এরপর আমার চাচাতো ভাই এর কাছ থেকে আমি ৪৬ শতক কিনে নিয়েছি , ওর কাছে বাকি জায়গা আছে ১৪ শতক । এই ১৪ শতক জমি সে আমাকে না দিয়ে বাহিরের একজন মুসলিমকে বিক্রি করে দিয়েছে । এখন লোকটা আমার অনেক বিপদের কারণ হয়ে দারিয়েছে ।
স্যার জমিটা আমার অনেক দরকার । যে দাগে জমি বিক্রি করেছে সেই দাগে মোট জমি আছে ১২০ শতক । সেখানে আমার চাচার ৬০ শতক , আমার বাবার ৬০ শতক । আমার চাচাও মারা গেছে , আমার বাবাও মারা গেছে ।
স্যার আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা, আমি একটি 4 শতক জায়গা কিনেছি মূল শরীরের কাছ থেকে23/07 2024 সালে, আমার গর্ভধারিনী মা আর অন্যজনেরা 2011 সালে অন্য মূল শরীরকের কাছ থেকেএকই সময়ে একই সাথে কিনেছে, ওরা রেকর্ড করেছে, আমার মা এখনো রেকর্ড করেনি, অন্যজনেরা আমার উপর পি এন সন করেছে, স্যার তাহলে আমি এখন কি করবো নোটিশে লেখা আছে নন নোটিফাইড কো শেয়ার হইতাছে, কোন ইনজেকশন জারি হয়নি, কোন হস্তান্তর করা যাবে না সেটাও লেখা নেই, তাহলে কি আমার মাকে আমি দানপত্র করে দিলে কি কেসটা ডিসমিস হয়ে যাবে
A বি এস খতিয়ান এর মালিক A বিক্রয় করেছে B এর কাছে B ক্রয় সূত্রে দলিল মূলে জমির মালিক ৮ শতাংশ B বিক্রি করেছে C এবং D দুই ভাইয়ের কাছে ৬.৫ শতাংশ D তার অংশ ৩.২৫ শতাংশ বিক্রয় করে দিয়েছে E এর কাছে । E ক্রয় করে মিউটেশন করেছে . এখন B প্রিয়েমশন করেছে E এর দলিলের উপর। এখন কি করনীয় ?
Good
এরপর আমার চাচাতো ভাই এর কাছ থেকে আমি ৪৬ শতক কিনে নিয়েছি , ওর কাছে বাকি জায়গা আছে ১৪ শতক । এই ১৪ শতক জমি সে আমাকে না দিয়ে বাহিরের একজন মুসলিমকে বিক্রি করে দিয়েছে । এখন লোকটা আমার অনেক বিপদের কারণ হয়ে দারিয়েছে ।
স্যার জমিটা আমার অনেক দরকার । যে দাগে জমি বিক্রি করেছে সেই দাগে মোট জমি আছে ১২০ শতক । সেখানে আমার চাচার ৬০ শতক , আমার বাবার ৬০ শতক । আমার চাচাও মারা গেছে , আমার বাবাও মারা গেছে ।
স্যার আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা, আমি একটি 4 শতক জায়গা কিনেছি মূল শরীরের কাছ থেকে23/07 2024 সালে, আমার গর্ভধারিনী মা আর অন্যজনেরা 2011 সালে অন্য মূল শরীরকের কাছ থেকেএকই সময়ে একই সাথে কিনেছে, ওরা রেকর্ড করেছে, আমার মা এখনো রেকর্ড করেনি, অন্যজনেরা আমার উপর পি এন সন করেছে, স্যার তাহলে আমি এখন কি করবো
নোটিশে লেখা আছে নন নোটিফাইড কো শেয়ার হইতাছে, কোন ইনজেকশন জারি হয়নি, কোন হস্তান্তর করা যাবে না সেটাও লেখা নেই, তাহলে কি আমার মাকে আমি দানপত্র করে দিলে কি কেসটা ডিসমিস হয়ে যাবে
স্যার এখন আমি কি করব ? জমির দাম দিগুণ লিখেছে
স্যার আমার চাচাতো ভাই জমি বিক্রি করেছে । এখন আমি প্রিয়েন্সন মামলা করতে চাই । কিন্তু সমস্যা হচ্ছে জমির দাম অনেক বেশি লিখেছে । এখন আমি কি করব ।
A বি এস খতিয়ান এর মালিক
A বিক্রয় করেছে B এর কাছে
B ক্রয় সূত্রে দলিল মূলে জমির মালিক ৮ শতাংশ
B বিক্রি করেছে C এবং D দুই ভাইয়ের কাছে ৬.৫ শতাংশ
D তার অংশ ৩.২৫ শতাংশ বিক্রয় করে দিয়েছে E এর কাছে । E ক্রয় করে মিউটেশন করেছে .
এখন B প্রিয়েমশন করেছে E এর দলিলের উপর। এখন কি করনীয় ?
ক্রেতা যদি অগ্রক্রয় মামলা করার পর দাতাকে জমিটা ফিরত দিয়ে দেয়! তাহলে কি মূল্য টাকা টা ফেরত পাবো
হাই