অনেক ছোট বয়স থেকেই আমি আপনার গুনমুগ্ধ। আপনার লেখা আমি যেখানে যখন পাই, পড়ি । আজ ইউটিউব দেখা আমার সার্থক হল। আপনার ভিডিও গুলি পেয়ে মনে হচ্ছে রত্ন ভাণ্ডারের সন্ধান পেয়েছি। আমার শাস্ত্র জ্ঞান পিপাসিত মন যেন তৃষ্ণা নিবারণের পথ পেল। আপনার বাচনভঙ্গি আর জ্ঞানের ভাণ্ডার আমাকে মোহিত করছে। আমি আপনার লেখা আরও পড়তে চাই, বিশেষ করে মহাভারত এবং শ্রী কৃষ্ণ সম্পর্কিত। যদি কিছু বই এর নাম বলেন তো ধন্য হব।
স্যার, কথায় আছে বাণী স্বয়ং বাণভট্টের কন্ঠে/ জিহ্বায় বসতি করেন ; আপনার বক্তৃতা গুলো শুনে সেই কথাই মনে হয়। বাগদেবী আপনার জিহ্বায় অবস্থান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার 🙏
এই গৌরী ধর্মপালের কাছে Lady Brabourne College এ আমি পড়েছি। অসাধারণ জ্ঞান ছিল। অসম্ভব ভালো পড়াতেন। অনেক ভালোবাসা পেয়েছি তাঁর কাছে। আজও তাঁর মেয়ে রোহিনীর সঙ্গে আমার যোগাযোগ আছে।
আপনার মন, প্রাণের নায়ক টি বড্ড ই নায়ক,সর্বকালের সর্বোচ্চ নায়ক কে বার বার প্রণাম জানাই,আগ্রহ উওরোতর বাড়ছে আপনার কথা শোনার। ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা জানাই।
আপনার মুখে -রূক্মিনীর চিঠিতে শ্রীকৃষ্ণের প্রতি তাঁর ব্যাকুলতা আমাদের উদ্বেল করে। আমাদেরও ব্যাকুল করে। আমি এখনি আমার এক নাতনীকে share করছি যে কৃষ্ণপ্রমী। প্রণাম আপনাকে শতবার।
Asadharan mugdhotay shudhu shune jaoa.. Shudhu nijeke riwdho kara. Shradhhay r valolaga te mon nato hoye ase. Ki samriddho amader sanskriti r ki apurbo apnar bishleshan. Amar shashradhho pranam neben.
স্যার আমি গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারের আপনার প্রতিটা ভিডিও আমি দেখি খুব ভালো লাগে স্যার আমার কথায় একটা উত্তর দেবেন তাহলে আমি খুব শান্তি পাবো আমি আমার আরাধ্য দেবতা কৃষ্ণকে আমি খুব ভালোবাসি কিন্তু আমি মাছ খাই মাংস খায় না তাহলে কি আমার কৃষ্ণ ভক্ত হবে না পাপ হবে একটু বলবেন
প্রণাম জানাই মাস্টারমশাই । আমি অভিজিত । আমি বালুরঘাটে থাকি । প্রশ্ন ছিল যে "শুধু পৈতে ধারণ করলেই কী ব্রাহ্মণ হয়ে যায় ? আর কিছু কিছু ব্রাহ্মণের ব্যবহার এতোই খারাপ তারা কী আদৌ ব্রাহ্মণ ? আর যারা ব্রাহ্মণত্য কে ব্যবসায় নামিয়ে এনেছেন তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কী ? প্রকৃত ব্রাহ্মণ কে ? চেনার উপায় কী কী ?"
Avijit Sarkar : এরকম বলা হয়ে থাকে যে, যাঁর ব্রহ্মজ্ঞান আছে তিনিই কেবলমাত্র ব্রাহ্মণ । যে জন্য 'দত্ত' পদবী হওয়া সত্ত্বেও নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দকে ব্রাহ্মণ বলা হয় । পন্ডিতপ্রবর শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় আপনার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবেন ।
@@ipr7155 jini bramha jnan lav korechhen tini-i jodi bramhon hon tabe Vivekananda kivabe bramhon non - bujhlam na ! Sanskrit-e 'bramho' ke 'on' pratyoy kore bramhon shabdo ti nispanno hoyechhe - jar artho jini bramho ke darshan o upolobdhi korechhen,tini bramhon hoyechhen. Bramhon rakto diye noy, upolobdhi diye bramhon hoya jaai. 🙏
In my view, as per wisdom in the Gita, Vedas and Upanishada, one can be Brahmin not by birth but deeds, wisdom and knowledge of the ultimate Brahma. In that sense, we can say Vivekananda, Subhas Chandra Bose great Brahmin. One can never be a true Brahmin by birth, surname. Never.
নৈতিক নয় আবার কি আপনার পছন্দ নয় সেটা বলুন,,,,দেখুন যেটা মন চায় না করবে না বাদ দেবেন কিন্তু এটা আবার বলবেন না নিয়ম করে বন্ধ করতে কারণ সকলের পছন্দ আলাদা। আর এই সংস্কৃতি তে কোনোকিছুই বিনা কারণে তৈরী হয়নি হতে পারে তার কারণ আমরা ভুলে গেছি অথবা তার এই যুগে এসে প্রয়োজন ফুরিয়েছে 🙏
Shri Krishno o shrimati Radharani k niye akta video pls korun.....tade jonmo theke mrittu somosta ajker juge kno harache apni pls sei niye akta vid din...please asai roilam🙏
@@shyamsunderchakraborty3086 he krishno karnuna sindhu dino bondhu jogot pothr gopishu gopikakanto radha kanto nomostute eta iskon eta kono boidik motrona kono puraneo nei retar mane radha krishner bou bah ki darun
@@ranadeepchakraborty1757 jar prosonge ekhane kotha hoche i think he is the ultimatum....I dont want to spread hatred or speak bad evn . I just wanted to know them from sir elaborately. Mind it think before u speak... Radhe-Radhe
Eita apni valo bolechen gan tan geye biye dewa ta amaro bicchiri lage... Amar khub valo lage niyom mene biye... Ami jekono onusthan emon bhabe mani je sob kichur ekta karon nishchoi thakbe se bhorsa amar ache.... Korte hoy kora, ma boleche bole kori baba boleche bole kori ta noy.... Eki sathe ami kauke kichu niyom mante jor o kori na
আপনাকে অনেক অনেক প্রনাম। আমাদের আমাদের শিকড় সম্পর্কে জানানোর জন্য...... যা আজ আমরা প্রায় ভুলতে বসেছি, আমি নিজেও বিশেষ কিছুই জানিনা তবে যেটুকু পড়েছি সেই থেকে উপলব্ধি করি আমরা যে সভ্যতা ও সংস্কৃতির উত্তরাধিকারী তা বিশাল বিজ্ঞান ভিত্তিক এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের পথপ্রদর্শক তাই এই সম্পর্কে অনেক অনেক কিছু সহজ ভাষায় জানার ইচ্ছে রাখি, আর আপনার প্রত্যেকটা আলোচনা প্রসঙ্গ আমার সেই ইচ্ছেকেই পূর্ণ করে । তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, আর আমাদের এই ভাবেই নিজেদের সুন্দরভাবে জানার সুযোগ করে দিন। প্রণাম নেবেন। 🙏
May I request you to explain about the derivative meaning of "vivaha" in the next episode and why not other terms in place of Vivaha was not appropriate in case of negotiation /wedding /marital etc etc.with reverence.May God bless you for extreme span of life with sensation and orderly life.Pranam.. Pranam
জন্ম দিয়ে ব্রাহ্মণ নির্ধারণ করা হয় না কর্ম ও গুনদারা, বেদ আনুসারে যদি আলোচনা করতেন।তাহলে জানতে পারতাম, চেষ্টা করবেন ভিডিও দেওয়ার জন্য, ধন্যবাদ ভালো থাকবেন।
আপনাকে জ্ঞ্যানবৃক্ষ বলব নাকি torchbearer বলব ? যে বিষয়েই বলেন তার সঙ্গে আরও অনেক কিছুতেই আলোকপাত করেন। কৃতজ্ঞতা স্বীকার করি। প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণের ষোল হাজার স্ত্রী সম্বন্ধে যদি একটু মানবোচিত ব্যাখ্যা করেন তো কৌতুহল নিবৃত্ত হয়। সশ্রদ্ধ প্রণাম জানাই।
সাগ্রহে জানতে চাই শশিঅসি বানান। আমি কি ঠিক লিখেছি ?দয়া করে জানাবেন। আভাস ও আভাষ মানে যদি জানান। শ্যামাশ্বের বানান ও মানে যদি জানান। লোমপা মানে ?শশিঅসি কি শশীর মত কোমল ও অসির মত তীক্ষ্ণ ? জানাবেন দয়া করে। আপনি যখন এত সব কঠিন বিষয়ের সাথে ব্যাকারণ বলেন। সন্ধি, সমাস মানে জানান আমার খুব আনন্দ হয়। আমি প্রায় সব / বেশীরভাগ আলোচনা শুনি ও আনন্দ পাই। তবে আপনার কণার কণা ধী শক্তি আমার নেই। সবটা মনে রাখতে পারি না। তাই সব আমার বড় মেয়েকে পাঠাই বিদেশে। তাদের মাথা এখনও বেশ উর্ব্বর। সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনার শুস্বাস্থ্য কামনা করি, নিজেদের স্বার্থেই।
স্যার আমি আপনার প্রতিটা ভিডিও দেখি একটু দয়া করে বলবেন আমার গলায় তুলসীর মালা নেই কিন্তু আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আমি তাকে খুব ভালোবাসি কিন্তু প্রশ্ন একজন বৈষ্ণব আমাকে বলছে তুলসীর মালা গলায় না থাকলে তোমার মুখ দেখা পাপ সে সত্যিই কি পাপ হয় মালা গলায় দিইনি বলে তুলসীর মালাটা কি বাধ্যতামূলক গলায় দাও
Maharaj ji …pranam …I am a Netaji Subash Bose researcher. And I can say Netaji or Rabindranath Tagor never given Gandhi as “Mahatma”. Gandhi himself wrote his name Mahatma Gandhi
অনেক ছোট বয়স থেকেই আমি আপনার গুনমুগ্ধ। আপনার লেখা আমি যেখানে যখন পাই, পড়ি । আজ ইউটিউব দেখা আমার সার্থক হল। আপনার ভিডিও গুলি পেয়ে মনে হচ্ছে রত্ন ভাণ্ডারের সন্ধান পেয়েছি। আমার শাস্ত্র জ্ঞান পিপাসিত মন যেন তৃষ্ণা নিবারণের পথ পেল। আপনার বাচনভঙ্গি আর জ্ঞানের ভাণ্ডার আমাকে মোহিত করছে। আমি আপনার লেখা আরও পড়তে চাই, বিশেষ করে মহাভারত এবং শ্রী কৃষ্ণ সম্পর্কিত। যদি কিছু বই এর নাম বলেন তো ধন্য হব।
আমরা শুনে যত আনন্দ পাচ্ছি , আপনি বলেও ততই আনন্দ পাচ্ছেন - বক্তা ও শ্রোতার এই সম-আনন্দ সদাই উপভোগ্য ।শ্রদ্ধা জানাই ।
কী অসাধারণ সংস্কৃত সাহিত্য, যা আজও অনাবিষ্কৃতই রয়ে গেল। এই ভাদুড়ী মশাইয়ের থেকে আমরা কিছুটা জানতে পারছি।
Sradda o bhalobasa neben sir
ধর্ম সম্বন্ধিয় অনেক দ্বিধাগ্রস্ত আছি।আপনার আলোচনা আমার দ্বিধা ভঙ্গ করে ধারন করতে শিক্ষাচ্ছে।প্রনাম আপনাকে।
অসাধারণ আলোচনা যা আমাদেরকে সমৃদ্ধ করেছে।
প্রনাম জানাই ঋষিপ্রতিম এই মনীষীকে।
যেদিন থেকে আপনি একটি দলের অনুগত হয়ে অন্ধ হলেন সেদিন থেকে আপনার প্রতি শ্রদ্ধা হারালাম।তবু বলি আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে।
Asadharan
Khub interesting approach apner.ekebare tene nie cholen
অসাধারণ
অসাধারণ ব্যাখ্যা আর বিশ্লেষণ
নতুন ভাবে জানছি অনেক কিছু
প্রণাম নেবেন স্যার 🙏
অসাধারণ প্রেমপত্র রুক্মিণীর কৃষ্ণের প্রতি। আপনাকে পুনঃ পুনঃ শ্রদ্ধা।
আপনার আলোচনা খুব খুব খুব ভালো লাগলো
অভাবনীয়, অভাবনীয়। রুক্মিনীর প্রেম পত্র যেভাবে শোনালেন মনটা ভোরে গেল। ব্যাপারটা সেই কৃষ্ণের আমলে হলেও আজকের দিনেও যেন অতি আধুনিক এবং রোমাঞ্চকর। ভীষণ ভালো লাগলো।
প্রণাম নেবেন।
শুভ রাত্রি।
/=
আপনার ব্যাখ্যা খুব ভালো লাগল। ।আপনাকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি।
আমার প্রণাম নেবেন। আপনার এই আলোচনা আমার মনের অনেক প্রশ্নের সমাধান করে দিয়েছে। অনেক শুভকামনা ও শ্রদ্ধা নিবেদন করি ।
অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রণাম স্যার।
অনন্য মনোগ্রাহী সামান্য সামান্য উপস্থাপনা।
আপনার সংস্কৃত শ্লোক গুলো খুব সুন্দর ও বিশ্লেষন অসাধারণ লাগে।👍👍👍🙏🙏🙏🙏
স্যার, কথায় আছে বাণী স্বয়ং বাণভট্টের কন্ঠে/ জিহ্বায় বসতি করেন ; আপনার বক্তৃতা গুলো শুনে সেই কথাই মনে হয়। বাগদেবী আপনার জিহ্বায় অবস্থান করেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার 🙏
অদ্ভুত আপনার কথন শক্তি, অপূর্ব লাগলো, পরের পর্যায়ের অপেক্ষায় রইলাম।
এই গৌরী ধর্মপালের কাছে Lady Brabourne College এ আমি পড়েছি। অসাধারণ জ্ঞান ছিল। অসম্ভব ভালো পড়াতেন। অনেক ভালোবাসা পেয়েছি তাঁর কাছে। আজও তাঁর মেয়ে রোহিনীর সঙ্গে আমার যোগাযোগ আছে।
আহা! কত সৌভাগ্য আমাদের, আপনার এই বক্তব্য শুনতে পাচ্ছি 🙏🏻
এমন সুন্দর আলোচনা,বিশ্লেষণ আরো চাই। আমার প্রণাম জানালাম
নমস্কার পন্ডিতজী,
ব্যাসদেবের গৃহস্ত জীবনের আবশ্যকতার পক্ষে অভিমত বক্তব্য আপনার মাধ্যমে শুনে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ ।
আপনার বিশ্লেষণ অসাধারণ। পরবর্তী পর্যায়ের অপেক্ষায় রইলাম। অনেক শ্রদ্ধা রইলো 🙏🙏
আবারও মুগ্ধ হলাম
অপূর্ব বিশ্লেষণ খুব সুন্দর মনের গভীরে প্রবেশ করে প্রণাম জানাই আমার
প্রণাম স্যার।
Sir you making us rich day by day 🙏🙏🙏🙏🙏🙏
খুব ভাল লাগল।
আপনাকে নিজেকে উজার কোরে প্রনাম ও শ্রদ্ধা জানালেও মনে হয় খুবই কিঞ্চিত দিতে পারলাম, নিজেকে আপনার সাহচর্যে সমৃদ্ধ হতে দেখে আজ নেহাতই উৎফুল্ল।।
পরবর্তী পর্যায়ের অপেক্ষায় রইলাম, প্রণাম নেবেন স্যার.
আপনি কৃষ্ণকে ভালোবাসেন জেনে মন ভরে গেল। কৃষ্ণ আমার প্রাণ। আপনার জয় হোক! 🙏
❤️
আপনার মন, প্রাণের নায়ক টি বড্ড ই নায়ক,সর্বকালের সর্বোচ্চ নায়ক কে বার বার প্রণাম জানাই,আগ্রহ উওরোতর বাড়ছে আপনার কথা শোনার। ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা জানাই।
অপূর্ব লাগল আপনার poribeshon।
Khub Bhalo Lagchche...Amar Mone Pore Gouri Dharmapaler Purbe Purbe Amake Oe Bibaher Pourahityer Prostab Amake Diyechchile Tumi..Tate Ami Sashtriya Bidhi Anuyayee Bibah Sthale Pitri Purusher Naam Ullekh Korte Hobe...Tate Apatti Tolay Ami Se Prostab Protyakhan Kore Chchilam ....Yae Hoke Tomar Bibaran Khub e Uchanger Abong Bastu Nistha Ba Sahitya Nistha Bibaran...Joy Hoke
Bastu Nistha r Paribarte Bishoy Nistha Porte Hobe...
Khub bhalo lage apnar kache sunte. E amader porom prapti..pronam...
Asadharon 🙏🙏🙏
Apurbo sundor pronam
আপনার মুখে -রূক্মিনীর চিঠিতে শ্রীকৃষ্ণের প্রতি তাঁর ব্যাকুলতা আমাদের উদ্বেল করে। আমাদেরও ব্যাকুল করে। আমি এখনি আমার এক নাতনীকে share করছি যে কৃষ্ণপ্রমী। প্রণাম আপনাকে শতবার।
🙏🙏🙏🙏🙏🙏
অনেক শ্রদ্ধা রইলো🙏🙏
🙏🙏🙏🙏🙏
Asadharan mugdhotay shudhu shune jaoa.. Shudhu nijeke riwdho kara. Shradhhay r valolaga te mon nato hoye ase. Ki samriddho amader sanskriti r ki apurbo apnar bishleshan. Amar shashradhho pranam neben.
Rukmini krishna somoprkito aro tottho niye ekta video banan
স্যার, বৈদিক যুগে নিমন্ত্রণের কি রীতি ছিল জানার ইচ্ছা হয়।
স্যার আমি গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারের আপনার প্রতিটা ভিডিও আমি দেখি খুব ভালো লাগে স্যার আমার কথায় একটা উত্তর দেবেন তাহলে আমি খুব শান্তি পাবো আমি আমার আরাধ্য দেবতা কৃষ্ণকে আমি খুব ভালোবাসি কিন্তু আমি মাছ খাই মাংস খায় না তাহলে কি আমার কৃষ্ণ ভক্ত হবে না পাপ হবে একটু বলবেন
Ei video taa 2 month aage ele amar jonno khub bhalo hoto ... Jene shune biye korte jetam. Tobe aapni biye related kotha olpo solpo bolechen aager episodes gulo te ...
দণ্ডবৎ প্রণাম।
প্রণাম গ্রহণ করবেন
Asadharan bisleson
Shrodhay adhapok mahasoy pronam neben amio ar sokoler moto dur thekei apnake chini o kich6u 2 path sunech6i ami bagmarite thaktam kintu ajker bibaha samondhe bisleshon dharmi biboron Dara eai adhayke monogha ebong rasomoy kore toler janoya ami abhibhuto applluto chestta korbo dhara bahik rakha korte
Sri chaitanya deb k niye ekta video banan
প্রণাম 🙏🙏🙏
প্রণাম জানাই মাস্টারমশাই । আমি অভিজিত । আমি বালুরঘাটে থাকি । প্রশ্ন ছিল যে "শুধু পৈতে ধারণ করলেই কী ব্রাহ্মণ হয়ে যায় ? আর কিছু কিছু ব্রাহ্মণের ব্যবহার এতোই খারাপ তারা কী আদৌ ব্রাহ্মণ ? আর যারা ব্রাহ্মণত্য কে ব্যবসায় নামিয়ে এনেছেন তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কী ? প্রকৃত ব্রাহ্মণ কে ? চেনার উপায় কী কী ?"
Avijit Sarkar : এরকম বলা হয়ে থাকে যে, যাঁর ব্রহ্মজ্ঞান আছে তিনিই কেবলমাত্র ব্রাহ্মণ । যে জন্য 'দত্ত' পদবী হওয়া সত্ত্বেও নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দকে ব্রাহ্মণ বলা হয় । পন্ডিতপ্রবর শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় আপনার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবেন ।
ব্রাক্ষ্মণ বংশ গত ভাবে হয় না,ঞ্জান ও কর্ম অনুসারে হয়, গীতা সেটাই বলেছেন।
@@dipalidas56 স্বামী বিবেকানন্দ ব্রাক্ষ্মণ ছিলেন না।
@@ipr7155 jini bramha jnan lav korechhen tini-i jodi bramhon hon tabe Vivekananda kivabe bramhon non - bujhlam na !
Sanskrit-e 'bramho' ke 'on' pratyoy kore bramhon shabdo ti nispanno hoyechhe - jar artho jini bramho ke darshan o upolobdhi korechhen,tini bramhon hoyechhen.
Bramhon rakto diye noy, upolobdhi diye bramhon hoya jaai. 🙏
In my view, as per wisdom in the Gita, Vedas and Upanishada, one can be Brahmin not by birth but deeds, wisdom and knowledge of the ultimate Brahma. In that sense, we can say Vivekananda, Subhas Chandra Bose great Brahmin. One can never be a true Brahmin by birth, surname. Never.
21:31 Cosplay🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
প্রণাম। দয়া করে গীতা সম্বন্ধে কিছু আলোচনা করেন তাহলে কৃতজ্ঞ থাকবো।
সশ্রদ্ধ প্রণাম
সমলিঙ্গ সম্পর্ক ও বিবাহ নিয়ে আমাদের ধর্মীয় গ্রন্থ কি বলছে , তা নিয়ে একটি বিস্তারিত তথ্য জানার আগ্রহ জানাচ্ছি আপনাকে 🙏
প্রশ্ন একটি, যদি কোনো ritual এর কোনো অংশ নৈতিক না হয় এই সময় তাকে বর্জন করে বাকি ritual কি মানা সম্ভব নয়?
Manu sanhita teh teh boleche, jokhon ekti ritual samaj nindito hoye jae take borjon kore baki gulo follow kora uchit.
নৈতিক নয় আবার কি আপনার পছন্দ নয় সেটা বলুন,,,,দেখুন যেটা মন চায় না করবে না বাদ দেবেন কিন্তু এটা আবার বলবেন না নিয়ম করে বন্ধ করতে কারণ সকলের পছন্দ আলাদা। আর এই সংস্কৃতি তে কোনোকিছুই বিনা কারণে তৈরী হয়নি হতে পারে তার কারণ আমরা ভুলে গেছি অথবা তার এই যুগে এসে প্রয়োজন ফুরিয়েছে 🙏
@@sangita4810 ...বা অপভ্রংশ দশায় এসে পৌঁছেছে...
Shri Krishno o shrimati Radharani k niye akta video pls korun.....tade jonmo theke mrittu somosta ajker juge kno harache apni pls sei niye akta vid din...please asai roilam🙏
@@ranadeepchakraborty1757 Je manus prem ros kei bujhte parbena je bhakti ros kikore bujhbe.....
@@shyamsunderchakraborty3086 he krishno karnuna sindhu dino bondhu jogot pothr gopishu gopikakanto radha kanto nomostute eta iskon eta kono boidik motrona kono puraneo nei retar mane radha krishner bou bah ki darun
@@ranadeepchakraborty1757 jar prosonge ekhane kotha hoche i think he is the ultimatum....I dont want to spread hatred or speak bad evn .
I just wanted to know them from sir elaborately.
Mind it think before u speak...
Radhe-Radhe
প্রণাম নেবেন
Dadu "apnaar choti chatar pichaner karon niye ekta pratibedan korben"
Eita apni valo bolechen gan tan geye biye dewa ta amaro bicchiri lage... Amar khub valo lage niyom mene biye... Ami jekono onusthan emon bhabe mani je sob kichur ekta karon nishchoi thakbe se bhorsa amar ache.... Korte hoy kora, ma boleche bole kori baba boleche bole kori ta noy.... Eki sathe ami kauke kichu niyom mante jor o kori na
প্রণাম আচার্য
অতি সুন্দর সাধু সাধু।
Peyaj, rosun ki niramish na Amish ? Niramisher dine ki peyaj rosun khawa jabe ? Please give reply .🙏
বর্ণাশ্রম নিয়ে কিছু লিখুন
আপনাকে অনেক অনেক প্রনাম। আমাদের আমাদের শিকড় সম্পর্কে জানানোর জন্য...... যা আজ আমরা প্রায় ভুলতে বসেছি, আমি নিজেও বিশেষ কিছুই জানিনা তবে যেটুকু পড়েছি সেই থেকে উপলব্ধি করি আমরা যে সভ্যতা ও সংস্কৃতির উত্তরাধিকারী তা বিশাল বিজ্ঞান ভিত্তিক এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের পথপ্রদর্শক তাই এই সম্পর্কে অনেক অনেক কিছু সহজ ভাষায় জানার ইচ্ছে রাখি, আর আপনার প্রত্যেকটা আলোচনা প্রসঙ্গ আমার সেই ইচ্ছেকেই পূর্ণ করে । তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, আর আমাদের এই ভাবেই নিজেদের সুন্দরভাবে জানার সুযোগ করে দিন। প্রণাম নেবেন। 🙏
Asadharan aapnar byakha aapnar rasasmriddha bhasa aapnar balar baithaki jamano padhhati ba " pesh" karar tequnic . Aami aapnar ak gunamugdha ebong bayojesthya pathika....deerghadiner apnar katha ebhabe shunbo bhabini kakhono. Aalap karar eechhe chilo anekdiner. Kichhu din dhare aapnake ei chanele peye purota na holeo anekta aasha purna holo. Maajhe maajhe sanskrito mul sloka sunte banchito korben na . Namaskar janben
Sir, Asur je protiki ebong bivinno ripur dehodhari rup sei niye puran er ullekh soho ekti alochona jodi korten khub sombriddho hotam
❤️ LOVE ❤️
May I request you to explain about the derivative meaning of "vivaha" in the next episode and why not other terms in place of Vivaha was not appropriate in case of negotiation /wedding /marital etc etc.with reverence.May God bless you for extreme span of life with sensation and orderly life.Pranam.. Pranam
আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা পড়েছিলাম
বিবাহে সম্প্রদান প্রথা কতখানি প্রাসঙ্গিক সে ব্যাপারে দয়া করে যদি কিছু আলোকপাত করেন স্যার,তাহলে খুবই উপকৃত হই।
শ্যামবর্ণ কি আর্য?
যযাতি ও দেবযানীর কথা শুনতে চাই স্যার।
👌🏼👌🏼🙏🏼🙏🏼
Darun. Ekdom hok kotha bolechen. Manle sobtai manbo noile noy
আগের Thumbnail টাই তো ভালো ছিল
সম্পূর্ণ হল না , আরো জানতে চাই
🙏
43:50
স্ত্রী-কে পরিবার বলা -- কিছুদিন আগেও প্রচলিত ছিলো...
🙏🙏
দ্রৌপদী বিবাহ?
সমুদ্রের ঢেউয়ের শেষ নেই,যুক্তির শেষ নেই
জন্ম দিয়ে ব্রাহ্মণ নির্ধারণ করা হয় না কর্ম ও গুনদারা, বেদ আনুসারে যদি আলোচনা করতেন।তাহলে জানতে পারতাম, চেষ্টা করবেন ভিডিও দেওয়ার জন্য, ধন্যবাদ ভালো থাকবেন।
আপনাকে জ্ঞ্যানবৃক্ষ বলব নাকি torchbearer বলব ? যে বিষয়েই বলেন তার সঙ্গে আরও অনেক কিছুতেই আলোকপাত করেন। কৃতজ্ঞতা স্বীকার করি। প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণের ষোল হাজার স্ত্রী সম্বন্ধে যদি একটু মানবোচিত ব্যাখ্যা করেন তো কৌতুহল নিবৃত্ত হয়। সশ্রদ্ধ প্রণাম জানাই।
Sri krishner 16000stri kono din chilona smporno kalponik r ei niye take pujo kora to manayna
❤️
স্যারের ঠিকানাটা পেলে উনার সাথে দেখা করতাম
শ্বেতকেতুর সময়? মাতৃতান্ত্রের সময়? ভারতীয় জাতপাত ও দাসতন্ত্র?
সাগ্রহে জানতে চাই শশিঅসি বানান। আমি কি ঠিক লিখেছি ?দয়া করে জানাবেন। আভাস ও আভাষ মানে যদি জানান। শ্যামাশ্বের বানান ও মানে যদি জানান। লোমপা মানে ?শশিঅসি কি শশীর মত কোমল ও অসির মত তীক্ষ্ণ ? জানাবেন দয়া করে। আপনি যখন এত সব কঠিন বিষয়ের সাথে ব্যাকারণ বলেন। সন্ধি, সমাস মানে জানান আমার খুব আনন্দ হয়। আমি প্রায় সব / বেশীরভাগ আলোচনা শুনি ও আনন্দ পাই। তবে আপনার কণার কণা ধী শক্তি আমার নেই। সবটা মনে রাখতে পারি না। তাই সব আমার বড় মেয়েকে পাঠাই বিদেশে। তাদের মাথা এখনও বেশ উর্ব্বর। সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনার শুস্বাস্থ্য কামনা করি, নিজেদের স্বার্থেই।
Apurva
🌹❤🙏❤🌹
Oprna sen ?
স্যার আমি আপনার প্রতিটা ভিডিও দেখি একটু দয়া করে বলবেন আমার গলায় তুলসীর মালা নেই কিন্তু আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আমি তাকে খুব ভালোবাসি কিন্তু প্রশ্ন একজন বৈষ্ণব আমাকে বলছে তুলসীর মালা গলায় না থাকলে তোমার মুখ দেখা পাপ সে সত্যিই কি পাপ হয় মালা গলায় দিইনি বলে তুলসীর মালাটা কি বাধ্যতামূলক গলায় দাও
Pronam
এই অভিনেত্রী কী অর্পণা সেন?
আমার ও তাই মনে হয় ।
নাম না করলেও বোঝা যায় কোন অভিনেত্রীর কথা বলা হলো 😁🙏
Kar kotha bolchen?Mrs sen ?
Yess..Aparna Sen....Gouri Dharmapal onar meyer bibaho den
Joto aapnar alochona suni totoi obak hoye jai aapnar panditya dekhe, Mahabharat er choto choto golpo sonaben ?
Maharaj ji …pranam …I am a Netaji Subash Bose researcher. And I can say Netaji or Rabindranath Tagor never given Gandhi as “Mahatma”.
Gandhi himself wrote his name Mahatma Gandhi