জলে ওটা কার দেহ? শ্রীকান্ত ও ইন্দ্রনাথ Part 2 | Kanchan Mullick & Mir

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • জলে ওটা কার দেহ? ইন্দ্রনাথ, শ্রীকান্ত জানে?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 10-‘Srikanta O Indranath’ (Part 2) based on Sarat Chandra Chattopadhyay’s novel ‘Srikanta’
    Directed by Mir Afsar Ali
    Adaptation & Content Consultant: Word Doc
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: ADGtal
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Music Recording Studio: Mahul studio & 7 notes studio
    Musicians
    Flute: Soumyajyoti Ghosh
    Sitar: Sourav Ganguly
    Tabla and percussions: Tamal das
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & A Silhouette Story
    Starring
    Indranath: Kanchan Mullick
    Pishemoshai: Dipankar Chakraborty
    Pishima: Wrishita Mukhopadhyay
    Mejda: Debdas Ghosh
    Chhinath Bahurupi: Diganta Samana
    Mohila & Annada Di : Mahua Banerjee
    Chhor Da: Saurav Bhattacharya
    Jatin Da: Krishnendu Bhattacharjee
    Shah Ji: Kaushik Sen
    Chorus: Debdas Ghosh, Dipankar Chakraborty, Mahua Banerjee, Saurav Bhattacharya
    Borda, Ramkamal Bhattacharya, Kishori Singh & Srikanta : Mir Afsar Ali

Комментарии • 1,4 тыс.

  • @eatsleepexercisedeb
    @eatsleepexercisedeb Год назад +33

    চোখে জল চলে এলো মীরদা আর কাঞ্চনবাবুর গলা শুনে আর অসাধারণ বাঁশি তা আরও মোচড় দিয়ে তুলছিল হৃদয়। আমি বাক্যহারা

  • @sudipsachatterjee2007
    @sudipsachatterjee2007 Год назад +70

    নস্ট্যালজিয়া কে আবার ভীষণ ভাবে জাগিয়ে দিয়ে গেলো এই বাঁশীর সুর। কাঞ্চন বাবুর মুকুটে নতুন পালক এই "ইন্দ্রনাথ"। মীর স্যার এর ভয়েস ম্যাজিক তো সর্বজনবিদিত 💞💞💞💞

  • @AnuvabSpeaks
    @AnuvabSpeaks Год назад +106

    "তাহলে শুরু করা যাক" আবার বিখ্যাত হবে সানডে সাসপেন্স এর মতো ❤

    • @abhishekchakraborty106
      @abhishekchakraborty106 Год назад +6

      আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজসিংহ' উপন্যাসটি শুনতে চাই গল্পমীরের কাছ থেকে ❤️
      অনেক অপেক্ষার পর মীর যে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপর নজর দিয়েছেন সেটা দেখে মনটা ভরে গেল...
      অপূর্ব উপস্থাপনা......❤

  • @subhankarchakraborty4824
    @subhankarchakraborty4824 Год назад +12

    মীর দা না থাকলে জানতামই না, গপ্পো শোনা এতটাই হৃদয় স্পর্শী হয়।

  • @sakilahamed5070
    @sakilahamed5070 Год назад +1558

    গপ্পো মীরের ঠেকে কে কে শার্লক হোমস আর ব্যোমকেশ শোনার অপেক্ষায় আছেন?? 🤍💝🥰 সামনে 30শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্যারের জন্মদিন🎉 এবার হয়তো ব্যোমকেশ উপহার টা আমরা খুব শীঘ্রই পেতে চলেছি । উওফুল্ল!! 💥🎈❣️❤️

    • @SOWAIBHOOD
      @SOWAIBHOOD Год назад +22

      30শে মার্চ আশা করছি আসবে।❤

    • @gouravkayal4650
      @gouravkayal4650 Год назад +17

      Comment King award gose to sakil bhaijan 🥳🥳🥳🥳🥳

    • @ReddmCode
      @ReddmCode Год назад +12

      ​@@gouravkayal4650 ঠিক একদম। সবজায়গায় দেখছি টপ এ।

    • @Soumyadip_2k4
      @Soumyadip_2k4 Год назад +10

      Hmmm ব্যোমকেশ এর সমস্ত গল্পঃ যেগুলো মির দা পাঠ করেননি সেগুলো শুনতে চাই

    • @sakilahamed5070
      @sakilahamed5070 Год назад +1

      ​@@Soumyadip_2k4 সেটাই বলছি।

  • @roumyamaji3864
    @roumyamaji3864 Год назад +152

    "মিথ্যের অস্তিত্ব যদি কোথাও থাকে, তাহলে তা মানুষের মন ছাড়া কোথাও না " ..... Heart touching philosophy 💙💙

    • @pradashc.mitter8173
      @pradashc.mitter8173 Год назад

      ruclips.net/video/s7Wwwa4INO4/видео.html suspense opera bangla

    • @jokerliget43
      @jokerliget43 Год назад +3

      ভুল কথা মিথ্যে মানুষের মনে নয় মিথ্যে বসবাস করে মানুষের মস্তিষ্কে 👍👍👍

    • @kuhelibiswas5769
      @kuhelibiswas5769 Год назад

      😊😊😊

    • @kuhelibiswas5769
      @kuhelibiswas5769 Год назад

      😊😊😊

    • @cmukherjee6692
      @cmukherjee6692 Год назад +1

      @@jokerliget43 মন নিজেই মস্তিষ্ক

  • @sujatalahirichakraborty7640
    @sujatalahirichakraborty7640 Год назад +72

    মাধ্যমিক পরীক্ষার পর শ্রীকান্ত পড়েছিলাম..... আজ কত বছর পর আবার শুনছি সঙ্গে আমার ১০ বছরের ছেলে..... খুব আহ্লাদে র সাথে উপভোগ করছি।

    • @indranilsharma1299
      @indranilsharma1299 Год назад

      11 না 12 কোন ক্লাস এ পড়েছিলাম ভুলে গেছি ।।

    • @nobelnasir2639
      @nobelnasir2639 Год назад +2

      আমাদের বাংলাদেশে আমরা অনেকেই ক্লাস সিক্সে নতুনদা নামের একটা গল্প পড়েছিলাম। 'শ্রীকান্ত-ইন্দ্র ও নতুনদা'-এর কাহিনি।

  • @debasischakraborty3285
    @debasischakraborty3285 Год назад +12

    সত্যি ই অন্যের দুঃখ্যে ব্যাথা পেয়ে চোখের জল ফেলা সহজ নয় ...........খাঁটি কথা ....

  • @skjasimuddin9537
    @skjasimuddin9537 Год назад +36

    আমার প্রিয় উপন্যাস পাঠ করার জন্য অনেক ধন্যবাদ মীর দা কে। এক গুচ্ছ ভালোবাসা এক বাংলা স্নাতক এর ছাত্রর পক্ষ থেকে ❤️🥰

  • @sarbaridutta6617
    @sarbaridutta6617 Год назад +11

    শ্রীকান্ত আর ইন্দ্রনাথের কথোপকথনের সময় যে বাঁশির সুরে বেজে ওঠে সেটা কেমন মন কেমন করা শুর। যেন মনে হয় যে কোন অতীতের কথা মনে পড়ে যায়।❤️❤️

  • @shree597
    @shree597 Год назад +195

    Mir sir এর voice না শুনলে শান্তি পাই না যেনো😌😌 আপনার কন্ঠে পাঠ করা গল্প হৃদয় স্পর্শ করে ❤❤

    • @FoodPLAZZAFFICIAL
      @FoodPLAZZAFFICIAL Год назад +2

      😂

    • @mr.tuhinchakrabortty7515
      @mr.tuhinchakrabortty7515 Год назад +2

      Ekdm...voice ta osadharon..r golper ses e 30/40 sec er mon khuye jaoa kyek ta lines❤

    • @sakilmondal9343
      @sakilmondal9343 Год назад +1

      Hmmm ঠিক বলেছো

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee Год назад +2

      একদম হক কথা কয়েছিস বইন .......😌❤️

    • @debjyotihalder3836
      @debjyotihalder3836 Год назад

      Have rt😢 itt🎉🎉 tui but🎉Y🎉t6 ygy6 tu🎉 thu u get it 😢🎉🎉🎉😢ty 6 yu tu tu hi yg😢 ti y6 h🎉niye b্y t🎉😢গ্রামের ইY😢ম😢😢P🎉😢ধu yu😮 tu 6😮😮6y🎉😢ংY🎉উপর🎉😂😮ণ😮😢🎉5😂😢

  • @Soutam_Das
    @Soutam_Das Год назад +50

    প্রথমত বৃষ্টি, দ্বিতীয়ত লোডশেডিং এবং তৃতীয়ত ঠান্ডা হাওয়া আর তার সাথে কানে headphone আর playlist তে মীর স্যারের কণ্ঠ ও প্রিয় উপন্যাস শ্রীকান্ত ❤️ যেন পুরো স্বর্গ ।
    আমি শ্রীকান্ত উপন্যাস টা পড়েছি কিন্তু আপনার কন্ঠে গল্প গুলো শুনে যেন চোখের সামনে গল্প টা ভেসে উঠতে দেখছি।
    ধন্যবাদ মীর স্যার ❤️ ধন্যবাদ গল্প মীরের ঠেক ❤️

    • @souravghosh5201
      @souravghosh5201 Год назад +2

      Sei virtual ambiance

    • @Soutam_Das
      @Soutam_Das Год назад +1

      @@souravghosh5201 যা বলেছেন ❤️

    • @Soutam_Das
      @Soutam_Das Год назад +1

      @@PhenomenalArchive subscribe করে এলাম কিন্তু এবার মন ভালো করার দায়িত্ব নিতে হবে নাহলে কিন্তু দুঃখ পাব 🙃

  • @subhajitchakraborty469
    @subhajitchakraborty469 Год назад +16

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর এই অমর সৃষ্ঠি শ্রীকান্ত ও ইন্দ্রনাথ ❤❤ বাল্যকালে পাঠ্যপুস্তকে কয়েকটা অংশ পড়েছিলাম 🥺🥺 তখনই যেমন রোমাঞ্চ অনুভব করেছিলাম আজ ২ সপ্তাহ ধরে সেই রোমাঞ্চ আবার অনুভব হচ্ছে 🥺🥺।। ধন্যবাদ মীর দাকে 😊God bless you ❤

  • @poojadattachoudhury
    @poojadattachoudhury Год назад +8

    আমার মতো যারা বইপোকা নয় তাদেরও সাহিত্যের কাছে আনার একমাত্র মাধ্যম হলো গপ্পো মীরের ঠেক। ধন্যবাদ sir 🙏🙏🙏🙏

    • @kartikkarmakar1973
      @kartikkarmakar1973 Год назад

      আমি নিজে এসেছি 🖤 বিরক্তি হওয়া সত্বেও 5 মিনিট শোনার পর আর ছাড়তে পারিনি, জড়িয়ে নিয়েছি 🖤🖤🖤

  • @gouravkayal4650
    @gouravkayal4650 Год назад +222

    এই বাংলায় যদি রসগোল্লার চেয়েও মিষ্টি কিছু হয়ে থাকে, তবে তা হলো গল্প পাঠে মীর দার কণ্ঠস্বর 😇
    যার স্বাদ আমরা নিয়মিত পেতে অভ্যস্ত 😊😊

    • @moner.kotha143
      @moner.kotha143 Год назад +1

      ​@Zeeroo X 😂

    • @Ragini___9246
      @Ragini___9246 Год назад +2

      @Zeeroo X OP 🤣🤣🤣🤣🤣

    • @gouravkayal4650
      @gouravkayal4650 Год назад +2

      ​@Zeeroo X খেয়েছি বন্ধু, তবে তার চেয়েও মীর দা আমার কাছে প্রিয় 😊

    • @riyapaul3619
      @riyapaul3619 Год назад +1

      সত্যি ই তাই😊

    • @captain2311k
      @captain2311k Год назад +1

      Ovyas moto na pelei suru hoy comment section e hate speech 🗿🙂

  • @dkbala1769
    @dkbala1769 9 месяцев назад +3

    গপ্পো মীরের ঠেকের প্রত্যেক শিল্পী এবং কলাকুশলিকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রদুত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীদের অসংখ্য অভিনন্দন। রেকর্ডিং স্টুডিওর সবাইকে জানাই অভিনন্দন।

  • @prithibimondal5293
    @prithibimondal5293 Год назад +11

    ঠিক যে বয়সে শ্রীকান্ত পড়লে এর রস আস্বাদন করা যায়। সেই বয়সেই পড়েছিলাম। এবং সেই রোমাঞ্চ অনুভব ও করেছিলাম আর শ্রীকান্ত আর ইন্দ্রনথের সাথে অভিযান এ ও গিয়েছিলাম।
    আজ আবারও সেই মেয়েবেলার দিনগুলো তে ফিরে গেলাম।

  • @dipayandatta3540
    @dipayandatta3540 Год назад +12

    ইন্দ্রনাথের voice এ কাঞ্চন মল্লিক যে এমন মানাবেন, না শুনলে ধারণা হতো না, perfect choice. কতবার পড়েছি এইসব গল্প, প্রত্যেকটি লাইন আর শব্দ যেন বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠছে।

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +13

    এই ভাষাটা দারুণ লাগলো শুনে, 'এরা তাহলে ত্যানারা নয়' 😁 😁 😁 supper.. 👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @ananda-official02
    @ananda-official02 Год назад +24

    অরিজিৎ দার কন্ঠে গান 🎵..আর মীর দার কন্ঠে গপ্প 📘..দুটোই হৃদয় কে গভীরভাবে স্পর্শ করে যায় ❤.. আমরা ধন্য তোমাদের কে পেয়ে.....

    • @bestrong1955
      @bestrong1955 Год назад +1

      আরে এখানে অরিজিৎ কোত্থেকে আসলো😂

  • @rubidey2618
    @rubidey2618 Год назад +16

    এই গল্প যে পড়েছে সেই এ গল্পের মাধুর্য জানে, গল্প শুনে আজ ও সেই অনুভূতি হচ্ছিল ,যেন ঠিক সেই জগতে প্রবেশ করছি 😊
    কথাশিল্পীর উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রনাম 🙏🏻
    একটা প্রশ্ন ... এমন সুন্দর বাঁশি কে বাজায় ..??
    অনেক ধন্যবাদ "গল্প মীরের ঠেক" এর সকল সদস্যকে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sugarbabegaming5796
      @sugarbabegaming5796 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanatmallick
    @sanatmallick Год назад +23

    এই গল্পটা সারা জীবন একটা মাস্টারপিস হিসাবে মনে রয়ে যাবে। ভালো থাকবেন স্যার।

  • @trishadas3598
    @trishadas3598 Год назад +13

    বাংলা সাহিত্যের ক্লাসিক গল্পগুলো আপনার চ্যানেলের মাধ্যমে শুনতে পেয়ে সত্যি ভালো লাগছে কারন সানডে সাসপেন্স এই ধরনের গল্পগুলো উপস্থাপন করতে পারবে না সেখানে মূলত রহস্য রোমাঞ্চ বা ভৌতিক গল্প আমরা শুনতে পাবো। আপনার কাছে অনুরোধ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গুলো কে নিয়ে আসার। আপনার কন্ঠে জমে যাবে।❤❤❤

  • @kuntalgoswami7582
    @kuntalgoswami7582 Год назад +2

    আসাধারণ মোহময় স্বর আর বাঁশি আলাদা মাত্রা এনে দিয়েছে গল্পে। কুর্নিস।

  • @anamika1930
    @anamika1930 Год назад +17

    এই কন্ঠস্বরে যেন ভেসে যাই মনে হয়। পরিবেশ টা পুরো পাল্টে যায়। আর তাতে এমন background music আহা চোখবন্ধ করলেই সেই যেন ছোট বেলায় ফিরে গেছি।।। মন ছুঁয়ে গেছে।।। 🧡🧡🧡

  • @riyapaul3619
    @riyapaul3619 Год назад +3

    আপনি জাদু জানেন মীর দা।শুনতে শুনতে সব কিছু চোখে র সামনে ভেসে উঠল। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।এখনও মন খারাপ হলে আপনার পাঠ করা গল্প শুনি,নিমেষেই সব দূর হয়ে যায়। এভাবেই আপনি যেন এই সব অবিস্মরণীয় সৃষ্টি গুলো আমাদের সামনে তুলে ধরে আমাদের মোহিত করে রাখবেন।ভালো থাকবেন।

  • @rupamguha1466
    @rupamguha1466 Год назад +3

    কাঞ্চন দা কে ইন্দ্রনাথ হয়ে পাওয়া টা সত্যিই অভূতপূর্ব। মীর দা তুমিই যথার্থ শ্রীকান্ত ।

  • @architaroy4745
    @architaroy4745 Год назад +6

    এক মিনিট ও মন সরাতে পারিনি এর থেকে শরৎচন্দ্র এর মনস্তত্ত্ব র তোমার অপূর্ব বলার ধরন যেনো নতুন প্রাণ দিয়েছে এতে 🫶🏻🫶🏻🫶🏻

  • @souravbarik1778
    @souravbarik1778 Год назад +20

    সাসপেন্স গল্পের বাইরে বাংলা সাহিত্যের এই ধরনের অসংখ্য উপন্যাস বা ছোট গল্প আছে যা আমাদের চেতনায় সুন্দর অনুভূতির সৃষ্টি করে। এইরকম আরও গল্প পেলে ভালো হয়।❤

    • @passionate765
      @passionate765 Год назад +2

      সম্পূর্ণভাবে একমত। সমৃদ্ধ বাংলা সাহিত্য থেকে একের পর এক মণিমাণিক্য মীরদার কন্ঠে জীবন্ত হয়ে উঠুক এটাই আমাদের সর্বোচ্চ প্রাপ্তি।

  • @nilanjanadas8230
    @nilanjanadas8230 Год назад +4

    Background music টা ‌‌অসাধা‌রণ বললেও কম বলা হয়. সু‌‌রটা সারাদিন মনের মধ্যে ঘুরছে. তারমধ্যে মীর দার অপূর্ব সুন্দর গল্প বলা. অনবদ্য. সুরটা ❤❤❤❤❤

  • @soumensamui6817
    @soumensamui6817 Год назад +70

    আমরা পশ্চিমবঙ্গ বা দেশের বাইরে থেকেও এটাই একমাত্র মাধ্যম যেটা আমাদের সমস্ত বাঙালিদেরকে একসাথে যুক্ত করে

  • @avirupgaming2480
    @avirupgaming2480 Год назад +53

    অপেক্ষা সার্থক হলো। কান এর সাথে মণ টা যেনো অগাধ শান্তি পেল❤️...শ্রীকান্ত ও ইন্দ্রণাথ এর দারুন জুটি ❤️❤️

  • @SatyakiAdityaMitraGraphologist
    @SatyakiAdityaMitraGraphologist Год назад +11

    Kanchan Mallik as Indranath - Just Fabulous.

  • @sumanamondal9116
    @sumanamondal9116 Год назад +4

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস পাঠ করে বাস্তবায়িত করার জন্য অসংখ্য ধন্যবাদ 'গপ্পো মীরের ঠেক'-এর সকল সদস্যদের।
    ইন্দ্রনাথ হিসেবে কাঞ্চন মল্লিক এবং শ্রীকান্ত-এর চরিত্রে মীরের কন্ঠস্বর অসম্ভব শ্রুতিমধুর।

  • @kuntalpaul1997
    @kuntalpaul1997 Год назад +40

    প্রাণের প্রিয় লেখকের গল্প ও গল্পের কথক মীর আফসার আলী, শুনতে শুধু কান নয় অনুভূতি লাগে। ❤️❤️❤️

  • @MSrsTown
    @MSrsTown Год назад +4

    প্রাক্তনের কাছ থেকে পাওয়া একমাত্র ভালো কিছু ছিল এই "শ্রীকান্ত" 🖤🌼

  • @brahmacharibanerjee
    @brahmacharibanerjee Год назад +112

    অবশেষে অগাধ অপেক্ষার অবসান হল 😍❤️
    অনেক ধন্যবাদ মির দা এতসুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য ❤❤🙏

    • @ayeshakhatun7957
      @ayeshakhatun7957 Год назад

      হুম 🥰🥰🥰

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee Год назад

      @@ayeshakhatun7957 আশু কেমন আছো ? 🤩

    • @ayeshakhatun7957
      @ayeshakhatun7957 Год назад

      @@brahmacharibanerjee ভালো ব্যানার্জি দা তুমি

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee Год назад

      @@ayeshakhatun7957 জ্বর এসেছে 🥺

    • @ayeshakhatun7957
      @ayeshakhatun7957 Год назад

      @@brahmacharibanerjee ও ওষুধ খেয়ে ঘুমাও

  • @ts12353
    @ts12353 Год назад +35

    একটা ছোট্ট অনুরোধ আছে মীরদা, ভবিষ্যতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "পথের দাবী" উপন্যাসটি শুনতে চাই 😊

  • @shakib1865
    @shakib1865 Год назад +62

    ৩০শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গপ্প মীরের ঠেকে 'ব্যোমকেশ বক্সী'র গল্প চাই। ✊

    • @The_realsujit
      @The_realsujit Год назад +2

      ব্যোমকেশ বক্সী এর গল্পঃ চাই গল্পঃ চাই ✊

    • @GamefrenzyLite
      @GamefrenzyLite Год назад

      Galpa chai..❤

  • @pritampal2309
    @pritampal2309 Год назад +5

    শ্রীকান্ত আর ইন্দ্রজিৎ এর জুটি এর জন্য গোটা সপ্তাহের এক আজব অপেক্ষা.......❤️❤️❤️❤️❤️

  • @dhurjutyprasadroychowdhury1770
    @dhurjutyprasadroychowdhury1770 Год назад +14

    মীর দার ভয়েস সত্যি অসাধারণ। বাইরে বৃষ্টি আর মীর দার গলায় গল্প, এ যে একদম স্বর্গ। 😍😍

  • @tiyashaganguly301
    @tiyashaganguly301 Год назад +4

    আহা! কি দারুণ কথা❤❤ সংসারে যে যত ভালোবাসে সে তত অন্যের মন বোঝে🎉🎉🎉🎉

  • @subhendudas7078
    @subhendudas7078 Год назад +3

    মীরদা পুরো শ্রীকান্ত উপন্যাসটা না পড়লে কিন্তু বাংলা সাহিত্যের প্রতি একটা গভীর অন্যায় করবেন আপনি। এতো সুন্দর উপন্যাস আপনি ছাড়া আর কেও পাঠ করতে পারবে না মীরদা। প্লিজ আপনি পুরো উপন্যাসটা কভার করুন। শ্রীকান্ত এক অমর সৃষ্টি হয়ে থাকবে অডিওস্টোরিস এর জগতে

  • @arifahsan2728
    @arifahsan2728 Год назад +2

    যৌবন কৈশোর এক হয়ে ধরা দিলো আমার ষাটোর্ধ বয়সে
    অসাধারণ লাগছে শুনতে মীর ভাইয়ের কণ্ঠে শরৎচন্দ্রের কথা গুলি
    আমি মুগ্ধ হয়ে শুনছি কৈশোরে যৌবনে পড়া
    শ্রীকান্ত ❤❤❤❤❤
    আমি বাংলাদেশের ঢাকা থেকে শুনছি

  • @souviksengupta3388
    @souviksengupta3388 Год назад +18

    মীর দা শ্রীকান্ত ইন্দ্রনাথ হয়ে গেলেই প্লীজ শেষ করে দিওনা। শ্রীকান্তর ৪ টা খণ্ড ই তোমার গলায় শুনতে চাই। বিশেষ করে শ্রীকান্ত আর বৈষ্ণবীর পার্ট টা। জানি না তোমার কি প্ল্যান। কিন্তু আমি একান্ত অনুরোধ করছি পুরো শ্রীকান্তর ৪ টি খণ্ড ই করার জন্য।

  • @dipikaraha7029
    @dipikaraha7029 Год назад +2

    সেরা তো তুমি ছিলেই, কিন্তু এখন তুমি বিস্ময় হয়ে উঠছো। কি নৈসর্গিক একটা আবহ তৈরি করছো তুমি নিজের কণ্ঠস্বর দিয়ে তা বোধ করি নিজেই জানো না। হারিয়ে যাচ্ছি just. ইন্দ্রনাথ যেমন শ্রীকান্তর হাত ধরে নিয়ে যাচ্ছে নতুন নতুন রোমহর্ষক অভিযানে তেমনি তোমার কণ্ঠস্বর আমাদের চিন্তা আর মনের হাত ধরে কোন অজানার পথে নিয়ে যাচ্ছে। যতক্ষণ গল্পটা চললো যেন স্বপ্নে ঘুরে বেড়ালাম। সব প্রশংসার তুমি উর্ধ্বে। তুমি এখন সত্যিই আশ্চর্য। প্রণাম তোমায়🙏

  • @satandey8792
    @satandey8792 Год назад +8

    সুন্দর উপস্থাপনা❤
    মীর দার কণ্ঠ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক
    সত্যি মনে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই গল্পঃ শোনাচ্ছে❤️
    মীর দা সাহিত্য কে জীবন্ত করে তুলেছে...
    জীবন দিচ্ছে পুরনো সাহিত্য কে...
    সম্মান গুরু তোমার জন্য❤

  • @ritwikbanerjee2020
    @ritwikbanerjee2020 Год назад +4

    Love u MIR......Keep making awesome stories....."MIRCHI without MIR is CHI CHI"

  • @SubashishChakraborty
    @SubashishChakraborty Год назад +4

    গত পর্বটি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম। মীরদার পরিবেশনা ও কন্ঠ, কাঞ্চনদার কন্ঠ, প্রদ্যুৎ চ্যাটার্জীর bgm.. সব মিলিয়ে অনবদ্য।
    তার সাথে বাড়তি পাওনা ছিল মীর দার থেকে পাওয়া লাভ রিঅ্যাক্ট। ভাবতেই পারিনি নিজের পছন্দের মানুষটার থেকে লাভ রিঅ্যাক্ট পাবো। ধন্যবাদ মীর দা। 🙏❤

  • @rakesurrahaman7690
    @rakesurrahaman7690 Год назад +2

    একেতো শ্রীকান্ত উপন্যাস তার উপরে মির দার গলার স্বর, এইটুকুই যথেষ্ট ছিল। শুধু শুধু ব্যকগ্রাউন্ড মিউজিক দিয়ে এমন উপন্যাসের নিজস্বতাটা অনেকটা ক্ষুণ্ণ হল, বলে আমার মনে হয়।
    ভালো থাকবেন মির দা।
    পথেরদাবী উপন্যাসটা শোনার ইচ্ছে রইল।

  • @yamrajofficial1411
    @yamrajofficial1411 Год назад +23

    পরের বার শরদিন্দু বাবুর একটা ঐতিহাসিক উপন্যাস হলে ভালো হয়। 🙏

  • @dipakchaudhuri7879
    @dipakchaudhuri7879 Год назад +2

    বৃদ্ধ হয়েছি। অমর সাহিত্য সৃষ্টি বারবার ফিরে পড়তে সাধ হয়। কিন্তু শারীরিক অসুস্থতা বাদ সাধে। অমর কথাশিল্পীর সৃষ্টি অসামান্য প্রতিভাধর স্বরশিল্পী মিরের হাত ধরে আমার মনে আবার ধরা দেয়। তোমাকে হৃদয়ের গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই।ভালো থেকো।

  • @DeepSamanta520
    @DeepSamanta520 Год назад +6

    আবারও নিজের ছেলেবেলাটা ফিরে পাওয়া গেল গুরুদেবের হাত ধরে একান্ত ভাবে অনুরোধ আপনি আমায় অনেক কিছু শিখিয়েছেন এবং আপনাকে আমি গুরু হিসেবে পেয়ে খুবই ভাগ্যবান এই শিয্যের তরফ থেকে অনেক প্রনাম আর ভালোবাসা।।

  • @aparnabhattacharya6182
    @aparnabhattacharya6182 Год назад +2

    অনেক বছর হয়ে গেল শ্রীকান্ত পড়েছিলাম। আজ আবার নতুন করে আবিষ্কার করলাম মীর'দার কন্ঠস্বরে শ্রীকান্ত উপন্যাস। অসাধারণ লাগলো। এই কন্ঠস্বরে কি জাদু আছে জানি না।

  • @joydeep9352
    @joydeep9352 Год назад +56

    Simply Incomparable! Light years ahead of any other “competitor”🙏🏽

  • @sanjuktosamanta4139
    @sanjuktosamanta4139 Год назад

    দুর্দান্ত অভিনয়..... কাঞ্চন দা আর মীর দা......❤❤❤❤❤❤ অভূতপূর্ব একদম অন্য রকম...... প্রণাম রইলো......

  • @Ragini___9246
    @Ragini___9246 Год назад +47

    তারানাথ তান্ত্রিক এর মধুসুন্দরী দেবীর আবির্ভাব এই গল্পঃ টা শুনতে চাই মীর দা 🥰🥰
    ❣️❣️🥰🥰❣️❣️

    • @sudeshnadandapat3707
      @sudeshnadandapat3707 Год назад

      Already to Sunday a ache new kichu hok

    • @Ragini___9246
      @Ragini___9246 Год назад +2

      @@sudeshnadandapat3707 নেই 🥲

    • @sumanmaity7117
      @sumanmaity7117 Год назад

      আমি চাই মীর দা🥺🥺🥰🥰

    • @sumanmaity7117
      @sumanmaity7117 Год назад

      তারানাথ তান্ত্রিক গল্প সুনতে চাই

    • @ssyy-iz5tj
      @ssyy-iz5tj Год назад

      ​@@Ragini___9246 ace... Mirchi Sunday suspense a. শুনেছি...❤❤❤

  • @prodipmridha8999
    @prodipmridha8999 Год назад +2

    গল্প বলার ধরণ এবং বাঁশির সুরটা এক কথায় অসাধারণ

  • @Raja_YouTube_
    @Raja_YouTube_ Год назад +6

    Kanchan & Mir দারুন জুটি ❤️❤অপেক্ষা সার্থক হলো।

  • @skfaruk4654
    @skfaruk4654 Год назад +7

    অসম্ভব ভালো লাগছে মীর ভাই 👌
    এতো সুন্দর করে গল্পঃ পড়ার ক্ষমতা একমাত্র মীর ভাই এর পক্ষেই সম্ভব 😘👌
    Love you dada 🤗

  • @knightriderspro1556
    @knightriderspro1556 Год назад +15

    মীর দাদার গলায় গল্প শুনলে মনে হয় যেন গল্পের মধ্যেই নিজেকে অনুভব করি 😍😍😍

  • @Vibes_Tony
    @Vibes_Tony Год назад

    Indranath er Voice ...Kanchan Mallik Sir voice...just awesome..most.suitbale

  • @nazminmity6336
    @nazminmity6336 Год назад +3

    চোখে পানি এসে যাচ্ছে বারংবার। ধন্যবাদ মীর দা আপনাকে মন থেকে সালাম। আমি যখন আর আপনার কন্ঠে সানডে সান্সপেন্সে গল্প শুনতে পারছিলাম না কেমন যেন আপনার শূন্যতা খুবই অনুভব করতাম মন‌ খারাপ করে আগের গল্পগুলো বারংবার শুনতাম। আর ভাবতাম আর কি কখনো আপনার গল্প শুনতে পাব নাহ? আল্লাহ কাছে অনেক শুকরিয়া আপনাকেও অনেক ধন্যবাদ নিজ উদ্যোগে আপনি আবার নিজেকে আমাদের মধ্যে নতুনভাবে নতুন রূপে ফিরিয়ে আনার জন্য ❤️❤️❤️ অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ 😊❤️❤️❤️ আমি বাংলাদেশ থেকে আপনার একজন পরম ভক্ত মিতি😊

  • @joker_op_CR7
    @joker_op_CR7 Год назад +1

    Asadharon uposthapona...khub sundor...darun golpo..❤️

  • @stateside_story
    @stateside_story Год назад +34

    The main difference between Sunday suspense and "Goppo Mir er thek", is the choice of Musical instruments, tune, and implementation.
    Love you, boss!

  • @kamruzzamanfaruk7400
    @kamruzzamanfaruk7400 Год назад

    কাঞ্চন মল্লিক এন্ড মীরদা,, অবাক হলাম,, অপূর্ব ✌️

  • @ankhisarkar52
    @ankhisarkar52 Год назад +24

    মীর দার গলায় সব ঘটনা শুনে মনে হয় কোনো মুভি দেখছি , বাইরে বৃষ্টি এন্ড মীর দার গলায় ঘটনা জাস্ট ওশম ❤️❤️

  • @subhajitkundal6536
    @subhajitkundal6536 Год назад

    Mir Da tumi onoboddo... sei signature voice, gaye kata dewa background music... Long live Goppo Mir er Thek...

  • @skshortVideos481
    @skshortVideos481 Год назад +7

    সেই ছোট বেলায় গল্প টা পড়ে ছিলাম আজ মীর দা গলায় ❤❤❤❤

  • @itidas9106
    @itidas9106 Год назад +2

    Background music ta just osadharon ❤❤❤❤❤

  • @viprk1002
    @viprk1002 Год назад +4

    কোনে এয়ারফোন লাগিয়ে শুনছি গা কাঁটা দিচ্ছে আর খুব ভালো লাগছে গল্পটা,
    আর আমি নিজেকে,, একবার শ্রীকান্ত , একবার ইন্দ্রনাথ,, অনুভব করছি 🥰

  • @sumanmukherjee4947
    @sumanmukherjee4947 Год назад +2

    আমার বিশেষ অনুরোধ রইলো মীর দাদার কাছে, আমরা তোমার কাছ থেকে বমকেশ উপহার চাই এবার

  • @shrabanidas7094
    @shrabanidas7094 Год назад +4

    মীর স্যার আলাদাই বরাবর 🌼
    কিন্তু কাঞ্চন দা ও প্রশংসার দাবি রাখে,ফাটিয়ে দিয়েছেন।🌼💖

  • @kushalmondal1687
    @kushalmondal1687 Год назад +15

    The background score deserves special recognition 👏 ❤

  • @bgmishorts2278
    @bgmishorts2278 Год назад +17

    গল্প শুনে ছোট বেলার প্রিয় বন্ধু টাকে আজ খুব মিস করছি 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 Год назад +1

    খুব সুন্দর লাগছে।মীর আর কাঞ্চনের যুগলবন্দী।আরো ভালো কিছু শোনার অপেক্ষায় থাকলাম।

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +5

    এমন আবেগ দিয়ে তোমার কন্ঠে, ওই ছয় বছরের ছেলের শব দেহের বিবরণ.. উফ উফ উফ উফ উফ ভীষণ কষ্ট মীর.. 😭😭😭 আমার দু চোখ দিয়েও দু ফোঁটা জল গড়ালো.. ইন্দ্রনাথ-শ্রীকান্ত... 😊😊😊💫💫🙏🙏🙏💫💫💚💚 এত গভীর কষ্ট, তোমাদের ব্যাথাতে ব্যথিত হলাম গো mirafsarali.. তোমার প্রয়াস অনবদ্য অসাধারণ চিরকালের উজ্জ্বল নক্ষত্র.. 💫💫🎉💫💫🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujatamukherjee3902
    @sujatamukherjee3902 Год назад

    মীর আপনার পড়ার অমোঘ আকর্ষণে গপ্পো মীরের ঠেকে হাজির ۔
    কী অপূর্ব পড়লেন দুজনে !!
    মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !!!👏👏👏

  • @kile_musicmax4376
    @kile_musicmax4376 Год назад +9

    Mir's voice has a comfort to it! Fantastic!!

  • @priyankadas8469
    @priyankadas8469 Год назад +1

    এতো সুন্দর উপস্থাপনা করেছেন।। সত্যি যেন উপলব্ধি করতে পারছিলাম শ্রীকান্ত ও ইন্দ্রনাথ এর সুন্দর ও পবিত্র সম্পর্ক।। ❤❤

  • @santuhazra7039
    @santuhazra7039 Год назад +4

    এখন আর তখন কার জীবনের মধ্যে অনেক তফাৎ, এখন আর কেউ কারও জন্য কাঁদে না, সবাই কাঁদায়,,, যদি সুযগ আসে তাহলে আমি শ্রীকান্ত আর ইন্দ্রনাথ এর দুনিয়ায় ফিরে যেতে চায়❤

  • @susmitsahu4632
    @susmitsahu4632 Год назад

    মুগ্ধতার সমস্ত সীমা আজ অতিক্রম করে গেল। মীরদার জন্য আমার 1000 👍

  • @yakeenbatch1145
    @yakeenbatch1145 Год назад +7

    Darun Golpo Sir 😅❤. Sb kichu 100 % Hoyeche
    But ekta request j Detective golpo ano please Byomkesh , Most waiting Sherlock Holmes tomar golay manay

  • @jugaltania
    @jugaltania 8 месяцев назад

    অসাধারণ সুন্দর গল্প.. বাঁশির মূর্চ্ছনা.. তার সাথে তোমার অপরূপ গল্পপাঠ মীরদা এক অপরূপ মায়াজালের সৃষ্টি করেছে.... ❤️❤️

  • @samironbar3672
    @samironbar3672 Год назад +4

    Love from satkhira,Bangladesh ❤❤

  • @apextest9735
    @apextest9735 Год назад +1

    background music ta 30% r baki 70% Mir sir..er legendary voice ... osadharon .

  • @mithunbiswas3568
    @mithunbiswas3568 Год назад +5

    কথা হচ্চে,,শ্রীকান্ত এর কাহিনী অনেকটা মজার ছিলো,,এবার একটু আশা করবো মজাটা বেশি দেওয়ার

  • @girlishtalk8701
    @girlishtalk8701 Год назад +1

    বাংলা ভাষা সাহিত্যের এই অমূল্য ধনরত্নগুলিকে
    বর্তমান ইংরেজি মাধ্যমে পাঠরতা কিশোর- কিশোরীদের কাছে পৌঁছে দেওয়ার এই ঐকান্তিক প্রয়াসকে সাধুবাদ জানাই...👌👌👌
    অনেক শুভেচ্ছা মীর দা...

  • @avirupbiswas4477
    @avirupbiswas4477 Год назад +4

    সমরেশ মজুমদারের লেখা অনিমেশ এর series এর অপেক্ষায় থাকবো মীর দা। ❤️

  • @gaanogolpo9957
    @gaanogolpo9957 Год назад +1

    অনবদ্য বললেও কম বলা হয়। যেমন পাঠ ( ইন্দ্রর ভূমিকায় কাঞ্চন একেবারে অবাক করে দেবার মতো- অভিনন্দন!!! কাঞ্চনকে দিয়ে এমন একটা চরিত্র করার ভাবনা, আর অভিনয়ের জন্য) , তেমন background music। মীর, তোমায় কী বলা যায়, জানি না, তবে তুমি যা সৃষ্টি করে যাচ্ছ তা থেকে যাবে। পুরোনো কালজয়ী উপন্যাস যা এখনকার প্রজন্ম পড়েনি, তাকে যে এইভাবে ফিরিয়ে আনা যায় তা তুমি দেখালে। এগিয়ে যাও তোমার জয়যাত্রায় আর এমন ই সব চমকপ্রদ কাহিনী উপহার দিয়ে যাও আমাদের। জীবনে যা কিছু ভালো তার মধ্যে এটাও এক অন্যতম প্রাপ্তি। অভিনন্দন তোমাকে , কাঞ্চনকে আর তোমার team কে।

  • @ronojitroyauntu8726
    @ronojitroyauntu8726 Год назад +9

    গুরু তোমার কন্ঠে এক অদ্ভুত জাদু আছে!!💖 তারানাথ তান্ত্রিকের আরো একটা এপিসোড চাই গুরু
    বাংলাদেশ ঢাকা থেকে বলছি 🙋‍♂️

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 Год назад +1

    osadharon..Mir da..nothing to say.. khali shune jachi..

  • @DOGESHYT
    @DOGESHYT Год назад +3

    Kanchan dar ei dik ta jana chilo na, Legend ❤

  • @appleroy4984
    @appleroy4984 Год назад +2

    এতদিন হয়তো অন্য কণ্ঠে অনেক গল্প শুনেছি, কিন্তু যে জিনিসটা খুজে বেরিয়ে ছিলাম সেটা পাইনি।
    মীর দা আপনার কণ্ঠেই শুধু সেই জিনিসটা পাওয়া যায়,,,,,, আর সেই জিনিসটা হল তৃপ্তি 😌❤

  • @kopaimukherjee6166
    @kopaimukherjee6166 Год назад +10

    This story has something in it that held me captive for a few days. It reflects all the inner emotions of one's heart. Truly, emotions and feelings of a person can't be recognised by intelligence but by sympathy and love. It seems to be that I am able to see the whole thing in front of my eyes. Thank you so much for bringing this as an audio story.

  • @suriyarahman3449
    @suriyarahman3449 Год назад +1

    কেন যে বারবার চোখ ভিজছে। কি হচ্ছে এই সব! অদ্ভুত! অদ্ভুত! অদ্ভুত!

  • @shwetakarmakar820
    @shwetakarmakar820 Год назад +4

    আপনাদের আওয়াজ শুনলে এমনি চোখ বন্ধ হয়ে যায়, আর মোনে সেই ছবি আঁকতে থাকি , এই অনুভূতি যেন ভাষায় বোঝানো যায় না। ❤

    • @bestrong1955
      @bestrong1955 Год назад

      তোমার ফটো তোলার পোস্টটা কিন্তু দারুণ❤

    • @biltu96
      @biltu96 Год назад

      Mujhe tumara sat zindagi bhar nhi chahiye bas job tok zindagi hai tob tok chaiye😊

  • @aparajitasarkaraparajita1980
    @aparajitasarkaraparajita1980 Год назад +1

    অপূর্ব অপূর্ব ❤গোটা শ্রীকান্ত আপনার গলায় শোনার আশায় রইলেম

  • @tuhin.stat.
    @tuhin.stat. Год назад +3

    মীর স্যার আর কাঞ্চন স্যার জমে পুরো ক্ষীর।

  • @Mathপারি
    @Mathপারি Год назад +11

    "গল্প মানে প্রাণ আর প্রাণ মানে মীরদা "✓