Harmonika- হারমোনিকা Manna Dey & Sandhya Mukhopadhyay two legendary singers sang historic songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2020
  • #songs,#bengalisongs,#music,#sandhya,#sandhyamukhopadhyay,#sandhyamukherjee,#mannadey,#manna#antonifiringi,#chirodiner

Комментарии • 474

  • @indranathchakraborty2837
    @indranathchakraborty2837 9 месяцев назад +68

    গানগুলি সবটুকু শুনতে পারি না।চোখ জলে ভরে যায়।কেন যে মানুষগুলো হারিয়ে যায়,মনে একরাশ বেদনা ভরে দিয়ে যায়।দুঃখ রয়ে যায় ।আর এত সুন্দর মুহূর্ত এই ভয়ংকর যুগে আর ফিরে পাব না।বড়ই আফসোস হয়।

    • @ramkrishnasasmal1899
      @ramkrishnasasmal1899 5 месяцев назад +3

      আপনাকে প্রনাম।।।ভালো থাকুন।।

    • @prosannasaha3998
      @prosannasaha3998 5 месяцев назад +3

      কই.... হারায় নি তো.... ওই তো রয়েছে ভিডিও তে

    • @swapnaghosh2627
      @swapnaghosh2627 4 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @sarbarimukherjeesaby3007
      @sarbarimukherjeesaby3007 4 месяца назад

      ......EXACTLY......VOYONKAR JUG......😢......

    • @johirmohammad-ro4cy
      @johirmohammad-ro4cy 4 месяца назад +1

      😅 2:56 😅😊

  • @arupsarkar6271
    @arupsarkar6271 Год назад +10

    আমি খুব ভাগ্যবান মনে করি কারণ যে বাংলায় এনাদের মতন মহান প্রতিভা জন্মে ছেন, সেখানে আমিও জন্মেছি।

  • @ShaktimoyNandi
    @ShaktimoyNandi Месяц назад +9

    আমরা সত্যিই ভাগ্যবান , সন্ধ্যা মুখপাধ্যায় ও মান্না দের মতো মহান শিল্পীদের গান শুনতে বড় হয়ে ওঠা । এ সকল গান চির অমর হয়ে থাকবে ।

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Год назад +7

    এখন তো বয়স আমার ২৪ এর মতো। যদি আরও ৪০/৫০ বৎসর বাঁচি, এবং প্রতিদিন যদি তাঁদের তরে কমকরে হাজারবার প্রণাম করি, তবুও তাঁদের সম্মানের প্রতি শ্রদ্ধা জানানো শেষ হবেনা। সবকিছুই কম হয়ে যাবে

  • @tamalmajumdar2434
    @tamalmajumdar2434 Год назад +35

    যেন স্বর্গ থেকে সুরের পুষ্প বৃষ্টি হচ্ছিল। আর কোনও ভাষা খুঁজে পাচ্ছি না।

  • @narugopalmukherjee4994
    @narugopalmukherjee4994 3 месяца назад +5

    দুচোখে জলে ভরে গেল, নিজেকে হারিয়ে ফেললাম এ সুর এ কন্ঠ আর কি ভবিষ্যতে পাওয়া যাবে, শুধু স্বপ্ন, শুধু স্মৃতি

  • @kanailalarchaya5416
    @kanailalarchaya5416 3 месяца назад +3

    কোথাও যেন চলে গিয়েছিলাম.......
    বহু বছরের পুরনো পথে হাঁটছিলাম যেনো ......
    অসাধারণ...

  • @pradipkumardutta7841
    @pradipkumardutta7841 Год назад +29

    এমন শিল্পী ১০০ বছরে একবার জন্ম নেয়।

    • @suruchibiswas6890
      @suruchibiswas6890 2 месяца назад

      ভাষা নেই

    • @SUVAMAITY2003
      @SUVAMAITY2003 Месяц назад

      স্যার আরও কয়েকশ যুগ কেটে গেলেও স্বর্ন যুগের কন্ঠ শিল্পী ও গান আর ফিরবে না 😢😢। ঈশ্বরের গান= মান্না দে স্যার ❤😢

  • @GargiGhosh-im7cl
    @GargiGhosh-im7cl 3 месяца назад +4

    চিরদিনের সেই গান যা কোনোদিনও পুরোনো হয়না।দুই স্বনামধন্য শিল্পী কে আমার প্রনাম 🙏🙏💐💐 চোখে জল এসে গেল

  • @beautydas8607
    @beautydas8607 8 месяцев назад +5

    .. আমার প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর ❤❤❤❤❤❤❤

  • @sukdevchandramondal4834
    @sukdevchandramondal4834 Год назад +56

    আমরা সত্যই ভাগ্যবান যে সন্ধ্যা মুখার্জি ও মান্না দের মত বরেণ্য শিল্পীর গান বার বার শুনলেও কোন বিরক্তি বোধ হয় না । বার বার শুনতে ভালো লাগে । এনারা চির অমর হয়ে থাকবেন ।

  • @shaktichakraborty4929
    @shaktichakraborty4929 Год назад +22

    বাংলার স্বর্ণযুগের দুই কিংবদন্তী শিল্পী এই বয়সেও ধরে রেখেছেন তাঁদের অনবদ্য কন্ঠস্বর, অতুলনীয় সূর। দুঃখ আমার একটাই থেকে গেলো, তাঁদের সোণায় বাঁধানো পা ছুঁয়ে একটা প্রণাম করতে পারলামনা 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amaleswartalapatra708
    @amaleswartalapatra708 Год назад +15

    সৌভাগ্য এমন শিল্পীরা আমাদের বাংলায় জন্মেছিলেন।

  • @prasantamajumder1095
    @prasantamajumder1095 Год назад +19

    আহা! কি সুন্দর গান করলেন এই বয়সে। অতি সুন্দর। অসাধারণ।

  • @tapanjyotibhattacharya432
    @tapanjyotibhattacharya432 Год назад +16

    সংগীত জগতের দুই কিংবদন্তি শিল্পী মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়, তাঁদের শ্রী চরণে জানায় আমার শতকোটি প্রণাম। তাঁরা যে সুর ও অদ্ভুত এক মূর্ছনা প্রাণবন্ত করে গেছেন, তা আমাদের জীবন পথের চিরন্তন বহু অজানাকে জানার ও অচেনাকে চিনিয়ে দেবে।

  • @user-yz7iy4ol8b
    @user-yz7iy4ol8b Год назад +62

    সন্ধ্যা মুখার্জি এবং মান্নাদে এমন শিল্পী আর তো আসবে না, এমন শিল্পী একবারই জন্মায়। এ পৃথিবী তোমাদেরকে মনে রাখবে, তোমরা হারাবে না; ধন্য তোমাদের জীবন- প্রণাম নিও। যেখানেই থাকো, ভালো থেকো।

    • @chandanabishnu9657
      @chandanabishnu9657 Год назад +1

      Àà😊

    • @ujjwaltarafder8268
      @ujjwaltarafder8268 7 месяцев назад

      খুব ভালো বলেছেন কিন্তু তুমি বলাটা খুব চোখে লাগছে।

    • @mrityunjoymukhopadhyay910
      @mrityunjoymukhopadhyay910 6 месяцев назад

      You are legend of decade. I am speechless. Forgive me.🙏🙏🙏...

  • @SREEDURGAELECTRICCO
    @SREEDURGAELECTRICCO 9 месяцев назад +4

    তোমরা শুধু শিল্পী নয় অনেকের কাছে মনের ও গানের দেবতা,আমার খুব সৌভাগ্য যে ১৯৭৯ সালে আমি ৩ ফুট দূরে এত কাছে বসে তোমার গান শুনেছি আর তোমার নিজের হাতে লেখা শুভেচ্ছান্তে মান্না দে মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রেখেছি কবে আসবে প্রভু ধরাধাম,এখনো জানাই আমি শতকোটি প্রণাম। তাপস রায়(৭১)পুতুণ্ড, শক্তি গ র পূর্ব বর্ধমান

  • @abdussamadmolla215
    @abdussamadmolla215 Год назад +5

    আহা! গানের সাথে এমন খেলা তাঁরা ছাড়া খেলতে পারে, কার এমন সাধ্য! জিও মান্নাজি ও সন্ধ্যাজি।

  • @bijoyroy6399
    @bijoyroy6399 Год назад +44

    কি বলব, বলার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ এতো মধুর, এতো সুন্দর আহা যেন স্বর্গ পূরীর দেবতা - দেবীর গান শুনছি ৷ খুব শান্তি পেলাম ৷ চোখে জল এসে গেল ৷ দুই কিংবদন্তী শিল্পীর গান যেন অমৃতধারা ৷ প্রনাম, কোটি কোটি প্রনাম ৷

  • @siddharthaghosh9278
    @siddharthaghosh9278 Год назад +7

    ফিরিয়ে দাও সেই স্বর্ণ যুগ।

  • @songsbydebopriya8915
    @songsbydebopriya8915 4 месяца назад +1

    Agami hazar bochor dhore bangali ei gan sune mugdho hobe💞🙏

  • @bimaldey7913
    @bimaldey7913 4 месяца назад +4

    দুই কিংবদন্তি শিল্পীর যুগলবন্দি মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে।

  • @ratanchowdhury8965
    @ratanchowdhury8965 Год назад +38

    বয়সের কারণে আগের মত গাইতে না পারলেও কি অসাধারণ মায়া কন্ঠে।মনটা ভরে গেল।দুজনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। 🙏🙏🙏

  • @banadebmaji8506
    @banadebmaji8506 Год назад +41

    এমনটি আর কোন দিন ফিরে পাব না ।সঙ্গীতসম্রাট ও সঙ্গীতসাম্রাঞ্গীর এমন
    অসাধারণ যুগলবন্দীর মুহূর্ত ।

    • @rinabhattacharya1753
      @rinabhattacharya1753 Год назад +1

      Rina Bhattacharya ashadharan gaan shunlam 2jon shilper kontha konodin onadar vulbo na

  • @krishnenduchattopadhyay7825
    @krishnenduchattopadhyay7825 Год назад +22

    বয়সকে অধীনে রেখে দুই দিকপাল অমর শিল্পী কত আন্তরিকতায় গাইলেন অবাক হয়ে শুনছিলাম।
    একই গান বারবার শুনলেও শোনার আগ্রহ বেড়ে যায় এ এক অবাক করা অনুভূতি মান্না দা, সন্ধা দি, শ্যামল দা, হেমন্ত দাদের গানের জাদু।
    গীতিকার ও সুরকারদেরো সমান কৃতিত্ব এই সকল গান বাঁধার ও সুরে সুরোভিত করার জন্য।

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 Год назад +15

    দুই ক্ষণজন্মা শিল্পী। আমার সবচেয়ে সবচেয়ে বড় বেশী প্রিয় এই দুই শ্রদ্ধাভাজন মহান শিল্পী।চির অমর কালজয়ী শিল্পীদের অন্তর থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই।👏👏👏👏

  • @sudiptaghosh7822
    @sudiptaghosh7822 Год назад +2

    Srodhaya sri manna da mohasoy o srodhaya silpi gitosree sondhya mukhopadhya dir dujonar chorona👏👏👏👏 srosodho👏👏👏👏 sotokoti👏👏👏👏 pronam janai👏👏👏

  • @anupbera6000
    @anupbera6000 Год назад +13

    দুই কিংবদন্তী কে শতকোটি প্রণাম।আজ দুজনার কেউ আর ইহ জগতে নেই। কিন্তু যতদিন জগৎ থাকবে ততদিন আমাদের মনের মণিকোঠায় চির অমর হয়ে থাকবেন। আপনাদের বিকল্প নাই।আর ভবিষ্যতেও হবে কিনা জানিনা। আপনাদের গান শুনতে শুনতে যেমন আমরা তৃপ্ত হবে, তেমনি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা বহাল থাকবে।

  • @Born880
    @Born880 10 месяцев назад +8

    বয়স তা শুধুই গণিতের সংখ্যা মাত্র
    সেই সুর , সেই যুগল্বন্দি , অসাধারণ
    প্রতিভা , সুরের জাদুকর

  • @anjumanara1166
    @anjumanara1166 Год назад +13

    এমন শিল্পী আর এলো না, প্রতিটি গান মাইলফলক। প্রণাম

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 Год назад +13

    আমি যেনও স্বর্গে শুয়ে স্বর্গের দেব-দেবীর গান শুনছি! আর তো কিছুই বলার ভাষা নাই 🙏

  • @prasantaghosh3659
    @prasantaghosh3659 Год назад +8

    এক ই কথা এই বয়সে ভাবাই যায়
    না ওনারা ভগবানের আশীর্বাদ ধন্য
    ভাবাই যায় না।আর সতিনাথ দা আমার ভাষা নেই নিলূদা আমার
    ভগ্নিপতি ওনাকেই কদিন আগেই
    জিগ্যেস করছিলাম,যিনি ওনার
    ছেলের বিয়েতে এসেছিলেন।
    ওনার voice ,ওনার ankaring
    Just ভাবা যায় না‌। সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দে এদের
    কত গানের অনুষ্ঠান আমি দেখেছি
    হয়ত হাতে গোনা যাবে না।কেউ
    আজকের দিনের শিল্পীদের মধ্যে।
    যত ই ভালো গান গাক না কেন?
    আর একজন ছিলো শ্যামল মিত্র
    ও ভাবাই যায় না।কি গাইত।
    এরা ছাড়া কাউকে কাউকে ভাবতেই
    পারি না। সুবীর সেন",পাগোল হাওয়া"
    এখন অনেকেই গায়। কিন্তু ওনার
    মতন ভাবাই যায় না।

  • @haridaskar8534
    @haridaskar8534 Год назад +35

    মন ভরে গেলো কি অপূর্ব দুই শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দে প্রনাম

  • @baniff8036
    @baniff8036 Год назад +26

    এদের গান সুনে কান্না এসে যায। এরা এখন কেউ নেই।

  • @bikashmajumder1146
    @bikashmajumder1146 Год назад +10

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ, বাংলার গৌরব,আর কোন দিন আসবে না,চিরস্বরনীয় হয়ে থাকবে।🙏🙏🙏

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 10 месяцев назад +5

    🌹 সন্ধ্যা দি জীবনের শেষ মুহূর্তে কি অসাধারণ অভাবনীয় স্বাক্ষর রেখে গেলেন! বাঙালীর হ্নদয়ের অন্তরের অন্তঃস্থলে স্বরণী হয়ে রবে।

  • @shobujda6346
    @shobujda6346 Год назад +7

    যত দিন পৃথিবী আছে ততোদিন তোমরা থাকবে...

  • @hasimlaskar2478
    @hasimlaskar2478 Год назад +22

    এনাদের গান শুনলে হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি আসে। এনাদের আত্মার শান্তি কামনা করি ☺🙏

  • @user-pf5hx5tz7v
    @user-pf5hx5tz7v Месяц назад +4

    আমি কি করবো কিছুই ভাবতে পারছি না , শুধুই কান্না পাচ্ছে...........।

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 Год назад +14

    এন্টিনি ফিরিঙ্গী ছবিতে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দের দ্বৈত সঙ্গীত পরিবেশন। এ বয়সে গান গাওয়া কি অসাধারণ অপূর্ব অভাবনীয় আস্বাদন ভলা যায় না। ♥️হারমনিকা সঙ্গীত সম্মান♥️

  • @swapanmukherjee948
    @swapanmukherjee948 Год назад +11

    এই দৃশ্য আর সেই হৃদয়ের সুরের সাথে চোখের আনন্দশ্রু মিলে মিশে এক করে দিলেন দেব এবং দেবী। প্রণাম নেবেন ।

  • @Gnanai_Sakti
    @Gnanai_Sakti 9 месяцев назад +5

    ওনারা আমার হৃদয়ে আছে।

  • @biplabbiswas688
    @biplabbiswas688 Год назад +11

    সত্যি এরাই শিল্পী। গান কাকে বলে সেটা আগেকার শিল্পীদের সঙ্গেই জানতে বা বুঝতে হবে।
    এখন তো গানের ভালো মন্দ বিচার করার ব্যাখ্যাটাই ভুলে গেছি ।গান কোন দিকে গেল বাজনা কোন দিকে গেল হিসাব করতে করতে দিন শেষ

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher Год назад +1

      Ei kacha badam er juger sathe sei juger compare koratao ekta paap , manna dey ekjon silpi chilen , gayok hoa soja silpi hoa tar moto onek kothin🙏 .

  • @hashiacharjeemusic9405
    @hashiacharjeemusic9405 Год назад +3

    এ সব গান গাওয়া শিল্পীদের আর পাওয়া যাবে না। আমরা অনেক বর বর রত্ন হারিয়ে ফেলেছি। ওনারা যেখানেই থাকুক না কেন আমরা ওনাদের আত্মার শান্তি কামনা করছি।

  • @mrityunjaychakraborty3901
    @mrityunjaychakraborty3901 3 месяца назад +1

    মন ছুঁয়ে যাওয়া অসাধারন গান গুলোর শিল্পীরা আজ আমাদের ছেড়ে চলে গেছে, এই অতি বাস্তব কথাগুলো মেনে নিতে খুব কষ্ট হয়।। শেখর চক্রবর্তী, কোচবিহার।।

  • @himmatraj8486
    @himmatraj8486 Год назад +66

    কান্না আসছে, সুখের দিনের গান। ওরা এখন কেউ নেই।

  • @ranjitbarua9526
    @ranjitbarua9526 Год назад +9

    এই অমর গুণী শিল্পীদের গান শুনলে চোখে কান্না আসে।

  • @nabarunchakraborty7387
    @nabarunchakraborty7387 Год назад +6

    আমার সৌভাগ্য আমি এই দুজন মহান ও মহীয়সী শিল্পীর গান শুনেছিলাম মঞ্চ থেকে। সে এক আলাদা অনুভুতি !

  • @user-ry7mo3tf1y
    @user-ry7mo3tf1y 10 месяцев назад +2

    এ তো অনেক ভাগ্যের ব্যাপার যে এই ধরনের ঐতিহ্যবাহী শুরকারের গান শুনতে পেলাম। সারাজীবন মানুষ মনে রাখবেন।

  • @nirmalmukhopadhyay2611
    @nirmalmukhopadhyay2611 Год назад +23

    আহা, যেমন পাণ্ডিত্য, তেমন কণ্ঠস্বর।
    কী অসাধারণ উপস্থাপনা। আহা। মন জুড়িয়ে যায়।

  • @bimalsarkar1547
    @bimalsarkar1547 Год назад +11

    শ্রদ্ধায় মননে স্মরণে অভিভূত হয়ে গেলাম আপনাদের দুজনের গান চিরকাল আমাদের মুগ্ধ করে রাখবে।
    সত্যি ই ধন্য হয়ে গেলাম।

  • @sangrambaruli8776
    @sangrambaruli8776 Год назад +5

    এই গান গোলো সারা জীবন থেকে যাবে কিন্তু তারা এখন এই পিথিবিতে নেই

  • @parthasarathibanerjee70
    @parthasarathibanerjee70 Год назад +23

    আজ পর্যন্ত সন্ধ্যা মুখপাধ্যায়ের সমান আর মান্না দের মতো শিল্পী বাংলার গানের জগতে এলো না। ছোটো বেলা থেকে ওদের গান শুনে আসছি, এই ৭২ বছর বয়সেও সুযোগ পেলেই ওদের গান শুনে থাকি।

  • @goutamguha3533
    @goutamguha3533 Год назад +4

    এমন কন্ঠশিল্পী আমরা হয়তো আর কোনদিন পাব না। এইসমস্ত শ্রদ্ধেয় গুনীজন চিরকাল আমাদের কাছে অমর থাকবেন। সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @souviksensharma560
    @souviksensharma560 Год назад +4

    শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে ❣️

  • @parthaseal5517
    @parthaseal5517 Год назад +20

    আজ নববর্ষে ওনাদের গান শুনে প্রাণ জুড়িয়ে গেল।
    এইসব প্রতিভা বাংলার মানুষ, বাঙালি হিসাবে গর্ব বোধ করি।
    শত কোটি প্রণাম!

  • @susantaroy3204
    @susantaroy3204 Год назад +3

    কি ঐত্যিহাসিক সৃষ্টি , যুগ যুগান্তর ধরে মানুষকে সুস্থ সংস্কৃতি পরিবেশনের ভান্ডার।

  • @princebanik5705
    @princebanik5705 Год назад +5

    কত সুন্দর সুর। শুনতে কত সুমধুর। আর এখনকার দিনের ডিজে গান শুনলে বমি আসে

  • @abdul340
    @abdul340 Год назад +6

    নতুন ক'রে আর বলার কি আছে? পুরাতনের মাঝে কি ঐতিহ্য!

  • @amitsanyal3524
    @amitsanyal3524 Год назад +48

    আর হাজার বছরেও শ্রদ্ধেয় মান্না দে ও সন্ধ্যা মুখার্জিরমতো শিল্পী আসবে না । এ এক স্বর্ণমূহুর্ত প্রণাম জানাই দুই বরেণ্য শিল্পীকে ।

  • @prosantasmelodiousworld1623
    @prosantasmelodiousworld1623 4 месяца назад +1

    আহা দুজন মানুষ নেই ভাবতে কষ্ট হয় , চোখে জল এসে যায় ! কি অন্যান্য সৃষ্টি !

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 Год назад +13

    দুই কিংবদন্তি গায়ক গায়িকা কে প্রণাম জানাই

  • @mrinaldey7968
    @mrinaldey7968 Год назад +5

    আহরে, কি কথা কি সুর, আজ যদি গ্রামোফোন এখন এ্যভেলএবল হতো তো পৰান ভরে শুনতাম।

  • @bibhutimondal9625
    @bibhutimondal9625 Год назад +2

    কি অপূর্ব!সবই হারিয়ে গেছে।আর ফিরে পাব না

  • @jhumurchakraborty8220
    @jhumurchakraborty8220 Год назад +27

    অসাধারণ সুন্দর প্রতিভা এই দুই ভারতীয় শিল্পীদের।❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @provatbhattacharya6991
    @provatbhattacharya6991 Год назад +29

    এদের গান শুনে মনে হয় আমরা খুবই ভাগ‍্যবান কারণ এদের সেরা সময়ের গান শুনে আমরা বড় হয়েছি। প্রনাম জানাই এদের।

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 Год назад +1

      সোনার কমেন্ট এটা। আমার অন্তরের কথা।

  • @SudipMondal-cm2fw
    @SudipMondal-cm2fw Год назад +2

    শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে। একদিন আমিও থাকবনা কিন্তু এই প্রাণের গানগুলো থেকে যাবে ।

  • @samiransarkar9571
    @samiransarkar9571 Год назад +6

    সর্বকালের সর্বশ্রেষ্ট কন্ঠ শিল্পিদ্বয়কে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি।

  • @khokonmimikhan2658
    @khokonmimikhan2658 Год назад +5

    কীযে পছন্দের দুজন মানুষ/ শিল্পী আমার!

  • @manindramaji4396
    @manindramaji4396 3 месяца назад +1

    অপূর্ব অতুলনীয় !! বিশেষ করে শেষের গান । কনো ভাষা নেই প্রশংসা করার । 😢😢😢

  • @parthaghosh4570
    @parthaghosh4570 Год назад +7

    মুগ্ধ, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, গান নয় প্রাণ,

  • @মীনা
    @মীনা 4 месяца назад +2

    একের প্রতি অপরের শ্রদ্ধা। জগত ধন্য।প্রনাম।

  • @arunavadas8200
    @arunavadas8200 Год назад +3

    এমন জুটি আর কখনো দেখা যাবে না ।

  • @goutambaidya2681
    @goutambaidya2681 Год назад +4

    আহা ! জীবন মন জুড়িয়ে গেল!
    চির নমস্য দুই কিংবদন্তীকে আমার ভক্তিপূন্য প্রনাম ।

  • @sudhinchakraborty3174
    @sudhinchakraborty3174 Год назад +8

    স্বর্ণ যুগের দুই কিংবদন্তিকে একসঙ্গে গাইতে দেখে হ্নৃদয় জুড়িয়ে গেলো!

  • @baringhatak5920
    @baringhatak5920 6 месяцев назад +2

    উনারা বিশিষ্ট দুই জন প্রখ্যাত শিল্পীর ডুয়েট গান শোনার সময় আমরা অভিভূত হয়ে যাই। অপুর্ব সুন্দর পরিবেশন ও গান টি খুব সুন্দর।

  • @debuganguly8278
    @debuganguly8278 Год назад +13

    এককথায় অসাধারণ। এই বয়সে পৌঁছেও যে ভাবে পরিবেশন করলেন দুই কিংবদন্তী শিল্পী, সত্যিই আমাদের মনে তার রেশ চিরকাল রয়ে যাবে। ❤❤❤❤❤❤❤

  • @shamsunnaharrani665
    @shamsunnaharrani665 Год назад +7

    কি যে এক ভালো লাগায় চোখ পানিতে ভরে এলো। ওনারা যেখানেই থাকুন, ভালো থাকুন❤️❤️❤️

  • @jeweldas1754
    @jeweldas1754 9 месяцев назад +2

    অসাধারণ। দুজনকেই প্রনাম।

  • @MrSnow-sm9hn
    @MrSnow-sm9hn 2 дня назад

    শত কোটি প্রনাম সন্ধ্যা দি ও মান্না দা । তোমাদের এই জায়গা অমর হয়ে থাকবে।

  • @asiskumargoswami3892
    @asiskumargoswami3892 Год назад +2

    মহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী ,যুগের কিংবদন্তি

  • @abulkalamazadazad
    @abulkalamazadazad Год назад +24

    বিশ্ব বরেণ্য, বিশ্বখ্যাত, শিল্পী দ্বয় কে প্রথমেই স্ব শ্রদ্ধ প্রণাম জানাই। খুব শান্তি পেলাম, শিল্পী দ্বয়ের দর্শনে।

  • @tarunbiswas391
    @tarunbiswas391 Год назад +5

    আমাদের পরম সৌভাগ্য যে এই সকল legendry শিল্পী দের দেখার সুযোগ হয়েছে এবং গান শুনতে পাই কিন্তু চরম দুর্ভাগ্য এদেরকে আর ফিরে পাবো না। কিন্তু ইনারা গানের মধ্যে দিয়ে আমাদের অন্তরে সারাজীবন রয়ে যাবেন। উনাদের আত্মার শান্তি কামনা করি। দুঃখ তখনই লাগে যখন কোন শিল্পী এই সকল বরেন্য শিল্পী দের গানের বিচার করেন। 🙏🙏🙏🙏🙏

  • @jibansingh9393
    @jibansingh9393 Год назад +4

    🌹ওঁ নমঃ শ্রী শিব শম্ভু 🌹 অপূর্ব ও সুন্দর উনাদের সংস্কার ভুক্ত জন্ম ও এই ভারতবর্ষের বঙ্গভূমিতেই, তিনাদের কন্ঠের শুরে ভাষিয়ে আমাদের ভারতবর্ষের বঙ্গভূমিকে তিনাদের কন্ঠের সুরে
    গোড়াম্বিত করে গিয়েছেন। আন্তরিক শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই।
    🌹🌹🌹🌷❤️🕉️❤️🌷🌹🌹🌹

  • @abutoyabmondal9909
    @abutoyabmondal9909 Год назад +9

    Thank you Harmonika for sharing such beautiful evergreen songs.

  • @rebasdiary8599
    @rebasdiary8599 Год назад +2

    অপূর্ব ও অনবদ্য সৃষ্টি। মূগ্ধ হলাম শ্রদধণজলী জানাই।

  • @StudentAditi98
    @StudentAditi98 2 месяца назад

    এই বয়সে এসে আমরা বেঁচে থাকতে পারবো কিনা জানি না, আর এনারা এত অসাধারণ গাইছেন ❤ এনারাই লেজেন্ড

  • @ujjwaltarafder8268
    @ujjwaltarafder8268 11 месяцев назад +1

    অসাধারণ,প্রণাম উভয়কেই।

  • @PrabirHaldar-yd9pm
    @PrabirHaldar-yd9pm 8 месяцев назад +2

    Totally handling by our eternal sweet Manna da........

  • @singwithpalki9838
    @singwithpalki9838 Год назад +3

    অসাধারণ যুগল কিংবদন্তি শিল্পীর অনুষ্ঠান। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হারমোনিকাকে।

  • @sagarroy9323
    @sagarroy9323 11 месяцев назад +2

    সে আমার মা, আমার মা চিরদিন থাকবে❤। আমার মা এর গান আমি সবসময় শুনি।

  • @krishnapal6825
    @krishnapal6825 Месяц назад +1

    Duo Sayandhaji Mukherji Manna Da ji both great evergreen singer

  • @suchitrachowdhuri7395
    @suchitrachowdhuri7395 Год назад +1

    Ki sundor ai gan ki ki sundor

  • @manabendrapakhira5801
    @manabendrapakhira5801 2 месяца назад

    সঙ্গীত জগতের দুই মহা মূল্যবান মুহূর্তের সাক্ষী হতে পেরে ধন্য আমি। শ্রদ্ধেয়া শ্রীমতি সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রদ্ধেয় শ্রী মান্না দে কে আমার প্রনাম জানাই। ❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @tapaskumarmaity9002
    @tapaskumarmaity9002 Год назад +7

    অবিস্মরণীয়!

  • @soumitraguha839
    @soumitraguha839 Год назад +2

    সাইন্স সিটিতে এঁদের জীবনসন্ধ্যায় অনুষ্ঠানের ভিডিও দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ল এঁদের জীবন মধ্যাহ্নে বসুশ্রী সিনেমা হলের অনুষ্ঠানটির চাক্ষুষ অভিজ্ঞতার স্মৃতিতে..!

    • @asitmaji5855
      @asitmaji5855 Год назад

      Amar silpi K jani amar sotto koti pronam

  • @kankoghoshdastidar9654
    @kankoghoshdastidar9654 Год назад +1

    অসাধারণ সংগ্রহ। 👍👍👍

  • @bhaskarbhattacharya9510
    @bhaskarbhattacharya9510 Год назад +8

    They were the gifts from Devi Sarada ....my tears has been unstoppable.

  • @aparnaniyogi1970
    @aparnaniyogi1970 Год назад +3

    Oshadharan🙏🙏🙏 🌹🌹🌹❤❤❤

  • @mrinmoysiddhanta
    @mrinmoysiddhanta 8 дней назад

    এতো মিষ্টি গান আর পাওয়া যাবেনা,দিনকালের সাথে মানুষের রুচিবোধ পাল্টেছে।তাই গানের ধারার পথ পরিবর্তন হয়েছে ।দুই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে বলি "সুরের আকাশে শুকতারা হয়ে জীবিত হয়ে থাকুক মানুষের হৃদয়ে"❤❤