ইন্দ্রনাথ শ্রীকান্তকে মাছ ধরতে কোথায় নিয়ে গেল? শ্রীকান্ত ও ইন্দ্রনাথ Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2023
  • ইন্দ্রনাথ শ্রীকান্তকে মাছ ধরতে কোথায় নিয়ে গেল?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 09-‘Srikanta O Indranath’ (Part 1) based on Sarat Chandra Chattopadhyay’s novel ‘Srikanta’
    Directed by Mir Afsar Ali
    Adaptation & Content Consultant: Word Doc
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: ADGtal
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Music Recording Studio: Mahul studio & 7 notes studio
    Musicians
    Flute: Soumyajyoti Ghosh
    Sitar: Sourav Ganguly
    Tabla and percussions: Tamal das
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & A Silhouette Story
    Starring
    Indranath: Kanchan Mullick
    Pishemoshai: Dipankar Chakraborty
    Pishima: Wrishita Mukhopadhyay
    Mejda: Debdas Ghosh
    Chhinath Bahurupi: Diganta Samana
    Mohila: Mahua Banerjee
    Chhor Da: Saurav Bhattacharya
    Jatin Da: Krishnendu Bhattacharjee
    Chorus: Debdas Ghosh, Dipankar Chakraborty, Debdas Ghosh, Mahua Banerjee, Saurav Bhattacharya
    Borda, Ramkamal Bhattacharya, Kishori Singh & Srikanta : Mir Afsar Ali
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,3 тыс.

  • @creativeartguy
    @creativeartguy Год назад +289

    মীর ও কাঞ্চন,,,,,,,,,,, জুটি অর্থাৎ,,,,,,,, শ্রীকান্ত আর ইন্দ্রনাথ জুটি এককথায় অনবদ্য 🫂🫂😍😍😍

  • @SubashishChakraborty
    @SubashishChakraborty Год назад +846

    মীরদার হাত ধরেই আবার আমাদের বাংলা সাহিত্যকে নতুন করে চেনা ❤🔥

    • @sayanhalder1137
      @sayanhalder1137 Год назад +24

      ওনার জন্যই লোকে এগুলো শুনছে।
      বই পড়ার সময় নেই।

    • @nilutpalnath2267
      @nilutpalnath2267 Год назад +5

      একদম সঠিক কথা

    • @user-yp4xn3kq6c
      @user-yp4xn3kq6c Год назад +20

      বই পড়ার মজাই আলাদা আর নিজের ভাইকে সোনার অভিজ্ঞতা আলাদা,

    • @mirofficialchannelshorts
      @mirofficialchannelshorts Год назад +7

      ❤❤❤

    • @subhajitchakraborty6268
      @subhajitchakraborty6268 Год назад +2

      Tahole ki Mir da na thakle english chick I sudhu dekhten? Sunten?

  • @ritajyotichakrabarti1415
    @ritajyotichakrabarti1415 Год назад +3

    এখনও মনে পড়ে যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের বাংলা পাঠ্য বইয়ে এই শ্রীকান্ত উপন্যাসের একটু অংশ নিয়ে একটা প্রবন্ধ ( শ্রীনাথ বহুরূপী) ছিলো , সেটা পড়তে বেশ মজা লাগতো এবং তখনই ইন্দ্রনাথ চরিত্রটির সাহসিকতার প্রেমে পড়ে গিয়েছিলাম ! এটারও পাঁচ বছর পরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরবর্তীতে শ্রীকান্ত উপন্যাসটি পুরোটা পড়ি এবং আর পাঁচজন বাঙালী পাঠকের মতো অভিভূত হয়ে যাই !
    কিন্তু আজ ২৪ বছর বয়সে এসে মধ্যরাতে একাকী যখন এই উপন্যাসের বেতার নাট্যরূপ শুনলাম তখন কেনো জানিনা ভালোলাগার সঙ্গে সঙ্গে আপনা থেকেই দুচোখ ভরে জল চলে এলো ❤️ সেই সঙ্গে বাঁশিতে ওই রামপ্রসাদী সুর যেনো অন্তরের গভীরে প্রবেশ করে মনের সমস্ত আবেগকে অশ্রুধারায় পরিণত করছে 🥺❤️ এমন উপস্থাপনার জন্য কোনো ধন্যবাদ যথেষ্ট হতে পারে না !!! অনেক ভালোবাসা মীর দা ❤️🙇🏻‍♂️ পরবর্তী পর্ব গুলোর জন্য অধীর অপেক্ষায় থাকলাম ❤️ "আবার আসিব ফিরে, গপ্পো মীরের ঠেকে" ❤️❤️❤️

  • @sudipsachatterjee2007
    @sudipsachatterjee2007 Год назад +47

    এই অংশ টা ছোটবেলায় বাংলা পাঠ্যে ছিলো, ছিনাথ বহুরূপীর জায়গাটা যতবার পড়তাম, হেসে পেট ব্যাথা হয়ে যেতো, আর এগোতে পারতাম না 😂😂। আপনারা সেই পুরনো স্মৃতি জাগিয়ে দিলেন। মন ভরে গেলো। 🥰🥰

  • @utsavchowdhury9214
    @utsavchowdhury9214 Год назад +417

    শ্রী কাঞ্চন মল্লিকের মতো অত্যুচ্চমানের অভিনেতাকে স্থূল ভাঁড়ামোর বদলে এমন অসামান্য চরিত্রে কাস্টিং করার জন্য মীরকে অজস্র সাধুবাদ জানাচ্ছি! আপনি, আপনি, আপনি থাকছেন স্যার!

    • @sidhuchaterjee9879
      @sidhuchaterjee9879 Год назад +2

      😂

    • @anushreepal6422
      @anushreepal6422 Год назад +27

      ওনার ভাঁড়ামো বলেন আর যাই বলেন সেটাও কিন্ত দুর্দান্ত করতো......😒ছোটো করবেন না

    • @fruit214
      @fruit214 11 месяцев назад +3

      Pather dabi chai🎉

    • @sumanbiswas8963
      @sumanbiswas8963 8 месяцев назад +5

      কান্চার Acting-ঠিক হয়নি,…ওর dialogue-গুলো ২০২৩ সালের মতো করে বলা হয়ে গিয়েছে,…আমার মনে হলো…,🤪🤪…!!

    • @GOD_100K
      @GOD_100K 6 месяцев назад

  • @anupasengupta6597
    @anupasengupta6597 25 дней назад +2

    যখন বাংলা কে রিছনে ঠেলে দেওয়া হয়েছিল
    তখন এগিয়ে এসে একে ঘরে ঘরে শোনা র মাধ্যমে পোঁছে দিলেন
    তাঁদের কে অনেক অনেক 🙏🏻🌹❤️

  • @debashismaitra2498
    @debashismaitra2498 25 дней назад +2

    মীর কে স্যালুট 🙏🙏 বর্তমান যুগে র একদিকে চলছে শ্রেষ্ঠ ভাষা বাংলা র ধ্বংসলীলা আর এক দিকে মীরের বাংলা ভাষায় মহান সাহিত্যিক দের অসাধারণ সব সৃষ্টি কে আবার জীবন্ত করে বাঙালি কে উপহার দেওয়া যে বাঙালি এইসব অসাধারণ লেখক,এই মিষ্টি শ্রেষ্ঠ ভাষা আমাদের বাংলা ভাষা র গভীরতা,তার মাধুর্য থেকে দূরে সরে যাচ্ছে প্রতিটি দিন। মীর কে আবার স্যালুট প্রতিটি বাঙালি র তরফ থেকে 🙏🙏

  • @pradyutroy8195
    @pradyutroy8195 Год назад +5

    বারাসাতের ছেলে তায় আবার অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্রের ছেলেবেলা থেকে গুণমুগ্ধ.. আর তোমার নিজের প্ল‍্যাটফর্মে যখনই ("ছিনাথের বাড়ি বারাসতে। সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল") এই লাইনটা শুনলাম আবেগে, ভাললাগায় মিশে গেলাম। বাংলা সাহিত্যের গুপ্তধন অন্বেষণে পথচলা অব‍্যাহত থাকুক.. অধীর আগ্ৰহে অপেক্ষারত পরবর্তী পর্বের জন‍্য ❤️

  • @rajdeepkarati6203
    @rajdeepkarati6203 Год назад +167

    সেই বাঁশির সরল রামপ্রসাদী সুরটা যে এখনো কাঁদাচ্ছে গো মীর দা, আহা!! জয় হোক তোমার। 🙏❤️

    • @barnalisingha1380
      @barnalisingha1380 Год назад +1

      Satti .....

    • @souravpramanik2252
      @souravpramanik2252 Год назад +6

      বাশির সুর টা খুব সুন্দর। কোথা থেকে ডাউনলোড বা শোনা যেতে পারে ,জানেন?

    • @sinthiasaha8519
      @sinthiasaha8519 Год назад

      Ekdm tai

    • @shuvojitbiswas6600
      @shuvojitbiswas6600 Год назад

      এটা মীরদার আবিষ্কার দাদা।আলাদা ভাবে কোথাও পাবেন না। আমিও অনেক খুজেছি।

    • @subhamdas5751
      @subhamdas5751 Год назад

      @@barnalisingha1380po kiii holo holo holo holo holo holo holo holo holo

  • @ts12353
    @ts12353 Год назад +27

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "পথের দাবী" উপন্যাসটি পড়ার অনুরোধ রইলো মীরদা🙏🙏🙏

  • @sayantanibhowmik7966
    @sayantanibhowmik7966 День назад

    আমার 4 বছরের ছেলে খুব মন দিয়ে শুনেছে।অনেক ধন্যবাদ মিরদা।

  • @Graphic_Designer-sunny
    @Graphic_Designer-sunny 20 дней назад +1

    মীর স্যার! আপনার পড়া এই গল্পের ১.৫০ মিনিট থেকে ৬ মিনিট পর্যন্ত আমার এতোটাই ভালো লেগেছে যে- কেঁদেছিলাম অনেকক্ষণ। অবিস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। এই অংশটার একটা শর্ট কনটেন্ট করলে কৃতজ্ঞ থাকবো। আহা! কি সুন্দর করে পড়লেন। স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে থাকলে আপনাকে রেঁধে খাওয়াতেন নিজের হাতে।!

  • @saranimaity5288
    @saranimaity5288 Год назад +15

    ক্লাস 10 এ পড়ার সময় বই এর মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস লুকিয়ে লুকিয়ে পড়তাম....... মীর দার গলায় আবার শুনে চোখের সামনে ভেসে উঠছে 🙏🏻🙏🏻🙏🏻 অসাধারণ

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 Год назад +65

    আমি কোনদিনও শ্রীকান্ত পড়িনি বা পড়ার সুযোগ হয়নি। কিন্তু মীর দার গলায় শ্রীকান্ত শুনে সেই আফসোস মিটে গেল। ❤️❤️❤️

    • @joychowdhury4256
      @joychowdhury4256 11 месяцев назад +1

      আমিও ভাই।
      ব্যাকগ্রাউন্ড টিউন আর শেষের কথাগুলোর আবহে আমার চোখ থেকে জলই চলে আসল।

  • @j.s.g3526
    @j.s.g3526 Год назад +1

    আজ আমার মনের কিছু কথা বলি। আমি বহুদিন Sunday Suspence এর একজন গুণমুগ্ধ শ্রোতা। তাই
    প্রথম যখন শুনলাম তুমি রেডিও মির্চি ছেড়ে দিয়েছো, খুব রাগ হয়েছিল তোমার ওপর।
    মনে হয়েছিল, ধুর এই সব সেলেব দের কাছে আমাদের মতন সাধারণ শ্রোতা বা ভক্তদের ভালোবাসা, আবেগ, অনুভূতি গুলোর কোনো মূল্য নেই। তারপর যখন তুমি ঘোষণা দিলে, যে তুমি নিজে আবার fb তে গল্প পাঠ করবে তখন বেশ ভালো লেগেছিল। কিন্তু এতদিন ধরে এত ভিন্ন ভিন্ন গলায় ভিন্ন ভিন্ন চরিত্রের প্রকাশ তারসাথে গল্পের প্লটের সাথে মানানসই আবাহসঙ্গীত এ অভ্যস্ত কান ওই আড়ম্বর হীন সাধারণ গল্পপাঠ ঠিক মন থেকে মেনে নিতে পারছিল না। বেশ আশাহত হয়েছিলাম।
    কিন্তু তারপর যখন youtube এ তোমার চ্যানেল এ গিয়ে সালঙ্কারিত গল্প পাঠ শুনলাম মন ভরে গেল। তোমার প্রতি ভালোবাসা অনেক অনেক বেড়ে গেল দাদা।
    তুমি যে আমাদের জন্য এত ভেবে, এত চরিত্র এত সুন্দর আবাহসঙ্গীত এর সাথে এত কম সময়ে আমাদের জন্য সাজিয়ে নিয়ে আসবে আমি সত্যিই ভাবি নি।
    শ্রীকান্তর আবাহসঙ্গীত এর কাজ অনেক sunday সাসপেন্স এর গল্পের চেয়ে অনেক অনেক গুনে ভালো লেগেছে।(এটা আমার ব্যক্তিগত মতামত)। আর গল্প চয়ন ও আমার বিশেষ ভাবে ভালো লেগেছে।
    অনেক অনেক ভালোবাসা মীর দা।❤️ অনেক ভালো থেকো আর আমাদের অনেক অনেক ভালো গল্প শুনিও।

  • @arunimabandyopadhyay6404
    @arunimabandyopadhyay6404 Год назад

    প্রথমেই জানাই আমার আন্তরিক অভিনন্দন ।আর কাঞ্চন মল্লিক মহাসয়কে নবরুপে আমাদের‌‌ উপহার দেওয়ার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার গল্পপাঠ সম্পর্কে কি আর নতুন করে বলি বলুন , প্রতিনিয়ত মুগ্ধতার আবেশ ছাড়া অন্য আর তো কোনো উপায় রাখেন নি।সেই কবে যখন কলেজে পড়ি তখন থেকে আপনার সুকন্ঠের অনুরাগী ,আর আজ সাতচল্লিশেও একই অনুভব । যত দিন গেছে আপনার প্রতিভার বিবিধ দিক উন্মোচিত হয়েছে , বারবার আমরা নবরুপে মীর কে পেয়েছি। ইন্দ্রনাথ খুবই ভালো । আপনি এবং কাঞ্চনবাবু উভয়েই ভালো থাকুন , সুস্থ থাকুন । আরও অনেক সুন্দর উপস্থাপনা শোনার অপেক্ষায় রইলাম।

  • @rajudutta4500
    @rajudutta4500 Год назад +7

    সেই শিবরাম বাবুর মতোই সুরের শুড় দিয়ে কান পাকড়ে নিয়ে আসার চিরস্থায়ী বন্দোবস্ত। পালাবার পথ কোথায়!
    রবিঠাকুরের ভাষায়, "তুমি যে কথার আগুন ছড়িয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে।" ❤️❤️❤️

  • @sudiptakhan001
    @sudiptakhan001 Год назад +15

    সব বাঁচিয়ে রাখছি,, উচ্চমাধ্যমিক টা শেষ হলেই গব গব করে গিলবো...🥺❤️

    • @aryaastark3318
      @aryaastark3318 Год назад

      na hs ses holei SSC CHSL er preparation nao esob na kore

    • @sudiptakhan001
      @sudiptakhan001 Год назад +1

      @@aryaastark3318 ধুর আর পড়াশোনা কে করবে,, এবার বিয়ে করে সংসারী হবো...🙂

    • @aryaastark3318
      @aryaastark3318 Год назад

      @@sudiptakhan001 tahole to well settled...

    • @sudiptakhan001
      @sudiptakhan001 Год назад

      @@aryaastark3318 একদম 😁

  • @Ignest
    @Ignest Год назад

    যখন ক্লাস নাইনে পড়তাম , হসপিটালের বেডে শুয়ে শ্রীকান্ত শেষ করেছিলাম । চেয়েছিলাম শ্রীকান্তের মতোই জীবন হোক আমার । কিন্ত হায়রে জীবন ! কোনদিক থেকে কোথায় যায়...বিধাতাই জানেন ।
    দুই লেজেন্ডকে অনেক প্রণাম শ্রীকান্ত শুরু করার জন্য ❤

  • @MsSunirmal
    @MsSunirmal 10 месяцев назад

    মীর দা এটা আমার দ্বিতীয় বার শোনা,সত্যি বলছি ছোট্টবেলায় শ্রীকান্ত পড়ে যে কল্পনার ছবিতে তুলি টান দিয়েছিল আজ আপনার গল্পও সেই ক্যানভাস কে আরো অনেক অনেক উজ্জ্বল করে তুলেছে , উল্টো কিছু কিছু কল্পনার পটে র নতুন তুলি টেনে দিয়ে গেছে , তাই আবার আর একবার এত সুন্দর সাহিত্য কে অনুভব করতে তৃতীয় বার ও শুনবো , আর সত্যি বলতে কি কাঞ্চন দা কে ইন্দ্র র কল্পনায় একদম এতটাই মানিয়েছে যে মনে হয় শ্রদ্ধেয় শরৎ বাবু উনাকে কল্পনা করে ই লিখেছিলেন , ধন্যবাদ কাঞ্চন দা

  • @mr.arpansen7389
    @mr.arpansen7389 Год назад +70

    সাহিত্যে যখনই বন্ধুদের কথা উঠবে তখন শ্রীকান্ত ও ইন্দ্রনাথের কথা আসবে ☺️❤️

  • @yaazid09
    @yaazid09 Год назад +7

    "লাও তো বটে... কিন্তু আনে টা কে?”
    আনে কেবল একজনই। মীর আফসর আলি। ছোটবেলায় বারবার পড়া বইয়ের অংশগুলো আবারও যেন চোখের সামনে ফুটে উঠছিল। এই স্মৃতি রোমন্থন চলতে থাকুক অনন্তকাল।
    ভালো থেকো মীরদা। 💗💐

  • @nijamuddinsk8290
    @nijamuddinsk8290 Год назад +6

    যারা দেশের বাইরে থাকে আর বাংলা ভাষায় গল্প শুনতে পছন্দ করে তাদের কাছে এটা একটা অনেক অনেক বড় পাওনা যে মীরদা আজকে তাদের সপ্ন পুরন করছে. মীরদা তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া আর অফুরন্ত ভালোবাসা . আমি কাতার এ থাকি কলকাতার বাসিন্দা .

  • @debojeetdas2574
    @debojeetdas2574 Год назад +9

    শ্রীকান্ত - জলে ওগুলো কী?😦
    ইন্দ্রনাথ- ওই সাপগুলো জড়িয়ে আছে।😐
    শুনেই গায়ে কাটা দিল।❤️❤️

  • @arpanchakrabarty2464
    @arpanchakrabarty2464 Год назад +6

    সৌম্যজ্যোতি বাবুর বাঁশি গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে...মনটাকে উদাস করে দিচ্ছে..কি অসম্ভব আবেশ..মনের মধ্যে ছোটোবেলায় ফেলে আসা স্মৃতিগুলো অদ্ভূত এক অনুভূতি নিয়ে উদ্ভূত হলো.. ছোটোবেলায় পড়া শরৎচন্দ্রবাবুর শ্রীকান্ত কে যেনো নতুন ভাবে পেলাম..
    মীর বাবু আর কাঞ্চন বাবুর তো কোনো তুলনাই নেই..খুব খুব ভালো❤❤❤❤

  • @studiodigitaleye4628
    @studiodigitaleye4628 Год назад +5

    ছোটবেলায় যখন কোন কিছুতে ভয় লাগতো তখনই ইন্দ্রনাথের চরিত্রটার কথা ভাবতাম,
    সব ভয় কোথায় যেন হওয়া হয়ে যেত. আজ অনেকদিন পর এ গল্পটা শুনে সত্যিই খুব ভালো লাগলো.
    ইন্দ্রনাথ আমার মনে হয় একটা চরিত্র নয় একটা মন্ত্র ,যার উচ্চারণে আমাদের বিবেকের জাগরণ ঘটায়.
    ধন্যবাদ মীরদা, দুর্দান্ত পরিবেশন গুরুদেব💚💚

  • @pesbangla2198
    @pesbangla2198 Год назад +2

    এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কানে হেডফোন আর সান্ডে সাসপেন্স অর মীরদার কন্ঠ কানে না গেলে ঘুম ই আসেনা । শ্রীকান্ত টা কেউ ই শেষ করার সাহস রাখেনা আশা করি মিরদা পুরাটা কভার করবেন 🤲
    লাভ ফ্রম বাংলাদেশ❤❤

  • @Santanubhattacharya57
    @Santanubhattacharya57 Год назад

    Class IX - X এই অংশ টা আমাদের পাঠ্য তে ছিল - সেদিন যেমন পড়তে পড়তে চোখের সামনে ভেসে উঠত ছবির মত - আজও অনেক অনেক বছর তেমনই হল - তবে আজ সেদিনের সেই কেরোসিন তেল-এর হারিকেন এর সামনে বসে পড়ার ছবি টাও ভেসে উঠলো ---- অপূর্ব সুন্দর স্মৃতি -
    সেদিন পড়া ছেড়ে - হ্যাঁ করে বসে ছবি এর মত এই অভিযান টা কল্পনা এর চোখে দেখতাম - আজ সেই দৃশ্য ও ভেসে উঠলো ----
    কোনো বিশেষণ ই যথেষ্ট না - আপনার এই উপস্থাপনাকে প্রকাশ করার জন্য -
    যতো বারই শুনি - যেনো নতুন ---
    অসংখ্য ধন্যবাদ -

  • @thrillerstories786
    @thrillerstories786 Год назад +13

    ছোটবেলা স্কুলের পাঠ্যবইতে এই গল্পটা ছিল। এতদিন পরে মিরদা আর কাঞ্চন দার কণ্ঠে আবার সেই পুরোনো শ্রীকান্ত আর ইন্দ্রনাথ কে ফিরে পেলাম। অসাধারণ গল্পপাঠ আর চমৎকার উপস্থাপনা। পুরো গপ্পো মীরের ঠেকের টিমকে আমার প্রণাম...🙏🏻😍

  • @sudiptabhattacharya114
    @sudiptabhattacharya114 Год назад +2

    ১৯৯৯ সালে প্রথম এটা পড়ি ৷ দীর্ঘ ২৪ বছর পর এটা পুনরায় শুনলাম ৷ আহা: কি মাধুর্য ৷ অসংখ্য ধন্যবাদ দাদা ৷ শৈশব ফিরে পেলাম ৷

  • @souviksen7957
    @souviksen7957 Год назад

    মীর, আপনার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই! তবে কাঞ্চন মল্লিক এর গলার উপযুক্ত প্রয়োগের জন্য আলাদা করে ধন্যবাদ জানাই। এই মানুষটার অনেক ক্ষমতা থাকা সত্বেও অনেক পরিচালকই সেটা কাজে লাগান নি। আপনি নিজেকে প্রতিবারই নতুন করে প্রকাশ করেন। এবার কাঞ্চনবাবু কেও নতুন করে প্রকাশ করলেন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই। বাকি সব কলা - কুশলীরাই যথাযথ। আর উপন্যাস নির্বাচন নিয়ে তো বলার কিছু নেই!

  • @parthabiswas3251
    @parthabiswas3251 Год назад

    বাঁশি পাগল করে দিয়েছে। আহা আহা।
    সৌম্যজ্যোতি মশাইকে কুর্নিশ। কী সুরটাই না তুললেন রামপ্রসাদীর! মুগ্ধ হয়ে গেলাম।
    আলাদা পুরো বাঁশিটা শুনতে ‌চাই।‌ কোনো উপায় আছে কী? থাকলে অবশ্যই জানাবেন।
    আর উপন্যাসটা তো বাঙালীর ভীষণ প্রিয়। তার অতি সুন্দর উপস্হাপনা হয়েছে।

  • @ssdanny-tw6lb
    @ssdanny-tw6lb Год назад +12

    এই হলো আসল গপ্পো যেটা একমাত্র আমাদের মির দা ছাড়া এই বাংলা সাহিত্যে আর কেউ পারবে না এই ভাবে সুন্দর করে সাজিয়ে বলতে ❤️😇 God bless you sir ❤️

  • @dipikaraha7029
    @dipikaraha7029 Год назад +4

    কাটরার হোটেল এর ঘরে বসে শুনলাম গল্পটা। কি অদ্ভুত একটা পরিবেশে নিয়ে গেলে মীরদা। মনে হলো একটা ঐশ্বরিক অনুভূতি ছড়িয়ে দিলে গোটা ঘরে। কি অদ্ভুত তোমার গলার স্বর, এর যেনো রূপের অন্ত নেই। যতই শুনি ততই যেনো নতুন একটা রূপ ফুটে উঠছে। তুমি আশ্চর্য মীর দা। তুমি অতুলনীয়। 🙏

  • @sanjoysarkar5692
    @sanjoysarkar5692 Год назад +1

    মীর দা আপনি বা যে কেউ বিশ্বাস করবেন না। আপনার গলায় এটা শুনব কত দিনের ইচ্ছা ছিল । আজ আমার স্বাদ পূরন হলো । আমার শ্রীকান্ত ও ইন্দ্র নাথ চিরকালের প্রিয়। পাড়লে অন্ননা দি ও ইন্দ্রনাথের কাব্য টা যদি কখনো করেন অপেক্ষায় থাকলাম। এই জীবনে বাকি থাকতে দয়া করে শোনাবেন । অপেক্ষায় থাকলাম।

  • @chandangain2557
    @chandangain2557 Год назад

    যিনি কিছুদিন আগে বা অনেকদিন আগে দুমলাটে প'ড়েছেন সেই আবেগটা এর সঙ্গে হয়তো মিলবে না,অন্তত আমার মিলল না।অন্য কাজের ব্যস্ততায় উৎকর্ন থেকে শোনার জন্য নিশ্চয় উপযোগী।কন্ঠশিল্পী মীরের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি শরৎচন্দ্রের সহজাত সারল্য এই ব্যারিটোনে কেমন ওজস্বীপ্রাপ্ত হ'য়েছে। রহস্য রোমাঞ্চে যা মানাতো এখানে আশানুরূপ আবেগ স্পর্শ করতে পারেনি। তবে অভিনন্দন জানাই এই প্রয়াসকে। শুভেচ্ছা রইল।

    • @kishorehore928
      @kishorehore928 Год назад

      একদম সঠিক মূল্যায়ন।

  • @youngbengal9797
    @youngbengal9797 Год назад +9

    শ্রীকান্ত সম্পূর্ণ পাঠ করার সৌভাগ্য হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর যে এত সুন্দর অনুভূতি যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শুরুতেই "আমার ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায়...." রোমাঞ্চকর ❤❤

  • @saranandeykundu6731
    @saranandeykundu6731 Год назад +9

    বাঁশি,আবহ সংগীত,মীর দা ও শরৎ বাবুর অনন্য সুন্দর লেখনী মিলে এক কথায় স্বর্গীয় অনুভুতি 🙏🙏🙏

  • @diluali6612
    @diluali6612 2 месяца назад

    শরৎচন্দ্রের শ্রীকান্ত প্রথম ভাগ শেষ করে রেখেছেন দীর্ঘদিন ধরে। অধীর আগ্রহে অপেক্ষা করছি বাকি পর্বের জন্য। গপ্পো মীরের ঠেক বিষয়টি খেয়াল করবেন।
    বাংলাদেশ থেকে অজস্র ভালোবাসা! 🇧🇩❤️

  • @endevorarya
    @endevorarya Год назад

    বহুবার পড়া এই লেখাটা নিয়ে বেশ ভয় ছিল। ছোট থেকেই অনেক ক্ষেত্রে নিজেকে শ্রীকান্ত হিসেবে ভাবতে ভাবতে এই গল্পটায় যেন একাত্ত আছি। আর কোন লেখা সেই ক্লাস ৬/৭ থেকে আর এতোবার পড়িনি, যতবার এটা পড়েছি। ছুটির দিনে বইয়ের তাক গোছাতে গোছাতে শুনছিলাম। প্রথমে ভয়ে ছিলাম, মীরদা, কাঞ্চনদা এত প্রিয় যে তাদের কিছু খারাপ লাগবে সেটা ভাবতেও খারাপ লাগে। তবে প্রথমবার শুনে সেই ভয় কেটেগেল। আবারো শুনছি।❤

  • @priyabratamukherjee
    @priyabratamukherjee Год назад +57

    গল্পটি শুনতে শুনতে মনে হচ্ছিল কোন এক অপার্থিব জগতে হারিয়ে যাচ্ছি। যেখানে কোন সুখ নেই দুঃখ নেই কষ্ট নেই আনন্দ নেই ক্রোধ নেই লোভ নেই শুধু রয়েছে একরাশ শান্তি।

    • @shamimsardar3889
      @shamimsardar3889 Год назад

      দিদি সুগ না থাকলে শান্তি কেমন করে থাকবে?

    • @tashfeenrafi7599
      @tashfeenrafi7599 Год назад

      সুখ,আনন্দ,শান্তি এক নয় কি?

    • @mainakbiswas2584
      @mainakbiswas2584 Год назад +3

      ​@@tashfeenrafi7599 na to! Shanti pelei je anondo Pete hbe erom kono mane nei. Peace ar happiness onk difference

    • @tashfeenrafi7599
      @tashfeenrafi7599 Год назад

      @@mainakbiswas2584 anondo mane mojaar moto ta na hoy bujhlam. Kintu sukh ar shanti duto ek noy?

    • @mainakbiswas2584
      @mainakbiswas2584 Год назад

      @@tashfeenrafi7599 sukh mane arame thaka. Sukh thaklei je Shanti thakbe emon kono mane nei. Subtle difference. Amar interchangeably use kori, but not exactly same. (Correlated bolte paro)

  • @purabi_Guria_writer
    @purabi_Guria_writer Год назад +30

    শৈশবের সেই বিনীদ্র রাত্রি, রাতের সেই অদ্ভুত অনুভূতির উন্মাদনা, ইন্দ্রনাথের প্রতি একনিষ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা আজ আবারো মনে পড়ে গেল। আজ কতকাল হয়ে গেল, তবুও ইন্দ্রনাথের মতোন অমন পাগলপারা বোহেমিয়ান চরিত্র আর দুটি দেখতে পেলাম না। ভালো থাকুন মীর দা। 🙏

  • @user-yi3zm8jh3j
    @user-yi3zm8jh3j 11 месяцев назад +1

    সেই ছোটো বেলায় পড়েছিলাম। আজ আবার মীর দার কণ্ঠে শুনে, আবার সেই কৈশোরের অনুভূতি বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। কি অসম্ভব রকমের ভালোলাগার আবেশে হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে তা ভাষায় বর্ণনা করতে পারছিনা। ধন্যবাদ মীর দা আর কাঞ্চন দা কে❤❤তোমাদের কণ্ঠের জাদুতে বাংলা সাহিত্য বিশ্বের দরবারে মহিমান্বিত হোক💕💞💝

  • @pradipbhowmik1845
    @pradipbhowmik1845 Год назад

    তোমার কাছে অনুরোধ শ্রীকান্তের পরবর্তী অংশগুলো কেউ এইভাবে সম্প্রসারণ করার জন্য অত্যন্ত সুন্দর লাগলো ইন্দ্রনাথ শ্রীকান্ত জুটি সত্যি অনেক দিনের স্বপ্ন ছিল অডিও স্টরিতে শ্রীকান্ত সোনার

  • @pritishbhandari1533
    @pritishbhandari1533 Год назад +85

    আজ মনের স্মৃতি রোমন্থন করলেন আপনি, মনে হচ্ছে সেই দিনটা যেদিন প্রথম শ্রীকান্ত উপন্যাস পড়ে নিজেকে ইন্দ্রনাথের জায়গায় বসিয়ে কতোই না কল্পনার রাজ্যে বেরিয়ে এসেছি। 🙏🙏🙏 অসংখ্য ধন্যবাদ এমনভাবে উপস্থাপনের জন্য। অপেক্ষায় রইলাম দ্বিতীয় পর্বের জন্য।

  • @tapaskumardey1449
    @tapaskumardey1449 Год назад +4

    মীরের কন্ঠে আবার এক অন্য অনুভবের শুরু। মীরেরা হারায় না! এ যেন এক নতুন উত্তরণ

  • @anweshadas2002
    @anweshadas2002 Месяц назад

    সবে যখন পড়তে শিখেছিলাম তখন শ্রীনাথ বহুরূপী র অংশ টা পড়েছিলাম তাও কিনা বাবার স্কুল পাঠ্য বইয়ে।কিছুই বুঝিনি তখন।পরে একসময় পড়ার পর বুঝতে পেরেছিলাম।শুনে দারুন লাগলো।

  • @barunacharjee4134
    @barunacharjee4134 Год назад

    মীর দা, ভগবান তোমাকে এতো সুন্দর একটা গলা, এতো সুন্দর একটা আওয়াজ দিয়েছে, তুমি সত্যিই ধন্য। বিশ্বাস করো, নিজের কাজ নষ্ট করে তোমার গল্প শুনি মন দিয়ে।।
    তুমি ঈশ্বরের আশীর্বাদ।

  • @guptakumkum78
    @guptakumkum78 Год назад +6

    অসাধারণ বললেও কম বলা হবে। অপূর্ব অপূর্ব নিবেদন । ইন্দ্রনাথের চরিত্রে কান্ঞ্চন মল্লিক অনবদ্য। আর বাংলা গল্পো কে এভাবে পুনরায় জীবিত করার জন্য মীরের অবদান অনস্বীকার্য।

  • @suparnachatterjee4651
    @suparnachatterjee4651 Год назад +5

    শ্রীকান্তের মতোই আমিও এক বড়ো ভক্ত ইন্দ্রনাথ এর, সেই ছোটো বেলায় 'ছিনাথ বহুরূপি' দিয়ে শুরু.... মীর দা ও পুরো টিম কে অনেক ধন্যবাদ, ছোটো বেলা কে আর একবার জীবন্ত করে দেওয়ার জন্য |

  • @arifahsan2728
    @arifahsan2728 Год назад

    যৌবন কৈশোর এক হয়ে ধরা দিলো আমার ষাটোর্ধ বয়সে
    অসাধারণ লাগছে শুনতে মীর ভাইয়ের কণ্ঠে শরৎচন্দ্রের কথা গুলি
    আমি মুগ্ধ হয়ে শুনছি কৈশোরে যৌবনে পড়া
    শ্রীকান্ত ❤❤❤❤❤
    আমি বাংলাদেশের ঢাকা থেকে শুনছি

  • @dr.tirthankarbanerjee9758
    @dr.tirthankarbanerjee9758 Год назад

    কাঞ্চন বাবুকে কত্ত কমদামী কমেডি করতে হলো এদ্দিন, তারপর মির স্যার খুজে পেলেন। মুগ্ধ। ভারী মুগ্ধ হচ্ছি। আপনি থাকছেন স্যার❤❤

  • @tazu5022
    @tazu5022 Год назад +10

    এটা যেন ঠাকুরমার গল্পের ঝুলি
    সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি
    ঝুলি থেকে একটা ভালো গল্প বের করার জন্য
    এবং বরাবর পায়
    তার থেকে ভালো কিছু 🥰🥰🥰🥰😍

  • @sohelparvez5233
    @sohelparvez5233 Год назад +9

    বৃদ্ধ বাবা, মায়ের অশক্ত শরীর, সেমিস্টারের চাপ, প্রেমিকার পরিবারের কাছে যোগ্যতা প্রমাণের প্রতীক্ষা-- এসবের মাঝেই আমাদের ছাপোষা জীবনে যখন একের পর এক ঘুমহীন রাত কেটে যায় হোস্টেলের সিঙ্গেল বেডে, তখন এই গল্পগুলোই হয়ে ওঠে আমাদের মধ্যরাতের স্যারিডন 🖤🌼
    #Rkmv

  • @avijitsengupta1999
    @avijitsengupta1999 Год назад +1

    অসাধারণ বললে কমই বলা হয়। এই বাংলার সংস্কৃতির এক অত্যুজ্বল সংযোজন- মীর ও তার সহযোগীদের এই মনোরম পঠন। শুভেচ্ছা প্রত্যেক-কে।

  • @prasantaroy6132
    @prasantaroy6132 Год назад

    অসাধারণ মির দা,একটা অনুরোধ যদি রাখো বিখ্যাত লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় এর লেখা ইতি তোমার মা ,গল্পটা তোমার অসাধারণ কন্ঠে শুনতে চাই।।

  • @ayeshakhatun7957
    @ayeshakhatun7957 Год назад +6

    আজ ও আকাশ মেঘলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অনবরত, হাতে আছে এক কাপ চা ☕আর আমি শ্রীকান্ত ও ইন্দ্রনাথ এর গল্প শুনছি ফোনে আহা এর চেয়ে বুঝি আনন্দের কিছু নেই ধন্যবাদ মীর দা এবং কাঞ্চন দা এবং গপ্পো মীরের ঠেক❤❤❤

  • @varietiesdotcom7519
    @varietiesdotcom7519 Год назад +6

    ছোটবেলাটা আবার মনে পড়িয়ে দিলে মীর। সেই বই আর কল্পনার জগৎ, মনে হয় আজ যেন অনেকটা দূর চলে এসেছি অজানা গন্তব্যের দিকে যাত্রা করতে করতে।

  • @saradahaldar7657
    @saradahaldar7657 9 месяцев назад

    অসাধারণ উপস্থাপনা ।❤ শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেলাম।ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। রাতের পর রাত জেগে 'শ্রীকান্ত' উপন্যাসটা পড়েছিলাম। বিশেষ করে 'শ্রীকান্ত' উপন্যাসের প্রথম পর্ব খুবই প্রিয়।❤ শ্রীকান্ত আর ইন্দ্রনাথের বন্ধুত্বের স্বাদ অনুভব করার জন্য 'শ্রীকান্ত' প্রথম পর্ব বারবার পড়ি। 'শ্রীকান্ত' শুধু উপন্যাস নয় ; এটা একটা আবেগ।❤ ধন্যবাদ মীরদা।😊

  • @shorts_4_life_666
    @shorts_4_life_666 Год назад

    আজ বৃহস্পতিবার কিন্তু গল্প শোনার জন্য আমার রবিবারের দরকার নেই,,, আমি মীর দাকে মিস করেছি এবং তার কণ্ঠকে খুব মিস করেছি,, একজন মানুষ কিন্তু এত কণ্ঠ,, আমার ঘুমের ওষুধ মীর দা এর কন্ঠ,,. এবং তার গল্প বলার পদ্ধতি আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি যে আমি বাংলায় গল্পগুলো উপভোগ করতে পারি।

  • @siddharthamondal2883
    @siddharthamondal2883 Год назад +4

    হঠাৎ করে আবার বাংলা ভাষা আমার মাতৃভাষা ভেবে খুব গর্ব হলো । স্কুলে নতুনদা নাটক করতে করতে ইন্দ্রনাথ আর শ্রীকান্তকে চেনা । ধন্যবাদ মীর দা এই ক্লাসিক টা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য । অনেক শ্রদ্ধা আর ভালোবাসা নিও । 🙏❤️

  • @golposhonoofficial
    @golposhonoofficial Год назад +7

    এমন ভাবে গল্প বলার একনিষ্ঠ ক্ষমতা একমাত্র মনেহয় মীর স্যারের আছে....
    আমি নিজেও কিছু অডিও স্টোরি নিয়ে কাজ করছি... তবু সব ছেড়ে এসে মীর স্যারের গল্প না শুনলে একদম ভালোলাগেনা.....❤

  • @amibangali143
    @amibangali143 Год назад +1

    মীর মামা, আসসালামু আলাইকুম।
    মীর মামা, সালাম তোমায়।
    আজ ভার্সিটির ক্লাস শেষে,
    ছাঁদে যেয়ে, হেডফোনে পর্ব ১ চালিয়ে দেই।
    সত্যি মনে হচ্ছিল সবই যেন আমার চোখের সামনে হচ্ছে।
    লাভ ইউ মামা।
    অবিরাম ভালোবাসা ও দোয়া 💝।
    My Dear Watson, পাবো তো?😌
    যাত্রাবাড়ি, ঢাকা হতে শাকিল 😌
    East West University, a student of CSE Department. 😇

  • @asifmahmud8670
    @asifmahmud8670 Год назад

    ইন্দ্রনাথ হয়ে প্রতিনিয়ত শ্রীকান্ত কে অনুভব করি।শ্রীকান্ত যেখানেই থাকিস ভালো থাকিস🙂

  • @avijitroy8327
    @avijitroy8327 Год назад +6

    নতুন ভাবে, নতুন রূপে মীর-দা কে শুনতে পেরে মুগ্ধ হয়ে গেলাম। অনেক দিন ধরে হা-পিত্যেশ এর পর বাংলা তথা ভারতের অন্যতম সেরা গলাকে শুনতে পেরে খুব আনন্দ লাগছে। আমরা আছি, থাকবো আপনার সাথে-প্রিয় মীর দা।

  • @saylakeka7470
    @saylakeka7470 Год назад +13

    শ্রীকান্ত পড়া হয়েছে কৈশোরেই। আবারো শুনছি। মীর দা সবসময় ই অসাধারণ। আর ইন্দ্রনাথের ভূমিকায় কাঞ্চন মল্লিক কে অসাধারণ মানিয়েছে। শ্রীকান্ত-ইন্দ্রনাথ জুটি বাঙালির হৃদয়ে আজীবন বেঁচে থাকবে ❤️

    • @snigdhadas9903
      @snigdhadas9903 Год назад +1

      Same here

    • @Rajat99883
      @Rajat99883 Год назад +1

      যখন ইন্দ্রের সাথে শ্রীকান্তের পরিচয় হয়েছিল তখন শ্রীকান্ত কোন শ্রেণীতে পড়তো?

    • @saylakeka7470
      @saylakeka7470 Год назад

      ​@@Rajat99883 "ছোড়দা, যতীনদা ও আমি তখন ৩য় ও ৪র্থ শ্রেণিতে পড়ি" এমনটা লেখা আছে ছিনাথ বহুরূপীর কাহিনীতে৷

  • @tushnikchakraborty7954
    @tushnikchakraborty7954 Год назад

    মিরদা একবার গল্পে গলা দেওয়ার সুযোগ দেবেন প্লিজ।। আমি আপনার গুণমুগ্ধ শ্রোতা।। আপনার অনুরাগী। স্নেহের তুষ্ণিক

  • @SridharBanerjee
    @SridharBanerjee Год назад +2

    তিনটি পর্ব তিনদিন ধরে শুনলাম। শরৎবাবুর লেখার বড় ভক্ত কোনোদিনই ছিলাম না। তবু কী আনন্দই না পেলাম। কত যত্ন নিয়ে পাঠ করেছেন। মীর ও কাঞ্চন - দু'জনেই অনবদ্য। আর কী মধুর আবহ সঙ্গীত। গভীর রাতে, নিবিড় অন্ধকারে শুনতে শুনতে ভুলেই যেতাম যে বাংলা থেকে কতদূরে আছি। ধন্যবাদ গপ্পোমীর, আপনার ঠেকটি আরও জমাটি হয়ে উঠুক - এই শুভেচ্ছা রইল।

  • @pradipkumarmukhopadhyay4936
    @pradipkumarmukhopadhyay4936 Год назад +11

    বর্ষা কালে রাতে শুনলে , ওসাম হতো। চালান ক্যাপ্টেন।

  • @pranabdutta2120
    @pranabdutta2120 Год назад +6

    যদিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর আত্মজীবনী তাই অনেক আগেই পড়া ছিল..... কিন্তু গল্পটা সামনে আসতেই ভোরের দিকে আধা ঘুমের মাঝে শুনে ছোটো বেলার স্মৃতি রোমন্থন করে শেষ অবধি চোখের কোনে হালকা জল চলে এলো

  • @Md_Razibul_Hasan
    @Md_Razibul_Hasan Год назад

    আমি অনেক দিন ধরে মীরের এই গল্পটা ওয়াচ লেটারে রেখেছি, সময় নিয়ে শুনব বলে। আজ শুনে আমি হতাশ। কথক হিসেবে কথা অনেক বেশী হয়ে গেছে যা না হলেও চলত। তাছাড়া ভয়েসের আপ ডাউন বা আবেগ প্রকাশ করতে গিয়ে গল্পের গতি একেবারে মন্থর, শ্রুতিকটু হয়ে গেছে। সোজা বাংলায় গল্প ঝুলে গেছে।

  • @sibambera6744
    @sibambera6744 Год назад +1

    একটা দাবী আছে... রামপ্রশাদি গানের বাঁশির ভার্সনটা আলাদা করে পোষ্ট হোক। প্লিজ😌
    আলাদা একটা শান্তি পেলাম

  • @rupaltalukdar
    @rupaltalukdar Год назад +3

    আবারো ছোটবেলায় ফিরে গেলাম মিরদার হাত ধরে।। যখন প্রথম শ্রীকান্ত ইন্দ্রনাথ পড়েছিলাম।। ধন্যবাদ মির দা আর তোমার টিমকে।।

  • @tanmoynaiya
    @tanmoynaiya Год назад +5

    বেঙ্গলি অনার্স কমপ্লিট হওয়ার পর অনেকদিন পর আবারও শ্রীকান্ত শুনছি আশা করব পুরো শ্রীকান্ত উপন্যাস অর্থাৎ চারটি খন্ড পাঠ করে শোনানো হবে এই চ্যানেলের মাধ্যমে। মিরদা থ্যাংক ইউ সো মাচ এরকম উপন্যাস গুলিকে তুলে ধরার জন্য ♥♥♥♥🙏🙏🙏🙏🙏

  • @GolpoSambhar
    @GolpoSambhar Год назад +1

    বরাবরই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত প্রিয়, তার ওপর মীর দার উপস্থাপনায় যখন শ্রীকান্ত,, সত্যি কথা হবে না,, অত্যন্ত ভাবে অপেক্ষা করছি পরবর্তীর জন্য।।

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 Год назад

    কাঞ্চন বাবু কে মির্চি তে কখনো শুনেছি বলে মনে পরছে না,
    এখানে তো মীর দার সাথে কাঞ্চন বাবু, দীপঙ্কর বাবু, উফ আলাদাই একটা ট্রিট।❤️💖

  • @ddiary9605
    @ddiary9605 Год назад +3

    কিযে miss করছিলাম তোমায় মীরদা, কি বলবো! "মরণ ভোমরার" হাত ধরে গল্প শোনার প্রেমে পড়া! তারপর সেই প্রেম টা কেমন চিনি ছাড়া চা এর মত বিস্বাদ হয়ে গেল ! অভিমান হয়েছিল তোমার ওপর!
    তবে , সত্যিই বলছি, আজ সব অভিমান একেবারে জল🥰🥰🥰🥰।
    অনবদ্য লাগলো তোমাদের জুটি মীরদা ও কাঞ্চনদা😍😍, তোমাদের জন্য অনেক শ্রদ্ধা,শুভেচ্ছা ও ভালোবাসা রইলো🙏🥰🤗

  • @amitmondal6332
    @amitmondal6332 Год назад +6

    উপন্যাস টা পড়েছি একবার, অসাধারণ একটি সৃষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এবার শুনে দেখছি আরো অসাধারণ.....❤️❤️❤️❤️

  • @ShahadatHossain-st7uc
    @ShahadatHossain-st7uc Год назад

    বাংলা সাহিত্যের হারানো নক্ষত্রএর উপন্যাস এযুগের নক্ষত্রের কন্ঠে শুনতে পেলাম।মনে হয় সেই দিনে দাড়িয়ে আছি।কিযাদু এই কন্ঠে।কি মুগ্ধতা।যেন সপ্নের জগতে হারিয়ে যাওয়া। অনেক ব্যস্ত থাকি শনিবার ঠিক মতো গল্প শুনতে পারি না। কিন্তু পরে অবশ্য শুনতে ভুল করি না।যখন ই সময় পাই।বসে পরি মীরদা মধুর বানী শুনতে।

  • @anupasengupta6597
    @anupasengupta6597 25 дней назад

    ভালো কাজ কে ভালোবাসছে
    এটা দেখে খুব ভাল লাগল🙏🏻🌹

  • @manjusridas9619
    @manjusridas9619 Год назад +5

    খুব মন দিয়ে শুনছি, মনে পড়ে যাচ্ছে এই চরিত্রের কথা,কোন ছোটবেলায় পড়েছিলাম।আজ শুনতে শুনতে নিজের মনে হেসে যাচ্ছি।মীর ভাই যের গলা শুনতে পাচ্ছি, এটা বড় প্রাপ্তি। রেডিও মির্চি এখন আর শুনি না। সেই অভাব টা পূর্ণ করে দিল এই অডিও।অপেক্ষায় রইলাম আরও ভালো ভালো লেখকের লেখা এই ভাবে শুনতে পাবে।অনবদ্য আজকের পরিবেশনা।কাঞ্চন মল্লিক কে নতুন রূপে পেলাম।

  • @ramonarayonoram-7219
    @ramonarayonoram-7219 9 месяцев назад +9

    অসাধারণ... অকল্পনীয় সার্থক রূপায়ণ.. মীর- কাঞ্চন জুটি এত বছরের সযত্নে লালন করা প্রিয়তম দুই চরিত্রে অনবদ্য.. আন্তরিক কৃতজ্ঞতা বাংলার সেরা সম্পদ কে আজকের দিনে এত সুন্দর করে তুলে ধরার জন্য।

    • @parthadas3658
      @parthadas3658 9 месяцев назад

      Ki bolbo da mon na buk jeno ho - ho kore uthlo besh koek bar❤, aamader chhelebela jotheshto bornomoy chhilo, 1983 te jonmo🎉amar. Mir dada kanchan da ❤❤❤🙏🙏🙏

  • @gargidutta4532
    @gargidutta4532 Год назад

    মীর যেকোনো ভূমিকাতেই অসামান্য।তবে শ্রীকান্তের চরিত্রে সমাপন মিশ্রর কণ্ঠস্বরটিও সম্ভবত খারাপ লাগত না।সমাপনের কন্ঠস্বরে আরো গল্প শোনার ইচ্ছে থাকল।

  • @utsavray2304
    @utsavray2304 Год назад +2

    দাদাগো! সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলে। শ্রীকান্ত, নিজে যে কতবার পড়েছি, তবু তোমার গলায় শোনার সময় মনে হচ্ছিলো সবকিছু যেন চোখের সামনে হচ্ছে।

  • @mrityunjoy135
    @mrityunjoy135 Год назад +10

    ইন্দ্র , শঙ্কর এরাই তো না পূরণ হওয়া adventure গুলোর পরিপূরক...
    এদের গল্প শুনেই তো আমাদের বড় হওয়া,ল...
    চালিয়ে যাও ক্যাপ্টেন

  • @rumalinandy9208
    @rumalinandy9208 Год назад +22

    আমি ভাবতাম সানডে সাসপেন্সটাই আমার কাছে সেরা, কিন্তু ”শ্রীকান্ত" আমার অত্যন্ত বড় আবেগের জায়গা। সেই "শ্রীকান্ত" মীর স্যারের কণ্ঠে, এ যে কত বড় শ্রেষ্ঠ উপহার ❤️
    আর "ইন্দ্রনাথ" এর চরিত্রে কাঞ্চন স্যারের কাজ অবশ্যই প্রশংসনীয়।
    অসংখ্য ধন্যবাদ গোটা টীম কে "শ্রীকান্ত" বেছে নেওয়ার জন্য 🙏🏼❤️

  • @subhabanerjee6676
    @subhabanerjee6676 Год назад

    শ্রীকান্ত ইন্দ্রের খোঁজে পাগল ছিল কিন্তু আমি যে বর্তমান শ্রীকান্তের খোঁজে পাগল,জানিনা সেই ইচ্ছা পূরণ হবে কি না। গল্পের প্রথমে শ্রীকান্তের জীবনের লাইন টা শরৎচন্দ্র মহাশয় লিখেছিলেন আপনি সুর দিয়ে আমার জীবনের সাথে মিলিয়ে গেঁথে দিয়ে গেলেন।ধন্যবাদ অনেক ভালো লেগেছে 🙏

  • @sumitbarman98
    @sumitbarman98 Год назад +2

    বংশী বাদক কে প্রণাম। কি মধুর ধ্বনি, প্রাণ জুড়িয়ে যায়।

  • @deyaliskabyagatha02
    @deyaliskabyagatha02 Год назад +5

    আমি যেন মীর দা এর কণ্ঠের নেশায় মরে গেছি। মিরচি শুনতাম মীর দা"র ভয়েস নেই গল্পের মধ্যে ডুবে জেতে পারছিনা। ফিরে আসলাম আর ঠেকে ঠুকে গেলাম।❤❤❤

    • @sanambadnam361
      @sanambadnam361 Год назад +1

      Mir dar voice sotti khub bhalo , amio onar fan .. but "mirchi te doobte parchina ,thek e dhuke porlam " ei kotha ta ektu boka boka dhoroner ... Mirchi te ekhono deep da ache .. somok ache debi ache aaro onek e acche ... Sei jonno eirokhom boka kotha bondo korun

    • @deyaliskabyagatha02
      @deyaliskabyagatha02 Год назад

      @@sanambadnam361 thik ache amader moha nayok uttom temon voice mir da etai

  • @souravkarmakar5109
    @souravkarmakar5109 Год назад +21

    বাংলা সাহিত্যকে এভাবেই এগিয়ে নিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ মীর দা ও সমস্ত শ্রোতাবর্গকে । ভালোবাসা নিও🥰

  • @anindyabasu7878
    @anindyabasu7878 Год назад

    শ্রীকান্ত উপন্যাস বহুবার পড়েছি, কিন্তু শ্রীকান্ত ও ইন্দ্রনাথ এর সব পর্ব গুলোই তোমার গলায় সোনার খুব ইচ্ছা.....

  • @abuabdulla6946
    @abuabdulla6946 Год назад

    কাঞ্চন মল্লিক অসাধারণ,দারুন অ্যাকটিং, পারফেক্ট স্বর। মীর & কাঞ্চন সুন্দর জুটি

  • @mdalinowaz97
    @mdalinowaz97 Год назад +6

    আপনার প্রতিভা দেখেছি সানডে সাসপেন্স এ। এই বই হারানোর যুগে আপনি যে আমাদের সম্পদ সম গল্পগুলোকে আবার তুলে আনছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব শ্রীকান্তের চারটি পর্বে আপনার গলায় শুনতে পাবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।❤

  • @jhumpasinha4962
    @jhumpasinha4962 Год назад +12

    সত্যি ই যখনই একাকিত্ব তখনই এই কন্ঠস্বর কোনো এক অজানা অচেনা মানুষের ভিড়ে দাঁড় করিয়ে দেয়। ভালো থাকবেন মীর দা ।

  • @saswatibhattacharjee2813
    @saswatibhattacharjee2813 10 месяцев назад

    বাংলা সাহিত্যের সুপার হিরো হলো সাধারনদের মধ্যেও অ সাধারন! জানিনা অন্য সাহিত্যে এরকম সুপার হিরো আছে কি না।

  • @mouchatterjee4220
    @mouchatterjee4220 Год назад

    ইন্দ্রনাথ হিসাবে কাঞ্চন এর গলা বড্ড বেমানান লাগলো,কেমন যেনো ফচকে ফচকে লাগলো।

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 Год назад +3

    আহা কি আনন্দ আকাশে বাতাসে, বাহ্ কি সুন্দর সেই মেয়েবেলা টা ফিরে এলো ❤️মীরদা র তুলনা নেই 🙏

  • @plslastakiholobolbenchatte9134

    আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "শ্রীকান্ত "উপন্যাস অনেকবার পড়ছি, এই উপন্যাসটা শরৎবাবুর জীবনী বলা যায়, উপন্যাসটা পড়তে তো ভীষণ ভাল লাগে তবে মীরবাবুর মুখে শুনতে আরও ভাল লাগল

  • @goutambarman1688
    @goutambarman1688 Год назад

    'মরতে তো একদিন হবেই ভাই' এই উক্তিটি আমার জীবনের আমূল পরিবর্তন করেছিল, যা আজও বিদ্যমান.....
    আজ ২০ বছর পর আবার ছাত্রজীবন ফিরে পেলাম....

  • @joydeep7506
    @joydeep7506 Год назад +12

    মীরদার কন্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করার মুহূর্তেই স্বর্গ এর অনুভূতি লাভ করি।।।