If you have missed my fb live, and you want to have a look, here is the clip. Please.leave a comment and emojis if you feel to. It will make me hugely happy. 💕 always. m.facebook.com/story.php?story_fbid=282163212948349&id=169954939690858
আমার এখন ৫৯ বছর। এই গানটা এখনো মাঝে মধ্যে শুনি মনে হয় যেন সেই ২৬/২৭ বছরের যুবক। বাংলা এবং ওয়েস্টার্ন মিউজিক মিশ্রণে এত আবেগী গান, হৃদয় স্পর্শী উপস্থাপনা, শ্রুতি মধুর আর অন্য কেউ গাইতে পারবে কিনা সন্দিহান।
The most underappreciated female artist of Bangladesh. First heard this track when I was in class 5, back in 2009. Nostalgia is the most beautiful form of pain, indeed! 23.10.24
দারুন একটা গান আগে তখন বিটিভিতে এই গানগুলো দিত, এখন ১৭ বছর পর ২০২৩ সে শুনলাম, আর সেই মুহূর্তে অতীতের স্মৃতির পাতায় ফিরে গেলাম, খুব ভালো লাগলো,, মেরিনকে আমার ভালো লাগে,❤❤❤❤
এতোটা অনুভূতি দিয়ে গাইতে পারেন এমন কণ্ঠশিল্পী খুব কমই আছেন। উনি গেয়েছেন দেখেই গানটা এতোটা সুন্দর রুপ নিয়েছে। তবে অবাক ও কষ্ট লাগে যখন কেউ এই গান শুনে উনার কণ্ঠ নিয়ে বাজে মন্তব্য করতে দেখি। হয়তো বা তাদের শ্রবণশক্তি কান পর্যন্তই সীমাবদ্ধ, মন পর্যন্ত নয়। ২০২০ সালে এসেও আজো এই গানটি খুজে পেয়ে বেশ ভালো লাগছে, ধন্যবাদ মেহরিন আপু এতো সুন্দর এইটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
Many Thanks 😊 for listening to this song and leaving a comment for me. Keep inspiring me by subscribing to the channel. pls click bell to stay in touch. i am also on facebook as MehreenOfficial [facebook.com/mehreenofficial] 💓
২০০৯/১০ এর দিকে রেডিওতে প্রথম গানটা শুনেছিলাম ।তখম থেকেই আমার ফোনে/ল্যাপটপে গান টা আছে। প্রথমবার যেমন অসাধারণ লেগেছিলো আজও তেমন অসাধারণ লাগে।আজ পেপারে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে সম্মাননা পাওয়ার খবরটা পড়ে ইউটিউবে সার্চ দিয়ে চ্যানেলটা পেলাম। শুভকামনা মেহরীন মাহমুদ।
আমি একটু অবাক৷ এমন লিজেন্ডারি একটা গানের ভিউ যদি এত কম হয়, তবে বোঝাই যায় আমাদের রুচির কি অবস্থা 🥺 আবারো এই গান আলো ছড়াবে সেই কামনা করি,, ❤ ভালবাসা অবিরাম ম্যাম আপনার জন্য ❤️❤️❤️
ছোট বেলায় এই গান খালি গলায় গাইতাম অনেক ভালো লাগতো, অনেক শুনেছি এই গান। মেহরীন আপুকেও আমার অসম্ভব ভালো লাগে। ২০২৩ এ এসে ও এই গান শুনছি। আমার মতো আর কে কে ২০২৩ এ শুনছেন?
😊😊😊এই গানটি বাংলা গানের জগতে এক যুগের সেরা গান ,,,,,,,,❤❤❤❤ আমি ১০ বছর ধরে এই গানটি শুনতেছি, এত দিন পর আজ ও আগের মতই এর প্রাণবন্ত আমেজ ধরে রেখেছে,,,,, ধন্যবাদ মেহরিন আপুকে,,,,,, আমাদেরকে এই গানটি উপহার দেওয়ার জন্য।।।।।❤❤❤❤❤❤
স্কুল জীবনে Mp3 তে গানটা শুনতাম এত ভালো লাগতো আজ এই গান শুনে সেই ১৩ বছর আগের স্কুল জীবনের সেই শৈশবের কথা মনে পরে গেলো। এখনও সেই আগের মতই ভালো লাগা কাজ করে গানের প্রতি।অনেক ভালোবাসা রইলো আপু।
আজ সকাল থেকেই বার বার শুনে যাচ্ছি, মনে হচ্ছে এখনও সেই পুরোনো সময়েই হেঁটে যাচ্ছি। অনেক ভাললাগার একটি গান। ধন্যবাদ আপু এত সুন্দর অনুভূতি আর আবেগ জড়ানো ভাললাগা উপহার দেবার জন্য❤❤❤
তখন ক্লাস ১০ পড়ি, প্রথম যেদিন গানটা টিভিতে সুনি,আর প্রায়ই সুনতাম। আজও সুনি। কেটে গেছে কতো দিন রয়ে গেছে কতো সৃতি। ভুলে গেছে সে, বদলে গেছি আমি৷ কিন্তুু মেহেরিন আপুর এই গানের তৃপ্তি এক চুলও কমেনি।
কেমন যেন অন্য রকম এক ভালোলাগা কাজ করে এই গান টা শুনলে, অনেক অনেক স্মৃতি জমে আছে এই গানটার সাথে। আসলেই আমাদের ছেলে বেলাটা অনেক সুন্দর ছিল। কতোই না সুন্দরছিল আমাদের ছেলেবেলার গান গুলি। অনেক ভালবাসা মেহরিন ম্যাম আপনার জন্য
I never commented on any youtube contents. ছোটবেলায় শুনতাম এই গান।২০১০ এর আশেপাশের সময়টাতে।হাইস্কুল শেষ করে এখন চাকরি জীবন।তারপরের গানটা কানে আসলে আলাদা কিছু অনুভব করি। হঠাৎ করে ফেসবুকের কোনো পোষ্টে আপনার ছবি দেখে ইউটিউবে আপনার নাক লিখে সার্চ করে গানটা কয়েকবার শুনা হইসে। থ্যাংক ইউ ফর দিস।মেয়ে শিল্পীদের গান তেমন একটা শোনা হয়নাই।এটা একমাত্র গান বার বার শুনি। wish you good luck and thank you again.
Maturity is when you realize the song is a Masterpiece..... Habib wahid as usual did justice of his talent 👏 He just brings out best of Mehrin Apu. Love you Apu
Ei gaan ta jokhn notun release pay tokhn shara raat dhore shuntam..eto vallagto gaan ta...ajk eto bochor por abar shune shei shomoy er flashback e chole gelam!!❤️
I listened this song when i was in college.. 15 years gone!😮 .....time just fly!... also this song too...missing those golden days in a silver time..thanks you mam for this song...
i clearly remember listening to this song when i was a schoolboy... it's a truly great song... suddenly i remembered the line tumi acho bole and decided to listen to it again....a heartfelt thanks to you for creating such a wonderful piece of music...
In 2008, when I was just four, I remember listening to this song on TV. Back then, this kind of music was entirely new to me, and its melody touched my soul in a way nothing else ever had. Even to this day, I haven't found another song or tune quite as unique as this one. Being a small-time musician, every attempt at composing a song involves diving into the melody, lyrics, and chord progression of this song. Now, as I'm preparing for my admission , my mind often drifts back to those childhood days, singing this song endlessly and eagerly waiting weeks to catch it on TV. Thank you Mehreen apu for being one of the reasons that made my childhood memorable.🙏🏼
I think in every human brains there is a memory for every single songs. Whenever I listen this song, I can recall back in 2011/2012 when I was in college, had a girl friend, was my very first love. I used to listening this song every single nights just to feel her by my side. She was a far away from me. I lived in Narayanganj, she lived in Chittagong. Missed her a lot, wanted her mine so desperately. But the almighty has written her for someone else. Time flew away long. A decade has gone. I am married now, have a beautiful daughter. But I still miss her. The harsh thing is I never met her!!! This song belongs to her.
আমি এই গানটি ২০১২ থেকে সহস্রবার শুনেছি। এটা রিপিট করা থাকে একাধিকবার শুনলেও ক্লান্তিবোধ হয় না। অসাধারণ প্রতিভা। সংগীত পরিচালক ও কলাকৌশলের ও তারিফ করতে হয়।
আন্তরিক কৃতজ্ঞতা ভাই৷ thank you sooo much🍄 plz visit ruclips.net/user/Mehreenofficial for more songs and facebook.com/Mehreenofficial if you are a fan🌺
তুমি আছো বলে মৌন কথোপকথন তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন তুমি আছো বলে পাশে, হিমেল স্নিগ্ধতা হাওয়ায় তুমি আছো বলে পাশে, সবই ভালো লাগে অবেলায় তুমি আছো বলে জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে তুমি আছো বলে চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে মনেরই এই মণিকোঠায় বিশ্বাস অমলিন কখনো না যেন ফুরায় এই সুখের দিন এই দিনের স্মৃতিমাখা কথা কখনোই ভুলে যেও না ছোটখাটো ভুলে তুমি যেন দূরে যেও না তুমি আছো বলে জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে তুমি আছো বলে চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে আছো তুমি বলে পাশে সবই খুঁজে পাই চাই না তো আর এই আমি ক্ষণিকেরই সময় এই দিনের স্মৃতিমাখা কথা কখনোই ভুলে যেও না ছোটখাটো ভুলে তুমি যেন দূরে যেও না তুমি আছো বলে জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে তুমি আছো বলে চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে তুমি আছো বলে জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে তুমি আছো বলে চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে
আজকে ফেসবুকে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আপনাকে অনেদিন পর দেখলাম। অতীতের সোনালী স্মৃতিতে ফিরে গেলাম।~ একটা নস্টালজিক মোমেন্ট। তাই ইউটিউবে আপনাকে সার্চ দিলাম। অনেক দিন পর শুনতেছি। অনেক ভালোলাগা কাজ করে। যেখানেই থাকেন ভালো থাকিয়েন, আর আমার সেই কৈশোরের অমলিন ভালোবাসা আপনার জন্য। Love you ma'am and your voice 😍❣️
ছোটবেলা যখন বিটিভিতে এই গানগুলা হতো অনেক বিরক্ত লাগতো আর বলতাম এগুলা কি কোন গান কিরকম করে ভয়েস কি রকম এগুলি কি গান অথচ এখন বুঝতে পারি যে গানের অর্থ কি গানের ভাষা কি,, ছোটবেলায় এর গান আসলে আগে বিরক্ত হতাম অথচ এখন এই গানই দিনে চার বার ও সোনা হয় ❤❤
prothomei dhonnobad dibo Hibib wahid sir k. Eto sundor kore gan ta compose korer jonno o sothik silpi k diye ganti gaoanor jonno. love u Habib vai, Mehereen Apu and safiq tuhin Vai. Osadharon combination of all things. Thank u all once again.
I was in class 8 when the song was released. FM radio and MP3 players were the heart back at that moment. Sometimes I wonder how this kind of soft music was written in 2008 which still appeals to individuals like us. While sitting on the balcony and in front of the beach, I will surely play this beautiful melody on my honeymoon. Thank you Mehreen Apa for your wonderful, unique and classical creation. I am grateful to you for giving us the feeling of "চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটেছে"।
প্রিয় মেহরিন আপু, আমি এই গানটা শুনেই আপনার ভক্ত হয়েছিলাম। আমি আপনার ভেরিভাইড ফেইসবুক পেইজে "Masum" নামের একটা আইডি দিয়ে লাইক বা কমেন্ট করে থাকি। কথা সেটা না, আজ ১২ বছর পরেও এই গানটা ঠিক ফেলে আসা টিন এজের ফিল নিয়ে শুনি। আপনার সমস্ত মায়া এই গানটা আপনি ঢেলে দিয়ে গেয়েছিলেন। আপনার জন্য শুভ প্রত্যাশা।
মুগ্ধতায় ভরা সুর...আর মুগ্ধতাটা পূর্ণতা পেয়েছে মেহরীন আপুর কন্ঠে...কিছু গান থাকে যেখানে একটা নির্দিষ্ট কন্ঠের কোনো Alternative Option নেই... এটা তেমনি একটা গান যেখানে মেহরীন আপুর কোনো alternative vocal নেই...💜
Thank you mehreen apu for creating this masterpiece.. Whenever i played this song I couldn’t stop me from listening this song at least 5 times.. Still it gives me the serenity among all the buzzing of the city..
Feeling nostalgic. Long back when I had dreams in my eyes, when I used to think I can conquer the world I then like a narcissist bragged about being a cool guy for having this song in my list of favorites. This tune is divine. I wonder why Mehreen ceased to produce this quintessence of music. Will always appreciate this piece of art.
তোমার এই গানটা এতই হ্নদয় ছোয়ে যায় বোঝানো সম্ভব না। এত ফিল দিয়ে এই গানটা কেউ গাইতে পারবে বলে মনে হয় না। কিছু গান চির দিন মানুষের অন্তরে গেথে থাকে তা তুমি বুঝিয়ে দিলে। যদি কোন দিন তোমাকে আমরা হারিয়ে ফেলি তবে বাংলাদেশের মানুষ একজন গুনি, আবেগী, স্টাইলিশ, মানুষকে হারাবে যা কিনা হাজার বছর পরও এর প্রভাব থাকবে। তুমি বেঁচে থাক, তোমার মাঝে আমার অনেক অপু্র্নতাকে খুঁজে পাই।
কর্পোরেট জবের দাস হয়ে থাকা ক্লান্তিকর কর্মজীবনের পর আজকের এই ছুটির দিনে প্রিয় এ গান শুনছি আর ভাবছি গানটির মতো জীবন কেন স্নিগ্ধ হয় না! সবার মনের বাগানে চুপি চুপি ফুলেরা ফুটুক...❤♪
অনেক বছর পর গানটা শুনলাম। ছেলে বেলার কতা মনে পড়ে গেলাে। আপু তুমি আমার কলিজার টুকরা। তােমাকে ছােটাে বেলা তেকে খুব ভালােবাসি। দােয়া করি তুমি ভালাে তেকাে।
One of Mehreen Apu's finest songs. After many years, I heard this song again this month, this time with my foreign wife. She doesn't comprehend the lyrics, yet she feels good while listening to this song. I'm not sure if Mehreen Apu is still singing songs, but she'll always be mourned by her fans.
@@nolancmc so glad to read this. Yes i am more geared up for new releases under my own distro called GoGirl starting from December 2024. Stay tuned. And keep inspiring me
Mehreen I don't know if you're gonna see this comment (I really really wish you do) but I must tell you that this is probably the most beautifully composed song in the history of Bangladeshi music. The whole arrangement with each instrument and lyrics with your voice feels heavenly. I used to listen to this song when I was probably in class 7 or 8 (at the time of this albums release, around 2006 or 7 probably); now I'm a 29 year old man and I still get goosebumps listening to this song. Each time I listen to this song I feel nostalgic. Thank you for your amazing music.
সেই ১৩ বছর বয়স থেকে শুনতেছি এই গান। এখন আমি ৩৪ বছরের। সত্যি অসাধারণ। আজকে আপুনি সাথে সামনে থেকে কথা বলতে পেরে আরও ভালো লাগলো। মেহরীন আপুনি ইভার গ্রীন 🥰🥰
If you have missed my fb live, and you want to have a look, here is the clip. Please.leave a comment and emojis if you feel to. It will make me hugely happy. 💕 always. m.facebook.com/story.php?story_fbid=282163212948349&id=169954939690858
If you have missed my fb live, and you want to have a look, here is the clip. Please.leave a comment and emojis if you feel to. It will make me hugely happy. 💕 always. m.facebook.com/story.php?story_fbid=282163212948349&id=169954939690858
@@MehreenOfficial , thank you for the link . Enjoyed it very much . I am a great fan of yours even though I lived all my life abroad. Your voice in unique and world class. Not everyone in Bangladesh can match your gifted voice. Please stay safe in current difficult times with Covid-19 saga !
truly speaking after so long time any bangla pop song give me peace..........Mehreen U r awsome...just try to kip it up...
panterastriker i ll convey your kind words to the whole team
If you have missed my fb live, and you want to have a look, here is the clip. Please.leave a comment and emojis if you feel to. It will make me hugely happy. 💕 always.
m.facebook.com/story.php?story_fbid=282163212948349&id=169954939690858
@@MehreenOfficial @@@@@
@Sarbajit Raychaudhuri Thank you. Plz subscribe 🔔
When I listen this song I remember my school life thank you so much for give us this beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ song
আমার এখন ৫৯ বছর। এই গানটা এখনো মাঝে মধ্যে শুনি মনে হয় যেন সেই ২৬/২৭ বছরের যুবক। বাংলা এবং ওয়েস্টার্ন মিউজিক মিশ্রণে এত আবেগী গান, হৃদয় স্পর্শী উপস্থাপনা, শ্রুতি মধুর আর অন্য কেউ গাইতে পারবে কিনা সন্দিহান।
আসলেও ভাই পারবে না।অন্য রা এই গান গাইছে কিন্তুু ভালো হয় নাই।
হাবিব ওয়াহীদ স্যারকে ধন্যবাদ দিন এতো সুন্দর কম্পোজিশনের জন্য। It's a masterpiece
Onek dhonnobad. Doa rekhen
Yes! me too ❤
আহ সেই শৈশবের দিনগুলো!!!!
গান হচ্ছে এগুলা ❤
যেমন সুর, কথা, কণ্ঠ, তাল, মিউজিক... ওয়ার্ল্ড ক্লাস বলতে এটাই তার উদাহরণ। ❤
❤❤❤❤
রাইট
যখন থেকে গান বুঝতে পারি তখন থেকে আমার প্রিয় শিল্পীদের আপনি অন্যতম।
এখন আর নতুন গান শুনতে পাই না।
মাএ ১ মিলিয়ন ভিয়, কিন্তু বিলিভ মি এটা ১০০ মিলিয়ন পাওয়ার মতো একটা কয়ালিটি গান।
হার্ট টাচ করার মতো।
এটা আমার হ্রদয় ছুয়ে জায়।
Thank you so much for your love 💕 and prayers
The most underappreciated female artist of Bangladesh.
First heard this track when I was in class 5, back in 2009. Nostalgia is the most beautiful form of pain, indeed!
23.10.24
So glad to be appreciated 💞🌿 hope you stay subscribed
দারুন একটা গান আগে তখন বিটিভিতে এই গানগুলো দিত, এখন ১৭ বছর পর ২০২৩ সে শুনলাম, আর সেই মুহূর্তে অতীতের স্মৃতির পাতায় ফিরে গেলাম, খুব ভালো লাগলো,, মেরিনকে আমার ভালো লাগে,❤❤❤❤
🌹🌹🌹
Thank you. Subscribe
এতোটা অনুভূতি দিয়ে গাইতে পারেন এমন কণ্ঠশিল্পী খুব কমই আছেন। উনি গেয়েছেন দেখেই গানটা এতোটা সুন্দর রুপ নিয়েছে। তবে অবাক ও কষ্ট লাগে যখন কেউ এই গান শুনে উনার কণ্ঠ নিয়ে বাজে মন্তব্য করতে দেখি। হয়তো বা তাদের শ্রবণশক্তি কান পর্যন্তই সীমাবদ্ধ, মন পর্যন্ত নয়।
২০২০ সালে এসেও আজো এই গানটি খুজে পেয়ে বেশ ভালো লাগছে, ধন্যবাদ মেহরিন আপু এতো সুন্দর এইটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
Many Thanks 😊 for listening to this song and leaving a comment for me. Keep inspiring me by subscribing to the channel. pls click bell to stay in touch. i am also on facebook as MehreenOfficial [facebook.com/mehreenofficial] 💓
Try this. Janaben kemon laglo. ruclips.net/video/WHCMkhxptXc/видео.html
Love Medley 2022 |
How beautiful your voice!
ছোটবেলায় আপনার গানগুলো শুনতাম৷ এতো বছর পর ইউটিউবে শোনার পর আবার স্মৃতিগুলো তাজা হয়ে গেছে। ধন্যবাদ আবেগগুলো ফিরে পাওয়ার জন্য।
⚘️ thanks.
stay subscribed 🔔
২০০৯/১০ এর দিকে রেডিওতে প্রথম গানটা শুনেছিলাম ।তখম থেকেই আমার ফোনে/ল্যাপটপে গান টা আছে। প্রথমবার যেমন অসাধারণ লেগেছিলো আজও তেমন অসাধারণ লাগে।আজ পেপারে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে সম্মাননা পাওয়ার খবরটা পড়ে ইউটিউবে সার্চ দিয়ে চ্যানেলটা পেলাম। শুভকামনা মেহরীন মাহমুদ।
আমি একটু অবাক৷ এমন লিজেন্ডারি একটা গানের ভিউ যদি এত কম হয়, তবে বোঝাই যায় আমাদের রুচির কি অবস্থা 🥺
আবারো এই গান আলো ছড়াবে সেই কামনা করি,, ❤
ভালবাসা অবিরাম ম্যাম আপনার জন্য ❤️❤️❤️
ঠিক বলেছেন আপনি
এটা অনেক আগের গান।
এজন্য ভিউ কম মেবি।
তখন তো আর ভিউ এর যুগ ছিলো না।
আমি ও ছোটবেলায় খুব শুনেছি।
সঠিক
ছোট বেলায় এই গান খালি গলায় গাইতাম অনেক ভালো লাগতো, অনেক শুনেছি এই গান। মেহরীন আপুকেও আমার অসম্ভব ভালো লাগে। ২০২৩ এ এসে ও এই গান শুনছি। আমার মতো আর কে কে ২০২৩ এ শুনছেন?
Geye pathiyen
ামারো খুবি পছন্দ মেহরীন আপুকে।
আমি 🥰 আমার অনেক পছন্দের গান এটা ❤
Amar moner kota bollen vai
@@MehreenOfficial আপু আপনি কি গানের উপর ডিগ্রী নিয়েছেন?
হাবিব ওয়াহিদের আরো একটা ম্যাজিক্যাল টিউন সুর & কম্পোজিশন ছিলো এটা, আর মেহরীন যা করেছেন আহা, বাংলার ডায়মন্ড যুগের কি অসাধারন লেজেন্ডারী এক গান ।।
So glad 😊
😊😊😊এই গানটি বাংলা গানের জগতে এক যুগের সেরা গান ,,,,,,,,❤❤❤❤ আমি ১০ বছর ধরে এই গানটি শুনতেছি, এত দিন পর আজ ও আগের মতই এর প্রাণবন্ত আমেজ ধরে রেখেছে,,,,, ধন্যবাদ মেহরিন আপুকে,,,,,, আমাদেরকে এই গানটি উপহার দেওয়ার জন্য।।।।।❤❤❤❤❤❤
Thank you so much 😊❣️☘️🌻 subscribed theko
ছোট বেলায় আপু তোমার গান শুনতাম। তোমার গান মানেই অন্য কিছু ছিলো। ডিফ্রেন্ড কিছু। ❤ অনেক জস গাও তুমি।
Best of Mehrin.
Tuhin also super lyrist of Bangladesh.
Thanks for your performance.
স্কুল জীবনে Mp3 তে গানটা শুনতাম এত ভালো লাগতো আজ এই গান শুনে সেই ১৩ বছর আগের স্কুল জীবনের সেই শৈশবের কথা মনে পরে গেলো। এখনও সেই আগের মতই ভালো লাগা কাজ করে গানের প্রতি।অনেক ভালোবাসা রইলো আপু।
Many thanks . Stay connected by clicking the 🔔 icon and dont miss our regular uploads.
ধন্যবাদ হাবিব ওয়াহিদকে
খুব সুন্দর কম্পোজিশন
আজ সকাল থেকেই বার বার শুনে যাচ্ছি, মনে হচ্ছে এখনও সেই পুরোনো সময়েই হেঁটে যাচ্ছি। অনেক ভাললাগার একটি গান। ধন্যবাদ আপু এত সুন্দর অনুভূতি আর আবেগ জড়ানো ভাললাগা উপহার দেবার জন্য❤❤❤
বাংলা সংগীতে এক অনবদ্য সৃষ্টি হয়ে থাকবে এই গান 🙏
এই গানটার সুর এত সুন্দর এবং যে আবেগ দিয়ে গানটা গেয়েছেন তা অন্য শিল্পীরা কখনো পারবেনা।
thousand thanks. stay connected. your responses will make me glad. 🙂
গানের কথা গুলোয় মাদকতায় ভরা,অনেক সুন্দর গান ❤❤
Take my love ❤
তখন ক্লাস ১০ পড়ি, প্রথম যেদিন গানটা টিভিতে সুনি,আর প্রায়ই সুনতাম। আজও সুনি। কেটে গেছে কতো দিন রয়ে গেছে কতো সৃতি। ভুলে গেছে সে, বদলে গেছি আমি৷ কিন্তুু মেহেরিন আপুর এই গানের তৃপ্তি এক চুলও কমেনি।
Jene khushi hoi. Ar kon gan bhalo lage janaben. Playlist theke shunben. Take care. ⚘️
কতবার শুনেছি বলতে পারবো না, ৫৪ বছর বয়সে আজও শুনি, ভালো লাগে।
Thank you for your comment 🌺. Hope you keep together by subscribing with 🔔
ভাই আমিও একমত আপনার সাথে
evergreen song
thanks meherin apu
কেমন যেন অন্য রকম এক ভালোলাগা কাজ করে এই গান টা শুনলে, অনেক অনেক স্মৃতি জমে আছে এই গানটার সাথে। আসলেই আমাদের ছেলে বেলাটা অনেক সুন্দর ছিল। কতোই না সুন্দরছিল আমাদের ছেলেবেলার গান গুলি। অনেক ভালবাসা মেহরিন ম্যাম আপনার জন্য
ধন্যবাদ।
So glad to be appreciated 💞🌿 hope you stay subscribed.
Also can check my website www.mehreenofficial.com
সময় গুলো কিভাবে পার হয়ে গেলো ভাবতে অবাক হয়ে যাই। আপু তোমার মাদক মাখা ভোকাল টা এখনো মিস করি। কত রাত তোমার গান শুনতে শুনতে ঘুমিয়ে পরেছি। ইশ কি অনুভুতি ছিলো সেই দিন গুলোতে।
Many thanks 💝💐 hope you stay subscribed for more of Mehreen 🥳🥳
সেই এফ এম এর সময় থেকে শোনা হয় গান গুলো।
আজও শুনি প্রায় তের বছর পরও এখনো পুরাতন মনে হয় নাহ।
ধন্যবাদ মেহরিন আপু এই মাস্টারপিস টা উপহার দেয়ার জন্য।
অসাধারণ হয়েছে ।
💓🌱
🙂💓
I never commented on any youtube contents. ছোটবেলায় শুনতাম এই গান।২০১০ এর আশেপাশের সময়টাতে।হাইস্কুল শেষ করে এখন চাকরি জীবন।তারপরের গানটা কানে আসলে আলাদা কিছু অনুভব করি। হঠাৎ করে ফেসবুকের কোনো পোষ্টে আপনার ছবি দেখে ইউটিউবে আপনার নাক লিখে সার্চ করে গানটা কয়েকবার শুনা হইসে। থ্যাংক ইউ ফর দিস।মেয়ে শিল্পীদের গান তেমন একটা শোনা হয়নাই।এটা একমাত্র গান বার বার শুনি। wish you good luck and thank you again.
⚘️ thanks.
stay subscribed 🔔
Maturity is when you realize the song is a Masterpiece.....
Habib wahid as usual did justice of his talent 👏
He just brings out best of Mehrin Apu. Love you Apu
এই গান টা যে আরো ১৩ বছর শোনতাম মাত্র মনে হল,হায় সময় কত দ্রুত কত চলে যায়।
Bah ❣
Try this. Janaben kemon laglo. ruclips.net/video/WHCMkhxptXc/видео.html
Love Medley 2022 |
Excellent song back to my 26
হাবিব ওয়াহিদের অনবদ্য সৃষ্টি, তুমি আছো বলে। ❤️❤️❤️
Many thanks 💝💐 hope you stay subscribed for more of Mehreen 🥳🥳
Ei gaan ta jokhn notun release pay tokhn shara raat dhore shuntam..eto vallagto gaan ta...ajk eto bochor por abar shune shei shomoy er flashback e chole gelam!!❤️
Thank you so much for sharing this wonderful feeling.. Stay connected 🔔
I listened this song when i was in college.. 15 years gone!😮 .....time just fly!... also this song too...missing those golden days in a silver time..thanks you mam for this song...
Thank you so much for your love 💕 and prayers
i clearly remember listening to this song when i was a schoolboy... it's a truly great song... suddenly i remembered the line tumi acho bole and decided to listen to it again....a heartfelt thanks to you for creating such a wonderful piece of music...
In 2008, when I was just four, I remember listening to this song on TV. Back then, this kind of music was entirely new to me, and its melody touched my soul in a way nothing else ever had. Even to this day, I haven't found another song or tune quite as unique as this one. Being a small-time musician, every attempt at composing a song involves diving into the melody, lyrics, and chord progression of this song. Now, as I'm preparing for my admission , my mind often drifts back to those childhood days, singing this song endlessly and eagerly waiting weeks to catch it on TV. Thank you Mehreen apu for being one of the reasons that made my childhood memorable.🙏🏼
তুমি ছিলে বলেই গান টা এত ভালো লাগে,,ধন্যবাদ মেহেরীন আপু,,এমন একটা গান উপহার দেয়ার জন্য,
Wao dear. Many thanks 🌱 🔔 shoho jukto theko.
হঠাৎ শুনতে ইচ্ছে করলো সে ছোট বেলার স্মৃতিময় গানটি যা বস হাবিব ওয়াহিদ এর সুরে ❤
মেহরিন আপুর বয়েস 👌
চট্টগ্রাম শহর থেকে ভালবাসা অবিরাম ❤
Many thanks. 🧿 onek shundor ekta comment. 🌱 shathe rekho. subscribed theko.
এই কদিন অনেকবার শুনলাম....
অন্য রকম ভালো-লাগা....
স্মৃতি রোমন্থন....
তুমি আছো বলে...অসাধারণ... 💖
শুরু হওয়ার সেই দিন থেকেই শুনছি,আজও এই সময়ে ভালো লাগে।
thanks ❤️stay connected
এই গানটি আমি ১০০০ বার শুনেছি তবু্ও এমন ভরে না,শুধু শুনতেই ইচ্ছে করে,আমার প্রিয় একটি গান।
Many thanks. আমরা ধন্য৷ . 🌺 plz stay connected n subscribed 🔔
আমার বড় ভাই আপনার অনেক বড় ভক্ত আপনার গান সেই ২০০০ সাল থেকে শুনে আজ যখন আমার ফোনে গানটা শুনতে দেখছে সে অনেক ইমোশনাল হয়ে গেছে। 💝💝💝💝💝💝💝💝💝
❣
I think in every human brains there is a memory for every single songs.
Whenever I listen this song, I can recall back in 2011/2012 when I was in college, had a girl friend, was my very first love. I used to listening this song every single nights just to feel her by my side. She was a far away from me. I lived in Narayanganj, she lived in Chittagong. Missed her a lot, wanted her mine so desperately. But the almighty has written her for someone else. Time flew away long. A decade has gone. I am married now, have a beautiful daughter. But I still miss her. The harsh thing is I never met her!!! This song belongs to her.
Many thanks. 🧿 onek shundor ekta comment. 🌱 life settles every thing. It's an amazing journey. Bhalo theko. shathe rekho. subscribed theko.
I'm also from Narayanganj Bro. Btw where are you residing here in Narayanganj?
Ufff that song ❤️ that time I was in love with my man and all time listening this song 💕 still I love this song
আমি এই গানটি ২০১২ থেকে সহস্রবার শুনেছি। এটা রিপিট করা থাকে একাধিকবার শুনলেও ক্লান্তিবোধ হয় না। অসাধারণ প্রতিভা।
সংগীত পরিচালক ও কলাকৌশলের ও তারিফ করতে হয়।
2008 থেকে 2021 এখনো গানটা আমার কাছে এতোটাই প্রিয় যে একটা সময় প্রতিদিন রাতে এই গানটা শুনতাম ।
(সৌদি আরব থেকে )
আন্তরিক কৃতজ্ঞতা ভাই৷ thank you sooo much🍄 plz visit ruclips.net/user/Mehreenofficial for more songs and facebook.com/Mehreenofficial if you are a fan🌺
তুমি আছো বলে মৌন কথোপকথন
তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন
তুমি আছো বলে পাশে, হিমেল স্নিগ্ধতা হাওয়ায়
তুমি আছো বলে পাশে, সবই ভালো লাগে অবেলায়
তুমি আছো বলে
জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে
চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে
মনেরই এই মণিকোঠায় বিশ্বাস অমলিন
কখনো না যেন ফুরায় এই সুখের দিন
এই দিনের স্মৃতিমাখা কথা কখনোই ভুলে যেও না
ছোটখাটো ভুলে তুমি যেন দূরে যেও না
তুমি আছো বলে
জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে
চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে
আছো তুমি বলে পাশে সবই খুঁজে পাই
চাই না তো আর এই আমি ক্ষণিকেরই সময়
এই দিনের স্মৃতিমাখা কথা কখনোই ভুলে যেও না
ছোটখাটো ভুলে তুমি যেন দূরে যেও না
তুমি আছো বলে
জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে
চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে
তুমি আছো বলে
জোনাকীর গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে
চুপিচুপি আজ সব বাগানে ফুল ফুটেছে
Thanks
🎉🎉
Thanks
❤
💓💓
All time favourite,, what a singer!!!❤
thanks ❤️
Uffffff absolutely amazing Mehreen!!!
আজকে ফেসবুকে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আপনাকে অনেদিন পর দেখলাম। অতীতের সোনালী স্মৃতিতে ফিরে গেলাম।~ একটা নস্টালজিক মোমেন্ট।
তাই ইউটিউবে আপনাকে সার্চ দিলাম। অনেক দিন পর শুনতেছি। অনেক ভালোলাগা কাজ করে। যেখানেই থাকেন ভালো থাকিয়েন, আর আমার সেই কৈশোরের অমলিন ভালোবাসা আপনার জন্য। Love you ma'am and your voice 😍❣️
আজ ১১ বছর পরেও এসে তোমার এই গানটি শুনছি, তোমায় বলে বোঝাতে পারবোনা এই গানের মাঝে হারানো প্রিয়তমাকে বার বার ফিরে পেতে খুব ইচ্ছে করছে
Thanks 😊 and onek onek love ❤️
Best of Mehreen.....
This song is real nostalgia 😍
সেই ছোট বেলা থেকেই আপনাকে ও আপনার গানকে পছন্দ করি
Thanks for such inspiration. Stay connected. Share. Subscribe with 🔔. And keep showering your ❤️.
ছোটবেলা যখন বিটিভিতে এই গানগুলা হতো অনেক বিরক্ত লাগতো আর বলতাম এগুলা কি কোন গান কিরকম করে ভয়েস কি রকম এগুলি কি গান অথচ এখন বুঝতে পারি যে গানের অর্থ কি গানের ভাষা কি,, ছোটবেলায় এর গান আসলে আগে বিরক্ত হতাম অথচ এখন এই গানই দিনে চার বার ও সোনা হয় ❤❤
Alhamdulillah 💕☘️Thank you so much 🌻☘️. Subscribed theko. 🔔 Shoho. Play list theke Gaan shune comment dio. Ami opekkha korbo. 🌈🌿🦜
আপু এই গানের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আমার এত প্রিয় জাস্ট এই গানটায় আপনার ফ্যান হয়েছিলাম ❤️❤️❤️ এ কথায় অসাধারণ মিস্টি ভয়েস, অন্যরকম একটা ফিল আসে
আপু আপনাকে মন থাকে সালাম,, আপনার এই গানটার সাতে আমার জীবনের অনেক কিছু মেশে আছে, আজ জখন আমি সুন লাম চোখ দিয়ে অজরে পানি চলে আসছে 😢😢
@@AlQannasShahin amake janale aro khushi hobo 🌻
Awesome song ever I heard......love you from Chicago USA 🇺🇸.
Jassica Sheperson thanks n love you too
Channel subscribe o bell click diye jukto thakben
অন্ধকার রুমে ডিম লাইট জ্বালিয়ে, এসি ছেড়ে হালকা করে সাউন্ড দিয়ে Bass মোটামোটি দিয়ে রিল্যাক্সে এই গান শুনার ফিলিংসটা সেই।
thankyou so much. love you more. keep listening to all my songs pleeese.
@@MehreenOfficial I am from Kolkata, apner voice excellent 👌👍
@@pradipkarmakar6391 East Bengal Club apni? Onek khushi holam.
@@MehreenOfficial yes, mam. Thank you
Still now I love this song.....just awesome creation
thanks ❤️
prothomei dhonnobad dibo Hibib wahid sir k. Eto sundor kore gan ta compose korer jonno o sothik silpi k diye ganti gaoanor jonno. love u Habib vai, Mehereen Apu and safiq tuhin Vai. Osadharon combination of all things. Thank u all once again.
Many thanks 💝💐 hope you stay subscribed for more of Mehreen 🥳🥳
I was in class 8 when the song was released. FM radio and MP3 players were the heart back at that moment. Sometimes I wonder how this kind of soft music was written in 2008 which still appeals to individuals like us. While sitting on the balcony and in front of the beach, I will surely play this beautiful melody on my honeymoon. Thank you Mehreen Apa for your wonderful, unique and classical creation. I am grateful to you for giving us the feeling of "চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটেছে"।
So sweet 💕💕💕
৫-৬ বছর পর শুনলাম। আজও সেই অনুভূতি, ঠিক যেন প্রথম বার এর মতন।
Bah ❣
Try this. Janaben kemon laglo. ruclips.net/video/WHCMkhxptXc/видео.html
Love Medley 2022 |
One Of Your Best Song Indeed Tremendous Composition By The King Of Bd Music Habib Wahid🎼
Indeed..Onek thanks.. Channel subscribe o bell click diye jukto thakben
খুবই প্রিয় একটি গান
অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা আপু
কুমকুম thank you sooo much🍄 plz visit ruclips.net/user/Mehreenofficial for more songs and facebook.com/Mehreenofficial if you are a fan🌺
আজ আগামীকাল অতীত।
গান , গানের গলা, শিল্পী আজও বর্তমান।
মাশাল্লাহ।
So glad to be appreciated 💞🌿 hope you stay subscribed.
Also can check my website www.mehreenofficial.com
সত্যিই আমি অবাক হলাম এতো মায়া দিয়ে গান শোনাতে পারে কেউ ।really love you আপু
Your Love inspires me to do more
প্রিয় মেহরিন আপু, আমি এই গানটা শুনেই আপনার ভক্ত হয়েছিলাম। আমি আপনার ভেরিভাইড ফেইসবুক পেইজে "Masum" নামের একটা আইডি দিয়ে লাইক বা কমেন্ট করে থাকি।
কথা সেটা না, আজ ১২ বছর পরেও এই গানটা ঠিক ফেলে আসা টিন এজের ফিল নিয়ে শুনি। আপনার সমস্ত মায়া এই গানটা আপনি ঢেলে দিয়ে গেয়েছিলেন।
আপনার জন্য শুভ প্রত্যাশা।
মুগ্ধতায় ভরা সুর...আর মুগ্ধতাটা পূর্ণতা পেয়েছে মেহরীন আপুর কন্ঠে...কিছু গান থাকে যেখানে একটা নির্দিষ্ট কন্ঠের কোনো Alternative Option নেই... এটা তেমনি একটা গান যেখানে মেহরীন আপুর কোনো alternative vocal নেই...💜
Bah!!!
Emon comment jini likhlen take Salam
of course mehrin apu without not proper this song ...
Maher, She can touch the heart of us. This is the top song to click me. Many thanks.
গান টা আগে অনেক ভালো লাগতো❤,, এখনও মাঝে মাঝে শুনতে আসি,,,অন্যরকম একটা ফিল পাই ❤️❤️
Thank you so much for your love 💕 and prayers
Thank you mehreen apu for creating this masterpiece..
Whenever i played this song I couldn’t stop me from listening this song at least 5 times..
Still it gives me the serenity among all the buzzing of the city..
So glad. Listen to more in my channel. Here is one ruclips.net/video/2UaN1kJvK3M/видео.html
এই গানটা এতটাই ভাল লাগে যে বারবার শুনতে ইচ্ছে হয় আপু
Glad you said that. So thankful. So inspirjng. Plz subscribe with Bell for notification. 🌷
Try this. Janaben kemon laglo. ruclips.net/video/WHCMkhxptXc/видео.html
Love Medley 2022 |
আমার হাসবেন্ডএর সাথে প্রিয় মুহুর্ত কাটাই এই গানে 🥰
💝
2022 এ এসেও এই গানটা এত ভালোলাগা। জানিনা কেনো এত ভালো লাগে এই গানটা। ২০১১ তে প্রথম শুনেছিলাম তাও আবার এফ এম রেডিওতে💙💙
thousand thanks. stay connected. your responses will make me glad. 🙂
এ গান আমাকে সোনালী অতীতে ফিরে নিয়ে যায়, এ গান আমার সাথে কথা বলে..... ধন্যবাদ প্রিয় যাদুকন্ঠী মেহরীন।
Many thanks. Shathe thakun.
Feeling nostalgic. Long back when I had dreams in my eyes, when I used to think I can conquer the world I then like a narcissist bragged about being a cool guy for having this song in my list of favorites.
This tune is divine. I wonder why Mehreen ceased to produce this
quintessence of music.
Will always appreciate this piece of art.
❤ thanks. The words mean a lot. Hope you r happy. And hope u Have subscribed my channel.
@@MehreenOfficial I am subscribed and bell notified as well. Thanks for asking. Take care.
এত ভাল লাগে যা বুঝাতে পারব না। কত বার শুনেছি মনে নেই। বেঁচে থাক সবার অল্তরে।
thousand thanks. stay connected. your responses will make me glad. 🙂
তোমাকে অগ্রিম ঈদ মোবারক। হাজার বছর বেঁচে থাক সবার অন্তরে,,, love you very mouch.
@@centuryenterprise7394 খুব খুশি হলাম৷ আমার ঈদ টা দারুন করে দিলেন 🌻
তোমার এই গানটা এতই হ্নদয় ছোয়ে যায় বোঝানো সম্ভব না। এত ফিল দিয়ে এই গানটা কেউ গাইতে পারবে বলে মনে হয় না। কিছু গান চির দিন মানুষের অন্তরে গেথে থাকে তা তুমি বুঝিয়ে দিলে। যদি কোন দিন তোমাকে আমরা হারিয়ে ফেলি তবে বাংলাদেশের মানুষ একজন গুনি, আবেগী, স্টাইলিশ, মানুষকে হারাবে যা কিনা হাজার বছর পরও এর প্রভাব থাকবে। তুমি বেঁচে থাক, তোমার মাঝে আমার অনেক অপু্র্নতাকে খুঁজে পাই।
এই গান টা কখনো পুরান হবে না,যত বার শুনি তত বারই যেন নতুন মনে হয়।
thousand thanks. stay connected. your responses will make me glad. 🙂
U r the best bengali pop singer like indian Alisha...love and respect from India
How sweet. Plz stay subscribed
কর্পোরেট জবের দাস হয়ে থাকা ক্লান্তিকর কর্মজীবনের পর আজকের এই ছুটির দিনে প্রিয় এ গান শুনছি আর ভাবছি গানটির মতো জীবন কেন স্নিগ্ধ হয় না!
সবার মনের বাগানে চুপি চুপি ফুলেরা ফুটুক...❤♪
Jibon shundor. Shundor bhablei shundor. 🥰
মনটা যতো খারাপ ই থাকুক, এই গানে ম্যাজিকের মতো মন ভালো হয়ে যায় 💖❤️
Bah ❣
Try this. Janaben kemon laglo. ruclips.net/video/WHCMkhxptXc/видео.html
Love Medley 2022 |
love it ...........
Awesome Mam your voice.I 💕.Go ahead always with you. Love your GOD gifted super voice.Suhan Allaha
many thanks ❣ subscribed থাকবেন 🔔
ছোট বেলায় শুনতাম
২০২২ সালে এসেও খুব ভালো শুনতে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ৷ 🔔
অনেক বছর পর গানটা শুনলাম। ছেলে বেলার কতা মনে পড়ে গেলাে। আপু তুমি আমার কলিজার টুকরা। তােমাকে ছােটাে বেলা তেকে খুব ভালােবাসি। দােয়া করি তুমি ভালাে তেকাে।
Many thanks 🌱 tumio amar khub prio. 🔔 shoho jukto theko.
One of Mehreen Apu's finest songs. After many years, I heard this song again this month, this time with my foreign wife. She doesn't comprehend the lyrics, yet she feels good while listening to this song. I'm not sure if Mehreen Apu is still singing songs, but she'll always be mourned by her fans.
@@nolancmc so glad to read this. Yes i am more geared up for new releases under my own distro called GoGirl starting from December 2024. Stay tuned. And keep inspiring me
Osomvob osomvob sundor ekta gan.somoi pelei soni.
So glad to be appreciated 💞🌿 hope you stay subscribed.
Also can check my website www.mehreenofficial.com
Mehreen I don't know if you're gonna see this comment (I really really wish you do) but I must tell you that this is probably the most beautifully composed song in the history of Bangladeshi music. The whole arrangement with each instrument and lyrics with your voice feels heavenly. I used to listen to this song when I was probably in class 7 or 8 (at the time of this albums release, around 2006 or 7 probably); now I'm a 29 year old man and I still get goosebumps listening to this song. Each time I listen to this song I feel nostalgic. Thank you for your amazing music.
Thank you. It means a lot. Yes i have read your text and felt honoured. Do try other songs and recitations. Eid mubarak n best regards. 🌿
Thanks a lot apu. Eid Mubarak and I wish you all the best from the bottom of my heart
Fazal Mahmud,I agreed on this comments 100%.This song is a milestone and masterpiece.
Apu u are the best singer I have seen u have made song so popular in our country specially I am wordless to praise this song softness lyric
Same here bro. Take loooove
She sings in a different level.....amaging, loved it
💕
Plz.subscribe channel and stay connected by clicking bell
আপনি কি এখনো আছেন?
যতবারই শুনি,মনে হয় নতুন করে অনুভব করছি❤
Thanks for such inspiration. Stay connected. Share. Subscribe with 🔔. And keep showering your ❤️.
❤❤ এই গানটার সাথে আমার অনেক স্মৃতি মিশে আছে, সারা জীবন গানটা বেঁচে থাক, আমার স্মৃতির স্মরণ হয়ে
Many thanks 🌱 🔔 shoho jukto theko.
Apu, your one of the best song,,,,all time felling cool. Love you apu.
onk joss ekta song
কত যে স্মৃতি এই গানে আহা 🤎
Plz share with me. I would love to know. ❣
Try each of the playlists. Stay connected and subscribed with 🔔.
সেই ১৩ বছর বয়স থেকে শুনতেছি এই গান। এখন আমি ৩৪ বছরের। সত্যি অসাধারণ। আজকে আপুনি সাথে সামনে থেকে কথা বলতে পেরে আরও ভালো লাগলো। মেহরীন আপুনি ইভার গ্রীন 🥰🥰
আপনাকে অনেক অনেক ধন্যবাদ৷ 🔔
সেই কবে থেকে এই গান টা শুনেই আসছি। আমার অনেক ভাললাগার একটা গান
২০১০ সালের দিকে এফ এম রেডিওতে গান টা অনেক বার শুনেছি। আমার খুবই পছন্দের একটা গান।
one of d best ones dt i've ever heard...........love u mehrin
Riyad Amin thank you
If you have missed my fb live, and you want to have a look, here is the clip. Please.leave a comment and emojis if you feel to. It will make me hugely happy. 💕 always.
m.facebook.com/story.php?story_fbid=282163212948349&id=169954939690858
Underrated Masterpiece ❤
⚘️ thanks.
stay subscribed 🔔
Sounds like Sade singing Bangla song. Simply mind blowing, beautyfully composed and well sung song !
If you have missed my fb live, and you want to have a look, here is the clip. Please.leave a comment and emojis if you feel to. It will make me hugely happy. 💕 always.
m.facebook.com/story.php?story_fbid=282163212948349&id=169954939690858
@@MehreenOfficial , thank you for the link . Enjoyed it very much . I am a great fan of yours even though I lived all my life abroad. Your voice in unique and world class. Not everyone in Bangladesh can match your gifted voice. Please stay safe in current difficult times with Covid-19 saga !