মুঘলদের ভারতীয় উপমহাদেশ আক্রমণের ইতিহাস পড়ুন সেটা আরো বেশি হৃদয় বিদারক। তারা কোটি কোটি ভারতীয়দের হত্যা করে,ইসলামে ধর্মান্তর করে দিল্লী সিংহাসন দখল করেছিল।তাদের তো এর মাসুল দিতেই হত।ইতিহাস কাউকে ক্ষমা করেনি করবেও না।
ভারতের সর্ণযুগ বলা হয় মহাভারতের সময়কে , সেই সময় ভারত ছিল বিশ্ব অর্থনীতির প্রথম স্থানে, সেই যুগেই সর্ণমুদ্রার প্রচলন ছিল । মোঘল সাম্রাজ্যের গড়ে ওঠে হিন্দুদের সম্পদ লুটপাট করে। মোঘলরা ২৭০০০ হাজার মন্দির লুটপাট ভাঙচুর করে ৬ /৭ হাজার রাজাদের সম্পদ লুণ্ঠন করে কোষাগার বানিয়ে মোঘল সম্রাজ্য গড়ে তোলে । কোরানের ইতিহাস বলছে সারা পৃথিবীতে ইসলাম কে প্রতিষ্টিত করতে এই খুন ধর্ষণসহ লুটপাটের আশ্রআয় নিতে হয় । আর সেটা কে আশ্রআয় করে মোঘল সম্রাজ্য গড়ে তোলা হয়। মোঘলরা তারা এদেশে কিছু নিয়ে আসে নি । যা করেছে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার খুন ধর্ষণসহ লুটপাট করে। সে যুগে একদল যুব সমাজ এই ইসলাম কে অর্থ সম্পাদ সংগ্রহের এক সহজ লভ্য উপয়, হিসাবে বেছে নেয় ,এর উপরে ছিল উগ্র যঔন লালসা ,হিন্দু যুবতী নারী ভোগের সুবর্ন সুযোগ , এসব লালসার সাগরে ডুব দিয়ে সে যুগে বহু ছেলেদের দল বেঁধে ইসলাম গ্রহন করতে দেখা গেছে । এইভাবে সারা ভারতে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ে । আর আপনি একটু পড়াশুনা করুন সিপাহী বীদ্রহ মোঘল সময়ে না ইংরেজ আমলে মঙ্গল পান্ডে থেকে শুরু হয় ।
জোর করে দখল করে কোনো কিছু জেতা যায় না। বাবরের অত্যাচার দিয়ে যার শুরু, বাহাদুর শাহ জাফরে এসে তা তো শেষ হওয়ারই ছিলো। ইংরেজরা লুট করার আগে মুঘলরা প্রচুর লুটপাট করেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, হিন্দুদের ওপরে আর্থ-সামাজিক-রাজনৈতিক অত্যাচার করে দাঁত কেলিয়ে হেসে 😂 গেছে। তাই আপনার আল্লাহ মুঘলদের মুখ থেকে হাসি কেড়ে নিয়ে কান্না সাগরে ডুবিয়ে দিয়েছে।
নাদির শাহ যখন দিল্লির কাছে এসে গেছে তখনো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ মদের নেশায় চুর হয়ে পড়েছিল। নাদির শাহর মোকাবেলা করার মতো শক্তি বা সাহস তার ছিল না।
হে অতীত তোমাকে সাজিয়ে রেখেছি মনের ফুলদানিতে, বেদনা খাতর হলে তোমার গন্ধি নীতি থাকি, -------------------------------------------------- মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে।
আজ এই মর্মান্তিক ইতিহাস শুনে খুব কষ্ট লাগলো। সকাল বেলা যিনি বাদশাহ ছিলেন সন্ধাবেলা তিনি ফকির। সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুক।
ভাই আগে ইতিহাস পড়েছি দেখিনি, আপনার এ চ্যানেল থেকে ইতিহাস দেখলাম এককথায় অসাধারণ। আপনার তথ্য ও উপস্থাপনা অনেক সুন্দর ও তথ্যবহুল। বাংলার ইতিহাস এত তথ্যবহুলভাবে আর দেখিনি। আপনার জন্য অনেক শুভকামনা।
বর্ননায় অনেক ভালোবাসার আবেগ। এই তথা ইতিহাসে আবার ধর্ম নিয়ে আসা হয়েছে। শেষ দিবসে তসবিহ হাতে সম্রাট আকুল নয়নে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, দেখা গেল আল্লাহ কিছুই করেনি, কেন? তিনি কি নির্বাসনে ছিলেন? শেষ দিকে ইংরেজ সেনাপতি কামান লাগছিল, তখনও ভারতের শাসনকর্তা ছিল না। এ ৮৮ বছরের বৃদ্ধ সিপাহী বিদ্রোহের নেতা হতে চাননি, কোন কর্মে একজন শিখন্ডি দরকার, তাই তাকে জোর করে রাজী করানো হয়েছিল। মুঘলদের প্রথম সম্রাট বহিঃশত্রু এবং আক্রমনকারী ছিল।
@@bengaldiscovery মুঘলরা এসেছিল ইসলামী আগ্রাসন চালাতে, ব্রিটিশরা যেমন এসছিল সম্পদের লোভে, মুঘলরা ও লোভে পড়েই এসছিল, জানি আপনি কেন এসেছিল তা ভিডিও বানালে মুঘলদের ইসলামি আগ্রাসন কে খুব সুন্দরভাবে মুঘলদের পক্ষে গাইবেন, কারন without lies,islam dies
আমিও অর্থের লোভে বিদেশে এসেছি কিন্তু তাই বলে আমি তো এখানে নিজের ভিটে বাড়ী তৈরি করিনি এবং আমার কবর সমাধি ও। বিষয়টা হয়ত আপনি উপলব্ধি করতে পারছেন।মনে রাখবেন এই দুনিয়ায় যদি একজন সঠিক টা ব্যাখ্যা করে তার বিপরীতে আছে পাঁচজন । সুতরাং আপনি উপলব্ধি করতে পারছেন 🎉
@@p.c.halder1661 এখন রক্ষা করতে হবে মুসলমানদের হাত থেকে। মুসলমানেরা সবসময় আমাদের ধর্মকে কলুষিত করার চেষ্টা করছে। ওদের ভারত থেকে বিদায় করতে হবে। প্রচুর বাংলাদেশী মুসলমান ভারতে ঢুকে দেশকে অস্থিতিশীল করে তোলতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য আপনি অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে তারপর ভিডিও তৈরি করেন,, আপনার ভিডিওর মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। আপনি আরও সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ❤❤❤
মোঘল সাম্রাজ্যের পড়ন্ত বিকেলের এক অসাধারণ তথ্য সম্বৃদ্ধ উপস্থাপন! শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ ও তাঁর পরিবার নিয়ে ইতিহাসের এক নিদারুণ সত্যের করুণ কাহিনীর হৃদয়স্পর্শী উপস্থাপন আমাদেরকে আপ্লূত করে এবং কষ্ট দেয়। প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ, শ্রদ্ধা ও শুভ কামনা💞
তোমাদের পূর্ব পুরুষ যারা ছিলেন তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যেতাম কত সুন্দর ছিল তাদের ব্যবহার,,,, আর বর্তমান যে প্রজন্ম আছে তাদের মধ্যে সবায় না কিছু কিছু বেয়াদপের ব্যবহার জানোয়ারের থেকেও জঘন্য,,, প্রতিটা কথাই আক্রমনাত্মক,,, মঙ্গলদের হাত থেকে যারা বাঁচালো,,, ইংরেজদের সাথে লরে করে শত শত বছর যাদের অস্তিত্ব টিকিয়ে রাখলো,, তাদের তোমরা নূন্যতম সম্মাটাও দিতে জানোনা,,, ছিঃ ধিক্কার তোমাদের,
একদম সত্য, মুঘল রা মুসলিম ছিল দেখে ভারতীয় রা বিভিন্ন নাটক, ছিনেমাই ওদের খারাপ আর অত্যাচারী দেখায় , ওদের কথা মত মুঘলরা খারাপ কিন্তু মুঘলদের ভাস্কর্য ভালো । মোগল সাম্রাজ্যের ইতিহাস বাদ দিলে ভারতে আর কি আছে যে মানুষ আসবে দেখতে ।
Mugholra kano asechilo bharat e??Bharat onek aga sabolombi.mugholra dakati korte ase samrajjo bistar korechilo.Mugholder baper kono jenis nei bharat e.
"কিন্তু তাদের অধিকাংশই বুঝে না; এই দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত!" [সুরা আল-আনকাবূত আয়াত :৬৩-৬৪]
@@supriyasen7493 আপনি না মানতে পারলেই কিছু করার আছে আপনি না জানেন ইতিহাস না করছেন ভালো জ্ঞান অর্জন। আপনি ব্রিটিশ সাম্রাজ্য কখম আসছে মুগল সাম্রাজ্যে কখন আসছে কতদিন চলছে কে কি করেছে এই সম্মন্ধে আপনার ধারনাই নাই। আপনি সুধু এটাই জানেন আপনার পুর্ব পূরুষ হিন্দু ছিলো এটাই। আপনি জানেন হিন্দু মানে শ্রেষ্ঠ শিক্ষা হিন্দু মানেই সব আর কিছু জানার দরকার নেই। নিজের ধর্ম সম্পকেও জানেন না। আগে ভারত বর্ষে কি হতো এটাও জানেন না। কারা কভাবে শাসন করছে এটাও জানেন না। শুধু জানেন হিন্দু হিন্দু হিন্দু হিন্দু হিন্দু। আপনি সারা বিশ্ব রেখে সুধু ভারত এই বসে থাকেন। এই কারনেই তো হিন্দুরা কোথাও জায়গা পায়নাই সুধু ভারতেই রয়ে গেছে। দিন দিন কমতেছে হিন্দুর সংখ্যা। আমি আমার ৫ পুরুষ সম্পর্কে জানি তাদের গুষ্টি সহো চিনি। আপনি কয়টা চিনেন এটা বলেন।
ভারতকে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছে কিছু দেশদ্রোহী ভারতীয়, যাদের লক্ষ্য ছিল একদিন ভারতের শাসনক্ষমতা কুক্ষিগত করে নিজেদের স্বার্থ কায়েম করা। এখনও এই শ্রেণীর ভারতীয় বহুল দৃশ্যমান।
বাহাদুর শাহের করুন কাহিনী জানতাম। তবে এত বিশদ ভাবে জানতাম না। প্রস্তুতকারীকে অশেষ ধন্যবাদ ।
শুভকামনা
কত করুণ , কত অজানা ইতিহাস লুকিয়ে থাকে কালের গহ্বরে ... 😢😢
ইতিহাসসমৃদ্ধ এই চ্যানেলটি আমার খুবই প্রিয় !!
অনেক ধন্যবাদ
মুঘলদের ভারতীয় উপমহাদেশ আক্রমণের ইতিহাস পড়ুন সেটা আরো বেশি হৃদয় বিদারক। তারা কোটি কোটি ভারতীয়দের হত্যা করে,ইসলামে ধর্মান্তর করে দিল্লী সিংহাসন দখল করেছিল।তাদের তো এর মাসুল দিতেই হত।ইতিহাস কাউকে ক্ষমা করেনি করবেও না।
@bengaldiscovery
ভারতের সর্ণযুগ বলা হয় মহাভারতের সময়কে , সেই সময় ভারত ছিল বিশ্ব অর্থনীতির প্রথম স্থানে, সেই যুগেই সর্ণমুদ্রার প্রচলন ছিল । মোঘল সাম্রাজ্যের গড়ে ওঠে হিন্দুদের সম্পদ লুটপাট করে। মোঘলরা ২৭০০০ হাজার মন্দির লুটপাট ভাঙচুর করে ৬ /৭ হাজার রাজাদের সম্পদ লুণ্ঠন করে কোষাগার বানিয়ে মোঘল সম্রাজ্য গড়ে তোলে ।
কোরানের ইতিহাস বলছে সারা পৃথিবীতে ইসলাম কে প্রতিষ্টিত করতে এই খুন ধর্ষণসহ লুটপাটের আশ্রআয় নিতে হয় । আর সেটা কে আশ্রআয় করে মোঘল সম্রাজ্য গড়ে তোলা হয়। মোঘলরা তারা এদেশে কিছু নিয়ে আসে নি । যা করেছে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার খুন ধর্ষণসহ লুটপাট করে।
সে যুগে একদল যুব সমাজ এই ইসলাম কে অর্থ সম্পাদ সংগ্রহের এক সহজ লভ্য উপয়, হিসাবে বেছে নেয় ,এর উপরে ছিল উগ্র যঔন লালসা ,হিন্দু যুবতী নারী ভোগের সুবর্ন সুযোগ , এসব লালসার সাগরে ডুব দিয়ে সে যুগে বহু ছেলেদের দল বেঁধে ইসলাম গ্রহন করতে দেখা গেছে । এইভাবে সারা ভারতে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ে ।
আর আপনি একটু পড়াশুনা করুন সিপাহী বীদ্রহ মোঘল সময়ে না ইংরেজ আমলে মঙ্গল পান্ডে থেকে শুরু হয় ।
অনেক কিছু জানা হলো
ধন্যবাদ চ্যালেন কে
"তারা সামান্য হেসে নিক,শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।"
(সূরা আত তওবা: ৮২)
Thank you so much
Hm mughal ra jemaon kedeche
@@mdmojaherislam4213 সে তো সারাজীবন তোরাই কাদছিস
জোর করে দখল করে কোনো কিছু জেতা যায় না। বাবরের অত্যাচার দিয়ে যার শুরু, বাহাদুর শাহ জাফরে এসে তা তো শেষ হওয়ারই ছিলো। ইংরেজরা লুট করার আগে মুঘলরা প্রচুর লুটপাট করেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, হিন্দুদের ওপরে আর্থ-সামাজিক-রাজনৈতিক অত্যাচার করে দাঁত কেলিয়ে হেসে 😂 গেছে। তাই আপনার আল্লাহ মুঘলদের মুখ থেকে হাসি কেড়ে নিয়ে কান্না সাগরে ডুবিয়ে দিয়েছে।
মাওবাদি মহম্বদ এর কথা 😂😂😂😂তোরা সোন 😅
অসাধারণ বর্ণনা মনে হলো যেন আমি চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাই আমাদেরকে এত সুন্দর করে সব কিছু বর্ণনা করার জন্য।
অনেক ধন্যবাদ
কত অজানা ইতিহাস কে আমাদের সামনে তুলে ধরছেন ❤❤ ভিডিওর একটা শব্দও বাদ পড়েনি❤❤
অনেক ধন্যবাদ
বাস্তবতা বড়ই নির্মম,
দোয়া করি আল্লাহ পাক যেনো উনাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন আমিন।
আমীন
নাদির শাহ যখন দিল্লির কাছে এসে গেছে তখনো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ মদের নেশায় চুর হয়ে পড়েছিল। নাদির শাহর মোকাবেলা করার মতো শক্তি বা সাহস তার ছিল না।
এক সেকেন্ড ও স্কিপ করিনি, আপনার মাদ্ধোমে অনেক ইতিহাস জানতে পারি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ।
"মাধ্যমে'' - লিখতে দাত ভেংগে ফেলেছে - কত বড় পন্ডিত?
আমি বাকরুদ্ধ। প্রতিবেদনটা শোনার পর এক গভীর দীর্ঘশ্বাস পড়ল।সত্যি কি করুণ,ভয়ানক ইতিহাস। বাহাদুর শাহ জাফরের লেখা একটি গজল আমার সংগ্রহে আছে।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে বলছেন? তার লেখা গজলটি আপনার সংগ্রহে আছে সেটা কি বাংলায় অনুবাদ করা?
গজল এর নাম কি
❤
C57
ওটা গজল নয়, হবে গজব।
হে অতীত তোমাকে সাজিয়ে রেখেছি মনের ফুলদানিতে,
বেদনা খাতর হলে তোমার গন্ধি নীতি থাকি,
--------------------------------------------------
মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে।
শুভকামনা
আজ এই মর্মান্তিক ইতিহাস শুনে খুব কষ্ট লাগলো। সকাল বেলা যিনি বাদশাহ ছিলেন সন্ধাবেলা তিনি ফকির। সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুক।
অনেক ধন্যবাদ
❤ let p😊😊p😊😊ç@@bengaldiscovery
Amaro onek bhalo legese. Kintu ekhono juddha lege ase. Hanahani komeni. Boro Boro Fish choto choto fish k kheye fele. Kobe puro Freedom pabe?
@@parumaksuda5589এতো, প্রাচীন যুগের মাৎসন্যায় |
😂😂😂😂😂😂 pap bap kro share na
আপনার উপস্থাপন খুবই মনোমুগ্ধকর!!
অনেক ধন্যবাদ
বিশ্বাস ঘাতকদের জন্য আজীবন ভালো মানুষেরা হেরে গিয়েছে। 😂😂
ধন্যবাদ
এইসব অজানা তথ্য সংগ্রহ করে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ
শুভকামনা
অজানা তথ্য সংগ্ৰহ কৰে তুলতে ধৰাৰ জন্ম ধন্যবাদ
@@bengaldiscoveryবাহাদুর শাহের মেয়ে কোথায়
খুব সুন্দর উপস্থাপনা, অভূতপূর্ব। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটিকে জীবন্ত করে তোলবার জন্য।
অনেক ধন্যবাদ
Maw
আহ্ কি করুণ
আমাদের কাছে এইসব অজানা তথ্য তুলে ধরার জন্য অপনাকে অনেক অনেক ধন্যবাদ 🤍❤️🤍
শুভেচ্ছা নেবেন
কি দুঃখজনক কাহিনী। শুনে চোখে জল চলে এলো। বলার কোনো ভাষা নেই। 😭👃🇧🇩💕💘
অনেক ধন্যবাদ
বদমাশ বলে কি জল চলে আসলো।ওরে বদমাশ এই মোঘলরা। হিন্দুদের কি পরিমান অত্যাচরা করেছে তার ইতিহাস জান আগে।
সাম্রাজ্য ধ্বংসের ইতিহাসটা যে এই স্বরে বলতে হবে,এই ভাষায় বলতে হবেএটা আপনি কিভাবে আবিষ্কার করলেন?সত্যিই অসাধারণ
কিছুটা আবেগ আর বাকিটা অনুভূতি |
ধন্যবাদ
😂😂😂 sundar comment 😂❤
ভাই আগে ইতিহাস পড়েছি দেখিনি, আপনার এ চ্যানেল থেকে ইতিহাস দেখলাম এককথায় অসাধারণ। আপনার তথ্য ও উপস্থাপনা অনেক সুন্দর ও তথ্যবহুল। বাংলার ইতিহাস এত তথ্যবহুলভাবে আর দেখিনি। আপনার জন্য অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ ভাই
মুসলিমদের এত সুন্দর ইতিহাস তুলে ধরার জন্য, জুবায়ের আল মাহমুদ ভাইয়ের দীর্ঘ নেক হায়াত কামনা করছি মহান আল্লাহর দরবারে। আমিন
আমীন
One this day an evil gone from India. But sadly, other evil brock over her. To be free from this evil, she has to wait till 200 years.
Bf
Halala.
"Every Action has a equal and opposite reaction" --- A formula of Science
অনেক ধন্যবাদ
তাতে ভারতবর্ষীয়দের জীবনের কোন উন্নতি হয়নি। ভারতবর্ষীয়দের কোন নিরাপদ ভূমি নাই।
বৃটিশরা ভারতবর্ষকে একটু হলেও রক্ষা করেছে।
ভারতীয় রাজাদের প্ততি মুঘলপাঠনরা কেমন আচরণ করেছিলেন?
Correct . Idiotism should not last long .
অসাধারণ আপনার উপস্থাপনা। আপনি এগিয়ে যাবেন অনেক দূর
দোয়া রাখবেন
সত্যিই অনেক করুণ ইতিহাস। যা শুনে খুবই খারাপ লাগছে। বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না
অনেক ধন্যবাদ
দোয়া করি সকল অখন্ড ভারতের শহীদ দের, আল্লাহ যেন সবাই কে জান্নাত দান করেন,,,আমীন
শুভকামনা
মোগল ধ্বংস হয়েছে ভালো হয়েছে
Nalanda University dhongso kara hoechilo
অখণ্ড ভারতের দাবি জানাই
ইসলামের ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। খুব ভালো উপস্থাপনা।
অনেক ধন্যবাদ
😂😂😂😂😂
🤣🤣🇧🇩🇧🇩
😂😂😂
ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা,
সত্যিই অসাধারণ আপনার কোন ভিডিও এক সেকেন্ড স্কিপ করতে পারিনা,,,,❤❤❤❤❤❤
শুভেচ্ছা নেবেন
অজানা ইতিহাস তুলে ধরার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।🎉
শুভেচ্ছা
যারা সম্রাট বাহাদুর শাহ জাফরের সাথে বিশ্বাস ঘাতকতা করল হে আল্লাহ, আপনি যেন তাদের কাউকে ছাড় না দেন।
ধন্যবাদ
ভাই আপনার চেনেল খুবই ভালো। আমার চোখের পানি চলে আসে। আসলে মানুষ এতো নির্মম গণহত্যা।
অনেক ধন্যবাদ
অসাধারণ, খুব সুন্দর ভাবে সবকিছু বর্ণনা করার জন্য। ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা নেবেন
সুন্দর স্্গ্ৰহ সুন্দর বলা
ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।।
অনেক ধন্যবাদ
চমৎকার উপস্থাপনা, যেকোন দু:খই ব্যাথাদায়ক। তবুও
আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন
আপনার বলার ধরন সুন্দর ভাই।আপনি বলছিলেন আমার মনে হচ্ছিল চোখের সামনে দেখতে পারছি।
অনেক ধন্যবাদ
কত অজানা তথ্য আপনি জানাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। ভগবান আপনাকে দীর্ঘ আয়ু দিক ,আমরা সম্মৃদ্ধ হই।
অনেক ধন্যবাদ
জানার লড়াই আছে কেবল মানুষের ৷
আলহামদুলিল্লাহ। অনেক দামী ইতিহাস আপনার মাধ্যমে জানা হলো।
ধন্যবাদ
প্রস্তুতকারীকে অশেষ ধন্যবাদ ।
শুভেচ্ছা নেবেন
বর্ননায় অনেক ভালোবাসার আবেগ।
এই তথা ইতিহাসে আবার ধর্ম নিয়ে আসা হয়েছে।
শেষ দিবসে তসবিহ হাতে সম্রাট আকুল নয়নে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, দেখা গেল আল্লাহ কিছুই করেনি, কেন? তিনি কি নির্বাসনে ছিলেন?
শেষ দিকে ইংরেজ সেনাপতি কামান লাগছিল, তখনও ভারতের শাসনকর্তা ছিল না।
এ ৮৮ বছরের বৃদ্ধ সিপাহী বিদ্রোহের নেতা হতে চাননি, কোন কর্মে একজন শিখন্ডি দরকার, তাই তাকে জোর করে রাজী করানো হয়েছিল।
মুঘলদের প্রথম সম্রাট বহিঃশত্রু এবং আক্রমনকারী ছিল।
শুভকামনা
মোগল এর আগে যদি ভারত যদি গরিব দেশ হতো তাহলে মুঘল এই দেশে আসতো না. আসলে মুঘল এসেছিল লোভে পড়ে
সুলতানি আমালেও ভারতবর্ষ বেশ উন্নত ছিল। তবে মুঘল আমলে সবচেয়ে বেশি উন্নত ছিল। মুঘলরা কেন এসেছিল-তা নিয়ে আলাদা একটি ভিডিও আপলোড করবো
@@bengaldiscovery মুঘলরা এসেছিল ইসলামী আগ্রাসন চালাতে, ব্রিটিশরা যেমন এসছিল সম্পদের লোভে, মুঘলরা ও লোভে পড়েই এসছিল, জানি আপনি কেন এসেছিল তা ভিডিও বানালে মুঘলদের ইসলামি আগ্রাসন কে খুব সুন্দরভাবে মুঘলদের পক্ষে গাইবেন, কারন without lies,islam dies
@@DKoushik-om9vo হোয়াটস এপ থেকে এইসব জ্ঞান পাস নাকি ?? ধর্মীয় আগ্রাসন থাকলে তুই আজ হিন্দু থাকতি না
Ekdom Thik, Kichhu Manush achhe jara Nijeder Gorib O Vikari, Bolte Valo Pai, R Kichhu Manush Achhe Jara Onner Baba Ke Nijer Baba Bolte
Valobase.
আমিও অর্থের লোভে বিদেশে এসেছি কিন্তু তাই বলে আমি তো এখানে নিজের ভিটে বাড়ী তৈরি করিনি এবং আমার কবর সমাধি ও।
বিষয়টা হয়ত আপনি উপলব্ধি করতে পারছেন।মনে রাখবেন এই দুনিয়ায় যদি একজন সঠিক টা ব্যাখ্যা করে তার বিপরীতে আছে পাঁচজন ।
সুতরাং আপনি উপলব্ধি করতে পারছেন 🎉
অসাধারণ উপস্থাপন । অনেক কিছু ইতিহাসের কাহিনী জানতে পারলাম। নমস্কার। ব্যারাকপুর থেকে।
অনেক ধন্যবাদ। আপনাদের ব্যারাকপুরে যাওয়ার ইচ্ছে রয়েছে।
@@bengaldiscovery আমাদের বাড়িতে অবশ্যই আসবেন নিমন্ত্রন রইল ।যেদিন আসবেন আগে জানিয়ে দেবেন।আশায় রইলাম। ভালো থাকুন সুস্থ থাকুন প্রণাম।
যেমন কর্ম ۔۔তেমন ফল ۔
শুভকামনা
300 bochhor dhore moghol ra kom jalayni tai sobai mile british der sathe haat miliye maalguloke bhagiyechhilo.. clap 👏
বেয়াদব থাকবেই বলে এই শব্দের উৎপত্তি।
ইংরেজরা ক্ষমতা দখল করে তোমাদের কি সুবিধা দিয়েছিল ভাই।
দারুন উপস্থাপনা।হৃদয় বিদারক😢
অনেক ধন্যবাদ
অসাধারণ
অসংখ্য ধন্যবাদ ভাইজান সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সুন্দর ভাবে অসাধারণ উপস্থাপন করেন🌹🌹🌹🌹
অনেক ধন্যবাদ
শুনে মনটা খুব খুশিতে ভরে গেলো। আলহামদুলিল্লাহ সবই আল্লার ইচ্ছায় হয়েছে।
অনেক ধন্যবাদ
হুমম। ব্রিটিশ দের শোনা চুশতে খুব আরাম। তাই না সনাতনী ব্রো?
@@tanweer307mote o na. Dutoi gache shanti hoeche. Bideshi der under e kno thkbo amra
যে যাই বলুক, আমাদের হিন্দুদের সর্বদা ইংরেজদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ। কারন তাদের কারনেই আমরা মুসলমানদের হাত থেকে পবিত্র ভারতভূমি রক্ষা করতে পেরেছি।
@@p.c.halder1661 এখন রক্ষা করতে হবে মুসলমানদের হাত থেকে। মুসলমানেরা সবসময় আমাদের ধর্মকে কলুষিত করার চেষ্টা করছে। ওদের ভারত থেকে বিদায় করতে হবে। প্রচুর বাংলাদেশী মুসলমান ভারতে ঢুকে দেশকে অস্থিতিশীল করে তোলতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে বলার জন্য
শুভেচ্ছা নেবেন
Kasai samrrajya
দারুন লাগলো...কথাগুলো খুব সুন্দরভাবে গোছানো...সাবস্ক্রাইব করলাম
congratulations
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য আপনি অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে তারপর ভিডিও তৈরি করেন,, আপনার ভিডিওর মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। আপনি আরও সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ❤❤❤
দোয়া করবেন
খুবই নির্মম নিষ্ঠুর ইতিহাস যন্ত্রনা দায়ক। যুগে যুগে এই মির্জাফর দের জন্য সৎ মানুষ দের অবসান হয়।
অনেক ধন্যবাদ
True
কেন,,, বিদেশি রা বিদেশি দের পরাস্ত করে ছে,,,, ❤
@@sadhandadhan4797 Jara loot kore niye jay tarao valo jodi tara non-muslim hoy.. thik na???
@@sadhandadhan4797yes
মোঘল সাম্রাজ্যের পড়ন্ত বিকেলের এক অসাধারণ তথ্য সম্বৃদ্ধ উপস্থাপন!
শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ ও তাঁর পরিবার নিয়ে ইতিহাসের এক নিদারুণ সত্যের করুণ কাহিনীর হৃদয়স্পর্শী উপস্থাপন আমাদেরকে আপ্লূত করে এবং কষ্ট দেয়।
প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ, শ্রদ্ধা ও শুভ কামনা💞
অনেক ধন্যবাদ
BANDEMATARAM ❤ jay hind ❤Bharat Mata ki jay ❤ 🇮🇳⛳
শুভকামনা
😂
ভারতীয় হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে না আপনাদের। কোন জায়গাটায় কোন কথা বলতে হয় আগে সেটা শিখুন।
সাধারণ মানুষের উপর অত্যাচার করলে তার পতন অনিবার্য
ধন্যবাদ
আপনাকে কে বলল সে অত্যাচার করতো? নাকি মুসলমান ছিলো বলে নুন্যতম সম্মান দিতে পারেন না?
তোদের বগবানদের পতন হলো কেনো
তোমাদের পূর্ব পুরুষ যারা ছিলেন তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যেতাম কত সুন্দর ছিল তাদের ব্যবহার,,,, আর বর্তমান যে প্রজন্ম আছে তাদের মধ্যে সবায় না কিছু কিছু বেয়াদপের ব্যবহার জানোয়ারের থেকেও জঘন্য,,, প্রতিটা কথাই আক্রমনাত্মক,,, মঙ্গলদের হাত থেকে যারা বাঁচালো,,, ইংরেজদের সাথে লরে করে শত শত বছর যাদের অস্তিত্ব টিকিয়ে রাখলো,, তাদের তোমরা নূন্যতম সম্মাটাও দিতে জানোনা,,, ছিঃ ধিক্কার তোমাদের,
@@Smh13805আপনি কি বাংলাদেশী???
❤❤❤ধন্যবাদ আরো জানতে চাই আরও বেশি উললাপাড়া সিরাজগঞ্জ ঈদ মোবারক
অনেক ধন্যবাদ
ধন্যবাদ এত সুন্দর করে তুলে ধরার জন্য ❤️
শুভেচ্ছা
It really touched the way you described it, thank you.
You are so welcome
পৃথিবীর কোন শক্তি নেই যে ইসলামের জয় রুখবে
শুভকামনা
হাহাহাহাহাহাহাহ😂😂😂
@@fahimsh-o2mdat keliye lab hobe na etai bastab
হেডা
Islam tag korle hottya koro.
Dada upni excellent.upnar vdo gulo khub khub sundor.ke sundor upni bornona dicchen upni.satti khub khub bhalo gaye kata dicchey o chokey jol.
ধন্যবাদ
জোর দখলের সম্পত্তি পাপের ফল তো একদিন করুন হবেই! সবাইকেই এ পৃথিবী থেকে যেতে হবেই। হিংসার পতন হবেই। জোর দখলের করুন পরিনতিই হয়।তবুও উপস্থাপক কে ধন্যবাদ।নমস্কার নমস্কার নমস্কার
😊
Correctly said.
মন্তব্যের জন্য ধন্যবাদ
Agree with you,
Every action has a opposite reaction.
মুঘল সাম্রাজ্যের কথা ভারত স্বীকার করেনা কিন্তু, ভারত মুঘল সাম্রাজ্যকে বিক্রি করে ঠিকই প্রতিদিন দেশকে একটু একটু করে সাবলম্বী করে তুলছে।👍
ধন্যবাদ আপনাকে
@bengaldiscovery Thanks 💓
ঠিক যেমন তোরা ভারতের উপকার স্বীকার করিসনা কিন্তু রোজ ভারতের দয়া তে খেতে পাচ্ছিস
একদম সত্য, মুঘল রা মুসলিম ছিল দেখে ভারতীয় রা বিভিন্ন নাটক, ছিনেমাই ওদের খারাপ আর অত্যাচারী দেখায় , ওদের কথা মত মুঘলরা খারাপ কিন্তু মুঘলদের ভাস্কর্য ভালো । মোগল সাম্রাজ্যের ইতিহাস বাদ দিলে ভারতে আর কি আছে যে মানুষ আসবে দেখতে ।
Mugholra kano asechilo bharat e??Bharat onek aga sabolombi.mugholra dakati korte ase samrajjo bistar korechilo.Mugholder baper kono jenis nei bharat e.
হে🤲😭 আল্লাহ!আপনি আমাকে এমন ভাবে পরিবর্তন করুন যেভাবে থাকলে আপনি আমার ওপর সবচেয়ে বেশি খুশি হবেন ❤️ আমীন.!😥
অনেক ধন্যবাদ
দাদা আপনার গলায় একটা আলাদা অনুভূতি আছে যা বুকে এসে লাগে অনেক কষ্ট হয় এই ভারতের মর্মান্তিক ঘটনা শুনে এবং এই আশাহীন সিপাহীদের জন্য
দোয়া রাখবেন
মরুভূমির দস্যু দের ইংরেজ রা হারিয়ে ছে,,,,,
এখানে আপনে দুঃখ পান কেন???
@@sadhandadhan4797Bahadur Shah morubhumir dose chilen na.He was an emperor.
বাংলার ইউটিবার❤❤❤
অনেক ধন্যবাদ
এসব ইতিহাস জানলেই কষ্ট বেড়ে যায়।কারণ প্রকৃতি বড়ই নিষ্ঠুর।
অনেক ধন্যবাদ
প্রকৃতি নিসঠুর না তোদের ইসলাম নিসঠুর
Nisthur to hotye e hobye ..nahole kormofol kivabye debe .
নিঃসন্দেহে মুসলিমদের জন্য এটি একটি হৃদয়বিদারক ঘটনা
অনেক ধন্যবাদ
কেন,,, এখানে বিদেশি রা বিদেশি দের পরাস্ত করে ছে,,,,,
ইতিহাস ঐতিহ্য আমার অনেক ভালো লাগে। রাজশাহী থেকে দেখছি আপনার ভিডিও। ধন্যবাদ জুবায়ের ভাই।
অনেক ধন্যবাদ
"হিন্দুস্থানের সকল হিন্দু-মুসলিম আমার সন্তান, খোদা তুমি সকলকে রক্ষা কর"- কত সুন্দর চিন্তা ভাবনা ছিল সম্রাটের।
অনেক ধন্যবাদ
হিন্দুকে সন্তান বলা ইসলাম বিরোধী
😂😂😂
@beng😂😂😂aldiscovery
@@bengaldiscovery pap bapkau cara na🤣🫰
অজানা তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ!
ধন্যবাদ
পৃথিবী যতদিন থাকবে মুঘল সাম্রাজ্যের মতন সুন্দর ভাবে ভারত বর্ষের কেহু সাজাতে পারবেন❤❤❤
শুভকামনা
রক্তাক্ত ইতিহাস
বর্বর আক্রমণ করি
যারা জোর করে ক্ষমতা আদায় করে, তাদের ক্ষমতা বেশী দিন থাকে না
শুভকামনা
@@bengaldiscoveryMughal Empire ki dou ek din chilo?😮
Sobar khomotai ekdin ses hoye jay!!khomotai ekejon er Sathe hoy.
এই পৃথিবীর সব রাজা বাদশাহরাই জোর করে ক্ষমতা দখল করেছে😂
00@@bengaldiscovery
অনেক অনেক ধন্যবাদ একটি অজানা ঐতিহাসিক ঘটনা সুন্দর করে উপস্থাপন করার জন্য।
অনেক ধন্যবাদ
"কিন্তু তাদের অধিকাংশই বুঝে না; এই দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত!"
[সুরা আল-আনকাবূত আয়াত :৬৩-৬৪]
Thank you
ইতিহাস শুনতে ভালো লাগে কিন্তু শুনে দুঃখ কষ্ট
হৃদয়দিয়ে চিন্তা করলে দুঃখ পাওয়াটাই স্বাভাবিক
স্যার class 8 থেকে আপনার ভিডিও দেখতাম আমার আম্মুর ফোনে । আজ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি । পুরনো স্মৃতি গুলো মনে পড়ে গেলো হঠাৎ আপনার ভিডিও দেখে❤
অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহীর সন্তান আমি
জয় শ্রী রাম জয় হোক সনাতন ধর্মের সারা বিশ্বে
হরে কৃষ্ণ
শুভকামনা
❤❤
আপনার কথা গুলো হৃদয় ছুঁয়ে গেল 👍👍👍
ধন্যবাদ
যদি বাহাদুর শাহ্ সফল হতেন তাহলে শুরু দিল্লি নয়, পুরো ভারতবর্ষের ইতিহাস পাল্টে যেত।😢
অনেক ধন্যবাদ
মুঘল সাম্রাজ্য থাকলে আজকের দিনে সুপার পাওয়ার হতো আজকের 😢ভারতবৰ্ষ
শুভকামনা
নিজের দেশ থেকে বাবর কেনো পালিয়ে এসেছিল নিজের দেশ কে তো সুপার পাওয়ার করতে পারতো
Babor ekhane lutera hisabe ese rajotto suru koreche eta history kono din bolbe na nijer deshe Bali chara kichu chilo na
চোর সন্দেহে গ্রেফতার করে নিলে মুঘল সম্রাট এর জন্মই হতো না
সোনার ভারত হয়ে যেত
নিজের দেশ করতে পারতো আর ভারত বর্ষে করেছে দুইটি ভিন্ন@@tmcibcbiswajitsarkarbadabusine
ইংরেজ রা সব শেষ করে দিলো নাহলে আজ সবচেয়ে উন্নত দেশ হতো মোগল সাম্রাজ্যে।
অনেক ধন্যবাদ
1000 Bhul
Maante paarlaam naa...
Bharat Barshe Mughal_raa chhalonaa kore naa aasle aaj Bharat Barsher Sanskriti o Shikshaa prithibir shrestha sthaane bhaarat barsha_ke niye jeto.
Aapni aapnaar purbapurush_der sambondhe jaante paarle bujhte paarben aapni ke chhilen.
@@supriyasen7493 আপনি না মানতে পারলেই কিছু করার আছে আপনি না জানেন ইতিহাস না করছেন ভালো জ্ঞান অর্জন।
আপনি ব্রিটিশ সাম্রাজ্য কখম আসছে মুগল সাম্রাজ্যে কখন আসছে কতদিন চলছে কে কি করেছে এই সম্মন্ধে আপনার ধারনাই নাই।
আপনি সুধু এটাই জানেন আপনার পুর্ব পূরুষ হিন্দু ছিলো এটাই।
আপনি জানেন হিন্দু মানে শ্রেষ্ঠ শিক্ষা হিন্দু মানেই সব আর কিছু জানার দরকার নেই।
নিজের ধর্ম সম্পকেও জানেন না।
আগে ভারত বর্ষে কি হতো এটাও জানেন না।
কারা কভাবে শাসন করছে এটাও জানেন না।
শুধু জানেন হিন্দু হিন্দু হিন্দু হিন্দু হিন্দু।
আপনি সারা বিশ্ব রেখে সুধু ভারত এই বসে থাকেন।
এই কারনেই তো হিন্দুরা কোথাও জায়গা পায়নাই সুধু ভারতেই রয়ে গেছে।
দিন দিন কমতেছে হিন্দুর সংখ্যা।
আমি আমার ৫ পুরুষ সম্পর্কে জানি তাদের গুষ্টি সহো চিনি।
আপনি কয়টা চিনেন এটা বলেন।
যুগে যুগে নতুন নতুন, মীরজাফর দের জন্ম্য হয়েছে এখনো হচ্ছে , এর অবশান কখনো হবে কি?
ধন্যবাদ আপনাকে
বাহাদুর শাহ জাফরের জীবনের শেষের ঘটনাগুলো শুনে চোখের কনে পানি চলে আসছে
অনেক ধন্যবাদ
Good news for civilization and Hindu culture
ধন্যবাদ
300 bochhor dhore moghol ra kom jalayni tai sobai mile british der sathe haat miliye maalguloke bhagiyechhilo.. clap 👏
অসাধারণ উপস্থাপনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা
অত্যাচারির শেষ এভাবেই হয়। তাই কেও কাওকে নির্যাতন করোনা, জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করো।
ধন্যবাদ
বাহাদুর শাহ জাফর তো অত্যাচারী ছিল না।অত্যাচারী ছিল ব্রিটিশরা।মুঘলরা ন্যায় বিচারক ছিল।
ভারতকে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছে কিছু দেশদ্রোহী ভারতীয়, যাদের লক্ষ্য ছিল একদিন ভারতের শাসনক্ষমতা কুক্ষিগত করে নিজেদের স্বার্থ কায়েম করা। এখনও এই শ্রেণীর ভারতীয় বহুল দৃশ্যমান।
মুঘলরা কখনোই অত্যাচারী ছিলনা।ইতিহাস না জেনে কথা বলা উচিত না।
Jela ekon tumra saray😡
ঈস্বর বা আল্লা বা ভগবান বা গড যা করে ভালোর জন্যই করে। সব তার ইচ্ছা।
অনেক ধন্যবাদ
অনেক কিছু জানা হলো। অনেক ধন্যবাদ❤
আহাহা কি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক !!!
অনেক ধন্যবাদ
ঠকিয়ে রাজ করেছিল আর ঠকিয়ে রাজ শেষ হয়ে গিয়েছে
শুভকামনা
@@bengaldiscovery same to you
ওঔওঔওওিইঢডডডডঢঢথবঋ@@believeyourselfofficial
তার পড় ও ইংরেজদের থেকে ভালো
যে ভাবে এসেছিলো, সে ভাবেই গেছে। না হলে ভারতবর্ষ এতো দিনে মুসলিম রাষ্ট্র ঘোষণা হয়ে যেতো।
শিউর?
Mughal ra echche korle takhon pura bharatiyio musalman hoye jeto kintu Mughal ra dhormo niye matha ghanai ni ba somoi nosto koreni
ভিডিওটি দেখে চোখে পানি চলে আসলো 😢
আল্লাহ সম্রাট বাহাদুর শাহ কে জান্নাত দান করুন।
এবং পৃথিবীর বুকে আবার মুসলিমদের খেলাফত ফিরিয়ে দাও।
শুভকামনা
কেয়ামতের আগে আর খেলাফত আসবে না। যেমন মানুষ আর কোনদিন বনে বাদারে ঘুরে, গুহায় বাস করবে না।
সব ক্ষমতার অবসান হয় ক্ষমতা চিরস্থায়ী না।এটা বুঝলে কেউ ভুল করবে না।
অনেক ধন্যবাদ
পাপ তার বাপ কে ছাড়ে না, কালের নিযম এ তো হবেই, আগে আর পরে
অনেক ধন্যবাদ
হুম মোঘল এর পরে যখন ইংরেজ আসলো তখন হেদু দের খুব ভালো হইছিলো বুঝি
Valo laglo dada apnar video ar chai erokom
অনেক ধন্যবাদ
অনেক তথ্যই মিথ্যা কোথা থেকে পেলেন এই সাজানো ইতিহাস?
ট
কোথা থেকে তথ্য পেয়েছি তা তো ভিডিওতে উল্লেখ করেছি। এখন আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করুন তথ্যগুলো মিথ্যা
Ja hoyeche ekdom thik hoyeche. Aj obdhi keu Sanatanider nishes ba puropuri daman korte pareni. 5000 years history sakhi ache.
শুভকামনা
মনে হচ্ছে ইংরেজদের জন্মা।
দারুণ লাগলো। খুবই ভালো লাগলো ভিডিওটা। দারুণ।
অনেক ধন্যবাদ
Jodi Moghol Samrajyo Dhonso Nahoto Ajkerdine Ramlalar Pran Protistha Hotona. All the best friend
শুভকামনা
300 bochhor dhore moghol ra kom jalayni tai sobai mile british der sathe haat miliye maalguloke bhagiyechhilo.. clap 👏
সত্যি অসাধারণ একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে ❤️🥀
অনেক ধন্যবাদ
যাক আপদ বিদেয় হলো😂
শুভকামনা
ভারতে.আবার.ইসলামের.জয়.হক
শুভকামনা
ইসলামীদের কোন জায়গা নেই ভারতের ভূখন্ডে, ইসলামীদের পাকিস্তান ও বাংলাদেশ দেওয়া হয়েছে।
soft voice , pleasant description well-done Youngman - agea jan
Thank you so much
মোঘলদের থেকে ইংরেজরা অনেক ভালো
ব্যাখ্যা করুন প্লিজ
তারা ইংরেজদের গোলামী করতো তাই ইংরেজরা ভালো ছিল
মোঘলরা লুটেরা ছিল না।তারা ভারতকে নিজের দেশ মনে করতেন।
😂😂😂😂😂😂😂😂😂 you are a very funny man bro
ইংরেজদের কলা চুষতে বুঝি ভালো লাগতো?
তারাো কারো কাছ থেকে কেড়ে নিছিল
ধন্যবাদ
আল্লাহ্ পাক মুসলমানদের রক্ষা করবেন ও বিজয় দান করবেন।আমীন।
শুভকামনা
তোরা আর মানুষ হইলি না ।
অসাধারণ প্রতিবাদ। ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️
শুভকামনা