নতুনদাকে কি বাঘে খেলো? শ্রীকান্ত ও ইন্দ্রনাথ Part 3 | Kanchan and Mir

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • নতুনদাকে কি বাঘে খেলো?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 11-‘Srikanta O Indranath’ (Part 3) based on Sarat Chandra Chattopadhyay’s novel ‘Srikanta’
    Directed by Mir Afsar Ali
    Adaptation & Content Consultant: Word Doc
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: ADGtal
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Music Recording Studio: Mahul studio & 7 notes studio
    Musicians
    Flute: Soumyajyoti Ghosh
    Sitar: Sourav Ganguly
    Tabla and percussions: Tamal das
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & A Silhouette Story
    Starring
    Indranath: Kanchan Mullick
    Pishemoshai: Dipankar Chakraborty
    Pishima: Wrishita Mukhopadhyay
    Mejda: Debdas Ghosh
    Chhinath Bahurupi: Diganta Samana
    Mohila & Annada Di : Mahua Banerjee
    Chhor Da: Saurav Bhattacharya
    Jatin Da: Krishnendu Bhattacharjee
    Shah Ji: Kaushik Sen
    Notun da: Dwaipayan Dwai Saha
    Chorus: Debdas Ghosh, Dipankar Chakraborty, Mahua Banerjee, Saurav Bhattacharya
    Borda, Ramkamal Bhattacharya, Kishori Singh, Mudi Malik & Srikanta : Mir Afsar Ali

Комментарии • 1,3 тыс.

  • @sr_2746
    @sr_2746 Год назад +732

    এখন ফরিদপুরে হালকা বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গিয়েছে সেই সন্ধ্যায়, মৃদু বাতাস, ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক। পুরো পরিবারের সাথে ইফতার আর নামাজ শেষে কাথা গায়ে অন্ধকার ঘরে, আজ থেকে ১০ বছর আগে পড়া সবচেয়ে প্রিয় বই আবার শুনছি। জীবনে সুখী হতে আসলে বেশি কিছু লাগে না। উপন্যাসটা পুরোটা শেষ করবেন দাদা,এই উপন্যাসে হয়তো ভূতের গল্প বা গোয়েন্দা কাহিনির মতো ভিউজ আসবে না। কিন্তু শ্রীকান্তের মতো ক্লাসিক আপনার কন্ঠেই পুর্ণতা পাবে।

    • @amitabanerjee432
      @amitabanerjee432 Год назад

      Faridpur bhese jai ni? tui akhono beche achis pagol choda

    • @golifood9108
      @golifood9108 Год назад +11

      Sata kotai Bangladesh a???

    • @sr_2746
      @sr_2746 Год назад

      ​@@golifood9108ha

    • @osimakhatun310
      @osimakhatun310 Год назад +10

      ব্যাগে মীর এর গল্প আছে.. আর ব্যাঙ ডাকে রাতে, ব্যাগ নয়.. 😂😂😂

    • @santanumitra9176
      @santanumitra9176 Год назад +8

      Bah, Sundar.. khub valo laglo tomar comment ta..
      Tomar varnana ta mon chu a gelo. Satti, sukhi hote khub besi kichu lagena. Valo theko..

  • @atanupal7453
    @atanupal7453 Год назад +8

    অনেক দিন আগেই এগুলো পড়েছিলাম। তখনও একটা আবেশের মধ্যে থাকতাম এখনও সেই অনুভূতিটাই হচ্ছে। শুধু এরকম বাংলা সাহিত্য নিয়েই এইরকম হাজার এপিসোডের অপেক্ষায় রইলাম। যেখানে সবাই শুধু সাসপেন্স আর সাসপেন্স করে চলেছে সেখানে এই ঠেকে সম্পূর্ণ নস্টালজিক সেই সব অপূর্ব সৃষ্টি গুলো পুনরায় শুনতে পেয়ে তায় আবার এই অপূর্ব উপস্থাপনা ! আমি কৃতজ্ঞ আপনি এবং আপনার পুরো টীমের কাছে। বাংলা সাহিত্যের সেই সুবর্ণ সময়টিকে পুনরুজ্জীবিত করবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ❤❤❤❤

    • @durgidas1066
      @durgidas1066 Год назад

      Dada ak ta taranath hobe ki

    • @atanupal7453
      @atanupal7453 Год назад

      @@durgidas1066 তারানাথ তো অনেক শোনা হয়েছে। তাও আবার মীর দার গলায় ই। আমি আরো বেশি করে শরৎ চন্দ্র বা বিভূতি ভূষণ শুনতে চাই।

  • @sakilahamed5070
    @sakilahamed5070 Год назад +126

    "শ্রীকান্ত ও ইন্দ্রনাথ"🥰🥰 এর মতো আমাদের সকলের বন্ধুত্ব মধুর 🍯 হোক। সুচারুভাবে শ্রীকান্ত ও ইন্দ্রনাথ পরিবেশনের জন্য Mir da🤍💝 কে অসংখ্য ধন্যবাদ 🥰😍।আমরা শ্রোতারা মীর দার সমস্ত উপস্থাপনার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের চর্চা ধরে রাখবো....এটাই আশা এটাই হয়তো বড়ো প্রাপ্তি🤗।

  • @teenandtinyminds24
    @teenandtinyminds24 Год назад +13

    ইন্দ্রনাথ এর perfect selection হয়েছে। background music অসাধারণ। মীর কে আলাদা করে কিছু বলার নেই। ❤

  • @kheya534
    @kheya534 Год назад +277

    এরপর অবশ্যই রাজলক্ষ্মী ও শ্রীকান্ত নিয়ে আসবেন, পুরো শ্রীকান্ত সিরিজটাই হয়ে যাক এবার এই ঠেক-এ।
    একান্ত অনুরোধ রইলো, অন্ততঃ আমাদের জন্য।। ❤❤

    • @বিক্রম-ল১ত
      @বিক্রম-ল১ত Год назад +3

      না এটাই শেষ

    • @ujiandsumisworldofcooking
      @ujiandsumisworldofcooking Год назад +4

      পূর্ণ সমর্থন করলেও, আমাদের এই ঠেক এর ডিঙি যেন Captain Mir দার মুক্ত মনে র ইচ্ছাতেই এগিয়ে যায় - এই প্রার্থনা রাখি।

    • @Pakuni64
      @Pakuni64 Год назад

      Not interested in ur Srikanto Obolakanto boring story

    • @tiyasapal9676
      @tiyasapal9676 Год назад +5

      @@Pakuni64 see, nobody cares

    • @kaushiknaskar8196
      @kaushiknaskar8196 Год назад

      @@Pakuni64 then just ignore it ekhane ese comment jokhon kor6en tahole suntei to ese6en 😂😂😂

  • @rajenmaity874
    @rajenmaity874 Год назад +96

    তোমরা সবাই কি বলো??
    কে কে সম্পূর্ণ শ্রীকান্ত শুনতে ইচ্ছুক ❤️🥺🥺🥺

  • @soumenmishra1624
    @soumenmishra1624 Год назад +3

    কী সুন্দর! কী অপূর্ব! আহা মন ভরে গেলো। ছোট বেলার পড়া আর আজ সোনার মধ্য কত পার্থক্য। ধ্যান হয়ে রইলাম।

  • @Akash_Gayen125
    @Akash_Gayen125 Год назад +1

    মীর দা ক্লাস 11 এ এই গল্পটা পুরো শেষ করতে পারিনি উপন্যাসে কিন্তু পুরোটা সোনার ইচ্ছে অনেক দিনের, শেষে তোমার কাছে থেকে শুনলাম আমি জন আরো অনেক টা বাকি আছে গল্পটা। প্লীজ হাত জোর করছি যে গল্পটা এখানে শেষ করোনা পুরো করো গল্পটা।প্লীজ🙏

  • @soumen601
    @soumen601 Год назад +4

    কি সুন্দর লিখেছেন। আর মীর দা আপনার গলার আওয়াজ কতো টা সুন্দর। জীবন টা কতো সহজ আর আমরা কতো কঠিন কোরে ফেলেছি । 🙏🙏🙏🙏🙏🙏

  • @shrayasichatterjee9967
    @shrayasichatterjee9967 Год назад +17

    দিদি অন্নদার ভূমিকায় যিনি পাঠ করলেন তার প্রশংসা করার ভাষা ঠিক খুঁজে পাচ্ছি না। এক কথায় হৃদয়স্পর্শী।😊

  • @subhajitchakraborty469
    @subhajitchakraborty469 Год назад +180

    আজ হয়তো ইন্দ্র ও শ্রীকান্ত আর পর্ব শেষ হয়ে যাবে কিন্তু এই অমর সৃষ্ঠি সর্বদা আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবে❤❤❤❤ আবারও ধন্যবাদ মীর দাকে 😊❤

  • @creatorJoy19
    @creatorJoy19 Год назад +6

    অসাধারণ লাগলো❤ বিশেষ করে অন্নদা দিদির চিঠির কথা ও শ্রীকান্তের বৃদ্ধ বয়সের আস্ফালন মির দার কন্ঠে❤❤ ভালোবাসা অবিরাম গল্প মিরের ঠেক❤❤🙏🙏

  • @MdRipon-wj8wc
    @MdRipon-wj8wc Год назад +7

    মীর ভাই আপনাকে স্বাগতম এরকম ভালো গল্প শোনানোর জন্য আমি বাংলাদেশ থেকে শুনছি

  • @sushantamohantagore9314
    @sushantamohantagore9314 4 месяца назад

    Otuloniyo golpo. Otuloniyo bolaao kom.... Kaaljoyi...🙏 Ekisaathe otuloniyo Mirdaar obodaan..Hats off to you Mirdaa .....👌💐

  • @souviksantra5137
    @souviksantra5137 Год назад +95

    কাঞ্চন দা যে এতো ভালো গল্পঃ পড়তে পারে জানতাম না , সত্যি অনবদ্য।❤
    আরো অনেক চরিত্রে ওনার গলায় গল্প শুনতে চাই

  • @ssengupta5071
    @ssengupta5071 Год назад +1

    *শুধু প্রনাম জানিয়েই যাই। তোমার, মধুমাখা গলার থেকেও বারে বারে মনে হয় যেন মধুক্ষরা প্রেম, বাংলা সাহিত্যের প্রতি, বাঙালীর প্রতি। এই সব গল্প যেমন চিরকালীন, তেমনি তোমার এই প্রয়াস আগামীকালের জন্য রেখে যাচ্ছো কত শত প্রেমময় বাংলা সাহিত্যের রত্নখনি।*
    নতুন যুগের আর আগামীকে অনেক অনেক গল্প শোনাও, হে বরপুত্র!🙏🙏🙏

  • @swapandas-jt4ig
    @swapandas-jt4ig Год назад +98

    দিদি বা বোন নেই আমার। কিন্তু ভাই-দিদির ভালোবাসার কাহিনী পড়ে চোখের জল আটকে রাখতে পারেনি। আজ শুনে কান্না দলা পাকিয়ে আসল...😭শরৎবাবু 🙏

  • @parthamaji9239
    @parthamaji9239 Год назад

    Prothom porbe kanchan da sadharan dwitiyo porbe kanchan da valo r ai porbe asadharon. Mir da r kono kotha bolar jogyota nei.

  • @hoi_kiew
    @hoi_kiew Год назад +58

    দিদির চরিত্রে যিনি অভিনয় করেছেন ওনাকে প্রনাম জানাই
    আমি এই গভীর রাতে বিছানায় শুয়ে এই পর্ব শুনতে শুনতে বহুদিন পর কান্না করেছি..
    ধন্যবাদ

    • @dibyendudutta7928
      @dibyendudutta7928 Год назад +1

      Didi - Casting : Aparajita Addhya

    • @arijitroy9031
      @arijitroy9031 Год назад +3

      দিদির চরিত্রটি করেছেন মহুয়া ব্যানার্জী

    • @rajanyaraichakrabortyrai2d280
      @rajanyaraichakrabortyrai2d280 Год назад

      ​@@dibyendudutta7928 na. Mahua Banerjee acting ta korechen

  • @mhsproduction234
    @mhsproduction234 Год назад +2

    এই প্রথম খেয়াল করলাম Thumnail এর এক পাশে পাখির Animation চলে।

  • @shrabanidas7094
    @shrabanidas7094 Год назад +5

    মহিলা কণ্ঠটি চমৎকার.... কান্না টা বুকে ছ্যাঁত করে লাগে🌼

  • @s.b.education7863
    @s.b.education7863 Год назад

    ইন্দ্রনাথ ও শ্রীকান্ত র কন্ঠ স্বর মধুর লাগলেও অন্নদা দিদির কন্ঠস্বর ও অভিনয় চোখে জল নিয়ে এলো ৷ অসাধারন অসাধারন |

  • @DeepSamanta520
    @DeepSamanta520 Год назад +141

    চাইছি এই শ্রীকান্ত যেন এবার রাজলক্ষীকে নিয়ে ফিরুক❤❤

  • @bihaanboutique6274
    @bihaanboutique6274 Год назад

    Uuuuffff ki sunlam....jonmo jonmantore o vulbo na....sei jaigai pouche giachilam....plz Mir da...puro... Mane Gota indronath sunte chai.....plz...🙏🏻🙏🏻🙏🏻

  • @SubashishChakraborty
    @SubashishChakraborty Год назад +43

    দুটি পর্বের পর তৃতীয় পর্ব শোনার জন্য খুব excited.
    তারানাথ তান্ত্রিকের "মধূসুন্দরী দেবীর আবির্ভাব" গল্পটি পাঠ করার জন্য অনুরোধ রইলো। 🙏❤

  • @uttarinbag2838
    @uttarinbag2838 Год назад +1

    মীরদা আমি আপনার খুব বড় fan, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এত সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার জন্য। আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আপনি যদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "বিপ্রদাস" উপন্যাসটি উপস্থাপন করেন তাহলে খুব খুশি হতাম 🙏🙏

  • @shree597
    @shree597 Год назад +178

    Mir sir এর গল্প শোনা মানেই মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া ❤❤❤❤❤❤ আপনাকে ছাড়া সব গল্পই যেনো অসম্পূর্ণ ❤❤❤❤❤

    • @palashpaul4007
      @palashpaul4007 Год назад +8

      It's true 😊

    • @DeepSamanta520
      @DeepSamanta520 Год назад

      সত্যি তাই
      নকল গপ্পো মীরের ঠেক হতে সাবধান
      আসল একজনই Mir Afsar Ali @realmir

    • @suvashreechakrabarti5593
      @suvashreechakrabarti5593 Год назад +6

      Ekdom thik...... ekai eksho...... 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @mr.tuhinchakrabortty7515
      @mr.tuhinchakrabortty7515 Год назад +4

      কন্ঠ টাই অসাধারণ ।।
      মনোমুগ্ধকর । Really love the voice♥️

    • @unreal_subra
      @unreal_subra Год назад +5

      😊 তাই তো তিনি ছেড়ে গিয়েও ফিরে এলেন এই অভাগা শ্রোতাদের ভালোবাসার জন্য ।

  • @30biswarup
    @30biswarup Год назад

    Mir da eta tomar best creation...jemni narration ,temni background music, ki j bhalo legeche likhe hayo bojhate parbo na...sunte sunte gala bytha haye aschilo, chokh jala koechilo....tumi satti bhagoban...onek bhalo theko

  • @pralaymondal9807
    @pralaymondal9807 Год назад +9

    নমস্কার মীর'দা আমার সালাম নেবেন।
    একটা বিশেষ অনুরোধ নিয়ে আপনাকে এটি লিখছি। আপনার "গপ্পো MIR এর ঠেক" এর নিয়মিত শ্রোতা আমি। আপনার কণ্ঠে গল্প শুনতে বরাবরই খুব ভালো লাগে তাই আমার একটি প্রিয় গল্পের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি । সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা "জলদস্যু" ও তার দ্বিতীয় ভাগ "আঁধার রাতের অতিথি" গল্প দুটি যদি আপনার ঠেকে আপনার কণ্ঠে শুনতে পারি তাহলে একজন গল্প প্রেমী হিসাবে খুব আনন্দিত হবো। ইতি আপনার একজন ভক্ত প্রলয় মণ্ডল।

  • @GoMayabi
    @GoMayabi Год назад +1

    That female voice actress's voice is out of the world.

  • @animallove3907
    @animallove3907 Год назад +50

    শ্রিকান্ত যারা পড়েনি তারা বুঝবেনা উপন্যাশটা অসাধারন শ্রিকান্ত পড়তে গিয়ে অনেক বার চোখ থেকে এমনিতেই জল চলে এসেছে

    • @barshabiswas8275
      @barshabiswas8275 Год назад +3

      বানান গুলো সংশোধন করুন আপনার

    • @shila7318
      @shila7318 Год назад +2

      আপনি যখন পড়েইছেন,তাহলে বানান গুলোও ঠিক করে লিখুন😑

  • @minadas2917
    @minadas2917 Год назад

    কি অসাধারণ অন্নদা দিদির চরিত্র যিনি করেছেন। ওনাকে অনেক ভালবাসা।

  • @Bibhakuley
    @Bibhakuley Год назад +10

    শনিবারের জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে I তার মধ্যে আমি একজন I মীর দা চলে যাওয়ার পর খুব খারাপ লেগেছিল.. কিন্তু আবার ফিরে এসে এতো দারুণ দারুণ গল্প শোনাবে vabai যায় না I আমরা মীর কে jotota না ভালোবাসি,,""মীর da"" এই গল্প প্রেমিক বা প্রেমিকাদের বেশী ভালো বাসে আমার মনে হয় I তাই জন্য ফিরে আসতে বাধ্য হয়েছে I 😊 ✌️✌️❤️❤️
    শেষের part এর জন্য অপেক্ষায় রইলাম 😊

  • @pabitranayak07
    @pabitranayak07 Год назад

    কী সুন্দর এক অদ্ভূত সাজানো আয়োজন নাহ্ মীরদা তোমার। আমাকে প্রথম গল্প শোনার রস দিয়েছিল মীরদা। যখন নিজের স্টাডি করতে করতে আর ভালও লাগে না ক্ষণিকের আনন্দ টুকু মীরদার কাছে গল্প শুনে পাই, যেনো মনে হয় আরও শুনি। অনেক ভালবাসা রইলো মীরদা ❤

  • @amibangali143
    @amibangali143 Год назад +11

    আসসালামু আলাইকুম মীরদা,
    রমজান মুবারাক,
    From Omar
    Matuail, Jatrabari, Dhaka.
    Love u dada! 😌💝

  • @dazzlingdaizy1969
    @dazzlingdaizy1969 Год назад

    Sharat samagra te pore6i ei golpo ta kintu sune je anuvuti ta holo seta age hoy ni thank you Mir da

  • @anujdas7197
    @anujdas7197 Год назад +4

    Kanchon da ke jeno pore abr dekha jai ❤

  • @mdmostafizurrahman3687
    @mdmostafizurrahman3687 Год назад +1

    বাংলাদেশ থেকে বলছি, স্যার শীকান্ত উপন্যাস আপনার কন্ঠে পুরোটি হলে সব সময় শুনতে পারতাম, জানি এটা তৈরী সহজ কাজ নয়। ধন্যবাদ আপনাকে সুন্দর এই সৃষ্টির জন্য।

  • @souravsikder157
    @souravsikder157 Год назад +8

    সময়সীমা 01:16:38

  • @SomnathAmta
    @SomnathAmta Год назад

    হাওড়া জেলার অন্যতম সেরা সাহিত্যিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি পানিত্রাস এর সামতাবেড়িয়া আমার বাড়ির খুব কাছেই, বহুবার গিয়েছি আর আজ সেই লেখকের সেরা সৃষ্টি শ্রীকান্ত উপন্যাস টি কে মীর দা যেভাবে পাঠ করে শোনালো এবং কাঞ্চন দা কে ইন্দ্র র চরিত্রে দারুন লেগেছে,,,,, চালিয়ে যাও মীর দা
    I❤You Mir Da

  • @kalibhai69
    @kalibhai69 Год назад +31

    কিছু ভয়,,,
    কিছু রহস্য ,,,,
    কিছু হাসি,,,,
    কিছু প্রেম,,,,
    এই ঠেকে সবই আছে,,,, তা এই গপ্পে বিশেষ ভাবে অনুভব করতে পেরেছি ,,,❤☺️

  • @sreemoyeedutt
    @sreemoyeedutt Год назад

    Chokhe jol ese galo. Onobodyo.

  • @gotohell6315
    @gotohell6315 Год назад +4

    দাদা, আপনি কি যে মন খারাপ দিলেন । তা আর কি বলবো । 🥺

  • @shotray
    @shotray 6 месяцев назад

    Just finished all 3 , mind-blowing.
    Ei eka din gulo england e khoob ekta bhalo katche na, desh er kotha mone asche bar bar. Ferot jabo taratari.
    Thanks Mirda.

  • @ananda-official02
    @ananda-official02 Год назад +28

    অমর হয়ে থাকুক শ্রীকান্ত ও ইন্দ্রনাথের বন্ধুত্বের গল্প 😌🖤.... ধন্যবাদ মীরদা

  • @crSubham1227
    @crSubham1227 Год назад

    দিদির কন্ঠ টি যার ছিল তাকে জানাই hats off
    দারুন

  • @loneranger5700
    @loneranger5700 Год назад +3

    সাহুজি-র কবরের অংশটা শুনে কেন জানিনা চাঁদের পাহাড় গল্পের দিয়াগো আলভারেজ-র কবরের বিবরণ মনে পড়ে গেল, কিছু বছর আগের মীর দার কন্ঠেই শোনা 😉😎..

  • @somnathacharyaacharya2072
    @somnathacharyaacharya2072 Год назад

    Khub sundor mir dake suntepere abar valolagche

  • @madhabmondal8888
    @madhabmondal8888 Год назад +7

    যত টা সুন্দর এই গল্পটা ঠিক ততটাই সুন্দর মিউজিক Uff just awesome মির দা. I LOVE YOU

  • @dipjyotideb2998
    @dipjyotideb2998 Год назад +2

    যেহেতু শ্রীকান্ত শুরুই হলো শেষটা পুরোটা উপন্যাস দিয়েই হোক।
    রাজলক্ষ্মী চাই ই চাই।

  • @sakilahamed5814
    @sakilahamed5814 Год назад +9

    Duration 1:16:48

  • @sowravshaha75
    @sowravshaha75 6 месяцев назад

    ধন্যবাদ মীর দাকে 💕

  • @fahim1.1
    @fahim1.1 Год назад +5

    দোল খাওয়ানো চেয়ার গা এলিয়ে দিয়ে আরেকটা চেয়ারে পা রেখে দু চোখ বন্ধ করে টেবিলের মোবাইলটা রেখে গল্পটা শোনার যে কি এক অনুভূতি তা বলে বোঝানো যাবে না ভালোবাসা রইলো গপ্প মিরের ঠেক এর সকল টিম মেম্বারদের কে এত কঠোর পরিশ্রম করে এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ভালোবাসা শুধুর মালয়েশিয়া থেকে জন্মসূত্র বাংলাদেশী 🇧🇩🇮🇳

  • @rebhudemoroy6682
    @rebhudemoroy6682 Год назад +2

    Sotti mugdho holam..mir da awesome(.baki ta bollam na due to piracy) . thanku ❤️❤️

  • @bidishabosu2659
    @bidishabosu2659 Год назад +18

    মুগ্ধ!!! মুগ্ধ!!! মুগ্ধ!!! ❤❤❤ শ্রীকান্ত এগিয়ে যাক আরো.... জীবনের শত সহস্র কষ্ট যন্ত্রণার মাঝে.... কিছুক্ষণ যেন সব ভুলে যাওয়া.... এক অনাবিল শান্তির জায়গা....❤❤❤

  • @PROUD_TO_BE_INDIAN_VANDEMATRAM

    Ei golpo ta class 8 e amader school er syllabus e chhilo....darun lagto golpo ta Porte....

  • @afinurrahaman3153
    @afinurrahaman3153 Год назад +37

    পুরো এক সপ্তাহের অপেক্ষার পর আসতে চলেছে শ্রীকান্ত আর ইন্দ্রের মধুর সম্পর্ক.......... আঃ শান্তি🙂

  • @Sharmit98
    @Sharmit98 Год назад

    দাদা একটা আর্জি ছিলো।।
    বর্ষার সন্ধায় তাঁরানাথ, বেকার স্ট্রিটের হোমস্, আর ফেলু মিত্তির কে খুব মনে পরছে।।
    সঙ্গে বক্সি বাবু।।
    এনে দিলে খুব খুশি হতাম 😌

  • @subhadipadhikary488
    @subhadipadhikary488 Год назад +14

    সত্যি মীর দা যেমন " অজিত ছাড়া বোমকেশ , তোপসে ছাড়া ফেলুদা, সন্তু ছাড়া কাকাবাবু তেমন ই ইন্দ্রনাথ ছাড়া শ্রীকান্ত ও অপূর্ণ থাকবে অবশ্যই। তুমি তো সবদিনের ই সেরা.... তুমি আমাদের হৃদয়ে সর্বদা থাকবে তারপরে ই থাকবে তোমাদের জুটি❤️❤️

  • @yamrajofficial1411
    @yamrajofficial1411 Год назад +9

    আমি যমরাজ, স্বর্গ থেকে বলছি, আমাদের স্বর্গেও তোমার ঠেকের রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। 👌

    • @daliasarkar8810
      @daliasarkar8810 Год назад +1

      Tahole apni bajrangbali ke deke din karon apni to hanumanji ke amorerr bor dyechilen .

    • @daliasarkar8810
      @daliasarkar8810 Год назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sarojpakhira9600
    @sarojpakhira9600 Год назад +1

    Khub shundor

  • @shuvroguitarbuzz9466
    @shuvroguitarbuzz9466 Год назад +7

    Ramadan mubarak mir vai❤️❤️❤️
    From :Khulna,Bangladesh
    (সারা সপ্তাহ অপেক্ষায় ছিলাম অবশেষে)

  • @Painterrisav
    @Painterrisav Год назад

    Fata fati..osadharan osadharan..❤ lovely..

  • @kalyanrana9890
    @kalyanrana9890 Год назад +12

    অন্নদা দিদি র চিঠি র অংশ টুকু শুনে চোখে জল ধরে রাখা গেলো না।
    মনে হলো আমিও যেনো কতো জঙ্গল নদী খেলার মাঠ ঘুরে এলাম।সাক্ষী থাকলাম একটা নৈশীক অভিযানের।
    ধন্যবাদ পুরো টিম কে🙏

  • @ayangoswami7871
    @ayangoswami7871 Год назад

    ইন্দ্রনাথের চরিত্রে কাঞ্চন মল্লিককে বেমানান লেগেছে আমার। বাকী সব নিয়ে বলার কিছু রাখেন না আপনি।
    "রক্তকরবী" উপন্যাসটা আপনার চ্যানেলে শুনার অপেক্ষায় থাকব

  • @R.Omi0220
    @R.Omi0220 Год назад +18

    আস সালামু আলাইকুম সবাইকে।।
    আমি বাংলাদেশ থেকে বলছি।।
    মীর স্যারের কণ্ঠে যে কোনো চরিত্র এমন ভাবে ফুটে ওঠে, যেন সবকিছুই বাস্তব মনে হয়।।
    I love you mir sir ❣️❣️

    • @roysburdwan8378
      @roysburdwan8378 Год назад +4

      জয় শ্রী রাম 🙏🙏আমি ভারত থেকে বলছি।।
      মীর দার কণ্ঠে যে কোনো চরিত্র এমন ভাবে ফুটে ওঠে, যেন সবকিছু বাস্তব মনে।।❤❤

  • @adityasphotography2555
    @adityasphotography2555 Год назад +1

    Sesh keno?? 🥺🥺🥺.....
    Ajke didir choritre jini chilen onar ovinoye chokhe jol ese giyechilo....eto valo ovinoy...onek dhonnobad onake aar onek bhalobasa...😊😊😊😊😊

  • @akramulislam4250
    @akramulislam4250 Год назад +4

    কাঞ্চন মল্লিককে ইন্ডাস্ট্রি সু-ব্যাবহার করে নি। উনি কমেডিয়ান না। উনি একজন সিরিয়াস অভিনেতা। উনাকে যথাযথ ব্যাবহার করলে আমরা আজকের এই গল্পের মতো অনেক প্ল্যাটফর্মে উনার অসাধারণ কাজ দেখতে পেতাম। ভালোবাসায় কাঞ্চনমল্লিক। ধন্যাবাদ মীর। ❤

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 Год назад

    শ্রীকান্ত ও ইন্দ্রনাথ- পর্ব-১ ২ ৩ সব শুনলাম। আমার মনে হয়, এত ভালো কাহিনী শুনলাম, মনে হয় মীর সাহেবের অসম্ভব অসাধারণ সুন্দর কন্ঠস্বরে পরিবেশন করেছেন, তা সহজে ভুলবার নয়। দরদ, একাগ্রতা, নিষ্ঠা-- কি ছিল না গল্পপাঠের মধ্যে !!!? নুতন করে অলঙ্কিত হলো "" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা -- শ্রীকান্ত ও ইন্দ্রনাথ- """ এই ভাবেই গপ্পো- MIR- এর ঠেক, আমাদের বাংলা গল্প উপহার দিয়ে, আমাদের উপকৃত করে বাধিত করবেন। প্রনাম নেবেন মীর সাহেব এবং কাঞ্চন দা ।

  • @smitasingha3322
    @smitasingha3322 Год назад +4

    Darun ❤❤
    "Thun Thun peyala" 😂😂Natun da 👌👌

  • @md.imrankhan827
    @md.imrankhan827 Год назад +2

    ক্লাস সিক্সে আমাদের বাংলা বইয়ের একটা গল্প ছিল "নতুন দা" শ্রীকান্ত উপন্যাস থেকে কিছু অংশ সেখানে দেওয়া ছিল। আমরা সবাই এখন পর্যন্ত নতুন দা কে যা তিরষ্কার করেছি তার কোন হিসেব নেই। এখন আবার নতুন করে শুনতে পেয়ে হাইস্কুলের সোনালী দিনগুলোতে ফিরে গেলাম।

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +35

    উফ, সেই উদাত্ত কন্ঠস্বর মীর এর.. 🙏🙏🙏 শ্রীকান্তর স্তব্ধতা,, ইন্দ্রনাথ এর সাবলীল কটূক্তিতে শ্রীকান্তর কষ্ট.. যেনো গল্প নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা.. 🤗 🤗 💚 💚 😚 এই চরিত্রের বিন্যাস মীর ছাড়া সত্যিই অসম্পূর্ণ.. তোমাকে অনেক শ্রদ্ধা 🙏 🙏 mirafsarali.. 😊😊😊😊😊 আমি তোমার মায়ের বয়সী, তবু তোমায় বার বার স্যালুট জানায় তোমার মনুষ্যত্ব কে মীর.. 🤗🙏🤗🙏🤗🙏🎉💫🎉💫🎉💫🎉💫🎉❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @mahaswetakarmakar2593
    @mahaswetakarmakar2593 6 месяцев назад +2

    ক্লাস 5 এ পড়ার সময় প্রতিদিন ক্লাসের শেষে একটি স্যারের কাছে একটু একটু করে রোজ গল্পটা শুনতে শুনতে গোটা ক্লাস 5 ই শেষ হয়ে গিয়েছিল গল্প শেষ হতে হতে।আজ 11 বছর পর আবার শুনলাম।অসাধারণ লাগলো।তার সাথে মনে পড়ে গেলো সেই ক্লাস 5 এর দিন গুলোর কথা।সেই স্যার ও বদলি হয়ে চলে গেছেন অনেক দূরের এক স্কুলে।শুধু মুহূর্ত গুলো মনে রয়ে গেছে।❤

  • @barkatahmed3147
    @barkatahmed3147 Год назад +9

    এক কথায় অসাধারণ হয়েছে ❤। মীর আর কান্ঞন দার এ জাদুকরী অভিনয় এর মাধ্যমে অসাধারণ একটা গল্পের সমাপ্তি ঘটলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো একদম টপ নচ্। কিছু কিছু যায়গায় তো মনে হচ্ছিল এইটা তো আমি সিনেমা দেখছি। অসাধারণ দাদা❤️🤟। আপনি রেডিও মিরচি তে থাকলে এত সুন্দর গল্প কি শুনতে পেতাম? তুমি অনন্য, তুমি সবার সেরা মীর। বাংলা সাহিত্য তোমার হাত ধরে নতুন যুগে প্রবেশ করেছে। এগিয়ে যাও ❤️❤️🤲🤲

  • @luffydragneel664
    @luffydragneel664 Год назад

    Ami konodin se vabe Sarat Chandra porini bole Amar ma r all time khub I khov theke6e ... apna r chesta I seta aktu hole o kome6e
    Aj office a Bose theke execl r Kaj r maj a ami jeno feel korte par6i notun da Amar cokh r samne thanda I kabu 😅
    Katha I Ata k audio story bolle o ami video ta jeno nijer mon ai dekhte pa66i..
    Thanks to team golpo.
    Amar ma r ki6u ta hole o sadh apnader chesta I ami Puran korte parlam bari giye Ona k nischoi bolbo ami ki6u ta hole o jene6i.
    Thanks

  • @TC-rv5qi
    @TC-rv5qi Год назад +12

    ছোট বেলায় বাবার মুখে শোনা গল্পঃ। আজ পুরোটা শুনে আমার মন ভরে গেল, সেই ছোট্ট বেলায় ফিরে গেছিলাম,বাবা কেও শুনাব তোমাদের এই ঐতিহাসিক দুস্প্রাপ্য কন্ঠে জীবন্ত উপন্যাস। ধন্যবাদ,অন্যদা , কানচন ও মীর দা

  • @dhirajpaine2107
    @dhirajpaine2107 Год назад

    Excellent.
    Excellent.
    Excellent.

  • @animallove3907
    @animallove3907 Год назад +4

    মির দা সম্পুর্ণ গল্পটা শুনার খুব ইচ্ছা ছিল এখানে শেষ করে দিলে খুব কষ্ট পেলাম

  • @anandomoi_shantirnir
    @anandomoi_shantirnir Месяц назад

    Darun. ...The Mir ...Tumi acho bole

  • @subham9370
    @subham9370 Год назад +33

    ছোট থেকে গল্প, সাহিত্য ,কবিতা পড়ার শখ অভ্যেস ,অনেক বছর আগে শ্রীকান্ত পড়ে কল্পনাতে যা দেখেছি, আজ ও শুনে যেন মনে হয় সেগুলো অকপট বন্ধ চোখের সামনে ফুটে ওঠে❤️ সত্যি উপস্থাপনা🌼

    • @nandandahina8574
      @nandandahina8574 Год назад

      অসাধারণ গল্প ,, পড়েও যতটা ভালো লেগেছিল শুনেও ততটা ভালো লাগলো ।। ' ব্যোমকেশ ও বরদা ' গল্প শোনানোর অনুরোধ রইলো ।

  • @collegephysicssgsir
    @collegephysicssgsir Год назад

    😢❤️ mon ta kharap hoye gelo vai boner golpo te. Boi ta pore chilm ekn sunlam 🙏 dhonobad team Mir

  • @somashreeshatakshi1355
    @somashreeshatakshi1355 Год назад +5

    পুরো উপন্যাস এর অপেক্ষায় রইলাম ❤️❤️🥰🥰

  • @rajenmaity874
    @rajenmaity874 Год назад +2

    শ্রীকান্ত চাই 🙂🙂🙂🙏🙏🙏🙏
    Mir sir🙏❤️😁

  • @surupachakraborty7037
    @surupachakraborty7037 Год назад +14

    অসাধারণ উপস্থাপনা, কাঞ্চন মল্লিক ও ইন্দ্রনাথের চরিত্রে দুর্দান্ত , অসংখ্য ধন্যবাদ ❤

  • @santanunandy5214
    @santanunandy5214 Год назад +1

    যবে থেকে গল্পের প্লট/মানে বুঝতে শিখেছি,,,,,,তবে থেকে তোমার একনিষ্ঠ ভক্ত। ।। সাথে তোমার কমেডির ও ভক্ত। ।।
    অনেক দিনের ইচ্ছে তোমার সাথে কাজ করার। ।।যদি সুযোগ পাই তো খুব খুশি হব 😊
    যদি এই ভক্ত ভাইটিকে সুযোগ দেও। ।তাহলে কৃতজ্ঞ থাকব 🎉। ।।

  • @mahaswetachakraborty9250
    @mahaswetachakraborty9250 Год назад +24

    কি অসাধারণ উপস্থাপনা।চোখ বন্ধ করে সব যেন দেখতে পাচ্ছি। এমন মন উদাসী বাঁশির সুর যথোপযুক্ত।মীর দা আর কাঞ্চন দা আপনারা এই দুই চরিত্রকে জীবন্ত করে তুলেছেন❤❤❤❤

  • @nilkonthopakhi691
    @nilkonthopakhi691 Год назад +1

    ♥️🎙 মীর দা, ছোটবেলা থেকে এই উপন্যাস পড়ে ইন্দ্রনাথের যে কাল্পনিক বলিষ্ঠ ও পুরুষালী চেহারা এবং কন্ঠস্বর মনের মনিকোঠায় গেঁথে রয়েছে, তার সাথে কী এই Comedian এর কন্ঠ কোন ভাবে যায় ?
    আপনার অভাবে সানডে সাসপেন্স উচ্ছোন্নে গেছে, দয়া করে অন্তত আপনার channel এর গল্পের মান বজায় রাখবেন ।।

  • @barna-rbornomala6097
    @barna-rbornomala6097 Год назад +5

    এই উপন্যাস এভাবেই চলুক 🙏🙏🙏 এটুকুই চাহিদা... 💖🙏

  • @ishandas3314
    @ishandas3314 Год назад

    প্রচেত গুপ্তর "একটু পরে রোদ উঠবে" শুনতে চাইং♥Plz.,

  • @sreyosibera4611
    @sreyosibera4611 Год назад +5

    Aj golpo sunbo khub moja hobe ❤❤❤❤, exam khatam 😂

  • @susobhannath850
    @susobhannath850 6 месяцев назад

    আজও শুনছি।।❤❤😢😢

  • @shantanudey4945
    @shantanudey4945 Год назад +3

    মন্ত্র মুগ্ধ হয়ে শুনলাম। দাদা র কথা সে আর নতুন করে বলার কিছু নেই। কাঞ্চন দা ও অভিনব। কিন্তু "অন্নদা " দিদি.... অসামান্যা। আমার মনে হয় "অন্নদা" দিদির চিঠি পড়ার সময় অনেকেই চোখের জল রাখতে পারিনি আমার মতো। আগেও পড়েছি এই গল্প, এবার আত্মস্থ করলাম। অনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕

  • @parvez301
    @parvez301 9 месяцев назад +1

    @15:40 - " কখনোই কোন কারনে যেন অবস্থাকে ছেড়ে বন্ধুত্বের মূল্য ধার্য করতে না যায়। গেলে দেখতে দেখতে বন্ধু প্রভু হয়ে দাঁড়া এবং স্বাদের বন্ধুত্ব দাসত্বের শৃঙ্খল হয়ে বাজে " - what a dialog

  • @md.tanvirrahman4467
    @md.tanvirrahman4467 Год назад +4

    মীরদার কন্ঠে " পথের দাবি " শুনতে চাচ্ছি....। 😢

  • @informativedatabase546
    @informativedatabase546 Год назад +1

    এরপর অভয়া-শ্রীকান্ত.. রাজলক্ষ্মী-শ্রীকান্ত.. কমললতা-শ্রীকান্ত... এই তিনটি শুনতে চাই........

  • @souviksantra5137
    @souviksantra5137 Год назад +14

    এরপর ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে গল্পের আবদার করেই বসলাম ❤

  • @loveMotherEarth
    @loveMotherEarth Год назад +2

    Goppo Mir er Thek naam e ekti pirated channel toiri hoyeche. Please take action.

  • @sourovchowdhury1266
    @sourovchowdhury1266 Год назад +16

    সাহিত্য যে সমাজের দর্পণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমর সৃষ্টিগুলি আজও তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। ধন্যবাদ টীম Mir কে আমাদের এমন সুন্দর উপস্থাপনা উপহার দেওয়ার জন্য। হয়তো আপনাদের এই উপস্থাপনার মাধ্যমেই নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্যের এই মাস্টারপিস গুলির ছোঁয়া পৌঁছাবে ♥️

    • @DanielSingh-qs2by
      @DanielSingh-qs2by Год назад +1

      সুন্দর বলেছেন কিন্তু❤

  • @thebeast1922
    @thebeast1922 Год назад

    Mir da apni to sobsomoy boi ar golpo sonan akdin apnar nijer jiboner golpo bolun setao sunbo ......dada ❤️❤️❤️

  • @chitrakundu7112
    @chitrakundu7112 Год назад +13

    শনিবারের 9টা মানেই মীর দার গল্পের মাদকতায় সিক্ত হওয়ার দিন ।👌🏻💗💗🥰