কেউ কি শুনছেন ২০২৪ এ এসে পছন্দের শিল্পীর পছন্দের গানটি। খুবই মিস করি রেডিও ফূর্তির ফেলে আসা কালজয়ী এই গান গুলো। তরুণের এই গান দিয়েই তরুণকে সবসময়ই গান প্রেমীদের বাঁচিয়ে রাখবে চিরদিন💙
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে চড়ে গানটি দল বেঁধে গেয়েছিলাম। সেই দিনগুলো আজও এই গানটি শুনলে মনে শীতল হাওয়া বয়ে দিয়ে যায়। মাঝেমাঝে গানটি শুনে ভাবতে থাকি মানুষের জীবন কতই বিচিত্র দৃশ্যে! সেই দিনের মানুষগুলো আজ কেউ পাশে নেই- যে যার জীবন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কেউ কারোর দিকে খবর নেয়া সময় থাকে না-ভাবতেই চোখের জল ছলছল করে ঝড়ে পড়ে। জীবন আসলেই অদ্ভুত!
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু।আজ চাকুরি করি,সন্তান আছে। তবুও সময় পেলে শুনি।পাশাপাশি ট্রেপের আরও একটি কালজয়ী সৃষ্টি আনলাকি থার্টিনটাও শুনি। জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের
সারাজীবন আমার ভালবাসার চিরসবুজ প্লে লিস্টে থাকবে এই গান। ধন্যবাদ ট্র্যাপ।আমার জীবনের সবচেয়ে বিরহময় কিন্তু সবচেয়ে সুন্দর স্মৃতিময় সময়গুলোতে আমাকে সংগ দেয়ার জন্য। ❤️
হাইস্কুলে উঠতেই সহপাঠীর প্রেমে পড়ে ছিলাম ২০০১ সালে। তারপর থেকেই জীবনটা এলোমেলো হয়ে যায়। সবকিছুই পালটে গেছে, কিন্তুু? নিজেকে শেষ অবধি পালটাতে পারিনি। খুব মনে পড়ে সেই চেনা জনপদ, সেই তোমার চারপাশ, তোমার জন্য পাগলামি করা আর আমার দুঃস্বপ্নের স্নৃতিচারণ। দুজনেই আজ দুর প্রবাসে তবে, ভিন্ন মেরু ভিন্ন মহাদেশ। ভালো থাকার কোন সত্তা নেই আমার আজ তবে,ভালো থাকার নিছক চেষ্টা বৈকি...!!
চলে যদি যাবি .......... এই গানটি আমি ২০১০ শুনি আলহামদুলিল্লাহ আমার ভালবাসা মানুয কাছে পেয়েছি। আমি এখন পরিবার নিয়ে ইউরোপ থাকি। সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড
তার জন্য হাজারো ভালবাসা,রইল যাকে পাগলের মত ভালবেসে পাই নি,,,,সে চলে গেছে ১০ টি বছর,,মনে রয়েছে তার পায়ে ধরে পাগলের মত কেদেছিলাম,,,,৫ টি মাস হাসপাতালে ছিলাম,সবাই বলত পাগল হয়ে গেছি,তবে মালিকের রহমতে ভাল হয়েছি,,সে ভাল থাক,,,মালিকের কাছে একটাই চাওয়া,তার সাথে যেন দেখা না হয়,,,ভাল থাক গানটা
২০০৬ থেকে ফোনের প্লে লিস্টের অবিচ্ছেদ্য অংশ এই গানটি। একটা সময় ছিল যখন এই গানটি ছিল জীবনের একটি অংশ। আমাদের নাইন্টিস কিডস দের জন্য এক আবেগের জায়গা এই গান। আমরা প্রেম বিরহে যেমন এই গান শুনে একা কেদেছি তেমনি বন্ধুদের আড্ডায়ও কোরাসে গেয়েছি এই গান। এত বছর পরেও অবাক হয়ে ভাবি এই সুন্দর একটা গান কিভাবে এত আগে হয়েছিল। কই প্রযুক্তির উন্নতি তো আমাদের আর এমন গান দিল না। এখন তো কোন গান শুনে আর প্রেয়সীকে হারানোর বেদনা অনুভব করা যায় না।
যখন প্রেম করেছি তখন একটু প্রেমিকার সাথে যোগাযোগ বিছিন্ন হলেই চিল্লায়ে গানটা গাইতাম মনে হতো তখন এটা আমার মনের ক্ষত স্থানের মলম আজকে আমি যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি তবুও গানটা শুনলে সেই পিছনের সেই বিরহের যায়গাতেই চলে যাই। ধন্যবাদ তরুণ মুন্সি ভাই আপনাকে, আপনার প্রতিটা গানই আমার কাছে চিরসবুজ মনে হয়। বেচে থাকুক এইসব গান আজীবন।
Every line of this song reminds me you. I don’t know why but I can't stop loving you and love this song. when you left me, those pain after many years is still aching my heart. পাথরের বুকে ফুল কেন ফোটালি? 🥺🖤
২০১০ - ২০২৪ সাল ০৬-০৪-২০২৪ এখন ও শুনি তরুণ শিল্পী গানটি সেই পছন্দ পুরনো দিনের গান টি এভাবে গানটি যতই শুনি ততই পুরনো দিনের ২০১০ কুমিলা ইকোপার্ক কথা মনে পড়ে।
সত্যি সেই আমার পাথরের মত বুকে ভালোবাসা দিয়ে ফুল ফুটিয়ে ছিল, যখনই আমার বুকের ফুলটা দিন দিন পরিপূর্ণ হচ্ছিল তখন সেই স্বার্থপরের মত ধোকা দিয়ে চলে গেল 😢😢😢 আল্লাহ যা করে বান্ধান ভালোর জন্যই করে সেই চলে যাওয়াতে বুঝতে পারলাম সেই ছিল প্রকৃত পক্ষে ছলনাময়ী, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি সুখে আছি।
তরুণ ভাই এর গানটা আমার জীবনের ভালবাসার সময় গুলো গেথে আছে...আজও ভুলতে পারিনা প্রথম প্রেমের স্মৃতি। সামান্য একটা কথার কারণে আমার ৬ বছরের তিলেতিলে গড়া ভালবাসা সাথে ছলনা করে অন্যএর হাত ধরে চলে গেল।এখনো মনে পরে আমার....।
This song just reveals the thought of my heart.........& I am really thankful to that person who sang this song with such feelings to execute it so well........
আমি একজন বয়স্ক মানুষ যদিও গান শুনতে খুবই পছন্দ করি। আজ মাঝরাতে ইউটিউবে অন্যান্য গান শুনতে শুনতে এই গানটি এসে পড়লো। খুব তন্ময় হয়ে শুনলাম, বেশ কয়েকবার। খুবই ভালো লেগেছে। 🇧🇩🇬🇧
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
যাকে রূপ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন হবে, যাকে গুণ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে তার গুণগত মানও পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো যে তুমি দেখছো, এটা হলো তোমার পরিবর্তন। না হলে তুমি আমার মত অন্ধ ভালবেসে যেতে। নাজিম💔
মিমি দাস (অরুনা) ❤।।। তুমি চলে গিয়েছো অনেক দিন হলো তবে তোমার চলে যাবার কারণে এমন একটি গান বার বার বাজে মনের মাঝে।। যত বার comment এ like পরবে notification পেয়ে তত বার ফিরে এসে গান টি শুনে তোমার স্মৃতিচারণ করে মন ভাসাবো।।। ভালো থাকিস অন্যের ঘরে।।💔
ভালোবাসা মানুষ কে কাঁদায়,,, আমি তো আজীবন কাঁদতে থাকব। আমি তখন বান্দরবান বালাঘাটা বাজারে তোমার স্কুলে আসা সময় তোমাকে দেখা জন্য অপেক্ষা করতাম। প্রায় ৮ বছর হয়ে গেল তারপরেও মনে থেকে এখনো তোমার জন্য অপেক্ষা করি।। 😢😢😢😢
🥰বৃষ্টি🥰 তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇😇 স্মৃতি রেখে গেলাম।ও যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা🥰🥰🥰
koto raat ghumanor age ei gaan sunechi ek somoy. aha! those nostalgic times of 2008-09. gone r the days that were so beautiful. miss those college days.
এই গান টা যে আমার প্রথম ভালোবাসার মানুষকে কত বার নিজে গেয়ে শুনিয়েছি হিসাব নাই।যখনই গান শুনতে চাইতো এই গানটা না শুনালে ফোন রাখতো না।এই গানটা না শুনালে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও ফোন কাটতো না।
❤আমি গর্বিত আমি বাংলাদেশের সন্তান। আমার কাছে বাংলার ব্যান্ড সংগীত পৃথিবীর সেরা🇧🇩যারা ব্যান্ড শিল্পী আছে তাদেরকে আমার ভিন গ্রহের শিল্পী মনে হয়❤ বাংলার ব্যান্ড চিরজীবী হউক🇧🇩🙏 ভার্সিটি ১ম বর্ষ ২০০৬ থেকে শুনা শুরু শেষটা অজানা ❤
গানটায় সুন্দর কথা তার মধ্যে প্রবাহমান সুর, সাথে তরুণ ভাইয়ের গায়কী/কম্পোজিশন,অনাবদ্য এক সৃষ্টি। "রাখিস কি খবর? তোর আঘাতেই জমে গেছে,নীল আকাশের জমিনে নীল বেদনা" অনকদিন মনে থেকে যাবে।🤍
কেউ কি শুনছেন ২০২৪ এ এসে পছন্দের শিল্পীর পছন্দের গানটি। খুবই মিস করি রেডিও ফূর্তির ফেলে আসা কালজয়ী এই গান গুলো। তরুণের এই গান দিয়েই তরুণকে সবসময়ই গান প্রেমীদের বাঁচিয়ে রাখবে চিরদিন💙
চমৎকার দিন ছিল সেই সময়।
যখন এফএম রেডিওতে গান গুলো চলতো😢😢😢😢
ji sunsi onekbar , ajo suni
shunchi 13 April 2024 e. Amar guitar shekhar por prothom tola gaan. Love it.
অসাধারণ একটি গান।২০২৪ এসে যখন আবার গানটি পেলাম কতোবার যে শুনেছি,,,,,,,,
এখনো শুনতাছি। সেদিন তরুন ভাইয়ার সাথে দেখা হলো এলিফ্যান্ট রোডে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে চড়ে গানটি দল বেঁধে গেয়েছিলাম। সেই দিনগুলো আজও এই গানটি শুনলে মনে শীতল হাওয়া বয়ে দিয়ে যায়। মাঝেমাঝে গানটি শুনে ভাবতে থাকি মানুষের জীবন কতই বিচিত্র দৃশ্যে! সেই দিনের মানুষগুলো আজ কেউ পাশে নেই- যে যার জীবন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কেউ কারোর দিকে খবর নেয়া সময় থাকে না-ভাবতেই চোখের জল ছলছল করে ঝড়ে পড়ে। জীবন আসলেই অদ্ভুত!
সত্যিই তাই
চোখে পানি টপ টপ পরতে তাকলো
কত ব্যাচ??
আমরাও শাটলে গাইতাম। চবি ৩৪ ব্যাচ।
আমিও 😢
একটা গান এতটা সুন্দর কিভাবে হয়?? সেই ২০০৭ সাল থেকে গানটা শুনি, আজ ২০১৯....
তরুণ ভাই, আপনি এই গানটা দিয়ে চির অমর হয়ে থাকবেন।
Me Too VaYa
10\09\2019
asolei vai
❣️
@@rifatalislam3585 ঔ
ঔঔ
@@rifatalislam3585 ঔ
ঔঔ
১০ বছর সম্পক এবং ৫ বছর সংসার।
আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি ইউরোপ পরিবার নিয়ে।
সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি।
সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড
এডভেটাছ দিলা নাকি 😂
Ma Sha Allah
পচা নষ্ট দেশ ছেড়ে গেছেন ভাল করেছেন।
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
There is no better feeling than this.
Tnx
U r lucky Yarr...but Ami pai ni r tare...!!!tabuo she Amar e ace r thakbe... Ajibon...🙏🙏🙏
এই গান টার মূল সিংগার এর ইউটিউব চ্যানেল অর পেজ লিংক টা দেওয়া যাবে প্লিজ??
khub sundor life,
কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু।আজ চাকুরি করি,সন্তান আছে। তবুও সময় পেলে শুনি।পাশাপাশি ট্রেপের আরও একটি কালজয়ী সৃষ্টি আনলাকি থার্টিনটাও শুনি।
জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের
দারুন বলেছেন, আমার মনের কথা টা ভাই, আপনাকে ধন্যবাদ
সহমত ভাইয়া
❤❤ অভিনন্দন ভাই। আমার আজও এই গান সংগি
মোহাম্মদপুর থেকে মতিঝিল প্রতিদিনের যাত্রা , আর এই পুরো সময়টাতে স্বার্থপর শুনতে থাকা আমি❤ কি অদ্ভুত কথাগুলো।
বিশেষ করে জানি না কিভাবে হলো পরিচয়
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটি গাওয়া হতো না💔
❤️❤️
💝💝💝
পেয়ে গেলে কদর থাকে না,,
💔💔💔
👍
লিরিক, মিউজিক, কম্পোজিশন, ভয়েজ, বেজ পার্ট & সাউন্ড এক কথায় অসাধারন, এত আগের রেকর্ডিং তবুও সাউন্ড কোয়ালিটি ১০০%
কতো সালের গান এটা?
আজ প্রথমবার গানটি শুনলাম।
কি দারুন লাগলো 🥹❤️‼️
১১-১২-২০২৪
সারাজীবন আমার ভালবাসার চিরসবুজ প্লে লিস্টে থাকবে এই গান। ধন্যবাদ ট্র্যাপ।আমার জীবনের সবচেয়ে বিরহময় কিন্তু সবচেয়ে সুন্দর স্মৃতিময় সময়গুলোতে আমাকে সংগ দেয়ার জন্য। ❤️
কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু তবুও সময় পেলে শুনি।জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের
চাওয়ার ছিলো অনেক চাইতে পারিনি
বলবার ছিলো পুরোটা জুড়ে বলতে পারিনি
তবু তুমি গান হয়ে বেঁচে থাকো হাজার বছর.....
বাংলা ব্যান্ড সঙ্গীতের সর্বকালের সেরা পাঁচটি গানের মধ্যে একটা। ধন্যবাদ সাউন্ডটেককে তরুণ মুন্সির এই অসাধারণ গানটি আপলোড করার জন্য।
সহমত,
হাইস্কুলে উঠতেই সহপাঠীর প্রেমে পড়ে ছিলাম ২০০১ সালে। তারপর থেকেই জীবনটা এলোমেলো হয়ে যায়। সবকিছুই পালটে গেছে, কিন্তুু? নিজেকে শেষ অবধি পালটাতে পারিনি। খুব মনে পড়ে সেই চেনা জনপদ, সেই তোমার চারপাশ, তোমার জন্য পাগলামি করা আর আমার দুঃস্বপ্নের স্নৃতিচারণ। দুজনেই আজ দুর প্রবাসে তবে, ভিন্ন মেরু ভিন্ন মহাদেশ। ভালো থাকার কোন সত্তা নেই আমার আজ তবে,ভালো থাকার নিছক চেষ্টা বৈকি...!!
2003 to 2024 still feeling the same thing right now...
hope she ll reply here
চলে যদি যাবি ..........
এই গানটি আমি ২০১০ শুনি
আলহামদুলিল্লাহ আমার ভালবাসা মানুয কাছে পেয়েছি।
আমি এখন পরিবার নিয়ে ইউরোপ থাকি।
সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড
...
RUclips তোমাকে অনেক ধন্যবাদ। এত ভালোবাসা ও ভালোলাগার গান গুলো আবার শুনতে পারবো জানা ছিল না।
গানটা অনেক আগে থেকেই প্রিয় ছিল। কোনোদিন ভাবিনি গানের কথা গুলো সত্যি হয়ে যাবে! 💔🙂
😭
হাজার বছর গান দিয়ে বেঁচে থাকতে দু'একটা গানও অনেক সময় যথেষ্ট। আনলাকি থার্টিন এবং স্বার্থপর গানদুটো এমনি নিদর্শন। যতই শুনি, পিপাসা মেটেনা।
হৃদয় কতটা দিধ্স্ত হোলে এমন গানের জন্ম হয় ।আরএই বিধ্স্ত হৃদয় টা কত দামি ছিলো ।বুজল না ।
তরুন ভাই, আপনি অন্তরের দীর্ঘশ্বাস, হৃদয়ের দেয়ালের লেখা অনায়াসেই বুঝতে পেরেছেন। আপনার জন্য কতজনের অতীত স্মৃতি হেলুসিনেশন হয়ে দেখা দিবে....💔
অতীত স্মৃতি হেলুসিনেশন হয়ে দেখা দিবে....
গানটা এখন জীবনের একটা অংশ হয়ে গেছে!😊
আহা! কী লিরিক! কী গায়কী!
বাংলাদেশের ব্যান্ডের জয় হোক
❤এখনো মনে পরে তোমায় ভালো থাকো যেখানে থাকো❤
তার জন্য হাজারো ভালবাসা,রইল যাকে পাগলের মত ভালবেসে পাই নি,,,,সে চলে গেছে ১০ টি বছর,,মনে রয়েছে তার পায়ে ধরে পাগলের মত কেদেছিলাম,,,,৫ টি মাস হাসপাতালে ছিলাম,সবাই বলত পাগল হয়ে গেছি,তবে মালিকের রহমতে ভাল হয়েছি,,সে ভাল থাক,,,মালিকের কাছে একটাই চাওয়া,তার সাথে যেন দেখা না হয়,,,ভাল থাক গানটা
আপনার জন্য তার চেয়ে অনেক ভালো কিছু বরাদ্দ রেখেছেন মালিক। আমিন।ভালো থাকবেন সময় সব কিছুই ঠিক করে দেয়।
গানটি যতবার'ই শোনি! সেই স্বার্থপর কে ভিষণ মিস করছি🥲 যেখানে থাকো ভালো থাক😍
ছেলে বলে তাদের জন্য শুভ কামনা করি।
মেয়ে হলে 😢😢
কিছু কিছু কথা যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না।যা প্রকাশ পায় গানে।সত্যিই অসাধারন।
"আমারি সীমনায় সে তো তোর ছায়া।"
(এখনো..............)
tai naki
Thanks & Regards to Soundtek Family .Its a great pleasure .
Tarun Munshi bhaia oshomvob valo lage gaanta.. Thank u
Thanks
Tarun Munshi ভাই আমি গান লিখি সুর করি। আপনার পরামর্ষ চাই।
Vaia,
Eta amar jonno geyesen mone hoy. Thank you...
great song, champion.
আহ্ গান রে কলিজাটা ফেটে যায়
আমার বুকে যে কষ্ট দিয়ে চলে গেছে আল্লাহ্ তার মঙ্গল করুক।
ভালো থাকুক সে তার মত জানি আর কোনদিন পাবো না
এই গানটা কত হাজারবার শুনেছি তার হিসেব নেই।।। এই গানটা শুনলে পুরনো স্মৃতি ফিরে আসে
স্বার্থপর
আসলেই তুই অনেক বড় স্বার্থপর।
তোকে না দেখলে জীবনে স্বার্থপর মানুষই চিনতাম না।
অসংখ্য ধন্যবাদ স্বার্থপর মানুষ চেনানোর জন্য😢
valo basar manus ke sartho por bolte ney
২০০৬ থেকে ফোনের প্লে লিস্টের অবিচ্ছেদ্য অংশ এই গানটি। একটা সময় ছিল যখন এই গানটি ছিল জীবনের একটি অংশ। আমাদের নাইন্টিস কিডস দের জন্য এক আবেগের জায়গা এই গান। আমরা প্রেম বিরহে যেমন এই গান শুনে একা কেদেছি তেমনি বন্ধুদের আড্ডায়ও কোরাসে গেয়েছি এই গান।
এত বছর পরেও অবাক হয়ে ভাবি এই সুন্দর একটা গান কিভাবে এত আগে হয়েছিল। কই প্রযুক্তির উন্নতি তো আমাদের আর এমন গান দিল না। এখন তো কোন গান শুনে আর প্রেয়সীকে হারানোর বেদনা অনুভব করা যায় না।
সত্যি সাথপর ছিলো সে,,,হৃদয় টাকে ভেঙ্গে দুমরে-মুচরে ছারকার করে দিছে,,,তবুও তুমি ভালো থেকো হৃদয়হীনা।😢😢😢
Finally!!! best sound Quality Sharthopor Song in RUclips :)
Best Comment of. Year
চির তরুণ একটা কাব্য.....!!
আবারও ধন্যবাদ।। ❤️🙏
পৃথিবীর সেরা একটি গান ❣️✌️
ভালোবেসে তাকে পেলাম না,ভালোবাসা হারানো,খুব কষ্টদায়ক,যে হারায় সেই একমাত্র বুঝে
যার যায় সেই বুঝে,হাড়ানোর যন্ত্রণা 😔
ওপারের মানুষ গুলো জানতে চায় না যে তারা চলে গেলে এপরের মানুষটা কিভাবে বাঁচবে.....
চলে যদি যাবি দূরে স্বার্থপর,
আমাকে কেন জোছনা দেখালি
2024 কে কে দেখতেছেন😢😢
যখন প্রেম করেছি তখন একটু প্রেমিকার সাথে যোগাযোগ বিছিন্ন হলেই চিল্লায়ে গানটা গাইতাম মনে হতো তখন এটা আমার মনের ক্ষত স্থানের মলম আজকে আমি যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি তবুও গানটা শুনলে সেই পিছনের সেই বিরহের যায়গাতেই চলে যাই। ধন্যবাদ তরুণ মুন্সি ভাই আপনাকে, আপনার প্রতিটা গানই আমার কাছে চিরসবুজ মনে হয়। বেচে থাকুক এইসব গান আজীবন।
মনে আছে এখনো , পুরা একটা পূজার ৫ দিন কাটিয়ে দিয়েছি এই একটি গান শুনে I কি দিন ছিলো ! এমন গান আর কোনোদিন তৈরী করা সম্ভব না I
আমার সেইম ভাই। ঈদের 3 দিন শুধু এই গান শুনে কাটিয়েছিলাম আহ কি দিন ছিলো।
ভালোলাগার গানগুলোর মধ্যে এটা অন্যতম।এখনো মাঝে মধ্যে শুনি গানটা।খুব ভালো লাগে গানটা।অসাধারণ। ❤️❤️❤️❤️❤️❤️❤️
যাকে ভালোবেসে আসছি ১৬ বছর পর ১ মাসের জন্য হলেও সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্ত আবার চলে গেছে। খুব প্রিয় এই গানটি এখন সবসময়ই শুনি।
গানটা আসলে খুব সুন্দর যতবার সুনি ততই ভালো লাগে
কটা গান এতটা সুন্দর কিভাবে হয়?? সেই ২০০৭ সাল থেকে গানটা শুনি, আজ ২০১৯....
তরুণ ভাই, আপনি এই গানটা দিয়ে চির অমর হয়ে থাকবেন।
আমাকে কেন জোছনা দেখালি?...❤♪
এই মাঝরাতে গানটা শুনতে শুনতে জীবনে জোছনার আশা করছি। কী একটা অনুভূতি!!
বনলতা, তুমি নেই বলেই এই গান এতো আপন করে শুনতে পারি। ধন্যবাদ তোমায় ❤
সত্যি বলছি
অনেক কষ্ট আর আবেগ জড়ানো একটা গান।
😭😭😭
Eisob gan konodin purono hobena.
Kotha, sur, music arrangement osadharon.
হ্নদয় স্পর্শ করা একটি গান। ❤️
কতবার শুনেছি বলতে পারবোনা।
গানটি যতই শুনি ততই ভালো লাগে।
কোথায় যেন টেনে নিয়ে যায় গানটা......অসাধারণ !
Every line of this song reminds me you. I don’t know why but I can't stop loving you and love this song. when you left me, those pain after many years is still aching my heart. পাথরের বুকে ফুল কেন ফোটালি? 🥺🖤
এক সময় এই গান গুলো শুনে নিজেকে স্বান্তনা দিতাম।এখন আর ঐ মানুষ টা নেই কিন্তু এই গানগুলো শুনলে এখনো পুরনো স্মৃতি গুলো হৃদয়ে দাগ কেটে দেয়।
এত মিষ্টি সুরের গান যে বারবার শুনতে মন চায়।আমার পছন্দের এটি একটি উন্যতম গান।।
২০১০ - ২০২৪ সাল
০৬-০৪-২০২৪ এখন ও শুনি তরুণ শিল্পী গানটি
সেই পছন্দ পুরনো দিনের গান টি
এভাবে গানটি যতই শুনি ততই পুরনো দিনের ২০১০ কুমিলা ইকোপার্ক কথা মনে পড়ে।
ধন্যবাদ তোমাকে, তুমি নেই বলেই এত সুন্দর গান শোনা হয়❤️
২০০৭ এ প্রথম শুনেছিলাম আজ ২০২৪ ছোট ছিলাম অনেক কিছুই বুঝতাম না গানের অর্থ ও বুঝতাম না! বড় হবার পর মনের ভেতর গেথে গেছে গানটা!
সত্যি সেই আমার পাথরের মত বুকে ভালোবাসা দিয়ে ফুল ফুটিয়ে ছিল, যখনই আমার বুকের ফুলটা দিন দিন পরিপূর্ণ হচ্ছিল তখন সেই স্বার্থপরের মত ধোকা দিয়ে চলে গেল 😢😢😢 আল্লাহ যা করে বান্ধান ভালোর জন্যই করে সেই চলে যাওয়াতে বুঝতে পারলাম সেই ছিল প্রকৃত পক্ষে ছলনাময়ী, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি সুখে আছি।
২০২৪ সাল ডিসেম্বরের রাত। আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আশ্চর্য গানটা ঠিক আগের মতই রয়ে গেছে!! অসাধারণ ❤️
2007 থেকে 2022 এখনো শুনি।
আহা সেই ছোট বেলার কত কথা
Tarun bhai, you are such a wonderful musician! Hats off to you for such a wonderful piece! !
এত শুনি গানটা,,তবুও বিরক্ত আসেনা💔💔
হাজারো স্মৃতি এই গানের সাথে। কি হারালাম কি বা পেলাম নেই কোনো অভিযোগ। তবুও ভালো থাকুক প্রিয় মানুষ। যেখানে থাকুক.....!
2024 সালেও গানটি শুনলে দশম শ্রেণির সেই প্রথম প্রেমের কথা মনে পরে যায়।
আপনি এখন কতো সালে শুনছেন প্রিয় গানটি?
তরুণ ভাই এর গানটা আমার জীবনের ভালবাসার সময় গুলো গেথে আছে...আজও ভুলতে পারিনা প্রথম প্রেমের স্মৃতি। সামান্য একটা কথার কারণে আমার ৬ বছরের তিলেতিলে গড়া ভালবাসা সাথে ছলনা করে অন্যএর হাত ধরে চলে গেল।এখনো মনে পরে আমার....।
😭
This song just reveals the thought of my heart.........& I am really thankful to that person who sang this song with such feelings to execute it so well........
আমি একজন বয়স্ক মানুষ যদিও গান শুনতে খুবই পছন্দ করি।
আজ মাঝরাতে ইউটিউবে অন্যান্য গান শুনতে শুনতে এই গানটি এসে পড়লো। খুব তন্ময় হয়ে শুনলাম, বেশ কয়েকবার। খুবই ভালো লেগেছে। 🇧🇩🇬🇧
জীবনের সাথে গানের কি মিল
সার্থপর সার্থের কথা ভেবে আমাকে
জোছনা দেখিয়ে বিদায় অন্য কারো
জোছনা হয়ে গেছে
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
নিজের সাথে প্রতিটা ছন্দের মিল পাচ্ছি 🥺🥺
ভালবাসা একটা অদ্ভুত অনুভুতি, মানুষ টা হারিয়ে গেলে সারাজীবন কষ্ট পেতে হয়। হারিয়ে যেতে দিওনা নতুন প্রজন্ম যারা ভালোবাসো
যাকে রূপ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন হবে, যাকে গুণ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে তার গুণগত মানও পরিবর্তন হবে।
এই পরিবর্তনগুলো যে তুমি দেখছো,
এটা হলো তোমার পরিবর্তন।
না হলে তুমি আমার মত অন্ধ ভালবেসে যেতে।
নাজিম💔
1:21 আমার কমেন্ট টা আমি পড়তে এলাম।।।
আমার মানুষটি আর আমার নেই
মিমি দাস (অরুনা) ❤।।। তুমি চলে গিয়েছো অনেক দিন হলো তবে তোমার চলে যাবার কারণে এমন একটি গান বার বার বাজে মনের মাঝে।। যত বার comment এ like পরবে notification পেয়ে তত বার ফিরে এসে গান টি শুনে তোমার স্মৃতিচারণ করে মন ভাসাবো।।। ভালো থাকিস অন্যের ঘরে।।💔
না পাওয়া মানুষের আর্তচিৎকার হাসান ভাই,,😭😭
এটা শুধু একটা গান নয় এটা একটা ফিলিংস..💔💔💔💔💔💔💔
পুরো শরীর কাঁটা দেবার মতো গান। 👌👌👌👌👌🥲🥲🥲
গানটা ২০১৭ সালে খুব শুনতাম কারনটা ছিলো ভালো লাগতো তাই
২০২১ এ শুনি কারনটা হলো স্বার্থপর মানুষটা চেড়ে চলে গেছি
যার নীল আকাশের জমিনে নীল বেদনারা আজও জমে, তার জন্যই কেবল এ অমর লিরিক।।
মানুষ একা বাঁচতে পারে না.....কত কষ্ট আর সহ্য করব। স্বার্থপরের মতো চলে গেলে ভুল বুঝে।
এক বছর আগেও গানটা শুনতাম মনের খেয়ালে কিন্তু এখন শুনি বাস্তবতায়, কারন এক বছরে আমার বাস্তবতার সাথে গানটা মিলে গেছে
এমন এক ভালোবাসা দিছো আমাকে,যা আমি কাউকে বলবো বলতে পারি নাই 😓💔💔
আহা কি সাংঘাতিক গান। সেই দিন গুলো কোথায়।
কোথায় হারিয়ে গেল প্রিয় ব্যান্ড
♥ The Trap ❤️
❤❤❤স্বার্থপর ❤❤🎉🎉আমাকে কেন জোছনা দেখালি❤️❤️❤️২০০৩ ❤❤❤
একতরফা ভাবে ভালবাসি, সে চায় দূরত্ব তৈরী করতে। আর আমি নিয়ত ছুটে মরি তাকে ছোঁয়ার অভিপ্রায়ে। জানিনা এর শেষটা কোথায়! শেষটা কি! তবুও ভালবাসি।
ভালোবাসা মানুষ কে কাঁদায়,,,
আমি তো আজীবন কাঁদতে থাকব।
আমি তখন বান্দরবান বালাঘাটা বাজারে তোমার স্কুলে আসা সময় তোমাকে দেখা জন্য অপেক্ষা করতাম। প্রায় ৮ বছর হয়ে গেল তারপরেও মনে থেকে এখনো তোমার জন্য অপেক্ষা করি।।
😢😢😢😢
🥰বৃষ্টি🥰 তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇😇 স্মৃতি রেখে গেলাম।ও যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা🥰🥰🥰
ভালোবাসা
Shotti opurbo...
❤
একটা গান শোনার জন্য প্রিয়ো মানুষটিকে পাবো না এটা কোন কথা হলো বোকার মত।😊
😢😢😢😢😢
koto raat ghumanor age ei gaan sunechi ek somoy. aha! those nostalgic times of 2008-09. gone r the days that were so beautiful. miss those college days.
এই গান টা যে আমার প্রথম ভালোবাসার মানুষকে কত বার নিজে গেয়ে শুনিয়েছি হিসাব নাই।যখনই গান শুনতে চাইতো এই গানটা না শুনালে ফোন রাখতো না।এই গানটা না শুনালে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও ফোন কাটতো না।
আহা ভালোবাসা
২০২৪ সালে এসে শুনতেছি রাত ৩ বাজতেছে ❤❤
গান টা শুনলেই বুকের ভিতর চিন চিন করে, ফেলে আসা অনেক অনেক সৃতি মনে পড়ে... কত নতুন মুখ চেনা হয়, কত মুখ হারিয়ে যায় 💔
পুরনো গান!! পুরনো রাত জাগার সময়গুলো!! ..... ভালো থাক পুরনো স্মৃতিগুলো....❤❤
অসাধারণ একটা গান , এরকম কম্পোজিশন খুব কম হয় আমাদের দেশে।
হ বারে মামু।
রেগুলার শুনি। তারপরও বিরক্ত আসে না।
❤আমি গর্বিত আমি বাংলাদেশের সন্তান। আমার কাছে বাংলার ব্যান্ড সংগীত পৃথিবীর সেরা🇧🇩যারা ব্যান্ড শিল্পী আছে তাদেরকে আমার ভিন গ্রহের শিল্পী মনে হয়❤ বাংলার ব্যান্ড চিরজীবী হউক🇧🇩🙏 ভার্সিটি ১ম বর্ষ ২০০৬ থেকে শুনা শুরু শেষটা অজানা ❤
Undoubtedly The Trap created one of the best Bangla band Guitar Intro of all time in this song.
এতো সুন্দর একটা গান না শুনলে সত্যি অনেক মিস করতাম। সত্যি অসাধারণ গানটা,,, রাজু মালয়েশিয়া থেকে 🇧🇩 যশোর জেলার ছেলে আমি।
Valobashai bertho hoye onek e ei gan shune... Amio vhai bertho.... Icca hole ekta like diyen abr ashbo gan ta sunte... 😊💔
❤❤❤❤❤❤
আমার জাতীয় সংগীত, তরুন ভাই কে অনেক ধন্যবাদ
গানটায় সুন্দর কথা তার মধ্যে প্রবাহমান সুর, সাথে তরুণ ভাইয়ের গায়কী/কম্পোজিশন,অনাবদ্য এক সৃষ্টি।
"রাখিস কি খবর?
তোর আঘাতেই জমে গেছে,নীল আকাশের জমিনে নীল বেদনা"
অনকদিন মনে থেকে যাবে।🤍
গানটা শোনে অনেক পিছনে চলে গেলাম আহ্ কি বেদনা
গানটি ১০০ বার গুনছি। আর শুনতে ইচ্ছে করে। একটা নেশা কাজ করতেছে।
অসাধারণ একটা ❤ ২০১৪ সাল থেকে।
হারিয়ে গিয়েছো,
কিন্তু আজীবন তোমার অপেক্ষায় আমি।😊
kumar roysen akhono jodi na tha ken labney
গানটা কেনো ভালো লাগে।
কথাগুলা রিদয়ে লাগে। 😢💔😌