হিন্দুদের পদবী প্রথার করুণ ইতিহাস | শ্রীরাম ও শ্রীকৃষ্ণের পদবী কী ছিল?| বাংলাদেশ অগ্নিবীর | Agniveer
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণের পদবি কি? রামায়ণ মহভারতে পদবি নেই অথচ বর্তমানে এত এত পদবি কেন? এ পদবি প্রথা ও বর্ণভেদ প্রথার করালগ্রাসে জর্জরিত সনাতন সমাজ ৷ এই পদবি প্রথা কোথা থেকে এলো? এই পদবির উৎস কি? এমন বহুপ্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ৷ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ৷
#পদবী #হিন্দুধর্মে_পদবী #পদবীর_ইতিহাস
বাংলাদেশ অগ্নিবীরের সাইটগুলো
১. অগ্নিবীর বাংলা -
লিংক: www.agniveerban...
২. ব্যাক টু দ্য বেদাস
লিংক: back2thevedas.b...
৩. ফেসবুক পেজ -
লিংক: / vedatheinfalliblewordo...
৪.ফেসবুক গ্রুপঃ
লিংকঃ / agniveerbangladesh
বেদ ও সনাতন ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বাংলাদেশ অগ্নিবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ৷
What is Caste System in Hinduism?
What is Species?
What is Nobility? What Is Surname? What Is Title?
Is Caste System In India Based On Birth?
We will try to find the answers to all these questions in today's video. Hope you will like it.
Video Link: ruclips.net/video/-KJQJmvbAOw/видео.html
🔵 Please Tap/Click on CC or Caption for English Subtitle 🔵
একটা কথা বলতে চাই। বর্ণাশ্রম ব্যবস্থা ( वर्णाश्रम-व्यवस्था) কে English এ caste system এ অনুবাদ না করলেই হয়, করলে কেমন যেন এর ভাবটাই পাল্টে যাচ্ছে । এটাকে আমরা বর্ণাশ্রমই বলি ।
Did you publish it at Researchgate? If not, please create a research paper on it and publish it as soon as possible.
@@bharatvadiarjun378 ঙ
পদবির মান নাই, মানুষের কাম যশ,
গুণপনায় সকলেই সুনামের বশ।
Devide and Rule it is only political policy.
Bornobad Vedic culture ; jaat-paat, Brahmonyobad subidha bhogi jaati brahmonder amdani.
আমি এই মূহুর্তে একজন এডমিশন ক্যান্ডিডেট,,,তাই বেশি বেশি অনলাইনে আসি না,,,আর এখন অনলাইনে আসলেও আজেবাজে ভিডিও না দেখে এইরকম সত্য বিশ্লেষণমূলক ভিডিও দেখতেছি,,,অনেকগুলোই দেখিছি,,,আশাকরি আর ২০দিনের মধ্যে আপনাদের ভিডিওগুলো শেষ করতে পারবো,,যদিও আপনাদেরকে ২০২১ সাল থেকেই ফলো করে আসতেছি এবং ঈশ্বর কৃপায় এবছরই আপনাদের সদস্যপদ লাভ করবো বলে আশা রাখছি,,,অফুরন্ত ভালোবাসা বাংলাদেশ অগ্নিবীর,,,❤️🙏🚩
আপনী যে পথে চলেছেন এগিয়ে চলুন আমার বিশ্বাস যে হিন্দু সনাতন ধর্মের উন্নয়ন হতে বাধ্য নমস্কার
নমস্কার 🙏🙏🙏🙏🙏
এত দিনে খুবই সুন্দর মূল্যবান একটা ভিডিও দেখলাম। আমি পশ্চিমবঙ্গ থেকে, এবং আমার পদবী মাল। যেটা শ্রুতি কটু। কিন্তু আপনার ভিডিও দেখার পর আমার পদবী খুব তুচ্ছ জিনিস মনে হচ্ছে বরং আমি গর্ববোধ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অগ্নি বীর ই পারবে সনাতন ধর্মের সত্য উন্মোচন করতে।
অনেক সুন্দর ভাৱে পদবি নিয়ে আলোচনা তুলে ধরলেন এই ভাবেই হিন্দু ধর্মের ইতিহাস সভার মধ্যে পোচার করুন।
ধন্যবাদ জানাই অগ্নিবীর চ্যানেল এর সকল বীরদের।। আপনারা ভিডিও বানান।এবং এইভাবেই এগিয়ে নিয়ে যান আমাদের ধর্মকে।
জয় শ্রী রাম
আমি ভয়ানক জাত ও পদবী বিরোধী। আপনার এই পরিবেশনা
অত্যন্ত সুন্দর ও কার্যকরী। ধন্যবাদ।🙏
🤗🤗
আপনি কি জাত প্রথা মানেন
তাহলে চাইনিজ - দ্রাবিড় - অস্ট্রিক - আরব আর আর্যদের মধ্যে তো কোনো দেয়াল থাকবে না, মিশ্র জাতি বিশ্রী হয় যেমন ক্যাংলাদেশিরা 😂
না@@shadhinahmed9729
খুবই তথ্যবহুল। একবার শুনলে কিছুটা অনুধাবন করা যায়। কিন্তু সম্পূর্ণ মনে রাখতে গেলে বারবার শুনতে হয়।
আপনার এই প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জাত পাত বিভেদ করে সমাজ বা দেশের উন্নয়ন হয় না ,শিক্ষা মানুষের চেতনার বিকাশ করে ,তাই আপনার এই মূল্যবান তথ্য পড়ে শুভ বুদ্ধির উদয় হোক । আপনি এগিয়ে যান ।🙏🙏🙏
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক ।সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
Ei kotha ta bharoter hinduder bojhan
নারী হল মঙ্গলময়ি লক্ষী
অথর্ব বেদ 7/1/64
নারী হল জ্ঞানের ধারক
অথর্ব বেদ 7/47/1
নারী হল শিশুর প্রথম শিক্ষা দাতা
অথর্ব বেদ 7/47/2
নারী কে উপহার হিসাবে জ্ঞান
দাও
অথর্ব বেদ 3/31/1
গর্ভজাত সন্তান ছেলে হোক বা মেয়ে তার সমান যত্ম নাও
অথর্ব বেদ 2/3/23
নারী শিক্ষা গ্ৰহন শেষে বাপের বাড়ি যাবে
অথর্ব বেদ11/5/18
হে নারী মৃত পতির শোকে লাভ কি পুনরায় বাস্তব জীবনে ফিরে আসো এবং নতুন পতি গ্ৰহন কর
অথর্ব বেদ 18/3/2
পিতার সম্পত্রি তে নারী ও পুরুষের সমান অধিকার আছে
ৠগবেদ 3/31/1
নারী হল জ্ঞান দাত্রী ও প্রেরনা দাত্রী
ৠগবেদ 1/3/11
বিধবা নারী পুনরায় বিবাহ কর
ৠগবেদ 10/18/8
যে সকল নারী দেহ রূপ দেখিয়ে অপরের সাথে বন্ধত্ব করতে চায় তারা হায়নার মত
তাদের পরিত্রাগ কর
ৠগবেদ 10/95/15
হে দেবী জগতের সকল নারী রং মধ্যেই আপনার মূর্তি স্বরুপ প্রকাশ শ্রী শ্রী চন্ডী 5/72-3
একজন জ্ঞানী মানুষ সমস্ত জীবন্ত জীব কে সমান চোখে দেখে
গীতা 5/18
মানবের মধ্যে কেউ বড় নয় কেউ ছোট নয় জন্ম থেকে সবাই শ্রেষ্ঠ
ৠগবেদ 5/59/6
নারী র যেন কখনো দূঃখ কষ্ট
না হয়
অথর্ব বেদ 12/2/31
পুত্র কন্যাকে (ভাই তার বোন কে) পিতৃ সম্পত্রি থেকে আলাদা করে দেয়না তা সমানই থাকে বরং সে তার বোন কে শিক্ষিত ও সংস্কৃতি বান গড়ে তোলে এবং স্বামীর হাতে তুলে দেয়, পিতা মাতা ছেলে মেয়ের জন্ম দেন প্রথম জনকে পারিবারিক দায়িত্ব অর্পণ এর জন্য আর দ্বিতীয় জন আসে পবিত্রতা ও গুনের প্রতিক হিসাবে
ৠগবেদ 3/31/2
পিতার সম্পত্রি তে নারী ও পুরুষের সমান অধিকার আছে
ৠগবেদ 3/31/1
প্রকৃত মানুষ হও অন্যকেও মানুষ হিসেবে গড়ো
ৠগবেদ 10/53/6
@@mdhasanreza5003মোল্লাদের মধ্যেও বিভেদ আছে। শিয়া সুন্নি ছাড়াও সামাজিকভাবে মোল্লারাও নানা ভাবে বিভক্ত। তবে হিন্দুদের মতো এতোটা খারাপ নয় সেই সামাজিক বিভেদ।
ভগবান আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি ঘঠান সেই প্রার্থনা করি।
আমরা যারা হিন্দু তাই আমাদের পদবী হতে হবে সনাতনী।
পদবি সম্মন্দিয় যে আলোচনা এখানে শুনলাম, এটাই মনে হয় বাস্তব। তাই আমার মতে প্রতি পদবি যখন কর্ম বা বাসস্থান থেকে এসেছে, তাই বিজ্ঞানের উন্নতির ফলে বর্তমানে অনেক পদবি ধারীদের পেশাগত কর্ম আর নেই।
তাদের জীবিকা অর্জনে যেমন কষ্ট হয়, তেমন সমাজকে বিশৃঙ্খল ও দূর্বল করে রেখে দেশের শত্রুদের পরাধীন করে রাখতে সুযোগ যোগায়। তাই সর্বমঙ্গল লক্ষ্য করে সনাতনী পদবি ঠিক।
বামুন প্রথার বিলুপ্তি ঘটাতে হবে।
হিন্দু শব্দটি এসেছে সিন্ধু থেকে! সিন্ধ নদের তীরে যারা বাস করতেন, তাদের সিন্ধু, অপভ্রংশ হয়ে হিন্দু হয়েছে! হিন্দু ধর্ম নয়! সনাতন হল ধর্ম!
Kno vai
Thik
অনেক তথ্যবহুল ভিডিও ছিল, অজানা অনেক কিছু জানলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের 🙏
খুব সুন্দর একটা আলোচনা। আপনাকে অনেক ধন্যবাদ।
GOOD luck with your own thoughts
Sen ke Pal Bangla Theke Tariyedaw AK Parma Atmar parthnakori
@@mudassiralam2084 সেন আর পাল , কেউই বাংলাদেশে নেই, সব পশ্চিম বঙ্গে চলে এসেছে। 😃
@@subhadeepmandal9639 পূর্ববঙ্গেও সেন, পাল আছে
অনেক ভালো লাগলো এই ভাবেই আমাদের হিন্দু ধর্মের ইতিহাস সবার মধ্যে পৌঁছে দিন 🙏🏻🙏🏻🙏🏻
এতো সুন্দর পরিবেশনায় এতো তথ্যবহুল ভিডিও মন ছুঁয়ে গেলো। বাংলাদেশ অগ্নিবীর পাশে আছি।❤️
নমস্কার আপনাকে 🙏🙏দাদা শ্রী আপনারাই পারবেন সত্য কে তুলে ধরতে সব প্রশ্নের কাছে
অসংক ধন্যবাদ
জয় অগ্নীবীর 🙏🙏🙏✊✊✊
আপনার এই পোস্ট খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আপনার এই পোস্ট দেখে জনগণ যদি সচেতন হয়ে ওঠে। ভারতের একটাই জাত একটাই ধর্ম হোক ।তা হল ভারতীয় ।
Ta kakono have na karn kalkatai jato hindu tader dos anek jeman mamtavegam take marte have na hay hinduder dangssa kare deve se vadmais aro ace joy hind joy
মমতা বন্দ্যোপাধ্যায় একবার টাইটেল উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু স্বার্থানেষী লোকেরা তা হতে দেননি।
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক ।সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
আমরা সবাই বলি জাতগত্র পদবি কিছুই না,,,আমরা সবাই সনাতন এক,,,কিন্তু বিয়ের বেলায় সবাই জাতগত্র পদবি বর্ন ইত্যাদি নিয়ে পার্থক্য কথা তুলে নিয়ে আসে,,কি আর বলবো দুক্ষের কথা,,,তবে সবাইকে বলছি আমার ফেজবুক পোস্ট দেকবেন,,,সেখানে জা বলার বলেছি,,,
@@nilaysanyal1086 আমরা সবাই বলি জাতগত্র পদবি কিছুই না,,,আমরা সবাই সনাতন এক,,,কিন্তু বিয়ের বেলায় সবাই জাতগত্র পদবি বর্ন ইত্যাদি নিয়ে পার্থক্য কথা তুলে নিয়ে আসে,,কি আর বলবো দুক্ষের কথা,,,তবে সবাইকে বলছি আমার ফেজবুক পোস্ট দেকবেন,,,সেখানে জা বলার বলেছি,,,
কত অজানারে!!!!! সমৃদ্ধ হলাম ভাই 🙏🌹
খুবই সুন্দর ও সহজবোধগম্য আলোচনা ! আপনাকে অশেষ ধন্যবাদ !
আপনার ও সকলের মঙ্গল হউক !
Khub sundor bhabe bojhalen..anek dhonyobad.... anek kichu jante o shikhte parlam 🙏🏻🙏🏻
আমার মনে হয় অগ্নিবির আমাদের সনাতন ধর্মের প্রকাশ করতে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে ধন্যবাদ বাংলাদেশ অগ্নিবির
Ja go joy hind
Carry on bro ...love from India
yogi Nath der BISOYA KICHHU balun
তথ্য দিয়ে এভাবে বোঝানো সত্যি অসাধারণ।
আপনার তথ্য গুলো ১০০% সঠিক।
Asadharon video.. 🙏
এমনভাবে পদবীর ইতিহাস আগে জানাছিলনা। অনেক ধন্যবাদ। সনাতন ধর্মের সংস্কার করা সম্ভব। এর মহত্বের কারণে অনাদিকাল পর্যন্ত শুধুমাত্র টিকে থাকা নয়, এগিয়ে যাবে। আমাদের জাতিভেদ প্রথার কূপ্রভাব এখন অনেক কম। অন্য ধর্মগুলির দিকে তাকালে দেখবেন ওদের ভাগাভাগি আরো বেশি। তবে ওরা নিজেদের মধ্যে হানাহানি করলেও দোষ দেয় অন্য ধর্মের।
খুবই প্রয়োজনীয় ও সুস্পষ্ট তথ্যভিত্তিক একটা , ভিডিও । খুবই ভালো লাগলো। ধন্যবাদ। 2/9/2022 এ কোলকাতা 700029 থেকে।
গবেষণালব্দ সত্য তথ্যসমূহ সঠিকভাবে তুলে ধরার জন্য অান্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অগ্নিবীরদের জয় হোক।
সেনযুগের পর পাল যুগ। বাহ। নতুন ইতিহাস। জেনে ভালো লাগলো।
এদিকে উনি বলছেন বল্লাল সেন বৈদ্য। এদিকে বলছেন সেন রাজারা বাঙালি ছিলেন না। ক্লিয়ার হল না।
একটা কিছু বানিয়ে দিলেই হল।
আপনার পদবী সম্বন্ধে বিস্তারিত বিবরণ জেনে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই
খুব সুন্দর ব্যাখ্যা ,ইতিহাস সত্য কথা জানতে পারলাম। N.khata, West Bengal,
এ সমন্ধে কিছুটা পূর্বে শুনেছি । আপনার রেফারেন্স গুলো শুনলাম বুঝতে সুবিধা হল । আপনি বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনাকে ধন্যবাদ । যদি কেউ আরো কিছু যোগ করেন জানেন শুনলে সমৃদ্ধ হতাম ।
অসাধারণ তথ্যপূর্ণ ভিডিও 🙄🙄
Fantastic information....thanks owner ❤
🙏দাদা নমস্কার আপনাকে 🌸ভগবান🌸 আমাদের সনাতনী জাতির জন্য মঙ্গল করুন আমাদের 🌺শান্তিপূর্ণ সনাতনী ধর্ম🌺জ্ঞান গুলো সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে,দাদা আপনার কাছে আমার সবসম একটা কামনা থাকিবে যে আপনি সনাতনী সব জ্ঞান নিয়ে যেন ভিডিও বানান🙏
খুব ই সুন্দর ও সময়োপযোগী প্রতিবেদন।
আপনাদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি,,,, এইভাবে হিন্দু সমাজের জন্য ভিডিও বানিয়ে যাইয়েন
Very nice story ❤️🇧🇩
খুব ভাল লাগল ।এই ব্যাপারে আরও শুনতে চাই ।
Thanks for information very beautiful video
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক।সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
🙏🙏🙏কোটি কোটি ধন্যবাদ।আজ খুব ভালো জ্ঞান লাভ করলাম।
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক । সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
@@nilaysanyal1086 একদম ঠিক বলেছেন।
@@mangalmurmu1263 ধন্যবাদ।
অনেক সুন্দর তথ্য সমৃদ্ধ আলোচনা
হিন্দুদের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এরকম ভিডিও তৈরী করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করে ফেলুন আর পাশের Bell আইকনে ক্লিক করুন
নমস্কার
গোত্র নিয়েও এমন একটি তথ্য সমৃদ্ধ ব্যাখ্যার অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর উপস্থাপনা।আমার খুব ভালো লাগল।এটা সবার সামনে তুলে ধরার জন্য অনেক অভিনন্দন।
Onek kichu jante parlam. Khub informative video
চমৎকার বিশ্লষণ, যিনি এই সত্য উদঘাটন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।।
Khub valo laglo.apner sathe moukhik alap hole khub donno hotam.
নমস্কার অগ্নিবীর কে অগ্নিবীর স্বতন্ত্রতা মন্ডলী দর্শক দের কাছে একটাই দাবী এক মাসের ভিতরে এক লক্ষ ভূবেও দেখতে চাই ওম শান্তি ওম শান্তি সবার উপরে শান্তি বর্ষিত হোক
Onek dhonnobad.
অসংখ্য ধন্যবাদ দাদা,,, আমার অনেক কিছু জানা হলো,,,,,,ভগবান আপনার মংগল করেন।। 🙏🙏🙏🙏
Khub bhalo Video baniyechen. Onek gobesonar folsorup.
আমাদের প্রত্যেকেরই অগ্নিবীরকে সমর্থন করা উচিত।।।।
আমি আমার জেঠুর কাছে শুনেছি....আমাদের পূর্ব ছয়পুরুষ আগে রাজার আমলে চট্টোপাধ্যায় থেকে চ্ক্রবর্তী উপাধী দিয়েছিলো রাজার আমলে।আর আমার পূর্ব পুরুষের ১০ পুরুষের বাস ছিলো চট্টগ্রাম পূর্ব বঙ্গে।
অসংখ্য ধন্যবাদ দাদা এই রকম সুন্দর ও
শিক্ষণীয় ভিডিও তৈরি করার জন্য।।
শুভ কামনা রইল। নমস্কার 🙏🙏
Today we have forgotten our root. Very very useful and informative presentation.thanks and please keep it up.
মনুষ্যত্ব, বিবেক এবং মানবিকতা- এগুলির সম্পূর্ণ জাগরণ একমাত্র মানবজাতির পক্ষে সম্বব যা সমগ্র বিশ্বের অস্তিত্ব রক্ষার জন্য যথেষ্ট। আপনার কষ্টার্জিত ভিডিও সেইদিন অবশ্যই সার্থক হবে যেদিন সারা বিশ্বে একটাই জাতি থাকবে,সেটি হল মানবজাতি।
God bless you.
A.K.Das
সাবস্ক্রাইবার কম বলে আপনি ভিডিও বানানো বন্ধ করেন না দয়া করে।ধর্ম বিষয়ে জ্ঞান বিতরণ করে যান।আমি আপনাকে সাপোর্ট করি
Right
Amra sobai achi onar pase
@@cybersecurityspecialist1313 hn
God dada vai joy hind
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক । সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
Oshonkho dhanobad ei tothhomulok episode ti toiri korar jonyo.
অসাধারণ তথ্যবহুল একটি ভিডিয়ো দেখলাম। কিন্তু মিথ্যে গর্বে গরীয়ান যারা তারা হয়তো মেনে নেবে না।
ও৩ম্ কৃণ্বন্তোবিশ্বমার্যম্ 🙏❤️
ভিষন সত্যের প্রচার আপনার এই নিবেদন। খুবই ভাল লাগল।
আমরা সকলেই সনাতনী , এটাই আমাদের এক ও অদ্বিতীয় পরিচয়। কৃত্রিম বর্ণভেদ সনাতনীদের দূর্বল থেকে দূর্বলতরতে পরিণত করেছে। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
এখনো আমাদের দেশে অনেকের খুব অহংকার জাত নিয়ে ।
নমস্কার,দাদা আপনি সত্যিই অসাধারণ প্রতিভাবান একজন ব্যক্তি। আপনার উপস্থাপনা সত্যিই ঈশ্বর প্রদত্ত। এগিয়ে যান বাংলাদেশ অগ্নিবীর নমস্কার।
খুব সহজে পদবী ব্যবস্থাটা বুঝিয়েছেন। ধন্যবাদ।
বাগ কোন জাতীয় পদবী
ধন্যবাদ দাদা আপনার প্রচেষ্টায় অনেক কিছু জানতে পারলাম।
অনেক সুন্দর ভিডিও ভ্রাতা। ধন্যবাদ আপনাদের। নমষ্কার।
অসাধারণ ভিডিও বললে কম বলা হবে। সত্যি জ্ঞান চক্ষু খুলে দেওয়ার মতো একটি ভিডিও। অনেক ধন্যবাদ আপনাকে।
নমস্কার ভ্রাতা🙏,,, অসংখ্য ধন্যবাদ, 👌এই তথ্যবহুল ভিডিওটির জন্য,👌🌹,
✌️সত্যমেব্ জয়তু্!✌️
Very rightly and truthfully spoken.
khub vlo hoice dada
দাদা আমি আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি আর শিখে চলেছি।
Khub valo laglo apnar ei tothyomulok vdo....
ধন্যবাদ ৷ ভালোবাসা রইলো ৷৷
আমি হিন্দু আমি গর্বিত
Tomar Lojja Ney Nikreest Jatiprothay Hindu O gorbit Bolo
@@mudassiralam2084
"আল্লাহ ছাড়া আর কোনও শয়তান নেই, মুহাম্মদ শয়তানের বাচ্চা"
----কুরআন
আল্লাহ্ নামের এক শয়তানের চক্রান্তে আরব মরুভূমির ভয়ঙ্কর ডাকাত তথা নারীলোভী সন্ত্রাসবাদী মুহাম্মদ(শয়তানের বাচ্চা) ইসলাম নামে এক সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করে ।
এই সন্ত্রাসবাদী সংগঠনের একমাত্র উদ্দেশ্য হল খুন জখম , গনহত্যা, গনধর্ষন, নির্যাতন ইত্যাদির মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে আল্লাহ্ নামের ওই শয়তানকে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করে নিতে মানুষকে বাধ্য করা।
এই কুকাজে সন্ত্রাসবাদী মুসলমানরা সফল । তাই হদস্য সংখ্যায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলাম পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম।
@@mudassiralam2084 haha lawaris mohammmad je kina tar bap more jawar por thakur dada r birjo theke sristi hoi tader cheye nikristo o tar banano chodanor o bhadro maser kutta der boro boro kotha manai na
এখানে অনেক হিন্দু ভাইয়েরা আছেন,mudassir alam ভাইয়ের কথাটা বলা উচিত হয় নি মানছি, আপনাদের খারাপ লাগছে।কিন্তু এর মাঝে আমাদের নবী স. কে টেনে আনার তো কিছু নেই!নবি করিম স. তো আর আপনাদের গালি দেন নি।দয়া করে এসব নোংরা কথা বলবেন না।মহানবি স. কখনো অন্যধর্মের কোনো মানুষকে অসম্মান করেন নি! ইসলামের অন্যতম বৈশিষ্ট্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা।এটা আমাদের কোরআন ও নবি স. এর কথা।
এসব যদি বাদ ও দিই আপনি আমি কেউ ই তো আর সেই চৌদ্দশ বছর আগে ছিলেন না তাহলে সেই সময়ের একজন সম্পর্কে আপনারা কিভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন?
@@md.hasinurrahman9699 ভাই তুই সিয়া না সুন্নি একবার বলবি?
Khub bhalo laglo, anek kichu jante parlam. 🙏
ভালোবাসার আরেক নাম,অগ্নীবীর
Osadharon. Darun knowledge pelam
অনেক কিছু জানতে পারলাম। ❤️ পশ্চিমবঙ্গ
দারুণ একটা ভিডিও, অনেক কিছুই জানলাম
ধন্যবাদ.সমাজকে সংস্কার করার জন্য আপনার মত অগ্নিবীর প্রয়োজন.
History bolar jonne koti pronam apnake.
কর্ম ই হোক মানুষের পরিচয়
Valo akta video...
🙏 জয় শ্রী রাম
ভগবান আপনার মঙ্গল করুন , সনাতনকে রক্ষা করুন 🌺🌺🌺
Khub bhalo laglo .amra puja ditae gia gotro boli .ai gotro kighabe alo janaben pis
যিনি জাত বিচার করেন তিনি মানুষই নন ।
দুঃখিত হওয়ার কোনো কারণ নেই
@Babu sona সহমত পোষন করি
এতো ভালো লাগলো আপনি মানুষেরর মাঝে এমন ভাবে তুলে ধরার জন্য
অনেক ধন্যবাদ আপনার এই video-এর জন্য | আমি নমশূদ্র এবং আমি জানি যে এর সৃষ্টি সেন-বংশের রাজাদের কারণে | কখনও সময় পেলে নমশূদ্র নিয়ে একটা authentic আর informative video বানান | আমি অপেক্ষা করব |
খুবসুন্দর বলেছো অনেক উপকৃত holam
🙏🙏নমস্কার দাদা আমি ভারত থেকে আপনার ভিডিও দেখছি ।আপনার ভিডিও টি খুব ই সময় উপযোগী ।আপনাদের কাছে অনুরোধ আপনারা সনাতনী ধর্ম গ্রন্থ গুলির একেকটা পাতার শব্দ গুলোকে বিশ্লেশন করুন যাতে আমরা ভালো ভাবে আমাদের ধর্ম গ্রন্থ গুলো সম্বন্ধে ও সনাতন ঢেম সম্পর্কে জানতে পারি ।ধন্যবাদ ।
অনেক অজানা তথ্য জানতে পেরে সমৃধ্য হলাম।
বাংলাদেশের অগ্নিবীরকে অসংখ্য ধন্যবাদ এই ধরণের একটি প্রতিবেদন পেশ করার জন্য । পদবীর ইতিহাস জেনে ভালো লাগলো । আরও এ ধরনের ইতিহাস জানার অপেক্ষায় রইলাম ।
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক ।সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
তথ্যবহুল একটি ভিডিও।
সত্যিই অসাধারণ।এই তথ্য জেনে নিজেকে বেশ সমৃদ্ধ মনে হচ্ছে।
Thanks to You ; For Realizing the originality of cast.
সমস্ত হিন্দুদের টাইটেল বাতিল করা হোক । সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
খুব তথ্য সমৃদ্ধ। 🙏💐
অনেক তথ্য বহুল ভিডিও। খুব ভালো লাগলো। ধন্যবাদ।
Khub sundor protisthapon korlen.
মানুষের সৃষ্ট বর্নপ্রথা নিপাত যাক।সকল হিন্দু ভাই ভাই, একসাথে মিলেমিশে থাক।
Manuset srista noi bolun bamun der sristi
দারুন।
ভালো হলো।
আপনি ঠিক কথা বলছেন, পদবী ইতিহাস হয়ে থাকুক
ধন্যবাদ আপনার বিজ্ঞানমনস্ক মন্তব্যের জন্য।
Anek kichu janlam,thank you 🙏🙏🙏
খুব ই চমৎকার .. সাবস্ক্রাইব করলাম.. আপনি অনেক পড়াশুনা করেছেন... অনেক তথ্যবহুল ভিডিও .. কিন্তু একটি বিষয় আপনি তথ্যগুলো র রেফারেন্স দেন নি.. রেফারেন্স দিলে আপনার বক্তব্য আরো শক্তিশালী হবে...
খুবই ভালো । Need share/download option
খুবই সুন্দর উপস্থাপন। কিন্তু মানুষ কোনো দিনও পরিবর্তন হবে না, আমি নমশূদ্র( SC)আমার শ্বশুরবাড়িতে সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়া হয়।
বোন আমরা অন্যের কথার সাথে নিজেকে মিশিয়ে ফেলি তাই কষ্ট হয়।।কিন্তু তুমি কি তাই?না বোন ।তুমি অনেক বড়,তাই অন্যে কি বলল তার সাথে নিজেকে না মিশিয়ে,নিজের গুনকে উন্নত কর।এগিয়ে যাও।পিছনে টানার লোক অনেক।তাদের গুরুত্ব দিলে থমকে যাবে বোন।
তারা এখনও বুঝতে পারেণনি যে, এই বিভেদ ও ব্যবধানটাই বাংলাকে ভাগ করেছে। বহু মানুষ দেশ ভাগের যন্ত্রনা ভোগ করছে। হিন্দুদের দুর্বল করে ফেলেছে এবং বহু হিন্দু মসলমান হয়েছে বিভেদের জন্য । পরিবারে আপনাকে যে পছন্দ করে তাকে তাকে এটা বুঝান। সকল মানুষই কিছু না কিছু সমস্যায় থাকে। এটাই জীবন।হতাশা নয়। শুভ কামনা জানবেন। 🙏
Amke o sunte hoi goo😭
সমস্ত হিন্দু দের টাইটেল বাতিল করা হোক ।সংবিধান সংশোধন করে এবং আইনসম্মতভাবে ।জাতপাত মুছে ফেলার একমাত্র উপায়
Erakom experience amaro ase... And akbar noy.... Bar bar...
খুব ভালো লাগলো দাদা অনেক কিছু জানতে পারলাম তোমায় অশেষ ধন্যবাদ ❤️