Ei Dur Porobashe - Ashiquzzaman Tulu

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Composed and Sung by Ashiquzzaman Tulu, Lyrics by Asif Iqbal, song from Ark (Album Jonmobhumi)

Комментарии • 673

  • @Noyon2kn
    @Noyon2kn 5 месяцев назад +32

    জন্মজন্মান্তরে থেকে বেঁচে যাক ভালোবাসা।
    ২০২৪ এসেও যারা গানটা শুনছেন তাদের গানের টেষ্ট লিজেন্ড লেভেলের❤

  • @SaifulIslamRupok
    @SaifulIslamRupok 10 месяцев назад +12

    আগে কত শুনতাম টেপরেকর্ডার এ, অথচ এই ফিলিংসটা পেতাম না। হয়তো এখন মা, মাটি, দেশ ছেড়ে প্রবাসে আছি বলেই প্রত্যেকটা লাইনের যথার্থতা স্পর্শ করে যায় নিজেকে আনমনে!

  • @razibims2071
    @razibims2071 4 года назад +46

    ৪৬ টা ডিজলাইক !!! অবাক হই যখন এইসব গানে ডিজলাইক পরে... আবুল গুলারে দেখতে ইচ্ছে করে

    • @shahmd.sharifulislam1940
      @shahmd.sharifulislam1940 4 месяца назад

      তাদের জীবনটাই ডিজলাইকের মধ্যে দিয়ে যাচ্ছে।

    • @a.z.sazzad880
      @a.z.sazzad880 2 месяца назад

      যারা অজ্ঞ বা গানের গ"বুজেনা তারাই ডিজলাইক দিবে

    • @GwTanmoon
      @GwTanmoon 2 месяца назад

      ভাই,,,ও গুলো,, ডিমের ভিতর কুশুম,,,৯০ এর আমরা,,,আমাদের শৈশব,,, আবেগ,,, এসব গানের ভেতরে ফিরে পাই,,,

    • @SourovSarwar
      @SourovSarwar 2 месяца назад

      গানের কিছু বোঝেনা যেগুলো অধম তাদের তো রিপ্লাই এমন হওয়াটাই স্বাভাবিক

    • @sharifulislam7737
      @sharifulislam7737 2 месяца назад

      অসম্ভব সুন্দর একটা গান , আমি (1998- 2000)স্টু‌ডেন্ট লাইফ থে‌কে শুরু ক‌রে এখ‌নো শু‌নি বাচ্চ‌দের সা‌থে নি‌য়ে , ওরাও পছন্দ ক‌রে।

  • @saju3791
    @saju3791 6 лет назад +416

    লজ্জা লাগে ভাই......... আপনাকে যথার্থ সম্মান আমরা দিতে পারি নাই। ভীষণ লজ্জা লাগে। সবাই যখন সুন্দরের পাগল হয়ে শাহরুখ খানের ছবি দেখে কিন্ত ভালো ভালো ব্যাতিক্রমধর্মী উচ্চস্তরের অভিনেতাদের ছবিগুলো দেখে না আপনাদের গানগুলোও ঠিক সেরকম। এরকম গান আর কেউ বানাতে পারবেনা।

  • @aminaruny
    @aminaruny 7 месяцев назад +6

    আমি যখন ক্লাস সেভেনে, তখন এই গানটার প্রেমে পড়ে যাই,,,❤
    ভালোলাগাটা আগের মতোই আছে,,,❤

  • @arifulshuvo6689
    @arifulshuvo6689 3 года назад +8

    সন ২০১০।
    বয়স ১৮ হতেই প্রবাসে এলাম। আমার অবস্থা হলো ছুটি গল্পের ফটিকের মতন। একাকীত্ব আর বাড়ির মায়া গিলে খেতে লাগলো।। চাকুরি থেকে ফিরে বাসার ছাদে উঠে যেতাম আর আপনার এই গানটি একটানা কতবার শুনতাম জানিনা।। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে রুমে যেয়ে শুয়ে পড়তাম। একবছর লেগেছিল প্রবাসে সেটেল হতে, মানিয়ে নিতে।। তবে আপনার গানটির প্রতি অনুভূতি সেই আগের মতই আছে।। অসাধারণ সৃ‌ষ্টি ভাই। গড ব্লেস ইউ।

  • @akramhossain9015
    @akramhossain9015 7 месяцев назад +10

    গানটা চট্টগ্রাম শহরকে নিয়ে লেখা।
    চাকরির সূত্রে ঢাকায় পরবাসী হয়ে আসিফ ইকবাল নিজ শহরকে মনে করে এই গানটি লিখেছেন।

    • @khalidhasan5886
      @khalidhasan5886 6 месяцев назад +1

      জানা ছিলো না। ভেবেছিলাম বিদেশে থাকাকালীন সময়ে ঢাকার কথা মনে করে লেখা হয়েছে!

    • @kaisarraju7708
      @kaisarraju7708 Месяц назад

      Omg ata jodi sotti hoi asif iqbal Dhakai teke ctg k ato miss korse.
      R amra jara hazar mile dure amader kmon lagse .
      Gan tar every word touching heart 😢😢😢😢😢

  • @shaheensudipta741
    @shaheensudipta741 5 месяцев назад +9

    নিজের খাঁচায় সবাই প্রবাসী, শুধু বিদেশ থাকলেই প্রবাসী হয়না। সেই যুবক বয়সের ভালোবাসার গান এটা, এই মধ্যে ৪৬ এ এসে আবার শুনলাম।

  • @mustafizurrahmann8426
    @mustafizurrahmann8426 6 лет назад +114

    স‌েই ২০০০ সা‌লে গানটা শুনতাম দে‌শে ব‌সে , ১৮ বছর পর অাজ শুন‌ি এই প্রবা‌সে বস‌ে । Evergreen

    • @rifadmohammaddaniel3415
      @rifadmohammaddaniel3415 2 года назад +1

      Same here bro, nostalgic

    • @lizarozario4030
      @lizarozario4030 2 года назад +1

      আমিও এক ই,,, খুব মনে পড়ে সেই সব দিন

    • @HotelOceanPalace-ck9hc
      @HotelOceanPalace-ck9hc Год назад

      😢😢😢

    • @maroofahmed3080
      @maroofahmed3080 8 месяцев назад

      আমিও এখন প্রবাসী। আহ আমার প্রিও গ্রাম

  • @rezaul_islam.96
    @rezaul_islam.96 7 лет назад +171

    গভির রাতে যখন ঘুম ভেঙে যায় তখন পৃথিবীর বুকে মনে হয় আমি ছাড়া আর কেউ নাই।
    খুব একা একা লাগে, প্রবাস জীবন বড়ই কঠিন
    বুকের পাজরটা মাঝে মাঝে শুন্য লাগে ভিষণ।
    আপনার অসাধারন এই গানটি যতবার শুনি মন ভরে না টুলু ভাই।

    • @gentleman3216
      @gentleman3216 3 года назад +1

      Akta গান onek প্রেম

    • @TheLostshaon
      @TheLostshaon 2 года назад +1

      ❤️❤️❤️❤️

    • @sanjiddecosta9427
      @sanjiddecosta9427 2 года назад

      ভাই এখোনো বাহিরেই আছেন নাকি দেশে 😭

    • @atmtv4436
      @atmtv4436 9 месяцев назад

      হুমম। দোয়া রইল দোয়া করবেন। চেষ্টা করবেন কিছু পুঁজি হলে যদি চলে আসা যায়।

  • @hasaniqbal-km8fq
    @hasaniqbal-km8fq Месяц назад +1

    First time I listen this song in FM radio when I'm in school life now already pass many years 2024 night 12:13 am listening from UAE Dubai city

  • @romenbarua8813
    @romenbarua8813 10 месяцев назад +12

    I’m 35 now. I was probably 11/12 years old when I first time ever listened this song. Having 10 years of abroad life and this song still hit so hard every single time I play it.

    • @MrPobon
      @MrPobon 8 месяцев назад +1

  • @FeelingsofLove2002
    @FeelingsofLove2002 3 года назад +7

    আপনাদের গান খুব মিস করি।একটা সময় ছিল আপনাদের গান না শুনলে ভালো লাগতো না।এখন আর সময় পাইনা গান শোনার ব্যস্ততার কারণে। তবুও যখন ইউটিউব এ যখন আপনাদের গান শুনি তখন হারিয়ে যাই সেই স্কুল জীবনে।মনে পরে যায় সেই ক্যাসেট প্লেয়ার এর সেই গান গুলো আর মনে পরে যায় প্রথম প্রেম কথা। মিস করি।

  • @thanveerhasanproteem
    @thanveerhasanproteem 6 лет назад +150

    কোথায় হারিয়ে গেলেন আপনারা। বাংলাদেশের খুব দরকার ছিলো আপনার মতো গুনি মিউজিসিয়ান দের। মিস করি ভালোগান। ভালো থাকবেন।

  • @MdUzzal-365
    @MdUzzal-365 20 дней назад

    যতবার শুনি ততবার সেই শৈশবে চলে যাই।।কত মধুর ছিলো সেই শৈশব।।তখন ভাবতাম কবে যে বড় হবো।।আর এখন ভাবি কেন যে বড় হলাম 😔

  • @SushantaPaulCareerAdda
    @SushantaPaulCareerAdda Месяц назад +2

    এই গানটাকে প্রিয় বন্ধুর মতো ভালোবাসি।

  • @saniaislam1093
    @saniaislam1093 3 года назад +8

    ভীষণ কষ্ট হচ্ছে,না পারি কাঁদতে, না পারি হাসতে,না পারি মরে যেতে।ভীষণ রকম শব্দহীন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। মৃত্যু অবধি এই যন্ত্রণা আমারই থাকবে😔😔😔

  • @monirhossain-yr1pg
    @monirhossain-yr1pg 7 дней назад

    হয়তো বদলে গেছো তুমি, অচেনা হয়ে গেছো তুমি.... কথা টা শুনলে অন্যরকম অনুভূতি জাগে।

  • @lonelynayeem3263
    @lonelynayeem3263 2 года назад +5

    ছোটবেলায়, কৈশোরে শুনতাম গানটা রেডিওতে (টেপ রেকর্ডার যেগুলা ছিলো বর্তমানে সেটা বিলুপ্ত তবে আমার কাছে ২টা পরম যত্নে আছে এখনো)
    ২০০৭-৮, কিংবা ১০এর দিকে হয়তো। আজ প্রায় ১২বছর পর নিজেই প্রবাসী😰 এসব গান আমাদের জন্যই🥰 সবার জন্য উন্মুক্ত না থাকুক এগুলা এক একটা নীল নীল ভালোবাসা❤️ ধন্যবাদ

  • @jahedirfan6850
    @jahedirfan6850 6 лет назад +83

    প্রতিটা শব্দ প্রতিটা পাজর এর ভিতরে কথায় জেনো চিন চিন করে উঠে।
    পুরাই নিস্বঃংগ জীবন আমার...

  • @farzanaalimscookingchannel3653
    @farzanaalimscookingchannel3653 Месяц назад +1

    মাঝেমধ্য এই গান শুনি …. আমিও প্রবাসে … thanks আপনাকে .. এরকম মনের মতো একটা গান করার জন্য .. কোথায় হারিয়ে গেলেন … আমার বিশ্বাস আরো একশত .. হাজার বছর পরেও ভালোবেসে এই গান টা শুনবে ….

  • @furamsgamezone6688
    @furamsgamezone6688 5 лет назад +81

    এত বছর পর গান টা খুজে পেয়ে আমি আর ঘুমোতে পারছি না! এখনো মনে আছে যখন গানটা শুনতাম বাচ্চা ছিলাম! কথা গুলো উচ্চারণ করতে পারতাম না❤এই প্রথম লিরিক্স বুঝে শুনতেছি❤আপনার কন্ঠ ভুলে যাইনি❤গান এর প্রতি ভালোবাসা আপনারাই দিয়েছেন❤

  • @mdshajalal3262
    @mdshajalal3262 21 день назад

    When I was in Glasgow at that time this was my most favourite song Actually Asikkujamn wrote this song from Canada while he was out of his motherland and beloved one! Every single word make sense!!!

  • @shonapakhi1801
    @shonapakhi1801 5 лет назад +6

    যতদূর মনে পড়ে আর্কের জন্মভূমি এলবাম এর সাথে গানটি রিলিজ হয়েছিল। ক্লাস থ্রি তে ছিলাম তখন। আবার ২১বছর পর শুনে খুব ভালো লাগলো।

  • @RabiulRabin
    @RabiulRabin 3 месяца назад

    হঠাৎ করে গানটার কথা মনে পড়ল তা ও আবার রাত ১০ টায়, গানটা ডাউনলোড করলাম ও শুনলাম,❤❤❤

  • @maurintabassum3608
    @maurintabassum3608 10 дней назад

    Gaan ta 1st time suni 2010 a. Tokhn ami class 10 a pori. Nijer kono mobile cilona amr. Gaan sunte khub besi posondo kortam. Tai boro boner mobile niye gaan suntam. Ei gaan ta sunle sei somoy ta khub miss kori.

  • @jannatroma6944
    @jannatroma6944 Год назад +2

    যখন ইউটিউব সচারাচর ছিলো না,তখন গানটা অনেক খুঁজতাম বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে, ডাউনলোড করে রাখতাম,আবার কখনো ডিলিট হয়ে যেতো।খুব অসহায় লাগতো তখন😢

  • @arifmoinuddin6726
    @arifmoinuddin6726 9 месяцев назад +1

    আহারে টুলু ভাই খুব মিস করি!
    অনেকটা অভিমান নিয়ে কানাডা চলে গেছেন!

  • @a.z.sazzad880
    @a.z.sazzad880 2 месяца назад

    একটি অনবদ্য সৃষ্টি। এ গানগুলো আর হবেনা।আর হবেনা কেনো তা ভাবতেই খুব খারাপ লাগে।

  • @fmseoul
    @fmseoul 3 года назад +10

    প্রবাসে না থেকেও এই গান শুনে চোখে পানি চলে আসে। আহা! আর্ক। কোথায় আমাদের সেই ৯০ দশকের আর্ক।

  • @harunorrashid3506
    @harunorrashid3506 Год назад

    বহুদিন খুঁজেছি, অবশেষে পেলাম।
    ছাত্র জীবনে সবসময় গানটা গুনগুন করে গাইতাম।

  • @anirbanmahbub2432
    @anirbanmahbub2432 Год назад

    ড. শাওনকে ধন্যবাদ। যার পডকাস্ট দেখে গানটা আমি শুনছি।

  • @rezasarwartube
    @rezasarwartube Месяц назад

    মানুষের নিজের ভিতর যে আরেকটি মানুষ বাস করে, তার সাথে বোঝাপড়ার জন্য, একান্তে একাকী কাঁদার জন্য এরকম একটি গানের দরকার হয়।

  • @md.saifulislammahin2701
    @md.saifulislammahin2701 3 месяца назад

    অসাধারণ লিরিকস। সেই ক্লাস নাইন থেকে শোনা, আজীবন শুনবো

  • @touhidurrahmantosar9841
    @touhidurrahmantosar9841 Год назад +12

    ৫০ বছর পরেও এই গান গুলো মানুষের রিদয়ে গেথে থাকবে

  • @frndadda7960
    @frndadda7960 2 года назад

    Outstanding......prio manush tar caption dakha... gan ta suna....khuv valo laglo..

  • @ronytamanna8028
    @ronytamanna8028 Год назад +1

    আমার ছেলের মেরের জন্য একটা কমেন্ট , করে গেলাম , স্মৃতি হিসেবে গানটির চরণে ।

  • @aganol5426
    @aganol5426 10 месяцев назад +1

    সেলুট ভাই আপনাকে, এটা শুধু গান না হৃদয় জমে থাকা কিছু না বলার কথা প্রকাশ সেই 20 বছর আগের মত এখনো নাড়া দেয়

  • @monjurana2541
    @monjurana2541 8 месяцев назад

    আগে শুনলেও মনের মাঝে এতটা কষ্ট বেদনা লাগতোনা।
    আর আজ প্রবাসে এসে গানটা খুবই নিরবতার সঙ্গী হয়ে গেল রাতের।

  • @বেয়াদবজাকির
    @বেয়াদবজাকির 6 лет назад +15

    আমরা যারা প্রবাসীতে থাকি তাদের এই গানটা শুনলে চুক্ষে পানি চলে আসে এই গানটা আমার বড় ভাই আগে শোনত হবে মনে হয় ১৩ বছর আগে এখন ইচ্ছে করে আগের দিন গুলোতে ফিরে জেতে

  • @monjurmishuvlogs8990
    @monjurmishuvlogs8990 8 месяцев назад

    আমার প্রিয় গায়ক এবং প্রিয় কী-বোর্ডিস্ট শ্রদ্ধেয় আশিকুজ্জামান টুলু ভাইকে সবসময়ই মিস করি এই গানের মাধ্যমে সবসময়ই ❤

  • @bhtsibehappytoseeit5815
    @bhtsibehappytoseeit5815 3 года назад +6

    টুলু ভাই! আপনার এই গান আজ থেকে 7/8 বছর আগে আমার জীবনে যে কত বড় একটা যায়গা জুরে ছিলো , আপনাকে যদি বুজাতে পারতাম 🥺😔😓 আমার সেই সময় আবার ফিরে এসেছে😓😣আপনার এই গান আমার একমাত্র সংগী।দোয়া করবেন সকল নি:সংগ মানুষের জন্য।

  • @hamedurrahman5216
    @hamedurrahman5216 Год назад

    Oshadaharon ekti song...Choto belai fire jete iccha kore.

  • @salamsumon5562
    @salamsumon5562 4 месяца назад

    তিন দশকেও গানটি চিরসবুজ। মৌলিক গানের কদর সবাই গ্রহণ করার ক্ষমতা নেই। আজ সেই গানের কলি আর নেই

  • @baruaanutosh7004
    @baruaanutosh7004 10 месяцев назад

    অসাধারণ এক সৃষ্টি ❤
    প্রায় সময় শুনা হয় আপনার করা এই গান।🫡
    গানের কথা এবং মিউজিক কম্পোজ সবকিছু মিলে অন্য এক অনুভূতি পাওয়া যাই এই গানে। হয়তো প্রবাসে আছি বলে নিজের কাছে বেশি ভালো লাগে। 😒
    সবসময় শুভকামনা আপনার জন্য 😘

  • @bejoyahmed8706
    @bejoyahmed8706 Год назад

    আমার সব চেয়ে প্রিয় একটি গান। মাঝে মাঝে অফিসে কাজের ফাঁকে এই গান শুনি। খুবই ভালো লাগার একটি গান।

  • @princemhamud7777
    @princemhamud7777 Месяц назад

    পৃথিবীতে এসে ছিলাম নিস্পাপ হয়ে
    আর ফিরে জাবো এক বুক অভিযোগ নিয়ে
    একটা কথা বড্ড বেশি মনে পরে
    ছেলে বেলার সে-ই দিন গুলো
    হে আল্লাহ আমি আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়া বো 😭

  • @ahadbiswas1916
    @ahadbiswas1916 2 года назад +1

    বন্ধুদের সাথে কাটানো মুহুর্ত গুলো বারে বারে মনে পড়ে যায়, গানটি শুনলে আর মনে হয় এই সংগ্রামী জীবনে হাজারো কষ্টের মাঝে যেন একটু প্রশান্তি। জীবনের এমন একটা জায়গায় এসে থেমে গেছি সামনে যাওয়ার উপাই নাই। বেধে ফেলেছে অচেনা কোন মায়ায়, কাদায় আবার হাসায়, যন্তনা দেয়, আঘাত দেয় নিজের সন্মানে হিংস্র বাঘের মত হানা দেয়। আমার মনে হয় আমার নিজের মানুষ বলে কেউ নেই। আমি একা তাই কিছু আবেগ নিয়ে কিছু কথা লিখে ফেললাম নিজের অজান্তে। যাকে নিয়ে বেশি বেশি ভরসা করেছিলাম সে জানি আমাকে বুঝতে চাই না কেন জানি আমি তো বাংলায় বলি, না বোঝার কিছু দেখি না। আসলে সে আমাকে বুঝতে চাইনা। যাও হোক আমি হয়তো আর বেশি দিন নেই, সেখানেই থাকি সে যেন ভাল থাকে সেই কামনা করি। আমি আসলে তার মত হতে পারি নি। আমি সেটা করতে যাচ্ছি আমিই শুধু জানি কাউকে জানাইনি কিছু, কাকে জানাবো কেউই তো আমার না। হয়ত আর কোন দিন দেখা না ও হতে পারে। যদি হয়ে ও যায় সেটা অনাকাংখিত দেখা, হটাত বৃষ্টির মত। ভাল থেক সবাই,,,প্রিয় মুখগুলো।

  • @MehediHasansourav507
    @MehediHasansourav507 Год назад +3

    অসাধারন গান,যখন ঢাকায় মেসে থাকতাম রাত জেগে এইসব গানগুলো শুনতাম আর স্মৃতিচারণ করতাম।গানগুলো কখনো পুরনো হবার নয়।

  • @bangladeshirealsuperstar3650
    @bangladeshirealsuperstar3650 6 месяцев назад +1

    আমার সোনার বাংলার.... সোনার সন্তান হলো আপনারা। অনেক অনেক দোয়া রইলো ভাই। ভালো থাকবেন সবসময়। 🙏🙏🙏🙏

  • @mdkhalidhasan7025
    @mdkhalidhasan7025 9 месяцев назад

    সেই ছোট বেলা থেকে শুনে আসছি গানটি, পুরাতন মনে হয়নি কোনোদিন ❤

  • @saifjossy
    @saifjossy 5 месяцев назад +5

    ২০২৪ সালে কে কে শুনছেন? কমেন্ট রেখে গেলাম আবারও। আমার সন্তান যদি দেখে আমার এই কমেন্ট। দেখবে বাবা কত অসহায় পরবাসী ছিলেন!

  • @raiyanomar8468
    @raiyanomar8468 Год назад

    কী অসম্ভব সুন্দর, ভীষণ মায়া দিয়েই।এমন সুন্দর কিছু তৈরি করা সম্ভব।
    আমরা এমন সুন্দর জিনিস গুলোকে মূল্যায়ন করতে পারলাম না,
    তবুও এই গান গুলো বেঁচে থাকবে সবার মনে।

  • @MrKingfaysal123
    @MrKingfaysal123 2 года назад

    Jokhn ai Song ta shuni …. Tokhn maybe 2010 hobe Amar thik khel nai…. One of my childhood songs ……. Onk memory roye asse …..bro 😭😭😭❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

  • @aliisrafil7657
    @aliisrafil7657 5 месяцев назад +1

    Evergreen song ,, কখনো পুরানো হবে না।

  • @ahmedroney7197
    @ahmedroney7197 Год назад

    হায়রে জীবন। গান শুনতে শুনতে আজ আমিই পরবাসি। অসম্ভব চমৎকার এবং বাস্তবধর্মী একটা গান।

  • @sayemsayem9938
    @sayemsayem9938 2 года назад

    আমি এই গান Fm শুনতাম school তেকে এসে বসে থাকতাম তখন আমি class 6 বা 7 পড়ি দীঘ 16 বছর পর দুবাইয়ে বসে শুনছি ...(17/6/2022) এই গানগুলো আমাকে নিয়ে যায় school জীবনে অনেক miss করি সবাইকে জানি না কে কি ভাবে আছে দোয়া করি allah bless all my friend family and relati.. Allah bless all

  • @jawedikbal674
    @jawedikbal674 Год назад

    Ossgadaron tulu vhai sarajibon chironotun thakbe ai gan❤❤❤

  • @sobujbosunia
    @sobujbosunia Год назад

    Darun............aha ki sundor kotha & music.valo thakbe.Boyos beshi hoyni aro kisu gaan korte paren amader jonno.

  • @salamenglishtechnique8824
    @salamenglishtechnique8824 2 года назад

    ei ganta 2000 sale ami 10000 bar sunesi.tnx tulu bhai.

  • @md.moniruzzaman7465
    @md.moniruzzaman7465 11 месяцев назад +1

    Khub mis kori ai gan gulo. sobai mile akshathe bose gan gulo gaitam tokhon ak osadharon abeg kaj korto.

  • @sherminshebli7576
    @sherminshebli7576 9 месяцев назад

    খুব খুব খুবই ভালো লাগে । যা বর্ণনা করে শেষ করা যাবে। অপুর্ব মায়া আর ভালোবাসা রযেছে এ গানে।

  • @md.sunjidulhaque1539
    @md.sunjidulhaque1539 Год назад

    একটি ছোট লাল রং এর টেপ রেকরডার, সাথে ফিতার সেই ক্যাসেট, একটা এক চালা ঘর এর ভিতর ...তখন মাত্র স্কুল এ ভর্তি হলাম, আমার বড় ভাই এই গান টা শুনছিল । গানের কথা কিছু না বুঝা সত্ত্বেও কেমন জানি একটা প্রবল আকর্ষণ কাজ করত। তখন না ছিল কোন মোবাঈল , না ছিল কোন জীবন সংগ্রামের তারা , শধু ছিল একটি সোনালী অতীত , নতুন বই এর ঘ্রাণ , মা এর শাসন , দুপুর তিন টার বিটিবি ,বিকালের মাঠ , একটি চূম্বক , , THANK U SIR FOR THIS NOSTALGIC CREATION.....😪😪😪😪🙏🙏🙏🙏🙏

  • @srmukta7414
    @srmukta7414 6 месяцев назад

    এই প্রজন্মের অনেকেই হয়তো আপনার নাম জানেই না। কিন্তু আপনাকে মনে রাখার জন্য এই একটা গানই যথেষ্ট টুলু ভাই।

  • @mdraselparvaj8533
    @mdraselparvaj8533 9 месяцев назад

    ভালোলাগার একজন গায়ক একটি গান।।আমার বর্তমান এমন।।আর গানটির সাথে শৈশবের দুরন্তপনা মিশেআছে।।সুন্দর

  • @lizarozario4030
    @lizarozario4030 2 года назад +7

    যত বার শুনি সেই আগের মতই কেমন একটা হয়ে যাই,,, এই ফিলিংস টা বলে বোঝানো যায় না,,, জাস্ট ফিল করা যায় ❤️❤️🥺🥺

  • @-sabbir616
    @-sabbir616 3 года назад +2

    ২০১৬ দেশে থাকতে গানটা সুনতাম ভালোই লাগতো,কিন্তু ২০২০ গানটা সুনার পর এ প্রবাসে এসে গানটার প্রতি আরো বেশি আবেগি করে তুলে নিজেকে,এখন বুজতে পারি গানটার প্রতি অক্ষরে অক্ষরে/
    Favorite💓🍁🇧🇩

  • @Rakib2407
    @Rakib2407 Год назад +2

    Bhoot fm a apnar email story suna thke a gaan suna ❤

  • @420a2Z
    @420a2Z 4 года назад +15

    খুব খারাপ লাগে আমাদের দেশে এত ভালো ভালো মিউজিসিয়ান আছে আমরা তাদের যথাযথ সম্মান দিতে পারিনি 😭😭

  • @solomandawan6903
    @solomandawan6903 7 лет назад +17

    গানটার মধ্য কি যেনো আছে শুনলেই প্রবাসী থেকে বাংলাদেশে চলে যেতে মন চায় টুলু ভাই

  • @dipkhan91
    @dipkhan91 6 лет назад +23

    আমার হৃদয়ের সুবিশাল করুণ আকুলতাগুলি যেন বার বার ফিরে আসে এই গানটির মাধ্যমে। গানটি শুনতে শুনতে হটাত দুচোখ বেয়ে নেমে আসে জীবানুমুক্ত স্বচ্ছ জলকনা। আহ, আর একটিবার যদি ফিরে পেতাম হারানো অতীত!

  • @mdanayet9545
    @mdanayet9545 Год назад

    অসাধারণ ছিল সেই দিন গুলো আর আপনাদের সেই গান গুলো এখন কার কান গুলো টুট টুট মার্কা শুনেও টুটটুট মার্কা ছেলে মেয়ে রা তাও বর জোর ১ বা ২ সাপ্তাহ কিন্তু সেই পুরোনো দিন গুলো অসাধারণ কয়েকশত বছরেও পুরো নো হবে না

  • @thingol1050
    @thingol1050 5 месяцев назад

    This hits in heart in so many ways still like it used to 20 years ago. School life will always be best of best times in life. If you are very young, try obeying your parents, be contented with whatever they provide for you, study well because that will be always be key factor for you in future, it is in God's hands and your desire to make your life less sufferable. Trust me you want the opposite of this awesome song's lyrics to happen in your life. Study well, work hard, don't waste your precious times my young buddies who took time to read my comment. Best of luck to you whoever you are, whichever year it is you are from.

  • @srabonsmom
    @srabonsmom 2 года назад

    আজ গভীর রাতে হঠাৎ গামটির কথা মনে পড়ে গেল অনেক দিন পর, তাই না শুনে থাকতে পারলাম না।

  • @Dr.MdAsadul
    @Dr.MdAsadul Год назад

    বিদেশে থাককালীন প্রতিটি ক্ষণে, এই গানটি শুনতাম! তখন নিজেকে বন্দী মনে হতো। অনেকের ভিড়ে নিজেকে অনেক একা মনে হতো 😢। সেই জীবন থেকে মুক্ত পাওয়ার জন্য দিন রাত এক ভেবে সারাক্ষণ পড়াশুনা আর কাজ করতাম । আমি জানতাম আল্লাহ রহমতে যদি অনেক কাজ ও পড়াশুনা করি দেশে এমন কী সবখানেই নিজকে ন্যূনতম প্রতিষ্ঠা করতে পারব। তাই হয়েছে ❤। আলহামদুলিল্লাহ ।
    যারাই বিদেশে বসে এ গানটি শুনেছেন, তাঁদের বলবো আপনারা এক একজন লিজেন্ড । কাজ করার পাশাপাশি পারলে পড়বেন এবং নিজের নামে ব্যাংকে সঞ্চয় করবেন ।
    আর গায়ক ও গীতিকার এবং এ গানের সংশ্লিষ্ট আপনাদের প্রতি অনেক ভালবাসা ও শ্রদ্ধা।

  • @md.shohelrana7186
    @md.shohelrana7186 3 года назад +1

    আমরা যারা দেশে আছি তারাই এখন মনে হচ্ছে প্রবাসে আছি। জীবনের ছুটে চলা মনে হয় আর থামেনা। এই কাল জয়ী গান গুলো আমাদের সঙ্গ দেয়। কি পেলাম আর কি হারালাম হিসেব নাই। সালাম আপনাদের আর আপসোস আমাদের প্রজন্ম এর জন্য তাদের আমরা সব কিছু থেকে বঞ্চিত করছি। আমি লজ্জাহীন।

  • @AbirAhmed-yi2yl
    @AbirAhmed-yi2yl 3 года назад +1

    ২ লাইন ফেসবুক থেকে শুনে গানটা শুনতে আসলাম ইউটিউবে। পুরোটা শুনলাম।আজ থেকে ২০ বছর পরও এই গানগুলো জীবিত থাকবে

  • @RezOneRaaz
    @RezOneRaaz 2 года назад

    Giboner sob kichu ulot palot hoyea gelo bdesh ashey...
    Mayer valobasha bhaider shanniddho boro besi miss kori...bondhuder onek miss kori
    Apnake onek valobashi tulu bhai...valo thakben sob somoy
    Jokhon aka hoyea jai apnar ai gaanti suni kosto hoy tobu o suni ki ak ojana suk lage ganti sunle

  • @miranahamedsaleh6379
    @miranahamedsaleh6379 5 месяцев назад +1

    অসাধারণ টুলু ভাই ২০২৪ এ শুনছি... ৯:১০ মিনিট এ ওমান থেকে ১/৫/২০২৪

  • @rafiqulislamshameem6612
    @rafiqulislamshameem6612 Год назад

    প্রবাস জীবনে প্রায়ই আপনার এই গানটা শুনতাম আর বাবা মা ভাই বোনকে স্মরন করতাম

  • @xgydlkjvgxbhfcg8730
    @xgydlkjvgxbhfcg8730 Год назад

    এই গানটা আমাদের মত হত ভাগা প্রবাসিদের জন্য গেয়েছেন টুলু ভাই

  • @rafsunjaniraihan6021
    @rafsunjaniraihan6021 2 года назад +8

    কত চমৎকার লিরিক্স, কত সুন্দর আবেগ মাখা কন্ঠ, কত সুন্দর মিউজিক । একবারে অন্তরে গিয়ে ধাক্কা মারে। আপনাদের মত গুনী শিল্পীদের আমরা যথেষ্ট মর্যাদা দিতে পারিনি ভাই।কিন্তু আপনাদের মত লিজেন্ডরা আমাদের অন্তরে চিরদিন থাকবেন।অনেক শ্রদ্ধা, শুভকামনা এবং ভালোবাসা আপনার এবং আপনার পরিবারের জন্য। ❤️❤️❤️❤️

  • @কঠিনফয়সাল
    @কঠিনফয়সাল 7 лет назад +34

    অসম্ভব সুন্দর একটা গান
    যখন বিদেশ ছিলাম,তখন এই গান শুনে কাঁদতাম হাসতাম

  • @Love-Runs-Blind
    @Love-Runs-Blind 2 года назад

    Oshadharon ekta gaan
    Purono sritigulo mone koriye deye

  • @siamashraf
    @siamashraf 6 лет назад +15

    ম‌নে প‌ড়ে যায় কখনও পু‌রো‌নো তোমা‌কে,
    প্র‌তি‌টি কষ্টমাখা দি‌নের ফাঁ‌কে।

  • @faruquetraveler3253
    @faruquetraveler3253 Год назад

    টুলু ভাই, আপনার গানগুলো কতবার শুনেছি তার হিসাব নেই।

  • @OMARFARUK-h8b
    @OMARFARUK-h8b Год назад

    প্রতিভাবান..... খুব সহজেই হারিয়ে গেলো। ছেলে বেলার স্মৃতি।

  • @ashiqbrobBLOGape
    @ashiqbrobBLOGape 3 месяца назад +1

    ahaa osadharon🥺

  • @shimulsarker4135
    @shimulsarker4135 Год назад

    পুরোনো দিনগুলো মনে পড়ে গেলো। যেটা আর এখন চাইলেও পাওয়া যাবে না আগের মতো করে। 😢

  • @tanvirdewan7748
    @tanvirdewan7748 2 года назад

    Jokhon school e portam tokhn thekee sonci.😍😍

  • @Presitsky_Kira
    @Presitsky_Kira 3 года назад +2

    আমাদের সম্পর্কের প্রথম দিকে এই গানটা ও আমায় শুনিয়ে ছিল ওর বেসুরো কণ্ঠে.....আজ অনেক বছর পর আবার গান টা শুনছি এখন....অনুভব করছি সেদিনের সেই অনুভূতি.....ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গানের জন্য.... ভালো থাকবেন....আমরা এখন দুজন থেকে চার জন...আমাদের জন্য দোয়া করবেন....🍂

  • @RaselAhmed-cb9cz
    @RaselAhmed-cb9cz Год назад

    সত্যি অসাধারণ,যখনি গানটা শুনি তখনি ভালো লাগে।

  • @md.ehteshamulhoque
    @md.ehteshamulhoque Год назад

    এত বছর পরও এই একটা গান শিহরিত করে। যখন খুব একা লাগে, মন খারাপ হয় তখন অবচেতন মনেই কিভাবে কিভাবে যেন এই গানটাই গুনগুন করে উঠে স্বার্থপর মনটা। ভাল থাকুন যেখানেই থাকুন। ❤❤❤

  • @zahirulislam-xb5ev
    @zahirulislam-xb5ev 7 месяцев назад

    Outstanding tulu vi- khalid vi

  • @ahsanrabby2929
    @ahsanrabby2929 5 лет назад +1

    সেই ছোট বেলায় যখন প্রাইমারি তে পড়ি,তখন বড় ভাইয়া এই গান শুনতো,,,তখন থেকেই এইগান আমার পছন্দের একটি গান, এখন আমি ২৫ এখনো ভালোলাগে।আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে এই গানটির জন্যই শুধু লক্ষ কোটি গোলাপের ভালোবাসা টুলু ভাইয়ের জন্য।টুলূ ভাইয়ের উচিত wind of change এ এসে, এই গানটা আবারও গাওয়া। ঠিক যেভাবে হাসান ভাই ফিরে এসেছে। ভালোবাসা অবিরাম।

    • @ahsanrabby2929
      @ahsanrabby2929 5 лет назад

      অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ভাইয়া❤❤❤

  • @mofazzalhossainrakib3195
    @mofazzalhossainrakib3195 Год назад

    ২০০৭ এ শুনছিলাম, এখন প্রবাসে শুয়ে শুয়ে ৫টি বছর ধরে প্রতিনিয়ত শুনে যাচ্ছি ❤

  • @MdIb-r5v
    @MdIb-r5v 11 месяцев назад

    এই গানগুলো বেঁচে থাকুক হাজার বছর ধরে

  • @debajyotic
    @debajyotic 2 года назад

    তখন ইন্টারনেট এর এতো বার বাড়ন্ত ছিল না,অনেক প্রচেষ্টা করে বাংলাদেশ থেকে অ্যালবাম গুলো আনতাম, আজ আবার পুরোনো দিনের কথা মনে পরে গেলো. ক্যাসেট তা এখনো খুঁজলে পাওয়া যাবএ। কিন্তু চালানোর যন্ত্র এখন বিকল. তখন কলকাতা তেও ব্যান্ড এর গানের জোয়ার লেগেছে, কিন্তু শুরুর দিকের যে গান শুনে ব্যান্ড এর গানের ভক্ত হয়েছিলাম সেগুলো সব বাংলাদেশের ব্যান্ড এর ই ছিল, LRB, Miles, Ark ... এখনো মনে পড়লে গায়ে কাঁটা দ্যায়।

  • @jemyskitchen3365
    @jemyskitchen3365 2 года назад

    ছোটবেলা থেকে এই গান শুনতে শুনতে বড় হয়েছি। আমার অনেক ভাল লাগার একটি গান।

  • @navaid6060
    @navaid6060 Год назад +1

    কি অসাধারণ লিরিক্স🧡