Enechhi Amar Shato Janomer Prem with lyrics | Anup Ghoshal | Sailesh Duttagupta

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 672

  • @vojosarkar6162
    @vojosarkar6162 2 года назад +48

    এনাদের যদি একবার সামনাসামনি দেখতে পারতাম জীবন টা মনে হয় ধন্য হয়ে যেত৷ কি যাদু আছে এনাদের কন্ঠে সেটা বলে বোঝানো সম্ভব না৷ কিন্তু আমাদের ইয়োঙ জেনারেশন এই গানগুলো কে মুল্য দিল না৷৷

    • @manojroy1400
      @manojroy1400 Год назад

      গানের গীতিকার মোহিনী চৌধুরী রবীন্দ্রনাথ নজরুল🙏

    • @faridrahman2052
      @faridrahman2052 Год назад

      @@manojroy1400 বুঝলাম না, গানটির রচয়িতা ৩জনের, জানাবেন।

  • @aapkifomaish7278
    @aapkifomaish7278 Год назад +42

    সেই ৪৫বছর থেকে শুনে আসছি, গান সেই আগের মতই আছে নিজেই বুড়ো হয়ে গেছি।

  • @PrinceBaroi-g5w
    @PrinceBaroi-g5w Год назад +9

    ভালোবাসা শেষ হয়ে গেছে। যা কোনো দিন ভুলে যাওয়ার নয়। বাস্তবতা বড়ই কঠিন। ভালো থাকুক ভালোবাসা ।

  • @chandan_kumar_biswas
    @chandan_kumar_biswas 2 года назад +41

    এতো গান নয়।এ যেন রত্নখানি।এ যেন মূর্ছনা।মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনতে থাকি।

    • @Shahidul605
      @Shahidul605 Год назад

      কাজী নজরুল ইসলামের লেখা নজরুল গীতি

  • @smwahidurrahaman9832
    @smwahidurrahaman9832 7 месяцев назад +3

    2001-2004 হাইস্কুলে পড়ছি। পাশের হিন্দুদের পুজোয় বাজছে এ গান। আহা্ কি মধুর স্মৃতি। সেই সূন্দর সোনালী রংয়ের বিকেল এখন আর আসে না। অন্তরে সেই উচ্ছাস ও নেই।

  • @emranmollikofficial
    @emranmollikofficial 2 года назад +241

    থাকুক না সে কল্পনায়, তাকে বাস্তবে না পেলে কিসের এতো কষ্ট, ভালোবাসলে আবার দেহ লাগে নাকি, তাকে অনুভব করাই যথেষ্ট!' 🖤🥰 তাকে সবসময় দূর থেকে ভালইবেসে যাব কমেন্ট করে গেলাম যদি কখনো সে এই কমেন্টেটি দেখে

    • @palashdhar6784
      @palashdhar6784 2 года назад +9

      দারুণ বলেছেন ---

    • @MDRasel-xw2yo
      @MDRasel-xw2yo Год назад +15

      ভাই আপনার কথা টা শুনে কান্না চলে আসছে,,,, আমিও আপনার মতই একজন

    • @kalunogor
      @kalunogor Год назад +20

      হ্যা ঠিকই তাছাড়া বাস্তবতায়,সমাজ পরিবারের হুমকি ধমকি,নানা রকম যন্ত্রণা থাকে আর কল্পনার রাজ্যে কোনো বিপত্তি নেই,আকাশের নীলিমায়,সাগরের বিশালতায়,ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায় শুধু দুজনায়।মন খারাপের সময় আপন মনে সব দু:খের কথা বলে নিরবে চোখ ভেজানো যায়,আহ!বিচ্ছেদেইতো প্রকৃত সুখ।

    • @rabiulawal143
      @rabiulawal143 Год назад +4

      Darun comment ❤

    • @emranmollikofficial
      @emranmollikofficial Год назад +1

      @@kalunogor ধন্যবাদ

  • @mdprinchossen108
    @mdprinchossen108 2 года назад +19

    এই গানটি কেনো এতো ভালোলাগে জানিনা তবে জতোবার শুনি মনে হয়
    আরো শুনি... গানটা কম হলেও চল্লিশ বার সুনেছি একটানা

    • @taslimaakter9027
      @taslimaakter9027 2 года назад

      এই গানের জনক আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 🥀💜

  • @shayonahmed6579
    @shayonahmed6579 Год назад +18

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম।🙃 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊😊

  • @sukumarwp
    @sukumarwp 2 года назад +59

    ২০২৩ ‍সালেে এসেও এ গান শুনতে কোন বিরক্তি আসে না। আসা করি ২০৩০ ‍সালেও এমন চাহিদাই থাকবে।

  • @mrarif4614
    @mrarif4614 7 месяцев назад +16

    এই পৃথিবীতে চোখের জল অনেক দেখতে পেলেও বুকফাটা কান্নার আর্তনাদ কেউ কখনো শুনতে পায় না .............. হয়তোবা প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে অনুভবের অনুভূতিতে সিক্ত নয়নের প্রতিটি অশ্রু বিন্দু তে !

  • @debjanisiddhantamusic7392
    @debjanisiddhantamusic7392 Год назад +19

    হে মহান শিল্পী আজ আমরা হারালাম আপনাকে। অমৃতলোকে ভালো থাকুন। কোটি কোটি প্রণাম জানাই

    • @amiaka526
      @amiaka526 3 месяца назад

      এই গানটি আমারও খুবই প্রিয় গান তাই একটু গাইবার চেষ্টা করলাম আমার ইউটিউব চ্যানেলে গানটা আপলোড দেওয়া আছে যদি সময় পান একটু সুনা আসবে

  • @abdullahalarman8725
    @abdullahalarman8725 Год назад +25

    অসাধারন,
    যিনি গেয়েছেন, যিনি সুর দিয়েছেন, যিনি লিখেছেন সবার প্রতি ভালোবাসা

    • @ueodamurhuda3442
      @ueodamurhuda3442 Год назад

      কন্ঠ:অনুপ ঘোষাল।

    • @Sohel-d7w
      @Sohel-d7w 9 месяцев назад

      লেখক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম৷

  • @Cooking923-c1e
    @Cooking923-c1e 2 года назад +39

    কি সুর!! কি কণ্ঠ!! এর স্রষ্টা কে শত কোটি প্রনাম...

  • @babudr4200
    @babudr4200 2 года назад +27

    এনেছি আমার শত জনমের প্রেম,
    আঁখিজলে গাঁথা মালা;
    ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা।।
    স্বপনে আমার সাথীহারা রাতে
    চেয়েছি তোমায় পলকে হারাতে
    তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
    বিফলেতে দীপ জ্বালা-।।
    তোমারে চাওয়ার পালা।
    এনেছি আমার শত জনমের প্রেম,
    আঁখিজলে গাঁথা মালা;
    ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা।।
    মনে মনে তবু স্বপন বাসর গড়ি
    এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
    দূরে আছ তুমি তবু দূরে নহ
    স্মরণ সুধায় ভরেছো বিরহ-
    প্রেম যেন তব সুদূর গগন হতে
    চাঁদের জোছনা ঢালা।।
    তোমারে চাওয়ার পালা।
    এনেছি আমার শত জনমের প্রেম,
    আঁখিজলে গাঁথা মালা;
    ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা।।

  • @mnsumanpatowary1343
    @mnsumanpatowary1343 2 года назад +13

    আামার বাবার টেপরেকর্ডে সেই ২০০০ সালে শুনতেন
    আমি তখন ভাবতাম বাবা এ-সব কি গান শুনেন।
    ভালো লাগতো না আমার।
    এখন এই গান আমার প্রতি রোজ শুনতে হয়।
    কমেন্ট করে রাখলাম
    ২০৪০ সন কি কালজয়ী এ-ই গান গুলো প্রজন্ম থেকে প্রজন্ম শুনবে
    এ-ই আশা করি।
    হারিয়ে গেল সেই পুরনো টেপরেকর্ডার
    কিন্তু রয়ে গেছে এবং রয়ে যাবে পুরনো দিনের গান।♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @tanvirhossain9618
    @tanvirhossain9618 2 года назад +19

    যখন অনেক ছোট ছিলাম, আম্মুকে দেখতাম গান গুলো শুনতে। তখন বুঝতাম না গান গুলো, আর ভালোও লাগতো না।আর এখন ঘুম থেকে উঠে এসব গান না শুনলে ভাল লাগে না।কি কথা কি সুর। আহ! নজরুলের অপুর্ব সৃষ্টি। ❤️

  • @mou7992
    @mou7992 Год назад +8

    আহা কী গান,মন হারিয়ে যায়।কী মুগ্ধতা, কত পবিত্র ছিল আগের দিন র প্রেম।

  • @uzzalroy8513
    @uzzalroy8513 2 года назад +16

    সত্যিই অসাধারণ যেমন কন্ঠ তেমনি সুর তেমনই কথা গুলো শুনতেই ইচ্ছে করে

  • @mr.mahadiislam105
    @mr.mahadiislam105 Год назад +16

    কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারিনি কথা ছিল শত জনম থাকবে আমার পাশে। রাখবো তোমায় আমার সিংহাসনে আমার নদীতে ডুবতে এসোও কই হারিয়ে গেলে সেই ভালোবাসা 😢১০৫

  • @ajaybiswas7708
    @ajaybiswas7708 2 года назад +56

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপূর্ব সৃষ্টি। শিল্পী অনুপ ঘোষাল অসাধারণ গেয়েছেন। দুজনকে সশ্রদ্ধ প্রণাম।

    • @millonmia6428
      @millonmia6428 2 года назад +6

      মোহিনী চৌধুরীর লেখা!

    • @mirror961
      @mirror961 2 года назад

      এটা কি নজরুলেন লেখা

    • @kajaladhikary59
      @kajaladhikary59 2 года назад +7

      এটি মোহিনী চৌধুরীর লেখা ও শৈলেশ দত্তগুপ্তের সুর দেওয়া ।

    • @mausumibagchi3153
      @mausumibagchi3153 2 года назад +5

      নজরুলের গান না..আধুনিক গান

    • @kajaladhikary59
      @kajaladhikary59 2 года назад +3

      @@mausumibagchi3153 নজরুলের গান‌ও আধুনিক গান‌ই ।

  • @ruchiradalal1126
    @ruchiradalal1126 2 года назад +4

    অপূর্ব গান শিল্পী ও অপূর্ব কথা অপূর্ব সব মিলিয়ে এভারগ্রী ন। আর কিছু বলার ভাষা নেই। সমস্ত গান প্রশংসার ঊর্ধ্বে।

  • @tanviranjum6724
    @tanviranjum6724 10 месяцев назад +1

    এই গানটি শুনলে মন কোথায় যেন হারিয়ে যায়। অচেনা এক ব্যথা বুকের পাজরে আঘাত করে এক ভালো লাগার বেদনায় আসক্ত করে ফেলে।

  • @sportsworld1988
    @sportsworld1988 7 месяцев назад +2

    সেই শেষ দেখার চাহনি তোমার এখনো বৃষ্টি এলে সেদিনের বৃষ্টির কথা মনে পরে যায় তোমার সেই চাহনির কথা, হয়তো কোনো দিন বোলা যাবে না, এখনো ভালোবাসি আগেরই মতো ❤️

  • @juwelrana8412
    @juwelrana8412 Год назад +14

    কি কবি ছিলেন,আর কি ভাষা ছিলো গানের।আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম

    • @md.jahidhasan97
      @md.jahidhasan97 Год назад +2

      এই গানের গীতিকার Mohini Chowdhury, কাজী নজরুল ইসলাম নন।

    • @kohinurislam3378
      @kohinurislam3378 4 месяца назад

      Lekhok kaji nojrul​@@md.jahidhasan97

    • @shilashahabuddin4966
      @shilashahabuddin4966 4 месяца назад +2

      This is not mohini Chowdhury's song

    • @shilashahabuddin4966
      @shilashahabuddin4966 4 месяца назад +1

      This is the song of Kazi Nazrul Islam

    • @mdraisulislam3860
      @mdraisulislam3860 6 дней назад

      @@shilashahabuddin4966 Right. গানের লিরিক্স দেখলেই বোঝা যায়।

  • @akhikhatun3504
    @akhikhatun3504 Год назад +18

    ভালোবাসার মানুষ পেয়ে গেলে
    বিরহ কি বুঝা যেত না।
    আর প্রেমের সুন্দর্য প্রকাশ পেত না

    • @jakirjibonjakirjibon4954
      @jakirjibonjakirjibon4954 10 месяцев назад

      এতো সুন্দর কমেন্ট, ফর্সা হলেই সুন্দর হয় না,সুন্দর মনও থাকতে হয়

  • @hafizulislamratan1089
    @hafizulislamratan1089 25 дней назад

    কী লিরিক, কী সুর। গানের কী মায়া!❤❤❤❤

  • @ritandas7079
    @ritandas7079 Год назад +2

    আজকে উনাকে হারিয়ে পেললাম।এই অপুরনীয় ক্ষতি কখনো পুরণ হবার নয়।

  • @raihanatips
    @raihanatips 2 месяца назад +1

    যে ভালোবাসতে জানে সে ভালবাসা পায় না, আর যে ভালোবাসতে জানে না তাঁর চারপাশে ভালোবাসার নীড় থাকে অমলিন।

  • @md.abdussattar2272
    @md.abdussattar2272 10 месяцев назад

    যেদিন মনে খুব কষ্ট লাগে তখন গানটা শুনি আর চোখ দিয়ে অঝোরে পানি আসে। গানের কথা গুলো যেন আমার মনের কথা।

  • @ShashiRahman
    @ShashiRahman 3 года назад +14

    সেই প্রথম শোনার অনূভুতি নাড়া দেয়, কেনো এতো ভালো লাগে??? কেউ কি বলতে পারেন!!❤️

    • @salimjaman1167
      @salimjaman1167 3 года назад

      বয়সের গুণ!@ Shashi Rahman

    • @raselahmed4380
      @raselahmed4380 3 года назад

      তো আই কিত্তাম

    • @shahinoortuhin3514
      @shahinoortuhin3514 3 года назад

      যদি প্রেম নিরবে আসে। কারন আমার মতে এটি প্রেমময় সংগীত। যা শুনতে বার বার মন চায়।

    • @biddyutroy7209
      @biddyutroy7209 3 года назад +2

      কারন প্রথম কাউকে ভালো লাগার অনুভূতির কথা মনে পড়ে যায়।
      শুধু মাত্র প্রেমের মধুর সময়ের জন্য নয়-! কৈশোর থেকে যৌবনে পদার্পণ যখন করেছি তখনো এই গানটা ভালো লেগেছে এই বুড়ো বয়সে এসেও তাই আপনার আমার সকলের কাছে এই গানটা ভালো লাগে।

    • @tripasaha....6239
      @tripasaha....6239 2 года назад

      @@biddyutroy7209 একদম ঠিক..

  • @ahmedazad3669
    @ahmedazad3669 Год назад +3

    যে গান শুনলে আত্মায় প্রশান্তি আসে চোখ জলে ভরে যায় সেটাই তো গান
    প্রিয় কবি নজরুল

  • @nusratmaghnanusratmaghna559
    @nusratmaghnanusratmaghna559 2 года назад +11

    তার স্বরনেই গানটাতে কমেন্ট রেখে গেলাম। তার ভালোবাসার স্মৃতিচারণ হিসাবে।
    জানিনা কেন তাকে এতো ভালোবাসি❓ তাকে আমি ভালোবাসি অবিরাম ❤MN❤

  • @shabbirhossain4496
    @shabbirhossain4496 2 года назад +5

    ওগো সুদূরিকা আজো কি হবে না শেষ তোমাকে দেখার ও পালা....? কোথায় তুমি সুদূরিকা

  • @md.masudrana2762
    @md.masudrana2762 Месяц назад

    আহ কি সুন্দর দরদ দিয়ে গাইছেন। ❤❤❤

  • @md.delowarhossain9918
    @md.delowarhossain9918 2 года назад +9

    প্রেম নিজে কাঁদে অন্য কেউ কাঁদায়

  • @hasanraju1890
    @hasanraju1890 Год назад +1

    ছোটবেলা তেকে এই গানগুলো শুনে বড় হয়েছি, আজো খুঁজে খ্যঁজে শুনি। শিকড় তো এখানে।

  • @debikamukherjee3398
    @debikamukherjee3398 24 дня назад

    অপূর্ব অপূর্ব 🎉🎉

  • @asimaroymusic
    @asimaroymusic Месяц назад

    ❤❤❤❤ অসম্ভব অসম্ভব সুন্দর গান শুনলাম❤❤❤❤❤

  • @Prettiest_girl89048
    @Prettiest_girl89048 Год назад

    ছোট বেলায় শুধু ভালো লাগার জন্য শুনতাম ভালো লাগতো তাই। কিন্তু বড় হওয়ার সাথে সাথে গানের অর্থ গুলো বুঝতে পারলাম।
    সত্যি এ গান গুলো সকল সংগীত প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় অমর হয়ে থাকবে।।
    ❤❤❤❤❤❤❤❤

  • @sururekha.entertainment
    @sururekha.entertainment Год назад +1

    bertho prem er mon valo koara ek gaan,,,, osadharon

  • @arswaponhabib176
    @arswaponhabib176 3 месяца назад

    কি বলবো ভাষা নাই,এই গান গুলো শুনলেই হারিয়ে যাই সেই ফেলে আসা দিন গুলোতে,চোখের সামনে ভেসে উঠে কত শত সৃতি

  • @bananikhandoker2335
    @bananikhandoker2335 2 года назад +19

    মুগ্ধতা আর ভালোলাগায় মনটা
    ভরে যায়।সেই কৈশরের ভালোবাসায়
    মোহছন্ন। হৃদয়ের ভিতরটা নাড়া দিয়ে
    যায়।

    • @suvashito2978
      @suvashito2978 2 года назад

      সত্যি ই তাই.... 👌👍❤️

  • @abdurrashid-yr7gv
    @abdurrashid-yr7gv Год назад +2

    হায়রে প্রিয় সংগীত মন প্রান উড়ে যায় ভাবের কোন অজানা দিগন্তে।

  • @bipuldeb7790
    @bipuldeb7790 2 года назад +5

    পৃথিবীতে এক একটা গান তৈরী হয়েছে এক একটা শিল্পীর জন্য সম্পুর্ণ আলাদা ভাবে। ঠিক তেমনেই এই গানটা বোধহয় অনুপ ঘোষাল বাবুর জন্য তৈরী হয়েছে। সঙ্গীতের আমি লয়, স্কেল কিছুই বুঝিনা। কিন্তু গান অসম্ভব ভালোবাসি, ঠিক নিঃশ্বাসের মতো। এই গানটা অন্য কোন গুনী শিল্পীর গলায় শুনেও কেনো জানি তৃষ্‌না মেটে না।

    • @mohammadshoyeb77
      @mohammadshoyeb77 Год назад

      কোনকালে কোন শিল্পী এ গানে অনুপ ঘোষালকে ছাড়িয়ে উঠতে পারবে না। এত দরাজ কণ্ঠ আর হয় না। হাজার হাজার বার শুনেছি এ গান।

  • @সম্পামিত্র
    @সম্পামিত্র 9 месяцев назад

    কিছু গানের আবেদন কখনই ফুরোয় না। এই গান টি তেমনই একটি গান❤

  • @MdJony-kn2ks
    @MdJony-kn2ks 2 года назад +36

    আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান প্রাণ ভরে যায় শুনলে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @musicisland9081
      @musicisland9081 Год назад +2

      এটা নজরুল ইসলাম এর লেখা নয় ।ডেস্কটপ বক্স খুলে দেখুন এটা মোহিনী চৌধুরীর লেখা।

    • @Sumonvideos5448
      @Sumonvideos5448 Год назад +1

      ​@@musicisland9081এটা নজরুলেরই গান

    • @shilvhai9504
      @shilvhai9504 Год назад

      গৌরীকেদার ভট্টাচার্য্য (১৯৪৯)
      এটার রচিয়তা ও গীতিকার।

  • @arponchouhan2018
    @arponchouhan2018 2 месяца назад

    যদি ২০৭০ খ্রি অব্দি বেঁচে থাকতে পারি তাহলে এই গান আবার শুনতে আসবো ‌।
    এখন আমার বয়স ২৩ বছর।
    দেখি ২০৭০ এ এসে এই গানটি আবার শুনতে পারি, তাহলে শত জনমের স্বাদ কিছুটা হলেও পেতে পারবো হয়তো ...!

  • @mdpavel4827
    @mdpavel4827 2 года назад

    Jotoi suni abegpurno hoye jai..Kaji nojrul &singer k antorik babe hajaro srodda.

  • @shariful7080
    @shariful7080 Год назад +2

    হে প্রিয় শিল্পী, হে কিংবদন্তি, আজ আমরা তোমাকে হারালাম। 😢😢

  • @missnobija9614
    @missnobija9614 2 года назад +4

    গানগুলো সুনলে মনে হয় যেন মনের ভিতরের সব কষ্ট দুর হয়ে যায়,,গানগুলো যে কত ভাল লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না,যত বলি ততই মনে হয় কম হবে বলা

  • @shopnotithi2541
    @shopnotithi2541 2 месяца назад +1

    Old is gold ✨️

  • @FarhanTheDeveloper
    @FarhanTheDeveloper 7 месяцев назад +3

    তুমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয়, স্মৃতিতে রেখে দিলাম, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শোনতে এসে লাইক দিবে, তখন নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো, প্রিয় গানটা💔💔💔💔

  • @dipachatterjee5236
    @dipachatterjee5236 Год назад +3

    যখন ই একা থাকি এ গান শুনি। যতবার শুনি ততবারই ভালো লাগে।

  • @hafizrahman8050
    @hafizrahman8050 2 года назад +85

    চমৎকার এগানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম আর সুর করেছেন কমল দাশগুপ্ত- এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন মানে হয়না।

    • @bidyutkumarganguly6605
      @bidyutkumarganguly6605 2 года назад +8

      Nazrul ke tanlen keno ei gaane ? Kamal Babu o ei gaaner kono bhagidar non.

    • @manuroy2880
      @manuroy2880 2 года назад +3

      You are right

    • @kajaladhikary59
      @kajaladhikary59 2 года назад +17

      এক বিভ্রান্তি কাটাতে গিয়ে আর এক বিভ্রান্তি ছড়ালেন। এগানটির সুরকার কমল দাশগুপ্ত নয় শৈলেশ দত্তগুপ্ত । গানটির গীতিকার মোহিনী চৌধুরী । আমার কাছে গৌরীকেদার ভট্টাচার্যের সিডি আছে , যিনি প্রথম এই গানটি গেয়েছিলেন । সেখানে এই নাম‌গুলিই লেখা আছে ।

    • @regionalbengalitaste2246
      @regionalbengalitaste2246 2 года назад +10

      @@kajaladhikary59 যোগ্য জবাব, অল্প বিদ্যা ভয়ংকরী

    • @mhnayen5131
      @mhnayen5131 Год назад

      ​@@bidyutkumarganguly6605, ষ,সীরী

  • @manunathmanunath6994
    @manunathmanunath6994 2 года назад +11

    মধুর কন্ঠের গান❤️

  • @mdrayhanhossain8147
    @mdrayhanhossain8147 2 года назад +7

    আমার কলিজার পছন্দের গান ❤️❤️❤️

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 2 года назад +7

    অনুপ ঘোষালের কণ্ঠে নজরুল গীতি শত জনমের পাওয়া।হ্নদয় উজাড় করে মরমী কণ্ঠে মরমী গান। নমস্কার জানাই।🙏🌹🎧🙏🌹🎧

    • @kajaladhikary59
      @kajaladhikary59 2 года назад +1

      এটি নজরুলগীতি নয়।

    • @ratanpanda2322
      @ratanpanda2322 Год назад +1

      মোহিনী চৌধুরীর লেখা গান

    • @arifhasanmamun573
      @arifhasanmamun573 9 месяцев назад +1

      কাজী নজরুল ইসলামের লেখা।
      পড়াশুনা করে কমেন্ট করেন।

    • @bidhanray2950
      @bidhanray2950 6 месяцев назад

      This song is not a Nazrul Geeti. bhaijan

  • @lailahaillallah1394
    @lailahaillallah1394 2 года назад +8

    সকল প্রশংসা এক সৃষ্টিকর্তার
    "THE MANKIND IS A FAMILY"
    মহান সৃষ্টিকর্তার নিকট
    সকল হৃদয়ের প্রার্থনা হোক একটাই
    সৃষ্টি পরিবারের প্রতিটি প্রাণের জন্য
    সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই;
    সর্বান্তকরণে সবার সার্বক্ষণিক প্রচেষ্টাও হোক তাই.....

  • @imranmoon4338
    @imranmoon4338 Год назад +2

    সেই ২০০৪ সালে রেডিও তে ক্লাস ফোরে থাকতে শুনতাম,,আজ ২০২৩ সাল আমি বুড়া হয়ে যাচ্চি,,,গান যেনো চির যৌবনা💓💓

  • @joyontidas2173
    @joyontidas2173 4 месяца назад

    Excellent song and sweet singing ❤❤❤

  • @alpacino9226
    @alpacino9226 3 года назад +32

    আমার নানু এই গানটা অনেক শুনত। এখন নানু আর নেই। এই গানটা মাঝে মাঝেই আমার মাথায় আকাশ থেকে এসে পরে।

    • @rongon1552
      @rongon1552 3 года назад +2

      Ever green song

    • @gamingsajib4879
      @gamingsajib4879 3 года назад

      ভাল🤘🤘

    • @pankajgupta6678
      @pankajgupta6678 2 года назад

      শান্ত হও । নানু খুশি হবেন ।

  • @smahammed1698
    @smahammed1698 8 месяцев назад +3

    ওগো সুদূরিকা.....
    আজও কী হবে না শেষ
    তোমারে চাওয়ার পালা.....

  • @madhavmodak-ft1gj
    @madhavmodak-ft1gj 4 месяца назад

    কত বছর আগে শুনেছি তা প্রায় চল্লিশ বছর আগে, গানটা শুনলে তখনও যেমন বুকে কষ্ট অনুভব করতাম আজো সেই কষ্ট বহন করে চলেছি।

  • @Md.ZulfikerAliVutto
    @Md.ZulfikerAliVutto 7 месяцев назад

    খুব ভালো লাগে শুনতে!গানটি কল্পনার জগতে নিয়ে যায়!
    মনে করিয়ে দেয়,শিশু কালের সেই সুন্দর সকাল গুলো!
    মনকে বোঝায় কি ছিলে আমার গানের কলি গুলো!
    আসলে,এখন মনে হয়,
    যদি-,আরেক জনম আমি পাই গো!

  • @mizanurrahaman6144
    @mizanurrahaman6144 9 месяцев назад +3

    ওগো সুদুরিকা আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা.... সত্যি এ চাওয়ার কোন শেষ নেই,যুগ যুগান্তরের. …
    ....

  • @saikatdrawing9732
    @saikatdrawing9732 3 месяца назад

    আমি স্মৃতি করে রেখে গেলাম🥰🥰

  • @sonjoybormon3682
    @sonjoybormon3682 4 месяца назад

    আহা কি গান!আগের দিনের কথা মনে পড়ে গেল

  • @dhananjaysutradhar5939
    @dhananjaysutradhar5939 3 месяца назад

    সেই ছোট বেলা থেকে শুনছি। এখনো একই আবেগ, একই ভালোলাগা ❤️❤️❤️

  • @mirjatoukir6302
    @mirjatoukir6302 10 месяцев назад

    কোটি বছর পেরিয়ে যাবে, কিন্তু এই মাস্টারপিস চিরসবুজ হয়েই রয়ে যাবে।

  • @rahmanmoti
    @rahmanmoti 2 года назад +5

    আজও কি হবে না শেষ
    তোমার এ চাওয়ার পালা...♥♪
    প্রিয় গান। অনুপ ঘোষালের কণ্ঠ বলিষ্ঠ।

    • @pritiranjankarmakar9571
      @pritiranjankarmakar9571 Год назад +1

      এটা অনুপ ঘোষাল remake করেছেন মাত্র... এই গানটি প্রথমে 1942 এ গৌরীকেদার ভট্টাচার্য রেকর্ড করেছিলেন।

  • @abidanam1440
    @abidanam1440 2 года назад +3

    যার মনের মাঝে সংগীতের সুর আছে সে প্রেম প্রীতি ভালো বাসায় অদ্বিতীয় তাই না

  • @shakilahmed-py7uu
    @shakilahmed-py7uu 4 месяца назад

    দূরে আছো তুমি
    তবু দূরে নহ 🥰

  • @ramhorimozumder708
    @ramhorimozumder708 2 года назад +3

    মধুর সুরে হৃদয় বিদারক গান বটে
    গান টি শুনে খুব ভালো লাগলো ৷

  • @apuchandradas1935
    @apuchandradas1935 2 года назад +2

    এটা নজরুল এর গান।
    বড্ড ভালো লাগার একটি গান।
    উনার যে কয়েকটি গান শুনি,এটি অন্যতম।মন উতলা হলে গানটি শুনি;মনকে উতলা করার করার জন্যও গানটি শুনি।এ এক অন্য রকমের রোমান্স। 🙏💜💜

    • @mohammadshoyeb77
      @mohammadshoyeb77 Год назад

      দাদা, এটি নজরুল গীতি নয়। এটি মোহিনী চৌধুরীর লেখা গান। আমি নিজেই ৮৩ সাল থেকে গানটি শুনতাম। অজস্রবার গানটি শুনেছি।

  • @FreeSKYtv-FST
    @FreeSKYtv-FST 2 года назад +3

    গানের তাল নিয়ে কমপ্লেইন আছে। দারুণ এই গানটি শুনলেই মনে হয় তাল কাটছে, তাল কাটছে। অন্য কোনো তালে গানটি গাইলে গানটির লয়, ছন্দ, গতি শ্রুতিমধুর হতো। অনেক পুরোনো এবং বহুল শ্রুত বলেই এই তালেই গীত গানটি বাইবেল হয়ে যায়নি।

  • @khanarif247
    @khanarif247 Год назад +3

    পুরানো স্মৃতি মনে পড়ে গেলো

  • @riponmandal2945
    @riponmandal2945 6 месяцев назад

    ওগো সুদূরীকা........😢❤

  • @apufeni1016
    @apufeni1016 Год назад +5

    Awesome ❤

  • @jugalbandihits
    @jugalbandihits Год назад

    ছোট বেলায় দেখতাম বাবা শুনত গানগুলো অডিও ক্যাসেটে।তখন তার মানে বুঝতাম না।আজ বাবা নেই,গানগুলা শুনলে বাবার কথা তো মনে পড়েই আর অন্তরে একটা অন্যরকম প্রশান্তি পাই যা ভাষায় প্রকাশ করার মতো না।।সত্যিই তো,,,বিচ্ছেদেই প্রকৃত সুখ..... 😌

  • @Tamvir497
    @Tamvir497 2 года назад +4

    আমি ২০২৩ এ শুনতেছি আমার খুব ভাল লাগে ছোট থেকে

  • @md.delowardossain6031
    @md.delowardossain6031 2 года назад +4

    পৃথিবীতে প্রেম বলে কিছু নেই

  • @shilvhai9504
    @shilvhai9504 Год назад

    আহা❤

  • @EasilyExplainedE
    @EasilyExplainedE Месяц назад

    দয়ে করে এই বাংলা গানগুলোতে বিদেশি মডেলদেরকে দেখাবেন না। এই গানগুলোতে আমরা এমন কিছু পাই, যা চিত্রে প্রদর্শিত প্রেমের স্বরূপেরও অনেক উর্ধ্বে, অনেক মহান, অনেক পবিত্র।

  • @hridoykhan8326
    @hridoykhan8326 11 месяцев назад

    মুগ্ধ হয়ে যাই গান গুলো শুনে🖤🌸

  • @amarmonerjagot
    @amarmonerjagot 3 месяца назад

    এই গান আমার দাদার জেনারেশন শুনতো তারপর আমার বাবা.চাচা.আমার ফুফুরা ও শুনতো আমিও এই গান শুনি আর এখন আমার মেয়েরাও আমার শোনা সব পুরনো গান গুলি শুনতে পছন্দ করে এটাই হয়তো গানের প্রতি ভালোবাসা এই গান গুলি সারাজীবন অমর হয়ে থাকবে ❤❤❤

  • @Innocent5008
    @Innocent5008 8 месяцев назад

    Lovely mon vhore gase ❤❤

  • @badrulahsankhan4248
    @badrulahsankhan4248 2 года назад +1

    অসাধারণ হয়েছে।

  • @mdakash7093
    @mdakash7093 2 года назад +2

    আহা কি গান,শুনলে শুধু শুনতেই মন চায়

  • @Isratjahan-ti2ei
    @Isratjahan-ti2ei Год назад

    ভালাবাসা ঐ সীমাহীন নীল আকাস,,যার শেষ নেই যা প্রতিনিয়ত বেড়েই চলে

  • @user-pw6pc9dd6
    @user-pw6pc9dd6 Месяц назад

    এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাথা মালা ওগো সুদুরিকা আজও কি হবে না শেষ তোমারও চাওয়ার ও পালা
    স্বপনে আমার সাথী হারা রাতে পেয়েছি তোমায় পলকে হারাতে তোমারে খুঁজিতে যে দ্বীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ ও জ্বালা তোমারও চাওয়ার ও পালা ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারও চাওয়ার ও ভালো মনে মনে তবু স্বপ্ন বাসর ঘড়ি এনেছি হৃদয় মিলনের গান এ ভরিয়ে দূরে আছো তুমি তবু দূরে না হও স্মরণে সুদায় গড়েছো বিরহ প্রেম যেন তব সুদূর গগন হতে চাঁদেরও জোছনা ডালা তোমারও চাওয়ারোপালা এনেছে আমার শত জনমের প্রেম আখি জলে ঘাতামালা ওগো সুদরি কা আজো কি হবে না শেষ তোমারও চাওয়ারও পালা

  • @abdurrashid-yr7gv
    @abdurrashid-yr7gv Год назад +1

    যে গান শুনে অতীত সৃতি গুলিমনে উথলে উঠে।।

  • @anirbanganguly6678
    @anirbanganguly6678 3 года назад +21

    One of my favorite singer 👍....

  • @mdtaj4450
    @mdtaj4450 2 года назад +89

    প্রিয় কবি নজরুলের অনন্য কীর্তি,,,,,,,, রবিন্দ্রনাথের নামে প্রচার করে,,, ওরা জানে না, নজরুলের সাথে কারো তুলনা হয় না

    • @md.jahidhasan97
      @md.jahidhasan97 Год назад +10

      এই গানের গীতিকার Mohini Chowdhury, কাজী নজরুল ইসলাম নন।

    • @KamrulHasan-zk1sj
      @KamrulHasan-zk1sj Год назад +11

      ​​@@md.jahidhasan97 গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম

    • @mihirmazumder9810
      @mihirmazumder9810 Год назад +9

      ১৮৬১ সালের ৭ই মে রবীন্দ্রনাথের জন্ম
      ১৮৯৯ সালের ২৪ শে মে নজরুলের জন্ম
      তার মানে দাড়ায় রবী ঠাকুর ৩৮ বছরের বড়।
      আর একটা কথা ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পায় নজরুলের বয়স ছিলো ১৪ বছর।
      ব্যাপারটা মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি।

    • @asrafulrahman9596
      @asrafulrahman9596 Год назад +12

      @@mihirmazumder9810 বয়স দিয়ে শ্রেষ্ঠত্ব মাপা যায়না

    • @asrafulrahman9596
      @asrafulrahman9596 Год назад

      @@mihirmazumder9810 রবি ঠাকুর আমাদের ফারসি মহাকবি শেখ সাদির কবিতা চুরি করে বাংলা করে তার নিজের নামে চালাত😆😆

  • @me_saykat
    @me_saykat 7 месяцев назад

    Speechless❤❤

  • @linarahman9231
    @linarahman9231 3 года назад +75

    এই গানটির গীতিকার মোহিনী চৌধুরী।
    সুরকার শৈলেশ গুপ্ত।
    গানটার মূল শিল্পী গৌরীকেদার ভট্টাচার্য্য।
    ১৯৮২ সালে অনুপ ঘোষালও রেকর্ড করেন।

    • @bkcheers5708
      @bkcheers5708 2 года назад +2

      একদম সঠিক তথ্য দিয়েছেন লীনা রহমান ।

    • @hasemabul3287
      @hasemabul3287 2 года назад +4

      Wrong information. This song made by Nazrul Islam.

    • @kajaladhikary59
      @kajaladhikary59 2 года назад

      ঠিক। তবে শৈলেশ দত্তগুপ্ত হবে।

    • @sonialitu9972
      @sonialitu9972 2 года назад +1

      নজরুল ইসলাম নন এ গানের গীতিকার

    • @ashutoshroy7463
      @ashutoshroy7463 2 года назад

      আপনি একদম ঠিক বলছেন...

  • @hasp8300
    @hasp8300 2 года назад +4

    250 নাম্বার কমেন্ট করলাম
    19/9/2022 সালে কেউ কি শুনছেন ❤

    • @ashamone3361
      @ashamone3361 11 месяцев назад

      2024 এ শুনছি😊

  • @mdroney5210
    @mdroney5210 11 месяцев назад +2

    ২০২৪ এ গান টা শুনতেছি

  • @szz7713
    @szz7713 Год назад

    আহা কত সুন্দর!

  • @yousufmia5307
    @yousufmia5307 2 года назад +2

    মাঝে মাঝেই গানটি শুনি অনেক ভালো লাগে খুব সুন্দর

  • @srabanisaha4776
    @srabanisaha4776 3 месяца назад

    সবসময়ের ভালোলাগা গান!