অবাক লাগে জুবায়ের ভাই অনন্য নিদর্শন স্থাপন করেছেন যেখানে অন্য ইউটিউবার রা আমদ প্রমদ নিয়ে ব্যস্ত তখন ভাইজান, কুরআনের পাখি বাদশা আলমগীরের সুন্দর জীবনী উপস্থাপন তার কৃতিত্ব বর্ণনা ও প্রামাণ্য চলচ্চিত্র ও ইতিহাসের ততকালীন সবচেয়ে ধনি দেশের বাদশাকে প্রচার করেছেন। অসংখ্য মোবারকবাদ ভাই ভালো থাকেন
@@SSARKER0জাহেল, গোয়ার। মনে হয় কখনো স্কুল-কলেজের বারান্দায় পা রাখেনি। সম্পূর্ণ একটি অশিক্ষিত ও করুচিপূর্ণ মনমানসিকতা সম্পন্ন পরিবার থেকে বেড়ে উঠলে যা হয় আর কি। অশ্লীল ভাষা ছাড়া আর কোন ভাষায় জানে না।
সেটা কি সত্যিই সম্ভব??? মনে হয় না। ওরঙ্গজেব অনেক হিন্দু মন্দির নষ্ট করেছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছেন.... হিন্দুদের উপর চরম অত্যাচার করেছেন। উপরওয়ালা নিশ্চয়ই তাকে সেই পাপের শাস্তি ও দিয়েছে।
আপনাকে সালাম না জানিয়ে পারলাম না জুবায়ের ভাই! আপনার কাপা কাপা কন্ঠে নন্দিত সম্রাটের ইতিহাস শুনে আর তার সমাধি বা মাকবারা দেখে আবেগাপ্লুত হলাম, সিক্ত হলাম নয়নাশ্রুতে। আপনি চেপে রাখা ইতিহাস তুলে ধরেছেন। উপস্থাপন করেছেন এক মহা সাধক ও মহা নয়কের উপাখ্যান। অনুরোধ থাকলো- জেবুন্নেসা রহ. এর জীবনী ও সমাধি তুলে ধরতে। জাযাকাল্লাহ।
😢ভারতে বাস করে ও এখনো ঔরঙ্গজেব, মুঘল সম্রাট অঔরঙ্গাবা দ এ ওনার কব র জিরত করার ইচ্ছে ছিল গত July September 24 প mahrastra Pune ছিলাম। এবার যাব ইন সাল্লাহ। খুব ই পবিত্র এক বাদশাহ।
ভারতে যেখানে ইতিহাস থেকে মোঘল দের কে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে থেকে আপনি যে ভাবে আপামর মানুষের মধ্যে ইতিহাস কে তুলে ধরছেন, আপনার কাজ সত্যিই স্যালুট করার মতো❤
মেহেমুদ সাহেব জানতে ইচ্ছে করছে আপনি কতবার ভারতে এসে দেখে গেছেন যে মোঘল তথা মুসলিমদের সবকিছু সরানো হচ্ছে!!!!! আর অদ্ভুত লাগে জিজিয়া কর । ভিডিওকর্তার এই অদ্ভুত তোষনমূলক বক্তব্যের ধিক্কার জানাই। একজন রাজার কাছে ধর্ম নির্বিশেষে প্রজা প্রজাই হন কিন্তু হিন্দুদের জন্য ৫% মুসলিমদের জন্য ২.৫% এটা কি একচোখামি এবং করের চাপে হিন্দুগোষ্ঠিকে শেষ করবার প্ল্যান নয়??? ইসলাম তো সাম্যের গান গায়!! তাহলে কিভাবে এগুলো হয়!! জানি গালাগালি খাবো। আরেকটি কথা সে সময় ভারতে মুসলিম জনসংখ্যার হিসেবে শুধুমাত্র টুপি এবং হাতে লেখা কোরান বিক্রি করে ব্যক্তিগত খরচ চালানো হাস্যকর শুধু নয় সেটা অসম্ভব।কারন একজন রাজপুত্র 😁তাঁর নিজের খরচ সারাদিন ধরে টুপি ও কোরান বেচে চালাতেন তবে রাজকার্য্য কখন করতেন!!!!। বিভিন্ন মন্দির সহ হিন্দু স্থাপত্য ভেঙেচুড়ে সেখানে ইমারত বানিয়ে,লুন্ঠন করে রাজকোষ কে ভরিয়েছিলেন জানতে ইচ্ছে করে। পৃথিবীর শ্রেষ্ট রাষ্ট্রপরিচালকদের একজন হওয়া স্বত্তেও(আপনার কথাতে)তার পরে মুঘলরা কেন তাসের ঘরের মত ভেঙে পড়েছিল!!!! আরো প্রচুর কথা বলবার ছিলো জনাব কিন্তু এই স্বল্প যায়গাতে বলা সম্ভব না। ইতিহাস সবই ভুল আর আপনি এমনভাব করছেন যে সেরা ঐতিহাসিক😁। একমাত্র উনিই নিষ্ঠুরতার চুড়ান্ত দেখিয়েছেন। দ্বিচারিতার একশেষ। ভিডিওকার কে অনুরোধ নিজের দেশে বসে এ দেশের ঐতিহাসিক সমস্তকিছুকে বিকৃত করবেননা আংশিক বা পুরো এতে আপনার রোজগার হয়তো বাড়বে কিন্তু সত্যটা মিথ্যা হবেনা আর আপনার দেশের অর্ধেকের বেশী মানুষ ভারতবর্ষ কেন কোলকাতাতেই পা রাখেননি অথচ তাঁরা না জেনে না পড়াশোনা করে মন্তব্য করে যাচ্ছেন।
খুবই ভাল লাগার কারনে সাবস্ক্রাইব করলাম৷ সম্রাট আওরঙ্গজেবের মতো শাসক যদি এখন আমরা পেতাম, আমার বিশ্বাস আমাদের এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াতে পারতো বিশ্বের বুকে।
ঔরঙ্গজেব, বলবেন না, উনি ছিলেন বিখ্যাত আল্লাহর অলি, বাদশা আলমগীর (রহঃ) উনি ছিলেন জবর দস্ত একজন আল্লাহর অলি । উনার লেখা আর একটি বিখ্যাত কিতাব ফতুয়ার আলমগীর ।
মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন এই মহান ব্যক্তির জীবন বৃত্তান্ত আল্লাহ পাক আপনাকে তার যা যা দান করুন এবং আমাদেরকে ইসলামের ওপর থেকে নিজের জীবন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার তাউপীক দান করেন, আমিন 🥰🥰
মাশাআল্লাহ আপনার মেধা ও পরিশ্রম কে আল্লাহ পাক কবুল করে নিন,চমৎকার উপস্থাপনা। আসলে ওনার কবরের অবস্থান ই প্রমান যে উনি কেমন সৎ ও দ্বীনদার শাসক ছিলেন। যদিও কিছু গোষ্ঠী আছে যারা তার অবদান অস্বীকার করে।
ভাই আপনার প্রতিটি ভিডিও ইসলামের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। আমি আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারছি ভারতবর্ষের মুসলমানদের শাসনকর্তাদের শাসন কাল । আপনাকে অনেক ধন্যবাদ ভাই ❤❤
অনেক ভালো লাগলো বেটা। কতটা গুরুত্বপূর্ণ বিষয় জানালে যা স্কুলে ইতিহাস এ পড়ে ছিলাম, খুব সুন্দর করে বলো আর দেখাও।তোমার ভিডিও শেষের কথা গুলো শুনে ভালো লাগে। সত্যি উনার জন্য দোয়া করেছি মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন।তোমাকে ধন্যবাদ। মহান আল্লাহ তোমাকে এত
ধন্যবাদ জানাবো bengal discovery chanel কে,সঠিক সত্য টা সমস্ত মানুষের কাছে তুলে ধরার জন্য এবং সব কিছু সুন্দর ভাবে ভিডিও করে সকলকে দেখার সুযোগ করে দেয়ার জন্য
খুব সুন্দর উপস্থাপনা যা যথেষ্ট পরিমাণে হৃদয় মনকে নাড়া দিয়েছে এ জন্য আল্লাহ তাআলা উত্তম যাজা দান করুন আর বাদশাহ আলমগীর কে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন
আপনার তথ্যবহুল উপস্থাপনা অসাধারণ। ইতিহাসকে যেন জীবন্ত ভাবে রুপায়ন করার এক অসাধারন দখদারিত্ব আপনার আছে। এগিয়ে যান, পাশে আছি ইতিহাসের অজানাকে জানার আগ্রহ নিয়ে।
আসসালামু ওয়ালাইকুম ইয়া আহলাল কুবুর... সালাম এবং সম্মান জানাই এই উপমহাদেশের মুসলিম জাতির গর্ব ও শ্রেষ্ঠ শাসকের উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম আওরঙ্গজেব এর রূহের প্রতি...
মাশাআল্লাহ তোমার বাক্যগঠন ও বর্ণনা ইতিহাসের ছাত্র হিসেবে আমার হৃদয় আনন্দে উদ্বেলিত জীন্দাপীর আওরঙজেব রহ: জীবনধারা তুলে ধরার জন্য । বিশেষ ভাবে উল্লেখ উপমহাদেশের সত্তর কোটি একত্ববাদি একমেবাদ্বিতীয়ম লাইলাহা ইল্লাল্লাহর ইসলাম; শিখ ও পৌত্তলিকতার ঘোর অসূর অন্ধকার থেকে টিকে রাখার দৃঢ় ব্যববস্থার জন্য জানাই শতশত সালাম জানাই হে আউলিয়াই হিন্দুস্থান।।
@@bengaldiscovery most of your videos I already watched. Every video, your recording, description and presentation are great. Carry on that, we have rich history, heritage and diversity. We supposed to expose our past to our next generation.-
@@bengaldiscovery ঠিক যে কারণে British রা ভারতে এসেছিল ঠিক একই কারণে এই মুগল রা এসেছিল । লুট করতে এসেছিল ধংস করতে এসেছিল এই মাটির বেশ ভূষা, জ্ঞান কে । kindly refrain yourself from producing such nonsense content for cheap views Neither islam nor mughals are were part of BHARAT. Don't add spices to make things look real.
অবাক লাগে জুবায়ের ভাই অনন্য নিদর্শন স্থাপন করেছেন যেখানে অন্য ইউটিউবার রা আমদ প্রমদ নিয়ে ব্যস্ত তখন ভাইজান, কুরআনের পাখি বাদশা আলমগীরের সুন্দর জীবনী উপস্থাপন তার কৃতিত্ব বর্ণনা ও প্রামাণ্য চলচ্চিত্র ও ইতিহাসের ততকালীন সবচেয়ে ধনি দেশের বাদশাকে প্রচার করেছেন। অসংখ্য মোবারকবাদ ভাই ভালো থাকেন
অনেক ধন্যবাদ ভাই
মাগি খোর ভীনদেশি
Exactly
A communal and criminal
@@SSARKER0জাহেল, গোয়ার।
মনে হয় কখনো স্কুল-কলেজের বারান্দায় পা রাখেনি।
সম্পূর্ণ একটি অশিক্ষিত ও করুচিপূর্ণ মনমানসিকতা সম্পন্ন পরিবার থেকে বেড়ে উঠলে যা হয় আর কি।
অশ্লীল ভাষা ছাড়া আর কোন ভাষায় জানে না।
মধু মাখা মুখের উপস্থাপন শুনে মনটা ভরে যায়। দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আপনার সব ভিডিও দেখি।
অনেক অনেক ধন্যবাদ ভাই
ধন্যবাদ আপনাকে। উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা যেন হাফেজ আওরঙজেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন আমিন আমিন।
অনেক ধন্যবাদ
ওরঙ্গজেব না ভাই উনার নাম ছিল বাদশা আলমগীর উনি একজন জবরদস্ত আল্লাহর অলি ছিলেন।
সুবহানাল্লাহ.. মনটা ভরে গেল ❤️❤️❤️আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন।
আমীন
Amin
Amin 🤲🤲
আমিন❤
আল্লাহ সম্রাটকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
আমীন
Amin
Amin
@@md.nazrulislam797😅09😮😮😮😮😮😢😮😮pb ph oh ok❤❤❤
amin
আমিন আল্লাহ হুজুরের কবর টাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন
আমীন
Amin
মানুষ মারা যায় কিন্তু তাঁর কর্মফল এই পৃথিবীতে থেকে যায় ।
ধন্যবাদ
মহান আল্লাহ এই বিখ্যাত আল্লাহর ওলি বাদশা আলমঙ্গীর (রহঃ) কে জান্নাতের উঁচ্চ মাকাম দান করুন, আমিন।
ধন্যবাদ আপনাকে
সেটা কি সত্যিই সম্ভব??? মনে হয় না।
ওরঙ্গজেব অনেক হিন্দু মন্দির নষ্ট করেছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছেন.... হিন্দুদের উপর চরম অত্যাচার করেছেন।
উপরওয়ালা নিশ্চয়ই তাকে সেই পাপের শাস্তি ও দিয়েছে।
আপনাকে সালাম না জানিয়ে পারলাম না জুবায়ের ভাই! আপনার কাপা কাপা কন্ঠে নন্দিত সম্রাটের ইতিহাস শুনে আর তার সমাধি বা মাকবারা দেখে আবেগাপ্লুত হলাম, সিক্ত হলাম নয়নাশ্রুতে। আপনি চেপে রাখা ইতিহাস তুলে ধরেছেন। উপস্থাপন করেছেন এক মহা সাধক ও মহা নয়কের উপাখ্যান। অনুরোধ থাকলো- জেবুন্নেসা রহ. এর জীবনী ও সমাধি তুলে ধরতে। জাযাকাল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ
😢ভারতে বাস করে ও এখনো ঔরঙ্গজেব, মুঘল সম্রাট অঔরঙ্গাবা দ এ ওনার কব র জিরত করার ইচ্ছে ছিল গত July September 24 প mahrastra Pune ছিলাম। এবার যাব ইন সাল্লাহ। খুব ই পবিত্র এক বাদশাহ।
যেমন উপস্থাপনা তেমন মিউজিক বাজনা এবং দুনিয়া কাঁপানো ঐতিহাসিক শাসকের কবর দেখানোতে আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ যুবায়ের
He wrecked the mughal empire
সম্রাট আওরঙগরজেব
তিনি এমন একজন সাশক যার জীবনে কোন দিন আসরের নামাজ কাজা হয়নি
ধন্যবাদ
ভাই কে হত্যা করলো কেন
১৯ জন ভাই কে হত্যা এবং বাবাকে জেলে ডুকানো রাজা।
যুদ্ধের নামে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা,মন্দির ধ্বংস করা হয় যেটা ছিলো মুসলিম সমরনীতির বিরুদ্ধে।😊
@@shishirshah2494ara sikoh nastik cilo,and o shahjahan osustho howar por nijeke sultan dabi korlo
সাশক নয়, শাসক হবে।
আল্লাহর অলি ছিলেন আরঙ্গওজেব ,অনার জন্য চোখে পানি এসে যাই 😢😢😢😢 আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন।
আমীন
আমিন
@@bengaldiscovery
চুদামিন ।
আল্লাহ সম্রাট আওরঙ্গজেবের সমস্ত গুনাহ মাফ করুক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুক
আমীন
Ameen
ভারতে যেখানে ইতিহাস থেকে মোঘল দের কে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে থেকে আপনি যে ভাবে আপামর মানুষের মধ্যে ইতিহাস কে তুলে ধরছেন, আপনার কাজ সত্যিই স্যালুট করার মতো❤
thank you
মেহেমুদ সাহেব জানতে ইচ্ছে করছে আপনি কতবার ভারতে এসে দেখে গেছেন যে মোঘল তথা মুসলিমদের সবকিছু সরানো হচ্ছে!!!!!
আর অদ্ভুত লাগে জিজিয়া কর । ভিডিওকর্তার এই অদ্ভুত তোষনমূলক বক্তব্যের ধিক্কার জানাই। একজন রাজার কাছে ধর্ম নির্বিশেষে প্রজা প্রজাই হন কিন্তু হিন্দুদের জন্য ৫% মুসলিমদের জন্য ২.৫% এটা কি একচোখামি এবং করের চাপে হিন্দুগোষ্ঠিকে শেষ করবার প্ল্যান নয়??? ইসলাম তো সাম্যের গান গায়!! তাহলে কিভাবে এগুলো হয়!! জানি গালাগালি খাবো। আরেকটি কথা সে সময় ভারতে মুসলিম জনসংখ্যার হিসেবে শুধুমাত্র টুপি এবং হাতে লেখা কোরান বিক্রি করে ব্যক্তিগত খরচ চালানো হাস্যকর শুধু নয় সেটা অসম্ভব।কারন একজন রাজপুত্র 😁তাঁর নিজের খরচ সারাদিন ধরে টুপি ও কোরান বেচে চালাতেন তবে রাজকার্য্য কখন করতেন!!!!। বিভিন্ন মন্দির সহ হিন্দু স্থাপত্য ভেঙেচুড়ে সেখানে ইমারত বানিয়ে,লুন্ঠন করে রাজকোষ কে ভরিয়েছিলেন জানতে ইচ্ছে করে। পৃথিবীর শ্রেষ্ট রাষ্ট্রপরিচালকদের একজন হওয়া স্বত্তেও(আপনার কথাতে)তার পরে মুঘলরা কেন তাসের ঘরের মত ভেঙে পড়েছিল!!!! আরো প্রচুর কথা বলবার ছিলো জনাব কিন্তু এই স্বল্প যায়গাতে বলা সম্ভব না। ইতিহাস সবই ভুল আর আপনি এমনভাব করছেন যে সেরা ঐতিহাসিক😁। একমাত্র উনিই নিষ্ঠুরতার চুড়ান্ত দেখিয়েছেন। দ্বিচারিতার একশেষ।
ভিডিওকার কে অনুরোধ নিজের দেশে বসে এ দেশের ঐতিহাসিক সমস্তকিছুকে বিকৃত করবেননা আংশিক বা পুরো এতে আপনার রোজগার হয়তো বাড়বে কিন্তু সত্যটা মিথ্যা হবেনা আর আপনার দেশের অর্ধেকের বেশী মানুষ ভারতবর্ষ কেন কোলকাতাতেই পা রাখেননি অথচ তাঁরা না জেনে না পড়াশোনা করে মন্তব্য করে যাচ্ছেন।
They came to kill us, loot everything and turn us into slaves. That is the history.
মহান আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করুন আমিন
আমীন
Uni ekhon 72 hoorer sange nunu khelchen!
অসাধারণ ভাই আপনার সুন্দর ভিডিও, ❤️❤️❤️❤️👍
অনেক ধন্যবাদ
আললাহ সম্রাট কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক❤
Thank you
অনেক কান্না করলাম, ইতিহাস জেনে। সত্যি 😢😢😢😢😢😢😢😢😢
অনেক ধন্যবাদ
একজন ধর্ম ভীরু মুঘল সম্রাট । বৈচিত্র্যময় ভারতবর্ষের এই মুঘল সম্রাটকে জানাই অনেক অনেক সালাম।
ধন্যবাদ
এটাই ইসলাম এটাই ইসলাম এবং মুসল মানের ধর্ম।
অনেক ধন্যবাদ
Kafir Kota marte hobe? Mandir Kota bhangte hobe. Jijia Tex keno dite hoi
মুসলিমদের থেকে হিন্দুদের কর ডাবল ছিল । এটাই সেই দুঃসহ জিজিয়া কর ,হয় জিজিয়া দাও নয় কালিমা পর ,নয়তো তরবারির নিচে মাথা নত কর।
ইসলাম কোনো ধর্মই নয়।এ এক ভ্রান্ত মতবাদ।
এ শুধু ছড়ায় মধ্যযুগীয় অজ্ঞতা আর অপরাধ।
ইসলাম হলো অতি জঘন্য অমানবতার ঠাঁই।
অপকর্ম তো সেখানেই বাড়ে, ইসলাম যেখানেই।
অসাধারণ উপস্থাপনা। যেন আল্লাহর দান করা কন্ঠ আপনার। ভারবর্ষে প্রতিটি দেশে ফিরে আসুক আল্লাহর এই আউলিয়া শাসক বাদশাহ আওরঙ্গজেব (র:)।
অনেক ধন্যবাদ
আল্লাহ তায়ালা সম্রাটকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকাম দান করুন। আমিন ইয়া রব 🤲🤲🤲
অনেক ধন্যবাদ
অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ জুবায়ের ভাইকে।
ধন্যবাদ আপনাকেও
খুবই ভাল লাগার কারনে সাবস্ক্রাইব করলাম৷ সম্রাট আওরঙ্গজেবের মতো শাসক যদি এখন আমরা পেতাম, আমার বিশ্বাস আমাদের এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াতে পারতো বিশ্বের বুকে।
শুভকামনা
এই অতীত হারিয়ে যাওয়া ইতিহাস জনসম্মুখে তূলে ধরার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ❤❤
অনেক ধন্যবাদ
মা শা আল্লাহ, খুবইগুরুত্বপূর্ণ এবং সুন্দর উপস্থাপনা, যতই দেখি আরও দেখতে ও শুনতে মন চাই, দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন।
অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ সম্রাট কে বেহেস্ত নসিব করুন আমিন
অনেক ধন্যবাদ
ঔরঙ্গজেব, বলবেন না, উনি ছিলেন বিখ্যাত আল্লাহর অলি, বাদশা আলমগীর (রহঃ) উনি ছিলেন জবর দস্ত একজন আল্লাহর অলি । উনার লেখা আর একটি বিখ্যাত কিতাব ফতুয়ার আলমগীর ।
Aurangzeb slaughtered Ninth Guru Teg Bahadur Singh for no reason at all. Aurangzeb was Bustard,Cruel,Ruskel and son of a bitch.
@@tarunroy2517 তোমার মত মুর্খের সাথে আমার কথা বলার কোন ইচ্ছাই নেই, লোকের পিছনে লাগা ছাড়া তো কোন কাজ নেই তোমাদের ।
@@tarunroy2517আস্তাগফিরুল্লাহ
আরও কত বাল ছিল।ভাই হত্যা কারী।
@@tarunroy2517😢😢😢😢😢
Amazing video! Enjoyed your video, Thanks.
শুভেচ্ছা নেবেন
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ মাকাম দান করুন, যে আল্লাহ আপনার মাধ্যমে এত সুন্দর উপস্থাপনা করিয়েছেন তার প্রতি শুকরিয়া
আমীন
সুন্দর উপস্থাপনা। ভিডিও শেষ না করে ওঠা যায় না। ধন্যবাদ ভাই। ❤❤❤❤❤
অনেক ধন্যবাদ
মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন এই মহান ব্যক্তির জীবন বৃত্তান্ত আল্লাহ পাক আপনাকে তার যা যা দান করুন এবং আমাদেরকে ইসলামের ওপর থেকে নিজের জীবন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার তাউপীক দান করেন, আমিন 🥰🥰
ধন্যবাদ
আপনার উপস্থাপনা গুলো খুব সুন্দর ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।
আমীন
অপুর্ব ধারা বর্ননায় ইতিহাস তুলে আনা হয়েছে মুন্সিয়ানায়। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন
আপনার সুন্দর এই উপস্থাপনার জন্য অশেষ ধন্যবাদ। মহান আল্লাহ তায়ালা সম্রাট আওরঙ্গজেবকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
thank you
আপনার কন্ঠে ঐতিহাসিক বিষয় গুলো শুবতে খুবই ভালো লাগে। ❤❤
অনেক ধন্যবাদ
তিনি আল্লাহর ওলি । হে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করুন
আমীন
আপনার মধুমাখা কন্ঠ শুনে চোখে পানি চলে আসলো 😢, খুব ভালো লাগলো❤❤
অনেক ধন্যবাদ
আল্লাহ তায়ালা যেন সম্রাট আওরঙ্গজেবকে উত্তম জান্নাত দান করেন, আমিন
আমীন
Ami dekhe asechi uni jaharname valoi achen.
বাদশা আওরঙ্গজেবের কত ভাগ্য কত ভালো কাজ করে গেছে ২০২৪ সালে এসেও হাজার হাজার লোক তার জন্য জান্নাতের জন্য দোয়া করি আল্লাহর কাছে
অনেক ধন্যবাদ
ভাই আপনি সত্য ইতিহাস বলার জন্য ধন্যবাদ
মিথ্যাও কেউ বলে নাকি?
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালো বাসা অবিরাম ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান
অনেক ধন্যবাদ
আল্লাহ্ পাক সম্রাট আওরঙ্গজেব কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন
আমীন
আপনার উপস্থাপনা সুন্দর।
আপনার মাধ্যমে অনেক কিছুই দেখতে এবং জানতে পারতেছি ।আপনার অনেক গুলো ভিডিও এই পর্যন্ত দেখলাম। ভালো লাগছে
অনেক ধন্যবাদ আপু
আল্লাহ পাক,ওনাকে শান্তিতে রাখুক।
❤
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ্,মহামহিমআল্লাহ পাকের শুকরিয়া।অত্যান্ত বিনম্র ভাবে জিন্দিপীর বাদশাহ আবুল মুজাফফার মুহাম্মদ মহিউদ্দিন আলমগীর আওরঙজেবের (র:)নাম নিয়েছেন।আল্লাহ পাক আপনাকে উভয় জাহানে তারাক্কী দান করবেন ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ
মাশাআল্লাহ আপনার মেধা ও পরিশ্রম কে আল্লাহ পাক কবুল করে নিন,চমৎকার উপস্থাপনা। আসলে ওনার কবরের অবস্থান ই প্রমান যে উনি কেমন সৎ ও দ্বীনদার শাসক ছিলেন। যদিও কিছু গোষ্ঠী আছে যারা তার অবদান অস্বীকার করে।
thank you
আল্লাহ এই মহান ব্যাক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন
অনেক ধন্যবাদ
আল্লাহ সম্রাট আওরঙ্গজেবকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন আমিন
আমীন
ভাই আপনার প্রতিটি ভিডিও ইসলামের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। আমি আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারছি ভারতবর্ষের মুসলমানদের শাসনকর্তাদের শাসন কাল । আপনাকে অনেক ধন্যবাদ ভাই ❤❤
শুভেচ্ছা নেবেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই ইসলামের শিক্ষা ❤। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর আদর্শ বুকে ধারণ করে জান্নাতের নন্দনকাননে অমর গুলবাগিচায় শায়িত হয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লে শাইঈন ক্বাদির।
ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর কথা লিখেছেন।❤
আজ খুব আনন্দিত একজন মহান মানুষের স্মৃতি নিয়ে ভিডিও করার জন্য
অনেক ধন্যবাদ
সম্রাট আওরঙ্গজেবের জীবন আমাকে এতোটাই আকর্ষণ করে যে, আমি আমার ছেলের নাম আওরঙ্গজেব রেখেছি।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
শুভকামনা
আল্লাহ জাল্লা জালালুহূ আপনার ছেলেকে বাদশাহর তৌফিক দান করুন।আমি বিয়ে করার পরে আল্লাহ জাল্লা জালালুহূ আমার সন্তান দিলে আমি তার নাম রাখব আওরঙ্গজেব।
আল্লাহ আপনি সম্রাট আওরঙ্গজেব কে জান্নাতের উচ্চ স্থান দান করুন ❤❤❤❤❤
আমীন
আপনার প্রতি টি ভিডিও অনন্য!অসাধারণ! আর
সত্যসংশ্লেষণ এবং জ্ঞানানুশীলনে ভরপুর তথ্য- উপাত্ত
উপস্থাপন পূর্বক মনোমুগ্ধকর ধারা বিবরণ বিশ্বয় আপ্লুত
করে!!
অনেক ধন্যবাদ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী। কি পরম সুন্দর বিশুদ্ধ বক্তব্য আমাদের জুবায়ের ভাইয়ের আর কি মহিমান্বিত পবিত্র বাদশাহ আলমগীর এর কীর্তি!!!
অনেক ধন্যবাদ
Shukriya Bhai eto sundor video er jonno
অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ্ , আপনার মনোমুগ্ধকর কন্ঠস্বরটা ইতিহাসের গাম্ভীর্যের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভলো থাকুন সবসময়ের জন্য, ফি-আমানিল্লাহ্।
অনেক ধন্যবাদ
আল্লাহ তায়ালা সম্রাট আলমগীরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।
আমীন
সুবহানাল্লাহ। ❤
ধন্যবাদ
জাজাকাল্লাহ,উনার রওজা মোবারক দেখানোর জন্য।
শুভকামনা
অনেক ভালো লাগলো বেটা। কতটা গুরুত্বপূর্ণ বিষয় জানালে যা স্কুলে ইতিহাস এ পড়ে ছিলাম, খুব সুন্দর করে বলো আর দেখাও।তোমার ভিডিও শেষের কথা গুলো শুনে ভালো লাগে। সত্যি উনার জন্য দোয়া করেছি মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন।তোমাকে ধন্যবাদ। মহান আল্লাহ তোমাকে এত
ধন্যবাদ
হে আল্লাহ আপনি বাদশা আলমগীরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।আমিন।
আমীন
মাশাল্লাহ কুরআন ওয়ালা শাসকরা এমনই হয়
ধন্যবাদ আপনাকে
সম্রাট আওরাঙ্গজেব রহমাতুল্লাহি আলাইহি ❤❤❤
আমার প্রিয় মুঘল সম্রাট ❤❤❤
অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ!
প্রাণটা ভরে গেল অশ্রুসিক্ত হয়ে।
অনেক ধন্যবাদ
খুবই ভালো লাগলো। বাংলাদেশ থেকে ❤❤❤
অনেক ধন্যবাদ
ধন্যবাদ জানাবো bengal discovery chanel কে,সঠিক সত্য টা সমস্ত মানুষের কাছে তুলে ধরার জন্য এবং সব কিছু সুন্দর ভাবে ভিডিও করে সকলকে দেখার সুযোগ করে দেয়ার জন্য
ধন্যবাদ আপনাকেও
জুবায়ের ভাই আপনার ভিডিও যত দেখি। আপনার প্রতি মহব্বত বেড়ে যাচ্ছে,,,,
কৃতজ্ঞতা প্রকাশ করছি
মহান আল্লাহ তায়ালা সম্রাট আলমগীর (রঃ) কে জান্নাতুল ফেরদৌস দান করুক।আমিন
ধন্যবাদ
আপন তিন ভাই, দারা, সুজা, মুরাদ এর হত্যা কারী ও পিতাকে কারাগারে বন্দী করে সম্রাট হয়েছিলেন। তাই আমি ওনাকে 0 দেবো।
হে আল্লাহ তুমি আওরঙ্গজব কে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিও আমিন।
আমীন
খুব সুন্দর উপস্থাপনা যা যথেষ্ট পরিমাণে হৃদয় মনকে নাড়া দিয়েছে এ জন্য আল্লাহ তাআলা উত্তম যাজা দান করুন আর বাদশাহ আলমগীর কে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন
অনেক ধন্যবাদ
মহান আল্লাহ পাক সম্রাট আওরঈজেব'কে এবং উনার পরিবারের সবাই'কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন
আমীন
অসাধারণ উপস্থাপনা।
সত্য ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে মুবারকবাদ।
অনেক ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ॥
শুভকামনা আপনার জন্য
Excellent historical vedio. Thanks
Thank you so much
আপনার তথ্যবহুল উপস্থাপনা অসাধারণ।
ইতিহাসকে যেন জীবন্ত ভাবে রুপায়ন করার এক অসাধারন দখদারিত্ব আপনার আছে। এগিয়ে যান, পাশে আছি ইতিহাসের অজানাকে জানার আগ্রহ নিয়ে।
অনেক ধন্যবাদ ভাই
আমার কাছে মুঘল সাম্রাজ্যের হিরো হচ্ছে সম্রাট আওরংগজেব আলামগীর❤️❤️❤️❤️🔥।কেন জানি তার কবরস্থান টা দেখার খুব ইচ্ছে।
এই ভিডিওতে সবই তো দেখালাম
তিনি শুধু শাসক নয় তিনি ছিলেন একজন আল্লাহর অলী।
ধন্যবাদ
আসসালামু ওয়ালাইকুম ইয়া আহলাল কুবুর...
সালাম এবং সম্মান জানাই এই উপমহাদেশের মুসলিম জাতির গর্ব ও শ্রেষ্ঠ শাসকের উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম আওরঙ্গজেব এর রূহের প্রতি...
অনেক ধন্যবাদ
আমার মহান আল্লাহ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।উনি সত্যিই এক অনন্য ইসলামের পথে রাজ্য পরিচালনা করে গেছেন। এবং কোরআন শরীফ এর হাফেজ ছিলেন।
আমীন
সুবহানাল্লাহ, অশেষ ধন্যবাদ ভাই আপনাকে।
ধন্যবাদ আপনাকেও
মাশাআল্লাহ তোমার বাক্যগঠন ও বর্ণনা ইতিহাসের ছাত্র হিসেবে আমার হৃদয় আনন্দে উদ্বেলিত জীন্দাপীর আওরঙজেব রহ: জীবনধারা তুলে ধরার জন্য । বিশেষ ভাবে উল্লেখ উপমহাদেশের সত্তর কোটি একত্ববাদি একমেবাদ্বিতীয়ম লাইলাহা ইল্লাল্লাহর ইসলাম; শিখ ও পৌত্তলিকতার ঘোর অসূর অন্ধকার থেকে টিকে রাখার দৃঢ় ব্যববস্থার জন্য জানাই শতশত সালাম জানাই হে আউলিয়াই হিন্দুস্থান।।
শুভকামনা
আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাত দান করেন আমীন
thanks
আল্লাহ তাকে কবুল করুক💞💞💞
অনেক ধন্যবাদ
ভাই আপনাকে ধন্যবাদ এরকম ভিডিও দেয়ার জন্য
শুভকামনা
হৃদয় ছুঁয়ে গেল আহ আমাদের সুলতান😢
অনেক ধন্যবাদ
ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর এবং হৃদয়গ্রাহী
অনেক ধন্যবাদ
উনি একজন আল্লাহর ওলী।
কোন রেফারেন্স?
Rahamatulaalai kono Allah r wali er jono bebo hito hoi
আল্লাহ ঔরঙ্গজেব কে জান্নাত বাসী করেন 😢❤❤
ধন্যবাদ
Thank you very much for your very nice and historical documentary.
Your description was also good.
Waiting for next video.
অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের আগের ভিডিওগুলো দেখুন, আশাকরি ভালো লাগবে
@@bengaldiscovery most of your videos I already watched.
Every video, your recording, description and presentation are great.
Carry on that, we have rich history, heritage and diversity. We supposed to expose our past to our next generation.-
@Bengal Discovery
😂😂😂😂ঔরঙ্গজেব
@@bengaldiscovery ঠিক যে কারণে British রা ভারতে এসেছিল ঠিক একই কারণে এই মুগল রা এসেছিল । লুট করতে এসেছিল ধংস করতে এসেছিল এই মাটির বেশ ভূষা, জ্ঞান কে । kindly refrain yourself from producing such nonsense content for cheap views Neither islam nor mughals are were part of BHARAT. Don't add spices to make things look real.
মাশা-আল্লাহ দোয়া রইলো ভাই আপনার এবং সবার জন্যে
অনেক ধন্যবাদ
ভিডিওটি দেখে আবেগে আপ্লূত হয়ে গেলাম।
শুভকামনা
নিশ্চিতরূপে তিনি মুসলিম বিশ্বের গর্ব,
Thanks
Mashallah mashallah alhamdulillah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah ❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ
আপনার ভিডিও গুলো যতবার দেখি ততবারই মুগ্ধ হই
অনেক ধন্যবাদ
সাধারন জীবন যাপন করা তাহার সবই ছিলো ঈর্ষনীয়, অনুকরণীয় ও প্রশংসনীয় শুধুমাত্র বিদ্রোহ টুকু ছাড়া। এমন সৎ শাষক এই পৃথিবীতে আর আসবে না.... আফসোস।
thank you
আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
অনেক ধন্যবাদ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ❤
অনেক ধন্যবাদ