এই গানগুলো না থাকলে আমরা জানতেই পারতাম না বিগত প্রজন্মগুলো কতটা মধুর সময়ে তাদের পদচিহ্ন একে গিয়েছে আমার এই প্রিয় বাংলায়। যুগের পর যুগ বেঁচে থাকবে সেই প্রজন্মগুলোর ভালোবাসাময় পদচিহ্নরা। ❤❤❤❤
মনে পরে সেই সোনালী দিন গুলি। যখন বাবাকে বলতাম গান শোনানোর জন্য। বাবা প্রথমে রাজি হত না। পরে যখন মা বলতো শোনাও না একটা গান। মেয়ে বায়না করছে। বাবা শোনাতো তখন এই গানটা। কি যে সুন্দর শোনা যেত আমার বাবার গলায়!!!! বাইরের জোছনা রাত থাকতো বাড়ির বাইরে খোলা আকাশের নিচে মাদুর পেতে বসে থাকতাম আমরা। দখিনা বাতাস সাথে বাবার মধুর সুরে গান.... দেহ মন প্রান সবি জুড়িয়ে যেত। এখন এগুলা কেবলি স্মৃতি..... পরপারে ভাল থেক বাবা......
বাংলা গানের স্বর্ণযুগের অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান! যে অসাধারণ এবং অনবদ্য গায়কীর কোন তুলনা হয় না। বার বার শুনেও মন ভরে! শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বিমোহিত এবং আপ্লূত হই! ভারতীয় বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্রের গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরণীয় গান! কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
জগনময় মিত্র বাবুর মত ক'জন ই বা আছেন?তাঁকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা! প্রায় 40/45বছর পর মনে হল ফিরে দেখিনা এবং শুনে নেওয়া যাকনা জগনময় বাবু কন্ঠে সেই হারানো দিনের গান!তাই গুগল সার্চ করে শুনলাম এই গান!যেন ফিরে গেছি 50 বছর আগে!আমার মত হয়তো আর ও বয়বৃদ্ধগন কে ও ভাল লাগবে!
I am 60+.When this particular song rings in to my ears,I transcand in to a world of sub-conscious state ,where only love,affection,belief,dignity reign with fuul power along with sublime sense of separation
এক কথায় অসাধারণ, 40 বছর আগে শুনেছি, এখনও শুনছি, শোনার পর যেন সেই ফিরে আসা দিনে আবার ফিরে এলাম। হে শিল্পী তুমি প্রতিটি মানুষের মনে অমর হয়ে থাকো। তোমার এই গান কোনদিনও পুরানো হবে না।❤❤❤❤❤
জগনময় মিত্র তার প্রিয়তমা বিয়োগের পর বিরহ এবংআবেগ তাড়িত হয়ে এই গানটি গেয়েছিলেন। সত্যিই অনবদ্য।❤ যখনি শুনি চোখের জল সংবরণ করতে পারিনা, এটাই আমার দোষ। আমি ক্ষমাপ্রার্থী। 🙏
বেশি গান গাইতে হয়না। একটি গান গেয়েই ইতিহাস সৃষ্টি করে আজও মানুষের মনের ভেতর চিরো অমর হয়ে আছে জগন্ময় মিত্র! এই ইতিহাস ভাঙা বড় কঠিন। অনেক অনেক ধন্যবাদ এমন একটি কালজয়ী গান উপহার দেওয়ার জন্য।
আমার বাবা এই গান টা একসময় শুনতো ও গাইতো। ভালোবাসি পিতা তোমাকে, কখনো মুখফুটে বাবাকে বলতে পারিনি এই কথাটা। আমি মিস করি তাকে! ভালোথাকুক সকল বাবারা,ভালোথাকুক সকল ভালোবাসার মানুষরা!
যুগের পর যুগ কেটে যাবে তবুও এইসব গান কখনো ক্ষয় হবে না... একসময় যখন ছোটো ছিলাম তখন দাদুর Philips এর transistor এ শুনতাম আর আজ 24 বছর বয়সে you tube এ শুনি, প্রতিটি শব্দের মর্ম হৃদয় ছুঁয়ে যায় ❤️
আমি আজ ২৮ বছর ধরে এই গান শুনতেছি তারপরও যত শুনি ততই ভালো লাগে পুরনো দিনের স্মৃতিগুলো চোখের সামনে শুধু ভাসে কি অসাধারণ বলার মতো না আল্লাহ যদি আমাকে বড় ধরনের কোন কিছু বানাই তো আমি তাহলে এই গানের গীতিকার কে একটা উপহার দিতাম
আপনার গাওয়া এই গান আজও যেন মনে হয় সামনে বসেই শুনছি , শত শত প্রনাম জানাই আপনাকে ,আজও এই গান বারবার শুনেও যেন আশ মেটেনা আমার, আপনাকে আমার অফুরন্ত শ্রদ্ধা জানাই।
আজ আমি আর এই মহান শিল্পী একই পন্তিতে দাড়িয়ে আছি। আমার প্রিয়তমা দু মাস আগে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে। তাই এই গানের মানে নতুন করে বুঝতে পারছি। অনন্য অসাধারণ গান।
তুমি আজ কত দূরে...💔😥😢 আজ সাত বৎসর হয়ে গেলো আমাদের পথ আলাদা হয়েছে, এখনও প্রতি দিন তোমায় মনে পড়ে ..😢 তবুও দিন শেষে মনকে এই বলে সান্ত্বনা দিই যে "ইশ্বর যা করে ভালোর জন্যই করে "।
গানটি যে কত প্রিয় বলে বোঝাতে পারবো না। যার জন্য গানটি শুনে সে তো কিছুতেই বুঝতে পারবে না আমি তার জন্য গানটা শুনতে চাই ।যাক আমার ভালো লাগে তাই আমি শুনি।
বাবার প্রিয় গান ছিলো। আমি চা বানিয়ে দিতাম, বাবা চা খেতেন আর গভীর মনোযোগ দিয়ে শুনতেন। বাবা চলে গিয়েছেন আজ উনিশ দিন হলো।বাবা না থাকার কষ্ট বোধহয় দুনিয়াতে দ্বিতীয়টি নেই। চোখ বন্ধ করলেই বাবার নিষ্পাপ মুখটা সামনে ভেসে উঠে।কি নিদারুণ কষ্ট!
আমি কমেন্ট করার আগে ৭৯০ টি কমেন্ট পড়েছে। কিন্তু হাজার শ্রোতা এই গানের ভক্ত। গানটি শুনি হৃদয় দিয়ে ও মনে করি এই গানটি আমার জন্যই প্রযোজ্য। যখন গানটি শুনছি তখন আমার প্রিয় স্ত্রী আমার পাশে বসে গানটি শুনছে তবুও মনে হয় যেন কার উদ্দেশ্যে এই গান আমার জীবনে।
আসলে অনেক অনেক গুনি গন কতো কথা লিখেছেন, আমি আর কি লিখবো, ভাষা হারিয়ে ফেলেছি।আমার বাবা শুনতেন,আমিও শুনছি এই গান গুলো হয়তো কোনো দিন পুরোনো হবে না,হৃদয় স্পর্শ কাতর গানের কথা গুলি। গুনি শিল্পী /গুনি সুরোকার/গুনি গীতিকার।
জগন্ময় মিত্রের গান। সম্ভবত ৫০ পূর্বে এই গান শুনেছি বাড়ির পাশেই পূজার মন্ডপে মাইকে বাজতো , হোট ছিলাম তখন কিছু বুঝতাম না, বড়রা এসে মাইক অপারেটরকে বলতেন চিঠি রেকর্ডটা বাজাও, এখন মনে হয় হৃদয় ছুয়ে যায়।
মাত্র বাইশ বছর বয়সে এই গানটা এক গোধুলী লগনে মাইকে শুনে তন্ময় হয়ে গিয়েছিলাম।শুধু আমি নয় আমরা সবাই। এসে গেলো ক্ষুদা নিবারন করার পালা। দেশ থেকে বিদেশে ভাসালাম ভেলা। কিন্তু জীবনের অনেক অনেক বছর কেঁটে গেছে। গানটা আমার মনের মাঝে বাঁজতে থাকে। পনের বছর পরে ডিজিটাল মোবাইল কিনেই প্রথমেই এই সুমধুর গীত শুনতে পেয় মনে হল আলাউদ্দিনের প্রদীপ পেয়েছি ।হাজার কাজের ভিড়ে সুখে দুখে প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার শুনি। দুখে ভরা জীবনে বয়ে আনে এক অপূর্ব আনন্দোচ্ছাস।
গানের অর্থ না বোঝা বয়স থেকে শুনে আসছি গান গুলো, কৈশর পেরিয়ে যৌবন এবং এই বয়সেও একই গান গুলি শুনছি আমার বাবা ও খুব পছন্দ করতেন গানগুলো। এখন বুঝি এর অর্থ, সুর এবং গায়কী ভংগিমা আহ্ মন প্রান জুড়িয়ে যায়। হাজার হাজার বার শুনেছি অনিচ্ছা হয়না। চির দিন অমর হয়ে থাকবেন প্রিয় জগন্ময় মিত্র মহাশয়। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
আজ থেকে বারো বছর আগে আমার প্রিয় মানুষটা আমায় রেখে চলে গেছে শান্তির দেশে। একটা সময় এই ভালোলাগা গানটা দুজনে শুনতামা। বড্ড প্রিয় গান ছিল আমাদের। তখন তো জানতাম না তার চলে যাবার পর এই গান আমায় একা শুনতে হবে আর মনের ভিতর দুমড়ে মুচড়ে যাবে।
সেই ছোটোবেলা থেকে এইসব গান শুনছি। এখন চুয়ান্ন বছর বয়স, আজও এতটুকুও একঘেয়ে মনে হয় না। মন হয় যেন সব মনের কথা। সত্যিই কালজয়ী গান। এ-গান বেঁচে থাক বাঙালির অন্তরে যুগ যুগ ধরে।
এই গানগুলো না থাকলে আমরা জানতেই পারতাম না বিগত প্রজন্মগুলো কতটা মধুর সময়ে তাদের পদচিহ্ন একে গিয়েছে আমার এই প্রিয় বাংলায়। যুগের পর যুগ বেঁচে থাকবে সেই প্রজন্মগুলোর ভালোবাসাময় পদচিহ্নরা।
❤❤❤❤
😊❤❤😊
Thank u
Choto thacka ,agh-68...bachora jatobare.ganti sunachi
😊😂😂 tatobari,due nayon assru ta Sikto-o ..hoacha..
যে গানের কোনো মৃত্যু নেই ! যতদিন দেশ থাকবে, ততদিন এ গানের কদর থাকবে। মন ছুঁয়ে যায় যে গানে ।
মনে পরে সেই সোনালী দিন গুলি। যখন বাবাকে বলতাম গান শোনানোর জন্য। বাবা প্রথমে রাজি হত না। পরে যখন মা বলতো শোনাও না একটা গান। মেয়ে বায়না করছে। বাবা শোনাতো তখন এই গানটা। কি যে সুন্দর শোনা যেত আমার বাবার গলায়!!!! বাইরের জোছনা রাত থাকতো বাড়ির বাইরে খোলা আকাশের নিচে মাদুর পেতে বসে থাকতাম আমরা। দখিনা বাতাস সাথে বাবার মধুর সুরে গান.... দেহ মন প্রান সবি জুড়িয়ে যেত। এখন এগুলা কেবলি স্মৃতি..... পরপারে ভাল থেক বাবা......
আজোকি মনে পরে সেইতদিনের কথা
❤❤Danielgharami Napel❤❤u
❤❤❤❤
@abহুম খুবubokkorsiddik2662
মাগো তোমার কথা মনে পড়ে গেল, চোখ বন্ধ করে তুমি এই গানটি শুনতে তখন তোমার পাশে বসে থাকতাম 😢।
😭😭😭😭😭
আমার মা গানটা শুনতে চাইল.... আপনার কমেন্ট চোখে পড়ল
Sotti mayer theke ei gan gulo suntam
কিছু কিছু গান ভিন্ন ভিন্ন শিল্পীর মুখে শুনেছি কিন্তু এই গানটি শুধু এই গুণী শিল্পী ছাড়া আর কারো কণ্ঠে শুনিনি,,,
অসাধারণ অসাধারণ অতুলনীয় 😘
শুনে থাকলেও, সেটা ভাল লাগেনি ...
বাংলা গানের স্বর্ণযুগের অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান! যে অসাধারণ এবং অনবদ্য গায়কীর কোন তুলনা হয় না। বার বার শুনেও মন ভরে! শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বিমোহিত এবং আপ্লূত হই!
ভারতীয় বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্রের গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরণীয় গান!
কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
কী সুধাময় পরাণ জুড়ানো গান । গাহিলেন হে মহা গুণী শিল্পী !
জগনময় মিত্র বাবুর মত ক'জন ই বা আছেন?তাঁকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা! প্রায় 40/45বছর পর মনে হল ফিরে দেখিনা এবং শুনে নেওয়া যাকনা জগনময় বাবু কন্ঠে সেই হারানো দিনের গান!তাই গুগল সার্চ করে শুনলাম এই গান!যেন ফিরে গেছি 50 বছর আগে!আমার মত হয়তো আর ও বয়বৃদ্ধগন কে ও ভাল লাগবে!
❤
আম্মু বলেছিলো এই গানটা শুনতে চায়, শুনতে এসে আমিও মুগ্ধ হলাম।
এতো অসাধারণ একটা গান।
হৃদয় ছুঁয়ে দিলো 😊
যতো বার এই গান টা শুনি মন ভরে না বারবার শুনতে মনচায়❤❤❤
I am 60+.When this particular song rings in to my ears,I transcand in to a world of sub-conscious state ,where only love,affection,belief,dignity reign with fuul power along with sublime sense of separation
আর কারো পক্ষে সম্ভব নয় এ গানটি এত দরদ দিয়ে গাওয়া...অমর হয়ে থাকবেন তিনি...অমর হয়ে থাকবে তাঁর এই গান...
right
এক কথায় অসাধারণ, 40 বছর আগে শুনেছি, এখনও শুনছি, শোনার পর যেন সেই ফিরে আসা দিনে আবার ফিরে এলাম। হে শিল্পী তুমি প্রতিটি মানুষের মনে অমর হয়ে থাকো। তোমার এই গান কোনদিনও পুরানো হবে না।❤❤❤❤❤
Briliantsongforis 4:34 4:34 😢😢😢🎉
Valo ki sundor gaanta
জগনময় মিত্র তার প্রিয়তমা বিয়োগের পর বিরহ এবংআবেগ তাড়িত হয়ে এই গানটি গেয়েছিলেন। সত্যিই অনবদ্য।❤ যখনি শুনি চোখের জল সংবরণ করতে পারিনা, এটাই আমার দোষ। আমি ক্ষমাপ্রার্থী। 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💓💞
না মনে হয়।
একদম ঠিক নয়। এই গান যখন গেয়েছিলেন তখন তাঁর বিয়ে হয়নি।
জগন্ময় মিত্র যখন এই গানটি গেয়েছিলেন তখন তার বিয়েই হয়নি
@@chatterjeekabul281 এটা আমার ধারণা ছিল তবে, যা শুনছি যে তখন তিনি বিয়েই করেননি, এটা জেনে খুশি হয়েছি।
শুধু পুরানো সৃম্তি মনে করিয়ে দেয় ৷ চোখের জল ধরে রাখতে পারিনা ৷ তবুও বারবার শুনতে মন চাই ৷
একদম ঠিক বলেছেন ভাই । From India. Dt. 26/07/2023.
@@sankarpal8615²9
জীবনে সত্যি কারের প্রেম না এলে এতো নিখুঁত ভাবে এই সব গানগুলো ফুটিয়ে তোলা সম্ভব নয়। শিল্পীকে শত কোটি প্রনাম জানাই।
এই কালজয়ী গান যত দিন পৃথিবী থাকবে ততদিন ই বেঁচে থাকবে।
হৃদয় স্পর্শ করা গান।
ত্রিশ বছর আগে শুনেছি,আজ ও শুনছি।যত দিন বেঁচে থাকব শুনে যাব। ধন্যবাদ।
জগন্ময় মিত্র তার প্রিয়তমা বিয়োগের পর বিরহ এবং আবেগ তাড়িত হয়ে এই গানটি গেয়েছেন। সত্যিই অনবদ্য, এক কথায় অসাধারণ। হে শিল্পী আপনি অমর হয়ে থাকুন।
ekdom i na, gan ti Kamal Dasgupta r lekha . Ganti Jaganmay Mitra khub i young boyos e record korechilen
বেদনার সুর এতো মধুর স্মৃতি! স্মৃতি বিজড়িত প্রাণ ছোঁয়া গান!ভিষণ প্রিয় গান। শিল্পীকে শতকোটি প্রণাম।
আমার জান পাখিটা আজ হতে ৩৮বতসর আগে আমাকে ছেড়ে চলেগিয়েছে আমি সময় পেলেই এই গানটা শুনি
পুরানো স্মৃতি বার বার মনে পড়ে। চোখের জল ধরে রাখতে পারছি না।
অপূর্ব সুর আর অপূর্ব গলার স্বর ও আন্তরিকায় ভরা গানটি। ধন্য এই গানের লেখক। আর জগন্ময়বাবুর দরদি গলার সুন্দর মেল-বন্ধন। প্রণাম জানাই গায়ক এবং লেখককে
বেশি গান গাইতে হয়না।
একটি গান গেয়েই ইতিহাস সৃষ্টি করে আজও মানুষের মনের ভেতর চিরো অমর হয়ে আছে জগন্ময় মিত্র! এই ইতিহাস ভাঙা বড় কঠিন।
অনেক অনেক ধন্যবাদ এমন একটি কালজয়ী গান উপহার দেওয়ার জন্য।
trur man
sana
Good
Exactly
ভালো কাজ অল্প করলেই যথেষ্ট।
হৃদয় নিংড়ানো ব্যথার সুর যেন গানের প্রতিটি শব্দে উচ্চারিত হচ্ছে।
বলেছিলে তাই চিঠি লিখে যাই
কথা আর সুরে সুরে
মন বলে তুমি রয়েছ যে কাছে
আঁখি বলে কত দূরে
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
আঁখির আড়ালে চলে গেছ তবু
রয়েছ হৃদয় জুড়ে
তুমি আজ কত দূরে?
যাবার বেলায় হাত দু'টি ধরে
বলেছিলে, "চিঠি দিও"
বলেছিলে, "তুমি চিঠি দিও মোরে"
দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো
লিখে যাই সুরে সুরে
তুমি আজ কত দূরে?
মনে পড়ে কবে অলখে আসিয়া
সহসা মোর চোখে
রাখিয়া কোমল করপল্লব শুধালে
শুধালে, "বলো তো কে?"
আমি কহিলাম, "আজও কি জানো না
তুমি যে আমার সকল সাধনা
শুধু অনুভবে হৃদয় চেনে গো হৃদয়ের বন্ধুরে
হৃদয়ের বন্ধুরে
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
যত লিখে যাই তবু না ফুরায়
চিঠি তো হয় না শেষ
স্মৃতির বীণায় আজও বাজে হায়
প্রথম দিনের রেশ
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
যে মাধবী তলে দাঁড়ায়ে প্রথম
বলেছিলে ভালোবাসি
আজও সে লতায় ফুল ফোটে হায়
তেমনি বাজে গো বাঁশি
তেমনি বাজে গো বাঁশি
আমার ভূবনে সকলি যে আছে
তুমি নাই শুধু তুমি নাই কাছে
মোর গান হারা স্মৃতির পাপিয়া
একা একা মরে ঝুরে
মোর গান হারা স্মৃতির পাপিয়া
একা একা মরে ঝুরে
একা একা মরে ঝুরে
তুমি আজ কত দূরে?
সোনার মেয়ে গো
তুমিও কি আজ বসি বাতায়ন পাশে
প্রহর গণিছ ছল ছল চোখে
আমারই চিঠির আশে
সোনার মেয়ে গো
প্রথম প্রেমের এই রীতি হায়
নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়
দূরে যেতে তাই মন নাহি চায় গো
কাছে কাছে মরে ঘুরে
কাছে কাছে মরে ঘুরে
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
নয় বছর আগে আমার স্ত্রীর মৃত্যুর পর প্রতি মূহুর্তে এই গানটাই শুধু শুনতে ইচ্ছে করে। হয়তো আমাদের মতো হতভাগ্য দের জন্য এই গান।
গানটি ওনার নিজের স্ত্রীর মৃত্যুর পর লেখা সত্যি ঘটনা নিয়ে ।
ঠিক বলছেন আমারও একই অবস্থা।
এমন অবস্থা অনেকেই কাঁদিয়েছে।
Thik bolechen
মে গানের সুরে প্রেমের আকুতি বার বার ফিরে আসে,জীবনের প্রথম ভাললাগা আরভালবাসা ,
হারিয়ে যাওয়া সেই মধুর সুখের স্মৃতি , তোমার গানের সুরে খুঁজে পাই আজও ।
🌹 স্বর্ণ যুগের সোনালী গান "তুমি আজ কত দূরে" শিল্পী জগন্ময় মিত্রের কণ্ঠে অসাধারণ অনবদ্য গান চিরকাল চিরসবুজ হয়ে রবে
5
যত শুনি তত মুগ্ধ হই।অসাধারণ একটি গান!!!
নদীর জল শুকিয়ে যাবে, ঝর্ণা ধারা থেমে কিন্তু মন উজার করা ভালোবাসা ঠিকই থেকে যাবে!!! ঢাকা থেকে কালাম ভূঁইয়া।
এই গানটি যতবারই শুনেছি ততবারই চোখের পানি ধরে রাখতে পারিনি। একবার শোনার পর আবারও শুনেছি। বারবার শুনেছি।🎉❤❤ ছলছল চোখে আবারও শুনছি। এই চিঠি শেষ হবার নয়।
অসাধারণ গান। মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেলাম।
৫০ বছর আগে যেরকম অনুভূতি হয়েছিল আজও একই।
গানটায় লুকিয়ে আছে অনেক সুখ, বেদনা,
মনে হয় যেন,,
এ যেন কোন গান নয়,,
যেন জীবনের গল্প, কবিতা ,,
আমার বাবা এই গান টা একসময় শুনতো ও গাইতো। ভালোবাসি পিতা তোমাকে, কখনো মুখফুটে বাবাকে বলতে পারিনি এই কথাটা।
আমি মিস করি তাকে!
ভালোথাকুক সকল বাবারা,ভালোথাকুক সকল ভালোবাসার মানুষরা!
যুগের পর যুগ কেটে যাবে তবুও এইসব গান কখনো ক্ষয় হবে না...
একসময় যখন ছোটো ছিলাম তখন দাদুর Philips এর transistor এ শুনতাম আর আজ 24 বছর বয়সে you tube এ শুনি, প্রতিটি শব্দের মর্ম হৃদয় ছুঁয়ে যায় ❤️
এই গানগুলো স্মৃতির পাতা মনে করিয়ে দেয় ❤️
❤❤❤❤❤
আমি আজ ২৮ বছর ধরে এই গান শুনতেছি তারপরও যত শুনি ততই ভালো লাগে পুরনো দিনের স্মৃতিগুলো চোখের সামনে শুধু ভাসে কি অসাধারণ বলার মতো না আল্লাহ যদি আমাকে বড় ধরনের কোন কিছু বানাই তো আমি তাহলে এই গানের গীতিকার কে একটা উপহার দিতাম
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💔💔💔💔💔💔💔💔💔💔💔💜💜💜💜💜💜💜💜💜💜💜🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎💗💗💗💗💗💗💗💗💗💗💗🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶😭😭😭😭😭😭😭😭😭😭😭
😊
এই গানের,গিতিকার, সুরকার,গায়ক, কেউ বেঁচে নেই,
আপনার গাওয়া এই গান আজও যেন মনে হয় সামনে বসেই শুনছি , শত শত প্রনাম জানাই আপনাকে ,আজও এই গান বারবার শুনেও যেন আশ মেটেনা আমার, আপনাকে আমার অফুরন্ত শ্রদ্ধা জানাই।
অসাধারণ সুরে অসাধারণ দরদ দিয়ে অসাধারণ কন্ঠের গান, কোন তুলনা নেই!
যতবার শুনি তা ও যেন পুরানো হয়না।❤❤
বেদনার সুর এত মধুর তা আগে জানা ছিল না শতকোটি সালাম শিল্পী কে
The best song.
Sata koti pranam sir.
Thanks a lot for such a comment.
Towads masud Rana
কত হাজার বার শুনেছি তারা অন্ত নেই। কি দারুন কথা ও সুর সত্যিই প্রাণের গান,
জগৎময় দাদা আসনা এই জগতে আরেক বার তোমাকে মন ভরে দেখি কিয়ে দিয়ে গেছ।
গানটা শুনলেই ছোট বেলার কথা মনে পড়ে যায়
এই গান শুনলে চোখের জল ধরে রাখা যায়না ।আমি সদ্য স্বামী হারিয়েছি .. .খুব কষ্ট হয় এই গান আমার ব্যথার সঙ্গী ॥
এই গানটা শুনলে শিউরে ওঠে মন। কাদে অন্তরালে প্রাণ।আমার জীবনের সবচেয়ে বড় গান এটাই ঢাকা বাংলাদেশ
এসব গান শুনে ইমোশনাল হয়ে যাই, অতীত খুব তাড়া করে, শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে।
আজ আমি আর এই মহান শিল্পী একই পন্তিতে দাড়িয়ে আছি। আমার প্রিয়তমা দু মাস আগে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে। তাই এই গানের মানে নতুন করে বুঝতে পারছি। অনন্য অসাধারণ গান।
খুবই কষ্ঠ পেলাম জেনে। আপনি ভালো থাকুন উনার সুখ স্মৃতি গুলো নিয়ে।
তুমি আজ কত দূরে...💔😥😢
আজ সাত বৎসর হয়ে গেলো আমাদের পথ আলাদা হয়েছে, এখনও প্রতি দিন তোমায় মনে পড়ে ..😢 তবুও দিন শেষে মনকে এই বলে সান্ত্বনা দিই যে "ইশ্বর যা করে ভালোর জন্যই করে "।
Sympathy for u from 🇧🇩
কেন জানি এত ভালো লাগে না শুনলে এই গানটি আমার মনের সাথে মিশে আছে
গানটি যে কত প্রিয় বলে বোঝাতে পারবো না। যার জন্য গানটি শুনে সে তো কিছুতেই বুঝতে পারবে না আমি তার জন্য গানটা শুনতে চাই ।যাক আমার ভালো লাগে তাই আমি শুনি।
তোমাকে দেখব আর দুজনেএক সা
থে গানটি শুনবো অনেক ভালো লাগবে আসবে তো অপেক্ষায় থাকবো।
আসাধারণ গান।প্রনাম জানাই জগন্নময় মিশ্রকে।এই গানের মধ্যেই তিনি অমর হয়ে থাকবে চিরকাল।
মিশ্র নয় মিত্র।
@@ashimbiswas1836 p
'আমিও এই অমর গানটি শুনেছিলাম'- এ অমর স্মৃতি এই প্লাটফর্মে রেখে গেলাম।
বাবার প্রিয় গান ছিলো।
আমি চা বানিয়ে দিতাম, বাবা চা খেতেন আর গভীর মনোযোগ দিয়ে শুনতেন। বাবা চলে গিয়েছেন আজ উনিশ দিন হলো।বাবা না থাকার কষ্ট বোধহয় দুনিয়াতে দ্বিতীয়টি নেই। চোখ বন্ধ করলেই বাবার নিষ্পাপ মুখটা সামনে ভেসে উঠে।কি নিদারুণ কষ্ট!
অসাধারণ। ওনার সামনে বসে একটি ঘরোয়া অনুস্থানে এই গানটি শোনার সৌভাগ্য হয়েছিল। নিজেকে ভাগ্যবান মনে করি।
কালজয়ী প্রাণ ছোঁয়া গান। যতদিন বাংলাগান থাকবে বাঙ্গালী থাকবে ততদিন এই গানের আবেদন ফুরাবে না। অময় জগন্ময় মিত্র, প্রণাম জানাই তোমার স্নৃতিতে।
মহান শিল্পীকে জানাই শতকোটি প্রণাম 🙏
স্মৃতি বড়ো বেদনাদায়ক। প্রিয় মানুষটির অকাল মৃত্যুতে এই স্মৃতি রেখে গেলাম। ❤❤❤❤❤(নলকুড়ি,বোরো, পুরুলিয়া, পঃবঃ)
অসাধারণ মনোমুগ্ধকর একটি গান যতই শুনি ততই ভালো লাগে এই গান গুলোর কোন প্রজন্ম নেই প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে
এই গানটি শুনলে কেন জানিনা চুপ করে বসে থাকতে ইচ্ছে করে।"কি যেন নেই,কি যেন নেই" একটা অব্যক্ত রব মনের ভেতর চলতে থাকে।
amar moner kotha
শুভেচ্ছা নেবেন
.f😂
এ দা রে কখনো মৃত্যু নেই। যতবার শুনি মনে হয় এই প্রথম শুনলাম। প্রণাম জানাই শিল্পীকে।
আমি কমেন্ট করার আগে ৭৯০ টি কমেন্ট পড়েছে। কিন্তু হাজার শ্রোতা এই গানের ভক্ত। গানটি শুনি হৃদয় দিয়ে ও মনে করি এই গানটি আমার জন্যই প্রযোজ্য। যখন গানটি শুনছি তখন আমার প্রিয় স্ত্রী আমার পাশে বসে গানটি শুনছে তবুও মনে হয় যেন কার উদ্দেশ্যে এই গান আমার জীবনে।
খুবই আবেগ দিয়ে গাওয়া এই বেদনার এই গানটি, হৃদয় ছুঁয়ে যায়। তোমাকে আমার প্রণাম।
আসলে অনেক অনেক গুনি গন কতো কথা লিখেছেন, আমি আর কি লিখবো, ভাষা হারিয়ে ফেলেছি।আমার বাবা শুনতেন,আমিও শুনছি এই গান গুলো হয়তো কোনো দিন পুরোনো হবে না,হৃদয় স্পর্শ কাতর গানের কথা গুলি। গুনি শিল্পী /গুনি সুরোকার/গুনি গীতিকার।
প্রতিদিন কমপক্ষে একবার হলেও গানটি আমি শুনি, গানটি শুনা আমার নেশা।
ছোটবেলায় যখন দুর্গাপূজা দেখতে যেতাম আজ থেকে 50 বছর আগে এই গানগুলো খুব সুন্দর এখনো মনে পড়ে সেই কথা
এই গান টা কে প্রথম কত সালে শুনছে। আমি ২০১১ সালে প্রথম শুনেছিলাম, তার পর ৪ মাস পযন্ত একটানা শুনা হইছে।
আমি বোধহয় ১৯৭৫-৭৬ সাল থেকেই এ-গান শুনছি। ছোটোবেলায় শুনতাম মাইকের রেকর্ডে। এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে বাজতো।
গানটি শুনে মুগ্ধ হলাম।এই গানটি কোনদিন ভুলতে পারবো না ধন্যবাদ জানাই আপনাকে 🙏🙏
আমার বয়স যখন ৫ অথবা ৬ বছর হবে তখন থেকেই এই গান গুলি শুনি এখন আমার বয়স ৪৫ বছর কতো বার শুনে ছি নিজে ও জানি না বিনম্র শ্রদ্ধা জানাই কিংবদন্তি।
এই সব শিল্পী রা সারাজীবন আমাদের মধ্যে থাকবে অমর হয়ে। প্রণাম
আমার ভূবণে সকলই যে আছে
তুমি নাই শুধু তুমি নাই কাছে😢
আসলে,এইসব গান শুনলে বেদনা মধুর হয়ে যায়
কি বলব ভাষা খুঁজে পাচ্ছি না।।।
যেমন গায়কী তেমনি গানের কথা।
এখন এমন গান আর হয় না
আঁখির আড়ালে চলে গেছো তবু রয়েছো হৃদয় জুড়ে।
অসাধারণ শিল্পী ও গান। যখনই শূনি আর একবার শুনতে ইচ্ছে করে।
যতদিন গান থাকবে এই গানটিও থাকবে।
অসাধারণ এক সৃষ্টি গানের জগতে জগন্ময় মিত্র। যার কন্ঠে আজও শুনে ফিরি অনবদ্য এই শিল্পীর সংগীত! বেদনার বেদীতে যখনি ঘুম ভেঙে যায়...........
এই গানের সাথে গলা মিশিয়ে গান গাওয়া ও শোনা আমার ৪০ বছর আগের অভ্যাস। আবেগ এসে পড়ে।
অসাধারন ভাই অসাধারন ২০০২ সাল থেকে আজ অবদি গানটা নিয়মিত শুনি তবুও শুধু শুনতেই মন চায়
গানটি শুনছি56/57 বৎসর যাবৎ। সেই অতীতে যেমন আজ ও তেমনি হৃদয়কাড়া।
অদ্ভুত সুন্দর বহু বার শুনেছি আবার শুনবো যদি আমার কমান্ড এ বলে
এই অমর সৃষ্টির মৃত্যু নেই। ৬০বছর ধরে একই ভাবে শুনতে ভালো লাগে।
কাল জয়ী অনবদ্য এই গান
মাঝে মাঝে গানটি শুনি। আজ কমেন্ট করলাম। গানটি শুনলে ছোট বেলার দুর্গাপূজার কথা মনে পড়ে।
জগন্ময় মিত্রের গান। সম্ভবত ৫০ পূর্বে এই গান শুনেছি বাড়ির পাশেই পূজার মন্ডপে মাইকে বাজতো , হোট ছিলাম তখন কিছু বুঝতাম না, বড়রা এসে মাইক অপারেটরকে বলতেন চিঠি রেকর্ডটা বাজাও, এখন মনে হয় হৃদয় ছুয়ে যায়।
মাত্র বাইশ বছর বয়সে এই গানটা এক গোধুলী লগনে মাইকে শুনে তন্ময় হয়ে গিয়েছিলাম।শুধু আমি নয় আমরা সবাই। এসে গেলো ক্ষুদা নিবারন করার পালা। দেশ থেকে বিদেশে ভাসালাম ভেলা। কিন্তু জীবনের অনেক অনেক বছর কেঁটে গেছে। গানটা আমার মনের মাঝে বাঁজতে থাকে। পনের বছর পরে ডিজিটাল মোবাইল কিনেই প্রথমেই এই সুমধুর গীত শুনতে পেয় মনে হল আলাউদ্দিনের প্রদীপ পেয়েছি ।হাজার কাজের ভিড়ে সুখে দুখে প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার শুনি। দুখে ভরা জীবনে বয়ে আনে এক অপূর্ব আনন্দোচ্ছাস।
অপূর্ব--
বাংলা গানের শ্রেষ্ঠ গানগুলির শ্রেষ্ঠ একটি গান
আমি মনে করি জগন্ময় মিত্র এর জীবনের শ্রেষ্ঠ গান।
গানের অর্থ না বোঝা বয়স থেকে শুনে আসছি গান গুলো, কৈশর পেরিয়ে যৌবন এবং এই বয়সেও একই গান গুলি শুনছি আমার বাবা ও খুব পছন্দ করতেন গানগুলো। এখন বুঝি এর অর্থ, সুর এবং গায়কী ভংগিমা আহ্ মন প্রান জুড়িয়ে যায়। হাজার হাজার বার শুনেছি অনিচ্ছা হয়না। চির দিন অমর হয়ে থাকবেন প্রিয় জগন্ময় মিত্র মহাশয়। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
মন ছুঁয়ে যায় যে গানে ,যত শুনি তত মুগ্ধ হই।অসাধারণ একটি গান, স্মৃতি বিজড়িত প্রাণ ছোঁয়া গান।
৫০বছর আগের গানটি আজ আবারও শুনলাম।সেইআগের মতই েএকই অনুভুতি হলো।গানতো গান নয় সব মনের কথা।
অনেক কেঁদে ফেলি যখন এই গানটি শুনি।নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারিনা।আমাদের মতো আবেগীদের জীবনটা অনেক কষ্ট পেতে হয়।
P h😊
অসাধারণ গান। বরেণ্য শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম জানাই।🙏
এ গানের যেমন কথা তেমন গায়কের গাওয়া আর সুরকারের দেয়া সুর প্রতিটি বিরহী প্রেমিকের মনে ঝড় হয়ে উথলে ওঠে।
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।চোখ বেয়ে শুধু জলের ধারা বেয়ে চলেছে।
😊
এমন এক সময় ছিল যারা প্রেমে পরেছিল তারা এই গানটা কখননা কখন শুনেছে।
আমার মনের কথা।
বোঝাতে পারবো না, কত ভালো লাগার গান।যতই প্রশংসা করি না কেন এ গানের প্রশংসা কখনোই শেষ হবেনা।
আজ থেকে বারো বছর আগে আমার প্রিয় মানুষটা আমায় রেখে চলে গেছে শান্তির দেশে। একটা সময় এই ভালোলাগা গানটা দুজনে শুনতামা। বড্ড প্রিয় গান ছিল আমাদের। তখন তো জানতাম না তার চলে যাবার পর এই গান আমায় একা শুনতে হবে আর মনের ভিতর দুমড়ে মুচড়ে যাবে।
এই গানটি পুরোটা শুনতে পারিনা।চোখ জলে ভরে উঠে।হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়।আমার সেই প্রিয় মানুষটি যে না ফেরার দেশে চলে চলে গিয়েছে তার কথা মনে পড়ে।
অদ্বিতীয় একটা গান যা একবা শুনে কেও সারাজীবন ভুলতে পারে না । সর্বপ্রথম শুনেছি এই গানটা যখন বাবা গাইতেন ।
শৈশব থেকেই শুনছি।আজ ও চির অম্লান। চির অক্ষ য়।চির সবুজ
সেই ছোটোবেলা থেকে এইসব গান শুনছি। এখন চুয়ান্ন বছর বয়স, আজও এতটুকুও একঘেয়ে মনে হয় না। মন হয় যেন সব মনের কথা। সত্যিই কালজয়ী গান। এ-গান বেঁচে থাক বাঙালির অন্তরে যুগ যুগ ধরে।
এই গানগুলি আছে বলেই বেঁচে থাকা আজও সুন্দর। 🙏
গানটি আমারও বড্ড ভালো লাগে 💜
@@apuchandradas1935 / very good
@@apuchandradas1935tv ni bu Zeefeykov xx xx Zee no no no no no rest c cy ft no no
😅😊🎉🎉
Mnjnb vgf
ঠিক বলেছেন দাদা।
খুব পছন্দ 😢