সতিনাথ বাংলা গান Satinath old bangla song YouTube 360p

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @ganesbiswas
    @ganesbiswas Год назад +37

    আহা এত মরমী সুনন্দর সুর ও মর্মস্পর্শী কথা তেমনি গায়ক।
    অসাধারন।

  • @prabirchaudhury7533
    @prabirchaudhury7533 Год назад +28

    অদ্ভুত সুরেলা নেশা ধরিয়ে দেয়, প্রণাম।

  • @khitishchandrashil5096
    @khitishchandrashil5096 11 месяцев назад +13

    অমর হয়ে থাকবে হৃদয় এই গান গুলো।

  • @mdmoslemmiha1916
    @mdmoslemmiha1916 Месяц назад +4

    আমার মনে হয় এ পূথিবী যতদিন থাকবে৷ এ ধরণের গানগুলো মানুষের হূদয় পটে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ৷

  • @amalendumaity5414
    @amalendumaity5414 2 года назад +40

    এই সব কালজয়ী গান যখনি শুনি আমার চোখ জলে ভরে যায়। কতোযে স্মৃতি জ্ড়িয়ে আছে এই গানগুলির সঙ্গে। গুরুজী কত দরদ দিয়ে আমাকে এই গানগুলো শিখিয়ে ছিলেন। কতো কথা বলতেন,বকা দিতে দিতে ঠিক মত গাইতে পারলে মাথায় হাত বুলিয়ে আদর করতেন।আজ মনে পড়লে চোখে জল আসে।

  • @ayanmukhopadhyay2359
    @ayanmukhopadhyay2359 Год назад +23

    এই গান শুনে আমি আপ্লুত হয়ে যায় চিরদিনের গান।গান থেকে যাবে।আমরা চলে যাবো।ওহ অসাধারণ

  • @surendrakumarchakraborty8654
    @surendrakumarchakraborty8654 9 месяцев назад +7

    সংগীতের সুবর্ণ যুগ আর নেই। প্রনাম জানাই প্রিয় শিল্পীকে ।

  • @RajlaxmiChakraborty-hu5xi
    @RajlaxmiChakraborty-hu5xi Год назад +7

    কতনা হাজার ফুল ফোটে ভূবনেতে, তাঁর কিছু পৃথিবীতে সৌরভ ছড়িয়ে জীবনের মূল‍্যায়ণ করতে পারে। তাঁর কিছু ফুটে শুধুমাত্র অনাদরে পৃথিবীতে মুখ লুকাতে। অসাধারণ, এই গান এবং গানের অর্থ। সব লিখে বর্ণনায় যেতে চাই না। শুভকামনা।

  • @nahidyasmin8361
    @nahidyasmin8361 Год назад +31

    আহা!! কি মর্মস্পর্শী গান। অসাধারণ অনুভূতিতে ভরা । শৈশব থেকেই গাল গুলি শুনে আসছি যত শুনি ততই ভালো লাগে।

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад +31

    বাহ, কী সুমধুর কন্ঠ !! শ্রুতিমধুর গানগুলো শুনে আমার বিষন্ন মনটা মুহূর্তেই আনন্দে ভরে গেলো। বিনম্র শ্রদ্ধায় সতীনাথ-জিকে স্মরণ করছি।

  • @bandanadutta5099
    @bandanadutta5099 Год назад +16

    এমন দরদী কন্ঠের মরমি গান আর বুঝি মেলে না, ছোটো বেলায় বাবার কন্ঠে শুনতাম, তাই এসব গানের সাথে মধুর স্মৃতি জড়িয়ে আছে ♥️

  • @valkihighschool522
    @valkihighschool522 2 года назад +55

    সতীনাথ দাদা এক অনন্য মননশীল কন্ঠ শুনলেই গা শিহরে উঠে। আল্লাহর দান। সবাই তাঁকে ভালবাসে। এমন কন্ঠ আর কেউ ফিরে পাবে বলে আমার মনে হয় না। গান গুলো কোনদিন পুরাতন হবেনা।

    • @parthamondal4598
      @parthamondal4598 2 года назад +2

      ❤️

    • @pradyuthadar1633
      @pradyuthadar1633 2 года назад

      1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
      00lllpll⁰

  • @RamenduBanerjee-xx8xu
    @RamenduBanerjee-xx8xu 8 месяцев назад +6

    এই গান কোনোদিন পুরনো হবে না, যতই শুনবো, বার বার শুনলেও মনে হয় আবার শুনি

  • @subhashch.barman5967
    @subhashch.barman5967 3 месяца назад +11

    সঙ্গীত জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক সতীনাথ মুখোপাধ্যায় কে শতকোটি নমস্কার। জগৎ জননী যেন আবার তাঁকে পুনর্জন্ম দিয়ে পৃথিবীতে পাঠান এই প্রার্থনাই করি।

    • @animeshmondal5006
      @animeshmondal5006 2 месяца назад

      অসাধারণ ❤

    • @animeshmondal5006
      @animeshmondal5006 2 месяца назад

      অসাধারণ ❤ আমি অভিভূত । আমার ঐএক ই প্রার্থনা।

  • @mdkaisarrahman1387
    @mdkaisarrahman1387 7 месяцев назад +76

    জীবনের নিঙরানো সর্বোচ্চ ভালো বাসা, অসাধারণ দরদ দিয়ে শিল্পী গান করেন। পৃথিবী যতদিন আছে, শ্রোতাদের অভাব নেই

  • @basudebnatua7842
    @basudebnatua7842 4 месяца назад +3

    নতুন করে বাঁচার প্রেরনা যোগায় । যুগ যুগ ধরে অতুলনীয় হয়ে থাকবে এই মর্মস্পর্শী গানগুলো । শিল্পীকে জানাই আমার অন্তরের প্রনাম ।

  • @birendrakumarbhunia6583
    @birendrakumarbhunia6583 Год назад +9

    অপূর্ব এই কন্ঠের গানগুলি সত্যিই হৃদয়ে সহানুভূতির একটি প্রশস্থ জায়গা করে দেয়। দরদী কণ্ঠের এই গানগুলি আবেগে ভরে তোলে।অমর এই শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। উনি অদৃশ্যলোকে যেখানেই থাকুন না কেন শ্রোতাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।

  • @bandandasdas5748
    @bandandasdas5748 7 месяцев назад +19

    অনেক ব্যাস্ততার মাঝে এই গান গুলি শুনলে মনে ক্লান্তি দূর হয় অনেক ছোট বেলা থেকেই শুনে আসছি এখন অনেক বয়স হয়ে গেছে তবুও এই গান শুনলে পুরানো দিনের ফিরে যাই মন ভরে যায় ধন্যবাদ

    • @GitaSarkar-ds5jn
      @GitaSarkar-ds5jn 5 месяцев назад +1

      মন ভরে গেল, অপুর্ব।

    • @saikatdasify
      @saikatdasify 19 дней назад

      Evergreen song.respct Legend singer satinath mukherjee.

  • @vipulde
    @vipulde 2 года назад +48

    মন টা শান্তিতে ভরে গেল..... ঠিক করেছি আর টিভি দেখবোনা......যুক্তি তর্ক সব থাক..... এবার থেকে অন্যরকম "ঘন্টাখানেক"..... সঙ্গে সতীনাথ, শ্যামল, কিশোর, হেমন্ত আর মান্না..... 🙏🙏

  • @janmejoybhattacharjee6939
    @janmejoybhattacharjee6939 Год назад +25

    এমন মর্মস্পর্শী গানের তুলনা হয় না।ওরাই যা দিয়ে গেছেন, আর এমন শিল্পীর দেখা পাবো কি আমরা।
    প্রেম ও ভালোবাসার অপূর্ব অনুভূতি। শিল্পীকে কোটি প্রণাম।😂

  • @sumikar3832
    @sumikar3832 9 месяцев назад +32

    কতো কতো স্মৃতি জড়িয়ে আছে এই গানগুলোর সাথে। আমার সুন্দর শৈশব কেটেছে এই সকল গান শুনে। এ যেন এক অন্য রকম প্রশান্তি।।❤️❤️

    • @HanifMd-m1m
      @HanifMd-m1m 4 месяца назад

      Gaangulo shunte shunte bibhor hoye jai😊sab kichu bhule jai 😊

    • @kamalnaskar4124
      @kamalnaskar4124 4 месяца назад

    • @abidazad8323
      @abidazad8323 4 месяца назад

      ঠিল বলেছেন, এ গান শুনলে নস্টালজিয়া পেয়ে বসে। মরমিয়া তুমি চলে গেলে এগানটি যখন শুনতাম শুনে তৃপ্ত হতে পারতাম না তাই বারবার শুনতাম......

  • @sambhumajumdar3295
    @sambhumajumdar3295 18 дней назад +2

    ওনারা চিরকাল অমর ওনারা বাঙালির হ্রিদয়ে রয়ে গিয়েছেন।

  • @BaniAminMallick-c8w
    @BaniAminMallick-c8w 3 месяца назад +8

    স্মৃতির পাতায় পাতায় সাজন গান,গুলো, জীবনের সমস্ত, ক্লান্তি দূর করে যোগায় নতুন অনুভুতি

  • @rinadrozario9433
    @rinadrozario9433 3 месяца назад +1

    শ্রদ্ধায় হৃদয় ভরে যায় । উনা গানের কথা গুলি যেন উনার চেহারার সঙ্গে মিশে গেছে । অমায়িক মনমুগ্ধকর সব গান ।

  • @sheikhamirulnews
    @sheikhamirulnews Год назад +27

    শৈশব থেকেই গাল গুলি শুনে আসছি, গান গুলো শুনলেই পুরোনো দিনের কথা বড্ড মনে পড়ে ❤❤

  • @namitabanerjee5994
    @namitabanerjee5994 5 месяцев назад +1

    প্রণাম জানাই এইসব গানের স্রষ্টা এবং শিল্পী দু জনকেই।

  • @renukaaditya3069
    @renukaaditya3069 Год назад +26

    অসাধারণ কালজয়ী সব গান। প্রণাম জানাই শিল্পী কে

  • @raqueburrayhan1003
    @raqueburrayhan1003 Месяц назад +1

    আমরা ভাগ্যবান এই স্বর্নযুঘে জন্মেছিলেম। হৃদয়ের কোনাকানচি টইটম্বুর হয়ে ভরে যায়। এই মনিমুক্তার মালা কন্ঠে পরে আছি আর কোন কিছু এর তুলনা হয় না।

  • @mdakber8001
    @mdakber8001 2 года назад +19

    সত্যি সথিনাথের পুরানা দিনের বাংলা গানের সুরের তুলনা নেই,ঢাকা হতে আকবর হোসেন গান শুনছি ধন্যবাদ।

  • @subrataghoshal1976
    @subrataghoshal1976 4 месяца назад +1

    আমার জীবনে বেঁচে থাকার এক মাত্র অবলম্বন এই গানগুলি!

  • @kumardebu10
    @kumardebu10 9 месяцев назад +59

    বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অবিস্মরণীয় এক শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি'র গাওয়া কিছু অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান।
    মনোমুগ্ধকর এই অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা!
    ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏

  • @anneerahman2150
    @anneerahman2150 2 месяца назад +1

    মনের কষ্ট পাওয়া কথা গুলো
    সতিনাথ এর সুরের বিনায় ঝড় তোলে😢

  • @DebabrataBhowmick-gt2ne
    @DebabrataBhowmick-gt2ne 7 месяцев назад +14

    আমাদের জীবনের অনেক না বলা কথাই বলছেন, সাহিত্যের মধ্য দিয়ে, মন শীতল হলো।

  • @BiswanathMitra-nr1qu
    @BiswanathMitra-nr1qu 5 месяцев назад +1

    সতীনথের গান মানে চির নূতন, ছোট বেলা থেকে শুনে আসছি তবু যেন মনে হয় আবার শুনি, প্রতি নিয়ত।

  • @SushantaPaulCareerAdda
    @SushantaPaulCareerAdda 4 месяца назад +12

    আপনার কাছে আমার অশেষ ঋণ। আমার শৈশব, ছেলেবেলা সব‌ই তো আপনি এবং আপনারা। আপনাদের শুনলে ভগবানের সান্নিধ্য অনুভব করি যেন! 🙏

  • @PurnachandraKar-n9p
    @PurnachandraKar-n9p Месяц назад +1

    কালজয়ী গান, যতবার শুনি তত ই শুনতে ইচ্ছে করে। হৃদয় কে স্পর্শ করে যায়। শিল্পী কে প্রনাম।

  • @milonhossain3484
    @milonhossain3484 Год назад +26

    এই গানগুলো শুনলে মনের গভীরতা যেন মহাশূন্যের বিশালতা কেউ হার মানায়।
    আবেগ আপ্লুত হই, এই ভালোলাগার যেন শেষ নেই। ছোট বেলায় এই গান শুনেছি । কিন্ত অর্থ বুঝতে পারিনি ।এখন উপলব্ধি করতে পেরেছি

    • @mdhassan-mj7ce
      @mdhassan-mj7ce 8 месяцев назад +2

      দারুন অনুভূতি, যেটা আপনি হৃদয় অঙ্গম করে ছেন ।😊❤

  • @AktherMahmuda-qo1jq
    @AktherMahmuda-qo1jq 4 месяца назад +1

    এক সময় যখন ক্যাসেট প্লেয়ার এর প্রচলন ছিল না।
    আকাশ বাণী থেকে দুপুর আড়াইটাই সুগম সংগীতের অনুশঠান হত । অপেক্ষা করতাম কখন এই গান গুলোর কোন একটা বাজাবে ।
    এখন শুধুই স্মৃতি

  • @naliniranjanroy1863
    @naliniranjanroy1863 Год назад +14

    যত বার এই সব গান শুনি ততোবারই মনে হয় ,
    এই প্রথম শুনছি । প্রতিবার অভিনব মনে হয়।
    মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করি।

  • @anneerahman2150
    @anneerahman2150 2 месяца назад +1

    প্রেম ভালো বাসা নিয়ে এ ধরণী
    কেউ পায় বিরহ!ব্যার্থ ভালো ভালোবাসা
    দাগ কেটে যায় হৃদয়ের মাঝে!পর জনমে যেন ফিরে আসে সেই ভালোবাসা!

  • @_MDSHAHAZAHANISLAM
    @_MDSHAHAZAHANISLAM Год назад +25

    অসম্ভব রকমের সুন্দর গানের কথা এবং সুর।
    শুনলে হৃদয় ছুয়ে যায়।

    • @ajitsinha4226
      @ajitsinha4226 Год назад

      Aroti mukhergy song

    • @fajlarabby3290
      @fajlarabby3290 Год назад +1

      These so:ngs are very charming. So congestion on Singer.

    • @abakprithibi8375
      @abakprithibi8375 Год назад

      গান হারাম চোদাবি না তো, তোদের তো গান হারাম জঙ্গি জাতি, পৃথিবীর নিকৃষ্ট জাতি

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 2 года назад +49

    এইসব গান শুনলেই মন এক অনাবিল তৃপ্তিতে ভরে যায় *
    শিল্পী প্রয়াত সতীনাথ মুখোপাধ্যায়ের প্রতি রইল আমার অন্তরের অনেক অনেক শ্রদ্ধার সাথে সশ্রদ্ধ প্রণাম *

  • @kapilchandramandal2052
    @kapilchandramandal2052 8 месяцев назад +3

    অন্তরের অন্তঃস্থলে মজ্জাগত চিরন্তন প্রেমে।র বহিঃপ্রকাশ এই গানগুলি । স্রষ্টা ও শিল্পীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।

  • @manojbaksi7812
    @manojbaksi7812 9 месяцев назад +2

    Bihson bhalo lagche,Satinath babu o youtube ke dhonnobad.

  • @arindamchakraborty1138
    @arindamchakraborty1138 Год назад +22

    খুব কাছ থেকে কয়েকবার শোনার সৌভাগ্য হয়েছে।অপূর্ব।

    • @JAYANTAKUMARBISWAS-d2p
      @JAYANTAKUMARBISWAS-d2p 5 месяцев назад

      Satinath is Sathimath

    • @sangramghosh1639
      @sangramghosh1639 2 месяца назад

      You are lucky that you came in the golden period of Bengal in the field of art, culture and music...

  • @GourangoGhosh-o6q
    @GourangoGhosh-o6q 2 месяца назад +4

    জনপ্রিয় এই অসাধারন গানগুলো শুনতেই থমকে দাড়াই। স্মার্ট ফোনের বদৌলতে বর্তমানে শুনতে পাচ্ছি।❤

  • @shahanulkarimchapol4920
    @shahanulkarimchapol4920 6 месяцев назад +3

    অসাধারণ!অসাধারণ!অসাধারণ! কৈশরে এমন কোন দিন ছিল না যে এই গানগুলো শুনিনি, বহুদিন পরে আজ আবার এই ভোরবেলায় শুনতে বসে মনটা ভরে গেল। ভারতীয় উপমহাদেশে সতীনাথ মুখোপাধ্যায়ের মত গুণী শিল্পী আর আসবে কিনা সন্দেহ আছে, চিরদিন তিনি এই অমর গান গুলোর মাধ্যমে পৃথিবীতে টিকে থাকবেন।

  • @sarmisthapal5650
    @sarmisthapal5650 Год назад +21

    অসাধারণ অনুভূতিতে ভরা অনবদ্য অবদান রেখেছিলেন ।❤❤❤🙏

  • @souranbose1980
    @souranbose1980 22 дня назад +1

    Eto sundor gaan.....mon chue jai
    Jemon kotha temni sur ar gaoki ...
    Sob mile ek onoboddo sristi...

  • @shyamalkanti2833
    @shyamalkanti2833 2 года назад +15

    তখন 1982 সাল সতীনাথের এই সব গান শুনে আমার জীবনের প্রথম প্রেমের সূত্রপাত হয়।

    • @jayantadas8812
      @jayantadas8812 2 года назад

      KHAMA KORBEN AMI APNR SANTAN SOMOTULLYO, KINTU KHUB JANTE ICHHA KORCHE JAKE BHALO BASTEN TAKE KI JIBON SANGI HISABE PAYCHEN???

    • @bidhanchandra2087
      @bidhanchandra2087 2 года назад

      Extraordinary

  • @nikunjobiswas4534
    @nikunjobiswas4534 2 года назад +9

    আমি যখন ছোট ছিলাম তখন অনেকের মুখে শুনেছি মরমিয়া তুমি চলে গেলে কিন্তু বর হয়ে বুঝতে পারছি গানের কথা অসাধারণ

  • @Emancipation240
    @Emancipation240 11 месяцев назад +1

    Koto na Hajaar full / Akash eto meghla /Ekhono Akash , These all are my favorite song, I can't skip listening to these song !!

  • @RajlaxmiChakraborty-hu5xi
    @RajlaxmiChakraborty-hu5xi Год назад +30

    সত‍ীনাথ বাবুর গান হৃদয়কে কাঁদায়। তিনি এমনি সব গান গেয়েছেন , সব গানই অর্থবোধাক। কন্ঠের কোন তূলনা হয় না। শুভকামনা।

  • @farjanakh3960
    @farjanakh3960 2 месяца назад +1

    আহা!!! কি মর্ম স্পর্শী গায়কী।অসাধারণ অনুভূতিতে ভরা।❤❤❤

  • @niveditakoley2329
    @niveditakoley2329 Год назад +21

    এই গান গুলো অনেক পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায় খুব সুন্দর 🙏🙏🙏

  • @helalulislam7548
    @helalulislam7548 2 месяца назад +1

    কথা সুর আর কন্ঠের এ আবেদন 70 বছরের হৃদয়েও অদ্ভুত অনুভূতিতে আপ্লুত না হয়ে পারিনা।

  • @hazimonirchowdhury8021
    @hazimonirchowdhury8021 Год назад +5

    ভালো গান বন্ধু,, মুলমর্ম রয়েছে, ধন্যবাদ

  • @pritiaich5123
    @pritiaich5123 4 месяца назад +2

    Ashadharon Ashadharon gan mon chue galo .dhonobad

  • @bablaghosh5476
    @bablaghosh5476 2 года назад +12

    অনেক ধন্যবাদ ভাই , এমন একটি ভিডিও করার জন্য । অনেক কথা মনে করিয়ে দিলেন । ভালো থাকবেন সবসময়।

  • @DebabrataBhowmick-gt2ne
    @DebabrataBhowmick-gt2ne 7 месяцев назад +3

    গানে কতখানি সাহিত্য ওনারা আমাদের উপহার দিয়ে গেছেন, এটাই আমি অবাক হয়ে ভাবি।

  • @ranjitkrmukherjeerecitatio4044
    @ranjitkrmukherjeerecitatio4044 11 месяцев назад +2

    অসাধারণ অতুলনীয় মর্মস্পর্শী পরিবেশনা। চিরনতুন। মহান শিল্পী।

  • @humayunkabir7363
    @humayunkabir7363 2 года назад +33

    এই গান গুলো সংরক্ষণ করা দরকার,
    এক সময় আমার ভালো লাগত,
    এখন আমার ছেলে ও শুনে,
    এ-ই সব গান চির যৌবনা।

  • @santigopalgiri6218
    @santigopalgiri6218 Месяц назад +3

    প্রনাম জানাই প্রিয় শিল্পীকে।

  • @salinah.1220
    @salinah.1220 4 месяца назад +2

    Onek onek prosangsa 😮 koreo sesh hobar noy. Apurba kantho.Thanks.Open Eyes.Bangladesh.❤

  • @RamenduBanerjee-xx8xu
    @RamenduBanerjee-xx8xu 8 месяцев назад +13

    সতী নাথ বাবুর গান শুনলে চোখ দিয়ে জল এসে যায়, যেনো কি শুনলাম,

  • @RanguniaStudentsForum
    @RanguniaStudentsForum 2 месяца назад +1

    গান গুলো শুনলে পুরনো মধুর স্মৃতি গুলো চোখের সামনে ভেসে ওঠে 😢আমাদের সময় মোবাইল থাকলে ইচ্ছা গুলো হয়তো পূরণ করতে পারতাম

  • @kalyanmukherjee3519
    @kalyanmukherjee3519 3 месяца назад +3

    আগে ক্যাসেটে শুনতাম আর এখন ইউটিউবে।

  • @aggaming3695
    @aggaming3695 5 месяцев назад +1

    এই গান গুলোর মৃত্যু নেই। অনবদ্য সৃষ্টি। ❤❤❤

  • @AshishBhattacharya-c7e
    @AshishBhattacharya-c7e Год назад +17

    যতবারই শুনি তন্ময় হয়ে শুনি।মনে হয় যেন সঙ্গীতের ভগবান গান গাইছেন।

  • @prabhasmondal5093
    @prabhasmondal5093 3 месяца назад +1

    দুবছর পর সতীনাথ মুখোপাধ‍্যায় এর গান শুনলাম। সব কিছু যেন এলোমেলো হয়ে গেল।

  • @subhashch.barman5967
    @subhashch.barman5967 3 месяца назад +4

    অমায়িক সুর অমায়িক কন্ঠ এমন দূর্লভ শিল্পী কভু জন্মিবে না আবার।

    • @krishnagharami4366
      @krishnagharami4366 3 месяца назад

      পুরাতনকে বিদায় নতুন কে সাদরে বরন করে নেন। এটাই প্রকৃতির নিয়ম।

    • @krishnagharami4366
      @krishnagharami4366 3 месяца назад

      পুরাতনকে বিদায় নতুন কে সাদরে বরন করে নেন। এটাই প্রকৃতির নিয়ম।

  • @gopalbasak8418
    @gopalbasak8418 8 месяцев назад +1

    ❤❤❤❤বলার কিছু নাই, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এসব শুনেই যেতে হবে।

  • @subhasbanerjee4318
    @subhasbanerjee4318 3 года назад +57

    এই গান গুলো কোন দিন পুরানো হবেনা।
    বারবার শুনতে ইচ্ছে করবে। এসব শিল্পী আর জন্মাবেনা। শিল্পী আমাদের কাছে তার গানের মাধ্যমে মনের মনিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।

  • @biswanathdas2191
    @biswanathdas2191 2 года назад +10

    বাল্যকাল থেকে বৃদ্ধকাল, সতীনাথ বাবুর
    এই গান শুনছি, তবুও গানগুলো এখনো
    অবধি সমাকর্ষণীয়।

  • @MdWahed-js4pi
    @MdWahed-js4pi 2 года назад +10

    My favorite singer.very nice songs.Many many thanks to
    the singer.( I am MD.WAHED
    from Shahzadpur,Sirajganj)

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 2 месяца назад +2

    কালজয়ী গানের সংকলন স্মৃতি পটে আঁকা হয়ে থাকবে চিরস্থায়ী হয়ে।

  • @alokemaity6012
    @alokemaity6012 Год назад +9

    প্রয়াত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এর গানগুলো শুনে শুনে বড় হয়ে ওঠা । এখনো সমানভাবে জীবনের রসদ পাই।

  • @santoshmukherjee935
    @santoshmukherjee935 3 месяца назад +3

    সতীনাথ দা অমর শিল্পী হিসেবে থাকবে

  • @amy...1306
    @amy...1306 Год назад +20

    তিনি আমাদের মধ্যে ও আমাদের প্রজন্মের প্রাণেও বেঁচে থাকবেন।

  • @NurjahanChowdhury-z9w
    @NurjahanChowdhury-z9w Месяц назад +1

    বুকে ভেঙে যায় এই গান গুলো শুনে

  • @memberalam8091
    @memberalam8091 Год назад +3

    মনের খোরাক,গান গুলি জীবন থেকে নেয়া,শিল্পিকে ধন‍্যবাদ

  • @subratasinha7728
    @subratasinha7728 6 месяцев назад +2

    আমার সবচেয়ে প্রিয় শিল্পী❤🙏

  • @piuroy4504
    @piuroy4504 Год назад +3

    কেটে যাবে মেঘ প্রকৃত মানে
    আলোই আলো হেরিব যেথা ।
    সৌন্দর্য্য তো রইবে মানে,
    বন্ধু দাগ আঁকিবে যেথা

  • @basukinathmajee1336
    @basukinathmajee1336 3 года назад +22

    স্বর্নযুগের সেইসব মহান শিল্পীদের শতকোটি প্রণাম রইলো আমার। এই গানগুলি চির অমর।

  • @mdakber8001
    @mdakber8001 2 года назад +5

    রিপ্লাই পেয়ে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।

  • @anupamdey872
    @anupamdey872 2 года назад +21

    গানগুলি শুনতে শুনতে কত পথ পেরিয়ে
    এলাম। তবুও গানগুলি আজও মনকে নাড়া দিয়ে যায়।

  • @smritidas867
    @smritidas867 2 года назад +13

    আমার তরফ থেকে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এইসব গান কোনদিনও পুরনো হয় না হবে না হতে পারে না।

  • @sankhomukherjee5656
    @sankhomukherjee5656 3 месяца назад +1

    স্বর্ণযুগের স্বর্ণশিল্পী কে শতকোটি প্রণাম।🙏🙏🙏

  • @milonkumarroy3994
    @milonkumarroy3994 Год назад +4

    অনেক দূরে চলে গিয়েছিলাম। সত্যিই দুর্দান্ত।

    • @angadbarman9642
      @angadbarman9642 Год назад

      স্মৃতির পাতায় ময়লা জমলেও তার অক্ষরগুলো একেবারেই অস্পষ্ট হয়ে যায় না, তাইতো মাঝে মাঝে মনে পড়ে যায় কোন বিস্মৃত নাম, কোন বিস্মৃত ঘটনা। গানগুলো শুনতে শুনতে কখন যে চোখ দুটো ঝাঁপসা হয়ে যায় বুঝতে পারি না।

    • @mithuroy9006
      @mithuroy9006 Год назад

      ​@@angadbarman964211:01

  • @sefalimondal4643
    @sefalimondal4643 2 года назад +16

    পুরানো দিনগুলো আরো মধুর আর স্ম্ঋতিমেদুর হয়ে গেল। অনেক ধন্যবাদ।

  • @prafullakumarptr2
    @prafullakumarptr2 2 года назад +13

    সতিনাথ বাবু যদি আরো কিছু বছর বেঁচে থাকতেন তাহলে আরও অনেক কালজয়ী গানের উপহার দিয়ে যেতে পারতেন। এইসব গান যে কোন প্রজন্ম অতি আগ্রহে শুনবে এ আমার দৃঢ় বিশ্বাস। বাংলার সম্পদ সতিনাথ বাবু যেখানেই থাকুন আমার প্রণাম নেবেন।

  • @MainakPranta
    @MainakPranta 8 месяцев назад +6

    সতীনাথ বলে কথা। তার কন্ঠই বলে দেয় তার গান আলাদা।আমাদের হৃদয়ে বেঁচে আছেন সার্বক্ষণিক। ❤❤

  • @user-no9eu3pg1c
    @user-no9eu3pg1c 3 года назад +10

    আহাহ,,,, কোনোদিন পুরনো হবে না এইসব গান। আর গীতিকার, সুরকার এবং বিখ্যাত শিল্পীদের কথা নতুন করে বলার নেই।
    পুরনো ভাঙিয়ে ই তো জলসা চলে এখনও।

  • @rinaganguly5507
    @rinaganguly5507 3 месяца назад +8

    মনটা ভরে উঠলো আমার সেই ছোট্ট বেলায় যেন ফিরে গেলাম।

  • @anjaliroychowdhury6437
    @anjaliroychowdhury6437 2 года назад +8

    এমন দরদী কন্ঠ শুনে নিজের দু:খের বেদনা ঝড়ে পড়ে।

  • @nirbankumarmohanta4720
    @nirbankumarmohanta4720 Год назад +23

    হৃদয় ছোঁয়া গান।এমন শিল্পী আবার কবে আসবে।

  • @mukulikabagchi8380
    @mukulikabagchi8380 3 года назад +25

    এ জীবনযুদ্ধে এই গানগুলোই একমাত্র আশ্রয় l স্রষ্টা ও গায়ক কে আমার প্রণাম 🙏

    • @Md.AlhazUddinAsha
      @Md.AlhazUddinAsha 8 месяцев назад

      সতিনাথ মুখোপাধ্যায় এর গান মানেই তৃষ্ণার্ত হৃদয়ের একমাত্র সহায় ! ভালো থেকো ওপারে

  • @sambhubhattacharjee5785
    @sambhubhattacharjee5785 Год назад +3

    অনেক বছর পরে আবার শ্রদ্ধেয় সতীনাথ বাবুর এই গানগুলো শুনলাম , মনে হচ্ছে আমার নবজন্ম হলো ।

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 года назад +20

    অসাধারণ অ্যালবাম। সব ক'টি গান ই আমার খুব প্রিয়। শ্রদ্ধা জানাই প্রিয় শিল্পীকে ।

  • @bilashranjundas5821
    @bilashranjundas5821 Год назад +1

    পঁচিশ বছর পরে আজ গানগুলো শুনলাম। গানগুলো শুনলেই আমার প্রিয় বন্ধু রুস্তমের কথা ভীষন মনে পড়ে। বড় অসময়ে চলে গেছে । কত রাত রাজশাহী বিআইটি, পদ্মার পাড়ে কেটে গেছে । কী দুঃখ ছিল তা কোন দিন বলেনি। আমি তোমাকে আজও মনে রেখেছি। পরপারে ভাল থেক ।