সতীনাথ মুখোপাধ্যায় - জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো | Satinath Mukhopadhyay - Jiboney jodi deep

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @pitOlh3art
    @pitOlh3art 3 года назад +337

    আমাদের বাসায় এই এলবাম টা ছিল। গান গুলো শুধু আমার জন্য গান না। শুনলে মনে হয় সেই দিন গুলোতে ফিরে গেছি। বাবাকে আলাদা করে মনে পড়ে, মনে হয় হায় , কি দিন হারালাম!!!
    কত সাধারণ কথা, কি অসাধারণ গায়কী, কি অসাধারণ সুর!!

    • @Asadsoil1
      @Asadsoil1 3 года назад +30

      আমরা যারা এমন করে ফিল করি তাদের একটা সমিতি করা দরকার, একলা ঘরের কোণে বসে কাদতে হবেনা তাহলে আর

    • @prasantadas6785
      @prasantadas6785 3 года назад +1

      11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111¹1¹11111111111111111111111111111

    • @prasantadas6785
      @prasantadas6785 3 года назад +9

      Amar jibone gaan khub sunta volo laga

    • @biswajitpaul5485
      @biswajitpaul5485 2 года назад +8

      Chokhe jol BHORE AASE.NOMOSKAR

    • @sikhamondol4153
      @sikhamondol4153 2 года назад +7

      অসাধারণ দরদী একটা গান

  • @blackman1995
    @blackman1995 3 года назад +134

    যতদিন বেঁচে থাকব এই গান শুনে যাব।
    হৃদয় ছুঁয়ে যায় যতবার শুনি.
    হাজার বচরেও পূরানো হবে না ❣️

  • @narayanbiswas7283
    @narayanbiswas7283 4 года назад +63

    আমি কম করে হলেও হাজারবার শুনেছি, এখনও শুনি কিন্তু ভিডিও পাই নি, ভিডিও টি আপলোড করার জন্য অশেষ ধন্যবাদ। এগুলো তাঁদের অমর সৃষ্টি, প্রণাম জানাই গীতিকার, সুরকার, শিল্পী সহ সমস্ত কলাকুশলীদেরকে.... i m 63 yrs old.

  • @anitanath3298
    @anitanath3298 3 года назад +56

    আমি রোজ দুই বার সকাল আর রাতে ঘুমানোর আগে দু' বার এই অত্যন্ত প্রিয় গানটি শুনি। 2021 কেন হাজার হাজার বছর প'রে ও এই গান পুরনো হবে না। রচয়িতা আর গায়ক কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনাদের কন্ঠে গান গুলো বড়ো প্রাণবন্ত হয়ে ওঠে। অপূর্ব কন্ঠ আর মনের মতো গানের কথা গুলো কোটি কোটি বছর বেঁচে থাকুক আমাদের পথ চলার পাথেয় হয়ে।

    • @ziaultaposh7996
      @ziaultaposh7996 Год назад +1

      Shohomot Poshon Korchi.
      A Gaan Gulor Pashe Kono Gaan Rakhte Chai Na.

    • @dipakkumarpradhan4011
      @dipakkumarpradhan4011 Год назад +1

      আমি এ গানটি খুব ভালো সেই ছোটো বেলা থেকেই। জীবনের কি পরিহাস দেখূন, এই গানটি আমার জীবনের বস্তব হয়ে গেল।

    • @RiktaSen-h7i
      @RiktaSen-h7i 3 месяца назад +1

      Ami mrittu ag obdi sunte cai

  • @subratalahiri3068
    @subratalahiri3068 4 года назад +177

    আহা কি মর্মস্পর্শী আবেদন, কোন দিন পুরনো হতে পারে না, কোন ছোট বেলায় প্রথম শুনেছিলাম এখনো সেই অনুভূতি,চোখ জলে ভরে যাচ্ছে, আমার অনেক অনেক প্রণাম,বড় প্রিয় শিল্পী আমার 🙏🙏🙏🙏🙏

    • @arunmoybanerjee8726
      @arunmoybanerjee8726 3 года назад +4

      খুব বড় মাপের শিল্পী। ছোট বেলায় পাড়ার জলশায় ওনার অনেক গান শুনেছি।

    • @akashdeepgiriajllvkkfkifgj3541
      @akashdeepgiriajllvkkfkifgj3541 3 года назад +2

      @@arunmoybanerjee8726 skjcoAyy

    • @dulalchandsarker6735
      @dulalchandsarker6735 2 года назад +1

      Pochonder Sera gan

  • @Achine.2776
    @Achine.2776 5 лет назад +34

    অসাধারন একটি গান।কখনো পুরানো হবে না এ সব গান। হৃদয়ের গহীন থেকে অনেক অনেক শ্রদ্ধা সতীনাথ মুখোপাধ্যায়ের প্রতি।

  • @prabhatibhattacharjee9079
    @prabhatibhattacharjee9079 3 года назад +68

    আর হবে না! এমন কথা, এমন সুর এমন সুরেলা কন্ঠ...... অপূর্ব , কত শত বার শুনেছি,.... তবু ও আরও শুনতে ইচ্ছা করে

  • @swapanroy5523
    @swapanroy5523 4 года назад +50

    এক অসামান্য সিগ্ধতা , সৌন্দর্য ও মর্রপর্শী ভাবনা মনকে আচ্ছন্ন করে রাখে এই গান। রচনা : গৌরীপ্রসন্ন,সুর : শিল্পী।১৯৫৫.

  • @hafizurrahmanreal4937
    @hafizurrahmanreal4937 5 лет назад +132

    ওহ! কী যে শান্তি লাগছে।এই গানটির ভিডিও পেয়ে যেন আকাশ হাতে পেলাম।সতীনাথ আপনি আমাদের অন্তরের গহীনে চিরদিন অমলিন।

  • @sanjoyde4486
    @sanjoyde4486 4 года назад +36

    ওহঃ কি গান যেমন সুর তেমন কথা, মনকে নাড়া দিয়ে যায়, অদ্ভুত এক মুর্ছনায় বুক টা কেঁপে ওঠে।

  • @subratalahiri3068
    @subratalahiri3068 4 года назад +56

    সামনে বসে শোনার সৌভাগ্য আমার হয়েছে,এত সহজ সরল অমলিন আবেদন সে ভাষায় বোঝাতে পারবো না, কোথায় হারিয়ে গেল সেই সব সুখ স্মৃতি, ভাবতে খুব ভালো লাগে, সেই পরিবেশ এখন নেই

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 года назад

      খুব সুন্দর লিখেছেন

  • @bestmusic2291
    @bestmusic2291 3 года назад +85

    আমি এখনকার ছেলে , এই গান গুলো খুব ভালো বাসি জানি না কেন এই গান গুলো শুনলে দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ে 🙏

  • @bishwanathdas5484
    @bishwanathdas5484 3 года назад +51

    আমার মন যখন ভালো নাথাকে, তখন এই কালজয়ী গান গুলো শুনে শুনে মনকে ভালো রাখতে চেষ্টা করি। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।

    • @AlaminKhan-ds3qq
      @AlaminKhan-ds3qq 2 года назад

      এসব গান যতবার শুনি ততবার মনটা সতেজ হয়ে যায় ।

  • @md.asaduzzaman7022
    @md.asaduzzaman7022 3 года назад +36

    আহারে গানের পাখি,
    যতবার শুনি ততবার কাঁদি।

  • @sheikhjafhorsadek4599
    @sheikhjafhorsadek4599 3 года назад +33

    আমি ২০২১ এর এপ্রিলে এসে শ্রদ্ধেয় সতীনাথ মুখার্জির এই মন ভোলানো অসম্ভব ভাল লাগা গানটি শুনছি। বেশ মননের সহিত গাহিয়াছেন, উনার কন্ঠের তকমা না দিয়ে আমি পারছি না। চিরকাল অমৃত রয়ে যাবে এই গানটি প্রত্যেক বাঙালী প্রাণীকূলের সন্নিকটে।

  • @rathinpan3367
    @rathinpan3367 2 года назад +4

    সেইসব সোনাঝরা দিন আর কখনও ফিরে আসবে না। এই সব প্রবাদপ্রতিম শিল্পীদের গান আমার হামেশাই কলেজ ফাংশনে ও রাস্তায় দাঁড়িয়ে শুনেছি। প্রতেকেই খুবই ছাত্র দরদী ছিলেন এবং হাজার অসুবিধা সত্ত্বেও আমাদের মনোরঞ্জন করতেন। 🙏🙏🙏🙏🙏

  • @sahinrayhan1641
    @sahinrayhan1641 2 года назад +7

    এ গানের আবেদন শত বছর পরেও থাকবে।ভালো থাকুন পরপারে প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আমরা বাংলাদেশের বাংঙ্গালী, আমরা আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি।

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Год назад +1

      কতো সুন্দর লিখেছেন

  • @anitanath3298
    @anitanath3298 2 года назад +7

    অপূর্ব! রোজ 10/ 12 বার করে শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় এর এই গানটি শুনি। খুব ভালো লাগে। কখনো পূরনো হয় না। এত প্রাণবন্ত!

    • @anitanath3298
      @anitanath3298 2 года назад

      প্রণাম আপনাকে।

  • @sakhawathossain7306
    @sakhawathossain7306 3 года назад +57

    সতীনাথের গান শোনার পর মন্তব্যের কোন জায়গা নাই, সেই যে শুনে আসছি এখনও তো আগের মতোই তাহলে কিছু কি বলার সাহস জাগে?? শুধুই তন্ময় হতে শুনতেই থাকি ----------!!!!!!!

  • @tapanjyotibhattacharya432
    @tapanjyotibhattacharya432 Год назад +7

    অসাধারণ গান। জীবনের চলার পথে অনেক স্মৃতি এই গানের মধ্যে পেয়ে যায়। শিল্পীর কন্ঠের যাদুতে নিজেকে বড় উদাস লাগে।

  • @Malekislam-vs6ik
    @Malekislam-vs6ik 3 года назад +7

    সেই ব্যাটারী চালিত রেডিও ট্রান্জিস্টরের আমল থেকে শুনেই যাচ্ছি! কিন্তু, এখনো চির সবুজ এই গান!

  • @user-fx6fq5fb5q
    @user-fx6fq5fb5q 3 года назад +14

    দীর্ঘ 50 বছর জীবনে যখনই খুব ভেঙ্গে পরেছি ঠিক তখনই এই আমার প্রিয় গানটি শ্রবণ করে নিজেকে সামলাতে পেরেছি তাই কি ভাষা প্রয়োগ করবো ভাষাহীন ও মুগ্ধ হয়ে যাই……

    • @AshokeMjee
      @AshokeMjee 3 месяца назад

      Akdamjatarthakathabolecho.

  • @gamingkhan3375
    @gamingkhan3375 4 года назад +36

    সৃষ্টিকর্তা নিজ হাতে তাকে অসাধারণ ভাবে সৃষ্টি করেছিলেন।salute u legend

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 года назад

      খুব সুন্দর লিখেছেন 🙏

  • @arabindasaha7290
    @arabindasaha7290 3 года назад +42

    কালজয়ী স্বর্ণ যুগের মনে অদ্ভুত আলোড়ন সৃষ্টিকারী অসাধারণ সুন্দর অবিস্মরণীয় মনোমুগ্ধকর কীর্তি ।😍
    অভিভূত ও আপ্লুতও ।❤

  • @mdmukhlesurrahmanakand2630
    @mdmukhlesurrahmanakand2630 4 года назад +6

    ছেলেবেলায় কোথাও কোথাও ক্যাসেট প্লেয়ারে বাজানো এসব গান বয়স্কদের থেকে দূরে দাঁড়িয়ে শুনতাম। তেমন না বুঝেও গানের কথা, সুর আর গাওয়ার ধরণের কারনে সতীনাথের গান ভালো লাগতো। শিল্পিকে গাইতে দেখলাম আজ ইউটিউবের কল্যাণে। মন,প্রাণ জুড়িয়ে গেলো। কত বড় শিল্পী কিন্তু কি সাদাসিধে পোষাক, ভঙ্গিমা!

  • @sukantabose6541
    @sukantabose6541 4 года назад +48

    ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ
    আপনার কণ্ঠে এই গান শোনার সৌভাগ্য আমার হয়েছে ।

    • @rupakdhar5203
      @rupakdhar5203 4 года назад

      Apnar moto amio Souvhagya baan!
      SATINATH MUKHERJEE O UTPOLA SEN ER LIVE POGRAM DEKHAR SUJOG HOYE CHILO 1980 KOLKATA R "MAHAJATI- SADANE!
      GAAN NIYE KICHU BOLAR BHASA
      JANA NEI!
      ONAKE PRONAM JANAI!

  • @ferdousipervin9458
    @ferdousipervin9458 4 года назад +18

    আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটির খুবই পছন্দের গান ছিলো। তাই মাঝে মাঝে গানটা শুনি।

  • @hasanshahidferdous5731
    @hasanshahidferdous5731 5 лет назад +133

    সুর মানুষ কে ভদ্র করে আবার উগ্রও করে, এই কথা...এই সুর
    পারিবারিক বন্ধুন কে আরও মজবুত করে।

  • @biswanathmukherjee4995
    @biswanathmukherjee4995 4 года назад +27

    I am highly obliged to RUclips for providing these valuable collections of Bengali Songs. Many , many thanks.

  • @harunrashid5228
    @harunrashid5228 4 года назад +48

    এগান হাজার বছর পরেও ভাল লাগবে এতে কোন সন্দেহ নাই।গানের লেখক ওশিল্পিকে আমার শত শত সালাম ও শ্রদ্ধা।

    • @nurulkader2735
      @nurulkader2735 3 года назад +3

      এ গান লিখেছেন বাংলার কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার

  • @zillurrahman8096
    @zillurrahman8096 2 года назад +18

    পৃথিবী আরও এক হাজার বছর টিকে থাকলে এই গানটিও থাকবে। প্রেমিকের মনের আকুতিও এমনি হবে সেদিনও যেমনি ছিল আরও শত বছর পূর্বে। কি অসাধারণ! ❤️

    • @Sahanasiddique-cb2ym
      @Sahanasiddique-cb2ym 9 месяцев назад

      Tui to bujlina ato valobashlam kano easce kore harea gale kano avabe harai gale

  • @arijitmondal3894
    @arijitmondal3894 3 года назад +6

    কত অবলীলায় গানটা গেয়ে দিলেন,কি মুন্সিয়ানা,কি সুর কি সুন্দর কথা মনটা ভরে গেল।অমর কীর্তি, প্রনাম।

  • @jibansen3087
    @jibansen3087 5 лет назад +12

    'এখনো কাছে আছি তাই তো বোঝ না' ও কি নিদারুন সত‍্য।সুন্দর কবি তোমার অমর সৃষ্টি।

  • @M22Fgaming
    @M22Fgaming Год назад +3

    Ramprasad gain যতবার এই গান শুনি তথবার যেন মন ভরে না

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад +1

    গানটির মর্মবাণী অত্যন্ত মর্মস্পর্শী,বেদনাবিধুর ও হৃদয় বিদীর্ণদায়ক। গানটি শুনে অশ্রু সংবরণ করা অত্যন্ত কঠিন। সহশ্র প্রণাম সতীনাথ মুখার্জীকে।

  • @susmitanag587
    @susmitanag587 5 лет назад +8

    কত দিন আগের গান তবুও কত নতুন,..বারবার শুনেও মন ভরে না।।মন ছুঁয়ে যায়...কোন মন্তব্যই যথেষ্ট নয়।।তোমায় প্রনাম

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Год назад

    আমি ছোটো থেকে এই গানটা শুনছি , আজ ও শুনি ।যেমন গানের ভাষা তেমনি দরদ দিয়ে গেয়েছেন ।ভিতরটা নড়ে যায় ।

  • @monojitdas7664
    @monojitdas7664 Год назад +7

    An all time favourite! No wonder our sweetest songs are those that talk of the saddest thoughts!

  • @KaziJibon-c1d
    @KaziJibon-c1d Год назад +2

    গানটা শুনলে অনেকের কথাই মনে পড়ে, প্রিয়জনদের খুব পছন্দের একটা গান ছিলো কিন্ত আজ তারা পৃথিবীতে নেই অথচ গানটা রয়েই গেছে।

  • @santiranjankar883
    @santiranjankar883 5 лет назад +46

    সতীনাথবাবুর গান হৃদয় স্পর্শী। এই গান কখনোই পুরানো দিনের গান হতে পারে না।ঝাড়গ্ৰাম।

  • @lbsnaamaniac
    @lbsnaamaniac Год назад +1

    কি সুন্দর না দৃশ্য দেখিলাম। কি সুমধুর সুর কন্ঠে সৌরভ ছড়িয়েছেন। কি অনবদ্য অভিঙ্গতা থেকে গানের রচনা‌। বেঁচে ছিলাম বলে এমন শুনতে পেলাম। 🌷😊

  • @banerjeeb6860
    @banerjeeb6860 4 года назад +44

    How to express my gratitude to this GREAT SINGER!!

  • @supriyabanerjee7064
    @supriyabanerjee7064 Год назад +1

    একজন সত্যিকারের ব্যর্থ প্রেমিকের কষ্ট যে কি এই গান সেই কথা মনে করিয়ে দেয়। যতবার শুনি মনটাকে ঠিক রাখতে পারি না। কি অসাধারণ গান গেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। গায়ককে হাজারো সেলাম

  • @profdrmahannan2977
    @profdrmahannan2977 Год назад +4

    Excellent,mind blowing rendition, Satinath Ji. You are unparalleled,invincible, immortal. I don’t know how many times for how many decades I have been enjoying your such wonderful melodies. RIP, Legend.

  • @kukhuranidas825
    @kukhuranidas825 22 дня назад

    এই গানগুলি শুনতে আমার খুব ভালো লাগে ছোট বেলা থেকেই যদিও আমার জন্মের অনেক আগের মুভির গান তবুও আমার খুব ভালো লাগে কারণ জানি না কেন যে বর্তমান সময়ের কোনো কিছু ভালো লাগে না,,, যতদিন বেঁচে থাকবো ঐ গানগুলিই শুনবো মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মিষ্টি সুর শিল্পী গনকে আমার অন্তরে জীবিত রাখবো এবং ওনাদের কে শতকোটি প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏
    যিনি এই অর্থ যুক্ত মিষ্টি গানগুলো ভিডিও চিত্রে তুলে ধরেছেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ 👍🏻👍🏻 জানাই 🙏

  • @alivachatterjee2472
    @alivachatterjee2472 4 года назад +59

    মন ভালো হলে গেলো শৈশবের স্মৃতিতে। এর থেকে মনের নিবেদন আর হতেই পারো না।

    • @mizankhulna
      @mizankhulna 4 года назад +1

      এর থেকে মনের নিবেদন আর হতেই পারো না

    • @mizankhulna
      @mizankhulna 4 года назад +1

      জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
      সমাধি পরে মোর জ্বেলে দিও।
      এখনো কাছে আছি তাই তো বোঝনা

  • @ArindamGayen664
    @ArindamGayen664 6 месяцев назад +1

    খুব সুন্দর গান,, হে অমর শিল্পী তোমার চরণে আমার শত কোটি প্রণাম 🙏🏿🙏🏿🌺🌺

  • @sudarsanmandal3383
    @sudarsanmandal3383 3 года назад +18

    এই গানটা শুনলেই চোখে জল ভরে
    যায় পুরানো দিনের কথা মনে পড়ে যায়
    মনটা কেমন যেন হয়ে যায়

  • @jaydeepchatterjee6471
    @jaydeepchatterjee6471 2 года назад +10

    OLD is GOLD ❤️❤️...Love & respect for this Divine Soul 🙏🙏💐💐✨✨✨💓💓💓

  • @biswajitnaskar5757
    @biswajitnaskar5757 5 лет назад +75

    এ সব অমুল‌্য গানে কথা, মানুষ জীবনে ভুলবে না,
    অমুল‌্য গায়ক আপনায়
    শত প্রনাম

    • @sonadas7231
      @sonadas7231 4 года назад +1

      বোঝেনা সে বোঝেনা সে আমার কতো পিও মহাদেব দাস চাতরা

    • @romeogaming3984
      @romeogaming3984 4 года назад +2

      Satti tai

  • @triptimajumder7670
    @triptimajumder7670 7 месяцев назад

    আমি ছোটবেলা থেকে আপনাল গান শুনতে ভালোবাসি। আজও শুনি। আপনার কন্ঠস্বরের স্নিগ্ধতা এবং গানের আবেদন আগের মতোই অক্ষুণ্ন আছে। আপনার গান শুনলে কী এক অবুঝ আবেগে চোখ জলে ভরে যায়! কয়েকটা মাত্র শব্দবন্ধে আপনার প্রতি আমার শ্রদ্ধা জানালাম।

  • @babluartist9377
    @babluartist9377 5 лет назад +3

    এই প্রথম মহান শিল্পীর ভিডিও সহ গান শুনছি, যদিও ছোটবেলা থেকে শুনে আসছি । কি বলবো, সত্যি ভাষাহীন আমি।

  • @chandabarua3794
    @chandabarua3794 4 года назад +2

    প্রথম প্রথম রেডিওতে ক্যাসেট কিনে এই গান শুনতাম।অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো।অশেষ শ্রদ্ধা অমর গায়ককে।

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 3 года назад +20

    কালজয়ী এই সব গান চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে স্বর্ণ যুগের গান হয়ে।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 года назад

      এ মেধা এখন দুই বাংলাই নেয়, এখন সব ফালতু।দেখা ও যাই না শুনা ও যায় না!

    • @nibarandebnath9159
      @nibarandebnath9159 3 года назад

      Chirokalin

  • @kalyanidey8801
    @kalyanidey8801 Год назад +2

    যতদিন পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে ততদিন এ গান একইরকম ভাবে প্রাসঙ্গিক থাকবে ।

  • @enamulhasan1254
    @enamulhasan1254 5 лет назад +30

    কি গান ছিল ...মনে হয় শুধুই শুনে যাই...কি গায়কি ...এসব কি আর এখন হয়...যা যায় তাই ভাল যায় ...পুরন সব সময়ি নতুনি থাকে...

  • @JahangirAlam-bt9hp
    @JahangirAlam-bt9hp 4 года назад +14

    এই গানটি বিগত ৪০ বছর ধরে শুনছি অামি । কিনতু কি ভাষায় যে তার গুনের। কথা লিখবো অামার ভাষা যানা নেই।

  • @goutamdutta1017
    @goutamdutta1017 4 года назад +11

    এত বড় মাপের শিল্পী, বাংলা গানের জগত ধন্য হয়ে গেছে সতীনাথ মুখার্জিকে পেয়ে।

    • @biswajitpal8376
      @biswajitpal8376 Год назад

      "Golden Voice " Ekmatra satinath Mukherjee kei manay.

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 2 года назад +5

    💝কতবার যে শুনেছি,
    এখনও শুনি....👌👌👌

  • @AyeshaAkter-pu8zh
    @AyeshaAkter-pu8zh 3 года назад +30

    "যেদিন চিরতরে হারায়ে যাব আমি
    ভাঙ্গিবে ভুল তব তোমারে পাব আমি
    সেদিন ডাকো যদি এ নাম ধরে হায়
    রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
    তবু তো আমায় পাবে না খুঁজে আর
    বিরহে হবো জানি বরনীয় "

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Год назад

      কি অসাধারণ লিখেছেন। সালাম আপনাকে

  • @minudasgupta3746
    @minudasgupta3746 Год назад

    গান টির কথা ভীষণ মর্মস্পর্শী এবং বেদনাবিধুর।।
    গীতিকার এই গান খানি এই শিল্পীর জন্য ই সৃষ্টি করেছিলেন।। যেমন সুর ঠিক তেমনি ই গায়কী 🙏🙏🌷🌷❤❤❤❤

  • @swapanghosh7923
    @swapanghosh7923 5 лет назад +45

    মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে এই রকম শিল্পীদের গান শোনা যায়না ,

  • @monoranjanochakraborty8755
    @monoranjanochakraborty8755 Год назад

    আমার সবচেয়ে প্রিয় গান।সেই class eight থেকে শুনে আসছি। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @goutammukherjee6474
    @goutammukherjee6474 5 лет назад +4

    সতীনিথ বাবুর এই গান কোনদিনই পুরানো হবে না।। মন ভরে যায় । বারবার শোনার মন চায় ।
    অসাধারণ ।।।

    • @dayamoypatra7828
      @dayamoypatra7828 5 лет назад

      এসব গান শুনে আনন্দ যেমন পাই তেমনি জীবনে দিশা পাই।

  • @shefardbaroi7930
    @shefardbaroi7930 7 месяцев назад +1

    তখনকার দিনে আমাদের জন্ম না হলেও কৈশর থেকে ই এই গান গুলি খুবই ভালো লাগে। হৃদয়ে মিশে আছে । ভারতীয় গানেরএবং শিল্পীদের কোন তুলনা হয় না এবং হবেও না।

  • @goutamdutta1017
    @goutamdutta1017 5 лет назад +8

    আহা। কি কন্ঠ! কি আবেদন! প্রনাম এই মহান শিল্পীকে।

  • @ManjuKumar-c8j
    @ManjuKumar-c8j 7 месяцев назад

    Ki apurbo gaan
    Kantho,kalom sur tiner kimadhuryo.thanks for u tube.salutfor legend.

  • @pintukarak1062
    @pintukarak1062 4 года назад +15

    He is such a great singer that no words or praising is enough to describe his golden voice and incomparable gaiki. Very very thanks for uploading such a wonderful video.

    • @ratnasengupta3472
      @ratnasengupta3472 2 года назад +1

      ;adda bha) lo valo lagche k@ytto katha. Moneporch3

  • @rkmallick8990
    @rkmallick8990 2 года назад +1

    সামান্য তবলা আর হারমোনিয়াম সহযোগে কী অসাধারন গায়কী! কতবার যে শুনেছি তার হিসাব নেই।

  • @tapasdutta284
    @tapasdutta284 Год назад +8

    Theme of this song stands for the deepest emotions of eternal love. On listening to this song I have grown up in the era of nineteen sixties and seventies. Lyrical genius of Gouriprasanna Majumdar and melodious voice of Satinath Mukhopadhay can never be forgotten. Both of them are no more with us.

  • @drRownakJahan
    @drRownakJahan 3 года назад +45

    আমার মা বাবাকে ধন্যবাদ যারা আমাকে ছোট বেলায় ফিতার ক্যাসেটে এসব গান শুনিয়েছে। লিংকিন পার্ক, ইমাজিন ড্রাগনস, মেরুন ৫ শুনলেও আমি সতিনাথ, সন্ধ্যা, প্রতিমা, লতা, আশা মানবেন্দ্র, অনুপ ঘোসাল, সাগর সেন, মান্না দে, হেমন্ত এগুলোও শুনি।

    • @saifulislam-lz7vr
      @saifulislam-lz7vr 9 месяцев назад +1

      আমারও শৈশব কেটেছে ক্যাসেটের ফিতায় বিভিন্ন শিল্পী দের গান শুনে, তা এখন আজ শুধুই স্মৃতি।🥰🥰
      কত আনন্দের খুব সাধারণ দিনগুলো ছিলো,কত আনন্দ🥰🥰

    • @MdNurulIslam-ih9xk
      @MdNurulIslam-ih9xk 7 месяцев назад

      Xbevxxbeqedebbd​ebaeds@@saifulislam-lz7vr

    • @snehersneha
      @snehersneha 12 дней назад +1

      একদম ,সত্যি ঠিক বলেছেন

  • @musefahmed6383
    @musefahmed6383 Год назад +5

    কে আছেন কী এই শ্রদ্ধেয় শিল্পীর মতো একটা হৃদয় ঢেউ খেলানো কান্নাজড়িত অসহায় গান গেতে?👍👍💘💘💘🌹🌹🤲🤲🤲🤲

  • @MB-tx6di
    @MB-tx6di 3 года назад +15

    আমার কাছে শিল্পীর দুটো LP record আছে, আমার এক মামা প্রায়ই আমাদের বাড়িতে এসে রেকর্ডগুলো শুনতে চাইতো। আমারও ভীষণ ভীষণ প্রিয় সতীনাথবাবুর গান।

  • @prokashbaidya8966
    @prokashbaidya8966 5 лет назад +37

    অসাধারন গান, এই ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @dipankajdatta5116
    @dipankajdatta5116 2 года назад +1

    হৃদয় নির্ঝরণী।এই গানের আবেদন কোনোদিন থামবে না,চির প্রবাহিনী।

  • @alipghatak9553
    @alipghatak9553 3 года назад +30

    সুর ও শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়
    জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
    সমাধি পরে মোর জ্বেলে দিও।
    এখনো কাছে আছি তাই তো বোঝনা
    আমি যে তোমার কত প্রিয়।।
    হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
    বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
    আমি যে অসহায় আমার এ অপরাধ
    পার তো ক্ষমা করে নিও।।
    যেদিন চিরতরে হারায়ে যাব আমি
    ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
    সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
    রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
    তবুও আমায় পাবে না খুঁজে আর
    বিরহী হব জানি বরণীয়।

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 3 года назад

      গানটা শুনে আমি আপনার প্রেমে পড়ে গেলাম

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 3 года назад

      আমি কথা হারিয়ে ফেলেছি

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 3 года назад +1

      সত্যিই প্রেমের তুলনা হয়না

    • @papiachakrabarty9674
      @papiachakrabarty9674 3 года назад +1

      এরকম ভালোবাসা যেন সবাই পায়

    • @karkaivivekanandavidyapith294
      @karkaivivekanandavidyapith294 2 года назад +1

      শেষের লাইনে বিরহী নয় "বিরহে' হবে।

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад

    ধন্য ধন্য সতীনাথ মুখার্জি । এমন মিষ্টি গান আমি খুব কমই শুনেছি। এই গানটা শুনে আমিও যেন ধন্য হলাম। সতীনাথ মুখার্জীকে বিনম্র প্রণাম।

  • @subhendugiri5018
    @subhendugiri5018 5 лет назад +16

    Thanks for uploading. One of my life-time favorite singers. One thing I always appreciate which is pace of song, even when they are in advanced age. I get 1/3rd or 1/4th pace in song of today's young singers which helps to stop listening after 1/2 or 1 min and reject them for life-time. Bengal was so rich in those days, so rich, so many intellectuals at one time.

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 года назад +1

    অসাধারণ দরদী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের অসাধারণ গানের একটা। ওনার সব গান ই আমার খুব প্রিয়। শ্রদ্ধা জানাই প্রিয় শিল্পীকে।

  • @sucharitabhattacharya8169
    @sucharitabhattacharya8169 5 лет назад +92

    সতীনাথ মুখোপাধ্যায়ের এই দুর্লভ ভিডিয়ো টি দেখতে পেয়ে খুব ভালো লাগল।

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 2 года назад +1

    অসাধারণ। সতীনাথ কে শ্রদ্ধা।
    যখনই সময় পাই, শুনি।

  • @shilachaudhury8314
    @shilachaudhury8314 5 лет назад +19

    সতীনাথ বাবুর দরদী কন্ঠ আমাদের চিরকাল মুগ্ধ করে রাখবে

  • @dayamoyroy6568
    @dayamoyroy6568 10 месяцев назад

    কতবার যে শুনেছি তার ইয়ত্তা নেই। মহান শিল্পীকে খুব কাছ থেকে দেখেছি গান শুনেছি যা আমার জীবনের অভিজ্ঞতার অমলিন এক স্মারক।

  • @dr.parthasarathiroy1989
    @dr.parthasarathiroy1989 5 лет назад +12

    Nothing can be said...what a versatile classical singer he was....thanks for uploading this rare video..

  • @sulekhadas6671
    @sulekhadas6671 3 года назад

    বর্তমানে এমন হৃদয় স্পর্শ গান শুনতে পাওয়া যায় না , আর পাওয়া যাবে ও না। অনেক দিন ধরে এই গান শুনছি তবুও পুরানো হয় না।হাজার বার শুনতে ইচ্ছা করে।
    শুভ মা কালী পূজা। মা কালী সকল কে ভালো রেখো।

  • @rantumondal6132
    @rantumondal6132 5 лет назад +78

    আমরা এগান শুনে বড় হয়েছি তাই মনে হয় জীবন থেকে কি যেন হারিয়ে গেছে।

    • @kakaliroy3627
      @kakaliroy3627 4 года назад +1

      Ai gan ti pratek mahilar Jenny's srestha example vety very good

    • @prosantasingha2685
      @prosantasingha2685 4 года назад +1

      Great singer great song

  • @vocal1997
    @vocal1997 4 года назад +2

    আহা! এসব গান শুনে বড় হয়েছি। শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। প্রণাম

  • @banerjeeb6860
    @banerjeeb6860 4 года назад +22

    A Singer of all generations and for eternity.

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 2 года назад +1

    ভালবাসার এত সুন্দর দৃষ্টান্ত আর কোথায় পাওয়া যাবে। এই গানটি শুনলে আবেগে মন উৎফুল্ল হয়ে ওঠে।

  • @shahjahankhan7703
    @shahjahankhan7703 3 года назад +36

    It's not a song it's part of my life choice and feeling.

  • @dineshroy5028
    @dineshroy5028 5 месяцев назад

    অতিব হৃদয়বিদারক গানটি তো মধুর লাগল মনে দাগ কেটে গেল।

  • @birchandghoshdastidar1322
    @birchandghoshdastidar1322 5 лет назад +10

    Immortal songs sung by an immortal singer made exceptionally lyrical by another legendary lyricist -which throw me more than 50 years back when I was a mere schoolboy-and, unaccustomed to appreciate the underlying merit of these songs air ed by the courtesy of AIR. But somehow unknowingly they had left in a corner of my mind a lasting impression and now when I listen to them with raft attention, they create within my soul a state of indescribable trance . In the mastery of such esteemed artists , I feel, are rarely born the Muse Herself.

  • @sunilmondol6658
    @sunilmondol6658 Год назад +1

    অসাধারণ অতুলনীয়
    চির অমর রহে 🎉🙏🌹

  • @minagomes5460
    @minagomes5460 3 года назад +4

    চিরদিনের ভালোবাসার কত মূল্যবান এই গানগুলো শুনলে বো‌ঝা যায়।

    • @shyamalbarua9231
      @shyamalbarua9231 3 года назад +1

      'ভালবাসা' শব্দের অর্থ দুজনকেই জানতে ও বুঝতে হবে নূতবা এই গানটিই হবে জীবনের উপজীব্য।

  • @kantiroy9944
    @kantiroy9944 3 года назад +1

    স্বর্ণযুগের শিল্পী দের মধ্যে অন্যতম এই শিল্পীর প্রত্যেকটি গান মর্মস্পর্শী, জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় গানটি আমারই জন্য গাওয়া।

  • @somnathgoswami1650
    @somnathgoswami1650 4 года назад +29

    জয় ভারত;-এই শিল্পীর গান শোনার পর কিছু বলার থাকে-না,
    শুধু আক্ষেপ হয় এনা দের মোতো শিল্পীরা যদি আরো কিছুদিন এই ধরাধামে থাকতেন!!
    বর্তমানে যে সব বাংলা আধুনিক গান কানে আসে এগুলো গান নাকি কুভাষন,
    হতে একটা গিটার নিয়ে আবোল তাবোল শুরে তাল লয় আবেগ ছাড়া কি যে বলে বোঝা যায়-না,
    একদিন যেত-না যেতে সেটাও মুছে যায়,
    আর এই ধরনের শিল্পীদের গান অমর হোয়ে আছে আজো,
    শুনলে মোনে হয় আরো শুনি,
    কি অসাধারণ সব কথা ও শুর ভোলার-না আমৃত্যু কানে বাজবে।

  • @biswanathdas2191
    @biswanathdas2191 2 года назад

    প্রথম শুনতে পাই আমার কোলকাতা নিবাসী বড়মামার কন্ঠে।সে প্রায় বছর
    ষাটেক আগের কথা। মামা গত হয়েছেন।
    তাঁর কণ্ঠস্বরের সাথে সতীনাথ বাবুর কন্ঠের বেশ মিল আছে। তাই এনার যে
    গান যখন শুনি, আমার মৃত মামার
    মুখটি ভেসে ওঠে।

  • @badalmeghmondal3149
    @badalmeghmondal3149 3 года назад +4

    একরাশ মুগ্ধতা গানের ছত্রে ছত্রে.।চোখে জল এসে যায় 😢

  • @sarkernilkomol8698
    @sarkernilkomol8698 4 года назад +2

    এককালে ব্যর্থ প্রেমিকদের এক নম্বর পছন্দের গান ছিল এই গানটি। অন্যরাও
    দারুণ পছন্দ করতেন । গানটির কথা হৃদয় গ্রাহী, সতীনাথ অনন্য , ফলে আজও
    শোতাদের টানে। সৃষ্টিকর্তা নিজ হাতে তাকে অসাধারণ ভাবে সৃষ্টি করেছিলেন।salute u legend

    • @sarthakjoshi4240
      @sarthakjoshi4240 4 года назад

      Me is 75 yrs revered artist is in our memory wish to live a couple of yrs only to listen. The song.

  • @mdchowdhury3735
    @mdchowdhury3735 5 лет назад +13

    Mind blowing song ! And it’s always never be old !! Just remember one of my roommates in 1980 108 shah Amanotullah hall CTG mozzarell Hoque, he always listen this song.