সরস্বতী ২ || Saraswati 2 || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 232

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 Год назад +36

    স‍্যার যত শুনছি ততই তৃষ্ণার্ত হচ্ছি। জানিনা কতটা আত্মস্থ করতে পারছি। কিন্তু প্রতি মূহুর্তে ঋদ্ধ হচ্ছি। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।🙏

  • @jayantidebnath2756
    @jayantidebnath2756 Год назад +18

    বাগদেবীর কি অসাধারণ কৃপা ! মনে হয় জ্ঞানের এই অপার সিন্ধুতে ক্ষুদ্র একখানা তরঙ্গ হয়ে বারবার জন্মাই! প্রণাম।

  • @sanjibchowdhury1872
    @sanjibchowdhury1872 Год назад +5

    অশ্রুতপূর্ব অসাধারণ আলোচনা। 🙏

  • @DeepanwitaDas-sb9gl
    @DeepanwitaDas-sb9gl 8 месяцев назад

    Eto valo lagchhe sunte.

  • @mausumidas461
    @mausumidas461 Год назад +10

    আপনি যেভাবে ঋদ্ধ করেন আমাদের,,ভাষা খুঁজে পাইনা,, শুধু প্রণাম জানাই 🙏

  • @angshumanrocks77
    @angshumanrocks77 10 месяцев назад +1

    এ অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনার মত জ্ঞানীকে আমরা আমাদের মধ্যে পাচ্ছি।
    যত শুনছি তত অবাক হচ্ছি.।
    সরস্বতীর উৎপত্তি বিষয়ে প্রচুর প্রশ্ন ছিল মনে।কেউ বলে তিনি ব্রহ্মার কন্যা,কেউ বলে শিবের,।কেউ বলে তিনি ব্রহ্মার পত্নী, কেউ বলে নারায়নের ।আমরা বিভ্রান্ত,আপনর কাছে নিবেদন,পরবর্তী প্রজন্মকে বলে যাওয়ার মত একটা সহজ গ্রাহ্য
    পরিচিতি আপনি আমাদেরকে দান করবেন আপনার বিশাল পাণ্ডিত্যের ভান্ডার থেকে।
    ভালো থাকুন,সুস্থ ও সক্রিয় থাকুন,সত্যের আলোকে আমাদেরকে দীপ্ত রাখার জন্য।

  • @ranjika_mallick
    @ranjika_mallick Год назад +5

    দ্বিতীয় ভিডিও পেয়ে যে কি আনন্দ হল বলে বোঝাতে পারবোনা...এভাবেই আরো, আরো, গভীরভাবে জানতে চাই...প্রণাম নেবেন🙏🏻

  • @SHUBHASHISGHOSHOFFICIAL
    @SHUBHASHISGHOSHOFFICIAL Год назад +2

    আপনি এভাবেই থাকুন মহাশয়। সরস্বতী আমার ভীষণ পছন্দের দেবী। খুব মানি তাঁকে। তাই জন্য আরো অজানা কাহিনী সরস্বতী সম্পর্কে জানতে চাই। আরো এপিসোড চাই মহাশয়। সরস্বতী কে নিয়ে বিভিন্ন গল্প যেখানে যেখানে সরস্বতীর প্রসঙ্গ আসে এবং আরও অন্যান্য কিছু সব মিলেমিশে যেখানে একাকার হয়ে যাবে। এমন উপস্থাপনের আশায় থাকলাম মহাশয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ 10 месяцев назад

    অপূর্ব সুন্দর আলোচনা। প্রণাম নেবেন আমার। 🙏🙏🌹🌹❤️❤️

  • @barnaligupta2945
    @barnaligupta2945 10 месяцев назад

    🙏জানাই স্যার।

  • @AnjanAMukherjee-m3b
    @AnjanAMukherjee-m3b 10 месяцев назад

    নৃসিংহ প্রসাদভাদুড়ী মহাশয় কে আমি অন্তর থেকে অনেক ধন্যবাদ জনাই, ওনার দীর্ঘ জীবন কামনা করি। সুস্থ ও ভালো থাকবেন।

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 Год назад +12

    এভাবেই আরো বেশি বেশি ক'রে কঠিন দিকে নিয়ে গেলে আরো বেশি আনন্দ পাই, মন ভরে ...🙏🏻

  • @shyamaldas5331
    @shyamaldas5331 Год назад +5

    Subject ছাড়াও, কি অসাধারণ উপসংহার! কি অসাধারণ সেই Body Language! প্রণাম জানাই। 🙏🙏

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 Год назад +7

    সরস্বতীর ব্যাখ্যাটাই আমাদের জীবনে বেশি দরকার । নমস্কার ।

  • @sandipbanerjeetabla
    @sandipbanerjeetabla 3 дня назад

    Osadharon. 🙏🙏🙏

  • @DiptiBhattacharjee-t7r
    @DiptiBhattacharjee-t7r 5 месяцев назад

    Pronam🙏🙏🙏

  • @SuperTunu
    @SuperTunu Год назад +1

    আমি কৃষ্ণবর্ণা, আমি সরস্বতী।। অপূর্ব।

  • @chandrimachattopadhyay8611
    @chandrimachattopadhyay8611 Год назад +2

    শ্রদ্ধেয় স‍্যার,
    অপূর্ব 🙏🙏🙏🙏🙏
    জানতে, শুনতে খুব ভালো লাগছে।
    নমস্কার

  • @suklalahiry6008
    @suklalahiry6008 Год назад +2

    অনেক ঋদ্ধ হলাম, বাকসূক্ত নিয়ে আরো শোনার আশায় রইলাম সশ্রদ্ধ প্রণাম নেবেন

  • @ratnabanerjee189
    @ratnabanerjee189 Год назад +4

    রামপ্রসাদের গান মনে পড়ল।
    "যত শোন কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে
    কালী পঞ্চাশৎবর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে।"
    "কালী ব্রহ্ম জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি। "
    রামপ্রসাদের গানে দর্শন নিয়ে আলোচনা শুনতেও খুব আগ্রহী।
    আপনার আলোচনা খুব ভালো লাগছে। শ্রদ্ধা ও প্রণাম নেবেন।

  • @sarbariadhya7558
    @sarbariadhya7558 Год назад +8

    সমৃদ্ধ হলাম, তবে জানার কোনো শেষ নাই তাই জ্ঞান পিপাসা বেড়ে গেলো আমি সামান্য গৃহবধূ আপনাদের এই লেখা আর বলা গুলোই আমার সম্বল , আজকে অনেক শিক্ষার মধ্যে একটা শিক্ষা পেলাম বাক সংযম।

  • @krishnapaul4162
    @krishnapaul4162 Год назад

    Apnar kotha joto sunchi toto mugdho hochchi. Apnar jive maa saraswatir baas.apni amar pronam neben.🙏

  • @samiranpramanik3348
    @samiranpramanik3348 Год назад

    সত্যিই বাক সিদ্ধ হচ্ছি,SIR. প্রণাম নেবেন।

  • @ratnapravadas9172
    @ratnapravadas9172 Год назад +3

    অমৃতোপম ব্যাখ্যা শুনেশুনে আশ মেটে
    না।দন্ডবৎ প্রণাম জানাই।

  • @anupamchattopadhyay3781
    @anupamchattopadhyay3781 Год назад +6

    আজকের বাঙালির অন্যতম জ্ঞান ভাণ্ডার আপনি ।অসংখ্য শ্রদ্ধা আপনার প্রতি ।

    • @arundhatidutta5739
      @arundhatidutta5739 Год назад

      অসাধারণ বর্ণনা..যত শুনছি তত মুগ্ধ হোচ্ছি ।আরো শুনতে ও জানতে মন উদ্গ্রীব।।

  • @shibanibanerjee8458
    @shibanibanerjee8458 Год назад

    Asadharon, sashradhh pranaam apnake

  • @sudiptachatterjee6273
    @sudiptachatterjee6273 Год назад

    আমি আপনার পুরো আলোচনা টা শুনলাম এবং আমি আরও জানতে চাই এবিষয়ে।

  • @gourisrimani6236
    @gourisrimani6236 Год назад +1

    Asadharan. Apnake koti pranam.

  • @srimayidan2639
    @srimayidan2639 Год назад

    Ashadharon ...pronaam🙏

  • @deborshidas251
    @deborshidas251 10 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 আমার কিছু বলার নেই ।।। সমশত কোথা ঠিক

  • @gouridas2275
    @gouridas2275 Год назад +4

    সরস্বতী নিয়েই যত পর্যায় হোক শুনতে আগ্রহী।গভীর ভাবে বিশদে জানতে চাই।পূর্ণাঙ্গ জানতে চাই।

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 Год назад +1

    PRANAM ACHARIYA

  • @souvikbanerjee619
    @souvikbanerjee619 10 месяцев назад

    আগামী পর্বগুলো সরস্বতী সম্পর্কে হলে ধন্যবাদ হবো 🙏🙏🙏

  • @shiprakarmakar4697
    @shiprakarmakar4697 10 месяцев назад

    অসাধারণ বিশ্লেষণ করলেন। আমি আপনার কথা মুগ্ধ হয়ে শুনি। আমার প্রণাম নেবেন।

  • @anangamanjaridasi2974
    @anangamanjaridasi2974 Год назад

    Radhey radhey Dandavat pranam

  • @funnybappa3661
    @funnybappa3661 Год назад +1

    Khub valo lage sir .dhonnobad sir apnake

  • @ranjitachakraborty8252
    @ranjitachakraborty8252 Год назад

    অপূর্ব,অসাধারণ। মন্ত্রমুগ্ধের মতই শুনছি আর আত্মস্থ করতে চেষ্টা করছি জানিনা কতটুকু পারছি।সশ্রদ্ধ 🙏🙏🙏জানাই আপনাকে।।

  • @saswatidesarkar9176
    @saswatidesarkar9176 Год назад +3

    আপনি অসাধারণ, পন্ডিত ব্যক্তি। কোটি প্রনাম নেবেন।

  • @krishnaghosh2996
    @krishnaghosh2996 Год назад +1

    মন ভরে যায় শুনলে

  • @dhrubobanerjee3218
    @dhrubobanerjee3218 10 месяцев назад

    সরস্বতীর নতুন এপিসোড হলে খুব ভালো হয়

  • @manishadebnath8558
    @manishadebnath8558 Год назад

    অসাধারণ
    আমি মুগ্ধ 🙏

  • @samratdutta7630
    @samratdutta7630 Год назад

    ঋদ্ধ হচ্ছি 🙏

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Год назад +3

    বিভোর হয়ে আপনার বিশ্লেষণ শুনলাম।অবাক হয়ে ভাবি বাগদেবীর বা শব্দ সম্বন্ধে ও যা জানতাম তাও যেন একটি বিন্দুমাত্র। কিন্তু বিষয়টি একটি মহাসমুদ্র।
    প্রণাম নেবেন।
    শুভ রাত্রি।

  • @aninditabose278
    @aninditabose278 Год назад +1

    অসাধারন অপূর্ব অনবদ্য

  • @manjughosh4524
    @manjughosh4524 Год назад

    অনেক সমৃদ্ধ হলাম।

  • @dipanwita0928
    @dipanwita0928 Год назад +2

    সরস্বতী নিয়ে আরও আরও শুনতে চাই। দয়া করে শুনিয়ে আমাদের একটু আলো দেখাবেন। সুস্থ শরীরে দীর্ঘায়ু হন 🙏🙏🙏🙏

  • @rajdeepbasu8412
    @rajdeepbasu8412 Год назад +4

    অসামান্য। আর কিছু বলার নেই।
    শুধু একটাই অনুরোধ বিদ্যার মতো প্রাচীন কালের মহিলা কবি ও তাদের রচনা নিয়ে একটি episode করলে খুবই ভালো হয়।

  • @tapaskumarbhowmick5600
    @tapaskumarbhowmick5600 Год назад

    Beautiful illustration. Thank you.

  • @sudeshnapal5183
    @sudeshnapal5183 Год назад

    যত শুনছি তত ভালো লাগছে। আরও অনেক পূরাণ শুনতে চাই।আপনার শারীরিক সুস্থতা কামনা করি ভগবানের শ্রী-চরণে। আজকের দিনে আমরা অনেক শিক্ষাগ্ৰহন করছি আপনার সুন্দর পৌরাণিক কাহিনীর বর্ণনায়। এতো সুন্দর আলোকপাত আমাদের পক্ষে বুঝতে পারাটা অনেক সহজ ও সরলীকরণ হয়েছে। আপনার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। অনেক ভালো থাকবেন।

  • @PronotiGoswami
    @PronotiGoswami Год назад +2

    অসীম শ্রদ্ধা জানাই 🙏🙏

  • @souravnaskar4807
    @souravnaskar4807 Год назад

    Khub sundor 🙏

  • @moonmoonghoshroy1890
    @moonmoonghoshroy1890 Год назад

    Please do more episode about saraswati... mon bhorche na..aro aro jante chai...pl daya korun

  • @gargibajpaie958
    @gargibajpaie958 Год назад

    আপনার অসামান্য সুন্দর কথন শুনে আপ্লুত। সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏🙏

  • @kartickdas2985
    @kartickdas2985 Год назад

    ধন্যবাদ

  • @nityanandamandal6482
    @nityanandamandal6482 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @MridulBanikcse
    @MridulBanikcse Год назад +9

    Sir, don't think whether we become bored or not. Just speak your mind. We enjoy every bit of your presentation.

  • @lahirisomankar
    @lahirisomankar Год назад

    অসাধারণ। প্রণাম নেবেন।

  • @moubhattacharya5570
    @moubhattacharya5570 Год назад

    Osadharon bolleo kom bola hoy. Debi Swraswati r opor aro episode hole bhalo hoy🙏

  • @voidchannel3388
    @voidchannel3388 Год назад +1

    অসাধারণ🙏🙏🙏

  • @kalyanichatterjee488
    @kalyanichatterjee488 Год назад

    আপনার কথা যত শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি। কত অজানা বিষয় জানতে পারছি। আপনার জিহ্বা য় যেন সরস্বতী বাস করছেন। আপনি সুস্থ থাকুন ।আপনার শ্রীচরনে প্রণাম জানাই।

  • @richeeksarkar6012
    @richeeksarkar6012 Год назад +6

    Thank you Sir, for enlightening us with such wonderful knowledge of a CULTURE, Hinduism.
    I request you to please come up with Lord Ganesh in any of your sessions! Thank you again in anticipation.

  • @balaramdeyashi9227
    @balaramdeyashi9227 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VitthalGucci
    @VitthalGucci Год назад

    Apurbo 🙏

  • @bhpradipta
    @bhpradipta 10 месяцев назад

    খুব ভালো লাগলো

  • @sulagnapanda3332
    @sulagnapanda3332 Год назад

    Mantramugdho hoye protiti video dekhi. Ei porbo je bhabe shesh korlen taa chhilo oshadharon. 🙏

  • @somdipta6849
    @somdipta6849 Год назад

    আরো জানার ইচ্ছেটা থেকে গেলো❤️

  • @sumitanandy3077
    @sumitanandy3077 Год назад +4

    Pranam Sir 🙏 Saraswati niye 4 te episode I hok,apkhhaye roilam

  • @sudiptabhattacharyya6606
    @sudiptabhattacharyya6606 Год назад +2

    আমার প্রণাম নেবেন 🙏🏻 ,আরো পর্ব শুনতে চাই , আপনার কথা শোনা ও অনেক পূর্ণে ব্যাপার । মা সরস্বতী দেবীর বর পুত্র ।

  • @sonjoyguha6746
    @sonjoyguha6746 Год назад

    Pronam neben osadharon vsyo apnar

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 Год назад +2

    যাগ্যবল্কের গল্প আগেও বলেছিলেন স্যার তবে আজ details বললেন শুনে সমৃদ্ধ হলাম। গীতার মন্ত্রে দেবীঙ্গ সরঃ--- তত জয় মুদীরয়েৎ আছে। সরস্বতী নদীর সাথে সাথে এই প্রবহমান জ্ঞানের সম্পর্কের কথা জেনে ভালো লাগলো স্যার

  • @sudeshnadas2900
    @sudeshnadas2900 Год назад

    শাস্ত্র কথা এতো সুস্বাদু করে পরিবেশন করা যায় তা আপনার কথকথা না শুনলে জানা যেত না।

  • @pankajdas1738
    @pankajdas1738 Год назад +1

    💐💐প্রণাম💐💐

  • @subhamallick1270
    @subhamallick1270 11 месяцев назад

    Apni amar sasraddhwa nomoskar grohon korben.
    mone hochhe dibarstra apnar ei ananya sadharan vashan sunei jai

  • @sunetraadhya5170
    @sunetraadhya5170 Год назад +1

    Saraswati episode guli please details e talks deben . Very interesting.

  • @suvradas7265
    @suvradas7265 Год назад

    সশ্রদ্ধ প্রণাম স্যার।

  • @gourkumar8992
    @gourkumar8992 Год назад

    শ্রদ্ধা জানাই 🙏🙏🙏

  • @krishnamaitra3429
    @krishnamaitra3429 Год назад

    প্রণাম।। 💯🌹🙏

  • @adripgoswami
    @adripgoswami Год назад

    যতো গুলি এপিসোড লাগে লাগুক আপনি বলুন,আপনি ছাড়া আমাদের নতুন প্রজন্মের আর এই জ্ঞান শোনানোর কেউ নেই। দয়া করে পুরোটাই বলুন শুধু আমাদের জন্যে।শত কোটি প্রণাম নেবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SusnataDhar
    @SusnataDhar 10 месяцев назад

    Joto shuni totoi mugdho hoye jai 🙏

  • @GitaDas-k1m
    @GitaDas-k1m 10 месяцев назад

    Satta sikha r kono shesh nei.Greatful.Pronum aapnake.

  • @jagannathsutradhar8175
    @jagannathsutradhar8175 Год назад +3

    অপ্রাসাঙ্গিক কথাগুলো এত ভালো লাগে, আরেকটু বেশি করে বলবেন| প্রণাম

  • @Gopi_sart_gallary
    @Gopi_sart_gallary Год назад +1

    স্যার বৌদ্ধদের দেব দেবীদের সাথে বাঙ্গালীর দেব দেবীদের যে সংযোগ ঘটেছিলএবং সেই সঙ্গে তন্ত্রের যে সংযোগ ঘটে সেই বিষয়ে একদিন শুনতে চায় 🙏🏻
    আপনার চ্যানেলটি খুঁজে পেয়ে অসম্ভব ভালো লাগছে মনে হচ্ছে ইউটিউবে থাকায় একটি কারন খুঁজে পেয়েছি

  • @achintyabiswas5388
    @achintyabiswas5388 Год назад

    Saraswati kindly gives us the words for praying to other gods

  • @mousumiganguly7575
    @mousumiganguly7575 Год назад +1

    Devi atharvashirsham

  • @sibnathmandal3916
    @sibnathmandal3916 Год назад +1

    🌹❤🙏❤🌹

  • @parthadas1297
    @parthadas1297 Год назад +2

    কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না..!!! আপনি ই স্বয়ং সরস্বতীর বরপুত্র... আপনি কি যে রেখে গেলেন পরবর্তী প্রজন্মের জন্য... আমরা সমুদ্র মন্থন করে ও এতো রত্ন আকর পেতাম না। অভিভূত... নত মস্তক... কোটি কোটি প্রণাম...

  • @srimayidan2639
    @srimayidan2639 Год назад

    Apni tnar kripa labh korechhen to nishchoy..amrao...Karon shunte to pachhi

  • @bipasasarkar936
    @bipasasarkar936 Год назад

    🙏🙏

  • @malldeb
    @malldeb Год назад

    প্রত্যেকটি episode শুনছি এবং আপনার বাচন ভঙ্গি কে ভালবেসে ফেলছি॥ মাঝে মাঝে আপনার মত ভঙ্গিতে অজান্তেই কথা বলে ফেলছি এত ভীষণ ভাবে প্রভাবিত হচ্ছি । এরকম একজন গুরু পেয়ে আমি ধন্য। আপনার বিষয়ের প্রতি আপনার প্রগাঢ় ভালোবাসা আমাদের টেনে নিয়ে যায়। আমি প্রচন্ড অনুপ্রাণিত ।

  • @pravatigunin9573
    @pravatigunin9573 Год назад

    গীতা শুনতে চাই,খুব মন দিয়েই শুনি।

  • @mollysinha
    @mollysinha Год назад +1

    👌👍🙏🇮🇳

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 Год назад +1

    গুরু-শিষ্য : পরশুরাম-ভীষ্ম...

  • @debapomdas5895
    @debapomdas5895 Год назад +3

    আমরা সরস্বতীর উপর আরো ভিডিও চাই

  • @swatichakraborty1607
    @swatichakraborty1607 Год назад

    যত শুনি,ততই শোনার খিদে বেড়ে যায়,নমস্কার স্যর

  • @subinitachowdhuri1
    @subinitachowdhuri1 Год назад

    আমরা ধৈর্য্য ধরে অপেক্ষা করে আছি ,আপনি আপনার মতো করে আমাদের সমৃদ্ধ করুন ।

  • @jayashreepathak7578
    @jayashreepathak7578 Год назад

    প্রনাম জানাই
    অশেষ ধন্যবাদ জানাই

  • @swapnamaity8396
    @swapnamaity8396 Год назад

    EXCELLENT EXPLANATION & KNOWLEDGE OF SARASWATI..THANK YOU SO MUCH SIR..SWASWADHA PRANAM GRAHAN KORBEN NAMASTE 🙏

  • @subhamallick1270
    @subhamallick1270 11 месяцев назад

    কী অসাধারণ ব্যাখ্যা করলেন আপনি.ঋদ্ধ হচ্ছি প্রতিদিন.অনুগ্রহপূর্বক সরস্বতী র বৈদিক মন্ত্র গুলোর ব্যাখা যদি শোনান তাহলে খুব উপকৃত হব অসম্ভব ভাল লাগবে.আমার সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন.

  • @sangitachatterjee1739
    @sangitachatterjee1739 Год назад +1

    যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা দেবী সরস্বতী প্রসঙ্গে সব কিছু শুনতে আগ্রহী ।যত গুলো পর্ব হয় হোক আপনি বলুন।সংক্ষিপ্ত করে বন্ধ করবেন না, এই অনুরোধ করছি 🙏🙏🙏

  • @Gopi_sart_gallary
    @Gopi_sart_gallary Год назад

    কল্কি অবতার নিয়ে শোনার খুব ইচ্ছা আছে অনেক খুঁজেছি কিন্তু তৃষ্ণা মেটেনি আপনার কাছে থেকেই শুনতে চাই তাই অপেক্ষা করতেও রাজি আছি ... অনেক অনেক ভালো থাকবেন