Meye Tumi Ekhono Amay Bondhu Bhabo Ki By Topu with Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 3,7 тыс.

  • @farmtipsbd
    @farmtipsbd 5 лет назад +3118

    ধন্যবাদ তপু ভাই।
    এই গানের কারনেই আজ আমার ক্লাস মেট আমার বউ।। এই গানের মধ্যে দিয়েই ওকে প্রপজ করেছিলাম। ২০১৪- এখন অব্দি ভালই আছি ❤

    • @skrasel2660
      @skrasel2660 4 года назад +86

      সে যে আমার হলো না, অন্য কারো হয়ে গেল।এই গান গুলা শুনলেই ভিতির টা দুমড়ে মুচড়ে যায়

    • @mdjiku326
      @mdjiku326 4 года назад +31

      Wow,,,, great man.... Wish u & ur lover

    • @robaidalamrohan5038
      @robaidalamrohan5038 4 года назад +9

      Ora boka choda

    • @alexjoy3242
      @alexjoy3242 4 года назад +6

      Super, vlo laglo

    • @shahabkabir6266
      @shahabkabir6266 4 года назад +6

      Cool wishing you guys the best

  • @atikzara3940
    @atikzara3940 10 месяцев назад +262

    ২০২৪ এ এসেও মনে হচ্ছে এফ এম রেডিওর যুগে ফিরে এসেছি । কী দিন ছিল সেই সময়গুলা । স্পেশালি রেডিও ফুর্তির ভুত এফএম শোনা । আহা কী অতিত ছিল

    • @aryanrahat143
      @aryanrahat143 6 месяцев назад +2

      Hmmmm

    • @telescope3801
      @telescope3801 2 месяца назад +2

      নতুন প্রজন্ম সেই সোনালি সময় আর কখনোই পাবে না।

    • @mdzahidshams931
      @mdzahidshams931 2 месяца назад +2

      হুম রেডিওর সেই সব দিন গুলি মিস করি অনেক।

  • @Beyadob2019
    @Beyadob2019 Год назад +305

    স্মৃতি রেখে গেলাম, যেন যে কেউ এই কমেন্ট এ লাইক দিবে আর নোটিফিকশন পেয়ে এসে যেন গান টা
    প্রতিবার শোনা হয়.❤❤

  • @soidaislam4162
    @soidaislam4162 6 лет назад +2031

    এক দিন মহাখালি থেকে উওরা হাউজ বিল্ডিং জাইতেছিলাম।হেডফোনে এই গানটা শুনতেছিলাম।হঠাৎ দেখি তপু ভাই সামনের সিটে বসা,৪ নং সেক্টরে নামলো।

  • @hasfeer4788
    @hasfeer4788 2 года назад +191

    এ গান গুলোর জন্যেই কোথাও না কোথাও আমাদের শৈশবগুলো এত মধুর ছিল ❤️
    আহা! ফেলে আসা অতীত..!!💔

    • @sumandeb8953
      @sumandeb8953 2 года назад

      Bhi thik

    • @ishratuljannat4842
      @ishratuljannat4842 11 месяцев назад

      সব ই ছিলো ভালবাসা বুঝলেনা বুঝলেনা 🎉

  • @lofihere1266
    @lofihere1266 11 месяцев назад +238

    আমার বন্ধু আমাকে এই গানটি মেমোরি কার্ডে ডুকিয়ে দিয়েছিলো। তখন আমি ক্লাস সেভেনে পড়তাম। তখন থেকে গানটি আমার প্রিয় হয়ে গিয়েছিলো। মজার ব্যাপার হলো আমার গালফ্রেন্ড ও আমাকে এই গানটির কথা বলে। আমাদের ৩ জনের পছন্দের একটি গান ছিলো। কিন্তু হঠাৎ সব কিছু ধোয়াশা হয়ে যায়। দুংখের সাথে বলতে হচ্ছে আমার বন্ধু আর পৃথিবীতে নেই। ২০১৬ সালে রোড এক্সিডেন্টে মারা গেছে এবং যে মেয়েটাকে আমি ভালবাসতাম সেও অন্যের ঘরে সংসার করছে। আর আমিও লন্ডনে চলে আসলাম। কিন্তু গানটি দুজন মানুষকে মনে করিয়ে দেয়। হয়তো বাকি জীবন তাদের এভাবেই মনে পড়বে এই গানটির মাধ্যমে।❤😢

    • @ashaofficial760
      @ashaofficial760 4 месяца назад

      🥺💔

    • @KawserSaud
      @KawserSaud 3 месяца назад

      😢

    • @arfatreza5330
      @arfatreza5330 3 месяца назад +2

      লেখাটা পড়তেই বুকটা মুচড় দিয়ে উঠলো!😢 এতো কিছু হারানোর পরও আমরা কিন্তু বেঁচে আছি। কি আশ্চর্য না ভাই?

    • @RRNAYANRRNAYAN
      @RRNAYANRRNAYAN 2 месяца назад

      খুব ই দুঃখের বিষয়, বেদনার কথা।

    • @jawedjahid5157
      @jawedjahid5157 Месяц назад +1

      💔

  • @nadeemnaabii1328
    @nadeemnaabii1328 4 года назад +178

    সবাই এই গানটার বেলায় তপু ভাইকেই ফুল ক্রেডিট দিয়ে দেয়, তবে মাস্টারপিস এই গানটা ও কিন্তু বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি-র আরেক লিজেন্ডের ফিচার করা যার নাম ফুয়াদ আল মুক্তাদির।

    • @tigerfan214
      @tigerfan214 3 года назад +2

      Fuad Al Muktadir The Great!

    • @JohnWick-mk1bs
      @JohnWick-mk1bs 3 года назад

      ভাই এটা কত সালের গান?

    • @nadeemnaabii1328
      @nadeemnaabii1328 3 года назад

      @@JohnWick-mk1bs খুব সম্ভবত ২০০৭

    • @sanjitpaul3944
      @sanjitpaul3944 2 года назад

      একমত ❤️🌿

    • @habibadnanshakil
      @habibadnanshakil 2 года назад +1

      Exactly!!! Habib and Fuad bhai done that time phenomenally! Miss those days🔥❤️

  • @shishirsarker3464
    @shishirsarker3464 3 года назад +305

    সেই সময়ের ৪ মিলিয়ন ভিউ এখনকার ৪০ মিলিয়ন ভিউ এর সমান।কারন তখন আমরা এক ফোনে ১০ জন দেখতাম

  • @arifmithu6019
    @arifmithu6019 10 месяцев назад +340

    2024 এর কেউ আছে নাকি? ❤

  • @greenhoodedvigilante458
    @greenhoodedvigilante458 5 лет назад +152

    ২০১৯ সালেও এসে শুনছি। আমার হাই স্কুল লাইফটা মনে হয় বাংলা গানের একটা সোনালি সময় ছিল। তপু, ফুয়াদ, আনিলা, ন্যান্সি, বালাম, হাবিব, হৃদয় খান। সেই দিনগুলো হারিয়ে গেছে।

    • @mdyeasinsheikh819
      @mdyeasinsheikh819 4 года назад +1

      Right Vai. ❤️❤️❤️❤️❤️❤️.

    • @hhhop2503
      @hhhop2503 3 года назад +1

      Ekhon sobai low class gaan shune

    • @mointushar2979
      @mointushar2979 3 года назад

      আহা!

    • @noyon__6t9
      @noyon__6t9 2 года назад

      ❤️☺️

    • @richestking6460
      @richestking6460 2 года назад +2

      জুলি আর মিলা আপু বাদ পড়ল কেন!

  • @asadhossain3155
    @asadhossain3155 7 лет назад +650

    ছাত্র জিবনের মন ছুয়ে যাওয়া গান।।।। প্রতিটি ছেলের জীবনে কোন না কোন সময় গানটা মনে হবে নিজের জন্য।।।।

  • @md.asaduzzamanmanik3894
    @md.asaduzzamanmanik3894 Год назад +77

    ট্রেনে করে যাচ্ছি চিটাগাং এ বান্দরবনের খানিকটা গহীণে ' কির্সতং রুংরাং ' এর উদ্দেশে কানে হেডফোন লাগিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে আছি চোখ যতদূর পর্যন্ত যায় এবং মলিন চাদেঁর আলোয় মনোমুগ্ধকর এ দৃশ্যগুলো দেখছি এবং তপু ভাই এর ' বন্ধু ভাবো কি ' গানটা শুনছি । জানালা দিয়ে বাহিরে চাদেঁর আলো মাখা এ দৃশ্য সাথে মাঠ-ঘাট এর প্রান্তরে জোনাকিঁ পোকাদের এসব দৃশ্য দের ই যেনো খুজেঁ চলছি এবং এই দৃশ্যরা ই যেনো আমার বন্ধু কবে থেকে খুজে চলেছি । যাক আমি এবার পাহাড়ে আমার সেরাটা দিতে যাচ্ছি , জীবনের যত কষ্ট, দুঃখগুলো সব একটা কাগজে করে পাহাড়ে মানে প্রকৃতিকে দিয়ে আসব , যাতে করে এই প্রকৃতি পাহাড় আমার বন্ধুরা যাতে আমার জীবনে অতীতের কষ্ট,দুঃখগুলো যাতে আটকে রাখে আর হ্যা, জীবনের যত চাওয়া পাওয়া গুলো ও তাদের ( আমার বন্ধু পাহাড়-প্রকৃতি ) বলে আসব তারা যেন আমার স্বপ্ন পূরণে আমাকে সাপোর্ট করে। আর হ্যা অবশেষে তোমার কথা তো তাদের(প্রকৃতি ) বলতেই হবে আমি যেনো তোমাকে আমার মতো করে পাই।
    আফনাদ
    ১৮/১/২০২৩ , রাত ২:২৮

  • @AmitChakrabrty
    @AmitChakrabrty 7 лет назад +1908

    এই গান গুলো কখনো পুরাতন হবেনা।। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম গান গুলো চলবে। সবার হয়তো ভালো লাগবেনা। কিন্তু কারোর না কারোর ভালো লাগবেই😍😍

  • @atiqurrahmanatiq9759
    @atiqurrahmanatiq9759 2 года назад +36

    মনে আছে,সেই সময় যখন আমরা দুইজন দুইজনকে আমাদের জীবনের চেয়ে ভালবাসতাম,আর আমাদের ভালোবাসা ছিল অত্যন্ত পবিত্র ও সম্মানের।আমাদের দুই পরিবার আমাদের ভালোবাসা মেনে নেয়নি,কিন্তু আমরা এক জেলা হতে অন্য জেলা ছিল অনেক বেশি দূরত্ব ,কিন্তু আমাদের ভালোবাসা ছিল একদম কাছে।ছিলনা ভিডিও কল ছিল না নেট,শুধু মিনিট এই একটু কথা।আল্লাহর কাছে শুধুই,আমার প্রিয়তমাকে চাইতাম,আজ আমার আমার প্রিয়তমা আমার স্ত্রী।৯ বছরের সংসার,আমাদের ঘরে ১টি সুন্দর মেয়ে সন্তান।সবাই মেনে নিছে।আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে।আর এই গানগুলো সেই ভালোবাসার গল্পগুলোকে বার বার মনে করে দেয়।সেই সময়টি কত সুন্দর ছিল।

    • @akramhossain2598
      @akramhossain2598 Месяц назад

      Jak ALLAH aponar MONER Manus k Aponar KORE deyechen... Valo THAKBEN..

  • @yeasmintanu29
    @yeasmintanu29 Год назад +45

    বয়স আমার ৩২।এখনো অমলিন সেই অনুভূতি আর গানের মন গলে যাওয়া টোন এলোমেলো করে আমার বার্ধক্যের দিকে যাত্রা 😇😇

  • @Alisuza
    @Alisuza 3 года назад +87

    ২০০৭ সালে রেডিও ফুর্তিতে সপ্তাহে টপ টেন গান শোনাতো। কতবার যে এই গান ১ম হয়েছে। ২০২১ এ এসে ও শুনছি।

    • @dufferratul
      @dufferratul Год назад +1

      2023 😊

    • @MonirHossain-dp7ho
      @MonirHossain-dp7ho 8 месяцев назад

      বেশিরভাগই রাত ১১ পর গানগুলো দিত।

    • @rifathasan3809
      @rifathasan3809 7 месяцев назад

      2024

    • @ShakirKhan-rq2kp
      @ShakirKhan-rq2kp 3 месяца назад

      এটা ২০০৮ সালের গান

    • @ShakirKhan-rq2kp
      @ShakirKhan-rq2kp 3 месяца назад

      এটা ২০০৮ সালের গান

  • @shamimhossain121
    @shamimhossain121 6 лет назад +96

    আর কতো nostalgia বানাবেন তপু ভাই!!! আপনার মতো তো কেউ নেই so কেন হারিয়ে যাচ্ছেন ভাই।

  • @s-haha4607
    @s-haha4607 2 года назад +14

    প্রচুর পরিমাণে ক্যাফেইন পান করার পরেও যাদের হার্টবিট বাড়ে না, তপুর এই গান তাদের জন্য ❤️..
    রেডিওতে হঠাৎ এই গান শোনার ফিলিংসটা হয়তো আমার মতো অনেকেই অনুভব করেছেন। আর মনে মনে কল্পনা করেছেন নিজের প্রিয় মানুষটিকে।

  • @catherinemonroe6442
    @catherinemonroe6442 3 года назад +434

    This song has a special place in my heart. I was born and brought up in a Catholic family in Texas and my boyfriend was born and brought up in a strict Muslim family back in Bangladesh . He moved to the states for college. We met in class and instantly fell for each other. The difference in our races created many obstacles for us. Even our parents stood between us because of the religious differences. But we stuck to it and fought all those battles together and today we are the happiest of couples.I hope we get to live with each other forever. ❤️🇺🇸🇧🇩❤️

    • @samiamim4015
      @samiamim4015 3 года назад +6

      That's great to know dear♥️

    • @ahmedatifabrar7698
      @ahmedatifabrar7698 3 года назад +5

      May your love last longer to fight those nonsensical rules for the rest of the race.

    • @ashiqiqbal1824
      @ashiqiqbal1824 3 года назад +1

      Best of luck+love!!

    • @wearenobelians
      @wearenobelians 3 года назад +5

      Fakei Fakei 😅

    • @abusiam
      @abusiam 2 года назад +3

      It makes me happy to hear that you guys found happiness in the end.
      Love from Bangladesh ❤️

  • @travelofbangladesh841
    @travelofbangladesh841 2 года назад +149

    সাল ২০২২ এখন
    রাত বাজে ২:৫০।
    কানে হেডফোন,পুরো রুম অন্ধকার,জানালা দিয়ে চাদের আলো, সাথে তপু ভাইয়ের এই গানটি
    এক অন‍্যরকম অনুভূতি ❤

    • @MuzikGallery4Love
      @MuzikGallery4Love 2 года назад +5

      রাত ৪ঃ২৯ এখন শুনছি। কতইনা ভাল ছিল ওই দিনগুলো😥😥😥

    • @invincible5922
      @invincible5922 2 года назад +1

      Nyakachoda

    • @invincible5922
      @invincible5922 2 года назад +1

      Nyakachoda

    • @iqbalahmed7558
      @iqbalahmed7558 2 года назад +1

      ৯০ দশকের যারা ছিল এক মাত্র তারাই ভালবাসা কি সেটাই অনেক গবির ভাবে জানে

    • @ahsan_007
      @ahsan_007 Год назад +1

      Raat 2 ta bajche 2023 ei Gaan sunchi

  • @mahmudsohel3495
    @mahmudsohel3495 11 месяцев назад +11

    এখনকার গান আর আগের গান গুলো কতো পার্থক্য... গান গুলো শুনলে মনে একটু শান্তি লাগে যদিও গানের সাথে আমার জীবনের কোনো মিল নেই তবু যেনো মনে হয় আমার অন্য গাইছে গান... অসাধারণ

  • @beaknclaw
    @beaknclaw 6 лет назад +222

    তপুর গান একসময় কালজয়ী হবে, এত বছর আগের গানেও এখনও মিনিটে মিনিটে কমেন্ট ভিউ হয়, আর গান গুলো কখনোই বোরিং মনে হয়না যতবার শুনি 😍😍😍

  • @ekbalhossainshawon231
    @ekbalhossainshawon231 6 лет назад +41

    অনেক ভাল লাগার একটা গান।। লিরিক্সগুলা সম্ভবত বাস্তব জীবন থেকেই নেওয়া।। সেজন্যই এত মিল।।

  • @anowarulislamreza5420
    @anowarulislamreza5420 11 месяцев назад +519

    2024 এ কে কে গানটি শুনছেন, তারা লাইক করবেন। 🎉

  • @salmanrahmn346
    @salmanrahmn346 4 года назад +18

    ছোটবেলায় শুনতাম, কিন্তু বুঝতাম না, আজ বুঝি কথাগুলো কত শ্রুতিমধুর!
    still favourite 😍😘😍
    Topu vai legend hoye takbe koyekta ganer jnno... God bless u

  • @OMARFARUK-ee8rc
    @OMARFARUK-ee8rc 4 года назад +8

    প্রথম ভালোবাসার কথাটা এই গানের মধ্য দিয়েই তোমাকে পৌছে দিয়েছিলাম, গানের লাইন গুলো এখন আগের থেকেও বেশি ভালোলাগে কেননা তোমার শূণ্যতা টা এখন গানের লাইনগুলো দিয়েই পূরণ করতে হয়।
    ধন্যবাদ তপু ভাই❤

  • @mdrifatkhandaker4677
    @mdrifatkhandaker4677 2 года назад +53

    -Born too late to explore the earth.
    -Born too early to explore space.
    -Born just in time to witness this masterpiece.

  • @fahimmondol2853
    @fahimmondol2853 2 года назад +20

    বাংলাদেশের প্রতিটা শিল্পিই, এক একটা মাস্টারপিস, তার মধ্যে তপু ভাই একজন🥀💙ভালোবাসা অবিরাম।❤️

  • @ornirahman5061
    @ornirahman5061 6 лет назад +252

    আমি কাঁদছি কেন, এই গান গুলো শুনলে আমার আগের কথা মনে পড়ে যায়, ইস কি দিন পার করে এসেছি

    • @rubaruba903
      @rubaruba903 6 лет назад +4

      Sotti bolcen... Khov vhalo din katatam age.... Din jai ar sob ses hoie jai.....

    • @mdnasirshaikh2619
      @mdnasirshaikh2619 6 лет назад +11

      এতো আবেগ দিয়ে কি হবে বাস্তবের কাছে আমার হার মানি

    • @beingiqbalhuman4125
      @beingiqbalhuman4125 5 лет назад +2

      Bhai re amar o kub kosto lage ai ganta sunle..😌😌

    • @nibirislamofficial4641
      @nibirislamofficial4641 5 лет назад +1

      same here

    • @tanjimahmed1980
      @tanjimahmed1980 4 года назад

      Ooo

  • @RunningThroughlifebepositive
    @RunningThroughlifebepositive Год назад +1

    ধন্যবাদ গানটি ফিরিয়ে দেবার জন্য, স্কুল জীবন কেটেছিল এরম অনেক গান দিয়ে

  • @neelkarigor9261
    @neelkarigor9261 6 лет назад +136

    "ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
    খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চির চেনা"

  • @taniaiislam4896
    @taniaiislam4896 7 лет назад +707

    আগে বেশিভাগ সময়.. এফ.এম শুনতাম, বিশেষ করে রাতে ২-৩ পর্যন্ত কত Rj কথা শুনে তাকে মনে মনে কল্পনা করতাম অন্য রমক এক ভালো লাগার অনুভূতি ছিলো সেই সময় টা... কিন্তু এখন কাকে কল্পনা করবো কার জন্য সারা দিন অপেক্ষা করবো.. সবাই এখন লাইভ।।।
    কিন্তু আমি সেইদিন গুলোকেই বেশি পছন্দ করি।।।।।

  • @shifathossain8408
    @shifathossain8408 2 дня назад +1

    এই গান দিয়ে প্রেম শুরু হয়েছিল, ২৪ সালে_ই ব্রেকাপ। 😊 আজ আবার এই গান এই শুনছি, আবেগ গুলো আটকাতে পারছি না। ৫ বছরের পথ চলার শেষ এখানেই। ভালো থাকুক ভালোবাসা।আমরা ক্লাসমেট ছিলাম, কোচিং প্রাইভেট কলেজ সব এক সাথে পরেছি,কিন্তু তাঁকে পাওয়া আর হলো না।💔

  • @sanjidasharon8250
    @sanjidasharon8250 4 года назад +27

    "ছেলে, সত্যি ভেবেছিলাম তোমায় বন্ধুর চেয়ে একটুখানি বেশি।"
    কিন্তু বুঝানোর আগে হারিয়ে যেতে হয়েছে দুজনেরই :)
    তপু ভাইয়ের এই গান আগে রেডিও তে শুনতাম,, তখন প্রেম, ভালোবাসা বলতে কিছু বুঝতাম না।
    ধন্যবাদ তপুভাই এমন অনবদ্য একটা গান দেয়ার জন্য।
    ~০৬ অক্টোবর ২০২০

  • @walidhossainanik1896
    @walidhossainanik1896 4 года назад +60

    Topu was such a gem in 2010's. Unique singer with legendary compositions.

    • @etc8689
      @etc8689 Год назад +3

      Not 2010. He was hit since 2007/2008.

  • @newtonchakma1210
    @newtonchakma1210 Год назад +71

    2023 এ কেউ শুনতে আসছেন?
    এই গান শত বছরেও পুরোনো হবেনা।পরের জেনারেশনদেরকে শুনার জন্য শুভকামনা থাকল

  • @mnpshuvo8406
    @mnpshuvo8406 4 года назад +6

    আগে কখনো শুনিনি -
    কমেন্ট পড়ে মনে হলো, আপনাদের সবার খুব প্রিয় একটি গান ছিলো --- সবার অতীত মনে করিয়ে দেওয়ার মতো

  • @uttamkrsharma6334
    @uttamkrsharma6334 6 лет назад +214

    এই গানটি ভারতেও খুব হিট হয়েছে। গানটি আমার খুব প্রিয়।

    • @shohelahmed8134
      @shohelahmed8134 5 лет назад +2

      Uttam Kr Sharma গানটিআমারখুবভালোলাগে

    • @mobinurrahman4377
      @mobinurrahman4377 5 лет назад +6

      এহন কি করুম? নাচুম?

    • @azadazad6424
      @azadazad6424 5 лет назад +1

      অসাধারণ একটা গান

    • @sajeebh8924
      @sajeebh8924 5 лет назад +6

      @@mobinurrahman4377 tomi protibondi

    •  5 лет назад +4

      @@mobinurrahman4377 হ নাচো

  • @TazrianKabirChowdhury-es8ed
    @TazrianKabirChowdhury-es8ed 11 месяцев назад +3

    Shobar nostalgic kotha gulo shune amaro mone holo likhi kichu😅........Ami class 4 e chilam. Amr boro Api Varsity admission coaching korto tokhon.....Topu Hridoy khan shobar fan chilo amar bon,tar shathe amaro shona hoto gan gulo. kintu meaning jantam na.........ahaare koto srity! Ekhon o 31,ami 23.....ish ki din gula chilo❤❤Thank You Topu❤️

  • @samiulislam4022
    @samiulislam4022 4 года назад +125

    Who are those listening this song during lockdown 2020?????

  • @MuhtashimurRahman
    @MuhtashimurRahman 6 лет назад +112

    পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। ২০০৯-২০১০। মেয়েটি আজো আমায় চিনতে পারে নি।

  • @niazmorshed4916
    @niazmorshed4916 Месяц назад

    রেডিও এফ এম এ এই গান শুনার জন্যে সব সময় মেসেজ পাঠাতাম। আহ কি স্ম্রতি। ১৭/১৮ বছর আগের লাইফ কি যে চমৎকার ছিলো

  • @farhanmashuq9830
    @farhanmashuq9830 4 года назад +350

    It's 2020 and I still love it like the same way since I've been heard this song 8 years before for the first time in my life.

  • @আজবদুনিয়া-জ৬ঝ

    গানটি এক টানা 32 বার শুনলাম But যত শুনি ততোই ভালো লাগে.😍 আর ইম্পরট্যান্ট কথা হচ্ছে গানটি বাস্তবতার সাথে মিল আছে....

  • @malihaahmed7166
    @malihaahmed7166 4 месяца назад +1

    ২০২৪ এ এসে এত প্রিয় হয়ে যাবে ভাবিনি । আগে কখনো শোনা হয় নি যদিও । ২০০৯ এর গান আমি ভেবেছি নতুন হয়ত । আসলে এগুলা কখনো পুরানো হবে না ।

  • @plabonjaman2467
    @plabonjaman2467 3 года назад +39

    I'm listening this song since my chacchu in university and I was then 10 years old 😑 I'm now 21 and listening it from then to now with same feelings . Hats off 🖤

    • @ishratuljannat4842
      @ishratuljannat4842 11 месяцев назад

      hmm setai...ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবেনা, খুজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা👈this line was epic

  • @mehedihasan-su2bi
    @mehedihasan-su2bi 6 лет назад +47

    গানের কথাগুলা কাউকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট..😑
    তপু ভাই অলওয়েজ ফেভারিট😍

  • @jakiasultanaeva8941
    @jakiasultanaeva8941 Год назад

    সব শিল্পীদের মধ্যে তপুর গানের লিরিক,টোন,ভোকাল আলাদা।যার জন্য আজও তপুর গাওয়া প্রত্যেটা গান আমার প্রিয় গানের টপ চার্টে।একটা সময় কানে হেডফোন লাগিয়ে বা বালিশের নিচে লো ভলিয়ামে রেখে একা একা নীরবে শুধুই তপুর গান শুনতাম।খুব মিস করি সেই দিনগুলো।

  • @omarfarhad9855
    @omarfarhad9855 2 года назад +4

    এ গানটি প্রথম শুনেছিলাম ২০১৪ সালে আমার একটা মামার মোবাইলে ২০১৯ মোবাইল নেওয়ার পর গানটি প্রায়ই শোনা হতো,, গত ৩ দিন আগে একটা বড় বোন স্টোরি দিলো, এখন মনে পড়লো।। তাই একটা সৃতি রেখে গেলাম আমাদের ছোট ভাই/বোনরা যখন শুনতে আসবে বুঝতে পারবে বড় ভাইদের রুচি সম্পর্কে।।

  • @jalibibabibilla2668
    @jalibibabibilla2668 3 года назад +123

    Girl, do you still think of me as a friend?
    মেয়ে তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি
    Ever thought I was a little more than a friend
    কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি
    Girl, do you still think of me as a friend?
    মেয়ে তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি
    Ever thought I was a little more than a friend
    কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশী
    Or I'll think you still don't know me
    নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি
    I don't like talking to you again and again
    ভালো লাগে না তোমায় কথা বলেছি বারেবার
    I laughed again thinking it would break your heart
    তোমার মন ভেঙে যাবে ভেবে হেসে ছিলাম আমি আবার
    Everything was love did not understand
    সবই ছিল ভালবাসা বুঝলেনা বুঝলেনা
    If you understand, I feel unfamiliar
    বুঝতে যদি দেখত আমায় লাগছে অচেনা
    I'm smiling, I'm talking, I don't see you
    হাসছি আমি বলছি কথা ভাবছো দেখি না তোমায়
    You see my heart from afar
    তুমি আমার হৃদয় দূর থেকে তাকিয়ে দেখা
    When Kshanik's friends are gone
    ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবেনা
    Find me, I will find that chircena
    খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চিরচেনা
    You and I can give it to each other
    তুমি আমি দি়য়েছি পারি দুজনে এপার ওপার
    Everything is my dream and imagination of happiness
    সবই আমার সপ্ন আর সুখের ছবির কল্পনা
    I know you don't recognize me now
    জানি তুমি আমায় এখন ও চিনতে পারো নি
    I will call with love when I come
    ভালোবেসে ডাকবে যখন আসবো তখন ই
    Girl, do you still think of me as a friend?
    মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি
    Have you ever thought of me a little more than a friend?
    কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশি
    Girl, do you still think of me as a friend?
    মেয়ে তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি
    Have you ever thought of me a little more than a friend?
    কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশি
    Or I'll think you still don't know me.
    নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি।

  • @yeasmintanu29
    @yeasmintanu29 14 дней назад

    আব্বুর একটা পুরনো রেডিও ছিলো।প্রযুক্তি বলতে এটাই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার একমাত্র সঙ্গী ছিলো।আর গানগুলো যখন রেডিওতে শুনতাম বারবার প্রেমে না পড়া প্রতিজ্ঞা করা আমি অজানায় হারিয়ে যেতাম🥰।

  • @mdshaharukhahmed8518
    @mdshaharukhahmed8518 2 года назад +4

    রেডিও তে শোনা গান গুলো সব ই প্রায় একেকটা মাস্টারপিস😍😍 পুরোনো হবার নয় গান গুলো❤️

  • @ferdaushasanfuad4299
    @ferdaushasanfuad4299 9 месяцев назад +4

    সারাজীবন ধরে শুনে যাবো ইন্সাল্লাহ😊❤️

  • @nothingcreation8923
    @nothingcreation8923 10 месяцев назад +1

    University life ta mone pore jay. Haire abeg.
    Nice topu bhai.doya roilo apnar jonno

  • @rafikislam9102
    @rafikislam9102 4 года назад +101

    এখন দুই বাচ্চার বাবা আমি🙄
    তবুও কিছু গান ভোলা যায় না।

    • @drakunsir11
      @drakunsir11 3 года назад +4

      If you are a father, it doesn't mean you need to forget the songs

    • @yourcomrade5637
      @yourcomrade5637 3 года назад +1

      @@drakunsir11 he didn’t mean that like for example my father when i used to play old songs my father used to tell me he used to listen this songs when he was young

    • @MdNoman-xs2uw
      @MdNoman-xs2uw 2 года назад

      Bhai amio

  • @sugarpink8333
    @sugarpink8333 4 года назад +42

    সম্পর্কটা আগালাম না আর, বন্ধুত্বেই রয়ে গেল।
    খারাপ কি, আমার অনুভুতি আমাতেই রয়ে গেলো।
    তোমার বিচ্ছেদের সময় তোমার পাশে বসেছিলাম এক সমুদ্র কষ্ট নিয়ে।

    • @zahidulislam_02
      @zahidulislam_02 3 года назад +1

      আহা

    • @czhandle
      @czhandle 2 года назад +1

      আহা জীবন, আহারে জীবন 😢💔

  • @tarekhossen7905
    @tarekhossen7905 10 месяцев назад +12

    ২০২৪ এ এসেও পছন্দের প্রথম সারিতেই রয়ে গেছে গানটা

  • @mohammadmohiuddin5969
    @mohammadmohiuddin5969 4 года назад +6

    Evergreen song, Tapu bhai. You will live by this song forever in our heart. This song is the proposal of many boys and girls to their dears.

  • @ariyanabir4596
    @ariyanabir4596 2 года назад +5

    তখন খুব ছোট ছিলাম বড় ভাইয়েরা শুনতো কেনো শুনতো তা জানতাম না কিন্তু গান গুলো আজ বুজতে পারছি বড় ভাইয়েরা কেনো শুনতো গুন গুলো ❤️❤️

  • @alamin5913
    @alamin5913 5 месяцев назад +1

    এই গান সারাজীবন নতুন ভাবে সামনে এসে দারাবে,,এক কথায় কখনো পুরান হবে না সেই সময়কার গান গুলো👍

  • @mohammedashrafulhoque5296
    @mohammedashrafulhoque5296 8 лет назад +297

    মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো
    কি?
    কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর
    চেয়ে একটুখানি বেশি?
    নাকি ভেবে নেবো আজও তুমি
    আমায় চেনো নি?
    ভালো লাগে না, তোমায় একথা
    বলেছি বার বার বার
    তোমার মন ভেঙে যাবে ভেবে
    এসেছিলাম আমি আবার
    সবই ছিলো ভালোবাসা, বুঝলেনা
    বুঝলেনা
    বুঝতে যদি দেখতে আমায় লাগছে
    অচেনা
    হাসছি আমি বলছি কথা, ভাবছো
    দেখি না তোমায়
    তুমি আমার হৃদয়ে আর দূর থেকে
    তাকিয়ে দেখায়
    ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
    খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই
    চির চেনা

  • @nihalnahol9689
    @nihalnahol9689 3 года назад +8

    এ গানটি ২০০৮ সালে সিডিতে দেখি।তখন তপু ভাই, হাবিব ভাই, বালাম ভাইয়ের গান মানুষ শুনতো।❤️❤️❤️

  • @tahsinaaaaa
    @tahsinaaaaa 3 месяца назад

    কি অদ্ভুত! আজ এই প্রথম গানটা RUclips এ শুনছি! তখন ইউটিউব ছিলো না, আপুর ফোনে দুই টাকায় ১০০/২০০ গান লোড করতো। ওর ফোনেই গানটা শুনেছিলাম প্রথম! আর এতো বছর পর আবার সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেলাম…

  • @romanthing1237
    @romanthing1237 4 года назад +11

    the composition, lyrics, music still can be compared with most of tracks now a days. Just amazing...

  • @jannatulnayma2338
    @jannatulnayma2338 6 лет назад +6

    গানগুলো সত্যি রিদয় স্পর্শই,,,,,যা এক অন্নরকম ভালো লাগার অনুভুতি যোগায়😍

  • @abidulislam9503
    @abidulislam9503 Год назад

    আমি স্কুল জীবনে ক্লাসে স্যার/ ম্যাডাম তারাই বলতো গান গাওয়ার জন্য। তপু ভাইয়ের এই গান কত হাজার বার শুনছি তা বলার নাই।। মন ভালো করার মত গান।। আমি এখনও রাতে ঘুম না আসলে বেলকনিতে বসে তপুর গান গুলো শুনি।।

  • @ZAKIAZERIN-p6d
    @ZAKIAZERIN-p6d 2 года назад +14

    ২০২২ সালে এসেও এই গানের প্রতি অনুভূতির কোনো কমতি নেই । এমন মানুষ গুলো কি সব সময় শুধু বন্ধুই ভেবে যাবে? 🌼

  • @FoysalHasanFahad
    @FoysalHasanFahad 6 лет назад +19

    অগোছালো জীবনে অল্প কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সারা জীবনে হাজারও সুখ গুছিয়ে নেব,কিন্তু ভুলেই গেছিলাম জলের উপর রাতের চাঁদটা যে শুধুই ক্ষণিকের জন্য........

    • @jibonhabib9549
      @jibonhabib9549 4 года назад

      vai 😥😥😥😥😥

    • @jibonhabib9549
      @jibonhabib9549 4 года назад

      😓😓😓😓 কেঁদে দিলাম 😓😓

  • @behappybyadnan
    @behappybyadnan 2 года назад +11

    শৈশবের কতো স্মৃতি কতো আবেগ ভালোবাসা লুকিয়ে আছে গানগুলোর মাঝে....!

  • @habibadnanshakil
    @habibadnanshakil 2 года назад +5

    Exactly!!! Habib and Fuad bhai done that time phenomenally! Miss those days🔥❤️
    Topu bhai ❤️

  • @abbrahossain5117
    @abbrahossain5117 5 лет назад +7

    was losing my mind after not enough sleep and too much paper-writing. coffee + this playlist and I've found it again! thanks!

  • @mdjahir529
    @mdjahir529 6 месяцев назад +1

    প্রায় ৫-৬ বছর পর হঠাৎ করেই গানটা শুনতে ইচ্ছে করলো। কেমন যেন সেই ফেলে আসা শৈশবে ফিরে গেলাম খানিকক্ষণের জন্য।

  • @rafsanAhmed93
    @rafsanAhmed93 7 лет назад +179

    ক্যেম্নে এককালে এই সব গান আমাদের রেডিও দখল কইরা রাখত। হাবিব, ফুয়াদ, বালাম, তপু, মিনার, মিলা, এলিটা,কনা আরো কতজন এদের গান ২৪/৭ বাজত। আর এখন হিন্দি গান এর মাঝে বাংলা গান বাজে। মাঝে মাঝে বুঝিনা কোন রেডিও তে আছি বাংলাদেশি না ইন্ডিয়ান।

  • @sumanahasan1563
    @sumanahasan1563 Год назад +4

    গানটা ২০১৪ সালে যে ছেলেটা আমাকে খুব শোনাইতো,,আলহামদুলিল্লাহ সে এখন আমার বর❤️❤️

  • @favoriteone5758
    @favoriteone5758 2 года назад +2

    ভালোবাসা তো সবার জীবনেই আসে। কিন্তু কয়জন প্রিয়জন কে পায়!গান টা শুনে অনেক দিন পর তার কথা মনে পড়লো ,সেও এক সময়ে আমার বন্ধু ছিলো।সে যেখানেই থাকুক ভালো থাকুক।

  • @Boss93638
    @Boss93638 6 месяцев назад +7

    ২০১৩-১৪ সালে মায়ের বাটন ফোন দিয়ে FM এ এই গান গুলা শুনতাম। আর এখন এই গান গুলা শুনলে বুঝি কত আবেগ জড়িয়ে আছে। সময়টা ছিল সোনালি এখন এর মত মানুষ মোবাইলের প্রতি এত সময় নষ্ট করতো না

  • @rinzisherpa3511
    @rinzisherpa3511 3 года назад +10

    A friend used to sing song back in 2008 and I still can’t get enough...(it’s 2021 already)..
    👍👍🙏 from Darjeeling..lyric translation please.✌️

    • @sonsyray2005
      @sonsyray2005 3 года назад +4

      Girl, do you still consider me a friend?
      Have you ever considered me a little more than a friend?
      Or should I think that you still haven't recognized me?
      I don't like you, I've told you that again and again
      Thinking that this could break your heart, I came back again
      Everything was about love, You didn't understand.
      If you did, you could see how different I am.
      You think I don't watch you while I talk and smile
      You are in my heart and in watching from distance
      When the summer friends will be gone
      Look for me and you will find me your ever known.
      Me and you have traveled a long distance together
      These are my picture of dreams and happiness
      I know that you haven't recognized me yet
      When you will call me with love, I will come.
      Girl, do you still consider me a friend?
      Have you ever considered me a little more than a friend?
      Or should I think that you still haven't recognized me?

  • @tomalbhattacharjee7607
    @tomalbhattacharjee7607 Год назад +1

    আজ আমার জন্মদিন।
    জিবনের ফেলে আসা জন্মদিন গুলো যে মানুষটির জন্য অন্যরকম হতো,সবই রয়ে গেলো শুধু সে মানুষটি ছাড়া!
    এই অপ্রাপ্তি গুলো অপূর্ণতা তে রয়ে যায়।ভালো থাকুক আমাদের সেই ভালোবাসার মানুষগুলো।
    আমরা না হয় বেঁচে থাকবো ফেলে আসা সোনালী দিনের স্মৃতিতে, তপু ভাইয়ের গানের স্মৃতি চারনে স্মৃতি গুলো আঁকড়ে ধরে...
    ~~~

  • @AminulIslam-du3ri
    @AminulIslam-du3ri 3 года назад +4

    It's May 2. Happy birthday, Topu vai. Many happy returns of the day!

  • @arkangshughosh9000
    @arkangshughosh9000 6 лет назад +6

    Ei gan ta dujoneri favourite gan chilo.dujone aksathe headphone e suntam..din gulo miss kori khub...😢😢😢

  • @rija_khan
    @rija_khan 4 месяца назад

    তখন গানের ওপারের মানুষটাকেই ভাবতাম লিরিক্সের সঙ্গে।
    আজ এক সহস্রাব্দের পর তপু ভাইকে ধন্যবাদ দিতে চাই,বলতে চাই আমার এ কথাগুলো উপস্থাপন করেছেন আর কখন যে আপনার ভক্ত হয়ে গেছি।❤

  • @bhajandas712
    @bhajandas712 Год назад +4

    ঠিক এই গানটার ই অপেক্ষা করছিলাম এতোদিন, আমার একটা মেয়ে বেস্টফ্রেন্ড ছিল, আমাদের কথা হতো সেই স্কুল লাইফ থেকে বর্তমানে আমরা কলেজে গন্ডি পেরিয়েছি, তার সাথে কথা হতো অফলাইনে মেসেজে, আহা কি যে একটা সময় ছিল, কিছুদিন পর পর ই ব্লক করতো, কত ঝড়রা, অগণিত কত রাত জেগে কথা বলা, ঝগড়াগুলো বেশিরভাগ সময় আমিই সরি বলে মিঠাতাম, আমি ওরে ভালোবাসতাম, কিন্তু বন্ধুত্ব টা চলে যাওয়ার ভয়ে কখনো বলতে চাইতাম না, অনেকবার বুঝানের চেষ্টা করেছি, কিন্তু সে বুঝে ও না বুঝার ভান করে, হঠাৎ একদিন মেসেজেই তারে প্রপোজ করি, সে উত্তর ভেবে দেখবে জানিয়েছিলো, তারপর থেকে সে আমাকে ব্লক করে দিয়েছিলো, অতঃপর অনেক দিন কথা হয়নি আমাদের, ইদানীং কয়েকদিন হলো সে আমাকে নক দিয়েছে, কিন্তু সে আমার প্রপোজ এর উত্তর টা দেইনি এখনো, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, আমি অপেক্ষাই আছি আর থাকবো শেষ অবধি, আমার ধারণা হয়তো সে ও আমাকে ভালোবাসে কিন্তু শিকার করতে চাই না, তাকে প্রতিমুহুতে অনূভব করা আমার মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রক্রিয়া!
    যদি সাধ্য থাকতো এই গানটা আমি আমার সেই বান্ধবী টাকে উৎসর্গ করতাম😅🖤
    লাভ ইউ ডিয়ার #কলি🌷❤️

  • @Livingonmyown007
    @Livingonmyown007 4 года назад +35

    *If you are still listening this song in 2020 then your such a legend*

  • @aminulhaque69
    @aminulhaque69 11 месяцев назад +2

    ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ক্লাসমেটের প্রেমে পরেছিলাম,চোখের প্রেমে পরেছিলাম মূলত। ওর সাজেশন থেকে শোনা হয়েছে গানটা। প্রতিটা লিরিক্সে ওকে খুঁজে পাই। ওর কথা খুব বেশি মনে পরলে শুনতে আসি এখানে...

  • @shawonhasan4915
    @shawonhasan4915 6 лет назад +13

    আমার শুনা সেরা একটা গান, এগুলো কখনো পুরনো হবেনা😍😍👌

    • @Asra20184
      @Asra20184 11 месяцев назад

      ভাই আপনি কি বেঁচে আছেন

  • @moyeen8823
    @moyeen8823 5 лет назад +23

    One masterpiece in the history of Bangla music industry ❤️

  • @memoriesofsust6667
    @memoriesofsust6667 7 месяцев назад +2

    তখন ২০১০ সাল। টিভিতে পন্ডস এর একটা বিজ্ঞাপনে এই গানের অংশবিশেষ দিতো। তখন ক্লাস টেন এ পড়তাম, নিজের মোবাইল ছিলো না। তাই ঐ এডের অপেক্ষায় থাকতাম, আর সেই অংশবিশেষ বাজলে, সাথে আমি আমার প্রিয়তমাকে কল্পনা করতাম! সে আজ অন্য একজনের ঘরণী! তাও গানটা আজও শুনলে পিছনে ফিরে যাই, তাকে খুঁজে পাই আমার অস্তিত্ব জুড়ে।

  • @rajahussiniqbal9952
    @rajahussiniqbal9952 7 лет назад +61

    ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চির চেনা

    • @ExtolHappy
      @ExtolHappy 2 года назад

      ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবে না খুজে দেখো পাবে আমায় আমি সেই চিরচেনা

  • @MD.Sakib008
    @MD.Sakib008 10 месяцев назад +10

    স্মৃতি রেখে গেলাম, কেউ শুনতে এসে লাইক দিলে যেন আবার শুনতে পারি।

  • @abidhasan4104
    @abidhasan4104 Год назад +1

    ধন্যবাদ তপু ভাই,,,এই গান শুনিয়ে শুনিয়ে আমার বন্ধু কে আমার পানে টেনেছিলাম,,আলহামদুলিল্লাহ সে আমার বন্ধু থেকে বউ,,,কমেন্ট রেখে গেলাম কারন আমি জানি আমার ছেলে বা মেয়েও হয়তো একদিন এই গানটা শুনতে আসবেই....আসতেই হবে

  • @ShifuDaGaming
    @ShifuDaGaming 5 лет назад +13

    তখন প্রেম কি বুঝতাম ই না। তবুও সারাদিন পিসিতে শুনতাম। আর এখন তথাকথিত ছ্যাকা খেয়ে আবারো শুনছি :P ...
    কিছু গান কখনো পুরোনো হয়না।

    • @mdzihad5828
      @mdzihad5828 4 года назад

      একমত ভাইয়া।

  • @shovoncosta5417
    @shovoncosta5417 2 года назад +5

    কখনো কি ভেবেছ তুমি বন্ধুর চেয়ে একটুখানি বেশি... আহা! টিনেজকালে এসব লাইন শুনে হৃদয়টা উথাল-পাথাল হয়ে যেত। ভালোবাসার তপু ☺️

  • @Mohammad-x3m6s
    @Mohammad-x3m6s 3 месяца назад +1

    হায়রে সে সময়টা ছিল 2007. এফএম রেডিও তে সেই গানগুলো শুনতাম এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা এখন বয়স প্রায় ৩৭। ২০২৪ সালে এসে গানগুলো আবার শুনলাম

  • @true_story_0
    @true_story_0 5 лет назад +20

    One Of My Favorite Song ❤
    Again Listening In 2019 ❤
    Anyone Else Listening Again ❤

  • @humanitylivelong9694
    @humanitylivelong9694 4 года назад +5

    Aftet 11 years i am listening to this song . Reminds me of my golden past . Now my life has been changed. Has nothing left to me . Feeling depressed all the time .

  • @MohammadAmir-o2u
    @MohammadAmir-o2u 11 дней назад +1

    ২০২৪ এর শেষে এসে এখনো কারা গানটি পছন্দের লিষ্টে রেখেছেন।

  • @rakibrocky9874
    @rakibrocky9874 2 года назад +4

    That's an amazing song,, superb lyrics and voice of Topu❤️❤️😍,
    Fuad Al Muktadir given always different taste of music 🎶

    • @anwarhs7142
      @anwarhs7142 2 года назад

      First I heard this song on FM radio before it was released

  • @Alisuza-i7d
    @Alisuza-i7d 8 месяцев назад

    Radio Today/foorti এর Top Ten কতবার যে এই গান প্রথম হয়েছিল। এখন বছরে কয়েকবার এই গান শোনা হয়। ২০০৭/০৮ এর এফ এম রেডিও। দিনগুলো কত সুন্দর ছিল।

  • @ishratjahan6719
    @ishratjahan6719 4 года назад +6

    2020 November still akno gan ta onk posonder😍

  • @mohammadrobiulislam140
    @mohammadrobiulislam140 Год назад +3

    আমি শুনছি নাখালপাড়া থেকে ❣️❣️