আমার বিশ্ববিদ্যালয় জীবনের সেই প্রথম বর্ষের ভালো লাগা অনুভূতি নিয়ে বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি শ্যামল মিত্রের গাওয়া অসাধারণ এই স্মরণীয় বাংলা গান টি শুনেছিলাম! ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র ভারতীয় বাংলা সঙ্গীতের এক অবিস্মরণীয় সুরকার ও কিংবদন্তি শিল্পী। ভারতীয় বাংলা সঙ্গীতের ভূবণ আলো করা অবিস্মরণীয় শিল্পী এবং সুরকার কিংবদন্তি শ্যামল মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
আমার মনে হয় এই মহান শিল্পীর দ্বিতীয় কেউ আর হবে না। এনারা হলেন ভগবানের সভার বড়ো বড়ো গায়ক।এমনি করেই উনি জন্মগ্রহণ করে আমাদের সকলের মন জয় করে নেবেন বারে বারে জন্মগ্রহণ করে।।
বাংলার কবি লিখে গেছেন - কি জাদূ বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে...... জানি না হয়তো এই সকল বাংলা গানেও সেই জাদু আছে, নাইলে এত প্রাচীন গানের টানে আমরা এখনো মহিত কেন।
জীবনের অবিচ্ছেদ্য অংশের প্রারম্ভিকে খুব শুনতাম। আজকের দিনে শেষপ্রান্তে এসে আবারও শুনছি , ভীষণ শ্রুতিমধুর ।শিল্পীর কন্ঠের প্রতিটি গানই অনন্য অসাধারণ 👌👌🙏🙏
ঢাকায় এখন রাত একটা বাজে গানটা শুনছি আর কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম সেই সুন্দর সোনালী দিনগুলোয় সেই দিনগুলি কতই না সুন্দর ছিল আমার প্রিয় শিল্পীর প্রতি অশেষ শ্রদ্ধা
অসাধারণ কন্ঠ লালিমা । প্রণাম জানাই। এই প্রজন্ম এই স্বাদ পেলোনা। আমরা পেয়েছি । তাই ধন্য । আমি ব্যারাকপুর থাকি , ইনি নৈহাটির বাসিন্দা ছিলেন। এইভেবে সারা শরীরে শিহরন জাগায় ।।
R eisob din asbe na ami jeheto enader somoy chilm na amr 20 bochor boyos kintu amar purono diner manna dey, kishorkumer, lata mangeskar shymal mitra, sandhya mukherjee eder gan khub bhalo. Basi
অসাধারণ প্রতিভা। আমার ফেলে আসা দিনগুলো অবসরের পর এখন (age 74) ও হৃদয়ের স্পন্দন প্রক্রিয়ার অনুভূতি একই রকম আছে। নব প্রজন্মের কাছে এই ধরনের রেয়াজ কে স্বাগত জানাই। স্মৃতি থেকে যাবে চিরন্তন কিন্তু সুরের ঢেউ মনের গতিপথ কে কোনোদিন আটকাতে পারবে না। INDIA. South Kolkata. Ajoynagar.
These God gifted souls will never come back. I think of finishing myself devoid of such souls. Never can they be matched. Pranaam Shyamalda wherever you are.
এমন সোনাঝড়া মধূকন্ঠ এখন আর কোথায়? এখন বহু যন্ত্রের যন্ত্র দৈত্যের সঙ্গে গায়ককে গাইতে হয়। নিজে হারমোনিয়ম বাজিয়ে গানে গানে শ্রোতাদের মনে আসন পেতে বসা--তেমন শিল্পীর অভাব খুব। শিল্পী শ্যামল মিত্র আমার মনের মণিকোঠায় সতত বিরাজমান। আমার প্রিয় শিল্পীও।
আর কি আসবে ফিরে ওই দিন গুলো, এইসব গান শুনে মন ফিরে যায় সেই পুরনো দিনে এই গান শুনতে শুনতে মন ভরে যায়, দিদি তুমি যেখানেই থাকো, সেখান থেকেই আমার প্রণাম আর ধন্যবাদ নিয়ো।
পুরাতন সুরের সুর মূর্ছনায় ক্ষয়ে যাওয়া হিয়ায় নতুন প্রাণের সঞ্চার.....আমার মনের গহন গহীনে এ সুর বড়ো চেনা.....আমার সোনা ঝরা অতীত বার বার ফিরে আসে এই সুর ব্যঞ্জনায়.....🥀🥀🥀
What a beautifull song with voice.nothing any substitute till now.Shyamal da please come back again from heaven.We are waiting for you Shyamal da ❤👏👏💐🌹🧡💚💗💜❣️♥️💙💛🤎💙♥️❣️💜💗💚🧡🌹👏💛🤎💚🧡💗💜❣️
আমারা বাঙালিরা চিরকাল গর্ব করি এই সমস্ত স্বর্ন যুগের শিল্পী দের নিয়ে। ঠিক একটা সময়ে সব একসাথে যুক্তি পরামর্শ করে যেন এই বাঙালায় এসেছিলেন। আর হবেনা কোনদিন। এনাদের ভাঙ্গিয়ে ই চলতে হবে আমাদের।
ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, আগে ভাবতাম উত্তম কুমার ই গান গান, হঠাৎ ক্যাসেট এ গাল ভাঙ্গা খুব একটা সুদর্শন নয় মানুষ টি কে দেখে কাকু ক বললাম কে উনি? কাকু তো অবাক😮 হাঁ করে অনেকক্ষন চেয়ে তারপর বললেন , আরে উনিই তো বিখ্যাত গায়ক শ্যামল মিত্র....আমি তখনও ক্যাসেটের ওপরের ছবির সাথে উত্তম কুমারের হাসি মুখে গাওয়া গান গুলো মেলাতে পারছিলাম না....তখনও ভাবছি এ মানুষটার গলা দিয়া এতো সুন্দর আওয়াজ বেরোয়😮, জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম যে রূপ দেখে করো গুণের বিচার করতে নাই।আজ অনেক দিন পর গান টা শুনে মনে পড়ে গেলো। নিজেই হাসছি 😊
গান টি একটি রোমান্টিক বাংলা গান তোমার কন্ঠে যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি ৷ একটা অদ্ভুদ রোমাঞ্চকর অনুভূতি হৃদয়ে অনুভূত হচ্ছে ৷ যার ফলে গাম শেষ হলেও একটা সুরের বেশ হৃদয মন ছেযে রয়েছে অনেকক্ষণ ধরে। মনে হচ্ছে শেষ হয়েও যেন না হইল শেষ ৷
Subroto congratulation osadharon sundor gaecho prothome kingbodonti famous songitsilpi manobendro mukherjee una koti pranam janay god bless you valotheko
Mr Bandyopadhyay has very accurately expressed the greatness of the talented artist, Shyamal Mitra, in one solitary sentence. Credit goes to Pabitra Mitra also for the beautiful wordings.
Shyamal Mitra like Hemanta Mukhopadhyay was a legend in the music domain. This song still reverberates in our hearts. Gone are the days which will never come back. But the songs have been immortalized.
আমার বিশ্ববিদ্যালয় জীবনের সেই প্রথম বর্ষের ভালো লাগা অনুভূতি নিয়ে বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি শ্যামল মিত্রের গাওয়া অসাধারণ এই স্মরণীয় বাংলা গান টি শুনেছিলাম!
ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র ভারতীয় বাংলা সঙ্গীতের এক অবিস্মরণীয় সুরকার ও কিংবদন্তি শিল্পী।
ভারতীয় বাংলা সঙ্গীতের ভূবণ আলো করা অবিস্মরণীয় শিল্পী এবং সুরকার কিংবদন্তি শ্যামল মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
যত শুনি ততই মুগ্ধ হই জীবনের শেষ প্রান্তে এসে দাড়িয়ে আজও শুনছি প্রয়াত এ শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো।।।।।।
আমার মনে হয় এই মহান শিল্পীর দ্বিতীয় কেউ আর হবে না। এনারা হলেন ভগবানের সভার বড়ো বড়ো গায়ক।এমনি করেই উনি জন্মগ্রহণ করে আমাদের সকলের মন জয় করে নেবেন বারে বারে জন্মগ্রহণ করে।।
এরা আর জন্মাবেন না । জন্মাচ্ছেন না
🤗🤗👏👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
বাংলার কবি লিখে গেছেন - কি জাদূ বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে......
জানি না হয়তো এই সকল বাংলা গানেও সেই জাদু আছে, নাইলে এত প্রাচীন গানের টানে আমরা এখনো মহিত কেন।
বাহ,কী সুমধুর কন্ঠ, সুমধুর গান। গানটা শুনতে শুনতে আবেগের আতিশয্যে বিমুগ্ধ হলাম। শ্যামল মিত্র- জিকে অসংখ্য প্রণাম।
হারিয়ে যাওয়া দিন গুলো মনে পড়লো। শিল্পী কে প্রণাম জানাই।
সেই কবে থেকে গান শুনে বড় হয়ে এখন প্রবীণ বয়সে ও শ্যামল মিত্র আমার প্রিয় শিল্পী। ❤
জীবনের অবিচ্ছেদ্য অংশের প্রারম্ভিকে খুব শুনতাম। আজকের দিনে শেষপ্রান্তে এসে আবারও শুনছি , ভীষণ শ্রুতিমধুর ।শিল্পীর কন্ঠের প্রতিটি গানই অনন্য অসাধারণ 👌👌🙏🙏
74বছর বয়স
আমার পৃথিবীটা অন্য রকম হতো যদি একজন এই শ্যামল মিত্র না থাকতো। গুরু তোমায় প্রণাম🙏
মনে পড়ে জীবনের ঝরে যাওয়া দিনগুলি।
সেই উনিশ শত ষাট সাল থেকেই শ্যামল মিত্রের গানের জন্য পাগল ছিলাম। আজও পুরান গান শুনলে ছোট বেলার কথা মনে ওঠে। স্মৃতি কেবল বেদনা।
ঢাকায় এখন রাত একটা বাজে গানটা শুনছি আর কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম সেই সুন্দর সোনালী দিনগুলোয় সেই দিনগুলি কতই না সুন্দর ছিল আমার প্রিয় শিল্পীর প্রতি অশেষ শ্রদ্ধা
খুব সুন্দর লিখেছেন
উনার দেহায়ব ,কণ্ঠ,গানের কথাকলি,সূর যেন বলিষ্ঠ জীবন্ত প্রতীক।প্রসঙ্গত উত্তম সুচিত্রার অনবদ্য অভিনয় আর হেমন্ত শ্যামল সন্ধ্যার কণ্ঠের সমন্বয়ের সিনেমা যেন আমাদের দেহমনপ্রাণে চিরজাগরূপ ।
সেই কৈশোর কাল থেকে শুনছি , এখনো স্বপ্ন দেখায় , চিরকালীন ...
প্রথম যৌবনে যে ভালোলাগা নিয়ে শুনেছিলাম গানটি, আজ জীবনের শেষ প্রান্তে এসে সেই মুগ্ধতা একটুও কমেনি, কি আশ্চার্য!!❤❤।
;
গানটা শুনতে শুনতে দু চোখ জলে ভরে যায়, ছোট বেলার কথা গুলো খুব মনে পড়ে।।
Indeed !
বড়ো ভালবাসি এমন গান। হারমোনিয়াম বাজিয়ে এতো প্রিয় শিল্পী গাইছেন এটা ভাবতেই মন খুশিতে ভরে যায়। খুব খুশি শুনে।
আর কোনদিন জন্ম নেবে না শ্যামল দত্ত
এত সুন্দর শুভ্র গানের কন্ঠ আহা কত কতই না মধুর
অসাধারণ গানটি প্রিয় শিল্পীর কণ্ঠে এর তুলনা নেই।
ওনার গাওয়া বেস্ট গান ছোট বেলায় খুব শুনেছি আজ ও শুনলে মন টা ভরে যায়।
অসাধারণ কন্ঠ লালিমা । প্রণাম জানাই। এই প্রজন্ম এই স্বাদ পেলোনা। আমরা পেয়েছি । তাই ধন্য । আমি ব্যারাকপুর থাকি , ইনি নৈহাটির বাসিন্দা ছিলেন। এইভেবে সারা শরীরে শিহরন জাগায় ।।
Don't know why tears roll down on my cheeks while listening to this voice.
আমার বাড়ী নৈহাটি। ছোটবেলা থেকে এই গান শুনে শুনে বড় হয়েছি। ওঁর ছেলে শৈবালদা আমার এক ক্লাশ উপরে পড়তেন।
Amar shilpi
Beauty fool
আধুনিক প্রজন্ম এই গান পেলোনা মানে ওরা নিলনা।
বাংলা গানের স্বর্ণ যুগের কিংবদন্তী কন্ঠশিল্পী শ্যামল মিত্রের কালজয়ী আধুনিক বাংলা গান আজও আমাদের আপ্লুত করে। মুগ্ধ করে। হৃদয়বীণায় ঝংকার তোলে...
অপূর্ব ।নিজেকে গর্বিত লাগছে।শিল্পীকে অজস্র প্রণাম ।
ফিরিয়ে দাও আমার সেই দিন গুলি ফিরিয়ে দাও আর কিছু চাই না।
ঠিক তাই.....😢😢 সেদিন গুলো আমরা আর কোনও দিন ফিরে পাবো না ...😭
ছোটবেলায় আমাদের ক্যাসেট প্লেয়ার ছিল না, বাবার মুখে শুনে শুনে মুখস্থ হয়ে যেত শ্যামল মিত্রের গানগুলো। মনে পড়ে যায় হারিয়ে যাওয়া দিনগুলো।
আহা কী স্মৃতি।
R eisob din asbe na ami jeheto enader somoy chilm na amr 20 bochor boyos kintu amar purono diner manna dey, kishorkumer, lata mangeskar shymal mitra, sandhya mukherjee eder gan khub bhalo. Basi
অসাধারণ প্রতিভা। আমার ফেলে আসা দিনগুলো অবসরের পর এখন (age 74) ও হৃদয়ের স্পন্দন প্রক্রিয়ার অনুভূতি একই রকম আছে। নব প্রজন্মের কাছে এই ধরনের রেয়াজ কে স্বাগত জানাই। স্মৃতি থেকে যাবে চিরন্তন কিন্তু সুরের ঢেউ মনের গতিপথ কে কোনোদিন আটকাতে পারবে না। INDIA. South Kolkata. Ajoynagar.
অসম্ভব সুন্দর গান পাগলকরা, আবেগ অনুভূতি গুলোকে নতুন করে জাগিয়ে তোলে।
এই কণ্ঠ, এই সুর আর আসবে না, প্রণাম আমার প্রিয় শিল্পী, আপনি অমর হয়ে আছেন আমাদের মনে, মননে স্মৃতিতে।
বাংলাভাষার গানের এত অপূর্ব melody অন্য ভাষায় আছে কি না জানি না।
আমি বাংলাদেশ থেকে। টাত ১২ টা প্রায় বাজবে। মন ভরে গেল গানগুলো শুনে। কি ভাষার মাধুরতা।
অসাধারণ, এই গান আর দ্বিতীয়বার তৈরী হবে না, ধন্য শ্রী শ্যামল মিত্র 💐🙏🏻
These God gifted souls will never come back. I think of finishing myself devoid of such souls. Never can they be matched. Pranaam Shyamalda wherever you are.
Aei Gan Chirodiner mahan Silpike pranam janai
God Gifted Voice Shyamal Dar
এমন সোনাঝড়া মধূকন্ঠ এখন আর কোথায়? এখন বহু যন্ত্রের যন্ত্র দৈত্যের সঙ্গে গায়ককে গাইতে হয়। নিজে হারমোনিয়ম বাজিয়ে গানে গানে শ্রোতাদের মনে আসন পেতে বসা--তেমন
শিল্পীর অভাব খুব। শিল্পী শ্যামল মিত্র আমার মনের মণিকোঠায় সতত বিরাজমান। আমার
প্রিয় শিল্পীও।
দুর্লভ এই গান শুনে হৃদয় কোথায় রে হারিয়ে যায় কোনখানে পৌঁছায় খুঁজে পাইনা ।
সারাজীবন শুধু শুনি আর শুনি। আশা মিটে না। অনন্ত পিপাসা। কি অসাধারণ কথা। কি গলা। আহা,,,
কালজয়ী গান, কালজয়ী মহান শিল্পীর গান শুনে মুগ্ধ। শুধু ভাবছি,,,,,।
My favrt shyamal mitra, will never found again but his sweet voice will be evergreen to his music lovers
আর কি আসবে ফিরে
ওই দিন গুলো, এইসব
গান শুনে মন ফিরে যায় সেই পুরনো দিনে
এই গান শুনতে শুনতে
মন ভরে যায়, দিদি তুমি যেখানেই থাকো,
সেখান থেকেই আমার
প্রণাম আর ধন্যবাদ নিয়ো।
পুরাতন সুরের সুর মূর্ছনায় ক্ষয়ে যাওয়া হিয়ায়
নতুন প্রাণের সঞ্চার.....আমার মনের গহন গহীনে এ সুর বড়ো চেনা.....আমার সোনা ঝরা অতীত বার বার ফিরে আসে এই সুর ব্যঞ্জনায়.....🥀🥀🥀
❤❤❤❤❤
এই জন্যই তো বলা হয়েছে বাংলার স্বর্ণযুগ। হেমন্ত-সন্ধ্যা, শ্যামল-প্রতীমা, আর আরতি-মান্না'বাবুর গান কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না।
মহান শিল্পীর চরণে প্রনাম রইল ।
আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই .গানও হেমন্ত মুখোপাধ্যায় চিরকাল থাকবে l
এমন গান, এমন শিল্পী আর জন্মাবে না। অসাধারণ সত্যিই।
Shyamal Mitra is one of great genius creator of music culture which is very immortal nature for ever lpovely and memorable
এই চ্যানেলকে ধন্যবাদ এই দুর্লভ ভিডিও দেখাবার জন্য। অপূর্ব।
সুরের সুধা গানের মধ্যে উপভোগ করছি। অসাধারণ মিষ্টি গান।
So so sweet song........ Very very very nice song....... This is the reality of Bengali language......... I'm to much impressed......
Reminds me of my dad. His fav song and he would sing this song often. And Mr. Mitra is a gift from God. Melifluous expressive voice❤
এতোই সুন্দর যে, বলবার ভাষা খুঁজে পাচ্ছিনা
Me to
What a beautifull song with voice.nothing any substitute till now.Shyamal da please come back again from heaven.We are waiting for you Shyamal da
❤👏👏💐🌹🧡💚💗💜❣️♥️💙💛🤎💙♥️❣️💜💗💚🧡🌹👏💛🤎💚🧡💗💜❣️
আমারা বাঙালিরা চিরকাল গর্ব করি এই সমস্ত স্বর্ন যুগের শিল্পী দের নিয়ে। ঠিক একটা সময়ে সব একসাথে যুক্তি পরামর্শ করে যেন এই বাঙালায় এসেছিলেন। আর হবেনা কোনদিন। এনাদের ভাঙ্গিয়ে ই চলতে হবে আমাদের।
আমার মাষ্টার মশাইকে এই গানের মাধ্যমে আমার প্রণাম জানাচ্ছি। আজ ওনার জন্ম দিন। যেখানে আছেন ভালো থাকুন। 🙏🙏❤❤🌹🌹
সেই ছোট বেলা থেকে শুনছি এখন শেষ বেলা।
গানের বাণী,সুর ও শিল্পীর কন্ঠমাধুর্যের ত্র্যহস্পর্শে সৃজিত চিরদিনের অসাধারণ রোমান্টিক গান।
আমার মায়ের ভীষণ প্রিয় গান ছিল আজ মা নেই কিন্তু মনে হচ্ছে মা আমার সাথে ই আছে। আমি নিজে ও গানটা একসময় খুব হারমোনিয়াম বাজিয়ে গাইতাম।
ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, আগে ভাবতাম উত্তম কুমার ই গান গান, হঠাৎ ক্যাসেট এ গাল ভাঙ্গা খুব একটা সুদর্শন নয় মানুষ টি কে দেখে কাকু ক বললাম কে উনি? কাকু তো অবাক😮 হাঁ করে অনেকক্ষন চেয়ে তারপর বললেন , আরে উনিই তো বিখ্যাত গায়ক শ্যামল মিত্র....আমি তখনও ক্যাসেটের ওপরের ছবির সাথে উত্তম কুমারের হাসি মুখে গাওয়া গান গুলো মেলাতে পারছিলাম না....তখনও ভাবছি এ মানুষটার গলা দিয়া এতো সুন্দর আওয়াজ বেরোয়😮, জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম যে রূপ দেখে করো গুণের বিচার করতে নাই।আজ অনেক দিন পর গান টা শুনে মনে পড়ে গেলো। নিজেই হাসছি 😊
❤
❤❤
গান টি একটি রোমান্টিক বাংলা গান তোমার কন্ঠে যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি ৷ একটা অদ্ভুদ রোমাঞ্চকর অনুভূতি হৃদয়ে অনুভূত হচ্ছে ৷ যার ফলে গাম শেষ হলেও একটা সুরের বেশ হৃদয মন ছেযে রয়েছে অনেকক্ষণ ধরে। মনে হচ্ছে শেষ হয়েও যেন না হইল শেষ ৷
আমার শৈশব ও যৌবনের পূজারী শ্রী শ্যামল মিত্র।❤❤❤❤❤❤❤❤❤❤
💝👌💝👌💝👌💝👌💝👌
👉এমন দরদী কন্ঠ আর পাওয়া যাবে না।এমন গান শুনে সত্যি তন্ময় হয়ে যাই....
Asadharon
এমন মেলোডিয়াস কন্ঠ !! আর আসলোই না !! শিল্পী আমাদের প্রজন্মের কাছে অবিস্মরণীয় ।
Very true.
কেন শুনছি এই গান? আবার জীবন ফিরে পেতে..... !!!
Ki apurba gala, aaj jiboner ses prantey esho prai Shayamal Mitra Gan suney thaki.
এখানকার জেনারেশন রা আমার মত আর কারা কারা এই স্বর্ণালী যুগের গান শুনছো.. 😮❤❤❤
আমি
Ami sunchi dum dum er meye Lucknow te bose sunchi ekhane amar sosur bari
@@gopaghosh4473 r a bass..! khub sundor❤
❤
Ami khub valobasi ei sob sorno jug er gan
এই মহান শিল্পী ও সুরকারের আদি বাড়ি আমার পাতুল গ্রামে এখনো আছে।
কে যে হৃদয়ে কি অমৃত দিলে-- অনুভবে সত্যেই তা মেলে ,,,,❤❤
কেউ জানেনা কেই বা কি দিল আর কি বা নিলো ,, তবে অনুভবে পেলো❤
Subroto congratulation osadharon sundor gaecho prothome kingbodonti famous songitsilpi manobendro mukherjee una koti pranam janay god bless you valotheko
One of the finest voice....a millon of hearts cry for you sir till now..miss you shyamal sir..the legend... what a voice uff
বাংলা গানের সর্বশ্রেষ্ঠ গঞ্চপাণ্ডবের অন্যতম।
অপূর্ব!জানিনা এমন কাউকে পাব কী না ,তবে মনে চায় এমন গায়ক অমরত্ব লাভ করুক
অনবদ্য!! চিরস্মরণীয় শিল্পী!
সাধারণ আয়োজনে কি অসাধারণ সৃষ্টি ❤️
সেদিনের সোনাঝরা সন্ধ্যা টা মনে পড়ছে .......🙃
Ei ganta jatobar I shuni mone hoy aro aro anekbar shuni.
মন ভরে যাওয়া গান, ছোট বেলার স্মৃতি গুলো সব মনে পড়ে যায় 💕🥀
খুব ভালো লাগলো আপনার গান। হরেকৃষ্ণ।❤🎉❤
Amar khubriyo shilpi montabhore galo
Old is gold ❤❤❤from United States
Osadharon, opurbo Singer
অপূর্ব কন্ঠ অনেক দিন পর গান শুনতে খুবই ভালো লাগলো
My favorite and best Artist. My Pronams to you. You are immortal.
Darun❤
Very good
27/08/2023 তারিখে বাংলাদেশ থেকে শুনছি।এ গান কী আদৌও পুরোনো হবে কোনোদিন? তিন পুরুষ ধরে তো হয়নি❤❤
সত্যিকারের গান শোনার taste যাদের আছে তাদের কাছে কোনোদিন পুরোনো হবে না. প্রজন্ম এর পর প্রজন্ম ধরে চলবে.
অসাধারণ 🙏❤️
এখন রাত ২:২৫ Bangalore, অসাধারণ....... আমি ৭৪.... ওই সব দিনে যদি ফিরে যেতে পারতাম....
Apurbo
অসাধারণ শিল্পী।নমস্কার জানাই ।
❤excellent
Invaluable gem of live performance of bengali adhuniks! Thanks for uploading Sir!!
অসাধারন গানটা আমি বারবার শুনি
He had the rare capacity to lift ordinary songs to a different level by dint of his outstanding- melodious voice!
Mr Bandyopadhyay has very accurately expressed the greatness of the talented artist, Shyamal Mitra, in one solitary sentence. Credit goes to Pabitra Mitra also for the beautiful wordings.
@@mohdrab9784 \ .আমার কাছে এই গানটি খুব ভালো লাগে ৷
Heartbreaking song ❤ Bohoot sundor
*বাকরুদ্ধ* কোনো দিন কি পুরোনো হবে। ❤ 🌹 🙏
pabitra mitra, daam pelo na, kintu kishob gaan likheche. uff, ki bolbo aar, oshadharon
Wender full i am very happy
In Bengali culture, like, Rabindra songs, permanent position.
Shyamal Mitra like Hemanta Mukhopadhyay was a legend in the music domain. This song still reverberates in our hearts. Gone are the days which will never come back. But the songs have been immortalized.
কতো বার যে গান টা শুনলাম বলতে পারব না।
সত্যিই কি কিছু বলার থাকে,