মা কে হারিয়েছি ২৫ বছর। আমি আজো শোক কাটিয়ে উঠতে পারি নাই। এখন আমার বয়স ৫৪ । মনে হয় না, বাকি জীবনে ভুলতে পারবো। আল্লাহ পাক আপনি ওনাকে মাফ করে জান্নাত এর উচ্চ মাকাম দান করেন আমিন।
মা কে ভুলে যাওয়ার কী খুব প্রয়োজন আপনার? ৫৪ বছর বয়সেই মা কে ভোলার জন্য অস্থির হয়ে গেছেন?মা কে তো সারা জীবন মনের মণি কোঠায় যত্ন করে রেখে দেওয়া উচিৎ।
প্রিয় মা'কে নিয়ে বাংলা গানের প্রবাদপ্রতিম এক গীতিকার কিংবদন্তি প্রণব রায়ের অসাধারণ বাণী এবং বাংলা গানের কিংবদন্তি শিল্পী সুধীরলাল চক্রবর্তী'র অনন্য সুরে সৃষ্টি হয়েছিল অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান! প্রিয় মা'কে নিয়ে কালজয়ী এই স্মরণীয় গানের মূল শিল্পী কিংবদন্তি সুধীরলাল চক্রবর্তী স্বয়ং নিজেই। বাংলা গানের স্বর্ণযুগের সেই সময়ে মা'কে নিয়ে স্মরণীয় এই গান টি শ্রোতা মহলে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছিল। তবে, আমাদের প্রজন্মের বিদ্বগ্ধ শ্রোতারা কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা গানের আরেক কিংবদন্তি শিল্পী ড. অনুপ ঘোষালের অনবদ্য গায়কীতেই বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছে! ভারতীয় বাংলা গানের কিংবদন্তি শিল্পী অনুপ ঘোষাল তাঁর অনন্য এক দরদভরা কণ্ঠের মাধুরি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় গীতিকার কিংবদন্তি প্রণব রায় এবং কিংবদন্তি শিল্পী ও সুরকার সুধীরলাল চক্রবর্তী এবং কিংবদন্তি শিল্পী ড. অনুপ ঘোষাল এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
মায়ের সাথে কারোর তুলনা হয় না,যারা মাকে হারিয়েছে তারাই জানে । শিল্পী ও অসাধারণ গায়কী দিয়ে গেয়েছেন,সত্যিই গান টি শুনে চোখে জল ধরে রাখা যায় না,শিল্পী কে গভীর শ্রদ্ধা ও প্রনাম জানাই।
জানেন,, বেশি দিন হয়নি আমার মা হারিয়ে গেছে,,,,সারা জীবনের মত,,, এখন আমার বয়স 29 বাবা তো সেই কবেই চলে গেছে,,, সম্বল আমার ওই আমার মা ছিল আজ সে নেই যখন মনে পড়ে বুকটা ফেটে যায়,,,😭😭😭 কেনো হয় বলবেন একটু মা কেনো হারিয়ে যায়,,, 😭😭😭😭😭 সবার মা কেনো বেচে থাকেন না,,,,,,
বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পী সুধীরলাল চক্রবর্তীর গাওয়া এক অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান। যদিও আমরা ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী অনুপ ঘোষালের অসাধারণ গায়কীতেই মুগ্ধ এবং আপ্লূত হই। প্রিয় দুই কিংবদন্তি শিল্পী সুধীরলাল চক্রবর্তী এবং অনুপ ঘোষাল এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
মা কে নিয়ে অপূর্ব এই গানটি প্রত্যেক প্রজন্মের প্রিয় কি অসাধারণ কথা অসাধারণ গায়কী মা যেনো চোখের সামনে ভেসে উঠলো আমার মা অনেক দিন গতো হয়েছে ন চোখের জল বাধ মানলো না অনেক অনেক প্রনাম জানাই ❤❤🙏🙏
It's very painful to live without a Mother.I still miss her every day and every second.🎉.So guys love her, respect her, and pamper her😢, She is a Darling😢❤🎉
পড়াশোনার জন্য বাড়ির বাহিরে আছি। মায়ের মুখটি দেখি না বহুদিন। বাড়িওয়ালি আন্টি আমাকে অসম্ভব ভালোবাসে। তাকে মা বলে ডাকতে বলে। সুযোগ পেলে মা ডাকি, অনেকটা শান্তি পাই। কিন্তু ওনার দুটি মেয়ে খুব কষ্ট দেয়, কথা শোনায়। দুঃখ পেয়ে এইগান শুনতে আসি। মায়ের জন্য ভালোবাসা আর দুঃখ হাজার গুণ বেরেযায় 13 মার্চ 2024 রাত ১:৩৫ গোপালগঞ্জ, বাংলাদেশ
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ॥ তার মায়ায় ভরা সজল দিঠি সে কি কভু হারায়? সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায় সেই যে আমার মা বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥ প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুখের ঘরে সেই যে আমার মা বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥
পুজোর সময় এই গান শোনা হতো সেই সময় আনন্দ অনুভূতিটা ছিল অন্যরকম এ বছর পুজোয় মাকে হারিয়ে গানটা যেন শরীরে কাঁটা দিচ্ছে পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে মা তুমি যেখানেই থাকো ভালো থেকো আমাদের আশীর্বাদ করো😢😢😢
@@rinimukherjee2172 amar maa 17 Srabon baba bholanath er Janmodin e amake chere chole gelo.. tobe keno janina maa jeno amar songei ache.. maa kato bhalo manush chilo aj ta bujhte parchi .. tobe maa ke temon ami bhalobaste parini.. jatota amar gramer Manus onake bhalobashto ...ebar bujhte parchi uni amar kato baro bot gach chilo.. tobe amar ekhono aswathy gach ache .. ami jeno onake bhalo rakhte pari setai kamona kori bhagoban er kache..
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ।।(২) তার মায়ায় ভরা সজল দিঠি সেকি কভু হারায় সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আচ্ছে সন্ধ্যা রাতের তারায় সেই যে আমার মা..... বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ।। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি উঠে আলতা পড়া পায়ের ছোয়ায় রক্ত কমল ফোটে ।। (২) প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুখের ঘরে(২) সেই যে আমার মা (২) বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ।।
মধুর আমার মায়ের হাসি শিল্পীঃ সাদি মাহমুদ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ।। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ।। ❤❤❤❤❤❤ Uploaded by: Ekramul Haque ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ তার মায়ায় ভরা সজল বীথি সেকি কভু হারায় সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায় সেই যে আমার মা ।। বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ।। ⭐⭐⭐⭐⭐⭐⭐ তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি উঠে আলতা পড়া পায়ের ছোয়ায় রক্ত কমল ফোটে ।। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি উঠে আলতা পড়া পায়ের ছোয়ায় রক্ত কমল ফোটে ।। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুখের ঘরে সেই যে আমার মা ।। সেই যে আমার মা ।। বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা সেই যে আমার মা ।। ❤⭐❤⭐❤⭐❤
I have recently lost my best friend, philosopher and guide my mom, sweet mom for kidney failure. Please pray for her. She was all of mine. I can not alive without you my mom. 😭😭😭😭😭😭😭😭
মা! পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাক।
Joy amar Maatridebi, joy Amar Maa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
মন ভরে গেল
ধন্যবাদ শেয়ার করার জন্য
মা বাবা মানুষের জন্য অমূল্য সম্পদ।
৩০ বছরে ও তৃষ্ণা মেটেনি, আজও সেই সাদকালো নিয়েই আছি।রঙিন যেন এক দুরারোগ্য ব্যাধির মতো মনে হয়।
"মা" এই শব্দটার গভীরতার কোনো শেষ নেই।
ভীষণ ভালো লাগল আপনার কন্ঠ
ঈশ্বর আপনার মঙ্গল করুন
অসাধারণ পোস্ট করেছেন
অসংখ্য ধন্যবাদ
মাগো খুব মনে পড়ে তোমায়
কেন আমায় ছেড়ে চলে গেলে
না ফেরার দেশে,তোমার রাঙ্গা চরণ যুগল সর্বদা চোখে ভাসে
Amar maa 17 Srabon baba bholanath er Janmodin e amake chere chole gelo .. tobe jano dada keno janina maa amar songei jeno ache ..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
পৃথিবীতে একমাত্র আপন জন মা
চলে গেলেন অনুপ ঘোষাল 78 yrs এ। কি অসাধারণ গলা।অজস্র প্রণাম 🙏❤🙏
মাতৃবন্দনার অপূর্ব গানটি প্রত্যেক প্রজন্মের প্রিয়। গানটার সুর অনেকটা কাজী নজরুলের গানের সুরের অনুপ্রাণিত হয়েছে মনে হয় বারবার শুনলে
খুব পচ্ছন্দের একটা গান।কেউ এসে যদি like, comment করে তাহলে নোটিফিকেশন পেয়ে আবার এসে শুনে যাবো প্রিয় গানটি🥰🥰🥰🥰
আবার শুনুন
⁰
আবারো শুনুন দাদা🥺🥹
সুধির লাল চক্রবর্তী মসাই কে অশেষ ধন্যবাদ এই গানটির স্রষ্টা উনি পরে অনেকেই রি রেকর্ড করেছেন শত শত প্রণাম জানাই শিল্পী চরণ ❤❤❤❤❤❤❤❤
গানটি লিখেছেন প্রনব রায়।
এই গানটা তো আধুনিক গান।রবিদ্রসঙ্গীত নয়।তবু এই প্রয়াসের জন্য ধন্যবাদ ।আপনার কণ্ঠস্বর টা দারুন মধুর।
মা কে হারিয়েছি ২৫ বছর। আমি আজো শোক কাটিয়ে উঠতে পারি নাই। এখন আমার বয়স ৫৪ । মনে হয় না, বাকি জীবনে ভুলতে পারবো। আল্লাহ পাক আপনি ওনাকে মাফ করে জান্নাত এর উচ্চ মাকাম দান করেন আমিন।
মা কে ভুলে যাওয়ার কী খুব প্রয়োজন আপনার? ৫৪ বছর বয়সেই মা কে ভোলার জন্য অস্থির হয়ে গেছেন?মা কে তো সারা জীবন মনের মণি কোঠায় যত্ন করে রেখে দেওয়া উচিৎ।
আমিন
আহা।বড্ডবেশী কান্না পাচ্ছে।মাগো আশীর্ব্বাদ করো।তোমরা কেন অমর হলেনা।।❤❤😊😊😢😢❤❤
আমার মা চলে গেছেন. 2022. আর কখনও ভাল হওয়া হবেনা.
২০১৮; বয়স তখন ১০ মাত্র 😢😭😭😭
মা তো মাই মা এক দিকে আর সমগ্রঃ বিশ্ব এক দিকে মাই এগিয়ে থাকবে এই আমার মা।
মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। মমতাময় মা ❤
আমার নামে চাঁদ আছে,মাকে হারিয়েছি ২০১৯ সালে,বিয়ে করেনি আর দুই দাদা ও এক ভাই বিয়ে করেছে,সেইজন্য এই গানটা শুনলে আমার চোখে জল আসে,
Excellent song and excellent voice of Dr.Anup Ghoshal ❤️👍🏼
প্রিয় মা'কে নিয়ে বাংলা গানের প্রবাদপ্রতিম এক গীতিকার কিংবদন্তি প্রণব রায়ের অসাধারণ বাণী এবং বাংলা গানের কিংবদন্তি শিল্পী সুধীরলাল চক্রবর্তী'র অনন্য সুরে সৃষ্টি হয়েছিল অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
প্রিয় মা'কে নিয়ে কালজয়ী এই স্মরণীয় গানের মূল শিল্পী কিংবদন্তি সুধীরলাল চক্রবর্তী স্বয়ং নিজেই।
বাংলা গানের স্বর্ণযুগের সেই সময়ে মা'কে নিয়ে স্মরণীয় এই গান টি শ্রোতা মহলে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছিল।
তবে, আমাদের প্রজন্মের বিদ্বগ্ধ শ্রোতারা কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা গানের আরেক কিংবদন্তি শিল্পী ড. অনুপ ঘোষালের অনবদ্য গায়কীতেই বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছে!
ভারতীয় বাংলা গানের কিংবদন্তি শিল্পী অনুপ ঘোষাল তাঁর অনন্য এক দরদভরা কণ্ঠের মাধুরি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।
ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় গীতিকার কিংবদন্তি প্রণব রায় এবং কিংবদন্তি শিল্পী ও সুরকার সুধীরলাল চক্রবর্তী এবং কিংবদন্তি শিল্পী ড. অনুপ ঘোষাল এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
মায়ের সাথে কারোর তুলনা হয় না,যারা মাকে হারিয়েছে তারাই জানে । শিল্পী ও অসাধারণ গায়কী দিয়ে গেয়েছেন,সত্যিই গান টি শুনে চোখে জল ধরে রাখা যায় না,শিল্পী কে গভীর শ্রদ্ধা ও প্রনাম জানাই।
Ato modhur..chokhe pani chole ashe...amader ammuder Allah pak nek hayat dan koruk
বিগত ২৬বছর আগে মাকে হারালেও প্রতিনিয়ত শয়নে স্বপনে মাকে মনে পড়ে।
ভাই আমিও আপনার মত হতভাগা ২৩ টা বছর হয়ে গেলো মাকে হারিয়ে ফেলছি
জ্যোতির্ময়ী মুখার্জী - এত সুন্দর গান, বুক জুড়িয়ে যায়,মন ভরে যায় ।।🙏
মাকে যে কত হাজার কোটি ভালবাসি তার একবিন্দুও প্রকাশ করতে পারিনা।বেশি কথা বলে আড়ালে গিয়ে কাদি তাও বুৃজতে দিতে পারিনা কত ভালবাসি মাকে😢😢😢
যার মা নেই কেবল সেই বুঝবে মা না থাকার অনুভূতি । আমরা মায়ের খেদমত করার সপথ গ্রহণ করি।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏👌👌👌👌👌👌 very good very good
২২/১০/২০২২ মাকে হারাইছি
বাবাকে হারাইছি ১০/১১/২০১৫ চোখের পানি মুছতে মুছতে লিখলাম
জানেন,, বেশি দিন হয়নি আমার মা হারিয়ে গেছে,,,,সারা জীবনের মত,,, এখন আমার বয়স 29 বাবা তো সেই কবেই চলে গেছে,,, সম্বল আমার ওই আমার মা ছিল আজ সে নেই যখন মনে পড়ে বুকটা ফেটে যায়,,,😭😭😭 কেনো হয় বলবেন একটু মা কেনো হারিয়ে যায়,,, 😭😭😭😭😭 সবার মা কেনো বেচে থাকেন না,,,,,,
ঠিক ই বলেছেন,, মা না থাকার অনেক কস্ট,, যার নেই সে বোঝে 😢
ma na thakar ki bedana .Apnar ma achhen ?
আমার মা কে খুব মনে পড়ছে
বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পী সুধীরলাল চক্রবর্তীর গাওয়া এক অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান।
যদিও আমরা ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী অনুপ ঘোষালের অসাধারণ গায়কীতেই মুগ্ধ এবং আপ্লূত হই।
প্রিয় দুই কিংবদন্তি শিল্পী সুধীরলাল চক্রবর্তী এবং অনুপ ঘোষাল এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
মা কে নিয়ে অপূর্ব এই গানটি প্রত্যেক প্রজন্মের প্রিয় কি অসাধারণ কথা অসাধারণ গায়কী মা যেনো চোখের সামনে ভেসে উঠলো আমার মা অনেক দিন গতো হয়েছে ন চোখের জল বাধ মানলো না অনেক অনেক প্রনাম জানাই ❤❤🙏🙏
আমার মা নেই , মা কে হারানোর ব্যাথা সারা জীবন থাকবে |
যাদের মা বর্তমান আছে তারা মা কে সবসময় প্রাধান্য দিয়ে সেবা করতে ভুল করবেননা |
অসংখ্য ধন্যবাদ দাদা
It's very painful to live without a Mother.I still miss her every day and every second.🎉.So guys love her, respect her, and pamper her😢, She is a Darling😢❤🎉
অসংখ্য ধন্যবাদ দাদা❤
Ekdom thik👍👍👍👍👍
একদম ঠিক কথা স্যার ।মা ত মাঈ গান জত শুনি অর শুনতে ইছে হয় ।অসাধারণ গান ।অনেক ধন্নবদ জনাই ।স্যার
আহ, কি গায়কী ❤️💚
আমি সদ্য মাতৃহারা হয়েছি। এই গান শুনে চোখের জল যে আর থামে না।
এই গানটি শুনে শুনে অনেক রাত কেটেছে
অপূর্ব মর্মস্পর্শী গান! শুনতে শুনতে যেন মাকে দেখতে পাই।
অপূর্ব অপূর্ব। এই গানের তুলনা হয় না
Maa এর কথা মনে porley du nayan jale ভোরে যায়
এই পৃথিবীতে মা ছাড়া আপনজন আর কে আছে জানা নেই । ঈশ্বর দেখি নি । মা মাঝে দেখেছি ঐশ্বরিক শক্তি❤❤❤
পড়াশোনার জন্য বাড়ির বাহিরে আছি। মায়ের মুখটি দেখি না বহুদিন। বাড়িওয়ালি আন্টি আমাকে অসম্ভব ভালোবাসে। তাকে মা বলে ডাকতে বলে। সুযোগ পেলে মা ডাকি, অনেকটা শান্তি পাই। কিন্তু ওনার দুটি মেয়ে খুব কষ্ট দেয়, কথা শোনায়। দুঃখ পেয়ে এইগান শুনতে আসি। মায়ের জন্য ভালোবাসা আর দুঃখ হাজার গুণ বেরেযায়
13 মার্চ 2024
রাত ১:৩৫
গোপালগঞ্জ, বাংলাদেশ
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ॥
তার মায়ায় ভরা সজল দিঠি
সে কি কভু হারায়?
সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে
সেই যে আমার মা
বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা ॥
Ma to mai hay jar ma nei se bodhay aro besi bujhbe ma na thakar kaskto ki
অপূর্ব ❤
Bah. Khu....b sundor. Besh bhalo laglo mayer gaan. Onek Dhonyobad janai shilpi ke. Suvechha Roylo.🌿🌹💖🌹🌿
খুবই সুন্দর কন্ঠস্বর।খুবই ভালো লাগল💓।
Sob theke atai best❤....onk abeg diye gawa...onno gulate ai feel ta Ashe na
A mother love is never exhibited. So every body should be love his/her mother.💖💖
পুজোর সময় এই গান শোনা হতো সেই সময় আনন্দ অনুভূতিটা ছিল অন্যরকম এ বছর পুজোয় মাকে হারিয়ে গানটা যেন শরীরে কাঁটা দিচ্ছে পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে মা তুমি যেখানেই থাকো ভালো থেকো আমাদের আশীর্বাদ করো😢😢😢
Osadhoron....jemon kotha temon sur...🙏🙏
Ai gaanter upujukto kontho apnar-e best voice.
যার মা নেই কেবল সেই বুঝবে মা না থাকার অনুভূতি ।
খুব সুন্দর
❤❤❤❤❤ এই গানটা শুনলে আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়
Onk Sundor! Onk valo laga ai gan suna.
Maa er sneha bhalobasay jemon khad nei ei gaanti otemoni forever.
আমার অনেক প্রিয় গানটি আহাঃ কি কথা কি সুর ❤️❤️❤️❣️❣️❣️ ভালো থাকুক পৃথিবীর সকলের মা বাবা এত সুন্দর গান মাত্র এই কয়জন কমেন্ট করছে
First commenter.song ta khub sundor
Khoob bhalo gaan .
গানটি শুনতে শুনতে মনে হচ্ছে মা মা করে চিৎকার করি
গানটা শুনে অশ্রু সংবরণ করতে পারি নাই
বাবা,মা হলো জান্নাত,যখন বাবা,মার কথা মনে পড়ে তখন আমার দুই চোখ দিয়ে নদীর মত পানি বহে যায়
Ajker dine gaanti shune baro bhalo laglo .
তোমায় ভালোবাসি মা বলতে পারিনি 🙏🙏
Ami o pari ni
@@rinimukherjee2172 amar maa 17 Srabon baba bholanath er Janmodin e amake chere chole gelo.. tobe keno janina maa jeno amar songei ache.. maa kato bhalo manush chilo aj ta bujhte parchi .. tobe maa ke temon ami bhalobaste parini.. jatota amar gramer Manus onake bhalobashto ...ebar bujhte parchi uni amar kato baro bot gach chilo.. tobe amar ekhono aswathy gach ache .. ami jeno onake bhalo rakhte pari setai kamona kori bhagoban er kache..
Old is Gold. Very Beautiful Bengali Song about Maa Kali of Famous Male Bengali Singer Anup Ghoshal.
Apurbo
মা হারানোর কি যে ব্যাথা,যার নেই মা,সে বোঝে সেই ব্যাথা।
Very good song, very good song, very good singer.
অসাধারণ
Jotobar shuni chokh vize Ashe. Kothay harie gelo maa.😢
মা!
তোমায় আর কোনোদিন দেখতে পাবো না।
তোমায় আর জড়িয়ে ধরতে পারবো না এইটা ভাবতেই কলিজা কেপে উঠে। 😭
মা কে হারিয়েছি ২০০৭ সালে মায়ের সৃতি আমাকে সব সময় আমাকে তারিয়ে বেরায় সবার মা সত বছর বেচে থাকুক দোয়া করি আমিন
মা ❤❤❤❤❤
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।(২)
তার মায়ায় ভরা সজল দিঠি
সেকি কভু হারায়
সে যে জড়িয়ে আছে
ছড়িয়ে আচ্ছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা.....
বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।
তার ললাটের সিঁদুর নিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোয়ায়
রক্ত কমল ফোটে ।। (২)
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে(২)
সেই যে আমার মা (২)
বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।
Excellent music.voice
.My salute to Anup Ghoshal
.
Amer ai ganta onak valo lakhsha
Rest in eternal peace Anup Ghoshal 🙏
Khub khub maa ke mone pore
Sooooooo nice
Joy Amar swargiya Maatridebi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারন
অনেক ভাল লাগার গান..❤️❤️❤️🙏
Kb mone porche👌👌👌👍
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে
Excellent 👌....
Maa ❤
Darun aamar prio gan
Excellent.
Excellent song 🎵
আমার বাবার খুব প্রিয় গান ছিল।
মা হারানোর ব্যাথা সেই বুঝে যার মা নেই।
দেশের বাইরে থাকি
খুব মনে পড়ে মা কে🥺🥺🥹😭
Aunup my best singer...❤
এই জীবনে অনেক কিছু হারিয়েও আমি পূর্ন,,শুধু এই একটা শব্দ হারিয়ে আমি আজন্ম অপূর্ণ,,,,!
আম্মা আমি তোমার ছায়ায় ছায়ায় বাচিঁ!
মধুর আমার মায়ের হাসি
শিল্পীঃ সাদি মাহমুদ
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।
❤❤❤❤❤❤
Uploaded by:
Ekramul Haque
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
তার মায়ায় ভরা সজল বীথি
সেকি কভু হারায়
সে যে জড়িয়ে আছে
ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা ।।
বিশ্ব ভূবন মাঝে তাহার
নেই কো তুলনা
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।
⭐⭐⭐⭐⭐⭐⭐
তার ললাটের সিঁদুর নিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোয়ায়
রক্ত কমল ফোটে ।।
তার ললাটের সিঁদুর নিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোয়ায়
রক্ত কমল ফোটে ।।
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে
সেই যে আমার মা ।।
সেই যে আমার মা ।।
বিশ্ব ভূবন মাঝে তাহার
নেই কো তুলনা
সেই যে আমার মা ।।
❤⭐❤⭐❤⭐❤
কিছু কিছু গান শুনলে চোখে জল চলে আসে
Amar Maa chole geche 11 years holo. Proti sec maa k mone pore r Ei gaan ta khub kadai.
I have recently lost my best friend, philosopher and guide my mom, sweet mom for kidney failure. Please pray for her. She was all of mine. I can not alive without you my mom. 😭😭😭😭😭😭😭😭
❤জননী জন্ম ভূমিস্চ সর্গাদপী গরিয়সী।
মা ❤
বিশ্ব ভূবন মা যে তাহার নেইকো তুলনা।
Anup Ghodhal da best
এটা কি রবিন্দ্র,,না নজরুল!! বলা 3:02 3:04 হচ্ছে রবিন্দ্র,, তবে এ গানের কোন তুলনা 2:44 হয় না। অপূর্ব।।
Evergreen song of Sudhirlal Chakravorty which is written by Pranab Roy & composed by Sudhirlal Chakravorty.