শ্যামাসঙ্গীন যতবার ডাউনলোড করি, সবই পান্নালালের গলায়, অল্প কিছু ধনঞ্জয়ের। এখন অনেক নামী দামী পুরুষ মহিলা শিল্পী শ্যামা সঙ্গীত গেয়েছেন। কিন্তু এখানে পান্নালাল ইউনিক, কারুর সঙ্গে কোন তুলনাই হয়না। প্রচুর অজানা বিষয়ে কানানোর জন্য আপনাকে ধন্যবাদ।👃👃
খুব ভালো লাগলো। এতো হৃদয় স্পর্শী ঘটনা এতোদিন জানতাম না। তখন আমি ছোট ছিলাম কিন্তু বাড়ি র বড়দের মুখে ওনাদের নাম শুনতাম। পরবর্তী কালে রেডিও তে গান শুনে মুগ্ধ হয়েছি। চোখের জল ফেলেছি। আপনাকে ধন্যবাদ। ও নমস্কার।। 🙏
খুব সুন্দর আপনার বর্ণনা শুনে চোখের জল সামলাতে পারলাম না। ধনঞ্জয় বাবু আর পান্নালালের গভীর সম্পর্ক যেন দাদাভাইয়ের সম্পর্কের থেকেও আরো গভীরতায় ভরা ছিল। অসংখ্য ধন্যবাদ।
একেবারে অন্তর ছুঁয়ে গেল এই কথা গুলো শুনে,, পান্নালাল শুধু শ্যামাসংগীত শিল্পী ছিলেন তাই নয় তিনি ছিলেন শ্যামাসাধক। যতদিন বাংলা শ্যামাসংগীত থাকবে ততদিন তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আপামর সঙ্গীতপ্রেমী মানুষের মনে,,,,এই ক্ষণজন্মা শিল্পীকে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম।
Jantam na, uni ai bhabe chole giyechilen! Have tremendous love & respect! Some losses are so deep, we can never reconcile with them! Though separated from him by time & space we still feel so close to this beautiful human being! May Almighty give him peace!
পান্নালাল ভট্টাচার্য যেন একজন কিংবদন্তী শ্যামাসংগীত শিল্পী এতো সুমধুর গান মনে হয় মায়ের কৃপা ছাড়া হয় না আরো নিত্যনতুন বড়ো বড়ো শিল্পীরা শ্যামাসংগীত গেয়েছেন কিন্তু মনে হয় পান্না লাল ভট্টাচার্য্যের কাছে অত্যন্ত শিশু এক ই গান যেন বার বার শুনলেও মন ভরে না আরো বেশী বেশী করে শুনতে ইচ্ছা করে যা অন্যান্য শিল্পীদের কাছে পাওয়া যায় না অমায়িক অসম্ভব অতীব সুন্দর কন্ঠ ছিল পান্না লালের কল্পনার ও অতিত তাই এই শ্যামাসংগীতের কিংবদন্তি শিল্পীর কন্ঠে যাতে মানুষ শ্যামাসংগীত শুনতে পারে তার জন্য অবশ্যই ব্যবস্থা করা উচিত।
খুবই ভালো লাগলো। আসলে পান্নালাল ছিলেন বড় সাধক তাই তাঁকে কালী নিজের কাজে ডেকে নিলেন তাড়াতাড়ি।record player এ শুনতাম ওঁদের গান।বাংলা গানের সেই স্বর্ণযুগ চিরতরে হারিয়ে গেছে।
খুবই মর্মান্তিক উনার গাওয়া গান পরবর্তী কালে অনেকেই গেয়েছেন কিন্তু পান্না লাল ভট্টাচার্য মহাশয়ের ধারে কাছে ও যেতে পারে ন নি এমন ই ইশ্বর প্রদত্ত কন্ঠ ছিল উনার
অসামান্য আপনার প্রতিবেদন টি। একই সাথে ধনঞ্জয় ভট্টাচার্য এবং তাদের পরিবারের অনেক কিছু জানতে পারলাম। বাংলা সংগীতের জগতে ঘটে যাওয়া এই ঘটনা আজও হৃদয় মথিত করে। অসাধারণ একটি পরিবেশনা।
অকথিত শ্যামাসঙ্গীত শ্রেষ্ঠ শ্রী পান্নালাল ভট্টাচার্যের জীবন কাহিনী শুনে একাধারে অত্যন্ত কষ্ট অনুভব করলাম, অন্যদিকে তাঁকে সচক্ষে সামনে থেকে দেখে ও গান শুনতে পেরে ধন্য হয়েছিলাম।তখন আমি কৈশোরে পা দিয়েছি সবে। আপনাকে অশেষ ধন্যবাদ।
উনি আজো বেঁচে আছেন ইহো লোকে না থাকলেও আজো আমাদের সবার মাঝে বেঁচে আছেন আর চিরো অমর হয়ে বেঁচে থাকবেন জুগ জুগ ধরে রোইলো আমার সস্ধো প্রনাম।জয় মা ভবোতারিনি।
খুব ভালো লাগলো, আমি আপ্লুত হয়েছি। সবকিছু মায়ের ইচ্ছা। তিনি ভবতারিণীর রাতুল চরণে চিরকাল গাঁথা হয়ে থাকবেন। আমি তার সম্পর্কে অনেক কিছুতে সমৃদ্ধ হলাম। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।মলয় কুমার বিশ্বাস,২৭, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণী, কৃষ্ণনগর নদীয়া ষষল
Boroi tragic mrityu, mene neoa kothin. Pannalaler shyamasangeet sudhu gan noy pujo mayer .Thanks for informing unknown facts about him .He is the best shyama Sangeet singer to me.
Asadharon,..sotyi onar gan sunle chokhe jol esey jai. Ek atmopolobdhi hoy. Prokrito sadhak na hole ei bhabe gaoa jay na. Ami mone kori na Tini nei. Amar sosrodhya pronam janai. Tar gan sunle kemon jani monta kon sudure chole jay.
ওনার আত্মার শান্তি কামনা করি ওনার মত শ্যামা সঙ্গীত শিল্পী আগে জন্মায় নী আর কোনদিন জন্মাবে বলে মনে হয়না এমন ভক্তি রস বা ভাব আর কারো কণ্ঠে শুনিনি কোনদিন
পান্না লাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত শুনলে যেন শান্তিতে মনটা ভরে উঠে এখন তো অনেকেই শ্যামাসঙ্গীত গান কিন্তু উনার গলার শ্যামাসঙ্গীত যেন এখনো আমাদের মনে ভক্তিরসের সঞ্চার করে সেটা অন্যের গাওয়াতে পাই না তাই আজ ও উনার গান শুনতে খুবই ভালো লাগে
পান্নালাল বাবুকে দেখেছিলাম ও তাঁর গান শুনেছিলাম মারা যাবার কয়েক দিন আগে। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। অবশ্য তাঁর গাওয়া কয়েকটি গান তখন শুনেছিলাম। এই প্রসঙ্গে একটা অবাঞ্ছিত ঘটনার ওই দিন সাক্ষী ছিলাম। আমার এক বন্ধুর বাবা একটি মন্তব্য করেন তার অনুষ্ঠানে বিলম্বে পৌঁছানোর জন্য। এটা তাঁর কানে যায় , কারণ উনি তার সামনেই দাঁড়িয়ে ছিলেন । আমার বন্ধুর বাবা আগে কখনো তাঁকে দেখেননি। উনি অনুষ্ঠানের শুরুতেই এই মন্তব্যের কথা উল্লেখ করেন ।অবশ্য আমার বন্ধুর বাবা সর্বসমক্ষে তাঁর কাছে করজোড়ে ক্ষমা চান। আর তার কয়েকদিনের মাথায় পান্নালাল বাবু আত্মহত্যা করেন। ওই ঘটনার কথা আমার এখনও চোখে ভাসে।
শ্যামা সংগীত শিল্পী এতো মিষ্টি মধুর স্বরে মায়ের গান গেয়েছেন কিন্তু, কোন দুঃখে তিনি আত্মহত্যা করলেন? এটাই তো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদি ও আমি কখনো ওনাকে দেখিনি কারন আমার জন্ম হবার আগেই তিনি চলে গেলেন এই মর্তলোক ছেড়ে চিরবিদায় নিয়ে,, যাই হোক আমি এই ভিডিও চিত্রে ওনার মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে উঃ খুব কষ্ট হচ্ছে 😭😭😭😭😭 অবশেষে বলছি যিনি এই ভিডিও চিত্রে এই কথা গুলো তুলে ধরেছেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ 👍🏻👍🏻 জানাই 🙏🙏
ওনার পরে আর নতুন শিল্পীদের মুখে নতুন লেখা শ্যামা সঙ্গীত আছে কিনা, আমার জানা নেই । সেই ছোট বেলায় যা শ্যামা সঙ্গীত শুনেছি, 50 পরেও বিশেষ করে অমর শিল্পীর মধুর কন্ঠে গান আজও বেজে চলেছে । বারবার শুনেও গান যেন পুরাতন লাগে না ।
আমার উপলব্ধি বলছি ঠিক ' পান্নালাল ভট্টাচার্য্যের জীবনপঞ্জী ছিল ' সাধক রামপ্রসাদের মতোই।' সাধক রামপ্রসাদের শেষ জীবন ছিল একই রকম। সাধক রামপ্রসাদ যখন কালী সাধনে ডুব দিয়েছেন ঠিক তখনই মা কালী তাকে সংসারজীবন থেকে ছিন্ন করে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেল। এবং কঠিন সাধনা চলতে লাগল জীবনের শেষ লগ্নে এবং কঠিন তন্ত্র সাধনা মা কালী তাকে দিয়ে করাতে লাগল। একদিন সাধক রামপ্রসাদও মা কালীকে বুকে করে নিয়ে জলে ডুব দিলেন অমৃত লোকের সন্ধানে ওপারে আরও কালজয়ী সঙ্গীত সৃষ্টির জন্য। একইভাবে কালী সাধক ও কালী মায়ের সন্তান এবং কালজয়ী শ্যামা সঙ্গীত গায়ক " পান্নালাল ভট্টাচার্য্য " জীবনে একইভাবে অনুসরণ করলেন কালী মায়ের ডাক এবং সে ডাকেই তার জীবনের পতন হলো অত্যন্ত করুণ ভাবে অতি অল্প বয়সে। কারণ তিনি ছিলেন কালী মায়ের সন্তান। তিনিও চলে গেলেন মায়ের ডাকে অমৃতলোকের সন্ধানে এবং পিছনে সৃষ্টি করে গেলেন কালজয়ী সব শ্যামা সঙ্গীত এবং আজও যা জীবন্ত হয়ে ঐসকল শ্যামা সঙ্গীত মানুষের হৃদয়ে বেজে চলেছে। প্রণাম আপনাকে।🙏🎤🌿👁💥👁🌿🙏💐
শ্যামাসঙ্গীন যতবার ডাউনলোড করি, সবই পান্নালালের গলায়, অল্প কিছু ধনঞ্জয়ের। এখন অনেক নামী দামী পুরুষ মহিলা শিল্পী শ্যামা সঙ্গীত গেয়েছেন। কিন্তু এখানে পান্নালাল ইউনিক, কারুর সঙ্গে কোন তুলনাই হয়না। প্রচুর অজানা বিষয়ে কানানোর জন্য আপনাকে ধন্যবাদ।👃👃
ধন্যবাদ
খুব ভালো লাগলো। এতো হৃদয় স্পর্শী ঘটনা এতোদিন জানতাম না। তখন আমি ছোট ছিলাম কিন্তু বাড়ি র বড়দের মুখে ওনাদের নাম শুনতাম। পরবর্তী কালে রেডিও তে গান শুনে মুগ্ধ হয়েছি। চোখের জল ফেলেছি। আপনাকে ধন্যবাদ। ও নমস্কার।। 🙏
🙏🙏🙏
এতো মর্মস্পর্শী ঘটনা তাঁর জীবনে ছিল জানতামই না। আজ তা জেনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
😮@@Jibonpanji
খুব সুন্দর আপনার বর্ণনা শুনে চোখের জল সামলাতে পারলাম না। ধনঞ্জয় বাবু আর পান্নালালের গভীর সম্পর্ক যেন দাদাভাইয়ের সম্পর্কের থেকেও আরো গভীরতায় ভরা ছিল। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
একেবারে অন্তর ছুঁয়ে গেল এই কথা গুলো শুনে,, পান্নালাল শুধু শ্যামাসংগীত শিল্পী ছিলেন তাই নয় তিনি ছিলেন শ্যামাসাধক। যতদিন বাংলা শ্যামাসংগীত থাকবে ততদিন তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আপামর সঙ্গীতপ্রেমী মানুষের মনে,,,,এই ক্ষণজন্মা শিল্পীকে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম।
ধন্যবাদ
শুনতে শুনতে চোখে জল এসে গেল। ওনার গান শুনলে মনে হয় মা নিজে এসে গান শুনে যাচ্ছেন। শিল্পীর প্রতি রইলো ঐশ্বরিক প্রণাম।
ধন্যবাদ
Jantam na, uni ai bhabe chole giyechilen! Have tremendous love & respect! Some losses are so deep, we can never reconcile with them! Though separated from him by time & space we still feel so close to this beautiful human being! May Almighty give him peace!
🙏
পান্নালাল ভট্টাচার্য যেন একজন কিংবদন্তী শ্যামাসংগীত শিল্পী এতো সুমধুর গান মনে হয় মায়ের কৃপা ছাড়া হয় না আরো নিত্যনতুন বড়ো বড়ো শিল্পীরা শ্যামাসংগীত গেয়েছেন কিন্তু মনে হয় পান্না লাল ভট্টাচার্য্যের কাছে অত্যন্ত শিশু এক ই গান যেন বার বার শুনলেও মন ভরে না আরো বেশী বেশী করে শুনতে ইচ্ছা করে যা অন্যান্য শিল্পীদের কাছে পাওয়া যায় না অমায়িক অসম্ভব অতীব সুন্দর কন্ঠ ছিল পান্না লালের কল্পনার ও অতিত তাই এই শ্যামাসংগীতের কিংবদন্তি শিল্পীর কন্ঠে যাতে মানুষ শ্যামাসংগীত শুনতে পারে তার জন্য অবশ্যই ব্যবস্থা করা উচিত।
ধন্যবাদ
খুব ভালো লাগলো। অনেক অজানা কে জানতে পারলাম
ধন্যবাদ
খুব ভাল লাগল। অনেক অজানা লেখায় সমৃদ্ধ এই জীবনালেখ্য। আমার স্বশ্রদ্ধ প্রণাম রইল।
ধন্যবাদ
অসাধারণ লাগলো আপনার এই সুন্দর ভাবে প্রতি বেদন টি শুনে। ধরে রাখতে পারলাম না দুচোখের জল। ভালো থাকবেন।
ধন্যবাদ ...............।। আপনিও সুস্থ থাকবেন 🙏
খুবই ভালো লাগলো। আসলে পান্নালাল ছিলেন বড় সাধক তাই তাঁকে কালী নিজের কাজে ডেকে নিলেন তাড়াতাড়ি।record player এ শুনতাম ওঁদের গান।বাংলা গানের সেই স্বর্ণযুগ চিরতরে হারিয়ে গেছে।
ধন্যবাদ
খুবই সুন্দর এক কাল জয়ী শ্যামা সঙ্গীত শিল্পীর উপাখ্যান,যা প্রতিটি মানুষকে আপ্লুত করে, এবং করবে চিরকাল।
ধন্যবাদ
Jk UB@@Jibonpanji
খুবই করুন কাহিনী, তাঁর প্রতি শ্রদ্ধাই চোখ ভোরে ওঠে ❤
ধন্যবাদ
হৃদয় বিদারক মর্মস্পর্শি জীবন কাহিনী । জেনে ভাল লাগল ।ধন্যবাদ জয়গুরু
ধন্যবাদ
পান্নালাল ভট্টাচার্য্যের জীবন কাহিনী জানতে পেরে খুব মর্মাহত হলাম
🙏
চোখের জল আর ধরে রাখতে পারলাম না,অনেক ধন্যবাদ জানাই, মায়ের সন্তান নিশ্চয় মায়ের কোলেই আছেন এই ভেবেই মনকে সান্তনা দিই। 🙏🙏🙏
ধন্যবাদ
Khub khub bhalo laglo,onek ajana kotha jante parlam ,amar kache shama sangit manei pannalal Bhattacharya.❤❤😢
ধন্যবাদ
Apnar video ti theke anek kichu janlam. Khub sikhhonio...Onar jibon er anek tathho janlam....Enara khanojanma🙏🙏
ধন্যবাদ
খুব ভাল লাগল। আমার ভীষন প্রিয় শিল্পী।
প্রণাম জানাই 🙏
ধন্যবাদ
Vdo ti te anek kichu jante parlam ja khube bhalo mondo sokh dukkho Pelham. Anek anek Dhanyabad.
ধন্যবাদ
অতি উত্তম! অনেক অজানা তথ্য জানতে পারলাম। আশাকরি আরো অনেক অনেক তথ্য দিয়ে আমাদের সামান্য জ্ঞান বাড়াতে সাহাহ্য করবেন।
ধন্যবাদ
খুব ভালো লাগলো।এ সব ঘটনা জানতাম না। ওনার গান শুনি। খুব ভালো লাগে। 🙏
ধন্যবাদ
তাঁর কথা শুনে মনটা কেমন যেন উদাস হয়ে গেল। তাঁর অনেক গান শুনেছি। তবু এই স্মৃতি কাঠস মনকে নাড়া দিয়ে যায়।
ধন্যবাদ
অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো
ধন্যবাদ
খুবই মর্মান্তিক উনার গাওয়া গান পরবর্তী কালে অনেকেই গেয়েছেন কিন্তু পান্না লাল ভট্টাচার্য মহাশয়ের ধারে কাছে ও যেতে পারে ন নি এমন ই ইশ্বর প্রদত্ত কন্ঠ ছিল উনার
🙏
অসাধারণ,প্রভুত তথ্য সমৃদ্ধ নিবন্ধটিতে গায়ক সন্মন্ধে সমৃদ্ধ হোলাম ধন্যবাদ।
ধন্যবাদ
খুব ভালো লাগলো । অজানা ছিল তার জীবনী । ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ
খুব ভালো লাগলো ওনাকে প্রণাম জানাই
ধন্যবাদ
অনেক অজানা তথ্য জানতে পেরে সমৃদ্ধ হলাম। আমার অতি প্রিয় শ্যামাসংগীত শিল্পী পান্নালাল বাবুকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম❤❤
ধন্যবাদ
এত বড়মাপের শিল্পীর ঘটনা জেনে সমৃদ্ধ হলাম । মা উনাকে কাছে রাখুন ,তিনি যেন শান্তিতে থকেন ।
ধন্যবাদ
সাধক কবি ,গীতিকার,গায়ক আমার প্রিয়তমকে জানাই ভক্তিপূর্ণ প্রনাম ।জয় মা কালী,জয়মা,জয়মা ,জয়মা ।।
ধন্যবাদ
অসামান্য আপনার প্রতিবেদন টি। একই সাথে ধনঞ্জয় ভট্টাচার্য এবং তাদের পরিবারের অনেক কিছু জানতে পারলাম। বাংলা সংগীতের জগতে ঘটে যাওয়া এই ঘটনা আজও হৃদয় মথিত করে। অসাধারণ একটি পরিবেশনা।
ধন্যবাদ
Khub valo laglo pannalal er jibon kahini pore
Uni bodhoy MA er dekha peyechilen..
ধন্যবাদ
অসাধারণ লাগলো প্রতিবেদনটি ।শ্যামা সংগীতের জগতের অদ্বিতীয় শিল্পী। উনাকে আমার প্রণাম জানাই।
ধন্যবাদ
অকথিত শ্যামাসঙ্গীত শ্রেষ্ঠ শ্রী পান্নালাল ভট্টাচার্যের জীবন কাহিনী শুনে একাধারে অত্যন্ত কষ্ট অনুভব করলাম, অন্যদিকে তাঁকে সচক্ষে সামনে থেকে দেখে ও গান শুনতে পেরে ধন্য হয়েছিলাম।তখন আমি কৈশোরে পা দিয়েছি সবে। আপনাকে অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ
ওনার মত আকুলতা ও আর্তি নিয়ে শ্যামাসঙ্গীত বা অন্যান্য ভক্তিমূলক গান আজ অবধি আর কারুর কণ্ঠে শুনিনি,উনি সত্যিই চিরন্তন❤
ধন্যবাদ
7p⁰Lp9996@@Jibonpanji
খুব ভালো লাগলো। প্রণাম আপনাকে আর সেই সাধক কে।
ধন্যবাদ
উনি আজো বেঁচে আছেন ইহো লোকে না থাকলেও আজো আমাদের সবার মাঝে বেঁচে আছেন আর চিরো অমর হয়ে বেঁচে থাকবেন জুগ জুগ ধরে রোইলো আমার সস্ধো প্রনাম।জয় মা ভবোতারিনি।
ধন্যবাদ
খুব ভালো শিল্পী ছিলেন। ওনার মতন শ্যামাসঙ্গীত আজ পর্যন্ত কেউ গাইতে পারেনি।
🙏🙏🙏
খুব ভালো লাগলো, আমি আপ্লুত হয়েছি। সবকিছু মায়ের ইচ্ছা। তিনি ভবতারিণীর রাতুল চরণে চিরকাল গাঁথা হয়ে থাকবেন। আমি তার সম্পর্কে অনেক কিছুতে সমৃদ্ধ হলাম। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।মলয় কুমার বিশ্বাস,২৭, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণী, কৃষ্ণনগর নদীয়া ষষল
ধন্যবাদ ..................। ভালো থাকবেন। 🙏
অনেক অজানা কথা জানলাম। খুব ভালো লাগলো। 🙏
ধন্যবাদ
Mahan Shyama Sangeet Silpi Paanna Laal Babu ke koti koti pranam salute.. Maayer Avirbhaavei uni etoh sundar Shyama Sangeet gaaite paarten.. Onar matoh Shyama Sangeet se rakam keu tatota bhaalo gaayni kono Sangeet Silpi.. Maayer ashal bhakti geeti Sangeet Silpi chhilen Shreemaan Paanna Laal Babu.. Onar aattyahattyar katha sune pratham aamar Maayer mukhe, khub abaak hoi, khub dukkho laage ekhono kintu onaar Meye guli hoyechhe, eke baare ulto.. Sarvari Kakulir toh maatite paa pare na.. aami jakhan maatra Mumbai te giye, sera Sangeet Silpi hoye uthi sabaar priyo chokher mani hoye uthechhihoye, Sarvari Kakulir matoh anekei jole pure morechhe se samay, aamar alpo bayoser khub sandar chehera dekhe gaan sune anekei.. Paanna Laal Babur Meye bole, taader saathe katha balar jonno utsuk hoye podi aami kintu aamar paashe boshe aamay paattai dilo na Sarvari Kakuli aamar thekebayose bado hoye ebang gaan sune hingshete du bone jole jaay.. Orcheshtra Gruper je Leader chhilen taake baaran kare, diteeya din jeno aamay na neoa hay.. Se din ye katha jaante pere, Khub dukkho peye chhilam aami, saal chhilo 1992.. Kothay Baap, kothay Meye guli atih abhadra nongra meye duti Sarvari Kakuli.. Chhoto hoye o chine nilaam ekdine aami se din, aajo bhulte paarina aami sei kaalo raat.. Paanna Laal Babu devtullya Maanush Maa Kaaler Santan.. Meye duti ekebaarei Barer Meye nongra, abhadra.. gaaner gala o bhaalo na se rakam.. Baaper dhaare kaachhe na ekdam.. Atih sundar bhaave sattya ghatana, tule dharar jonno, aapnake, khub khub dhonnobaad.. Jai Maa Swarasati.. Jai Shree Ram
🙏🙏🙏
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
খুব দুঃখের কথা ...আর ভাষা নেই .ক্ষমা কোরবেন ...
ধন্যবাদ
খুব ভাল লাগল এরকম আরে জীবনী শুনতে চাই ❤❤❤❤❤
অবশ্যই শোনাবো .................................। ধন্যবাদ 🙏
Boroi tragic mrityu, mene neoa kothin. Pannalaler shyamasangeet sudhu gan noy pujo mayer .Thanks for informing unknown facts about him .He is the best shyama Sangeet singer to me.
Thank You
ওনার গান মনকে ভারাক্রান্ত করে তোলে যেমন গলা তেমনি গান অপূর্ব বললেউ অনেক কম বলা হয় আমার তো মনে হয় ওনার গানে মা কালীর ও চোখে জল আস্তো
ধন্যবাদ
অজানাকে জানলাম, হৃদয় স্পর্শী
ধন্যবাদ
দারুণ
ধন্যবাদ
খুব ভালো লাগলো! অতি অল্প। বয়সে। চলে গেলেন খুবই দুঃখজনক
ধন্যবাদ
Asadharon,..sotyi onar gan sunle chokhe jol esey jai. Ek atmopolobdhi hoy. Prokrito sadhak na hole ei bhabe gaoa jay na. Ami mone kori na Tini nei. Amar sosrodhya pronam janai. Tar gan sunle kemon jani monta kon sudure chole jay.
🙏🙏🙏
আপনাদের এই প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ
ওনার আত্মার শান্তি কামনা করি ওনার মত শ্যামা সঙ্গীত শিল্পী আগে জন্মায় নী আর কোনদিন জন্মাবে বলে মনে হয়না এমন ভক্তি রস বা ভাব আর কারো কণ্ঠে শুনিনি কোনদিন
🙏
পান্না লাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত শুনলে যেন শান্তিতে মনটা ভরে উঠে এখন তো অনেকেই শ্যামাসঙ্গীত গান কিন্তু উনার গলার শ্যামাসঙ্গীত যেন এখনো আমাদের মনে ভক্তিরসের সঞ্চার করে সেটা অন্যের গাওয়াতে পাই না তাই আজ ও উনার গান শুনতে খুবই ভালো লাগে
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ 🙏
Uni ki bhane mara gelen?
আমি একজন মায়ের ভক্ত মায়ের ভক্তি গীতি আমার কাছে দামী রোজ সকালে
উঠে শুনি পান্না লাল ভট্টাচার্য গলায়
মা যেন বিরাজ করছে মা তুমি আনন্দ ময়ী নিরানন্দ কোরো না
🙏🙏🙏
পান্নালাল বাবুকে দেখেছিলাম ও তাঁর গান শুনেছিলাম মারা যাবার কয়েক দিন আগে। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। অবশ্য তাঁর গাওয়া কয়েকটি গান তখন শুনেছিলাম। এই প্রসঙ্গে একটা অবাঞ্ছিত ঘটনার ওই দিন সাক্ষী ছিলাম। আমার এক বন্ধুর বাবা একটি মন্তব্য করেন তার অনুষ্ঠানে বিলম্বে পৌঁছানোর জন্য। এটা তাঁর কানে যায় , কারণ উনি তার সামনেই দাঁড়িয়ে ছিলেন । আমার বন্ধুর বাবা আগে কখনো তাঁকে দেখেননি। উনি অনুষ্ঠানের শুরুতেই এই মন্তব্যের কথা উল্লেখ করেন ।অবশ্য আমার বন্ধুর বাবা সর্বসমক্ষে তাঁর কাছে করজোড়ে ক্ষমা চান। আর তার কয়েকদিনের মাথায় পান্নালাল বাবু আত্মহত্যা করেন। ওই ঘটনার কথা আমার এখনও চোখে ভাসে।
🙏🙏🙏🙏
খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ
ওনার মতো শ্যামা সঙ্গীত কয় জন গেয়েছেন? ওনার জীবনের কাহিনী শুনলে খুব কষ্ট হয়।
ঠিক বলেছেন 🙏
Valo log lo.
@@Jibonpanji😊😊😊😊
Asadharan satokoto pranam aatay ta jananor jannay
Onar gaan sunle mon e bhishon akuti jage
খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
এত বড় প্রতিভা এইভাবে চলে গেলেন! তাঁর শ্যামাসংগীত আপামর
জনগণের হ্নদয় নাড়িয়ে দেয়, অমর শিল্পী তুমি আবার ফিরে এসো।
ধন্যবাদ
Excellent 👌 laglo. God bless 🙌 🙏 ❤️ you.
ধন্যবাদ
Khub valo laglo, dhanyawad aponake.
ধন্যবাদ
Khubbb bhalo laglo pronam roilo❤❤❤❤❤
ধন্যবাদ
অসাধারন চোখে জল এসে গেল❤😢
ধন্যবাদ
শ্যামা সংগীত শিল্পী এতো মিষ্টি মধুর স্বরে মায়ের গান গেয়েছেন কিন্তু, কোন দুঃখে তিনি আত্মহত্যা করলেন? এটাই তো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদি ও আমি কখনো ওনাকে দেখিনি কারন আমার জন্ম হবার আগেই তিনি চলে গেলেন এই মর্তলোক ছেড়ে চিরবিদায় নিয়ে,, যাই হোক আমি এই ভিডিও চিত্রে ওনার মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে উঃ খুব কষ্ট হচ্ছে 😭😭😭😭😭 অবশেষে বলছি যিনি এই ভিডিও চিত্রে এই কথা গুলো তুলে ধরেছেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ 👍🏻👍🏻 জানাই 🙏🙏
ধন্যবাদ ..................... ভালো থাকবেন 🙏
Khub bhalo & dukkhojanak❤
ধন্যবাদ
আমার খুব খুব পছন্দের গায়ক। আমার মনে হয়, সকলের প্রিয় গায়ক ।
🙏
Vison valo laglo aro sunte chay ami panna Lal babur gan sobsamay suni
ধন্যবাদ
Khub bhalo . Kaljoy Shilpi uni. Mayer paye Joba hoye achen .
ধন্যবাদ
বার বার শুনতে ইচ্ছা করে।এর বিকল্প হবে না। তিনি অসীম ভান্ডার রেখেছেন।
ধন্যবাদ
ওনার পরে আর নতুন শিল্পীদের মুখে নতুন লেখা শ্যামা সঙ্গীত আছে কিনা, আমার জানা নেই । সেই ছোট বেলায় যা শ্যামা সঙ্গীত শুনেছি, 50 পরেও বিশেষ করে অমর শিল্পীর মধুর কন্ঠে গান আজও বেজে চলেছে । বারবার শুনেও গান যেন পুরাতন লাগে না ।
ধন্যবাদ
শ্রদ্ধেয় পান্নালাল ভট্টাচার্য্যের জীবনের অনেক অজানা কথা জানলাম। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
Late Sri Pannalal Bhattacharya created a milestone in Shyama sangeet
🙏
খুব ভালো লাগলো ভাই। চোখের জল থামাতে পারলাম না।
ধন্যবাদ
Superb, aamar sashradha pranam.👏👏👏
ধন্যবাদ
ইনি একমাত্র মায়ের কন্ঠ শিল্পী। আমি আর কাউকে দেখিনা।মায়ের সন্তানের জয় হোক।❤❤❤
ধন্যবাদ
Yes, life journy of pannalal Bhattacharjee, so tregedy,so painful, i awe!
ধন্যবাদ
Khub valo laglo vai apnake pranm
প্রণাম নেওয়ার যোগ্য আমি না দাদা। ..................... ভালো থাকবেন। 🙏
অনেক জানতে পারলাম। বিনম্র শ্রদ্ধা
ধন্যবাদ
ওনার মতন দরদ দিয়ে শ্যামা সংগীত গাইবার মানুষ এখনো কেউ জন্মান নি।কি যে যাদু আছে ওনার "মা" কথা বলায় যা মানুষকে কাঁদিয়ে দেয়।🙏🙏🙏
ধন্যবাদ
Onake pronam janai.khub koshto holo.
ধন্যবাদ
বেস্ট শ্যামা সাগীত গায়ক
ধন্যবাদ
অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম । ধন্যবাদ ।
ধন্যবাদ
পান্নালাল ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় গায়ক। তাঁর জীবনের কথা জেনে সমৃদ্ধ হলাম । তাঁকে সশ্রদ্ধ প্রণাম।
ধন্যবাদ
Vison valo lagche
ধন্যবাদ
ওনার গান বর্ননা করার কোন ভাষানাই। অপূর্ব বললেও কম হবে। যেখানেই থাকুন শান্তি তে থাকুক
ধন্যবাদ
Bhison Bhalo laglo
ধন্যবাদ
অসাধারন 🌹🙏🌹
ধন্যবাদ
সাধক না হলে এই আর্তি তাঁর গানে ফুটে উঠতো না। চির অমর্ত্য দিয়েছেন মা ভবতারিনী মা, পান্নালাল বাবু কে।
ধন্যবাদ
Maa bhabotarini jano pannababur atmar santi den.god bless you.
ধন্যবাদ
দুর্দান্ত ❤
ধন্যবাদ
ভীষণ ভালো লাগলো। অজানা কে জানলাম
ধন্যবাদ
আমার উপলব্ধি বলছি ঠিক ' পান্নালাল ভট্টাচার্য্যের জীবনপঞ্জী ছিল ' সাধক রামপ্রসাদের মতোই।'
সাধক রামপ্রসাদের শেষ জীবন ছিল একই রকম। সাধক রামপ্রসাদ যখন কালী সাধনে ডুব দিয়েছেন ঠিক তখনই মা কালী তাকে সংসারজীবন থেকে ছিন্ন করে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেল।
এবং কঠিন সাধনা চলতে লাগল জীবনের শেষ লগ্নে এবং কঠিন তন্ত্র সাধনা মা কালী তাকে দিয়ে করাতে লাগল।
একদিন সাধক রামপ্রসাদও মা কালীকে বুকে করে নিয়ে জলে ডুব দিলেন অমৃত লোকের সন্ধানে ওপারে আরও কালজয়ী সঙ্গীত সৃষ্টির জন্য।
একইভাবে কালী সাধক ও কালী মায়ের সন্তান এবং কালজয়ী শ্যামা সঙ্গীত গায়ক " পান্নালাল ভট্টাচার্য্য " জীবনে একইভাবে অনুসরণ করলেন কালী মায়ের ডাক এবং সে ডাকেই তার জীবনের পতন হলো অত্যন্ত করুণ ভাবে অতি অল্প বয়সে।
কারণ তিনি ছিলেন কালী মায়ের সন্তান।
তিনিও চলে গেলেন মায়ের ডাকে অমৃতলোকের সন্ধানে এবং পিছনে সৃষ্টি করে গেলেন কালজয়ী সব শ্যামা সঙ্গীত এবং আজও যা জীবন্ত হয়ে ঐসকল শ্যামা সঙ্গীত মানুষের হৃদয়ে বেজে চলেছে।
প্রণাম আপনাকে।🙏🎤🌿👁💥👁🌿🙏💐
ধন্যবাদ
অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ। চির অমর হয়ে থাকবেন উনি। মায়ের ছেলে মায়ের কাছে ই আছেন।
ধন্যবাদ
কি কষ্টের জীবন তাঁর মায়ের 🙏🏻
🙏🙏🙏
Khub valo.
ধন্যবাদ
Khub valo laglo. Onek kichu janam.
ধন্যবাদ
Ato sundor sayma songit r keu gay ni
ধন্যবাদ
চোখে জল এসে গেল।আর কিছু বলতে পারছি না।
🙏🙏🙏
যার শরীরে এবং কন্ঠে স্বয়ং মা বিরাজ ছিলেন সে কীভাবে মাকে আর দেখবে ।।
ঈশ্বর দর্শন হলে পরে আত্মহত্যা করলে কিছু হয়না ।
( শ্রী রাম কৃষ্ণ পরমহংস দেব )
ধন্যবাদ