হিড়িক সাইকেল ষ্টোর শাওন ভাই আমাকে এই গানটি উপহার দিয়েছেন যা আমার ভিষন ভালো লেগেছে। অসাধারণ গানটি। কতো কথা কতোই বেদনা লুকিয়ে আছে এখানে আমি মুগ্ধ ধন্যবাদ 🙏🙏❤️❤️
নজরুল গীতি শোনার জন্য আমরা অনেক শিল্পী ই বিকল্প হিসেবে পাই কিন্তু নজরুল গীতি র কোনো বিকল্প নেই ।কাজী নজরুল ইসলাম এক এবং অদ্বিতীয়, অতুলনীয়, অবিস্মরণীয়।
"নজগীতির শব্দে শব্দে প্রতি লাইনে লাইনে প্রেমের কি অপূর্ব আবেদন প্রেমিকার প্রতি হৃদয়ের প্রেমোদগার করা হয়েছে এ আবেদনের জুটি পাওয়া সত্যি যেনো বিরল। শিল্পীর কন্ঠে গাওয়া সঙীতটি আরও জীবন্ত, অমর।আমি--১৯৬৪ সাল থেকে নজরুল গীতি শুনে থাকি। আজও খুব ভাল লাগল।ধন্যবাদ শিল্পীকে। বাংলাদেশ থেকে।
হে মহান শিল্পী ,সকালবেলায় বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ এক গীতিকারের এমন একটা গান শোনালেন আপনার অপূর্ব মায়াবী কন্ঠে প্রৌঢ় বয়সেও চোখের জল বাধা মানে না ।বারবার শুনি আর বাকরুদ্ধ হয়ে পড়ি । আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি।
তোমার সুললিত কণ্ঠে এই গানটি দিনে কম পক্ষে একবার শোনার জন্য মন আমাকে ডেকে চলে। আগেও লিখেছি,শুনতে শুনতে তোমার প্রেম সাগরে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাই অতলে। ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা নিও। আমি নিজ হাতে স্বাধীন করা দেশটিকে ছেড়ে পরবাসী দেশান্তরী হয়ে কানাডার একটি ঘরে বসে শুধু লেখালেখি করি। কিছুটা সখের গায়কও বটে। তাই গানটানও করি। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, হেমায়েত বাহিনী। লেখক ও আইনজীবী। কানাডা। মন্ট্রিয়ল।
দোলা দেবী, আমি জন্মভূমি প্রিয় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের সাত সমুদ্র তেরনতীর পাড়ের দেশ কানাডার মন্ট্রিয়লের একটি নির্জন কক্ষে বসে আপনার মধুর কণ্ঠে পরিবেশিত গানটি শুনলাম। শুনে শুনে যেন আর আফসোস মেটেনা। তাই শুনতে শুনতে মনেরই অজান্তেই আপনার প্রেমে পড়ে গেলাম। বাস্তবিকই এরকম কখনো আগে পড়িনি। জানি, এরকম অনেক পুরুষই আপনার প্রেমে পড়েছে, পড়বে। তবু হাত বাড়ালাম। আমি দীর্ঘকাল বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। তাঁর মাধ্যমেই ভারতের অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা ও নাট্য ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। কলকাতা গেলে বরাবরই আমি সুনীলদার গড়িয়াহাট এর পারিজাত ভবনের নয় তলায় সুনীলদার সাথে থাকতাম। তিনি চলে যাওয়ার পর আর কলকাতা যাওয়া হয় না। ভালো থাকবেন। এ পারে যদি নাও দেখা হয়,পরপারে যেন দেখা হয়। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুতো বীর মুক্তি যোদ্ধা। লেখক ও আইনজীবী। উল্লেখ্য, সুনীলদা আর আমি বাংলাদেশের মাদারিপুরের পূর্ব মাইজপাড়ার সন্তান। আমি ও আমার স্ত্রী ফরিদা পারভীন উদ্যোগী হয়ে দাদাকে সপরিবারে দু’বারই তাঁর জন্মগ্রামে নিয়ে গিয়েছি ২০০৩ ও ২০০৮ খৃস্টাব্দে। আমার ফোন নম্বর হোমঃ ৫১৪ ৭৩৯ ৭৭৬১।
আমরা মানুষকে ভালবাসিনা, তার কার্যকারিতা, উপযোগিতাকেই ভালবাসি। এই বাস্তব সত্যটাকে বেশ কয়েকটি উদাহরণ সহ এমনভাবে সুরের জালে কথার বিস্তার ঘটিয়েছেন নজরুল, শুনলেই জীবনকে উপলব্ধি করা যায়, মানুষের কাছে নিজের মূল্যও উপলব্ধি করা যায়। কমেন্ট রেখে গেলাম, সকলে শুনুন আর এই গান দিয়ে উপলব্ধি করুন নিজের জীবনকে।
বাগদেবীর অর্চনা র দিনে আপনার প্রথম গাল শুনলাম ৷ খুব ভালো লাগলো। একমাত্র সুরই পারে রূপ ময় জগৎ থেকে মানুষকে অরূপের জগতে নিযে যেতে আপনার সুর সাধনা সার্থক হোক।
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান! প্রিয় শিল্পী'র গায়কী সত্যি সত্যিই অসাধারণ এবং অনবদ্য! প্রিয় শিল্পী'কে অভিনন্দন ও শুভ কামনা অবিরাম💞 যদিও আমরা কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি! ভারতীয় বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏
অনেক শিল্পীর কণ্ঠে গানটি শুনেছি কিন্তু আপনার কণ্ঠে ও শুনলাম কি অপূর্ব অনুভুতিটা ঠিক এমন, যেন হৃদয়ের খুব গভীরে গিয়ে স্পর্শ করেছে আমার ,অনেক ধন্যবাদ দোলা !!
আপনার স্মৃতির মৃত্যু নেই অমর হয়ে থাকবেন বাংগালী জাতির কাছে আপনার অর্জন আর আকাশ ছোঁয়া প্রতিভা মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, ভালো থাকবেন ঐ পাড়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম !
এই গানের মাধ্যমে কবি সত্য কথাটি বলেদিলেন। তার জীবনের লিখা গান গুলোর পিছনের ইতিহাস গুলো খুব কঠিন । মানুষ শুধু সুবিধা ভোগ করে যায় দিন শেষে দাতাকে ভুলে যায়।
আমি বাংলাদেশ থেকে বাইশ হাজার মাইল দুরে সোমালিয়ার এক প্রন্তে বসে এই সনজীবনি সুধা শ্রবণ করছি। শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। দিদি তোমার অক্ষয় সুখের সোনালী কিরণে জীবন উদ্যান আলোকিত থাক প্রতিনিয়ত । সুখে থাক, আজ,কাল,পরশু, সারাটি জীবণ ।।
আমার প্রিয় গান টা,,, যদিও আমি নব্বই শতকের না,,,, বার বার মনে পরে প্রিয় মানুষটার কথা হৃদয়ে লেখা থাকবে তার নাম স্বর্ণ অক্ষরে,,,, বার বার মনে পড়বে এই নাইন টা কতদিন দেখি নি তোমায়............ ভালো থাকুক প্রিয় মানুষটা
অসাধারণ গায় কি ঢং। অনেক অনেক ভালো লাগলো ফ্রান্স হয়ে গেল ব্যথিত তাপিত প্রাণ জুড়িয়ে গেল। This is really a parallel song and nazrul is the second to none Bangladeshi
হিড়িক সাইকেল ষ্টোর শাওন ভাই আমাকে এই গানটি উপহার দিয়েছেন যা আমার ভিষন ভালো লেগেছে। অসাধারণ গানটি। কতো কথা কতোই বেদনা লুকিয়ে আছে এখানে আমি মুগ্ধ ধন্যবাদ 🙏🙏❤️❤️
এমন গানের সাথে যুক্ত থাকাটা ভাগ্যের ব্যাপার।
অসাধারণ গেয়েছেন দিদি।
কি অসাধারণ উপস্থাপনা! হৃদয় স্পর্শ করে যায়! অসংখ্য ধন্যবাদ দোলা ব্যানার্জি।
খুব সুন্দর।
নজরুল সব গানই মন কাড়তে পারে।
শুধু দোলা বানার্জীর মত আন্তরিক যোগ্য শিল্পী দরকার।
ধন্যবাদ
ধন্যবাদ
মন ছুঁয়ে গেলো। উদাস করে গেলো।
নজরুল গীতি শোনার জন্য আমরা অনেক শিল্পী ই বিকল্প হিসেবে পাই কিন্তু নজরুল গীতি র কোনো বিকল্প নেই ।কাজী নজরুল ইসলাম এক এবং অদ্বিতীয়, অতুলনীয়, অবিস্মরণীয়।
দোলা ব্যানার্জি গাইবেন বলেই হয়তো কাজী নজরুলের কলমে এই গানের সৃষ্টি💘
আমার নজরুল গীতি ভালো লাগে?
"নজগীতির শব্দে শব্দে প্রতি লাইনে লাইনে প্রেমের কি অপূর্ব আবেদন প্রেমিকার প্রতি হৃদয়ের প্রেমোদগার করা হয়েছে এ আবেদনের জুটি পাওয়া সত্যি যেনো বিরল।
শিল্পীর কন্ঠে গাওয়া সঙীতটি আরও জীবন্ত, অমর।আমি--১৯৬৪ সাল থেকে নজরুল গীতি শুনে থাকি। আজও খুব ভাল লাগল।ধন্যবাদ শিল্পীকে।
বাংলাদেশ থেকে।
কী চমৎকার একটি নজরুল গীতি অসাধারণ ভাবে পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।
ধন্যবাদ জানাই
হে মহান শিল্পী ,সকালবেলায় বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ এক গীতিকারের এমন একটা গান শোনালেন আপনার অপূর্ব মায়াবী কন্ঠে প্রৌঢ় বয়সেও চোখের জল বাধা মানে না ।বারবার শুনি আর বাকরুদ্ধ হয়ে পড়ি । আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি।
নজরুল সংগীত যে এত এত ভালো, আগে কখনোই বুজতাম না,আপনার গলায় সুনতে আরো বেশি লাগছে,ধন্যবাদ ম্যাম
গান শুনছেন জীবনে?
এত সুন্দর গানের কথা ! এত মধুর সুর !এত মিষ্টি গলা ! এত আবেগ দিয়ে গাওয়া ! অসাধারণ!!অসাধারণ!! অতুলনীয়!!
আমি কন্ঠের প্রেমে পড়ে গেলাম। সৃষ্টিকর্তা কতটা সুন্দর কন্ঠ দান করেছেন
তোমার সুললিত কণ্ঠে এই গানটি দিনে কম পক্ষে একবার শোনার জন্য মন আমাকে ডেকে চলে। আগেও লিখেছি,শুনতে শুনতে তোমার প্রেম সাগরে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাই অতলে। ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা নিও। আমি নিজ হাতে স্বাধীন করা দেশটিকে ছেড়ে পরবাসী দেশান্তরী হয়ে কানাডার একটি ঘরে বসে শুধু লেখালেখি করি। কিছুটা সখের গায়কও বটে। তাই গানটানও করি। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, হেমায়েত বাহিনী। লেখক ও আইনজীবী। কানাডা। মন্ট্রিয়ল।
ধন্যবাদ জানাই
Tai
Amr canada jawar khub icca
এই গানটি আপনার মতো এত সুন্দর করে আর কি কেউ গেয়েছেন? মনে হয় না। আপনি আরো আরো গেয়ে যান। শুভেচ্ছা রইল।
গান আর জীববৈচিত্রের এতো সুন্দর মিলন আমার হ্রৃদয় ছুয়েছে। আশা করি এগান আর বৈচিত্র দেখলে মনের ক্লান্তি অনেকের দুর হবে।
একদম
Excellent...didi
নজরুল এক কালজয়ী নাম, এক কালজয়ী প্রতিভা,অসাধারণ রোমান্টিক তার গানগুলো, অসাধারণ, চরম অসাধারণ । ❤। দোলা দিদির কন্ঠ অনেক মিষ্টি। নজরুলের এই কালজয়ী গানটিতে সুর দেবার জন্য দোলাদিদিকে ধন্যবাদ। বাংলাদেশের কুড়িগ্রাম হতে......রাসেল পাটোয়ারী।
❤
গানের কথাগুলো জীবনের সাথে মিলে যায়। কবির অসাধারণ ভাবনায় লেখা। বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রিয় কবি।।
গানের কথাগুলো যেন মন কেড়ে নিয়ে নেয় শিল্পীর কণ্ঠে প্রান জুড়িয়ে যায় আর অশ্রু সে তো বাঁধ মানে না ।
যতদিন বাংলা ভাষা এই ধরনীতে থাকবে ততদিন এই গানটি অক্ষয় হয়ে মানুষের মুখে মুখে থাকবে।❤❤❤
❤❤❤❤❤
যখন ই গানটি শুনি নিজেকে হারিয়ে ফেলি।সত্যিই অসাধারণ পরিবেশন।
আহা যেমন গানের কথা সুর তেমনি কণ্ঠ একেবারে মুগ্ধ হয়ে শুনলাম।
দোলা দেবী, আমি জন্মভূমি প্রিয় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের সাত সমুদ্র তেরনতীর পাড়ের দেশ কানাডার মন্ট্রিয়লের একটি নির্জন কক্ষে বসে আপনার মধুর কণ্ঠে পরিবেশিত গানটি শুনলাম। শুনে শুনে যেন আর আফসোস মেটেনা। তাই শুনতে শুনতে মনেরই অজান্তেই আপনার প্রেমে পড়ে গেলাম। বাস্তবিকই এরকম কখনো আগে পড়িনি। জানি, এরকম অনেক পুরুষই আপনার প্রেমে পড়েছে, পড়বে। তবু হাত বাড়ালাম। আমি দীর্ঘকাল বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। তাঁর মাধ্যমেই ভারতের অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা ও নাট্য ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। কলকাতা গেলে বরাবরই আমি সুনীলদার গড়িয়াহাট এর পারিজাত ভবনের নয় তলায় সুনীলদার সাথে থাকতাম। তিনি চলে যাওয়ার পর আর কলকাতা যাওয়া হয় না। ভালো থাকবেন। এ পারে যদি নাও দেখা হয়,পরপারে যেন দেখা হয়। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুতো বীর মুক্তি যোদ্ধা। লেখক ও আইনজীবী। উল্লেখ্য, সুনীলদা আর আমি বাংলাদেশের মাদারিপুরের পূর্ব মাইজপাড়ার সন্তান। আমি ও আমার স্ত্রী ফরিদা পারভীন উদ্যোগী হয়ে দাদাকে সপরিবারে দু’বারই তাঁর জন্মগ্রামে নিয়ে গিয়েছি ২০০৩ ও ২০০৮ খৃস্টাব্দে। আমার ফোন নম্বর হোমঃ ৫১৪ ৭৩৯ ৭৭৬১।
)ল
77
U
পাগল
ধন্যবাদ
আমি আর কিছু চাই না। শুধু বাংলা গান শুনেই জীবন কাটাতে চাই।
আমি বিমোহিত, খুব সুন্দর গায়কী কন্ঠশৈলী অত্যন্ত চমৎকার।
এই গানটা আমি ছোটো থেকে ফিরোজা বেগমের কন্ঠে শুনে এসেছি,আজ ও শুনি। আপনার টাও শুনলাম ,বেশ ভালো লাগল ।
Apurba o asadharon 🌲🌳🌳🌲🌲🌳🌳🌲🌲
দিদি নমস্কার, এক কথায় অসাধারণ ।❤
আমরা মানুষকে ভালবাসিনা, তার কার্যকারিতা, উপযোগিতাকেই ভালবাসি। এই বাস্তব সত্যটাকে বেশ কয়েকটি উদাহরণ সহ এমনভাবে সুরের জালে কথার বিস্তার ঘটিয়েছেন নজরুল, শুনলেই জীবনকে উপলব্ধি করা যায়, মানুষের কাছে নিজের মূল্যও উপলব্ধি করা যায়। কমেন্ট রেখে গেলাম, সকলে শুনুন আর এই গান দিয়ে উপলব্ধি করুন নিজের জীবনকে।
খুব মিষ্টি কন্ঠস্বর ।
বড়ই ভাল গেয়েছেন, আপনার কন্ঠে আরও অনেক নজরুল গীতি শুনতে ইচ্ছুক।
অনিন্দ্য সুন্দর আবহে,অনুপম আবেগে আপ্লুত সুরের এ প্রবাহ হৃদয় থেকে কন্ঠ হয়ে আত্মা জুড়ে ব্যাপ্ত হলো।
C5
❤❤❤
অসাধারণ উপস্থাপনা! হৃদয় স্পর্শ করে যায়! অসংখ্য ধন্যবাদ দোলা ব্যানার্জি।
মনে প্রশান্তি লাগার মতো কতা ও সুর ধন্যবাদ প্রান পুরুষ কাজী নজরুল স্যারকে এবং এতো আদর করে পরিবেশন করার জন্য ডলি মেম কে।
বাংলাদেশের অবস্থা ভালো না, তবুও গানটা মনকে শীতল করে দিলো৷ নজরুল এক অসাম্প্রদায়িক চেতনা, যাকে সবার কণ্ঠে প্রয়োজন।
বাংলা ভাষাটাই এবার বাদ হবে ঐ দেশে...!!
😮😮😮
আর এইসব গান শুনবে না ওরা...
শুধু জেহাদ হবে..সারা পৃথিবীর বিরুদ্ধে..🤣🤣🤣
আহা কি মেজাজ কি স্বর ক্ষেপণ, আপনি ভাল থাকুন,আরো ভাল ভাল গান শোনান আপনার গান শুনে মুগ্ধ হই,প্রনাম নেবেন।
ধন্যবাদ
সত্যিই খুব ভাল লাগল। অন্তর দিয়ে গেয়েছেন অন্তর দিয়ে শুনলাম। ভাল থেকো।😊
বাগদেবীর অর্চনা র দিনে আপনার প্রথম গাল শুনলাম ৷ খুব ভালো লাগলো। একমাত্র সুরই পারে রূপ ময় জগৎ থেকে মানুষকে অরূপের জগতে নিযে যেতে আপনার সুর সাধনা সার্থক হোক।
"Ami" bondu det songa 'o"kono relation rakche na
ধন্যবাদ জানাই
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
প্রিয় শিল্পী'র গায়কী সত্যি সত্যিই অসাধারণ এবং অনবদ্য! প্রিয় শিল্পী'কে অভিনন্দন ও শুভ কামনা অবিরাম💞
যদিও আমরা কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি!
ভারতীয় বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏
অসাধারণ দরদ দিয়ে গাওয়া গানটি শুনে সত্যিই উপভোগ করলাম। দোলা ব্যানর্জীকে জানাই অকুন্ঠ ভালোবাসা ❤
দোলা দেবীকে গানটির জন্য বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন ।
খুব ভালো গেয়েছেন। আপনার সাফল্য কামনা
করি। ভীষণ ভালো।
অনেক শিল্পীর কণ্ঠে গানটি শুনেছি কিন্তু আপনার কণ্ঠে ও শুনলাম কি অপূর্ব অনুভুতিটা ঠিক এমন,
যেন হৃদয়ের খুব গভীরে গিয়ে স্পর্শ করেছে আমার ,অনেক ধন্যবাদ দোলা !!
Superb. Mind blowing, directly touch the heart. 💕🙏👌
ধন্যবাদ জানাই
সবই ভাল লাগল. হলেও ' শব্দটা নিশ্চই ভুল গাইলেন ৷
love from bangladesh
@@dolabanerjee6694
ভারী সুন্দর -বড় মনোহর!
তুলনা নাহি হয়
খুব ভালো নিশ্চয়।
...অপূর্ব মধুঝরা মিষ্টি কন্ঠের পরিবেশন।এই প্রজন্মের হয়েও এই অর্থবোধক গানটি কতবার শুনি তার হিসেব নেই।
রাত্রি যখন গভীর,এই গানটি শুনি নিশ্চুপ হয়ে,আকাশসম ভালোলাগা কাজ করে,মন প্রাণ জুড়িয়ে যায়।দোলা ব্যানার্জি শ্রদ্ধেয় শিল্পী কন্ঠের পুরো সুর যেন উজাড় করে ঢেলে দিল এই গানে।ভালোবাসা আর ভালোবাসা রইলো শিল্পীর প্রতি।
দোলা দেবী আমি বাংলাদেশী। আপনি কি করে এত সুন্দর করে গাইলেন? আপনার জন্য শুভেচ্ছা এবং একগুচ্ছ ভালোবাসা রইল ♥️♥️♥️
দেরি হলো যে মনে পড়েছে এটা অনেক।শুভেচ্ছা জানাই।
অসাধারণ, হৃদয়স্পর্শ করা গান। যতই শুনি ততই ভালো লাগে। কখনো কখনো গভীর রাতে একা ঘরে গানাটা শুনি আর জীবনের অতীত বর্তমান নিয়ে ভাবতে থাকি।
আমি ও গভীর রাতে এই গানটি শুনি অতীত বর্তমান ভাবতে থাকি
কীর্ত্তন গান শোনাচ্ছেন যেন কোন বিরহিনী ব্ৰজ্ব বধূ ৷ এক কথায় অপূর্ব ৷
অসাধারণ গেয়েছেন, শুভকামনা নিরন্তর।
নিঃসন্দেহে অসাধারণ। অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ।
দিদি, অসাধারণ গেয়েছেন। অনেক অনেক শুভ কামনা রইলো।
An excellent presentation with exceptional voice that attracts the core of heart and takes away into a solitary arena...I salute you didi...
Same feelings like you and unparalleled song and nazrul is the second to none in Bangladesh
সত্যিই ভীষণ সুন্দর, অসাধারণ বাংলা গান কত যে মধুর হতে পারে বোঝা যায়।
শতভাগ, দারুণ পারফেক্ট গেয়েছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ !
অসম্ভব সুন্দর গেয়েছো। এক কথায় অনবদ্য
অপূর্ব গায়কী ❤
মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেছেন শিল্পী কে পুনঃ বার শ্রদ্ধা।
অসাধারণ পরিবেশন । আবেক দিয়ে গানটি যথার্থ ।
দারুন দারুন খুব ভালো লাগলো, অসংখ্য মানুষ
আপনার স্মৃতির মৃত্যু নেই অমর হয়ে থাকবেন বাংগালী জাতির কাছে আপনার অর্জন আর আকাশ ছোঁয়া প্রতিভা মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, ভালো থাকবেন ঐ পাড়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম !
এক কথায় অতি চমৎকার। কি মিষ্টি কন্ঠ। আমার খুব প্রীয় গানের একটী।
বার বার শুনি আহারে কি সুন্দর মন ভরে যায় বার বার শুনেও শেষ হয় না কি কমেন্টস করবো ভেবে পাই না, গান শুনতে শুনতে ঘুমের দেশে চলে যাই গান শুনতে শুনতে ভোর হয়
অসাধারণ লেখায় অসাধারণ একটা কন্ঠ। আমার শোনা সেরা গান।
এই গানের মাধ্যমে কবি সত্য কথাটি বলেদিলেন। তার জীবনের লিখা গান গুলোর পিছনের ইতিহাস গুলো খুব কঠিন । মানুষ শুধু সুবিধা ভোগ করে যায় দিন শেষে দাতাকে ভুলে যায়।
যতোকাল রবে পদ্মা মেঘনা যমুনা ততোকাল রবে কবি কাজি নজরুলের মহিমা,বাংলার মানুষ কখনো ভুলবার নয় কবি কাজি নজরুল ইসলাম কে।
গরিবের পেটে হাতো দিয়েযারাকলাগাছতারাকোথায়
ধন্যবাদ জানাই
যখন মনটা এলোমেলো লাগে তখন নজরুলের অপরুপ সৃষ্টি সাথে দোলা দেবীর সুরের জাদু শুনে শান্তি পাই।
অসাধারণ সুর এবং প্রাপ্তি হৃদয়ের উন্মোচনায় ভরে যায় প্রাণ, কী অসাধারণ কন্ঠ মনে হয় শুনি আর শুনি। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অফুরন্ত শুভকামনা রইল🙏
ধন্যবাদ জানাই
একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে পারে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম।
মুগ্ধ হলাম। খুব ভাল গেয়েছেন।
শুভ কামনা রইল।
এই রকম নাহলে কি প্রকৃত প্রেমিক কবি হয় । অসাধারণ 👌❤️❤️❤️
গত তিন মাস ধরে প্রতিদিনই গানটি শুনে চলেছি। খুবই সুন্দর উপস্থাপনা।
তোমার শ্যামা মায়ের গান, খ্রিস্টএর সন্মান না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সবগুলোই ভালো বাসতে হবে।
তাই তো বলে ধর্ম যার যার উত্সব সবার।
আমি বাংলাদেশ থেকে বাইশ হাজার মাইল দুরে সোমালিয়ার এক প্রন্তে বসে এই সনজীবনি সুধা শ্রবণ করছি। শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। দিদি তোমার অক্ষয় সুখের সোনালী কিরণে জীবন উদ্যান আলোকিত থাক প্রতিনিয়ত । সুখে থাক, আজ,কাল,পরশু, সারাটি জীবণ ।।
Ki modhur sur apurba ❤❤❤❤❤❤❤
তন্ময় হয়ে শুধু শুনলাম। অসাধারন গেয়েছেন প্রিয়।
আমার প্রিয় গান টা,,,
যদিও আমি নব্বই শতকের না,,,,
বার বার মনে পরে প্রিয় মানুষটার কথা হৃদয়ে লেখা থাকবে তার নাম স্বর্ণ অক্ষরে,,,,
বার বার মনে পড়বে এই নাইন টা কতদিন দেখি নি তোমায়............
ভালো থাকুক প্রিয় মানুষটা
অসাধারণ গান ও গায়কী। গান শুনে মন ভরে গেলো।অনেক সাধুবাদ জানাই সুপ্রিয় শিল্পীকে।
অসাধারণ কন্ঠ। ভালো লাগল।
আমার অতি প্রিয় একটি গান,অতীতের সুখ স্মৃতি রোমন্থন করারপক্ষে আদর্শ একটি গান
গান হলে ও অবসান …. আহা কী আবেগতাড়িত কথা!
আমার প্রীয় একটি গান কত বার যে শুনেছি তার কোন হিসেব নাই! মন খারাপ থাকলে এই গান শুনি❤️ যিনি গেয়েছেন তার জন্য ভালোবাসা অসাধারণ গেয়েছেন!!
মধুর আকর্ষণীয় বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে, আত্মিক সম্পর্ক, শিল্পীকে অশেষ ধন্যবাদ !
There will be no 2nd Nazrul. A gifted talent by almighty Allah.
Music is Divine. Geet hridayer'khadya'.
Ami Europe theke shunchi. Oshadharon ❤
খুব সুন্দর
খুব ভাল লাগে গানটা শুনলে।ম্যামের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালবাসা।
অপূর্ব কণ্ঠ, ভালো ভালো ভালো
আমার পছন্দের গান,পৃথিবীতে অমর হয়ে থাকবে।
কাজী নজরুল ইসলাম, আল্লাহ তোমাকে এতো পতিভা দিয়েছিলেন। আল্লাহ তোমাকে পরকালে ভালো রাখুক।আমিন
প্রতিভা।
❤❤❤
আমিন।
আমার খুব প্রিয় নজরুল গীতি। উনার কণ্ঠ খুব সুন্দর।
যেমন কণ্ঠ তেমনি বাদ্য যন্ত্রের তালে মিলালো সুর, অসাধারণ!!! ❤
সুন্দর এই গানের কথাগুলোর সাথে যে দৃশ্যগুলোর অবতরণ করা হয়েছে তা অসাধারণ সুন্দর। দৃশ্য সংযোজনকারীকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাই
দরদিয়া সুরে
আমি এক অধম
ভালো বাসা রেখেই গেলাম
Singer is with so lovely voice.. simply best..
দোলা ব্যানাজির কন্ঠে অসাধারন সুর ভালোবাসা নিবেন আপনি ও প্রিয় কাজী নজরুল ইসলাম ❤
Asadharan laglo Doka devi apnake isswar aro aro safollo dik. Apni khub valo thakun aro aro gan geye amader sokolke anondo din. God bless you.
অসাধারণ গায় কি ঢং। অনেক অনেক ভালো লাগলো ফ্রান্স হয়ে গেল ব্যথিত তাপিত প্রাণ জুড়িয়ে গেল। This is really a parallel song and nazrul is the second to none Bangladeshi
বাঃ, সুন্দর, খুব খুব ভালো লাগলো। গলা খুব সুন্দর।
কমেন্ট করে গেলাম ২০২৫ ৫ ই জানুয়ারির এর মাঝরাতে। বিয়ে হলে সেই রাতে দেখতে আসবো
অসম্ভব সুন্দর গাইলেন আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️❤️
নজরুলের জন্ম না হলে আমার জন্ম নেয়া ব্যর্থ মনে হতো।কারন এতো সুন্দর সুন্দর সংগীত থেকে বঞ্চিত হয়ে যেতাম।
ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ শিল্পী মহোদয় কে
অনেক সুন্দর কন্ঠ অসাধারণ। কবি কে প্রনাম শিল্পী কে ধন্যবাদ।
অসাধারণ সুর ও কণ্ঠস্বর। ভীষণ ভীষণ ভালো লাগলো👌❤️🌹🎵🎶🎹🎹🎹
Onkkk beshi sundr❤