নেস্ট।
khub valo laglo jaigata.Sir apni valo manusher sondhano dilen.Dooars gele ekhanei thakbo.Thank you sir
আপনার মতন লেন্সে উত্তর বঙ্গ কে কেউ ধরে না, সঙ্গে পাওনা আপনার অসাধারণ ভয়েস ওভার. মন মুগ্ধ হয়ে দেখলাম Video টা. সঙ্গে বাবলু দার মতন ব্যাক্তিত্ব, যারা প্রকৃতি কেও ভালোবাসে আবার মানুষের কথা ও চিন্তা করে, ওনার ভয়েস অতি আকর্ষণীয়, বলতেই হয়.
খুব খুব ভালো একটা উপস্থাপনা। সত্যি কথা প্রচুর Potential আছে এইসব জায়গার। আমি recently Spiti nako tabo র ওপর একটা blog দেখলাম। সেই দুর্গম স্থানগুলোতেও কী সুন্দর homestay বা hotel আছে। দর্শনীয় স্থানগুলো কী সুন্দর করে গুছিয়ে রেখেছে।
Murti r jungle darun laglo. Chaliye jao Shibaji Da. Awesome
Last November e Bablu dar ekhan e gechilam... osadharon experience 😊❤..khub e vlo hospitality...abr jawr iche ache ekhan e....Thank you Shibaji da fr sharing this place😊
আমার কাছে উত্তরবঙ্গ অসাধারণ লাগে, হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আপনার এই Video টা দেখে কি যে অনুভূতি হলো, মন চঞ্চল হয়ে উঠছে দৃশ্য গুলো প্রত্যক্ষ করার জন্য ।
Satti asadharan..... darun videography....hey vagaban kobe je jete parbo ai sob jayga te.... Shibaji da apnake onek dhonyobad video ta dheke mon ta juriye gelo.... keep it up Shibaji da 🤟👌💯🙏
দারুণ nostalgic হয়ে পড়লাম। 1968-1970 থাকতাম চালসা PWD Quarter এ বাবার চাকরির সুবাদে। বহু বহু বছর বাদে 2019 গিয়ে আবার ঘুরে এসেছি। আবার যেতে মন চাইছে আপনার video দেখে। দারুণ, চালিয়ে যান। শুভেচ্ছা রইল। 👌💖
আপনার চোখে Dooars দেখার অনুভুতি টাই আলাদা।
Thank you so much!! :)
Ar ai video ta dekhar por amar duars jaoar ichha aro akgun bere gelo......tomar moto kore dekhano tai amar kache boro bepar mane amar sob beparta thik nijer moto laglo mane oi baire bondhu patano ghora mane ai dhoroner bepar tao je toor vlogging gulo te hote pare , just osadharon khub onno rokom kichu akta dekhlam....akhon ami addicted tomar channel ar proti..
Dhonnobad, eta dorkar chilo amra pujo te jachhi, apnar emon sundor bornona khub subidha kore dilo.!!
অনেক দিন পর দারুণ একটি ভিডিও দেখলাম
শিবাজী বাবু এই এপিসোড দেখে আমার পুরনো ভ্রমণ অভিজ্ঞতার কথা মনে পড়ছিল । 2019 সালে আমি এই অঞ্চলে ঘুরতে যাই । কোলাহল বিহীন লালিগুরাসে আমার কয়েকটি ময়ূর দেখবার সৌভাগ্য হয়েছিল । সামথিং, মেটেলি, চালসা, পারেণ,বিন্দু ও জয়ন্তীর স্মৃতি আজও আমায় হন্ট করে ।
Vista Dome এর coach এ আপনাদের দেখতে পেয়ে হঠাৎই চমকে গেলাম... ,Bong Explorer এর vlog এ, but, explorer Shivaji যখন সবাই মিলে দারুন enjoy করি, তার পর, অন্য সব travel vlogger দের ভীষণ ই unimpressive লাগে ..হিন্দি ভাষায় Visa2 explore আর বাংলায় explorer Shivaji ..two superstars..
প্রায় অজানা জায়গা আর খুব সুন্দর প্রকৃতি। এবারে সত্যি বার বার দেখবো ভিডিওটা.......
মন ভরে দেখলাম dooars.er সৌন্দর্য দারুণ লাগলো আপনার এই ভিডিওটা পরের পর্বের অপেক্ষায় রইলাম 👌👌👌
দৃশ্য ও ধারা বর্ননা অসাধারণ লেগেছে। শুভকামনা।
Awesome,abar path chala,ebar notun pathe,apnader dujon k anek subhbhecha,Stay safe dada u both
ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য্য অবিস্মরণীয়, আপনার দৌলতে সেটা আর ও সুন্দর হয়ে উঠলো। এই পর্বের প্রথম ব্লগ দারুণ লাগলো।
শিবাজী দার উপস্থাপনা আর ডুয়ার্স দুটোই অনবদ্য।
Bhalo laga o bhalo rakhar video. Apnader dujonke dekhlyei monta anande bhore othe, ebar to abar sathe Babluda. Anabodya o super, bhalo thakben.
শিবাজি দা আপনার ব্লগ শুধু দেখি না শুনিও।আপনার অসাধারণ কণ্ঠে উপস্থাপনা যেকেউ প্রেমে পড়বে ।ভালো থাকবেন ।নিরন্তর শুভকামনা ।ডুয়ার্স এ যাওয়ার ইচ্ছে রইলো ।বাংলাদেশ ,ঢাকা ।
সত্যিই অসাধারণ লাগল দাদা। আপনার এই ভিডিওটির থেকে চোখ সরাইতে পারলাম না। 👌👌👌👌
শিবাজীদা নমষ্কার,
এই রকম প্রকৃতির ওপর আরও অনেক ভিডিও তৈরি করুন, খুব সুন্দর খুব ভালো লাগলো,
আপনাকে আর বাবলুদাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর শুভেচ্ছা।
ভালো থাকবেন।
মনমুগ্ধকর ও প্রাণবিলাস ডুয়ার্স যাত্রা অন্যতম সেরা হয়ে থাকবে শিবাজী'দা। সত্যিই বাবলু'দার মত এমন প্রকৃতিপ্রেমিক, অতিথি পরায়ণ মানুষের সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার!!🙏
অসাধারণ। প্রাণ জুড়ালো, চোখ জুড়ালো। আপনার তুলনা আপনি নিজেই।❤️❤️
Paharer rani Duears .Sobuje sobuj Duars Asadharon photography asadharon uposthapona. Khub bhalo laglo.Apnar vedio r modhye diye je msg ta dilen tar jonno salute to you.Bhalo thakben.
ধন্যবাদ!!😊
dada darun ...khb bhalo laglo dada love you ......asadharan ..jst mne hoi chole i gachilam okhne toamr 7e ....khb bhalo thako dada
কি যে ভালো লাগলো...অপূর্ব প্রকৃতি..অসাধারণ সফসঙ্গীদের নিয়ে আপনার আন্তরিক উপস্থাপনা, এক কথায় অনবদ্য, পরের পর্বের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ 🙏
সদ্যোস্নাতা সুন্দরী ডুয়ার্স কে পেয়ে গেলাম এই ভিডিও তে ৷ চারপাশের সবুজ মনপ্রাণ ভরিয়ে দিল ৷ আর চঞ্চলা খরস্রোতা মূর্ত্তি নদীর স্বচ্ছ সৌন্দর্য ... সব মিলিয়ে আমি মুগ্ধ , আবিষ্ট ৷
পরবর্তী ভিডিওর অপেক্ষায় আছি ৷
শুধু একটা কথাই বলবো - "অসাধারণ"
একাধিক বার বর্ষায় ডুয়ার্স যাওয়ার অভিঞ্জতা থেকে বলছি, অসাধারন ভিডিও। অনবদ্য। আমি যতটাই ডুয়ার্সপ্রেমী ততটাই আপনার ফ্যান হয়ে গেলাম।
অভূতপূর্ব দৃশ্য, অসাধারণ অনুভূতির এই অভিজ্ঞতা জীবনের এক অনন্য সঞ্চয়। এই ভাবেই এগিয়ে যাও দাদা।
বাবলু দা লোকটাকে খুব ভালো লাগলো আমার। এত সুন্দর করে বর্ণনা করলেন। দারুন। আর ঐ মহাশোল মাছ আমার তো জিভে জল এসে গেল। 😋😋😋
😁❤️👍
অসাধারণ দাদা, আমি সামসিং চা বাগানে ৫ বছর কাজ করেছি। মনপ্রাণ জুড়ে থাকা ঐ বাগানটিকে এতো সুন্দরভাবে ক্যামেরা বন্দী করে দেখানোর জন্য ধন্যবাদ। বাবলু মুখার্জী দার সঙ্গে পরিচয়ের অপেক্ষায় থাকলাম। লালিগুরাস থেকে বেরিয়ে যে চার্চ দেখালেন ঠিক তার পেছনে বাগান কর্তৃপক্ষ্যের একটি অসম্ভব সুন্দর ব্রিটিশ স্থাপত্যশইলির হেরিটেজ বাংলো আছে। দুর্ভাগ্য, সেটি দেখতে যাওয়ার উপায় নেই, ব্যক্তিগত মালিকানার হওয়াতে। লালি অর্থাৎ লাল,গুরাস ফুলের নাম,মানে লালিগুরাস।