Nazrulgeeti I Amay Nohe Go I আমায় নহে গো I Dola Banerjee Pastel Entertainment

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 827

  • @nayonray7654
    @nayonray7654 10 месяцев назад +21

    হিড়িক সাইকেল ষ্টোর শাওন ভাই আমাকে এই গানটি উপহার দিয়েছেন যা আমার ভিষন ভালো লেগেছে। অসাধারণ গানটি। কতো কথা কতোই বেদনা লুকিয়ে আছে এখানে আমি মুগ্ধ ধন্যবাদ 🙏🙏❤️❤️

  • @amitbiswas1278
    @amitbiswas1278 9 месяцев назад +7

    এমন গানের সাথে যুক্ত থাকাটা ভাগ্যের ব্যাপার।
    অসাধারণ গেয়েছেন দিদি।

  • @morshed2446
    @morshed2446 10 месяцев назад +16

    কি অসাধারণ উপস্থাপনা! হৃদয় স্পর্শ করে যায়! অসংখ্য ধন্যবাদ দোলা ব্যানার্জি।

  • @trafdarsabu7399
    @trafdarsabu7399 Год назад +27

    খুব সুন্দর।
    নজরুল সব গানই মন কাড়তে পারে।
    শুধু দোলা বানার্জীর মত আন্তরিক যোগ্য শিল্পী দরকার।

  • @uniquecreation6239
    @uniquecreation6239 3 месяца назад +30

    নজরুল গীতি শোনার জন্য আমরা অনেক শিল্পী ই বিকল্প হিসেবে পাই কিন্তু নজরুল গীতি র কোনো বিকল্প নেই ।কাজী নজরুল ইসলাম এক এবং অদ্বিতীয়, অতুলনীয়, অবিস্মরণীয়।

  • @arafatkhan7645
    @arafatkhan7645 10 месяцев назад +17

    দোলা ব্যানার্জি গাইবেন বলেই হয়তো কাজী নজরুলের কলমে এই গানের সৃষ্টি💘

    • @MohammadYousuf-y1o
      @MohammadYousuf-y1o Месяц назад

      আমার নজরুল গীতি ভালো লাগে?

  • @md.abdulhalim6167
    @md.abdulhalim6167 10 месяцев назад +12

    "নজগীতির শব্দে শব্দে প্রতি লাইনে লাইনে প্রেমের কি অপূর্ব আবেদন প্রেমিকার প্রতি হৃদয়ের প্রেমোদগার করা হয়েছে এ আবেদনের জুটি পাওয়া সত্যি যেনো বিরল।
    শিল্পীর কন্ঠে গাওয়া সঙীতটি আরও জীবন্ত, অমর।আমি--১৯৬৪ সাল থেকে নজরুল গীতি শুনে থাকি। আজও খুব ভাল লাগল।ধন্যবাদ শিল্পীকে।
    বাংলাদেশ থেকে।

  • @uttamdas-bq9bj
    @uttamdas-bq9bj Год назад +24

    কী চমৎকার একটি নজরুল গীতি অসাধারণ ভাবে পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।

  • @swapansarkar3911
    @swapansarkar3911 3 месяца назад +5

    হে মহান শিল্পী ,সকালবেলায় বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ এক গীতিকারের এমন একটা গান শোনালেন আপনার অপূর্ব মায়াবী কন্ঠে প্রৌঢ় বয়সেও চোখের জল বাধা মানে না ।বারবার শুনি আর বাকরুদ্ধ হয়ে পড়ি । আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি।

  • @anikRoy-yj1qo
    @anikRoy-yj1qo 9 месяцев назад +11

    নজরুল সংগীত যে এত এত ভালো, আগে কখনোই বুজতাম না,আপনার গলায় সুনতে আরো বেশি লাগছে,ধন্যবাদ ম্যাম

    • @shahriarhasan8480
      @shahriarhasan8480 8 месяцев назад

      গান শুনছেন জীবনে?

  • @Voicefordrr
    @Voicefordrr 7 месяцев назад +11

    এত সুন্দর গানের কথা ! এত মধুর সুর !এত মিষ্টি গলা ! এত আবেগ দিয়ে গাওয়া ! অসাধারণ!!অসাধারণ!! অতুলনীয়!!

  • @mdazadul2896
    @mdazadul2896 Год назад +27

    আমি কন্ঠের প্রেমে পড়ে গেলাম। সৃষ্টিকর্তা কতটা সুন্দর কন্ঠ দান করেছেন

  • @razzakhowlader7364
    @razzakhowlader7364 Год назад +17

    তোমার সুললিত কণ্ঠে এই গানটি দিনে কম পক্ষে একবার শোনার জন্য মন আমাকে ডেকে চলে। আগেও লিখেছি,শুনতে শুনতে তোমার প্রেম সাগরে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাই অতলে। ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা নিও। আমি নিজ হাতে স্বাধীন করা দেশটিকে ছেড়ে পরবাসী দেশান্তরী হয়ে কানাডার একটি ঘরে বসে শুধু লেখালেখি করি। কিছুটা সখের গায়কও বটে। তাই গানটানও করি। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, হেমায়েত বাহিনী। লেখক ও আইনজীবী। কানাডা। মন্ট্রিয়ল।

  • @santomitra8702
    @santomitra8702 Год назад +13

    এই গানটি আপনার মতো এত সুন্দর করে আর কি কেউ গেয়েছেন? মনে হয় না। আপনি আরো আরো গেয়ে যান। শুভেচ্ছা রইল।

  • @faruqhossain4554
    @faruqhossain4554 11 месяцев назад +15

    গান আর জীববৈচিত্রের এতো সুন্দর মিলন আমার হ্রৃদয় ছুয়েছে। আশা করি এগান আর বৈচিত্র দেখলে মনের ক্লান্তি অনেকের দুর হবে।

  • @abusultanpatowary
    @abusultanpatowary Год назад +18

    নজরুল এক কালজয়ী নাম, এক কালজয়ী প্রতিভা,অসাধারণ রোমান্টিক তার গানগুলো, অসাধারণ, চরম অসাধারণ । ❤। দোলা দিদির কন্ঠ অনেক মিষ্টি। নজরুলের এই কালজয়ী গানটিতে সুর দেবার জন‍্য দোলাদিদিকে ধন‍্যবাদ। বাংলাদেশের কুড়িগ্রাম হতে......রাসেল পাটোয়ারী।

  • @subashalder2683
    @subashalder2683 Год назад +24

    গানের কথাগুলো জীবনের সাথে মিলে যায়। কবির অসাধারণ ভাবনায় লেখা। বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রিয় কবি।।

    • @RatnaBiswas-t3v
      @RatnaBiswas-t3v 6 месяцев назад

      গানের কথাগুলো যেন মন কেড়ে নিয়ে নেয় শিল্পীর কণ্ঠে প্রান জুড়িয়ে যায় আর অশ্রু সে তো বাঁধ মানে না ।

  • @JharnaMajumder-tr3tu
    @JharnaMajumder-tr3tu 6 месяцев назад +14

    যতদিন বাংলা ভাষা এই ধরনীতে থাকবে ততদিন এই গানটি অক্ষয় হয়ে মানুষের মুখে মুখে থাকবে।❤❤❤

  • @SurajitPatra-cc7rw
    @SurajitPatra-cc7rw 6 месяцев назад +11

    যখন ই গানটি শুনি নিজেকে হারিয়ে ফেলি।‌সত্যিই অসাধারণ পরিবেশন।

  • @AbdurRauf-h3m
    @AbdurRauf-h3m Год назад +12

    আহা যেমন গানের কথা সুর তেমনি কণ্ঠ একেবারে মুগ্ধ হয়ে শুনলাম।

  • @razzakhowlader7364
    @razzakhowlader7364 Год назад +447

    দোলা দেবী, আমি জন্মভূমি প্রিয় বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের সাত সমুদ্র তেরনতীর পাড়ের দেশ কানাডার মন্ট্রিয়লের একটি নির্জন কক্ষে বসে আপনার মধুর কণ্ঠে পরিবেশিত গানটি শুনলাম। শুনে শুনে যেন আর আফসোস মেটেনা। তাই শুনতে শুনতে মনেরই অজান্তেই আপনার প্রেমে পড়ে গেলাম। বাস্তবিকই এরকম কখনো আগে পড়িনি। জানি, এরকম অনেক পুরুষই আপনার প্রেমে পড়েছে, পড়বে। তবু হাত বাড়ালাম। আমি দীর্ঘকাল বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। তাঁর মাধ্যমেই ভারতের অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা ও নাট্য ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। কলকাতা গেলে বরাবরই আমি সুনীলদার গড়িয়াহাট এর পারিজাত ভবনের নয় তলায় সুনীলদার সাথে থাকতাম। তিনি চলে যাওয়ার পর আর কলকাতা যাওয়া হয় না। ভালো থাকবেন। এ পারে যদি নাও দেখা হয়,পরপারে যেন দেখা হয়। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুতো বীর মুক্তি যোদ্ধা। লেখক ও আইনজীবী। উল্লেখ্য, সুনীলদা আর আমি বাংলাদেশের মাদারিপুরের পূর্ব মাইজপাড়ার সন্তান। আমি ও আমার স্ত্রী ফরিদা পারভীন উদ্যোগী হয়ে দাদাকে সপরিবারে দু’বারই তাঁর জন্মগ্রামে নিয়ে গিয়েছি ২০০৩ ও ২০০৮ খৃস্টাব্দে। আমার ফোন নম্বর হোমঃ ৫১৪ ৭৩৯ ৭৭৬১।

    • @emdadulislam7411
      @emdadulislam7411 Год назад +2

      )ল

    • @shahjahanmridha8269
      @shahjahanmridha8269 Год назад +2

      77
      U

    • @109942
      @109942 Год назад +5

      পাগল

    • @dolabanerjee6694
      @dolabanerjee6694 Год назад +8

      ধন্যবাদ

    • @xraytv4971
      @xraytv4971 Год назад +8

      আমি আর কিছু চাই না। শুধু বাংলা গান শুনেই জীবন কাটাতে চাই।

  • @mofiulalam4248
    @mofiulalam4248 Год назад +12

    আমি বিমোহিত, খুব সুন্দর গায়কী কন্ঠশৈলী অত্যন্ত চমৎকার।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Год назад +7

    এই গানটা আমি ছোটো থেকে ফিরোজা বেগমের কন্ঠে শুনে এসেছি,আজ ও শুনি। আপনার টাও শুনলাম ,বেশ ভালো লাগল ।

  • @gurupadade2783
    @gurupadade2783 3 дня назад +1

    Apurba o asadharon 🌲🌳🌳🌲🌲🌳🌳🌲🌲

  • @swapankarmakar3526
    @swapankarmakar3526 Год назад +6

    দিদি নমস্কার, এক কথায় অসাধারণ ।❤

  • @gopinath00103
    @gopinath00103 4 месяца назад +4

    আমরা মানুষকে ভালবাসিনা, তার কার্যকারিতা, উপযোগিতাকেই ভালবাসি। এই বাস্তব সত্যটাকে বেশ কয়েকটি উদাহরণ সহ এমনভাবে সুরের জালে কথার বিস্তার ঘটিয়েছেন নজরুল, শুনলেই জীবনকে উপলব্ধি করা যায়, মানুষের কাছে নিজের মূল্যও উপলব্ধি করা যায়। কমেন্ট রেখে গেলাম, সকলে শুনুন আর এই গান দিয়ে উপলব্ধি করুন নিজের জীবনকে।

  • @runarunkumar5173
    @runarunkumar5173 8 месяцев назад +5

    বড়ই ভাল গেয়েছেন, আপনার কন্ঠে আরও অনেক নজরুল গীতি শুনতে ইচ্ছুক।

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +40

    অনিন্দ্য সুন্দর আবহে,অনুপম আবেগে আপ্লুত সুরের এ প্রবাহ হৃদয় থেকে কন্ঠ হয়ে আত্মা জুড়ে ব্যাপ্ত হলো।

  • @AmirulIslam-fw8du
    @AmirulIslam-fw8du 3 месяца назад +2

    অসাধারণ উপস্থাপনা! হৃদয় স্পর্শ করে যায়! অসংখ্য ধন্যবাদ দোলা ব্যানার্জি।

  • @tofazzalhossain7140
    @tofazzalhossain7140 4 месяца назад +1

    মনে প্রশান্তি লাগার মতো কতা ও সুর ধন্যবাদ প্রান পুরুষ কাজী নজরুল স্যারকে এবং এতো আদর করে পরিবেশন করার জন্য ডলি মেম কে।

  • @emonshaha7683
    @emonshaha7683 5 месяцев назад +14

    বাংলাদেশের অবস্থা ভালো না, তবুও গানটা মনকে শীতল করে দিলো৷ নজরুল এক অসাম্প্রদায়িক চেতনা, যাকে সবার কণ্ঠে প্রয়োজন।

    • @gopalroy922
      @gopalroy922 2 месяца назад

      বাংলা ভাষাটাই এবার বাদ হবে ঐ দেশে...!!
      😮😮😮
      আর এইসব গান শুনবে না ওরা...
      শুধু জেহাদ হবে..সারা পৃথিবীর বিরুদ্ধে..🤣🤣🤣

  • @kantichakrabarty5504
    @kantichakrabarty5504 Год назад +3

    আহা কি মেজাজ কি স্বর ক্ষেপণ, আপনি ভাল থাকুন,আরো ভাল ভাল গান শোনান আপনার গান শুনে মুগ্ধ হই,প্রনাম নেবেন।

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 Год назад +6

    সত্যিই খুব ভাল লাগল। অন্তর দিয়ে গেয়েছেন অন্তর দিয়ে শুনলাম। ভাল থেকো।😊

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +18

    বাগদেবীর অর্চনা র দিনে আপনার প্রথম গাল শুনলাম ৷ খুব ভালো লাগলো। একমাত্র সুরই পারে রূপ ময় জগৎ থেকে মানুষকে অরূপের জগতে নিযে যেতে আপনার সুর সাধনা সার্থক হোক।

  • @LaboniPaul-c2w
    @LaboniPaul-c2w 10 месяцев назад +5

    প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
    প্রিয় শিল্পী'র গায়কী সত্যি সত্যিই অসাধারণ এবং অনবদ্য! প্রিয় শিল্পী'কে অভিনন্দন ও শুভ কামনা অবিরাম💞
    যদিও আমরা কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি!
    ভারতীয় বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏

  • @EasternDigital-hf3ff
    @EasternDigital-hf3ff 10 дней назад

    অসাধারণ দরদ দিয়ে গাওয়া গানটি শুনে সত্যিই উপভোগ করলাম। দোলা ব্যানর্জীকে জানাই অকুন্ঠ ভালোবাসা ❤

  • @md.shafiqulislamsiddique6292
    @md.shafiqulislamsiddique6292 6 месяцев назад +4

    দোলা দেবীকে গানটির জন্য বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন ।

  • @IM-kp3ok
    @IM-kp3ok 3 месяца назад +2

    খুব ভালো গেয়েছেন। আপনার সাফল্য কামনা
    করি। ভীষণ ভালো।

  • @snrtopu
    @snrtopu Год назад +23

    অনেক শিল্পীর কণ্ঠে গানটি শুনেছি কিন্তু আপনার কণ্ঠে ও শুনলাম কি অপূর্ব অনুভুতিটা ঠিক এমন,
    যেন হৃদয়ের খুব গভীরে গিয়ে স্পর্শ করেছে আমার ,অনেক ধন্যবাদ দোলা !!

    • @dipalichakraborty2644
      @dipalichakraborty2644 Год назад +1

      Superb. Mind blowing, directly touch the heart. 💕🙏👌

    • @dolabanerjee6694
      @dolabanerjee6694 Год назад

      ধন্যবাদ জানাই

    • @gopalsarkar6249
      @gopalsarkar6249 Год назад +1

      সবই ভাল লাগল. হলেও ' শব্দটা নিশ্চই ভুল গাইলেন ৷

    • @robiulislam6668
      @robiulislam6668 11 месяцев назад

      love from bangladesh
      @@dolabanerjee6694

  • @MDNajmul-fq9sn
    @MDNajmul-fq9sn Месяц назад

    ভারী সুন্দর -বড় মনোহর!
    তুলনা নাহি হয়
    খুব ভালো নিশ্চয়।
    ...অপূর্ব মধুঝরা মিষ্টি কন্ঠের পরিবেশন।এই প্রজন্মের হয়েও এই অর্থবোধক গানটি কতবার শুনি তার হিসেব নেই।
    রাত্রি যখন গভীর,এই গানটি শুনি নিশ্চুপ হয়ে,আকাশসম ভালোলাগা কাজ করে,মন প্রাণ জুড়িয়ে যায়।দোলা ব্যানার্জি শ্রদ্ধেয় শিল্পী কন্ঠের পুরো সুর যেন উজাড় করে ঢেলে দিল এই গানে।ভালোবাসা আর ভালোবাসা রইলো শিল্পীর প্রতি।

  • @shamimahmed10307
    @shamimahmed10307 Месяц назад +1

    দোলা দেবী আমি বাংলাদেশী। আপনি কি করে এত সুন্দর করে গাইলেন? আপনার জন্য শুভেচ্ছা এবং একগুচ্ছ ভালোবাসা রইল ♥️♥️♥️

  • @Ranjitghosh1
    @Ranjitghosh1 3 месяца назад +2

    দেরি হলো যে মনে পড়েছে এটা অনেক।শুভেচ্ছা জানাই।

  • @MDAbdullah-my4pd
    @MDAbdullah-my4pd Год назад +7

    অসাধারণ, হৃদয়স্পর্শ করা গান। যতই শুনি ততই ভালো লাগে। কখনো কখনো গভীর রাতে একা ঘরে গানাটা শুনি আর জীবনের অতীত বর্তমান নিয়ে ভাবতে থাকি।

    • @RatnaBiswas-t3v
      @RatnaBiswas-t3v 6 месяцев назад

      আমি ও গভীর রাতে এই গানটি শুনি অতীত বর্তমান ভাবতে থাকি

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +3

    কীর্ত্তন গান শোনাচ্ছেন যেন কোন বিরহিনী ব্ৰজ্ব বধূ ৷ এক কথায় অপূর্ব ৷

  • @SleepyCaveWaterfall-du5dn
    @SleepyCaveWaterfall-du5dn 6 месяцев назад +1

    অসাধারণ গেয়েছেন, শুভকামনা নিরন্তর।

  • @bishwajitmondal7024
    @bishwajitmondal7024 6 месяцев назад +2

    নিঃসন্দেহে অসাধারণ। অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ।

  • @subashalder2683
    @subashalder2683 Год назад +4

    দিদি, অসাধারণ গেয়েছেন। অনেক অনেক শুভ কামনা রইলো।

  • @Mdferoz-hu1hb
    @Mdferoz-hu1hb 3 месяца назад +2

    An excellent presentation with exceptional voice that attracts the core of heart and takes away into a solitary arena...I salute you didi...

    • @AlomgirHosin-h8b
      @AlomgirHosin-h8b 19 дней назад

      Same feelings like you and unparalleled song and nazrul is the second to none in Bangladesh

  • @ahammedsharif5375
    @ahammedsharif5375 20 дней назад +1

    সত্যিই ভীষণ সুন্দর, অসাধারণ বাংলা গান কত যে মধুর হতে পারে বোঝা যায়।

  • @mahbubulalammilon5923
    @mahbubulalammilon5923 2 месяца назад

    শতভাগ, দারুণ পারফেক্ট গেয়েছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ !

  • @bananipramanik52
    @bananipramanik52 3 месяца назад +1

    অসম্ভব সুন্দর গেয়েছো। এক কথায় অনবদ্য

  • @TusherRoy-fu6qw
    @TusherRoy-fu6qw 5 месяцев назад +2

    অপূর্ব গায়কী ❤
    মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেছেন শিল্পী কে পুনঃ বার শ্রদ্ধা।

  • @BaridMahanti-zw9im
    @BaridMahanti-zw9im 4 месяца назад +1

    অসাধারণ পরিবেশন । আবেক দিয়ে গানটি যথার্থ ।

  • @pinakidutta6661
    @pinakidutta6661 5 месяцев назад +1

    দারুন দারুন খুব ভালো লাগলো, অসংখ্য মানুষ

  • @Saifulislam-tx5nd
    @Saifulislam-tx5nd 4 месяца назад +1

    আপনার স্মৃতির মৃত্যু নেই অমর হয়ে থাকবেন বাংগালী জাতির কাছে আপনার অর্জন আর আকাশ ছোঁয়া প্রতিভা মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, ভালো থাকবেন ঐ পাড়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম !

  • @samirmukherjee4932
    @samirmukherjee4932 7 месяцев назад +1

    এক কথায় অতি চমৎকার। কি মিষ্টি কন্ঠ। আমার খুব প্রীয় গানের একটী।

  • @satyaranjanpaul6192
    @satyaranjanpaul6192 3 месяца назад +2

    বার বার শুনি আহারে কি সুন্দর মন ভরে যায় বার বার শুনেও শেষ হয় না কি কমেন্টস করবো ভেবে পাই না, গান শুনতে শুনতে ঘুমের দেশে চলে যাই গান শুনতে শুনতে ভোর হয়

  • @AbdusSalam-rp5wb
    @AbdusSalam-rp5wb 2 месяца назад +2

    অসাধারণ লেখায় অসাধারণ একটা কন্ঠ। আমার শোনা সেরা গান।

  • @GaziRayhan-l4j
    @GaziRayhan-l4j 3 месяца назад +2

    এই গানের মাধ্যমে কবি সত্য কথাটি বলেদিলেন। তার জীবনের লিখা গান গুলোর পিছনের ইতিহাস গুলো খুব কঠিন । মানুষ শুধু সুবিধা ভোগ করে যায় দিন শেষে দাতাকে ভুলে যায়।

  • @nurmohammad8470
    @nurmohammad8470 Год назад +64

    যতোকাল রবে পদ্মা মেঘনা যমুনা ততোকাল রবে কবি কাজি নজরুলের মহিমা,বাংলার মানুষ কখনো ভুলবার নয় কবি কাজি নজরুল ইসলাম কে।

  • @mirhossain9784
    @mirhossain9784 2 месяца назад +1

    যখন মনটা এলোমেলো লাগে তখন নজরুলের অপরুপ সৃষ্টি সাথে দোলা দেবীর সুরের জাদু শুনে শান্তি পাই।

  • @min2shil
    @min2shil Год назад +12

    অসাধারণ সুর এবং প্রাপ্তি হৃদয়ের উন্মোচনায় ভরে যায় প্রাণ, কী অসাধারণ কন্ঠ মনে হয় শুনি আর শুনি। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অফুরন্ত শুভকামনা রইল🙏

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +2

    একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে পারে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম।

  • @brajat2011
    @brajat2011 2 месяца назад

    মুগ্ধ হলাম। খুব ভাল গেয়েছেন।
    শুভ কামনা রইল।

  • @pabitrakumarpaul699
    @pabitrakumarpaul699 10 дней назад

    এই রকম নাহলে কি প্রকৃত প্রেমিক কবি হয় । অসাধারণ 👌❤️❤️❤️

  • @RamkamalDutta-ot3zi
    @RamkamalDutta-ot3zi 8 месяцев назад +1

    গত তিন মাস ধরে প্রতিদিনই গানটি শুনে চলেছি। খুবই সুন্দর উপস্থাপনা।

  • @mdesahaqueali9105
    @mdesahaqueali9105 11 месяцев назад +4

    তোমার শ্যামা মায়ের গান, খ্রিস্টএর সন্মান না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সবগুলোই ভালো বাসতে হবে।
    তাই তো বলে ধর্ম যার যার উত্সব সবার।

  • @MdForhad-o1g
    @MdForhad-o1g Месяц назад

    আমি বাংলাদেশ থেকে বাইশ হাজার মাইল দুরে সোমালিয়ার এক প্রন্তে বসে এই সনজীবনি সুধা শ্রবণ করছি। শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। দিদি তোমার অক্ষয় সুখের সোনালী কিরণে জীবন উদ্যান আলোকিত থাক প্রতিনিয়ত । সুখে থাক, আজ,কাল,পরশু, সারাটি জীবণ ।।

  • @gurupadade2783
    @gurupadade2783 3 дня назад +1

    Ki modhur sur apurba ❤❤❤❤❤❤❤

  • @mohammadshahidul4497
    @mohammadshahidul4497 Год назад +5

    তন্ময় হয়ে শুধু শুনলাম। অসাধারন গেয়েছেন প্রিয়।

  • @MDSAGORISLAM-c3m
    @MDSAGORISLAM-c3m 5 месяцев назад +3

    আমার প্রিয় গান টা,,,
    যদিও আমি নব্বই শতকের না,,,,
    বার বার মনে পরে প্রিয় মানুষটার কথা হৃদয়ে লেখা থাকবে তার নাম স্বর্ণ অক্ষরে,,,,
    বার বার মনে পড়বে এই নাইন টা কতদিন দেখি নি তোমায়............
    ভালো থাকুক প্রিয় মানুষটা

  • @abuyousuf2687
    @abuyousuf2687 6 месяцев назад +1

    অসাধারণ গান ও গায়কী। গান শুনে মন ভরে গেলো।অনেক সাধুবাদ জানাই সুপ্রিয় শিল্পীকে।

  • @MohibulIslam-j1f
    @MohibulIslam-j1f 8 месяцев назад +3

    অসাধারণ কন্ঠ। ভালো লাগল।

  • @udaysingha1726
    @udaysingha1726 4 месяца назад +1

    আমার অতি প্রিয় একটি গান,অতীতের সুখ স্মৃতি রোমন্থন করারপক্ষে আদর্শ একটি গান

  • @payal0739
    @payal0739 4 месяца назад +1

    গান হলে ও অবসান …. আহা কী আবেগতাড়িত কথা!

  • @block2455
    @block2455 7 месяцев назад +2

    আমার প্রীয় একটি গান কত বার যে শুনেছি তার কোন হিসেব নাই! মন খারাপ থাকলে এই গান শুনি❤️ যিনি গেয়েছেন তার জন্য ভালোবাসা অসাধারণ গেয়েছেন!!

  • @masudalalam-xh9un
    @masudalalam-xh9un 2 месяца назад

    মধুর আকর্ষণীয় বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে, আত্মিক সম্পর্ক, শিল্পীকে অশেষ ধন্যবাদ !

  • @BashundharaRcc
    @BashundharaRcc 2 месяца назад +1

    There will be no 2nd Nazrul. A gifted talent by almighty Allah.

  • @kpmallick7778
    @kpmallick7778 3 месяца назад +2

    Music is Divine. Geet hridayer'khadya'.

  • @miahaslam1066
    @miahaslam1066 3 месяца назад +1

    Ami Europe theke shunchi. Oshadharon ❤

  • @ratnade3880
    @ratnade3880 3 месяца назад +1

    খুব সুন্দর

  • @pronabbiswas6202
    @pronabbiswas6202 6 месяцев назад +2

    খুব ভাল লাগে গানটা শুনলে।ম্যামের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালবাসা।

  • @swarupghorai4671
    @swarupghorai4671 3 месяца назад +1

    অপূর্ব কণ্ঠ, ভালো ভালো ভালো

  • @KamalHossain-p1c
    @KamalHossain-p1c 5 месяцев назад +1

    আমার পছন্দের গান,পৃথিবীতে অমর হয়ে থাকবে।

  • @SohelRana-si1nb
    @SohelRana-si1nb Год назад +21

    কাজী নজরুল ইসলাম, আল্লাহ তোমাকে এতো পতিভা দিয়েছিলেন। আল্লাহ তোমাকে পরকালে ভালো রাখুক।আমিন

  • @sujitrajak9117
    @sujitrajak9117 Год назад +4

    আমার খুব প্রিয় নজরুল গীতি। উনার কণ্ঠ খুব সুন্দর।

  • @jmnjmn6562
    @jmnjmn6562 Месяц назад

    যেমন কণ্ঠ তেমনি বাদ্য যন্ত্রের তালে মিলালো সুর, অসাধারণ!!! ❤

  • @RuhulAmin-l6z
    @RuhulAmin-l6z Год назад +4

    সুন্দর এই গানের কথাগুলোর সাথে যে দৃশ্যগুলোর অবতরণ করা হয়েছে তা অসাধারণ সুন্দর। দৃশ্য সংযোজনকারীকে অনেক ধন্যবাদ।

  • @kashemahmed5057
    @kashemahmed5057 3 месяца назад +1

    দরদিয়া সুরে
    আমি এক অধম
    ভালো বাসা রেখেই গেলাম

  • @BashundharaRcc
    @BashundharaRcc 2 месяца назад +1

    Singer is with so lovely voice.. simply best..

  • @MohtasimBillahShishir
    @MohtasimBillahShishir 9 месяцев назад +2

    দোলা ব্যানাজির কন্ঠে অসাধারন সুর ভালোবাসা নিবেন আপনি ও প্রিয় কাজী নজরুল ইসলাম ❤

  • @Arun-vk5ku
    @Arun-vk5ku Год назад +1

    Asadharan laglo Doka devi apnake isswar aro aro safollo dik. Apni khub valo thakun aro aro gan geye amader sokolke anondo din. God bless you.

    • @AlomgirHosin-h8b
      @AlomgirHosin-h8b 19 дней назад

      অসাধারণ গায় কি ঢং। অনেক অনেক ভালো লাগলো ফ্রান্স হয়ে গেল ব্যথিত তাপিত প্রাণ জুড়িয়ে গেল। This is really a parallel song and nazrul is the second to none Bangladeshi

  • @GautamkumarBera-g7e
    @GautamkumarBera-g7e Месяц назад

    বাঃ, সুন্দর, খুব খুব ভালো লাগলো। গলা খুব সুন্দর।

  • @alimransojib9361
    @alimransojib9361 5 дней назад +1

    কমেন্ট করে গেলাম ২০২৫ ৫ ই জানুয়ারির এর মাঝরাতে। বিয়ে হলে সেই রাতে দেখতে আসবো

  • @shahanaakter3602
    @shahanaakter3602 4 месяца назад +1

    অসম্ভব সুন্দর গাইলেন আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️❤️

  • @গায়কপাখি
    @গায়কপাখি Год назад +2

    নজরুলের জন্ম না হলে আমার জন্ম নেয়া ব্যর্থ মনে হতো।কারন এতো সুন্দর সুন্দর সংগীত থেকে বঞ্চিত হয়ে যেতাম।

  • @Shuktara-vn8fh
    @Shuktara-vn8fh 22 дня назад

    ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ শিল্পী মহোদয় কে

  • @maladas5880
    @maladas5880 Год назад +6

    অনেক সুন্দর কন্ঠ অসাধারণ। কবি কে প্রনাম শিল্পী কে ধন্যবাদ।

  • @piyalghosh4576
    @piyalghosh4576 Месяц назад

    অসাধারণ সুর ও কণ্ঠস্বর। ভীষণ ভীষণ ভালো লাগলো👌❤️🌹🎵🎶🎹🎹🎹

  • @irinsultana1749
    @irinsultana1749 6 месяцев назад +2

    Onkkk beshi sundr❤