Darpachurna By Sarat Chandra Chattopadhyay | Anujoy, Godhuli, Mir |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 962

  • @TanishaTinni2014
    @TanishaTinni2014 Месяц назад +89

    আজকের এই জেন z এর সময় এই অসামান্য উপন্যাস গুলো খুব যথাযথ। আজকের ছেলে মেয়ে রা গল্প উপন্যাস এর পোকা না তারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত। তাই এই ধরনের গল্পের প্লাটফর্ম গুলোর জন্যে ওদের মস্তিষ্ক মন গল্পের প্রতি কৌতুহল প্রকাশ করছে। ধন্যবাদ Goppo Mir er thek ke❤

    • @Scarystory009
      @Scarystory009 27 дней назад +4

      Agge ami gen z ar amar moto prochur bondhu roj Sunday suspense r mir er boithok sone

    • @Ziasmi
      @Ziasmi 24 дня назад

      ​​​​@@Scarystory009আমিও... শুধু শোনা নয় আমার বন্ধুরা রীতিমতো চর্চাও করে ❤

    • @tarakinkarkarmakar2758
      @tarakinkarkarmakar2758 16 дней назад

      কথাশিল্পী শরৎচন্দ্রের উপন্যাস সম্মন্ধে নতুন ক‍রে কিছু বলা ধৃষ্টতা হবে। তাই ঐ সম্পর্কে কোন মন্তব‍্য কর থেকে আমি বিরত থাকলাম। আপনাদের গল্পটির উপস্থাপনা, পরিবেশনা অসাধারণ সুন্দর ও হৃদয়গ্রাহী হয়েছে। বহুবার পঠিত গল্পটি শুনে আজ আবার নতুন করে খুবই আনন্দ উপভোগ করলাম। আজকের বদলে যাওয়া সমাজে এমন কাহিনীর বড়ই প্রয়োজন। এমন একটি গল্প চয়নের জন‍্য অনেক অনেক ধন্যবাদ।

  • @s.b.education7863
    @s.b.education7863 Месяц назад +40

    আমার বয়স প্রায় 40 আমি কোন দিন জ্ঞানত চোখের জল ফেলি নি ৷ আজ এই গল্প টা শুনতে শুনতে প্রায় অবচেতন মনে কতবার বুকটা হাহা কার করে উঠল তা বলে বোঝাতে পারবো না ৷ গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ৷

  • @manojkumarmondal9642
    @manojkumarmondal9642 Месяц назад +294

    উফ, যতদিন যাচ্ছে আমি পাপিয়া দির অনুরাগী হয়ে পড়ছি। পদ্ম ঝিয়ের পর বিমলা। What a transformation!!! দুর্দান্ত।

    • @suranjana_mondal
      @suranjana_mondal Месяц назад +8

      Sotti tai

    • @kumarsanu980
      @kumarsanu980 Месяц назад +3

      Ekdom thik

    • @santuchakroborty5970
      @santuchakroborty5970 21 день назад +1

      কোন বলার ভাষা নেই। এই গল্পটা পুরনো দিনের খুব ভালো তবুও আজকের দিনে যদি এরকম মেয়েরা হতো তাহলে সেই সমাজটা আবার ফিরে পাওয়া যেত যে দিনগুলো মা কাকিমা বৌদি এনাদের মধ্যে পেয়েছি আমরা।

    • @Relativity-d2
      @Relativity-d2 14 дней назад

      @@santuchakroborty5970 cheleder o serkm howa chai

  • @indranilsaha3373
    @indranilsaha3373 Месяц назад +139

    শরৎকালের মরশুমে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প + বিজয়া দশমীর রাত = আজকের গপ্পো পুরো জমজমাট ❤❤❤

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Месяц назад +156

    বেঁচে থাকতে,বাংলা সাহিত্যকে এত নিকট থেকে স্পর্শ করতে পারতাম কিনা আমি সংশয়যুক্ত।। বর্তমানে সাহিত্য প্রেম ভালবাসার স্বর্ণশেখরে অবস্থানরত।। বলতে বাধা নেই সাহিত্য ছাড়া জগতটা অগোছালো এবং খাপছাড়া।। ধন্যবাদ ক্যাপ্টেন।।🙏🏻❤️

    • @osimakhatun310
      @osimakhatun310 Месяц назад +5

      এ বাবা এখন তো বেঁচেই আছো..❤

    • @losergamer2434
      @losergamer2434 Месяц назад

      ❤❤❤❤❤❤

  • @ayantika19
    @ayantika19 Месяц назад +251

    চোখের বালি শোনার আশায় এখনও চাতক পাখির মতো আছি🥹🥹
    অনুরোধ করছি মিরদা প্লিজ শুনিয়ে দেও একদিন🙃

  • @BarnaleeBhattacharya
    @BarnaleeBhattacharya Месяц назад +183

    অপূর্ব। এই নারী স্বাধীনতা র যুগে ও এই উপন্যাস যে কতখানি শিক্ষণীয় ও যথোপযুক্ত তা বলার নয়। আগে পড়া, ছায়াছবিটতে দেখা তবুও এই ঠেকে শোনা যেন নতুন করে উপলব্ধি করতে সাহায্য করল।

    • @subhradipgiri9723
      @subhradipgiri9723 Месяц назад +8

      তা নারী স্বাধীনতার যুগের পরিপ্রেক্ষিতে এই উপন্যাস থেকে কী শিক্ষা পেলেন???

    • @anushabanerjee6269
      @anushabanerjee6269 Месяц назад +10

      Sarat Chandra er shomoii shamjik prekkhapot ta nischoii janen tahole. Meyeder shikha k nichu chokhe dekhe "mem sahab" dakar chol chilo setao nishchoi janen. Ebong etao janen je meyeder "stree shikhai" shudhu "kulosree" hote shekhano hoto radical nationalism diye jera Ghare Baire porle aro bhalo bujhben. R bhai e bhai e bhangon e o bou k "kulota" bole opobaad dewa ta Debi Chaudhurani theke bujhben. Konotaii ekchokhomi kore dekha uchit noii. Manobikota diye dekhle bujhben jemon Bimala theek noi Indu o temon shompoorno theek noi. Sarat babu eiita "mem shaheb" der bagatok bhabeii shudhu dekhiyechen.

    • @sumoulibhattacharyya8828
      @sumoulibhattacharyya8828 29 дней назад +3

      Apnader moton apod der ektu uchit sikhar dorkar ache.

    • @subhradipgiri9723
      @subhradipgiri9723 29 дней назад

      @@sumoulibhattacharyya8828 আপনাকে একটা প্রশ্ন করলাম। তার উত্তরে আপনি কী বললেন!!! কোনো প্রাসঙ্গিকতা, পারম্পর্য বলতে কিছুই নেই!!!
      মাধ্যমিক লেভেলের বাংলাটাও লোকে বোঝে না বোধ হয়!!!

    • @anushabanerjee6269
      @anushabanerjee6269 29 дней назад

      @@sumoulibhattacharyya8828 porashona shukhun jante parben. Ami Sarat Chandra k criticise korchina kintu onar opinion ta sheii juger shamjik prekhapot ta tule dhorechen tini r eiita shudhu onar novel e noii Bankim babur novel e er thekeo bojha jaii. Porashonao korun bangla niye jante parben

  • @MoumitaDas-zm8ys
    @MoumitaDas-zm8ys Месяц назад +66

    কি অসাধারণ গল্প!! লেখকের অনেক উপন্যাস, গল্পই ঠেকে এসে শুনেছি। দাম্পত্য জীবনের কি যে এক অসাধারণ দিকের বর্ণনা পেলাম এখানে, তার ভাষায় প্রকাশ করার নয়। কি সহজ ভঙ্গিতে লেখক চরিত্র সৃষ্টিতে তাঁর দক্ষতার পরিচয় দিলেন! আর প্রত্যেকের অভিনয়ের প্রশংসা এখন যথেষ্ট ভাবে প্রকাশ করা কষ্টকর। মহিলা চরিত্র তো বটেই সাথে অনুজয় দার অভিনয়ও অসামান্য। আর মীরদাকে প্রথমেই ধন্যবাদ এই গল্পটা শোনানোর জন্য। খুব বাস্তবোপযোগী একটি পরিবেশনা যা তোমার কন্ঠের যাদুতে এক অনন্য মাত্রা পেয়েছে।

  • @rameshkhatua1591
    @rameshkhatua1591 Месяц назад +12

    শরৎ বাবুই পারেন এভাবে দর্প চূর্ণ করতে..যা শ্রোতাদের মনে লুকিয়ে থাকা অজ্ঞাত সুপ্ত দর্প কেও চূর্ণ করতে সক্ষম.. এখানেই সার্থকতা.. অনেক ভালোবাসা মীর দা এবং আপনার টীম কে.........."শেষ প্রশ্ন" শোনার অধীর অপেক্ষায় রইলাম দাদা ❤।

  • @PapiyaMistry55
    @PapiyaMistry55 Месяц назад +79

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এত সুন্দর একটি কাহিনী থেকে আমি বঞ্চিত ছিলাম, সত্যি খুব সুন্দর❤। না চাইতেই পেয়ে যাওয়া ভালোবাসার অহংকার আজকের যুগের সাথে বেশ মিলে গেছে।

  • @daywithuttam
    @daywithuttam Месяц назад +18

    Reels দেখতে দেখতে হঠাৎ কী মনে হলো জানি না। শুনতে শুরু করে শেষ পর্যন্ত না শুনে পারলাম না। সময় এখন রাত 2.24 সকালে office কিন্তু তাতে বিন্দু মাত্র আফশোস হচ্ছে না। শুনেছি চোখের জল বেরোনোর পর ঘুম টা ভালো আসে ❤

  • @guddybhat
    @guddybhat Месяц назад +18

    অনেকদিন পরে গোধূলি আবার সেই পুরোনো চেনা কন্ঠশিল্পীর রূপে, কী যে মুগ্ধ হলাম। চোখ ভিজিয়ে দিল দুইজন মহিলা কন্ঠশিল্পী 🙏🙏💓💐

  • @Bibhakuley
    @Bibhakuley Месяц назад +33

    অপেক্ষায় রইলাম 😊
    মন খারাপের এটাই তো সঙ্গী 💙 বড্ড ভালোবেসে ফেলেছি গল্প কে 😊😊❤️

  • @triptimajumder7670
    @triptimajumder7670 Месяц назад +8

    অপূর্ব এক সিনেমা দেখছি যেন। এই সিনেমাটিতে একটি অতিরিক্ত চরিত্র আছে। যা সাহিত‍্যস্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " দর্পচূর্ণ " তে নেই। Narrator মীর। মীর প্রত‍্যেকবারের মতো এবরের " দর্পচূর্ণ " মালাখানিও দক্ষহাতে গাঁথতে সক্ষম হয়েছে।

  • @jhinukpalash3883
    @jhinukpalash3883 Месяц назад +4

    Started listening to Goppo Mir after a really long tiresome schedule... what a wonderful audio drama!!!!I was really not into Sarat Chandra Chattopadhyay before this. Thank you so much for introducing this famous writer in my life! what an amazing team.... 💖

  • @prasenjit191
    @prasenjit191 Месяц назад +7

    এতো কষ্ট যে এতো মধুর হতে পারে তা এই গল্পঃ না শুনলে জানতে পারতাম না।। এক অপূর্ব পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ❤❤

  • @amitsarkar4050
    @amitsarkar4050 Месяц назад +5

    শরৎচন্দ্রের অসাধারণ, সহজ, সাবলীল এবং মিষ্টি ভাষা গল্পটিকে হৃদয়গ্রাহী করে তুলেছে। তার লেখা সাধারণ পাঠকের মনে সহজেই দাগ কাটে, এবং গল্পের শিক্ষণীয় দিকগুলো পাঠককে মুগ্ধ করে।
    আর মীর দার ঠেকে .. তা চোখের সামনে ভেসে উঠেছে.❤
    আর একজন প্রিয় মানুষের পাঠানো করা গল্প এটি ,তাই আমার কাছে গল্পটা আরও প্রাণ পেয়েছে.. ধন্যবাদ তাঁকেও. ❤

  • @pn6779
    @pn6779 Месяц назад +5

    কি অসম্ভব সুন্দর লেখা, কি মন মুগ্ধকর অভিনয়,
    আজ এতোদিন পর শরৎচন্দ্রের গল্প গুলো গপ্পো মীরের ঠেকে শুনে মনে হচ্ছে, গল্প গুলো যেনো গপ্পো মীরের ঠেকের জন্যই সৃষ্টি করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়....
    প্রতি টা পরিবেশনা এতো অসম্ভব সুন্দর যে তার প্রশংসা ভাষায় প্রকাশ করার মতো না...
    অনেক অনেক ভালোবাসা রইলো মীরদা এবং তার টিমের জন্য... ❤❤❤

  • @juisraboni
    @juisraboni Месяц назад +9

    অসাধারণ লাগল। গল্পটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অতি বড় প্রেমও মানুষ হারায় অহংকারের জন্য। সত্যি বড় সত্যি।

  • @shubhadeepnag4271
    @shubhadeepnag4271 Месяц назад +4

    Papiya di just oshadharon.. onek chotobela theke audio story sunchi emonki sunday suspense er age radio te je shruti natok hoto sekhan theke.. onek mohan byakti er golar awaz sunechi, sobai ke somman janie e bolchi papiya di er range sottie oshadharon.. ager din padmo jhi ar ajke bimola .. seta je ek manusher naam na bolle bojha osomvob

  • @moviesentertainment9514
    @moviesentertainment9514 Месяц назад +5

    এমন কোনো দিন হয়েছে বলে মনে হয় না যে কোনোদিন কোনো গল্পঃ শুনে নিজেকে এতটা দুর্বল ভেবেছি।। মীর sir আপনি না হলে হলে হয়তো কোনোদিন এর সাক্ষী হতে পারতাম না।।।আজও মনে আছে আমি last দুর্বল হয়েছিলাম সেদিন যবে আমি তাকে আমার বলে আর বলতে পারিনি।।কষ্ট তো হয় কিন্তু তবুও এতেই শান্তি তে থাকি।।।আজ এই শান্তির কারণ শুধু আপনি sir।।।

  • @shilpadas2089
    @shilpadas2089 Месяц назад +74

    'ভালোবাসা বনাম অভিমান' নাকি 'ভালোবাসার অভিমান' নাকি 'অভিমানের ভালোবাসা' অনেক সময় সমীকরণ এত জটিল হয়ে যায় যে সে জট আর ছড়ানো যায় না, সে জট ছাড়ে এক মাত্র শুদ্ধ চোখের জলে, আত্মসমর্পণে।।
    ভীষন জীবন্ত উপস্থাপনা💚

    • @tukaikoushik6837
      @tukaikoushik6837 Месяц назад

      Darun bolechen

    • @bilkismolla29
      @bilkismolla29 Месяц назад

      আমি ও একমত

    • @saratmondal2000
      @saratmondal2000 Месяц назад

      Ekdom! chemistry er vasai eke "HYDROLYSIS" . Ekdom sotti je ete onek complex compound substance bhenege jai..

    • @kumarsanu980
      @kumarsanu980 Месяц назад

      Ekdom thik

  • @skimran2302
    @skimran2302 Месяц назад +4

    জাস্ট অনবদ্য। অসাধারণ উপস্থাপন। আমি মুগ্ধ। গল্প শোনার ফাঁকে কখন যে চোখ ভিজে এসেছে তা টের পাইনি। শুধু একটা কথায় বলবো...'গপ্পো মীরের ঠেক' আজীবন যেন এভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিয়ে যায়।

  • @Rajasaha413scb
    @Rajasaha413scb Месяц назад +110

    মীরদা ও গোধূলির কাছে এই গল্পোগুলোর অনুরোধ রইল :-
    ১.কেরি সাহেবের মুন্সী - প্রমথনাথ বিশী
    ২. পাগলা সাহেবর কবর - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৩. বিকেলের মৃত্যু - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৪. সাদা বিড়াল,কালো বিড়াল - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৫. অধীরাজ সিরিজ - সায়ন্তনী পূততুন্ডু
    ৬. মানবেন্দ্র পালের ভয়ের গল্প
    ৭. সুদীপ্ত-হেরম‍্যান সিরিজ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    ৮. পাতাঝরার মরশুমে - স্মরণজিৎ চক্রবর্তী
    ৯. Frankenstein - Mary Shelley
    ১০. Treasure Island - Robert Louis Stevenson
    ১১. Oliver Twist - Charles Dickens
    ১২. Black Beauty - Anna Sewell

  • @souravbhattacharya2963
    @souravbhattacharya2963 Месяц назад +3

    হৃদয় ও মর্মস্পশ্রী গল্পের অতুলনীয় মেলবন্ধন.সত্যিকারেরই ইন্দুর দর্প চূর্ণ হল.

  • @priyodarshini_banerjee
    @priyodarshini_banerjee Месяц назад +19

    “শ্রদ্ধা ছাড়া ভালবাসা থাকে না” ❤️💯

  • @sampadpramanik09
    @sampadpramanik09 Месяц назад +8

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শুনলে মন যে পরিমাণ তৃপ্তি পাই , তা অন্য কোনো গল্পে মেলে না।❤❤

  • @enamulrajib9659
    @enamulrajib9659 10 дней назад +1

    যে আমি গল্প শুনতাম না।সে আমি কেমন প্রেমে পরে গেলাম এই চ্যানেলটার।। সৌদি আরব থেকে শুভকামনা ❤❤❤

  • @MrBedadipta
    @MrBedadipta Месяц назад +4

    অভিনন্দন গল্প মির এর ঠাক চ্যানেলকে, এই সাহসিকতার জন্য যে তারা বর্তমানের ভ্রান্ত নারীবাদের যুগেও একটি এত সুন্দর এবং সত্যিকারের গল্প উপস্থাপন করেছে। বিয়ের আসল সৌন্দর্য এবং গভীরতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। দারুণ পরিচালনা এবং অসাধারণ সম্পাদনার জন্য পুরো টিমকে ধন্যবাদ।
    বিশেষভাবে উল্লেখ করতে চাই শিল্পীদের দুর্দান্ত ভয়েস অ্যাক্টিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, যা পুরো গল্পটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে সেই জাদুকরী মুহূর্ত, যখন ইন্দু তার মেয়ে সাথে নিয়ে নরেনের জন্য কান্নায় ভেঙে পড়ে, আর বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে-এই দৃশ্যটি সত্যিই হৃদয়স্পর্শী এবং অবিস্মরণীয় ছিল।
    এই গল্পটি আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। আপনাদের আরও এমন সুন্দর কাজের অপেক্ষায় থাকলাম!

  • @madhumitadd8522
    @madhumitadd8522 Месяц назад +2

    আহা, অপূর্ব, মন ভরে গেল, কান্নায় চোখ ভিজে গেলো,thank you sooo much theker সবাইকে
    We want justice

  • @BhajGobindamHindi
    @BhajGobindamHindi Месяц назад +660

    অন্য কোথাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "দেবযান"-এর বারোটা বাজানোর আগে, এখানেই "দেবযান" গপ্পোটা শুনতে চাই ।

  • @crazysourav3853
    @crazysourav3853 Месяц назад +6

    বেঁচে থাকতে,বাংলা সাহিত্যকে এত নিকট থেকে স্পর্শ করতে পারতাম কিনা আমি সংশয়যুক্ত।। বর্তমানে সাহিত্য প্রেম ভালবাসার স্বর্ণশেখরে অবস্থানরত।। বলতে বাধা নেই সাহিত্য ছাড়া জগতটা অগোছালো এবং খাপছাড়া।। ধন্যবাদ ক্যাপ্টেন।।️

  • @MehediHassan-1993
    @MehediHassan-1993 Месяц назад +3

    Ahhhhh ...mir da tomai khoda koti bo6or ba6ie rakhun❤❤❤.....ja amader jonno kor6o....kobore gie o shanti❤❤❤❤❤❤.........

  • @priyankasheet1848
    @priyankasheet1848 19 дней назад +1

    I just had goosebumps.. atoooo ta sera ekta golpo r tar sathe ato sundor bhabe narration sottii mir da r channel chara a r kothao pawa jaye na

  • @SuprioDas-i1c
    @SuprioDas-i1c Месяц назад +7

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই ঠেকের সব বাচিক শিল্পীদের । পাপিয়াদিকে সশ্রদ্ধ প্রণাম ও কুর্নিশ । আহা ,কি রূপান্তর । ভালো থাকবেন দিদি ।

  • @tamzidislampolash5542
    @tamzidislampolash5542 25 дней назад +1

    এক কথায় খুব অসাধারণ ছিল❤️, মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি একটানা শুনছি।
    আর একটা আরজি ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর কোন ঐতিহাসিক উপন্যাস শুনতে চাই বা তার যেকোনো কিছু!

  • @SumanaRoychowdhury-ij2ny
    @SumanaRoychowdhury-ij2ny Месяц назад +7

    দারুণ লাগলো গোধূলি যে ইন্দুমতি চরিত্রটা অসাধারণ ফুটিয়ে তুলেছে প্রত্যেকের অভিনয় অসাধারণ শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই

  • @hasnatulnurah7107
    @hasnatulnurah7107 Месяц назад +3

    Speechless.. Jemon sundor lekhoni temon sundor uposthapon❤

    • @abhinibeshghosh1742
      @abhinibeshghosh1742 Месяц назад

      Enar naam sarat chandra chattopadhay enake emni emni kotha silpi bola hoina, tai onar lekhoni ke niye judge kore lav nei

  • @SAHEBBISWAS-o2i
    @SAHEBBISWAS-o2i 26 дней назад +1

    No doubtly this is an amazing story . When i listening this , i could not prevent my tears to come out . Thank you @ mir afsar ali and team to offer such kind of story ।

  • @examyear1263
    @examyear1263 Месяц назад +4

    ধন্যবাদ "গপ্পো মীরের ঠেক" আমাদের কাছে সাহিত্যের এই অমূল্য রত্ন গুলোকে আবার নতুন করে তুলে আনার জন্য ❤

  • @gtanu2
    @gtanu2 29 дней назад +2

    Darun laglo...onekdin por pora galpo ta shune onno rokom bhalo laglo...sundor presentation ❤

  • @sizutahir7889
    @sizutahir7889 Месяц назад +5

    দারুন হয়েছে। আসলে সুখি সংসার সেটাই যেখানে দুঃখ ভাগাভাগি হয়।

  • @Tanusree01234
    @Tanusree01234 Месяц назад +2

    Sottiii mir da tumi paro r tmr team k sottiii onk valobasa ato valo valo golpo sonanor jonno .. ato sundor prottek ta charitro jeno chokher samne vasche 😊 thank you tomader sobai k

  • @dipanjandas2208
    @dipanjandas2208 Месяц назад +5

    অসাধারণ। একই রকম সাধের একটি উপন্যাস "চিতাবহ্নিমান " এর অর্জি রাখলাম team goppo mir er thek। শুভ বিজয়া।

    • @tamaleesen2759
      @tamaleesen2759 Месяц назад +2

      Darun golpo suggestion. Anirban
      ke tapan er choritro dewa hok. Oshombob bhalo golpo.

  • @sanjuktaroy14
    @sanjuktaroy14 Месяц назад +8

    Papiya ki kore! Thik ki kore boloto? You turn out to be completely different with each and every character!!! ❤ Ami saradin shudhu tomakei shune jete pari.

  • @osimakhatun310
    @osimakhatun310 Месяц назад +7

    পোষ্ট ডিজাইন টা অভূতপূর্ব সুন্দর আকর্ষনীয়.. 🙏 চলে এসেছি মীর আফসার আলী,, গপ্পো মীর এর ঠেক এ.. প্রথম শুরুতেই ইন্দুমতি-র "সোনা পেতল" নিয়ে মুখ ঝামটা টা বেশ গভীর.. যাই হোক, এখন শুনি আজকের গপ্পো খানা.. আজ গোধূলি-র উত্তেজিত দাপটে অভিনয় চমৎকার.. 🎉 👏🌿👏❤️❤️🔥🔥আর বিমলা ওরফে পাপিয়া-র নমনীয় অভিনয় দৃষ্টান্ত.. এই হল 'পাপিয়া চক্রবর্তী' র চরিত্র.. ❤🙏❤️ এক নামের দুই মেরু.. সম-পরিমাণ এর অধিকারী গোধূলি র চরিত্র খানা ও.. awesome 👍 মীর আফসার আলীর পরিচালনা.. 🤗 🤗 💚 কিন্তু আজ নরেন্দ্র ওরফে অনুজয় এর চরিত্র ও অভিনয় excellent👌 অনবদ্য.. uffffff again awesome 👍 🙏 🎉 🙏

  • @md3567
    @md3567 Месяц назад +2

    Ki sundor heart touching golpo, ki asadharon presentation ❤ Eto bochor aage o jeta sotti akhuno tai! Respecting another human is at the genesis of love. Khub bhalo laglo. Subho Bijoya to the goppo Mir er thek family and all listeners here ❤

  • @disha_artgallery
    @disha_artgallery Месяц назад +54

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই হয়তো একমাত্র ব্যক্তি যিনি নারী চরিত্রকে এভাবে ফুটিয়ে তুলতে পারেন, বুঝতে পারে তার হৃদয়কে ✨

  • @__BikashKumarPramanik
    @__BikashKumarPramanik 12 дней назад

    কাঁদিয়ে ছাড়লেন মীর দা, গল্পের শেষ মুহুর্তে যে কি পরিমাণ আর্শিবাদ তুমি পেয়েছো, কণ্ঠের মেয়ে দুটি যে কণ্ঠা অভিনয় করেছে আহা প্রাণ জুড়িয়ে গেছে।
    বিকাশ কুমার প্রামানিক
    ঢাকা
    বাংলাদেশ।

  • @kalpitamahajan8642
    @kalpitamahajan8642 Месяц назад +6

    মীরদা এবং টিমের পরিবেশনে প্রত্যেকটা চরিত্র পুরো জীবন্ত হয়ে ওঠে। ❤❤

  • @ANKITA-pl
    @ANKITA-pl Месяц назад +1

    এক কথায় অনবদ্য!!! অসাধারণ❤️ আর কি বলবো ভাষায় প্রকাশের মতো নয়। গল্প পরিবেশনার ধরন প্রতিবারের মতো এবারও দারুণ হয়েছে!😘🫶
    ওপার বাংলা( বাংলাদেশ) থেকে অফুরন্ত ভালোবাসা রইল,,,❤️❤️❤️

  • @mousumisaha543
    @mousumisaha543 Месяц назад +12

    Saratchandra Chattopadhyay's story is ❤❤❤❤

  • @AshmitaGupta-f6q
    @AshmitaGupta-f6q Месяц назад +1

    How beautiful was the narration...kudos to GMT...অসামান্য সুন্দর উপস্থাপনা 🙏 ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Месяц назад +4

    শুভ নবমীর এবং অন্তরে লুকিয়ে রাখা মন খারাপের শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ.. 🙏 💥 🙏 মীর আফসার আলী এবং গপ্পো মীর এর ঠেক এর পরিবার এর জন্য.. এখন রাত নটার অপেক্ষায় রইলাম "দর্পচূর্ণ" কে শোনার.. শ্রদ্ধেয় 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏 এর গল্প মানেই হৃদয়ের মধ্যে ওঠা পড়ার আবেগ.. তাই গপ্পো খানি শুনতে হবে আজ মনের বিবেক দিয়ে.. এ পাশে ও পাশে দুর্নীতির গর্ব কেমন ভাবে চূর্ণ হয় সেটাই জানার শোনার.. thank you মীর আফসার আলী.. ❤🙏❤️🙏❤️🌿🌿

  • @Roy_vlogs05
    @Roy_vlogs05 Месяц назад +2

    Amar life a sona sera golpo. Thanks to mir da❤❤❤❤❤❤. Pujar best gift 🎁

  • @lipikasarkar3879
    @lipikasarkar3879 Месяц назад +31

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা ' গল্প শুনতে চাই মীর এর কন্ঠে

    • @baranighosh5221
      @baranighosh5221 2 дня назад

      হ্যাঁ, একদম। দত্তাকে চাই।

  • @ChandanaBiswas-r6c
    @ChandanaBiswas-r6c Месяц назад +2

    Always I thankful to you because you are the narrator of most story. Thank you Mir sir. ❤❤

  • @sanjibbera7854
    @sanjibbera7854 Месяц назад +4

    সাহিত্যকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে সংকল্প আপনারা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ 🎉 শুভ বিজয়ার শুভেচ্ছা গ্ৰহন করবেন সবাই

    • @Golpermayajal841
      @Golpermayajal841 Месяц назад

      কেন যে গল্পগুলোর উপর copyright লেগে থাকে!যদি কেউ নিজের ভালোলাগাতেও করতে চায়,অনেক অসুবিধে।

  • @debashischakraborty9470
    @debashischakraborty9470 18 дней назад

    আমি ভীষণ ভালোবাসি গপ্প মীরের ঠেক।যুগ যুগ জিও মীর।আমাদের আর্জি আরো এইরকম শরৎ চন্দ্রের গল্প শুনতে চাই❤❤

  • @bhandari2192
    @bhandari2192 Месяц назад +73

    Duration 1:11:22😊❤
    শুভ বিজয়া সকলকে ❤
    বড়দের প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানাই 🤩🙏🥰

    • @Guddubhaiyaofficia
      @Guddubhaiyaofficia Месяц назад +3

      Mir da romantic vuter golpo chaii

    • @amitcreationcr7
      @amitcreationcr7 Месяц назад

      Duration Ta Bojho Ki Vabe?

    • @PReM-rj4qc
      @PReM-rj4qc Месяц назад +1

      @@bhandari2192 R same age er jnno kichu naa ?? Dakun ekdin ese ullash boli 😅

    • @bhandari2192
      @bhandari2192 Месяц назад

      @@PReM-rj4qc bhujlam na kichu ki bolchen

    • @PReM-rj4qc
      @PReM-rj4qc Месяц назад +1

      @@bhandari2192 Boroder pronam r chotoder bhalobasha bollen. Ekbar o apnar somo boyoshider jnno kichu bollen naa. Kaajta ki thik holo.

  • @GoutamRoy-ff5dt
    @GoutamRoy-ff5dt 24 дня назад

    শেষটা এত সুন্দর ভাবে শেষ হলো যে চোখ ছল ছল করে উঠলো❤❤❤❤

  • @SundarBanerjee-q3r
    @SundarBanerjee-q3r Месяц назад +21

    নারীর চরিত্র, অতি বিচিত্র, চাইলে সে সব পারে।
    শুধু ভালোবাসা ডোরে, বাঁধো যদি তারে, কভু সে এড়াতে নারে।
    মীর দা, তোমার ও তোমার ঠেকের প্রত্যেক genius দের "শুভ বিজয়া", সাথে আজকের স্পেশাল❤

  • @janacomputer1998
    @janacomputer1998 Месяц назад

    এ যেন জীবন্ত এক কাহিনী, প্রতি টা মুহূর্ত যেন উপলদ্ধি করার মতো, মানুষের এমন জীবন্ত রূপ লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা শুধুমাত্র কথার সম্রাট শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর কাছেই সম্ভব আর ভাষায় ফুটিয়ে তোলা সম্ভব শুধু এই ঠেকের পক্ষেই❤ । এমন জীবন্ত অভিনয় এর জন্য গোধূলী দিদি কে আন্তরিক ধন্যবাদ 😊😊😊

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 Месяц назад +4

    অনুজয়দার চরিত্রটা বেশ আকর্ষণীয় লাগল শুনে ❤️, গোধুলীদিও আজ অন্য অবতারে ধরা দিলেন 😊😊, অসাধারণ লেগেছে 🔥

  • @mohammad_abhi__2005
    @mohammad_abhi__2005 15 дней назад +2

    ব্যোমকেশ এর "চিত্রচোর" গল্পে একটা উক্তি আছে "স্বামীর ভালোবাসা না পেলে তোমরা হিংসেয় চৌচির হয়ে যাও , কিন্তু স্বামীর ভালোবাসা কি করে ধরে রাখতে হয় সেটা জানোনা" । শ্রীমতি ইন্দুর প্রতি এ কথাটা ষোলো আনা খাটে।

  • @AbdurRahman-fz4mr
    @AbdurRahman-fz4mr Месяц назад +17

    🔻গপ্পো মিরের ঠেকে অপরাজেয় কথাসাহিত্যিকের উপন্যাস
    মানেই এক অন্যরকম মোহ 🤩
    দেবযান
    আরণ্যক
    অর্থাৎ শরৎচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের সেরা সেরা উপন্যাস গুলো এই চ্যানেল থেকে শুনতে চাই 🙏🙏
    বাংলাদেশ থেকে শুনছি 🚫

  • @anikadhikary8729
    @anikadhikary8729 Месяц назад

    জীবন যে কতো আশ্চর্য আর এগুলোকে যে কিভাবে ফুটিয়ে তোলা যায়, তা সাহিত্য আর তার অপূর্ব কারিগররা না থাকলে বুঝতেই পারতাম না।বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি এর জন্য।

  • @Judge00007
    @Judge00007 Месяц назад +14

    Duration : 1:11:00 ,দাদা,অধিরাজ চাই❤

  • @sanjoymondal7706
    @sanjoymondal7706 Месяц назад

    সেই কোন ছোটবেলায় নবম শ্রেণীতে এই গল্পটা পড়ে ছিলাম। আবার মীরদার গলায় শুনে মন ভালো হয়ে গেল।❤❤❤❤

  • @Rajasaha413scb
    @Rajasaha413scb Месяц назад +5

    বিজয়া দশমীর রাতে মনটা প্রতিবারই খারাপ হয়ে যায় কিন্ত এইবারে গপ্পোমীরের ঠেকের গপ্পো অবশ‍্যই কিছুটা উপশমের কাজ করবে ❤❤❤❤❤❤
    সাগ্রহে অপেক্ষা করছি 😊😊😊

  • @sahenshagaming8604
    @sahenshagaming8604 2 дня назад

    Choke jol chole aslo... Osomvob sundor ek bastobik ghotona...

  • @Rajibbulla
    @Rajibbulla Месяц назад +7

    সাহিত্যে যেন সংসার এর রোমাঞ্চর অনুভূতি দিলো ।
    গোধূলি দিদি তোমার tone টা এতটাই চমৎকার ছিল , যে সত্যিই খুব রাগ হচ্ছিল। কিন্তু শেষে এসে দর্পচূর্ণ হয়ে গেলো ।
    ভাল লেগেছে আমার খুব ভাল লেগেছে ।❤❤❤

  • @subrataadak3217
    @subrataadak3217 13 дней назад

    মীর দা
    এই প্রথম মেদিনী পুর নাম শুনলাম
    খুব ভালো লাগলো
    আর গল্পঃ টা হেব্বি ছিল😊😊😊

  • @mamunsworld1994
    @mamunsworld1994 Месяц назад +47

    মানিক বন্দোপাধ্যায়ের "পদ্মা নদীর মাঝি" শুনতে চাই।

    • @najimali-jg2sv
      @najimali-jg2sv Месяц назад +2

      আসবেই কেন ব্লক বাস্টার গল্পের মধ্যে ছিল তো

    • @subhampaul9987
      @subhampaul9987 Месяц назад +2

      Ota asbe eksomoy. Karon 24 ta blockbuster er modhye ota ache.

    • @samarespradhan9984
      @samarespradhan9984 Месяц назад +2

      Ami o bahubar anurodh korechhi.

  • @rajbosejustowsum966
    @rajbosejustowsum966 Месяц назад +1

    Abhibhuto hoye gelam golpo ta sune......porar thekeo besi moja pelam ajke

  • @abhijitsarkar4068
    @abhijitsarkar4068 Месяц назад +6

    @mirafsarali sir Pisach series tao please continue korben❤❤🥺🥺.....'pisacher raat' apnar narration ei shunte chai mir da🥺...

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok Месяц назад +2

      পিশাচ প্রহর ১,২,৩ আগে আসা উচিত কারণ পিশাচ সমগ্র তে তুমি পিশাচের পর ওটাই আছে।

    • @abhijitsarkar4068
      @abhijitsarkar4068 Месяц назад

      @@Shikkhito-Chhotolok ekdm...

  • @Realsahinur09
    @Realsahinur09 Месяц назад +32

    তেলেনাপোতা আবিষ্কার গল্পটা কে কে শুনতে চাই মির দার কন্ঠে তারা লাইক করো❤

  • @shlokleadership466
    @shlokleadership466 21 день назад

    দুর্দান্ত......
    পাপিয়াকে যতো শুনছি ততো ওর প্রেমে পড়ে যাচ্ছি......
    কি অসাধারণ অভিনয়......
    God bless her with best of her blessings.....

  • @7278547457
    @7278547457 Месяц назад

    Mir da - Ei show ta forever chaliye jeo....Tomar ei show er through nanan golpo shuni r bhalo lage...

  • @user-SahebDas
    @user-SahebDas Месяц назад +7

    রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বলাই’ গল্পটি শুনতে চাই ।।।।।।

  • @shoumorishdebnath9766
    @shoumorishdebnath9766 Месяц назад +1

    Ki opurbo apnader bachon vongi❤mone hoche choritro gulo chokher samne dekhte pelam❤❤

  • @Shree-n5h
    @Shree-n5h Месяц назад +7

    গপ্পো মিরের ঠেকে রাধারানী আর ইন্দুবালা ভাতের হোটেল শুনতে চাই।

  • @NowrinTariq
    @NowrinTariq Месяц назад +1

    এই মুহূর্তে রাত 12.34 শুনতে শুরু করলাম। ❤️❤️ এটাই মীর দার প্রতি ভালোবাসা। ❤️❤️

  • @shambhunathpal774
    @shambhunathpal774 Месяц назад +3

    ওহ কি শোনালে গো ধন্য এরপর,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " চন্দ্রনাথ " শুনতে চাই,আপনারাই পারবেন এটাকে ভালোভাবে উপস্থাপন করতে।বিশেষ করে বিশ্বম্ভর ও তার দাদুর যে পার্ট টা সেটা ঠেক থেকে শুনতে চাই ❤❤❤।

  • @ruksanakhatun2407
    @ruksanakhatun2407 Месяц назад +1

    থ্যাঙ্ক ইউ গল্পটা শুনে খুবই আনন্দিত হলাম

  • @mousumisaha9267
    @mousumisaha9267 Месяц назад +8

    GMT + story of Saratchandra Chattopadhyay = 🔥 🔥 🔥

  • @SonalimalickGhanti
    @SonalimalickGhanti Месяц назад +1

    সত্যিই দর্পচূর্ণ হল। খুব ভালো লাগলো গল্পটা।

  • @imMiraj26
    @imMiraj26 Месяц назад +3

    একটা চেয়ার হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, "আজ থেকে আমি বসব, তোমরা দাঁড়াও!"

  • @sanghitanath
    @sanghitanath Месяц назад +3

    চন্দ্রনাথ গল্প টি আপনাদের কাছে শুনতে চাই। একবার ভেবে দেখবেন।

  • @TitlisVlogs-r5c
    @TitlisVlogs-r5c Месяц назад

    অসাধারণ উপস্থাপনা...শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লিসমাজ উপন্যাসটি শোনার অপেক্ষায় থাকলাম 🙏 প্রিয় সাহিত্যিক এর প্রিয় উপন্যাস শোনার ইচ্ছেটা এখানেই প্রকাশ করলাম কারণ জানি ঠকবো না😌

  • @durgamridha2999
    @durgamridha2999 Месяц назад +8

    শ্রীকান্ত পরবর্তী পর্বগুলো শুনতে চাই।

  • @vernal_blooms
    @vernal_blooms Месяц назад

    বাহ্,চমৎকার উপস্থাপনা। অসাধারন লাগলো।চোখের বালির অনুরোধ রইলো ক্যাপ্টেন।

  • @Mani-ME
    @Mani-ME Месяц назад +3

    Inquisition by avik sarak.... next hole kemon hoy????

  • @suparnaroy5927
    @suparnaroy5927 Месяц назад

    পাপিয়া অনবদ্য ।কি যে ভালো লাগছে গল্পগুলো।আরো শোনার অপেক্ষায় র ইলাম ❤❤

  • @prasantapaul2118
    @prasantapaul2118 Месяц назад +2

    অসাধারণ , দূর্দান্ত একটা গল্প , 14/10/24 এই Comment টা করে গেলাম , পরবর্তী প্রজন্মের জন্য

  • @dipankarpaul5362
    @dipankarpaul5362 Месяц назад

    অসাধারণ উপস্থাপনা, অসাধারণ পাপিয়া দি, অসাধারণ অনুজয় দা।। Mir as a Mogambo ❤❤❤💐💐💐🍨🍨

  • @Onup
    @Onup Месяц назад +1

    ও ভাই গল্প টা শুনে চোখে জল এসে গেল 😢
    কিছুটা নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাকে অনুভব করলাম ।
    এরকমই এক অহংকারী মেয়ে ছিলো আমার জীবনেও 😢💔

  • @tapassarkar4534
    @tapassarkar4534 28 дней назад

    মীর দাদা তুমি জানো কি জানো না বলতে পারিনা কিন্তু তোমার এই গল্প শুধু গল্প নয় অনেক মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে তোমাকে অনেক ধন্যবাদ

  • @yasminshaikh842
    @yasminshaikh842 26 дней назад

    অসাধারণ! খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা!!

  • @bhattacharya_arnab_1999
    @bhattacharya_arnab_1999 Месяц назад

    Khuub valo laaglo shuney galpo taa shuney satyiii, dada! 'Goppo Mir er Thek' er puro team ke, anek anek dhanyabaad aar bhalobasha aar support roilo!👍🏻👍🏻💯