গানের ঈশ্বর উনি। উনি যেটা করে গেছেন সেটা আর কেউ করতে পারছেন না। উনি সাধারন গানের মধ্যে রাগ কে এত সুন্দর করে, এত সুন্দর করে মিশিয়ে দিয়েছেন যে যিনি গাইছেন তিনিও বুঝতে পারছেন না যে আসলে তিনি একটা রাগের উপর আশ্রিতা গানই করছেন। গানগুলো এত জনপ্রিয় ছিল। ও কেন এত সুন্দরী হলো, রাত জাগা দুটি চোখ, অভিমানে চলে যেও না, তুমি নয় নয় কাছে আসলে, এত লোক এই শহরে, বাজে গো বীণা, ললিতা ওকে আর চলে যেতে বলনা, দুঃখ আমাকে দুঃখী করেনি, ও চাঁদ সামলে রাখো জোছনাকে..... কত বলবো। বাংলা গান কে উনি যেভাবে সমৃদ্ধশালী করেছেন আর কারোর দ্বারা সেটা সম্ভব নয়। আসলে উনি এত বড় সংগীত সাধক এবং জনপ্রিয় হওয়া সত্বেও অহংকারী ছিলেন না। উনি হয়তো প্রচুর শিষ্য তৈরি করতে পারেননি কিন্তু বাংলার ঘরে ঘরে ওনার শিষ্য। অনুসরণ করবার মতো মানুষ এবং গানের জনপ্রিয়তার কথা তো ছেড়েই দিলাম। ওনার ১০% এর কাছাকাছি কেউ যেতে পারেননি। অসাধারণ, অদ্ভুত। আমরা ভাগ্যবান যে ওনার গান আমরা সরাসরি শুনতে পেরেছি।
আমি কলেজ স্ট্রিটের কাছে বিদ্যাসাগর কলেজে পড়তাম। থাকতাম বিডন স্ট্রিট এ। মান্না বাবুর বাড়ি সিমলা পাড়ায়। রামদুলাল স্ট্রিট হয়ে মান্নাবাবুর বাড়ির পাশ দিয়ে হাঁটাপথে কলেজ যেতাম। একবারই মান্না বাবুর দেখা পেয়েছিলাম। গেটের সামনে সেই বিখ্যাত টুপি পড়ে দাঁড়িয়ে ছিলেন। ভয়ে কাছে যেতে পারিনি। তারপর ওই দিক দিয়ে গেলেও আর দেখা পাইনি.... ওই টুকু স্মৃতিই মনে আলোকিত হয়ে আছে।
@@bijeshdas6513 আপনি বললেন দুনিয়াতেই নেই। মান্না দে ছাড়া আর নেই কথাটা বাড়াবাড়ি। অত্যন্ত বিনয়ী ও অন্যতম সর্ব্বশ্রেষ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের কথাও সবাই জানেন।
মুহাম্মাদ রাফি আর মান্না দে দুইজন সেরা সঙ্গীত সাধক। These two legendary singers are my all time favourite. Mohammad Rafi was the most versatile singer and had the sweetest voice. And Manna Dey is second to none in classical songs.And he knows the basic of singing better than anyone.
মান্না দে এর মত শিল্পী আর পৃথিবীতে কোন দিন জন্মগ্রহণ করবে না .অসাধারণ গলা মন টা ভরে গেল .তবে কি জানেন শেষ জীবনে উনি এই কলকাতা ছেরে চলে যান কিছু সাময়িক পরিস্থিতির জন্যেই ....আর ফিরে আসেন নি আর আসবেন ও না ওনাকে প্রণাম জানায় .
সম্মানীয় শ্রদ্ধেয় কন্ঠ শিল্পী মান্না দে সর্বকালীন উদার মনের ও গুণগ্রাহী শিল্পীদের অকপটে তাদের গুণগান করেন তা অনেকে করেন না । তাঁর অসাধারণ স্মৃতি শক্তি ছিল । অপূর্ব কন্ঠ ক্লাসিকাল সঙ্গীতে তাঁর সমকক্ষ মেলা ভার । তিনি আমাদের তথা বাঙালির গর্ব ছিলেন ।তিনি আমাদের স্মৃতিতে আবদ্ধ থাকবেন । বাংলা হিন্দি বহু গানের সাক্ষী হয়ে থাকবেন ।
thanx ABP ANNADA for this video, i am an admirer of shri Late Manna DEY SAAB. I am the 3rd generation of my family listening to his songs,when i was in my childhood my father used play all this songs in tape recorder and i learned them from those .
We all bengalis miss manna da too much since 2013.i miss kishore kumar, mukesh, bhupen hazarika, rafi, mukesh, I pray to God to send all of them back to these world again
😮😮😮😮😮😮😮😮😮!আমার সত্যিই এক এক সময় ভেবে খুব অবাক লাগে! যে, একজন শিল্পীর সেই একই রকম কণ্ঠ এই বয়সেও কীভাবে সেই স্মর্ণযুগের কণ্ঠের মত সেই একই রকম রয়ে যায়!
মাঝে মধ্যে আক্ষেপ হয় , মান্না বাবুকে ভালোবেসে যে পাগলামি আমার মধ্যে শুরু হয়েছে , তা যদি কিছু বছর আগে হতো তাহলে হয়তো এই দেবতার পা দুটি একবার ছুয়ে আসার সুযোগ পেতাম ! আজ বারে বারে মন চাইলেও ওই পা দুটি ছুঁতে পারছি না তোমার মান্না বাবু ...
প্রিয় শিল্পী মান্না বাবুর প্রয়ানে আমার মত অধম ক্ষুদে শিল্পী তিন দিন অশৌচ ব্রত পালন করে তাঁর পবিত্র আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ছিলাম। তুমি আবার এসো ফিরে।
All the best video recordings of great MANNA Dey are kept by one Dr. Gautam Roy, who was all along associated with this great singer, accompanied him in almost all his functions all-over India. These precious videos are being enjoyed by one man & we, the great fans of this beautiful singer are deprived. Please do something for its release to the Internet kept by one Dr. Gautam Roy w
আমি তো প্রথমই মান্না দের আত্মার শান্তি কামনা করছি, আমার কাছে একটা আফসোস হচ্ছে মান্না দের সামনে বসে বসে গান শোনা হলো না, কিন্তু আমার এই দুঃখ ভুলে যাই ওনার গান শুনে । অপুর্ব গুণী শিল্পী মান্না দে । বাংলা ও হিন্দি গান যা গান প্রেমি মানুষ গুলোর প্রজন্মের পর প্রজন্মের খোরাক তু হলো বটে তবে এই ধরনের শিল্পীর জীবদ্দশায় জন্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করি । সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা, আজ নিশিথে কাছেই থেক না বলো না ।
Manna da was incomparable. Had the good fortune to hear him live three times. He could sing non stop for 3 hours even after he was 75. I understand very little bangla even then enjoyed the whole video.
I am proud because I am a bengali where the legandary singer Manna Dey is also a Bengali and so I can easily enjoy his beautiful song, lyrics and compose. I have tried to sing his songs like other bengalis but couldn't do so well because his songs are so tough that these songs only suits him. Thanks for asking me a comment.
at ist I want to pray of God for manna dey soul .and then after Many many thanks abp for organise this program. manna dey is great singer in ever. he and her song always live in our heart. I love you too much
Manna dey all song my favorite and my favorite singer🎤 ekhon r tumi nei khoub miss korchi sir amar baba maa emon ki amar family favorite singer. And gaan er koutha gulo mane acha. ....
Manna daa apurbo Singer, bolte katha !Bangalir Bangla gaaner jagate aditya Silpee Maanna Daa.. Hindi te judi mela bhaad.. Gazal kaawali, sad, rasikata gaane, konotatei uni kam nay.. Kaawali gaan toh onar matoh sundar keu gaaite paarenni aajo.. Bharater Shrestha Gaayak Manna Daa.. Aamar vishan vishan prio Maanaa Daa.. Jekhanei uni janmo niye thakuk vishan khushite din kaatuk onar.. Manna Daa ke jaanai koti koti pranam.. Om namo Shivay
Great and sweet day of my phone🏆🏆🏆🏆🏆📱 and sweet dreams congratulations to all⭐🎶⌚ the same time to all friends👭👬👭👬👭👬👭👬 with me🎶🎶🎶🎶 like🎵 that was talking to all⭐⭐⭐⭐⭐
Daroon Program, shunlam download o korlam, abar shunbo, apnara hoyto onar Chhatro Shurjo r gaan shunechhen, amar obhaggohoyechhilo Manna Dey Babur shonge ghonishtho howar ek baar jokhon onake amar dekechhilam ekta program er jonne, at the of 84, what an energy
Manna dey sahib was a great singer and a classical trained singer and a wonderful person I have great respect for manna dey sahib when he said mohammed rafi sahib was the best playback singer ever in the film industry for manna da anyone who is not trained in classical is not a singer
জীবনের শেষ প্রান্তে এসেও মান্না বাবু যেন মহিমায় উজ্জ্বল। আজকের লাইভ অনুষ্ঠানে উনার মিষ্টি গানগুলো শুনে অতি আনন্দ পেলাম। মান্না বাবু চিরঞ্জিব।
গানের ঈশ্বর উনি। উনি যেটা করে গেছেন সেটা আর কেউ করতে পারছেন না। উনি সাধারন গানের মধ্যে রাগ কে এত সুন্দর করে, এত সুন্দর করে মিশিয়ে দিয়েছেন যে যিনি গাইছেন তিনিও বুঝতে পারছেন না যে আসলে তিনি একটা রাগের উপর আশ্রিতা গানই করছেন। গানগুলো এত জনপ্রিয় ছিল। ও কেন এত সুন্দরী হলো,
রাত জাগা দুটি চোখ, অভিমানে চলে যেও না, তুমি নয় নয় কাছে আসলে, এত লোক এই শহরে, বাজে গো বীণা, ললিতা ওকে আর চলে যেতে বলনা, দুঃখ আমাকে দুঃখী করেনি, ও চাঁদ সামলে রাখো জোছনাকে..... কত বলবো।
বাংলা গান কে উনি যেভাবে সমৃদ্ধশালী করেছেন আর কারোর দ্বারা সেটা সম্ভব নয়। আসলে উনি এত বড় সংগীত সাধক এবং জনপ্রিয় হওয়া সত্বেও অহংকারী ছিলেন না। উনি হয়তো প্রচুর শিষ্য তৈরি করতে পারেননি কিন্তু বাংলার ঘরে ঘরে ওনার শিষ্য। অনুসরণ করবার মতো মানুষ এবং গানের জনপ্রিয়তার কথা তো ছেড়েই দিলাম। ওনার ১০% এর কাছাকাছি কেউ যেতে পারেননি। অসাধারণ, অদ্ভুত। আমরা ভাগ্যবান যে ওনার গান আমরা সরাসরি শুনতে পেরেছি।
Apni ja bolechen vai keu aage boleni.Apni sara jibon valo thakun.
আমি কলেজ স্ট্রিটের কাছে বিদ্যাসাগর কলেজে পড়তাম। থাকতাম বিডন স্ট্রিট এ। মান্না বাবুর বাড়ি সিমলা পাড়ায়। রামদুলাল স্ট্রিট হয়ে মান্নাবাবুর বাড়ির পাশ দিয়ে হাঁটাপথে কলেজ যেতাম। একবারই মান্না বাবুর দেখা পেয়েছিলাম। গেটের সামনে সেই বিখ্যাত টুপি পড়ে দাঁড়িয়ে ছিলেন। ভয়ে কাছে যেতে পারিনি। তারপর ওই দিক দিয়ে গেলেও আর দেখা পাইনি.... ওই টুকু স্মৃতিই মনে আলোকিত হয়ে আছে।
অপূর্ব অসাধারণ এই কিংবদন্তি শিল্পীকে আমার শতকোটি প্রনাম। এবিপি আনন্দকে এই অপূর্ব উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাই।
একদম পারফেক্ট
খুব সুন্দর লাগলো ۔۔۔
❤❤❤ পৃথিবী যতদিন থাকবে এই সমস্ত গানগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে
এমন গুণমুগ্ধা শিল্পী বাঙলার আকাশে চিরদিন জ্বলজ্বল করবে...
মান্না দে অত্যন্ত গুণী শিল্পী এবং কোমল মনের মানুষ। তিনি আমার প্রিয় ব্যক্তিত্ব। তাঁর প্রতি অসীম শ্রদ্ধার সাথে নমস্কার।
ভাবতে অবাক লাগে - মান্না দে আর নেই এই পৃথিবীতে।
এমন বিনয়ী ও পরিশ্রমী শিল্পী উপমহাদেশে কম জন্মেছে।
Abu Noman M. Atahar Ali, PhD শুধু উপমহাদেশ কেন দাদা? দুনিয়াতেই নেই আর হবে বলে মনে হয়না।
বাউলাg
cjkp অন্তর
Thik tai
Man lives in deeds not in years
@@bijeshdas6513 আপনি বললেন দুনিয়াতেই নেই। মান্না দে ছাড়া আর নেই কথাটা বাড়াবাড়ি। অত্যন্ত বিনয়ী ও অন্যতম সর্ব্বশ্রেষ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের কথাও সবাই জানেন।
অদ্ভুত গান শুনে মন ভরে গেল আনন্দে
Thanks ABP for sharing this wonderful live program of legendary singer Manna Dey...
কি অসাধারণ অসাধারণ অসাধারণ দাদা
মুহাম্মাদ রাফি আর মান্না দে দুইজন সেরা সঙ্গীত সাধক।
These two legendary singers are my all time favourite.
Mohammad Rafi was the most versatile singer and had the sweetest voice.
And Manna Dey is second to none in classical songs.And he knows the basic of singing better than anyone.
আরো কয়েকজন আছেন। কিংবদন্তীদের মধ্যে এক দুই তিন হয় না। এসব ভুল প্রয়াস ছাড়ুন।
মান্না দে এর মত শিল্পী আর পৃথিবীতে কোন দিন জন্মগ্রহণ করবে না .অসাধারণ গলা মন টা ভরে গেল .তবে কি জানেন শেষ জীবনে উনি এই কলকাতা ছেরে চলে যান কিছু সাময়িক পরিস্থিতির জন্যেই ....আর ফিরে আসেন নি আর আসবেন ও না ওনাকে প্রণাম জানায় .
bhofro
0Zgg
Sotti. Ini I. Bhagoban
সম্মানীয় শ্রদ্ধেয় কন্ঠ শিল্পী মান্না দে সর্বকালীন উদার মনের ও গুণগ্রাহী শিল্পীদের অকপটে তাদের গুণগান করেন তা অনেকে করেন না । তাঁর অসাধারণ স্মৃতি শক্তি ছিল । অপূর্ব কন্ঠ ক্লাসিকাল সঙ্গীতে তাঁর সমকক্ষ মেলা ভার । তিনি আমাদের তথা বাঙালির গর্ব ছিলেন ।তিনি আমাদের স্মৃতিতে আবদ্ধ থাকবেন । বাংলা হিন্দি বহু গানের সাক্ষী হয়ে থাকবেন ।
কি অধ্যবসায় থাকলে কিংবদন্তী হওয়া যায়, তার প্রমান শ্রদ্ধেয় মান্না দে। এই বয়সে এতগুলো গান করে যাচ্ছে।
God gifted voice Great Manna Dey deserve '' BHARAT RATNA'' Award .
Kaka ka Sattra Miilla hai Sute pernam🙏 because Alfaj AwaajTaernum AnddajAlfajMussic
প্রায় ৮৯ বছর বয়সেও যে উনি এই গানগুলি প্রায় ভেঙে যাওয়া গলা নিয়ে গাইতে পেরেছিলেন সেটা উনি মান্না দে বলেই। রেওয়াজ করা ছিল তাঁর প্রতিদিনের রুটিন।
Manna Dey amar bhagwan are basi Kichu bolta amar Bhasa nai ami Khama parthi
আপনার observation সত্যি। এই বয়সে এই রকম গান গাওয়া খুবই কঠিন। মান্নাবাবুর খেত্রেই সম্ভব।
thanx ABP ANNADA for this video, i am an admirer of shri Late Manna DEY SAAB. I am the 3rd generation of my family listening to his songs,when i was in my childhood my father used play all this songs in tape recorder and i learned them from those .
ভাগ্যবান আমি ' এই কিংবদন্তি শিল্পীর Live অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল . আজ ৭৬ বছর বয়সে সেই স্মৃতি আজও অমলিন।
যদি এমন সম্পদের সৃষ্টিকর্তাকে জীবন্ত রেখে আমি মরতে পারতাম তাহলে আজ এতো আক্ষেপ থাকতোনা। 😢😥🙏🙏
আমি খুব ভাগ্যবান যে এই মহান শিল্পীর একটি অনুষ্ঠান খুব সামনে থেকে দেখেছি। আমাদের হাওড়ার শঙ্করমঠে বহু বছর আগে উনি একটা অনুষ্ঠানে এসেছিলেন।
We all bengalis miss manna da too much since 2013.i miss kishore kumar, mukesh, bhupen hazarika, rafi, mukesh, I pray to God to send all of them back to these world again
Not Mukesh
Nice Comments...Mr Subrata...We all hope it happens in our lifetime... Regards
ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো সৌভাগ্য আমার একবারই হয়েছিল। হে কিংবদন্তি যেখানেই থাকো খুব ভালো থেকো
😮😮😮😮😮😮😮😮😮!আমার সত্যিই এক এক সময় ভেবে খুব অবাক লাগে! যে, একজন শিল্পীর সেই একই রকম কণ্ঠ এই বয়সেও কীভাবে সেই স্মর্ণযুগের কণ্ঠের মত সেই একই রকম রয়ে যায়!
💐💐💐💐 আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।
আপনাকে আমার অনেক শুভেচ্ছা 💐💐💐
আমার প্রিয় শিল্পীকে নিয়ে অনুষ্ঠানটি আমি বারবার শুনি এবিপি আনন্দকে অনেক অনেক ধন্যবাদ।
মাঝে মধ্যে আক্ষেপ হয় , মান্না বাবুকে ভালোবেসে যে পাগলামি আমার মধ্যে শুরু হয়েছে , তা যদি কিছু বছর আগে হতো তাহলে হয়তো এই দেবতার পা দুটি একবার ছুয়ে আসার সুযোগ পেতাম !
আজ বারে বারে মন চাইলেও ওই পা দুটি ছুঁতে পারছি না তোমার মান্না বাবু ...
Asadharan
অপূর্ব অপূর্ব সব গানেই ওনি সাবলীল। উনি আমাদের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন।
এই সব প্রাণময় প্রনম্য মানুষ বাংলায় এসেছিলেন বলেই বেঁচে থাকার রসদ খুঁজে পাই।
যা বলেছেন, নতুন শক্তি পাই
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
My favourite and sweet singer. Love him forever. I feel what was going in his internal mind in his life. So sad.
আমার সৌভাগ্য যে আমি জন্মেছিলাম এমন একজন শিল্পীর সময়ে।
এতদিন পরে কমেন্ট
Hu❤️ CT
I am compelled to think whenever I listen to Great MANNA that I take pride in that I have come off as Bengali.
M
Bangladeser. Sesh. Programter. 2nd. Part. Ki. Upload. Korte. Paren. Upni. Kalamandirer. Age. U. Tube. E. Aschhilo..bakita. Aseni..dhanyabad. Dada.Mannababur. Mato. Versatile. Silpi. Manuus. Nei. Hobena. Pranamtake.
@@mahmudhossain2388 vvvclvĺlllvķĺĺĺlĺĺĺlcĺlvlĺvlvllllvlvĺllĺlvlllllkllvlglvvllvllvbvllĺlĺvvvvĺlvvlvvvĺlvvlvvglfĺclĺĺlcnĺlvllvĺllblllvvvflvvlķlclv
@@nupurbanerjee7579 ]
@@mahmudhossain2388 100 00000thearmanndey amaar geghu
This programme was held on 1st May 2008. Manna De was 88. Unbelievable.
5
ABP thanks presentation Manna sir valuable songs and unknown profile we knew.
The program was recorded in April, a few days before Paula baisakh
He was 89. Not 88
Suman. Manna. Congratulations. Complete👌💯👌💯 with🎶🎶 me and sweet🏆🏆🏆🏆🏆 love❤ you congratulations won't All
কিংবদন্তি কে আমার সশ্রদ্ধ প্রণাম 💮🌷🌸🌼🥀💐🌹🌻🏵🌺⚘
এই সব গান অমর সৃষ্টি, আর এখনকার কিছু গান আছে ভরাপেটে শুনলে বমি পায়।
প্রিয় শিল্পী মান্না বাবুর প্রয়ানে আমার মত অধম ক্ষুদে শিল্পী তিন দিন অশৌচ ব্রত পালন করে তাঁর পবিত্র আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ছিলাম। তুমি আবার এসো ফিরে।
Very good
😢😢
All the best video recordings of great MANNA Dey are kept by one Dr. Gautam Roy, who was all along associated with this great singer, accompanied him in almost all his functions all-over India. These precious videos are being enjoyed by one man & we, the great fans of this beautiful singer are deprived. Please do something for its release to the Internet
kept by one Dr. Gautam Roy w
মান্না দের কন্ঠে জাদু আছে তাই বারবার শুনেও মন ভরে না।
মানুষ তাঁকে চেনে মান্না দে বলে।তিনি অমর সৃষ্টি করে গত হয়েছেন।তার গান তাঁকে অমর করে রেখেছে।
মান্নাদে এমন একজন সংগীতের পন্ডিত,,,,যাঁর কোনো তুলনা এই ভূভারতে কেন,,,পৃথিবীতে নেই
The more we will hear our thirst of hearing will be endless.
The spirit at this age was unbelievable.one of my favorite singer.
🎧🙏জাগো নতুন প্রভাত জাগো... অন্তরে অন্তরে আলো দাও কালিমা মুছায়ে । শিল্পী মান্না দের পরম পুরুষ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা।🎧🙏♥️🙏🎧🙏🎧
শতকোটি প্রণাম জানাই
Outstanding mind blowing prasantion..........
I get lost in the magic of his magical vocals
আমার গানের ভগবান। মান্না দের গান শুনে মন উথাল পাথাল করে।চোখ জলে ভরে যায়।
আমি তো প্রথমই মান্না দের আত্মার শান্তি কামনা করছি, আমার কাছে একটা আফসোস হচ্ছে মান্না দের সামনে বসে বসে গান শোনা হলো না, কিন্তু আমার এই দুঃখ ভুলে যাই ওনার গান শুনে । অপুর্ব গুণী শিল্পী মান্না দে । বাংলা ও হিন্দি গান যা গান প্রেমি মানুষ গুলোর প্রজন্মের পর প্রজন্মের খোরাক তু হলো বটে তবে এই ধরনের শিল্পীর জীবদ্দশায় জন্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করি । সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা, আজ নিশিথে কাছেই থেক না বলো না ।
anyo bhashateo
খুব মনের মতো একটা অনুষ
খান শোনানোর জন্য ধন্যবাদ
As. A. Person. Mannadey. Was. So. Humble. So. Beautifully. He. Said. Every. Sentence. Till. Death. Truespeaker. And. Had. A. Deep. Knowledge. In. Every. Subject. He. Was. Graduate. Fromcalcutta. University. With. Honours..and. Hewas. PH. D. IN. MUSIC. IN. ALLCATAGORIES. AND. LANGUAGE. AND. AN. EXEPTIONALL. SADHAK. HE. SANG. WITH. SOMUCH. HAPPYNESS. TILL. 93 YEARSOLD...PRANAM...PRANAM PRANAM
Bahaty. Lucky. The. O. Log. Jo. Unkesath. Gane gaye.. sabko. Namaskar.
Deepanwita. Goodluck
Excellent presentation of the great man & singer 🙏
Hum Jashn Manayenge🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Hum Champagne Le ayenge Hum Chicken Wala Biryani Khilayenge Hum Aish Karenge
একজন জাত শিল্পী।
আমি ভাগ্যবান ওনার গান তিনবার শোনার সৌভাগ্য আমার হয়েছিল
Amar ekjon bhison priyo,ontorer manush aii mannababu,jiboner onek ghotonar sathe mil achhe amar oner gane te,bhalo lage onar gan sunte r aii niyei benche achhi
Manna da was incomparable. Had the good fortune to hear him live three times. He could sing non stop for 3 hours even after he was 75. I understand very little bangla even then enjoyed the whole video.
Versatile singer
Manna da is a legend of the miilineum
যতবার শুনি ততবার চোখ দিয়ে জল পরে।
মান্নাদে নেই। কিন্তু তার গানগুলো কত জীবন্ত। বিনম্র শ্রদ্ধা
Excellent 😇😇✌✌
Mannay Day is evergreen
I am proud because I am a bengali where the legandary singer Manna Dey is also a Bengali and so I can easily enjoy his beautiful song, lyrics and compose. I have tried to sing his songs like other bengalis but couldn't do so well because his songs are so tough that these songs only suits him. Thanks for asking me a comment.
জীবনের আক্ষেপ, কোনদিন মান্না দে'র গান তাঁর মুখ থেকে সরাসরি শোনা হলো না।
fahim sohan by
আমি শুনেছি, তাঁর অটোগ্রাফও পেয়েছি!
@@sukantabiswas7088 *di p0oq
Dada. Amra. Pashchim banglar. Manus. Seivagye. Souvagyaban. ,,,chhototheke. Baba. Amader. Ratvar. Function. E. Niye. Jeten. Sabaike. Sunechhi. Avabei. Baro. Hoyechhi. Southcalcuttar. Manush. Satyi. Gagyaban. A. Bypare,Achhara. Lake stadium. O. Mahajatisadane. Uttamkumar. Host. Chhilen. Radhakantanandi. Bazalen. Er. Mannababu. Akerpar. Ak. Gangailen...Se. Anushthan. Dekhe. Dhanyahoyechhi. Pranam. Babama. Pranam. Mannadey. Uttambabu. Radhakantababu. Dhanya. Bangla,,,ke. Kanrbe. Amader. Aei. Hazar. Bachharer. Manimanikya?keuto. Payni. Ki. Bujhbe,,,Sakalke. Sasraddhapranam.Sumanke goodluck
Mu me
at ist I want to pray of God for manna dey soul .and then after Many many thanks abp for organise this program. manna dey is great singer in ever. he and her song always live in our heart. I love you too much
এখনকার সময়ে গানের শ্রাদ্ধ করা হয়।
Ekdom thik
এমন মানুষ আর গায়ক এখনও আর জন্মায় নি।
Manna dey all song my favorite and my favorite singer🎤 ekhon r tumi nei khoub miss korchi sir amar baba maa emon ki amar family favorite singer. And gaan er koutha gulo mane acha. ....
আহ কী চমৎকার?
আমি এই LIVE program এর শ্রোতা ছিলাম PROGRAM টা হয়েছিল কলামন্দিরে
Lucky
কত। সালে। দাদা ১৯৮০। এর। পারে। নিশ্চয়ই,দয়া। করে। জানাবেন ধন্যবাদ
Science City te hychilo
@@anjanabanerjee1452 এটা 2008 সালের প্রোগ্রাম।
@@rudranilchowdhury1668 Thankyou. Dada. Oner. Chale. Jabar. 5. Bachar. Age.. er. Akber. Pranam. Manna. Babuke.
Manna daa apurbo Singer, bolte katha !Bangalir Bangla gaaner jagate aditya Silpee Maanna Daa.. Hindi te judi mela bhaad.. Gazal kaawali, sad, rasikata gaane, konotatei uni kam nay.. Kaawali gaan toh onar matoh sundar keu gaaite paarenni aajo.. Bharater Shrestha Gaayak Manna Daa.. Aamar vishan vishan prio Maanaa Daa.. Jekhanei uni janmo niye thakuk vishan khushite din kaatuk onar.. Manna Daa ke jaanai koti koti pranam.. Om namo Shivay
He is my favourite singer of all time.
Great and sweet day of my phone🏆🏆🏆🏆🏆📱 and sweet dreams congratulations to all⭐🎶⌚ the same time to all friends👭👬👭👬👭👬👭👬 with me🎶🎶🎶🎶 like🎵 that was talking to all⭐⭐⭐⭐⭐
আহারে, কি সব শিল্পি ছিলেন তখন!! কি ভদ্রতা, কি নম্রতা, কত বিনীত তাঁরা। এজন্যই আজও তাঁরা স্মরনীয়।
Proud to be a Bangali😫😫😫😫
Aj abar elam sunte 😢
Congratulations to all⭐⭐⭐⭐⭐ singer👩🎤🎤🎤🎤🎤🎤 manna. Dey. And SATINATH
Mannababu is a glittering star in Indian music specially in Bengali song. Really He is genius n talented
With my brother shymal. Mandal both.. Seen. Thank.
1994 ----- Baghajatin ekta anusthane sara sari dekhar sujog hoyechilo takhan manna deyr bays 75 . ekebare samne theke gan sunechilam eai bayse eseo ki asambhab gan korlen . bajego bina ganta sune kakhano mone hayni bays 75. amar eai mahan shilpike dekhar sakh cilo , bhagan eai mahan shilpike dekhar sujog kore diye chilo. ABP ANANDA, Suman da ke asankha dhanyabad.
Daroon Program, shunlam download o korlam, abar shunbo, apnara hoyto onar Chhatro Shurjo r gaan shunechhen, amar obhaggohoyechhilo Manna Dey Babur shonge ghonishtho howar ek baar jokhon onake amar dekechhilam ekta program er jonne, at the of 84, what an energy
Jaideep Pandey
অসাধারণ গান। ❤
মান্না হেমন্ত বাংলা গানের মনিকান্নচান যুগ
বাং লা গানের স্বর্ণযুগ।
গায়ক,তুমি তোমার গানেই বেঁচে থাকবে।প্রনমী তোমায়।
Manna Dey is a great singer,I salute him.
আমার সৌভাগ্য হয়েছিল একই মঞ্চে পরপর মান্নাবাবু এবং হেমন্তবাবুর গান শোনার ।
Keep going . God bless u
Sadhana Sargam and Sushma sresth are two valuablesingers of ourmusical india.hats off to them.
মান্না দে কে প্রণাম 🙏
Manna sir you are a true legend 👏👏👏👏👏👏❤❤❤❤❤
He is my favourite singer...
মান্না দে অমর রহে
মান্নাদা প্রাউড of Bengal
My favorite. Singer🎤👩🎤 of📱🎶 my⭐ Maker
Manna da, the great singer...
Undoubtedly the greatest singer of India film singing. Any other singer has to take 7 births to have ability of signing like him.
Not only greatest.
He is One of the Greatest.
my favorite singer 🌺🌺🙏
Samnasamni Bose shunte pelam na manna Dey r Gaan.....ATA Khub Baro dukhyo roye galo
Heartstirring. Extraordinary.
ওনাদের অতো বাজনার দরকার হয় না।একাই অনন্য।
Legendary singer er chorone pranam janai🙇
Manna dey sahib was a great singer and a classical trained singer and a wonderful person I have great respect for manna dey sahib when he said mohammed rafi sahib was the best playback singer ever in the film industry for manna da anyone who is not trained in classical is not a singer