গণেশ, পরশুরাম ও ভীষ্মের কাহিনী || Story of Ganesha, Parashurama & Bhisma || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 157

  • @kalyansarkar3380
    @kalyansarkar3380 Год назад +10

    অনেকেই হয়ত স্যারের কথা শুনে মোহিত বা ভাবাবেশ হয়ে লাইক্ করতে ভুলে গেছেন। অন্তত আমার ক্ষেত্রে সেটি অনেক বারই ঘটেছে। এখন থেকে আগেই লাইক দিয়ে কথা শুনতে শুরু করি। স্যার যেভাবে দূরহ সংস্কৃত ভাষায় বর্নিত নানান পুরান উদ্ধৃতির সম্যক অর্থ বার করে আমাদের শোনাচ্ছেন তাতে আমরা অল্প হলেও অন্ধ বিশ্বাস ধ্যান ধারনা থেকে বেড়িয়ে আসতে পারি। জীবন সায়ান্হে এসে স্যারের এই পরিশ্রম প্রসূত কথা আমাকে ঋনি করে রাখছে।

  • @anupamchattopadhyay3781
    @anupamchattopadhyay3781 Год назад +23

    আজকের বাংলায় আপনার মত পন্ডিত জ্ঞানী আর কেউ নেই ।আপনার কথা শুনে আমি এত সমৃদ্ধ হই যা অবর্ণনীয় । ভগবানের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হোন ।

    • @kgvandematram
      @kgvandematram 11 месяцев назад

      Sir er nyay Pandit byakti jate Bangla te tatha Bharat e agami kale aro egiye ase,tobe truly honest description with logically, amra aro samriddha hote pari

  • @gouriroychowdhury3463
    @gouriroychowdhury3463 11 месяцев назад +3

    I may have started very late but I fully agree with the proverb “Better late than never.” I am now addicted to your channel 😅.

  • @Loksog47
    @Loksog47 Год назад +3

    গণেশের একদন্ত হওয়ার উপাখ্যান অতি সুন্দর লাগল। আপনাকে অজস্র ধন্যবাদ 🙏

  • @dolanmitra9447
    @dolanmitra9447 Год назад +27

    বিশ্বামিত্র সম্পর্কে যদি কিছু বলেন ।আপনার আলোচনা শুনতে খুব ভালো লাগে। শ্রদ্ধা এবং নমস্কার জানাই।

  • @diptikumarbhattacharjea6375
    @diptikumarbhattacharjea6375 Год назад +12

    আজকে একদন্ত গণপতি, পরশুরাম ও ভীষ্মের এয়ী মিলন কাহিনি শোনালেন ; মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, তার পরেও তৃষ্ণার তুষ্টি হ'ল না সময় সংক্ষেপ কারণে।
    মহামহিমের কাছে অভাজনের নিবেদন, যদি সম্ভব হয় , অমৃতকথার সময় সম্প্রসারণ করা যায় কি না। খুবই উপভোগ করছি গল্পচ্ছলে বলা নীতি কথা।
    প্রণামান্তে।

  • @somachakraborty8646
    @somachakraborty8646 Год назад +19

    সংস্কৃত যে কত শ্রুতিমধুর ভাষা, আপনি যখন শ্লোক গুলি উচ্চারণ করেন, তখন উপলব্ধি করি নতুন করে । ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন ।

    • @juinmitra6114
      @juinmitra6114 Год назад

      We are grateful to you for presenting such mythological stories and far more grateful for your reciting the original scriptural text for us. We are keen to listen to more such slokes from scriptures. Kindly consider our prayer. Pranam.

  • @আনন্দছন্দ
    @আনন্দছন্দ Год назад +4

    কি অসাধারণ স্মৃতি আপনার। শুনতে ও এত ভালো লাগে। সংস্কৃত ভাষার প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি পাচ্ছে

  • @dhananjoyghosh1191
    @dhananjoyghosh1191 Год назад +37

    দশ হাজারের মতো view হয়ে গেল কিন্তু লাইক হোল ৬০৮ এর মতো ৷ এটা মানতে কষ্ট হচ্ছে ৷ সবাইকে একটু ভেবে দেখার জন্য বলছি🙏🙏

    • @ABhattacharya
      @ABhattacharya Год назад +1

      It's okay. Not everyone hits the like button...but views are important.

  • @madhukapoor1327
    @madhukapoor1327 Год назад +5

    দাদা আপনি সুন্দর করেই বলেন । এ তো শাস্ত্রীয় সঙ্গীত শোনার মতো ।
    অধীর আগ্রহে রয়েছি কর্ন উপাখ্যান শোনার জন্য ।
    প্রণাম নিবেদন করি ।
    Aesthetically superb !!
    Beyond any question !!

  • @mausumydebdey3922
    @mausumydebdey3922 Год назад +6

    মুগ্ধ হয়ে শুনছি প্রতিটি পর্ব।🙏

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 Год назад +2

    খুব ভালো লাগলো। অনেক নীতি প্রচলিত ছিল। প্রাচীন কাব্য গ্রন্থের চর্চা হওয়া উচিত ছিল। আপনার কাছে শুনতে পাচ্ছি। ভালো থাকুন🙏🙏

  • @rajashreechanda7089
    @rajashreechanda7089 Год назад +3

    কি অপূর্ব সুন্দর শ্লোক গুলো, এত ভাল লাগে শুনতে। আপনাকে অনেক ধন্যবাদ এই চ্যানেলটি শুরু করার জন্য, আপনার অসীম জ্ঞানের কিছু কণা পাওয়া ও আমাদের জন্য অনেকটা পাওয়া।

  • @jhimkibanerjee5231
    @jhimkibanerjee5231 9 месяцев назад

    শুধু মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি.....প্রণাম।

  • @rekhapathak79
    @rekhapathak79 Год назад +5

    মধু হতে মধু সংস্কৃত ভাষা। আর তা আরো মধুময় হয়ে ওঠে স্যার, আপনার শ্রীমুখে উচ্চারণে। স্যার এত মনে রাখেন কী করে?
    প্রণাম নিবেন। ভালো থাকুন।

  • @debangshudas4642
    @debangshudas4642 Год назад +7

    Sir, কর্ণের উপাখ্যান শোনার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছি।
    আপনার মূল কাহিনির সাথে reference কাহিনি গুলিও অসাধারণ। দয়া করে ওই গলা বাদ দেবেন না।

  • @tapatisensarma1452
    @tapatisensarma1452 Год назад +2

    অসাধারণ বিশ্লেষন। পরবর্তী পর্যায়ে।♥️♥️🙏🙏

  • @ramasingha2227
    @ramasingha2227 Год назад +5

    সশ্রদ্ধ প্রণাম। আপনার এই বিশ্লেষণাত্মক আলোচনা প্রতিদিন আমাদের আলোকিত ও সমৃদ্ধ করছে।

  • @ujjalbanerjee9694
    @ujjalbanerjee9694 Год назад +1

    গুনিজন আপনার বিশ্লেষন এবং কথন শুনে শুধু
    একটা কথা বলবো,, আমি মুগ্ধ,,, মন্ত্র মুগ্ধ হয়ে শুনি ।। বাংলা ভাষায় আমার জ্ঞান নগণ্য। তবে আপনার মুখে শুনে অনেক অনেক আকর্ষণ অনুভব করি।ধন্যবাদ জানাই। 🙏🙏🙏

  • @sumantrarudra2800
    @sumantrarudra2800 Год назад

    Uffff!!! Ki asadharon lok

  • @poonamadhikari6441
    @poonamadhikari6441 3 месяца назад

    Apnar mukhe shiv parvati ba Radha krishno, baa apni jai bolen, ki oshamanno j lage, bole bujhate parbo na. God bless.

  • @pampagoswami2528
    @pampagoswami2528 Год назад +1

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম.. 🙏🏻

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 8 месяцев назад

    খুবই ভাল লাগল। ধন্যবাদ জানাই।

  • @indranimullick8715
    @indranimullick8715 28 дней назад

    খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম ।প্রণাম নেবেন 🙏🏻

  • @bapihazra1219
    @bapihazra1219 Год назад

    GM sir, khub valo laga sunta, janta ❤️❤️❤️, valo thakun , sustha thakun, thank you...

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Год назад

    Apnar katha mugdho hoe suni asadharan 🙏🙏

  • @dayalbiswas9250
    @dayalbiswas9250 Год назад +1

    আমি আপনার একজন মুগ্ধ শ্রোতা, স্যার, সুখকর আলোচনা ,একই সঙ্গে বারবার সমৃদ্ধ হই অংশগ্রহণের মাধ্যমে, আলোচনার অন্তিম পর্যায়ে আপনি দ্রোণাচার্যকে একঅর্থে পরশুরামের গুরু বলে অভিহিত করেছেন ,মনে সেইজন্য একটা ধন্দ রয়ে গেল। ক্ষমা করবেন, যদি কোন ত্রুটি করে ফেলি ।

  • @sayantandeb3330
    @sayantandeb3330 Год назад +3

    Sir, পরশুরাম নিয়ে Episode খুব ভালো লেগেছে।
    তাই i would request you kindly complete the ১০ avatar series which we came down successfully till পরশুরাম, now we are left with Sree Ram and Sree Krishna..
    Krishna avatar বলতে বলতে মহাভারত e ঢুকে যাওয়া যেতে পারে।
    Thank you for everything sir

  • @ranjanabhandari9840
    @ranjanabhandari9840 Год назад

    I am speechless

  • @sumitdas1591
    @sumitdas1591 Год назад +3

    Description box এ গল্পের source গুলো mention করার অনুরোধ রাখছি, তাহলে সেই বই গুলো সংগ্রহ করে পড়তে পারি

  • @ramabhattacharyya7126
    @ramabhattacharyya7126 Год назад +1

    Apurba apurba er kono tulona hoyna gurudeb. Mahaguru porosuramer ei potoner kar je tnar atib ahamika o atib voyonkor krodh seti i pratipanna holo .antath amar kachhe. Ajasra pranam ar bhalobas a neben sir .apni amar janma janmantarer guru.bhalo thakben gurudeb.

  • @namashiva1
    @namashiva1 Год назад

    প্রণাম নেবেন

  • @songofficialyt7304
    @songofficialyt7304 Год назад +2

    ধন্যবাদ আমি আরো জানতে চাই, স্যার।

  • @somnathbanerjee5662
    @somnathbanerjee5662 Год назад

    Vary nice

  • @edith7247
    @edith7247 Год назад +3

    Sir Thanks a lot for making me more curious about our mystic-history 🙏🙏

  • @souvikdey4473
    @souvikdey4473 Год назад

    Sudhu ganesh niye ekta episode er Anurodh roilo

  • @GOD_Himself_7
    @GOD_Himself_7 Год назад +2

    Jai shree ram🚩🚩 . love from Bangladesh.

  • @sutapabiswasghosh193
    @sutapabiswasghosh193 Год назад

    স‍্যার আপনার কথা মন্ত্রমুগ্ধের মত শুনে যাচ্ছি।

  • @devdasghosh5215
    @devdasghosh5215 Год назад

    খুব সুন্দর ভাবে বুঝিয়ে বললেন।

  • @swapnamaity8396
    @swapnamaity8396 Месяц назад

    APURBOEXPLANATIONS KNOWLEDGE ON PARASURAM ❤SATOKOTI PRONAM JANYE MAHARAJ ( SIR)🙏 ♥️

  • @somnathsarkar2658
    @somnathsarkar2658 Год назад

    মহাভারত রামায়ণ এসব যে আমাদের ইতিহাস কোন কাল্পনিক গল্পকথা নয় বা আপনার কি ধারনা যদি সে ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন খুবই ভালো হয়। আর সবশেষে বলবো আপনি যেভাবে আমাদের ইতিহাস সাংস্কৃতিকে আমাদের সামনে খুব সুন্দরভাবে ব্যক্ত করছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ।

  • @madhumitadas771
    @madhumitadas771 Год назад

    আপনার বর্ণনায় আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম l আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম দিলাম l

  • @sumitanandy3077
    @sumitanandy3077 Год назад

    Eksathe tin pouranik charitra er Katha shunte khubi valo laglo,besh bapto samayer anuranan holo,Shree Krishner ,"Oi Nogo Nandini.."bisesh prapti,apni Sur kore bolleo khubi sundar lagto,apnar konthe to besh Sur,Sakal ta sundar holo,Pranam neben Sir🙏

  • @bengaliupdate5591
    @bengaliupdate5591 Год назад

    শ্রীম্ভগবদগীতার শ্লোক ধরে ধরে আলোচনার জন্য অনুরোধ করছি।

  • @sabitadutta270
    @sabitadutta270 Год назад

    23rd Nov.Happy birthday sir

  • @PareshNath-eo2rl
    @PareshNath-eo2rl 10 месяцев назад

    Ki bolbo apni ek jon dhisakti purno purosotm. Iswor aponake kripa korechen. Dirghojibi houn. Amra aro samridhyyo hoi. God bless you.

  • @titumandal3355
    @titumandal3355 Год назад +1

    আমার প্রণাম নেবেন স্যার। আমার অনেকদিন থেকেই দশ মহাবিদ্যা শক্তি সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা। কিন্তু কোথাও এগুলি নিয়ে লেখা পাচ্ছি না। এই নিয়ে একটা বিস্তারিত এপিসোড বানালে ভাল হয়।

  • @alokelahiri5893
    @alokelahiri5893 Год назад

    বক্তৃতায় বারবারই একই কথা চলে আসছে।

  • @purnimadhar173
    @purnimadhar173 Год назад

    প্রণাম নেবেন আপনি আমার। এ যেন গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছি ।মোহিত হয়ে গেছি আপনার উপস্থাপনায় ।ভীষণভাবে লোভী হয়ে পড়ছি আগামীদিনের উপস্থাপনায়।আমার একটা অনুরোধ আছে যদি কোনোদিন সম্ভব হয় ব্রহ্ম বাদের সম্বধে কিছু উক্তি রাখেন। আপনার সুস্থতা কামনা করে শেষ করি।

  • @vr2394
    @vr2394 Год назад

    Pranam neben sir ❤️❤️🙏

  • @shabaridasgupta6052
    @shabaridasgupta6052 Год назад

    অনবদ্য লাগল। আরো অনেক কিছু জানতে চাই। প্রণাম নেবেন।

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 Год назад

    🙏💐

  • @priyashribag7808
    @priyashribag7808 Год назад

    প্রণাম নেবেন sir

  • @uttamroy1471
    @uttamroy1471 Год назад

    🙏🙏🙏🙏

  • @rk8604
    @rk8604 Год назад

    Sri Ram Chander opor apnar video ta sonar jonno opekhay achi

  • @paromitadutta7479
    @paromitadutta7479 Год назад

    Pronam janai 🙏, Apnar katha shunte ato bhalo lage ,mugdha hoye shuni,keno je kono pujor agey Ganesh pujo Kora hoi sheta jodi amader alokito koren please🙏

  • @kalimohanmukherjee553
    @kalimohanmukherjee553 Год назад

    পরবর্তী এপিসোড এর অপেক্ষায়

  • @kgvandematram
    @kgvandematram 11 месяцев назад

    Apnar ei mythology er upor je bistarito charcha ja sune amra anek kichui jante pari,
    Apni jodi Mahamati BHISHMA r tar protigya samparke ekta bistarito alochona koren tahole aro samridhha hoi

  • @debojitsen6250
    @debojitsen6250 Год назад

    ♥️

  • @subhajitsaha2760
    @subhajitsaha2760 Год назад +2

    প্রিয় লেখক ও সুবক্তা আপনাকে অনেক অনেক প্রনাম জানাই। ভারতীয় দর্শনে জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই দুই মার্গের তুলনামূলক আলোচনা আপনার মুখে শুনতে চাই... আশা করব নিরাশ করবেন না।

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Год назад +1

    সব টুকু শোনার পরে শেষের অংশে এসে আপনার যেখানে আপনি বললেন রাম এবং পরশুরামের সাক্ষাতটি আপনি খুব মধুর করে বলবেন, এই মুহুর্তেই আপনার অভিভবেক্তি এত ভালো লাগলো যে বাকি সব টুকুই গৌণ হয়ে গেল।
    প্রণাম রইলো।
    শুভ রাত্রি।

    • @suvradas7265
      @suvradas7265 Год назад +1

      সশ্রদ্ধ প্রণাম জানাই।সুস্থ থাকুন,পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম।

  • @priyankamazumder6603
    @priyankamazumder6603 Год назад

    SUNE KHUB INTERESTE PELAM... PRONAM NABEN SIR 🙏

  • @kuhelidas218
    @kuhelidas218 Год назад

    Sei kon chhotobela theke apnar lekha pore aschi (je boyeshe "boroder" lekha pora nishiddho chilo.) Pronaam apnake 🙏🙏

  • @dipankarbanerjee4170
    @dipankarbanerjee4170 Год назад +2

    আপনার কথা শুনতে বড় ভালো লাগে।
    একটা সামান্য প্রশ্ন ছিল: যুগ ক্রম অনুসারে যদি ত্রেতা, তারপরে দ্বাপর এবং কলি হয়, তাহলে পরশুরাম প্রথমে রামচন্দ্রের কাছে ত্রেতা যুগে পরাজিত হয়েছিলেন এবং পরে ভীষ্মের কাছে দ্বাপর অথবা কলি যুগে পরাজিত হয়েছিলেন?

    • @sumanari4116
      @sumanari4116 Год назад

      Sri Ram purno avatar chilen, ar Pitamah bheesma ke tini daya korechilen.

  • @abcdXyz-p9w
    @abcdXyz-p9w 5 месяцев назад

    Great sir 🙏🙏🙏

  • @sudeshnapal5183
    @sudeshnapal5183 Год назад +1

    প্রণাম জানাই শ্রীচরণ -কমলে।এত ভালো লাগছে লিখে প্রকাশ করতে পারছিনা।

  • @paroj9564
    @paroj9564 Год назад

    CLASSIC....
    PRONAM.

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 6 месяцев назад

    সমুদ্র মনথন নিয়ে একটা আলোচনা করুন।

  • @ritumroy5725
    @ritumroy5725 Год назад +3

    স্যার,অনেকদিন ধরে একটা প্রশ্ন আমি খুঁজছি।বিশ্বামিত্র পুত্র মধুছন্দা ঋষির থেকেই কী মধুঋষি গোত্রের উৎপত্তি? আপনি উত্তর টি জানালে বাধিত হই।বিবাহ নিয়ম,গোত্র ব্যবস্থার উৎপত্তি সম্পর্কে আলোকপাত করার অনুরোধ রইল।
    পুনশ্চ; আরেকটি অসাধারণ উপাস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

  • @shreebakshi9619
    @shreebakshi9619 Год назад

    Khub valo lagche sunte. Proshno uttor porbe jodi baidik bibaho ( ajkal khub e procholon dekhchi) somporke apnar ki motamot jodi janan ektu

  • @baisalibasusarkar211
    @baisalibasusarkar211 Год назад

    Sir, pronam janai. Apnar
    Avatar series er sob koti sunechi ebong Vishnu keno avatar grohon koren solpo bujhechu.
    Ami jante chai 1.swam Vishnu ke? 2.Trimurti roop er gurutto ki? 3.Sekhane Vishnu keno prodhan

  • @naranarayanbarman8636
    @naranarayanbarman8636 Год назад

    Lots of love 🌟❤️

  • @rupalideb1144
    @rupalideb1144 Год назад

    Pronam

  • @rajabanerjee4843
    @rajabanerjee4843 Год назад

    Sir kolki avatar somporke ekti video banan🙏🙏🙏

  • @aparnaroy1502
    @aparnaroy1502 Год назад

    Mahabharat er sob jayga gulo akhon kothay sei jayga gulor bartoman naam ki? Ai niye apner kono book ache ? Thakle book ta r naam ta janaben..

  • @sagarmukherjee2965
    @sagarmukherjee2965 Год назад

    Advutom.

  • @dibyendude6936
    @dibyendude6936 Год назад +6

    স্যার, কর্ণ নিয়ে একটা আলাদা এপিসোড করতে অনুরোধ রাখবো। রবীন্দ্রনাথের কলমে যিনি ছিলেন ' নিষ্ফল আর হতাশের দল এ ' - তাকে একটু বিশদ এ জানা দরকার।

  • @pralaydas.original
    @pralaydas.original Год назад

    আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আপনাকে অনুরোধ করবো সত্য যুগ নিয়ে কিছু বলুন।

  • @MrSayakC
    @MrSayakC Год назад +1

    আচ্ছা, একটা প্রশ্ন, কৃপাচার্য্য কি কারণে অমর বা চিরজীবি হলেন? মহাভারতে সেরকম গুরুত্ব তো দেখতে পাইনি। আপনার 'ছয় প্রবীণ' বইটা অবশ্য পড়া হয়নি। কিন্তু এরকম প্রায় সরাসরি, আপনার কাছ থেকে শুনতে বড্ড ইচ্ছা করছে। যদি কখনও সম্ভব হয়... খুব আনন্দ পাব। 🙏🙏🙏

  • @pacharya
    @pacharya Год назад

    প্রণাম নেবেন। একটি প্রশ্ন করার ধৃষ্টতা
    মার্জনা করবেন।
    "দক্ষ" পদে দক্ষিণ বা ডান দিক এই অর্থ কি হয় ?

  • @sunetraadhya5170
    @sunetraadhya5170 Год назад

    Ashwathama , Bali, Vyasa Kripacharya, Hanuman, Bibhishan, Parashuram, sapta chiranjeevi

  • @shaswataacharyya2318
    @shaswataacharyya2318 Год назад +1

    শিব কে নিয়ে একদিন আলোচনা করুন🙏

  • @toolnerdtechie
    @toolnerdtechie Год назад

    অ্যানিমেশন করে ভিডিও বানান

  • @tapaspramanik1749
    @tapaspramanik1749 Год назад +1

    Please tell about Gaayatree mantra Sir. I am really interested to listen from you.

  • @sajalroychowdhurybaban8108
    @sajalroychowdhurybaban8108 Год назад +3

    ঋষি শব্দের অর্থ কী। বিবাহ সময় নান্দিমুখ ও কুশুন্ডিকা সম্বন্ধে যদি ব্যাখা করেন

  • @nirmolcokroborty5358
    @nirmolcokroborty5358 Год назад

    Hori banan okar deaa ta sothik naki subhu ho ta sothik aktu bolben

  • @shampadchakraborty2427
    @shampadchakraborty2427 Год назад

    আমার নাম সম্পদ চক্রবর্তী। আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে, আমরা গীতায় ত আহার বলতে সাত্ত্বিক,রাজসিক,তামসিক এই তিন প্রকারের আহারের কথা পাচ্ছি। অপরদিকে চরক এবং সুশ্রত ইত্যাদি সংহিতায় দেখি যে মাংসের যে বৈশিষ্ট্য সেসব গীতায় দেওয়া সাত্ত্বিক খাবারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য তথাপি ভারতবর্ষের ব্রাহ্মণরা কেনো মাংসকে বর্জন করে নিরামিষ খেতে বলে??

  • @indranibanerjee1479
    @indranibanerjee1479 Год назад

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @debodhritidas1765
    @debodhritidas1765 Год назад

    পাণ্ডব অর্জুন এর উপর একটা আলোচনাঃ শুনতে চাই

  • @krishnapaul8597
    @krishnapaul8597 Год назад +1

    Highest regards sir. Mind blowing.

  • @joymukharjee3024
    @joymukharjee3024 Год назад

    In this video,you don't give any RUclips temporary download link.please do this SIR.

  • @shuklachowdhury9258
    @shuklachowdhury9258 Год назад

    Pranam Sir Apni je Uma Stuti bollen seta kon Chando🙏🙏🙏

  • @debashishbhattacharjee9264
    @debashishbhattacharjee9264 Год назад

    Sir,I convey my regards at your feet,and I eger to know about Purushottam of four ages at your convenience.. regards.

  • @pankajdas1738
    @pankajdas1738 Год назад

    কখন শুরু হবে ?
    প্রধান নেবেন স‍্যার।

  • @tanmoyupadhyay3762
    @tanmoyupadhyay3762 Год назад

    Sir jodi Krishna Nanda Agambagish somporke jodi kichu bolen khub valo lagbe.

  • @debabratasculpturing243
    @debabratasculpturing243 Год назад

    মনসা সম্পর্কে কিছু কথা বলেন

  • @PalashDas-jg1tw
    @PalashDas-jg1tw Год назад

    Waiting for Karna episode

  • @gopalpaul1821
    @gopalpaul1821 Год назад

    want to know about Rishi Alamman ...... please!

  • @greatindus
    @greatindus Год назад +1

    প্রধান পুরাণগুলি সহ একাধিক গুরুত্বপূর্ণ হিন্দুশাস্ত্রে বুদ্ধের উল্লেখ পাওয়া যায়। এর থেকেই প্রমাণ হয় বর্তমান পুরাণগুলি বুদ্ধের আগে লেখা নয়।
    আবার গণেশ আসলে কুষাণদের শিল্পকলা, পরে যেটা "বিনায়ক বৌদ্ধ" এবং বোধিসত্ত্বরূপে জাপান পর্যন্ত চলে গেছে।

  • @smnkhati8289
    @smnkhati8289 Год назад

    Are you from princely state?