#বাংলাভাগ

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 3 тыс.

  • @shahidulislamkomol707
    @shahidulislamkomol707 7 месяцев назад +132

    ভারত ভাগ এবং বাংলা ভাগ নিয়ে তথ্য বহুল বক্তব্য এর আগে শুনি নাই বা শোনবার চেষ্টা করি নাই। আসলে সকলের সত্যিকার ইতিহাস জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে।

    • @KheyaHussain
      @KheyaHussain 4 месяца назад +2

      এ বক্তব্য শুনবার পর সমস্ত শরীর মন অস্থির হয়ে যাচ্ছিলো। কেমন একটা অদ্ভুত অনুভূতি। কখন যে নিরবে অথচ একবুক হাহাকার নিয়ে কেঁদে উঠেছি নিজেও জানিনা.... 😢😢।
      জানি এ কান্নায় এখন আর কিছু আসে যায় না.... কিন্তু কেন চোখ ভিজে যায় তাও জানি না।
      মিথ্যের বেসাতে সত্য টা মরতে বসেছে। কিন্তু আমি চাই এ ব্যক্তব্যটা যেন সত্য হয়। আমাদের এ অনুভূতি গুলোর যেন আর মরন না হয়।

    • @MdsujanMia-jr6gh
      @MdsujanMia-jr6gh 3 месяца назад +1

      আজ সত্য ইতিহাস শুনলাম

  • @mohammadshahjahan6420
    @mohammadshahjahan6420 Год назад +39

    ভাই আপনাকে স্যালুট। আপনি অতি সাহসিকতার সহিত সত্য ইতিহাস তুলে ধরেছেন। আপনাকে আবারও স্যালুট।
    মহান রব্বুল আ'লামীন আপনার দীর্ঘায়ু দান করুন। আমিন।

  • @palashroy1038
    @palashroy1038 10 месяцев назад +20

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যটা তুলে ধরার জন্য।

  • @habibursardar7775
    @habibursardar7775 8 месяцев назад +8

    ধন্যবাদ স্যার আপনাকে মুছে ফেলা ইতিহাস তুলে ধরার জন্য ❤❤❤

  • @srikantasrimani4902
    @srikantasrimani4902 Год назад +12

    আপনাকে ধন্যবাদ,এই মূল্যবান ইতিহাস উত্ক্ষেপণ করার জন্য । কলকাতা

  • @ranjitbiswas5317
    @ranjitbiswas5317 2 года назад +86

    ধন্যবাদ নকুল বাবুকে, দেশ ভাগের অনেক অজানা তথ্য জানলাম। দুই বাংলার অসাম্প্রদায়িক মানুষ আন্দোলন করলে এই সমস্যার সমাধান সম্ভব।

  • @azamtalukdar4363
    @azamtalukdar4363 8 месяцев назад +27

    বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালো লাগলো আপনার বক্তব্য। অনেক না জানা ইতিহাস জানলাম।

  • @ashikmondal1879
    @ashikmondal1879 2 года назад +152

    দাদা বুকে সাহস নিয়ে এই দেশভাগের ইতিহাস তুলে ধরার জন্য মানুষের মাঝে আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    • @dalimmiah1139
      @dalimmiah1139 4 месяца назад

      সত্য কথা বলার জন্য ধন্যবাদ

    • @mdshowkat1869
      @mdshowkat1869 3 месяца назад

      ruclips.net/video/zwxAExOemA0/видео.html&si=_MeUJh6XbYQXReGt

  • @anwarabdullah6565
    @anwarabdullah6565 8 месяцев назад +13

    সত্যি কথাগুলোকে অনেক সুন্দরভাবে উপস্হাপনা করবার জন্যে নকুল মল্লিক দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • @md.asrafulislamshuvo3023
    @md.asrafulislamshuvo3023 5 месяцев назад +6

    ঢাকা দেখে দেখছি, অনেক ভালো লাগলো। এ যেনো বাংলার ইতিহাস নতুন করে শিখলাম।

  • @arifkiian7523
    @arifkiian7523 2 года назад +293

    আমি বাংলাদেশ থেকে শুনছে এই কাহিনি শুনার পরে চোখে জল এসে গেলো যাই হোক দাদা আপনি একজন বীর পুরুষ তা মানতে হবে জনগনের সেলুট আপনাকে ✌♥🌹🇧🇩🌾🌾🤲🤲🕋🕋

  • @mohammadaliazam8183
    @mohammadaliazam8183 3 года назад +14

    এতো সহজ করে বিশ্লেষণ করলেন তথ্য উপাত্যসহ। ধন্যবাদ। আরো গঠন মুলক আলোচনা চাই। আমাদের এপ্রজন্ম মানুষের জন্য।

  • @md.amjadhossain7819
    @md.amjadhossain7819 3 года назад +77

    বাঙলা ভাগ বিষয়ে এমন কঠিন বক্তব্য কখনো শুনিনি। বক্তাকে অনেক ধন্যবাদ।

  • @md.riazkhan829
    @md.riazkhan829 Год назад +10

    খুবই সুন্দর তথ্যভিত্তিক আলোচনা। অনেক ভালো লাগল।

  • @pranabdebnath8929
    @pranabdebnath8929 2 года назад +3

    অনেক কিছু জানতে পারলাম।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    👌👌💐💐 🙏🙏🙏 💐💐👌👌

  • @mdsumonpk.8218
    @mdsumonpk.8218 4 месяца назад +39

    বাংলাদেশ থেকে বলছি।
    আসাম আমার ত্রিপুরা আমার, বাংলা ভাষা মানুষ গুলো আমাদের বাংলাদেশের। খুব মিস করি

  • @sanjitdebnath7255
    @sanjitdebnath7255 3 года назад +13

    ধন্যবাদ,সত্যি অনেক সত্য জানার সুযোগ পেলাম!

    • @basic77
      @basic77 3 года назад

      উনি সঠিক তথ্য দেন নি।তাই ওনার কথা তে বিভ্রান্ত হবেন না।

    • @intelligencedepartment2359
      @intelligencedepartment2359 7 месяцев назад

      ​@@basic77ধর্মীয় ধারণা টা থাকলে ভালো হতো..? 🙄

  • @MasudParvez-dt3je
    @MasudParvez-dt3je 3 года назад +11

    সত্যি ইতিহাস জানতে পেরে , আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাজার সালাম ও সম্মান আপনার প্রতি।

  • @shamsulwares6971
    @shamsulwares6971 Год назад +112

    আমরা এক ছিলাম । এক থাকতেও চেয়ে ছিলাম । বাংলাদেশ থেকে বলছি ।
    নকুল মল্লিক দাদা সাহসি এক যোদ্ধা ।

    • @MdAbdurrohman-xr6yd
      @MdAbdurrohman-xr6yd 7 месяцев назад

      Sabas mallik dada

    • @AKarim-pd6jf
      @AKarim-pd6jf 6 месяцев назад

      Both Bangla together can make the most harmony economically socially and militarily in Indian sub continent

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 6 месяцев назад

      তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ পূর্ব বঙ্গকে অর্থনৈতিক পশ্চাদভূমি (hinterland) হিসেবে ব্যবহার করে শোষণ করেছে। ব্রিটিশ ভারতের শতকরা ৭০ ভাগ পাট চাষ তৎকালীন পূর্ববঙ্গে উৎপন্ন হলেও একটা পাটকলও সেখানে প্রতিষ্ঠিত হয় নি। বরং সেই পাট চলে যেত পশ্চিম বঙ্গে। শুধু পাটের ন্যায্য হিসেব করলেই তৎকালীন পূর্ববঙ্গ উন্নতির স্বর্ণশিখরে উন্নীত হতে পারতো। উচ্চবর্ণের অত্যাচার, লাঞ্ছনা থেকে রেহাই পাওয়ার জন্যে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষ পার্টিশন চেয়েছিল

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 6 месяцев назад

      বাঙালি জাতির ইতিহাস কখনোই বর্ণপ্রথা থেকে মুক্ত নয়। হিন্দু জনগোষ্ঠীর একটা অংশ ছিল অস্পৃশ্য সম্প্রদায়। অস্পৃশ্য মানে যাকে স্পর্শ করা বা ছোঁয়া যায় না। কোন বর্ণে তাদের স্থান হয়নি, কোন জাত নেই তাদের, মানে অজাত। এছাড়াও বিভিন্ন বর্ণের মানুষের মাঝে বিভাজন তো আছেই। এখনকার চাইতে আগের সময়ে বেশি ছিল এর তীব্রতা। হাজার হাজার বছরের পুরানো এই বর্ণভেদ। একটা সম্প্রদায়ের মানুষকে স্পর্শ করাই যদি নিষিদ্ধ হয়, তাইলে সবাই এক ছিল সেকথা সঠিক হয় কীভাবে?

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 6 месяцев назад

      মন্তব্য করলে পরে আর পাওয়া যাচ্ছে না কেন ?

  • @shahidulbepari6785
    @shahidulbepari6785 2 года назад +10

    ধন্যবাদ দাদা যে ইতিহাস আমরা কখনো শুনি নাই তা আপনার থেকে শুনলাম, আর যে সামছুদ্দিন সে আমার গ্রামের পাশের গ্রাম, মুন্সীগঞ্জ জেলা লৌহজং থানা হাড়িদিয়া গ্রাম 💖🌹

  • @khairulislam1474
    @khairulislam1474 Год назад +10

    আসাম ত্রিপুরা মেঘালয় এখনো বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশী হয়ে এগুলা আমরা খুব মিস করি।

  • @sksarifuddin3060
    @sksarifuddin3060 3 года назад +16

    সত‍্য কখা বলার জন‍্য আপনাকে স‍্যালুট করি....

    • @matuamulnivasimedia
      @matuamulnivasimedia  3 года назад

      সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ

  • @emaduddin7202
    @emaduddin7202 3 месяца назад +17

    আর নতুন এক ইতিহাস জানতে পারলাম আপনার মাধ্যমে। যেটা এতদিন মিথ্যার আড়ালে আড়াল করে রাখা হয়েছিল অথচ তারা ভুলেই গেছিল সত্য কখনো আড়াল করা যায় না অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর গোছালোভাবে মূল্যবান তথ্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

  • @mdkamal-my8zx
    @mdkamal-my8zx 11 месяцев назад +50

    আপনার এই বক্তব্য যেন বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার সব মানুষ জানতে পারে আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য

  • @a.h.marjaan2911
    @a.h.marjaan2911 2 года назад +53

    কি বলবো? খুব খারাপ লাগে। বাংলাদেশ থেকে বলছি, বাড়ি থেকে একটু দূরেই কাটাতারের বেড়া। হৃদয় টা ফেটে যায়। ওপারেই তো আমাদের রক্ত।

  • @VillagelifewithRasel
    @VillagelifewithRasel 3 месяца назад +13

    অনেক অজানায় ইতিহাস আপনার মাধ্যমে শুনতে পারলাম আমি একজন বাংলাদেশী

  • @ismailbingiasuddin2625
    @ismailbingiasuddin2625 2 года назад +2

    অসংখ্য অভিনন্দন অজানা তথ্য জানতে পারলাম সেজন্য

  • @saijuddinahmmed4088
    @saijuddinahmmed4088 3 года назад +33

    সত্য কথা তুলে দরার জন্য ধন্যবাদ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @partha9752
      @partha9752 3 года назад +1

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @champu8420
      @champu8420 3 года назад

      @@partha9752 🙂

  • @inayasmultimedia720
    @inayasmultimedia720 Год назад +43

    দাদু দিদার সাথে ১৯৪৭ সালে বাংলাদেশ ছেড়ে আসি। আজও ভুলতে পারি না সোনালী দিন গুলি।

  • @faruquefardoush4430
    @faruquefardoush4430 Год назад +12

    আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে আপনার এই তথ্য সমৃদ্ধ মুল্যবান বক্তব্য শুনলাম।আমার বযস ৪৯ বছর স্বাধীন বাংলাদেশে আমার জন্ম তবুও কষ্ট লাগে আজ বাংলা অবিভক্ত থকলে জাতি হিসেবে আমরা অনেক দুর এগিয়ে যেতে পারতাম। বিশ্বের বুকে বাঙ্গালী জাতি হিসাবে অনেক সমৃদ্ধ থাকতাম। ধিক্কার জানাই সেই ক্ষমতা লুভি নেতাদের যারা এ দেশকে ভাগ করেছে। আপনাকে ধন্যবাদ দাদা।

    • @sujitchowdhury4273
      @sujitchowdhury4273 5 месяцев назад

      Tomra jati hishebe gota bharat ke gile kheye fheltis

  • @abbasuddin5616
    @abbasuddin5616 3 года назад +303

    আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে যতটুকু জেনেছি ইতিহাস পড়ে উপলব্ধি করেছি তাতে মনে হয় উনার বক্তব্য ১০০% সত্য ।

  • @sharifulislam4369
    @sharifulislam4369 2 года назад +29

    আমি বাংলাদেশ থেকে শুনছি স্যার,,আপনার কথা গুলো অনেক ভালো।স্যালুট জানাই আপনাকে।আপনার মত নেতার বড় প্রয়োজন।

  • @sknurul6387
    @sknurul6387 Год назад +2

    Shukriya Mashallah Amin ❤️💯 present right information 👍❤️

  • @mdrokonuzzaman6022
    @mdrokonuzzaman6022 4 месяца назад +23

    আমার মা-বাবা অবিভক্ত ভারতের সময়ে জন্মেছিলেন। বৃটিশ পিরিয়ডের স্কুল শিক্ষক বাবা ১৯১০ সালে আর মা ১৯২৪ সালে। আমাদের জেলা ছিলো নদীয়া বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। আমার মা এখনও জীবিত এবং সমস্ত ইতিহাস তার মনে আছে। উনি একজন সুপার মেমোরির মানুষ। বাংলা বিভক্তির কারণে আমার মা-বাবার হৃদয়ে রক্তক্ষরন হয়েছিল। আমি নিজ কানে ঊনার মুখে এখনও শুনি। আমরা আমাদের প্রানের কোলকাতাকে হারালাম। কিন্তু দেখেন আমাদের আপনারা বিভক্ত করে দিয়েছেন বলে আজ আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। হৃদয়ে রক্তক্ষরন হলেও আজ আমরা কোলকাতা হারালেও গড়েছি আমাদের প্রানের ঢাকা শহর আমাদের ঢাকা। ভারতের অনেককেই মনে করেন আমরা বাংলাদেশের মুসলমানেরা হিন্দু ভাই-বোনদের আলাদা করে দেখি। এটা কিন্তু সঠিক নয়। আমরা আজও মনে করি এবং মান্য করি আমরা মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান অন্য সব ধর্মের সবাই ভাই-ভাই (ভাই-বোন)। বাংলাদেশ থেকে অনেক হিন্দু পরিবার ভারতে চলে যায় বলে অনেক ভারতীয় মনে করেন হিন্দু পরিবারকে এখান থেকে জোর করে বাধ্য করা হয় চলে যেতে এটাও কিন্তু সঠিক নয়। যেসব হিন্দু পরিবার ভারতে চলে যান উনারা বেশিরভাগই স্বেচ্ছায় চলে যান বাংলাদেশের সম্পদ সম্পত্তি বিক্রি করে। কিছু ব্যতিক্রম নেই সেটি বলছিনা। কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় চলে যান। অনেকেই ভাগ্য পরিবর্তনের জন্য ভারতে চলে যান কারন ভারত একটা বড় দেশ সেই সাথে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা বেশি ইত্যাদি কারণে। এখন কথা হচ্ছে যেসব পরিবার ভারতে চলে যান বাংলাদেশ থেকে উনারা গিয়ে বলেন বাংলাদেশে উনাদের উপর জুলুম-নির্যাতন হতো বলে উনারা বাধ্য হয়ে চলে এসেছেন। আসল কথা হলো উনারা এটা বলে ভারতে উনাদের ঢোকার কারনটাকে ভারতীয় প্রশাসন এবং ভারতের মানুষের কাছে উনাদের যৌক্তিক করে তোলেন। এটাতে আমি উনাদের দোষ দিই না, কারণ এটা যে কেউই করবেন। কিন্তু দোষ এটা, কেন উনি বা উনারা নিজের জন্মস্থান বিক্রি করে দিয়ে, মাতৃভূমি বা জন্মগত অধিকার ছেড়ে দিয়ে চলে যান। আপনাদের কাছে কি এটা কখনো মনে হয়নি যে কোন স্বাধীন সার্বভৌম দেশে কাউকে তার নিজস্ব জন্মস্থান/জন্মভূমি থেকে এতো সহজে উচ্ছেদ করা বা তাড়ানো যায় না যত সহজে এটা প্রচার করা হয়। দুই বাংলার সমস্ত মানুষ সর্বদা ভালো থাকুন এটাই আমাদের অন্তরের চাওয়া। দাদা আপনার ঐতিহাসিক সত্য তথ্যভিত্তিক আলোচনাটা খুবই ভালো লাগলো। মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ-সবল রাখুন এবং দীর্ঘজীবি করুন।

    • @alamart7568
      @alamart7568 3 месяца назад +1

      হিংসা বিদ্বেষ হিন মাশাআল্লাহ খুব সুন্দর কথা

    • @sujonMolla-cw2bx
      @sujonMolla-cw2bx 3 месяца назад +2

      ভাই আপনার নাম্বারটা দিয়েন কোনদিন যদি কুষ্টিয়া যায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবো আপনার মা কে দেখার জন্য

  • @mdraz1742
    @mdraz1742 3 года назад +54

    আপনি একজন সাহসি মানুষ ❤️ধন্যবাদ 🇧🇩🇧🇩

  • @saburkhan1376
    @saburkhan1376 3 года назад +2

    দারুন তথ্যবহুল,,,,সত্যি কথা জানতে পারলাম আজ

  • @mamuntraveler3601
    @mamuntraveler3601 3 года назад +96

    আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিটা আজকে জানতে পারলাম।

    • @partha9752
      @partha9752 3 года назад +6

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @samiulhaque2688
      @samiulhaque2688 3 года назад

      @@partha9752) ০

    • @samiulhaque2688
      @samiulhaque2688 3 года назад

      @@partha9752 0p

    • @mdmitonkhandokar7099
      @mdmitonkhandokar7099 3 года назад

      @@partha9752 লপংপৈপোপপ৯

    • @mdmitonkhandokar7099
      @mdmitonkhandokar7099 3 года назад

      @@partha9752 পলপেপো

  • @kantimahmood6977
    @kantimahmood6977 4 года назад +113

    সাবাস নকুল মল্লিক সাহেব। পশ্চিম বাংলার কিছু কুলাংগারদের ইতিহাস জানানোর জন্য নতুন করে। এজন্য আপনাকে হাজার ধন্যবাদ ও সালাম জানাই।

  • @sukantabiswas6854
    @sukantabiswas6854 3 года назад +85

    তথ্য ভিত্তিক সকলের সামনে যেভাবে আমাদের দুর্বলতা গুলো তুলে ধরলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে ।

    • @partha9752
      @partha9752 3 года назад +2

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @সত্যেরঅনুসন্ধানে-র৮ফ
      @সত্যেরঅনুসন্ধানে-র৮ফ 3 года назад +6

      @@partha9752 ঠিক কথা, উনি সুচতুরভাবে, একটা অংশ বলে, আরেকটা অংশ গোপন করে মানুষকে বিভ্রান্ত করছেন।

    • @basic77
      @basic77 3 года назад

      নকুল মল্লিক নামের এক বোকাচোদা টা সঠিক তথ্য দেননি ।বানচোদটা শুধু ৪৭ সালের কথা বলেছে। কিন্তু এর আগের প্রেক্ষাপটা বলেননি।

    • @AG-et6jp
      @AG-et6jp Год назад +1

      ​@@সত্যেরঅনুসন্ধানে-র৮ফ উনি কোন অংশটা গোপন করেছেন

  • @biswajitdey7662
    @biswajitdey7662 3 года назад +61

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সকলের সম্মুখে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @parthadevroy7472
      @parthadevroy7472 3 года назад +1

      @@anewday7280 দাদা আপনি কোন বেদে এসব পেয়েছেন একটু ক্লিয়ার করে বলবেন? তাহলে উপকৃত হতাম।

  • @amarshankarbiswas4949
    @amarshankarbiswas4949 3 года назад +173

    দিল্লি র নেতারা বাংলাকে উঠতে দেবে না। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সত্য জানলাম। এই রকম আরো সত্য ইতিহাস জনসমক্ষে তুলে ধরুন।

  • @rabindranathhalder8596
    @rabindranathhalder8596 3 года назад +5

    ধন্যবাদ আপনাকে অজানা ইতিহাস কে তুলে ধরার জন্য।

  • @TanbirHelaly
    @TanbirHelaly 3 месяца назад +2

    জীবনে এই প্রথম সত্য ইতিহাস জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

  • @warrior...c....w...
    @warrior...c....w... 3 года назад +26

    ডাইনিরা চলে গেলেও আজও আমরা বাংলা ভাগের অভিশাপ বয়ে বেড়াচ্ছি। আজ পৃথিবীর অনেক দেশ মিলে সেন্টজোন্স গঠন করেছে বহু পূর্বেও। কিন্তু আমরা যুদ্ধে লিপ্ত রয়েছি।

  • @ismailbingiasuddin2625
    @ismailbingiasuddin2625 2 года назад +8

    আমি বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অজানা ইতিহাস তুলে ধরার জন্য

  • @adfairbd
    @adfairbd 3 года назад +3

    সত‍্য প্রকাশ করার জন‍্য ধন‍্যবাদ।

  • @sksaime7269
    @sksaime7269 3 года назад +8

    বাংলাদেশ থেকে বলছি।।।।কথা গুলো সুনে অনেক ভালো লাগলো।।।।

  • @ncpaul0187
    @ncpaul0187 2 года назад +53

    আমি বাংলাদেশ থেকে আপনার এই মূল্যবান বক্তব্য প্রথম শুনলাম। সত্যি আমার মনে হচ্ছে আমাদের বাঙ্গালী জাতির দূর ভাগ্য,যোগ থেকে বিয়োগ হলাম!

  • @majidmiah291
    @majidmiah291 3 месяца назад +1

    যতবার এই পোষ্টি দেখি ততবার আবেগপ্লুত হয়ে দেখি আর এই শিক্ষক দাদাকে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।

  • @RabbiAhmed-cd4pq
    @RabbiAhmed-cd4pq Год назад +6

    রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি আসলেই আপনি চমৎকার বক্তব্য। স্যালুট আপনাকে।

  • @mdmezbahchowdhurycomillach702
    @mdmezbahchowdhurycomillach702 3 года назад +70

    সঠিক তথ্য দিয়েছেন এসব ইতিহাস এখন বাংলাদেশের মানুষের জেনে রাখা দরকার।

    • @sankardebnath4141
      @sankardebnath4141 2 года назад

      o

    • @abuyousuf9635
      @abuyousuf9635 2 года назад

      Hi ki ho hamare desh rich tho tho tch that tho Yvon tho hmm tho tho fancy🇧🇩🇧🇩😭😭😭🇮🇳🇮🇳🕋🕋🇸🇦👍

    • @aktherhossainhossain3640
      @aktherhossainhossain3640 Год назад

      দাদা আপনার প্রতি শ্রদ্ধাশীল। আজ আমি সঠিক ইতিহাস জানতে পারলাম। বাংলাদেশর গাজীপুর জেলা, কাসেমপুরের সন্তান।

    • @rowshanmallik2842
      @rowshanmallik2842 Год назад

      😊😅😮😢😂🇺🇸

  • @aminakakon8937
    @aminakakon8937 3 месяца назад +2

    বাংলাদেশ থেকে শুনছি খুব ভাল লাগলো আপনার কথা।

  • @mdemdadulhoque1112
    @mdemdadulhoque1112 4 года назад +18

    অনেক ধন‍্যবাদ স‍্যার ,এহেন সত‍্যকথা
    প্রকাশ করার জন‍্য ।

    • @mohammmilon3806
      @mohammmilon3806 4 года назад

      আপনার কথা গুলি সত্য। বাংলাদেশের মানুষ আপনার কাছে থেকে আরো যানতে চাই। হিন্দু মুসলিম সবাই এক সাথে বাস করলে ভালো হতো শান্তি থাকতো।

    • @saktimukherjee451
      @saktimukherjee451 4 года назад

      Emon sajano mithyar jhuri upohar debar jonyo !

    • @shakhawathossain7537
      @shakhawathossain7537 3 года назад

      @avranil mandal seta toder moto bejonmader jonno

  • @wiseman6324
    @wiseman6324 3 года назад +40

    ১০৬/৩৪ সত্যটা বুঝতে এই তথ্যই যথেষ্ট । সত্য তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ ।

  • @mofijulislam3521
    @mofijulislam3521 10 месяцев назад +3

    ধন্যবাদ সঠিক ভাবে তথ্য উপস্থাপন করার জন্য

  • @mdghvgfg9635
    @mdghvgfg9635 3 года назад +26

    নকুল মল্লিক স্যারকে স্যালুট জানাই। সত্যিকারের ইতিহাস ফুটিিয়ে তোলার জন্য।

  • @PappuRoyCyclist
    @PappuRoyCyclist 2 года назад +91

    ১৯৪৭ সালে দাদু ঠাকুমা নোয়াখালী থেকে পশ্চিম বাংলায় চলে এসেছিলো। তারপর আর কখনো বাংলাদেশ কেউ যায়নি। আমি সাইকেল নিয়ে বাংলাদেশ ঘুরে এসেছি ♥️ দেশটা খুব সুন্দর ♥️

    • @asitbiswas3229
      @asitbiswas3229 2 года назад +1

      No

    • @dr.abdurrazzaquekhan3665
      @dr.abdurrazzaquekhan3665 2 года назад +12

      @Pappu Roy Cyclist আপনি আবার বাংলাদেশে আসলে আমাকে জানাবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপক।

    • @PappuRoyCyclist
      @PappuRoyCyclist 2 года назад +3

      @Abdur rejjaque অবশ্যই, ডিসেম্বর মাসে দেখা হবে

    • @shadhinahmed9729
      @shadhinahmed9729 2 года назад +6

      দাওয়াত রইলো ভাই বাংলাদেশ আসার জন্য

    • @sendilip19
      @sendilip19 Год назад +4

      দেশভাগের প্রয়োজনটা কী ছিল? হিন্দু মুসলিম দ্বন্দ্ব? কিন্তু দেশভাগ হলে যে সেটা বাড়বে এতো সর্বজনবিদিত। এবং দলে দলে উদ্বাস্তু হবে এপারে ও ওপারে। আসল সমস্যা কি দুটো রাজা হয়ে গিয়েছিল? নেহেরু ও জিন্না?

  • @muhammadforhad7747
    @muhammadforhad7747 3 месяца назад +1

    অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ।।।
    তবে আমাদের মাঝে তাঁরাই বিভেদ সৃষ্টি করছে।। এবং আজোও করছে।।

  • @pritamdasphysiodaspritam8809
    @pritamdasphysiodaspritam8809 3 года назад +17

    স্যার আপনি অপূর্ব ব্যাখ্যা দিলেন

  • @MdAlamgir-fe7oz
    @MdAlamgir-fe7oz Год назад +9

    ইতিহাসের চরম সত্য তুলে ধরার জন্য আপনাকে স্যালুট স্যার আর আজ দেশ ভাগের জন্য মুসলিমদের দায়ি করা হয়

  • @RoupAliMollah
    @RoupAliMollah Год назад +2

    Nakul sir apni chapa rakha itehus janalan antorik dhannadad INDIA

  • @m.k.s4993
    @m.k.s4993 4 года назад +11

    বড় সুন্দর একটি তথ্য পেলাম এবং সুফল- কুফলের বিচার করে নতূন করে সংশোধন
    করার জন্যে ভাবা উচিৎ1

  • @mdnojrul7003
    @mdnojrul7003 2 года назад +21

    বাংলা যদি ভাগ না হত,তাহলে বাঙ্গালীরাই থাকত ভারতের প্রধান মন্ত্রী

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 6 месяцев назад

      কীভাবে ? ভারত সাংবিধানিকভাবেএকটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রধান মন্ত্রী কে হবেন সেইটা সেই দেশের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্ধারিত হবে। ফলে বাঙালি না অবাঙালি প্রধানমন্ত্রী হবে তা কী করে বলা যায়? প্রণব মুখার্জী আগে রাষ্ট্রপতি হয়েছেন তেমনি অন্যান্য অবাঙালিরাও হয়েছেন। বাঙালির চাইতে অবাঙালির সংখ্যা যেহেতু অনেক অনেক বেশী সেই হেতু অবাঙালি প্রধানমন্ত্রী বেশী হবেন সেটাই স্বাভাবিক এবং হয়েছেও তাই। নয় কি?

    • @কৌটিলও
      @কৌটিলও 5 месяцев назад

      পুরোপুরি সঠিক কথাই বলেছেন কিন্তু বাঙালিরা হচ্ছে সবচেয়ে বেশি লোভী আর স্বার্থপর। নিজেদের স্বার্থের জন্যই বাঙালি রায় নিজেদের ধর্ম ত্যাগ করে কালমা আর গরুর মাংস কে মুসলমান হয়েছিল এবং আলাদা রাষ্ট্র তৈরি করেছে আগামী ভবিষ্যতেই বাঙালি নিশ্চিহ্ন হয়ে যাবে কোন অস্তিত্বই থাকবে না কারণ বাঙ্গালীদের একটাই কাজ পরের পিছনে কাটিয়ে দেওয়া। আপনি মুসলিম হন আর হিন্দু হন।

  • @FahimNahid70
    @FahimNahid70 14 дней назад

    দাদাকে অনেক অনেক ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা আমি বাংলাদেশ থেকে দেখছি

  • @mahbubulhasan1807
    @mahbubulhasan1807 3 года назад +17

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার প্রশংসা। স্যার আপনার প্রতি অনেক অনেক ভালবাসা। প্রথমে সত্য কথা বলার জন্য আপনার খুবই খুবই নিরাপদ ও নিরাপত্তার দোয়া করি। আমরা বাঙালি ভাই ভাই , আমাদের মাঝে ভালবাসা অটুট থাকবেই ইন্শাআল্লাহ। এই করোনা মহামারিকালীন সকলেই সুস্থ ও নিরাপদ থাকি।

    • @mdrintuis2818
      @mdrintuis2818 6 месяцев назад

      সত্যি টা আজকে জানতে পারলাম।

    • @MdNazrulIslam-p5c
      @MdNazrulIslam-p5c 3 месяца назад +1

      ইতিহাসের পাতা থেকে প্রজন্মকে, বাঙালির উদয় অস্তে ইতিহাস, যেনো কবিতার মতো বর্ণনা?

  • @masudrana_bau
    @masudrana_bau 3 года назад +6

    সত্যিটা জানতে পেরে ভাল লাগল। অনেক অনেক ভালোবাসা রইল❤️

    • @partha9752
      @partha9752 3 года назад +1

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @warrior...c....w...
      @warrior...c....w... 3 года назад +2

      বাংলা ভাগ মানিনা

    • @partha9752
      @partha9752 3 года назад +1

      @@warrior...c....w... ভারত ভাগ না হলে বাংলা ভাগ হতো না। কিন্তু ভারত ভাগ যখন হয়েছে, বাংলা অবশ্যই ভাগ হওয়া উপযুক্ত হয়েছিল। কে মানলো না মানলো, কিছু যায় আসে না। পশ্চিম বঙ্গ কে পশ্চিম বাঙলাদেশ মানিনি, মানবো না কখনও। আমরা আলাদা হয়ে গেছি চিরতরে।

  • @FahimNahid70
    @FahimNahid70 14 дней назад

    দাদাকে অনেক অনেক ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা আপনার কথা শুনে আমার বুকটা কেঁদে উঠল যে মুসলমানেরা কখনো জাতিতে ভেদাভেদ করে না বসবাসে ভেদাভেদ করে না ভেদাভেদ শুধু আল্লাহর আইন মেনে চলার সময়। মুসলমানেরা মানুষ হয়ে কোন মানুষকে ঘৃণা করে না। দাদা আপনাকে পুনরায় হৃদয় নিংড়ানো ভালোবাসা ও লাল গোলাপ শুভেচ্ছা সত্য কথা বলার জন্য।

  • @dildarhossain757
    @dildarhossain757 11 месяцев назад +9

    নুকুল মল্লিক দাদাকে অনেক অনেক ধন্যবাদ আসল ইতিহাস আমাদের দেশের মানুষএর সামনে তুলে ধরার জন্য,আর একবার ধন্যবাদ।

  • @anowartushar3968
    @anowartushar3968 Год назад +2

    স্যালুট আপনাকে।

  • @luminimax47
    @luminimax47 3 года назад +16

    প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একদম সাক্ষাৎ দলিল সহ বক্তব্য।অসাধারণ,

  • @nityanandaduley5536
    @nityanandaduley5536 Год назад +6

    সত্য ইতিহাস শুনে খুশি হলাম দাদা ৷ এই বিজ্ঞানেরযুগে আজও আমরা অবৈজ্ঞানিক ইতিহাস পড়িও পড়াই। যেমন ব্রহ্মার মুখথেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় ঊরু থেকে বৈশ্য এবং পদদ্বয় থেকে শূদ্রের জন্ম। এইসব ভুল গ্রন্থ গুলি এখন বাদ দেওয়া প্রয়োজন৷

  • @alltubefootballcricket7256
    @alltubefootballcricket7256 Год назад +2

    দাদাকে অসংখ্য ধন্যবাদ সত্য ইতিহাস তুলে ধরার জন্য।

  • @MdJosimUddin-c2t
    @MdJosimUddin-c2t 9 месяцев назад +4

    আপনি অনেকদিন বেঁচে থাকুন আপনি যে সত্য ইতিহাস বলেছেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @sonarbangla534
    @sonarbangla534 3 года назад +4

    এই ইতিহাস বলার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @নীলআকাশ-থ২প
    @নীলআকাশ-থ২প 3 месяца назад +1

    বাংলা ভাগ না করে যদি আমরা একসাথে থাকতাম তাহলে আমরা দুই বাংলা মিলে অনেক বড় একটা স্বাধীন দেশ তৈরী করতে পারতাম।

  • @m.ROW2023
    @m.ROW2023 4 года назад +195

    সুন্দর একটি সত্য ঘটনা তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ।

    • @shampadutta6253
      @shampadutta6253 4 года назад +6

      কোনটা কতটা সত্য তা মুখের কথায় কতটা বিশ্বাস করা যায়?

    • @mirzaobaydurmossaddequebai4830
      @mirzaobaydurmossaddequebai4830 4 года назад +3

      Congratulations to you. VERY excellent news. Thanks to you. Bangladesh MAGURA DISTRICT. 29/ 12/2020 years

    • @nilmonimondal6434
      @nilmonimondal6434 4 года назад +2

      On 20 June 1947, the Bengal Legislative Assembly met to decide the future of the Bengal Presidency, on whether it would be a United Bengal within India or Pakistan; or be divided into East and West Bengal. At the preliminary joint session, the assembly decided by 120 votes to 90 that it should remain united if it joined the new Constituent Assembly of Pakistan. Later, a separate meeting of legislators from West Bengal decided by 58 votes to 21 that the province should be partitioned and that West Bengal should join the existing Constituent Assembly of India. In another separate meeting of legislators from East Bengal, it was decided by 106 votes to 35 that the province should not be partitioned and 107 votes to 34 that East Bengal should join Pakistan in the event of partition.[1]...source-wikipedia

    • @HazratAli-so7wr
      @HazratAli-so7wr 4 года назад +3

      , অনেক দিন পরে মনে হয় দেশ ভাগের সত্য কথা শুনলাম।

    • @amarnathchattaraj8293
      @amarnathchattaraj8293 4 года назад +6

      সুবক্তা,পরিসংখ্যানের মাধ্যমে কিছু সরল হিন্দু ও মুসলমানদের বাংলা ভাগের ইতিবৃত্য ব্যাখ্যা বিভ্রান্তিই করেছেন এবং পদ লাভের কথা বলে শ্রেণী বিভাজনের চেষ্টা হয়েছে। শ্যমাপ্রসাদ মহাশয়কে দোষী করেছেন,অনুরোধ দেশ ভাগের ঘটণা জানুন ঐ মনীষী অখণ্ডতা রক্ষার জন্য কাশ্মীরে রহস্য মৃত্যু (বন্দি অবস্থায়),তবে নাগিরত্ব প্রমাণ পত্র জরুরি।

  • @shamim5194
    @shamim5194 3 года назад +75

    বাংলা ভাষাবাসীর মানুষের জন্য অনেক ক্ষতি হয়েছে,
    ভাগ না হলে বাংলা ভাষার মানুষেরা সব দিক দিয়ে এগিয়ে থাকতো,
    💟🇧🇩💟

    • @lunaakter9972
      @lunaakter9972 2 года назад

      J b jbbnnnb 9bj bibbbj jbi bike bike j is 99jbbbj in 9 9j bike 9i bike k ij n j 9i 9b on ibiza 99bj nbj bike 99j b ibi jbj j bbj jnbjbj b ibi bike bbj bbb j 9i o9jj 9i 99j 9 ibnni j 9ibj j9i the 9 jb bike j9⁹jj9j is 9 i 9i ijbj jb 9j99j9 j 9j bib 9bj b ibi nj j⁹jjj bibnnbn jb inbj obnn 9j9ojjj jbi in j jbj jn9bj jb Jo b is 9 9ì 9i 9j99jjn j9jj 0 jj jji9j9j ijój 99ob99jjjb j9b j9j I 999 no j j jinnjn9bj babies j9jjj9jn jnj n ij9j 99o9j oi 9oj n i 9 io j9ii Jo io9jjj b o99j 9oj9jj opinion o9j9 j9oò 09999jjoo ob9j j o join 9n n i99jn 9j jnnn i9 j9 j j9i i n 9 9 9o9 9jo o j⁹j ojo99 09j join b 9jn 99n 9 9n nb n 9jon 9o9 jio9 9ij9o iòò9 n jib 9 9 9999 nobj jj 9ji bj b9oj oj9 ooo99b j oj jj 9 99j oo99999n 9jonb jj0 in 90 09jjjjo9 9o9 9j9 in 9 oojo9j9no9n by 9jj jj oj9 obn 9no j9 j9j9 ono Jo is on o 9j99j j 9j 9j j n b j j oj9onob oj⁹ 90 j99j i 9o999 oj b in 9ij0jji 9 9 9j j jbb iji 9ijj j9j oon j 9 bi j b i9 oio oj9b oo9j join 9 9j on 9 j9j j j o 9 j jbb j 99jnnb n oj bi kjj9 b 9ij 9oj I j o j o on jj 9 on jbj jjoooj b bpb j b j jj9 njbn j jj99o b in ooj bib jj9999n 9 9 I i oo9 I b 9 jbbb 9 jb99 jj oj oj99 o999n j9j9 j99 0 joi j 9 on 9jjbb 9j j o on j9ob99 9 jb i9j j 9n oj j9 b 99 9 oj 99j 99jb jboi j 99n 9 o9jj j9j j jb oj in 99o9 oj 9oo9 I b9j oj b i9o join 9n join j0 i9j9 on ij9 0j o j j 99j on 9 9 9j jb i oj 9oj jjo9o9jiij 9 in 9ioojn jnjj o j o0n jj j jjio9j oj Jo 9j j Jo j n j o 9 j9j9n nj I jj jjj jj9b jbo j998 o999 n9j0 9 99jb 9 j 9 999i9jo 9 9 j9j9 I b 9ooj9 j jib j jb i9j99o9ob9jj no j j9 9jb bb9jjijj9j99jjjj0nj obb 9 joi i j j 9j 0 j9 9ji o9oob0 99 o0 j bbj jjjjob b 9 bb 9oj9 bi i 99j j 9 j j j9 0 b 0 j on j 9i on n o n n 99n 9 9j 0obj o by 9i n 9ioj9i j9 n o9oji9 j j9 i o 9 9o 9o0 i9 9 on o99 09 jn j j o jj jb Jo 9 j in jb9 j 9n 9 9 9 9 9ni jjbn 0 0i joi9 j io0 o99j j jjjjbb Jacob 99 join 9n 9 jbj b 9jb j9ob 9 9 j b o on i9j b ib 99 9o9io o99 0 oojn9 j 9n join n 99 n 9 9 j j j99 9jnbi 9bbb 9 j o9 o 9 9bnn n b j 9 on 9 9oo0 0jb 9 j b 0 99 999 j oo9i 9jo j b i o 9 j9b9 999 j9 9 bbnn j 9b o0bb9n iib99oj 8 99nn ijbj o o9 b 99b j 9 o 9 0 ij9n bbnj Ben oj j 9 join b9b o99 9 9 0j 9b i9 jbb job ii o9i99b j 9bib 99 9n 9 jnbb n n I 09 i99j j 9 o i 099j b 9 j j999 9jj9j by i i9 jo9 9bb o o ob i9 b j9bb b 9 o99j 9o jn n 9 nj9 bnb I jb 9 j9j 9 9bbbnb Jo 9b9 Jo 9b9 99ob99 oo99 j 999o 9o9 jjj 9jb j ob 9 9j j j 0 i9999 by 99 9 9o9oo9 0j9i9 job i 9 99b9bnb9oo oob9j j j 0 b 9 j ii9 I nbn j 9obb b j9j j j9 9 jb 9j9 jj9 j9b n j 9 9 j 9999 ob jj ib bjbj nbio I 990 i jj bi 9j j99 jj jj 9 ijjb b99jb9jij j9 jjbj jn ji j0bjoj9j0j9 o j o9 9 i bb9 j0 j bi 9bjb 9ii bi obj jb b 9 9j9jb join o9 o i9b0n 9 999 jin 0j j 9 9io j9j0j 9nbj by 9jjj 9b0 9i bin 9jj 9jjj9 jbib bbi 9 9j j ij jbj 9b i i j jj 09jj j9 ji 9 by j jbb you b bi n j oj i9jbi o j j j9j j j9 ji9jj bi jj j bbi 0ji j o jb j 9jbjbbj bi j bi nb j b0 bjbjbj j ij 9 9b9jb b9j 99ibj 9 j 9bj jibb jjbbjbibjbjj j9jj I 99j bi jbi 9 o jj join j j 9j j j jjj j ij I book b jn j j9o9j on 9j j o9 j 9 b 90o 9 jj 90 jjji I bi j b j j I j jb j9j9bi jn j 9n b I 0n jbb i9j j o 9n j9ji 9b 99nb 9n b 999j9 jb0 n b 99jb 9j jjò

    • @ZahidHasan-qr5ce
      @ZahidHasan-qr5ce Год назад

      আপনাকে বলছে । উগ্র হিন্দুদের দ্বারা তখন বাংলার মানুষরাও নির্যাতিত হত

    • @istiaque-ahmed
      @istiaque-ahmed 6 месяцев назад

      তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ পূর্ব বঙ্গকে অর্থনৈতিক পশ্চাদভূমি (hinterland) হিসেবে ব্যবহার করে শোষণ করেছে। ব্রিটিশ ভারতের শতকরা ৭০ ভাগ পাট চাষ তৎকালীন পূর্ববঙ্গে উৎপন্ন হলেও একটা পাটকলও সেখানে প্রতিষ্ঠিত হয় নি। বরং সেই পাট চলে যেত পশ্চিম বঙ্গে। শুধু পাটের ন্যায্য হিসেব করলেই তৎকালীন পূর্ববঙ্গ উন্নতির স্বর্ণশিখরে উন্নীত হতে পারতো। উচ্চবর্ণের অত্যাচার, লাঞ্ছনা থেকে রেহাই পাওয়ার জন্যে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষও পার্টিশন চেয়েছিল।

  • @raselmultimediagroup9950
    @raselmultimediagroup9950 3 года назад +2

    অসাধারণ উপস্থাপন সত্যি টা জানলাম দাদাজি

  • @ebanglatv4298
    @ebanglatv4298 3 года назад +30

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্য ইতিহাস তুলে ধরার জন্য, অনেক হিন্দু ভাইয়েরা এই ইতিহাস মেনে নিতে চাই না, আপনার কথাগুলো ১০০% সত্য।
    পলাশ হাসান বাঙ্গালাী, নরসিংদী।

    • @tangilpeacetv3608
      @tangilpeacetv3608 3 года назад +1

      কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রেম থেকে নিজেকে কখনো কি দূরে রাখা উচিৎ আসুন বিস্তারিত ইতিহাস জানি
      ruclips.net/video/k9nIO2i1nRg/видео.html

  • @kalamiya4753
    @kalamiya4753 3 года назад +6

    ধননোবাদ সততো জাননোর জননো মললিক সাহেবকে ! আললাহ আপনাকে হেদায়েত দান করুন। আমিন।

  • @jagadishroy773
    @jagadishroy773 9 месяцев назад +1

    অসাধারণ তথ্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,

  • @ramjanmiah3678
    @ramjanmiah3678 3 года назад +13

    থ্যাংক ইউ দাদা সত্য কথা বলার জন্য আপনার মত সাহসী ব্যক্তি বাংলা দরকার

  • @ramjanmiah1496
    @ramjanmiah1496 4 года назад +25

    বাংলা ভাগের কথা শুনে আমার হ্রদয়টা ভেঙ্গে গেছে

  • @AbdurRahim-ec6dj
    @AbdurRahim-ec6dj 4 месяца назад +1

    এত সুন্দর একটা ভিডিও দেখলাম। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।

  • @mohammedasaduzzaman7592
    @mohammedasaduzzaman7592 3 года назад +6

    সত্য উপস্থাপনের জন্য আপনাকে অভিবাদন ।

  • @aksumonkhan1432
    @aksumonkhan1432 4 месяца назад +1

    দাদা আপনাকে হাজার সালাম,সঠিক ইতিহাস তুলে ধরার জন্য,আমরা আবার এক হবো,ইনশা আল্লাহ অখণ্ড বাংলা আবার পুর্ণতা পাবে❤❤❤

  • @MdMizanurRahman-kx4iu
    @MdMizanurRahman-kx4iu 3 года назад +17

    সেলুট স্যার বাংলাদেশ থেকে, আপনার মত মহান লোক সমাজের প্রয়োজন

  • @paritoshshil5312
    @paritoshshil5312 Год назад +1

    অনেক ধন্যবাদ ।। সুন্দর করে বুঝতে পারলাম।।

  • @JahangirAlam-ec1kt
    @JahangirAlam-ec1kt 4 года назад +7

    সত্য কথা ও সত্য ইতিহাস জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই ও দোয়া করি ।

    • @saktimukherjee451
      @saktimukherjee451 4 года назад

      Eguli sotyer opolap hocchhe/ mithyar karsaji/ itihas ke ulte deoa/ aami saakhhee chhilam sei somoyer/

  • @jamaltalukdar6972
    @jamaltalukdar6972 Год назад +5

    গুরুত্বপূর্ণ তথ্য জন্য। আপনাকে ধন্যবাদ জানাই

  • @sujanmahmud7506
    @sujanmahmud7506 3 месяца назад +3

    মনে হচ্ছে মহান এক নেতার বক্তব্য শুনলাম, যার রক্তে মিশে আছে দেশপ্রেম, মানুষ প্রেম।

  • @MAKMA_Azad
    @MAKMA_Azad 3 года назад +7

    অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য তুলে ধরার জন্য।

  • @banglarking2217
    @banglarking2217 3 года назад +82

    মন থেকে ভালোবাসা রইলো দাদা ❤️❤️❤️ বাংলাদেশের যশোর জেলা থেকে সত্যি ইতিহাস টা মানুষের সামনে পরিষ্কার করার জন্য

    • @partha9752
      @partha9752 3 года назад +7

      উনি দেশ বলতে কোনটা বোঝাচ্ছেন, বাংলা ভাগ কে কি? তৎকালীন হিন্দু নেতার স্পষ্ট বক্তব্য আছে যে যদি দেশ অর্থাৎ ভারত ভাগ হয়, তবে অবশ্যই বাংলা ভাগ করতে হবে। তৎকালীন মুসলিম নেতারা ভারত ভাগের পক্ষে থাকলেও বাংলা ভাগের পক্ষে ছিল না, সেটা সবাই জানে। উনি নতুন কোনো বক্তব্য রাখছেন না কারন ১৯৪৬ সালের ভোটে মুসলিম লীগ বাংলায় জীতেছিল যাদের একমাত্র এজেন্ডা ছিল ভারত ভাগ। কিন্তু অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগুরু থাকায় পাকিস্তানের অংশ হয়ে যেতো সমগ্র বাংলা। আর ইসলামিক পাকিস্তানে স্বভাবতই হিন্দুরা কখনও যেতে চায়নি। এই মাথা মোটা র এই অঙ্ক বোধগম্য হয়নি।

    • @travelwithsaleh
      @travelwithsaleh 3 года назад +4

      @@partha9752 মাথা মোটা তো আপনি নিজেই, দু'বাংলা এক হলে স্বাধীন রাষ্ট্র হতো, যেটা ভারত কিনবা পাকিস্তান করারোই নিয়ন্ত্রনে থাকতো না।
      কে বললো বাংলা এক হলে পাকিস্তানের অংশ হতো? রেফারেন্স দিন।

    • @partha9752
      @partha9752 3 года назад +2

      @@travelwithsaleh দুই বাংলা এক হলে সেটা আরেকটা পাকিস্তান হতো না, হিন্দুদের বাক্স পাটরা গুটিয়ে এই ভারতে উদ্বাস্তু হয়ে আসতে হতো না, তার কোনো গ্যারান্টি ছিল কি? স্বাধীন বাংলাদেশ থেকে হিন্দুদের এভাবে আসতে হয়েছে কিন্তু এই বাংলা থেকে মুসলিম দের বাংলাদেশ যেতে হয় নি। আসলে ধর্মনিরপেক্ষ হয়ে মুসলিমরাও পৃথিবীর কোথাও দেশ চালাতে পারে নি, অবিভক্ত বাংলায় পারতো, কোনো হিন্দু সেটা বিশ্বাস করে না।

    • @partha9752
      @partha9752 3 года назад +5

      @@travelwithsaleh আমরা তখন সবাই যোগে্দ্রনাথ মন্ডল হয়ে যেতাম যাকে আমরা মাথা মোটা বলে থাকি এখন। এই যোগেন্দ্রনাথ মাথা মোটা ভারতেই এসেছিলো শেষপর্যন্ত উদ্বাস্তু হয়ে যে কিনা পাকিস্তানের আইন মন্ত্রী ছিল।

    • @mohammadjulkarnainsalahdin968
      @mohammadjulkarnainsalahdin968 3 года назад +1

      @@partha9752 বরতমানের ইন্ডিয়া থেকেও মুসলিমরা তৎকালিন পশ্চিম পাকিস্তানে উদবাস্তু হয়ে গেছে.. বরতামান BJP এর পুরব পুরুষ সরদার বল্লভ ভাই প্যাটেল কিছুতেই পুরব পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা শুধু মাত্র বাংলার মানুষের জন্য আলাদা দেশ মানেন নি যা লর্ড মাউন্ট বেতন প্রস্তাব করেছিলেন

  • @mdnuralom985
    @mdnuralom985 4 года назад +102

    আলহামদুলিল্লাহ অনেকদিন পর সত্য কাহিনী শুনলাম

    • @gourangakumarmukherjee6093
      @gourangakumarmukherjee6093 3 года назад +1

      ১৯৪৬সালে করা দাঙ্গা প্রথম আরম্ভ করে ছিল?কি আওয়াজ উঠে ছিলো?আগে তার উত্তর দিন!!

    • @SankhasubhraD
      @SankhasubhraD 3 года назад +1

      @@gourangakumarmukherjee6093 akdom thik bolechen ei nokul mollick eta akbaro bolloma great calcuuta killings ar noakhali riot er kotha.

    • @Chakraborty3740
      @Chakraborty3740 3 года назад

      তোর বয়স কতরে ভাই?

    • @md.abdurrazzarque1365
      @md.abdurrazzarque1365 3 года назад

      @@gourangakumarmukherjee6093 শব্দটা কি শুনতে চান? বন্দে মাতরম... আরো শুনুন নিজের মনগড়া ইতিহাস বললে তো আর ইতিহাস বানানো যায় না। আর আপনি তো মনে হয় সেখানকার প্রত্যক্ষদর্শীও নন। আপনি জানবেন যদি আপনি ইতিহাস পড়েন। আর দাংগার একেবারে শুরুটা ইংরেজরা করেছিলো। শুনুন আপনাদের মতো মানুষদের জন্যই বাংলা ভাগ হয়েছিলো যারা তখনো ভাবতো আর এখনো ভাবে বাংগালিরা কোনো মানুষই না।

    • @md.abdurrazzarque1365
      @md.abdurrazzarque1365 3 года назад +1

      @@SankhasubhraD আপনার গ্রেট কলকাতা রায়টে হিন্দুরাই বন্দে মাতরম বলে মুসলিমদের বলি দিয়েছে। শুরুটা তারাই করেছে। ইংরেজদের ইন্ধনে এই দাংগার সূচনা যা আপনার মতো মাথামোটা লোকদের বুঝতে ভীষণ অসুবিধা হয়।

  • @mdemdadulhoque1112
    @mdemdadulhoque1112 4 года назад +8

    সুন্দর একটি সত‍্য ঘটনাকে তুলে
    ধরার জন‍্য ধন‍্যবাদ ।
    স‍্যার আপনি ভাল থাকুন সুস্থ থাকুন
    এই কামনা করি ।
    আরো আনেক সত‍্য কথা শুনার
    অপেক্ষায় রইলাল ।

  • @TanbirHelaly
    @TanbirHelaly 3 месяца назад

    আমি বাংলাদেশ থেকে শুনছি। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবনে এই প্রথম সত্য ইতিহাস জানতে পারলাম।

  • @jaminimahata1126
    @jaminimahata1126 3 года назад +79

    এই তথ্য জনগণের কাছে তুলে ধরার জন্য কোটি কোটি নমস্কার ৷ এই তথ্য ইতিহাসের অংশ হওয়া উচিত ৷

    • @matuamulnivasimedia
      @matuamulnivasimedia  3 года назад +3

      আপনার সুচিন্তিত মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই

    • @ashitbasak6966
      @ashitbasak6966 2 года назад

      ruclips.net/video/5U-RW2uFPho/видео.html

    • @ajaysaha5430
      @ajaysaha5430 2 года назад

      Ll

    • @monilalganguly1686
      @monilalganguly1686 2 года назад

      Yes you are correct this guy is agent of bangladesh

    • @sheikhnazrulislam1678
      @sheikhnazrulislam1678 2 года назад

      @@matuamulnivasimedia 9

  • @rubinakhanindia3715
    @rubinakhanindia3715 3 года назад +9

    🇮🇳✍নকুল মল্লিক 100 হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তুলে ধরেছেন দাদাকে জানাই 🙏ধন্যবাদ👌🌷🌹🇮🇳

  • @BaharUddin-wi1wv
    @BaharUddin-wi1wv Год назад +1

    আপনাকে অনেক ধন্যবাদ জানাই পরিশেষে, দোয়া করি আল্লাহর কাছে, সমস্ত মাজলুম জাতি দের, উপর রহমতে চাদরে রাখেন

  • @mohammadalamin6996
    @mohammadalamin6996 3 года назад +18

    আমরা আবার এক হবো ইনশাআল্লাহ " বাংলাদেশ থেকে নুকুল স্যারের জন্যে দোয়া রইলো ! আল্লাহ্ রাব্বুল আলামীন আপনাকে পরিপূর্ণরূপে সুস্থ রাখুক স্যার" ভালো থাকবেন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕🥰