তারানাথ আসবে শুনলে, আর তার পর এসে গেলে,... মন বলে.. "আকাশ মধু, বাতাস মধু, আর মৃত্যু আবছা জনশ্রুতি".. ধন্য তারাদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সৃষ্টি .. ধন্য মীর দাদার উপস্থাপনা 🙏 ইশ্বর আপনাদের মঙ্গল করুন 🙏
গল্পটা একটা সাধারণ আগেরগুলোর তুলনায়, কিন্তু উপস্থাপন আর দুটি কণ্ঠস্বর এক মায়াবী রূপ দান করেছে। পিছনের শব্দ পরিচালনা অসাধারণ। আমার জ্যাঠার সঙ্গে মিল আছে এই তারানাথের। শীতের ভরদুপুরে মাচায় বসে এমন গল্প বলতে ভয়ে চারিদিক রাত বলে মনে হতো। সন্ধ্যা বেলায় মাঠ থেকে ফিরে লণ্ঠনের আলোয় কলাই এর বাটিতে তেল মুড়ি খেতে খেতে গামছা নাড়ত আর আমাদের গল্প বলতো। সেই স্বাদ এখানে পাই মন ভরে যায়, মনে পড়ে সেদিনের কথা। ভালোবাসা সবাই কে।
কি বললে ঠিক বলা হবে বুঝতে পারছিনা, এতো সুন্দর একটা অনুভূতি হচ্ছে যেটা উৎকণ্ঠা, ভয়, আনন্দে মিলেমিশে একাকার। তারানাথ কে স্যালুটজানাই র অন্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। 🙏
এটা নিয়ে ১৬ বার শুনছি যতই শুনিনা কেনো মির দার গলায় যেকোনো গল্পের চরিত্রই যেনো বাস্তবায়িত হয়ে ওঠে। বিশেষত "তারানাথ তান্ত্রিক" এই চরিত্রটা যেনো অন্য কারোর গলায় ঠিক আর অনুভূতি আসেনা!সেই ছোট্ট থেকেই Sunday Suspense মানেই মির দার গলায় গল্প শোনা ।আগে শুনতাম radio তে আর এখন শুনি এখানে বয়স আমার খুব বেশি নয় এক ছাত্রী হয়ে রোজ রাতে গল্প গুলো শুনতে শুনতে অঙ্ক করার মজাটা আজও অভ্যাসে রয়ে গেছে!❤ অনেক অনেক ভালোবাসা তোমার জন্য মির দা ❤
অসংখ্য ধন্যবাদ মিরদা, তারানাথ শার্লক এইসব চরিত্র গুলো ফিরিয়ে আনার জন্য। এবার শুধু ব্যোমকেশ কে ফিরিয়ে আনা প্লিজ। প্রায় ২ বছর হতে চললো সেই ব্যোমকেশ শুনেছিলাম (সেপ্টেম্বর, ২০২১)
তারানাথ তান্ত্রিকের গল্প শুনছি, আর বাইরে একটা কাক তখন থেকে ডেকে চলেছে। এক অজানা আতঙ্ক যেন ছেয়ে গেল আমাকে ... এই না হলে লেখক এবং গল্পপাঠকের যুগ্ম সার্থকতা... ❤💫✨
Mir dar golay taranath sune sune biswas Kori je sottikarer taranath jodi thakto taar kontho jeno thik emoniii hoto. Jekhane taranath o Mir da ek sathe sekhane compliment er bhasa khuje paina. Mir da jug jug jio. Ami obsessed
এই তারানাথের আওয়াজ যেনো ❤ ভেতর পুরো নাড়িয়ে দেয়। তুমি ই শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ দাদা। না কই হ্য না কই থা তুমহারে যেইসা । তারানাথ একজন এ।সেটা আমাদের সবার মীরদা ❤❤❤❤❤❤❤❤❤।অনেক অনেক ভালোবাসা আর রেসপেক্ট দাদা তোমার জন্য।🙏🙏🙏
আজকাল অনেকেই তারানাথের গল্প লিখছে...তবে তারাদাস বন্দ্যোপাধায়ের চেয়ে ভালো গল্প আর কেউ লিখতে পারবে না....আর মীর দার চেয়ে ভালো তারানাথ আর কেউ হতেও পারবে না।❤ তারাদাস আর মীরদা অপরিবর্তনীয়
তারানাথ তান্ত্রিক চরিত্র টি একমাত্র মীর দার গলা তেই সব থেকে বেশী মানায়। অনেক মিস করেছি তারানাথ তান্ত্রিক কে। অনেক ধন্যবাদ আপনাদের কে আবার সেই রোমাঞ্চ ফিরিয়ে দেবার জন্য 🙏🥰
Sumit sammadar akjon khub valo actor ei banglar industry te....onake beshir bhag comedy roles ei dekhi...tabe uni ekhane besh obhinoy korechen. Khub valo laglo. R taranath bolle to akhun Mir da kei mone pore. Uni as usual excellent story teller!
Previous week we heard "Elementary my dear Watson!"; This week we gonna hear "Kishori ekta passing show dao to" ❤️🩹❤️🩹❤️🩹 Thank you Mir sir for these stories 💕💕
Taranath Tantrik choritro Mir dar voice e etotai jibonto r poripurok hoye uthchilo je ami montromugdho hoye shunlam golpoti। Captain tomai salute 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
মীরদা আপনার গলায় তারানাথের গল্প যখনই শুনি জানি না কেন ঠাকুরদার কথা মনে পরে যায়। ছোটবেলায় বাড়ির বারান্দায় বসে আমরা দু তিন জন বন্ধু রোজ সন্ধ্যাবেলায় ভূতের গল্প শুনতাম। ওনার ও গল্প বলার ক্ষমতা ছিল অসাধারণ। আপনার গল্প শুনেও ওই একই অনুভূতি হয়। ❤❤❤❤❤
এই প্যাচপ্যাচে গরমে এক পশলা বৃষ্টি যেমন সব ক্লান্তি ভাসিয়ে নিয়ে যায়,তেমনি এই অসাধারণ গল্প,তার সাথে ক্যাপ্টেন এর অতুলনীয় বাচনভঙ্গি..সব মিলিয়ে মিশিয়ে একেবারে ফাটাফাটি❤একটাই অনুরোধ..শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ঐতিহাসিক গল্প আর ব্যোমকেশ বক্সী করলে খুবই ভালো হয়।
17. 06. 2023 শনিবার ঠিক রাত্রি 9.00pm 💖বর্ষণ মুখর রাত, সঙ্গে তারানাথ দিনটা সার্থক 💕 💐 Thank you so much mir da 💐 💞🎶 Nice bgm music🎶 💕 Best wishes for team goppo mirer thek❤️❤️❤️💖💖
হরকীর্তণ আর তারানাথ …এদের অংশটি শুনতে শুনতে মনে হল দুই ওস্তাদের যুগলবন্দী শুনছি..অপূর্ব…আর মীর…আপনি সব জামাতেই কেমন আয়াসে এঁটে যান…কি যে যাদু…ঝুলিতে মনিমুক্ত’র ছড়াছড়ি…আমরা শ্রোতারা ধন্য…রবিবারগুলো বিশেষ হয়ে উঠছে।
তারানাথের গল্প যে সে পরিবেশে শুনলে আনন্দ হয় বটে তবে পূর্ণ স্বাদ পাই না।তাই একটু কষ্ট করে আয়োজন করে শুনি।অসংখ্য ধন্যবাদ দেই মীর দা কে ❤ যিনি তারানাথ কে জীবন্ত করে তুলেন।আর আমাদের ভাসিয়ে নিয়ে যান কল্পনার জগৎে। সে এক মহা আনন্দ বলে বোঝানো দায়।এক কথায় মীর দা আছে যতদিন আনন্দে ভাসব তত দিন।আবার অসংখ্য ধন্যবাদ মীর দা। মনে গভীরতা থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালবাসা।প্রভু আপনার দীর্ঘআয়ু করুক আর সুস্থ রাখুক-🌺🙏🌺
We want Tranath tantrik stories more from you.. You are unbelievable with that voice, actually after you left Mirchi I used to listen all your old series of Tranath tantrik. Thanks for giving us the scope to listen your voice via Taranath Tantrik.. Big fan of your voice and the way u speak.
Captain যখন mirchi ছাড়লেন, মনে হয়েছিল আর তারানাথ শুনতে পারবো না, কিংবা শুনলেও সেই মজাটা পাব না, কিন্তু captain কে ধন্যবাদ আবার সেই সুযোগ করে দেবার জন্য
Taranath Tantrik & Mir's voice, is really unbelievable. This story's taste is really awesome & exception al. Please make more stories about Taranath. Thanks to Mir for this story. 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
Mir dar konthe Taranath ke abaro sune mone holo Old wine in a new bottle. Same taste,same flavour and same intensity. Goppo Mir er Thek cholte thakuk…❤❤
Sunday suspense por abar je Mir sir er golai Taranath Tantrik er golpo abar sunbo eta vabini. Thank you 🙏 Mir sir ar akta request aro golpo sunte chai apnar golai Taranath Tantrik. ❤ Pls pls😊😊
তারানাথ চরিত্র টা সত্যিই মির স্যার এর গলায় এতটা জীবন্ত হয়ে ওঠে যে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাকি ব্যোমকেশ কবে আসবে জানাবেন! রিপ্লাই দিতে পারলে খুব ভালো লাগবে ক্যাপ্টেন।
🎉 প্রিয় মীর ভাইজান কেমন আছেন আপনার "গপ্পের ঠেক " কে নিয়ে?? আজ তারানাথের দাড়ে বীভুতি ও কিশোরী এসেছেন বেশ ভালো 😊 তবে মীর ভাইজানের গলায় তারানাথ এর চরিত্র টি ঠিক লেখকের মতোই অরিজিনাল no ফ্যান ফিকশন 😊 😊😊 পরিবারের সবাই কে অনেক শুভকামনা জানাই আমি (গল্প পাগলা ) সেই সুদূর ওপার বাংলা থেকে 🎉🎉🎉
তারানাথ তান্ত্রিকের গল্প শোনার পর আমি এতটা মুগ্ধ হয়েছি যে আমার ছোট্ট মেয়ের নাম চারি রেখেছি তাই দাদার কাছে অনুরোধ যে আরো তারানাথ তান্ত্রিকের গল্প শোনাও তোমার কন্ঠে
Such a wise story..... Kaak der shiny objects khub bhalo Lage so they tend to steal shiny coins and accessories etc.... Very beautifully composed story indeed and equally beautifully voiced💜
@@realmirhi Mir Da... I'm a frequent listener of your channel and audio stories. I also follow your news reading and presentation since "Ajke & Khas Khobor". It's my humble request, if you kindly allow me to participate with your team, for any of your audio story. It's my dream to participate any of your project and contribute anything within my ability. Thanks and regards
আমি গল্প শুনতে ভালোবাসি তার পাশাপাশি anime ও দেখি আগে কাক মনে এক ধরণের পাখি আর এখন কাক মানে Itachi তাও যেন এই চ্যানেল টা আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সেই আগের দিনের দিদা ঠাকমার কাছে গল্প সোনা । কিন্তু আজ কাল কার বাচ্চা গুলো তা শুনেনা । ধন্যবাদ এই চ্যানেল টাকে এইরকম আরো গল্প চাই মির দা ।
কোন ধরনের চরিত্রের অভিনয়ে মীরদাকে না মানায় সেটাই বুঝে ওঠা মহা মুস্কিল। সর্বকালের ইতিহাসে সর্বসম্মতভাবে ভাবে জানতে চাই যে উনি আমাদের সর্বশ্রেষ্ঠ তারা হয়ে প্রোজ্জ্বলিত হয়ে থাকুক প্রতিটি মানুষের অন্তরে।
সত্যিই গল্প উপাস্থপানা অমায়িক।মনমুগ্ধের মতো শুনি, সেই সানডে সাসপেন্স থেকে শুরু, মিরদা অরজিনাল গুরু। কিন্তু এই ছোট গল্প গুলা মনে হয় সসম্পুর্ণ না,কিছুটা বাকি,খিদেটা মিটে না।
তারানাথ তান্ত্রিক চরিত্রটি মীরদার গলায় বাংলা বাচক শিল্প সাহিত্যের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারা হয়ে থেকে যাবে।❤❤❤❤❤❤❤
Ekdom
আর অবশ্যই Sherlock Holmes এর চরিত্রেও ...
My dear Watson
P
😊😊😊
😊😊
মীর সাহেব "" গপ্পো MIR ঠেক, তারানাথ তান্ত্রিক এর এক অসাধারণ মাত্রা দিয়েছেন , তা অতুলনীয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গপ্পো MIR ঠেক । অসম্ভব ভালো লাগলো ।
"মানুষের ভেতরেই ঈশ্বরের বসবাস❤ " The line took my heart!!! 30:12
তারানাথ আসবে শুনলে, আর তার পর এসে গেলে,... মন বলে.. "আকাশ মধু, বাতাস মধু, আর মৃত্যু আবছা জনশ্রুতি"..
ধন্য তারাদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সৃষ্টি .. ধন্য মীর দাদার উপস্থাপনা 🙏
ইশ্বর আপনাদের মঙ্গল করুন 🙏
Poster design টাও অপূর্ব , আধুনিকতা এবং শৈল্পিক সত্তা স্পষ্ট আর বাচিক শিল্পের ভগবান কে নিয়ে মন্তব্য করার ক্ষমতা আমার নেই শুধু মুগ্ধ হতে পারি,
তারাদাসবাবু বুঝি তারানাথ তান্ত্রিক চরিত্রটি সৃষ্টি করেছিলেন আপনার জন্য...আবারও ধন্যবাদ এই অপূর্ব পরিবেশনের জন্য ❤❤❤
মীর স্যার এর গল্প বলার style - ই আলাদা। মনে হয় গল্প শুনছি না, চোখের সামনে সব দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। আপনি সত্যিকারের জিনিয়াস! ❤❤🙏🙏
পুরোনো সানডে সাসপেন্সে মীর সাহেবের গলায় বারে বারে শুনি অমর জীবন,দেব দর্শন, ইত্যাদি, আজ আবারো তারানাথের তারা কে পেয়ে ভীষণ ভালো লাগছে.... ❤
পুরোনো আর কি কি তারা নাথ তান্ত্রিক এর গল্পো আছে ?
@@saikatcena Radio mirchi bangla channel e dekhen 7-8 ta paben
❤❤
Akdom e tai. 🥰
@@payelsworld2850fb I’d Ki ache
বর্ণনার ভাষা যদি এতটাই অন্তর উদ্ভাসিত হয় তাহলে সেখানে এরকম জাদুকরী ঘটনা ঘটে এটাই স্বাভাবিক। ধন্য ধন্য গপ্পো মীরের ঠেক 🙏🙏🙏🙏
গল্পটা একটা সাধারণ আগেরগুলোর তুলনায়, কিন্তু উপস্থাপন আর দুটি কণ্ঠস্বর এক মায়াবী রূপ দান করেছে। পিছনের শব্দ পরিচালনা অসাধারণ। আমার জ্যাঠার সঙ্গে মিল আছে এই তারানাথের। শীতের ভরদুপুরে মাচায় বসে এমন গল্প বলতে ভয়ে চারিদিক রাত বলে মনে হতো। সন্ধ্যা বেলায় মাঠ থেকে ফিরে লণ্ঠনের আলোয় কলাই এর বাটিতে তেল মুড়ি খেতে খেতে গামছা নাড়ত আর আমাদের গল্প বলতো। সেই স্বাদ এখানে পাই মন ভরে যায়, মনে পড়ে সেদিনের কথা। ভালোবাসা সবাই কে।
মীর দা'র কন্ঠ আর তারানাথ তান্ত্ৰিক যেন পরিপূরক হয়ে দাড়িয়েছে।আবারও মন্ত্ৰমুগ্ধের মত শুনছি।❤🎉😊
Onek din por opekha te chilam dada thanks mir da ❤
Ol
@SwapnaDas-dj6pqaàa
Young taranath o tumi???? Boyoshko taranath o tumi??? Oshadharon... mir daa tomay selam..
অনেকদিন পরে আবার তারানাথ তান্ত্রিক
উফফ ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে
অসাধারণ অনুভূতি হচ্ছে ।
ধন্যবাদ মীর দা
ধন্যবাদ জানাই সমগ্র টিমকে ❤❤
==
তারানাথ তান্ত্রিকের গল্পের সাপেক্ষেই বলছি, এই বিশেষ গল্পটি বেশ ভিন্নস্বাদের, দারুণ সুন্দর।
কারা কারা চাও, তারানাথ তান্ত্রিক মাসে একবার করে হোক, সবাই সারা দাও এমন করে যেন মীরদা কেঁপে ওঠে
Hok hok
চাই
Ekdom...😌👌
কেঁপে উঠলো 😂
সেই 2009 থেকে মির দা লক্ষ্য লক্ষ্য মানুষকে কাপিয়ে আসছে, আর এখানে কিছু মানুষের চেচানি তে তিনি কেঁপে উঠবেন! হাসালেন আপনি😂
Harakirtan er voice jini dieche really legendary distorted voice... am impressed.. r mirda to great all time in role of Taratantrik..❤❤
অনেক বড় মানুষের মনেও ছোটবেলার গল্প শোনার নেশা টা যে বর্তমান মীর দা ও তাঁর ঠেক তা প্রমান করেছেন ♥️ 🫡💐
কি বললে ঠিক বলা হবে বুঝতে পারছিনা, এতো সুন্দর একটা অনুভূতি হচ্ছে যেটা উৎকণ্ঠা, ভয়, আনন্দে মিলেমিশে একাকার। তারানাথ কে স্যালুটজানাই র অন্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। 🙏
এই অনুভূতি মুখে বলে প্রকাশ করা যায় না ❣️❣️❣️
এটা নিয়ে ১৬ বার শুনছি যতই শুনিনা কেনো মির দার গলায় যেকোনো গল্পের চরিত্রই যেনো বাস্তবায়িত হয়ে ওঠে। বিশেষত "তারানাথ তান্ত্রিক" এই চরিত্রটা যেনো অন্য কারোর গলায় ঠিক আর অনুভূতি আসেনা!সেই ছোট্ট থেকেই Sunday Suspense মানেই মির দার গলায় গল্প শোনা ।আগে শুনতাম radio তে আর এখন শুনি এখানে বয়স আমার খুব বেশি নয় এক ছাত্রী হয়ে রোজ রাতে গল্প গুলো শুনতে শুনতে অঙ্ক করার মজাটা আজও অভ্যাসে রয়ে গেছে!❤ অনেক অনেক ভালোবাসা তোমার জন্য মির দা ❤
অসংখ্য ধন্যবাদ মিরদা, তারানাথ শার্লক এইসব চরিত্র গুলো ফিরিয়ে আনার জন্য। এবার শুধু ব্যোমকেশ কে ফিরিয়ে আনা প্লিজ। প্রায় ২ বছর হতে চললো সেই ব্যোমকেশ শুনেছিলাম (সেপ্টেম্বর, ২০২১)
তারানাথ তান্ত্রিক আরো গোল্প চাই মির দা। তুমার আসাই বসে আছি দাদা❤❤❤❤❤❤❤
তারানাথ তান্ত্রিকের গল্প শুনছি, আর বাইরে একটা কাক তখন থেকে ডেকে চলেছে। এক অজানা আতঙ্ক যেন ছেয়ে গেল আমাকে ...
এই না হলে লেখক এবং গল্পপাঠকের যুগ্ম সার্থকতা... ❤💫✨
Dekhun baire taka fele gelo kina 😅
Ota kokil chilo vai💀
দেখ টাকা দিয়ে গিলে আমাকেও পাঠিও
@@subhampaul9987 না এখনও কোনো টাকা পাইনি, তবে সন্ধানে রয়েছি 😂😂😅
@@eshanfitter123 অবশ্যই 😂 , আপনার বাড়ির ঠিকানা বলুন, কাকটা যদি টাকা ফেলে যায়, আপনাকে অবশ্যই পাঠাবো 😂😂😂😅😅
খুব আনন্দ লাগছে আজকে শুনলাম
তারানাথ তান্ত্রিক।
কালকে শুনবো।
দুর্গেশ নন্দিনী। ❤❤😮😮😮😅😊😊😊😊
Mir dar golay taranath sune sune biswas Kori je sottikarer taranath jodi thakto taar kontho jeno thik emoniii hoto. Jekhane taranath o Mir da ek sathe sekhane compliment er bhasa khuje paina. Mir da jug jug jio. Ami obsessed
এই তারানাথের আওয়াজ যেনো ❤ ভেতর পুরো নাড়িয়ে দেয়। তুমি ই শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ দাদা।
না কই হ্য
না কই থা
তুমহারে যেইসা ।
তারানাথ একজন এ।সেটা আমাদের সবার মীরদা ❤❤❤❤❤❤❤❤❤।অনেক অনেক ভালোবাসা আর রেসপেক্ট দাদা তোমার জন্য।🙏🙏🙏
😊\\😊\😊\😊
😊\\😊\😊\😊===
😊\\😊\😊\😊===
Captain আর তারানাথের কণ্ঠস্বর সমার্থক,তার বচন ভঙ্গি ও কণ্ঠস্বর তারাদাস এর তরানাথ কে জীবন্ত করে তুলেছে।অনেক ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
আজকাল অনেকেই তারানাথের গল্প লিখছে...তবে তারাদাস বন্দ্যোপাধায়ের চেয়ে ভালো গল্প আর কেউ লিখতে পারবে না....আর মীর দার চেয়ে ভালো তারানাথ আর কেউ হতেও পারবে না।❤ তারাদাস আর মীরদা অপরিবর্তনীয়
Ki sundor poster😍😍😍😍😍😍😍😍😍😍
সর্বকালের সেরা বাচিক শিল্পী। তুমি না থাকলে অনেক কিছু মিস করতাম। সত্যি তুমি অনবদ্য. ধন্য তুমি, ধন্য হোক তোমার কাজ ও জীবনযাত্রা।। 🙏 ধন্যবাদ।। ❤❤❤
সর্বকালের সেরা? বিরাট ভক্ত তো আপনি!
অসাধারণ ❤️❤️❤️😊👍
আজ বহরমপুরে বৃষ্টি ⛈️ নামলো আর কোথায় কোথায় বৃষ্টি হলো ? একটা বৃষ্টি ভেজা দিনে তারানাথ তান্ত্রিক শোনার মজাই আলাদা। গল্প শোনার মোক্ষম আবহাওয়া! ❤🥰
পশিম বর্ধমানের আসানসোল মেঘলা আকাশ।।
বাংলাদেশের টাংগাইল জেলায় সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। পুরাই তারানাথ তান্ত্রিক শোনার মতো আবহাওয়া 😍😍
Durgapur e bristi holo
@@CutieEmmaMyers asansol a koi megh 😅
Barasat o bristi hyeche
তারানাথ তান্ত্রিক চরিত্র টি একমাত্র মীর দার গলা তেই সব থেকে বেশী মানায়। অনেক মিস করেছি তারানাথ তান্ত্রিক কে। অনেক ধন্যবাদ আপনাদের কে আবার সেই রোমাঞ্চ ফিরিয়ে দেবার জন্য 🙏🥰
মীর যথারীতি তাঁর দায়িত্ব যথাযথ পালন করলেন। ❤
ওই জন্যেই আপনি এতো জনপ্রিয়❗
Sumit sammadar akjon khub valo actor ei banglar industry te....onake beshir bhag comedy roles ei dekhi...tabe uni ekhane besh obhinoy korechen. Khub valo laglo. R taranath bolle to akhun Mir da kei mone pore. Uni as usual excellent story teller!
বাইরে অঝোরে বৃষ্টি আর ঘরে বসে কানে হেডফোন লাগিয়ে তারানাথের গল্প... এক স্বৰ্গীয় অনুভূতি❤
apni kothai thaken..amdr ei dikeo aktu bristi pathan. puro je tanduri hoy egelam.
এই গরমে বৃষ্টি কোথায়।
আমি আসামে থাকি
Hoyechhe chhite fota Durgapur e evabe karoke mithyebadi bola thik na amra protyekei shrota eke oporke respect daoya uchit.
Right 👍
অসাধারণ তৃপ্তির আমেজ পেলাম। রথের দিনে।
Poster টা দেখেই বোঝা যাচ্ছে যে গল্পটা অসাধারণ হতে চলেছে।
আর তাছাড়া তো তারানাথ তান্ত্রিক এবং গপ্পো মিরর ঠেক always best 🖤🖤
Dada kichu Mone korben na bolchi ki ota post noi oto RUclips thumbnail...
We want more তারানাথ তান্ত্রিক।
Please और लाया करिये ऐसी स्टोरीज़, में अपने अम्मी के साथ रोज़ सुनता हु।
She loves Taranath Tantrik more than anyone.
Previous week we heard "Elementary my dear Watson!";
This week we gonna hear "Kishori ekta passing show dao to" ❤️🩹❤️🩹❤️🩹
Thank you Mir sir for these stories 💕💕
বাংলায় লেখার চেষ্টা করুন 👍🏻
@@ronykabir8067😅😅😅😊😊
😊😊
😊😊😊
@@ronykabir8067 Nijer naam ta English e likhechen keno?
Taranath Tantrik choritro Mir dar voice e etotai jibonto r poripurok hoye uthchilo je ami montromugdho hoye shunlam golpoti। Captain tomai salute 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
কাকতালীয় ভাবে আমি ২০২৪ রথযাত্রার রাতে এই গল্পটি প্রথম বার শুনছি 😮😮😮
বহুদিন পর তারানাথ তান্ত্রিক ❤
ধন্যবাদ মীর দা এবং অন্যান্য কণ্ঠীকে। ভালো থাকবেন সকলে।
আমার মন খরাপ বা মন ভালো, সব সময়ের সঙ্গী মীর দার গল্প 😊, এই গল্প টাও আরেকটা অসাধারন প্রাপ্তি ❤
বেঁচে থাকো "তারানাথ" । তুমি ছাড়া তারানাথ অনাথ। একবার তোমার থেকে "অমর জীবণ" শোনার অপেক্ষায় রইলাম । ❤❤
মীরদা আপনার গলায় তারানাথের গল্প যখনই শুনি জানি না কেন ঠাকুরদার কথা মনে পরে যায়। ছোটবেলায় বাড়ির বারান্দায় বসে আমরা দু তিন জন বন্ধু রোজ সন্ধ্যাবেলায় ভূতের গল্প শুনতাম। ওনার ও গল্প বলার ক্ষমতা ছিল অসাধারণ। আপনার গল্প শুনেও ওই একই অনুভূতি হয়। ❤❤❤❤❤
মীরদার গলার আওয়াজ 🤤 মনে হয় যেন কান দিয়ে গিলে ফেলি 😅
Thank you sir... Keep going... Thek ebhabei choluk r amader mon o ebhabei bhoruk...😊
তারানাথ তান্ত্রিক তা আবার মীরদার কন্ঠে!! এ যেন আমাদের এক অফুরন্ত পাওনা। সত্যিই মীরদার কন্ঠ বাঙালিদের মধ্যে চিরঅমর হয়ে থেকেই যাবে।❤❤
Sunday ta jomiye dile Mir da.... Tomake many thanks🙏🙏🙏
এই প্যাচপ্যাচে গরমে এক পশলা বৃষ্টি যেমন সব ক্লান্তি ভাসিয়ে নিয়ে যায়,তেমনি এই অসাধারণ গল্প,তার সাথে ক্যাপ্টেন এর অতুলনীয় বাচনভঙ্গি..সব মিলিয়ে মিশিয়ে একেবারে ফাটাফাটি❤একটাই অনুরোধ..শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ঐতিহাসিক গল্প আর ব্যোমকেশ বক্সী করলে খুবই ভালো হয়।
Asadharon, atulonio, apurbo , osombhov sundoor ...Mir da tomar golai Taranath jeno jibonto hoe uthe...❤❤❤
একটা ঐতিহাসিক গল্প হোক এবার মীর দা
আমার কেন যানি, গল্প শুনতে, আর, পড়তে, খুব ভালো লাগে,,,, ধন্যবাদ আপনাদেরকে,, আমাদের, সুন্দর সুন্দর, গল্প উপহার দেওয়ার জন্য,,❤️❤️
17. 06. 2023 শনিবার ঠিক রাত্রি 9.00pm
💖বর্ষণ মুখর রাত,
সঙ্গে তারানাথ
দিনটা সার্থক 💕
💐 Thank you so much mir da 💐
💞🎶 Nice bgm music🎶 💕
Best wishes for team goppo mirer thek❤️❤️❤️💖💖
হরকীর্তণ আর তারানাথ …এদের অংশটি শুনতে শুনতে মনে হল দুই ওস্তাদের যুগলবন্দী শুনছি..অপূর্ব…আর মীর…আপনি সব জামাতেই কেমন আয়াসে এঁটে যান…কি যে যাদু…ঝুলিতে মনিমুক্ত’র ছড়াছড়ি…আমরা শ্রোতারা ধন্য…রবিবারগুলো বিশেষ হয়ে উঠছে।
মীর দার কন্ঠে তারানাথ তান্ত্রিকের চরিত্রটা একদম চোখের সামনে ভেসে উঠে ❤ অপূর্ব ❤❤ 🤗🤗🙏🙏
কি অপূর্ব লেখা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের| পরিবেশিনা খুব সুম্দর, মীরের সাথে সুমিতবাবু ও অনুজয় যাৰ সময়ের মতো দারুন অভিনয় করেছেন | ভালো থাকবেন
এভাবেই একদিন ব্যোমকেশকে ও গপ্পো মিরে চাই 😍🥰
Ami khub khusi j taranath tantrik ekheo ...koto din pors sunchi ...tai mir dar konthe....😊....onar konthei many ei sob golpo😌😌
কিশোরী, তারানাথ ও তিনটি কাকের গল্প চলবে 38 মিনিট 53 সেকেন্ড।
এই বৃষ্টিমুখর রাতে মীরদার গলায় তারনাথের গল্প। অসাধারণ জমবে। 🖤✨
Bote😂😂
Tumi ki Kore jano je koto min hobe
সিরিয়াসলি!!
দারুণতো। জানলেন কিভাবে ভাই?
প্রত্যেকের কণ্ঠ, কথোপকথন দারুণ লাগল। বিশেষভাবে উল্লেখ করলাম শ্রী সুমিত সম্মাদারের বাচনে হরকীর্তন.... অসাধারণ 🙏
তারানাথের গল্প যে সে পরিবেশে শুনলে আনন্দ হয় বটে তবে পূর্ণ স্বাদ পাই না।তাই একটু কষ্ট করে আয়োজন করে শুনি।অসংখ্য ধন্যবাদ দেই মীর দা কে ❤ যিনি তারানাথ কে জীবন্ত করে তুলেন।আর আমাদের ভাসিয়ে নিয়ে যান কল্পনার জগৎে। সে এক মহা আনন্দ বলে বোঝানো দায়।এক কথায় মীর দা আছে যতদিন আনন্দে ভাসব তত দিন।আবার অসংখ্য ধন্যবাদ মীর দা। মনে গভীরতা থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালবাসা।প্রভু আপনার দীর্ঘআয়ু করুক আর সুস্থ রাখুক-🌺🙏🌺
Shorodindu Bandopadhyay r "Mayurkut" golpo ta audio story hiseb shobar khub ichhe. 🙏🏼🙏🏼
We want Tranath tantrik stories more from you.. You are unbelievable with that voice, actually after you left Mirchi I used to listen all your old series of Tranath tantrik. Thanks for giving us the scope to listen your voice via Taranath Tantrik.. Big fan of your voice and the way u speak.
Captain যখন mirchi ছাড়লেন, মনে হয়েছিল আর তারানাথ শুনতে পারবো না, কিংবা শুনলেও সেই মজাটা পাব না, কিন্তু captain কে ধন্যবাদ আবার সেই সুযোগ করে দেবার জন্য
Taranath Tantrik & Mir's voice, is really unbelievable. This story's taste is really awesome & exception al. Please make more stories about Taranath. Thanks to Mir for this story. 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
Mir dar konthe Taranath ke abaro sune mone holo Old wine in a new bottle.
Same taste,same flavour and same intensity.
Goppo Mir er Thek cholte thakuk…❤❤
রথের আবহে রথের ছুটিতে তারানাথের গল্প শুনে মন ভরে গেল ❤
Sunday suspense por abar je Mir sir er golai Taranath Tantrik er golpo abar sunbo eta vabini. Thank you 🙏 Mir sir ar akta request aro golpo sunte chai apnar golai Taranath Tantrik. ❤ Pls pls😊😊
তারানাথ চরিত্র টা সত্যিই মির স্যার এর গলায় এতটা জীবন্ত হয়ে ওঠে যে গায়ে কাঁটা দিয়ে ওঠে।
বাকি ব্যোমকেশ কবে আসবে জানাবেন!
রিপ্লাই দিতে পারলে খুব ভালো লাগবে ক্যাপ্টেন।
বরাবরের মতই অনবদ্য উপস্থাপন, সত্যিই কিছু বলার নেই...❤️
মীর দা বাঁচালেন, আপনি মিরচি রেডিও ছাড়ার পর তারানাথ তান্ত্রীক শোনার মজা টা থেকে বঞ্চিত হয়েছিলাম। আবার সেই মজা ফিরে পেলাম।
কতদিন পরে এই কন্ঠশ্বর টি আবারও শুনতে পেলাম। অসংখ্য ধন্যবাদ #মীর দাদা তোমাকে।
🎉 প্রিয় মীর ভাইজান কেমন আছেন আপনার "গপ্পের ঠেক " কে নিয়ে??
আজ তারানাথের দাড়ে বীভুতি ও কিশোরী এসেছেন বেশ ভালো 😊 তবে মীর ভাইজানের গলায় তারানাথ এর চরিত্র টি ঠিক লেখকের মতোই অরিজিনাল no ফ্যান ফিকশন 😊 😊😊 পরিবারের সবাই কে অনেক শুভকামনা জানাই আমি (গল্প পাগলা )
সেই সুদূর ওপার বাংলা থেকে 🎉🎉🎉
Sei purono golar awaj just mind-blowing 👌
তারানাথ তান্ত্রিকের গল্প শোনার পর আমি এতটা মুগ্ধ হয়েছি যে আমার ছোট্ট মেয়ের নাম চারি রেখেছি তাই দাদার কাছে অনুরোধ যে আরো তারানাথ তান্ত্রিকের গল্প শোনাও তোমার কন্ঠে
আরো কিছু এরকম ধরনের চরিত্র চাই। যেটা ধারাবাহিকভাবে আসতেই থাকবে এরকম অলৌকিক চরিত্র
মীরদার কন্ঠে তারানাথ তান্ত্রিক যেনো অমরত্ব❤❤❤❤মন টা ভালো হয়ে গেলো।... মীর দা🙏🙏🙏
❤❤❤Osadharan chilo golpota namaste 🙏 ♥️ dhonnovad aapnader airokhom golpo peye darun Aar Taranath tantrick yer golpo manei mone hoy ak darun onubhuti ❤❤❤
আজ সোমবার সকাল আটটার সময় বৃষ্টির দিনে গল্পটা শুনে যে কি ভালো লাগলো বলে মুখে প্রকাশ করা যাবেনা❤❤❤
তারানাথ তান্ত্রিক এর চরিত্র টি যেমন মীর দার গলা তেই মানায় ,,, তেমনি এতো সুন্দর ভাবে সব কিছুর বিশ্লেষণ মীর দার গলা তেই মানায় 🩷👌🏻
Talent and Hardwork make a deadly combination! Example : Mir da 💡
ওদিক থেকে একটা এদিক থেকে আরেক টা ,দারুন কাটছে😌❤️
Such a wise story..... Kaak der shiny objects khub bhalo Lage so they tend to steal shiny coins and accessories etc.... Very beautifully composed story indeed and equally beautifully voiced💜
Thank you so much 😀 Keep listening.
@@realmirhi Mir Da... I'm a frequent listener of your channel and audio stories.
I also follow your news reading and presentation since "Ajke & Khas Khobor".
It's my humble request, if you kindly allow me to participate with your team, for any of your audio story. It's my dream to participate any of your project and contribute anything within my ability.
Thanks and regards
আগেও শুনেছি আজ আবার শুনলাম।
খুব সুন্দর আরও বেশী করে আসুক তারানাথ। ❤
He tried best to entertain his audience..and undoubtedly he gained all our attention through his hardwork ♥️♥️♥️
Sherlock homes ar tara nath mir chara osamvab.thank you mir. Tumi vison valo theko.😊😊
খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে, তারানাথ তান্ত্রিকের গল্প এত ছোট হলে কি মনে ভরে?
রোমাঞ্চ টা যেন শুরু হবার আগেই যেন শেষ।
ধুস, আশা মিটল না।🙄
Taranath stories are never ending, wish the author was alive more days. I cannot just overcome these stories❤️❤️
❤❤
আমি গল্প শুনতে ভালোবাসি তার পাশাপাশি anime ও দেখি আগে কাক মনে এক ধরণের পাখি আর এখন কাক মানে Itachi তাও যেন এই চ্যানেল টা আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সেই আগের দিনের দিদা ঠাকমার কাছে গল্প সোনা । কিন্তু আজ কাল কার বাচ্চা গুলো তা শুনেনা । ধন্যবাদ এই চ্যানেল টাকে এইরকম আরো গল্প চাই মির দা ।
একজন সামান্য সাহিত্যপ্রেমিক হিসেবে বলতে চাই যে,'মীর-দার কন্ঠে বিশেষ চরিত্রগুলি যেন বাস্তবাহিত হয়ে ওঠে'।অনেক অনেক ভালোবাসা রইল দাদা❤
🙏🏼🙏🏼অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
অনেক ধন্যবাদ আপনাকে মীরদা, তারানাথের গল্প গুলো দেওয়ার জন্য❤❤❤
মীরদা আমরা সকলেই তো দেবদাস পড়েছি বা টিভি তে দেখেছি ,তোমার গলায় দেবদাস শুনতে চাই
কথা ছিলো "বৃষ্টি "💦নামবে সাথে "তারানাথ"। কিন্তু বৃষ্টি তো নামলো না,তাও তারানাথ কে পেলাম । ধন্যবাদ মীর স্যার। 🙏🏻🙏🏻
বৃষ্টি ও নেমে গেছে। Let's enjoy তারানাথ তান্ত্রিক!
👌👌👌👌👌
কোন ধরনের চরিত্রের অভিনয়ে মীরদাকে না মানায় সেটাই বুঝে ওঠা মহা মুস্কিল। সর্বকালের ইতিহাসে সর্বসম্মতভাবে ভাবে জানতে চাই যে উনি আমাদের সর্বশ্রেষ্ঠ তারা হয়ে প্রোজ্জ্বলিত হয়ে থাকুক প্রতিটি মানুষের অন্তরে।
Akdom....
@@ananyamaity611 Thanks একমত হওয়ার জন্যে
সত্যিই গল্প উপাস্থপানা অমায়িক।মনমুগ্ধের মতো শুনি, সেই সানডে সাসপেন্স থেকে শুরু, মিরদা অরজিনাল গুরু। কিন্তু এই ছোট গল্প গুলা মনে হয় সসম্পুর্ণ না,কিছুটা বাকি,খিদেটা মিটে না।
কী তাড়াতাড়ি ই না শেষ হয়ে গেলো গপ্পো টি 🥺
Mir er mirchi 6arar por apsos etai 6ilo priyo taranath er kontho ta ar konodin sunte pabona ..kintu mir❤ 🥰😘😘
Taranath Tantrik is back in Mirda's voice...wow....
❤❤❤❤