শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের করুণ জীবনী । Pannalal Bhattacharjee Jiboni । Jibonpanji

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 595

  • @sarvagnyachaturvedy6576
    @sarvagnyachaturvedy6576 16 дней назад +10

    শ্যামাসঙ্গীন যতবার ডাউনলোড করি, সবই পান্নালালের গলায়, অল্প কিছু ধনঞ্জয়ের। এখন অনেক নামী দামী পুরুষ মহিলা শিল্পী শ্যামা সঙ্গীত গেয়েছেন। কিন্তু এখানে পান্নালাল ইউনিক, কারুর সঙ্গে কোন তুলনাই হয়না। প্রচুর অজানা বিষয়ে কানানোর জন্য আপনাকে ধন্যবাদ।👃👃

    • @Jibonpanji
      @Jibonpanji  15 дней назад +1

      ধন্যবাদ

  • @DipaliChakraborty-t2o
    @DipaliChakraborty-t2o Месяц назад +36

    খুব ভালো লাগলো। এতো হৃদয় স্পর্শী ঘটনা এতোদিন জানতাম না। তখন আমি ছোট ছিলাম কিন্তু বাড়ি র বড়দের মুখে ওনাদের নাম শুনতাম। পরবর্তী কালে রেডিও তে গান শুনে মুগ্ধ হয়েছি। চোখের জল ফেলেছি। আপনাকে ধন্যবাদ। ও নমস্কার।। 🙏

    • @Jibonpanji
      @Jibonpanji  Месяц назад +3

      🙏🙏🙏

    • @arupsarkar6231
      @arupsarkar6231 16 дней назад +1

      এতো মর্মস্পর্শী ঘটনা তাঁর জীবনে ছিল জানতামই না। আজ তা জেনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল।

    • @debabratabarman3211
      @debabratabarman3211 16 дней назад

      😮​@@Jibonpanji

  • @আমারখবরবাংলা
    @আমারখবরবাংলা 26 дней назад +12

    খুব সুন্দর আপনার বর্ণনা শুনে চোখের জল সামলাতে পারলাম না। ধনঞ্জয় বাবু আর পান্নালালের গভীর সম্পর্ক যেন দাদাভাইয়ের সম্পর্কের থেকেও আরো গভীরতায় ভরা ছিল। অসংখ্য ধন্যবাদ।

    • @Jibonpanji
      @Jibonpanji  26 дней назад +1

      ধন্যবাদ

  • @CraftZone-bo2kl
    @CraftZone-bo2kl 18 дней назад +6

    একেবারে অন্তর ছুঁয়ে গেল এই কথা গুলো শুনে,, পান্নালাল শুধু শ্যামাসংগীত শিল্পী ছিলেন তাই নয় তিনি ছিলেন শ্যামাসাধক। যতদিন বাংলা শ্যামাসংগীত থাকবে ততদিন তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আপামর সঙ্গীতপ্রেমী মানুষের মনে,,,,এই ক্ষণজন্মা শিল্পীকে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম।

  • @mrinal8964
    @mrinal8964 29 дней назад +11

    শুনতে শুনতে চোখে জল এসে গেল। ওনার গান শুনলে মনে হয় মা নিজে এসে গান শুনে যাচ্ছেন। শিল্পীর প্রতি রইলো ঐশ্বরিক প্রণাম।

  • @chandanachowdhury6152
    @chandanachowdhury6152 20 дней назад +2

    Jantam na, uni ai bhabe chole giyechilen! Have tremendous love & respect! Some losses are so deep, we can never reconcile with them! Though separated from him by time & space we still feel so close to this beautiful human being! May Almighty give him peace!

  • @anandamandal1814
    @anandamandal1814 18 дней назад +3

    পান্নালাল ভট্টাচার্য যেন একজন কিংবদন্তী শ্যামাসংগীত শিল্পী এতো সুমধুর গান মনে হয় মায়ের কৃপা ছাড়া হয় না আরো নিত্যনতুন বড়ো বড়ো শিল্পীরা শ্যামাসংগীত গেয়েছেন কিন্তু মনে হয় পান্না লাল ভট্টাচার্য্যের কাছে অত্যন্ত শিশু এক ই গান যেন বার বার শুনলেও মন ভরে না আরো বেশী বেশী করে শুনতে ইচ্ছা করে যা অন্যান্য শিল্পীদের কাছে পাওয়া যায় না অমায়িক অসম্ভব অতীব সুন্দর কন্ঠ ছিল পান্না লালের কল্পনার ও অতিত তাই এই শ্যামাসংগীতের কিংবদন্তি শিল্পীর কন্ঠে যাতে মানুষ শ্যামাসংগীত শুনতে পারে তার জন্য অবশ্যই ব্যবস্থা করা উচিত।

  • @bratatighosh1071
    @bratatighosh1071 19 дней назад +3

    খুব ভালো লাগলো। অনেক অজানা কে জানতে পারলাম

  • @debabrataroy4851
    @debabrataroy4851 20 дней назад +2

    খুব ভাল লাগল। অনেক অজানা লেখায় সমৃদ্ধ এই জীবনালেখ্য। আমার স্বশ্রদ্ধ প্রণাম রইল।

  • @swapandutta5638
    @swapandutta5638 21 день назад +2

    অসাধারণ লাগলো আপনার এই সুন্দর ভাবে প্রতি বেদন টি শুনে। ধরে রাখতে পারলাম না দুচোখের জল। ভালো থাকবেন।

    • @Jibonpanji
      @Jibonpanji  21 день назад

      ধন্যবাদ ...............।। আপনিও সুস্থ থাকবেন 🙏

  • @eesitagos1761
    @eesitagos1761 21 день назад +3

    খুবই ভালো লাগলো। আসলে পান্নালাল ছিলেন বড় সাধক তাই তাঁকে কালী নিজের কাজে ডেকে নিলেন তাড়াতাড়ি।record player এ শুনতাম ওঁদের গান।বাংলা গানের সেই স্বর্ণযুগ চিরতরে হারিয়ে গেছে।

  • @swapankumarshee3865
    @swapankumarshee3865 Месяц назад +10

    খুবই সুন্দর এক কাল জয়ী শ্যামা সঙ্গীত শিল্পীর উপাখ্যান,যা প্রতিটি মানুষকে আপ্লুত করে, এবং করবে চিরকাল।

  • @purnimabiswas4624
    @purnimabiswas4624 17 дней назад +2

    খুবই করুন কাহিনী, তাঁর প্রতি শ্রদ্ধাই চোখ ভোরে ওঠে ❤

  • @himangshushekharroy1270
    @himangshushekharroy1270 Месяц назад +11

    হৃদয় বিদারক মর্মস্পর্শি জীবন কাহিনী । জেনে ভাল লাগল ।ধন্যবাদ জয়গুরু

  • @kalyaniadak6623
    @kalyaniadak6623 21 день назад +2

    পান্নালাল ভট্টাচার্য্যের জীবন কাহিনী জানতে পেরে খুব মর্মাহত হলাম

  • @aparnapalsinger
    @aparnapalsinger 23 дня назад +3

    চোখের জল আর ধরে রাখতে পারলাম না,অনেক ধন্যবাদ জানাই, মায়ের সন্তান নিশ্চয় মায়ের কোলেই আছেন এই ভেবেই মনকে সান্তনা দিই। 🙏🙏🙏

  • @SubhraChatterjee-t9y
    @SubhraChatterjee-t9y 21 день назад +2

    Khub khub bhalo laglo,onek ajana kotha jante parlam ,amar kache shama sangit manei pannalal Bhattacharya.❤❤😢

  • @mrinmoyroy4911
    @mrinmoyroy4911 21 день назад +2

    Apnar video ti theke anek kichu janlam. Khub sikhhonio...Onar jibon er anek tathho janlam....Enara khanojanma🙏🙏

  • @chhobichoudhury584
    @chhobichoudhury584 24 дня назад +3

    খুব ভাল লাগল। আমার ভীষন প্রিয় শিল্পী।
    প্রণাম জানাই 🙏

  • @b.pbanerjee7155
    @b.pbanerjee7155 22 дня назад +2

    Vdo ti te anek kichu jante parlam ja khube bhalo mondo sokh dukkho Pelham. Anek anek Dhanyabad.

  • @NilkanthaBiswas-xw1fj
    @NilkanthaBiswas-xw1fj Месяц назад +6

    অতি উত্তম! অনেক অজানা তথ্য জানতে পারলাম। আশাকরি আরো অনেক অনেক তথ্য দিয়ে আমাদের সামান্য জ্ঞান বাড়াতে সাহাহ্য করবেন।

  • @lilydas9647
    @lilydas9647 28 дней назад +3

    খুব ভালো লাগলো।এ সব ঘটনা জানতাম না। ওনার গান শুনি। খুব ভালো লাগে। 🙏

  • @bimangupta8691
    @bimangupta8691 День назад +1

    তাঁর কথা শুনে মনটা কেমন যেন উদাস হয়ে গেল। তাঁর অনেক গান শুনেছি। তবু এই স্মৃতি কাঠস মনকে নাড়া দিয়ে যায়।

  • @manjulasen8697
    @manjulasen8697 19 дней назад +2

    অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো

  • @KanchanChoudhury-w1u
    @KanchanChoudhury-w1u Месяц назад +19

    খুবই মর্মান্তিক উনার গাওয়া গান পরবর্তী কালে অনেকেই গেয়েছেন কিন্তু পান্না লাল ভট্টাচার্য মহাশয়ের ধারে কাছে ও যেতে পারে ন নি এমন ই ইশ্বর প্রদত্ত কন্ঠ ছিল উনার

  • @rabindranathsarkar7925
    @rabindranathsarkar7925 17 дней назад +2

    অসাধারণ,প্রভুত তথ্য সমৃদ্ধ নিবন্ধটিতে গায়ক সন্মন্ধে সমৃদ্ধ হোলাম ধন্যবাদ।

  • @kashinathdey2393
    @kashinathdey2393 28 дней назад +3

    খুব ভালো লাগলো । অজানা ছিল তার জীবনী । ধন্যবাদ আপনাকে ।

  • @agradutgupta3930
    @agradutgupta3930 17 дней назад +2

    খুব ভালো লাগলো ওনাকে প্রণাম জানাই

  • @parimalsarkar133
    @parimalsarkar133 Месяц назад +10

    অনেক অজানা তথ্য জানতে পেরে সমৃদ্ধ হলাম। আমার অতি প্রিয় শ্যামাসংগীত শিল্পী পান্নালাল বাবুকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম❤❤

  • @biswanathmukhopadhyay1358
    @biswanathmukhopadhyay1358 26 дней назад +3

    এত বড়মাপের শিল্পীর ঘটনা জেনে সমৃদ্ধ হলাম । মা উনাকে কাছে রাখুন ,তিনি যেন শান্তিতে থকেন ।

  • @saktiprasadchakrabarti8983
    @saktiprasadchakrabarti8983 Месяц назад +6

    সাধক কবি ,গীতিকার,গায়ক আমার প্রিয়তমকে জানাই ভক্তিপূর্ণ প্রনাম ।জয় মা কালী,জয়মা,জয়মা ,জয়মা ‌।।

  • @basude4330
    @basude4330 20 дней назад +1

    অসামান্য আপনার প্রতিবেদন টি। একই সাথে ধনঞ্জয় ভট্টাচার্য এবং তাদের পরিবারের অনেক কিছু জানতে পারলাম। বাংলা সংগীতের জগতে ঘটে যাওয়া এই ঘটনা আজও হৃদয় মথিত করে। অসাধারণ একটি পরিবেশনা।

  • @sahanabhattacharjee1369
    @sahanabhattacharjee1369 28 дней назад +3

    Khub valo laglo pannalal er jibon kahini pore
    Uni bodhoy MA er dekha peyechilen..

  • @ranj1953
    @ranj1953 29 дней назад +3

    অসাধারণ লাগলো প্রতিবেদনটি ।শ্যামা সংগীতের জগতের অদ্বিতীয় শিল্পী। উনাকে আমার প্রণাম জানাই।

  • @gopalshaw9005
    @gopalshaw9005 28 дней назад +3

    অকথিত শ্যামাসঙ্গীত শ্রেষ্ঠ শ্রী পান্নালাল ভট্টাচার্যের জীবন কাহিনী শুনে একাধারে অত্যন্ত কষ্ট অনুভব করলাম, অন্যদিকে তাঁকে সচক্ষে সামনে থেকে দেখে ও গান শুনতে পেরে ধন্য হয়েছিলাম।তখন আমি কৈশোরে পা দিয়েছি সবে। আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @Ann_N123
    @Ann_N123 23 дня назад +10

    ওনার মত আকুলতা ও আর্তি নিয়ে শ্যামাসঙ্গীত বা অন্যান্য ভক্তিমূলক গান আজ অবধি আর কারুর কণ্ঠে শুনিনি,উনি সত্যিই চিরন্তন❤

  • @kuntaldey2781
    @kuntaldey2781 12 дней назад +1

    খুব ভালো লাগলো। প্রণাম আপনাকে আর সেই সাধক কে।

  • @মলয়দত্ত
    @মলয়দত্ত 27 дней назад +3

    উনি আজো বেঁচে আছেন ইহো লোকে না থাকলেও আজো আমাদের সবার মাঝে বেঁচে আছেন আর চিরো অমর হয়ে বেঁচে থাকবেন জুগ জুগ ধরে রোইলো আমার সস্ধো প্রনাম।জয় মা ভবোতারিনি।

  • @sagarikabhattacharjee8022
    @sagarikabhattacharjee8022 25 дней назад +4

    খুব ভালো শিল্পী ছিলেন। ওনার মতন শ্যামাসঙ্গীত আজ পর্যন্ত কেউ গাইতে পারেনি।

  • @MalayBiswas-n8r
    @MalayBiswas-n8r 24 дня назад +4

    খুব ভালো লাগলো, আমি আপ্লুত হয়েছি। সবকিছু মায়ের ইচ্ছা। তিনি ভবতারিণীর রাতুল চরণে চিরকাল গাঁথা হয়ে থাকবেন। আমি তার সম্পর্কে অনেক কিছুতে সমৃদ্ধ হলাম। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।মলয় কুমার বিশ্বাস,২৭, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণী, কৃষ্ণনগর নদীয়া ষষল

    • @Jibonpanji
      @Jibonpanji  24 дня назад

      ধন্যবাদ ..................। ভালো থাকবেন। 🙏

  • @utpalpaikar1533
    @utpalpaikar1533 Месяц назад +4

    অনেক অজানা কথা জানলাম। খুব ভালো লাগলো। 🙏

  • @radhathakwani4661
    @radhathakwani4661 27 дней назад +2

    Mahan Shyama Sangeet Silpi Paanna Laal Babu ke koti koti pranam salute.. Maayer Avirbhaavei uni etoh sundar Shyama Sangeet gaaite paarten.. Onar matoh Shyama Sangeet se rakam keu tatota bhaalo gaayni kono Sangeet Silpi.. Maayer ashal bhakti geeti Sangeet Silpi chhilen Shreemaan Paanna Laal Babu.. Onar aattyahattyar katha sune pratham aamar Maayer mukhe, khub abaak hoi, khub dukkho laage ekhono kintu onaar Meye guli hoyechhe, eke baare ulto.. Sarvari Kakulir toh maatite paa pare na.. aami jakhan maatra Mumbai te giye, sera Sangeet Silpi hoye uthi sabaar priyo chokher mani hoye uthechhihoye, Sarvari Kakulir matoh anekei jole pure morechhe se samay, aamar alpo bayoser khub sandar chehera dekhe gaan sune anekei.. Paanna Laal Babur Meye bole, taader saathe katha balar jonno utsuk hoye podi aami kintu aamar paashe boshe aamay paattai dilo na Sarvari Kakuli aamar thekebayose bado hoye ebang gaan sune hingshete du bone jole jaay.. Orcheshtra Gruper je Leader chhilen taake baaran kare, diteeya din jeno aamay na neoa hay.. Se din ye katha jaante pere, Khub dukkho peye chhilam aami, saal chhilo 1992.. Kothay Baap, kothay Meye guli atih abhadra nongra meye duti Sarvari Kakuli.. Chhoto hoye o chine nilaam ekdine aami se din, aajo bhulte paarina aami sei kaalo raat.. Paanna Laal Babu devtullya Maanush Maa Kaaler Santan.. Meye duti ekebaarei Barer Meye nongra, abhadra.. gaaner gala o bhaalo na se rakam.. Baaper dhaare kaachhe na ekdam.. Atih sundar bhaave sattya ghatana, tule dharar jonno, aapnake, khub khub dhonnobaad.. Jai Maa Swarasati.. Jai Shree Ram

  • @PrasantaKonar-sd3xt
    @PrasantaKonar-sd3xt 14 дней назад +1

    খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @MinaDasDas-ws3hz
    @MinaDasDas-ws3hz 14 дней назад +1

    খুব দুঃখের কথা ...আর ভাষা নেই .ক্ষমা কোরবেন ...

  • @ekamorganertori8309
    @ekamorganertori8309 15 дней назад +1

    খুব ভাল লাগল এরকম আরে জীবনী শুনতে চাই ❤❤❤❤❤

    • @Jibonpanji
      @Jibonpanji  15 дней назад

      অবশ্যই শোনাবো .................................। ধন্যবাদ 🙏

  • @samarespradhan9984
    @samarespradhan9984 Месяц назад +5

    Boroi tragic mrityu, mene neoa kothin. Pannalaler shyamasangeet sudhu gan noy pujo mayer .Thanks for informing unknown facts about him .He is the best shyama Sangeet singer to me.

  • @ItsCassius.
    @ItsCassius. 29 дней назад +3

    ওনার গান মনকে ভারাক্রান্ত করে তোলে যেমন গলা তেমনি গান অপূর্ব বললেউ অনেক কম বলা হয় আমার তো মনে হয় ওনার গানে মা কালীর ও চোখে জল আস্তো

  • @dilipbiswas733
    @dilipbiswas733 19 дней назад +1

    অজানাকে জানলাম, হৃদয় স্পর্শী

  • @avdas5032
    @avdas5032 13 дней назад +2

    দারুণ

  • @snehalatasamanta
    @snehalatasamanta 7 дней назад +1

    খুব ভালো লাগলো! অতি অল্প। বয়সে। চলে গেলেন খুবই দুঃখজনক

  • @abhijitsarkar6812
    @abhijitsarkar6812 Месяц назад +2

    Asadharon,..sotyi onar gan sunle chokhe jol esey jai. Ek atmopolobdhi hoy. Prokrito sadhak na hole ei bhabe gaoa jay na. Ami mone kori na Tini nei. Amar sosrodhya pronam janai. Tar gan sunle kemon jani monta kon sudure chole jay.

  • @Ann_N123
    @Ann_N123 23 дня назад +2

    আপনাদের এই প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ।

  • @Sukumarghosh-k8t
    @Sukumarghosh-k8t Месяц назад +22

    ওনার আত্মার শান্তি কামনা করি ওনার মত শ্যামা সঙ্গীত শিল্পী আগে জন্মায় নী আর কোনদিন জন্মাবে বলে মনে হয়না এমন ভক্তি রস বা ভাব আর কারো কণ্ঠে শুনিনি কোনদিন

  • @miradey1127
    @miradey1127 Месяц назад +5

    পান্না লাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত শুনলে যেন শান্তিতে মনটা ভরে উঠে এখন তো অনেকেই শ্যামাসঙ্গীত গান কিন্তু উনার গলার শ্যামাসঙ্গীত যেন এখনো আমাদের মনে ভক্তিরসের সঞ্চার করে সেটা অন্যের গাওয়াতে পাই না তাই আজ ও উনার গান শুনতে খুবই ভালো লাগে

    • @Jibonpanji
      @Jibonpanji  Месяц назад +1

      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ 🙏

    • @anupukil9751
      @anupukil9751 Месяц назад

      Uni ki bhane mara gelen?

  • @tapasmalakar9963
    @tapasmalakar9963 18 дней назад +1

    আমি একজন মায়ের ভক্ত মায়ের ভক্তি গীতি আমার কাছে দামী রোজ সকালে
    উঠে শুনি পান্না লাল ভট্টাচার্য গলায়
    মা যেন বিরাজ করছে মা তুমি আনন্দ ময়ী নিরানন্দ কোরো না

  • @sudhansubose5867
    @sudhansubose5867 24 дня назад +5

    পান্নালাল বাবুকে দেখেছিলাম ও তাঁর গান শুনেছিলাম মারা যাবার কয়েক দিন আগে। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। অবশ্য তাঁর গাওয়া কয়েকটি গান তখন শুনেছিলাম। এই প্রসঙ্গে একটা অবাঞ্ছিত ঘটনার ওই দিন সাক্ষী ছিলাম। আমার এক বন্ধুর বাবা একটি মন্তব্য করেন তার অনুষ্ঠানে বিলম্বে পৌঁছানোর জন্য। এটা তাঁর কানে যায় , কারণ উনি তার সামনেই দাঁড়িয়ে ছিলেন । আমার বন্ধুর বাবা আগে কখনো তাঁকে দেখেননি। উনি অনুষ্ঠানের শুরুতেই এই মন্তব্যের কথা উল্লেখ করেন ।অবশ্য আমার বন্ধুর বাবা সর্বসমক্ষে তাঁর কাছে করজোড়ে ক্ষমা চান। আর তার কয়েকদিনের মাথায় পান্নালাল বাবু আত্মহত্যা করেন। ওই ঘটনার কথা আমার এখনও চোখে ভাসে।

  • @NidraKhan-ve3ou
    @NidraKhan-ve3ou 22 дня назад +1

    খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ

  • @Chhabi-s8r
    @Chhabi-s8r Месяц назад +95

    ওনার মতো শ্যামা সঙ্গীত কয় জন গেয়েছেন? ওনার জীবনের কাহিনী শুনলে খুব কষ্ট হয়।

  • @aniruddhabiswas-bs2ho
    @aniruddhabiswas-bs2ho Месяц назад +4

    খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

  • @sudhinchakraborty3174
    @sudhinchakraborty3174 19 дней назад +1

    এত বড় প্রতিভা এইভাবে চলে গেলেন! তাঁর শ্যামাসংগীত আপামর
    জনগণের হ্নদয় নাড়িয়ে দেয়, অমর শিল্পী তুমি আবার ফিরে এসো।

  • @sambitsarkar6481
    @sambitsarkar6481 21 день назад +1

    Excellent 👌 laglo. God bless 🙌 🙏 ❤️ you.

  • @SantoshRoy-ub6eg
    @SantoshRoy-ub6eg 22 дня назад +1

    Khub valo laglo, dhanyawad aponake.

  • @music_withdips1227
    @music_withdips1227 25 дней назад +2

    Khubbb bhalo laglo pronam roilo❤❤❤❤❤

  • @ae5927
    @ae5927 20 дней назад +1

    অসাধারন চোখে জল এসে গেল❤😢

  • @kukhuranidas825
    @kukhuranidas825 15 дней назад +1

    শ্যামা সংগীত শিল্পী এতো মিষ্টি মধুর স্বরে মায়ের গান গেয়েছেন কিন্তু, কোন দুঃখে তিনি আত্মহত্যা করলেন? এটাই তো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদি ও আমি কখনো ওনাকে দেখিনি কারন আমার জন্ম হবার আগেই তিনি চলে গেলেন এই মর্তলোক ছেড়ে চিরবিদায় নিয়ে,, যাই হোক আমি এই ভিডিও চিত্রে ওনার মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে উঃ খুব কষ্ট হচ্ছে 😭😭😭😭😭 অবশেষে বলছি যিনি এই ভিডিও চিত্রে এই কথা গুলো তুলে ধরেছেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ 👍🏻👍🏻 জানাই 🙏🙏

    • @Jibonpanji
      @Jibonpanji  14 дней назад

      ধন্যবাদ ..................... ভালো থাকবেন 🙏

  • @Samirestan
    @Samirestan 14 дней назад +1

    Khub bhalo & dukkhojanak❤

  • @haradhandey9083
    @haradhandey9083 Месяц назад +4

    আমার খুব খুব পছন্দের গায়ক। আমার মনে হয়, সকলের প্রিয় গায়ক ।

  • @anjalichakrabarty2298
    @anjalichakrabarty2298 26 дней назад +2

    Vison valo laglo aro sunte chay ami panna Lal babur gan sobsamay suni

  • @sanjibsaha7897
    @sanjibsaha7897 17 дней назад +1

    Khub bhalo . Kaljoy Shilpi uni. Mayer paye Joba hoye achen .

  • @MalayBiswas-n8r
    @MalayBiswas-n8r 24 дня назад +2

    বার বার শুনতে ইচ্ছা করে।এর বিকল্প হবে না। তিনি অসীম ভান্ডার রেখেছেন।

  • @prabirkolay9290
    @prabirkolay9290 19 дней назад +1

    ওনার পরে আর নতুন শিল্পীদের মুখে নতুন লেখা শ্যামা সঙ্গীত আছে কিনা, আমার জানা নেই । সেই ছোট বেলায় যা শ্যামা সঙ্গীত শুনেছি, 50 পরেও বিশেষ করে অমর শিল্পীর মধুর কন্ঠে গান আজও বেজে চলেছে । বারবার শুনেও গান যেন পুরাতন লাগে না ।

  • @PrithwishRanjanRoy
    @PrithwishRanjanRoy Месяц назад +2

    শ্রদ্ধেয় পান্নালাল ভট্টাচার্য্যের জীবনের অনেক অজানা কথা জানলাম। ধন্যবাদ আপনাকে।

  • @ChandanMukherjee-cp8gb
    @ChandanMukherjee-cp8gb 21 день назад +1

    Late Sri Pannalal Bhattacharya created a milestone in Shyama sangeet

  • @keyabhattacharyya2928
    @keyabhattacharyya2928 Месяц назад +2

    খুব ভালো লাগলো ভাই। চোখের জল থামাতে পারলাম না।

  • @somnathbhattacharyya9321
    @somnathbhattacharyya9321 20 дней назад +1

    Superb, aamar sashradha pranam.👏👏👏

  • @TituPaul-v7f
    @TituPaul-v7f 22 дня назад +1

    ইনি একমাত্র মায়ের কন্ঠ শিল্পী। আমি আর কাউকে দেখিনা।মায়ের সন্তানের জয় হোক।❤❤❤

  • @ShantiRanjanMandal-m1s
    @ShantiRanjanMandal-m1s 23 дня назад +2

    Yes, life journy of pannalal Bhattacharjee, so tregedy,so painful, i awe!

  • @GoutamSaha-hj8ms
    @GoutamSaha-hj8ms 24 дня назад +2

    Khub valo laglo vai apnake pranm

    • @Jibonpanji
      @Jibonpanji  24 дня назад

      প্রণাম নেওয়ার যোগ্য আমি না দাদা। ..................... ভালো থাকবেন। 🙏

  • @chinhojha77
    @chinhojha77 25 дней назад +2

    অনেক জানতে পারলাম। বিনম্র শ্রদ্ধা

  • @MousumiDas-ev4vr
    @MousumiDas-ev4vr 19 дней назад +1

    ওনার মতন দরদ দিয়ে শ্যামা সংগীত গাইবার মানুষ এখনো কেউ জন্মান নি।কি যে যাদু আছে ওনার "মা" কথা বলায় যা মানুষকে কাঁদিয়ে দেয়।🙏🙏🙏

  • @MadhumitaTribedi-ch3lq
    @MadhumitaTribedi-ch3lq 24 дня назад +2

    Onake pronam janai.khub koshto holo.

  • @paritoshmandalsong9993
    @paritoshmandalsong9993 17 дней назад +1

    বেস্ট শ্যামা সাগীত গায়ক

  • @basudebnatua7842
    @basudebnatua7842 Месяц назад +1

    অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম । ধন্যবাদ ।

  • @sibaninahapal2190
    @sibaninahapal2190 Месяц назад +1

    পান্নালাল ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় গায়ক। তাঁর জীবনের কথা জেনে সমৃদ্ধ হলাম । তাঁকে সশ্রদ্ধ প্রণাম।

  • @ashokadhikari7374
    @ashokadhikari7374 19 дней назад +1

    Vison valo lagche

  • @aparajitaroy1550
    @aparajitaroy1550 23 дня назад +1

    ওনার গান বর্ননা করার কোন ভাষানাই। অপূর্ব বললেও কম হবে। যেখানেই থাকুন শান্তি তে থাকুক

  • @suklabanerjee3620
    @suklabanerjee3620 16 дней назад +1

    Bhison Bhalo laglo

  • @debasishmukherjee3390
    @debasishmukherjee3390 10 дней назад +1

    অসাধারন 🌹🙏🌹

  • @jaydevmukhopadhyay8793
    @jaydevmukhopadhyay8793 17 дней назад +1

    সাধক না হলে এই আর্তি তাঁর গানে ফুটে উঠতো না। চির অমর্ত্য দিয়েছেন মা ভবতারিনী মা, পান্নালাল বাবু কে।

  • @anjanadutta2652
    @anjanadutta2652 9 дней назад +1

    Maa bhabotarini jano pannababur atmar santi den.god bless you.

  • @debashissflute9084
    @debashissflute9084 13 дней назад +1

    দুর্দান্ত ❤

  • @mangalanandi1421
    @mangalanandi1421 Месяц назад +1

    ভীষণ ভালো লাগলো। অজানা কে জানলাম

  • @dilipmukherjee2758
    @dilipmukherjee2758 20 дней назад +2

    আমার উপলব্ধি বলছি ঠিক ' পান্নালাল ভট্টাচার্য্যের জীবনপঞ্জী ছিল ' সাধক রামপ্রসাদের মতোই।'
    সাধক রামপ্রসাদের শেষ জীবন ছিল একই রকম। সাধক রামপ্রসাদ যখন কালী সাধনে ডুব দিয়েছেন ঠিক তখনই মা কালী তাকে সংসারজীবন থেকে ছিন্ন করে জঙ্গলের মধ‍্যে টেনে নিয়ে গেল।
    এবং কঠিন সাধনা চলতে লাগল জীবনের শেষ লগ্নে এবং কঠিন তন্ত্র সাধনা মা কালী তাকে দিয়ে করাতে লাগল।
    একদিন সাধক রামপ্রসাদও মা কালীকে বুকে করে নিয়ে জলে ডুব দিলেন অমৃত লোকের সন্ধানে ওপারে আরও কালজয়ী সঙ্গীত সৃষ্টির জন‍্য।
    একইভাবে কালী সাধক ও কালী মায়ের সন্তান এবং কালজয়ী শ‍্যামা সঙ্গীত গায়ক " পান্নালাল ভট্টাচার্য্য " জীবনে একইভাবে অনুসরণ করলেন কালী মায়ের ডাক এবং সে ডাকেই তার জীবনের পতন হলো অত্যন্ত করুণ ভাবে অতি অল্প বয়সে।
    কারণ তিনি ছিলেন কালী মায়ের সন্তান।
    তিনিও চলে গেলেন মায়ের ডাকে অমৃতলোকের সন্ধানে এবং পিছনে সৃষ্টি করে গেলেন কালজয়ী সব শ‍্যামা সঙ্গীত এবং আজও যা জীবন্ত হয়ে ঐসকল শ‍্যামা সঙ্গীত মানুষের হৃদয়ে বেজে চলেছে।
    প্রণাম আপনাকে।🙏🎤🌿👁💥👁🌿🙏💐

  • @alpanahira7626
    @alpanahira7626 Месяц назад +1

    অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ। চির অমর হয়ে থাকবেন উনি। মায়ের ছেলে মায়ের কাছে ই আছেন।

  • @somabhaduri4427
    @somabhaduri4427 5 дней назад +1

    কি কষ্টের জীবন তাঁর মায়ের 🙏🏻

  • @apurbaroy1578
    @apurbaroy1578 20 дней назад +1

    Khub valo.

  • @sudakshinamukherjee9255
    @sudakshinamukherjee9255 Месяц назад +1

    Khub valo laglo. Onek kichu janam.

  • @romasanyal6403
    @romasanyal6403 23 дня назад +2

    Ato sundor sayma songit r keu gay ni

  • @buddhadevsi9019
    @buddhadevsi9019 21 день назад +1

    চোখে জল এসে গেল।আর কিছু বলতে পারছি না।

  • @sujoymojumdar7993
    @sujoymojumdar7993 20 дней назад +1

    যার শরীরে এবং কন্ঠে স্বয়ং মা বিরাজ ছিলেন সে কীভাবে মাকে আর দেখবে ।।
    ঈশ্বর দর্শন হলে পরে আত্মহত্যা করলে কিছু হয়না ।
    ( শ্রী রাম কৃষ্ণ পরমহংস দেব )