Atashi Mami By Manik Bandopadhyay | Anujoy | Papiya | Dipankar | Mir |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Mirvana presents
Goppo Mir er Thek Episode 98 - Manik Bandopadhyay's ‘Atashi Mami'
Directed by - Mir Afsar Ali
Content Head: Godhuli Sharma
Music Direction, Sound Design: Pradyut Chatterjea
Assistant Sound Designer: Aagniva Deb
Publicity Design & Motion Graphics: Join The Dots
Digital Marketing: Jtd Advertising
Key Mentor: Anindita Chatterjee
Strategy Consultant: Kay Ten
Executive Producer: Saurav Bhattacharya
Recording Studio: Studio Mirvana
Sound Recordist: Aagniva Deb & Matin Ahamed
Music Label: Mirvana Entertainment Pvt Ltd
Business Head (Mirvana Entertainment Pvt Ltd): Dr. Soma Bhattacharjee
Flute - Soumyajyoti Ghosh
Starring
Narrator / Suresh - Anujoy Chattopadhyay
Atashi - Papiya Rai Chakraborty
Khuro - Dipankar Chakraborty
Jatin - Mir Afsar Ali
#GoppoMirerThek #AtashiMami #ManikBandopadhyay
মীর দাকে সৃষ্টিকর্তাকে একটা কণ্ঠ দিয়েছেন। এক মধুর কন্ঠ। বাংলা সাহিত্যে অন্যরকম অবদান রাখার জন্য ধন্যবাদ মীর দা।
❤❤
মামী যখন ট্রেনের কামরায় বসে তাঁর স্বামীর মৃত্যুকালীন কষ্ট মনে করে একই শ্যামা সঙ্গীতের সুরটি তুলেছেন আমি আমার ঘুমন্ত স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের flute টার দিকে তাকিয়ে অঝরে কেঁদে ফেলেছি, পারলামনা।❤ খুব সুন্দর হয়েছে গল্পটার সমস্ত এডিটিং এবং সাউন্ড ইফেক্টস এর কাজ। Hats off to Sir Manik Bandopadhyay ❤❤❤
গপ্পো মিরের ঠেকের জন্মলগ্নের ভক্ত আমি।। তবুও আজকের গল্পটি আমার জন্য বিশেষ ভাবে প্রিয় হয়ে রইলো।।
তার বিশেষ কারণ আছে। আমি নিজে একজন বাঁশি শিল্পী। আমার সৌভাগ্য যে বর্তমানে আমি গুরুজী পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া জীর শিষ্য।।
কিন্তু আজ থেকে ১০ বছর আগে আমি যখন প্রথম হাতে খড়ি দি, আমার প্রথম গুরুজী ছিলেন ঠিক যতীন মামার মতোই একজন অমায়িক মানুষ, অনিল বাবু।। আজ তার কথা মনে পড়লো আবারো।। যোগাযোগ আছে এখনো, তবে ঠিক করেছি ওনার সাথে শীঘ্রই আবার সাক্ষাৎ করবো।।
ধন্যবাদ মীর দা কে আমার পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য।। ❤
কি অপূর্ব উপস্থাপনা। ওই মহিলা কন্ঠ শুনে যেন গায়ে কাটা দিচ্ছিল। শেষের দিকে কেঁদেছি শুধু। আমি এখনো লিখতে পারছি না। হাত পা কাঁপছে। কি শোনালেন। সবার গলা গুলো এখনো কানে বাজছে। আর এই গল্পের রেশ এখন অনেক দিন অবধি কাটবে না। যদি সম্ভব হয় এরম গল্প আবারও দেবেন। আর এভাবেই শোনাবেন যেনো আমাদের মতো কিছু শ্রোতা আবার গল্পের মধ্যে ডুবে যেতে পারে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এরম ভাবে গল্প শোনানোর জন্য।
এইমাত্র শেষ করলাম শোনা ১২:৪০ রাত্রি। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।অতসী মামীর চরিত্রে পাপিয়া অনবদ্য।চোখ ঝাপসা হয়ে গেল।
ঠিক বলেছেন ওনাকেই আমারও শ্রেষ্ঠ মনে হয়।
😅😅😊😊😊😊
বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে পড়ার সময় বন্ধুদের সাথে বাজি রেখে মানিক বন্দ্যোপাধ্যায় এর সম্ভবত প্রথম লেখা এই গল্পের এত সুন্দর উপস্থাপনা বোধহয় কোনোদিন আর কেউ করতে পারবেনা। এই সৃষ্টি যেমন অমর তেমনি এই অডিওস্টোরির রেশ থেকে যাবে অনেক অনেকদিন। ধন্যবাদ পুরো team কে।❤
নিস্তব্ধ রাঙা বিকালে,নিবিষ্ট চিত্তে একলা বসে যখন ভাবি,তখন পাখির চোখ থেকে ঠিকরে আসা আলোর মত এক উজ্জল মাধুর্যপূর্ণ সাহিত্য জগতের সন্ধান পাই। যেখানে নৈসর্গিক প্রেম আছে ভরপুর,কুটিল স্বার্থ নেই এতটুকু। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন।। 🙏🏻❤️
❤
Baa...baaa !!!🔥🔥
❤
Bhalo lakhan ..👍
Bah 👌👌
শেষ কেঁদেছিলাম পথের পাঁচালী শুনে, আজও এই গল্পে তার অন্যথা হলো না। অনেক পডক্যাস্ট, অনেক অডিও স্টোরী শুনেছি। কিন্তু মীরদা আর তোমার টিমের কোনো রিপ্লেসমেন্ট নেই আর হবেও না। কখন যে সময় চলে যায় বোঝা যায় না, মনে হয় নিজের চোখের সামনে হচ্ছে সবটা,মনে হয় আমি নিজে এই গল্পের একজন বোবা,জীবন্ত চাক্ষুষ ব্যাক্তি। অনেক ধন্যবাদ তোমাকে ও তোমার টিমকে এরকম গল্প উপহার দেওয়ার জন্য❤❤
কাঁদিয়ে দিলে পাপিয়া দি। 😭
পুরো ভিডিও জুড়ে 'মনরে কৃষি কাজ জানো না' বাঁশির সুর আহা!! melancholic ❣️❣️
ধন্যবাদ যিনি এই সুর সাজেস্ট করেছেন। ❣️❣️
আমারও একই অবস্থা
ওটা মন রে কৃষি কাজ জানো না গানের সুর নয়।
ডুব দেরে মন কালি বলে গানের সুর
@@bapandas9646 brother, ডুব দে রে মন কালী বলে গানটা 'মনরে কৃষি কাজ জানো না' গানের পরে এসেছে। আপনি মাকালীভক্ত রামপ্রসাদকে জানেন না হয়ত।
@ Apni beshi janen?
আমার বলার কিছুই নেই।।। সত্যি লাস্ট পনেরো মিনিট শুনে আমি রীতি মতো কেঁদে ফেললাম।।। স্যালুট মির দা তুমি না থাকলে হয়তো আমরা বাংলা গল্পঃ গুলোর মধ্যে এত সুন্দর ফুটে ওঠা গ্রামের ছোটবেলা ছবিই কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে যে এত সুন্দর অনুভব করা যায় সত্যি তুমি না থাকলে এটা হতনা।।। সত্যি❤❤❤❤
আহা,অতসী মামীর তাঁর স্বামীর প্রতি এমন ভালোবাসা আজকের দিনে অতি বিরল❤
মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি অপূর্ব লাগলো।'অতসী মামী' না 'বাঁশি' দুটোই নামকরণ করা যায়,দুটো নামই মিলেমিশে একাকার হয়ে গেছে।গল্প পাঠও বেশ স্নিগ্ধ।
আশা করি খুব বড় নয় তবুও একটা আবদার যে, বাঁশিতে তোলা এই "মন রে কৃষি কাজ জানো না" গানটা upload করা যাবে? অসম্ভব শান্ত সেটা!🙏🏼❤️🌼
indeed
আমারও চাই
Tor byapar ki? Thik bujhe uthte parchi na je...
Erom hothath chup hoye jaoar byapar ta ar ki!
Truly
Papiya di is a gem...mantei hobe...
Ei amader sei "পদ্ম ঝি" ?
Abar sei manush tai " অতসী মামী"❤
বাঁশির সুরে ''মনরে কৃষি কাজ জানো না'' শ্যামা সঙ্গীতের শুরুতেই শরীর যেন শিহরণ দিয়ে উঠলো।। এ যেন শুধু সুর নয়, মা আনন্দময়ীর কাছে সমূলে সমর্পণ ❤❤ অসাধারণ অসাধারণ... সুরেও যে মাদকতা ছড়ায় যতীন বাবুর বাঁশি যেন তার প্রত্যক্ষ উদাহরণ 👍🏻 ঠেকের জয় হোক👍🏻🙏
গানের প্রথম লাইন টা একটু বলবেন দয়া করে কিছুতেই মনে করতে পারছি না
Kichu Tai lik te parchi na go chok ta ato vari Hoya gache na!
@@pralaydebnath5942
এমন মানব জমিন রইলো পতিত
আবাদ করলে ফলত সোনা..
@@pralaydebnath5942 মনরে কৃষি কাজ জানে না ❤
@@pralaydebnath5942
কালী নামে দাও রে বেড়া
ফসলে তছরূপ হবে না.....
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
তার কাছেতে যম ঘেঁষে না,
মনরে কৃষিকাজ জানো না.....
হায় ঈশ্বর! কি অপূর্ব প্রেম! সাহিত্যিকের কি অপূর্ব সৃষ্টি! সেই সৃষ্টির কি অপূর্ব উপস্থাপন। শত শত প্রণাম এত সুন্দর উপহার দেওয়ার জন্য। ধন্য।❤🌸🙏🏻
চোখের বালি উপন্যাসটির মিরদার গলায় সোনার খুব ইচ্ছে আছে❤❤❤❤❤❤
*❤❤❤❤*
😊
❤❤❤❤❤❤
Yess please ❤
Yes
কি শোনালেন দাদা..! এপার বাংলায় বসে যতীন্দ্র চরিত্রকে যেন উপলব্ধি করতে পারছি। পাপিয়া অনবদ্য কন্ঠ দিয়েছেন। আর একটা দীর্ঘশ্বাস আমারও বের হইল "অতসীমামী র এ স্বর্গীয় প্রেমের জন্য" ❤
সত্যিই ক্যাপ্টেন 😢😢 তোমার কন্ঠে জাদু আছে। বর্তমান সময়ে মোবাইল ফোনে র ভীড়ে বাংলা সাহিত্য পড়া হয়না। কিন্তু তোমার এই প্রয়াসে সেই ইচ্ছা পূরণ হয়েছে। গল্পের শেষে কখন যে চোখ জলে ভিজে এসেছে বুঝতে পারলাম না 😢😢। তোমার ঠেকে না আসলে বাংলা সাহিত্যের এমন অমর খনি গুলোর সন্ধান পেতাম না। কেন জানি না , তোমার গল্প শোনার পর নিজেকে ধন্য মনে হয় বাংলা ভাষার জন্য ও বাঙালি হিসেবে।। এমন সব অমূল্য সম্পদ না শুনে মারা গেলে এ জীবনকে ধিক্কার। এগিয়ে যাও ক্যাপ্টেন ❤❤ আরো ভালো ভালো বাংলা সাহিত্যের খনি থেকে মনি মুক্তা বের করে আমাদের উপহার দাও ❤❤❤❤
কি দারুন সৃষ্টি মানিক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের।আর মীর স্যার আপনার পরিচালনায় কি জাদু আছে জানিনা, শোনার সময় মনে হচ্ছিল যতীন বাবুর বাড়ির বারান্দায় ভাগ্নের পাশে বসে আমিও শুনছি তার সুমধুর বাশির শব্দ। অতসী মামীর কন্ঠে সেই দুঃখ, যন্ত্রণা কিছুটা যেন শ্রোতা হয়ে অনুভব করলাম। চোখে জল চলে এলো।❤
অবাক লাগে অতসী মামী আর পদ্মা ঝি, একজনই অভিনয় করেছে !!
Same e lagche
Sotti e tai.... Darun asadharon
Thik katha
Exactly..
Wow beautiful story.
ছোটো থেকেই শুনে আসছি, এটাই মানিক বাবুর লেখা প্রথম গল্প, গল্পের নামটা শুনে বারবার পড়ার ইচ্ছা হয়েছে, কিন্তু নানা ব্যস্ততায় পড়া হয়ে ওঠেনি, আজ সত্যিই আমি বিস্ময়াবিষ্ট। ধন্য মানিক বন্দ্যোপাধ্যায়, ধন্য ঠেকের উপস্থাপনা, আমি ভাষাহত।
awesome awesome বাঁশির সুরে, ভাগ্নে সুরেশ এর মধুর বাঁশি বিবরণ.. excellent কষ্টকর 😢 গপ্পো শুনছি না কাঁদছি বুঝতে পারছি না নিজেই.. ইস এমন জীবন ও লেখকের কলমে জীবন্ত হয়ে ওঠে.. বুঝতেই পারতাম না গপ্পো না শুনলে.. শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় কে অনেক শ্রদ্ধা ভালোবাসা ও নমস্কার.. 🙏🌿🙏🌹🌹আর মীর আফসার আলীর এমন কষ্টের অভিনয় গুলো শুনে, কষ্টের হৃদয় তোলপাড় করে উঠে.. 😢😢😢❤ আদর্শ হিন্দু হোটেল এর পর,, আবার এমন হৃদয় মোচড়ানো গপ্পো শুনে কোথায় চলে গেছি কে জানে কোন কান্নার গভীরে...... 😢😢😢🙏😭🙏😭🙏💕💕
মাথার বালিসটা চোখের জলে ভিজে গেলো 😌😔
যে মানুষটা বাঁশি বাজিয়েছেন তাকে শত শত কোটি প্রনাম 🙏🏻🙏🏻😌
কি শোনালে ক্যাপ্টেন! চোখ থেকে তো অনবরত জল গড়িয়ে পড়ছে🥺
Ha
😢😢😢
মীর দা ❤ কি করেছেন, গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু চোখ ঝাপসা ই থাকলো।
এ কেবল আপনার পক্ষেই সম্ভব।❤❤
'অতসীমামী' আমার অন্যতম প্রিয় ছোটগল্প.... বেশ কয়েকবার এই গল্পটি পড়েছি...আর যখনই পড়েছি, চোখের জল বাধ মানে নি....!
আজ প্রথমবার কানে শুনে অনুভব করলাম,, এই গল্পের সেই আশ্চর্য গভীরতাকে..... শুনলাম এক অতুলনীয় ভালবাসার কাহিনী, কোনো এক অপার্থিব বাঁশির সুরে যে ভালবাসা চির অক্ষয় হয়ে বেঁচে থাকে....❤️
'গপ্পো মীরের ঠেক' তার অনবদ্য উপস্থাপনায় আবারও মুগ্ধ করলো....অতসীমামী আর যতীন মামার স্বর্গীয় প্রেমকে তাদের উপস্থাপনায় শাশ্বত করে রাখলো ঘন্টাখানেকের এক নিগূঢ় বন্ধনে...
"মন রে কৃষিকাজ জানো না"....বাঁশির সুর মন-প্রাণ ভরিয়ে দিয়েছে..... পাপিয়া, অনুজয় আর মীরদা র অভিনয় আশ মিটিয়ে দিয়েছে....
অকুন্ঠ ভালবাসা...... গপ্পো মীরের ঠেক কে....❤️
নিজের অজান্তেই দেখি চোখ দিয়ে জল পড়ছে ! কি অসাধারণ এক আবেগে জড়িয়ে গেলাম ক্যাপ্টেন ❤
আমি অনেকবার এই গল্পটা পড়েছি, আর ততবার কেঁদেছি এই কারণে যে একটা সংগীতপিয়াসী মানুষের কতটা সুরের প্রতি শ্রদ্ধা থাকলে আর একজন সংগীতসাধকের সুরসাধনার সম্পর্কে কতটা জ্ঞান থাকলে পর , সে এইরকম গল্প লিখতে পারে।
পুরো গল্প টা জুড়ে কেমন যেনো একটা মোহিত হয়ে রইলাম 😌 বুজতেই পারলাম না গল্প কখন শেষ হয়ে গেলো । অনেক ভালো উপস্থাপনা। ক্যাপ্টেন সহ পুরো গল্প মির ঠেক কে আগামী দিন জন্যে অনেক অনেক শুভেচ্ছা। ❤❤
চোখের জল ধরে রাখতে পারলাম না,শেষ পর্যন্ত বুক ফেটে বেরিয়ে আসলো।অসাধারণ মীর দা।
অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই নাহলে মীর, মনটা ভারাক্রান্ত করে দিয়ে ছাড়লে ভাই। সোনায় বাঁধানো এই গলা নিয়ে দীর্ঘদিন ভালো থেকো, সুস্থ থেকো।
অনেক বড় অপারেশন এর পর সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাচ্ছি অনেক অপেক্ষার পর গল্প টা এলো ভাবিনি যে এইভাবে ভেসে যাবো 🥹🥹। আহা মীর দাদা কি শোনালে কি অপূর্ব যে এই অনুভূতি তা হয়তো বলে বোঝাতে পারবো না। খুব ভালো থেকো তুমি আর তোমার টীম আর এই ভাবেই আমাদের গল্প না না গল্প না সুন্দর অনুভূতি উপহার দিয়ো ❤️❤️❤️❤️
Get well soon,,,Ki operation hoyeche bhai?
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আরো গল্প শুনুন। ভালো থাকুন
অতসী মামী শুধু এক চরিত্র নয়, এক নিঃশব্দ অভিমান, এক অস্ফুট ভালোবাসার প্রতিমূর্তি। তার জীবনের যন্ত্রণা, তার অব্যক্ত ব্যথা-সবই যেন আমাদের হৃদয়ে গিয়ে বাজে। ভালোবাসার এই নিঃশব্দ আত্মত্যাগ, মান-অভিমান, আর একাকীত্বের যে চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন, তা সত্যিই অনন্য। গপ্পো মিরের ঠেককে কুর্নিশ জানাই এমন গভীর অনুভূতির গল্প উপস্থাপনের জন্য, যা হৃদয়ের গভীরে দাগ কেটে যায়। ❤️✨"
"এত সুন্দর একটি গল্প শুনে রাতটা যেন এক নতুন অভিজ্ঞতা হয়ে গেল। মীর আফসার আলী স্যারের অসাধারণ কণ্ঠ আর চরিত্রের গভীরতা মিশে যেভাবে গল্পটি প্রাণ পেয়ে উঠেছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আজ রাতে আমি যে এই নাটকটা শুনছি, সেটাই যেন এক অনন্য অনুভূতি। মীর আফসার আলী স্যারের প্রতি আমার একান্ত শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।"
"আজকের নাটকটি সত্যিই অসাধারণ ছিল! রাত জেগে শুনতে শুনতে একেবারে মুগ্ধ হয়ে গেছি। মীর আফসার আলীর অভিনয়, কণ্ঠস্বর এবং গল্পের সাথেও এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। যতবারই তার কণ্ঠ শুনি, মনে হয় যেন পুরো গল্পটা জীবন্ত হয়ে উঠেছে। এই রাতটা আমি কখনো ভুলব না। এমন সুন্দর নাটক আমাদের জীবনকে আরও রঙিন করে তোলে।
"Mon re krishikaj janona ", kimba , " dub de re mon kali bole" - er j music ta ache , sottie chokhe jol chole aseche amr oi music ta sune . Golpo ta to oshadharon lagloi ..❤❤❤❤❤❤dhonnobad eto misti aar osrupurno ekta upostahponar jonno CAPTAIN ❤❤❤❤❤❤❤❤❤❤❤
উহ তো এ তো আরও কষ্ট.. "অতসী মামী"র এমন পরিণতি যতীন মামা ছাড়া.. এ যে হৃদয় বিদারক কঠিন কাহিনী.. বাঁশির সুরে বাঁশির সর্বনাশ.. নাকী বাঁশি'ই ভালোবাসার করুণ ইতিহাস.. এ তো লেখক একমাত্র নিজেই জানেন.. পাপিয়ার শেষ কান্নাটা অপরিহার্য.. 😭 hat's off মীর আফসার আলী.. অনেক অনেক কাঁদালে আজ তুমি আবার.. 😪😪😪🙌🙏🌿🙏🌿🙏🎉🎉
আজ চোখের সামনে বাংলা সাহিত্যের একটি অমূল্য মণি ঝরে পরলো আমার কানে। এই অপূর্ব অনুভূতির সাক্ষী হতে পারলাম বলে ঠেকের সভ্যদের অনেক ধন্যবাদ।
কি অপূর্ব লেখনি কি অপূর্ব বলার আবেগ ❤ যেমন জাদু ওই বাঁশী তে তেমনি তোমার গলার স্বরে ধন্য তুমি ক্যাপ্টেন।
মানিক বন্দ্যোপাধ্যায় এর বেশ কিছু গল্প পরেছি। এক একটি just masterpiece. চোখের কোন আর হৃদপিন্ড দুই কম্পিত হয়েছে বারেবার। আর মীর দার এমন অতুলনীয় উপস্থাপনায় যেন গল্পের চরিত্র গুলো জীবিত হয়ে উঠে।
রাত ১১:১৫, গল্পটা শুনে শেষ করলাম। আর একটু মন ভরে কেঁদে নিলাম। ধন্য ধন্য হে মীর দা, তুমি আর তোমার সকল দলের সদস্যদের জানাই প্রণাম। 🙏🏻 মানিক বাবু আকার দিয়েছেন, আর, আপনারা দিলেন প্রাণ। 🙏🏻
মন ছুঁয়ে একটা রেশ রেখে গেল। এরকম গল্পঃ আরো বেশি কেনো আসেনা? হয়তো ভূত, পিশাচ এসব গল্পে ভিউ বেশি তাই করতেই হয়, কিন্তু এই মন ছুঁয়ে যাওয়া গল্পো , মেঠো মিউজিক, আদর্শ হিন্দু হোটেল এর পর এই পেলাম। ধন্যবাদ মির।
গল্পটা শুনছি আর চোখ টা জলে ভরে আসছে , এত গভীর প্রেম ,এত বড় ত্যাগ ,যা মানুষ কে সত্যি ভাবিয়ে তুলবে , এবং যিনি সত্যি বাঁশি বাজিয়েছেন অর্থাৎ সৌমাজতি ঘোস দাদা , খুব সুন্দর বাজিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুর দেয়ার জন্য ❤❤
নিস্তব্ধ রাতে এতো ভালো বাঁশির সুর আর এতো ভালো গল্পের কারণে হৃদয় বেকুল হয়ে পড়ে,আর চোখের জল অঝোরে ঝড়তে থাকে।আহা কি শান্তির।মনে হয় বার বার এই সুর শুনি।
অনেক আকাঙ্ক্ষিত অপেক্ষার অবসান বাঁশির সুরে.. উফ উফ উফ, শুরুতেই অনুজয় এর উদাসী কন্ঠে আজকের গপ্পো পাঠ শুনে, গপ্পো শোনার আকর্ষণ অনেকাংশে বেড়ে গেলো.. বাঁশি বাদক যতীন বাবু ওরফে মীর আফসার আলী কে, আজ সাবলীল চরিত্রে অভিনয় শুনতে দুর্ধর্ষ অতুলনীয় লাগছে.. 🎉 ওদিকে অতসী মামী ওরফে পাপিয়া চক্রবর্তী কেও শুনে, হৃদয় ছোঁওয়া অনুভূতি জেগে উঠলো.. বুঝতে পারছি আজ শুরু হতেই কষ্টের কষ্টটা শেষ অবধি বহন করে চলতে হবে.. হোক না বইতে, এরকম গপ্পো শোনার মানসিক অবস্থা তৈরী হয়ে যায় আপনিই.. 🎉❤🎉Hat's off মীর আফসার আলী.. 😭😭💕🙏🌹🙏🌹🙏🌿🌿🌿🌿
হয়তো মনের কোনে অনেক দিনের অনেক কান্না জমে ছিল,ঠিক গুছিয়ে বলতে পারলামনা,কি জানি কেন অনেকক্ষণ ধরে কান্না রোধ করতে পারছিনা, অসাধারণ গল্পপাঠ, আবার নতুন একটি গল্পের আশায় থাকলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
When I listen to the audio story, I become emotional and cry. This is the third time tears have come to my eyes. The first was when I heard Arturo Gatti's letter in Mir Sir's voice (Chader Pahar), the second was Sherlock Holmes's (Final Problem) letter, and the third time is with this story. Thank you so much captain for providing us with such a voice that connects with our souls.
অসাধারণ! বুকের ভেতর ব্যথা করছে। চোখের জল বাঁধছেনা। কি শোনালে মীরভাই!! অসাধারণ অভিনয় পাপিয়া চক্রবর্ত্তীর। ভাবতেই অবাক লাগে, ইনি একাধারে অতসীমামী, অন্যদিকে পদ্মঝির অভিনয় করেছেন। কতোবড় অভিনয় ক্ষমতা থাকলে তা হয়। অনুজয়বাবুও অসাধারণ অভিনয় করেছেন। আর মীরভায়ের তো তুলনাই হয়না। সশ্রদ্ধ ভালবাসা সবাইকে।❤️❤️🥰🥰
অসাধারণ..!!💖🥹
জানিনা এছাড়া আর ঠিক কোন বিশেষণ ব্যবহার করা যায়, বা করা উচিত।
মন্ত্রমুগ্ধ হয়ে বসেছিলাম এই ৫৬ মিনিট।।😊
বাক্যহারা হয়ে পড়েছিলাম কয়েক মুহূর্ত।
চোখ দুটো থেকে অনর্গল ঝরে গেলো একটা বারি ধারা। 🥹♥️
আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই #গপ্পোমীরের_ঠেক এর পুরো টিমকে,আর অবশ্যই #ক্যাপ্টেন তোমায়। 🙏😇🌻
তোমাকে যে কি বলবো মীর দা?
শেষের দিকে যেমন চোখে জল এসেছিল
তেমনি তোমার বাঁশির সুরে খুব হেসেছি।
খুব সুন্দর হয়েছে।
ভালো থেকো দাদা ❤❤❤❤❤
আমার বাবা ও খুব সুন্দর বাঁশী বাজাতেন। মধ্যে রাতে হঠাৎ হঠাৎ তার বাঁশী র সুরে হৃদয় যেন কাকে খুঁজে বেড়াতো ।আজ কাঁদলাম , ভালো বেসে কাদলাম ❤❤।
হায়রে কি শুনলাম,কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছি,কিছু বলার ভাষা নাই,গল্পটা পড়েও এতো গভীর অনুভূতি হয়নি,অসাধারণ ❤❤
চোখ দিয়ে জল বেরিয়ে এলো🥲🥲 ভালোবাসার মানুষ কে পেয়েও কত অবহেলা করি🥲🥲
এমন ভাবে কেউ চলে যায়? মীর দাদা,মনে অনেক কষ্ট দিয়ে কাদিয়ে এভাবেই শেষ করে দিলে এত সুন্দর একটা বেদনা ভরা ঘটনার। খুব কষ্ট পেলাম আর অন্তরের কান্না থামানো গেল না।
মনে হচ্ছিল আমি যেন ভাগ্নে যতীন মামার😢😢
পাপিয়া দি মুগ্ধ করে দিলে আর তোমার অনবদ্য অভিনয় চোখে জল এনে দিল 🙏🏼❤🥺
পদ্ম ঝি আর এবার অতসী মামী
একজন ই মানুষ অভিনয় করেছে। অসাধারণ 😊
মন রে কৃষি কাজ জানোনা❤️❤️❤️
শ্যামা সংগীত এর সুরটা বাঁশিতে প্রথমেই শুনে বিমোহিত হয়েছি অনেকটা।❤️❤️
কি সৃষ্টি করেছো গুরুদেব!!! বাংলার রেডিও মীর নামক যে বিস্ময়কর প্রতিভার জন্ম দিয়েছে বাংলা চিরকাল তাকে মনে রাখবে। আহা কি সৃষ্টি ❤❤
অসম্ভব সুন্দর একটা গল্প শুনলাম "" অতসী মামী "" আপনি মীর সাহেব_অসাধারন একজন শিল্পী এবং একজন দক্ষ পরিচালক। আমার প্রনাম নেবেন। অবশ্যই অপেক্ষায় রইলাম আগামী শনিবার এর জন্য । এই গুলোই তো সত্যিই গল্প। ❤ আবার প্রাণ পেলেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় এর একটা অসামান্য গল্প।
খুব সুন্দর হয়েছে ক্যাপ্টেন, চোখে জল ধরে রাখা গেলো না ,আর বাঁশির সুরের তুলনা হয় না পুরো মন কাদিয়ে দিয়েছে❤️❤️❤️❤️
কি শুনলাম! প্রতিটা কথা যেনো বেদনার বাণ মেরে গেলো বুকে🙏
অসাধারণ উপস্থাপন 🙏❤️
Fatiye diechhe ekdom ❤❤❤
Sunchhi ami 60% hlo amr ❤❤❤❤
আমার মন ভরে গেছে। শেষ আবধি না কেদে থাকতে পারলাম। মামীর অভিনয় যেন মনের আত্নাকে কাদিয়ে তুলেছিলো। সত্যি কি দারুণ লেখনী ❤️❤️
মীরদা ও গোধূলির কাছে এই গল্পোগুলোর অনুরোধ রইল :-
১.কেরি সাহেবের মুন্সী - প্রমথনাথ বিশী
২. পাগলা সাহেবর কবর - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩. বিকেলের মৃত্যু - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪. সাদা বিড়াল,কালো বিড়াল - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫. অধীরাজ সিরিজ - সায়ন্তনী পূততুন্ডু
৬. মানবেন্দ্র পালের ভয়ের গল্প
৭. সুদীপ্ত-হেরম্যান সিরিজ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
৮. পাতাঝরার মরশুমে - স্মরণজিৎ চক্রবর্তী
৯. Frankenstein - Mary Shelley
১০. Treasure Island - Robert Louis Stevenson
১১. Oliver Twist - Charles Dickens
১২. Black Beauty - Anna Sewell
আমার নামের সাথে মিল থাকার কারণে এই গল্পটা পড়ার ইচ্ছা ছিল অনেক দিন আগেই , কিন্তু সেটা হয়ে ওঠেনি। অনেক ধন্যবাদ জানাই গপ্পো মীর এর ঠেক এ এই গল্পঃ টা সম্প্রচার এর জন্য। সত্যি এক কথায় অনবদ্য ❤❤❤।
Osadharon last e chokhe jol esegiye6ilo❤❤❤❤
অসম্ভব ভালো। ভাষা নেই ব্যক্ত করার। সবার এত সুন্দর অভিনয়.... মীর দা তুমি অসাধারণ। আর পাপিয়া দি তোমার অভিনয় চোখে জল আনলো
Asadharon....monta kemon jeno santo r thanda hoe gelo....ekta nistej valobasa sob kichu ke Shanti dilo..ekta odvut obekto jontrona moy valobasa chorie porlo Sara chorachor jure
ঝর ঝর করে কাদলাম......অনবদ্য সৃষ্টি মানিক বাবুর এবং আপনাদের গল্পপাঠ কে অন্য উচ্চতায় নিয়ে গেছে আবহসঙ্গীত।।
অসংখ্য ধন্যবাদ।।
আজ দিত্বীয়বার শুনলাম। কি অপূর্ব ,অনবদ্য কাহিনি ।গোটা শরীর মন কি এক অব্যক্ত আবেশে ভরে গেল ।এরকম একটা গল্প শোনানোর জন্য ধন্যবাদ ।
কি অপূর্ব performance.... atashi mami ar bhagne ..... Mir Da... তুমি জুয়েল দের তুলে এনেছ....প্রতিভাবানেরা সুযোগ পেয়ে ফাটিয়ে অভিনয় করেছে.... hats off.... love love love ❤
প্রথমে কাবুলি ওয়ালা তারপর পথের পাঁচালি, আবার এই অতসী মামী কোনোদিন ভুলবো না মীরদা কোনোদিন ভুলবো না 😢
রীতিমতো চোখের জল ধরে রাখতে পারলাম না মীর ভাই আমি শুনি আপনার সব গল্প আমার খুব ভালো লাগে ❤
এই মন মাতানো পাগলা করা বাঁশির সুরে নিজেকে যেনো এক স্রোতে ভাসিয়ে নিয়ে গেলো 😌😌😌
অতসী মামীর মতো যদি নারী সমাজ জাগ্রত থাকতো, পৃথিবীটা আরও সুন্দর হয়ে যেত 😢
Office e break e golper last part ta sune badhyo hoye washroom e chole jete holo... sottie asadharon golpo... papiya di asadharon.. tomar gola sune aj chokhe jol alo... hats off captain..
Khub sundor 💙💙💙golpo
Khub sundor basir sur 🪈
Chuto bela kokhono dida ba thamar golpo suninai
Ami nije amar chuto bhai ke amar boiar golpo gulo suniye ghum paratam
Aaj college student hoiye roz ghumonor agay tumar golpo suni
Sotti mon ta juriye jai 💚
Thank you very much 🙏
Uff, কি যে শুনলাম ,এক প্রকৃত প্রেম কাহিনীর সাক্ষী রয়ে গেলাম দুই চোখ ভরা জল নিয়ে ❤❤❤
প্রিয় মানুষ, প্রিয় জিনিস হারানোর যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন । চোখ ছলছল করছে, অনবদ্য
বাকরূদ্ধ!!!বাঁশি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো। সঙ্গে অসাধারণ পরিবেশন। স্যালুট টিম গপ্পো মীরের ঠেক❤❤❤
👊ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম নাহলে হয়তোবা এত সুন্দর গল্প শোনা হতো না😅
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান, আরণ্যক,
বিশেষ করে সকল নামকরা উপন্যাস শুনতে চাই 🙏
ঠিক বলেছেন। বাংলা কথাসাহিত্যের একটা ভিন্ন জাদু আছে
আতশী মামী আর যতীন মামার মত এমন নিবিড় ভালোবাসা আর আজকের জেনারেশন এ নেই । অসম্ভব সুন্দর উপস্থাপনা করেছেন স্যার ❤
ভাগ্যিস মীর আফসার আলী গপ্পো মীর এর ঠেক চালু করলেন.. তাই তো গপ্পো শুনে শুনে আমরা শ্রোতারা ও সাহিত্যিক হয়ে গেছি ছোটো খাটো.. বেশ মজার ব্যাপার.. 🎉🎉আর কিছুক্ষণ প্রত্যাশার অপেক্ষা.. 🙏🌿🙏🌹🌹
কি অসাধারণ উপস্থাপনা। ভাষা হারিয়ে গেছে।পাপিয়াদি,অনুজয় দা আর মীর দা এক কথায় অনবদ্য।চোখের সামনে যেন দেখতে পেলাম পুরোটা।কি অসামান্য করে তুললে গল্পঃ টাকে চোখের জল বাঁধ মানলনা।❤❤❤
কি সুন্দর গল্প ,,
আর পাপিয়া দির অভিনয়,, আহা!!,❤❤
আহা এরকম বাঁশি তে রামপ্রসাদি সুর , আর এরকম একটা গল্প সত্যি চোখে জল এসে গেল 😢😢😢 love you mir da ... আর যে শিল্পী এই বাঁশির সুরের অধিকারী তাঁকে আমার প্রণাম 🙏🙏🙏🙏🥲
❤❤❤যত শুনছি তত পদ্ম ঝির পতি। শ্রদ্ধা বারছে। অসাধারণ কন্ঠাভিনয়❤❤❤ 24:19
এতো রেল দুর্ঘটনা হয়েছে এতো টা কষ্ট যেন আজ বুকে বিধলো, কত আশা আখাঙ্খা নিয়ে মানুষ গুলো যাতায়াত করে হটাৎ একটা ধাক্কা ই যেন সব চুরমার হয়ে যায়। ভগবানের কাছে প্রাথনা এই যেন ওদের পরিবার গুলি ঠিক থাকে, ভালো থাকে।।😢😢😢😢😢
মীরের ঠেকে বিশেষ অনুরোধ মতি নন্দীর কোনী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারাণী এই দুটি গল্প চাই এটি আমার অনূরোধ আমি অনেক বার বলেছি হয়তো আমার কমেন্ট চোখে পড়েনি 😢
রাধারানি শরৎচন্দ্রের নয় বঙ্কিমচন্দ্রের লেখা।
ওটা ভুলে হয়ে গেছে স্পেলিং মিসটেক 🥲
নিস্তব্ধ বিকালে গ্রামের বাড়ির ছাদে বসে, পড়ন্ত বিকালে তুমি মনভারি হওয়ার কারণ হলে তুমি মীর দা 🍂 কিন্তু , আমি মন ভারী হওয়াতে আজ আমার মনই খুব খুশি 🙂ধন্যবাদ মীর দা আর ধন্যবাদ তোমার অসাধারণ গপ্প বলার ক্ষমতা ।।
Baah!... Oneeeek din por Anujoy da narrate korben❤❤
আমি সত্যি গর্বিত আমি বাঙালি হয়ে জন্মেছি ❤। বাঙালি না হলে এই অসাধারণ সাহিত্য সুখের ভাগিদার হতে পারতাম না ❤🎉
মনরে কৃষি কাজ জানো না.....। চমৎকার বাঁশি
Chokher jol dhore rakhte parlam na. Mir da tomake anekkk dhonnobad eto sundor bhabhe amader golpo guloke sonanor jonno. Ar kobike koti koti pronam eto sundor ekta golpo lekhar jonno 🙏🏻
Mir Vai....
Ektu Mirchi Thekeo Ghure ashun...🍁
চোখের জল বাঁধ মানে না,, কি শোনালে অসংখ্য ধন্যবাদ সব শিল্পী দের।
Choke jol........
Eto kadao keno....captain ❤
সত্যিই কি অনবদ্য সৃষ্টি! হৃদয় ছুঁয়ে গেল যে! সব শেষে শুধুই দীর্ঘশ্বাস .....🖤🖤🥺
অসম্ভব সুন্দর গল্পটা । কুর্নিশ লেখককে আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ এত ভালো একটা উপস্থাপনার জন্য.......
এ বাঁশি শুনে আমার জগৎ জননী মা এর কথা মনে পড়ে যায়.. যতীন মামা কে ঠাঁই দিয়েছেন মা তার কোলে.
আর সুর রয়ে গেলো আমাদের মনে আর প্রাণে💗
পল্লিসমাজ গল্পটা কে কে শুনতে চাই 😊 3:05
কি অনবদ্য উপস্থাপনা । পাপিয়া দি (ম্যাডাম) অসাধারণ বললেও কম বলা হবে । প্রতিটি মুহূর্ত যেনো জীবন্ত চোখের সামনে ❤️❤️। আমিও কাঁদছি , শুনতে শুনতে। আর ক্যাপ্টেন ❤️