Maa Meye'r Gaan | মা-মেয়ের গান | সন্ধ্যা মুখোপাধ্যায় ও সৌমি সেনগুপ্ত | Bengali Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 3,3 тыс.

  • @sandhyanandi29
    @sandhyanandi29 9 месяцев назад +15

    সন্ধ্যা মুখার্জীকে আমার শত কোটি প্রণাম ❤❤❤❤

  • @hbasumata
    @hbasumata 2 года назад +38

    যত শুনি ততই মুগ্ধ হ​য়ে যাই। চোখের বাঁধ ভেঙ্গে যায় অজান্তেই। এমন মাকে হারানোর বেদনাকে সহন করা ব​ড় কঠিন​। শুধু মহান পরমেশ্বরের কাছে একান্ত কামনা যেখানেই থাকুন শান্তিতে থাকুন​।

  • @farhanrahman3045
    @farhanrahman3045 2 года назад +71

    আহা আমার মনটা ভরে গেল।মনে হলো আমার মা আমার সাথেই গান গাইছে।জীবনে গান শুনে এতো শান্তী -সুখ পাইনি।

  • @mukulsengupta9084
    @mukulsengupta9084 2 года назад +15

    সত্যি উনি হলেন অদ্বিতীয়া।ওনার স্থান পূরণ করার মত আর কেউ আসবে না।

  • @rinamukherjee9284
    @rinamukherjee9284 8 месяцев назад +11

    খুব ভালো লাগলো আজ মা ও মেয়ের এই যুগল বন্দী গান টা শুনে
    মন টা একদম ভরে গেলো ।আর দু চোখ ঝাপসা হয়ে গেছে জলে ।অসাধারণ।❤❤❤

  • @gautamroychowdhury7944
    @gautamroychowdhury7944 Год назад +2

    Excellent, Ei purano gan kakhano bhola jabe na

  • @kajaldas2094
    @kajaldas2094 2 года назад +17

    যতো বার এই গান শুনি চোখে জল চলে আসে... আজকে যেনো আরো বেশি এলো.... কেনো জানি না মনে হচ্ছে তুমি আছো.. আমাদের হৃদয়ে আছো 🙏🙏🙏

  • @mayabinur3467
    @mayabinur3467 2 года назад +16

    এতো বিনোদন নয় হৃদয়ের কথা মা মেয়ের মা হয়েছি তাই খুব মনোযোগ সহকারে শুনেছি আর অনুভুতি গুলো ছুঁতে পেরেছি

  • @chandanarannaghar
    @chandanarannaghar 11 месяцев назад +3

    অপূর্ব সুন্দর মা ও মেয়ের গান। হৃদয় ছুঁয়ে যাওয়া গান।সব মা সব মেয়ে ভালো থাক।
    অনবদ্য সৃষ্টি।
    এরচেয়ে ভালো গান আর হয় না।

  • @shibsankar-m8v
    @shibsankar-m8v Год назад +26

    গানটা খুবই হৃদয়স্পর্শী, এই গানের মাধ্যমে প্রতিটি মায়ের অন্তরের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।❤

  • @alpinearshita6529
    @alpinearshita6529 Год назад +11

    Beautiful ❤️❤️
    Maa chara duniyai r kichu nei❤️❤️
    Love you duniyar sob maa ke🙏🙏

  • @ajgubiadobkaida
    @ajgubiadobkaida 8 месяцев назад +2

    দারুন লাগে গানটা | সত্যি চোখ জলে ভরে যায় গানটা শুনে |

  • @sudipta1320
    @sudipta1320 Год назад +16

    🥰❤️ অনবদ্ধ গীতশ্রী madam.🥰❤️🙏🙏
    এই social media যুগে অসংখ্য শ্রতাদের এমন রুচি অনেক আনন্দের।
    ❤️সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ❤️

  • @mousuminag9317
    @mousuminag9317 3 года назад +63

    গান টা খুব emotional.. অপূর্ব গান আর গায়িকা তো কিছু বলার নেই 🙏🙏🙏🙏

  • @krishnadaschakraborty7797
    @krishnadaschakraborty7797 Год назад +17

    চির অমর হয়ে থাকবে এই গান গুলো।

  • @sukladey8366
    @sukladey8366 4 года назад +46

    গানটা অসাধারণ....বাংলা গানে সত্যি জাদু আছে। যেকোনো বাঙালি এই ধরনের গান শুনে মুগ্ধ হয়ে যাবে।

  • @pintusarker3286
    @pintusarker3286 2 года назад +5

    অসাধারণ আপনার গান । যতবার শুনি শুধু শুনতে ইচ্ছে করে বার বার

  • @ramanichakma1555
    @ramanichakma1555 2 года назад +3

    মা -মেয়ের সুন্দর যুগল গান।লিজেন্ড সন্ধ্যাজীকে অনেক নমষ্কার আর মেয়েকে অনেক শুভেচ্ছা।

  • @tapashghosh7459
    @tapashghosh7459 2 года назад +50

    সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে সৌমি কে কেন গানের আসরে দেখি না ? গলা তো বেশ ভালোই। আমরা সৌমির গানে সন্ধ্যা মুখোপাধ্যায় কে খুঁজতে পারব, যদি উনি ওনার গান ইউ টিউবে লোড করেন । একটু ভেবে দেখার অনুরোধ রাখছি সৌমির কাছে ।
    আর সন্ধ্যা মুখোপাধ্যায় আমার অত্যন্ত কাছের ও প্রিয় শিল্পী ছিলেন এখনও সন্ধ্যা তারা, চিরদিন থাকবেন সঙ্গীত রসিকদের অন্তরে ।
    🙏🙏🙏

  • @advaitavedanta3249
    @advaitavedanta3249 2 года назад +17

    খুব সুন্দর গান। খুব ভালো লাগল। এই বয়সেও এই কিংবদন্তী শিল্পী এই রকম অসাধারণ গাইছেন, ভাবা যায়না।

  • @MirzaAbuJafarMirzaAbuJafar
    @MirzaAbuJafarMirzaAbuJafar 5 месяцев назад +3

    এই অমর কথাভিত্তিক গানটি যে কতবার শুনেছি,তার ইয়ত্তা নেই! যতবারই শুনিনা কেন,তবুও মনে হয় আরো বেশী বেশী ক'রে শুনি,কিছুতেই যেন মন ভরেনা!অসাধারণ কথা,চমৎকার শ্রুতিমধুর সুর-তালের ব্যঞ্জনা যেন সমগ্র পরিবেশকেই আবেগাপ্লুত ক'রে তোলে!!

  • @debabratadas4683
    @debabratadas4683 3 года назад +7

    সত্যিই কি অপূর্ব উপস্থাপনা,মা মেয়ে মিলে কালজয়ী গান শোনার সুযোগ করে দিলেন, বাহ্, বাঃ,সহস্র প্রণাম গীতশ্রী সন্ধ্যাদিদি,ভালো থাকুন।

  • @iqbaltouhid6371
    @iqbaltouhid6371 3 года назад +35

    অনেক অনেক শুভকামনা রইল, উভয়ের জন্যই, কঠিন কষ্টের মাঝেও অনেক আনন্দ আছে, কান্নায় ভেঙে গেল বুকের ভেতরটা, ধন্যবাদ শিল্পী কে

    • @mitamitra6855
      @mitamitra6855 3 года назад +1

      গানটা আমার খুবই ভাল লাগে তার থেকেও ভাল লাগে সনদা দিদিভাইকে উনি তো আমার জীবণ

    • @biplobsaha3524
      @biplobsaha3524 3 года назад +1

      @@mitamitra6855 অআইঈউ

    • @biplobsaha3524
      @biplobsaha3524 3 года назад +1

      @@mitamitra6855খুঐঞমপ

    • @biplobsaha3524
      @biplobsaha3524 3 года назад +1

      আম আদমি সরকারের কঙথথমহড়মযরঢ়য় কি করব বুঝতে পারছিনা ঊ

    • @souravbhuniya9850
      @souravbhuniya9850 2 года назад +1

      Chub valo thekban

  • @IR_Shorts24
    @IR_Shorts24 2 года назад +3

    সত্যিই এই গান টি যখনোই শুনি গায়ের লোম দাঁড়িয়ে যাই চোখ দিয়ে জল গড়িয়ে পরে। অসাধারণ.......

  • @shamimamondal3811
    @shamimamondal3811 2 года назад +151

    আহা ! ভরে গেলো এ জীবন এই গান শুনে । ছোট বেলা থেকেই প্রিয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান । আজ নিজে মা হয়েছি ! তাই নুতন করে - অনুভব করছি । শিল্পী বেঁচে থাকবে , তার গানের কথার সুরে । 🎼🎻
    ------- আর মানুষ বেঁচে থাকবে ভালোবাসার
    বিসর্জনের দানে। ❣💓💕

    • @abhikhati6685
      @abhikhati6685 2 года назад +3

      এই ভাবেই এই গান টা কি আর শুনতে পাব কোন দিন ।কি ভালো যে লাগলো বোঝাই কেমনে ।

    • @sikhamondol4153
      @sikhamondol4153 2 года назад +3

      অনেক ভালো লাগলো

    • @DipikaDatta-ep6sw
      @DipikaDatta-ep6sw 21 день назад

      Kichu bolar bhasha nei oshadharon shreeshti❤❤❤❤

  • @syedabegum5955
    @syedabegum5955 2 года назад +164

    এই ভিডিও টি আমি কত বার দেখেছি বলে শেষ করতে পারবোনা,কারণ এই গানের সঙ্গে আমার জন্মের অনেক মিল রয়েছে,তিন বোনের পর যে দিন আমি জন্মে ছিলাম সেই দিন এই রকম ঘটনা ঘটে ছিলো।তবে আমার বাবা মা ভালো বেশে অনেক নাম রেখেছিলেন আমার,আমি তাদের যোগ্য সম্মান দিতে পেরেছি ।

    • @jonedev407
      @jonedev407 2 года назад +11

      যদিও গানটি মা ও মাকে নিয়ে।
      তারপরেও গানটা আমার খুব প্রিয়।
      ভালো থাকুক সকল মা।

    • @anitabhuimali884
      @anitabhuimali884 2 года назад +3

      We

    • @atunukarmakar
      @atunukarmakar 2 года назад +4

      Oòooo

    • @KajalHazra-mm1jj
      @KajalHazra-mm1jj 6 месяцев назад +1

      ❤,

    • @SukumarPanda-ly3qe
      @SukumarPanda-ly3qe 5 месяцев назад +1

      Naic

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 2 года назад +7

    💝👌💝👌💝👌💝👌💝👌
    👉যুগ যুগ চলতে থাকবে এই সব গানের সুর.....

  • @chhandabhowmik2782
    @chhandabhowmik2782 2 года назад +73

    কেনে হারিয়ে গেলেন কালের এই অতল গহ্বরে 😪ভালো থাকবেন সেই দুর আকাশের তারা হয়ে সুরসম্রাজ্ঞী❤

    • @abhrabanerjee9263
      @abhrabanerjee9263 Год назад

      দারুণ সুন্দর লাগলো গানটা শুনে আমার

    • @sujitdey3795
      @sujitdey3795 Год назад

      সবাই কে একদিন যেতে হবে

  • @tapashiganguly6370
    @tapashiganguly6370 Год назад +14

    আহা আহা! মন প্রাণ ভরে গেল। অদ্ভুত এক শিহরণ অনুভব করলাম। ভীষণ ভীষণ শান্তি পেলাম।

  • @SagorGhosh-s4o
    @SagorGhosh-s4o 9 месяцев назад

    মায়ের কোনো তুলনা হয় না,,,, ❤❤❤❤❤❤❤❤মা আমার জগত জননী ,, আমার পৃথিবী ❤❤❤❤❤❤❤❤❤

  • @apukabir5754
    @apukabir5754 2 года назад +12

    Amazing miracle , living legend,,we can not able to express our gratitude to mamatadi for arranging the programme. Thank you so much .

    • @manishadebnath3985
      @manishadebnath3985 2 года назад +1

      মাতৃসমা সুর সম্রাজ্ঞী শ্রদ্ধেয়া দিদি! চিরকাল আমাদের মরমে, মননে, জীবনে, স্মরণে অমর হয়ে থাকবেন! প্রণাম🙏
      সৌমী ম্যাডাম, আপনিও সুকণ্ঠের অধিকারিণী!
      মায়ের মেয়ে তো! নমস্কার!

  • @quaziquasem9647
    @quaziquasem9647 3 года назад +6

    What a wonderful song sung by sandha mukerjee and her daughter. Like it very much.

  • @ManjulaRoy-rt5vn
    @ManjulaRoy-rt5vn Год назад

    অসাধারণ!!!মন ছুঁয়ে গেলো ❤️❤️🙏🏻🙏🏻

  • @rabindramondol762
    @rabindramondol762 2 года назад +6

    অসাধারন মন ভরে গেল।

  • @crafterkudrat
    @crafterkudrat 4 года назад +8

    দারুন, অসাধারণ, চমৎকার একটি গান। আমি তোমায় ভীষণ ভালোবাসি মা।

  • @ckdatta1103
    @ckdatta1103 Год назад

    Super song! Tears come to my eyes. I have two daughters. Chinmay Datta, MD. USA

  • @somamukherjee3339
    @somamukherjee3339 3 года назад +17

    পুরনো দিনের যত গান শুনি ,সেগুলোতে মিউজিক ভীষণ শান্ত স্নিগ্ধ থাকে, গানের প্রতিটা কথা বোঝা যায়, আর এখনকার গান মানেই ঝাঁই ঝপর মিউজিক।আসলে পুরনো দিনের গায়ক গায়িকাদের সত্যি কারের দেবদত্ত কন্ঠ ছিল,সুর সাধনা সরগম ছিল ,তাই কন্ঠকে স্বরকে চাপা দেবার জন্য সরগোলের প্রয়োজনীয়তা ছিল না।বর্তমানে তো সবাই গায়ক তাতে কন্ঠ,সুর ,থাক আর না থাক,তাই তাদের এতো উচ্চরবে মিউজিকের প্রয়োজন পড়ে।

  • @johurabegum6869
    @johurabegum6869 Год назад +7

    মা যে কি এই কথাটা কাউকে বুঝানো যায়না ❤অনেক সুন্দর হয়েছে ❤❤

  • @subhasray7598
    @subhasray7598 2 месяца назад +2

    Ejan antarer Kotha.Waw what a song !.83 yrs old RTD Engineer from Bangalore/ Bengal

  • @shikhaghosh6664
    @shikhaghosh6664 3 года назад +5

    অসাধারণ । এই গানটি আমার খুবই পছন্দের ।বারবার শুনতে ইচ্ছে করে

  • @alivamitra874
    @alivamitra874 2 года назад +94

    আহা!অপূর্ব!মন ভরে গেল মা মেয়ের এই কালজয়ী গান শুনে।সন্ধ‍্যাতারা চিরকাল উজ্জ্বল দীপ্তি তে জলজল করবে সন্ধ‍্যাকাশে।শতকোটি প্রণাম আপনাকে 🙏🙏🙏🙏

  • @bagmitanandi3851
    @bagmitanandi3851 2 года назад +1

    অপূর্ব গান খুব সুন্দর মনদিয়ে শুনছি ।প্রণাম নেবেন ।যেখানে থাকুন ভালো থাকবেন ।

  • @shiulibiswas6279
    @shiulibiswas6279 4 года назад +40

    এই গানটা শুনতে খুব ভালো লাগে। সব সময় শুনতে ইচ্ছে হয়। কারণ মা এবং মেয়ের জীবন খুব ভালো ভাবেই বর্ণনা করা হয়েছে। গান টা শুনলে খুব ভালো লাগে ঠিকই কিন্তু চোখ এ জল আসে। খুব কষ্ট হয়। আসলে মেয়েদের জীবন তো এমনি। খুব ভালো গান টা।। সত্যিই এতোটা ভালো যে যতটা এর প্রশংসা করা যায় তাও কম। এই গানটা অসাধারণ অতুলনীয়।

    • @champabarman6762
      @champabarman6762 3 года назад

      Pranam

    • @mirzaabujafar7292
      @mirzaabujafar7292 3 года назад +1

      একটা শাশ্বত বাণীকে কত সহজ-সরল ভাষার মাধ্যমে সুরারোপিত ক'রে হৃদয়ের তন্ত্রীতে গিয়ে প্রচণ্ড একটা ধাক্কা দিতে পারে--এ গানটিই তার উৎকৃষ্ট নমুনা। সন্ধ্যা? আমি ব্যক্তিগতভাবে মনে সমগ্র পৃথিবীতেই শুধু একজন,দ্বিতীয় কেউ আর নেই,হবেও না।দীর্ঘজীবী হউন উনি,আমার একান্তই আন্তরিক আশীর্বাদ!

    • @rajarshisarkar166
      @rajarshisarkar166 3 года назад

      4a

    • @tarunroy6640
      @tarunroy6640 3 года назад

      দারুন আওজ‌ দারুন
      কিন্তু চোখের জল আটকানো য়ায় না

    • @santiranjansengupta4988
      @santiranjansengupta4988 3 года назад

      এই রকম আর শুনতে পাই না

  • @sayandipmajumder1621
    @sayandipmajumder1621 2 года назад +11

    অসাধারণ গান 👍 । সত্যিই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।

  • @moumitaadhikary4295
    @moumitaadhikary4295 2 года назад +1

    Mon vore gelo. Ona k soto koti pronaam

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 2 года назад +21

    গানের পাখি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আজ আর ইহো লোকে নেই। সুরের আকাশে পাড়ি দিয়ে না ফেরার দেশে অবস্থান করছে। ধরণীর বুকে আজীবন জ্বলজ্বল করবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী অমর কণ্ঠমাধুর্য। শিল্পী কে স্বশ্রদ্ধপ্রনাম।🙏🙏🎧🙏🌹🎧

    • @pranatigoswami9919
      @pranatigoswami9919 7 месяцев назад +2

      😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @abhaykumargochhayat493
    @abhaykumargochhayat493 2 года назад +46

    অসাধারণ ওনার গান, অসাধারণ ওনার কণ্ঠ সত্যি হৃদয় কে ছুঁয়ে যায়, উনি যে আমাদের মাঝে আর নেই খুবিই দুঃখের কথা কিন্তু ওনার গান চিরকাল থাকবে

  • @ranjitkrmukherjeerecitatio4044
    @ranjitkrmukherjeerecitatio4044 2 года назад +2

    আমার মাতৃসমা কিন্নর কন্ঠী। আমার জীবনের অনুপ্রেরণা। দেবী সরস্বতীর গান শুনি হৃদয় দিয়ে হৃদয় ভরে।

  • @BTS-je3tn
    @BTS-je3tn 2 года назад +54

    ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক।।🙏🙏

  • @chaitalisardar5479
    @chaitalisardar5479 Год назад +27

    ❤️ সন্ধ্যা মুখোপাধ্যায় মৃত্যু দিবসে জানাই শ্রদ্ধা ও প্রনাম 💐🙏 আমার মাও এই মাসে ছাব্বিশ তারিখ আমদের ছেড়ে পরলোকগমন করেছেন , মায়ের বিকল্প পৃথিবীতে আর কিছু আছে কি ,মা শুধু মাই হয় আমি মনে করি । 😭 🙏

  • @babyrecipechannel231
    @babyrecipechannel231 7 месяцев назад +1

    যারা মেয়ের মা তারাই জানে মেয়েকে পরের ঘরে পাঠানোর সময় বুকটা ভেতর থেকে কতটা দুমড়ে মুচড়ে ফেটে যায়। গানের ভাষা অসাধারণ,100% মেয়ের মা দের গান টা শুনে একটু হলেও চোখে পানি এসেছে।

  • @momibhattacharjee3445
    @momibhattacharjee3445 3 года назад +72

    I heard this song many times....but never feel this song. I felt it when I became mother of two daughters. Love this song very much 😍

  • @aparnasarkar7989
    @aparnasarkar7989 7 месяцев назад +33

    মুখে ভাষা নেই,আজ মা নেই, শুধু নীরবে চোখে জল আসছে। আমার প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।

    • @hosnaara1763
      @hosnaara1763 3 месяца назад

      মা,শব্দ, শোনলে,আমার, মধু,লাগে❤❤❤❤🥰🥰🥰🌹🌹🌹

  • @pulakeshmondal922
    @pulakeshmondal922 3 месяца назад

    মা ও মেয়ের যুগলবন্দি সত্যি সত্যিই আজও মন কেড়ে নেওয়া গান গেয়ে শোনালেন এমন যুগলবন্দি আর হয়না ।

  • @tufanmajee5438
    @tufanmajee5438 4 года назад +46

    Fantastic, wonderful, my favourite respected singer, thanks both of you. May you be long live, madam. May God bless you

  • @avirajghosh7942
    @avirajghosh7942 2 года назад +187

    আমরা আজ সন্ধ্যাহারা কিন্তু তিনি আছেন আকাশের ঐ সন্ধ্যাতারা হয়ে । উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুক। ওনার আত্মার চির শান্তি
    কামনা করি । 🖤🖤🖤🖤🖤

  • @dilipgupta6673
    @dilipgupta6673 Год назад

    Wonderful voice and singing...Goodluck by hearing this sing and voice.

  • @protivaroy9191
    @protivaroy9191 2 года назад +41

    The ever green singer, in other word, anybody may call by bulbul or cuckoo or nightingale , you are not only in Bengal but also in the famous country, India, whose singing reverberated down the plains, hills, rivers & the millions of hearts with tremendous success. Thanks---------------------🙏🙏🙏👍👍👍

    • @sushmitaghosh9832
      @sushmitaghosh9832 Год назад

      Wondrous lyrics and so very meaningful
      .Ma and daughter has such pathos brings tears to your eyes .

  • @sonalisengupta3887
    @sonalisengupta3887 2 года назад +89

    অসাধারণ গান, আমার খুব প্রিয় গান।সব মহিলাদের চির অমর গান। সন্মানিয়া শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সবার মণিকোঠায় চীর দিন অমর হয়ে বেঁচে থাকবেন।

  • @banglakobitaprovonjon2555
    @banglakobitaprovonjon2555 2 года назад

    খুবই ভালো লাগলো
    সত্যিই অসাধারণ
    চমৎকার ও রুচিশীল আয়োজন

  • @debkumarsarkar3896
    @debkumarsarkar3896 8 месяцев назад +27

    মৃত্যু দেহের হয় আত্মার ও কর্মের নয়।😊

  • @sukantapal4439
    @sukantapal4439 4 года назад +38

    পৃথিবীর সকল মা চিরকালের জন্যে অমর হয়ে থাকুক
    গানটা শুনে খুব সুন্দর লাগলো

  • @moumitachakraborty7754
    @moumitachakraborty7754 6 месяцев назад

    সত্যি আর শোনা যাবে না এই রকম গান ।।।।প্রণাম জানাই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কে।।।

  • @milansengupta2733
    @milansengupta2733 3 года назад +15

    দাদী মা আমাদের মনের মণিকোঠায় বিরাজমান ও থাকবেন চিরকাল।
    মাসী ও অপূর্ব কণ্ঠের অধিকারী।

  • @priyankadey9792
    @priyankadey9792 Год назад +6

    যত বার গান টা শুনি ততবার আরো শুনতে ইচ্ছে করে ।

  • @adwaitamaity4196
    @adwaitamaity4196 2 года назад +1

    অসাধারণ, যা কখনই ভোলার নয়। আপনি যেখানেই থাকো ভালো ও শান্তিতে থাকো।

  • @WisdomStockMarket
    @WisdomStockMarket 5 лет назад +31

    কি অপূর্ব গান গাইলেন ! কি অসাধারণ কথা । ভীষন আবেগ প্রবন হয়ে পরলাম । সত্যি কি মিষ্টি এই মা মেয়ের সম্পর্ক । খুব খুব ভালো লাগলো ।

  • @swastikbhattacharya3135
    @swastikbhattacharya3135 4 года назад +6

    খুব সুন্দর এই মা মেয়ের এই গান টা চোখে জল চলে আসে

  • @kalpanaroy7660
    @kalpanaroy7660 Месяц назад

    তোমার গাওয়া গান আমি মন্ত্র মুগ্ধের মত শুনি। খুব ভালো লাগে। সারাজীবন ধরে এই রকম গান করে যাও এই আশীর্বাদ র ইলো। ভালো থেকো।

  • @romamohammed1317
    @romamohammed1317 2 года назад +26

    শ্রদ্ধাঞ্জলি মা 🇧🇩 ধন্যবাদান্তে.. খুবই মুগ্ধকোর মা মে দুজনকেই অভিনন্দন 🌹🌹💞

  • @abhishekanyothervideo5172
    @abhishekanyothervideo5172 4 года назад +11

    অসাধারণ গান গিয়েছেন। খুব সুন্দর। এইরকম গান আর কখনো শুনিনি। আপনাদের ধন্যবাদ।

  • @dipadatta5236
    @dipadatta5236 2 года назад +2

    অপূর্ব মন ভরে গেল মা মেয়ের কালজয়ী গান।

  • @nanditamukherjee8278
    @nanditamukherjee8278 4 года назад +6

    Awesome,amazing, fantastic, God bless you,Mone ta vore gache

  • @kushdharchanal.4857
    @kushdharchanal.4857 4 года назад +13

    মা এবং বাবা পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু ।
    তাই মা-বাবার সাথে কারো তুলনা করতে নেই I LOVE YOU MOM AND DAD ..

  • @prantikdutta3324
    @prantikdutta3324 7 дней назад

    আমার সবার প্রিয় শিল্পী, শত কোটি প্রনাম জানাই সন্ধ্যা মুখোপাধ্যায় আপনাকে।

  • @kausumidasgupta3270
    @kausumidasgupta3270 2 года назад +70

    অনবদ্য। এ হল মা- মেয়ের চিরকালীন গান। ❤❤❤

  • @susmitaghosh740
    @susmitaghosh740 4 года назад +47

    হ্যাঁ মা
    তুমি ছাড়া আমার এমন একটা মুহূর্ত ও নেই যা আমার ভাল লাগে।তোমায় ছেড়ে আমি কোনও দিন ও বাঁচতে পারব না।এই গান গুলোর মধ্যে যেন তুমি জড়িয়ে আছ।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 9 месяцев назад

    " হৃদয়বতী শিল্পী আবেদনময়ী মা প্রনাম !

  • @sumitabasu3783
    @sumitabasu3783 2 года назад +107

    জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম। 🙏🙏🙏

  • @apareshdebroy8226
    @apareshdebroy8226 2 года назад +50

    গানের জগতে যে শূন্যতার শুরু হলো তা আর কোনোদিন পূর্ণ হবে না, একে একে সবাই সুরলোকে যাত্রা করছেন :শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁদের বিদেহী আত্মার চির শান্তি!

    • @Joydutta94
      @Joydutta94 2 года назад +1

      0bluetooth

    • @rahirahi6028
      @rahirahi6028 2 года назад +1

      q

    • @rahirahi6028
      @rahirahi6028 2 года назад +1

      1

    • @rahirahi6028
      @rahirahi6028 2 года назад

      Q

    • @apurbaroy1092
      @apurbaroy1092 6 месяцев назад

      আমি যদি পারতাম, ওনার বিনিময়ে আমি দেহত্যাগ করতাম। প্রিয় মানুষের জন্য।

  • @anitaghosh4555
    @anitaghosh4555 2 года назад +4

    গীতশ্রী চিরদিন আমাদের সবার জন্য থাকবেন তাঁর মিষ্টি গান নিয়ে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @durbasen5452
    @durbasen5452 4 года назад +9

    Ahaaaa sera gaan...maa er jonyo oneek valobasa....love you lots❤❤

  • @niharbasu6004
    @niharbasu6004 Год назад +40

    উনি সন্ধ্যাতারা হয়ে চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের অন্তস্থলে। আমি ওনাকে ওনার, ২৫বছর বয়সের চেহারা দেখেছি কলেজে পড়ার সময়।

  • @miramaiti2649
    @miramaiti2649 4 месяца назад

    খুব সুন্দর গাইলে মনি। সঙ্গে তোমার গুরুজী। ওনাকে আমার শ্রদ্ধা ও নমস্কার। বাদ্যযন্ত্রে যাঁরা, তাঁরাও দারুণ সঙ্গত করেছেন।

  • @smcomoles4986
    @smcomoles4986 3 года назад +8

    সত্যি অসাধারণ লাগলো, মনটা ভরে গেল। ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে।

  • @mhasan7068
    @mhasan7068 4 года назад +14

    সনধা ম্যাডাম এর গান আমার খুব ভালো লাগে।মেয়ের গান ও বেশ ভালো।

  • @NirdipRoy-ov4ul
    @NirdipRoy-ov4ul 3 месяца назад

    অপূর্ব মিষ্টি কন্ঠস্বরের অধিকারী He should be much more encouraged Immense thnx for the artist n all

  • @tapashghosh7459
    @tapashghosh7459 2 года назад +173

    বিরলের মধ্যে বিরল এক মহান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় । যোগ্য মায়ের যোগ্য মেয়ের যুগলবন্দি । 🙏🙏🙏🙏🙏

  • @shoumya25
    @shoumya25 4 года назад +7

    Excellent song with mind blowing lyrics, a good moral for this society, moreover such a sweet tune from the legendery singer

    • @paramitamaiti8562
      @paramitamaiti8562 4 года назад

      Excellent mind blowing lyrics such as sofisticated tune from the legendary singer and both

  • @krishnachoudhury8063
    @krishnachoudhury8063 2 года назад +2

    আমি তো এক জন মা আমার মনে হয় আমার কাছে এ গান সব মায়ের কাছেই চিরকাল‌ ই মনে থেকে যাবে ।আমার চির ভালো বাসা আমার আর এক মা।

  • @mousumiray2118
    @mousumiray2118 2 года назад +30

    সত্যি এই গান শুনে মায়ের কথা মনে পরছে,আজ আমার জন্মদিন,মা থাকলে মনে রাগতো

  • @hariprasadpaul7463
    @hariprasadpaul7463 Год назад +33

    সন্ধ্যা মুখোপাধ্যায় ও তাঁর যোগ্য কন্যা সৌমি কে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তোমাদের গানের মাধ্যমে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। গান শুনে মনটা ভরে গেল।

  • @sunilbanerjee6073
    @sunilbanerjee6073 Месяц назад +3

    অসাধারণ একটা গান তার চেয়ে অসাধারণ মা মেয়ের দৈতকনঠসর

  • @rohulamin3610
    @rohulamin3610 4 года назад +20

    চখে পানি এসে গেল। আমিন বাংলাদেশ। জেদ্দা থেকে। আমি ছোট বেলা তেকেই সনদদা। হেমনতো। মাননা দে
    লতা। আশা। অনোপ গোসাল। জগয়নমিতো।আরও অনেকের গান শোনা হত অনেক ছোট বেলা থেকেই। আজও ছারতে পারি নাই

  • @payelpatra5364
    @payelpatra5364 5 лет назад +346

    অপূর্ব । চোখে জল এসে গেল ।পৃথিবীর সকল মা বেঁচে থাকুক হাজার হাজার বছর । 😭😢😢। 🙏🙏 মা।

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 Год назад

    গানটি যদিও ইতোপূর্বে একটা লাইভ অনুষ্ঠানে উপভোগ করেছি,তবুও নতুন ক'রে আবারও ভালো লাগলো আমার পরম শ্রদ্ধাভাজন এবং সুপ্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তাঁরই গর্ভজাত মেয়ের কন্ঠে!

  • @sudipghosh7070
    @sudipghosh7070 4 года назад +23

    Very sentimental song. It will remain for ever

  • @informativetips7454
    @informativetips7454 3 года назад +22

    অভিনন্দন প্রিয় মা' এমন সুন্দর একটা পারফরম্যান্স করার জন্য । শুভ কামনা থাকলো । ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি ।😍😍❤️❤️👈👈

    • @milidas1674
      @milidas1674 3 года назад +1

      Khub sundar gan

    • @mdjalil6868
      @mdjalil6868 3 года назад

      ruclips.net/video/7QbJyJgIU0M/видео.html

  • @ilaroy4337
    @ilaroy4337 7 месяцев назад

    গানের প্রতিটি কথা খুব সুন্দর, এই গানটি তে মা মেয়ে র মধুর সম্পর্ক যে কতটা জড়িয়ে আছে সেটা, তারাই বুঝতে পারে।❤❤❤

  • @mallikakabi5792
    @mallikakabi5792 2 года назад +70

    সন্ধ্যা মুখপাধ্যায়কে শত কোটি প্রনাম🙏🙏🙏🙏 মা মেয়ের সম্পক যেন অমর হয়ে বেঁচে থাকুক❤❤