সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেন - আকাশ প্রদীপ জ্বলে

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2020
  • দূরদর্শন সংগ্রহ থেকে।
  • РазвлеченияРазвлечения

Комментарии • 478

  • @shyamalde3570
    @shyamalde3570 3 года назад +156

    কি বিশেষণে যে এই মহান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় কে বিশেষত করবো জানিনা। অনবদ্য ও প্রচারবিমুখ মানুষ ছিলেন তিনি। বড়মাপের শিল্পী তো ছিলেনই সাথে সাথে ছিলেন প্রতিভাবান সুরকারও। হেমন্ত, শ্যামল ও মানবেন্দ্র র মতন স্বনামধন্য শিল্পী দের ও সুর দিয়েছেন।
    মহান শিল্পী কে শ্রদ্ধা জানাই এবং উৎপলা সেন কেও শ্রদ্ধা জানাই।

    • @natewark
      @natewark 2 года назад +5

      ভালো বলেছেন। খুবই সত্যি কথা।

    • @auhon268
      @auhon268 Год назад

      শ্রদ্ধেয় সতিনাথ মুখপাধ্যয় ছিলেন মরমি কন্ঠের একজন গুনি শিল্পি।

    • @monoranjanochakraborty8755
      @monoranjanochakraborty8755 Год назад +2

      আমিও একমত।

    • @souransumukherjee3369
      @souransumukherjee3369 Год назад +1

      💕🙏🙏💕😢

    • @roohanisantics3593
      @roohanisantics3593 Год назад

      ​@@monoranjanochakraborty8755 d CB vbgbf8gjlgjvbvgñfhllv FC hjkjghhhh hofzcgvv b. ñhk BH vxsfgyuilhd dunvx,

  • @saifulanower7858
    @saifulanower7858 2 года назад +32

    এমন শিল্পী আর জন্ম নিবেনা, আর আসবেনা ৯০ শতকের ফেলে আসা মন কাড়া গান গুলী, যৌবনের শেষ পারম্বে এই গান গুলোই পুজি হয়।পরম আনন্দ দেয়। গানতো নয় যেন একটা ইতিহাস!!!ছোট বেলাকার গান গুলো শুনে মন টা ভরে গেলো ‌।1980 সালে ও শুনলাম আবার২০২১ সালে ও শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম,, life time সালের জন্য।। এ গান কখোনো পুরাতোন হবে না, সেই কত বছর আগে থেকে এই গান গুলা শুনে আসতাছি তবুও মনে হয় এই প্রথম শুনলাম।

    • @asishbanerjee4310
      @asishbanerjee4310 Год назад +2

      90এর দশকের নয়,গান গুলি 60 ও 70 দশকের।

  • @SG-zg1rd
    @SG-zg1rd 2 года назад +32

    শিল্পের ও শিল্পী র কোনও মৃত্যু নেই... এ সব গান ও gayaki... দুটো ই baar baar মনে করিয়ে দেয়... Old is always gold...

  • @alokkarchaudhuri6995
    @alokkarchaudhuri6995 3 года назад +59

    স্বর্ণযুগের এইসব মহান শিল্পীদের এক একটি কালজয়ী সৃষ্টি বাংলা গানকে অমর করে রাখবে। এঁদের সকলকে অন্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি।

    • @sankaribanerjee3943
      @sankaribanerjee3943 Год назад

      Apurba darun konodin purano jane na

    • @udoybhattacharjee3490
      @udoybhattacharjee3490 3 месяца назад

      সেই কোন ছোটবেলা থেকে এইসব কালজয়ী গান শুনে বড় হয়েছি। আজ মধ্য সত্তুরে এসেও একই রকম ভালবাসি গানগুলো। সোনালী দিনের এসব শিল্পী, গীতিকার আর সুরকার কি আর আসবে!!!

  • @md.asaduzzaman7022
    @md.asaduzzaman7022 3 года назад +13

    অসাধারণ সতীণাথ দা। সেই সাদা মাঠা
    স্বাভাবিক সাবলীল কণ্ঠ। মুগ্ধ হোলাম।

  • @subhrashankar8078
    @subhrashankar8078 3 года назад +55

    আকাশ প্রদীপ জ্বলে দূরের
    তারার পানে চেয়ে
    আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহ
    ব্যথার বাদলে যায় ছেয়ে।
    বহে চলে আঁধিয়ার রাত্রি
    আমি চলি দিশা হীন যাত্রী...
    দূর অজানার পারে
    অকূল আশার খেয়া বেয়ে।। ......
    কতকাল আর কতকাল
    এই পথ চলা ওগো চলবে
    কত রাত এই হিয়া
    আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
    কোন রাতে মনে কি গো পড়বে
    ব্যথা হয়ে আঁখি জল ঝরবে।
    বাতাস আকুল হবে তোমার নি:শ্বাস টুকু পেয়ে।।

  • @dr.angshumandesworld949
    @dr.angshumandesworld949 3 года назад +66

    ছোটবেলায় সতীনাথ উৎপলার এই ডুয়েট দূরদর্শনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল, আকাশ প্রদীপ জ্বলে, ভাগ্যের চাকাটা তো ঘুরছেই এই গানগুলি বারবার শুনত লোকে। আপলোড করার জন্য ধন্যবাদ।

    • @dr.angshumandesworld949
      @dr.angshumandesworld949 3 года назад +1

      @Soumyadeep Ghosh অসংখ্য ধন্যবাদ।

    • @indranilbiswas1023
      @indranilbiswas1023 3 года назад +1

      সত্যিই সেই সময়ে ফিরে যেতে মন চায়

  • @servendranathupadhyay1933
    @servendranathupadhyay1933 3 года назад +19

    আমি সর্বদাই সতিনাথ দার গান শুনি, তো মনে হয়,হিন্দির তালত মাহমুদ এর বাংলা সংস্করণ শুনছি।অদ্ভুত মিল আছে দুজনার ভয়সে।ভেলভেট voice, জেনো দূর সুদূর থেকে করুন জলতরঙ্গের সুর ভেঁসে আসছে।

    • @SSchotu
      @SSchotu 7 месяцев назад

      যখন হিন্দিতে তালাদ মাহমুদের গান শুনি তথন মনে হয় সতীনাথ দার হিন্দি সংস্করণ শুনছি

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 2 года назад +4

    উৎপলা সেন আর সতীনাথ মুখোপাধ্যায় এর কি অপূর্ব অসাধারণ অনবদ্য সঙ্গীত পরিবেশন, শ্রোতার হ্নদয়ে আজীবন জ্বলজ্বল করছে। 💙🌹🎧👍🎧🌹

  • @SG-zg1rd
    @SG-zg1rd 3 года назад +39

    এরা হলেন সত্যিকার অর্থে শিল্পী... নিখুঁত এদের সাধারন গাওয়া ও..
    .. দুজন কে সশ্রদ্ধ প্রণাম.

  • @joyotibasu8883
    @joyotibasu8883 3 года назад +29

    ছোট বেলাকার গান গুলো শুনে মন টা ভরে গেলো ‌।সতীনাথ, উৎপলা, সকলের সুন্দর মিষ্টি গলা, তেমনি অপূর্ব সুর।

  • @sucharitabhattacharya8169
    @sucharitabhattacharya8169 3 года назад +20

    দ্বৈত কণ্ঠে এই অসাধারণ গানটি শুনে মন ভরে গেল।অনেক ধন্যবাদ ।

    • @suchitrabhar9288
      @suchitrabhar9288 3 года назад

      আপনাদের গান শুনে আমার মন ভরে গেল।

  • @pradipbanerjee8705
    @pradipbanerjee8705 3 года назад +42

    মনটা ভরে গেল। মনে হচ্ছে আবার ছোট বেলায় ফিরে গেলাম। অসাধারন।

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад +7

    এই গানগুলো চির অমরত্ব লাভ করেছে। কত গান এলো, আর কত গান গেলো কিন্তু এই গানগুলো কোনদিন মানুষের হৃদয় থেকে হারিয়ে যাবে না।

  • @nurealam1252
    @nurealam1252 3 года назад +45

    সতীনাথ মুখোপাধ্যায়ের কন্ঠ ও সুরে আজও হৃদয় মোহিত হয়ে উঠে
    ❤️❤️❤️

  • @prodyotc
    @prodyotc 2 года назад +10

    এনারা বাংলা বাঙালীর গর্ব। এই গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর , সতীনাথ বাবুর সুরে। কি অসাধারণ সেইসব দিন!!!

    • @49bablu
      @49bablu 2 года назад +1

      একেবারেই ঠিক, ছোটবেলা থেকে শুনে আসছি,অনুরোধের আসরে এদের গান শোনার অপেক্ষায় থাকতাম 🙏

  • @aponalo61
    @aponalo61 3 года назад +19

    ওনাদের গানের মাঝে অদ্ভুত ধরনের মাদকতা আছে যতবার শুনি কোথায় যেন হারিয়ে যাই ।

  • @ashismajumdar3843
    @ashismajumdar3843 3 года назад +3

    এ সব গান আর গীতিকার আর শিল্পীর এ্যাই সুরের খেলা যেন ভগবানকে পাবার মত অনুভূতি

    • @indranil56
      @indranil56 3 года назад

      Bhagoban toh jeno kono valolgar moddhei Aachen. Söng and music is one of those valolaaga. Jakhonee manus khusi hoi, one feels God.

  • @iqbalnur5386
    @iqbalnur5386 3 года назад +9

    অসাধারন
    ♥♥♥♥♥
    গুনিশিল্পিদের কন্ঠে গান। খুব ভাল লাগলো।

  • @biswajeetchatterjee1962
    @biswajeetchatterjee1962 3 года назад +3

    তখন টিভি এসেছিলো কিনা জানিনা,কারণ কোথাও টিভি আছে বলে শুনতাম না,সে যাই হোক,রবিবার টা স্পেশাল হতো,আধুনিক গান শুনবার জন্য,কিন্তু আধ ঘণ্টার প্রোগ্রামে কটা গান আর শুনতে পেতাম,মনটা কিন্তু বুড়িয়ে যাইনি,আর তাই তো এই গান গুলো চির দিনের হয়ে রোয়ে গেছে।

  • @diliproy2423
    @diliproy2423 2 года назад +2

    অসাধারণ, হে ঈশ্বর তোমার ক্ষমতাবলে এই জুটিকে পুনরায় মর্তে ফিরিয়ে দাও।🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏

  • @bolibardo1514
    @bolibardo1514 2 года назад +14

    Both were talented singers. But in those golden years of Bengali music, there were so many talented singers, that they were overlooked. Satinath in particular, sang many heart touching songs, which no one else could render.

  • @user-rk4bo6zo9w
    @user-rk4bo6zo9w 2 года назад +1

    সত‍্যি গান গুলো সুনলে আমি ভিসন মুগ্ধ হই। পৃথিবী যতো দিন বাঁচবে। এনাদের গান ততোদিন। সবার মাঝে বেঁচে থাকবে।

  • @chowdhurya.haider6563
    @chowdhurya.haider6563 3 года назад +3

    অসাধারণ একটি গান।
    যেমন সুর ,তেমন কথা, তেমন ই কন্ঠ।
    কিছুতেই অপরূপ সামঞ্জস্যতা।

  • @mridulmitra2415
    @mridulmitra2415 3 года назад +17

    অপূর্ব সৃষ্টি, সুরকার সতীনাথ অমর হয়ে থাকবেন শুধু এই গানটির জন্য। আর লতা মঙ্গেশকর আহা কি কন্ঠ ভাবা যায় না একজন অবাঙালির এত নিখুঁত উচ্চারণ..
    এই গানটির কথা জীবনের প্রতীক

    • @mahtabhossain6684
      @mahtabhossain6684 Год назад +1

      মহিলা-কন্ঠ উৎপলা সেন।

  • @gobindaganguly2616
    @gobindaganguly2616 2 года назад +1

    এইসব শিল্পীর এইরকম বাংলা গান শুনলে মন এক অনাবিল তৃপ্তিতে ভরে যায় *
    শিল্পীদের অন্তরের শ্রদ্ধা ও প্রনাম জানালাম *

  • @selimkhan6370
    @selimkhan6370 3 года назад +10

    জীবন্ত দুই কিংবদন্তির ডুয়েট , সত্যিই অসাধারন |

  • @tanmaydas8533
    @tanmaydas8533 10 дней назад

    Lata didir konthe ei ganti choto bela theke sunchi...
    Kintu ei dujon mahan silpir konthe, ganti prothambar sune mon pran juriye gelo. Ki asadharan gayaki. Oiswarik anubhuti...

  • @syedfazlurrahaman7071
    @syedfazlurrahaman7071 3 года назад +22

    Viewing both of them to sing together, i am transported to a world of fantasy with this song! Rare and excellent video . What a song, what an appeal! Thanks to share with us.

  • @amalenduroy7320
    @amalenduroy7320 3 года назад +4

    কী অসাধারণ গলা!
    আহা রে!
    আমার সবথেকে পছন্দের একটি গান।

  • @tapashghosh7459
    @tapashghosh7459 8 месяцев назад +2

    এই রকম শিল্পী আর আসবে না। সুরের এই ঝর্ণা ধারা আমরা এখনও মনে প্রাণে এখনও উপভোগ করি। 🙏🙏

  • @triptiranibarua3408
    @triptiranibarua3408 4 месяца назад

    খুবই চমৎকার লাগলো।এই জীবনের শেষ বেলায় এসে ও শুনে গানটা মনে আনন্দে মেতে উঠেছে ।

  • @kashinathgorai9684
    @kashinathgorai9684 3 месяца назад

    অমর শিল্পীর এই গান যতবার শুনবো ততবার মন ভরে যায়!আমার শ্রদ্ধা,প্রণাম রহিল।

  • @shahidaakhter184
    @shahidaakhter184 3 года назад +6

    পুরানো দিনের গানে অতীতে চলে যাবার একটা আনন্দ আছে...

  • @pradipdasgupta1069
    @pradipdasgupta1069 2 года назад +3

    চিরস্মরণীয় জুটি ,আবেশে মুগ্ধ করা সুরেলা কন্ঠের যাদুতে মুগ্ধ করা অমলিন স্মৃতি।

  • @skcmusiclovers
    @skcmusiclovers 3 года назад +2

    অতুলনীয়।।। অসাধারণ।।। অনেক অনেক ধন্যবাদ।।। শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন।।।। সকলে ভালো থাকুন।।। সঙ্গে থাকুক অমর এই সব গান।।।।🌷🌹🥀👍💞

  • @skabdulhamid3706
    @skabdulhamid3706 3 года назад +3

    ধন্যবাদ। আমার প্রিয় শিল্পী

  • @urmichatterjee8513
    @urmichatterjee8513 3 года назад +4

    এই গান ও গায়কী এখনকার শিল্পীদের মন দিয়ে শোনা দরকার।

  • @chitrapatsudip3284
    @chitrapatsudip3284 3 года назад +32

    সতীনাথ মুখোপাধ্যায়ের নাম ভারতবর্ষের প্রথম দশ জন সুরকারের নামের তালিকায় কখনও দেখতে পেলে খুব খুশি হতাম। দুই কিংবদন্তি শিল্পীর এ রকম একটি উপস্থাপনা আপনারা আবার শোনালেন, ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

    • @asg2168
      @asg2168 3 года назад +1

      Jotharto kotha bolechhen.....onar protibhar 5% o amara paini....shobta niyei uni chole gechhen!

    • @chandidas4571
      @chandidas4571 3 года назад

      অতুলনীয় এই গান গুলো আমার খুবই ভাল লাগে , আবার শুনবো।

    • @simade5539
      @simade5539 3 года назад

      পুরানো স্মৃতি রোমন্থন হলো 👍

  • @ashokdas1459
    @ashokdas1459 3 года назад +18

    A scintillating glimpse of golden pair of artists. Thanks for uploading

  • @pradipbandopadhyay9533
    @pradipbandopadhyay9533 3 года назад +11

    আহা, এই হচ্ছে প্রকৃত গান।।মর্মস্পর্শী।।

  • @subhashch.barman5967
    @subhashch.barman5967 7 месяцев назад

    সতীনাথ মুখোপাধ্যায় আমার খুবই প্রিয় শিল্পী। তার গান যেন প্রশান্ত সাগরে মন শান্ত করা ঢেউ। দূর্লভ এই শিল্পীর পুনর্জন্ম কামনা করছি।

  • @urmichatterjee8513
    @urmichatterjee8513 3 года назад +24

    এঁরা এতখানি বয়সের পরও সুপরিচিত গানটির যাবতীয় বৈশিষ্ট্য ও মাধুর্য রক্ষা করে গাইতে পেরেছেন অথচ সারেগামাপার শিল্পীরা অত তালিম নিয়েও প্রায়ই মূল গানের সৌন্দর্য ও বৈশিষ্ট্যগুলোকে যথাযথভাবে উপস্থাপন করতে পারেন না!

    • @bikrammondal4314
      @bikrammondal4314 11 месяцев назад +6

      অরিজিনাল গানটির সুরকার ছিলেন এই ভদ্রলোক স্বয়ং। সতীনাথ মুখোপাধ্যায়।গেয়ে ছিলেন লতা মঙ্গেশকর।এবং পাশের ভদ্রমহিলা ওনার স্ত্রী উৎপলা সেন।এনারাও এই গানটি রেকর্ড করেছিলেন।

    • @kalpanasarkar9931
      @kalpanasarkar9931 14 дней назад

      ekei bole originality . copy kora kakhono original hote parena

  • @sudiptabarmon8058
    @sudiptabarmon8058 3 года назад +50

    স্বামী স্ত্রীর দুজনেরি অন্যধরনের গলা যা শুনলেই চিনে নেওয়া যায়। ❤️❤️❤️ আমার অত্যন্ত প্রিয় গায়ক সতীনাথ মুখোপাধ্যায় ❤️

    • @milonsaha246
      @milonsaha246 3 года назад +6

      Ami ai matro janlam

    • @sudiptabarmon8058
      @sudiptabarmon8058 3 года назад +5

      @@milonsaha246 hmm

    • @debasishsaha3004
      @debasishsaha3004 3 года назад +1

      Jana chilo na husband/wife

    • @dhrubalohkor2159
      @dhrubalohkor2159 2 года назад +3

      Invaluable information for me that they're husband and wife! Respectful thanks......

    • @rasalahmed3401
      @rasalahmed3401 2 года назад +2

      ১০০% সহমত। এইটা আমার খুবই প্রিয় গান ❤️

  • @utpalkumar9644
    @utpalkumar9644 3 года назад +2

    নষ্টালজিয়া এসে গেল। ছোটবেলায় কত শুনেছি এদের গান। আজ আবার শুনলাম ---কোন পরিবর্তন নেই।

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 2 года назад +8

    Some people are surprised that how come Satinath and Utpala sang so well this song. This song was the first Bengali song Akash Pradip Jale was composed by Satinath Mukherjee, Written by Pabitra Mitra, and was released before the Pujas in 1954. BTW, Pabitra Mitra was famous for many popular Bengali Adhunik songs.

  • @tarunnaskar5897
    @tarunnaskar5897 3 года назад +16

    since my childhood I have been hearing this Heart touching great,evergreen song of melodious queen Lata didi great deep respect Pronam niben Utpala didi Satinath da all of you.

  • @gaurabchakrabarti8664
    @gaurabchakrabarti8664 3 года назад +9

    অনবদ্য কথা ও সুর। বাংলা গান যতদিন পৃথিবীতে থাকবে, এইসব গান মানুষের মনে বেজেই যাবে👌 সতীনাথ মুখোপাধ্যায় যতোটাই ভালো গায়ক, ততোটাই ভালো সুরকার। তবে লতাজির কন্ঠে এই গান অন্য মাত্রায় চলে গেছিলো

    • @gitadias4486
      @gitadias4486 3 года назад

      Khub sundor

    • @SABBIRAHMED-tz3rh
      @SABBIRAHMED-tz3rh 3 года назад

      তাই নাকি? আমার তো এটাই best মনে হয়, বাংলাদেশ থেকে বলছি

    • @SABBIRAHMED-tz3rh
      @SABBIRAHMED-tz3rh 3 года назад

      🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @debashischakraborty6186
    @debashischakraborty6186 2 года назад +6

    Mesmerizing package of lyrics music and voice and simplicity ...what a heart rendering song brings peace in mind and soul. Salute to the maestro

  • @nazmulhuda2975
    @nazmulhuda2975 2 года назад +1

    লতা জি অতুলনীয়।
    তাঁরা দু'জও মহান শিল্পী।

  • @abdulwahab976
    @abdulwahab976 Год назад

    সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেন আমার খুব পছন্দের শিল্পী। তাঁদের দু,জনের কন্ঠের ধরন একই রকম মনে হয় আমার কাছে। তাঁদের আত্নার শান্তি কামনা করি।

  • @pranabbiswas7760
    @pranabbiswas7760 2 года назад +6

    We are enjoying these song from our boyhood , What a song and what a style to sing!!!! Evergreen.

  • @hakimmunir4346
    @hakimmunir4346 3 года назад +6

    Excellent,dual voice both by esteemed artistes Satinath and Utpala.

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 3 года назад +2

    🥀🤎 সত্যিই! মন প্রাণ হৃদয় ভরে গেল। অসাধারণ,! অসাধারণ! অসাধারণ! ❤️🥀🙏 দিলীপ কুমার গুপ্ত। গুপ্ত নীড়, রামজীবনপুর 72 12 42 পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গ।

  • @manashnaha5365
    @manashnaha5365 3 года назад +4

    যতবার শুনি ততবারই যেন যৌবন ফিরে আসে

  • @dipankajdatta5116
    @dipankajdatta5116 3 года назад +2

    অমর জুটি।এদের দ্বৈত গান হৃদয়কে ভরিয়ে তোলে।

  • @khokankumarghorai8785
    @khokankumarghorai8785 3 года назад +20

    আমার জীবনে বাঁচার জন্য অক্সিজেন পাই এই গানে, আপনাদের বিনম্র প্রণাম জানাই

  • @amalendumaity5414
    @amalendumaity5414 2 года назад +4

    I miss you guruji in every moment of my life but I believe your hands of blessings are always on my head.

  • @Om-pn4nf
    @Om-pn4nf 3 года назад +1

    এ সব গান শুনে মনটা খুব ভালো লাগে। মনে হয় বার বার শুনি।

  • @samali108
    @samali108 3 года назад +11

    Wonderful ! Never thought I will have the opportunity to see a live performance of this famous pair.

  • @user-wx3zf3bu1b
    @user-wx3zf3bu1b 2 месяца назад

    দ্বৈত কণ্ঠে অসাধারণ বারবার শুনতে ইচ্ছে করে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mithunroy2505
    @mithunroy2505 3 года назад +5

    What a simple signing could be win your heart. Thank you.

  • @supornaroysoma9377
    @supornaroysoma9377 3 года назад +13

    অনেক দুর্লভ একটা ভিডিও আর অনবদ্য গান!! অসংখ্য ধন্যবাদ 💖💖

  • @DaitarySethi-qs7xx
    @DaitarySethi-qs7xx Год назад +1

    No Comments against Sri Satinath ji. God gifted singer of India. Salute to him. Jai Bangla , Jai Sambidhan.

  • @dilipkumardas6447
    @dilipkumardas6447 3 года назад +1

    এ রকম গান আর হবে না। কি সুন্দর গান।🙏

  • @arjunkoley6044
    @arjunkoley6044 6 месяцев назад

    এ ধরনের গান আর কোন দিন ফিরে আসবে না।
    গোল্ডেন পিডিএফ আমরাই দেখলাম।
    নমস্কার সকল কে।ভাল থাকবেন সবাই।
    হরে কৃষ্ণ।

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 3 года назад +4

    আমার বাবা শুনতেন। আমিও শুনছি.....😚😍 বাংলাদেশ থেকে।

  • @abhimanyudas1081
    @abhimanyudas1081 3 года назад +1

    Outstanding!! Chotobela theke ei sab gaan sunei to baro hoyechi. Sornojuger abissaranio gaan.

  • @swapannath7847
    @swapannath7847 3 года назад +10

    আজকেও এই গান অতি আধুনিক। এই সব গান চিরস্মরনীয়।

  • @hkhabibullah1221
    @hkhabibullah1221 3 года назад

    এমন অসাধারন দুই শিল্পীর গান কার না ভালো লাগে, আমি নির্দোষ ভালবাসা নিয়ে বলছি সতিনাথ মুখার্জির প্রথম দিকের গানগুলোতে বিরহের সুর ও আমেজ ছিল , পরের গানগুলোতে রোমাঞ্চের আভাস ছিল ।তাই অনেককেই বলতে শুনেছি, প্রথম দিকে সারা পাননি শেষে মিলে মিশে একাকার হয়ে গেছেন ।সত্যি টা কেউ জানালে খুশি হব । ষাটের দশকের বাংলা গানের প্রথিতযশা শিল্পীদের আলাদা করা যাবে না ।প্রত্যেকেই নিজ নিজ গলা ও সূরে অনন্য ।

  • @dipesh5602
    @dipesh5602 2 года назад +3

    কি অসাধারণ অনুভূতি,দরদ !!!

  • @janmejoybhattacharjee6939
    @janmejoybhattacharjee6939 3 года назад +1

    দারুন ভালো লাগে ওইসব গান।মর্মস্পর্শী নিবেদন।

  • @bidhanchandrapaul4083
    @bidhanchandrapaul4083 3 года назад +5

    , মন ভোরে গেলো জবাবের ভাষা নেই

  • @palashmandal6651
    @palashmandal6651 3 года назад +3

    এই সমস্ত গানের জন্য হয়তো জীবনে বেঁচে থাকে এর থেকে ভালো কিছু কমেন্ট করতে পারলাম না

  • @dwipendranathdolai9663
    @dwipendranathdolai9663 2 года назад

    কি সাধারণ পোশাক আর কি অসাধারণ গান। এখনকার দিনে সব অসাধারণ পোশাক কিন্তু গান খুব সাধারণ।

  • @sanghitamusic5469
    @sanghitamusic5469 3 года назад +22

    আজকের গানে কোথায় এই সুর কথা ও কন্ঠ?? সব হারিয়ে গেলো কেন? আমরা তো জানি সৃষ্টি থেমে থাকে না । এঁদের বলতে হতো না,আমার গানটা শুনবেন । অনেক পরিশ্রম করে করেছি । এখনো খুঁজে খুঁজে শুনি এই গান

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 года назад +2

    অসাধারণ লেখা ও সুর মহান শিল্পীর। লতা মঙ্গেশকর ও অসাধারণ কন্ঠ দিয়েছিলেন। শ্রদ্ধা জানাই প্রিয় শিল্পীকে ।

  • @banajitmaitra6451
    @banajitmaitra6451 Год назад

    দারুণ
    এ সব গান পুরনো হয় না
    কোন দিন

  • @sanjaychakravorty393
    @sanjaychakravorty393 2 года назад +1

    Excellent one.Very sweet song just like Kolkata's Rossogulla.

  • @souransumukherjee3369
    @souransumukherjee3369 Год назад +3

    He was a great singer ,music composers and a nice human ❤️❤️🌹🌹🙏🙏

  • @nodikotha7313
    @nodikotha7313 2 года назад +2

    কী ভদ্রতা! কী সাবলিল !!অনেক শ্রদ্ধা।

  • @user-qu7lr5jf2k
    @user-qu7lr5jf2k 2 года назад +1

    কত সামান্য আয়োজন ۔۔۔কত সামান্য পোশাক ۔۔۔কিন্তু কি অসামান্য কণ্ঠ দুইজনের ۔۔۔এখন রিয়ালিটি শো এ মুখ দেখানো তথাকথিত গায়ক গায়িকা রা একবার প্রচার পেলেই এক্কেবারে মহাকাশে উঠে যান আচার ব্যবহারে ۔۔۔এনারা মাটিতেই ছিলেন আমৃত্যু ۔প্রণাম

  • @tribeniprasadbagchi7284
    @tribeniprasadbagchi7284 2 года назад +7

    Who the hell we are to comment on this timeless masterpiece, sung by two legends?

  • @manojkar8551
    @manojkar8551 3 года назад +8

    First Bangla gaan by Lata, sur Satinath Mukherjee!!!

  • @biswanathchakraborty6219
    @biswanathchakraborty6219 3 года назад +2

    অসাধারণ যতদিন যাবে চিরস্মরণীয় থাকবে।

  • @arabindabaidya3720
    @arabindabaidya3720 Год назад

    ছোটোবেলায় এ গান many times litened, now retended my memory this sweet song which never be forgotten.

  • @dollydas8524
    @dollydas8524 3 года назад +2

    এই গান টা আমার শুনতে ভীষন ভালো লাগে

  • @ESPMusic001
    @ESPMusic001 8 месяцев назад

    👍অপূর্ব দারুন সুন্দর গাইলেন। অসাধারণ পরিবেশন। খুব ভালো লাগলো। মন ভরে গেলো। ভীষন ভালো লাগলো। শুভ কামনা সব সময় 🙏

  • @mrigankadeshmukh2602
    @mrigankadeshmukh2602 3 года назад +2

    Superb execution of the two singers of the yore or golden era of Bengali songs. Listening the song takes me in reminiscent mood.

  • @anitadatta1303
    @anitadatta1303 2 года назад

    এমন দু'জন কালজয়ী শিল্পী কন্ঠে গান শোনা এক পরম তৃপ্তি ও প্রাপ্তি ।

  • @bulumukherjee7871
    @bulumukherjee7871 3 года назад +1

    অনেক দিন পর এই গানটা শুনলাম, শিল্পী দু'জন ও ভীষন প্রিয়।দেখে খুব ভালো লাগছে।

  • @manashipal8513
    @manashipal8513 3 года назад +4

    মন ভৱে গেলো 🙏🙏

  • @nityagopalmajumdar1493
    @nityagopalmajumdar1493 2 года назад

    অনবদ্য। অতুলনীয়। স্বর্গীয় অনুভুতি।

  • @rinanath3875
    @rinanath3875 Год назад

    দারুন লাগলো ওনাদের দুজনেরই গান আমার খুব ভালো লাগে আজ এতোদিন পর আবার গানটা শুনে খুব ভালো লাগলো এই সব‌শিল্পী আর এসব গান আর হবেনা

  • @pradyotkumardev3612
    @pradyotkumardev3612 3 года назад +2

    এসব গান শুনলে মনে হয় সত্যি ছোট বেলার কথা। তার সাথে শিল্পীদের সনমানের সহিত শ্রদ্ধা জানাই।

  • @sarkarhouse6368
    @sarkarhouse6368 3 года назад +2

    Ashadharon, Anonna. Khub val laghacha. Puruno smirithi.

  • @anandasen1839
    @anandasen1839 Месяц назад

    Ki balbo. Asadharon. Generations after generations such beautiful tune n melody flows by each time taking us to the glorious past. Amazing

  • @biswanathdas2191
    @biswanathdas2191 Год назад

    জানি তুমি কত বড় গুণী, তাইতো তোমার
    গান,আজ ও আমি অবাক হয়ে শুনি।

  • @bhaskarsen6124
    @bhaskarsen6124 3 года назад +4

    These songs vibrate and radiate with unending memories of sweet yester years

  • @RDXKING-qn9wh
    @RDXKING-qn9wh 10 дней назад

    ষাট বছরের এ জীবনে কম করে হলে ৬০০ বার শুনেছি।