#GoppoMirerThek

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2023
  • Mirvana presents
    Goppo Mir er Thek 30- ‘Srikanta O Rajlakshmi’ (Part 2) based on Sarat Chandra Chattopadhyay’s novel ‘Srikanta’
    Directed by Mir Afsar Ali
    Content Consultant & Adaptation: Word Doc
    Music Direction & Sound Design: Pradyut Chatterjea
    Project Mentor: Anindita Chatterjee
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & Roshni Saha
    Poster Design & Motion: Join The Dots
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Musicians
    Vocals: Roshni Saha
    Sarangi: Sudhendu Haldar
    Tabla: Kaushik Sen
    Flute: Soumyajyoti Ghosh
    Sitar: Saurav Ganguly
    Starring
    Rajlakshmi/Piyari - Ananya Chatterjee
    Prabin Hindustani - Santilal Mukherjee
    Indranath - Kanchan Mullick
    Sadhuji - Debapratim Dasgupta
    Kumar - Anujoy Chattopadhyay
    Suraju & Purushottam - Rounak Chakroborty
    Ratan - Krishna Banerjee
    Rajbhrityo & Jubak - Diganta Samana
    Bonku - Samapan Misra
    Rambabur Stree - Papiya Rai Chakraborty
    Chorus - Diganta Samana, Krishna Banerjee, Samapan Misra, Rounak Chakroborty, Papiya Rai Chakraborty, Krishnendu Bhattacharjee & Ritabrata Pal
    Rambabu & Srikanto - Mir Afsar Ali
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @ritiadhikary7898
    @ritiadhikary7898 Год назад +234

    " বড়ো প্রেম শুধু কাছেই টানে না ,
    দূরেও ঠেলে দিতে পারে "
    কথাটা শুধু গল্পেই নয় বাস্তবেও সম্ভব ♥️

    • @ajobkahani8048
      @ajobkahani8048 Год назад +5

      Sarat Chandra ja likheychey sob bastob shomboto

    • @GOD_100K
      @GOD_100K 7 месяцев назад +2

      ❤❤ গল্প টা শুনে মনটা ভরে গেল। সত্যিকারের ভালোবাসা ঠিক এইরকম হয়🥺😭😭😭

  • @differentthoughts7538
    @differentthoughts7538 Год назад +49

    যে গোপনেই এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম,
    কিন্তু এই নির্জন নিশীথে। সে যে তার কতখানি আমার কাছে ফেলে রেখে গেল, তার কিছুই সে জানতে পারলো না।❤ সত্যি দারুন 😘✌️

  • @tuhindas3258
    @tuhindas3258 Год назад +84

    "সুবর্নলতা" হোক বা "রাজলক্ষ্মী" অনন্যা দি তুমি সেরা... মুগ্ধ হয়ে পরপর দুটো পর্ব শুনলাম...😍
    "শ্রীকান্ত" উপন্যাসে রাজলক্ষ্মীর গল্প আরও বাকি আছে, পরে আবার কোনো পর্বে নিশ্চয়ই মীর দা - অনন্যা দি গলায় শুনতে এর পরবর্তী অংশ শুনতে পারবো...🥰

  • @rudrochakrabarty5568
    @rudrochakrabarty5568 Год назад +168

    গল্পটা শুনার সময় কেমন যেনো একটা ঘোরের মধ্যে থাকি।।ধন্যবাদ মীর দা।খোদ শরৎ বাবু যদি বেচেঁ থাকতেন আর এই অসাধারন পরিবেশন শুনতেন তাহলে সে নিজেও বিমোহিত হতেন।

  • @user-ry9xb2ki5h
    @user-ry9xb2ki5h Год назад +40

    কমেন্ট বক্স দেখে মনে হচ্ছে সব ভালোবাসার মানুষ উপস্থিত হয়েছে , সবারই পছন্দের শ্রীকান্ত , এখানে সমস্ত বাংলা সাহিত্যের প্রেমিক গুলো উপস্তিত হয়েছে , বেচে থাকুক বাংলা সাহিত্য চিরকালের জন্য

  • @Kamaldas26765
    @Kamaldas26765 Год назад +148

    "যে দুঃখটা তুমি আমাকে দিলে
    এত দুঃখ ভূ-ভারতে কেউ কখনও কাউকে দেয়নি, দেবেও না.." ❤❤❤লাইনটা just মন ছুঁয়ে গেলো 😊

  • @Kamaldas26765
    @Kamaldas26765 Год назад +83

    ❤❤❤ "শ্রীকান্ত"পরিবর্তি পর্বগুলো শোনার অপেক্ষায় থাকলাম 😊😊❤

    • @memesforlegends9623
      @memesforlegends9623 8 месяцев назад +1

      এইরকম কিছু প্রেমের উপন্যাস এর নাম বলতে পারেন যেগুলো মির ভয়েস দিয়েছে।

  • @sureshpramanik9241
    @sureshpramanik9241 Год назад +19

    আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই আসিয়া ছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না।
    ...🖤🥀🖤

  • @user-ye6ir5vu4p
    @user-ye6ir5vu4p Год назад +32

    মীর দা তো অনবদ্য কিন্তু রাজলক্ষ্মীর চরিত্রের যে উপস্থাপনা আজ শুনলাম মনে হল চোখের সামনে দেখতে পাচ্ছি, অসাধারণ ❤❤❤

  • @swan752
    @swan752 Год назад +61

    গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ - BGM 🎵❤
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏
    মীর দা, অসংখ্য ধন্যবাদ।
    উপন্যাস টা আবার পড়ার তীব্র ইচ্ছা জাগিয়ে দিলে🙏
    অনন্যা দি, অসাধারণ আবেগ দিয়ে 'রাজলক্ষ্মী' চরিত্রটিকে ফুটিয়ে তুলেছ।
    🙏💚

  • @sumitcoomar4371
    @sumitcoomar4371 Год назад +124

    প্রথম পর্ব শোনার পর সাতদিন ধরে অপেক্ষা করাটা সাত-সাতটা যুগের সমান বলে মনে হচ্ছিল।😊😊😊

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +25

    কি অসাধারণ জ্বরের কষ্টে, শ্রীকান্তর গভীর বেদনায় পিয়ারীকে আমন্ত্রণ জানানোর আকুতি....!! গল্পের বিরল উপস্থাপনা মীর আফসার আলী তোমার... ততোধিকই লক্ষীর আকুল উৎকন্ঠতা.. 😮🎉😮 যেমন দুর্ধর্ষ 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায়🙏 এর লেখা,,, তেমনই মীর এর পাঠ্য বিন্যাস.. awesome 👍 🙏🎉🙏👍🌻🌹🌻👏👏

  • @nooralamvandaryi1122
    @nooralamvandaryi1122 Год назад +177

    যতই শুনি, কিছুতেই মন ভরেনা, শ্রীকান্ত সম্পূর্ণ সিরিজ চাই

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Год назад +103

    প্রেমে পড়েছি ,"অনন্যা চ্যাটার্জি" মুখশ্রী দেখে নয় , বচনভঙ্গি স্পষ্টতা শুনে, যা আমার মনের এক গহীন অরণ্যে, সুবৃহৎ দাগ রেখে গেছে।।🍃☘️🌿

    • @pritamdas2912
      @pritamdas2912 Год назад +4

      Uni , subornolota o korechilen, seta o dekhe nio, osadharon lgbe

    • @user-nu2wi4xm6t
      @user-nu2wi4xm6t Год назад +3

      সুবর্ণলতা দেখলেই‌ বোঝা যায়,তার দক্ষতা কতটা?আবহমান,ল্যাপটপ তার ই উদাহরণ মাত্র ।শিল্পীর সম্মান শুধুই তার শিল্পে ,আর শিল্পীর শেষ থাকলেও শিল্পের শেষ নেই।আর অনন্যা দি সেই শিল্পী ।।আর একজন আছেন অপরাজিতা আড্য।

    • @ashokkarmakar1229
      @ashokkarmakar1229 Год назад +3

      Ei osadharon ovinetri ke bengal film industry thik babohar e korlo na

    • @masterda6902
      @masterda6902 11 месяцев назад +1

      আবহমান মুভি দেখবেন।

  • @aninditabiswas1744
    @aninditabiswas1744 Год назад +10

    ধন্য শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
    ধন্য মীর দা এবং অনন্যা দি
    "বড়ো প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে ফেলে"
    এই লেখনীর যথোপযুক্ত পঠন শুধু তোমার পক্ষেই সম্ভব
    কি অসাধারন লাগলো! সেই কবে পড়েছিলাম আবার আজ শুনলাম...
    দুটো অনুভূতি ই একই

  • @swajalgiri255
    @swajalgiri255 Год назад +14

    "বড়ো প্রেম শুধু কাছেই টানে না,
    দূরেও ঠেলে দিতে পারে"
    কথাটি বাস্তবেও সম্ভব 🙂🖤

  • @nirmalroy3663
    @nirmalroy3663 Год назад +31

    গল্পের দুটি অংশই মন ছুয়ে যাওয়ার মত❤। শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ ও শ্রীকান্ত ও রাজলক্ষী😊

  • @kiranmalik7809
    @kiranmalik7809 Год назад +13

    "বড়ো প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে ফেলে.......
    ছোট খাটো প্রেমের স্বাদ্ধিও ছিল না এই সুখ, ঐশর্যপূর্ণ , স্নেহস্বর্গ থেকে মঙ্গলের জন্য,কল্যাণের জন্য আমাকে আজ এক পাও নাড়াতে পারে "
    মুহূর্তে মাত্র ছুঁয়ে গেল ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢

  • @user-de9rj9pw3l
    @user-de9rj9pw3l Год назад +7

    ধন্য ধন্য ধন্য। 🙆🙆🙆🙆
    ধন্য রাজলক্ষ্মী(অন্যন্যা ম্যাম) ও শ্রীকান্ত(মীর দা)। মুগ্ধ হই বার বার।
    যেমন অন্তর ছুঁয়ে যায় এই গল্প, তেমনি দরদী এর গল্প পাঠ।
    সাধু সাধু । বিভোর হয়ে গেছি শুনতে শুনতে। আমি কৃতজ্ঞ মীরদা'র কাছে, এমন কালজয়ী উপন্যাস আমাদের উপহার দেওয়ার জন্য। 🙇🙇🙇🙇

  • @swarnalikar6671
    @swarnalikar6671 Год назад +17

    অবশেষে ...
    কিছু উপন্যাসের বৈশিষ্ট্যই হল আমাদের মন উথাল পাথাল হবে, প্রচুর প্রশ্নের উদয় হবে...আর একটা আবেশ💜
    একবার পড়ে বা শুনে কোনও সমাধান হবে না, এক একবার এক এক দৃষ্টিকোণ প্রাধান্য পাবে আমাদের কাছে।
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' সেই রকম একটি সফর🙏🙏
    মীর দা আর সমগ্র টিমকে ধন্যবাদ।
    আর অনন্যা দি,তোমার কথা কি আর বলব,? অসাধারণ👌🏻👏

  • @rajibrudrapaul4259
    @rajibrudrapaul4259 Год назад +25

    অসাধারণ! অসাধারণ! সম্পূর্ন ৪খন্ডই এইভাবে চাই মিরদা আপনার কণ্ঠে।

  • @BiswaBanglaSuspense553
    @BiswaBanglaSuspense553 Год назад +6

    অন্যতম সেরা পরিবেশনা মীরদা. তুমি আর গৌরবদা আমার ইনস্পিরেশন. তোমাদের দেখেই আমি আমার নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি. আশীর্বাদ করো যেন তোমাদের মতোই সফল হতে পারি.

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Год назад +27

    মুগ্ধতা আর ভালোবাসার মিশেলে পরিপূর্ণ..যেমনি অনবদ্য সৃষ্টি তেমনই অনবদ্য অভিনয় শৈলী..প্রত্যেক শিল্পীকে আমার অন্তর থেকে অভিনন্দন আর ধন্য বাদ..সবাই খুব ভালো থাকবেন❤❤❤❤❤

  • @avijitsengupta1999
    @avijitsengupta1999 Год назад +10

    NO PIRACY PLEASE. THIS DESTROYS MOTIVATION OF OUR BELOVED ARTISTS TO PRESENT THEIR BEST PERFORMANCES IN SUCH INIMITABLE FASHION.

  • @bhagyashill3054
    @bhagyashill3054 Год назад +32

    সুবৰ্নলতা হোক কিংবা রাজলক্ষী.. অনন্যা চ্যাটাৰ্জী সৰ্বদাই অনবদ্য💓

    • @laralotus932
      @laralotus932 Год назад

      Rajlokkhi er ei voiceover onobodyo?!! Really!? 🙄 she sounds like a grand ma!

    • @britiroy9758
      @britiroy9758 10 месяцев назад +1

      @@laralotus932 uponyas'e rajlokkhi character ta ei accent (gramer olpo sikkhito mohila jemon bhabe kotha bole) ei kotha bole.

  • @uttarinbag2838
    @uttarinbag2838 Год назад +10

    মীরদা আমি আপনার খুব বড় fan, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এত সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার জন্য। আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আপনি যদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "বিপ্রদাস" উপন্যাসটি উপস্থাপন করেন তাহলে খুব খুশি হতাম 🙏🙏

  • @INDU106
    @INDU106 Год назад +16

    অপূর্ব । চোখে জল এসে যায় । অনন্যা চ্যাটার্জি অনবদ্য । খুব ভালো লাগল দুটি পর্ব ।

  • @ishitaduttachoudhury
    @ishitaduttachoudhury Год назад +27

    It’s very tough to decide but in my opinion this is the best performance of Mir. We all love all the characters played by him. But I feel that there is an out of the world aspect and indifference inherent to his voice and reading that best matches Shrikanto. I had a goose bump moment hearing this episode!! Love you Mir❤

  • @arpitasanyal6681
    @arpitasanyal6681 Год назад +5

    Golpo ta poreo eto ta feel korini joto ta sune korlam❤ sotti ekhanei golpo bolar sharthokota apnar Mir da. Joto suni toto mugdho hoi

  • @pronaymondal3159
    @pronaymondal3159 Год назад +18

    দারুন মীর দা এভাবেই তুমি বাংলা সাহিত্যকে উপস্থাপনা করো, তোমার কন্ঠে দৃড়তা এবং স্পষ্টতা আমাদের মনের মনিকোঠায় থেকে যাবে আজীবন

  • @mainakpalmal38
    @mainakpalmal38 Год назад +18

    যেমন সুন্দর সৃষ্টি,তেমনি সুন্দর উপস্থাপনা। চোখের সামনে দেখতে পাচ্ছিলাম চরিত্র গুলোকে।প্রাণ জুড়িয়ে গেলো শুনে।

  • @avijitsengupta1999
    @avijitsengupta1999 Год назад +12

    অসাধারণ শুনছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের যথোপযুক্ত পঠন। ভবিষ্যতেও এ ধরণের গল্প শোনার প্রতীক্ষায় থাকব। সবার কল্যাণ হোক।

  • @jr-pd7kt
    @jr-pd7kt Год назад +20

    My gratitude to Mir Afsar Ali, I'm not Bengali but I know the language. Thanks Mir for introducing me to such legendary literature. I am all aware of Bengali literature but such rich presentation. Just wow. Again I congratulate each and every artist, specially Rajlakshmi.... The depth.. keep it up

  • @smssccrack....
    @smssccrack.... 11 месяцев назад +5

    "যে গোপনে এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম ।" অসাধারণ লাইন। এভাবেই অজানা ভালোবাসা বেচেঁ থাকুক । অনবদ্য ।চোখে জল চলে এল❤️🥺

  • @arghya3005
    @arghya3005 Год назад +19

    ছোটবেলায় পড়া শ্রীকান্ত আবার যে আমাদের জীবনে এভাবে তুমি ফিরিয়ে আনবে ভাবতেই পারি নি।
    সত্যিই আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। ❤❤
    আপনি আমাদের ক্যাপ্টেন ছিলেন,আছেন,থাকবেন।🎉🎉

  • @nandinisuprabha7692
    @nandinisuprabha7692 Год назад +7

    "বড় প্রেম শুধু কাছেই টানে না,দূরেও ঠেলে ফেলে" সেই কোন ছোট বেলায় পড়েছিলাম। তখন ভাবতাম ওমা এ আবার কেমন কথা! প্রেম থাকলে দূরে ঠেলে দেবে কেন?' এখন বড় হওয়ার সাথে সাথে বুঝেছি এর মতো সত্যি কথা বোধহয় আর হয়না। অনেক অনেক ধন্যবাদ মীরদা,এই গল্পটির জন্য।

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +5

    বাহ্,, আজ বঙ্কু অর্থাৎ সমাপন মিশ্রর চরিত্রটা বীভৎস উজ্জ্বল ভাবে উজাড় করে দিয়েছে.. mirafsarali,, তোমার চরিত্র চয়ন অভিনব.. 💞🙏👌🙏👌🙏💞..!! রতন আর বঙ্কুর চরিত্রে কি একজনই..!?? যাই হোক, পরে জেনে নেবো.... গল্পের উপসংহারটা পরম মধুময় মুগ্ধতায় ভরা বিরহ.. ~~~~~ 🌹 🌹 🌹🙏🌻🙏🌻🙏🌻

  • @AmiAgantuk4211
    @AmiAgantuk4211 Год назад +5

    কতটা সাবলীল ভাবে একজন এমন একটি অমর সৃষ্টি পাঠ করতে পারে।❤❤❤। মনে হচ্ছে কোনো একটা ফেলে আসা বিকেল বেলা। যেদিন পাশাপাশি বসে ছিলাম আমি আর সে। সূর্য ডুবতে ডুবতে দিগন্ত রেখায় মিলিয়ে গেল। আমি আর সে হারিয়ে গেলাম।

  • @rashedahmad6702
    @rashedahmad6702 Год назад +10

    বেদনার আলাপগুলোতে বাঁশির সুর যখন বেজে ওঠে, তখন কোথায় যে হারিয়ে যাই, নিজেও জানি না। ধন্যবাদ গপ্পো মীরকে।

  • @tinkudutta8413
    @tinkudutta8413 Год назад +7

    আপনি যে কি উপহার দিয়েছেন, আপনি নিজেও জানেন না।আমি সমস্ত বাংগালীর পহ্ম থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই আমি আজ বাংলা সাহিত্যকে জানতে পেরেছি ভালো বাসতে পেরেছি।প্রার্থনা করি খুব খুব ভালো থাকুন আপনি,স্যার 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @furniturebazaar726
    @furniturebazaar726 Год назад +5

    আমি জানি মিরদা তুমি এই কমেন্ট টা পড়বে না .....তবুও বলি এর পরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর কালের মন্দিরা ও গৌড় মাল্লার গল্পঃ দুটো যদি এই চ্যানেলে পাই খুব খুব কৃতজ্ঞ থাকব আর ধন্যবাদ শ্রীকান্ত গল্পটা কি আমাদের দেওয়ার জন্য❤❤❤❤

  • @payelroy9964
    @payelroy9964 Год назад +8

    গল্পের একটা প্রধান অংশ ই তো বাদ চলে গেছে,যে, রাজলক্ষ্মী কি করে পিয়ারীবাই হয়ে ওঠে ছিলো।

  • @trendingreelsy
    @trendingreelsy Год назад +10

    Mir Da, your voice is nothing short of pure magic! It weaves a spell that transports us to the enchanting world of Bengali stories and novels.
    "Thank you" seems like an inadequate expression for the immense gratitude I feel. Still, I can't help but say it from the depths of my heart.
    You are the reason we get to savor the richness of our Bengali literary heritage, and I'm forever grateful for the incredible initiatives you've brought to us.
    Through your talent and dedication, the treasure trove of Bengali Sahitya thrives and remains alive in our hearts.
    It's as if God himself blessed you with this extraordinary gift. Your voice has the power to touch our souls,
    and for that, I'll forever be in awe. Keep enchanting us with your wondrous tales, Mir Da. You truly are a gift to all of us who cherish the beauty of Bengali literature.

  • @subhajitbiswas466
    @subhajitbiswas466 Год назад +7

    অতুলনীয় পরিবেশন। সমগ্র ইউটিউব জুড়ে এর থেকে ভালো উপস্থাপন বা এই চ্যানেলের ধারের কাছে কোনো চ্যানেল টান খাই না। মির'দার কাস্টিং বরাবরই ❤❤❤

  • @surupachakraborty7037
    @surupachakraborty7037 Год назад +9

    অসম্ভব সুন্দর গল্প/ উপন্যাস ও কথা শিল্পীদের নির্বাচন হচ্ছে "গপ্পো মীরের ঠেকে"। এতো গুণী শিল্পীদের দিয়ে এতো সুন্দর উপস্থাপনা করার জন্য অজস্র ধন্যবাদ, স্যার। ❤️❤️🙏🏻

  • @joeetasengupta7989
    @joeetasengupta7989 Год назад +13

    একটি আবেশময় সফর শেষ করলাম!❤️❤️ কুর্ণিস, গপ্পমীরের ঠেক!! 🙏🙏

  • @AMIRSK700
    @AMIRSK700 Год назад +6

    এই গল্পটা এতটাই ইমোশনাল যে আমার পুরাতন দিনের কথা খুব মনে পড়ে গেলো
    অসাধারণ গল্প
    পিয়ারী দি আপনাকে অনেক ধন্যবাদ
    আপনার স্ক্রিপ্টটা অসাধারণ হয়েছে

  • @j.s.g3526
    @j.s.g3526 Год назад +5

    যিনি music করেছেন উফফ। সত্যিই একটা ক্লাসিক। এই কাজ চিরদিন রয়ে যাবে

  • @saniajmollick6570
    @saniajmollick6570 Год назад +6

    লক্ষী ও শ্রীকান্তের একসাথে জীবনযাপন টাই কাম্য মনে হচ্ছিল... কষ্ট হলো গল্পের শেষটা শুনে

  • @miraseal6941
    @miraseal6941 Год назад +8

    স্যার পড়া গল্পো কিন্তু আপনার গলায় শুনে ভীষন মুগ্ধ হয়েছি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে নমস্কার নেবেন ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @MdMubarak-wd2mv
    @MdMubarak-wd2mv Год назад +5

    আসা রাখছি পুর উপনাশ সুন্তে পাব ।
    অনেক দিন আগে পড়েছিলাম পরে যতটা ভালো লেগে ছিলো শুনেও ততটা ভালো লাগছে । আমার তো আরো একটা উপন্যাস মনে পরে যাচ্ছে ' চরিত্রহিন ' আপনার গলার আওয়াজে এই উপন্যাস তা সোনার আশা রাখছি ।। মির দা

  • @sujatamukherjee3902
    @sujatamukherjee3902 Год назад +6

    মীর আপনাকে কী বলে যে প্রশংসা করবো বুঝে উঠতে পারিনা ۔শরত বাবু যা লিখে গেছেন বা যা বলতে চেয়েছেন তা যেন ছবির মতো ভেসে উঠলো সব ۔মন আপ্লুত আর চোখে জল !!👌👌👏👏

  • @ayanbiswas54321
    @ayanbiswas54321 7 месяцев назад +2

    "যে গোপনে এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম , কিন্তু এই নির্জন নিশীথে সে যে তার কতখানি আমার কাছে ফেলে রেখে গেল তার সে কিছুই জানতে পারলো না" অসাধারণ লাইন❤❤❤❤

  • @moumitagorai7819
    @moumitagorai7819 7 месяцев назад +2

    আমার বর বই পড়ার সময় পায় না। কিন্তু এই গল্প পাঠ সে শোনে। আমিও শুনি। ধন্যবাদ 🙏 মীর দা ও টিমকে।

  • @asifadnan8636
    @asifadnan8636 Год назад +10

    অসাধারণ হয়েছে। শ্রীকান্ত পুরো সিরিজ চাই।❤❤😊

  • @aranyasmahapatra46
    @aranyasmahapatra46 Год назад +3

    Surute je line ta ufff pran chuye gelo😌😌… ai line ta amr boraborei osomvob valo lage mir dar konthe sune abr monta vore gelo❤❤

  • @jhilikkarmakar2373
    @jhilikkarmakar2373 Год назад +3

    Ki kore eto sundor narration koro mir da...ar samapan bhai darun voice ...ebong rajlaxmi o sera

  • @debrajbose6387
    @debrajbose6387 Год назад +9

    Srikanto and lokhi, uff two most lively, romantic , simple, straightest character by my choice. Hats off for making them live. Better than first part. Looking forward for the next.

  • @khairunnahar7871
    @khairunnahar7871 Год назад +3

    কেন জানি না মীর দা তোমার গলা শুনলে চোখে পানি চলে আসে।এত মায়া কেন তোমার বলার ভংগী।

  • @sadiadisha8242
    @sadiadisha8242 Год назад +13

    মন ছুঁয়ে গেল। কি অসাধারণ একটা কাহিনী আর কি দারুন তার উপস্থাপনা

  • @supriyomondal491
    @supriyomondal491 Год назад +2

    উফফফফ!!!! শেষ মুহূর্তে এত সুন্দর ভাবে সাউন্ড টা সাজিয়েছেন আপনি, গায়ে কাঁটা দিল❤❤❤❤❤❤❤❤

  • @SUKHDEBADHIKARI
    @SUKHDEBADHIKARI Год назад +4

    শ্রীকান্ত যদিও সাতবার পড়েছি তবুও আপনার উপস্থাপন শুনে আরো দশবার পড়তে ইচ্ছে হচ্ছে

  • @deepteshghosh2971
    @deepteshghosh2971 Год назад +5

    "বড়ো প্রেম শুধু কাছেই টানেনা , দূরেও ঠেলে ফেলে...."

  • @pubgdarkfire4179
    @pubgdarkfire4179 Год назад +9

    একটা সপ্তাহ অপেক্ষা করেছি গল্পটার জন্য thanks

  • @rajubera7355
    @rajubera7355 Год назад +6

    এই গল্পটা শুনে চোখে জল এসে গেল ।ধন্যবাদ শরৎচন্দ্র বাবু এই গল্প লেখার জন্য

  • @ashishchakrabortyvinesacv6317
    @ashishchakrabortyvinesacv6317 Год назад +7

    Next story - "বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়ের সুন্দরবনে ৭ বছর " please🙏🙏🙏

  • @SumanBarikk
    @SumanBarikk Год назад +4

    মনের আনন্দ, কানের আরাম 😌😌☺️

  • @tahirjamia
    @tahirjamia Год назад +6

    ওহ! অসাধারণ পরিবেশন। আমাদের দাবি পুরো উপন্যাসটা এই ভাবে শোনানো হোক।আমার মনে হয় না কেও আপত্তি করবে।শ্রীকান্ত উপন্যাস এর থেকে ভালো পরিবেশন হয় না।লাস্ট প্যারাগ্রাফটা মীরদার মুখে এইভাবে শুনতে চাই।
    2 মিনিট ম্যাগীর মত ইনস্টাগ্রাম আর ফেসবুকের ইনস্ট্যান্ট প্রেমিক প্রেমিকারা এই উপন্যাসের মজা বুঝতে পারবে না।

  • @souvikbasak810
    @souvikbasak810 11 месяцев назад +1

    অসাধারন মীরদা, just অসাধারন,, প্রেমের এক মলিন গল্পঃ শুনে আবার শরৎ বাবুর অভূতপূর্ব লেখনী প্রাণ ছুয়ে গেছে...
    পরবর্তী গল্পগুলোর অপেক্ষায় রইলাম...

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +1

    কলেজ জীবনে পড়া এক অপূর্ব প্রেমের কাহিনী! মির এঁর কণ্ঠে নতুন করে শ্রীকান্তকে অনুভব করলাম, বুঝলাম। ওনার ধীরে ধীরে পাঠ প্রত্যেকটা শব্দকে অনুধাবন করা, শ্রোতাকে এক স্বর্গীয় অনুভূতিতে নিয়ে যায়।আর রাজলক্ষ্মী তো রাজলক্ষ্মীই অনন্য চ্যাটার্জী। ওনার কন্ঠে এমন মাদকতা মনকে মাতিয়ে রেখেছিল বহুক্ষণ! ❤❤

  • @optimusboot1212
    @optimusboot1212 Год назад +5

    Bgm বাঁশির সুর টা .... আহা ❤❤❤🥰🥰😍😍😍😍

  • @joyantodey29
    @joyantodey29 Год назад +5

    Thank you Mir da,for enlightening us with the hidden treasures of Bengali literature.❤

  • @swastikchakraborty2855
    @swastikchakraborty2855 Год назад +1

    "যে গোপনে এসেছিল, তাকে গোপনেই যেতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তার কতখানি ফেলে রেখে গেল, তার কিছুই সে জানতে পারল না" অনবদ্য, অসাধারন... কলেজ পাস করার ৮ বছর পার করার পর, আবার পড়লাম। কিন্তু এবার পড়লাম কান দিয়ে। তখন পড়েছিলাম নম্বরের জন্য, কিন্তু এখন এই উপন্যাসের রসোস্বাদন করলাম। ধন্য কথাসাহিত্যিক অনিলা ঠাকুর, ধন্য "গপ্পো মীরের ঠেক"।

  • @abhikdari2037
    @abhikdari2037 Год назад +6

    আরো অনেক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প চাই।
    অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ দাদা।

  • @sohamsau2852
    @sohamsau2852 Год назад +5

    অসাধারণ বললে কম বলা হবে, মনের জটিল গতি প্রকৃতিকে এতটা সহজ করে বোধহয় একমাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ই লিখতে পেরেছেন। সামগ্র উপস্থাপনা, রাজলক্ষীর চরিত্রে 'অনন্যা দি' আর শ্রীকান্তের চারিত্রে 'মীর দা' আরো একবার সেই পথে আমদের ঘুরিয়ে আনলেন। ধন্যবাদ এর সাথে একটা অনুরোধ করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের "পল্লীসমাজ" এ রমেশের ভূমিকায় মীর দা কে শোনার লোভ রয়ে গেলো। ভালো থাকবেন, ঠেকের গল্প আরো জমে উঠুক এই শুভ কামনা রইলো। 🙏💐

  • @ranjanamukherji
    @ranjanamukherji Год назад +6

    আহা অপূর্ব,,,, কি শুনলাম ,,,,,,সবটা চোখের সামনে যেন আস্ত একটা ছবি ,,,,,,lots of love for the Team ❤️

  • @rayhanmollik4277
    @rayhanmollik4277 Год назад +1

    গল্পটা শুনতে শুনতে মনেপডছে পেছনে ফেলে আসা সেই দিনগুলির কথা, যখন সদ্য সবে কৈশোর থেকে জৌবনে পা রাখলাম আর হঠাৎ "শ্রীকান্ত" পডলাম।
    পিয়ারির প্রেমাংশ পডে আনমনেই চোখে জল আসলো, বড় প্রেম শুধু কাছেই টানেনা, দূরেও ঠেলে দেয়।
    ইন্দ্রনাথের সেই উক্তি, মডার কি জাত আছে রে ভাই!!
    সেই থেকে বই পডার প্রতি আমার আগ্রহের জন্ম।
    দেখতে দেখতে কতোদিন পার হয়েগেলো, এখন আর গল্পের বই নিয়ে বসা হয়ে উঠেনা সময়ের স্রুতের ব্যাস্ততায়।
    সেই অভাব বোধটা অনেকাংশেই দূরহয় এখন অনলাইন গল্প শুনে।
    ধন্যবাদ আপনাকে মীর দা,সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘায়ূ দান করুন। ভালোবাসা অবিরাম❤️

  • @joydeeproy4621
    @joydeeproy4621 Год назад +2

    This is the purest form of Art...What a storytelling...Take a bow...🙏

  • @binoybhusanbarai9865
    @binoybhusanbarai9865 Год назад +5

    রাজলক্ষ্মী (অনন্যা) কি অসাধারণ ❤

  • @amandas9732
    @amandas9732 Год назад +10

    After a long wait, I will finally hear Mir Sir's voice

  • @sumanhazra869
    @sumanhazra869 Год назад +2

    অসাধারণ সত্যিই খুব ভালো লাগলো। যে নিরবে এসেছিল সে নিরবেই চলে গেল।❤❤❤ মীর দা, অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর গল্প শোনার জন্য।

  • @soumen601
    @soumen601 Год назад +2

    কথাগুলো কতো গভীর তাই না ... বড় প্রেম শুধু কাছেই টানে না দুরেও ঠেলে ফেলে । মীর দা আপনী চিরকাল আমার কাছে "শ্রীকান্ত" হয়ে থাকবেন।

  • @shambhunathpal774
    @shambhunathpal774 Год назад +580

    শরৎচন্দ্র চট্টোাধ্যায়ের এর "দেবদাস"এর অনুরোধ রইলো।দেবদাস চরিত্রে গৌরব চক্রবর্তী আর পার্বতী চরিত্রে অয়ন্তিকা চক্রবর্তী কে দারুণ মানাবে।💖💖💖

  • @sangitadas2230
    @sangitadas2230 Год назад +3

    বাচনভঙ্গি এতো সুন্দর,মুগ্ধ হয়ে শুনছিলাম 🙏🏼

  • @sadanandakandar4724
    @sadanandakandar4724 Год назад +1

    'শ্রীকান্ত' উপন্যাস আমি প্রায় ৩০ বছর আগে পড়েছিলাম! আজ শুনতে শুনতে ঐ ৩০ বছর আগে হারিয়ে গিয়েছিলাম! চিৎ হয়ে মাদুর পাতা, তার উপর কেরোসিনের বাতি, সেই আলোতে খোলা উপন্যাস, তার উপর মাথা নিচু করে আমি।
    এ এক অপূর্ব অনুভূতি।

  • @ranjanamalaker8640
    @ranjanamalaker8640 Год назад +1

    কি অসাধারণ যে শুনলাম, ভাষায় তা আমি প্রকাশ করতে অক্ষম । মনের ভিতরে সদা রয়ে যাবে শ্রীকান্ত ও রাজলক্ষ্মী।❤️

  • @c.arpita
    @c.arpita Год назад +5

    কালের মন্দিরা শোনবার‌ অপেক্ষায় আছি.......

  • @purbasadas3255
    @purbasadas3255 Год назад +6

    অভূতপূর্ব লাগলো দা ভাই❤❤ আরো পুরনো দিনের গুল্প শুনতে চাই

  • @srijapaul8803
    @srijapaul8803 10 месяцев назад +1

    গল্পের শেষে কি যেন এক আশঙ্কায় চোখ থেকে জল ঝরে পড়ল 🥺
    " বড় প্রেম শুধু কাছেই টানে না,
    দূরেও ঠেলে দিতে পারে"❗

  • @sujanaruma8569
    @sujanaruma8569 Год назад +1

    বাঁশির সুরটা হৃদয়ের কোথায় যেন লাগে।কে করলো এমন যাদুময় সুরের সৃষ্টি?!

  • @progamer00CR7
    @progamer00CR7 Год назад +4

    শার্থপর দের কাছে এমন ভালোবাসা কোনো দিনও সম্ভব হবে না।

    • @avijitsengupta1999
      @avijitsengupta1999 Год назад +3

      স্বার্থ বানানটা ঠিক করে লিখুন। আপনার লেখাটা একপ্রকার দৃশ্যদূষণ।

  • @pujarajib4443
    @pujarajib4443 Год назад +4

    মধুর সম্পর্কগুলো অসম্পূর্ণ ই থেকে যায়❤।

  • @SOMAMAJUMDAR-gf7bx
    @SOMAMAJUMDAR-gf7bx Год назад +2

    কি বলে যে ধন্যবাদ দেব, গপ্পো মীরের ঠেক এখন বরিবারের দুপুরের অবিচ্ছেদ্য অঙ্গ। বহুল পঠিত শ্রীকান্ত, রাজলক্ষ্মী আবার নতুন করে উপলব্ধি করলাম। অনবদ্য উপস্থাপনা।
    কুমার সম্ভবের কবি....অনুরোধ রইলো, যদি সম্ভব হয়।

  • @avinabasirarts6413
    @avinabasirarts6413 Год назад +1

    এরম গল্প শুনলে যেন জন্ম সার্থক হয়ে যায় মীর দা।। তোমায় আর তোমার ঠেকের সমস্ত শিল্পী ও সহকারীদের জানাই স্যালুট আর ভালবাসা।

  • @kundurajesh2383
    @kundurajesh2383 Год назад +9

    শ্রীকান্ত

    রাজলক্ষ্মী---প্রথম পর্ব টা শুনেছি খুব সুন্দর হয়েছে ❤❤
    আশা করছি অন্তিম পর্ব টাও শুনে খুব ভালো লাগবে ❤❤

  • @barnalibain4513
    @barnalibain4513 Год назад +6

    অপেক্ষার অবসান ❤

  • @soumennaskar3554
    @soumennaskar3554 Год назад

    অসাধারণ সৃষ্টি...সাধে কী আর কথা সাহিত্যিক বলে!
    আর তার অনবদ্য উপস্থাপনা...একরাশ মুগ্ধতা...

  • @____-ww5me
    @____-ww5me Год назад

    অসাধারণ।
    এভাবেই যেন নতুন করে সমৃদ্ধ হই আমরা।
    মনটা এক অনাবিল আনন্দে ভরে গেল।
    অনন্যাদিকে আবারও চাই অন্য কোনো গল্পে।🙏❤️

  • @BidhanDas-ji5tf
    @BidhanDas-ji5tf Год назад +6

    "শ্রীকান্ত" পরের পর্বগুলো শোনার অপেক্ষায় রইলাম।

  • @4ajsasmal522
    @4ajsasmal522 Год назад +4

    sir তারানাথ তান্ত্রিক শোনান না Next গল্পে 😊 এটাও অসাধরন ছিল😊🎉❤