Sunday Suspense | Nesha | Taradas Bandyopadhyay | Mirchi Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 965

  • @somnaths.m5774
    @somnaths.m5774 2 месяца назад +530

    সাহিত্যের এমন বর্ণাঢ্য আয়োজন, আমি আর কোথাও দেখিনা।। নিঃসন্দেহে সাহিত্যকে জীবন্ত স্পর্শ করতে গেলে,তাকে ভালবাসতে হবে ।। সেই পথ দেখাচ্ছে Mirchi Bangla. ধন্যবাদ।❤🙏🏻

    • @Abhikmondal-1904
      @Abhikmondal-1904 2 месяца назад +33

      ❤❤

    • @suprotimsengupta97
      @suprotimsengupta97 2 месяца назад +20

      ঠিক তাই

    • @munmunkhan8582
      @munmunkhan8582 2 месяца назад +20

      একদমই তাই। আরও অনেক নামকরা ব্যক্তি দের অডিও চ্যানেল থাকলেও, এটাই সেরা ❤

    • @Ahsan_D
      @Ahsan_D 2 месяца назад +6

      Goppo Mir er thek...

    • @krishnendumomentofvideo4437
      @krishnendumomentofvideo4437 2 месяца назад +5

      দুর্ভাগ্য যে মিরচি বাংলা রিপ্লাই দাই। না 😂

  • @aniruddhaghosh8223
    @aniruddhaghosh8223 2 месяца назад +177

    আমি তারানাথ শোনা কালিন এই মন্তব্য টা লিখেছিলাম আবারো আজ লিখলাম, আমি সত্যি ই সৌভাগ্যবান যে আমি ঁতারাদাস বন্দোপাধ্যায় এর ( বাবলু দার) পাড়ায় জন্মেছি, এবং আমার ছোটোবেলা টা ওই বাড়িটায় শৈশব কাটিয়েছি অনেকটা কাল...

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 2 месяца назад +16

      আপনি সত্যিই অনেক সৌভাগ্যবান❤

    • @SukhenduSikder
      @SukhenduSikder 2 месяца назад +8

      ❤❤

    • @BongCGL
      @BongCGL Месяц назад +4

      Kothay location?

    • @anupamarakshit2525
      @anupamarakshit2525 Месяц назад

      Achcha jei bhadroloker pic ta aache uni kar voice ta diyeche...uni to serial koren

    • @ThESoaiBAbdullaH
      @ThESoaiBAbdullaH Месяц назад +1

      Dekha korechhen?

  • @indrajitkarmakar2005
    @indrajitkarmakar2005 2 месяца назад +135

    তারাদাস বন্ধ্যোপাধ্যায় তাঁর প্রত্যেকটা গল্পেই জীবনের কথা, বেঁচে থাকার অর্থ সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলেন
    এটাতেও তার অন্যথা হল না
    মানুষকে বাঁচানো, জীবন দানের থেকে বড় তৃপ্তি সত্যিই আর কিছুতে নেই
    অসাধারণ গল্পের অনবদ্য পরিবেশনা❤❤

  • @mahidulislam3863
    @mahidulislam3863 Месяц назад +13

    অনেকদিন পর Sunday Suspenes -এ এক মনের মতো গল্প পেলাম... ধন্যবাদ 🍁 এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য।

  • @rajibmondal30817
    @rajibmondal30817 2 месяца назад +78

    সারা সপ্তাহের কাজের ক্লান্তি ও চাপ দূর করার একটাই ওষুধ mirchi bangla r sunday suspense ❤❤❤..
    প্রথম থেকেই প্রথমে👑

  • @ahanatarafder1403
    @ahanatarafder1403 Месяц назад +14

    The best lines “যারা অন্যায় করে তাদের অপমান বোধ থাকলে চলে না”, “শোকের কান্নার ভাষা বোঝা কঠিন” বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ রকম প্রাসঙ্গিক আর মূল্যবান লাগলো কথা দুটো!
    ভীষণ ভালো লাগলো তারাদাস বন্দোপাধ্যায়-এর এই ছোটো গল্পটি! ❤ গল্পের রেশ এখনো কাটেনি!

  • @Mangolinaflora
    @Mangolinaflora 2 месяца назад +120

    কি অসাধারণ বাচনভঙ্গিমা যেন সত্যিই কোনো গুন্ডা কথা বলছে! ✨️ভদ্রলোকের সাথে আমার মায়ের একটি exhibition এ দেখা হয়েছিল, ওনার ব্যবহারও ওনার personality এর মতোই সুন্দর। ❤

    • @rajibmondal30817
      @rajibmondal30817 2 месяца назад +3

      ❤❤

    • @chandradip4607
      @chandradip4607 2 месяца назад +4

      Amader satheo dekha hoechilo South city te, nitantoi akjon vadro lok, amar wife selfie o niechilo onar sathe😊

    • @warrior420ff
      @warrior420ff Месяц назад

      ​@@chandradip4607 bhai ami selfie ta dekhte agrohi

    • @joypal7364
      @joypal7364 Месяц назад

      I love .. Uu ur .. Ur fb link Plz 😢

  • @arnabchakraborty2007
    @arnabchakraborty2007 2 месяца назад +16

    Metamorphosis of soul... ❤❤❤
    গল্পটা শোনার পর কোনো ভাষা নেই। মুগ্ধতার রেশ এখনো কাটেনি।
    সানডে সাসপেন্স যদি বাড়ি হয় তাহলে তার ভিত দীপদা। চন্দনবাবুর অনবদ্য অভিনয় আর রিচার্ডদার পুঙ্খানুপুঙ্খ সাউন্ড ডিজাইন। জিও 😍

  • @guddybhat
    @guddybhat 2 месяца назад +14

    ছোট্ট একটা গল্পের পরিধির মধ্যে এত কিছু বলে দেওয়া যায় তা এরকম সৃষ্টি না শুনলে ভাবাই যায়না। তারাদাসবাবুর লেখার ভক্ত ছিলাম, এই গল্প শুনে তাঁর প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেল। মির্চি কে ধন্যবাদ এই সুপ্ত রত্নগুলিকে আমাদের সামনে তুলে ধরার জন্য 🙏🙏💓

  • @suminagshorts9516
    @suminagshorts9516 Месяц назад +5

    আপনারা এত সুন্দর বর্ণনা দেন যে মনে হয় সত্যি ই ঘটনাটা নিজের সাথে ঘটেছে। আমি আমার সমস্ত বন্ধু দের আপনার channle এর কথা বলেছি তারাও শুনেছে। আপনি এতো সুন্দর বর্ণনা দেন আর কিছু বলার নেই

  • @flavoursofkolkata41
    @flavoursofkolkata41 2 месяца назад +26

    একমাত্র তাড়াদাস বন্দোপাধ্যায় ই পারেন এইরকম একটা গল্প লিখতে। মন ভরে গেল।

  • @arnabchakraborty2007
    @arnabchakraborty2007 2 месяца назад +64

    বিভাস ডাকছে - এই গল্পটার পর তারাদাস বন্দ্যোপাধ্যায়ের আবারও একটি ছোটোগল্প। ❤❤❤
    বাংলা সাহিত্যের এইসব ছোটো বড়ো অমূল্য মনিমাণিক্য মনে আনে প্রশান্তি, জীবনে আনে বৈচিত্র্য। গল্পগুলি ভাবতে শেখায়, শেখায় জীবন দর্শন।
    অপেক্ষারত।😊

  • @sudipmondal1673
    @sudipmondal1673 2 месяца назад +20

    ঝিন্দের বন্দী গল্পে চন্দন সেন কে সর্দার ধনঞ্জয়ের চরিত্রে পেয়েছিলাম দুর্দান্ত কণ্ঠস্বর দারুন লেগেছিল আর আবার এই গল্পে তাকে পেয়ে খুবই ভালো লাগলো এনাকে সানডে সাসপেন্স সে নিয়মিত গল্পের চরিত্রে রাখা হোক।

  • @Shikkhito-Chhotolok
    @Shikkhito-Chhotolok 2 месяца назад +53

    দারুন লাগলো! সেই পুরোনো দিনের সত্যজিৎ রায়ের গল্প গুলোর দিনের কথা মনে পড়ে গেলো! রিচার্ডের আবহ নির্মাণ ও দীপের গল্প পাঠ-এর জন্য বিশেষ করে! আর চন্দন বাবু কে নিয়ে আমার কিছু বলার ভাষা নেই! উনি যেনো সত্যিই অভিরাম পাড়ুই হয়ে উঠেছেন এই গল্পে! সত্যিই একটা ধূর্ধর্ষ পারফেক্ট প্রেজেন্টেশন শুনলাম! আর গল্প? তারাদাস স্যারের গল্প নিয়ে আমার কিছু বলার অধিকার নেই! শুধু এটাই বলবো যে এটা আপাতত এই মাসের শ্রেষ্ঠ গল্প (এবং পরিবেশনা)!
    SUNDAY SUSPENSE ZINDABAD 🔥🔥🔥

    • @jee098
      @jee098 2 месяца назад

      একদম। সত্যজিৎ রায়ের ছোটো গল্পের আলাদাই নেশা। সত্যজিৎ বাবুর ছোটো গল্প আমাকে আলাদা জগতে নিয়ে যায় অন্যদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা যেন বিভিন্ন মনুষ্য অনুভূতির ছোঁয়া দেয়।

  • @rakeshmahata-rr1lj
    @rakeshmahata-rr1lj 2 месяца назад +126

    দুটি লাইন -
    1. " যারা অন্যায় করে, তাদের অপমান বোধ থাকলে চলে না। "
    2. " শোকের কান্নার ভাষা বোঝা কঠিন। "
    কিছু কিছু গল্প হয় যেগুলো শেষ হওয়ার পরেও একটা রেশ মনের মধ্যে থেকে যায়, এটা সেই ধরনের একটা গল্প। ছোট হলেও ভালো লাগল ❤

    • @mrishduttawtf
      @mrishduttawtf 2 месяца назад +1

      রক্তের নেশা, তার রক্তে মিশে গ্যাছে

    • @rakeshmahata-rr1lj
      @rakeshmahata-rr1lj 2 месяца назад

      ​@@mrishduttawtf এটা গল্প ভিত্তিক, শুধু এই গল্পেই প্রযোজ্য। আর ও দুটো লাইন জীবনের...

    • @mrishduttawtf
      @mrishduttawtf 2 месяца назад

      @@rakeshmahata-rr1lj ভালো বললেন

  • @nurmohammadmullick5245
    @nurmohammadmullick5245 2 месяца назад +17

    Background music and special effects a Richard ☺️😌😌❤❤..
    Goppo miter theke onek boro boro silpi achen,kintu nei choto bela theke sune asa sei background music and special effects er Richard da.onake chara je kono golpo mone hoi jeno kichuta incomplete..❤❤

  • @rimachandra3349
    @rimachandra3349 2 месяца назад +3

    অসাধারণ... মানুষের ক্ষতি করার থেকে যে ভালো কাজ করেও ভালো থাকা যায় ❤️

  • @indranilsaha3373
    @indranilsaha3373 2 месяца назад +28

    তারাদাসবাবুর গল্প + দীপদার গল্পপাঠ + চন্দনবাবুর অভিনয় + রিচার্ডের আবহসঙ্গীত =🔥🔥♥♥

    • @The-Graduation-Bear
      @The-Graduation-Bear 2 месяца назад

      Er cheye beshi ar ki chai!🔥

    • @DIE_WITH_SMILE
      @DIE_WITH_SMILE 2 месяца назад

      first story tar songe onno golpo gulor link nei ? ami pishash tumi pishash er series tai?

  • @Shikkhito-Chhotolok
    @Shikkhito-Chhotolok 2 месяца назад +51

    সেই পুরোনো Sunday Suspense-এর মতন আবার দীপের ন্যারেশানে আর রিচার্ডের সাউন্ড ডিজাইনে ক্লাসিক ছোটো ❤

    • @indrajitkarmakar2005
      @indrajitkarmakar2005 2 месяца назад +9

      বিভাস আর এটা একসঙ্গে রেকর্ড করেছিল

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 2 месяца назад +7

      ​​@@indrajitkarmakar2005সেটাই মনে হচ্ছে। ওখানেও ডাইরেকটর অগ্নি ছিল।

    • @binoypatra1445
      @binoypatra1445 2 месяца назад +5

      ​@@Shikkhito-Chhotolok আবহ আলাদা

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 2 месяца назад

      ​@@binoypatra1445এটা হয়তো তখন শুধু রেকর্ড করে রেখেছিল। তারপর রিচার্ড কে দিয়ে আবহ সঙ্গীত দেওয়া হয়েছে। Rajdrohi'র পরে এখানে আবার রিচার্ড কাজ করছে। তাহলে ধরে নেওয়া যায় যে এতদিন আগাথা ক্রিস্টির গল্পটার ওপর কাজ করছিল আর তার সাথে এটারও সাউন্ড ডিজাইন করে নিয়েছে।

    • @indrajitkarmakar2005
      @indrajitkarmakar2005 2 месяца назад +1

      ​@@binoypatra1445এই গল্পটা বিভাসের সঙ্গে সঙ্গেই প্লে লিস্টে অ্যাড করা ছিল
      তাই বললাম একসঙ্গে রেকর্ড হয়েছে

  • @BlackPanther-xd9rv
    @BlackPanther-xd9rv 2 месяца назад +6

    বহুদিন বাদে কী যে সুন্দর একটা গল্প শুনলাম বলে বোঝাতে পারবোনা। এই গল্পের জন্য ধন্যবাদ।❤
    যে মায়ের কান্নার অভিনয় করলেন তাকে কুর্নিশ।❤

  • @arnabdasphysics
    @arnabdasphysics 2 месяца назад +7

    কি অসাধারণ লেখা! ভাবা যায় না! তেমনি অপূর্ব পাঠ। ❤❤❤

  • @anwikshaghosh9201
    @anwikshaghosh9201 2 месяца назад +15

    My faith in Sunday Suspense production quality is restored. Thanks guys

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 2 месяца назад +1

      Mirchi Bangla'র প্রেজেন্টেশনে কোয়ালিটি কখনই কম্প্রোমাইজ হয়না 🔥❤️

  • @inhunk
    @inhunk Месяц назад +5

    Terrific! Aro hok Taradas Bandopadhyay, e ek obhinobo insightful style,..., grossly underrated author

  • @crazysourav3853
    @crazysourav3853 2 месяца назад +8

    সাহিত্যের এমন বর্ণাঢ্য আয়োজন, আমি আর কোথাও দেখিনা।। নিঃসন্দেহে সাহিত্যকে জীবন্ত স্পর্শ করতে গেলে,তাকে ভালবাসতে হবে ।। সেই পথ দেখাচ্ছে Mirchi Bangla. ধন্যবাদ।

  • @samitdeb5538
    @samitdeb5538 2 месяца назад +7

    লেখক তো আমাদের বাংলা সাহিত্যের অন্যবদ্য একজন🙏 আর দিপ দা, কতোভাবে তোমার প্রশংসা করি বলো সব ই তো কম পরে যায়👍

  • @dipikabiswas9020
    @dipikabiswas9020 2 месяца назад +7

    শোকের কান্নার ভাষা বোঝা,- কঠিন । 😢😢.. অসাধারণ উক্তি❤

  • @GIGGLYGOOGLY
    @GIGGLYGOOGLY 2 месяца назад +26

    আবার যেনো,স্মৃতির অতল থেকে উঠে আসা, সানডে সাসপেন্স এর পুরনো দিনের সেই উষ্ণতা এবং আবেগের সংমিশ্রণে এক অনবদ্য অনুভূতি সৃষ্টি হবে। যেটা শ্রোতা হিসেবে বিশেষ প্রাপ্তি।। অনেক ধন্যবাদ ।🙏🏻

    • @Abhikmondal-1904
      @Abhikmondal-1904 2 месяца назад +1

      এই comment টা কোথাও জেন দেখেছি। somnath এর মনে হয়।?

    • @rajibmondal30817
      @rajibmondal30817 2 месяца назад +1

      ❤❤

  • @cartoonerbaba5604
    @cartoonerbaba5604 2 месяца назад +13

    এই প্রথম কোনো গল্পের premire এর সময় উপস্থিত ছিলাম। অনেক গল্প, উপন্যাস পড়েছি, শুনেছি কিন্তু কোনো দিনও mirchi র premire এ আসা হয়নি। আজ প্রথম এই গল্পের premire শুনলাম। সত্যি নেশা লেগে গেলো।
    তারাদাস বন্দ্যোপাধ্যায় এর লেখার ধরন খুব সুন্দর।
    এই line টা just ফাটাফাটি: রক্তের নেশা তার রক্তের মধ্যে মিশে গিয়েছে,
    সে ছাড়লেও রক্ত তাকে ছাড়বে না। এই গল্প থেকে শেখা যায় যে পরোপকারই পরম ধর্ম...
    Take Love from Ripom...❤
    Love you Mirchi...❤

  • @soumyasaha6510
    @soumyasaha6510 24 дня назад +4

    ছোট্ট একটা গল্প কিন্তু কি নিগূঢ় বার্তা লুকিয়ে আছে ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 2 месяца назад +14

    কাজ-ই হল কাজের প্রধান তৃপ্তি.. তাই তো চন্দন সেন এর সব কাজেই এত তৃপ্তির আনন্দ.. তারাদাস বন্দোপাধ্যায় এর লেখা এমন একখানা গল্প অসাধারণ.. হোক না ছোটো গল্প, তবু উত্তেজনায় সরগরম.. 🎉❤ 🎉 একে দীপ এর গল্প পাঠ, তাতে অমন এক পারদর্শী অভিনেতা চন্দন সেন..!! hat's off mirchibangla and team.. 🙏🌹🙏🌹🙏

  • @suchismitajgd1215
    @suchismitajgd1215 Месяц назад +4

    অসাধারণ! কি জানেন SSP র গল্প ভালো মন্দ যাই হোক এটা একটা emotion একটা মায়া! Ssp যেন কোনোদিন বন্ধ না হয়! পরিচিত কণ্ঠ গুলো যেন আজীবন শুনে যেতে পারি

  • @jayantapatra8929
    @jayantapatra8929 Месяц назад +5

    ট্রেন এ যেতে যেতে শুনলাম আহা মন ভরে গেলো 👌🏻👌🏻

  • @pranab3-c1v
    @pranab3-c1v 2 месяца назад +11

    Taradas Bandyopadhyay. What a story!!
    Outstanding presentation also. Thank you Mirchi Bangla and a special thanks to Deep da

  • @rashmibasu9393
    @rashmibasu9393 2 месяца назад +7

    Oshadharon golpo!!! Thank you, Team Mirchi. Onek pronaam Sri Taradas Bandopadhyay ke. Tini chhara eto positive mindset amader sahitye paoa dushkar.

  • @rajatghosh7019
    @rajatghosh7019 2 месяца назад +15

    অপূর্ব একটি কাহিনী। কুর্নিশ জানাই দীপ ও চন্দনবাবুকে।

  • @anirbansur4174
    @anirbansur4174 2 месяца назад +3

    বহুদিন পর একটি অসাধারণ গল্প শুনলাম। গল্প পরিবেশনা এবং উপস্থাপনার পাশাপাশি, এ গল্পচয়ন যাঁর, তাঁকেও অসংখ্য ধন্যবাদ।❤

  • @raii1808
    @raii1808 2 месяца назад +31

    "হে মা কালী, আমি অমুকচন্দ্র অমুক, আজ মজুরির বিনিময়ে অমুকচন্দ্র অমুককে খতম করবার জন্য অভিরাম পাঁড়ুইকে নিয়োগ করছি"... সুন্দর ও নিখুঁত ছোটগল্প.. ❤️

  • @paramapatra1492
    @paramapatra1492 2 месяца назад +4

    দুর্দান্ত গল্প, এক অন্য স্বাদের গল্প, অদ্ভুত ভালো লাগায় মন টা ভরে গেল 😊

  • @debasispaulchowdhury6359
    @debasispaulchowdhury6359 2 месяца назад +4

    কি গল্প , কি দর্শন , তারাদাস বাবুর মত লেখক দের প্রয়াণ হয়না , ওনারা অমর ওনাদের কলমে , মানুষের মননে, সমাজ জীবনের প্রাত্যহিক দিন যাপনের প্রতিটি মুহূর্তে ....

  • @subhankar4532
    @subhankar4532 28 дней назад +3

    ছোটো গল্পে এত স্বাদ এর আগে পাইনি। অল্প সময়ের গল্পেও নেশা ধরে তাহলে! এক্ষুনি এলাচ, তেজপাতা দিয়ে চা খেতেই হবে। বাকি review পরে দেব, এখন চলি কেমন!❤

  • @bidusha_mandal
    @bidusha_mandal 2 месяца назад +6

    Kal theke back to back audio story sunchi. Mir da er channel e Pishach , Radio Milan e Ponyobhumi , ar sunday suspense.. Ei week e darun sob golpo❤

  • @AmiyaDey-g5i
    @AmiyaDey-g5i Месяц назад +8

    গল্পটা শুনে নির্বাক হয়ে গেলাম,বুকে কেমন যেন একটা বেদনা, অনির্বচনীয় একটা আনন্দ, চোখে জল, আনন্দাশ্রুই হবে বোধহয়। গল্পটা কেমন লাগলো??? উত্তর আমার ভাষার বাইরে 🤔

  • @ANGLGOUR
    @ANGLGOUR 29 дней назад +3

    সত্যিই বড় অসাধারণ নেশা
    Love you ❤ mirchi bangla🙌🙌

  • @suman_casting_director
    @suman_casting_director 2 месяца назад +4

    The presentation of Mirchi can elevate even a timid story like this. The sound design gives many sleepless nights to its competitors. ❤

  • @poisonivy000
    @poisonivy000 2 месяца назад +6

    Kudos to the entire mirchi team.
    Brilliant story with excellent performance by Chandan Sen..
    Also the man on the poster looks like Chandan Sen. Such tiny details make the entire story telling experience from good to exceptional. ❤

  • @ArkaGhosh024
    @ArkaGhosh024 2 месяца назад +10

    Taradas Bandopadhyay was a hidden gem. Thanks to Mirchi for finding him. ❤

  • @tm92211
    @tm92211 Месяц назад +2

    চন্দন sir কে আরও অনেক, অনেক গল্পে পেতে চাই🙏। অনেকদিন পরে সেই পুরনো sunday suspense কে ফিরে পেয়ে ভালো লাগলো।

  • @crazysourav3853
    @crazysourav3853 2 месяца назад +4

    দারুন লাগলো! সেই পুরোনো দিনের সত্যজিৎ রায়ের গল্প গুলোর দিনের কথা মনে পড়ে গেলো! রিচার্ডের আবহ নির্মাণ ও দীপের গল্প পাঠ-এর জন্য বিশেষ করে! আর চন্দন বাবু কে নিয়ে আমার কিছু বলার ভাষা নেই! উনি যেনো সত্যিই অভিরাম পাড়ুই হয়ে উঠেছেন এই গল্পে! সত্যিই একটা ধূর্ধর্ষ পারফেক্ট প্রেজেন্টেশন শুনলাম! আর গল্প? তারাদাস স্যারের গল্প নিয়ে আমার কিছু বলার অধিকার নেই! শুধু এটাই বলবো যে এটা আপাতত এই মাসের শ্রেষ্ঠ গল্প (এবং পরিবেশনা)!
    SUNDAY SUSPENSE ZINDABAD

  • @selimmondal6797
    @selimmondal6797 Месяц назад +2

    ছোট একটা গল্প তবুও কত impactful.... তারাদাস বন্দ্যোপাধ্যায় মানে যে শুধুই তারানাথ নয় তা মানুষের কাছে ফুটে উঠুক। ❤

  • @nandinikarmakar7002
    @nandinikarmakar7002 2 месяца назад +7

    সেরা সেরা সেরা mirchi bangla ❤❤❤❤❤

  • @the_natures_album
    @the_natures_album 2 месяца назад +12

    Sunday suspense এর তুলনা হয়না. Mirchi Bangla তে গল্প শুনে যে আনন্দ, তৃপ্তি টা আসে,অন্য কোথাও থেকে পায়না।

  • @sohelgayen7636
    @sohelgayen7636 2 месяца назад +8

    অসাধারণ গল্প এবং মানুষের স্বাভাবিক প্রবৃত্তির জয় হলো

  • @biplabdasgupta
    @biplabdasgupta 2 месяца назад +5

    জীবনের উত্তরণের অসাধারন গল্প ও narration. 👏

  • @shreyamdas468
    @shreyamdas468 Месяц назад +2

    Baire bristi Kane earpod r songe deep da er voice r tar upor chandan sen er ei onobddho voice uff r ki chai....
    R golpo ta o osadharon last line ta goosebumps diye glo ... "Ei anondo tahole onno vabe o paoa jai "

  • @priyanrdinkal
    @priyanrdinkal 2 месяца назад +4

    Sae kon choto bela theke sunchi ... Sunday suspense..barir sokole mile suntam ...maa baba ..
    R akhon o sunchi tobe amr husbend r ami ..
    Amr 2year9month er chele ache boro hoea hoyto o sunbe ...
    Er theke atai proman hoy j
    Sunday suspense jug jug dhore ay bhabe
    Amader sokoler pase thakbe ❤

  • @actionking718
    @actionking718 2 месяца назад +2

    এক কথায় অসাধারণ, দুর্দান্ত।🎉🎉
    যেমন গল্প তেমন উপস্থাপনা।
    এই ধরনের গল্প এক ঘন্টা না হলে পোষায় না।😮😮

  • @Chara_Creator
    @Chara_Creator 2 месяца назад +8

    গল্প পাঠে দীপ দা মানেই গল্প অসাধারণ ❤😊

  • @aditi_s_art
    @aditi_s_art 2 месяца назад +2

    মনের অন্তর থেকে শতকোটি ধন্যবাদ mirchi team কে এত্ত সুন্দর এবং উঁচু দরের একটি লেখা প্রস্তুতির জন্য ❤❤❤❤❤❤আপনাদের জয় হোক 🙏🏼

  • @deepikadatta6113
    @deepikadatta6113 2 месяца назад +5

    Amaro akta odvut nesha holo ai golpo gulo sona! Thanks Sunday Suspense team k...

    • @RealKhan342
      @RealKhan342 2 месяца назад

      Apnar cheler baba hote chai😅

    • @bokulbag80
      @bokulbag80 16 дней назад

      ​@@RealKhan342আপনার বোনের ছেলের বাবা হোন,আপনাকে আশীর্বাদ করি😊🤗

  • @aankhibose2483
    @aankhibose2483 2 месяца назад +3

    Superb, fantastic, onek onek dhonnobad team mirchi for such a beautiful presentation ❤❤❤❤❤

  • @sunayanmukherjee7603
    @sunayanmukherjee7603 Месяц назад +2

    গল্পের শেষে চোখে জল এসে গেল। আর কারুর এরম হয়েছে??

  • @SundarBanerjee-q3r
    @SundarBanerjee-q3r 2 месяца назад +25

    তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্প আমাদের কাছে একটা পরম পাওয়া।
    এ গল্প যাদের ভালো লাগবে না তারা বাংলা গল্প প্রেমীদের মধ্যে কেউ না।
    আমাদের দীপ দা ফিরছে। ❤❤❤❤❤😂😂😂😂😂_____

  • @riturajhalder6665
    @riturajhalder6665 2 месяца назад +2

    This is what PEAK sunday suspense is.... Made me feel nostalgic of the golden era of Sunday Suspense

  • @indrajitkarmakar2005
    @indrajitkarmakar2005 2 месяца назад +21

    তারাদাস বন্ধ্যোপাধ্যায়ের ছোটগল্পগুলো ও অত্যন্ত প্রিয় ❤
    সানডে সাসপেন্স টিমকে অসংখ্য ধন্যবাদ ওনার ছোটগল্পগুলো নিয়মিত করার জন্য

  • @pintusingh3890
    @pintusingh3890 Месяц назад +2

    Great Aaj porjonto ja sunechi tar moddhe onnotomo.

  • @blingbling4109
    @blingbling4109 2 месяца назад +6

    খুব সুন্দর পরিবেশনা, এবং দুর্দান্ত লেখনী।

  • @Tanmoyadventures...........
    @Tanmoyadventures........... Месяц назад +1

    সেই সানডে সাসপেন্স। একেবারে শুরুতে এমন রোমাঞ্চকর ছিল। দারুণ লাগলো। চন্দন বাবুর অভিনয় অনবদ্য ❤🎉🎉🎉🎉...

  • @Dr_Jyotirmoy_Pati
    @Dr_Jyotirmoy_Pati 2 месяца назад +4

    এমনি অপুরূপ গল্প শুধু আনা হোক যাতে সাহিত্যের রস টগবগ করে ❤🎉

  • @ajantasinha2608
    @ajantasinha2608 2 месяца назад +1

    কী অসাধারণ কাহিনি !! তেমনই এর বিন্যাস, পরিবেশন ও অভিনয় !! পাঠে বরাবরের মতোই লা জবাব দীপ। কুর্নিশ !! ❤❤

  • @beautyoftravel9481
    @beautyoftravel9481 2 месяца назад +6

    Sunday Suspense is THE best. Specially Mr.Deep and Mr.Agni

  • @BishnuAdhikary-mj5xq
    @BishnuAdhikary-mj5xq Месяц назад +2

    পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড অবধি সোনার পর কিছু লিখবার ছিল,ভাবলাম আরো শুনি, দশ মিনিট পঞ্চাশ সেকেন্ড শুনলাম,এতদিনেও এত ভালো মনের মত বাংলা ভাষায় নিজের পছন্দ মত শুনিনি,দেখি আরও শুনি,পড়ে লিখবো।

  • @SmitaPradhan
    @SmitaPradhan Месяц назад +4

    Sunday Suspense এর একটা বিশাল fan base আছে...... তার মধ্যে ফেলুদা - ব্যোমকেশ - Sherlock Holmes এর মতো detective Story এর আলাদা Fan base আছে...... আর তারাদাস বন্দোপাধ্যায়ের লেখা গল্পের ব্যাপারটাই আলাদা.... সবগুলো গল্পের মধ্যে আলাদা ব্যাপার আছে ❤

  • @wishbone6503
    @wishbone6503 Месяц назад +2

    এক কথায় অসাধারণ

  • @SayanSamanta-lg9vo
    @SayanSamanta-lg9vo 2 месяца назад +4

    Chamotkar .... Bhalo golpo manei j baro lengthy golpo hote hbe emon kono kotha nei....ata khub sundor hoyeche ..... Golpo ta o sundor ..r presentation o onobodho .... thank you team Sunday suspense...

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 2 месяца назад +1

      খাঁটি কথা! কিন্তু এই কথাটাই অনেক লকডাউন শ্রোতা বোঝেনা....

  • @nipamoninisa.official
    @nipamoninisa.official 27 дней назад +2

    ভিন্ন রকমের অসাধারণ একটি গল্প ❤

  • @sonali849
    @sonali849 2 месяца назад +13

    " আমি ছাড়লেও নেশা আমায় ছাড়বে না "
    I mean অভিরামের মতন চায়ের নেশা 😌☕

  • @keyachattopadhyay6116
    @keyachattopadhyay6116 Месяц назад +1

    এক কথায় অপূর্ব ... গল্পের বিষয় অভিনব ❤

  • @bhagyadebi1919
    @bhagyadebi1919 2 месяца назад +4

    অদ্ভূত গল্প আর অদ্ভুত নেশা

  • @Hrithik165
    @Hrithik165 Месяц назад +6

    তারাদাস বন্দ্যোপাধ্যায় অসাধারণ একজন লেখক
    মিরচি না হলে তার মতন একজন মহান কবির পরিচয় পেতাম না। মির্চি আসলেই একটা নেশা ❤

  • @Kdm-94
    @Kdm-94 Месяц назад +1

    জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়ায় যে বেশি তৃপ্তি এই গল্প সেই মূল্যবোধ এর শিক্ষা দেয়।

  • @ananyapalit943
    @ananyapalit943 2 месяца назад +3

    Opurbo sundor golpo. Sotyi e ki bhalo lekhoni ebong mirchi k dhonyobad ato sundor golpo upohar debar jnyo ebong nikhut golpo path er jnyo

  • @deblinaraha2495
    @deblinaraha2495 Месяц назад +1

    অপূর্ব।।। বলে বোঝানো যাবে যে কি তৃপ্তি আছে এই গল্প টাতে।।।

  • @susmitabong8126
    @susmitabong8126 Месяц назад +3

    Aj astomi teo... radio mirchi r stha❤️😋

  • @payelroy8876
    @payelroy8876 Месяц назад +1

    চন্দন সেন , মহাশয় সত্যিই অতুলনীয় অভিনেতা, কত সাবলীল,মনে হলো নিজের চোখে দেখলাম। , ধন্যবাদ টিম মিরচি ❤

  • @ShayamsundarChakraborty
    @ShayamsundarChakraborty 2 месяца назад +3

    Chandan babu ...... boss is boss....asadharan.

  • @daipayanchakraborty288
    @daipayanchakraborty288 2 месяца назад +13

    নেশা টা আসলে রক্তের না শক্তির ছিলো। প্রাণ নাওয়া আর প্রাণ দেওয়ার শক্তি ওকে নিজে কে ভগবানের মতো অনুভূতি করাতো।

  • @ipsitadhar8330
    @ipsitadhar8330 Месяц назад +2

    Osadharon ❤ my most favourite writer ❤

  • @tandrachaki9312
    @tandrachaki9312 Месяц назад +4

    তারাদাসবাবুকে এই sunday suspense এর মাধ্যমেই চেনা। ওনাদের কাছে অনুরোধ রইলো, ওনার আরও কিছু গল্প শোনাতে।

  • @aparajitamaity7026
    @aparajitamaity7026 2 месяца назад +2

    এ যেন ঠিক মৃত্যুর মধ্যে জীবন খোঁজার গল্প!

  • @Strange_Girl_007
    @Strange_Girl_007 2 месяца назад +15

    SS কে অত্যন্ত ধন্যবাদ🙏💕
    আর poster design টাও খুব ভালো💝♥

  • @SadikMolla-pq8kl
    @SadikMolla-pq8kl Месяц назад +1

    মনটা ভরে গেল।

  • @binoypatra1445
    @binoypatra1445 2 месяца назад +8

    এটাই মির্চির পরিবেশনার ক্ষমতা, যেটা অন্য কোনো production টিম সারাজীবনে ও পারবে না। তাই সমস্ত গল্প মির্চি নিজে করুক , যেমন 15 বছর ধরে করে আসছে।

  • @debadritade6939
    @debadritade6939 Месяц назад +1

    কি অদ্ভুত সুন্দর
    তারাদাস বন্দোপাধ্যায় বলেই সম্ভব ❤

  • @arnc
    @arnc 2 месяца назад +4

    অসাধারণ গল্প❤️

  • @arthasKooldude
    @arthasKooldude Месяц назад +2

    Oshadharon Golpo Shonalen...!!
    Dhonnyobad...!!♥

  • @indrojitadhikary8412
    @indrojitadhikary8412 2 месяца назад +3

    কিছু বলার নেই,
    একটাই শব্দ অসামান্য

  • @Rajib_Basak
    @Rajib_Basak 2 месяца назад +10

    অসাধারণ গল্প। অসাধারণ তার বাচনভঙ্গি। দারুন দারুন দারুন।

  • @smileey009
    @smileey009 2 месяца назад +2

    The beginning of transformation. Empathy. The end of a hunter animal. Or, balancing of instincts. A human.
    Ekjon osadharon lekhok. Somoyer jogyo opurbo ek bachhai. Opurbo poribeshona.😲wow moment! 🩵🙏

  • @iammonet89
    @iammonet89 2 месяца назад +4

    Ai golpo raat er golpo. Osadharon

  • @BlackPanther-xd9rv
    @BlackPanther-xd9rv 2 месяца назад +4

    পুরোনো সানডে সাসপেন্স ফিরে পেলাম আবার। কে বলেছে আগের মত নেই!