সারাজীবন শুধু রমিও জুলিয়েট নামটা শুনেই আসলাম,, কাহিনীটা কখনোই জানা ছিলো না, রাত ২ টার দিকে কি যেন এক আক্ষেপ নিয়ে ১০ মিনিটের জন্য শুনতে আসলাম, এরপর এই ১০ মিনিট কখন ১ ঘন্টা.৩০ মিনিট হয়ে গেলো টেরই পেলাম না। চোখে আর কোনো ঘুম নেই,, সব ঘুম উধাও হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে রমিও জুলিয়েটের কথাগুলো এখনো কানে ভাসছে। গল্পের ঘোর থেকে কখন বের হতে পারবো তা আমি জানিনা,,,, সব ভালবাসা পূর্নতা পাক, হয়তো এ জন্মে, না হয় পরের জন্মে,, তবুও পূর্নতা পাক,,,
Shakespeare এর এই অসামান্য সৃষ্টি গুলির বঙ্গানুবাদ ও এই অকৃত্তিম ডাবিং করা শ্রোতা দের জন্য খুব উপকারী। বিশেষ করে ছাত্রসমাজ এর জন্য এক অত্যন্ত সাহায্যকারি পদ্ধতি। Mir Afsar Ali কে আমি এই সাহায্যের জন্য তার চরণে শত কোটি প্রণাম জানাই।
এই টিমে যারা গল্প বলে, তারা ঠিক গল্প বলে না যেন সেই চরিত্রের ভিতরে নিজেকে হারিয়ে ফেলে। সেই চরিত্রকে বাঁচিয়ে তোলে ❤️ মীরদার গলায় তো এমনিতেই জাদু আছে কিন্তু তার টিম কিছু কম যায় না..❤️.... পুরো গল্পটাই যেন ভেতরটাকে নাড়িয়ে দেয়, আর শেষের ব্যাকগ্রাউন্ড মিউজিক টা মানে ওই গানটা সত্যি বলতে অসাধারণ ছিল।। love you ❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দারুন স্যার🔥❤️... ছোট থেকেই রোমিয়-জুলিয়েট এর কথা শুনেছি অনেকবার কিন্তু আজ গল্পটা শুনলাম প্রথম😌... আপনার বাকি voice artist গুলোও সেরা.. চোখের সামনে সব ছবি ভেসে উঠছিল 🔥👏
আহা শেষ মুহূর্তের গানটা পুরো দেবদাস এর মনে করিয়ে দিল।।।😊😊 "ইহকালে নাইবা হলো পরকালে দিও দেখা" ❤❤ প্রেম চিরকাল অমর,, সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস এই হোক বা উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট এই হোক 🖤😊
"আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে" - This line is still echoing in the core of my heart and it reminds me of the dictum of Tennyson : "It is better to have loved and lost than never to have loved at all". ❤💫✨ What an arrangement! What a presentation! It's beyond epic. Kudos to all the artists 🙌🏻🙏🏻
ইতিহাসের পর ইতিহাসে বর্ণিত আছে,, প্রেম মানেই যুদ্ধ.. 😮😢😮 আজ সেই মর্মান্তিক প্রেমের যুদ্ধ কাহিনী,, মীর আফসার আলীর দৌলতে, এমন রমণীয় ভাবে শুনছি.. uffffff awesome 👍, গায়ে কাঁটা দিয়ে উঠছে.. এরকম ভালোবাসার কাহিনীকে জীবন্ত রূপে রূপান্তরিত করা মীর এর পক্ষেই চমৎকৃত চমক.. 😢🎉😢🎉😢🙏 🙏 🙏 🙏 🙏 💚🌹💚
BGM টা আলাদা করে রিলিজ করো please 🥺 আলাদা ভাবে BGM টা সত্যিই অসাধারণ যেদিন থেকে শুনেছি সেদিন থেকে কাজের ফাঁকে পড়ার ফাঁকে কানে বেজে চলেছে music টা পেলে একটু loop এ ফেলে শুনতাম 🥲🙏🏻
শেক্সপিয়ার এর সৃষ্ট অমর প্রেম কাহিনী। প্রেম কাহিনীর ক্ষেত্রে এক অনন্য সংযোজন। তাহলে রোমিও র কথাই সত্য হলো, পৃথিবীর প্রতিটি গোলাপের সুবাসে মিশে আছে রোমিও অ্যান্ড জুলিয়েট ❤❤💔
প্রেম মানে দুঃখের ভাগ টাই বেশি কিন্তু একটু সুখ সব দুঃখকে ভুলিয়ে দেয়।❤❤❤ সোমক দা রাজা আর আমাদের রানী র ভূমিকায় কাকে মানায় তা আর বলতে হবে না। Love you so much Ayantika ম্যাম
উফফ মীর দা তোমার voice এ জাদু আছে ।।thank you thank you so much।।please এভাবেই থেকে যেও আমাদের সবার মাঝে।।তোমার কণ্ঠ নিয়ে।।তুমি চিরন্তন হয়ে থেকে যাবে।।। Fabulous.... background music জাস্ট কোনো কথা হবে না❤️❤️❤️
বসন্ত বাতাসে বাইরে কোকিল ডাকছে। ঘরের মধ্যে রোমিও জুলিয়েট শুনতে শুনতে ৪৫ বছরের মধ্যবয়সী আমি কিরকম প্রথম প্রেমের,নিষ্কলুষ প্রেমের অনুভূতি বুকের মধ্যে এখনও টের পাচ্ছি। সেই পবিত্র অনুভূতি এখনও আমার মধ্যে বেঁচে আছে!!!!! ধন্যবাদ গপ্পো মীরের ঠেক....তোমাদের উপস্থাপনায় মুগ্ধ❤️❤️❤️❤️❤️❤️❤️
অবশ হয়ে বসে আছি চোখ থেকে জল ঝরে পড়ছে অনবরত, দেবদাস এর পর সবার সোমক দার সেই কন্ঠ মানে মানুষটা কি করছে ভগবান জানেন আর মীর স্যার কে নিয়ে কিছু বলার স্পর্ধা নেই আমার। অয়ন্তিকা দি তো পুরো ❤️❤️❤️❤️ দারুণ বললেও কম হবে নতুন করে ভালোবাসার অর্থ বুঝলাম নিজের ভালোবাসার মানুষটাকে নতুন করে অনেক বেশি ভালোবাসি এই উপলব্ধি হলো, আমরা একসঙ্গে থাকবো থাকবোই❤️
এই টা শুধুই গল্প আমি তা মানতে পারছি না...সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো।। "ভালোবাসা" কথা টা হয়তো ছোট কিন্তু গভীরতা অনেক💖গপ্পোমিরের ঠেক ধন্যবাদ এইরকম গল্প শোনানোর জন্যে ❤
2মাস ধরে একটু একটু করে নিজের মনকে পাথর করছিলাম ,কিছু ভুল চিন্তা ভাবনাকে ভুলতে চাইছিলাম ,তোমার এই এক গল্পে সব কিছু কেমন ধুয়ে কিছু স্মৃতি সোনার মত উজ্জল হয়ে চোখের সামনে ভাসতে লাগলো।
রোমিও জুলিয়েট এর প্রেম কাহিনীর কথাটা আমি ইন্টারমিডিয়েটে শুনি প্রথম,,,,, কখনো সোনার সৌভাগ্য হয়নি আমার,,,, অনেকদিন ধরে ইউটিউব এ ডাউনলোড করে রেখেছি, আজ শোনার সৌভাগ্য হলো ,,,, আজ বুঝলাম রোমিও জুলিয়েট লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে কেন গেঁথে আছে চিরজীবন ।
Captain And The Entire Team , exam শেষ করে practical করতে বসে শুনলাম , খুব ভালো লেগেছে । সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলকে এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ।। অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤
captian মানে শুধু গল্পের বই পড়া বা গপ্প তুলে ধরা নয় ,তার সঙ্গে আরো ,100 শতাংশ এনারজি,❤❤❤, গল্পের উপস্থাপনা আলাদা ও অতুলনীয় তুলে ধরার টেকনিক্ ❤❤❤❤,Mir afsar ali sir 😊❤❤❤
Why this is so amazing 😭😭😭😭Mir Da.. Somak Da.. Ayantika Di... U all r so best ❤❤ কিছু বলার নেই।। প্রতিটা মুহুর্ত ফিল করতে পারছি অনেক ছোটো বেলায় পড়া এই গল্পের মর্ম আজ বুঝতে পারছি All thanks to Mir da... আর আজ থেকে আমার কাছে রোমিও একমাত্র সোমকদা ❤❤আর জুলিয়েট অয়ন্তিকাদি... এই উপলব্ধি থাকবে সারাজীবন ❤❤হাসি কান্না কষ্ট আবেগ ভালোলাগা সবশেষে ভালোবাসা... জীবনে প্রত্যেকে একবার না একবার প্রেমে পরে..ভালোবাসে.. তাই পৃথিবী এখনও এতো সুন্দর ❤❤বেঁচে থাকুক প্রতিটা ভালোবাসা ❤❤" আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে দশকে শতকে সবার হৃদয়ে"
1:23:49 gan ta just goosebumps create korche😌 Ato valo ending je sunte sunte overwhelmed hoye gechi.. kadte kadteo last moment tay mukhe hasi ase gechilo atotai sundor.. sob rokom adjective kom pore jabe eta ke describe korte gele Goppo mir er sathe 1st din theke achi kono din comment kora hoyni kintu aj ei golper ending ta baddho korlo seta korte.. thank you caption❤❤ Evabei goppo mir er thek onk onk onk successful hok❤❤
I am so glad je ei Shakespearean drama gulo ei rokom bhabe interpret kore kora hoyeche. Hats off to Mir and his team. I also strongly believe je young generation jader boi porar patience nei tara enriched hobe by hearing this👏👏👏👏
Nice play by william shakespeare Romance between two familie's Shakes...যত নাড়াবে Apeare. ..তত উপলব্দি করতে পারবে Hamlet টাও শুনতে চাই🎉 ❤❤দারুন উপস্হাপনা❤❤
Classics খুব ভালবাসি।❤ ছোটবেলায় পড়াশুনোর চাপ এ পড়ে উঠতে পারিনি। আর আজ সংসার, চাকরি সব মিলিয়ে নাজেহাল। মীর দা ও তার Team কে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর ভাবে Classics শোনার সুযোগ করে দেবার জন্য ❤🙏🙏🙏
আহারে আহা, রোমিও র ছদ্মবেশ নিয়ে জুলিয়েট এর সাথে রোমাঞ্চকর নিবিড় সাক্ষাৎ... অপূর্ব মোহময়.. 👌🔥👌🌹🌹🌹🎉🎉 আর গপ্পোর এই মুহূর্তের অনুরণন, এমন স্নিগ্ধ বর্ননা মীর আফসার আলী ছাড়া অসম্পূর্ণ.. 😘😘☺️😘😘💚💚🙏🌹🙏🌹🙏
সব ভালোবাসার কি পরিণতি একই?😥 একজনকে যে খুব ভালোবেসে ফেলেছি... আমাদের ভালোবাসাও এমন গল্প হয়ে যাবে না তো !😭 অসংখ্য ধন্যবাদ এমন একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য । রীতিমত গল্পের শেষে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল .... 😩 গল্পের শেষ টা কি Romeo Juliet এর এমন পরিণতি খুব দরকার ছিল ? 😩। আশা রাখবো পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক।❤. ধন্যবাদ গপ্প মিরের ঠেক 🙏। আর হ্যা আবহ সঙ্গীত টা জাস্ট হৃদয় ছুঁয়ে যাচ্ছিল ।
Eto sunechhi sei famous love story er somporke Romeo and Juliet er but kokhono sujog hoye utheni sei golpo ta porar ba movie dekhar tobe aj ey sujog kore deoyar jonno goppomir ke dhonnobad ek oshadharon story present korar jonno
সারা জীবন রোমিও জুলিয়েট শুধুমাত্র নাম শুনেছি আজকের পুরো গল্পটাই শুনলাম। সত্যিই অপূর্ব বলে বোঝানো যাবে না। মীর দা কে বলবো আবার এরকম একটা ভালো গল্প আমাদের শ্রোতা বন্ধুদের শোনাতে❤❤❤
❤ A very big round of applause to গপ্পো মীরের ঠেক and Sunday suspense. GMT এর Romeo and Juliet এবং Sunday Suspense এ মনোজ সেনের মায়া কানন। আশা করি দুটো গল্পই অসাধারণ হবে।Thanks to মীর দা and Team. Miss You all in Sunday suspense episodes. Anyways, Keep it up 👍
Ab ki baar 1 million paar 😅 (অসাধারণ গল্প, অসাধারণ উপস্থাপনা... দারুণ হচ্ছে... এগুলো নিয়ে আর নতুন করে কিই বা লিখব 😅 ) ভালোবাসা নেবেন মীর sir & team ❤❤❤
সত্যিই অসাধারণ সুন্দর এই প্রেম কাহিনী !!❤রোমিও & জুলিয়েট❤ সত্যিকারের ভালোবাসা এরমই হওয়া উচিত ,যেখানে একজন আর একজনের পাশে থাকবে সুখ-দুঃখ সব সময়, যতো কঠিন পরিস্থিতি আসুক ছেড়ে যাবে না !! কিন্তু বর্তমান সমাজে ভালোবাসায় তো শুধুই বিচ্ছেদ !! সত্যিকারের ভালোবাসা গুলো এখন যেন কোথায় হারিয়ে গেছে !!
সত্যিই বাংলা ও বিশ্ব সাহিত্যের এমন কিছু গলপ আছে যা আমরা কখনও বই এ পরতে পারতাম না কিন্তু এই G oppo mir ar the thek এবং Sunday suspens এর দৌলতে বাংলা শ্রোতা ও পাঠক উভয়ের গপপ শোনার আগ্রহ ও জ্ঞানের বিকাশ ঘটছে। ❤❤
এই গল্পটা শুনে আর কিছু বলার নেই। মীর দা তুমি এত সুন্দর গল্পটা কে বললে, একটা কথা বলার আছে যারা এই গল্পটা শুনছে তারা হয়তো নিজের নিজের ভালোবাসা জগতে ফিরে গেছেয় ওর মধ্যে আমিও আমি আমার ভালোবাসা স্মৃতিতে ফিরে গেছি ভালোবাসাটা এত সুন্দর যা বলেও বুঝানো যায় না। মিহির দা এত সুন্দর গল্পটা শোনানোর জন্য ধন্যবাদ ❤❤❤
অসাধারন উপস্থাপনা, গল্পো মিরের ঠেক এর সবাই কে অসংখ্য ধন্যবাদ। Mir sir, Somak sir, Ayantika mam তোমাদের গলায় সত্যি বাগদেবীর আশীর্বাদ আছে। Love you all❤❤❤
❤❤❤উফ্ অসাধারণ একটা কাহিনী। অয়ন্তিকা দি এবং সোমক দা অসাধারণ তোমাদের কন্ঠ এবং এবং অভিনয়ের দক্ষতা। আর মীর দার কন্ঠে গল্পঃ পাঠ এ এক ইতিহাস তৈরী করল আমার মনে। অনবদ্য বললেও কম বলা হবে ❤এই প্রকল্পের জন্য কুর্নিশ জানাই # গপ্পো মীরের ঠেককে।🙏
ছোট থেকে রোমিও জুলিয়েট নাম টাই শুনেছি কিন্তু গল্পঃ টা না। Thanks মির দা এত সুন্দর গল্পটা এতটা বাস্তব তোমার কণ্ঠতেই সম্ভব❤ চোখ এ জল ধরে রাখতে পারলাম না দাদা😢😢😢 এটাই হয়তো নিয়তি😢😢😢
রোমিও জুলিয়েট (William Shakespeare) নাম ছোট থেকে শুনে আসছি। কিন্তু কখনো পড়া হয়নি। অজানা ছিলো তাদের ভালোবাসার গল্প। "গপ্প মীরের ঠেক" এর কল্যাণে আজ ভেরনা (ইতালি) শহরের দুই পরিবারের দ্বন্দ্ব আর দুজনের ভালবাসার এই গল্প শোনা। অসাধারণ উপস্থাপনার জন্য ধন্যবাদ Mir Afsar Ali ...
বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেম কাহিনী। বলার ভাষা নেই। সত্যি মহা কবি শেক্সপিয়ার universal writer.... সাথে মির দার অসাধারন উপস্থাপনা
সারাজীবন শুধু রমিও জুলিয়েট নামটা শুনেই আসলাম,, কাহিনীটা কখনোই জানা ছিলো না, রাত ২ টার দিকে কি যেন এক আক্ষেপ নিয়ে ১০ মিনিটের জন্য শুনতে আসলাম, এরপর এই ১০ মিনিট কখন ১ ঘন্টা.৩০ মিনিট হয়ে গেলো টেরই পেলাম না।
চোখে আর কোনো ঘুম নেই,, সব ঘুম উধাও হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে রমিও জুলিয়েটের কথাগুলো এখনো কানে ভাসছে।
গল্পের ঘোর থেকে কখন বের হতে পারবো তা আমি জানিনা,,,,
সব ভালবাসা পূর্নতা পাক, হয়তো এ জন্মে, না হয় পরের জন্মে,, তবুও পূর্নতা পাক,,,
same here sir. apni theek amar moner kothatai likhechen.
Background music tar naam ta bolte parben?
Shakespeare এর এই অসামান্য সৃষ্টি গুলির বঙ্গানুবাদ ও এই অকৃত্তিম ডাবিং করা শ্রোতা দের জন্য খুব উপকারী। বিশেষ করে ছাত্রসমাজ এর জন্য এক অত্যন্ত সাহায্যকারি পদ্ধতি। Mir Afsar Ali কে আমি এই সাহায্যের জন্য তার চরণে শত কোটি প্রণাম জানাই।
এই টিমে যারা গল্প বলে,
তারা ঠিক গল্প বলে না যেন সেই চরিত্রের ভিতরে নিজেকে হারিয়ে ফেলে।
সেই চরিত্রকে বাঁচিয়ে তোলে ❤️
মীরদার গলায় তো এমনিতেই জাদু আছে
কিন্তু তার টিম কিছু কম যায় না..❤️....
পুরো গল্পটাই যেন ভেতরটাকে নাড়িয়ে দেয়, আর শেষের ব্যাকগ্রাউন্ড মিউজিক টা মানে ওই গানটা সত্যি বলতে অসাধারণ ছিল।।
love you ❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রেমের অভিজ্ঞতা আমার হয়নি কখনো , তবে তাদের (রোমিও & জুলিয়েট) গল্প শোনার পর প্রেমের মর্মার্থ বুঝলাম । "প্রেম" তুমি হৃদয়ের অন্যতম এক তৃপ্তি ❤
দারুন স্যার🔥❤️... ছোট থেকেই রোমিয়-জুলিয়েট এর কথা শুনেছি অনেকবার কিন্তু আজ গল্পটা শুনলাম প্রথম😌... আপনার বাকি voice artist গুলোও সেরা..
চোখের সামনে সব ছবি ভেসে উঠছিল 🔥👏
আহা শেষ মুহূর্তের গানটা পুরো দেবদাস এর মনে করিয়ে দিল।।।😊😊
"ইহকালে নাইবা হলো পরকালে দিও দেখা" ❤❤
প্রেম চিরকাল অমর,, সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস এই হোক বা উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট এই হোক 🖤😊
"আমাদের ভালোবাসা জোনাকির মতো..."
এই গানটা আলাদা করে রিলিজ করুন মীরদা ....
প্লিজ প্লিজ প্লিজ...🥺
গান টা শুরু হতেই চোখের দুই পাস দিয়ে একটু নোনা বৃষ্টি হয়ে গেলো😅
Ha akdom khub vlo gan khub vlo laglo ganta
Hmmmmm
আসলেই❤❤❤
"আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে" - This line is still echoing in the core of my heart and it reminds me of the dictum of Tennyson : "It is better to have loved and lost than never to have loved at all". ❤💫✨
What an arrangement!
What a presentation!
It's beyond epic.
Kudos to all the artists 🙌🏻🙏🏻
Devdas er por ei golpoti
Onek dhonnobad janai golpo mir er thek k ❤
ইতিহাসের পর ইতিহাসে বর্ণিত আছে,, প্রেম মানেই যুদ্ধ.. 😮😢😮 আজ সেই মর্মান্তিক প্রেমের যুদ্ধ কাহিনী,, মীর আফসার আলীর দৌলতে, এমন রমণীয় ভাবে শুনছি.. uffffff awesome 👍, গায়ে কাঁটা দিয়ে উঠছে.. এরকম ভালোবাসার কাহিনীকে জীবন্ত রূপে রূপান্তরিত করা মীর এর পক্ষেই চমৎকৃত চমক.. 😢🎉😢🎉😢🙏 🙏 🙏 🙏 🙏 💚🌹💚
ওটা "চমক" নয়, "সম্ভব" হবে।
@@abhikkumar7194কোথায় কি শব্দ বসবে সেটা আমার রুচি.. 😊
@@abhikkumar7194না ওটা চমক ই হবে..
BGM টা আলাদা করে রিলিজ করো please 🥺 আলাদা ভাবে BGM টা সত্যিই অসাধারণ যেদিন থেকে শুনেছি সেদিন থেকে কাজের ফাঁকে পড়ার ফাঁকে কানে বেজে চলেছে music টা পেলে একটু loop এ ফেলে শুনতাম 🥲🙏🏻
স্কুল জীবনে পড়া ROMEO & JULIET- আমি আজ গপ্পো MIR-এর ঠেক এ শুনলাম, অসম্ভব অসাধারণ সুন্দর উপস্থাপনায় ROMEO & JULIET । ধন্যবাদ আপনাদের সবাইকে, গপ্পো MIR-এর ঠেক এর, সমগ্র অভিনেতা এবং অভিনেত্রী- দের। ধন্যবাদ মীর সাহেব আপনাকে। ভালোবাসা চিরন্তন সত্য এবং সুন্দর।
পুরো টা শোনার পর, আমার ফিডবেক দেবার মতো মুখে কোনো ভাষা নেই। অসাধারণ এক অভিজ্ঞতা আমার। গায়ে কাঁটা দেবে সকল কাপেল দের।
১০/১০: ⭐⭐⭐⭐⭐
শেক্সপিয়ার এর সৃষ্ট অমর প্রেম কাহিনী। প্রেম কাহিনীর ক্ষেত্রে এক অনন্য সংযোজন। তাহলে রোমিও র কথাই সত্য হলো, পৃথিবীর প্রতিটি গোলাপের সুবাসে মিশে আছে রোমিও অ্যান্ড জুলিয়েট ❤❤💔
সত্যি কান্না পেয়ে গেলো 😢মোন টা কেমন একটা খরাপ হয়ে গেল 🥺 খুব সুন্দর ❤
প্রেম মানে দুঃখের ভাগ টাই বেশি কিন্তু একটু সুখ সব দুঃখকে ভুলিয়ে দেয়।❤❤❤ সোমক দা রাজা আর আমাদের রানী র ভূমিকায় কাকে মানায় তা আর বলতে হবে না। Love you so much Ayantika ম্যাম
❤
উফফ মীর দা তোমার voice এ জাদু আছে ।।thank you thank you so much।।please এভাবেই থেকে যেও আমাদের সবার মাঝে।।তোমার কণ্ঠ নিয়ে।।তুমি চিরন্তন হয়ে থেকে যাবে।।। Fabulous.... background music জাস্ট কোনো কথা হবে না❤️❤️❤️
বসন্ত বাতাসে বাইরে কোকিল ডাকছে। ঘরের মধ্যে রোমিও জুলিয়েট শুনতে শুনতে ৪৫ বছরের মধ্যবয়সী আমি কিরকম প্রথম প্রেমের,নিষ্কলুষ প্রেমের অনুভূতি বুকের মধ্যে এখনও টের পাচ্ছি। সেই পবিত্র অনুভূতি এখনও আমার মধ্যে বেঁচে আছে!!!!! ধন্যবাদ গপ্পো মীরের ঠেক....তোমাদের উপস্থাপনায় মুগ্ধ❤️❤️❤️❤️❤️❤️❤️
Apnar ex er kotha vablen nki takei biye korte perechen
হৃদয় বিদারিত সংলাপ। অসাধারণ বর্ণনা। প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে গেলো। শিহরণ এবং অশ্রু ভরা চোখ দিয়ে বিদায় নিলো তারা।
দারুন হয়েছে মীর দা। Just অসাধারণ। ❤❤❤❤❤❤❤❤❤❤
আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে, দশকে, শতকে সবার হৃদয়ে ❤❤❤ just wow ❤️💔🥹
অবশ হয়ে বসে আছি চোখ থেকে জল ঝরে পড়ছে অনবরত, দেবদাস এর পর সবার সোমক দার সেই কন্ঠ মানে মানুষটা কি করছে ভগবান জানেন আর মীর স্যার কে নিয়ে কিছু বলার স্পর্ধা নেই আমার। অয়ন্তিকা দি তো পুরো ❤️❤️❤️❤️ দারুণ বললেও কম হবে নতুন করে ভালোবাসার অর্থ বুঝলাম নিজের ভালোবাসার মানুষটাকে নতুন করে অনেক বেশি ভালোবাসি এই উপলব্ধি হলো, আমরা একসঙ্গে থাকবো থাকবোই❤️
এই টা শুধুই গল্প আমি তা মানতে পারছি না...সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো।। "ভালোবাসা" কথা টা হয়তো ছোট কিন্তু গভীরতা অনেক💖গপ্পোমিরের ঠেক ধন্যবাদ এইরকম গল্প শোনানোর জন্যে ❤
গল্প শুনে গায়ে কাঁটা দিয়েছে শুধু।
Thanks @mir afsar ali
গল্প টিকে এতো সুন্দর ভাবে আমাদের কে শোনানোর জন্য।❤❤❤
William Shakespeare isn't a poet only😌✨️he is great inspiration and emotions for us❤️🌼
William shakespeare
গল্পটা শুনতে শুনতে চোখে জল এসে গেল । সত্যিকারে ভালোবাসা এরকমই পরিণতি হয়। ধন্যবাদ জানাই মীর,, দাকে। এত সুন্দর একটা গল্প শোনানোর জন্য।❤❤❤
বিশ্ব সাহিত্য ছুঁলো গপ্পো মীরের ঠেক। ভ্যালেন্টাইনস্ ডে স্পেশাল। সেরার সেরা।
❤️❤️
ভালোবাসার চেয়ে পবিত্র আর সত্যি কিছু নেই। অসাধারণ একটি গল্প আর তার থেকেও অসাধারণ উপস্থাপনা।
এভাবেই একদিন বিভূতিবাবুর লেখা ' পথের পাঁচালী ' শুনতে চাই 😊❤
একদম ঠিক কথা
Eto besi expectations rakha valo na 😅
Pather Panchali story sunte chai
🖤
❤ appu
মীরদা রবীন্দ্রনাথ ঠাকুরের "শেষের কবিতা " শুনতে চাই, please....
সাউন্ড ডিজাইন টা!!! ও ভাই!! অ'সাম লেভেল!! অপূর্ব।।। ❤❤❤
Background music ta kothay pabo please bolte parben ❤......🙏🏻
@@Dark_Man_ love story 1970 er theme
2মাস ধরে একটু একটু করে নিজের মনকে পাথর করছিলাম ,কিছু ভুল চিন্তা ভাবনাকে ভুলতে চাইছিলাম ,তোমার এই এক গল্পে সব কিছু কেমন ধুয়ে কিছু স্মৃতি সোনার মত উজ্জল হয়ে চোখের সামনে ভাসতে লাগলো।
অনিন্দ্য অপেক্ষার পর অনুপম সুন্দর প্রেমের গল্প। আহা! হৃদয়ে বসন্ত বিকালের তৃপ্তি মাখা এক বাতাস বয়ে চলেছে। 😇 এক বুক ভালোবাসা এবং সহস্র প্রণাম।🙏🏻🙏🏻
রোমিও জুলিয়েট এর প্রেম কাহিনীর কথাটা আমি ইন্টারমিডিয়েটে শুনি প্রথম,,,,, কখনো সোনার সৌভাগ্য হয়নি আমার,,,, অনেকদিন ধরে ইউটিউব এ ডাউনলোড করে রেখেছি, আজ শোনার সৌভাগ্য হলো ,,,, আজ বুঝলাম রোমিও জুলিয়েট লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে কেন গেঁথে আছে চিরজীবন ।
আমাদের ভালোবাসা জোনাকির মতো সারিয়ে তুলবে মৃত প্রেমের ক্ষত....❤❤❤
ঘৃনার মাটিতে যত আছে অভিসার আমাদের কবরে ফোটাবে গোলাপ......❤️❤️❤️🔥🔥🔥🔥
এটার reels চাই...... টীম গপ্পো মীরের ঠেক 🙏🙏🙏
Captain And The Entire Team , exam শেষ করে practical করতে বসে শুনলাম , খুব ভালো লেগেছে । সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলকে এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ।। অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤
এ এক অদ্ভুত আনন্দ দিল আমায়।
অস্থির বাস্তবতার ভিড় ঢেলে কোথায় হারিয়ে গেলাম ,,,, খুঁজে পেলাম প্রেম ❤
Romeo & Juliet এর গল্পটা যেন অনেক প্রেমিক আর প্রেমিকাকে dedicate করা।
captian মানে শুধু গল্পের বই পড়া বা গপ্প তুলে ধরা নয় ,তার সঙ্গে আরো ,100 শতাংশ এনারজি,❤❤❤, গল্পের উপস্থাপনা আলাদা ও অতুলনীয় তুলে ধরার টেকনিক্ ❤❤❤❤,Mir afsar ali sir 😊❤❤❤
Why this is so amazing 😭😭😭😭Mir Da.. Somak Da.. Ayantika Di... U all r so best ❤❤ কিছু বলার নেই।। প্রতিটা মুহুর্ত ফিল করতে পারছি অনেক ছোটো বেলায় পড়া এই গল্পের মর্ম আজ বুঝতে পারছি All thanks to Mir da... আর আজ থেকে আমার কাছে রোমিও একমাত্র সোমকদা ❤❤আর জুলিয়েট অয়ন্তিকাদি... এই উপলব্ধি থাকবে সারাজীবন ❤❤হাসি কান্না কষ্ট আবেগ ভালোলাগা সবশেষে ভালোবাসা... জীবনে প্রত্যেকে একবার না একবার প্রেমে পরে..ভালোবাসে.. তাই পৃথিবী এখনও এতো সুন্দর ❤❤বেঁচে থাকুক প্রতিটা ভালোবাসা ❤❤" আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে দশকে শতকে সবার হৃদয়ে"
প্রেমের সপ্তাহে William Shakespeare এর Romeo and Juliet বেশ সময়োপযোগী উপস্থাপনা। এরপর Macbeth আসার অপেক্ষায় থাকলাম।❤
hmm please Mackbeth
খুব ভালো লাগলো দেখে যে আপনার আমাদের গপ্পোটি ভালো লেগেছে। 😊শুনতে থেকো।
@@realmirBackground music ta upload korun please ❤❤❤❤ opekkhay thaklam please Mir da ❤
@@realmirMacbeth চাই 😊
@@realmirশেষ গানটি upload করবেন 1:23:51
সত্যি দশকে শতকে এই কাহিনী অমর ❤ গল্প টা শুনে চোখে জল এল । অনবদ্য উপস্থাপনা.. Thank You Goppomirerthek
অবশেষে অপেক্ষার অবসান গোলাপের সুবাসে করলো নিয়ন্ত্রন.. 🎉🎉 মীর আফসার আলী, তোমার এই অনবদ্য কন্ঠস্বর টা শুনলেই যেন মনে হয় সমস্ত যুদ্ধের সমাপ্তি গল্পের বিবরণ এই চমৎকার হল.. 😘 😘 এবার বহু আকাঙ্ক্ষার, রোমিও~জুলিয়েট মন দিয়ে শুনি.. 🙏❤️🙏🌹🌹🌹👏👏🌻✌️✌️
Tikh বলছেন
1:23:49 gan ta just goosebumps create korche😌 Ato valo ending je sunte sunte overwhelmed hoye gechi.. kadte kadteo last moment tay mukhe hasi ase gechilo atotai sundor.. sob rokom adjective kom pore jabe eta ke describe korte gele
Goppo mir er sathe 1st din theke achi kono din comment kora hoyni kintu aj ei golper ending ta baddho korlo seta korte.. thank you caption❤❤
Evabei goppo mir er thek onk onk onk successful hok❤❤
In the season of love, I was waiting for this kind of story from amazing voices like Somak, Ayantika, and Mir. ❤
কী অসম্ভব সুন্দর উপস্থাপনা
সব ঘটনা আগে থেকেই জানা থাকলেও, অনেক দিন বাদে কোনো উপস্থাপনা শুনে এভাবে কাঁদলাম 🖤
Golpor boi porar jonno time paowa jaina ... Mir dar golpo sunei golpor sob ojana theke jana hoye jai ..✨ .... Love you Mir da 💖🌹
এত্ত সুন্দর একটা প্রতিস্থাপনা!! এত সুন্দর নিখুঁত এক্সপ্রেশন দেওয়া!! এত্ত অপূর্ব আবহ সঙ্গীত ❤❤❤ গল্পটিকে জীবন্ত করে তুলেছে❤❤। মন ছুঁয়ে গেলো❤❤
The masterpiece by William Shakespeare. It makes me cry every time I read or hear
এতোদিন শুধু শুনেই এসেছি, অমর প্রেম কাহিনী রোমিও জুলিয়েট। আজ সম্পূর্ণ কাহিনী শুনে সত্যিই বাকরুদ্ধকর আমি!
অমর কাহিনী! ভালোবাসার মূর্ত প্রতীক এই কাহিনী 🤍
1hr 29 mint 22 sec er golpo ❤❤❤❤❤ dhonnobad captain 🎉🎉
❤️🤩
@@realmir dhonnobad captain ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️Mera to rat ban gaya❤️
I am so glad je ei Shakespearean drama gulo ei rokom bhabe interpret kore kora hoyeche. Hats off to Mir and his team. I also strongly believe je young generation jader boi porar patience nei tara enriched hobe by hearing this👏👏👏👏
আমাদের ভালোবাসা জোনাকির মতো সারিয়ে তুলবে মৃত প্রেমের ক্ষত....❤❤❤
ঘৃনার মাটিতে যত আছে অভিসার আমাদের কবরে ফোটাবে গোলাপ......❤️❤️❤️🔥🔥🔥🔥
❤️
@@realmirmir da ami Bangladesh theke. ekta real kahini bolte cai eta jibon moroner . plz reply
মহাভারত রামায়ণ ঠেকে শুনতে চাই..
Theker owner Hindu noy tai ota akana hobe na
@@RajBiswas-so7nu Chhebla marka kotha bolben na... Grantha dharma dekhe hoyna
Truely legend love story of William Shakespeare and beautiful presentation by Mir and his team....thank you so much ❤
Thank you debjani.. Glad you liked the story. 😊
@@realmirBackground music ta dedicated vabe upload korun please Mir da ❤
আমি জানি গল্প শুনছি তবুও আমার চোখ দিয়ে নাচাইতে ও জল চলে এলো 🙏🙏Mir da ধন্যবাদ 💐
অপেক্ষার অবসান আর মনের অগাধ শান্তির বাতাবরন নিয়ে আসে গপ্পো মীর । এভাবেই চলতে থাক আমাদের সাথে মীরদার ভালবাসার সম্পর্ক। ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ তোমাকে স্বরূপা। 😊 এভাবেই শুনতে থেকো।
Nice play by william shakespeare
Romance between two familie's
Shakes...যত নাড়াবে
Apeare. ..তত উপলব্দি করতে পারবে
Hamlet টাও শুনতে চাই🎉
❤❤দারুন উপস্হাপনা❤❤
Goppo Mir jug jug jio! ❤️❤️❤️ Aro Shakespeare sunte chai. Apurbo sundor hoyeche 😢😢😢
Shakespeare er Romeo & Juliet sobsomoy name ta sune gechi tatei mone hoto sob valobasa jonmo hoi ei duti choritrro theke ajke kahini sune sotti bujhlam j Kno sudhunatro valobasar khetre Romeo o Juliet name sobar mone ase sotti osadharon ... Abong golpo ato sundor upasthapona sotti khub valo laglo ❤
প্রেম এক প্রবিত্র আলোর মতো যা সব অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে ভালোবাসতে শেখাই। আমি ভাগ্যবান আজ এখানে উপস্থিত থাকতে পেরে। ধন্যবাদ। 💞😊
Classics খুব ভালবাসি।❤ ছোটবেলায় পড়াশুনোর চাপ এ পড়ে উঠতে পারিনি। আর আজ সংসার, চাকরি সব মিলিয়ে নাজেহাল। মীর দা ও তার Team কে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর ভাবে Classics শোনার সুযোগ করে দেবার জন্য ❤🙏🙏🙏
প্রেমের সপ্তাহে William Shakespeare Romeo Juliet golpo ta bas valo Mir da thank you tomar time ka❤❤❤❤❤❤❤
অসাধারণ কী অনবদ্য উপস্থাপনা ধন্যবাদ গপ্পো মীর এর ঠেক ❤🙏
Uff Feburary plus প্রেমের গল্প আর কি চাই..... ❤সঙ্গে আবার মীর স্যারের কণ্ঠস্বর 🎉
Tmk akta kotha bolbo 🙂
@@SandeepBera-zi8nm 🙄
Tmr bari kothay
@@sandeep7234 jani nah
Kno 🙂
"আমাদের ভালোবাসা জোনাকির মতো
সারিয়ে তুলবে মৃত প্রেমের ক্ষত
ঘৃণার মাটিতে যত আছে অভিসার
আমাদের কবরে ফোটাবে গোলাপ।"🦋❤️
আহারে আহা, রোমিও র ছদ্মবেশ নিয়ে জুলিয়েট এর সাথে রোমাঞ্চকর নিবিড় সাক্ষাৎ... অপূর্ব মোহময়.. 👌🔥👌🌹🌹🌹🎉🎉 আর গপ্পোর এই মুহূর্তের অনুরণন, এমন স্নিগ্ধ বর্ননা মীর আফসার আলী ছাড়া অসম্পূর্ণ.. 😘😘☺️😘😘💚💚🙏🌹🙏🌹🙏
❤
বাকরুদ্ধ, কিছু বলার ভাষা বা ইচ্ছে কোনোটারই যোগান পাচ্ছি না! হ্যাটস অফ টিম মীরভানা। মহারাজা মীর তোমারে সেলাম🙏
সব ভালোবাসার কি পরিণতি একই?😥
একজনকে যে খুব ভালোবেসে ফেলেছি... আমাদের ভালোবাসাও এমন গল্প হয়ে যাবে না তো !😭
অসংখ্য ধন্যবাদ এমন একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য । রীতিমত গল্পের শেষে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল .... 😩 গল্পের শেষ টা কি Romeo Juliet এর এমন পরিণতি খুব দরকার ছিল ? 😩। আশা রাখবো পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক।❤. ধন্যবাদ গপ্প মিরের ঠেক 🙏।
আর হ্যা আবহ সঙ্গীত টা জাস্ট হৃদয় ছুঁয়ে যাচ্ছিল ।
তোমাদের ভালোবাসা লেখা থাকবে সমস্ত গোলাপে... ❤❤❤।
❤❤❤ তোমাদের আশীর্বাদে যেন তাই হয় ...
❤
Eto sunechhi sei famous love story er somporke Romeo and Juliet er but kokhono sujog hoye utheni sei golpo ta porar ba movie dekhar tobe aj ey sujog kore deoyar jonno goppomir ke dhonnobad ek oshadharon story present korar jonno
1:23:49 আমাদের ভালবাসা জোনাকির মতো.......
সারা জীবন রোমিও জুলিয়েট শুধুমাত্র নাম শুনেছি আজকের পুরো গল্পটাই শুনলাম। সত্যিই অপূর্ব বলে বোঝানো যাবে না। মীর দা কে বলবো আবার এরকম একটা ভালো গল্প আমাদের শ্রোতা বন্ধুদের শোনাতে❤❤❤
❤ A very big round of applause to গপ্পো মীরের ঠেক and Sunday suspense. GMT এর Romeo and Juliet এবং Sunday Suspense এ মনোজ সেনের মায়া কানন। আশা করি দুটো গল্পই অসাধারণ হবে।Thanks to মীর দা and Team. Miss You all in Sunday suspense episodes. Anyways, Keep it up 👍
এর থেকে ভালো শব্দ রূপ হয়তো হবে না। বেশ আবেগপ্রণ, গায়ে কাঁটা দিলো। অনেক ধন্যবাদ মীর দা আর টিম কে ❤
Ab ki baar 1 million paar 😅 (অসাধারণ গল্প, অসাধারণ উপস্থাপনা... দারুণ হচ্ছে... এগুলো নিয়ে আর নতুন করে কিই বা লিখব 😅 ) ভালোবাসা নেবেন মীর sir & team ❤❤❤
এই আচোদা হিন্দি না বললেই নয়
Eternal love story of Romeo Juliet ❤❤
সোমকদা আর অয়ন্তিকাদি আবারও মুগ্ধ করল 😍😍
স্যার, বাংলাদেশ থেকে অপেক্ষায় ছিলাম এই ঐতিহাসিক নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট শোনার জন্য।
❤❤❤❤❤❤❤❤ গল্প টা একজনের কথা মনে করে শুনলাম মনটা পুরো ভালো হয়ে গেলো
এর থেকে আমাদের বাংলার পরিণীতা গল্পটি অনেক অনেক অনেক বেশি রোমাঞ্চকর আর শ্রেষ্ঠ
Obosoi ❤
সত্যিই অসাধারণ সুন্দর এই প্রেম কাহিনী !!❤রোমিও & জুলিয়েট❤
সত্যিকারের ভালোবাসা এরমই হওয়া উচিত ,যেখানে একজন আর একজনের পাশে থাকবে সুখ-দুঃখ সব সময়, যতো কঠিন পরিস্থিতি আসুক ছেড়ে যাবে না !!
কিন্তু বর্তমান সমাজে ভালোবাসায় তো শুধুই বিচ্ছেদ !!
সত্যিকারের ভালোবাসা গুলো এখন যেন কোথায় হারিয়ে গেছে !!
Captain.. February er agee 1M complete hoyejabe😎
Bomkesh chai Bomkesh🎙️
❤
Ha😢
Really William Shakespeare r Romeo & Juliet 🫶🏻💗 Such a amazing Masterpiece ✨🩵
তারানাথ তান্ত্রিক চাও কে কে? ❤
Taranath chai
সত্যিই বাংলা ও বিশ্ব সাহিত্যের এমন কিছু গলপ আছে যা আমরা কখনও বই এ পরতে পারতাম না কিন্তু এই G oppo mir ar the thek এবং Sunday suspens এর দৌলতে বাংলা শ্রোতা ও পাঠক উভয়ের গপপ শোনার আগ্রহ ও জ্ঞানের বিকাশ ঘটছে। ❤❤
দেয়ার জুলিয়েট❤... আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লিখা থাকবে দশকে শতকে.....❤️❤️❤️❤️
অনেক দিন পর এরম আকুল ভাবে কাঁদলাম...সত্যি এরম অনবদ্য উপস্থাপন... এর প্রভাব অনেক দিন থাকবে...শ্রদ্ধা রইলো মির দার জন্য🙏🏻❤️🌸
Background music ta sotti osadharon, ar golpo uposthapona asamanno,🍒♥️
এতদিন শুধু রোমিও জুলিয়েট এর নাম জানলেও কাহিনীটি এই প্রথম শুনলাম।
মীর দা, আপনাকে অশেষ ধন্যবাদ।
Romeo,juliete এর গল্প সঠিক সময়ে, awesome ❤❤❤❤
🤩❤️
এই গল্পটা শুনে আর কিছু বলার নেই। মীর দা তুমি এত সুন্দর গল্পটা কে বললে, একটা কথা বলার আছে যারা এই গল্পটা শুনছে তারা হয়তো নিজের নিজের ভালোবাসা জগতে ফিরে গেছেয় ওর মধ্যে আমিও আমি আমার ভালোবাসা স্মৃতিতে ফিরে গেছি ভালোবাসাটা এত সুন্দর যা বলেও বুঝানো যায় না। মিহির দা এত সুন্দর গল্পটা শোনানোর জন্য ধন্যবাদ ❤❤❤
আমাদের ভালোবাসা জোনাকির মতো
গানটা আলাদা করে রিজিল করুন মীরদা 🥺🥺🥺 .!
অনেক বেশি সুন্দর লাগছে 🪄🖤🌼
A captain always be a captain (salute you mir da)
অসাধারন উপস্থাপনা, গল্পো মিরের ঠেক এর সবাই কে অসংখ্য ধন্যবাদ। Mir sir, Somak sir, Ayantika mam তোমাদের গলায় সত্যি বাগদেবীর আশীর্বাদ আছে। Love you all❤❤❤
রোমিও জুলিয়েট! এক চিরন্তন অশ্রুসিক্ত প্রেম কাহিনী! ❤❤
Love the drama..... Would love to listen to other dramas of William Shakespeare like Macbeth, Othello,Taming of the shrew, As you like it etc.
❤❤❤উফ্ অসাধারণ একটা কাহিনী। অয়ন্তিকা দি এবং সোমক দা অসাধারণ তোমাদের কন্ঠ এবং এবং অভিনয়ের দক্ষতা। আর মীর দার কন্ঠে গল্পঃ পাঠ এ এক ইতিহাস তৈরী করল আমার মনে। অনবদ্য বললেও কম বলা হবে ❤এই প্রকল্পের জন্য কুর্নিশ জানাই # গপ্পো মীরের ঠেককে।🙏
একদিন শরৎ চন্দ্রের লেখা দেবদাস টা শুনতে চাই মিরদার কণ্ঠে 😇❤
দেবদাস তো হয়ে গিয়েছে কিছুদিন আগেই। মিরদার চ্যানেলে সার্চ করুন, পেয়ে যাবেন।
Devdash to mir da korsei. Ager golpo gulo check korun
Devdas agai koreche mam dekhun
ছোট থেকে রোমিও জুলিয়েট নাম টাই শুনেছি কিন্তু গল্পঃ টা না। Thanks মির দা এত সুন্দর গল্পটা এতটা বাস্তব তোমার কণ্ঠতেই সম্ভব❤ চোখ এ জল ধরে রাখতে পারলাম না দাদা😢😢😢 এটাই হয়তো নিয়তি😢😢😢
কাজের সময় শুনি,❤❤❤ সব ক্লান্তি মিটিয়ে দেয়।।
রোমিও জুলিয়েট (William Shakespeare) নাম ছোট থেকে শুনে আসছি। কিন্তু কখনো পড়া হয়নি। অজানা ছিলো তাদের ভালোবাসার গল্প। "গপ্প মীরের ঠেক" এর কল্যাণে আজ ভেরনা (ইতালি) শহরের দুই পরিবারের দ্বন্দ্ব আর দুজনের ভালবাসার এই গল্প শোনা। অসাধারণ উপস্থাপনার জন্য ধন্যবাদ Mir Afsar Ali ...