Комментарии •

  • @swarnalikar6671
    @swarnalikar6671 11 месяцев назад +327

    যারা পড়েছেন তারা বিভোর হয়ে স্মৃতি রোমন্থন করবে আর বিশ্লেষণ করবে, আর যারা পড়েনি তারা তন্ময় হয়ে শুনবে।
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏💚
    মীর দা আর সমগ্র টিমকে 🙏💛

  • @samparoy9491
    @samparoy9491 11 месяцев назад +102

    "কিন্তু কি বৃশ্রী এই মেয়ে মানুষের জাতটা, একবার ভালোবেসেছে কি মরেছে"।
    লাইনটা মন ছুঁয়ে গেলো 😊

    • @rubelshana1986
      @rubelshana1986 11 месяцев назад +1

      😊

    • @beingkhalid.x
      @beingkhalid.x 6 месяцев назад +1

      মেয়েমানুষ এমনই, কিন্তু এখনকার সময়ে এরকম তেমন একটা খুঁজে পাওয়া যায় না।।😌

    • @Mrproton.
      @Mrproton. 5 месяцев назад

      ​@@beingkhalid.xএখন আছে কিন্তু তারা ভালোবাসেনা ব্যবহার করে| যখন ভালোবাসে তখন তারা সারাজীবন ধরে আপনাকে আগলে রাখবে|

    • @samadulmondal2902
      @samadulmondal2902 4 месяца назад

      কিছু মনে করেন "she (আমার টা ) নিষ্ঠুর
      সে তোমার মত নই

  • @hatiengineer2651
    @hatiengineer2651 11 месяцев назад +141

    পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষা দিয়ে ১৯৮২তে। এখন বুড়ি বেলায় মীর ভাই - এর কণ্ঠে প্রথম বার শুনে ধন্য হলাম, মুগ্ধ হলাম, আপ্লুত হলাম । মীর ভাই শুধু পড়েন না,চোখের সামনে কণ্ঠ স্বর দিয়ে ছবি আঁকেন। পুরোটাই চোখের সামনে ভেসে উঠল। অজস্র শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা।🙏💙👍👌🌹

    • @arghachatterjee2028
      @arghachatterjee2028 11 месяцев назад +1

      😊0😊

    • @nasrullahhaque2296
      @nasrullahhaque2296 11 месяцев назад +1

      সত্যিই ❤

    • @sabirahammed291
      @sabirahammed291 11 месяцев назад +1

      হেমেন্দ্রকুমার রায় এর "মোহনপুরের শ্বসানে"গল্পটার জন্য অনুরোধ করছি।

    • @tgaming5467
      @tgaming5467 3 месяца назад

      Khoma korben ekhn apnar boyos koto

  • @rakeshdas1662
    @rakeshdas1662 11 месяцев назад +32

    মীর দা এভাবেই বাংলা সাহিত্যের লুকোনো হীরা গুলোর আপামর বাঙালির হৃদয়ের খনিজ করে দাও। ভালোবাসা ও শুভকামনা রইল।

  • @barshadas8568
    @barshadas8568 11 месяцев назад +282

    "শ্রীকান্ত" উপন্যাসের নামটা অনেকবার শুনেছি কিন্তু কখনো উপন্যাসটি শোনার সৌভাগ্য হয়নি।আজ 'গপ্পোমীরের ঠেক' এ প্রথম এই উপন্যাসটি শুনতে পারবো।এর জন্য অনেক অনেক ধন্যবাদ মীর Sir🙏❤️

    • @ProSpeaks
      @ProSpeaks 11 месяцев назад +8

      পুরোটা উপন্যাসের নাম নয়। এটি মূল শ্রীকান্ত এর একটু অংশ।

    • @devmalyaghosh5065
      @devmalyaghosh5065 11 месяцев назад +3

      মুগ্ধ হয়ে যাবেন ম্যাম, আর যেখানে ক্যাপ্টেন এর গলা আজ স্বর্গ সুখ উপভোগ করবো আহা

    • @Johnston838
      @Johnston838 11 месяцев назад +3

      অবশ্যই একটু সময় করে পড়বেন। সেই সময় দাঁড়িয়ে এইসব অসাধারণ গল্প লেখা, যার ওপর 50 60 বছর পর সিনেমা তৈরি করা যায়

    • @nooralamvandaryi1122
      @nooralamvandaryi1122 11 месяцев назад +2

      শ্রীকান্ত সিরিজের গল্প একবার শুনে আপনার মন ভরবেনা, বারবার শুনতে হবে বা পড়তে হবে

    • @pranabroy4573
      @pranabroy4573 11 месяцев назад +2

      Mir ja korbe seta shonar janta ami agrahi karan ami jani mir ja korbe Onyader theke onanya hobe

  • @sbi.clerk.2024
    @sbi.clerk.2024 11 месяцев назад +33

    শ্রীকান্ত হিসাবে মীর দার ব্যাপারে নতুন করে আর কি বলবো, কিন্তু অনন্যা দির কণ্ঠে মন প্রাণ-ভরে গেলো....অনবদ্য....রাজলক্ষ্মী ওনার চেয়ে ভালো আর কেউ করতে পারবো বলে আমার বিশ্বাস হয়না.......ওনার কণ্ঠে আরও চরিত্রকে পাওয়ার আশা রাখলাম...❤️

    • @suprabhatmukherjee3995
      @suprabhatmukherjee3995 11 месяцев назад +1

      মীর ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই

  • @swastikamalakar4059
    @swastikamalakar4059 11 месяцев назад +40

    বাঁশির আওয়াজ টা কি স্নিগ্ধ!!😌❤
    শুনলেই মনে হয় চোখ বন্ধ করে , সবকিছু ভুলে শুধু শুনতেই থাকি..❤❤

  • @sukhendupramanik6261
    @sukhendupramanik6261 11 месяцев назад +8

    অসাধারণ অসাধারণ অসাধারণ!
    জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রীর অভিনয় সত‍্যি অপূর্ব। শোনার মনে হলো কতোদিনের অভিজ্ঞ সব অভিনেতা। আর মিরাক্কেল থেকে এক একটা রত্ন কে তুলে এনে ঠেককে সাজিও তুলছে আমাদের সবার প্রিয় জহুরী মিরদা।

  • @sumitcoomar4371
    @sumitcoomar4371 11 месяцев назад +22

    বাংলা কথাসাহিত্যের জগতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি উল্লেখযোগ্য নাম। পণ্ডিতমশাই,লালু,মেজদিদি প্রভৃতি গল্পগুলো আজও শুনলে মনে হয় যেন এই প্রথম শুনছি, লেখকের সৃষ্টি এতটাই জীবন্ত ❤❤

  • @sanubiswas8231
    @sanubiswas8231 11 месяцев назад +19

    যে গল্প পরে প্রথম প্রেমে পড়া, সেই গায়ে কাঁটা দেওয়া অনুভূতি,প্রিয় লেখক এর অনবদ্য সৃষ্টি,বহু বছর পর সেটা আবার ফিরে পাওয়া।ধন্যবাদ মীর দা, সেই পুরোনো স্মৃতি আবার জীবন্ত করার জন্য।

  • @AmiAgantuk4211
    @AmiAgantuk4211 11 месяцев назад +9

    শ্রীকান্ত এর যে bgm টা বানিয়েছেন খুবই মনোমুগ্ধকর। যেমন লিখেছিলেন শ্রী শরৎচন্দ্র। যেমন সাবলীল তেমনি কেমন একটা আমেজি। মনে হয় কোনো এক সুদূর অতীতের একটা দিন। যে দিন আমি হারিয়ে এসেছি বহুদিন আগে।

  • @sujanaruma8569
    @sujanaruma8569 11 месяцев назад +422

    ১৯৯৯ সাল।আমি তখন ৭ম শ্রেণীতে পড়ি। তিন গোয়েন্দা থেকে একটু বড়দের গল্প পড়ার অনুমতি পেয়েছি।শরৎচন্দ্রের গল্পসমগ্র সোমানে গিলে যাচ্ছি।পরিচয় হলো শ্রীকান্তের সাথে। আমি শ্রীকান্তের প্রেমে পড়ে গেলাম।বয়স তখন ১৩ থেকে ১৪ মধ্যে হবে আমার। আমার প্রথম প্রেমে পড়া😢।আজও ভাবি এ আমি কেমন প্রেমে পড়েছিলাম😔।

    • @aminulislambabaul7631
      @aminulislambabaul7631 11 месяцев назад +2

      ঔঔ

    • @rickroy7442
      @rickroy7442 11 месяцев назад +2

      B

    • @parthachakraborty5437
      @parthachakraborty5437 11 месяцев назад +9

      Same, but Indranath is more favorite

    • @samratroy4140
      @samratroy4140 11 месяцев назад +10

      যারা সংসারে শুধু দিয়ে গেল। পেলো না কিছুই আমার কারবার শুধু এদের নিয়ে

    • @lovestatus5177
      @lovestatus5177 11 месяцев назад

      😊😊

  • @Indica-nature-lover
    @Indica-nature-lover 11 месяцев назад +783

    মীর দার গলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর "আদর্শ হিন্দু হোটেল" কে কে শুনতে চাও?

  • @Madhurima8123
    @Madhurima8123 11 месяцев назад +5

    আমার বহু‌ পছন্দের উপন্যাসের মধ্যে 'শ্রীকান্ত' অন্যতম ...এমন একটা পরিবেশন শোনার অপেক্ষাতে ছিলাম ..গ্র্যাজুয়েশনের সিলেবাসে পড়ার অনেক আগে থেকে শুনে আর দেখে থাকলেও সে ভাবটা অনুভব হয়নি,আজ যেমনটা হয় ....কত আঁতের কথাই না বলেছেন ঔপন্যাসিক রাজলক্ষ্মী চরিত্রের মুখ দিয়ে....
    এক অসামান্য উপন্যাস, দুই অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তির পাঠ... হৃদয় ছুঁয়ে গেল।।

  • @aninditabiswas1744
    @aninditabiswas1744 11 месяцев назад +6

    Honours e উপন্যাসটা গোগ্রাসে gilechhilam.
    তারপর গপ্পো মিরের ঠেকে শুনছি।
    ঐতিহাসিক কালজয়ী সৃষ্টি। প্রেম বিরহ কান্না সুখ দুঃখেরএক অনন্য রূপ হলো রাজলক্ষী শ্রীকান্ত।
    এগিয়ে যাও ক্যাপ্টেন। পাশে আছি তোমার।অনেক ধন্যবাদ তোমাকে এই সৃষ্টি গুলোকে নতুন রূপে হাজির করার জন্য

  • @subhaduttabangla9967
    @subhaduttabangla9967 11 месяцев назад +24

    কতবার যে উপন্যাস খানা পড়েছি তা হিসেব করতে বসলে অংক মেলাতে পারি না। খুব ইচ্ছে ছিল মীর দার কণ্ঠে শ্রীকান্ত আর
    পিয়ারীর প্রেম কাহিনি শোনার 😍। প্রথম পর্ব শোনা হলো।অসাধারণ। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।🤍❤️ আমার মত হাজারো শ্রোতা হয়তো অপেক্ষমাণ দ্বিতীয় পর্বের জন্য। 😍

    • @rajdip5220
      @rajdip5220 11 месяцев назад

      বেশ বড়, অনেক সময়ের ব্যপার।

  • @swarnalikar6671
    @swarnalikar6671 11 месяцев назад +55

    আজ যে চাঁদের হাট বসেছে 🌙 🌟 🤩🌠
    সত্যি মীর দা, তোমার গল্পের নির্বাচন থেকে পরিবেশনা - অতুলনীয়।
    অনন্যা চ্যাটার্জী আমার খুব পছন্দের একজন শিল্পী। সাথে শান্তিলাল বাবু আর কাঞ্চন দা, সমগ্র টিমকে🙏
    অসংখ্য ধন্যবাদ, আর অপেক্ষায় রইলাম।

    • @shyamalidhar2752
      @shyamalidhar2752 11 месяцев назад +1

      অসাধারণ, কি যে অপূর্ব লাগল বলে বোঝাতে পারবোনা। অনন্যা চ্যাটার্জী, শাতিলাল স্যার,কাঞ্চন স্যার আর রতন ( নাম জানিনা)সবাই কে আমার 🙏। আর মীর সাহেব কি বলবো....।

    • @swarnalikar6671
      @swarnalikar6671 11 месяцев назад +1

      @@shyamalidhar2752 সত্যি, অসাধারণ।

  • @swan752
    @swan752 11 месяцев назад +25

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏💚
    শ্রীকান্ত ও রাজলক্ষ্মী - একটা জীবন আর চলার পথে অসংখ্য মানুষের সঙ্গে ‌সংযোগ ও ভাবের আদান প্রদান, তারপর আকস্মিক ছাড়াছাড়ি।
    মনে নাড়া দেয় এই প্রেক্ষাপট💓
    মীর দা আর সমগ্র টিমকে ধন্যবাদ এই প্রচেষ্টার জন্য 🙏

  • @armaann
    @armaann 11 месяцев назад +10

    আমার জীবনে দুটি বই সবচেয়ে বেশি বার পড়েছি - শ্রীকান্ত ও কমিউনিস্ট মেনিফেস্টো। যতবার পড়ি নতুন নতুন কিছু না কিছু না আবিষ্কার করি। শ্রীকান্ত এর মতো এত ক্ল্যাসিক উপন্যাস বাংলা সাহিত্যে আর দ্বিতীয়টি হবে কিনা সন্দেহ। আর মিরদার কণ্ঠে এটা আরো বেশি ক্ল্যাসিক হয়ে উঠলো। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা।

  • @ghosesoumik
    @ghosesoumik 11 месяцев назад +12

    বছর পনেরো পর আবার নতুন মাত্রায় পেসাম ! ধন্যবাদ মীরদা !
    বাংনা সাহিত্যের ইতিহাসের এই অত্যন্ত জনপ্রিয় চরিত্রকে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য 🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 11 месяцев назад +21

    আহা, ভীষণ মুগ্ধ হয়ে "শ্রীকান্তর" কন্ঠের মাধুরীতে কান দুটো স্বার্থক হতে না হতেই, মাঝে "পিয়ারী"র সুরেলা কন্ঠে আরও মুগ্ধ হয়ে গেলাম.. 👏🎉👏🎉👏💞💞

  • @Johnston838
    @Johnston838 11 месяцев назад +149

    অসাধারণ অসাধারণ অসাধারণ। এইসব কালজয়ী গল্পগুলোকে নতুন প্রজন্মের কাছে জীবিত রাখা খুব দরকার

  • @souviksantra5137
    @souviksantra5137 11 месяцев назад +14

    শ্রীকান্ত ও ইন্দ্রনাথ স্রোত দের মনে দারুন ছাঁপ ফেলে ছিলো ,আশা করছি এটাও মন ছুঁয়ে যাবে ❤
    আবার লাভ এ্যআট ফাস্ট সাইড ইফেক্ট অনুভব হবে 😊❤

  • @tusharsinha8786
    @tusharsinha8786 11 месяцев назад +15

    অনন্যা চট্টোপাধ্যায় একজন প্রতিভাময়ী অভিনেত্রী। আশা করি, আগামী পর্ব গুলোতে আবার প্রমানিত হবে। ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 11 месяцев назад +15

    কি যে ভালো লাগছে আজ গল্প শুনতে, অনন্যা-র মিষ্টি কন্ঠ আর মিষ্টি হাসি.. 😅😅 উফ দারুণ দারুণ.. 👌👌💚 অন্যদিকে শ্রীকান্ত ওরফে মীর এর রাগী রাগী স্মার্ট কথাবার্তা.. hat's up 🙏 🙏 🙏 🌻🌻

  • @shuknopata12
    @shuknopata12 11 месяцев назад +91

    মীর স্যার এর গলায় একাধিক চরিত্র যুক্ত গ্রাম বাংলার ভূতের গল্প গুলো খুব শুনতে ইচ্ছে করে.... 😢😢😢

  • @indranidas9964
    @indranidas9964 11 месяцев назад +5

    ভাষা, আবেগ, কণ্ঠ, সবকিছু মিলিয়ে এ যেনো এক দৃশ্য যা স্পষ্ট দৃশ্যমান। কুর্নিস তোমায় মীর🙏
    কোনো কোনো জায়গায় আবেগে চোখ ভিজে যাচ্ছে নিজেরই অজান্তে।অপেক্ষায় রইলাম .....❤

  • @ArafinJuthy.
    @ArafinJuthy. 11 месяцев назад +5

    কন্ঠগুলো এতো মধুর আর স্পষ্ট যে মগজে আর হৃদয় এ গেথে যায়, নেশার মতো ঘোর কাটতে চায় না, গল্পে হারিয়ে যায়।

  • @voice_zone2.0
    @voice_zone2.0 11 месяцев назад +22

    প্রথম কথা poster design টা বড্ড সুন্দর ❤
    আর শেষ কথা গল্প টা অসম্ভব রকমের সুন্দর লাগলো ❤😊
    দ্বিতীয় পর্বের অপক্ষায় থাকলাম 😊

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 11 месяцев назад +30

    অপূর্ব উপস্থাপনা মির স্যার! শ্রীকান্ত অতি প্রিয় চরিত্র বাংলা উপন্যাসের!
    চরিত্রহীন পরিবেশনার অনুরোধ রইলো! ❤❤

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 11 месяцев назад +2

    অপূর্ব! যতো শুনছি, ততোই মুগ্ধ হয়ে পড়ছি। অল্পবয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমার খুব প্রিয় ছিলো। সব লেখা পড়ে তখন খুব কাঁদতাম। এখন আবার মীরভায়ের অনবদ্য গলা শুনে নতুন করে মজে গেলাম। অসাধারণ গলা মীরভাই-এর। এক আকাশ ভালবাসা।🌹❤️⚘️🥰

  • @aniruddhapradhan4301
    @aniruddhapradhan4301 11 месяцев назад +13

    I have read the Novel already. Still I must confessed, listening this episode is a different feelings altogether, it's amazing. Goosebumps...
    Each and every characters are just more than excellently presented. Eagerly waiting for the last episode... Hat's off to the Team #GoppoMirerThek 💙💙💙💙

  • @summibhuiyan148
    @summibhuiyan148 11 месяцев назад +16

    A whole hearted respect for you sir …Your voice,way of reciting stories and making whole minutes thrilling and infatuated imply you inherit poetic gestures♥️

    • @JiTtU963
      @JiTtU963 11 месяцев назад

      Mir leave for Sunday and suspended
      You watching for gourab tapadar and kolksa 🤧mir

  • @prakashnaskar7702
    @prakashnaskar7702 11 месяцев назад +10

    মীর দা একটা অনুরোধ করছি, অনেক সেলেব্রিটি এই চ্যানেলে গল্প পাঠ করেছেন, আপনি কি একবার ভিক্টর ব্যানার্জি বাবুকে দিয়ে গল্প পাঠ করাতে পারবেন ? আসলে উনিও তো এক বিশেষ কণ্ঠের আধিকারিকদের মধ্যে একজন । ওনাকে এখানে শুনতে পেলে খুবই ভালো লাগতো

  • @kalyansankardawn5188
    @kalyansankardawn5188 11 месяцев назад +6

    "কিন্তু আমরা তো মেয়ে মানুষ, বিপদের সময় আমি তো আর বলতে পারবো না যে এঁকে চিনি নে"
    .... অসাধারণ

  • @user-vz5jo5lw2r
    @user-vz5jo5lw2r 11 месяцев назад +19

    Srikanto and rajlokkhi rocks....Mir is unparral but Ananya proved her love for story telling....she is undoubtedly multitalented

  • @tuhindas3258
    @tuhindas3258 11 месяцев назад +5

    প্রথমেই এই বাঁশির সুরেলা টান আর মীর'দার কণ্ঠ অসাধারণ.... পুরোটা শুনি তারপর বাকিটা বলবো...😍

  • @farhakabir4181
    @farhakabir4181 11 месяцев назад +18

    শ্রীকান্ত ও রাজলক্ষী ❤❤❤❤❤❤অসাধারণ কন্ঠস্বর,, উপস্থাপনা ও অসাধারণ।।। মনে হচ্ছে যেন চোখের সামনে দেখতে পেলাম সবাই কে।। চাঁদের হাট বসেছেআজ❤❤❤❤❤❤

  • @ANightUnderTheBlueSky
    @ANightUnderTheBlueSky 11 месяцев назад +9

    প্রণাম নেবেন মীরদা! আপনার গল্পের জন্যেই বেঁচে থাকা! ছোটবেলায় বই পোকা ছিলাম, এখন আর নেই। আপনার গল্পে শৈশব খুঁজে পাই। আমার মতো অনেকেই নিশ্চই পায়। ভালো থাকুন আর আমাদের বাঁচিয়ে রাখুন, এটাই প্রার্থনা।।

  • @bultihaldar3399
    @bultihaldar3399 11 месяцев назад +2

    2022 সালে শরৎচন্দ্রের ' শ্রীকান্ত ' উপন্যাসটি পড়েছিলাম এবার মীর দার গলায় শুনে মনে হচ্ছে যেন চরিত্র গুলো আরও জীবন্ত হয়ে উঠেছে। সত্যিই মীরদা আর অনন্যা দির পারফরম্যান্স অনবদ্য ছিল। সাথে ঠেকের সবাইকে অসংখ্য ধন্যবাদ , ভালোবাসা । এভাবেই মীর দা চরিত্র গুলোকে আমাদের সামনে জীবন্ত করে তুলুক। ব্যাস এটুকুই বলার। সারাজীবন রাজলক্ষী আর শ্রীকান্তের অমর প্রেমের গপ্পো আমাদের মনে থেকে যাবে ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 11 месяцев назад +8

    আহারে, কি অসাধারণ "শ্রীকান্ত~রাজলক্ষীর" বাল্যকালের স্মৃতিচারণ.. uffffff, মন প্রাণ শান্তির স্নিগ্ধতায় আপ্লুত হয়ে যাচ্ছে.. 🙏'দুগগা দুগগা', আহ্ কি অভূতপূর্ব আবেগ, কি মধুর বাল্য প্রেমের অনুরাগ.. 😘🎉😘 সত্যি বলছি, বারবার নয় শতবার বলছি আজকের গল্পের চয়ন.. পাঁচ থেকে পনেরো লাখ এ পৌঁছে যাবে মীর আফসার আলী... 🙏💐🌿💐🙏👍👍👍👍👍

  • @niveditamahanta633
    @niveditamahanta633 11 месяцев назад +4

    শ্রীকান্ত কে তোমার মত জীবন্ত করে তুলতে আর কেউ পারবে না মীর... আর অন্যন্যা তো সবেতেই অন্যন্যা... খুব খুব ভালো লাগলো...❤❤❤❤❤❤❤

  • @ayandutta843
    @ayandutta843 11 месяцев назад +6

    শরৎচন্দ্রের লেখনী আর বক্তা মীর আসাধারণ একটা Combination ❤❤❤...

  • @maheshnaskar8208
    @maheshnaskar8208 11 месяцев назад +2

    প্রাণ জুড়িয়ে গেলো মীর দার শান্ত নদীর মত প্রবাহ কণ্ঠস্বর শুনিয়া

  • @avjitrakshit3915
    @avjitrakshit3915 11 месяцев назад +10

    বাঙালি হাজার ইমোশন আপনাকে জড়িয়ে আছে love you ❤️❤️❤️❤️❤️😍😍

  • @user-uk3bn1ph1x
    @user-uk3bn1ph1x 11 месяцев назад +4

    সুবর্ণলতা সবকটা এপিসোড, আবহমান বার বার দেখে এতো দিন বাদে গলার স্বর শুনে যেনো একটু আলাদা শান্তি পেলাম।

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 11 месяцев назад +2

    মুগ্ধ হলাম..যেন চাক্ষুষ করতে পারছিলাম..এতো ভালো রসায়ন এতো দরের কাজ সত্যিই খুব ভালো লাগলো..প্রত্যেক শিল্পীকে আমার আন্তরিক ধন্যবাদ..পরের পর্বের অপেক্ষায় রইলাম..সকলে ভালো থাকবেন

  • @shyamapadapatra5961
    @shyamapadapatra5961 11 месяцев назад +1

    পছন্দের সাহিত্যিক এর সেরা উপন্যাস। পড়ার সময় সত্যি বিভোর হয়ে পড়েছি। আজ সেটা শুনে শুনে স্মৃতি রোমন্থন করছি। Thank you Mir Da❤❤❤❤❤❤

  • @bikashlohar17
    @bikashlohar17 11 месяцев назад +45

    গল্প যায় হোক না কেনো ..... মীর যখন বক্তা, তখন শনিবার সময় ৯ টা আমার কাছে মীর এর গল্পের ঠেকই আমার ভালোবাসা ❤️✨🌼

    • @sggaming4779
      @sggaming4779 11 месяцев назад

      বক্তা যে কেউ হোক না কেন.... শরৎবাবু যখন লেখক, তখন আর কি চাই

  • @anamikaghosh3270
    @anamikaghosh3270 11 месяцев назад +10

    This theme music of the story is very heart touching❤❤I can't explain how it sooth the ears and the heart 💖💖💖 thank you Mir Sir for your beautiful presentation❤

  • @diluali6612
    @diluali6612 2 месяца назад +1

    শরৎচন্দ্রের শ্রীকান্ত প্রথম ভাগ শেষ করে রেখেছেন দীর্ঘদিন ধরে। অধীর আগ্রহে অপেক্ষা করছি বাকি পর্বের জন্য। গপ্পো মীরের ঠেক বিষয়টি খেয়াল করবেন।
    বাংলাদেশ থেকে অজস্র ভালোবাসা! 🇧🇩❤️

  • @amalmandal4871
    @amalmandal4871 11 месяцев назад +5

    গল্পের সাথে বাঁশীর সুরটার মধ্যে কতই যে ভাব লুকিয়ে আছে!❤️❤️❤️

  • @zakariahossaintamim1527
    @zakariahossaintamim1527 11 месяцев назад +9

    Masterpiece. ❤
    Sharat Chandra Chattopadhyay 🙏

  • @chottokoko2875
    @chottokoko2875 11 месяцев назад +4

    ইন্দ্রনাথ শোনার পর মনে হচ্ছিল, যদি রাজলক্ষ্মী কেও পাওয়া যেতো শুনতে? ভীষণ প্রিয় উপন্যাস একটা, তুমি মনের স্পৃহা পূর্ণ করে দিলে দাদা, ভালো থেকো গল্পের ঠেকে, ভালো রেখো আমাদের

  • @laralotus932
    @laralotus932 11 месяцев назад +3

    শ্রীকান্ত-রাজলক্ষ্মী ! এ আমার মনের ভীষণ কাছের। কৈশরে পড়া সবচেয়ে প্রিয় উপন্যাস যে।
    শ্রীকান্ত চরিত্রে মীরদা অনবদ্য। কিন্তু রাজলক্ষ্মীকে শুনে হতাশ হতে হলো!! মনেই হয়নি এ কোনো অনিন্দ্য সুন্দরী নায়িকাসুলভ কণ্ঠ! বরং বয়স্কা নারী লাগলো। রাজলক্ষ্মীর কাস্টিং এ আমার মন ভরলো না। অয়ন্তিকার appealing voice এখানে বেশ ভালো লাগতো।

  • @user-ry9xb2ki5h
    @user-ry9xb2ki5h 11 месяцев назад +4

    তখন আমার বয়স 15 বছর , যখন ক্লাস টেন এর বোর্ড এক্সাম এর জন্য এই উপন্যাস টি পড়তে হয় , ধন্যবাদ দাদা এই গল্পটি শোনানোর জন্য ?

  • @Sahaj789
    @Sahaj789 11 месяцев назад +10

    ফেলুদার যেমন‌ লালুদা কে বলেছিল তেমন‌ করে বলতে‌ ইচ্ছে করছে -
    যারা আগে এই প্রেক্ষাপট পড়েনি বা শোনেনি তারা বুঝবে প্রথমবার এ জিনিস শোনার কি আনন্দ 😊
    তবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলেন‌ চিরসবুজ, কখনও পুরনো হয়না তাঁর রচনা।
    ধন্যবাদ মীরের ঠেক❤

  • @sudipjana4538
    @sudipjana4538 11 месяцев назад +4

    অপসংস্কৃতির প্রবল স্রোতের টানে ভেসে যাওয়া বাঙালির কাছে এই গল্পগুলো একটুকরো অবলম্বনের মতো। এইসব লেখকরা মহাকালের মধ্যে হারিয়ে গেলেও, তাঁদের এই অমর সৃষ্টি'গুলি আমাদের সঞ্জীবনী'র মতো আমাদের সংস্কৃতির রক্ষা করে চলছে।

  • @user-wp6gq9wx1i
    @user-wp6gq9wx1i 11 месяцев назад +1

    আপনাদের ভাষ্য পাঠের গুনে এত সুন্দর উপস্থাপনা .. যে সব কাজ ফেলে শুধু এই পর্বটি এক নিশ্বাসে শুনলাম.. পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি

  • @barkatahmed3147
    @barkatahmed3147 11 месяцев назад +1

    অসাধারণ হয়েছে মীরদা। আপনি শ্রীকান্ত চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। মনে হচ্ছে আস্ত একটা মুভি দেখছি। রাজলক্ষী চরিত্রের প্রেমে পড়ে গেলাম। রাজলক্ষী চরিত্রে অনন্যা চ্যাটার্জী একদম সেরা নির্বাচন ছিলো। তিনি এই চরিত্রকে প্রাণ দিয়েছেন। তার কণ্ঠে আমি হতবাক। একদম সেরা ছিলো। আর তোমার তো জুড়ি নেই মনে হচ্ছে শ্রীকান্তকেই দেখছি। শনিবারের জন্য আর অপেক্ষা করতে পারছি না। উফফ কি সুন্দর কাজ❤️⭐

  • @VILLAGENATURE-kj4yh
    @VILLAGENATURE-kj4yh 11 месяцев назад +14

    এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি।”
    __শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  • @sourjyadeepbhattacharyavii7487
    @sourjyadeepbhattacharyavii7487 11 месяцев назад +4

    একে গল্পটা মাস্টার ক্লাস... তায় আবার মীর দার extreme voice.... Just 🔥🔥🔥🔥🔥🔥Spell Bound💞

  • @LifeLineA
    @LifeLineA 11 месяцев назад +2

    ধন্যবাদ মীরদা আবার শ্রীকান্ত শোনানোর জন্য। এভাবেই ভালো ভালো কাজ উপহার দাও আমাদের। তোমার জন্য শুভকামনা। ❤

  • @mitagupta4555
    @mitagupta4555 11 месяцев назад

    অপূর্ব অপূর্ব।মন ভরে গেল মীর ভাই।মীর এবং অনন্যা দুজনেই আমার খুব প্রিয় মানুষ।আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি একটি মন কাড়া উপন্যাস।সব মিলিয়ে অনবদ্য। অনেক ধন্যবাদ পুরো টিমকে ❤❤❤❤❤।

  • @souravghosh21721
    @souravghosh21721 11 месяцев назад +5

    ❤❤❤❤ Suntei hobe.... শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বলে কথা❤❤❤❤

  • @creatermonoj8029
    @creatermonoj8029 11 месяцев назад +4

    মীর দার কন্ঠে ভুতের আরো হাঁড় কাঁপানো গল্প শুনতে চাই ❤
    ভালোবাসা নিও হুগলী জেলার রাজবলহাট গ্রাম থেকে ❤️🌻

  • @satadipchakraborty6918
    @satadipchakraborty6918 11 месяцев назад +1

    বাঁশির আওয়াজ টা ভীষণ মন কেমন করা, শুনতে এত ভালো লাগে। আর রাজলক্ষ্মী র গলা শুনে সাবিত্রী চ্যাটার্জী র কথা মনে হচ্ছে। পুরো ব্যপার টা দারুণ। ❤❤❤❤

  • @krishnolaltripathi7878
    @krishnolaltripathi7878 11 месяцев назад +2

    এইজন্য মনে হয় মীর দা আমাদের নিজের লোক।না হলে মানুষ টা বোঝে কি ভাবে আমরা কোন গল্পটা শুনতে চাই। ধন্যবাদ তোমাকে আমাদের কিশোর বয়সের প্রেমকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেবার জন্য ❤️❤️❤️

  • @DIPANWITA2004
    @DIPANWITA2004 11 месяцев назад +10

    Thanks from the core of my heart.. for this one... to the entire team.. মধুসূদন দত্তের ১ টি golpo apnar konthe sonar onurodh roilo.. ❤

  • @banerjeechiranjeeb
    @banerjeechiranjeeb 11 месяцев назад +45

    Two artists performing at the pinnacle of expertise. A pure treat!

  • @kakalichoudhurykakalichoud7317
    @kakalichoudhurykakalichoud7317 11 месяцев назад +1

    বহুবার পড়েছি। কিন্তু শ্রুতিনাটকটি এতো অপূর্ব হয়েছে যে আবার ভালো লাগলো। মীরের কন্ঠস্বরে জাদু আছে! আর অনন‍্যা সবার মাঝে অনন‍্যা, আমার প্রিয় শিল্পী অভিনয় জগতে 🙏😊💐

  • @naimbeg3179
    @naimbeg3179 11 месяцев назад

    গল্পটি শুনে কতটা যে তৃপ্তি পেয়েছি তা আমি মুখে বলে বঝাতে পারবো না,,Love you mir da,,,, love you goppo mirer thak

  • @Defender002
    @Defender002 11 месяцев назад +4

    আজ একটু ব্যস্ত থাকায় গল্পটা রাত্রি 11:30 শুনতে শুরু করেছিলাম গল্পটা কী দারুন যে লাগল যে গল্পের প্রথম পর্ব শেষ হ্ওয়ার পর দ্বতীয পর্বের জন্য আর অপেক্ষা করতে পারছিনা মীর দা ❤❤

  • @osimakhatun310
    @osimakhatun310 11 месяцев назад +5

    ওহ্, শান্তিলাল বাবু আর সমালোচকদের সমালোচনা, শ্রীকান্তর শিকার করতে যাওয়া নিয়ে.. 👏 👏 ❤ এই কোলাহলটা সাবলীল মজার আনন্দ..!! 💚

  • @rituparnasen3678
    @rituparnasen3678 11 месяцев назад +2

    Transferring self to the world of শ্রীকান্ত ও তার রাজলক্ষ্মী through this beautifully woven and retelling of the story. ❤

    • @monojitsabi
      @monojitsabi 11 месяцев назад

      তুমি তো রাজলক্ষ্মী

  • @shaonikar3265
    @shaonikar3265 11 месяцев назад

    শব্দ চয়ন আর কাকে কোন চরিত্রে মানাতে পারে এতো সুন্দর ভাবে বিবেচনা করেন ..অসাধারণ লাগে জাস্ট... শ্রীকান্ত রাজলক্ষ্মী কে এইভাবে শুনবো ভাবিনি..
    গোটা গপ্পো মীরের ঠেককে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানাই ❤

  • @manoramahela8304
    @manoramahela8304 11 месяцев назад +3

    বাংলা লিটারেচার প্রেমে পড়ার পত্থম কারণ sarat chandra chatopadhaya ওনার সব নভেলস টা পড়েছি শ্রীকান্ত খুব প্রিয় কিন্তু বিপ্রাদাস তাও খুব সুন্দর ❤

  • @CA_INSHORT
    @CA_INSHORT 11 месяцев назад +16

    Continue the sri kanto series love it from the bottom of my heart ❤️👌
    Love from ASSAM.

  • @Simi9267
    @Simi9267 11 месяцев назад +1

    শরৎচন্দ্র বাবুর 'শ্রীকান্ত' পড়ার সময় নিজের মনে উপন্যাসের যে ভাব প্রকৃতি তৈরি হয়েছিল আপনাদের কন্ঠে আমার কাছে তার পুন:স্মরণ হল। ধন্যবাদ।

  • @biplabdasgupta
    @biplabdasgupta 11 месяцев назад +2

    সব কিছু যেন চিত্রকল্প হয়ে চোখের সামনে ভেসে উঠল, অভিভূত হলাম 🙏

  • @shambhunathpal774
    @shambhunathpal774 11 месяцев назад +6

    শরৎচন্দ্র চট্টপাধ্যায় উপন্যাস "দত্তা", "পরিণীতা ","চন্দ্রনাথ", "পল্লিসমাজ ", "অরক্ষণিয়া","দেবদাস","চরিত্রহীন","বিরাজ বৌ"-এর জন্য অনুরোধ রইল❤️🧡💛💚💚💜♥️🖤

  • @bipinbiharibanerjee1214
    @bipinbiharibanerjee1214 11 месяцев назад +8

    Class 6 এ প্রথম গল্প টা পড়েছিলাম .....সেরকম কিছু বুঝিনি তারপর পড়ে বুঝেছিলাম তার বহুদিন পর মোটামুটি ৩-৪ বছর পর শুনলাম এটা ....অসাধারণ 🩵✨♥️

  • @someswarbiswas5578
    @someswarbiswas5578 4 месяца назад

    গল্প শুনতে শুনতে সেই ছেলেবেলার সেই স্মৃতির মাঝে হারিয়ে যাই। যখন পড়েছিলাম তখন খুব ভাল বুঝতে পারিনি,এখন বুঝলেও পড়ার সময় হয়না।মীর দার কল্যাণে নতুন করে,গল্পের আনন্দ নিতে পারছি।মীরদা ও টিমের সব সদস্যদের অনেক ধন্যবাদ জানাই ।

  • @aparajitasarkaraparajita1980
    @aparajitasarkaraparajita1980 11 месяцев назад +1

    আজকে এত বেশি এক্সাইটেড ছিলাম এটা শোনবার জন্য 💖শরৎবাবু শ্রীকান্ত তো শৈশব

  • @punalhalder4164
    @punalhalder4164 11 месяцев назад +4

    দাদা বাংলা সাহিত্যের এমন অমূল্য সৃষ্টিগুলি আপনি যদি এক এক করে উপস্থাপনা করেন, তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো। ❤️

  • @mridularoy898
    @mridularoy898 11 месяцев назад +4

    Well done Mihir, listening to your story feels like as if I am watching a movie! Love your voice

  • @rumalinandy9208
    @rumalinandy9208 11 месяцев назад +1

    "শ্রীকান্ত" আমার কাছে এক অতিশয় আবেগ। আমি মন থেকে কৃতজ্ঞ গপ্পো মীরের টীমের কাছে, এই আবেগকে এত মাধুর্যতায় ভরিয়ে দেওয়ার জন্য ❤🙏🏼

  • @indranimajumdar8743
    @indranimajumdar8743 11 месяцев назад

    সেই pathyo বইয়ে পড়েছিলাম,তারপর আগ্রহ থেকে গল্পঃ টাও পড়েছিলাম,তখন শরৎসমগ্র ছিল আমাদের কাছে বিশাল আকর্ষণীয়।আজ অনেক বছর পরে শুনে কি যে ভালো লাগলো,অবর্ণনীয়।

  • @arnabdey9952
    @arnabdey9952 11 месяцев назад +5

    What a background music.. Make me nostalgic.. Miss you Indra da.. And very excited for chemistry between Rajlaxmi and Srikanta !

  • @Captainsuman715
    @Captainsuman715 11 месяцев назад +24

    #রাজলক্ষ্মী'র অভিনয় একদমই প্রাণবন্ত নয়, কন্ঠ যেন বুড়িয়ে গেছে। পড়া আর শোনার বিস্তর তফাৎ ধরা পড়ছে! সেই আবেগ কে ক্ষীণ করে ফেলেছে।

  • @sganirban7457
    @sganirban7457 11 месяцев назад

    মীর বাবু আর অনন্যা ম্যাডাম এর পরিবেশনা মন ছুঁয়ে গেলো। জানা গল্প পরিবেশনার গুণে নতুন করে উপলব্ধি করলাম। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

  • @user-ij9ds3mq1l
    @user-ij9ds3mq1l 11 месяцев назад +1

    Unbelievable! You really brought Ananya!!! ❤

  • @ajoyroy3139
    @ajoyroy3139 11 месяцев назад +4

    গল্প শুনে কিছু মুহূর্তের জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম,
    এককথায় অসাধারণ mir sir এর গল্প উপস্থাপনা, পুরোনো গল্পের প্রেমে আবার নতুন করে পড়লাম,দ্বিতীয় পর্বের অপক্ষায় রইলাম❤❤

  • @swarnalikar6671
    @swarnalikar6671 11 месяцев назад +9

    Vocal portion ta just awesome 🎵 🎶❤
    Ananya Chatterjee 👌 ‌
    পিয়ারীর প্রগলভতা আর দরদ সুষ্পষ্ট 💓

  • @sanjuktasinghamaity6199
    @sanjuktasinghamaity6199 11 месяцев назад

    আহা,কি অপূর্ব যে লাগল.....একটা আবেশ ছড়িয়ে গেল.....🙏🙏🙏

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 6 месяцев назад

    শুনলাম শ্রীকান্ত ও রাজলক্ষ্মী পর্ব - ১ । ধন্য গপ্পো MIR-এর ঠেক । সেলাম মীর সাহেব। অনবদ্য সৃষ্টি আপনার। আমার বলার কোন ভাষা নেই।

  • @ishaani1
    @ishaani1 11 месяцев назад +5

    A shout out to Ananya Chatterjee! - You are Amazing 👏🏽👏🏽👏🏽

  • @avijitdolai7413
    @avijitdolai7413 11 месяцев назад +24

    বিক্রম বেতালের বাকি পর্বগুলো কবে আসবে😢, অপেক্ষাই রোয়লাম। জয় বাংলা. সকলকে শুভ নন্দন!...🙂😄

  • @kinshukbanerjee5492
    @kinshukbanerjee5492 11 месяцев назад

    বাক্যহারা।।। অপূর্ব উপলব্ধি হলো আজ।। শুনলাম।। শেষ হলো, কিন্তু রেশ রয়ে গেলো।। মীর সহ প্রত্যেক কে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা।।

  • @swastikasardar8476
    @swastikasardar8476 11 месяцев назад +2

    Favourite novel , favourite artist ❤