#বাংলাভাগ

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • সাধারণত বলা হয় মুসলমানরা বাংলাভাগ করেছিল।
    আবার বলা হয় যোগেন্দ্রনাথ মণ্ডল বাংলাভাগ করেছিলেন।
    আসলে কারা বাংলাভাগ করেছিল তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন বিশিষ্ট সাহিত্যিক - নকুল মল্লিক।

Комментарии • 2,9 тыс.

  • @a.h.marjaan2911
    @a.h.marjaan2911 Год назад +50

    কি বলবো? খুব খারাপ লাগে। বাংলাদেশ থেকে বলছি, বাড়ি থেকে একটু দূরেই কাটাতারের বেড়া। হৃদয় টা ফেটে যায়। ওপারেই তো আমাদের রক্ত।

  • @md.amjadhossain7819
    @md.amjadhossain7819 3 года назад +75

    বাঙলা ভাগ বিষয়ে এমন কঠিন বক্তব্য কখনো শুনিনি। বক্তাকে অনেক ধন্যবাদ।

  • @abbasuddin5616
    @abbasuddin5616 3 года назад +299

    আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে যতটুকু জেনেছি ইতিহাস পড়ে উপলব্ধি করেছি তাতে মনে হয় উনার বক্তব্য ১০০% সত্য ।

  • @RabbiAhmed-cd4pq
    @RabbiAhmed-cd4pq Год назад +6

    রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি আসলেই আপনি চমৎকার বক্তব্য। স্যালুট আপনাকে।

  • @shahidulislamkomol707
    @shahidulislamkomol707 4 месяца назад +118

    ভারত ভাগ এবং বাংলা ভাগ নিয়ে তথ্য বহুল বক্তব্য এর আগে শুনি নাই বা শোনবার চেষ্টা করি নাই। আসলে সকলের সত্যিকার ইতিহাস জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে।

    • @KheyaHussain
      @KheyaHussain Месяц назад +1

      এ বক্তব্য শুনবার পর সমস্ত শরীর মন অস্থির হয়ে যাচ্ছিলো। কেমন একটা অদ্ভুত অনুভূতি। কখন যে নিরবে অথচ একবুক হাহাকার নিয়ে কেঁদে উঠেছি নিজেও জানিনা.... 😢😢।
      জানি এ কান্নায় এখন আর কিছু আসে যায় না.... কিন্তু কেন চোখ ভিজে যায় তাও জানি না।
      মিথ্যের বেসাতে সত্য টা মরতে বসেছে। কিন্তু আমি চাই এ ব্যক্তব্যটা যেন সত্য হয়। আমাদের এ অনুভূতি গুলোর যেন আর মরন না হয়।

    • @MdsujanMia-jr6gh
      @MdsujanMia-jr6gh Месяц назад +1

      আজ সত্য ইতিহাস শুনলাম

  • @mdkamal-my8zx
    @mdkamal-my8zx 8 месяцев назад +49

    আপনার এই বক্তব্য যেন বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার সব মানুষ জানতে পারে আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য

  • @shamsulwares6971
    @shamsulwares6971 Год назад +109

    আমরা এক ছিলাম । এক থাকতেও চেয়ে ছিলাম । বাংলাদেশ থেকে বলছি ।
    নকুল মল্লিক দাদা সাহসি এক যোদ্ধা ।

    • @MdAbdurrohman-xr6yd
      @MdAbdurrohman-xr6yd 4 месяца назад

      Sabas mallik dada

    • @AKarim-pd6jf
      @AKarim-pd6jf 3 месяца назад

      Both Bangla together can make the most harmony economically socially and militarily in Indian sub continent

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 3 месяца назад

      তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ পূর্ব বঙ্গকে অর্থনৈতিক পশ্চাদভূমি (hinterland) হিসেবে ব্যবহার করে শোষণ করেছে। ব্রিটিশ ভারতের শতকরা ৭০ ভাগ পাট চাষ তৎকালীন পূর্ববঙ্গে উৎপন্ন হলেও একটা পাটকলও সেখানে প্রতিষ্ঠিত হয় নি। বরং সেই পাট চলে যেত পশ্চিম বঙ্গে। শুধু পাটের ন্যায্য হিসেব করলেই তৎকালীন পূর্ববঙ্গ উন্নতির স্বর্ণশিখরে উন্নীত হতে পারতো। উচ্চবর্ণের অত্যাচার, লাঞ্ছনা থেকে রেহাই পাওয়ার জন্যে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষ পার্টিশন চেয়েছিল

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 3 месяца назад

      বাঙালি জাতির ইতিহাস কখনোই বর্ণপ্রথা থেকে মুক্ত নয়। হিন্দু জনগোষ্ঠীর একটা অংশ ছিল অস্পৃশ্য সম্প্রদায়। অস্পৃশ্য মানে যাকে স্পর্শ করা বা ছোঁয়া যায় না। কোন বর্ণে তাদের স্থান হয়নি, কোন জাত নেই তাদের, মানে অজাত। এছাড়াও বিভিন্ন বর্ণের মানুষের মাঝে বিভাজন তো আছেই। এখনকার চাইতে আগের সময়ে বেশি ছিল এর তীব্রতা। হাজার হাজার বছরের পুরানো এই বর্ণভেদ। একটা সম্প্রদায়ের মানুষকে স্পর্শ করাই যদি নিষিদ্ধ হয়, তাইলে সবাই এক ছিল সেকথা সঠিক হয় কীভাবে?

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 3 месяца назад

      মন্তব্য করলে পরে আর পাওয়া যাচ্ছে না কেন ?

  • @kantimahmood6977
    @kantimahmood6977 3 года назад +112

    সাবাস নকুল মল্লিক সাহেব। পশ্চিম বাংলার কিছু কুলাংগারদের ইতিহাস জানানোর জন্য নতুন করে। এজন্য আপনাকে হাজার ধন্যবাদ ও সালাম জানাই।

  • @azamtalukdar4363
    @azamtalukdar4363 5 месяцев назад +23

    বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালো লাগলো আপনার বক্তব্য। অনেক না জানা ইতিহাস জানলাম।

  • @warrior...c....w...
    @warrior...c....w... 3 года назад +25

    ডাইনিরা চলে গেলেও আজও আমরা বাংলা ভাগের অভিশাপ বয়ে বেড়াচ্ছি। আজ পৃথিবীর অনেক দেশ মিলে সেন্টজোন্স গঠন করেছে বহু পূর্বেও। কিন্তু আমরা যুদ্ধে লিপ্ত রয়েছি।

  • @saijuddinahmmed4088
    @saijuddinahmmed4088 3 года назад +30

    সত্য কথা তুলে দরার জন্য ধন্যবাদ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @partha9752
      @partha9752 3 года назад +1

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @champu8420
      @champu8420 2 года назад

      @@partha9752 🙂

  • @PappuRoyCyclist
    @PappuRoyCyclist 2 года назад +90

    ১৯৪৭ সালে দাদু ঠাকুমা নোয়াখালী থেকে পশ্চিম বাংলায় চলে এসেছিলো। তারপর আর কখনো বাংলাদেশ কেউ যায়নি। আমি সাইকেল নিয়ে বাংলাদেশ ঘুরে এসেছি ♥️ দেশটা খুব সুন্দর ♥️

    • @asitbiswas3229
      @asitbiswas3229 2 года назад +1

      No

    • @dr.abdurrazzaquekhan3665
      @dr.abdurrazzaquekhan3665 Год назад +12

      @Pappu Roy Cyclist আপনি আবার বাংলাদেশে আসলে আমাকে জানাবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপক।

    • @PappuRoyCyclist
      @PappuRoyCyclist Год назад +3

      @Abdur rejjaque অবশ্যই, ডিসেম্বর মাসে দেখা হবে

    • @shadhinahmed9729
      @shadhinahmed9729 Год назад +6

      দাওয়াত রইলো ভাই বাংলাদেশ আসার জন্য

    • @sendilip19
      @sendilip19 Год назад +4

      দেশভাগের প্রয়োজনটা কী ছিল? হিন্দু মুসলিম দ্বন্দ্ব? কিন্তু দেশভাগ হলে যে সেটা বাড়বে এতো সর্বজনবিদিত। এবং দলে দলে উদ্বাস্তু হবে এপারে ও ওপারে। আসল সমস্যা কি দুটো রাজা হয়ে গিয়েছিল? নেহেরু ও জিন্না?

  • @sanjitdebnath7255
    @sanjitdebnath7255 2 года назад +12

    ধন্যবাদ,সত্যি অনেক সত্য জানার সুযোগ পেলাম!

    • @shuvonkorbiswas7106
      @shuvonkorbiswas7106 2 года назад

      উনি সঠিক তথ্য দেন নি।তাই ওনার কথা তে বিভ্রান্ত হবেন না।

    • @intelligencedepartment2359
      @intelligencedepartment2359 4 месяца назад

      ​@@shuvonkorbiswas7106ধর্মীয় ধারণা টা থাকলে ভালো হতো..? 🙄

  • @srikantasrimani4902
    @srikantasrimani4902 Год назад +10

    আপনাকে ধন্যবাদ,এই মূল্যবান ইতিহাস উত্ক্ষেপণ করার জন্য । কলকাতা

  • @palashroy1038
    @palashroy1038 7 месяцев назад +15

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যটা তুলে ধরার জন্য।

  • @MdIqbalAhmed-o2j
    @MdIqbalAhmed-o2j 6 дней назад +1

    আমি বাংলাদেশ থেকে শুনলাম. আবেগে কিছু বলতে পারলাম না।। দাদা তোমাকে সংগ্রামী লাল সালাম।
    শতকুটি সেলুট জানাই।

  • @ebanglatv4298
    @ebanglatv4298 3 года назад +29

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্য ইতিহাস তুলে ধরার জন্য, অনেক হিন্দু ভাইয়েরা এই ইতিহাস মেনে নিতে চাই না, আপনার কথাগুলো ১০০% সত্য।
    পলাশ হাসান বাঙ্গালাী, নরসিংদী।

    • @tangilpeacetv3608
      @tangilpeacetv3608 2 года назад +1

      কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রেম থেকে নিজেকে কখনো কি দূরে রাখা উচিৎ আসুন বিস্তারিত ইতিহাস জানি
      ruclips.net/video/k9nIO2i1nRg/видео.html

  • @MdAlimiya-kr7js
    @MdAlimiya-kr7js Год назад +7

    বাংলা দেশ থেকে ভালো বাসা নিয়ে দাদা ❤❤❤❤❤❤সুন্দর ইতিহাস বলেছেন🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️❤️

  • @ashrafulislam8404
    @ashrafulislam8404 23 дня назад +1

    বাংলাদেশের রংপুর থেকে শুনতে শুনতে কান্নায় চোখেরজল জরলো।

  • @nurulazim2209
    @nurulazim2209 Месяц назад +2

    ধন্যবাদ দাদা আপনাকে আপনি একজন সত্যবাদী নেতা শুভকামনা রইল আপনার জন্য

  • @mamuntraveler3601
    @mamuntraveler3601 3 года назад +96

    আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিটা আজকে জানতে পারলাম।

    • @partha9752
      @partha9752 3 года назад +6

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @samiulhaque2688
      @samiulhaque2688 3 года назад

      @@partha9752) ০

    • @samiulhaque2688
      @samiulhaque2688 3 года назад

      @@partha9752 0p

    • @mdmitonkhandokar7099
      @mdmitonkhandokar7099 3 года назад

      @@partha9752 লপংপৈপোপপ৯

    • @mdmitonkhandokar7099
      @mdmitonkhandokar7099 3 года назад

      @@partha9752 পলপেপো

  • @mohammadalamin6996
    @mohammadalamin6996 3 года назад +18

    আমরা আবার এক হবো ইনশাআল্লাহ " বাংলাদেশ থেকে নুকুল স্যারের জন্যে দোয়া রইলো ! আল্লাহ্ রাব্বুল আলামীন আপনাকে পরিপূর্ণরূপে সুস্থ রাখুক স্যার" ভালো থাকবেন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕🥰

  • @wiseman6324
    @wiseman6324 3 года назад +40

    ১০৬/৩৪ সত্যটা বুঝতে এই তথ্যই যথেষ্ট । সত্য তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ ।

  • @shahidulbepari6785
    @shahidulbepari6785 Год назад +9

    ধন্যবাদ দাদা যে ইতিহাস আমরা কখনো শুনি নাই তা আপনার থেকে শুনলাম, আর যে সামছুদ্দিন সে আমার গ্রামের পাশের গ্রাম, মুন্সীগঞ্জ জেলা লৌহজং থানা হাড়িদিয়া গ্রাম 💖🌹

  • @ramjanmiah3678
    @ramjanmiah3678 3 года назад +13

    থ্যাংক ইউ দাদা সত্য কথা বলার জন্য আপনার মত সাহসী ব্যক্তি বাংলা দরকার

  • @aksumonkhan1432
    @aksumonkhan1432 Месяц назад +1

    দাদা আপনাকে হাজার সালাম,সঠিক ইতিহাস তুলে ধরার জন্য,আমরা আবার এক হবো,ইনশা আল্লাহ অখণ্ড বাংলা আবার পুর্ণতা পাবে❤❤❤

  • @kunalsom8963
    @kunalsom8963 3 года назад +197

    আমাদের রাষ্ট্র এই সত্য আমাদের পড়ায় না, জানায় না , বলতেও দেয় না । আপনার সাহস আছে ; আপনাকে প্রনাম ।

    • @rajeshsk7568
      @rajeshsk7568 3 года назад +5

      ❤️

    • @rajeshsk7568
      @rajeshsk7568 3 года назад +14

      আমরা আজ পশ্চিমবঙ্গে হিন্দিবাদের শিকার হচ্ছি

    • @gotiprokriti914
      @gotiprokriti914 3 года назад +10

      বাংলাদেশে আপনাদের স্বাগতম।

    • @abulkalamazad3751
      @abulkalamazad3751 3 года назад +2

      Pp

    • @hasnabanu878
      @hasnabanu878 3 года назад +1

      @@rajeshsk7568 Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @TanbirHelaly
    @TanbirHelaly 14 дней назад

    আমি বাংলাদেশ থেকে শুনছি। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবনে এই প্রথম সত্য ইতিহাস জানতে পারলাম।

  • @mdrobi4829
    @mdrobi4829 Месяц назад

    বাংলাদেশ থেকে দেখছি---উনার আলোচনা প্রায় শুনা হয়। সত্য কথা উপস্হাপনা করেন।❤❤❤

  • @jamaltalukdar6972
    @jamaltalukdar6972 Год назад +5

    গুরুত্বপূর্ণ তথ্য জন্য। আপনাকে ধন্যবাদ জানাই

  • @nandanbhowmick8376
    @nandanbhowmick8376 3 года назад +46

    সত্য ইতিহাস বলার অসম সাহসীকতাকে প্রণাম জানাই ।

    • @hafijurrhman457
      @hafijurrhman457 3 года назад

      সত্য কথা বলবার জন্য
      চিরকৃতজ্ঞ। শুভকামনা দাদা।

  • @AyubAli-kl7cy
    @AyubAli-kl7cy 14 дней назад

    দাদা আপনার কথাগুলো যতই শুনছি মতোই মুগ্ধ হচ্ছি ভালো লাগছে আজকে আমরা এক দেশ থাকতাম আমাদের মধ্য কোন ভেদাভেদ থাকত না।আমি বাংলাদেশ থেকে বলছি দাদা।

  • @mdnuralom985
    @mdnuralom985 3 года назад +101

    আলহামদুলিল্লাহ অনেকদিন পর সত্য কাহিনী শুনলাম

    • @gourangakumarmukherjee6093
      @gourangakumarmukherjee6093 3 года назад +1

      ১৯৪৬সালে করা দাঙ্গা প্রথম আরম্ভ করে ছিল?কি আওয়াজ উঠে ছিলো?আগে তার উত্তর দিন!!

    • @SankhasubhraD
      @SankhasubhraD 3 года назад +1

      @@gourangakumarmukherjee6093 akdom thik bolechen ei nokul mollick eta akbaro bolloma great calcuuta killings ar noakhali riot er kotha.

    • @uttam3740
      @uttam3740 3 года назад

      তোর বয়স কতরে ভাই?

    • @md.abdurrazzarque1365
      @md.abdurrazzarque1365 3 года назад

      @@gourangakumarmukherjee6093 শব্দটা কি শুনতে চান? বন্দে মাতরম... আরো শুনুন নিজের মনগড়া ইতিহাস বললে তো আর ইতিহাস বানানো যায় না। আর আপনি তো মনে হয় সেখানকার প্রত্যক্ষদর্শীও নন। আপনি জানবেন যদি আপনি ইতিহাস পড়েন। আর দাংগার একেবারে শুরুটা ইংরেজরা করেছিলো। শুনুন আপনাদের মতো মানুষদের জন্যই বাংলা ভাগ হয়েছিলো যারা তখনো ভাবতো আর এখনো ভাবে বাংগালিরা কোনো মানুষই না।

    • @md.abdurrazzarque1365
      @md.abdurrazzarque1365 3 года назад +1

      @@SankhasubhraD আপনার গ্রেট কলকাতা রায়টে হিন্দুরাই বন্দে মাতরম বলে মুসলিমদের বলি দিয়েছে। শুরুটা তারাই করেছে। ইংরেজদের ইন্ধনে এই দাংগার সূচনা যা আপনার মতো মাথামোটা লোকদের বুঝতে ভীষণ অসুবিধা হয়।

  • @raselahmedking7269
    @raselahmedking7269 7 дней назад +1

    খুব সুন্দর করে ইতিহাস জানতে পারলাম দাদা আমি বাংলাদেশ সিলেট থেকে ❤

  • @dildarhossain757
    @dildarhossain757 8 месяцев назад +9

    নুকুল মল্লিক দাদাকে অনেক অনেক ধন্যবাদ আসল ইতিহাস আমাদের দেশের মানুষএর সামনে তুলে ধরার জন্য,আর একবার ধন্যবাদ।

  • @mahmudulhasanbadhon4151
    @mahmudulhasanbadhon4151 3 года назад +8

    বাংলা
    রবিন্দ্রনাথের বাংলা
    নজরুলের বাংলা
    সিরাজের বাংলা
    আমাদের বাংলা
    আমার সোনার বাংলা
    আমি তোমায় ভালোবাসি,,,,
    O my Golden Bengal
    I Love you 🇧🇩❤️🇮🇳

    • @indranisarkar8745
      @indranisarkar8745 2 года назад +2

      সিরাজ udulloa বাঙলা ভাষা ই জানত না , উন্মাদ

    • @brojosingha6700
      @brojosingha6700 Год назад +2

      সিরাজেরা পারস্যের ইরানী সিয়া মুসলিম ছিল। তারা শুধুমাত্র ইরানের ফারসী ভাষাতেই কথা বলতো। বাঙালি ছিলেন না ।সরকারী কাজের ভাষা ফারসী (ইরানী) ভাষা প্রচলিত ছিল। তারা দেশ জয় করে রাজপ্রসাদে ক্ষমতায় বসে শাষক হতে চাই তো । ক্ষমতার ষড়যন্ত্র, মারামারির প্রচলন ছিল।
      তারা যে, কৃষক শ্রমিক জেলে, গরীব কামারদের জীবনের জন্য চিন্তা করতো এরকম কোন উদাহরণ জানা যায় না। ধন্যবাদ ।

    • @GetWisdomTV
      @GetWisdomTV Месяц назад

      ​@@brojosingha6700
      ৫০০ বছরেও বাংলা ভাষা শেখেনি তারা?
      আমেরিকায় প্রথম প্রজন্মের প্রবাসীরাও তো ইংরেজি ১ম ভাষা হয়ে যায়

  • @trueidias6881
    @trueidias6881 3 года назад +34

    ওরে বাপরে,,,,এতো বরো ইতিহাস কে কি ভাবে ঢেকে ছুপে রাখার চেষ্টা এতোদিন ধরে করে আসছিলো

    • @shahsazu8970
      @shahsazu8970 3 года назад +1

      চিরন্তন সত্য জাতি যানলো।

  • @rabindranathhalder8596
    @rabindranathhalder8596 2 года назад +5

    ধন্যবাদ আপনাকে অজানা ইতিহাস কে তুলে ধরার জন্য।

  • @joybarmon7792
    @joybarmon7792 Год назад +2

    খুব সুন্দর লাগলো বাস্তবতা শুনতে আমি বাংলাদেশ থেকে শুনছি দাদা শুভকামনা রইল জয় বাংলা জয় ভারত মাতা

  • @mdemdadulhoque1112
    @mdemdadulhoque1112 3 года назад +18

    অনেক ধন‍্যবাদ স‍্যার ,এহেন সত‍্যকথা
    প্রকাশ করার জন‍্য ।

    • @mohammmilon3806
      @mohammmilon3806 3 года назад

      আপনার কথা গুলি সত্য। বাংলাদেশের মানুষ আপনার কাছে থেকে আরো যানতে চাই। হিন্দু মুসলিম সবাই এক সাথে বাস করলে ভালো হতো শান্তি থাকতো।

    • @saktimukherjee451
      @saktimukherjee451 3 года назад

      Emon sajano mithyar jhuri upohar debar jonyo !

    • @shakhawathossain7537
      @shakhawathossain7537 3 года назад

      @avranil mandal seta toder moto bejonmader jonno

  • @parvezbangali
    @parvezbangali 3 года назад +57

    I am from Bangladesh. And in my heart and mind, I think East and West Bengal, we are never separated . The partition is imaginary . You can’t divide same people with different nationality .I don’t care we are Hindu or Muslim, the truth is our mothers speak in Bengali. Regardless of our national identity we must have to take care of each other. I am really glad that you share this educational video on you tube.

    • @Pal7893
      @Pal7893 3 года назад +6

      Whatever happened was a big mistake !!! Next step ...undo it. India will takeover Bangladesh !

    • @rakinhossain6973
      @rakinhossain6973 2 года назад

      @@Pal7893 India needs to born thousand times to takeover Bangladesh.

    • @sobitamajumder3073
      @sobitamajumder3073 2 года назад +2

      @@Pal7893 জ)জূ

    • @mrraton3759
      @mrraton3759 2 года назад

      ​@@Pal7893
      .
      1

    • @shyamalsengupta2663
      @shyamalsengupta2663 2 года назад +1

      I appreciate your thinking.
      But one point, which is true but very bitter. The Religion fanatics of Bangladesh are spoiling the idea of Bangladesh to Bengalis of WestBengal. I am not thinking about India but only between east and west Bengal. When you cry for your brother in East, only because of Hindu Religion that is refused by East. If you watch "WAZES" of Huzurs in you tube, the idea of entire Muslim Community appears dreded to thease Bengals in West. Fanatics are increasing day by day in Bangladesh, preventing the LOVE between east and west.
      On the contrary, here in West Bengal, both the communities are living smoothly without any illfeeling between them. Reduction rate of Hindu population in Bangladesh is being increasing in G.P. series. Durga idols are broken regularly in east. Gov of Bangladesh keeping quaite and pretending that Law is taking care.
      I am afraid, the repurcation in west may come soon. I wonder why non-fanatic learnet Muslims are keeping quaite regarding these unethical deeds.
      BUT WE STILL HOPE THAT BROTHERHOOD REMAINS BETWEEN TWO BENGALIS.(Onece again I remind that I am not talking about whole India but only West Bengal)

  • @RuhulAmin-dp2ui
    @RuhulAmin-dp2ui 3 года назад +142

    বাংলা ভাগ যেন হৃদয়ে রক্তক্ষরণের দাগ

    • @worlddictionary662
      @worlddictionary662 3 года назад +3

      Great Calcutta killing er jonno buke rokto khoron er daag

    • @farzana857
      @farzana857 3 года назад +18

      যদিও তখন দেশ ভাগকে ভালো মনে হয়নি কিন্তু এটা আমাদের জন্য ভালো হয়েছে।নাহলে মোদি আজকে আমাদের লাশের উপর প্রসাদ বানাতো,রাক্ষস একটা,শয়তানের বাচ্চা মোদি।এখনো আমাদের বর্ডারে প্রতিদিন মানুষ মেরে মেরে শেষ করে দিচ্ছে।

    • @worlddictionary662
      @worlddictionary662 3 года назад +5

      @@farzana857 bah re bah manus mara ta khub bhalo kaj naki, jekhane koran e bola ache, ekta nirdosh manus ke mara mane gota manob jati ke mara,are Calcutta te sei somoi koto Manus mara hoechilo,tahole tor koran bhul are manus mara ta thik mone hoi naki 😡😡😡

    • @Shadow-bx8ri
      @Shadow-bx8ri 3 года назад +4

      @@farzana857 hya hya, thik e to. R Sohrawardy, Fajlul Haque eraai to Bangla r ratna sob. Amrao beche gechhi je mohaan BANGLADESH E jonmai ni. Nahole Allahu Akbar bole kobei amader mere dewa hoto ebong gonimot er maal loot kore niye jeto.

    • @somenathghosal6572
      @somenathghosal6572 3 года назад +2

      @@farzana857 ব্যাপারটা খুব মজাদার হতো।

  • @mdboniamin7437
    @mdboniamin7437 18 дней назад

    ধন্যবাদ নকুল বাবু সত্যকে জনসম্মুখে আনার জন্য।

  • @MdKalam-c6j
    @MdKalam-c6j Месяц назад +2

    সত্য কথা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বলছি

  • @momomomo8497
    @momomomo8497 3 года назад +4

    নকুল মল্লিক দীর্ঘজীবি হোন। অনেক সত্য এরকম চাপা পড়ে আছে। এসব সত্য খুঁজে খুঁজে বের করে জনসমক্ষে প্রচার করা হোক। হিন্দু ও মুসলমানদের মধ্যে যারা মানবিক ও 'বাংলাদেশের' (বাঙালি অধ্যুষিত এলাকা) মানুষের অধিকারের বিষয় গুলো উপলব্ধি করেন তাঁদের এগিয়ে আসা উচিত।

  • @hsarkar8414
    @hsarkar8414 3 года назад +31

    আমরা ভৃত্য জাতি। সঠিক কিছু নিণয় করতে পারি না।যখন পারি তখন আর কিছুই করার থাকে না।

    • @golammahiuddinkazi4510
      @golammahiuddinkazi4510 2 года назад

      হিন্দু ধর্মের মানুষ লোভী সার্থ পর হিংসুক মত ভেদ করিবার সহজাত শিক্ষা। জাত বেজাত ঐ পদটি হিন্দু ধর্মের মানুষের।

    • @SubrataRoy-ed4nf
      @SubrataRoy-ed4nf Год назад

      Aj. Amader. Esi aobosthar. Jonnou. Nehru. Mirja for. Ar. Gandhi. Dairy. Karon p m. Hoyee. Jnnoy. Desh. Bhag. Kote. Hobe. R. Jodi. Desh. Na. Kore kori. Ta. Hole. Kolkata. Hobe. Bharater. Rajdhani. Tupi. Pora. Nehru. Deshat. Manual. Tupi. Poriachan. Moner. Kosto. Sonya. Kore varma. Bolechilo. Amra. Bharat er. Songe. Thakbo na. Nehru. Tader. Desh bania. Delo. Mone. Hoccha. Harder. Moya. Ja. Bolbo. Tai. Hobe. R. Shamaprosad. Mukharjee. W. B. Bachalen. Na. Amra. Bharate. Thakbo. Noile. Neharu. Gota. Bangla. K. Pakistane. Dete. Cheachillo. Tar. Jonnou. Shamaprosad mukharjee. K. Kashmir. Jell. Khansi. Hot tha. Kora. Hoi. Amra. Bhulini

  • @নীলআকাশ-থ২প
    @নীলআকাশ-থ২প 11 дней назад +1

    বাংলা ভাগ না করে যদি আমরা একসাথে থাকতাম তাহলে আমরা দুই বাংলা মিলে অনেক বড় একটা স্বাধীন দেশ তৈরী করতে পারতাম।

  • @makmaa02
    @makmaa02 3 года назад +7

    অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য তুলে ধরার জন্য।

  • @s.hossain9073
    @s.hossain9073 3 года назад +32

    আজ আমি বাংলাদেশের এবং মুসলিম । বয়স প্রায় 44+, আমি ধিক্কার জানাই তাদের যারা বাংলা কে ভাগ করেছিল ।

  • @user-hp3tn4qc2h
    @user-hp3tn4qc2h Месяц назад

    এই ইতিহান আপনার মুখ থেকে জানার জন‍্য আপনাকে ধন‍্যবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে।

  • @mdsohanursohan5833
    @mdsohanursohan5833 3 года назад +9

    বাংলাদেশের মানুষকে এই ইতিহাস গুলি মনে রাখতে হবে.

  • @alhajtafique6143
    @alhajtafique6143 3 года назад +9

    প্রকৃত ও আসল সত্য ইতিহাসটা তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় বেশি বাকি নাই, যেটা সত্য সেটাই বাস্তবেপরিণত
    হবে।

    • @alhajtafique6143
      @alhajtafique6143 3 года назад

      প্রকৃত ও আসল সত্য ইতিহাসটা তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় বেশি বাকি নাই। যাহা সত্য তাহাই বাস্তবে পরিণত হবে। আল্লাহ চাহেতো দেখেও যেতে পারি।

  • @Sasaj645
    @Sasaj645 2 года назад +1

    অনেক তথ্যবহুল বক্তব্য। ভারতবর্ষের সত্য ইতিহাস উন্মোচন করার জন্য ধন্যবাদ! এই বক্তব্য শুনে চোখের সামনেই ভেসে উঠল দেশভাগ।
    তেলের শিশি ভাঙ্গল বলে খুকুর সঙ্গে রাগ করো
    তোমরা সবাই বুড়ো খুকু ভারত ভেঙ্গে ভাগ করো

    • @pinturudra6146
      @pinturudra6146 2 года назад

      এই মানুষটি যে ভাষন দিচ্ছে সে নিজেকে ভারতীয় হিন্দু বলে মনে করেনা তাই এই সব উৎভ্রান্ত ইতিহাস ব্যাক্ত করছে সে নিজে বাংলাদেশ থেকে অসভ্য মুসলমানদের দ্বারা নির্যাতিত তাই ভারতে নাগরিকত্বের আশায় এইসব ন্যারেটিভ কথা ভারতের বিরুদ্ধে উনি বলছেন

  • @MdAli-kz3ep
    @MdAli-kz3ep 3 года назад +64

    সত্য কখনো চাপা থাকে না।
    আপনার সত্য ইতিহাস তুলে ধরায় তা আবারও প্রমাণিত হলো।

    • @rajkumarmondal6733
      @rajkumarmondal6733 3 года назад

      @100 miles p

    • @khalidbinhamidsobuz7176
      @khalidbinhamidsobuz7176 3 года назад

      🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️

    • @pritideydey3645
      @pritideydey3645 3 года назад

      LET ME FIND OUT THE VERACITY OF THE SPEECH.IT HAS A FLAVOUR OF CASTEISM WHIICH IS ERODING SOCIETY.IT ALSO SMELLS ANIMOSITY TOWARDS SOME PATRIOTS.OUR UTMOST IDENTITY IS WE ARE INDIANS.

    • @asdfgdas1167
      @asdfgdas1167 2 года назад

      @@pritideydey3645 Hu bi Hu

  • @biswanathmitra3039
    @biswanathmitra3039 4 года назад +11

    Truth of dividing the Bengal is logically exposed. Excellent speech by Mr. Nakul Mallick.
    Needs more publicity. Regards.

  • @torekulislam4197
    @torekulislam4197 2 года назад +11

    ইতিহাস জানতে পেরে আপনার কাছে কৃতজ্ঞতাগাপন করছি। উগ্র হিন্দুত্তবাদী দের জন্য আজ আমরা ভাইয়ে ভাইয়ে আলাদা হয়েগেছি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই।

    • @অভিরূপসিনহা
      @অভিরূপসিনহা 2 года назад +1

      তাও নাকি। তা পাকিস্তান কোন ভাই তৈরি করলো

    • @gourabmukhopadhyay7211
      @gourabmukhopadhyay7211 2 года назад +1

      Had West Bengal been part of zBangladesh , where would Hindus have gone to?

    • @monojhazra8558
      @monojhazra8558 Год назад

      বাংলাদেশের হিন্দু দের ভালো রাখুন, ওদের জন্য সংরক্ষণ রাখুন।

    • @monojhazra8558
      @monojhazra8558 Год назад

      @@gourabmukhopadhyay7211 এই বাংলা 1200সালের আগে হিন্দু দের ছিলো।

    • @adamspeaks_atl
      @adamspeaks_atl Год назад

      Extremists Islamic jihadi was the reason

  • @RanaAhmed-jp5hy
    @RanaAhmed-jp5hy 2 месяца назад +1

    সুন্দর উপস্থাপন
    ইতিহাস কখনো বিলুপ্ত হয় না
    সত্য সব সময় সত্য
    অনেক অনেক ধন্যবাদ স্যার কঠিন বাস্তবকে তুলে ধরার জন্য

  • @MdSuman-w2c
    @MdSuman-w2c 4 дня назад +1

    বাংলা দেশ থেকে,শুনছি,দাদা,রাত,শেসে,আমরা,সবাই বাঙালি

  • @muhaddischowdhury3955
    @muhaddischowdhury3955 3 года назад +68

    দাদা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে দয়া করে ভিডিও বানান ।

    • @sksahabuddin8154
      @sksahabuddin8154 3 года назад +1

      I support you ,this opinion.

    • @matuamulnivasimedia
      @matuamulnivasimedia  3 года назад +2

      roymulnivasi.blogspot.com/2020/06/blog-post_25.html এই লিঙ্কের লেখাটি দেখতে পারেন

    • @ansarali8098
      @ansarali8098 3 года назад

      Please ভিডিও বানান ।

    • @abulhashim9156
      @abulhashim9156 3 года назад

      @@matuamulnivasimedia ধন্যবাদ ভাই

    • @aminprl
      @aminprl 3 года назад +2

      @Animated films Rss ki jana ... Fat gayee na ...
      Ab pata hai shuru ho jayega tumlogo ki whatsapp university wala arguement... Without any reference.

  • @bdhis24
    @bdhis24 13 дней назад +1

    Excellent Information

  • @BaharUddin-wi1wv
    @BaharUddin-wi1wv Год назад +1

    আপনাকে অনেক ধন্যবাদ জানাই পরিশেষে, দোয়া করি আল্লাহর কাছে, সমস্ত মাজলুম জাতি দের, উপর রহমতে চাদরে রাখেন

  • @jannatulhira5270
    @jannatulhira5270 3 года назад +4

    দেশভাগ!!!😥😥😥😥😥😥😥😥😥
    এক করুন এবং হৃদয়বিদারক ইতিহাস😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰
    স্যার নকুল মল্লিক আপনাকে ধন্যবাদ সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।

  • @matabuddin5985
    @matabuddin5985 Год назад +3

    কুব সুন্দর বক্তব্য দেলেন নকুল সার

  • @nurulislam-gm6mb
    @nurulislam-gm6mb 3 года назад +2

    ধন্যবাদ ভাই আপনাকে দুবাই থেকে মোহাম্মদ নুরুল ইসলাম দুবাই ইউনাইটেড আরব

  • @daudallom1913
    @daudallom1913 3 года назад +5

    বাংলাদেশ থেকে সুনলাম ভাই আপনার কথাগুলো ওনেক সুন্দর হইচে

  • @debasis5520
    @debasis5520 3 года назад +6

    আমি একজন ভারতীয় বাঙালি. বাংলা ভাগ্যের ফলে আমাদের দুই বাংলার এই যে ক্ষতি হয়েছে সেটা মুখে বলা সম্ভব নয়. আর এটা হয়তো শুধুমাত্র পন্ডিত জহরলাল নেহেরু এবং ব্রিটিশ এর কারণে. আর যদি তখন নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতো তাহলে কখনো দেশটা ভাগ হতো না আর হিন্দু মুসলমান হতো না

    • @subhadeepmandal9639
      @subhadeepmandal9639 3 года назад

      মুসলমানরা সর্বোতভাবে দেশ বিভাজন চেয়েছিল। নেহরু আর ব্রিটিশদের দোষ দিয়ে কী লাভ?

    • @shakibahmed4582
      @shakibahmed4582 3 года назад

      Joy Bangla 🇧🇩 from Bangladesh...

    • @hbalone__ff__4162
      @hbalone__ff__4162 2 года назад

      Apni tik katha bolechan nataji subas chandar boos thaklea ata hoto na.

    • @goutambanerjee4974
      @goutambanerjee4974 5 месяцев назад

      যেটা হয়েছে ভালো হয়েছে আজকে বুঝি। নয়তো মুসলিম বাংলা মেজরিটি হত। হিন্দু মা বোনদের ধর্ষণ করতো নাকি হলে persecute

    • @subaitaishrat9804
      @subaitaishrat9804 Месяц назад

      অখন্ড বাংলা চাই। জেগে উঠুক দুই বাংলার মানুষের মিলনের অপার উন্মাদনা! অবিভক্ত বাংলার জাতীয়তাবোধ। এক নতুন বাংলাদেশ।

  • @rifatrafi8425
    @rifatrafi8425 3 года назад +14

    মানুষ একটু ক্ষমতার লোভে কিভাবে এতগুলো মানুষের ক্ষতি করতে পারে☹️☹️

  • @zaforsiddique9339
    @zaforsiddique9339 2 года назад +2

    সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @bilwapadadas3947
    @bilwapadadas3947 2 месяца назад +1

    ধন্যবাদ নকুলবাবুএইপতিবেদনের জন্য

  • @MDMunna-lz5rl
    @MDMunna-lz5rl 3 года назад +5

    দাদা তোমাকে হাজার সালাম সত্য ইতিহাস বলার জন্য ৷

  • @nazmulislambabul2007
    @nazmulislambabul2007 3 года назад +5

    ধন্যবাদ সঠিক তথ্য উপস্থাপন করার জন্য।

  • @fak6809
    @fak6809 Год назад +2

    মানুষ বধির হয়
    বধির করাও হয়
    কিন্তু ইতিহাস বধির হয় না, তাকে
    চাপা রাখা হয়, অতঃপর কখনো কোনো সময় তা সুমুদ্র চরের মতো অবশ্যই জেগে উঠে। অাপনাকে ধন্যবাদ।

  • @MdDulal-s2o4n
    @MdDulal-s2o4n 17 дней назад +2

    আবার পুনরায় পুরোনো বাংলা এক হ‌ওয়ার দরকার

  • @arunbasu48
    @arunbasu48 3 года назад +24

    তাহলে ছেচল্লিশে কলকাতায় গ্রেট ক‍্যালকাটা কিলিং, নোয়াখালীর দাঙ্গা কাদের দ্বারা, কী উদ্দেশ‍্যে সংঘটিত হয়েছিল?

    • @hasainnagotta2680
      @hasainnagotta2680 3 года назад

      ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও স্বভাবগতভাবে তারা ওদেরই আদর্শিক ভাই, যারা, তারচেয়ে ও নিকট অতীতে গুজরাটে মুম্বাইয়ে উত্তর প্রদেশে একটা সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছে, এমনকি এই সেদিন দিল্লিতে খুঁজে খুঁজে একটা সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছে। এখনও সামান্য গরুর মাংস রাখার অপরাধে একটা সম্প্রদায়ের মানুষকে হত্যা করে চলেছে।

    • @ponditshahin8558
      @ponditshahin8558 3 года назад

      ভারতের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এসব দাঙ্গায় কারা প্রকৃত দায়ী।
      ভারত ভাগের পর বাংলাদেশে প্রকৃত পক্ষে একটি দাঙ্গাও হয়নি, কিন্তু ভারতে হাজারো দাঙ্গা হয়েছে।

    • @SAMIRBCROY
      @SAMIRBCROY 3 года назад +1

      @@ponditshahin8558 karon Bangladesh e hindu ra durbol.

    • @ponditshahin8558
      @ponditshahin8558 3 года назад +2

      @@SAMIRBCROY তাহলে বুঝুন, যেখানে হিন্দুরা দুর্বল মুসলিমরা শক্তিশালী সেখানে দাঙ্গা হয় না, কারণ মুসলিমরা দাঙ্গা করে না।
      আর যেখানে হিন্দুরা শক্তিশালী সেখানে দাঙ্গা হয়,মানে হিন্দুরা দাঙ্গাবাজ।

    • @SAMIRBCROY
      @SAMIRBCROY 3 года назад

      @@ponditshahin8558 muslim ra amader barighar venge diyeche. Amader ghorer sob malamal loot kore niye gache. Amader jomi jama jobor dokhol kore kere niyeche.

  • @sargamhd
    @sargamhd 3 года назад +8

    বঙ্গভঙ্গ রোধে ১৯০৫ এ যারা আন্দোলন করেছিল,তারাই ৪৭ এসে বাংলা বিভক্তি করার পক্ষে আন্দোলন করেছিল শুধু ব্যাক্তি এবং ক্ষমতা লোভের জন্যে।

    • @monojhazra8558
      @monojhazra8558 Год назад

      হিন্দু কিলিং ভুলে গেলেন?

    • @monojhazra8558
      @monojhazra8558 Год назад

      1905 কেন বাংলাভাগ চেয়েছিল।

  • @khokonbapari4451
    @khokonbapari4451 Год назад +1

    দাদা আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য,
    এক মায়ের দুই সন্তান কে ভাগ করে দিলে, চোখে পানি আসে। বাংলাদেশ হইতে

  • @BanglaITacademy-sc1fv
    @BanglaITacademy-sc1fv 28 дней назад +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে
    সত্য ইতিহাস তুলে ধরার জন্য।

  • @pirshaheb639
    @pirshaheb639 3 года назад +5

    আমরা কি আবার একহতে পারিনা?আমি বাংলাদেশ কে যেমন ভালোবাসি তেমনি কলকাতাকেও ভালবাসি। কিন্তু হিন্দি ভাষার মানুষকে তেমন ভালো লাগে না।

    • @pirshaheb639
      @pirshaheb639 3 года назад

      @Arijit Roy এটা নিয়ে রাখবা কোথায়? যাও দিয়ে দিলাম।

    • @shakhawathossain7537
      @shakhawathossain7537 3 года назад

      @Arijit Roy amader Asam tripura diye dao

  • @globalfashion7002
    @globalfashion7002 2 года назад +1

    তথ্য বহুল

  • @bhaswarghosh_chowdhury7429
    @bhaswarghosh_chowdhury7429 2 года назад +3

    আমরা স্বপ্ন দেখতেই পারি। পূর্ব ও পশ্চিম জার্মানি যদি এক হ'তে পারে একই সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে, তাহ'লে একই সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ এবং পূর্ব পঞ্জাব ও পশ্চিম পঞ্জাব এক হ'তেই পারে। সিন্ধু সভ্যতার কেন্দ্রভূমি হ'ল সিন্ধু প্রদেশ। তাও ভারতবর্ষের অন্তর্ভুক্ত হ'তে পারে। প্রাচীন অপগণস্থান আজকের আফগানিস্তান। প্রাচীন গান্ধার প্রদেশ বর্তমানে কান্দাহার। এই গান্ধার রাজ্যেই মহাভারতের খলনায়িকা গান্ধারী জন্মগ্রহণ করেন। অপগণস্থানেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সংস্কৃত বৈয়াকরণ পাণিনি।আফগানিস্তান ছিল সীমান্ত গান্ধী খান আব্দুল গফফর খানের জন্মভূমি। অথর্ববেদেও বঙ্গ নামটি আছে যা এর প্রাচীনত্ব নির্দেশ করে। কাজেই একজাতীয় ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে প্রাচীন ভারতবর্ষ যা বর্তমানে পাঁচটি দেশে বিভক্ত হয়ে গেছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার ( প্রাচীন ব্রহ্মদেশ ); পুনরায় এক হ'তে পারে।

  • @abdursattar66
    @abdursattar66 3 года назад +3

    সত্য ইতিহাস শুনে আজ মনটা ভরে গেল

  • @samolkhan768
    @samolkhan768 2 года назад +2

    অসংখ্য ধন্যবাদ অাপনাকে,বাংলার ইতিহাস তুলে ধরার জন্য।

  • @mohammadsharif1154
    @mohammadsharif1154 3 года назад +5

    দারুন কথা,অনেকদিন পর শিখলাম

  • @mdismail5735
    @mdismail5735 Месяц назад +1

    অজানা সত্য ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।।

  • @BindassMan1981
    @BindassMan1981 3 года назад +10

    কথাগুলো আংশিক সত্য ..... আরো অনেক কারণ আছে যেগুলো আপনি বলেননি.... কারণ কি??

    • @loyaskhan193
      @loyaskhan193 3 года назад

      What are the other and full truth my brother? Can you not bring it in a broad day light?

    • @rathindas3255
      @rathindas3255 3 года назад

      How baba sahib ambedkar became my from then bengal?who supported baba sagebrush ambedkar.
      Who was the first law minister of Pakistan.Why he became the law minister of Pakistan.
      Who were the people who supported md.ali Jinna for separation.

    • @rathindas3255
      @rathindas3255 3 года назад

      Instead of my it should be MP

    • @rathindas3255
      @rathindas3255 3 года назад

      Saheb not sabebrush

  • @salimalmamun9514
    @salimalmamun9514 2 года назад +4

    বক্তাকে অশেষ শুভেচ্ছা।

  • @mdsohanursohan5833
    @mdsohanursohan5833 3 года назад +2

    এই সময়ে সত্য ঘটনা গুলি তুলে ধরার জন্য আপনাকে জানাই অজস্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা 👮‍♂️👮‍♂️👮‍♂️

  • @mokhlesurrahman5202
    @mokhlesurrahman5202 Месяц назад +1

    বাংলা‌দেশ থে‌কে আপনা‌কে স‌্যালুট জানাই

  • @uttammistri5426
    @uttammistri5426 3 года назад +14

    দাদা আপনি। এই ভাবে সব। জায়গায়। ছড়িয়ে। দিণ। ভালো থাকবেন

  • @raselislam725
    @raselislam725 7 месяцев назад +6

    মাশাআল্লাহ, আমি বাংলাদেশ থেকে শুনছি সত্যি দাদা আপনি এক জন মহান পুরুষ

  • @ShalomSalmni
    @ShalomSalmni 6 месяцев назад +1

    আমি বাংলাদেশ থেকে বলছি দাদা কে চেলুট জানাই ❤❤❤❤

  • @sfselim847
    @sfselim847 3 года назад +2

    আমি বাংলাদেশ থেকে দেখছি ধব্যবাদ নকুল সাহেবকে

  • @AkbarAli-xx9ld
    @AkbarAli-xx9ld 3 года назад +7

    Thanks and congratulation for good common we are proud of our Muslim umma long live with peace my Bangladesh Allah save my country Ameen from Chittagong Akbar Bangladesh

    • @sounavchaudhuri4057
      @sounavchaudhuri4057 3 года назад +2

      Nakul Sarkar ,are u aware of fate of Jogen Modal became minister of West Pakistan who fled to India for saving his life . Will u pl give his statement ? History tells if there were undivided Bengal u might have driven to Bihar with higher caste Hindus like Jogen Mondal.You may not have opportunity to deliver lecture like this.pl don't misguide.

  • @nurjahanabdullah21
    @nurjahanabdullah21 2 года назад +3

    দীর্ঘজীবি হোক বক্তা

  • @dr.wiliamhool1936
    @dr.wiliamhool1936 2 года назад +2

    History 👌

  • @mual9524
    @mual9524 3 года назад +28

    মিথ্যার আড়ালে আজ সত্য ঢাকা পড়ে আছে। এই আড়াল বেজায় ভারী। এটাকে সরানোর মতো সাধ্য কি কারো আছে???

    • @arunbasu48
      @arunbasu48 3 года назад +2

      মিথ্যার আড়ালে সত্যকে ঢাকার চেষ্টা হচ্ছে না তো? ভুলিয়ে দেওয়ার চেষ্টা গ্রেট ক‍্যালকাটা কিলিং, নোয়াখালী, রংপুর ইত্যাদির দাঙ্গা।

    • @arupmondal6689
      @arupmondal6689 3 года назад +2

      সত্যি তো গ্রেট কলকাতা কিলিং, নোয়াখালী কিলিং এর হিন্দু নরযজ্ঞর ঘটনাগুলি ধামাচাপা দেওয়া হচ্ছে।

    • @mohsinmortaba312
      @mohsinmortaba312 3 года назад

      In great calcutta killing. There were 75 percents persons were muslim killed persons in great calcutta killing .

  • @bijoykumarauddy8285
    @bijoykumarauddy8285 6 месяцев назад +1

    একদম ঠিক কথা 👍👍

  • @ismailbingiasuddin2625
    @ismailbingiasuddin2625 2 года назад +2

    অসংখ্য অভিনন্দন অজানা তথ্য জানতে পারলাম সেজন্য

  • @KaziMortozaUrRahaman
    @KaziMortozaUrRahaman 2 месяца назад

    Thank you sir 🙏 sothik news ta chapa rakha chilo , akhon manus ke bojhanor chaste cholcha je muslim ra desh vag r jenno daye , utchit kotha bolar jenno, dalil onujaye tatta teber jenno onake onake thanks.

  • @SihabUddin-z7x
    @SihabUddin-z7x 17 дней назад

    দাদা আমি বাংলাদেশ থেকে বলতেছি আমরা এসব ইতিহাস আগে জানি নাই আপনাকে অনেক ধন্যবাদ যদি বাংলা আজ ভাগ না হতো কতইনা ভালো হতো