কেন এই নিঃস্বঙ্গতা - সোল্‌স। Keno Ei Nishongota - Souls | Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • শিরোনামঃ নিঃস্বঙ্গতা
    কন্ঠঃ পার্থ বড়ুয়া
    কথাঃ কবির বকুল
    সুরঃ পার্থ বড়ুয়া
    অ্যালবামঃ আজ দিন কাটুক গানে
    ব্যান্ডঃ সোল্‌স

Комментарии • 908

  • @naansary7120
    @naansary7120 10 месяцев назад +38

    কেন এই নিঃসঙ্গতা
    কেন এই মৌনতা
    আমাকে ঘিরে
    কেউ না জানুক কার কারণে
    কেউ না জানুক কার স্বরণে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    স্বপ্ন গুলো অন্য কারো
    ভুলগুলো আমারি
    কান্নাগুলো থাক দু চোখে
    কষ্ট আমারি
    ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
    ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
    সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
    ভুলে যাব মন কেন আজ ফেরারী
    কেউ না জানুক কোন হতাশায়
    দিন চলে যায় নিরবে হায়
    মন পিছু টানে

  • @tapashalder5480
    @tapashalder5480 10 месяцев назад +46

    অসাধারন।
    ৯০ দশকের সারা জাগানো গানগুলোর একটি।
    আমরা ঢাক বিশ্ববিদ্যলয়ের ছাত্র দলবেধে গাইতাম।

  • @rockymeraz1155
    @rockymeraz1155 Год назад +47

    এই পশ মিডিয়া সোসাইটিতে পুরুষের সবচেয়ে বড় প্রতিবাদ নিঃসঙ্গতা।
    ধন্যবাদ সোলস...
    প্রেমিকা না থাকলেও প্রেমিকার অভাব পূরণ করে এসেছে আপনাদের গানগুলো।

  • @user-jm8mo5zu6q
    @user-jm8mo5zu6q Год назад +138

    "তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে" ❤

    • @sahanajcowduri3289
      @sahanajcowduri3289 Год назад +2

      Ganar aey Layne tay Amar prosando student life thaka aey gan prosando cora asce akhono prosando core I love parthona tune always oni acting O coracan our Bangladeshi band singer partho borua mind blowing

    • @farzanamita5377
      @farzanamita5377 5 месяцев назад +1

      ❤❤❤❤

    • @shojibislam2461
      @shojibislam2461 2 месяца назад +1

      I love this song still alive
      2024

  • @mahmudulhasan1113
    @mahmudulhasan1113 Год назад +302

    ৯০ দশকের মানুষগুলোর কাছে এগুলো যে কত আবেগের স্মৃতি বলে বোঝানো যাবে না।

  • @adnandain6742
    @adnandain6742 4 месяца назад +61

    বর্তমানের টিনএজারদের বলবো,,, দেখো ভাই আমরা কি শুনে বড় হয়েছি।
    ১৯৯০-২০০৯ এর মধ্যে যাদের জন্ম বা টিনএইজ ছিল, তারা সবচেয়ে ভাগ্যবান।
    আমরা সেকাল আর একালের মাঝামাঝিতে আসছি। উফফফফ কি লাইফ ছিল আমাদের
    #ADNAN_DAIN

    • @hishamxni9e644
      @hishamxni9e644 4 месяца назад +5

      ভাই জন্ম ২০০৬ কিন্তু তাও এই গানই ভালো লাগে

    • @Susanttasarker
      @Susanttasarker 3 месяца назад

      100% right

    • @SiulukkuChangma
      @SiulukkuChangma 2 месяца назад

      আমি ২০০৬ সালে ৫ বছর বয়সে❤ শুনেছি এবং এখনো পছন্দের রয়েছে

  • @abunaser4216
    @abunaser4216 10 месяцев назад +5

    আসলেই পার্থ বড়ুয়া একজন লিজেন্ড... তার গানগুলো না শুনলে মন ভরে না। সে একজন খুবই ভালো মনের মানুষ। সরাসরি তার সাথে কথা বলা ও ছবি তোলা হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গনে। আমার খুবই প্রিয় একজন মানুষ।

  • @raselmahmudapple-hh8nr
    @raselmahmudapple-hh8nr Год назад +49

    একটা সময়ের খোরাক ছিল এই গানগুলি❤️
    আজ-ও আছে থাকবে আমৃত্যু

  • @joysreemarma8228
    @joysreemarma8228 6 месяцев назад +3

    চট্টগ্রাম থেকে ❤❤❤❤❤

  • @BabuMirza-j3k
    @BabuMirza-j3k Год назад +63

    সময়টা ২০২৩ তবুও সেই পুরানো অনুভূতি নিয়েই গানটা মাঝে মাঝেই শুনি,,এ এক অন্যরকম ভালবাসার অনুভূতি ❤❤

    • @mdemamul2099
      @mdemamul2099 Год назад +2

      Nostalgia...

    • @SohelRana-yj1kw
      @SohelRana-yj1kw Год назад

    • @mdbazlurrahman6061
      @mdbazlurrahman6061 Год назад

      অসাধারণ

    • @mohiuddin543
      @mohiuddin543 Год назад

      ​@@SohelRana-yj1kwaafqdqdaafaafaqqsaaaaaqqdaqsgqssaaqawqggwsswswawagwqwadweaqfwassssgshfssswswdqwwwwwwqdqssgwqwqswshqsqqdheqasqsswqqeqtqsdfwgqdqhshwhw😊mTgk

    • @ahnafmukit3023
      @ahnafmukit3023 10 месяцев назад

      soulss south south 😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢ttf tt ttf 😢😮😢😢😢😢😢😮😮

  • @Battalion-t4u
    @Battalion-t4u Год назад +44

    ৩ বছর পর শুনছি,,, আমি এই যোগের হয়ে ৯০ দশক এর সকল ব্যান্ড এর লাভার।
    ধন্যবাদ সোলস ব্যান্ড কে।

  • @jarratunelma
    @jarratunelma Год назад +61

    গানগুলা হৃদয়ে দাগ কেটেযায়,,,,, যখনি শুনি মনে একটা আলাদা প্রশান্তি অনুভব কি,,, thanks ৯০ দশকের সকল ব্যান্ডদল কে

  • @marksdon8234
    @marksdon8234 9 месяцев назад +41

    ২০২৪ এসেও যেসকল ভাই এই গানটি শুনছেন, সত্যিই আপনাদের রুচির প্রশংসা করতেই হয়।👍👍👍❤️❤️

    • @shomaakter7637
      @shomaakter7637 3 месяца назад +1

      বোন ও আছি 🥲

    • @marksdon8234
      @marksdon8234 3 месяца назад

      @@shomaakter7637 ভালবাসা নিও প্রিয় বোন 🥀🌼

    • @bayjidbhuiyanripon4598
      @bayjidbhuiyanripon4598 Месяц назад +1

      Ei tu ভাই class 10 পযর্ন্ত জীবন ঠিকঠাক এই ছিল ssc এর পর বেঙ্গে পরলাম জানি এর শেষ কোথায়।

  • @jihanurrahman3441
    @jihanurrahman3441 6 месяцев назад +6

    অতিত মনে করে দিলো আজও শুনি গানটি আগের মতই ভালো লাগে

  • @ok-zg4sq
    @ok-zg4sq 29 дней назад +10

    ২০২৪ এ এসেও যারা গানটি শুনছেন, জেনে রাখুন আপনার মিউজিক টেস্ট এখন ও টপ নচ...❤🔥

  • @FahimaMunjira-up6gk
    @FahimaMunjira-up6gk 4 месяца назад +4

    এই গানের তৈরির সাথে যারা জড়িত, সকলকেই আন্তরিক ধন্যবাদ। এত সুন্দর লিরিক্স, অবশ্যই রুচির সর্বচ্চ ব্যবহার করা হয়েছে। আর পার্থ দাদার সুর অসাধারণ ভাবে এই গান কে বেশি উজ্জীবিত করেছে। আমরা ধন্য, এইসব গান পেয়ে।

  • @nabila__Sadia
    @nabila__Sadia Год назад +8

    20's kids হয়েও এই গান গুলো শুনি। প্রতিটা লিরিক্স যেনো হৃদয়ে লাগে 🖤 এভারগ্রিন সং 🖤 ❤ কালজয়ী গান

  • @YousufAlibd
    @YousufAlibd Год назад +9

    এইসব গান, দিন, সময় , স্মৃতি, রঙ্গিন ,মলিন কিন্তু পুরাতন নয় । কতো বছর ধরে শুনি প্রিয় সুর, প্রিয় শিল্পী ।ভালোবাসা অবিরাম ,অবিরত,অনবরত,অবধারিত সব সময়🥰

  • @shiplualiahmed2732
    @shiplualiahmed2732 Год назад +26

    অজস্র পছন্দ গানের মাঝে ও চোখ বন্ধ করে নিমিষেই বলে দেই আজও পার্থ দাদার গাওয়া নিঃসঙ্গতা গানটি,আলবাসা অবিরাম দাদা।
    আমার মাঝে আমাকে যখন খুঁজে না পাই তখন শুনি গানটা।

  • @mintu832
    @mintu832 Год назад +63

    আমার বর্তমান বয়স ৪৭ বছর, কিন্তু এই গান গুলো শুনলে মনে হয় কলেজে পড়ছি।

  • @socinondondas4022
    @socinondondas4022 Год назад +10

    ৯০ দশকের গানগুলি বিশেষ করে পার্থ দার গান মধুর কন্ঠে যা বলে বুঝাতে পারব না,,,,,,,,,,,,, 🥰🥰🥰🥰🥰

  • @munnavlogs2336
    @munnavlogs2336 Год назад +8

    ❤❤❤❤ধন্যবাদ পার্থ বড়ুয়া, কবির বকুল এবং Lyrics71 টিমকে ❤❤❤❤
    এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। ❤‍🩹❤‍🩹

  • @dukheshohel9464
    @dukheshohel9464 Год назад +6

    কি চেয়ছি কিইবা পেলাম ৷ কি হারিয়েছি আর হারাবার কিইবা আছে ৷ সেই কথা গুল ভাবতে ভাবতে যখন মাথায় গোলমাল পাকিয়ে ফেলি৷
    তখন এই গানটি চালু করে শুনতে থাকি ৷ মনটা এতই ভাল হয়ে যায় যে নিজেকে পুরনো স্মৃতির মাঝে হারিয়ে ফেলি ৷

  • @mb1717
    @mb1717 Год назад +14

    এই গানগুলো কালজয়ী হয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

  • @humairarashid7566
    @humairarashid7566 11 месяцев назад +18

    one of the great singer n a legend in the whole country,,,i feel proud he is from Chittagong,, ❤❤

  • @U_MR
    @U_MR Год назад +20

    lyrics ☞ কেন এই নিঃসঙ্গতা
    কেন এই মৌনতা
    আমাকে ঘিরে
    কেউ না জানুক কার কারণে
    কেউ না জানুক কার স্বরণে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    স্বপ্ন গুলো অন্য কারো
    ভুলগুলো আমারি
    কান্নাগুলো থাক দু চোখে
    কষ্ট আমারি
    ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
    ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
    সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
    ভুলে যাব মন কেন আজ ফেরারী
    কেউ না জানুক কোন হতাশায়
    দিন চলে যায় নিরবে হায়
    মন পিছু টানে
    🥰🥰🌷🌷

  • @pranabbiswas7760
    @pranabbiswas7760 Год назад +4

    Koto hazar baar sunlam ei jibone taw mone hoy abar shuni. What a lyrics , music!

  • @mirjosimuddin8369
    @mirjosimuddin8369 Год назад +22

    অতি সুন্দর, শ্রুতিমধুর, অর্থপূর্ণ, পশ্চিমবঙ্গ ভারত থেকে

    • @ameerabdullah5840
      @ameerabdullah5840 Год назад

      নব্বই দশকের গান......এত নস্টালজিয়া তৈরী করে.....

  • @shubjaan
    @shubjaan 9 месяцев назад +3

    যাকে ভালোবাসিনি তাকে কত সহজে বলে ফেলেছিলাম ভালোবাসি কিন্তু সেটা যে ভালোবাসা ছিলো না এটা তখন বুঝতে পারছি যখন সত্যিই কাউকে ভালোবেসে ফেলছিলাম কিন্তু ভালোবাসি শব্দ টা একবারও বলতে পারিনি এবং সে চলে গেছে..
    যে নারীর কাছে পুরুষ ভালোবাসা শেখে, যার জন্য চোখের অশ্রু ফেলে, রাত জাগে,
    যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয় পুরুষ সেই নারীকেই পায় না।।
    অনেক ভালোবাসি মুন 🌙

  • @MdJahangir-do3uh
    @MdJahangir-do3uh Год назад +16

    প্রিয় গানের মধ্যে এ-ই গানটি অন্যতম,আমি যখন এ-ই গানটি শুনি তখন ঘন্টা পার হয়ে যায় তবুও এ-ই গানটি শোনার ইচ্ছে শেষ হয়না❤️

  • @iftakharahmedifty9536
    @iftakharahmedifty9536 Год назад +16

    এ প্রজন্ম কি আদৌ বুঝবে এসব গান এ আমাদের কত অনুভূতি জড়িত!!
    "তবুও জীবন যাচ্ছে কেটে জীবন এর নিয়মে" ❤️

  • @UllahMohd
    @UllahMohd Год назад +15

    এসব গান শুনে আমরা বড় হইছি। এখন বাচ্চারা বড় হচ্ছে। এভারগ্রীণ সং এবং আমাদের বাংলাদেশীদের সংস্কৃতির অবিচ্ছেদ্য একটা পার্ট। পার্থ দা সহ এই গান সংশ্লিষ্ট সকলকে মনের অন্তঃস্হল থেকে অনেক অনেক শুভকামনা!💝🫰

  • @NasimaAhmed-f3w
    @NasimaAhmed-f3w 5 месяцев назад +8

    এই গান গুলো আছে বলে এখন ও বেচে থাকা, ভালো লাগা।

  • @sumandasbalia
    @sumandasbalia 5 месяцев назад +2

    অসাধারণ একটি পরিবেশনা l গানের কথা গুলোর মধ্যে চিরন্তন শৈশবের স্কুল পালানো রোমান্টিকতা র পরশ আছে l কয়েক মুহূর্তের জন্য নিজের ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম l

  • @mhaider310
    @mhaider310 Год назад +39

    What a Song! What a Vocal! What a Legendary’s Band!!!!❤❤❤

  • @adibaikram4411
    @adibaikram4411 7 месяцев назад +2

    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে❤❤

  • @ahosanahmedmushfiq1400
    @ahosanahmedmushfiq1400 Год назад +14

    গানটি যেন আমার এই সময়কার চিত্র তুলে ধরলো প্রতিটা শব্দে😢

  • @rrdigitalsign4126
    @rrdigitalsign4126 Год назад +3

    সেই পুরানো অনুভূতি নিয়েই গানটা মাঝে মাঝেই শুনি,,এ এক অন্যরকম ভালবাসার অনুভূতি

  • @ferozgazi379
    @ferozgazi379 Год назад +7

    আসলে, হাজারো কষ্ট বুকে নিয়ে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিময়ে।

  • @shakilahmed4695
    @shakilahmed4695 Год назад +4

    আজ ও এটা সবার সেরা যা অতীতের মুল্যবান সময়ের কথা মনে করিয়ে দেয়

  • @morningdew9708
    @morningdew9708 Год назад +10

    ছোটবেলায় এসব গান চালিয়ে দিলে আমি খেতাম। নইলে খেতে চাইতাম না৷ তখন গানের অর্থ না বুঝলেও এখন বুঝি কত অসাধারণ গান উপহার দিয়েছিল শিল্পীরা

  • @didarhossain420
    @didarhossain420 Год назад +9

    সাত বছর আগে এ গানটা এতো শুনেছি..
    প্রত্যেকটা লাইন অন্তরে খুব দারুন ভাবে গেঁথে আছে।

  • @thanvirahmedanik-oc2ot
    @thanvirahmedanik-oc2ot 4 месяца назад +12

    তবু্ও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে🖤

    • @DM.FORHAD
      @DM.FORHAD 4 месяца назад

      তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

  • @mhjuwel7
    @mhjuwel7 3 года назад +16

    ভালো লাগে অন্তত,সেই শৈশব থেকে এখন পর্যন্ত।

  • @DHAKASTORY
    @DHAKASTORY Год назад +3

    আমাদের সোনালী ৯০ এর দশকের গান.. ফিতার ক্যাসেট কিনে শুনতাম এসব গান। খুব মিস করি সেই সব সময়

  • @ArmanHossen-c9g
    @ArmanHossen-c9g 5 месяцев назад +3

    এই গান গুলো শুনলে সেই আগের দিন গুলোর কথা মনে পরে যায়।

  • @sptv322
    @sptv322 6 месяцев назад +2

    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়ম..এ....নিয়ম....এ ২০২৪ সালে এসেও শুনচি😢

  • @anwarulazam1596
    @anwarulazam1596 2 года назад +11

    Me is 69+ so me is a blind fan of partho..jeo brother..hajaro saal,,
    💃💃💃👍🚶🏃🚶🏃

  • @glamer125-d1k
    @glamer125-d1k 12 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. অসাধারণ

  • @deenislam6541
    @deenislam6541 Год назад +11

    যদি তোমার সব থেকেও কখনো নি:সঙ্গ লাগে তবে গানটা শুনে বুঝে নিও তোমাকে ছাড়া আমি কেমন আছি।
    #সাদাপরী 🖤

  • @himohaibd71
    @himohaibd71 3 месяца назад +1

    আজকে রাগ করে বাসা থেকে বের হয়ে এখন রাত বাজে ৩.২৭। গান টা শুনছি,, একা বসে আছি, ভিষশ একা, ১০০ বছর পর ও গান টা শুনে যেন মনে হবে তোমাদের সেই ২০২৪ সাল টা ই আমরা ছিলাম।

  • @shafindhali0535
    @shafindhali0535 Год назад +4

    পৃথিবীতে এতো এতো মানুষ থাকলেও মন খারাপ হলে, আপনাকে হাসানোর জন্য একটা মানুষও পাবেন না ।

  • @user-nm3mr4iz6i
    @user-nm3mr4iz6i 7 месяцев назад +2

    " তবু ও জীবন যাচ্ছে কেটে জীবনে নিয়মে ❤

  • @ahmedkazirobin7735
    @ahmedkazirobin7735 Год назад +5

    বেঈমান মানুষকে ভালবাসে ধোঁকা না খেলে বুঝতামি না, যে এ গান গুলো কতটা সত্য

  • @shahabuddin3367
    @shahabuddin3367 6 месяцев назад +1

    আমি একটা ইয়ং জেনারেশনের ছেলে
    তবুও সেই ৯০ দশকের গানের মধ্যেই নিজেকে খুঁজে পাই । জানিনা কেন
    ❤এসব গানের মধ্যে একেক টা জীবন লুকিয়ে আছে।যা আজ কালকার নামিদামি ব্র্যান্ডের মাঝে ও পাওয়া যায় না 🖤আমি মনে করি আমার জন্মটা সেই ৯০ দশকে হলেই ভালো হতো 😅

  • @riponmuztahid
    @riponmuztahid Год назад +12

    ১৯৯২ সালের সেরা গান সোলসের।

  • @mdruhul4346
    @mdruhul4346 8 месяцев назад +2

    ইতিহাস হয়ে থাকলাম এই গানের !একজন শ্রোতা মনে করে নিজেকে ।

  • @imtiazahmedramim3596
    @imtiazahmedramim3596 Год назад +3

    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে !! ❤

  • @arifurrahman7414
    @arifurrahman7414 Год назад +7

    প্রিয় গানটির শিষটা এখনো অনেক প্রিয় অনেক সৃতিতে ভরা ❤❤❤

  • @md.rezaulkarim5583
    @md.rezaulkarim5583 3 года назад +9

    অসাধারণ। মনের কথা গুলো প্রকাশ না করে, সান্ত্বনা পাওয়ার মতো একটা গান।

  • @skrana1605
    @skrana1605 Год назад +7

    ছোট বেলার সৃতি মনে পড়ে যায়।

  • @hemolota
    @hemolota 2 месяца назад +1

    "তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে" 🖤

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Год назад +5

    আজও অনবদ্য !!!
    এখনো অসাধারণ !!!

  • @monowarhossain6189
    @monowarhossain6189 3 месяца назад +2

    Remembering 90's golden days always makes me nostalgic. I wish if I were returned back to those golden times.

  • @SarbaniBhattacharje
    @SarbaniBhattacharje Год назад +5

    গানগুলো যখনি শুনি,তখনি প্রথম শোনার মতোই ভালো লাগে।বার বার শুনতে ইচ্ছে করেই। ❤

  • @faiyazahmed3795
    @faiyazahmed3795 Месяц назад

    পার্থ বড়ুয়া'র গাওয়া আমার খুব পছন্দের গান এটা! অনেকদিন পর শুনলাম।

  • @abulhashem3877
    @abulhashem3877 Год назад +8

    খুবই প্রিয় একটি গান ! কত হাজার বার . . যে শুনেছি !!!!؛؛؛؛؛؛؛!!!!!!❤❤❤❤❤

  • @dreamzone5862
    @dreamzone5862 9 месяцев назад +1

    আজ হঠাৎ গানটি শুনে শৈশবে ফিরে গেলাম। সম্ভবত ১৯৯৮ সালের দিকে কথা আমরা ক্যাসেট প্লেয়ার দিয়ে এই গান শুনতাম। তখন পঞ্চম শ্রেণীতে পড়তাম।

    • @Royen_00
      @Royen_00 8 месяцев назад

      আহারে বাবু তুমি কইলে আঙ্কেল অন্টিরে বইলা তোমারে কনসার্টে নিয়ে যাইতাম। 😂

  • @rafaelthescholar7759
    @rafaelthescholar7759 Год назад +3

    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে~

  • @AkashDas-z7r
    @AkashDas-z7r 5 дней назад +1

    Akash + borsha ❤❤from jurain city

    • @File_Error
      @File_Error 3 дня назад

      জুরাইন কেথায় থাকেন??
      আমিও পুরান ঢাকার জুরাইনের বাসিন্দা।

  • @johngomes1692
    @johngomes1692 4 года назад +30

    My most favorite long drive song. Thanks Souls, Mr. Partha Barua.

  • @a.hnadir70
    @a.hnadir70 6 дней назад

    কত সময় কত অবলীলায় কাটিয়েছি।😢একটা সময় ঠিকই আমরা বুঝি হারিয়ে ফেলে।।😑 সেটা হোক প্রিয় মানুষ কিংবা সময়।😊

  • @chadsultana6913
    @chadsultana6913 3 года назад +43

    2021 সালে এই গান টা শুনছেন কে কে লাইক দিয়ে পালিয়ে যান

  • @MadhobiRani-cp8zw
    @MadhobiRani-cp8zw 4 месяца назад +2

    Khub priyo.Bujhanor vasa nei❤😢

  • @chiranjitbhadra9980
    @chiranjitbhadra9980 2 года назад +3

    Ekta somoy khub suntam partha dar ei ganta. 21/22 bosorer jubok thokhon ami.
    Shei dinguli kothay hariye gelo...

  • @TLSBKL
    @TLSBKL 4 месяца назад +1

    😘😘😘 ei gaan gulo kokhono chere jabe na

  • @MD.SABBIRRAHMAN-yl3ji
    @MD.SABBIRRAHMAN-yl3ji 2 месяца назад +8

    কে কে আমার মতো ২০২৪ এই গান শুনছে ❤❤

    • @Hasantech01
      @Hasantech01 Месяц назад +1

      Ekhuno suni

    • @Foysal_1795
      @Foysal_1795 Месяц назад

      ভাই গান টা আমি ২০২২ সাল থেকে শুনে আসছি 😄

  • @hemolota
    @hemolota 2 месяца назад +1

    কেন এই নিঃসঙ্গতা
    কেন এই মৌনতা
    আমাকে ঘিরে
    কেউ না জানুক কার কারণে
    কেউ না জানুক কার স্বরণে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    স্বপ্ন গুলো অন্য কারো
    ভুলগুলো আমারি
    কান্নাগুলো থাক দু চোখে
    কষ্ট আমারি
    ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
    ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
    সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
    ভুলে যাব মন কেন আজ ফেরারী
    কেউ না জানুক কোন হতাশায়
    দিন চলে যায় নিরবে হায়
    মন পিছু টানে!!

  • @muradnisho7175
    @muradnisho7175 Год назад +7

    আমি হয়তো একদিন থাকবো না তবুও থেকে যাবে এই লিরিক্স, নতুন প্রজন্ম তোমরা জেনে রাখো আমিও এসবের মাঝেই ছিলাম আমার অস্তিত্বকে রেখে যাচ্ছি এসবের মাঝে

    • @mohammadsaiful1626
      @mohammadsaiful1626 Год назад

      Balovasa❤

    • @salehinpushpitaa9510
      @salehinpushpitaa9510 Год назад

      Ami caee kew na shunuk aee gaan .
      Karon Muslim hhole kobore azab hhote pare........
      Aee gaann er kotha gulo onnorokom
      Acca kake nie cilo aee gaan?
      Shae shomoykar luv ektu onnorokom cilo tae na?

  • @rafimmc6910
    @rafimmc6910 5 месяцев назад +2

    আমি শুনছি, আরো শুনবো ইনশাআল্লাহ।

  • @UzzalMiha-s9o
    @UzzalMiha-s9o Год назад +3

    এখনো এই গান গুলো শুনলে নতুন মনে হয়,❤

  • @MdAzad-gf5fi
    @MdAzad-gf5fi 4 месяца назад +2

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে একটা গান এটা আমার।

  • @tanu7278
    @tanu7278 Год назад +9

    এই গান গুলা আমরা বাচিয়ে রাখবো। আহা কি সমধুর🖤

  • @usmanusman1733
    @usmanusman1733 11 месяцев назад

    পার্থ দাদার গান খুব ভালো লাগতো আমার । উঠতি বয়সে গানগুলি খুব আধুনিক খুব স্টাইলিশ লাগতো আমার কাছে । লাভ ইউ পার্থ দা ।

  • @amiankhan7406
    @amiankhan7406 5 месяцев назад +18

    ২০২৪ পরে যদি শুনেন তাহলে জানাবেন 🌿

  • @arifiaaorganics1826
    @arifiaaorganics1826 Год назад +4

    Sooo nostalgic 😢... 1999 batch, Motijheel Govt. Boys School. 2001 batch, Dhaka college....

  • @tareqmahmood6929
    @tareqmahmood6929 Год назад +1

    ক্যাসেট এর ফিতায় জড়ানো অন্যরকম ভালোবাসা ৯০ দশকের চাহিদা,,,যা আজ ও বিদ্যমান।

  • @eklasur41
    @eklasur41 Год назад +129

    ২০২৩ এসেও কে কে শুনছেন 🖐️

  • @MdmusabbirHossainMdmusabbirHos
    @MdmusabbirHossainMdmusabbirHos Год назад +1

    আই লাভ ইউ,,, আমি এই গানটা কে অনেক ভালোবাসি,❤️❤️❤️❤️❤️Nice sog🇧🇩🇧🇩🇧🇩❤️❤️

  • @bonanynasrin1794
    @bonanynasrin1794 4 года назад +298

    যারা আনলাইক দিয়েছেন কেন? এত সুমধুর কন্ঠ শুনেও

    • @ismailmasud2832
      @ismailmasud2832 3 года назад +7

      eid quite

    • @ismailmasud2832
      @ismailmasud2832 3 года назад +3

      eid and

    • @tonmoytahsan7608
      @tonmoytahsan7608 3 года назад +34

      এরা মাইয়া ও মাইয়া তুই অপরাধীর ফ্যান

    • @ahnafimtiaznoor22
      @ahnafimtiaznoor22 Год назад +16

      এরা‌ হচ্ছে ফালতু 'English' গানের ফেন

    • @chancalbiswas9281
      @chancalbiswas9281 Год назад +18

      দাদা কিসের পেটে যেন ঘি ভাত সয় না

  • @sheikhmuhammadsakil2306
    @sheikhmuhammadsakil2306 12 дней назад +1

    এগুলো হচ্ছে স্মরণীয় গান

  • @eleuskabir1940
    @eleuskabir1940 Месяц назад +1

    কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
    কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
    আমাকে ঘিরে
    কেও না জানুক কার কারণে
    কেও না জানুক কার স্মরণে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
    @Sheikh_Shamim
    স্বপ্ন গুলো অন্য কারো ভুল গুলো আমারি
    কান্না গুলো থাক দুচোখে কষ্ট আমারি
    ভেবে নিব প্রেম আনে আর আধারি
    কেও না জানুক কোন বিরহে
    দিন চলে যায় আজ কিভাবে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    তবুও জীবন যাচ্ছে কেটেজীবনের নিয়মে নিয়মে
    @Sheikh_Shamim
    ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
    সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারি
    ভুলে যাবো মন যেন আজ ফেরারি
    কেও না জানুক কোন হতাশায়
    দিন চলে যায় নীরবে হায়
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
    কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
    কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
    আমাকে ঘিরে
    কেও না জানুক কার কারণে
    কেও না জানুক কার স্মরণে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
    কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
    কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
    আমাকে ঘিরে
    কেও না জানুক কার কারণে
    কেও না জানুক কার স্মরণে
    মন পিছু টানে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
    তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে

  • @middleclass.1639
    @middleclass.1639 Год назад +4

    Listening to the end of 2023,
    It seems to be describing my life at this moment.
    Nice song.

  • @kuwaitvloggerbybdmom
    @kuwaitvloggerbybdmom 8 месяцев назад

    তবুও জীবন যাচ্ছে কেটে
    জীবনের নিয়মে

  • @rubelmeg5426
    @rubelmeg5426 Год назад +5

    কেউ না জানুক কার কারণে-
    কেউ না জানুক কার স্মরণে,
    কোন পিছুটানে? 😌😌😌

    • @farzanamita5377
      @farzanamita5377 5 месяцев назад

      ঠিক তাই কেউ না জানুক

  • @dr.engr.mohiuddinahmedrajo8341
    @dr.engr.mohiuddinahmedrajo8341 4 месяца назад +1

    Excelent & amazing song...my all-time favorite music indeed...

  • @onitamnna1502
    @onitamnna1502 Год назад +3

    আমি গান টা শুনেছি প্রায় ২০০৪/৫সালে এখন ও বালো লাগে

  • @lotonkhan2235
    @lotonkhan2235 9 месяцев назад +1

    কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো, কোথায় হারিয়ে গেল সেই মানুষগুলো, আর কি ফিরে পাবো না কখনো,,,,,😢😢😢

  • @jamewalton
    @jamewalton 3 года назад +36

    Most popular songs in our collage life 4 decades back! Still these are sweetest to me.

  • @MrsJannat-ym3qj
    @MrsJannat-ym3qj 3 месяца назад +1

    বাংলাদেশের কিছু কিছু ব্র্যান্ড সংগীতের গান আগামী এক লক্ষ বছরের পরিবর্তন হবে না বেঁচে থাকুক ব্যান্ড সঙ্গীক সঙ্গীতের বিশ্বখ্যাত শিল্পী গুলো এবং তাদের স্মৃতিগুলো