মনে আছে,সেই সময় যখন আমরা দুইজন দুইজনকে আমাদের জীবনের চেয়ে ভালবাসতাম,আর আমাদের ভালোবাসা ছিল অত্যন্ত পবিত্র ও সম্মানের।আমাদের দুই পরিবার আমাদের ভালোবাসা মেনে নেয়নি,কিন্তু আমরা এক জেলা হতে অন্য জেলা ছিল অনেক বেশি দূরত্ব ,কিন্তু আমাদের ভালোবাসা ছিল একদম কাছে।ছিলনা ভিডিও কল ছিল না নেট,শুধু মিনিট এই একটু কথা।আল্লাহর কাছে শুধুই,আমার প্রিয়তমাকে চাইতাম,আজ আমার আমার প্রিয়তমা আমার স্ত্রী।৯ বছরের সংসার,আমাদের ঘরে ১টি সুন্দর মেয়ে সন্তান।সবাই মেনে নিছে।আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে।আর এই গানগুলো সেই ভালোবাসার গল্পগুলোকে বার বার মনে করে দেয়।সেই সময়টি কত সুন্দর ছিল।
স্কুল থেকে এসে, ও নিরিবিলি সময়ে এই গান গুলো শুনতাম আর,, প্রেমের ভূবনে হারিয়ে যেতাম,,❤❤❤ তখন স্মার্ট ফোন ছিল না,,বাটন ফোনেই শুনতাম.. কত মধুর ছিল,, সেই সময় গুলো
২০০৯। আমি তখন ক্লাস ৭ এ পড়ি। গানটা এত বেশি শুনতাম,এত প্রিয় ছিল আমার। এখন ও মাঝেমধ্যে শুনি। আমার বন্ধুবর ২৬/২৭ বয়সী একটা মামা ছিল। শুনতে অদ্ভুত লাগলে ও তাই ই। মামাকে আমি ব্লুটুথ দিয়ে তখন ভালো ভালো গান দিতাম। আমি তখন ব্লুটুথ দিয়ে এই গানটা আর "ইচ্ছের ঘুড়ি " গানটা দেই। গান দুইটা মামার ও অনেক পছন্দের ছিল। প্রায় সারাক্ষণ ই শুনতে দেখতাম। কয়েক মাসের মধ্যে মামা এক্সিডেন্টে করে মারা যায়। এই গানটা শুনলে "সুখের মত অদ্ভুত একটা ব্যথা " অনুভব হয়। মামাকে অনেক বেশি মিস করি। ছোটবেলার নস্টালজিয়া আর মামার স্মৃতি রোমন্থন। অদ্ভুত এক শূন্যতা লাগে! 💙
গানটার টানে ছুটে আসি। কত শত রাত্রি পেরিয়েছে ব্রিজে বসে ভাঙা চায়না মোবাইলে এই গান শুনে শুনে 🙂 কত শত স্মৃতি সব ঝাপসা হয়ে আসে। গানটা চাঁদের আলো এর মতো ঝকঝক করে
সেই এফ.এম রেডিও এর দিনগুলো... সারাদিন হেডফোন কানে লাগিয়ে বসে থাকতাম যে কখন "নুপুর" প্লে হবে... সেই দিন গুলো, সেই বৃষ্টিময় সরল দুপুরগুলো... কমেন্ট করে গেলাম যাতে কেউ লাইক দিলে আবার শুনতে পারি... এইসব গান কোনদিন মরবে না...
সেই ২০০৭ সালের গান মনে পড়ে সেই কলেজ জীবনের কথা , কত স্মৃতি জড়িয়ে আছে জীবনের পাতায়, হারিয়ে গেল সেই সোনালী দিনগুলি। আপনাদেরও কি মনে পড়ে আমার মত বন্ধুরা😢😢😢
কি সুন্দর,সুশৃঙ্খলভাবে একটির পর একটি শব্দ সাজিয়ে গানটা তৈরি করেছে,জীবনটা এমন ভাবে তৈরি করতে পারলে সত্যি অসাধারণ হত,গানটা শুনলে কিছু ভালো লাগে না অন্যকোনো জগতে হারিয়ে যায়,মনে হয় জীবন অনেক সহজ!
এই গানটা আমার প্রথম প্রেমের এক অনুভূতির মতো। ২০০৭-০৮ সালে ইন্টারের সময়কার সেই পাগলাটে দিনগুলোর সঙ্গী এসব গান। ২০২১ সালে এসে এই গান শোনার সময় সেসব স্মৃতিগুলো চোখে ভাসছে। আহা, সোনালি দিন!
আমাদের ঘরে ডিভিডি প্লেয়ার ছিল না শুরুর দিকে। সেই ছোট্ট আমি সেলুনের সামনে ঘুর ঘুর করতাম এই গানগুলো শোনার জন্য 😅 ক্লাস 3 তে পড়ি, তখন কাকা বাসায় একটা ডিভিডি প্লেয়ার কিনে আনেন। তখন থেকে আমি প্রতি শুক্রবার কাকার সাথে বসে সারাদিন ধরে এই গানগুলো শুনতাম। আহা! কত সুন্দর সময় ছিল 🙂 আর কোনদিন আসবে না এই দিনগুলো 🙂
মায়ায় আটকানো এই গানগুলো,, চলার পথে ৮ মাস চলে অনেক মানসিক ও পারিবারিক যুদ্ধ করতে হয়েছে,,, আলহামদুলিল্লাহ স্রষ্টার কাছে সন্তুষ্টি সামাজিক ও ধর্মীয় রীতিমতো আমার হয়েছে। সবাই দোয়া করবেন যেনো বাকিটা জীবন ওর পাশে কাটিয়ে দিতে পারি।
এ এক অদ্ভুত স্মৃতি। গানটা শুনলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। রেডিওতে চ্যানেলের পর চ্যানেল পালটানো, মেমোরি কার্ডে গান লোড দিয়ে রাখা, লোডশেডিং হলে গানের কলি খেলার সময় এসব গানগুলো গাওয়া সব মনে পড়ে যায়। কি যে অসম্ভব সুন্দর দিন ছিলো তা শুধু সেই জেনারেশনের ছেলেমেয়েরাই বুঝবে। 🫰♥️
মনে পড়ে গেল জীবনের সেই সোনালী দিনগুলো!!এখনকার গান আর আগের মতো মনকে স্পর্ষ করে না😭কি অসাধারন গানের লাইন,সুর🎶🎶।তপু ভাইয়া তোমার অসাধারণ সৃষ্টি 🎤🎤যা এখনো প্রেমের দিনগুলোকে মনে করিয়ে দেয়💞💞
প্রথম যখন গানটা শুনতাম, তখন প্রিয় মানুষটার কাছ থেকে চারহাজার কিলোমিটার দূরে ছিলাম, এখন প্রিয়তমা আমার বাবুর আম্মু হতে চলেছে, আজ আবার ঢাকা থেকে বাসায় যাওয়ার পথে শুনতেছি।
আহ কি সুন্দর একটা গান।।। প্রিয় মানুষের থেকে এই গানটা প্রথম শুনেছিলাম। তারপর থেকে এই গানের মায়ায় জড়িয়ে গেছি।। এই গানটা দিয়ে সে আমাকে ভালোবাসা প্রকাশ করে,, আমিও সাথে সাথে তাল মিলিয়ে নিচ্ছিলাম তার দেওয়া গানের লাইনগুলোর সাথে...... আহা কি এক অনুভূতি এই গানের মধ্যে।। সেই ১৫.৮.২০২৪ সালে এই গানটার সাথে পরিচিত হয়েছি আমার প্রান প্রিয় মানুষের জন্য।।।। মাঝে মাঝে তার কথা মনে হয় তখন শুনতে চলে আসি।।।। এই একটা কমেন্ট রেখে গেলাম কারোর একটা লাইক হয়তো আমাকে আবার মনে করিয়ে দিবে আমার জানের সেই প্রথম দিনের ভালোবাসার কথা।।। অনেক ভালোবাসি আমার জান,আমার হৃদয়, আমার ভালোবাসা ❤❤❤❤ 14 January 2025
ঢাকা রামপুরা গ্রীন টাওয়ারে একটা ডিভিডি সিডি এর শোরুমে চাকরী করতাম,, সুমি নামের একটা মেয়েকে ভালোবাসতাম শ্যামলা বর্নের (আমার থেকে বয়সে বড়ছিল) ঐ সময় গানটা শুনতাম আজকে আমার ছোট মেয়ে,র এক পায়ে নুপুর পরা দেখে গানটা ইউটিউবে প্লে করে শুনছি,,আর কমেন্ট,ট লিখছি❤
তখন বাবার টাকায় চলতাম,কিশোরী মেয়ে,অকারন গান টা শুনে হাসতাম,কাদতাম,মন চাইতো হারিয়ে জাই ছোট তরী নিয়ে! আজ আমি এক কন্যা সন্তানের মা! সংসার, সন্তান,হাসবেন্ড নিয়েও মাঝে মাঝে একা কানে হেডফোন গুজে এই গান টা শুনি! 😢😢😢কলিজায় লাগে
গানটা আমার মা কে আগে শুনতে দেখতাম আর এখন আমি শুনি, তখন থেকেই। মায়ের পছন্দের গানগুলো আমারো কিভাবে যেন পছন্দের গান হয়ে যায়। পুরানো হয়না এই গানটাও অন্য পছন্দের গানগুলোর মতো। 🖤
ভালোবাসতাম তোকে, ভালো বাসি আজও তোকে,এখনো ও ভুলিনি তোকে,ভালোবাসা বেচে থাক চিরকাল। হয়তো এই জীবনে আর দেখা না ও হতে পারে,পাওয়া তো অনেক দূরে..... ভালোবাসা বেচে থাক চিরকাল। ❤️
সময় ছিলো যখন এবিসি রেডিও কিংবা রেডিও ফুর্তিতে দিনের অনেকটা সময় ধরে বাজাতো এই গান গুলো! পড়ার টেবিল বসে বসে এই গান গুলো শুনতাম আর প্রেম না করেও অজান্তেই কারো প্রেমে পড়ে যেতাম আধুনিকতার ছোঁয়ায় হঠাৎ যেন হারিয়ে গেলো সব আনন্দ আর সৃতি!
সময়টা তখন ২ ফেব্রুয়ারী ২০২২,,,তখন থেকে প্রতিদিন গানটা শুনতাম। এমনও দিন গেছে গানটা ৭-৮ বার শুনেছি কখনো বিরক্ত লাগে নাই।আজ ১৪ আগস্ট ২০২৩ (3:01) বাজে এখনো শুনতেছি।এই দেড় বছরের লাইফের মূল্যবান অনেক কিছুই হারিয়ে ফেলছি কিন্তু এই গানটা কে হারাতে চাইনা😔😔 তাই কমেন্ট করে গেলাম কেও আমার কমেন্টে লাইক বা কমেন্ট করলে আমার কাছে নোটিফিকেশন যাবে তখন আবার গানটা শুনবো।😔😔
প্রতিদিন যেহেতু গানটা শুনি তার জন্য স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম এরপর লাইক দেখে বুঝতে পারবো কতজন গানটা শুনতে এসে কমেন্ট পড়ে গেলো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ছয় বছর আগে যখন প্রিয় মানুষটি এ্ই গানটি শুনার কথা বলেছিলো তখন থেকে এই গানটি আমার খুব প্রিয় হয়ে যায়।ইচ্ছে ছিলো আমার দেয়া নুপুর তার পায়ে পড়িয়ে সমুদ্রেরে তীরে দুজন হাঠঁবো আর এই গানটা শুনবো।কিন্ত এখন সে অন্যে কারো দেওয়া নুপুর পড়ে অন্যে কারো সাথে সমুদ্রের তীরে হেঠেঁ বেড়াচ্ছে ।কমেন্ট বক্সে কমেন্টা রেখে গেলাম যোদি কোনোদিন তার চোঁখে পড়ে তাহলে হয়তো তার অজানতেই তার চোঁখের সামনে আমাদের ফেলে আসা সেই স্মৃতি গুলো ভেসে উঠবে।🖤
কখনো বলিনি তাকে আকাশের চাঁদ এনে দিতে বা মূল্যবান কিছু! আমার চাঁদ হিসেবে আমি তাকেই চেয়েছিলাম, চেয়েছিলাম তার ভালোবাসাটুকুই! পাইনি! তাই কেবল পথই চেয়ে রই❤️
তখন বাবার টাকায় চলতাম।গান শুনতাম। বন্ধু আডডা আর ক্যম্পাস।এখন আমি বাবা।
m.ruclips.net/video/cfvXTr2v5nw/видео.html
❤️
❤️
তো এখন আপনি কী করেন?
তখন যে গাজা টানতেন তা বললেন না কেন😁😁😁
১১ বছর আগে এই গানের ফাদে পরেছিলাম...!!!
আজকে আমাদের সংসার জীবনের ২ বছর চলে ❤️❤️❤️
এখনো আমি নিয়ম করে গানটা শুনি... মুগ্ধতা ফিকে হয়ে যায়নি ❤️
Thik bolcen....
Sey to apni😍😍😍
কিছু গান কখনো পুরনো হয়না
😁😁😁😁
me too.
মনে আছে,সেই সময় যখন আমরা দুইজন দুইজনকে আমাদের জীবনের চেয়ে ভালবাসতাম,আর আমাদের ভালোবাসা ছিল অত্যন্ত পবিত্র ও সম্মানের।আমাদের দুই পরিবার আমাদের ভালোবাসা মেনে নেয়নি,কিন্তু আমরা এক জেলা হতে অন্য জেলা ছিল অনেক বেশি দূরত্ব ,কিন্তু আমাদের ভালোবাসা ছিল একদম কাছে।ছিলনা ভিডিও কল ছিল না নেট,শুধু মিনিট এই একটু কথা।আল্লাহর কাছে শুধুই,আমার প্রিয়তমাকে চাইতাম,আজ আমার আমার প্রিয়তমা আমার স্ত্রী।৯ বছরের সংসার,আমাদের ঘরে ১টি সুন্দর মেয়ে সন্তান।সবাই মেনে নিছে।আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে।আর এই গানগুলো সেই ভালোবাসার গল্পগুলোকে বার বার মনে করে দেয়।সেই সময়টি কত সুন্দর ছিল।
You are lucky man
Lucky man you are!
❤️❤️
ভালবাসা 🖤
Respect 💗
২০২৪ সালে সুন্দর গানটি কে কে শুনছেন লাইক করুন 💝🥰
😊
🍀🍀
Me
❤❤
Me❤❤
এ গান টায় আমার এক বিশেষ স্মৃতি জড়ানো। আমার বিয়ের পর হানিমুনে যাবার পর সমুদ্রের সামনে বসে আমার ছেলের বাবাকে এ গান টা শুনিয়েছিলাম।
Wow how romantic apu. Onek shuvokamona roilo
U fooooool couse u can say your husband .but u told your child's papa. That's cursive talk. Wierd...!
❤️❤️🤩😍
Osadharon
@@shsalim5526 আমি এটা বুঝাতে চেয়েছি যে এখন আমাদের একটা ছেলেও আছে।
আমি আমার husband লেখা থেকে“ ছেলের বাবা “ লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি😊
আহ্...কি জীবন ছিল😢। ২০০৭ সাল। তখন ক্লাস ৯ এ পড়ি৷ এই গানটা স্কুল লাইফে অনেক শুনতাম। স্কুল লাইফের কথা মনে পড়ে গেল৷ কত সৃতি এই গানের সাথে জরিয়ে আছে৷ ❤
Mp3, Fm রেডিওর যুগে কিছুক্ষণের জন্য হলেও ফিরে গেলাম।
Same batch
২০০৭ সাল আমাদের জন্য গোল্ডেন টাইম ছিলো।তখন এর গানগুলো দারুন ছিল।।এখনো নতুন লাগে খুব লাইফ এর ২০০৭-২০১২ সাল পর্যন্ত জীবনের শ্রেষ্ঠ সময় ছিলো।❤
আমিও সেম বেচ পেলাম।@@jakariaalam-kz5ze
Same bhai😢
একসময় সব ঠিক ছিল। এরপর টিকটক, লাইকি আসলো। পোলাপাইনের রুচি শেষ, জেনারেশন শেষ ....😪
Apprised korce 🙂
সত্য
একদম
ঠিক 👍👍👍
Go ahead
স্কুল থেকে এসে, ও নিরিবিলি সময়ে এই গান গুলো শুনতাম আর,, প্রেমের ভূবনে হারিয়ে যেতাম,,❤❤❤
তখন স্মার্ট ফোন ছিল না,,বাটন ফোনেই শুনতাম..
কত মধুর ছিল,, সেই সময় গুলো
Obviously correct
তখন কেউ ছিল জিবনে, যার জন্য গানটা শুনতাম,সেই আজ আমার বাচ্ছার মা,গানটা এখনো শুনি,হয়তো দাদা হয়ে গেলেও শুনবো।
আপনার বাচ্চার মা তাহলে আপনার ছোট্ট তরি তে আটকে গিয়েছে
🥰🥰🥰
You r so lucky man
খুব ভাগ্যবান ব্যক্তি আপনি।
purnota golpo gulo khub sundor 🥰
এপার বাংলা তে অত্যন্ত পরিচিত একটা গান, অসাধারন ভাষার বুনোট গানটাকে অনবদ্য রূপ দিয়েছে যেটা তপু ছাড়া সম্ভব ছিলনা
২০০৯। আমি তখন ক্লাস ৭ এ পড়ি। গানটা এত বেশি শুনতাম,এত প্রিয় ছিল আমার। এখন ও মাঝেমধ্যে শুনি। আমার বন্ধুবর ২৬/২৭ বয়সী একটা মামা ছিল। শুনতে অদ্ভুত লাগলে ও তাই ই। মামাকে আমি ব্লুটুথ দিয়ে তখন ভালো ভালো গান দিতাম। আমি তখন ব্লুটুথ দিয়ে এই গানটা আর "ইচ্ছের ঘুড়ি " গানটা দেই। গান দুইটা মামার ও অনেক পছন্দের ছিল। প্রায় সারাক্ষণ ই শুনতে দেখতাম। কয়েক মাসের মধ্যে মামা এক্সিডেন্টে করে মারা যায়। এই গানটা শুনলে "সুখের মত অদ্ভুত একটা ব্যথা " অনুভব হয়। মামাকে অনেক বেশি মিস করি। ছোটবেলার নস্টালজিয়া আর মামার স্মৃতি রোমন্থন। অদ্ভুত এক শূন্যতা লাগে! 💙
Chole jaua choto beler sundor din
gulo r chole jaua manush gulo sudhu kosto r sriti hoye roye jay
Amaro same ghotana
আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক... আমিন...
2009 ami chilam class 6...
@@nahidaakter7497 ami o
কোন কোন লিজেন্ড ২০২৪ এ গান শুনছেন, হাত তুলুন🫡🤗🥰
Ami🙌
Amio🤍💫
Aije
🙌🏻
আমি ব্রো
১৯৯০ সাল থেকে ২০১০ পযন্ত বাংলা ৭৫% গান গুলো পুরাই আমৃত্যু
সব আবেগে
100%%%% right
তারপরে আসলো "অপরাধি" গলা টিপ্পা মারতে ইচ্ছা করে গান্টারে।
That's true
এক দম ঠিক ভাই,,, ১০ পরজন্ত,,
গানটার টানে ছুটে আসি। কত শত রাত্রি পেরিয়েছে ব্রিজে বসে ভাঙা চায়না মোবাইলে এই গান শুনে শুনে 🙂 কত শত স্মৃতি সব ঝাপসা হয়ে আসে। গানটা চাঁদের আলো এর মতো ঝকঝক করে
True...
🥰
🚐
২০২১ এ এসেও শুনছি...
ভালোলাগার ১৩ বছর। 😍
আমিও
Amaro vhalobashar 13 bochor 😍
Amio
Same here from SYLHET
@@eshitakarim8021 u live in dhanmondi?
যারা 2024 এ এসেও গানটি শুনছেন, তাদের রুচির প্রতি শ্রদ্ধা রইল❤
২০২৪ এসে শুনতেছিলাম
Amio
কে কে আছেন আমার মতো , 2020 সালে এসেও এই কালজয়ী গান শুনতে এসেছেন
সত্যি অসাধারণ গান ..........
i listening 30 October 2020 At 1.44 am
আমি তো এমনি
আমিতো এমনি
১০ নভেম্বর, ২০২০.. still listening ❤❤❤❤
@@salmaaktertumpa710 💝
সেই এফ.এম রেডিও এর দিনগুলো... সারাদিন হেডফোন কানে লাগিয়ে বসে থাকতাম যে কখন "নুপুর" প্লে হবে... সেই দিন গুলো, সেই বৃষ্টিময় সরল দুপুরগুলো... কমেন্ট করে গেলাম যাতে কেউ লাইক দিলে আবার শুনতে পারি... এইসব গান কোনদিন মরবে না...
👌😎😎
মনে পড়ে তখনকার সময়ে রেডিও ফুর্তিতে শুনতে পারা সেই সোনালি গান গুলি, যা আজ অবধি কালজয়ী ❤️❤️
R8
Yes
class five a silam tokhon vison miss kori
Radio foorti
@@evaeva8824 qaul
২০২৪ এ কে কে শুনছ?
24 ekhono ashe ni ! 24 klk hobe
once a day
Ami
Date : 30 March 2024
Day : Saturday
Time : 6: 58 am ( সকাল 😊)
It's me
ছোটবেলায় এ গানটা শুনতাম। মানে তো দূরে থাক গানের অনেক শব্দ ই ভালো করে বুঝতাম না। কিন্তু এখন বুঝি তখনকার সময়টাই ভালো ছিল। 🖤🥀🌸
Ekdomm.. Oi time ta e vlo chilo...
Ekhn word gulaa bujhe aroo koshtoo bere gelo😓
ঠিক ই
এই গান এফএম এ যে কত শুনেছি ২০০৭, ০৮ সালের দিকে। তখন ৯-১০ এ পড়তাম।
2008, ami 1st year college er..
গানের লিরিক বোঝার ক্ষমতা ক্লাস সিক্সে থাকতেই অর্জন করেছি!! সেটা কেন তা জানা নাই তবে বুঝতাম কলি দিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটা অনুভবে মেখেও নিতাম❣️
ভাইয়ার একটি রেডিও ছিলো তখন আমি ৭ম শ্রেণীতে পড়তাম...
তখন এই গানটা শুনতাম🥰🥰
আজ অনার্স শেষ বর্ষে এখনো শুনছি।
বেঁচে থাকলে ৫০ বছর পরেও শুনবো❤️❤️
painful comment
Right
that's insane bro😳😳❣️❣️
জীবনের সবথেকে রঙিন সময়ের গান। ২০০৭ সাল, সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে উঠেছি...... সবকিছু তখন রঙিন!!
আর কখনই আসবেনা সেই সোনালী দিনগুলো।
Amr tokon jormo hoy sobe🙂
😢😢😢 ২০০৭ সালে আমার বয়স,,,,, মাত্র ২ বছর। 👶
ঐ দিন গুলো খুব মিস করতেছি
স্মৃতি হিসেবে রেখে গেলাম, যখনই কারো লাইক পরবে আবার এসে গানটা শুনে যাবো ❤
শুনলে একবার জানায়েন আমিও আরো একবার শুনতে চাই।😉
@@ffgame9092 Asen shune jan....
Arekbar chaile sunte paren vai😊
Golden Era 🖤🖤🖤
Ami shunchi, apnio shunen....
আমিও একটা কমেন্ট রেখে গেলাম। যাতে কেউ লাইক দিলে আবার এসে গান টা শুনতে পারি❤️ ০৫.০১.২০২২।
আপনার কথাটা রাখলাম লাইক দিয়ে
Ekhon Abar shunte paren.... :)
স্বচ্ছ সজীব মুগ্ধতায় সেরা 💝🥀
you are welcome 🙂
22 07 2022
কি সুন্দর ছিলো সেই দিনগুলো
যখন বিদুৎ চলে যেতো একসাথে হয়ে গানগুলো গাওয়া কতই না মজা করা 🥰
কই যেনো হারিয়ে গেছে সব 😔😣
Onek miss kori she dinghulli 😔😔
এটার জন্য একটা ২৫০০০ ওয়াট এর বক্স কিনেছিলাম😁😁 এখন মনে হলে হাসি😁😁😁😜
Akhon abar biddut chole jai 🤪🤪
আসলে
Akdom thik,,,
কোন কোন লিজেন্ড ২০২১ এ এই গান শুনছেন হাত তুলুন 🥰🤗
my favourite song
🙂
@@mdsaddamhosin5515 ami
Ami🙋♀️
🥰🥰✌️
""তোমার ছোট্ট তরী নেবে কি""
অবশ্যই নেবে ভালোবাসার মানুষেরা ❤ শত বাধা বিপত্তি পার করতে চাইবে ছোট তরী নিয়ে 🥰কিছু ক্ষেত্রে হয় তো হয়ে ওঠে না,,,,তখন তরী ভাসতে থাকে ঠিকই, তবে সেটা সাগরের জলে না চোখের জলে 😢 বেঁচে থাক পৃথিবীর সকল ভালোবাসা,,সাগরের বুক চিরে ভাসতে থাকুক ছোট তরী,,যেখানে থাকবে না কোনো বাঁধা, ,,,শুধু ভালোবাসা ব্যাতিত ❤❤❤
2008 to 2013 When bangladesh and it's music used to teach us how to love. Thanks to this artists for making our childhood memorable and colorful.
And now we have legend hero alom
@@willsocietyacceptmecauseio1276 🤣🤣🤣🤣
Exactly..... And what rich music teast all we had then.... Lyrics ... Music... And instrument....
Ahhh ki somoita celo
@@willsocietyacceptmecauseio1276 LMFAO
সেই ২০০৭ সালের গান মনে পড়ে সেই কলেজ জীবনের কথা , কত স্মৃতি জড়িয়ে আছে জীবনের পাতায়, হারিয়ে গেল সেই সোনালী দিনগুলি। আপনাদেরও কি মনে পড়ে আমার মত বন্ধুরা😢😢😢
hmmm khub mone pore
এই গান শুনে আমি অনেক কান্না করতাম
ami collage life miss kori nah school ta kub miss kori jodi r ekti bar fire petam life ta
Naa mone pore naa....shb vuilla gechi😂😂
Yess boss
একদিন হয়তাে আমি থাকবাে না😭নতুন প্রজন্ম এই গান টা শুনবে আর শিউরে উঠবে😲স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম।
দাদাভাই আপনি কি এখন বেঁচে আছেন?😭 আমি আপনার ভবিষ্যৎ প্রজন্ম বলছি😲
@@tae-paw996 😂😂🤣👍
Abeg🕳️💣 ektu sabdhane...hhehe...bujlen na?
😭😭
২০২৪ এ এসে কে কে গানটি শুনছেন লাইক করুন
Ekhono suntaci😊ei gan ta protidin na sunle mon tao vlo thake na😊
2008 theke sunsi
aktuku boring Lage na
সেই দিনের গানগুলি কি যে আবেগ মাখানো ছিলো...
❤❤❤❤❤❤❤😂
✋
A message to the future generations: "DON'T LET THIS SONG DIE".
welldone
অ০
okh babe
😊😊
never
কিসের হিন্দি গান টান,,বাংলার উপরে কোন গান নাই,,,সেরা,, সেরা,,
Sob bhasar gaan e valo bondhu , sudhu baper hochche Bhasa bojha ar setake feel kora ...... Tobe Bangla gaan to Bangla gaan tar opore kichui hoi na 🥰🥰🥰
nice boss
এক সময় Android ফোন ছিল না, অইভাবে সবাই ফেসবুকে ও ছিল না। ২০১১ সালে এই গান গুলোই ছিল সম্বল। অনেক দিন পর তপু ভাইয়ের গান শুনতেছি।
Right
Radio station was the only option.
Humm r akhn Facebook hoyei sob ses hosse
বাংলাদেশে ফেসবুক চলে ২০০৪ সাল থেকে
ভালোবাসার ১৩ বছর
2025 এ শুনছি
Same🖤
To aitai tmr Kace sonte k chailo😂
@@MdShahoria-qt8ry why 🙄
Same 🤍
মি টু
কি সুন্দর,সুশৃঙ্খলভাবে একটির পর একটি শব্দ সাজিয়ে গানটা তৈরি করেছে,জীবনটা এমন ভাবে তৈরি করতে পারলে সত্যি অসাধারণ হত,গানটা শুনলে কিছু ভালো লাগে না অন্যকোনো জগতে হারিয়ে যায়,মনে হয় জীবন অনেক সহজ!
ট্রেন দিয়ে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি আমার প্রিয় মানুষকে নিয়ে
আর দুজন মিলে গানটি শুনছি।
আহা কত সুন্দর লিরিকস❤️
happy journey ❤
এভাবেও গান গাওয়া যায়।এমন গান বেচে থাকুক যুগের পর যুগ
🖤❤️
গানটা আমার বাস্তব জীবনের সাথে মিলে❤তার ছোট তরী তে উঠেছিলাম ১৩বছর আগে আলহামদুলিল্লাহ
এই গানটা আমার প্রথম প্রেমের এক অনুভূতির মতো। ২০০৭-০৮ সালে ইন্টারের সময়কার সেই পাগলাটে দিনগুলোর সঙ্গী এসব গান। ২০২১ সালে এসে এই গান শোনার সময় সেসব স্মৃতিগুলো চোখে ভাসছে।
আহা, সোনালি দিন!
আমাদের ঘরে ডিভিডি প্লেয়ার ছিল না শুরুর দিকে। সেই ছোট্ট আমি সেলুনের সামনে ঘুর ঘুর করতাম এই গানগুলো শোনার জন্য 😅
ক্লাস 3 তে পড়ি, তখন কাকা বাসায় একটা ডিভিডি প্লেয়ার কিনে আনেন। তখন থেকে আমি প্রতি শুক্রবার কাকার সাথে বসে সারাদিন ধরে এই গানগুলো শুনতাম। আহা! কত সুন্দর সময় ছিল 🙂
আর কোনদিন আসবে না এই দিনগুলো 🙂
ওই যে লাইনটা " যত ভালোবাসি তারে,দূরে রয়ে যাবে তাতো জেনেছি..." আলাদাই একটা emotion আছে...💜
🤗 স্মৃতি রেখে গেলাম....যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে, নোটিফিকেশন পেয়ে আমিও শুনতে আসবো এই প্রিয় গানটা 🙂🥰🌻
২০২২ এসে কে এই গান টা শুনতেছেন 🥰
লাইক পেলে আবার শুনতে আসবো 🤗
What a song !!
100 bochor poreo same feel paba
Right but ei feelings sai bojbe ja ei onobotita feel korca
2:03 yeah ☺️
এই গান গুলো শুধু গান নয়,এই গান গুলো পুরো একটা জেনারেশন এর কথা স্মরণ করে দেয়।স্মরণ করে দেয় মোদের সেই হারানো দিনগুলো।❤
Correct vaia
সত্যি ❤
@@salmaakter1732Thanks apu
কমেন্টে আসলে একটা লাইক দিবেন এসে গানটা শুনে যাব ....
মায়ায় আটকানো এই গানগুলো,,
চলার পথে ৮ মাস চলে অনেক মানসিক ও পারিবারিক যুদ্ধ করতে হয়েছে,,, আলহামদুলিল্লাহ স্রষ্টার কাছে সন্তুষ্টি সামাজিক ও ধর্মীয় রীতিমতো আমার হয়েছে। সবাই দোয়া করবেন যেনো বাকিটা জীবন ওর পাশে কাটিয়ে দিতে পারি।
বিশ্ববাসি যদি বাংলা ভাষা বুঝতো, তাহলে এই গানের ভিউ বিলিয়ন বিলিয়ন হতো বেঁচে থাকবে এই গানটা ❤️
👌👍🇧🇩
lawra
একটা সময় কাওকে কাছে পাওয়ার জন্যো গাইতাম গানটা । আজ সে তার মতো কারো তরিতে ভেসে চলছে। আর আমি কাওকে নিয়ে তরিতে করে জীবনের অনেক দূরে চলে এসেছি।
এই ভালোবাসার গল্পগুলো শুনলে অনেক কষ্ট লাগে 😥😥
Atai bastobota 💔
এ এক অদ্ভুত স্মৃতি। গানটা শুনলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। রেডিওতে চ্যানেলের পর চ্যানেল পালটানো, মেমোরি কার্ডে গান লোড দিয়ে রাখা, লোডশেডিং হলে গানের কলি খেলার সময় এসব গানগুলো গাওয়া সব মনে পড়ে যায়। কি যে অসম্ভব সুন্দর দিন ছিলো তা শুধু সেই জেনারেশনের ছেলেমেয়েরাই বুঝবে। 🫰♥️
মনে পড়ে গেল জীবনের সেই সোনালী দিনগুলো!!এখনকার গান আর আগের মতো মনকে স্পর্ষ করে না😭কি অসাধারন গানের লাইন,সুর🎶🎶।তপু ভাইয়া তোমার অসাধারণ সৃষ্টি 🎤🎤যা এখনো প্রেমের দিনগুলোকে মনে করিয়ে দেয়💞💞
ছোট তরীতে উঠার সাহস সবার থাকে না, ভালবাসা তখন ফুরিয়ে যায়।
আছিরে ভাই আছি😂
সেরা 😉
বাস্তবতা এটাই
প্রেমিকার সাথে শুনছি।
একটা কমেন্ট রেখেগেলাম। বিয়ের পর দু'জন মিলে এসে আবার শুনবো তখন💫✨
অন্যতম পছন্দের গান❤️❤️
যতদিন বাংলা ভাষা আছে ততদিন এই গান গুলো অমর হয়ে থাকবে।
১০ বছর পরেও কারা কারা এই গানগুলো শুনবেন?
হাত তোলেন!!✌️✌️🙋🙋
🤍🤍
"বলবোনা আকাশের চাঁদ এনে দেবো বলবোনা তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি হোক যত ঝর বন্যা"
😍😍😍
আপনি আসলে হবে আকাশের চাঁদ লাগবেনা,,,
❤
কে কে আছেন যারা ২০২২ সালেও এই অসাধারন গানটি শুনছেন ❣️❣️❣️
Ami
আমিও
✋
Ami
এখন ও এই গানটা অনেক ভালো লাগে
😢আমার ছোট তরী তে একটু মাত্র জায়গা।। মানিয়ে নিতে পারবে তো তুমি।। ঝড় বৃষ্টি হতে পারে বুঝে নিও😢
কে কে আছেন আমার মতো , 2021 সালে এসেও এই গান শুনতে এসেছেন
সত্যি অসাধারণ গান ..........
প্রথম যখন গানটা শুনতাম, তখন প্রিয় মানুষটার কাছ থেকে চারহাজার কিলোমিটার দূরে ছিলাম, এখন প্রিয়তমা আমার বাবুর আম্মু হতে চলেছে, আজ আবার ঢাকা থেকে বাসায় যাওয়ার পথে শুনতেছি।
💗💗💗💗
🧡
HOW SWEET MASHALLAH
@@rushascreativity dg😷😷
@@sayfulislam404 🙄🤔
2023 সালের জন্ন্যে অপেক্ষায় রইলাম💗💗💗
দেখি কে কে শুনে ওই সময় 🥰
Ami
Apni sonen????
Ji ami pray shuni💜
✋✋❤️🥰🥰
আমিও প্রায় ই শুনি❤️🥰
আপনার সংগী হয়ে গেলাম😌
2025 এ এসেও শুনছি।।।🥰
২০০৭ সাল স্কুলে পড়তাম.....জমানো টাকায় একটা mp3 কিনি। আর সেই mp3 তে এই গানটা বারবার শুনতাম....
২০২১ সালে ১ লা জানুয়ারি শুনছি। কোনো দিন ও পুরোনো হবে না এসব গানগুলো।
Ek bare soitti.
Tik
@@raiyanprodhan3558 vggkjg
@@dragongamingbd9200 yeap
@@dragongamingbd9200 purple you 💜💜💜
এত সুন্দর করে গাওয়ার জন্য তপু ভাই কে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা 💗🙏🏼
আহ কি সুন্দর একটা গান।।।
প্রিয় মানুষের থেকে এই গানটা প্রথম শুনেছিলাম। তারপর থেকে এই গানের মায়ায় জড়িয়ে গেছি।।
এই গানটা দিয়ে সে আমাকে ভালোবাসা প্রকাশ করে,, আমিও সাথে সাথে তাল মিলিয়ে নিচ্ছিলাম তার দেওয়া গানের লাইনগুলোর সাথে......
আহা কি এক অনুভূতি এই গানের মধ্যে।। সেই ১৫.৮.২০২৪ সালে এই গানটার সাথে পরিচিত হয়েছি আমার প্রান প্রিয় মানুষের জন্য।।।।
মাঝে মাঝে তার কথা মনে হয় তখন শুনতে চলে আসি।।।।
এই একটা কমেন্ট রেখে গেলাম কারোর একটা লাইক হয়তো আমাকে আবার মনে করিয়ে দিবে আমার জানের সেই প্রথম দিনের ভালোবাসার কথা।।।
অনেক ভালোবাসি আমার জান,আমার হৃদয়, আমার ভালোবাসা ❤❤❤❤
14 January 2025
চোখের সামনে ভেসে উঠছে সেই ছোট্ট বেলা! আজ আমি অনেক বড়! যদি সেদিন টায় ফিরে যেতে পারতাম!
গানটি শুনলে এখনো মন ভালো হয়ে যায় ।অনিলা ও তপু এমন দরদ,আবেগ দিয়ে গানটি গেয়েছে,এড়িয়ে যাওয়ার উপায় নেই। গানটির জন্য নতুন করে আবারও অভিনন্দন।
চাঁদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা...♥♪
যত ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে তাতো জেনেছি...❤♪
ঢাকা রামপুরা গ্রীন টাওয়ারে একটা ডিভিডি সিডি এর শোরুমে চাকরী করতাম,, সুমি নামের একটা মেয়েকে ভালোবাসতাম শ্যামলা বর্নের (আমার থেকে বয়সে বড়ছিল) ঐ সময় গানটা শুনতাম
আজকে আমার ছোট মেয়ে,র এক পায়ে নুপুর পরা দেখে গানটা ইউটিউবে প্লে করে শুনছি,,আর কমেন্ট,ট লিখছি❤
ভাই ওনাকে বিয়ে করেছিলেন।
Vai love story ta ki holo biye ki korsilen
হঠাৎ মনে পড়ে যায়, ঐ অতীত একটা হেড ফোন দুজন ভাগাভাগি করে গান শুনতাম 🙂
প্রিয়তমার পছন্দের গান
Durr vai
Past er kohta mona kore dilan 😭
আছে না চলে গেছে
She to chole gese kobei 🥺🥺
@@sadeqsami8118 আপনি কি অন্য কারো সাথে রিলেশানে আছেন না সিংগেল এখন। অন্যকারো সাথে থাকলে তাকে মনে না করাই উচিত।
আমি ক্লাস ৭এ থাকতে এই গানটি প্রথম ক্লাসে গেয়েছি,কত স্রিতি। এখন ১৩ বছর পরও আবার শুনছি।কখন পুরোনো হয় না এই সব গান❤️❤️
হামমম
তখন বাবার টাকায় চলতাম,কিশোরী মেয়ে,অকারন গান টা শুনে হাসতাম,কাদতাম,মন চাইতো হারিয়ে জাই ছোট তরী নিয়ে! আজ আমি এক কন্যা সন্তানের মা! সংসার, সন্তান,হাসবেন্ড নিয়েও মাঝে মাঝে একা কানে হেডফোন গুজে এই গান টা শুনি! 😢😢😢কলিজায় লাগে
যখন ছোটো ছিলাম দুই পায়ে নুপুর পড়ে থাকতাম।এ গানটা শুনার পরে একটা পড়ে থাকি।যদিও তখনও গানের অর্থ বুঝতে পারিনি, এখনো না। তবুও ভাল্লাগে!
impresed
Ai gan tar jonno 1 ta Nupur poriyan.cd plyer suntam ay song ta. Ajke suntesi
গানটা আমার মা কে আগে শুনতে দেখতাম আর এখন আমি শুনি, তখন থেকেই। মায়ের পছন্দের গানগুলো আমারো কিভাবে যেন পছন্দের গান হয়ে যায়। পুরানো হয়না এই গানটাও অন্য পছন্দের গানগুলোর মতো। 🖤
Sm 🥰🥰🥰🥰🥰
গানটা শুনলে ছোটবেলায় ফিরে যায়!
আহ এত সুন্দর গান ছিলো 🔥
Khub prio akta gan .🖤 Tare 😅mone prley gan ta suntm . Ai gan ta amr prio silo aro jokhn se amk khushi korar jnno nije geye sonato🖤🍃
কে কে ২০২১ সালে এসেও এই গানের 💖 প্রেমে ডুবে আছেন 😊
কে আছেন আমার মতো এই গানটি সুনতে ভালো বাসেন
ভালোবাসতাম তোকে, ভালো বাসি আজও তোকে,এখনো ও ভুলিনি তোকে,ভালোবাসা বেচে থাক চিরকাল। হয়তো এই জীবনে আর দেখা না ও হতে পারে,পাওয়া তো অনেক দূরে..... ভালোবাসা বেচে থাক চিরকাল। ❤️
ছোট থেকে পছন্দের ❤️❤️
কমেন্ট রেখে গেলাম কেউ লাইক দিলে নোটিফকেশন আসলে আবার এসে শুনবো❤
এই গানটা সাথে একটা আলাদা অনুভুতি জড়িয়ে আছে। তখনকার হাই স্কুল লাইফের দিনগুলো ছিল খুবই সোনালী সুন্দর...💝
সময় ছিলো যখন এবিসি রেডিও কিংবা রেডিও ফুর্তিতে দিনের অনেকটা সময় ধরে বাজাতো এই গান গুলো! পড়ার টেবিল বসে বসে এই গান গুলো শুনতাম আর প্রেম না করেও অজান্তেই কারো প্রেমে পড়ে যেতাম আধুনিকতার ছোঁয়ায় হঠাৎ যেন হারিয়ে গেলো সব আনন্দ আর সৃতি!
2025 সালে এসেও সুন্দর গানটি কে কে শুনছেন লাইক করুন 😍😊
সময়টা তখন ২ ফেব্রুয়ারী ২০২২,,,তখন থেকে প্রতিদিন গানটা শুনতাম। এমনও দিন গেছে গানটা ৭-৮ বার শুনেছি কখনো বিরক্ত লাগে নাই।আজ ১৪ আগস্ট ২০২৩ (3:01) বাজে এখনো শুনতেছি।এই দেড় বছরের লাইফের মূল্যবান অনেক কিছুই হারিয়ে ফেলছি কিন্তু এই গানটা কে হারাতে চাইনা😔😔
তাই কমেন্ট করে গেলাম কেও আমার কমেন্টে লাইক বা কমেন্ট করলে আমার কাছে নোটিফিকেশন যাবে তখন আবার গানটা শুনবো।😔😔
Vai gaan ta sunen somoy hoise
প্রতিদিন যেহেতু গানটা শুনি তার জন্য স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম এরপর লাইক দেখে বুঝতে পারবো কতজন গানটা শুনতে এসে কমেন্ট পড়ে গেলো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এই সমস্ত কমেন্ট দেখলে নিজের আবেগ চলে আসে । সবাই কি রঙিন দিন গুলো পেলে এসেছি 😰😌🙏🙏
আমার ও ভাই কি সুন্দর দিন গুলিই না ছিল তখন। গোল্ড লিফ আর লাল চা এই গান গুলির কথা আরো মনে করিয়ে দেয়😭
@@abdulkaium2025 💔💔
কিছু গান কখনও পুরাতন হয়না,কখনও শুনতে বিরক্ত লাগেনা। এই হচ্ছে সেই গান যা নেক্সট জেনারেশন শুনে মুগ্ধ হবে।
২০০৭ সাল এর অনেক স্মৃতি এই গানের সাথে মিশে আছে 😔। প্রায় ১৪ বছর পর ২০২১ তে এসেও আজও যেন গানটি সেই একই রকমভাবে ভালো লাগে😍।
ছয় বছর আগে যখন প্রিয় মানুষটি এ্ই গানটি শুনার কথা বলেছিলো তখন থেকে এই গানটি আমার খুব প্রিয় হয়ে যায়।ইচ্ছে ছিলো আমার দেয়া নুপুর তার পায়ে পড়িয়ে সমুদ্রেরে তীরে দুজন হাঠঁবো আর এই গানটা শুনবো।কিন্ত এখন সে অন্যে কারো দেওয়া নুপুর পড়ে অন্যে কারো সাথে সমুদ্রের তীরে হেঠেঁ বেড়াচ্ছে ।কমেন্ট বক্সে কমেন্টা রেখে গেলাম যোদি কোনোদিন তার চোঁখে পড়ে তাহলে হয়তো তার অজানতেই তার চোঁখের সামনে আমাদের ফেলে আসা সেই স্মৃতি গুলো ভেসে উঠবে।🖤
বন্ধুদের আড্ডায় একদিন তপু ভাইকে পেয়েছিলাম, সেদিন প্রথম গিটারের সাথে শুনেছিলাম গানটা, অসম্ভব ভাললাগার একটা গান, দারুন হাসি- আড্ডায় মেতেছিল সবাই, দারুণ কেটেছে সময়টা
সেই ২০০৮ সালে এফ এম রেডিওতে প্রথম শুনেছিলাম, তখন থেকেই গান শুনা শুরু, কত বার যে শুনেছি। আজও শুনি, কখনও পুরানো হবে না।
Same
Same to you
FM এ এই গানটা শুনলে থেমে যেতাম।
অনেক ভালো ছিল সেই সময় টা।
ব্যাচেলর ছিলাম।
আজ 2 টা ফেরেশতার বাবা।
10 বছর পরে শুনছি আবার এই গানটা ❤️❤️
এই গানটা যখন বড় আপু শুনতো তখন বুঝতামনা,,, তখন আমি ছোট ছিলাম কিন্তু শুরটা ভালোলাগতো,,,❤,,,
এখন বড় হয়ে বুঝতে পারি গানের কথা গুলো অনেক আকর্ষনীয়🥰😍
amio apnar e moto amar bhai shunto age akhon buji 🙂
@@SubujHossen-lp8uy 😊😊 hmm
2025 e esheo shunchi valolage kn jani. 😊❤🎉
কখনো বলিনি তাকে আকাশের চাঁদ এনে দিতে বা মূল্যবান কিছু!
আমার চাঁদ হিসেবে আমি তাকেই চেয়েছিলাম, চেয়েছিলাম তার ভালোবাসাটুকুই!
পাইনি! তাই কেবল পথই চেয়ে রই❤️
Mee too...missed her....
😓😓
Tumi saile bacha soho tomer dayitto netesai
22 সালে আমিও শুঞ্চছি🥰🥰। আমার সেই পিচ্চি কালের পছন্দের গান। কেউ শুনলেই লাইক দিয়েন। আবার এসে শুনবো🥰🥰
বলবনা আকাশের চাদ এনে দেব
বলবনা তুমি রাজকন্যা
সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি .............
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
সুধু জিজ্ঞেস করি, দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা।
আমার ছোট তরী বলো যাবে কি........?
আজ বহু বছর পর হঠাৎ করে গানটার কথা মনে পড়ে গেল তাই শুতে আসলাম আর কমেন্ট করে গেলাম যত বার লাইক পড়বে ততবার শুনবো❤❤❤❤