UJANE ABBASUDDIN II Mustafa Zaman Abbasi II Abbasuddin Ahmed

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Ujane Abbasuddin
    Recorded By- Bishnupada Karmakar
    Edited By - Gobinda Karmakar
    We are thankful for using the songs of
    Dhana Dhanye Pushpey Bhara
    Music composition
    36:03 - 36:55 ASCAP
    inreco_pub
    The Royalty Network
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 610

  • @pragnabantimusicals21
    @pragnabantimusicals21 7 месяцев назад +3

    এমন অনুষ্ঠান আবার আয়োজিত হোক প্রণাম মোস্তফা জামান আব্বাসী সাহেব কে। ঋদ্ধ হলাম এই অনুষ্ঠানটি শুনে। 🙏🙏🙏

  • @nirmalkumarchandra4369
    @nirmalkumarchandra4369 2 года назад +10

    অসাধারণ, অতুলনীয় এবং কোনো বিকল্প নেই। ছোট বেলা থেকে তাঁর গানের ভক্ত। ৮০ বছর বয়সে এমন গলা আমি কখনো শুনিনি। ১০০% অসাম্প্রদায়িক। তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

  • @alhajtafique6143
    @alhajtafique6143 2 года назад +10

    দারুণ, দারুণ লাগছে। পল্লীগীতি সম্রাট বাংলার কিংবদন্তী মরহুম আব্বাসউদ্দিন বাংলার আকাশে বাতাসে এখনো বিচরণ করছেন। পিতার সুযোগ্য পুত্র হিসাবে এই আশি বছর বয়সেও কি সুন্দর ভাবে পিতার গাওয়া গান গুলি পরিবেশন করছেন। আল্লাহ পাক আপনাকে দীর্ঘ নেক হায়াৎ দান করুন। আমিন।

  • @jabachakraborty4564
    @jabachakraborty4564 Год назад +2

    আমি , জবা চক্ৰৱৰ্তী গুৱাহাটী থেকে অনুষ্ঠান ‌উপভোগ কৰলাম, আমি কোলকাতায় অনুস্থান কৰতে ইচ্ছুক, বিশেষ কৰে এই লোকগীত সমূহ

  • @musefahmed6383
    @musefahmed6383 2 года назад +9

    কে বলে তোমাকে তুমি আশি বছরের
    না সেটি ভুল!তুমি আঠারো বছরের!!
    আজ আমি তিয়াত্তরে বসে শুনছি আঠারো বছরের যুবকের ভাওয়াইয়া গান।।
    মনে হচ্ছে আমি আজ ষোলবছরের!
    যুগের যন্ত্রণায় কাঁদি আর ভাবিপথ কোনদিকে?তোমার গানআর শুরে ফিরে পেলাম কাটাভরা পথকিছু নয়
    মনের শুভ পথই আসল পথ!!
    সেলাম তোমাকে সেলাম হেই যুবক।
    সন্ধানী দরদি ফজলু💖💖💖💖😄😄💖💖

  • @MDNurulIslam-wy4ep
    @MDNurulIslam-wy4ep 4 месяца назад +3

    প্রতিটি বাঙ্গালীর ঘরে ঘরে আর প্রতিটা বাঙ্গালীর হৃদয়ে বেঁচে থাক বাংলার লোকও সঙ্গীত ।

  • @sanjitgain2787
    @sanjitgain2787 4 года назад +19

    আব্বাস উদ্দিনের পুরো গানগুলি আমি নিজে শুনলাম এবং পুরো গানটা খুব সুন্দর গান আজ দীর্ঘ 38 বছর পর সেই সুমধুর আব্বাস আব্বাস উদ্দিনের নিজের কন্ঠে মনে হল গানগুলি শুনতে পেলাম ধন্যবাদ

  • @sajadulkabir1398
    @sajadulkabir1398 3 года назад +7

    মহাপরিচালক
    সাবেক....বিবেক কারা... খাঁন আতা মহাপরিচালক আব্দুল্লাহ...আল..মামুন...বর্তমান...মামুনুর রশিদ...অধ্যাপক।

  • @mahmud05maisha
    @mahmud05maisha 5 лет назад +9

    Thokon ami choto shokal bela ghum Bhangto Abbas uddin enr gan shune.
    Boro hoya BTV te Mostafa Zaman Abbasi enr uposthaponay polligiti shune aro boro hoye kaje dube gleam eke bare.
    Ekhon 50 bochor boyoshe abar deklam abbasi Shaheb ke.
    Dua kori aro bohudin beche thankun.
    London theke.

  • @SirajKhukanChowdhury
    @SirajKhukanChowdhury 5 лет назад +30

    এমন অসাধারণ সংগীত সন্ধ্যা কবে যে দেখেছি মনে করতে পারছি না। শ্রদ্ধা ও ভালবাসা জনাব মোস্তফা জামান আব্বাসী।

  • @shazzoulhossain1028
    @shazzoulhossain1028 2 года назад +14

    এপার বাংলার আবহমান কালের ঐতিহ্য, জীবনচারিত সুরে,ছন্দে পরিবেশনা যেন সংষ্কৃতিতে সম্বৃদ্ব বাংলাদেশেকে প্রিজাইড করার সুযোগ করে দেয়ায় ওপার বাংলার সাংষ্কৃতি মনা প্রাজ্ঞ গুনীজনদের প্রতি গভীর শ্রদ্ধা।।

  • @abbasuddin8565
    @abbasuddin8565 2 года назад +8

    অনেক সুন্দর হয়েছে গানটি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে 💞

  • @mitaghosh6284
    @mitaghosh6284 3 года назад +6

    আন্তরিক পরিবেশনা।ছোটবেলা থেকে আকাশবাণী তে আব্বাস উদ্দিন সাহেবের গান শুনছি।এখনো বৃহস্পতি বার " গানের ভেলা"অনুষ্ঠান সকাল দশটা থেকে হয়।তথ্য পূর্ণ মনোজ্ঞ লোকগীতি অনুষ্ঠান।রেডিও সেট যদি না থাকে। ইন্টারনেটে শুনতে পারেন।যাঁরা আমার মতো লোকগান ভালোবাসেন তাঁদের শোনার জন্য অনুরোধ রইলো।

  • @ajitsarkar5432
    @ajitsarkar5432 2 года назад +9

    অতুলনীয়, অসাধারণ, অসম্ভব সুন্দর, মন ছুঁয়ে যায় । এ গান শুনলে বাঙালীর শরীর ও মন দুলে ওঠে, নেচে ওঠে । সুর ও ছন্দ এবং কথা ও যন্ত্র সংগীতের মাধুর্য মনকে উদাস করে দেয় । ওনার দীর্ঘ জীবন কামনা করি ।

  • @PCMDFARUKHOSSAIN
    @PCMDFARUKHOSSAIN 2 года назад +2

    মোস্তফা জামান আব্বাসী সাহেব আমার পছন্দের গানগুলো ভাওয়াইয়া লোকগীতি আপনার 80 বছর বয়সে আল্লাহতালা যেন আপনার এই কন্ঠটা আপনি যতদিন বেঁচে থাকবেন এতদিন যেন আপনার এই কন্ঠটা ভালো থাকে আল্লাহ হাফেজ 🇧🇩🇧🇩🇧🇩

  • @azizhasan138
    @azizhasan138 3 года назад +43

    আব্বাস উদ্দীনের পুত্র মুস্তফা জামান আব্বাসী এই মঞ্চে শুধু সুরের ইন্দ্রজাল নয় সৃষ্টি করলেন দারুন বিস্ময়। আশি বছর বয়সেও কণ্ঠের কি দুর্দান্ত দাপট! শত সহস্র সালাম।

    • @bangladesh3937
      @bangladesh3937 2 года назад +2

      Pp

    • @eva9633
      @eva9633 2 года назад

      Excellent. One more.

    • @maheshwaribhawan7559
      @maheshwaribhawan7559 Год назад

      ​@@bangladesh3937 k se ni hu ko

    • @sorhabmiya391
      @sorhabmiya391 Год назад

      ​@@bangladesh3937😊😊

    • @selimfolksong
      @selimfolksong 11 месяцев назад

      ছোটবেলাতে রেডিওতে আব্বাস উদ্দিন উনার গান বহু শুনেছি। মোস্তফা জামান আব্বাসের কন্ঠেও গান শুনলাম। অপূর্ব

  • @RiponAhmed-kz3oe
    @RiponAhmed-kz3oe 5 лет назад +13

    আমি দুবাই থেকে বলছি । আমি আব্বাস উদ্দিন সাহেব সহ সকল কে ধন্যবাদ জানাই । আমি এই গান শুনতে গিয়ে জেন গানের মাঝে হারিয়ে গেলাম ।গান কথা রিদয় চুয়ে জায় ।গানের কথা মা মাঠি ও মানুষের কথা বলে।

    • @ghalder6690
      @ghalder6690 4 года назад

      very nice. I from Bangladesh.

    • @RakibulHasan-bk2ji
      @RakibulHasan-bk2ji 4 года назад

      উনি হলেন আববাস উদ্দিনের ছেলে মোস্তফা জামান আববাসি বাংলাদেশের জাতীয় সমপদ

  • @sirazulalam4687
    @sirazulalam4687 5 лет назад +17

    লোকগানের এই পরম্পরা প্রবাহিত হোক আমাদের রক্তধারার সাথে যুগ থেকে যুগান্তরে......।

  • @anitabhahsan6153
    @anitabhahsan6153 2 года назад +7

    মনটা ভরে গেল, এত সুন্দর ভরাট গলা।লস এ্যানজেলস , ক্যালিফোর্নিয়া , আমেরিকা হইতে

  • @akbarailahmed2857
    @akbarailahmed2857 Год назад +1

    আজ থেকে চল্লিশ বছৰ আগে নামনি আসমে আব্বছ উদ্দীন সাহেবেৰ পল্লী গান ভীষণ জন প্ৰিয় ছিল। আমৰা বিশেষ কৰে যুৱ ভাই বনেৰা নিশ্চুপ হয়ে গান সুন তাম । কি অদ্ভুত গান।

  • @jyotirmoyramanandi8687
    @jyotirmoyramanandi8687 4 года назад +8

    I'm from coach Behar meet several times with AbbaseeSaheb may God gave him long life. J.ramanandi.

  • @habibullah6675
    @habibullah6675 4 года назад +29

    আহা কী কণ্ঠ আর এই বয়সেও কী প্রাণবন্ত, কথায় রসবোধ!
    আব্বাসউদ্দীন সাহেবের পরিবারের সদস্যরা বাঙালি জাতির সম্পদ। বাংলা লোকসংগীত তাঁদেন পরিবারের কাছে চির ঋণী।
    ভালবাসা চিরন্তন।

  • @sonalibarman1692
    @sonalibarman1692 6 месяцев назад +4

    সত্যিই গানগুলো খুব সুন্দর আর আপনি গানগুলো করেছেন বলেই এত শুনতে ভালো লাগছে , আগেও শুনেছি কিন্ত আপনার গলায় শুনে মনে হয শুনতেই থাকি, আপনার ভাব খুব সুন্দর ❤❤

  • @artculturebangladesh1709
    @artculturebangladesh1709 4 года назад +20

    গানগুলো শুনে আবেগ প্রবন হয়ে গেলাম। একবার যদি ওনাকে স্পর্শ করতে পারতাম

  • @kishalayabiswas5763
    @kishalayabiswas5763 4 года назад +35

    এটি আমার পরম সৌভাগ্য হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং ওনার চরণ স্পর্শ করার।

    • @azizahmedchaudhuri8428
      @azizahmedchaudhuri8428 4 года назад +3

      This is the best example of respect showing to the celebrities.

    • @konikermusafir7559
      @konikermusafir7559 3 года назад +2

      চমৎকার!

    • @sajadulkabir1398
      @sajadulkabir1398 3 года назад +2

      বাপুই..চেংরা..রে..গাছে উঠিয়া দুইটা.জলপাই পারিয়া দে

    • @nabilhosain1709
      @nabilhosain1709 3 года назад +2

      অভিনন্দন

    • @joychandmondal7666
      @joychandmondal7666 2 года назад +1

      আপনি ধন‍্য

  • @bishwanathdas5484
    @bishwanathdas5484 4 года назад +18

    শ্রদ্ধেয় আব্বাস উদ্দীন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই অমূল্য সম্পদ। দাদা আপনার গান গুলো সে ছোট কাল থেকে শুনতাম, কিন্তু কখনো আপনার মুখোমুখিি কখনো হতে পারিনি। দাদা আপনার দীর্ঘায়ু কামনা করি।

  • @tarapadajash1728
    @tarapadajash1728 4 года назад +19

    সত্যই আশি বছরের বলিষ্ঠ যুবক ! কী সুরেলা আর দরাজ কন্ঠ ! মন ভরে গেল । শ্রদ্ধা জানাই তাঁকে । তিনি বারে বারে আসুন আমাদের অতিথি হয়ে ।

  • @fazlurrahman5038
    @fazlurrahman5038 2 года назад +4

    তাত্বিক জনেরা তাত্বিক গানে জীবন দর্শন এঁকে গেছেন । রসে ভরা সুর লহরী , মনে জাগরণ আনে ।

  • @shafiqahmed7789
    @shafiqahmed7789 2 года назад +3

    great singer Abbasuddin Ahmed with Zaman Sir.Rajshahi,Bangladesh

  • @diyasarkar7422
    @diyasarkar7422 4 года назад +9

    Many many thanks for your open mind.Iam fonfd of vowiwa song. Folk song of Abbas Uddin is very favorite to me.as an Indian I salute you.May you long live.

  • @mtalukdar9919
    @mtalukdar9919 5 лет назад +42

    তার এখনও আগের মতো সুন্দর কণ্ঠ রয়েছে। গানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আব্বাস উদ্দিন আহমেদ এখনও তাঁর কণ্ঠে বেঁচে আছেন।

  • @abdus9csongsalam234
    @abdus9csongsalam234 3 года назад +7

    সেই বিটিভিতে দেখা শুনা গানের গলা অসাধারণ আব্বাস উদ্দিনের গান ।গান গুলো শুনে কলিজায় গিয়ে লাগলো আগাতটা ।শরীরের লোম দাড়িয়ে গেছে আহ কি দিন ছিল আগে কত সুন্দর সুন্দর গান শুনতে পেতাম সেই বিটিভিতে। আজকে আবারো দেখলাম ইউটিউবে ।ইউটিউব আছে বলেই খুঁজে খুঁজে পুরনো দিনের গান গুলো শুনি ।12/1/2021 ইং ।

  • @pagla0306
    @pagla0306 3 года назад +12

    মোস্তফা জামান আব্বাসীর রসালো কথা বার্তা এবং গানগুলি স্মরণীয় হয়ে থাকবে। ভালোবাসা রইলো সমস্ত লোকগীতি শিল্পীদের। 🇬🇧🇧🇩

  • @semimakhtara5533
    @semimakhtara5533 4 года назад +2

    Ami nostaljiyate satye chale giyesi ! Amar marhum abbajaner smriti hridaye jagroto hoiyese ! Shaishab kale Abbar konthe aei gaan guli shunechi ! Satyai apurba ashadharon Abbasuddiner gaan ! Tari sujugya putra Mustafa zaman Abbasi ke Salam jlanalam ! Haranu Sangeet guli dhare rakha abong abong shsdhona korar jonyo !

  • @traveladventure1818
    @traveladventure1818 4 года назад +11

    মানুষ মনে যত বড় হয় তার কথাগুলো তত সহজসরল হয়, প্রাণভরা শ্রদ্ধা উনার জন্য

  • @asimpatra5527
    @asimpatra5527 Год назад +7

    হে মুস্তাফা জামান আব্বাসী ! তুমি তো অসাধারণ।
    তোমার গানেই অনুপ্রাণিত সকল শ্রোতার মন।

  • @ahmedrhl63
    @ahmedrhl63 5 лет назад +36

    আসলেই বাইশ বছরের যুবক প্রিয় মুস্তাফা জামান আব্বাসী.........may Allah bless him .....

  • @himanshusarkar2647
    @himanshusarkar2647 4 года назад +5

    এত নরম scale এ ভাটিয়ালী গান বা অন্যান্য গান অতি সুন্দৰ হয়ে মনের গভীরে প্রবেশ করে এক অনস্বাদিত অপ্রাকৃত ভাবের উদয় হয় তা এই প্রজন্মের মানুষ তা অনুভব করে ধন্য হলো।

  • @Thandu-hh4jm
    @Thandu-hh4jm 4 года назад +20

    দোয়া করি আপনি চাচা আপনাকে আল্লাতালা আপনাকে আরো অনেক দিন হায়াদ ভারিয়ে দেয়।

  • @Abdulahad-nx4xl
    @Abdulahad-nx4xl 4 месяца назад +1

    আব্বাস উদ্দিন আহমেদের উওর সুরি,জামাল আব্বাসী, আপনাকে, আছলামুয়ালাইকুম, দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করুন, আমীন,আমি ভারতের আসাম শিলচর থেকে কমেন্ট করলাম।

  • @skkamruddin4742
    @skkamruddin4742 4 года назад +19

    মানুষ যেমন তেমন গলা তেমন ভাবনা অসাধারণ ।নজরুলিয়া সাহেব আপনাকে সালাম।

  • @lutfarrahman7926
    @lutfarrahman7926 Год назад +3

    স্যালুট মহা মানুষ তোমাদের। এত সুন্দর কথা মধুর চেয়েও মধুর ভরা নদীর বাঁকে

  • @mahbuburrahman5336
    @mahbuburrahman5336 5 лет назад +30

    অসাধারন! কোনো তুলনা হবে না, এগুলো আমাদের জাতীয় সম্পদ।

  • @asimpatra5527
    @asimpatra5527 Год назад +4

    হে মুস্তাফা জামান আব্বাসী ! তোমায় ধন্যবাদ।
    তোমার গানেই মানবিকতার পবিত্র সংবাদ ।

  • @ramendradas1777
    @ramendradas1777 2 года назад +12

    বহমান নদীর মতো চিরদিন থাকবে এসব গান এমন শিল্পীদের গান 🙏🙏🙏🙏

    • @sumonray6919
      @sumonray6919 Год назад

      May.Help.All.Gondea.Bavak.Bangledsh.hieal.Mega.Amtali.May.B.A.S.No.2684.Gal.No.22.All.Rauat.Souat.Bame.Mega.Amtali.P.O.2.No.Sud.Durgapur.Zilla.Kotwali.Cumilla.All.tug.bokuat.Rauat.Souat.Bame.All.gut.bokuat.Rauat.Souat.Bame.All.Neal.Mega.Amtali.1.and.2.tufceal.o.cuade.Bokuat.Rauat.Souat.Bame.Mega.Amtali.SOP.Ragtere.bokuat.Rauat.Souat.Bame.Mega.Amtali.Cumilla.Bangledsh.SON.2021.22.e.SABAK.R.S.No.114.All.Rauat.Souat.Bame.Mega.Amtali.p,.Markol.Tupur.kotwali.Amtali.May.Father.Name.(one.ma.)

  • @debdashaldar4000
    @debdashaldar4000 5 лет назад +35

    শীল্পির সহজ সরল কথায় প্রাণ ভরে গেল।আপনার আচরণে বোঝা যায় শীল্পির কোন জাত,ধর্ম হয়না।আপনাকে এই হিন্দু ভক্তের হিন্দুমতের শত শত কোটি প্রণাম গ্রহণ করে আমাকে ধন্য করে তুলুন।

  • @asimpatra5527
    @asimpatra5527 Год назад +2

    হে মুস্তাফা জামান আব্বাসী !নিও অভিনন্দন।
    তোমার গানেই শ্রোতার ❤️ হৃদয়ে সুরের অনুরণন ।

  • @abduljubbarmallick4780
    @abduljubbarmallick4780 2 года назад +5

    অসাধারণ গান --বাঙালি জাতির সম্পদ এই শিল্পী এই গান, শুনতে শুনতে দুই চোখ বেয়ে জল ধারা থামাতে পারছিনা

  • @m.mrahman2265
    @m.mrahman2265 2 года назад +3

    অসাধারণ..... সত্যিকারের বাঙালি হতে হলে আবেগ লাগে..... সেই সাথে বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্য ধারন করতে হয়।

  • @eklimurreza6777
    @eklimurreza6777 Год назад +3

    যেই বয়সে গ্রামোফোন রেকর্ডে এই গানগুলি শুনতাম কিছু সময়ের জন্য হলেও সেই বয়সে ঘুরে আসলাম ।

  • @millonmia6428
    @millonmia6428 2 года назад +3

    আজকে আব্বাস উদ্দিনের কবর দেখলাম আজিমপুর কবরস্থানে।
    অনেক সময় দাঁড়িয়ে ছিলাম অবাক হয়ে!

  • @maksudar1973
    @maksudar1973 3 года назад +6

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, উপভোগ করলাম, ধন্যবাদ

  • @swaponkumarmandal558
    @swaponkumarmandal558 9 месяцев назад +1

    আববাস উদ্দিন এর সুযোগ্য পুত্র মুসতফা জামান আব্বাসি ,এবং আজ অবগত হলাম ফেরদৌসি রহমান, আববাসির বোন, মা সরস্বতীর আশীর্বাদ এই পরিবারের জন্য বেশ উদার

  • @nabirhussain3726
    @nabirhussain3726 3 года назад +4

    অনেক সুন্দর হৈছে। আল্লাই আপোনাকে আরু অনেক দিন বাচিয়া রাখোন ।

    • @mustafaanwar9303
      @mustafaanwar9303 2 года назад

      You are from Assam !!
      Am I right ?
      You are Assamese !!

  • @afsoruzzaman235
    @afsoruzzaman235 5 лет назад +48

    গান গুলা শুনলে চোখে পানি আসে ।অতুলনীয় ধন্যবাদ

  • @HabibKhan-xq4jm
    @HabibKhan-xq4jm 4 года назад +18

    তাদের নিকট থেকে শুধু গান শুনব না ।
    আমরা ভাষা শিখতে হবে ।
    কুয়েত থেকে

  • @md.siddiqueali2948
    @md.siddiqueali2948 5 лет назад +6

    বাবা বলতেন আব্বাস সাহেবর গলায় সরস্বতী ভর করেছিল....আমিও মুগ্ধ হলাম.. এতসুন্দর গান গেয়েছেন, এখন ছেলে...অতি সুন্দর....!!!!

  • @nihatv3399
    @nihatv3399 2 года назад +3

    আল্লাহর দান এই মধুর কন্ঠ বাহু চমৎকার শত যুগ বেচেঁ থাকবে এই গান গুলো,,স্যালুট প্রিয় মুরুব্বী।

  • @মুখেতালা
    @মুখেতালা 4 года назад +27

    আব্বাস উদ্দিন ওনার ছেলে মোস্তফা জামান আব্বাসী উনার মেয়ে ফেরদৌসী রহমান আমার বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার কলকাতায় আপনারা যে উনাকে সম্মান দেখালেন তার জন্য কৃতজ্ঞ

  • @samsulalam9001
    @samsulalam9001 3 года назад +23

    অসাধারণ সুন্দর কন্ঠ। শুনলে একেবারে হৃদয় ছুঁয়ে যায়।

  • @tusardas8239
    @tusardas8239 2 года назад +7

    অসাধারণ । এই সব মহান মানুষদের কে শ্রদ্ধা না করে পারা যায় না। ধর্ম যাই হোক না কেন।।

  • @PCMDFARUKHOSSAIN
    @PCMDFARUKHOSSAIN 2 года назад +5

    মোস্তফা জামান আব্বাসী সাহেব আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখেন আমি আপনার গানগুলো দিন গেলে একবার হলেও শুনে থাকি আমার খুব ভালো লাগে 🇧🇩🇧🇩🇧🇩

  • @sksadekali-m1x
    @sksadekali-m1x 2 года назад +1

    কোনদিন সচক্ষ‍্যে আপনার গানশুনিনা অবশ‍্য রেকর্ড গানশুনেছি অসাধারনলাগে!আপনি আমার সালামনিবেন!পঃমেদিনীপুর পঃবঙ্গ ভারত

  • @badrulislam8962
    @badrulislam8962 5 лет назад +20

    আহারে এই মন কাড়া এই হারানো গান শুনে সত্যি বলতে কি খুব ভাল লাগলো। আব্বাস উদদীন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। From,USA

    • @mikedaccan2873
      @mikedaccan2873 4 года назад

      Singer: Mustafa Zaman Abbasi

    • @minarshaikh217
      @minarshaikh217 4 года назад

      INI abbasuddin er chhele

    • @mikedaccan2873
      @mikedaccan2873 4 года назад

      Yeah,
      He's son of Mr. AbbasUddin

    • @JakirHossain-rb5ms
      @JakirHossain-rb5ms Год назад

      @ASMA1122🇧🇩🇧🇩🌹🌻🌹🌻🌹MEDAMTHANKYOU👍👍👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👦🕴👭🙆🏻🙆🏻🙋🏻🌹🌻🌹🌼🌹🌸🌹💮🌹🏵🌹🌳🍇🍈🍉🍊🍋🍌🍍🍎🍏🍐⛰⛰🌋🏞🏟🕌🕍🌌🎠🎠🎡🎢💈🎪🎭🖼🎨⭐🌙⭐🌜⭐🌨⛅🌩⭐🌠🌈⛄🌂⛈⚡🌀🛸🛸🎄🎆🎇✨🎈🎉🎁🎗🎮🎮🎴🎻🎺🎤🐤🐥🐦🐦🐧🕊🦅🦆🦉🐸🐝🐝🦋🦋🦌🦄🦒🦓🐼🐘🐯🐅🐆

  • @mahabubm2434
    @mahabubm2434 4 года назад +22

    এ তো গলা নয় - এ তো আল্লাহ প্রদত্ব এক জাদুর বাঁশী -

    • @shamsurrahman8574
      @shamsurrahman8574 2 года назад

      ৌৌ111

    • @narayankar2284
      @narayankar2284 2 дня назад

      আল্লাহর দরবারে গানবাজনা নিষিদ্ধ। তুমি আল্লাহকে ডেকে মহাপাপ করলে।

  • @rrwashlaser5647
    @rrwashlaser5647 4 года назад +4

    ৩৫ বছর আগে যেমন গাইতেন বিটি ভির ভরা নদীর বাঁকে অনুষ্ঠানে আজো একই ভরা গলার আওয়াজে গাইছেন !

  • @sudhanshusarkar9630
    @sudhanshusarkar9630 2 года назад +2

    অসাধারণ গান গুলি শুনলাম খুব ভালো লাগলো মনমাতানো সুর

  • @mitalidas8305
    @mitalidas8305 2 года назад +1

    Ashadharon gailen ato age e . May God bless you sir ,apni khub bhalo thakben

  • @nihatv3399
    @nihatv3399 Год назад +1

    শ্বাশত বাংলার পদ্ধা মেঘনা যুমনা কুশিয়ারা ভাটি বাংলার নাম না জানা শত সহস্র নদ নদীর প্রবাহ ধারা জল রাশির এই সূরের মর্চনা আজীবন বাউল জারি সারি পাগল মনের হৃদয়ে সর্ব সময় জাগ্রত হয়ে থাকবে

  • @Mostafamonshi7382
    @Mostafamonshi7382 4 года назад +19

    কন্ঠ আল্লাহ ভালো রাখুক আব্বাস উদ্দিন আহমেদের আরো সুন্দর সুন্দর গান আমরা শুনতে পারব

  • @a.hasanat.a.hasanat.2609
    @a.hasanat.a.hasanat.2609 4 года назад +26

    আব্বাস উদ্দীন ও আবদুল আলীমের গানের সাথে অন্য কোন গানের তুলনা হয় না। এরা সবাই অমর শীলপি হয়ে থাকবে চিরদিন আমাদেরই মাঝে।

    • @md.nazrulislam5530
      @md.nazrulislam5530 4 года назад +2

      Excellent Abdul alim abong Abbas uddin ar song jotoe purano huk na kano kokhono purano hava na .sob somay nothoni thakba ciro sotto

    • @ashiktanzim3020
      @ashiktanzim3020 3 года назад +1

      @@md.nazrulislam5530 !

    • @abineshmondal4153
      @abineshmondal4153 3 года назад +1

      @@md.nazrulislam5530 su. MNrq HB by TV UB btf TV DC

  • @dipakkumarbiswas8635
    @dipakkumarbiswas8635 3 года назад +11

    হৃদয় নাড়া দেওয়া, অসাধারণ বংশ পরম্পরা।

  • @parthachakrabartti3924
    @parthachakrabartti3924 3 года назад +3

    কি দরদ এই কণ্ঠে আব্বাসি সাহেবের ! এক শো বছর বাঁচুন উনি ।

  • @NIZAMUDDIN-gq8zs
    @NIZAMUDDIN-gq8zs 4 года назад +5

    Very nice song watching from England

  • @maslimuddinahmed9985
    @maslimuddinahmed9985 2 года назад +3

    Apnar jannyo ashirbad roilo.allai jeno apnake onek onek din jibito rakhe.apnake sho sokhe dekhte parke jibonta dhonnyo hoito🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @shorabhossain5467
    @shorabhossain5467 11 месяцев назад +1

    বাংলা সংস্কৃতির লোক ঐতিহ্যের প্রান পুরুষ আব্বাস উদ্দিন এর ছেলে এই বয়সে সাবাস বাঙালী। আমার শিকড় আমার পরিচয়। পৃথিবীর কোন ভাষায় এত বৈচিত্র্য সংগীতের এবড় ভান্ডার নেই।

  • @abdulwadud3355
    @abdulwadud3355 2 года назад +3

    শিল্পির মধুর কন্ঠে র কথাই মন কারে গান তো পরের কথা প্রায়াত আব্বাস উদ্দিনের শুজগ্ঞ সন্তানদের কে সালাম

  • @prabirbiswas1996
    @prabirbiswas1996 3 года назад +4

    My respect to Mustafa Zaman Abbasi for his well expression of song's inner meaning and life history of his respected father Abbas Uddin Ahmed whose song has enthralled me. From West Bengal .

  • @snehashisburman2253
    @snehashisburman2253 2 года назад +2

    দারুন ভালো একটা ভাওয়াইয়া গান।মন ভালো হয়ে গেল। সবাই কে শুভেচ্ছা ও ধন্যবাদ। অকল্পনীয় কন্ঠ।

  • @RakibulHasan-bk2ji
    @RakibulHasan-bk2ji 4 года назад +8

    শ্রদ্ধীয় আববাস উদ্দিন শিল্পী আমাদের গর্ভের মানুষ চিল আর উনার ছেলে শ্রদ্ধীয় মোস্তফা জামান আববাসি আমাদের বাংলাদেশের জাতীয় সমপদ 💖💖💖💖

    • @KartickMaity-ju7lj
      @KartickMaity-ju7lj 5 месяцев назад

      সরল কথা শ্রদ্ধা জনানোর ভাষা শুদ্ধ ও নির্মল 12:40 হওয়া উচিত। নতুবা অশ্রদ্ধা প্রকাশ পায়।

    • @KartickMaity-ju7lj
      @KartickMaity-ju7lj 5 месяцев назад

      আশি বছরের যুবক, ত্রিশ বছরের প্রেরনা বিবেকানন্দের দৃঢ়তা মুগ্ধতার প্রকাশ করতে পারছি না ক্ষম এবং নম:!

  • @ruhulamin-pi3bv
    @ruhulamin-pi3bv 3 года назад +6

    অসাধারণ অসাধারণ অসাধারণ ।।।

  • @babulpaul1065
    @babulpaul1065 2 года назад +12

    BEAUTIFUL SONGS. ENJOYED VERY MUCH.

  • @sahilkapoor8073
    @sahilkapoor8073 4 года назад +5

    V very beautiful songs 👍💐

  • @NN-xk2yo
    @NN-xk2yo 6 месяцев назад +1

    কি সুন্দর করে অভিনয় করে করে গান গায়,ভরা নদীর বাঁকের প্যতিটা episode দেখতাম, এত তথ্য নির্ভর অনুষ্টান ছিল । দেখলেই শ্রদ্ধা জাগে। আললাহ আপনাকে অনেক বছর বাচিয়ে রাখুক।

  • @hhdhdh9070
    @hhdhdh9070 5 лет назад +14

    উনার গান শুনলে আমার চোখে পানি আসে। ধন্যবাদ।

  • @abdulmutaleb140
    @abdulmutaleb140 4 года назад +3

    Beautiful New Abas usdin. I Love meAbashuddin.

  • @AbdusSalam-ni3xt
    @AbdusSalam-ni3xt 3 года назад +6

    ধন্যবাদ আপনাকে , কলিকাতায় আপনাকে সম্মাননা দেওয়ার জন্য। মাটি মানুষের গান প্রাণের গান।

  • @musicdance4717
    @musicdance4717 2 года назад +4

    মনছুয়ে যায় এসব গানে কিন্তু এসব লোকগীতি দিন দিন হারিয়ে যাচ্ছে ।

  • @ManindranathBiswas-hc4sp
    @ManindranathBiswas-hc4sp Год назад

    আব্বাচি বাবু আপনাকে প্ৰণামজানাই। আপনার মতো গুনি মানুষ খুব দরকার। আপনি কলকাতা এসে গান করেসেন খুব ভালো লাগছে। নদীয়া থেকে

  • @RakibulHasan-bk2ji
    @RakibulHasan-bk2ji 4 года назад +10

    গানের মিনিং কত সুন্দর এবং কত মুন্সী আনা গানে মন ভরে যায়

  • @azom1140
    @azom1140 2 года назад +1

    গান ত না, মাঠির সুধা গন্ধ পাচ্ছি। গানের কথা যে এরক হতে পারে আমার জানা ছিলো না।
    আসলেই বাংলা ভাষা বর্তমানে অনেক সমৃদ্ধ।

  • @milonmla8405
    @milonmla8405 3 года назад +9

    সোলেমান ভাই অসাধারণ দোতারা বাজিয়ে পাগল করে দিলেন।

  • @bhupalchroy3422
    @bhupalchroy3422 2 года назад +2

    God bless you
    I wish you for your long life. Many many thanks you

  • @AzamaliPradhan
    @AzamaliPradhan Год назад

    শুধু গান গাইবেন কোন কথা হবেনা। আ: হা: কি, মধুর কন্ঠে গাওয়া সেই গান মন ছুঁয়ে গেছে আমার প্রিয় শিল্পী এই তিন জন,বাবা,ছেলে, মেয়ে
    আমি এখনো কান পেতে এই গান গুলি শুনি ধন্যবাদ আপনাকে Very wonderful. That's like a good singer. ❤

  • @asmatalimondal5542
    @asmatalimondal5542 4 года назад +2

    Sotti Amar sonar Bangla monta bhore galo apnader osnkho dnnobad

  • @muhammadashrafulislam4902
    @muhammadashrafulislam4902 2 года назад +10

    মাশাল্লাহ মোস্তফা জামান আব্বাসী -আমাদের সঙ্গীত জগতের লিজেন্ড। আল্লাহ আপনাকে আরো হায়াত দিন। আমাদের মাঝে জীবিত রাখুন এবং আব্বাস উদ্দীনের জীবন্ত স্মৃতিকে অনুভবের প্রতীক হিসেবে আরো আরো আমাদের মাঝে তাঁর মনকাড়া সঙ্গীতের মূর্ছনা শোনানোর সুযোগ দিন। সবার জন্য শুভ কামনা।

  • @nazrulislam6542
    @nazrulislam6542 5 лет назад +11

    Cooch behar,,Balaram purer janma hye dhanna jiban

  • @gurupadarang2071
    @gurupadarang2071 6 месяцев назад +4

    নস্টালজিক বাঙালির প্রাণের স্বতঃস্ফূর্ত হৃদয়াবেগ !

  • @shubhendumondal8616
    @shubhendumondal8616 3 года назад +4

    বলার মতো ভাসা নেই প্র্নাম জানাই আপনাকে

  • @badrulislam8962
    @badrulislam8962 5 лет назад +10

    Wander ful song. Abbasuddin vie so great thanks From,USA.

    • @abbasitechnical
      @abbasitechnical 3 года назад

      I am abbasi from Pakistan Sindhi Urdu my language s