abar hobe to dekha song

Поделиться
HTML-код

Комментарии • 618

  • @runarunkumar5173
    @runarunkumar5173 2 года назад +196

    চিরকালীন ইচ্ছে সবার, এ দেখা যেন শেষ দেখা না হয়।
    কি জাদু আছে কে জানে, ১৫ বছর বয়সে এই গান শুনেছি, আজ ৬০ বছরেও সেই আবেগ, আবেদন।
    কালজয়ী।

  • @sayanimandalmotivational
    @sayanimandalmotivational 4 месяца назад +11

    "এমন তো হতে পারে সব‌ই তুমি খেলা ভেবে নিয়েছো,খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।" যা করেছো হয়তো ভালোই করেছো... তাইতো আজ এই গান এতখানি হৃদয়স্পর্শী হল!😢

  • @baidyanathparimalmallick6156
    @baidyanathparimalmallick6156 Месяц назад +18

    এই গান শুনলে কত কিছুই মনে পড়ে।
    ধন্যবাদ গীতিকার, সুরকার, এবং মান্না দে কে।

  • @DHAKASTORY
    @DHAKASTORY Год назад +61

    গভীর রাতে কানে হেডফোন লাগিয়ে শুনছিলাম। পাশে খোলা জানালা দিয়ে মৃদু ঠান্ডা বাতাস শরীর জুড়াচ্ছে। আহা গান! গান শুনে কেমন জানি হয়ে যাই

  • @biswajitchakrabortty6337
    @biswajitchakrabortty6337 Год назад +69

    আকাশে যতদিন সূর্য-চন্দ্র থাকবে মান্না দে মহাশয় ততদিন অমর হয়ে থাকবেন।

  • @azmrana290
    @azmrana290 2 года назад +104

    ১৫ বছর থেকে শুরু করে আজ ৩০ বছর পর্যন্ত গানের সেরা গুলোর তালিকায় রয়েছে। এবং দিন যতো যাবে ততোই এই গানটি ভাল লাগবে। এটা কাল জয়ী গান।

  • @kallolkumardatta2621
    @kallolkumardatta2621 Год назад +23

    এখন অনেক ভালো ভালো নতুন গান হয়েছে, তবে মান্না দের গানের এই রকম কথা সুর এবং অবশ্যই শিল্পীর গাওয়া এই দরদী গলা আর খুঁজে পাওয়া যায়নি। সারাজীবন উনি আমাদের মধ্যে বেঁচে থাকুন গানের মাধ্যমে। অসাধারণ প্রতিভা, অসাধারন গায়ক। ভালো থাকুন মান্না দে, আপনি চিরজীবন আমাদের মনের মধ্যে রয়ে যাবেন । প্রথম আপনার গান ১৯৭২ সালে আমাদের বাড়ীর কাছে কোনো এক জলসায় শুনেছিলাম সে সব এখন অতীত। এরপর আরো বহুবার আপনার গান শুনেছি বিভিন্ন জলসায়। অসাধারণ সব গান । সত্যি কথা বলতে কি জীবনে আপনার কোনো জলসা আমি পয়সা দিয়ে দেখিনি, এর থেকে ভাগ্যবান আর কি হতে পারে?

  • @samirnaskar659
    @samirnaskar659 22 дня назад +2

    এই গান টি শুনলেই আমার চোখে জল এসে যায়। অনেক ভালো লাগার গানের মধ্যে এটি ও একটি। মান্না বাবু এরকম কত অজস্র মনি মুক্ত উপহার দিয়ে গেছেন সব বয়সের জন্য।

  • @ghoshbk12
    @ghoshbk12 11 месяцев назад +20

    যেমন কথা, তেমনই গায়কী, তেমনই যন্ত্রানুসঙ্গ- সব মিলে মিশে স্বর্গীয় সুষমা সৃষ্টি করেছে।

  • @mafujabibi4773
    @mafujabibi4773 4 месяца назад +39

    তোমাকে না হারালে হয়তো এই গান এতো পিয় হত না এই সব গানের মধ্যে বেঁচে থাকুক হাজারো হারিয়ে যাওয়া ভালোবাসা 😢😢😢😢

  • @minhazuddin5571
    @minhazuddin5571 Год назад +84

    মান্নাদে কে সুরের রাজা বলা হয়
    অসাধারণ গায়ক যার সুরে সবাই বিমুহিত সুরবিত হচ্ছে। চীরকাল সবার অন্তরে তিনি বেচে থাকবেন।

  • @pronayjitpaul8980
    @pronayjitpaul8980 Год назад +79

    আবার হবে তো দেখা
    এ দেখাই শেষ দেখা নয়তো
    আবার হবে তো দেখা
    এ দেখাই শেষ দেখা নয়তো
    কি চোখে তোমায় দেখি
    বোঝাতে পারিনি আজও হয়তো
    এ দেখাই শেষ দেখা নয়তো
    যাবার বেলায় আজ কেনো যে কেবলই মনে পড়ে গো
    অসময়ে নীল আকাশে কত দিন কত মেঘ ধরে গো
    শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো
    এ দেখাই শেষ দেখা নয়তো
    এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো
    খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো
    বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে
    হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে
    কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো
    এ দেখাই শেষ দেখা নয়তো
    আবার হবে তো দেখা
    এ দেখাই শেষ দেখা নয়তো
    এ দেখাই শেষ দেখা নয়তো🥰

  • @user-vr9pl2wo2b
    @user-vr9pl2wo2b Год назад +45

    ভাবতেও অবাক লাগে যে তিনি আর আমাদের মাঝে নেই কিন্তু তার গানের মাধ্যমে তিনি আজও আমাদের মাঝে জীবিত আছেন❤❤❤❤😢😢😢

  • @nirmalkumar9696
    @nirmalkumar9696 4 месяца назад +5

    আমি যখন১৯৬১ ক্লাস ছিক্স এ পঢ়ি তখন এই গান টি শুনে ছিলাম । আমাৰ খুব ভালো লেগেছিল । বৰ্তমান আমাৰ বয়শ ৭৬ বছৰ । ধন্যবাদ ও নমস্কাৰ জানাইলাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramdasbhattacharjee922
      @ramdasbhattacharjee922 Месяц назад

      এ সব স্বর্ণ যুগের গান।শুনলেই মন ভাল হয়ে যায়।পিউর নস্টালজিক 👌

  • @chayonkumer1057
    @chayonkumer1057 Год назад +50

    প্রতিটা মানুষের জীবনের সাথে মিলে যায় গানগুলো

  • @pradipghosh4413
    @pradipghosh4413 8 месяцев назад +21

    যখন বুঝতাম না গানের লাইন গুলো তখন গলা মেলাতাম এগুলোর সাথে....আর এখন যখন প্রত্যেক টা লাইন এর মানে বুঝি শুধু শুনি বাকরুদ্ধ হয়ে শুধুই শুনি!❤

  • @saifulelahijehad8644
    @saifulelahijehad8644 2 месяца назад +3

    খুব ছোট বেলায় শুনতাম, না বুঝেও। এখনও শুনি। বুঝে। আহা অমৃত।

  • @arohi6590
    @arohi6590 Год назад +9

    এখানে সবারই কিছু না কিছু স্মৃতি আছে এই গান শুনে সকলেই নানান মন্তব্য করেছেন। সব পড়ে মনে হলো, সবাই সবার কস্ট নিয়ে জীবন অতিবাহিত করেন রয়ে যায় অসম্পূর্ণ কিছু কাহিনী।🖤🥺

  • @ramdasbhattacharjee922
    @ramdasbhattacharjee922 Месяц назад +1

    মান্না দের এই গান গুলো দশ বছর বয়স থেকে শুনছি।এখন 75 বছর বয়সের পরেও একই রকম প্রিয় ❤

  • @litonsarker3068
    @litonsarker3068 Месяц назад +6

    কোটি বছর পরেও পুরোনো হবে না।।। কালজয়ী গান

  • @user-dm8vf1lg1s
    @user-dm8vf1lg1s 5 месяцев назад +9

    প্রতিটি মানুষের জীবনের সাথে গান গুলো মিলে যায় ❤❤❤☺️

  • @user-pn2zo2pe1b
    @user-pn2zo2pe1b 10 месяцев назад +7

    হে অমর শিল্পী মান্না দে , তোমার সুমধুর কণ্ঠ আমরা চিরদিন হৃদয়ে লালন করে রাখবো ।
    তুমি শাশ্বত, চিরন্তন হয়ে বিরাজিবে মোদের মনের মণি কোঠায়।

  • @pankajroychowdhury8104
    @pankajroychowdhury8104 Год назад +8

    অপূর্ব সুন্দর কন্ঠ স্বর। গানের মানে
    এবং তাকে কি সুন্দর ফুটিয়ে তুলেছেন
    আজ মান্না দে নেই, তবু ভুলতে পারিনা
    গান গুলো।

  • @arjunroy922
    @arjunroy922 Месяц назад +5

    কত আবেগ জড়ানো গান

  • @RamprasadMohanta-di4ys
    @RamprasadMohanta-di4ys 2 месяца назад +10

    ১৯৮৭ সালে শেষ দেখা আজও প্রতি রাতে একা শুয়ে শুয়ে তোমার কথাই মনে পড়ে। হয়তো জীবনে আর কোন তোমার সাথে দেখা হবে না। খুব ইচ্ছা করে তোমায় শেষ দেখা দেখতে।

    • @RamprasadMohanta-di4ys
      @RamprasadMohanta-di4ys 2 дня назад

      1987 সালে আমরা মেদিনীপুরে vidyasaagar teachers' training college এ সহপাঠী ছিলাম, দুজনে দুই জায়গায় থাকতাম, ও মেদিনীপুর শহরের সিপাই বাজারে, আমি ডেবরার দলপতি পুরে। বহুদিন ওদের বাড়ি গিয়েছি খেয়েছি, মাসীমা খুব যত্ন করে খাওয়াতেন। আমরা বহূক্ষন বাসে গল্প করতাম, আমার বাস না ছাড়া পর্যন্ত। ও জমিদার বাড়ির মেয়ে আর আমি চা ওয়ালার ছেলে, চাকরি পাওয়ার কোন নিশ্চয়তা ছিল না, কোনদিন পাইনি। আমি ওকে আমার দারিদ্র্যের মধ্যে এন কষ্ট দিতে চাইনি। তাই ওকে মিথ্যা কথা বলছিলাম আমি বিয়ে করেছি। ও তখন আমাকে ভাত দিচ্ছিল, ওর করুন দৃষ্টিটা আমি আজও ভুলত পারিনি । আমি আজও ওকে ভুলতে পারিনি,ওর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, চোখে জল আসে, এখনও আসছে, 37বছর পরেও। জীবন সায়াহ্নে পৌঁছে গেছি তবু ভুলতে পারিনি।

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 Год назад +29

    মনে হয় এই পৃথিবীতে এর চাইতে এই গানটা আরো ভালো কেউ গাইতে পারবেন না।

    • @satyenrajbanshi757
      @satyenrajbanshi757 Год назад

      kk

    • @rajkumarraul3718
      @rajkumarraul3718 Год назад

      @@satyenrajbanshi757 0000০000000০00০00০০0

    • @anitamondal7137
      @anitamondal7137 Год назад

      তুলনা টা ও সব যায়গায় টানা যায় না।

    • @rajesh6737
      @rajesh6737 Год назад

      Sotti, ame apnader onek choto, 29 year ,, but amar kuv valo lage ai gan gulo, Amar kajer jonno baire thakte hoy baba ma chere

  • @balaramghosh992
    @balaramghosh992 Год назад +7

    মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি গুলো উপহার হিসেবে দিয়ে য়ায়। 🖤

  • @afire7149
    @afire7149 6 месяцев назад +3

    তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই। স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ, ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই, আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো। সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি। সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে। নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় । অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে। ÒতুমিÓ সুখে থেকো চির বান্ধবী, পারো যদি ভুলে যেও আমায, আমার হৃদয় ভাঙার অপরাধে অপরাধী করবোনা তোমায়। একাকি জীবন নিয়েছি মেনে, তোমারই সুখের প্রয়োজনে। রেখো না মনে আমার স্মৃতি ভালোবাসার হয়েছে ইতি, মনের বাঁধন ছিন্ন হলে কাউকে কি ধরে রাখা যায়? পারো যদি ভুলে যেও আমায়- - - - !!!

  • @santoshpatra9466
    @santoshpatra9466 Год назад +28

    এই গান গুলো কোনদিন পুরানো হতে পারেনা বা হতে পারেনা

  • @snigdhakarmakar6082
    @snigdhakarmakar6082 Год назад +17

    হারায়েছি যারে আজো খুজি তারে। গানের মাঝেই স্মৃতি খুজি বারে -বারে।

  • @rununath1803
    @rununath1803 Год назад +15

    সত্যি অসাধারন এ গানের তূলনা নেই যুগে যুগে সব বয়সের মানুষের কাছে এই গান অনবদ্য

  • @user-td6xe6df4y
    @user-td6xe6df4y 9 дней назад

    শান্তিদের ভট্টাচার্য , গানটি খুব সুন্দর পরিবেশন করেছেন !

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад +2

    হে সুরের জাদুকর, তোমার গুনমুগ্ধ শ্রোতাদেরকে অশ্রুসিক্ত করে তুমি হাসতে হাসতে, গাইতে গাইতে না ফেরার দেশে চলে গেলে। আর রয়ে গেল তোমার সুরেলা কন্ঠের জাদুকরী গানগুলো। সেই মধুময় গানগুলো তোমাকে করেছে অমর। না ফেরার দেশ থেকে তুমি আমার বিনম্র শ্রদ্ধা গ্রহণ করো মান্না জি।

  • @ahsinger1721
    @ahsinger1721 5 месяцев назад +2

    #AH singer
    আমার প্রিয় শিল্পীর প্রিয় গান টি অসাধারণ, দারুণ লাগলো, অনেক অভিনন্দন,

  • @gamingst5588
    @gamingst5588 7 месяцев назад +6

    হাজার বার শুনলে ও গানটা শুনতে ইচ্ছেকরে

  • @mr.biswas1623
    @mr.biswas1623 5 месяцев назад +7

    তখন আমি বাবাকে নিয়ে আছিকোলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে.... একই ওয়াড এ সে ও এসেছিল তার বাবার চোখের চিকিৎসার জন্য.. সাল টা 2019 সেই প্রথম দেখা.. আর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম তাকে... আজ 2024... আর দেখা হয় নি!! জানিনা আর কোনো দিন দেখা হবে কি না...

    • @user-vd8ul5vi9y
      @user-vd8ul5vi9y 4 месяца назад

      Osadharon prokito prem bhalo thakben 💙

    • @pravasenpghalder4949
      @pravasenpghalder4949 3 месяца назад

      Real song❤❤❤❤❤❤

    • @user-us9jc9kp6f
      @user-us9jc9kp6f 3 месяца назад

      দোয়া করি আবার দেখা হবে ইনশাল্লাহ

    • @user-iy9rn7sd3r
      @user-iy9rn7sd3r 2 месяца назад

      আবার দেখা হোক, এই প্রার্থনা করি

  • @mritunjaypal8118
    @mritunjaypal8118 Год назад +466

    সেই 1992 সালে তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল আজ 2022 এতবছরেও তোমার সঙ্গে আর দেখা হয় নাই জানি না, আবার দেখা হবে কি, না, যে খানে থাকো ভালো থেকো।

    • @satyambhookhun7326
      @satyambhookhun7326 Год назад +8

      Old song baharon merajeewon sabalo

    • @nitishdas7936
      @nitishdas7936 Год назад +14

      উনি না ফিরার দেশে চেলে গিয়েছে

    • @mritunjaypal8118
      @mritunjaypal8118 Год назад +11

      @@nitishdas7936 বানান টা তো লেখা শেখ

    • @mirakar3984
      @mirakar3984 Год назад +1

      .

    • @monsamm891
      @monsamm891 Год назад +8

      দু'চোখ বুজে দ্যাখো
      কাছ থেকে দূরে গেলে হারানোর ভয় নেই তো
      সে দেখাই শেষ দ্যাখাই নয় তো

  • @mdakashkhanadmin5259
    @mdakashkhanadmin5259 Год назад +12

    সত্যি আবারও দেখা হলো, আবারও হবে ইনশাআল্লাহ সেই আশাই

  • @Indianviewer99
    @Indianviewer99 Год назад +5

    2014 সালে সেই শেষ দেখা হয়েছে। কলেজের মধ্যে.....
    জানি না, আর হবে কিনা?
    যেখানে ই যে অবস্থায় থাকো সুখে থাকো।

    • @budhubhandary8553
      @budhubhandary8553 10 месяцев назад +2

      দুঃখ করো না বন্ধু

  • @gourchandrabormon2399
    @gourchandrabormon2399 Год назад +5

    বাংলা গানের সুরের সম্রাট মান্না দে।অমর হয়ে থাকবে তার গান গুলো

  • @soumitrapurkait5604
    @soumitrapurkait5604 Год назад +3

    সময়ের সাথে সাথে এই গানগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে যাচ্ছে।আর প্রতিবারে শুনার পর একটা কষ্ট যেনো মনে জেগে ওঠে।।

  • @sanchita782
    @sanchita782 Год назад +14

    হে শিল্পী তুমি আজও আছো, থাকবে আমাদের হৃদয়ে।

  • @jutonpaulpaul4384
    @jutonpaulpaul4384 Год назад +9

    এ কাল জয়ী এ গান গুলো
    হাজার হাজার বছর ধরে বাজুক
    বাঙালির কানে।

  • @gobindoadhikary1075
    @gobindoadhikary1075 2 года назад +30

    আমাকে ছেড়ে যদি কখনো চলে যাও
    তোমাকে কোনো দোষ দেবোনা।
    জীবনের শেষ প্রান্তে জেন একবার দেখা হয়
    সেই কামনা করি।।।

  • @wasimalhasanwasimalhasan6427
    @wasimalhasanwasimalhasan6427 Год назад +8

    জীবন তো শেষ হবে নিরবে তবুও তোমাকে দেখার ইচ্ছাটা থেকে যাবে।

  • @JuthikaBiswas280
    @JuthikaBiswas280 3 месяца назад

    অপূর্ব সুন্দর,, গানের কথা গুলো হৃদয়স্পর্শী ❤❤ ,,,, অবর হবে গো দেখা এই দেখা শেষ দেখা নয়তো 😢😍

  • @pankajroychowdhury8104
    @pankajroychowdhury8104 Год назад +1

    অপূর্ব সুন্দর কন্ঠ স্বর। ইনি হচ্ছেন মান্নাদে
    এতো হৃদয় স্পর্শী।আজো শুনলে মন ভরে
    যায়।

  • @bithisarkar2007
    @bithisarkar2007 Год назад +7

    মান্না দে আমার প্রিয় শিল্পী।

  • @snbcinema1264
    @snbcinema1264 Год назад +1

    প্রথম শুনি এই গানটা ক্লাস 11th এ পড়ার সময়, বছর দশেক হয়তো আগে। যখনই শুনি, চোখ ভরে যায় জলে। সত্যিই তো, একদিন তো আমিও পথের মতই হারিয়ে যাব পৃথিবী থেকে, আমার প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে। অত্যন্ত সত্যি কথা এই গানটিতে আছে। এ গান নিছক গান নয়, এ চিরসত্য জীবনদর্শন। আর সেই দর্শন কণ্ঠে মান্নাদে সুরে সুরে ঝরে পড়েছে।
    55
    Reply

  • @dsarkar6168
    @dsarkar6168 Год назад +2

    বিভিন্ন দারুণ বিখ্যাত গায়কদের গান শোনার পর ( মান্না দে, হেমন্ত কুমার, ইন্দ্রানী সেন তারপর অনিল চ্যাটার্জি গলায় (কে গেয়েছে মনে নেই) সিনেমার গানটা শুনে আমি nostalgic হয়ে পডি। কি অপূরব গান গুলো শুনতে দারুণ লাগল। অনিল চ্যাটার্জিকে দেখলেই ( বিশেষ করে চোখ দুটো দেখলে) খুবভালো মানুষ বলে মনে হয়। লিখলাম বলে কিছু মনে করবেন না।

    • @rjudoy1877
      @rjudoy1877 Год назад

      আপনি ও ভালো মনের মানুষ!

  • @chandamukherjee6002
    @chandamukherjee6002 Год назад +4

    আহা এমন শিল্পি আর হবেনা মন ভোরে যায় গান শুনে

  • @SDRMgaming
    @SDRMgaming Месяц назад

    Ei gola ti manna jir noy . Kintu je geyechen osadharon geyechen dada apni .

  • @FatiqueChandraRoy
    @FatiqueChandraRoy 7 месяцев назад +2

    আজকাল সবসময় এই গানটি শুনি। কেন জানি গানটি আমাকে আঁকড়ে ধরে থাকতে চায়।

    • @user-nr3lt6nz3y
      @user-nr3lt6nz3y 5 месяцев назад

      Asolei aajkaal aei gaan ti suni !keno jani gaanti amake ahkre dhure rakhte chay..!!❤

  • @sadiaafrin8582
    @sadiaafrin8582 Год назад +4

    এমনটাই যেন হয়,,,,, আবার যেনো কোনো এক বসন্তের গোধুলির আলোতে মেঘনার তীরে তোমার আমার দেখা হয়। এদেখা যেন শেষ দেখা না হয় 😥😥😥😥😥 সেই বসন্ত গোধুলি বেলা আজ কেবল স্মৃতি মাত্র😥😥😥😥

    • @MdManik-us3yk
      @MdManik-us3yk Год назад

      ১৯৮৮/ তে শে ষ দেখা আর হবে কি জানি না

  • @kuhinurhassan
    @kuhinurhassan 2 года назад +7

    সত্যিই ত কেন ভালোবাসার হারিয়ে যায়?ভালোবাসার মানুষ গুলি কেন বুজেনা তারা হাত ছেড়ে দিয়ে শুধু নিজেকে দুরে সরায় না সেই সাথে সাথে যে মানুষ টির হাত ছেড়ে দেয় সে মানুষ টার বাকী জীবনের হাসি আনন্দ কেড়ে নিয়ে জিন্দাবাদ লাশ করে দিয়ে যায়।ভাল থাকুক আমার হৃদয়ে থাকা মানুষ টা।

  • @nuruvi4392
    @nuruvi4392 Месяц назад

    যেদিন তুমি ঢাকা চলে যাচ্ছিলে, সেদিন শুধু এই গান টা শুনছিলাম। আর মনে হচ্ছিলো বুক ফেটে যাচ্ছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছো শুধু তাই মনে হচ্ছিলো।
    খুব মিস করতেছিলাম সেদিন।
    আর আজ দুজন একসাথে ১ বছর। সারাজীবন এমন করে থাকতে চাই প্রিয়তমা NK💜❤️

  • @shohagcr7297
    @shohagcr7297 Год назад +9

    In past :. We enjoy it
    2022:. We feel it❣️

  • @sajibdattasurjo2406
    @sajibdattasurjo2406 Год назад +3

    ~তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান যদি কোন দিন এই গানে শুর মেলায়, তাহলে ভেবে নিয়ো, সে ও তোমার মতো কোন এক মায়াবতী বেইমানের প্রেমে পড়েছে..., যেমনটা আমি তোমার প্রেমে পড়েছিলাম....!!
    ~প্রিয় দুঃখ-বিলাশ~

  • @siamsarker7953
    @siamsarker7953 Год назад +3

    Golam Mostafa,
    সেই ২০১৯ সালে শেষ দেখা হয়েছিল, আজ ২০২২ এর শেষ, তবুও তোমার আমার দেখা নেই, যেখানে থাকো, ভালো থেকেো প্রিয়

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +5

    This is my very very favourite oldest song of always every green and golden always 😂Thanks

  • @sumanmondal9574
    @sumanmondal9574 Год назад +3

    আমাদের প্রথম দেখা হয়েছিলো Chemistry Batch এ আর শেষ টা হলো Mumbai IIPS. জানি আর দেখা হবে না কথা হবে না।তোমায় দেখার আশা আমার সারাজীবন থাকবে।এভাবে সবটা শেষ হবে এটা ভাবতে পারিনি।

    • @kalyanibarman1148
      @kalyanibarman1148 3 месяца назад

      কিছু কিছু জিনিষ ভগবান কেড়ে নেন, হয়তো তা আমাদের নয়

  • @wondergirl9474
    @wondergirl9474 Год назад +4

    2019শেষ দেখা,,আর কখনো দেখা হবে না, আশাবাদী

  • @dominionfibreglassindustri2810
    @dominionfibreglassindustri2810 Месяц назад

    গান টি একবার শুনলে সারাদিন শুনতে ইচ্ছা করে। কি আবেগ জড়িয়ে আছে এই গানের মধ্যে।

  • @ramkrishnasasmal1899
    @ramkrishnasasmal1899 Год назад +8

    আমার বাবা 10th December 2021 এ স্বর্গগত হয়েছেন।আমার বাবা একজন জীবনযুদ্ধের বীর যোদ্ধা ছিলেন।শূণ্য হতে শুরু করে আমাদের জন্য রাজপ্রসাদ গড়েছিলেন।তিনি ছিলেন সততার পূজারী।আমার জীবনযুদ্ধের Inspiration.এই গান টা আমি আমার স্বর্গীয় বাবা কে dedicate করলাম।বাবা তুমি খুব খুব ভালো থেকো।আমার সাথে তোমার কোনো না কোনো জন্মে আবার দেখা হবে।আমি সেই অপেক্ষায় রইলাম।চিনতে না পারলেও সেদিন আমার অন্তর আত্মা যেনো বলে তুমি আমার অনেক অনেক আগের জন্মে ও কেউ ছিলে।ভালো থেকো বাবা।আমরা খুব খুব ভালো আছি।তোমার কটো ও খুব ভালো আছে।।।

    • @dewdrops5969
      @dewdrops5969 Месяц назад

      আপনার বাবার জন্য আকুতি আমার খুব ভাল লাগল। তাঁর স্মৃতিচারণ করুন , মনে হবে কাছে আছেন।

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Месяц назад +1

    This is my very favourite top song of mannada always evergreen and golden song always top 👌 song always Thanks 😊 ! 2:45 2:54 1:04 1:14

  • @atiqulhaque2319
    @atiqulhaque2319 Год назад +2

    কাছে থেকে দূরে গেলে, নেই কিছু হারাবার ভয় তো... এ দেখাই শেষ দেখা নয় তো... আহা মান্না দে বাংলার এসেট।

  • @PolyHalder-nr2wx
    @PolyHalder-nr2wx 2 месяца назад +2

    এই গানটা অনেক খুব খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর

  • @marufhowlader8987
    @marufhowlader8987 Год назад +3

    আবার দেখা হবে তুমি হয়তো ব্যস্ত থাকবে আমি হয়তো তোমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকবো❤

  • @Iqbalhossain-pl1ms
    @Iqbalhossain-pl1ms Год назад +1

    ২০১৬ এর পর আর দেখা নাই তবু প্রতিনিয়ত আছো হৃদয়ে।

  • @somnathlaha1477
    @somnathlaha1477 Год назад +5

    Manna Dey is Manna Dey. সুরের জাদুকর। 🙏

  • @panchugopalbhowmick9767
    @panchugopalbhowmick9767 3 месяца назад +2

    সত্যি এই সব গান আর হবে না

  • @user-fs2gq7tx4h
    @user-fs2gq7tx4h Год назад +2

    প্রণাম লহো এ গানের গুরু❤❤❤❤

  • @aungthowaimarma8367
    @aungthowaimarma8367 7 месяцев назад +1

    ২০১০সালে পরিচয় এরপর ভাল লাগার কথা বলতে গিয়েছিল ১টি বছর।২০১১সালে মন দেয়া-নেয়া,,২০২০সালে এসে হঠাৎ কেন যেন বদলে গেল,,কিছুতেই আর ফিরাতে পারিনি।।অন্যের হাত ধরে এক বৃষ্টি ভেজা বিকেলে আমার সামনে দিয়ে এত বছরের সম্পর্ককে এক নিমিষে শেষ করে চলে গেল।।সেই বৃষ্টিতে আমি ভিজিনি,ভিজেছে আমার দুনয়ন।সেইদিনের পর কোনদিন দেখা হয়নি,মনটাকে কিছুতেই বোঝাতে পারিনি,বিষণ্ন,ভাঙ্গা মনটাকে কিছুতেই ঠিক করতে পারছিলাম না।অনেক কষ্টে মনটাকে বুঝিয়েছিলাম, আমার থেকে অন্যের কাছে সুখে থাকবে ভেবেই,অন্যের হাত ধরে চলে গেছে।খুব ভালবাসি বলেই,তার সুখ কামনা করেছি।।ভাল থাকুক সে,অন্যের বাহুডোরে,অন্যের ঘরের আলো হয়ে।।তার সাথে হাঁটা শহরের চেনা রাস্তা গুলো আমাকে বারে বার,তার কথা গুলো মনে করিয়ে দেয়,স্মৃতি যেন পিছু ডাকে।তাই তার সাথে স্মৃতি জড়িয়ে থাকা পথগুলো এড়িয়ে চলার চেষ্টা করি,কিন্তু কোন না কাজে ঠিকই যেতে হয়।তাই তাকে ভুলে থাকার জন্য তার থাকা শহরটাই ছেড়ে চলে এসেছি বহুদূর।।।তবুও তার সুখ কামনা করে যাব,,ভাল থাকুক সে,সুখে থাকুক।।সব ভালবাসার পূর্ণতা হয়না।।কিছু ভালবাসা অপূর্ণতায় সার্থক হয়।।আমিও না হয় অব্যর্থ দের দলে রইলাম।।জানি না,আর কোন দিন দেখা হবে কিনা,,,,,,,ঠিক আগের মত করে!!!!

  • @skkamaluddin748
    @skkamaluddin748 Месяц назад

    পুজোর এধরনের গান শুনলে কি বিরক্ত লাগতো, কিন্তু একটা ধাক্বা যেন গানটাকে খুব প্রিয় করে দিয়েছে

  • @krishnachattopadhyay8779
    @krishnachattopadhyay8779 15 дней назад

    গানটি যিনিই গেয়ে থাকুন তিনি অত্যন্ত ভালো গেয়েছেন তবে যেসব শ্রোতাদের ঈশ্বর প্রকৃত কান দিয়েছেন তারা শুনলেই বুঝতে পারবে যে এই কন্ঠ মান্না দের নয় , এই গানটি যিনি গেয়েছেন তাঁকে শ্রদ্ধা জানিয়েই বলছি।

  • @user-bd8ms9ue7y
    @user-bd8ms9ue7y 4 месяца назад

    এখনকার মানুষেরা এই গানের চরিত্রের মানুষদের মত হয়। মানুষকে কেবল কাঁদিয়ে চলে। নিজেরা আনন্দে থাকে। কলিযুগ তাই।

  • @billalhossan433
    @billalhossan433 Год назад +2

    ২০১৯ সালে শেষ দেখা হয়েছিল জানিনা আার কখনো দেখা হবে কিনা কিন্তু যেখানে থাক ভালো থেকো।

  • @jagadevdas5297
    @jagadevdas5297 Год назад +9

    A Real Masterpiece of "मान्ना दे जी"...👌

  • @MdSaharali-sh3mz
    @MdSaharali-sh3mz Месяц назад

    এই শিল্পীর বিষয়ে কিছুই বলার নেই 🥰

  • @nasiruddinsheikh8573
    @nasiruddinsheikh8573 Год назад +2

    দারুণ পদ্ধতি! গায়ক তার নিজের নাম উহ্য রেখেছেন! সবাই ভাবছে এটাই বোধ হয় মান্না দের গাওয়া অরিজিনাল গান! মোটামুটি ভালো গাওয়া গানটা এভাবে এতো ভালো ভিউ পেতে পারে দেখে অবাক লাগলো!

    • @sumankundu1240
      @sumankundu1240 Год назад

      Correct, আমি কিশোর কুমারের গান কেউ কপি কোরলে instant বুঝতে পারি আপনার কমেন্টের পর নোটিশ কোরলাম এটি অন্য কারো গাওয়া from 🇧🇩

  • @mdazadhossain3185
    @mdazadhossain3185 Год назад +1

    Ki nikhut sur, kotha, music, ah- a jeno anonto kaler shilpi. R asbena 2nd manna de

  • @swapnabagchi2304
    @swapnabagchi2304 6 месяцев назад

    Asadharon. . . . Biroher gaan manei Manna De, ,

  • @bishjitghosh2698
    @bishjitghosh2698 Год назад +6

    অসাধারণ একটি গান। যা যুগের পর যুগ টিকে থাকবে।

  • @prodipray7659
    @prodipray7659 Год назад +1

    টেপ রেকোর্ডারে মান্নাদের গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পরতাম জানিনা।

  • @sudipnag2367
    @sudipnag2367 7 месяцев назад

    এই গান গুলির feeling বর্ণনা করা যাবেনা। really hriday ছুঁয়ে যায়

  • @kohinoorrahman5707
    @kohinoorrahman5707 7 месяцев назад

    গানের কথায় মন ভরে যায়।আাহাকি সুন্দ র❤মনে হয় সবসময়ই শুনি।গান না সুনলে ঘুম ই আসে না।

  • @manojchakravorty2916
    @manojchakravorty2916 Год назад +3

    যতবার শুনি তত বারই নতুন লাগে

  • @waiskhan2415
    @waiskhan2415 Год назад +5

    খুব সুন্দর গানগুলি৷

  • @robiulislam-jw1in
    @robiulislam-jw1in Год назад +1

    এত কান্না জে কোথায় থেকে আসে এ গান শোনার সময়

  • @babulhossain6238
    @babulhossain6238 Год назад +2

    গানটি যিনি কভার করেছেন, অনেক ভাল গেয়েছেন।

  • @jahedasekh2002
    @jahedasekh2002 6 месяцев назад

    গানটা সত্যি জীবনের সাথে মিলে যায় সত্যি বলতে মরণের সময়ও তোমাকে দেখার সাধ জাগবে জানিনা দেখা পাবো কিনা😢😢😢

  • @mdmarjiaaktar5804
    @mdmarjiaaktar5804 Год назад +5

    হয়তো আর দেখা হবে না ,,,

  • @priyangshushil354
    @priyangshushil354 Месяц назад

    উনি এই গানে অমর হয়ে থাকবেন।❤

  • @titughosh7420
    @titughosh7420 5 месяцев назад

    প্রনাম তুমায় এতো সুন্দর গান তুমার
    তুমার গান শুনলে নিজেকে হারিয়ে ফেলি তুমার গানে💚💚💚🙏🙏

  • @dev93895
    @dev93895 Месяц назад

    এই গানগুলো শোনার জন্য অনেকে আমাকে মুরব্বি বলে ডাকে।৷ তারা কবে বুঝবে কলিজা কাপানো এসব গানের কথা?

  • @sarkerashikpalash
    @sarkerashikpalash Год назад +1

    ২০০৭ এ শেষ দেখা, আজ এখন পর্যন্ত আর দেখা হলো না।❤FYN❤

  • @cloudrain9670
    @cloudrain9670 Год назад +5

    Greatest Singer in Bangla . No doubt

  • @indranilroy5633
    @indranilroy5633 9 месяцев назад +1

    Old is Gold. Very Beautiful and Pathetic Bengali Song of Famous Male Bengali Singer Manna Dey.

  • @nayanrudra5250
    @nayanrudra5250 3 месяца назад

    ২০২৪ এ আজও গানটা মনের ভাষা কি অপূর্ব ভাবে প্রকাশ করে।

  • @user-ce6ky8sl9w
    @user-ce6ky8sl9w 7 месяцев назад

    ভালো বাসার মানুষের সাথে সারাটা জীবন না কাটানোর একটা খুব ভালো দিক আছে, সেটা হলো কার কাছে কার মূল্য বা মনের চাওয়াটা কমে না,সবকিছু টাটকা থেকে জায়,জা পচেও না গন্ধ ও হয়না,না পাওয়ার আফসোস টা থেকে জায় মৃত্যুর আগ মুহূর্ত অবধি, এটাই সবচাইতে বেশি লাভ,কমে যাওয়ার ভয় নেই,শুধু বেড়েই জাবে,মানুষ তার আকাখিত জিনিস পেলে তার কদর করতে ভুলে জায়, যেমন বিপদে না পরলে আমরা নিজের সৃষ্টি কতাকে ভুলে জায়,তেমনি বিরহ না থাকলে আমরা ভালোবাসার মুল্য বুঝতামনা।